Search box..

জেনে নিন গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন + রিসোর্স

জেনে নিন গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন + রিসোর্স


জেনে নিন গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন + রিসোর্স

Posted:

Graphic Design

বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের।

সেই কারণেই অনলাইন থেকে আয় করার অনেকগুলো মাধ্যমের নধ্যে সবথেকে সেরা হলো গ্রাফিক্স ডিজাইন।

তাই অনেকেই এখন গ্রাফিক্স ডিজাইন শেখার পেছনে সময় ব্যয় করছে।

অনেকে ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান,অনেকে অনলাইন বিভিন্ন কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান।

কিন্তু সঠিক রিসোর্স এবং সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য হয়তো শিখতে পারেন না,

মূলত যারা ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্যই আজকের এই পোস্ট।

কারণ এই পোস্টে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা ঘরে বসে সফলভাবে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন,তাও কোন কোর্স করা ছাড়াই।

এই পোস্টে আমি গ্রাফিক্স ডিজাইন শিখার A টু Z প্রসেস আপনাকে বলে দিবো।

তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক

শুরুতেই জেনে নিই গ্রাফিক্স ডিজাইন আসলে কী?

গ্রাফিক্স শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক্স শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল।

গ্রাফিক্স শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ।

ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।

আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন?

বর্তমানে ফ্রিল্যান্সিং বেশিরভাগ সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণটা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় খুব সহজেই কাজ করতে পারবেন।

এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবেন।

হতে পারে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, না হয় লগো ব্যানার পোস্টার ইত্যাদি অথবা অডিও এডিটিং করলেন।

এখন চলুন যেনে নেই গ্রাফিক্স ডিজাইনাররা কী কী কাজ করে?

লোগো ডিজাইন
ব্যানার ডিজাইন
পোস্টার ডিজাইন
কাভার ডিজাইন
ফটো এডিটিং
ভিডিও এডিটিং
অডিও এডিটিং ইত্যাদি।

উপরে যে জিনিস গুলোর নাম বললাম ধরে নিলাম আপনি এই গুলো শিখতে চান বা ডিজাইন করতে চান।

তাহলে সবার আগে কী করতে হবে?
সবার আগে আপনাকে জানতে এই জিনিষ গুলো কী দিয়ে বানায় বা ডিজাইন করে।

আমরা সবাই জানি গ্রাফিক্সের জন্য দুনিয়ার সেরা কোম্পানি এডোবি। তাদের সব কিছুর সফটওয়ার আছে।

যেমন লগো/ব্যানার/ ইত্যাদির জন্য ইলাস্টেটর , ফটো এডটিং এর জন্য ফটোশপ আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট।
এখন তাহলে আপনাকে কী করতে হবে?

সহজ কথা, আপনাকে Adobe সফটওয়ার গুলোর কাজ জানতে হবে। অর্থাৎ যে জিনিস নিয়ে কাজ করতে চান সেই সফটওয়ারের কাজ জানতে হবে।

এখন আমি আপনাকে এডোবির সফটওয়ার গুলোর ডাউনলোড লিংক দিবো সেই সাথে কোথা থেকে শিখবেন সেটা ও বলে দিবো।

১)Adobe Photoshop

আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে সবার আগে ফটোশপ শিখুন।
তাই প্রথমেই Photoshop cc 2020 download করে ফেলুন

Download Link

এখন আসি কোথা থেকে শিখবেন?

1.বাংলা ভাষাতে ফটোশপ শিখতে graphics school এর প্লেলিস্টি ফলো করুন:-

playlist

2.এছাড়াও আপানারা Gfx Mentor এর ভিডিও গুলি দেখতে পারেন আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে।

এখানে উর্দু ভাষায় খুব সহজেই সবকিছু বোঝানো হয়েছে:-

playlist

3.যদি আপনার ইচ্ছে থাকে ফটোশপে মাস্টার হওয়ার
,তাহলে অবশ্যই PiXimperfect এর দুটি প্লেলিস্ট আপনাকে শেষ করতে হবে

Playlist 1

Playlist 2

———————————————————————-

2)Adobe illustrator

প্রথমে Adobe illustrator software টি ডাউনলোড করে ফেলুন
Download Link

বাংলাতে এডোবি ইলাস্টেটর শিখতে আবারো graphics school এর প্লেলিস্টটি দেখা শুরু করে দিন।

playlist

অথবা Gfx Mentor এর ভিডিও গুলি দেখতে পারেন নতুনদের জন্য পারফেক্ট

Playlist
———————————————————————-
3) Adobe premium Pro

 

এবার প্রিমিয়ার প্রো ২০২০ টি ডাউনলোড করে ফেলুন:-

Download Link

 

চোখ বন্ধ করে এখন gfx mentor  এর ভিডিও গুলি শেষ করুন ::

Playlist

———————————————————————-

 

4)Adobe after effect

এখন Adobe after effect ডাউনলোড করে ফেলুন:-

Download Link

 তারপর

gfx mentor tutorial

 

তাছাড়া ও এডোবির আরো অনেক সফটওয়ার আছে যেগুলো ভিবিন্ন কাজে লাগে। আপনি চাইলে সে গুলো শিখতে পারেন আমি নিচে নাম দিলাম।

 

  • Photoshop
  • Lightroom
  • Lightroom Classic
  • Illustrator
  • Premiere Pro
  • Premiere Rush
  • Adobe XD
  • After Effects
  • Aero
  • Adobe Fresco
  • Photoshop Express
  • Dimension
  • Dreamweaver
  • Photoshop Express

তবে সব চেয়ে জনরপ্রিয় হচ্ছে ফটোশপ/ইলাস্টেটর/প্রিমিয়ার প্রো/ আফটার ইফেক্ট/ লাইট রুম। আর মোবাইলের জন্য ফটোশপ এক্সপ্রেস।

সব সফটওয়ার গুলো অনেক কাজের। যদি আপনি একটি বা দুইটি প্রোফেশনালি শিখতে পারেন তাহলে সেগুলোর উপর প্রচুর কাজ পেয়ে যাবেন।

আপনি যেই সফটওয়ারের কাজ শিখতে চান শুধু ঐ সফটওয়ারের নাম+ ফ্রি টিউটেরিয়াল লিখে গুগলে সার্চ দিবেন। তারপর সব পেয়ে যাবেন। যেমন, ADOBE XD FREE TUTORIAL আর ডাউনলোডের জন্য ADOBE INDESGIN FREE DOWNLOAD ।

নোটঃ 

 

আমি যে সফটওয়ার গুলোর ডাউনলোড দিছি সেগুলো প্রিএক্টিভ করা আছে। নেট অফ করে ইন্সটল করলেই হবে।

 

অনেক ক্ষেত্রে ক্রেক ভার্সন কাজ নাও করতে পারে।সেক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করার অনুরোধ রইলো।

 

 

এখন আসি কিছু কমন প্রশ্নেঃ

গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কেমন পিসি দরকার?

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অব্যশই হাই কনফিগারের পিসি লাগে, তবে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কী নিয়ে কাজ করবেন। যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অব্যশই ভালো গ্রাফিক্স কার্ড লাগবে আর এডোবির প্রতিটি সফটওয়্যারের requirements তারা তাদের সাইটে দিয়ে

রেখেছে।

গ্রাফিক্স ডিজাইনার হতে কতসময় লাগবে?

এই প্রশ্নের উত্তর সম্পুর্ন ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যতদিনে শিখতে লাগাবেন ততদিন লাগবে। তবে শিখার কোন শেষ নাই।

আমার পিসি নাই আমি মোবাইল দিয়ে হতে পারবো গ্রাফিক্স ডিজাইনার?

নাহ পারবেন না, তবে টুকটাক কাজ করার জন্য মোবাইলে canva / pixlab/ photoshop এক্সপ্রেস ব্যাবহার করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলে কোথায় কাজ করবো?

আপনি চাইলে অফলাইনে যে কোন যায়গায় জব করতে পারবেন সেই সাথে ফাইভার। আপওয়ার্ক/ গুরু/ ৯৯ ডিজাইন সহ অনেক সাইটে কাজ করতে পারবেন। নিচে আমি কিছু সাইট দিচ্ছি যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।

  • Upwork
  • Freelancer
  • Fiverr
  • 99designs
  • Toptal
  • Guru
  • PeoplePerHour
  • Dribbble
  • LinkedIn ProFinder
  • DesignHill

 

শেষ কথাঃ যদি উপরের সব কিছু ফলো করে টানা ৩/৪ মাস শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। তবে সবসময় সবার আগে কাজ শিখার চেষ্টা করবেন। ইনকামের চেষ্টা না করে নিয়ত করুন আমি এক মাস বা দুই মাস সময় নিয়ে ফটোশপের কাজ শিখবো। তাহলে দেখবে দ্রুত সফল হয়ে ইনকাম করতে পারবেন।

 

আপনার হাতের স্মার্টফোন'টি শুধু স্টাইলের জন্য নয় বরং আপনার ব্রেইনটাকেও স্মার্ট করার জন্য তৈরী করা হয়েছে তাই Knowledge বাড়াতে আপনার মোবাইল ফোনটিকে ইউটিলাইজ করুন….যদি না করতে পারেন তবে আপনার যতো দামী মোবাইল'ই হউক তা ইউসলেস!!!।।

The post জেনে নিন গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন + রিসোর্স appeared first on Trickbd.com.

[Hot Post] আপনার Facebook Account এ এখনি ফেসবুক প্রোটেক্ট চালু করে নিন না হলে লক বা বন্ধ হয়ে যাবে একাউন্ট.!!

Posted:

ফেসবুক এর নতুন একটি আপডেট এসেছি , ফেসবুক এ নতুন একটি ফিউচার অ্যাড হয়ে অনেকে Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পেয়েছেন কিন্তু যারা এখন এখনো Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পাননি তাড়া খুব তাড়া Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পেতে চলেছেন…!

আগামী ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। ফেসবুক একাউন্ট এ বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক এই নতুন এই ফিচারটি তৈরি করেছে এবং সবাইকে অ্যাড করতে বলেছে.!

আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার আমার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক।

কি ভাবে ফেসবুক এ প্রোটেক্ট চালু করবে এবং আরো বিস্তারিত আসতেছে নেট পুরাপুরি ঠিক হওয়ার পর এখন screen shot অ্যাড করা যাচ্ছে না নেট সমস্যার জন্য…….!

The post [Hot Post] আপনার Facebook Account এ এখনি ফেসবুক প্রোটেক্ট চালু করে নিন না হলে লক বা বন্ধ হয়ে যাবে একাউন্ট.!! appeared first on Trickbd.com.

কিভাবে ওয়ার্ডপ্রেসে ব্রোকেন লিংক খুঁজে বের করবেন এবং ঠিক করবেন (সহজ পদ্ধতি)

Posted:

কিভাবে ওয়ার্ডপ্রেসে ব্রোকেন লিংক খুঁজে বের করবেন এবং ঠিক করবেন (সহজ পদ্ধতি)

আমরা প্রত্যেকেই একমত যে, ব্রোকেন লিঙ্কগুলি সকল ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য খারাপ। কিন্তু আপনি কি জানেন যে ব্রোকেন লিঙ্কগুলি আপনার ওয়ার্ডপ্রেস এসইও র‍্যাঙ্কিংকে মারাত্মকভাবে আঘাত করতে পারে?

হ্যাঁ, এটা প্রমাণিত যে আপনার ওয়েবসাইটে ব্রোকেন ইন্টারনাল লিঙ্কগুলি এসইও র‍্যাঙ্কিং এ নেতিবাচকভাবে প্রভাবিত করে।

এই আর্টিকেলের মাধ্যমে, আমরা আপনাকে দেখাবো কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসে ব্রোকেন লিঙ্কগুলি খুঁজে বের করা যায় এবং ঠিক করা যায় যাতে আপনি আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং SEO র‍্যাঙ্কিং উন্নত করতে পারেন।

ব্রোকেন লিংক কী?

একটি ব্রোকেন লিঙ্ক, যা একটি ডেড লিঙ্ক নামেও পরিচিত, এমন একটি লিঙ্ক যা আর কাজ করে না।

ব্রোকেন লিঙ্কগুলি অনেক কারণে ঘটতে পারে, কিন্তু সবচেয়ে সাধারণ কারণ হল যখন একটি পেইজ বা লিংক ডিলেট করে দেওয়া হয় বা একটি ভিন্ন স্থানে সরানো হয় যার কারণে সার্ভার “404 page not found” দেখায়।

ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে যখন একটি সাইটকে নতুন ডোমেইন নেমে ট্রান্সফার করানোর সময়, অথবা সঠিক রিডাইরেকশন ছাড়াই একটি পোস্ট বা পেইজ ডিলেট করার সময় ব্রোকেন লিঙ্কগুলোর সমস্যা ঘটে।

কখনও কখনও একটি ভুল টাইপের কারণেও ব্রোকেন লিঙ্ক হতে পারে, এবং বছরের পর বছর ঠিক না করলে সেগুলো মাসের জন্য মুছে যেতে পারে।

এজন্য আপনার সাইটে ব্রোকেন লিঙ্কগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত এবং সেগুলো ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি সেগুলোকে আপনার এসইও র‍্যাঙ্কিংয়ে আঘাত করা থেকে বিরত রাখতে পারেন।

এই আর্টিকেলের মাধ্যমে, আমরা ওয়ার্ডপ্রেসে ব্রোকেন লিঙ্কগুলো খুঁজে সহজ একটি পদ্ধতি শেয়ার করব। এর পরে, আমরা আপনাকে সেই ব্রোকেন লিঙ্কগুলো ঠিক করার একটি সহজ উপায় দেখাবো।

আপনি কী প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। 🙂

কিভাবে Broken Link Checker প্লাগইনের মাধ্যমে ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করবেন

এই পদ্ধতির জন্য, আমরা Broken Link Checker প্লাগইন ব্যবহার করব।

এই প্লাগইনটি আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্কগুলোর জন্য পরীক্ষা করে, যার মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো রয়েছে যার ফলে 404 error ঘটে থাকে।

প্রথমে, আপনাকে Broken Link Checker প্লাগইনটি Install এবং Activate করতে হবে।  আরো বিস্তারিত জানার জন্য, কিভাবে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করতে হয় তার ধাপে ধাপে টিউটোরিয়ালটি দেখুন।

প্লাগইনটি Active হওয়ার পর, প্লাগইনটি আপনার পোস্ট, পেইজ এবং কমেন্টগুলো থেকে লিঙ্কগুলো খুঁজে পেতে ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু করবে। আপনাকে এখন সম্পূর্ণ রিপোর্ট দেখতে Tools » Broken Links পেইজে যেতে হবে।

আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি চালাচ্ছেন, তাহলে এই রিপোর্টে থার্ড পার্টি ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্কগুলো খুঁজে পেতে আপনাকে ম্যানুয়ালি তালিকাটি সাজাতে হবে।

Edit URL: যদি মনে করে আপনার ওয়েবসাইটের উক্ত লিঙ্কটি সঠিক তাহলে আপনি এডিট করতে পারবেন।

Unlink: আপনি ব্রোকেন লিঙ্কটি মুছতে পারবেন।

Not Broken: যদি আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে থাকা উক্ত লিঙ্কটি সঠিক তাহলে এই অপশনটি নির্বাচন করতে পারেন।

Dismiss: এখানে থেকে চলে যাবে তবে লিঙ্কটি থেকে যাবে ওয়েবসাইটে।

Recheck: লিঙ্কটি সঠিক না কি ভুল তা চেক করতে পারবেন।

টিপসঃ আপনি ব্রোকেন লিঙ্কগুলো ঠিক না করা পর্যন্ত আপনাকে আপনার ওয়েবসাইটে Broken Link Checker প্লাগইনটি চালু রাখতে হবে। এরপরে, আপনি প্লাগইনটি Deactivate করতে পারেন। কারণ এটি ব্রোকেন লিঙ্কগুলোর জন্য চেক করতে থাকবে, যা আপনার সার্ভারকে ধীর করে দেবে।

এছাড়াও কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন দেখে নিন।

 

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা।

The post কিভাবে ওয়ার্ডপ্রেসে ব্রোকেন লিংক খুঁজে বের করবেন এবং ঠিক করবেন (সহজ পদ্ধতি) appeared first on Trickbd.com.

ষষ্ঠ শ্রেণির এর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(18 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ষষ্ঠ শ্রেণির এর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 6

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন

Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post ষষ্ঠ শ্রেণির এর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(18 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

২১ দিন এই সুন্নত নিয়মে পানি পান করলে কি হয়। আসুন জেনে নেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

২১ দিন এই সুন্নত নিয়মে পানি পান করলে কি হয়

প্রিয় পাঠক পানি সম্পর্কে কিছু অবাক করা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পবিত্র কুরআন-হাদীস ও বিজ্ঞানকে সামনে রেখে আজকে তথ্যগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আর্টিকেলটি সম্পন্ন পড়ুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আলোচনার প্রথমেই পানি সম্পর্কে পবিত্র কোরআন থেকে কিছু তথ্য দেব। তারপর এই তথ্যকে সামনে রেখে চিকিৎসা বিজ্ঞানের মতে কতটা পানি পান করতে হবে এবং পানি পান করার উপকার হয়েছে তা তুলে ধরব ইনশাআল্লাহ। এবং সবশেষে ২১ দিনে একটি বিশেষ নিয়মে পানি পান করলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব ইমশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক।

পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তায়ালা বলেছেন →আর তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তেমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। (সূরা ফুরকান আয়াত ৫৪)

এছাড়া পানি সম্পর্কে সূরা ওয়াকিয়ার ৬৮ থেকে ৭০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তা’আলা বলেন →তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি…? ( সূরা ওয়াকিয়া আয়াত ৬৮) তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি…? (সূরা ওয়াকিয়া আয়াত ৬৯) আমি তো ইচ্ছে করলে তা লোনা করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না (সূরা ওয়াকিয়া আয়াত ৭০)

আল্লাহ তায়ালা আরো বলেছেন→ আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারাও বাগান ও শস্য উদগত করি, যেগুলোর ফসল আহার করা হয়। (সূরা ক্বাফ আয়াত ৯-১০)

আল্লাহ তায়ালা আরো বলেন → আমি আকাশ থেকে উপযুক্ত পরিমাণে বারি বর্ষণ করি এবং তা মাটিতে রেখে দেই এবং নিশ্চয়ই আমি তা সহজেই সরিয়ে নিতে সক্ষম।( সূরা আল মু’মিনুন আয়াত ১৮)

পবিত্র কোরআনের এইসব আয়াতে আল্লাহ তা’আলা পানির মতো একটি বড় নিয়ামত এর গুরুত্ব উল্লেখ করেছেন। তিনি আমাদের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথাও বলেছেন। রাসূল (সাঃ) পানিকে দুনিয়ার তিনটি আশ্চর্যজনক সৃষ্টির একটি বলে উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের একটি হাদীসে উল্লেখ রয়েছে মহানবী সাল্লাহু সাল্লাম বলেন→ তিনটি জিনিসের উপর মানুষের স্বাভাবিক অংশে রয়েছেঃ সেগুলো হলো গাছ, পানএবং ও আগুন। গাছ না থাকলে পৃথিবী পানিশূন্য হয়ে যেতো, এই পৃথিবী বেঁচে থাকার উপযুক্ত থাকতো না। তাই নবী সাল্লাহু সাল্লাম আরো বলেন→ যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। (আবু দাউদ হাদিস নাম্বারঃ ৫২৪১, বায়হাকী ৬/১৪০)

প্রিয় পাঠক বাংলায় একটি প্রবাদ আছে, পানির অপর নাম জীবন। কথাটির অর্থ হল শতভাগ সত্য। গবেষণায় স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে হাইড্রেটেড থাকা বা পর্যাপ্ত পরিমাণে পানি পান হল একটি সর্বোত্তম স্বাস্থ্যকর অভ্যাস। যখন আপনি পর্যাপ্ত পানি পান করবেন তখন আপনার শরীর ও মস্তিষ্ক সুস্থ ও সবল থাকবে এবং উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে।

ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি আরো পরিস্কার বুঝতে পারবেন। মনে করুন আপনি কিছু চারা গাছ লাগিয়েছেন এবং প্রত্যেক দিন সেই চারা গাছ গুলোর যত্ন নিন এবং তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিন, দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বড় হবে এবং তার শাখা-প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং সবুজে ভরে যাবে। এরপর হঠাৎ যদি আপনি কিছুদিন গাছে পানি দেওয়া বন্ধ করে দেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যাবে, গাছের রং খারাপ হয়ে যাবে, শাখা-প্রশাখা গুলো দুর্বল হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন গাছকে সুন্দর করে বড় করতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি অবশ্যই দরকার।

প্রিয় পাঠক এমন অনেক মানুষ আছেন যারা খুব ভালো ভালো খাবার খায়, তারপরেও তাদের স্বাস্থ্য ভালো হয় না। কোনো অসুখ নেই তবুও শরীর দিনের পর দিন শুকিয়ে যায়। এমন মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে বা আপনি হয়ে থাকেন তাহলে আজ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দেখবেন খুব দ্রুত আপনি আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে পাবেন। জীবনের জন্য অক্সিজেনের যেমন প্রয়োজন অক্সিজেন ব্যতীত জীবের বেঁচে থাকা অসম্ভব। তেমনি অক্সিজেনের পরেই সকল খাবার এর মধ্যেই পানির স্হান। পানি ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব।

পানি স্থলভাগের আনুপাতিক হার যথাক্রমে 71% পৃথিবীর মতো প্রতিটি মানুষের দেহে প্রায় 72 শতাংশ পানি। এমনকি আমাদের হাড়ের এক-চতুর্থাংশ পানি। মস্তিষ্কের 85 ভাগ পানি দ্বারা গঠিত। আমাদের রক্তের 83 ভাগ পানি পেশি বা মাংশের ৭৫ ভাগ পানি, চোখে এবং ফুসফুসের 80 শতাংশই পানি। অর্থাৎ আমাদের শরীরের দুই তৃতীয়াংশই হচ্ছে পানি দ্বারা গঠিত। শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঠিক কর্ম সম্পাদনের জন্য পানির প্রয়োজন। সুস্থ-সবল ভাবে বেঁচে থাকার জন্য পানি পানের কোনো বিকল্প নেই। পানি পান করার সবথেকে উত্তম নিয়ম গুলো জানার পূর্বে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে কি কি উপকার পাওয়া যায় চলুন সেগুলো জেনে নেই।

এক নাম্বারঃ সৌন্দর্য বাড়ে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের কোষ গুলো সতেজ হয়ে যায়। যার কারণে শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। পাশাপাশি চেহারার উজ্জ্বলতা বাড়ে।

দুইনাম্বারঃ স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। মস্তিষ্কে পানির পরিমাণ প্রায় 85%। কম পানি পান করলে মস্তিষ্কে পানির পরিমাণ কমে যায় যার কারণেই স্মৃতিশক্তি হ্রাস পায়। তাই পর্যাপ্ত পরিমাণে পরিমিত পানি পান করলে মস্তিষ্কে পানির পরিমাণ ঠিক থাকে। ফলে সৃতিশক্তি মজবুত থাকে এবং চিন্তাশক্তি ও বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে।

তিন নাম্বারঃ কিডনি ভালো থাকে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে বেরিয়ে আসা ক্ষতিকারক উপাদান গুলো কিডনিতে জমা থাকতে পারে না। যার ফলে কিডনি ভালো থাকে।

চতুর্থ নাম্বারঃ পিঠ ও গিঁটের ব্যথা দূর হয়। প্রতিদিন নিয়মিত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে পিঠের ব্যথা কমে যায়। কিছু মানুষের মাঝে এই পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, প্রায় 80 শতাংশ রোগী যাদের পিঠ ও পেটে ব্যথা ছিল তারা ব্যথামুক্ত হয়েছে।

পঞ্চম নাম্বারঃ ক্যান্সারের ঝুঁকি কমায়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে মলাশয়ের ক্যান্সার এর ঝুঁকি 45% স্তন ক্যান্সারের ঝুঁকি 79 শতাংশ এবং ব্লাড ক্যান্সারের ঝুকি 50% কমে যায় বলে গবেষণায় উঠে এসেছে।

ষষ্ঠ নাম্বারঃ চিন্তা মুক্ত থাকা যায়। যেহেতু আমাদের ব্রেনের 85% হচ্ছে পানি একটু পর পর পানি পান করলে এই মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় এবং শারীরিক শক্তি বাড়ে।

তাছাড়া পানির রক্তসঞ্চালন বাড়ায় তাই উচ্চ রক্তচাপ কমে যায় তবে টক্সিন জমতে দেয়না স্বাভাবিক রঙের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না চোখের ডার্ক সার্কেল এবং মুখের বলিরেখা দূর হয়। চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং রাতে ঘুম ভালো হয়। শরীরে এনার্জি বৃদ্ধি পায় গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়। স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি বহু উপকার রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার মাধ্যমে। এবার আসুন জেনে নেই পানি পান করার কিছু নিয়ম কানুন যা সম্পূর্ণরূপে মেনে চললে সুস্থ থাকা আমাদের জন্য খুবই সহজ হতে পারে।

এক নাম্বারঃ সুন্নত মেনে পানি পান করুন। যেমন বসে বিসমিল্লাহ বলে ৩ ডোকে বা ৩ নিঃশ্বাসে পানি পান করুন। একেবারে একসাথে ঢকঢক করে পানি পান করবেন না। পানি পান করার সময় যেন পানিতে কোন নিঃশ্বাস না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বলা হয়ে থাকে পানিতে নিঃশ্বাস পড়লে অনেকগুলো বিষাক্ত হয়ে যায়। আবার হাদিস রয়েছে এমন ইঙ্গিত। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফুঁক দিতে নিষেধ করেছেন।( ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩৪২৮)

নবী (সাঃ) আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। যার মধ্যে অন্যতম হলো পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস না ফেলা। অনেকের কাছে বিষয়টি হালকা মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। বেশিরভাগ সাধারণ মানুষই মনে করে এটি নিছক পানি পানের আদব। যেহেতু পানি পান করার সময় পাত্রের নিঃশ্বাস ত্যাগ করলেই পাতি ঘোলো হয়ে যায়। কিন্তু বাস্তবতা শুধু এটাই নয়

পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস ফেলার কারণেই সেই পানি বিষাক্ত হয়ে যায়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। নিঃশ্বাসে সাথে দেহে দূষিত বায়ু রোগ জীবাণুবাহী আপেক্ষকৃত ভারী পদার্থ কার্বন-ডাই-অক্সাইড যা খাবার কিংবা পানির সঙ্গে মিশিয়ে আবার মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে। ফলে দেহে বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয়। বিশুদ্ধ পানির জন্য মানুষ কত কিছুই না করে। উন্নত বিশ্বে এই খাতে খরচ করা হয় কোটি কোটি ডলার। ডিডাব্লিউ এক তথ্যমতে জার্মানিতে 4 জনের একটি পরিবার বিশুদ্ধ পানির জন্য দেড় হাজার ইউরো ব্যয় করে।

যা বাংলাদেশী টাকায় হিসেবে করলে 1 লক্ষ 49 হাজার তিনশত টাকার মত হয় এবং ভারতীয় রুপি তে হিসেব করলে এক লাখ 29 হাজার 900 টাকার মত হয়। এতকিছু করার পরও যদি কেউ পানি পান করার সময় রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম এর এই হাদিসটির উপর আমল না করে তাহলে তার পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে অনেকের এভাবে পানি পান করতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে। কিংবা পানি পানে অতৃপ্তি লাগতে পারে তাহলে তারা কি করবে…? তার সমাধান দিয়েছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাম পানীয় পানকালে তাত ফুঁ দিতে নিষেধ করেছেন। তো এক লোক নিবেদন করলো পানিপাত্রে যদি আমি খরকোটা দেখতে পাই বা কোন মেয়লা দেখতে পাই…? তখন তিনি বললেন তাহলে তা ঢেলে ফেলে দাও। তারপর সে ব্যক্তি আবারও নিবেদন করল এক শ্বাসে পানি পান করে বা নিঃশ্বাস বন্ধ করে পানি পান করে আমার পানি পানে তৃপ্তি হয় না। তখন নবীজী বললেন→ তাহলে তুমি পেয়ালা মুখ থেকে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো। (সূত্র রিয়াদুস সালেহীন হাদিস নাম্বারঃ ৭৬৯) শুধু পানি কেন যে কোন গরম খাবারও ফুঁ দিয়ে খাওয়া উচিত নয়। তাতে শরীরের জীবাণু প্রবেশ করতে পারে।

দুই নাম্বারঃ পানি পান করার সময় বসে পানি পান করবেন, দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পানি পান করবেন না। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূল করীম সাল্লাহু সাল্লাম বলেছেন, কারো দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। যদি কেউ বসে পানি পান করতে ভুলে যায় তাহলে সে যেন উক্ত পানি বমি করে বের করে দেয়। (সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ৫০২২)

এখানে রাসূল সাল্লাহু সাল্লাম এর হাদিস এর মাধ্যমে বসে পানি পান করার গুরুত্ব আমাদের বুঝিয়েছেন। আজকের বিজ্ঞান ও বলছে যে দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন ও মলাশয় চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না। দাঁড়িয়ে পানি পান করলে আরো অনেক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে। যেমন হজমজনিত সমস্যা, পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, কিডনি নষ্ট হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়ার উত্তেজনা ইত্যাদি।

তিন নাম্বারঃ প্রতিদিন বাসি মুখে এক থেকে দুই গ্লাস পানি পান করুন এবং যখনই পানি পান করবেন তখন পানি যেন সারা মুখে ঘুরিয়ে তারপর পান করা হয় শুধু একটা সবসময় খেয়াল রাখবেন।

চতুর্থ নাম্বারঃ খাবার খাওয়ার 30 মিনিট পূর্বে এবং খাবার শুরু করার ঠিক আগমুহূর্তে এক গ্লাস পানি পান করে নিবেন।

পঞ্চম নাম্বারঃ খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার পর খুব প্রয়োজন না হলে পানি পান করবেন না। তবে খাবার আটকে গেলে বা খাবার আটকে যেতে পারে এমন অবস্থা হলে সামান্য পানি পান করা যেতে পারে। অর্থাৎ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পরপর সঙ্গে সঙ্গে পানি পান করবেন না। খাবার খাওয়ার কুড়ি থেকে ত্রিশ মিনিট পর পানি পান করবেন এবং তারপর 10 থেকে 15 মিনিট পর পর হালকা হালকা পানি পান করবেন। কারণ একসঙ্গে অতিরিক্ত পানি পান করলে অনেক সমস্যা হতে পারে তাই কাজকর্মের ফাঁকে ফাঁকে সারাদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।

একেবারে বেশি পানি পান করবেন না একজন প্রাপ্তবয়স্ক মানুষ কি নিয়ম মেনে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে। তবে মানুষভেদে এর কমবেশি হতে পারে এবং রাস্তাঘাটে ভ্রমণকালে প্রয়োজনমতো পানি পান করবেন অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকবেন। নচেৎ মানুষের ভিড়ে সময়মতো বাথরুম করার জায়গা না পেলে কিডনিতে চাপ পড়ে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনার সুবিধামতো পানি পান করবেন। সব শেষ কথা হলো 21 দিন এই নিয়মে পানি পান করার পর থেকেই এর উপকার বুঝতে পারবেন
ইনশাআল্লাহ।

তারপর আপনাকে আর পানি পান করার জন্য জোর করতে হবে না আপনাকে বুঝাতে হবে না। আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের উন্নতি দেখে দেখে আপনি নিজে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে অভ্যস্ত হয়ে জাবেন ইনশাআল্লাহ। সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে আমাদের স্বাস্থ্যের দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post ২১ দিন এই সুন্নত নিয়মে পানি পান করলে কি হয়। আসুন জেনে নেই appeared first on Trickbd.com.

[জন্ম নিবন্ধন সনদ পর্ব-২] ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই.!!

Posted:

এখন থেকে ৫ থেকে ৬ বছর আগে জন্ম নিবন্ধন হাতে লেখা হত। সে সময় জন্ম নিবন্ধন কে অততা গুরুত্ব কেও দিত না নানা ধরনের তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করত। জন্ম নিবন্ধন এর সাথে জাতীয় পরিচয় পত্র এর সাথে মিল নেই, জাতীয় পরিচয় পত্র এর সাথে জন্ম নিবন্ধন এর মিল নেই বা আমাদের সাটিফিকেট এর সাথে জন্ম নিবন্ধন এর মিল নেই।

সাটিফিকেট এ যে তথ্য দিয়া আছে জন্ম নিবন্ধন সে তথ্য নেই মানে আপনার নাম ঠিক আছে কিন্তু আপনার পদবি নাম ঠিক নেই। আপনার সাটিফিকেট এ আপনার মা-বাবার নাম এর শেষ এ রহমান বা ইসলাম বা খাতুন বা বেগম আছে কিন্তু জন্ম নিবন্ধন এর ঠিক নেই

এবং আপনার সাটিফিকেট এ এক জন্ম তারিখ দিয়া আছে কিন্তু জন্ম নিবন্ধন এ আর এক জন্ম তারিখ ইত্যাদি তথ্য জন্ম নিবন্ধন এ ভূল থাকে।

জন্ম নিবন্ধন এই সব তথ্য খুব সহজে ঘরে বসে সংশোধন করেন এবং আপনার সাটিফিকেট এর সাথে মিল খেরে আপনার জন্ম নিবন্ধন করে এবং আপনার মা-বাবা জাতীয় পরিচয় পত্র এর সাথে মিল রেখে আপনার জন্ম নিবন্ধন করে দিন।

তো শুরু করা যাক বিস্তারিত

প্রথমে শর্ত গুলা পড়ে নিন ভালো ভাবে এবং ভালো ভাবে বুঝার চেষ্টা করেন।

১) আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

২) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।

৩) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।

৪) যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

তার পর এখানে ক্লিক করুন.!

এখানে আপনার ১৭ সংখ্যা জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার দিন আর জন্ম তারিখ বসে দিয়ে আনুসন্ধানে এ ক্লিক করুন

তার পর আপনার নাম, আপনার মা-বাবার নাম চলে আসবে এখন নির্বাচন এ ক্লিক করুন

আপনি যদি জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ বা ডিজিটাল এ রুপান্তরিত করতে নিশ্চিত হন তা হলে কনফার্ম এ ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করে আপনার বিভাগ সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার জেলা সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার উপজেলা সিলেষ্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে আপনার পৌরসভা বা ইউনিয়ন সিলেষ্ট করে দিন

তার পর এখন এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখন কি ধরনের তথ্য সংশোধন করবেন তা সিলেষ্ট করে দিন।

তার পর সঠিক তথ্য টি লিখে বসে দিন এখানে

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করে ভূল লিপিবদ্ধ করা হয়েছিলো তা সিলেষ্ট করেন

এবং আর তথ্য যদি ভূল থাকে তো আরো তথ্য সংযোজন এ ক্লিক করে উপর এর নিয়ম ঠিক করে দিন

এখন আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বাংলা ও ইংরেজি তে লিখে বসে দিন।( বিভাগ,জেলা,উপজেলা বা থানা,পোস্ট অফিস, গ্রাম, ওয়াড নম্বর, পোস্ট অফিস এর কোড, ইত্যাদি)

এখন নিজ এ ক্লিক করে যে কোন একটা ফোন নাম্বার বসে দিন এবং যেটি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন তা সংযোজন এ ক্লিক করে তার ছবি অ্যাড করে দিন

এখানে ক্লিক করেন

যেটি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন তার নাম সিলেষ্ট করে দিন

তার পর Start এ ক্লিক করুন

এখন ফি আদায় এ ক্লিক করেন তার পর সাবমিট এ ক্লিক করুন

এখন আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন এর আবেদন হয়ে গিয়েছে। আবেদনপত্র প্রিন্ট এ ক্লিক করেন। এখানে যে তারিখ দিয়া থাকবে সে তারিখ এর মধ্যে আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এ গিয়ে কাগজ পাতি এবং আবেদন পত্র নিয়ে গিয়ে জমা দিবেন কাগজ পাতি বলতে যে টি অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করছেন সে গুলা

এখন আবেদন পত্র কি ডাউনলোড করে দিন

অনেকের আবেদন পত্রটি ডাউনলোড করতে সমস্যা হবে সরাসরি প্রিন্ট এ নিয়ে যাবে। এর জন্য old Ucmini (3MB) অ্যাপ ডাউনলোড করবেন তার পর আবেদনপত্র প্রিন্ট লেখাতে tab করে ধরে লিংক টা কপি করে নিবেন। তার পর ucmini তে গিয়ে লিংক টা paste করে দিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন।

 

প্রশ্নঃ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এ দরকার কাগজ পত্র এবং আবেদন পত্র নিয়ে যেতে হবে কেনো?

উওরঃ আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য যাচাই করবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এর সচিব এবং আপনার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সচিব এর স্বাক্ষর লাগবে এই গুলার জন্য পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যেতে হবে

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [জন্ম নিবন্ধন সনদ পর্ব-২] ঘরে বসে জন্ম নিবন্ধন এর নিজের নাম, জন্ম তারিখ, মা-বাবার নাম ইত্যাদি তথ্য সংশোধন করুন নিজেই.!! appeared first on Trickbd.com.

কিভাবে kinemaster দিয়ে wedding ভিডিও বানানো যায় দেখে আসুন।

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে বিয়ের ভিডিও বানানো যায়।শুধু একটা অ্যাপস এর সাহায্যে করা যায় বেশি কথা বলবো না।

প্রথমে kingmaster অ্যাপসটি ওপেন করবো

Create new তে ক্লিক করবো

এখন ব্যাকগ্রাউন্ড একটা ছবি অ্যাড করতে হবে আমি image এ ক্লিক করলাম

আমি কালো টাই চয়েস করলাম

এখন layer এ ক্লিক করবো

 এখন media তে ক্লিক করে vfx effect video নিয়ে আসবো

Video উপর ক্লিক করলে সাইডে এই রকম দেখতে পাবেন ওখান থেকে chroma key ক্লিক করবো

এখন enable করে দিবো

এখন কালার এ ক্লিক করবো আর হ্যা আপনার vfx কালার যেমন আপনি তেমন করে দিবেন না হলে পরে কাজ করবে না। দেখতে পাচ্ছে আমার টা কেমন হয়ে আছে কারণ আমার vfx কালার Mach হয়নি তাই আমি কালারে ক্লিক করবো

আমার vfx কালার যেহেতু গ্রীন তাই আমি গ্রীন করে ওকে দিবো

দেখতে পাচ্ছে আমার কালার ঠিক করার সাথে সাথে আমার vfx কাজ করছে । এখন আবার layer ক্লিক করবো

আবার media ক্লিক করবো

আপনি আপনার পছন্দের পিক দিবেন আমার কাছে কোন বিয়ের পিক নাই তাই এইটা নিলাম।

ছবি সিলেক্ট করে  বামে তিন ডটে ক্লিক করবো

তারপর send backward ক্লিক করবো

 এখন ছবিটা পজিশন মতো রাখবো তারপর হাতের বামে চাবির মতো ওই টাই ক্লিক করবো

এখন ভিডিও টা আস্তে আস্তে টানবেন তারপর ছবি আস্তে আস্তে করে vfx এর পজিশন মতো করে হাতের ডানে plus বাটন আছে এখান ক্লিক করবেন ওইটা সেভ হয়ে যাবে এই ভাবে আপনি পুরো vfx সাথে সাথে ছবি পজিশন মতো করে যোগ করে নিবে।

এখনে দেখতে পারছেন আমি তিনবার পজিশন ঠিক করছি।

আর হ্যাঁ vfx গুলো আপনি YouTube, google এ পেয়ে যাবেন।

তো আজ এই পর্যন্তই কারো বুঝতে সমস্যা হলে বলবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো। লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

 

 

 

The post কিভাবে kinemaster দিয়ে wedding ভিডিও বানানো যায় দেখে আসুন। appeared first on Trickbd.com.

অকালে চুল পাকার কারণ, চুল পাকা রোধ করার উপায়।

Posted:

অনেকেরই অল্প বয়সে চুল পাকে। তবে আপনি জেনে অবাক হবেন যে এই চুল পাকা হওয়ার কোনও নির্দিষ্ট কারণ নেই।

চুল পাকা একটি স্বাভাবিক বিষয় যখন বয়স বারে। তবে কিছু কিছু কারণে চুল পাকতে পারে যেমন – জেনেটিক কারণ। অল্প বয়সেই আপনার পরিবারের অন্যদের চুল পড়ার ইতিহাস থাকার কারণও এটি।

সাধারণত ৩৪-৩৫ বছর বয়সের পরে অনেকের চুল অল্প অল্প করেই রঙ হারাতে শুরু করে। কিন্তু অল্প বয়সেও চুল সাদা হতে পারে বা পাকতে পারে।

অকালে চুল পাকার কারণ

কিছু জিনগত রোগ যেমন- টিউবেরাস স্ক্লেরোসিস বা নিউরোফাইব্রোমেটোসিস, থাইরয়েডের প্রবলেম,ভিটিলিগো বা শ্বেতী রোগ,ভিটামিন বি ১২-এর অভাব।

এছাড়াও, দীর্ঘস্থায়ী অপুষ্টি, বিশেষত আমিষ জাতীয় অভাব এবং ভিটামিন বি ১২ এর অভাব চুল পাকতে পারে বা সাদা হতে পারে।

চুল পাকা কি প্রতিরোধ করা যেতে পারে?

চুল পাকা বা চুল সাদা হওয়া রোধের কোনও প্রতিকার নেই। আপনি বাজারে অনেক ধরণের পরিপূরক বড়ি পাবেন তবে চুল পড়া রোধ করতে পারে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল যদি অকালে পাকতে বা সাদা হতে শুরু করে তবে এটি গ্রহণ করা মনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ভালো লাগলে আমার TechWebBD.Com সাইট টায় ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।

The post অকালে চুল পাকার কারণ, চুল পাকা রোধ করার উপায়। appeared first on Trickbd.com.

পরিচিত হয়ে নিন কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট সম্পকে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বেশি বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টাইটেল দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার পোস্ট পড়বেন । পোস্ট ভালো লাগলে কমেন্ট করবেন ।

ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট :-

আমরা জানি যে ইউটিউব থেকে কোন ভিডিও মেমোরিতে সেভ করা যায় না কিন্তু ইউটিউবে রেখে দেওয়া যায় এবং পরবতীতে সেটি বিনামূল্যে দেখা যায় । এজন্য ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য আমরা ভিন্ন ভিন্ন সাইট ব্যাবহার করি । এরকম অনেক সাইট রয়েছে । তবে এর মধ্য থেকে কিছু সাইট নিয়ে আমি আজকে আলোচনা করব । এরকম কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট হলো :-y2mate.com , genyt.net, loverbd.com , 2yxa.mobi

১। y2mate.com :- প্রথমে যদি এরকম সাইটের আলোচনা করি তবে প্রথমেই বলব “y2mate.com” -এর কথা । এটি ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো সাইট । এটি বহুল জনপ্রিয়ও বটে । এই সাইট থেকে সহজেই যে কোন ভিডিও সাচ করা যায় ও ফোনের ধারনক্ষমতা অনুযায়ী কনভাট করে ডাউনলোড করা যায় । বেশির ভাগ মানুষ ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এই সাইট ব্যাবহার করে থাকে ।

২। genyt.net :- ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এটি আরও একটি জনপ্রিয় সাইট । এই সাইট থেকে ইউটিউবের যে কোন ভিডিও সহজেই ডাইনলোড করতে পারেন । যে কোন সাইযে যখন তখন কনভাট করতে পারবেন । যখন তখন কনভাট ও যে কোন ভিডিও যে কোন পরিমাপে কনভাট করা যায় বলে এটি একটি জনপ্রিয় সাইট হয়ে উঠেছে । শুধু তাই নয় ইউটিউবের যে কোন ভিডিও -এর লিংক কপি করে এখানে সাচ করতে পারবেন । এতে করে আপনি নিদিষ্ট ভিডিওটি সহজেই ডাউনলোড করতে পারবেন ।

৩। Loverbd.com :- ৩জিপি ভিডিও ডাউনলোডের জন্য এটি একটি জনপ্রিয় সাইট । এটি বাংলাদেশি সাইট । এতে আপনি ইউটিউব ভিডিও সাচ করতে পারবেন কিন্তু লিংক সাবমিট করতে পারবেন না । নেই কনভাট সুবিধা । কিন্তু এডমিন যে সকল ভিডিও আপলোড দেয় সে সকল ভিডিও এমপি4,3জিপি,অডিও হিসাবে ডাউনলোড করতে পারবেন । জাভা মোবাইল ইউজারদের জন্য এটি জনপ্রিয় সাইট ।

৪। 2yxa.mobi :- ভিডিও ডাউনলোডের আরও একটি জনপ্রিয় সাইটের নাম এটি । এই সাইট থেকে ইউটিউব ভিডিও সাচ করা যায় এবং লিংক সাবমিট করা যায় । যে কোন সাইযে কনভাট করা যায় ইউটিউব ভিডিও । শুধু তাই নয় শব্দ (ভলিউম) কমানো এবং বাড়ানো যায় ডাউনলোডের আগে থেকে । শুধু তাই নয় একটি ভিডিওকে নিদিষ্ট পরিমাণে কেটে কেটে অথাৎ পাট আকারে ডাউনলোড করা যায় ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে আমাকে মেইল দিতে পারেন । আমার মেইল :-muhitstudent62@gmail.com

The post পরিচিত হয়ে নিন কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডিং সাইট সম্পকে appeared first on Trickbd.com.

নিয়ে নিন সবার জন্য 25x Spotify Premium Family Invitation …

Posted:


















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Spotify Premium Family Invitation শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আমরা কমবেশি সবাই Spotify ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Music App । এখানে সব ধরনের Music পাওয়া যায় । আর এখন যদি Spotify Premium পাওয়া যায় তাহলে কেমন হয় 😁 , সত্যি ভালো হয় 😁 । তো চলুন শুরু করি


1 ➜ Full Details And ( Requirements )


Spotify Premium Family Invitation




◉Duration : 30 Days
◉Type : Family Subscription
◉Ip : Luxembourg For Invitation Accept
◉Address : 152 Rte de Longwy, 4994 Dippach, Luxembourg


2 ➜ How to accept invitation


1 : First Connect Your Vpn ( Luxembourg Server )

2 : Login Your Spotify Account

3 : Now Click 3 Dot Menu And Click Account

4 : Now Click Edit Profile

5 : Now See ( Country or region )

6 : Now Select Your Country Luxembourg

7 : Now You Can Accept Invitation 😍

8 : Spotify Premium Tutorial

9 : Spotify Premium 4 Month


3 ➜ Spotify Premium Invitation Link Every Link For 5 Members


1 ➜ Spotify Premium Invitation Link


2 ➜ Spotify Premium Invitation Link


3 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ Spotify Premium Invitation Link


5 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ এখন কিভাবে Invitation Accept করবো 🤔 , আর আমি কেন পেলাম না..?


এটা আপনি নিজেই পারবেন 😁😁😁

যে কোনো সমস্যা বা না পেলে 😔 , বা আরো লাগলে এখানে আসতে পারেন Premium Spotify Store 😁


আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post নিয়ে নিন সবার জন্য 25x Spotify Premium Family Invitation … appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments