অনলাইনে ফ্রিতে ইনকাম করার উপায়? |
- অনলাইনে ফ্রিতে ইনকাম করার উপায়?
- আলিএক্সপ্রেস থেকে সহজেই জিতে নিন $100 ডলারের কুপন। আর মাত্রা ২ দিন বাকি।
- Telegram গ্রুপে অথবা চ্যানেলে মেম্বার বাড়ানোর উপায়?
- Telegram থেকে ইনকাম করার উপায় ২০২১
- টেলিগ্রাম Bot তৈরির টিউটোরিয়াল Basic to Advanced..পার্ট-৭ ( কিভাবে একটি Covid-19 Info Bot তৈরি করা যায়..?)
- কোভিড-১৯ টিকার আপডেট নিউজ
- ষষ্ঠ শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See]
- Wapkiz ইউজারদের জন্য নিয়ে এলাম ৪টি জাভা স্ক্রিপটের Html code
- পরিশ্রম ও জেদ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব.. Motivational Success Story.. Mark Zuckerberg Story
- মেসেঞ্জারে এলো নতুন ফিচার ”Word Effects”
অনলাইনে ফ্রিতে ইনকাম করার উপায়? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনলাইন থেকে আয় করার বর্তমান সময়ে হাজারো উপায় রয়েছে। যেমন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। এই ধরনের কাজ সহ আরো অনেক ধরণের কাজ রয়েছে অনলাইনে। আজকের এই আর্টিকেলে আমরা অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম নিয়ে আলোচনা করব।
এমনকি যে মাধ্যমটা নিয়ে আজকে আলোচনা করব সেটা সম্পূর্ন ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করা যায়। চলুন আর কথা না বাড়িয়ে টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক।
সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে আয় করার সেরা উপায়?
ব্লগিং করে আয়: হ্যাঁ বন্ধুরা ব্লগিং করে অনলাইনে সম্পুর্ন ফ্রী তে আপনি আরনিং শুরু করতে পারেন। ব্লগিং করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি প্ল্যাটফরম খুলতে হবে। এবং তারপর সেখানে আপনাকে রাইটিং বা লেখালেখি করে কাজ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ব্লগিং করে আয় করা যায় সেটা।
এখন বর্তমান সময়ে একটি প্লাটফর্ম বা ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস। এবং দ্বিতীয় টি হল ব্লগার। বর্তমান সময়ে এই দুইটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। ওয়েবসাইট তৈরি করার জন্য অনলাইনে আরো নানা ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। তবে তার ভিতরে এই দুটি প্ল্যাটফর্ম অন্যতম।
আজকের আর্টিকেলের ট্রপিক যেহেতু ফ্রিতে কিভাবে ব্লগিং করে আয় করা যায়, সেজন্য আমাদের আগে ওয়েবসাইট তৈরি সম্পর্কে জানা দরকার। এবং কিভাবে আর্নিং টা আসে এটাও জানা খুবই প্রয়োজন। তারপর আমরা জেনে নিব ফ্রিতে কিভাবে ব্লগিং করে অনলাইন থেকে আয় করা যায়।
একটি ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন?
সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কোন একটি প্লাটফর্মে যুক্ত হতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস এ অথবা ব্লগারের সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি করার জন্য আপনার নানা রকম জিনিস এর প্রয়োজন হবে। যেমন ওয়েবসাইট তৈরি করার জন্য একটি থিম প্রয়োজন। তেমনি ভাবে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন। মাত্র এই তিনটা জিনিস দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায়।
আপনি যদি ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে, সর্বপ্রথম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার সুযোগ তারা দিবে। তারপর আপনার ওয়েবসাইটের ভিজিটর বেড়ে গেলে আপনাকে ডোমেইন-হোষ্টিং অবশ্যই প্রয়োজন হবে। এগুলো না থাকলে আপনাকে আর প্রেসে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে।
থিম কি: থিম হলো আপনার ওয়েবসাইটটি ডিজাইন। একটি ওয়েবসাইটের জন্য থিম খুবই প্রয়োজন আকর্ষণ করার জন্য। থিম ছাড়া আপনার ওয়েবসাইটটি সৌন্দর্য থাকবে না। থিম দিয়েই কেবল মাত্র ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধি করা যায়।
ডোমেইন কি: ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম। যেমন আপনি ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট সর্বপ্রথম তৈরি করলে তারা একটি ডোমেইন দিবে তার নাম হবে যেমন : trickbd.wordpress.com
এখন প্রশ্ন হলো আপনার ওয়েবসাইটের এত বড় নাম আপনার পছন্দ হবে না। এমনকি অন্য কারোরই এত বড় নাম সার্চ করার ইচ্ছুক হবে না। আপনার ওয়েবসাইটের নাম যদি হতো trickbd.com তাহলে আপনার পছন্দ হতো। এবং আপনার ডোমেইন কি সুন্দর হত। এটাই হলো ওয়েবসাইটের ডোমেইন।
হোস্টিং: আপনি ফসল ফলাতে চাচ্ছেন। এখন ফসল ফলানোর জন্য নিশ্চয়ই আপনার জমির অথবা জায়গার প্রয়োজন হবে। এই যে স্থান বা জায়গা এটাই হল ওয়েবসাইটের হোস্টিং। এই হোস্টিং এ আপনার ওয়েব সাইটের সকল ডাটাবেজ সুরক্ষিত থাকবে। আপনার ওয়েবসাইটের ইমেজ ভিডিও অথবা আর্টিকেলগুলো রাখার জন্যই হোস্টিং এর প্রয়োজন।
একটি ওয়েবসাইট কমপ্লিট করার জন্য আপনার অনেক টাকা খরচ হতে পারে। যেমন একটি থিম কিনতে হবে একটি ডোমেইন কিনতে হবে এবং হোস্টিং এর প্রয়োজন হবে। এই তিনটা জিনিস আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং এর জন্য প্রতি বছরে বছরে আপনাকে পে করতে হবে। যেটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বাধ্যতামূলক।
আজকের আর্টিকেলটির টপিক ছিল কিভাবে ফ্রিতে ব্লগিং করে আমরা আয় করতে পারি অনলাইনে।আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ওয়েবসাইট তৈরি করতে এবং টাকা ইনকাম করার জন্য খরচ করতেই হয়। কিন্তু আমার আর্টিকেলটি তো ফ্রিতে কিভাবে টাকা আয় করা যায় ব্লগিং করে তাই না।
আমি আগেই বলেছিলাম বর্তমান সময়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এর একটি প্লাটফর্ম হল ব্লগার। যেখান থেকে আপনারা ওয়েবসাইট তৈরি করে আর্নিং করতে পারেন। এই ব্লগার গুগলের একটি প্রডাক্ট। আর এই ব্লগেই আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্লগিং করে আর্নিং করতে পারবেন। ব্লগারে আপনি চাইলে সম্পূর্ন ফ্রীতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন।
এমনকি ব্লগারে ডোমেইন এবং হোস্টিং এর কোনো প্রয়োজন নেই। ফ্রীতেই ব্লগারে কাস্টম একটি ডোমেইন দিয়ে থাকে। চাইলে আপনারা আজীবন এই কাস্টম ডোমেইন নিয়ে আপনার ওয়েবসাইট চালাতে পারেন। আর হোস্টিং এর যে ব্যাপার সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না।আপনার যে জিমেইল আইডি আছে সেখানে ফ্রিতে 15gb জায়গা থাকে।
তাছাড়া আপনারা জায়গা শেষ হয়ে গেলে অন্য একটি জিমেইল এড করে আজীবন ব্লগিং করতে পারেন কোনো পেইড হোস্টিং ছাড়াই। আর থিমের যে ব্যাপার সেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। ওয়েবসাইট থেকে সাধারণত আর্নিং হয় এডসেন্সের মাধ্যমে। বর্তমানে ব্লগারে কোন টাকা খরচ না করেই এডসেন্স অ্যাপ্রুভ হয়।
আর অ্যাডসেন্সে এপ্রুফ মানে আপনার টাকা আরনিং শুরু হয়ে যাওয়া। ব্লগারে আপনারা কোন টাকা খরচ ছাড়াই অনলাইনে আয় করতে পারবেন। তার জন্য আপনাকে কোন খরচ করতে হবে না। কোন থিম এর খরচ করতে হবে না। কোন প্রকার ডোমেইন এর খরচ করতে হবে না।কোন প্রকার হোস্টিং এর খরচ আপনাকে করতে হবে না। আপনারা চাইলে এই ব্লগারের সম্পূর্ণ ফ্রি তে কাজ করে অন করতে পারেন।
আর্টিকেল এর শেষ কথাবন্ধুরা আমার আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি তবে, আজকে আপনাদের সংক্ষিপ্তভাবে যে কথাটি বোঝাতে চেয়েছি সেটা হলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্লগারে ওয়েবসাইট তৈরি করে অনলাইনে আয় করতে পারবেন।এই ব্লগারে আপনারা কোন প্রকার টাকা খরচ বাদে আয় করতে পারেন।
এমনকি বর্তমান সময়ে ব্লগারে কোন প্রকার টাকা খরচ না করেই হাজার হাজার ওয়েবসাইট এপ্রুভ হয়েছে। তাই আপনারা আজ থেকেই ব্লগারে আরনিং শুরু করে দিতে পারেন।আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তবে কেউ বাজে কোন কমেন্ট করবেন না। নতুন আর্টিকেল লেখালেখি করছি ভুল হলে জানিয়ে দিবেন আমি সংশোধন হয়ে নিব ইনশাআল্লাহ। ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। The post অনলাইনে ফ্রিতে ইনকাম করার উপায়? appeared first on Trickbd.com. |
আলিএক্সপ্রেস থেকে সহজেই জিতে নিন $100 ডলারের কুপন। আর মাত্রা ২ দিন বাকি। Posted:
কর্মব্যস্ততায় অনেকদিন হলো ট্রিকবিডিতে পোষ্ট করতে পারিনা। তবে আজকে হঠাৎ আলিএক্সপ্রেস এপে একটি কুপন রিওয়ার্ড ক্যাম্পেইন চোখে পড়লো এবং দেখলাম যে এটি শেষ হতে আর মাত্র ২দিন বাকি, তাই ভাবলাম টপিকটি নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট করা যেতে পারে কেনোনা এধরনের পোষ্ট ট্রিকবিডির ভিউয়ারারা বেশি ভালোবাসে। যাইহোক, চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিক। শুরুতেই কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছি।** নতুন একাউন্টের প্রয়োজন নেই, এটি সবার জন্য উন্মুক্ত। প্রথমেই তাদের ক্যাম্পেইন লিংকে প্রবেশ করুন।এবার নিচের স্ক্রিনশট ফলো করতে থাকুনঃ লিংকে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে Open বাটুনে ক্লিক করতে হবে এবং একাউন্ট থাকলে তা লগিন করবেন আর একাউন্ট না থাকলে নতুন করে খুলে নিবেন। তারপর একরম স্পিন পাবেন। স্পিন বাটুন ক্লিক করতে হবে। তারপর এরকম রিওয়ার্ড পেয়ে যাবেন। এভাবে কয়েকটি স্পিন করেই খুব সহজে আপনার $১০০ পূর্ণ হয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে আরও স্পিন পাবো? আরও স্পিন পেতে আপনার ইনভাইট লিংকটি আপনার প্রিয়জনদের সাথে সেয়ার করুন এবং তাদের ওপেন করতে বলুন, তাহলে আপনি আরো স্পিন পাবেন। কিভাবে লিংক পাবেন তা নিচের স্ক্রিনশট ফলো করলে দেখতে পাবেন। তারপর কপি করে নিন।
এই ক্যাম্পেইনের নিয়ম নিতি সমূহঃ
এই ক্যাম্পেইনটি আর মাত্র ২দিন চলবে। অর্থাৎ, দেরি না করে এখনই ট্রাই করুন। সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের এই পোষ্টটি, এতে অনুপ্রানিত হবো। পোষ্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার লেখায় কোনো ভূল ত্রুটি থাকে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও ভূলটি ধরিয়ে দিবেন এতে নিজেকে সুধরে নেওয়ার চেষ্টা করবো। The post আলিএক্সপ্রেস থেকে সহজেই জিতে নিন $100 ডলারের কুপন। আর মাত্রা ২ দিন বাকি। appeared first on Trickbd.com. |
Telegram গ্রুপে অথবা চ্যানেলে মেম্বার বাড়ানোর উপায়? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এ আর্টিকেল পাবলিশ করার আগে আরেকটি আর্টিকেল পাবলিশ করেছিলাম। সে আর্টিকেলটি ছিল কিভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়? তবে টেলিগ্রাম থেকে আয় করার জন্য আমি সে আর্টিকেলে বলেছিলাম টেলিগ্রাম থেকে আয় করার জন্য অনেক ফলোয়ার্স দরকার হবে। এবং ঐ আর্টিকেলে কথা দিয়েছিলাম আজকেরে আর্টিকেলে কিভাবে টেলিগ্রামে ফলোয়ার বাড়ানো যায় এ বিষয়ে আর্টিকেল লেখার। তো চলে আসলাম আজকের নতুন এই আর্টিকেলে কিভাবে আপনারা টেলিগ্রাম গ্রুপ এ ফলোয়ার বাড়াতে পারেন। চলুন এবার বিস্তারিত জেনে নেয়া যাক তবে অবশ্যই আর্টিকেলটি একটু মন দিয়ে সম্পূর্ণ পড়বেন। কিভাবে টেলিগ্রাম গ্রুপে মেম্বার বাড়ানো যায়?বর্তমান সময়ে সব কাজই এখন সহজ হয়ে গিয়েছে। মানুষ তার জীবনের বেশিরভাগ সময়ে অনলাইনে দিয়ে থাকে। বর্তমান যুগ যেহেতু অনলাইনের যুগ তাই বেশিরভাগ লোকই অনলাইনে সময় দিয়ে থাকে অনেক। অনলাইনে আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি। যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। আর আপনি যদি আপনার টেলিগ্রাম গ্রুপ এ বর্তমানে ফলোয়ার্স বাড়াতে চান বা মেম্বার অ্যাড করতে চান তাহলে, আপনার জন্য খুবই সহজ হবে। কারণ হলো আমরা অনেকেই ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকি। তাই আপনারা খুব সহজেই এ মাধ্যমগুলো কাজে লাগিয়ে আপনার টেলিগ্রাম গ্রুপ এ ভালো পরিমাণে মেম্বার বাড়িয়ে নিতে পারেন। কিভাবে টেলিগ্রামে ফলোয়ার্স খুব সহজেই বানানো যাবে?সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করতে হবে। এবং এই গ্রুপে প্রতিদিন সুন্দর সুন্দর আকর্ষণীয় পোস্ট করতে হবে। এবং আপনার টেলিগ্রামের গ্রুপটি অন্যদের মাঝে শেয়ার করতে হবে। আপনি চাইলে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ফটো আপনার গ্রুপে শেয়ার করতে পারেন। এইগুলো আপনার গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য খুবই কার্যকর। প্রথম প্রথম হয়তোবা টেলিগ্রাম গ্রুপে মেম্বার এড করানো কষ্টকর হতে পারে। তবে আস্তে আস্তে খুবই সহজেই আপনার টেলিগ্রামে অনেক মেম্বার বেড়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম গ্রুপে একটিভ থাকতে হবে। এবং নিয়মিত পোস্ট অথবা ছবি আপলোড করতে হবে। আর এই পোষ্ট এবং ছবি যেন মানুষের উপকারী হয়। তাহলে খুব সহজেই আপনার টেলিগ্রামে কম সময়ে অধিক মেম্বার পেতে পারেন। ইউটিউব এর মাধ্যমে: ইউটিউব এর মাধ্যমেও আপনি চাইলে আপনার টেলিগ্রামের গ্রুপ অথবা চ্যানেলটি প্রচার করতে পারেন। তবে তার জন্য আপনার ইউটিউব চ্যানেলে ভালো পরিমান ভিজিটর থাকা লাগবে। এবং আপনার টেলিগ্রাম গ্রুপ এ অথবা চ্যানেলে তাদের প্রয়োজনীয় ইনফর্মেশন দিতে হবে। তাদের দরকারি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো তারা অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপ এ জয়েন হয়ে জানতে চাইবে নিশ্চয়ই। তাই আপনারা খুব সহজেই ইউটিউব এর মাধ্যমে আপনার টেলিগ্রামের গ্রুপ অথবা চ্যানেলটি প্রচার করে অল্প সময়ে ভালো পরিমাণ মেম্বার এড করতে পারেন। ফেসবুকের মাধ্যমে: আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা অবশ্যই করি ফেসবুকে। কারন ফেসবুক সবচেয়ে বড় একটি সোশ্যাল মিডিয়া। ফেসবুক সারা বিশ্বের সাথে যোগাযোগ করার সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম।আর আমরা অনেকেই এই প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি সময় দিয়ে থাকি। এখন আপনারা আপনার টেলিগ্রাম এর চ্যানেল অথবা গ্রুপটি ফেসবুকের মাধ্যমে মেম্বার বাড়িয়ে নিতে পারেন। ফেসবুকে অনেক গ্রুপ বা পেজ রয়েছে। এখন আপনার টেলিগ্রামের গ্রুপ অথবা চ্যানেলের লিংক টি অন্য কারোর পোস্টে বা কমেন্টে শেয়ার করতে পারেন।তাছাড়া আপনি চাইলে নিজেও সুন্দর আকৃষ্ট করার মানুষের একটি পোস্ট অথবা ফটো আপলোড করার মাধ্যমে, বেশ ভালো পরিমাণে ফেসবুক থেকে আপনার টেলিগ্রাম গ্রুপ এ মেম্বার বাড়িয়ে নিতে পারেন। ইন্সটাগ্রাম এর মাধ্যমে: হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে ফেসবুকের মতোই ইনস্টাগ্রামেও আপনার টেলিগ্রাম গ্রুপ টি শেয়ার করতে পারেন। এবং একইভাবে টেলিগ্রামে একটি আকৃষ্ট করার পোস্ট অথবা ছবি আপলোড করার মাধ্যমে ভালো পরিমাণ টেলিগ্রাম গ্রুপে মেম্বার এড করতে পারেন। তবে অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনার গ্রুপটি অবশ্যই মানুষের দরকারি প্রয়োজন হতে হবে। যাতে করে তারা প্রতিদিন আপনার গ্রুপটি ভিজিট করে এবং তাদের প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজতে থাকে। তাহলে অবশ্যই এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অল্প সময়ে অনেক মেম্বার আপনার গ্রুপে অ্যাড করতে পারবেন। আমি আবারো বলছি আপনার টেলিগ্রাম এর গ্রুপ অথবা চ্যানেল কি ইনফর্মেশন যুক্ত হতে হবে। যেগুলো মানুষের জানার ইচ্ছা বা মানুষ জানতে চাই বা মানুষের ভালো লাগে। আর্টিকেল এর শেষ কথাআমি মোটামুটি যে পয়েন্টগুলো নিয়ে আর্টিকেলটি লিখেছি। এ পয়েন্টগুলো কাজে লাগিয়ে খুব সহজেই আপনারা টেলিগ্রাম গ্রুপে মেম্বার বাড়িয়ে নিতে পারবেন। যদি আর্টিকেলের কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের কমেন্ট গুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। The post Telegram গ্রুপে অথবা চ্যানেলে মেম্বার বাড়ানোর উপায়? appeared first on Trickbd.com. |
Telegram থেকে ইনকাম করার উপায় ২০২১ Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বর্তমান সময়ে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা খুব কঠিন ব্যাপার নয়। অনেক মানুষ সম্পূর্ণ ফ্রি-তে টেলিগ্রাম থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারে। টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা খুব কঠিন কাজ নয়। আবার খুব বেশি সহজ সেটাও কিন্তু নয়। টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার টেকনিক আপনি শিখে গেলে খুব সহজেই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ছোট্ট আর্টিকেলে আমরা টেলিগ্রাম থেকে কিভাবে টাকা আয় করা যায় এ বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। কিভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়?টেলিগ্রাম: টেলিগ্রাম হল একটি সোশ্যাল নেটওয়ার্ক। এই টেলিগ্রাম যেকোনো লোকের সাথে চ্যাট করার একটি বড় মাধ্যম। যেমন হোয়াটসঅ্যাপ এই টেলিগ্রাম প্রায় হোয়াটসঅ্যাপের মতোই। টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য যা যা থাকতে হবে?১-শুধু হাতের অ্যাণ্ড্রয়েড ফোন থাকলে যথেষ্ট। ২-ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই থাকতে হবে। ৩-ইনকাম করার টেকনিক গুলো মাথায় রাখতে হবে। কিভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করব?আগেই বলে রাখি টেলিগ্রাম থেকে সরাসরি ইনকাম করার কোন মাধ্যম নেই।যারা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করে তারা নিজের বুদ্ধি এবং মাথা খাটিয়ে এখান থেকে ইনকাম করে। আপনি যদি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু টেকনিক আইডিয়া থাকতে হবে। তাহলে কি বোন আপনি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারেন। সেটা কঠিন কোন ব্যাপার চেষ্টা করলে অবশ্য আপনি পারবেন। যেমন সরাসরি ইউটিউব থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে আর্নিং করা যায়। কিন্তু সরাসরি টেলিগ্রাম থেকে ইনকাম করার কোনো মাধ্যম নেই। টেলিগ্রাম থেকে ইনকাম: টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। এবং টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। হোয়াটসঅ্যাপের মতো শুধু নাম্বার থাকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন টেলিগ্রামে। তারপর টেলিগ্রামে আপনাকে একটি গ্রুপ তৈরি করতে হবে। এইবার আপনার লক্ষ্য থাকতে হবে এই গ্রুপে হাজার হাজার লোক এড করা। আমি আগেই বলেছিলাম টেলিগ্রাম থেকে ইনকাম করা সরাসরি কোন মাধ্যমে নেই। তাই আপনাকে টেলিগ্রামে গ্রুপ তৈরি করে সেখানে বিভিন্ন ফলোয়ার্স আনতে হবে। আপনার টেলিগ্রাম গ্রুপে যদি 10000 মেম্বার থাকে তাহলে খুব সহজেই আপনি এখান থেকে আয় করতে পারেন। কিন্তু আপনার যদি এই গ্রুপে কোন ফলোয়ার্স অথবা মেম্বার না থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন না। কিভাবে টেলিগ্রামই ফলোয়ার্স বা মেম্বার বাড়াবেন এ বিষয় নিয়ে এর পরবর্তী আর্টিকেল পাবলিশ করা হবে ইনশাল্লাহ। অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম: হ্যাঁ টেলিগ্রামে আপনারা এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন। তার জন্য আপনার টেলিগ্রাম গ্রুপ এ অবশ্যই কমপক্ষে পাঁচ হাজার মেম্বার থাকতে হবে। তাহলে আপনারা খুব সহজেই এফিলিয়েট মার্কেটিং করে টেলিগ্রাম এর মাধ্যমে আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন কোম্পানির প্রোডাক্ট বা সেবা আপনাকে অন্যদের মাঝে প্রচার করতে হবে। এবং আপনার প্রচারকৃত কোন পণ্য বা প্রোডাক্ট কেউ কিনলে আপনাকে তারা কমিশন দেবে। যে কোম্পানিতে আপনি যুক্ত হবেন সেখান থেকে আপনাকে তারা একটি লিংক দিবে। আপনার কাজ হলো লিংকটি প্রচার করা, যত লোক লিংকে ক্লিক করে কোন পণ্য প্রোডাক্ট সেখান থেকে কিনবে ততো আপনার একাউন্টে কমিশন আসবে। আর এই সহজ কাজটি আপনারা খুব সহজেই টেলিগ্রাম এর মাধ্যমে করতে পারেন।কারণ আপনার টেলিগ্রাম গ্রুপ আছে এবং সেখানে অনেক মেম্বার রয়েছে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের লিংকটি আপনার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করলে, যত লোক প্রোডাক্টগুলো কিনবে আপনার ততো কমিশন আসবে।বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং হল অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টেলিগ্রাম এর মাধ্যমে আয় করা যায় সেটা। স্পন্সর বিজ্ঞাপন দেখিয়ে আয়: একটা স্পন্সর বিজ্ঞাপন দেখে মাত্র 10 থেকে 15 ডলার পর্যন্ত আয় করা যায়। তাই আপনারা এই কাজটি টেলিগ্রামের মাধ্যমেও করতে পারেন। তবে তার জন্য আপনার টেলিগ্রামের গ্রুপটি অনেক বড় হতে হবে অনেক মেম্বার থাকতে হবে। কমপক্ষে 10 হাজার মেম্বার থাকলেই কেবল আপনি স্পন্সর বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। তার জন্য আপনাকে কোন কোম্পানির সাথে যুক্ত হতে হবে। এবং তাদের কাছে স্পন্সার বিজ্ঞাপনের জন্য আবেদন করতে হবে। তাদের শর্তসাপেক্ষে আপনার সাথে চুক্তি করবে । আর আপনি তাদের স্পন্সর বিজ্ঞাপন গুলো আপনার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। এখান থেকে কোন কাজ ছাড়াই আপনার ইনকাম হতে থাকবে।আশা করি বুঝতে পেরেছেন টেলিগ্রাম থেকে কিভাবে স্পন্সর বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন সেটা। নিজের পণ্য বিক্রি করে আয়: আপনার অথবা আপনার আত্মীয় স্বজনের কোন প্রডাক আপনারা খুব সহজেই এখন টেলিগ্রামে শেয়ার করতে পারেন।এবং শেয়ার করার পাশাপাশি আপনারা খুব সহজে আপনার পণ্যগুলো তাদের কাছে বিক্রি করতে পারেন। কারণ আপনার টেলিগ্রাম গ্রুপে বেশ ভালো পরিমাণে মেম্বার রয়েছে। এই মেম্বারের ভিতরে আপনার প্রোডাক্টগুলো তাদের পছন্দ হলে তারা অবশ্যই কিনবে। তাই আপনারা চাইলে নিজের পূর্ণ নিজেই প্রচার করে আপনার ব্যবসা আরো বড় করতে পারেন। আর এত বড় কাজ আপনারা শুধুমাত্র আপনার টেলিগ্রামের গ্রুপে শেয়ার করে করতে পারেন। পরিশেষে বন্ধুরা আজকের আর্টিকেলে কয়েকটি উপায় বললাম টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য। আপনারা চাইলে আপনার ইচ্ছামত টেলিগ্রামে টেকনিক খাটিয়ে আয় করতে পারেন।আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব। কোন কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন আমি সাহায্য করব ইনশাল্লাহ।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post Telegram থেকে ইনকাম করার উপায় ২০২১ appeared first on Trickbd.com. |
Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে সপ্তম পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন . আর যারা Pro তারা আমার পোস্ট থেকে দুরে থাকেন , আর আমি আস্তে আস্তে সহজ থেকে উচ্চতর মাধ্যমে পোস্ট করবো তাই এখন উচ্চতর মাধ্যমের কিছু আশা না করাই ভালো আজকের বিষয় হলো কিভাবে খুব সহজে একটি Covid-19 Info Bot তৈরি করা যায় |
Posted: আগামীকাল ২৮শে সেপ্টেম্বর ২০২১ মাননীয় প্রধানমত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে । » আগামীকাল ৭৫ লক্ষ ডোজ টিকা ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,সিটি কপারেশনে টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ১ম ডোজ ২৫ বয়সোধ নাগরিকদের দেওয়া হবে । » টিকা পেতে এনআইডি কাড এবং টিকা কাড সাথে নিয়ে যেতে হবে । অথাৎ ব্যাক্তির জাতীয় পরিচয় পত্র এবং টিকাকাড সাথে নিয়ে যেতে হবে । ২৫ বছরের কম নাগরিকদের টিকা দেওয়া হবে না । » সারাদেশে টিকা কাযক্রম ক্যাম্পেইন সকাল নয়টায় শুরু হবে এবং টিকা শেষ না হওয়া পযন্ত টিকা দেওয়া হবে । » সকাল ৯টা থেকে ১১টা পযন্ত ৫০ বয়সোধ নাগরিক,প্রতিবন্ধি,নারীদের অগ্রাধিকার রয়েছে । অথাৎ তারা আগে আগে টিকা নিতে পারবেন । » গভাধারী ও দুগ্ধদানকারী নারীদের টিকা দেওয়া হবে না । তাই তারা টিকা কেন্দ্রে যাবে নি । » সবাইকে অবশ্যয় মাক্স পরিধান করতে হবে । মাক্স ব্যাতীত কাউকে টিকা দেওয়া হবে না । এমনকি সাস্থ্য অধিদফতর জানিয়েছে টিকা গ্রহণের সময়ও মাক্স পরে যেতে হবে । » এসএমএস-এর মাধ্যমে রেজিস্টারকৃত ব্যাক্তির টিকা কেন্দ্র নিশ্চিত করে দেবে । অথাৎ মেসেজে ব্যাক্তির নাম ও টিকা গ্রহনের তারিখ এবং টিকাকেন্দ্র উল্লেখ করা দেওয়া হবে । মেসেজে যে টিকা কেন্দ্র দেওয়া থাকবে ঠিক সেই টিকা কেন্দ্র থেকে ব্যাক্তি টিকা গ্রহণ করবে । » আগামীকাল ১ম ডোজের টিকা দেওয়া হবে । ২য় ডোজের টিকা পরবতী মাসে ক্যাম্পেইন করে দেওয়া হবে । –সূত্র:-স্বাস্থ্য অধিদফতর । The post কোভিড-১৯ টিকার আপডেট নিউজ appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of 8ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান ইংরেজি এর ১৬ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আরো পড়ুন Realme Narzo 30 ফুল রিভিউ পছন্দ হতে পারে আপনারো। বাংলা লিংকে ১২ জিবি একদম ফ্রিতেই সবাই পাবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post ষষ্ঠ শ্রেণির এর ইংরেজি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(16 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
Wapkiz ইউজারদের জন্য নিয়ে এলাম ৪টি জাভা স্ক্রিপটের Html code Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বলব না । সরাসরি পোস্টের কথায় আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ৪টি ওয়াপকিজ javascript -এর html code শেয়ার করতে যাচ্ছি । আমি যে চারটি ওয়াপকিজ javascript -এর Html code শেয়ার করতে যাচ্ছি তা হলো :-1.Logo maker javascript’s html code :প্রথমে আপনাদের সাথে যে স্ক্রিপটির কোডটি শেয়ার করতে যাব তা হলো লোগো তৈরির জাভা স্ক্রিপট । আমরা অনেকেই আছি যারা ওয়াপকিজ সাইট ডিজাইন করে । তাদের লোগো তৈরি করতে হয় । লোগোর লিংকের প্রয়োজন হয় । তাদের লোগো তৈরির সাইটের প্রয়োজন হয় । তাই তাদের কথা চিন্তা করে আমি লোগো তৈরির স্ক্রিপট নিয়ে এলাম । স্ক্রিপটটি আমি টেক্সট ফাইল 2.Gp Flexiplan script’s |
পরিশ্রম ও জেদ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব.. Motivational Success Story.. Mark Zuckerberg Story Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । পরিশ্রম ও জেদ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব..
গল্পটি শুরু হয় নিউ ইয়র্কের একটি শহর থেকে যেখানে ১৪ই May ১৯৮৪ সালে মার্কের জন্ম হয়। মার্কের বাবার নাম ছিল এডোয়ার্ড। যিনি একজন দাঁতের ডাক্তার ছিলেন। আর ওনার মা একজন সাইকিয়াট্রিস্ট। মার্ক ছোট বয়স থেকেই প্রোগ্রামিং শেখা শুরু করে দেয়। আর মাত্র 12 বছর বয়সে যে বয়সে অন্য ছেলেরা গেম খেলা করে সেই বয়সে মার্ক প্রোগ্রামিং করে জ্যাকে নেট নামের একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করে দেয়। যেটাকে ওনার বাবা উনার ক্লিনিকে ব্যবহার করা শুরু করে। মার্কের বাবা এটা বুঝতে পারে যে ওনার ছেলে নিশ্চয়ই বড় কিছু করবে। এরপর তিনি মার্কের জন্য একটি পার্সোনাল টিচার রেখে দেন। যিনি একজন সফটওয়্যার ডেভেলপার ছিলেন। যার কাছে মার্ক প্রোগ্রামিং শেখা শুরু করে। মার্ক যখন হাইস্কুলে ছিল তখন ইন্টেলিজেন্ট মিডিয়া গ্রুপ নামের একটি কোম্পানীর জন্য একটি মিউজিক প্লেয়ার তৈরি করে যেখানে ইউজারের ব্যবহার অনুযায়ী সেইসব mp3 গানের লিস্ট তৈরি হয়ে যেত যা ইউজার শুনতে চাই। মার্ক তার স্কুল শেষ করার আগেই উনার প্রোগ্রামিং দিয়ে সবাইকে অবাক করে দেয়। এরপর ইস্কুল কমপ্লিট করে 2002 সালে হার্বাট বিশ্ববিদ্যালয় এডমিশন ন্যায় এর মাত্র এক বছর পর মার্ক 2003 সালে কলেজে ডেটাবেজকে হ্যাক করে নেয়। কেবলমাত্র এই কারণে যে মার্ক ফেসম্যাশ’ নামের একটি ওয়েবসাইট তৈরি করছিল। আর তার জন্য স্টুডেন্টের ফটো ও তাদের ডাটা প্রয়োজন ছিল। এরপর মার্ক ফেসম্যাশ’ নামের ওয়েবসাইট তৈরি করে আর ও ওয়েবসাইটে সেই সমস্ত ফটো ব্যবহার করা হয় যে কলেজের ডাটাবেজ থেকে পেয়েছিল। আর এই ওয়েবসাইটে ভোটিং করার অপশন ছিল যে কে দেখতে বেশি Hot এই ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসার কারণে সার্ভার ক্রাশ হয়ে যায়। এরপর মার্কের উপর ডেটাবেজ হ্যাক করার অভিযোগ ওঠে আর মার্ক সেটাকে স্বীকার করে ক্ষমাও চেয়ে নেয়। ফেসম্যাশ’ সফলতা দেখে ভারতের দ্বীব্য নরেন আর দুজন জমজ ভাই মার্কের কাছে আসে আরেকটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করার আইডিয়া দেয় আর মার্জ এই আইডিয়াতে কাজ করা শুরু করে আর সবশেষে জানুয়ারি 2004 সালে facebook.com নামের ডোমেন রেজিস্টার করা হয়। এরপর মার্ক ফেসবুকের জন্য দিনরাত কাজ করা শুরু করে দেয় এর জন্য মার্ক তার কলেজের ছেড়ে দেয় আর সমস্ত ফোকাস ফেসবুকের উপরে করে। আর 4 এ ফেব্রুয়ারি 2004 মার্ক ফেসবুকটা লঞ্চ করে দেয়। ফেসবুকে সফলতা দেখে অনেক বড় বড় কোম্পানি ফেসবুকে কেনার জন্য অফার দেয় এমনকি ইয়াহু ফেসবুকে কেনার জন্য এক আরব ডলার অফার করে। কিন্তু মার্ক ফেসবুকে বিক্রি করেনি আর পাঁচ বছরের মধ্যে 2010 সালে ফেসবুক 500 মিলিয়ন ইউজার কমপ্লিট করে নেয়। আর 2012 তে ওয়ান বিলিয়ন ইউজার কমপ্লিট করে নেয়। এরপর ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামকে কিনে নেয়। এই সবকিছু মার্কের পরিশ্রমের জন্য সম্ভব হয়েছে। আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপে ও ইনস্টাগ্রামে ওয়ার্ল্ডের টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর আজ মার্ক জাকারবার্গ 122 বিলিয়ন ডলার নিয়ে পৃথিবীর পঞ্চম সবথেকে ধনী লোক। সবশেষে আপনাদের একটা কথা মনে রাখতে হবে আজ যদি আপনি পরিশ্রম ইনকামের থেকে বেশি করেন তাহলে একদিন আপনার ইনকাম আপনার পরিশ্রম এর থেকে অনেক গুন বেশী হবে। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post পরিশ্রম ও জেদ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব.. Motivational Success Story.. Mark Zuckerberg Story appeared first on Trickbd.com. |
মেসেঞ্জারে এলো নতুন ফিচার ”Word Effects” Posted: আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। ২০১১ সালের ৯ই আগস্ট ফেসবুক নিয়ে আসে তাদের ম্যাসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার। সম্প্রতি মেসেঞ্জারের ১০ বছর পূর্ন হল। আর সেই উপলক্ষে মেসেঞ্জার নিয়ে এলো একটি নতুন ফিচার। যার নাম “Word Effects” । Android এবং iOS অপারেটিং সিস্টেমে মেসেঞ্জার ব্যবহারকারীরা নতুন এই ফিচারটি ব্যবহার করতে পারবে। “Word Effects” ফিচারে ব্যবহারকরীরা নির্দিষ্ট কোন শব্দ বা বাক্যের সাথে নির্দিষ্ট কোন ইমোজি সেট করে রাখতে পারবে। পরবর্তীতে যখনই ঔ ব্যবহারকরী সেট করে রাখা শব্দ বা বাক্যটি ম্যাসেজ পাঠাবে তখন শব্দ বা বাক্যের সাথে সেট করে রাখা ইমোজিটি স্বয়ংক্রিয়ভাবে স্কিনের নিচ থেকে উপরের দিকে সুন্দর ইফেক্টে প্রদর্শন হবে।তাই, আপনি যদি আপনার মেসেঞ্জার অ্যাপটি এখনো আপডেট দিয়ে না থাকেন তাহলে এখই আপডেট করে নিন। যেভাবে ব্যবহার করবেন “Word Effects” ফিচারঃপ্রথমেই মেসেঞ্জার থেকে যে কনভারসেশনের জন্য ইফেক্ট সেট করবেন সেটি ওপেন করে কাসটোমাইজ বাটনে ক্লিক করুন। এবার “Word Effects” অপশনটিতে ক্লিক করুন। ইমোজির আইকনে ক্লিক করে আপনার পছন্দের ইমোজি এবং টাইপ অপশনে ক্লিক করে নির্দিষ্ট কোন শব্দ বা বাক্য টাইপ করে সেট করুন। এবার টাইপ করে সেট করা শব্দ বা বাক্যটি ম্যাসেজ পাঠালেই সেট করা ইমোজিটির “Word Effects” দেখতে পাবেন। সেট করে রাখা “Word Effects” মুছে ফেলতে “Word Effects” অপশনে গিয়ে যে Word Effect টি মুছে ফেলতে চান তার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখলেই “Remove” অপশন দেখতে পাবেন। আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে।অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out… আল্লাহ্ হাফেজ।The post মেসেঞ্জারে এলো নতুন ফিচার "Word Effects" appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments