Netflix Account খুলুন কোনো Credit Card ছাড়াই Free তে |
- Netflix Account খুলুন কোনো Credit Card ছাড়াই Free তে
- Pixlr Premium ০১ মাসের জন্য Free Trial Method (Alternative Of Photoshop)
- ওরা টোকাই কেন বই PDF Download | Ora Tokai Keno by শেখ হাসিনা
- [Hot] Bkash account থেকে ফ্রি ১৫ টাকা নিয়ে নিন সময় খুব কম (নির্দিষ্ট কিছু গ্রাহক)
- ফজরের নামাজ সাতটি উপকারীতার কথা জানলে আপনি কখনোই ফজরের নামাজ ত্যাগ করবেন না
- দাজ্জাল কে ?(সকল মুসলমানদের জন্য)
- ষষ্ঠ শ্রেণির এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See]
- জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি ইবুক এই অ্যাপ থেকে আপনি তাশাহুদ এর বাংলা উচ্চারন ও ইতিহাস জানতে পারবেন
- ওয়াপকিজ ইউজাররা নিয়ে নিন ওয়াপকিজ সাইটের জন্য অ্যান্ড্রয়েড ব্লগ সাইট থিম
Netflix Account খুলুন কোনো Credit Card ছাড়াই Free তে Posted: আসসালামু আলাইকুম। Step 1 : প্রথমে আমাদের ২ টা Apps লাগবেন। Netflix Original App & Hola VPN Plus. ডাউনলোড করে ইন্সটল করে নিন। Step 2 : এবার Hola VPN Open করে Netflix Select করুন।আর Country Kenya Selected করে Start এ Click দিন। Step 3: এখন আপনাদের মাঝে Email দিয়ে Netflix START করার Box আসবে।Box এ আপনারা আপনাদের Email/ Temp Mail দিয়ে Get Started এ ক্লিক দিবেন। Step 5 : Step 3&4 করে Start দিলেই আপনার একাউন্ট হয়ে নেটফ্লিক্স এর ভেতরে নিয়ে যাবে।কোনো Payment চাইবেনা। অনেক নেটফ্লিক্স এর মুভিই এখন ফ্রি তে দেখতে পারবেন এই Free Plan এর মাধ্যমে। Note : আমরা যে একাউন্ট করলাম সেটা Netflix Free Plan যা শুধুমাত্র Kenya তে দেওয়া হয়েছে তাদের প্রোমোশনের জন্য। যতদিন এই অফার থাকবে ততদিন আপনি ব্যাবহার করতে পারবেন।আপনি যদি এই পোস্ট অফার শেষ হবার পরে দেখেন তাহলে কাজ করবেনা তাই অযথা খারাপ কথা বলবেন না।
The post Netflix Account খুলুন কোনো Credit Card ছাড়াই Free তে📺 appeared first on Trickbd.com. |
Pixlr Premium ০১ মাসের জন্য Free Trial Method (Alternative Of Photoshop) Posted: Howdy Everyone, কীভাবে Pro version Access নিবেন তা দেখানো হল Instruction Part এ-
⁙⁘Instruction⁘⁙ 01. প্রথমে এই Site এ প্রবেশ করুন এবং Strat Now Option এ Click করুন
02. তারপর Sign Up Now Option এ Click করুন
03. Email, Password এবং Country-USA Select করে Sign UP এ Click করুন
04. term & Policy Accept করে নিন
05. আপনার Mail এ Verification Code যাবে, তা দিয়ে Verify করে নিন
06. এবার Namso-Gen থেকে CC Generate করে তা Payment Page এ বসিয়ে দিন, BIN-5391505408xxxxxx
07. আর Billing Address দিবেন নিচের Address এর মত করে (Any USA Address হলেও হবে)
08. Pay Now Option এ Click করার সাথে সাথেই Account 01 মাসের জন্য Pro হয়ে যাবে
09. 01 মাস পর Subscription Auto cancel হয়ে যাবে।
⁙⁘Tutorial⁘⁙
⁙⁘Conclusion⁘⁙
Bye The post Pixlr Premium ০১ মাসের জন্য Free Trial Method (Alternative Of Photoshop) appeared first on Trickbd.com. |
ওরা টোকাই কেন বই PDF Download | Ora Tokai Keno by শেখ হাসিনা Posted: Ora Tokai Keno pdf download – pdf size: 7 mb. – লেখিকাঃ শেখ হাসিনা ওরা টোকাই কেন বই রিভিউঃআমাদের সমাজের অধিকাংশ মানুষ ঠিকমতো বস্ত্র পরিধান করতে পারেনা, ঠিকমতো নিজের চিকিৎসা করতে পারেনা। ৩ বেলার ২ বেলা খেয়ে, পরের বারে খাবার মতো অন্ন থাকেনা; আশ্রয়ের জন্য ভালো একটি ঘর তৈরি করতে পারেনা শুধুমাত্র টাকার অভাবে। আরো পড়ুনঃ১। মোটিভেশনাল / আত্ম-উন্নয়ন মুলক (২৩ +) PDF বই Download |
[Hot] Bkash account থেকে ফ্রি ১৫ টাকা নিয়ে নিন সময় খুব কম (নির্দিষ্ট কিছু গ্রাহক) Posted: বিকাশ অ্যাপ হতে যে কোনো নাম্বারে ২০ টাকা মোবাইল রিচার্জ করে ১৫ টাকা ক্যাশ ব্যাক নিয়ে নিন। আপনি ২০ টাকা মোবাইল রিচার্জ করে ১৫ টাকা ক্যাশ ব্যাক পাবেন কি না, তা জানতে সরাসরি বিকাশ এর Live Chat এ জেনে নিন।
মোবাইল রিচার্জ করতে বিকাশ এ ঢুকে মোবাইল রিচার্জ অপশন সিলেষ্ট করে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিন। প্রমাণঃ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিনরবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং সব সিমের নতুন নতুন অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post [Hot] Bkash account থেকে ফ্রি ১৫ টাকা নিয়ে নিন সময় খুব কম (নির্দিষ্ট কিছু গ্রাহক) appeared first on Trickbd.com. |
ফজরের নামাজ সাতটি উপকারীতার কথা জানলে আপনি কখনোই ফজরের নামাজ ত্যাগ করবেন না Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ফজরের নামাজ সাতটি উপকারীতাপ্রিয় পাঠক আমরা সবাই জানি ফজরের নামাজ মূলত চার রাকাত। এর মধ্যে দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ নামাজ নিয়ে ফজরের নামাজ গঠিত। ফরজ অংশটি ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের নামাজের নির্দিষ্ট সময়। ফজরের দুই রাকাত সুন্নত নামাজের পর ফরজ নামাজ পড়তে হয়। উল্লেখ্য, ফজরের সময় শুরু হওয়া থেকে ইসলামের অন্যতম একটি স্তম্ভ রোজার সময় শুরু হয়। ফজরের নামাজ আদায়ে বিশেষ ৭টি উপকারী দিক নিয়ে আজকের আর্টিকেল আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ। এক নাম্বারঃ ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। সুবাহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জামায়াতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারারাত জেগে নামাজ আদায় করলো।( মুসলিম হাদিস নাম্বার ১৩৭৭) দুই নাম্বারঃ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেদিনের পুরোটা সময় আল্লাহর জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য লাভ করবে। ফজরের নামাজ পড়লেই শুধু এই ঈর্ষণীয় সৌভাগ্য লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে।( মুসলিম হাদিস নাম্বারঃ ৬৫৭) তিন নাম্বারঃ ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লালাহু ওয়া সালাম বলেছেন →যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেটে যায়, তাদের কেয়ামতে দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। (আবু দাউা, ইবনে মাজাহ হাদিস নাম্বারঃ ৭৮১) চতুর্থ নাম্বারঃ সরাসরি জান্নাত প্রাপ্তি। রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর। (বুখারী) অপর বর্ণনায় এসেছেঃ এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, যে ব্যক্তি( সূযোদয়ের আগের এবং সূর্যোস্তের আগের) ফজর ও আসরের নামাজ আদায় করে।( মুসলিম হাদিস নাম্বারঃ ১৩২২) পঞ্চম নাম্বারঃ রিজিকে বরকত আসবে। ফজরের নামাজ পড়লেই রিজিকে অকল্পনীয়ভাবে বড় হতে থাকে। আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সকালবেলার ঘরের রিজিক আসতে বাধা দিয়ে থাকে। কেননা তখন রিজিক বন্টন করা হয়। রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ফজরের নামাজ পড়লে দুনিয়া ও আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। ফজরের দুই রাকাত নামাজ, দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ। (মুসলিম হাদিস নাম্বারঃ ১৫৮৩) ষষ্ঠ নাম্বারঃ সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে।ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়। আর এই সময়ে বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করে । একটি হাদীসে আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন, তিনি বলেন →ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের সালাত এই উভয় দল একত্রিত হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকরী দলটি উঠে যান। আল্লাহ সবকিছু জানেন তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তোমরা আমার বান্দাদেরকে কেমন দেখে এলে…? জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদেরকে নামাজ রত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখন তারা নামাজ রত হয়েছিল। (সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৫৫৫) সপ্তম নাম্বারঃ ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমে একটা বরকতময় সূচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এভাবেইঃ হে আল্লাহ আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। ( তিরমিজি) আমরা যদি দিনের শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করতে চাই তবে অবশ্যই ফজরের নামাজটা নিয়ম মেনে আদায় করতে হবে। আরো ভালো হয় যদি তাহাজ্জুদ দিয়ে শুরু করা যায়। তাহলে আমাদের কাজ ও নিয়তে বরকত পাওয়া যাবে। ফজরের নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম এভাবে বলেছেন→ তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটির গিঁট দিয়ে দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায় যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে ব্যক্তি যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, তখন একটি গিঁট খুলে যায়, অতঃপর যখন সে উঠে অজু করে তখন আরেকটি গিট খুলে যায়। অতঃপর সালাত আদায় করলে তার আয়েকটি গিঁট খুলে যায়। অর্থাৎ তাঁর শেষ গিঁটটি খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে।( বুখারী ১১৪২) আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post ফজরের নামাজ সাতটি উপকারীতার কথা জানলে আপনি কখনোই ফজরের নামাজ ত্যাগ করবেন না appeared first on Trickbd.com. |
দাজ্জাল কে ?(সকল মুসলমানদের জন্য) Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। পৃথিবীতে আগমন করবে দাজ্জাল! সেটা কিয়ামতের বড় আলামত এর একটি আলামত। অর্থাৎ কিয়ামতের পূর্বে বড় আলামত এর একটি আলামত হল পৃথিবীতে আগমন করবে যে দাজ্জাল। আজকেরে আর্টিকেলে আমরা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দাজ্জাল কে দাজ্জালের পরিচয়?দাজ্জাল: দাজ্জাল হল আমাদের মত সাধারন এক মানুষ। তবে তার আকৃতির চেহারা তার চরিত্র মানুষের থেকে ভিন্ন। এমনকি পৃথিবীতে তিনি অলৌকিক ক্ষমতা নিয়ে আগমন করবে। সে এখনো পর্যন্ত জীবিত রয়েছে কোন এক দ্বীপে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে কোন এক সাহাবী সরাসরি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল। যেটা আমরা সরাসরি হাদিস থেকে জানতে পারি। দাজ্জালের চেহারা তার আকৃতি দেহগঠন মানুষের থেকে ভিন্ন। তার দেহ বিশাল আকার। সে দেখতে পেতে হবে এবং গায়ের রং লালচে হবে। হাদিস থেকে জানা যায় তার ডান চোখ অথবা বাম চোখ কানা থাকবে। এমনকি ঈমানদাররা সরাসরি তার কপালে কাফ ফা র অর্থাৎ কাফের লেখা দেখতে পারবে। তাঁর কোন সন্তান থাকবেনা এবং তিনি পৃথিবীতে আগমন করবে ঈমানদারকে পরীক্ষা করার জন্য। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর দাজ্জালের আবির্ভাব হবে। তার কাছে এমন ক্ষমতা থাকবে যা সাধারণ মানুষের থাকবে না। দাজ্জাল পৃথিবীতে আগমন কেন করবে?দাজ্জালের আগমন: দাজ্জাল পৃথিবীতে মাত্র 40 দিন থাকবে। এই 40 দিন পৃথিবীর সকল দেশে এসে মুহূর্তের মধ্যে সফর করবে। এবং প্রত্যেক মুমিন ব্যক্তিকে সে কাফের বানানোর চেষ্টা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল কে নানারকম অলৌকিক ক্ষমতা দান করবেন। সে জান্নাত জাহান্নাম দেখাতে পারবে এবং মৃত মানুষকে জীবিত করবে তাছাড়া আরো নানারকম অলৌকিক ঘটনা সে মানুষদের দেখাবে। দাজ্জালের আবির্ভাব মূলত ঈমানদারকে পরীক্ষা করার জন্য।মহান আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী কিয়ামত হওয়ার পূর্বে দাজ্জালের আগমন ঘটাবেন এবং ঈমানদারকে পরীক্ষা করবেন।দাজ্জাল পৃথিবীতে আগমন করে এই সর্বপ্রথম নবী দাবিদার করবে। তারপর আস্তে আস্তে সে নিজেকে খোদা দাবি করবে। তার অলৌকিক ক্ষমতা দেখে বেশিরভাগ লোকই ঈমান হারিয়ে ফেলবে এবং তাকে খোদা বলে মেনে নেবে। কিন্তু কিছু কিছু লোক তাদের ঈমান দুর্বল হবে না।তখন যারা দাজ্জালকে মানতে চাইবে না তাদেরকে প্রচুর পরিমাণে কঠিন শাস্তির ব্যবস্থা করতে দাজ্জাল। কিন্তু খাঁটি ঈমানদার কে ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করবেন। দাজ্জাল পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে?দাজ্জালের জীবন কত দিন পৃথিবীতে: পৃথিবীতে দাজ্জাল এর জীবন মাত্র 40 দিন যেটা আমি আগেই বলেছি। তবে তার সময়কাল 40 দিন বর্তমান সময়ে এর মতন নয়। হাদিস থেকে জানা যায় দাজ্জালের আগমনের প্রথম দিনটি হবে বর্তমান সময়ের এক বছর এর মত। দাজ্জাল আগমনের দ্বিতীয় দিন কি হবে এক মাসের মতো। দাজ্জাল আগমনের তৃতীয় দিন হবে সপ্তাহে মত। মূলত হাদীস থেকে আমরা এ ধরনের কথা স্পষ্ট প্রমাণ পাই। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন সবকিছু।খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম পৃথিবীতে আগমনের কয়েক বছর পর দাজ্জালের আগমন ঘটবে। খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম থাকা অবস্থায় পৃথিবীতে আগমন করবে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সাল্লাম পৃথিবীতে আগমন ঘটবে দাজ্জালকে হত্যা করা এবং মুসলমানদের কে বিজয়ী করার জন্য।সাধারনত দাজ্জাল খুব বেশিদিন পৃথিবীতে থাকবে না তবে তার আগমনের নিকটবর্তী দিন গুলো খুবই ভয়ঙ্কর হবে। দাজ্জাল ঈমানদারকে তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে বেশিরভাগ লোক কে কাফের বানিয়ে ফেলবে। তারপর দিন যেতে যেতে এক সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। এবং মিথ্যুক দাবিদার দাজ্জালকে হত্যা করবে। তাছাড়া তার সৈনিক ও দলভুক্ত লোকেরা ঈমানদারদের সাথে বিরাট যুদ্ধ করবে। সেই যুদ্ধে ঈসা আলাইহি ওয়াসাল্লাম-এর দলেরা বিজয় হবে। অর্থাৎ সকল ঈমানদাররা বিজয়ী হবেন। তারপর পৃথিবীতে সুখ আবার ফিরে আসবে। মনে রাখা দরকার এই ঘটনার আগে পৃথিবীতে সুখ খুব কম থাকবে। তারপর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 40 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন। এবং স্বাভাবিক ভাবে তার মৃত্যু হবে।এই ঘটনাগুলো না হওয়া পর্যন্ত কখনোই কিয়ামত সংঘটিত হবে না যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। এতক্ষণ আমরা যে বিষয়গুলো জানলাম এগুলো সব বানিয়ে কোন কথা বলা হয়নি। সকল বিষয়েই হাদীস থেকে আমরা দলিলসহ পেয়েছি। সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া আরও অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর আলামত পৃথিবীতে দেখা যাবে।এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন যে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না এই ঘটনাগুলো ঘটবে। যদি পৃথিবীর বয়স একদিন থাকে তাহলে একদিন এই সকল ঘটনা সংঘটিত হবে তারপর কিয়ামত সংঘটিত হবে। আর্টিকেল এর শেষ কথাপরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।এই আশা ব্যক্ত ও কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post দাজ্জাল কে ?(সকল মুসলমানদের জন্য) appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of 8বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আরো পড়ুন Realme Narzo 30 ফুল রিভিউ পছন্দ হতে পারে আপনারো। দেখে নিন YouTube কপিরাইট কি এবং কিভাবে বাচবেন এই কপিরাইট থেকে। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post ষষ্ঠ শ্রেণির এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামু আলাইকুম প্রিয়ে ট্রিকবিডি বাসি আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন আর আপনাদের দোওয়ায় আমিও ভালো আছি । The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি ইবুক এই অ্যাপ থেকে আপনি তাশাহুদ এর বাংলা উচ্চারন ও ইতিহাস জানতে পারবেন appeared first on Trickbd.com. |
ওয়াপকিজ ইউজাররা নিয়ে নিন ওয়াপকিজ সাইটের জন্য অ্যান্ড্রয়েড ব্লগ সাইট থিম Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথায় আসতে চাই । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে একটি ওয়াপকিজ ব্লগ সাইট এন্ড্রোয়েড থিম শেয়ার করতে যাচ্ছি । এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ব্লগ সাইটটি আবার কি? ব্লগ সাইট কি?ব্লগ সাইট বলতে পোস্ট শেয়ারিং সাইটকে বোঝায় । যেমন ট্রিকবিডি । ট্রিকবিডির মতো সকল পোস্ট শেয়ারিং সাইটকেই ব্লগ সাইট বলে ।থিমটি সম্পকে কিছু কথা :-থিমটি মূলত allsitein1 সাইটের থিম । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা live demo অপশনে ক্লিক করুন । থিমটি মূলত একটি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ব্যাবহারকৃত সাইট থিম । থিমটি অসাধারণ Header & Footer যোগ করা হয়েছে । রয়েছে অসাধারণ রঙিন css ব্যাবহার করা হয়েছে । আপনারা চাইলে ব্যাবহার করতে পারেন । নিচে সাইটটির কিছু ছবি দেওয়া হলো :-নিচের লেখা ডাউনলোড লিংকে ক্লিক করে আপনারা থিমটি ডাউনলোড করতে পারেন । ফেসবুকে আমি The post ওয়াপকিজ ইউজাররা নিয়ে নিন ওয়াপকিজ সাইটের জন্য অ্যান্ড্রয়েড ব্লগ সাইট থিম appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments