ইমাম মাহাদী আ: কে? |
- ইমাম মাহাদী আ: কে?
- [HTML/CSS] কিভাবে দুইটা বা তার বেশি Div কে উপর নিচ (vertically) থেকে ডানে বামে (Horizontal) করবেন।
- {Paid Course Free}এবার নিয়ে নিন সেরা কিছু Wifi Hacking পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ৩}
- Google এর নতুন Processor | Whitechapel পাল্টে দিতে পারে সারা বিশ্বের এন্ড্রয়েড ফোন গুলোকে | A to Z বিস্তারিত
- সন্তানের দীক্ষা PDF Download by সামসুল আরেফিন শক্তি
- DPS INJECTOR V35 | ফ্রি ফায়ার মুড ইনজেক্টর | ANTIBAN 80% | VMOS CRUSH FIX
- এখন থেকে বাংলাতেই প্রোগ্রামিং শিখুন scratch Platform এ
- নিয়ে নিন 49$ সমমূল্যের Bundlestrom Pack ফ্রিতেই
- আপনার Pc বা Desktop এর জন্য Best HD / 4K Wallpaper Collection Site!
- এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোন নেক ইচ্ছে পূরণের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।
Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আগমন ঘটবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত এর সর্বপ্রথম আলামত হলো খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর আগমন। আমরা অনেকেই বলি ইমাম মাহদীর আগমন ঘটবে কিয়ামতের পূর্বে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক তবে তার নাম ইমাম মাহাদী হবে না। সে আল্লাহর খলিফা মাহাদী। তবে আমরা অনেকেই মনে করি তার নাম ইমাম মাহাদী। তাই আগে আমরা এই নামের সঠিক তথ্য জেনে নিন। মাহাদী অর্থ নেতা আর খলিফা হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ ইমাম মাহাদী অর্থ হেদায়েত প্রাপ্ত নেতা। কিয়ামতের পূর্বে মুসলমানরা একত্রিত থাকবে না। এবং অনেক অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবে এইজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীন খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম কে পৃথিবীতে পাঠাবেন । খলীফাতুল্লাহ আল মাহাদী আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয়?খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম আমাদের মত একজন মানুষ। তবে তিনি হবেন আল্লাহর খলিফা। তিনি আল্লাহর পথকে আরও সহজভাবে পৃথিবীতে প্রচার করবেন। এবং মানুষদের ভুলগুলো ধরিয়ে সঠিক পথ দেখিয়ে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খলীফাতুল্লাহ আল মাহাদী আমার বংশ থেকে জন্মগ্রহণ করবে। খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম এর নাম হবে মোহাম্মদ। অথবা মোহাম্মদ সাঃ এর নামের সাথে একটি নাম নিয়ে দুনিয়াতে আগমন করবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ।অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবার নাম এর সাথে মিল রেখেই,, খলীফাতুল্লাহ আলমাহাদীর বাবার নাম হবে। যেটা আমরা সরাসরি হাদিস থেকে জানতে পারি। খলীফাতুল্লাহ আল মাহাদী কে: তিনি হলেন আল্লাহর প্রেরিত খলিফা। তিনি পৃথিবীতে 40 বছর পর্যন্ত বুঝতে পারবে না সে আল্লাহর খলিফা। খলীফাতুল্লাহ আল মাহাদী পৃথিবীতে আসবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয়নবী ইসলামকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে গিয়েছেন। তবে এখানে উদ্দেশ্য হয়েছে কিয়ামতের পূর্বে মুসলমানদের হাতে কোন ক্ষমতা থাকবে না। এমনকি মানুষের মধ্যে নানারকম ভুল ধারণা থাকবে, এগুলো থেকে হেফাজত এবং আল্লাহর পথকে সঠিকভাবে দেখানোর জন্যই খলীফাতুল্লাহ আল মাহদীর আগমন ঘটবে। বিভিন্ন হাদিস থেকে জানা যায় তিনি পৃথিবীতে আগমন করে এই পৃথিবীর ক্ষমতা তার কাছে থাকবে। এবং এই পৃথিবীতে তিনি সাত বছর অথবা নয় বছর শাসন করবে। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম আসার পূর্বে পৃথিবীতে অন্যায় কাজে ভরপুর থাকবে। এমন খারাপ অবস্থা হবে যেগুলো মুসলমান হিসেবে খুবই খারাপ। এমন খারাপ অবস্থা পৃথিবীতে থাকবে যেখানে মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করবে। নারীরা পর্দা করবে কিন্তু উলঙ্গ মনে হবে। ভালো লোক প্রতারিত হতে থাকবে। মানুষ অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবে। মানুষের কাজকর্ম সব নিজের ইচ্ছামত করতে থাকবে আল্লাহর আদেশ এর কথা ভুলে যাবে। মানুষ বিভ্রান্তিতে হবে এবং অন্যায় কাজ করতেই থাকবে। মানুষের এলেম কম হতে থাকবে। এলেম ওয়ালা লোকেরা পৃথিবী থেকে বিদায় নিবে।এককথায় দুনিয়ার অবস্থা সম্পূর্ণ মুসলমানদের বিপরীত হতে থাকবে এবং মুসলমানদের হাতে কোন ক্ষমতা থাকবে না। ঠিক এই সময়েই খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর আগমন ঘটবে। তিনি কিছুদিনের ভিতরেই দুনিয়ার সবকিছু বিপরীত করে দিবেন। মানুষের ভুলগুলো ধরিয়ে আলোর পথ দেখাতে থাকবে। তিনি আসার পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে।এবং খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম পৃথিবীতে সাত বছর অথবা 9 বছর শাসন করবে। তারপর তিনি মারা যাবেন এবং ক্ষমতা থাকবে হযরত ঈসা আলাইহিস সাল্লাম এর কাছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে আগমন ঘটবে দাজ্জালের।দাজ্জাল পৃথিবীতে আগমন করবে খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর পরে। দাজ্জাল নিজেকে নবী এবং খোদা দাবী করবে। দাজ্জালের কাছে অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যেটা সাধারণ মানুষের থাকবে না। দাজ্জাল যখন যা বলবে তখন তাই হবে। সে ইচ্ছামত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে। দাজ্জাল এসে খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর ক্ষমতা নিয়ে নিবে। তবে খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম জীবিত থাকতে থাকতেই আগমন করবে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের বিজয় আরো অনেক বেড়ে গেল। কারণ ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবে এবং মুসলমানদের বিজয় আরো বৃদ্ধি পাবে। সকল মুসলমান কাফের লোকেরা বিশাল যুদ্ধ করবে তখন। এমনকি গাছপালা পশুপাখি মানুষের সাথে কথা বলবে এবং মুসলমানদেরকে বলতে থাকবে আমার পিছনে এক কাফের রয়েছে শীঘ্রই তাকে হত্যা করো। যদিও এই তথ্যগুলো সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত তাই লুকানোর কিছু নেই। তাছাড়া আরও অনেক রকম ঘটনা ঘটবে কিয়ামতের পূর্বে । যদিও একটি আর্টিকেলে বিস্তারিত জানানো খুবই মুশকিল। তবে আপনাদের চাহিদা থাকলে এই সম্পর্কে অথবা কিয়ামতের পূর্বের ঘটনা সমূহ অলৌকিক কি কি হবে। এ সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের চাহিদা থাকলে অবশ্যই এ ধরনের আর্টিকেল খুব শীঘ্রই পাবলিশ করব। আর্টিকেল এর শেষ কথাপরিশেষে আর্টিকেলটি এখানেই শেষ করছি তবে আর্টিকেলের চাহিদা যদি আপনাদের থাকে তাহলে বিস্তারিত এ ধরনের আর্টিকেল পাবলিশ করা হবে আরো। তাছাড়া আপনাদের ইসলামিক সম্পর্কে কোন আর্টিকেল প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ইসলামিক তথ্যগুলো খুব শীঘ্রই এই ওয়েবসাইটে আমরা পাবলিশ করব। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post ইমাম মাহাদী আ: কে? appeared first on Trickbd.com. |
[HTML/CSS] কিভাবে দুইটা বা তার বেশি Div কে উপর নিচ (vertically) থেকে ডানে বামে (Horizontal) করবেন। Posted: সাধারণত আমরা যখন দুটা div নেই তখন সেগুলো vertical থাকে
প্রথমে আপনারা যে দুইটা বা ততোধিক ডিভ কে ডানে বামে করতে চান সব গুলো কে একটা প্যারেন্ট ডিভের অন্তর্ভুক্ত করতে হবে। এখন আপনারা main div টাকে css এ ধরুন তারপর একটি display property যোগ করুন যার value হবে flex তারপর দেখুন যেইটা লম্বালাম্বি ছিল সেটা আড়া আড়ি হয়েছে এখন দেখুন Our FaceBook PageOur Youtube ChannelThe post [HTML/CSS] কিভাবে দুইটা বা তার বেশি Div কে উপর নিচ (vertically) থেকে ডানে বামে (Horizontal) করবেন। appeared first on Trickbd.com. |
{Paid Course Free}এবার নিয়ে নিন সেরা কিছু Wifi Hacking পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ৩} Posted: আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জীবনে এমন ঘটনা একবার না একবার হলেও ঘটেছে যে, যেকোনোভাবে হোক না কেনো আমার পাশের বাসার wifi এর পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করেছি। কতবার যে ইউটিউবে এই বিষয়ে সার্চ দিয়েছি,তার কোনো সীমা নেই। পরে হতাশ হয়ে হয়তো বা বিভিন্ন ফেসবুক গ্রুপেও সার্চ দিয়েছি। কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি পেইড wifi হ্যাকিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন বেশি কথা না বলে এবার মূল বিষয়ে যাওয়া যাক:- 1.Wifi Hacking:-click here 2.wifi:-click here 3.hacking wifi course(1.48 gb):-click here 4.WIFI HACKING COURSE BY @ANONGHOSTNETWORK(2.46 gb):-click here 5.Complete Course Of WiFi Hacking By DedSec(2.24 gb):-click here 6.How to Hack WiFi Networks for Beginners(167.56MB):-click here 7.Wifi Hack (bangla)(139.54MB):-click here 8.Learn the right way to hack wifi-Beginner to Advanced 2020(1.59gb):-click here আমার পোস্টটি যদি আপনাদের উপকারে আসে,তো লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত নামাজ আদায় করবেন| The post {Paid Course Free}এবার নিয়ে নিন সেরা কিছু Wifi Hacking পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ৩} appeared first on Trickbd.com. |
Posted:
বর্তমানে মার্কেটে যত স্মার্ট ফোন আছে এমনকি এতদিন পর্যন্ত আমরা গুগলের যে সমস্ত ফোন ব্যবহার করেছি সেগুলো প্রসেসর এর জন্য কোয়ালকমের ওপরে নির্ভর করত কোয়ালকম স্ন্যাপড্রাগন একটা আমেরিকান কোম্পানি যারা স্মার্টফোনের চিপ কে ডিজাইন করেন। তবে তারা ডিজাইন করে কিন্তু এই চিপ গুলোকে ম্যাক্সিমাম টাইম ম্যানুফ্যাকচার করে স্যামসাং বর্তমানে গুগোল চেষ্টা করছে যে তারা তাদের ইকোসিস্টেম থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ডিজাইন করা প্রসেসর কিভাবে সরাতে পারে। এদিকে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছে যে তারা সফট্ওয়ারে যেমন ইনভেস্ট করেছে সেই ভাবে তারা হারাতেও ইনভেস্ট করতে চায়। কিন্তু তা সত্ত্বেও তারা এমন একটা জায়গায় ফোকাস করছে যা তাদের কম্পিটিশনের থেকে অনেক আগে এগিয়ে রাখতে পারে আর এটা হল যায় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিকে তাদের হার্ডওয়ার এর মধ্যে ইনক্লুড করতে চায় । যে ব্যাপারে মনে হয় না যে অন্য কোন কোম্পানি গুগোল কে পেছনে ফেলে দিতে পারে গুগল তাদের ফোনের ইমেজ কোয়ালিটি মেইনটেইন করার জন্য অলরেডি এ আই কে ইউজ করে গুগলের স্মার্টফোনের ক্যামেরার হার্ডওয়ার বহু বছর থেকে আপডেট করা কিন্তু তা সত্বেও তারা বর্তমান কম্পিটিশন কে যথাযথভাবে টেক্কা দিতে পারে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের এ আই টেকনলজি জন্য। একটা ইমেজ প্রসেসর চিপ যার মধ্যেই আছে এ আই আছে সেটা হার্ডওয়ার এক্সপ্রেশন এর মাধ্যমে নরমাল ফোনের থেকে অনেক বেশি সুন্দর ফটো তুলতে পারে ফটো তুলতে পারে মানে ফটোটা কে এডিট করতে পারে। Lambda এবং তার সঙ্গে যদি এনহ্যান্স করা থাকে হার্ডওয়ার তাহলে সেটা গুগোল অ্যাসিস্ট্যান্ট এর কনভারসেশন কে একটা নেক্সট লেভেল এ নিয়ে চলে যেতে পারে। প্রথমদিকে স্মার্টফোনে যখন অন্যান্য ফোনে প্রচুর পরিমাণে ফিচার থাকত তখন আই ফোনের ফিচার কিন্তু অত বেশি থাকত না তা সত্ত্বেও আইফোন অন্যান্য ফোনে থেকে অনেক স্মুথলি কাজ করতে পারত এটা হতো শুধু একটাই কারণে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টিগ্রেশন মানে সফটওয়্যার জানে যে কাকে নিয়ে কাজ করতে হবে আর হার্ডওয়ার জানে যে আমাকে পর্টিকুলারলি কি কাজ করতে হবে। এদিকে তারা যদি কোয়ালকমের থেকে প্রসেসর কেনে তবে কোয়ালকম্ম ও একটা প্রফিট রাখবে যার জন্য স্বাভাবিকভাবে ফোনের দাম একটু বেড়ে যায় এবার আমাদের একটু জেনে নেওয়া দরকার যে গুগলের যে হোয়াইটচ্যাপেল চিপটা মার্কেটে আসতে চলেছে তার থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি। গুগোল এর এই ডিসিশনটা যে তারা কোয়ালকমের থেকে আলাদা হয়ে যেতে চায় এটা সত্যি খুবই ইন্টারেস্টিং কারণ সাধারণ চোখে যদি আপনি দেখেন তবে আপনার মনে হবে যে কোয়ালকম থেকে যদি গুগোল সরে আসে তবে গুগলের ফোনগুলোতে একটা পারফরম্যান্স ড্রপ হতে পারে। অনেকটা স্যামসাংয়ের এক্সিনোস টুয়েন্টি ওয়ান হান্ড্রেড এর মত যদিও তারা আধুনিক টেকনোলজি কে ব্যবহার করছে কিন্তু তা সত্ত্বেও এই চিপটা মার্কেটের অন্যান্য যে কম্পিটিশন আছে তার থেকে পিছনেই পড়ে থাকবে অনেকে এই চিপটাকে স্নাপড্রাগণ ৭৬৫ এর সঙ্গেও তুলনা করেছেন যা এর আগে পিক্সেল ফাইভে ব্যবহার করা হয়ে গেছে।
পস্টি যদি ভালো লাগে তবে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। The post Google এর নতুন Processor | Whitechapel পাল্টে দিতে পারে সারা বিশ্বের এন্ড্রয়েড ফোন গুলোকে | A to Z বিস্তারিত appeared first on Trickbd.com. |
সন্তানের দীক্ষা PDF Download by সামসুল আরেফিন শক্তি Posted:
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়। আরো পড়ুনঃ ১। প্যারেন্টিং pdf download – নাজমা জামান (প্রত্যেকটি মানুষের পড়া উচিৎ) |
DPS INJECTOR V35 | ফ্রি ফায়ার মুড ইনজেক্টর | ANTIBAN 80% | VMOS CRUSH FIX Posted: আসসালামু আলাইকুম |
এখন থেকে বাংলাতেই প্রোগ্রামিং শিখুন scratch Platform এ Posted: scratch একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম Programming শেখার জন্য। এখন থেকে বাংলা ভাষাতেই প্রোগ্রামিং করা যাবে এই Platform এর মাধ্যমে। বিশ্বের ১৯০টি দেশের শিশু-কিশোরদের প্রোগ্রামিং শেখার এ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের MIT ল্যাবে এই scratch তৈরী করা হয়েছিলো। scratch মূলত একটি ব্লকভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা, যা দিয়ে খুব সহজেই প্রোগ্রামিং লজিক শেখা যায় ও গেম, অ্যানিমেশন ভিডিও, স্টোরি ভিডিওসহ নানা ধরনের সফটওয়্যার তৈরি করা যায়।
~Scratch Website Link: https://scratch.mit.edu/
সূত্র: প্রথমআলো
Sincerely; The post এখন থেকে বাংলাতেই প্রোগ্রামিং শিখুন scratch Platform এ appeared first on Trickbd.com. |
নিয়ে নিন 49$ সমমূল্যের Bundlestrom Pack ফ্রিতেই Posted: Bundlestrom বিভিন্ন Volume এর Pack Share করে থাকে। এই Packগুলো Professional Editing এবং Graphics Designerদের জন্য প্রয়োজনীয় একটি Pack।এই Bundlestrom এর Volume 01 packটি Share করা হবে।
Bundlestrom Volume 01 এ যা যা পাবেন:☐ 11,000+ Photoshop Gradients
☐ Photoshop PSD Layouts
☐ Amazing User Interface Kit
☐ Hi-Res Bokeh Backgrounds
☐ Awesome User Interface Kit
☐ Character Creation Kit
আরও রয়েছে, এই Link এ….
Bundlstrome v1 Download করার জন্য-Download Access এর এই Site এ Visit করুন প্রত্যেক Item এর নিচে Download এ Click করলেই Download Start হয়ে যাবে।
আশাকরি এই Packটি আপনার উপকারে আসবে, পরবর্তীতে আরও ভিন্ন ধরনের Pack নিয়ে হাজির হব।
DEXTER The post নিয়ে নিন 49$ সমমূল্যের Bundlestrom Pack ফ্রিতেই appeared first on Trickbd.com. |
আপনার Pc বা Desktop এর জন্য Best HD / 4K Wallpaper Collection Site! Posted: Howdy Everyone, wallhaven.cc এ এখন পর্যন্ত Total 860,990 high quality wallpapers রয়েছে। এই সকল Wallpaper Upload এর জন্য এই সাইটে যেসকল Category-র Wallpaper পাবেন-
Website Link:এই Site থেকে Wallpaper Download এর Processটি নিচে উল্লেখ করলাম (For New User)
যেভাবে Wallpaper গুলো Download করবেন:
Conclusion
Bye The post আপনার Pc বা Desktop এর জন্য Best HD / 4K Wallpaper Collection Site! appeared first on Trickbd.com. |
এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোন নেক ইচ্ছে পূরণের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। Posted: ![]() আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ইসমে আজম
এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার আর কোন উপায় আমরা খুঁজে পাই না। এ ধরনের কঠিন সময় গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর কাছে সাহায্য প্রাপ্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের আমল শিখিয়ে গিয়েছেন। আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কিসে ইসমে আজম সেটি সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা জেনে নেবো। প্রিয় পাঠক এ বিষয়ে আমাদের রাসূল সাল্লাহু সাল্লাম কি বলে গিয়েছেন চলুন জেনে নেওয়া যাক। ইসমে আজম হলো মহান আল্লাহ তায়ালা মহান নাম। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দাকে অবশ্যই সাড়া দেন। এই মর্মে মহানবীর সাল্লাহু সাল্লাম থেকে অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এ সম্পর্কে বলেছেন। ইসমে আজম হলো আল্লাহ তায়ালার মূল নাম অর্থাৎ আল্লাহ। আমরা জানি আল্লাহ তায়ালার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। সেই সকল নামের মাঝেই মূল যে নামটি হলো সেটি হচ্ছে আল্লাহ। এই নামটিকে বেশিরভাগই স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোন বান্দা যখন অন্তরের অন্তস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহর জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণের কিছু চায়, তখন আল্লাহ তায়ালা বান্দার সেই চাওয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম তাঁর জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়েছেন। হাদিসের বর্ণনা পাওয়া যায়, হযরত আবদুল্লাহ ইবনে বূরাইদাহ (বাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (সাঃ) এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। ![]() অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ তুমি ব্যতীত কোন মাবুদ নেই, তুমি এক অনন্য, মুখাপেক্ষীহীন এবং তুমি অন্যদের নির্ভরস্থল ।যিনি জনকও নন, জাতও নন এবং যার কোন সমকক্ষ নেই। (তিরমিজি হাদিস নাম্বারঃ ৩৫৪৪, আবু দাউদ হাদিস নাম্বারঃ ১৪৯৩, নাসাঈ ১৩০০) রাসূল (সাঃ) ঐ ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেনঃ সেই মহান সত্তার শপথ! যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই ব্যাক্তি আল্লাহ তায়ালা মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে এবং যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করে নেন এবং যে নামের উচিলায় প্রার্থনা করা হলে আল্লাহ তা গ্রহণ করে নেন। (নাসাঈ হাদিস নাম্বার ১৩০০) এই হাদিসের আলোকে বিশ্বখ্যাত সব হাদিস বিশারদগণ বলেছেন যে, এই হলো সেই দোয়া যাকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী কিতাবে আল্লামা ইবনে হাজার আসকালানী (রহঃ) এই হাদীসটিকে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদীস হিসেবে আখ্যায়িত করেছেন।এই ইসমে আজম পড়ে আল্লাহ তায়ালা কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তায়ালা বান্দার মনের সমস্ত ভালো কল্যাণকর আশাগুলো পূরণ করবেন। আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একান্ত কল্যাণকর ইচ্ছেগুলো পূরণের দৃঢ় ইমানের সাথে ইসমে আজমের আমল করা। আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে ইসমে আজমের আমল যথাযথ করার তৌফিক দান করুন আমীন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ![]() The post এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোন নেক ইচ্ছে পূরণের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments