Search box..

10 minute school এর ৭ টি কোর্স ইনরোল করুন ফ্রীতে

10 minute school এর ৭ টি কোর্স ইনরোল করুন ফ্রীতে


10 minute school এর ৭ টি কোর্স ইনরোল করুন ফ্রীতে

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

10 minute school বা Robi 10 minute school হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক সংগঠন,

যা আয়মান সাদিক ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন।

10 minute school কে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি।আয়মান সাদিকের লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা, যেখান থেকে মানুষ চাইলে ঘরে বসে থেকে জ্ঞান অর্জন কীতে পারবে।

এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে ও তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ ভিডিও তৈরী করে থাকে।

এই প্রতিষ্ঠান অনুশীলনের জন্য বিভিন্ন ভিডিও নির্মাণ করে। মূলত এই ওয়েবসাইট বা সংগঠনটি বাংলায় ভিডিও নির্মাণ করে থাকে।

এখন মুল টপিকে যাওয়া যাকঃ-

কালকে রাতে আমি 10 minute school এর ওয়েবসাইটে গিয়ে দেখি তাদের ৭ টি কোর্স সম্পূর্ণ ফ্রীতে ইনরোল করার সুযোগ দিচ্ছে যার প্রতিটা কোর্সের মূল্য 4500 টাকা।

যদিও এর আগেও অনেক কোর্স ফ্রীতেই ছিল।তবুও ভাবলাম অনেকেই হয়তো জানে না,তাই আজকের এই পোস্ট।

তো যে কোর্সগুলো ফ্রীতে দেওয়া হচ্ছেঃ-

1.Presentation & Public Speaking

Get rid of your fear of presentation and become a better public speaker and presenter with this free course!

2.CV Writing &Interview
Master the essentials of writing your CV and give your interview preparation a major boost with this free course!

3.Email Writing

Be it for a formal, personal, or business, master the strategies, techniques, and tips & tricks of email writing, with this free course.

4.How to Publish a Book

If you’re thinking about publishing your own book, then this free course is the best guide you can have!

5.Communication Secrets

Learn the secrets of effective communication to excel at your workplace or Extra Curricular Acitivitiess with this free course!

6.আপনি কি লেখক হতে চান?

Discover your potential for writing and let your creativity flourish, with this free course!

7.Training of Teachers

Learn the necessary skills and essentials to teach online more effectively, with this free course!

কোর্স গুলো ফ্রীতে নেওয়ার জন্য অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট করা থাকতে হবে ১০ মিনিট স্কুল এ।

তারপর উপরে দেওয়া কোর্সের লিংক এ ঢুকে ইনরোল করলেই আপনার কাজ শেষ।

এখন ফ্রীতে কোর্স করে নিজের স্কিল বাড়ান।
আর কোর্সের শেষে সার্টিফিকেট তো আছেই।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ

The post 10 minute school এর ৭ টি কোর্স ইনরোল করুন ফ্রীতে appeared first on Trickbd.com.

এখন থেকে আবারও আনঅফিসিয়াল মোবাইল কিনে ব্যবহার করতে পারবেন, পূর্বের সরকারি সিদ্ধান্ত পরিবর্তন

Posted:

অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে অবৈধ বা আনঅফিসিয়াল ফোন গুলা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে বিষয়টা নিয়ে সাধারণ গ্রাহকরা অনেক দুশ্চিন্তায় ছিলেন। যাদের হাতে আনঅফিসিয়াল অবৈধ ফোন ছিল তারা অনেকটা দুশ্চিন্তায় ছিলাম যে, তাদের ফোনটি বন্ধ হবে কিনা।

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, গ্রাহক ভোগান্তি বিবেচনায় অবৈধ বা আনঅফিসিয়াল কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না। এর আগে এ বিষয়ে নেয়া সিদ্ধান্তকে পরিবর্তন করছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ১ অক্টোবরের থেকে কোনো মোবাইল ফোন চালু করতে গিয়ে অবৈধ বা আনঅফিসিয়াল চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। এখন থেকে মোবাইল ফোন সেট চালু করলে স্বয়ংক্রিভাবে তার নিবন্ধন হবে, তবে ফোনটি অবৈধ হলেও (আনঅফিসিয়াল ফোন) বন্ধ হবে না বা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে না।

অনেকদিন পর ট্রিকবিডিতে পোষ্ট করা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লেখাটি আমার ব্লগার ওয়েবসাইট BDTechX.com এ প্রকাশিত। ধন্যবাদ।।

The post এখন থেকে আবারও আনঅফিসিয়াল মোবাইল কিনে ব্যবহার করতে পারবেন, পূর্বের সরকারি সিদ্ধান্ত পরিবর্তন appeared first on Trickbd.com.

বিদ্যুৎ জামওয়ালেরর নতুন Action মুভি Sanak এর রিভিউ + লিংক

Posted:

🎬 Sanak (2021)

Genre – Action,Thriller

 

Filmed By – Kanishk Varma

 

IMDb – 8.1 (variable)

 

বিবানের স্ত্রীর অপারেশনের পর হসপিটালে ছিল। হঠাৎ কয়েকজন লোক হসপিটালে ঢুকে ফায়ারিং করতে থাকে এবং রোগী, ডাক্তারদেরকে হোস্টেজ হিসেবে রাখে। বিবান এখন কিভাবে স্ত্রীকে বাচাবে..!

 

এক্সট্রা নাটক নয়, অরিরঞ্জিত নয়৷ ডিরেক্টর সাহেব বেশি সময় না নিয়ে গল্প এগিয়ে নিয়ে যান। ট্রেলারে মুভির একশন সিকুয়েন্স দেখে বোঝা যাচ্ছিল কি পরিমাণ একশন থাকতে পারে। একটু বেশিই সারপ্রাইজিং লেগেছে মুভিতে।

 

হ্যাঁ, গল্পে নতুনত্ব নেই। বেসিক স্টোরিলাইন মনে হতে পারে। খুবই প্রেডিক্টেবল। তবে গল্প যথেষ্ট স্ট্রং ছিল। একশনের সাথে ইমোশনও আছে। একশন লাভার হলে মাস্টওয়চ।

মুভির একশন সিকুয়েন্সগুলো খুব রিয়েল লেগেছে। একশন ডিজাইনিং জাস্ট অস্থির লেগেছে। তাছাড়া কিছু স্টান্ট ছিল সেগুলোও ভালো ছিল। ডিরেকশন দুর্দান্ত লেগেছে৷

স্ক্রিনপ্লে ও ভালো ছিল। প্রথমে হালকা স্লো হলেও পরে গিয়ে ফাস্ট মনে হয়েছে। মুভিতে ক্যামেরার কাজও দেখার মতো ছিল। কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফী ও দুর্দান্ত লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। বিশেষ করে একশন সিনগুলোর 💥

 

বিদ্যুৎ জামওয়াল একশন সিকুয়েন্স, স্টান্ট মুভমেন্ট আর অভিনয়েও দারুণ ছিলেন।

চন্দন রয় সান্যাল জাস্ট..💥 ওনার অভিনয় আর ডায়লগ ডেলিভারি এক কথায় দুর্দান্ত লেগেছে। ভিলেন রোলে সাইকো শেডে যে চমক দেখিয়েছেন, ওনি সত্যিই প্রশংসার দাবিদার। রুকমিনী মৈত্রের বলিউডে ডেব্যু মুভি হিসেবে বেশ সাবলীল ছিলেন। ভালোই মানিয়ে নিয়েছেন। নেহা ধুপিয়া ও বেশ ভালো অভিনয় করেন। সাপোর্টিং কাস্টে সবাই ভালো ছিলেন।

 

ওভারঅল, একশন মুভি হিসেবে ভালোই ইঞ্জয়েবল ছিল। নতুন কিছু দেখতে পাবেন বা আহামরি হবে ভেবে দেখতে বসলে হতাশ হতে পারেন।

 

My Rating – 7½/10

 

ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন

 

 

The post বিদ্যুৎ জামওয়ালেরর নতুন Action মুভি Sanak এর রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

#Repost ExpressVPN 30 Days Trial ট্রিক সব ধরনের Device এর জন্য ( Android , Windows , Mac , Iphone & IPad )

Posted:































কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে ExpressVPN এর একটি Secret Tutorial শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .


আমরা সবাই ExpressVPN ব্যবহার করে থাকি , সবাই জানি এটা Very Secure & Powerful , আমার সবাই ExpressVPN Mod এপ দিয়ে 30 Days Trail নিতে পারি যেটা শুধুমাত্র Android Device এর জন্য 😔 , এখন Windows , Mac , Iphone & IPad এরা কি দোষ করলো এরা কি পাবে না..? হ্যা অবশ্যই পাবে 🤩 , আজকে এই সমস্যা সমাধানের জন্য এই পোস্টটি 🤩 কেউ পাবে না তা হবে না তা হবে না 🤩


1 ➜ যা যা লাগবে ( Requirements + Notes )




◉ ExpressVPN Mod Apk
◉ Mail Address নিজের ব্যবহার করতে পারেন বা Temp Mail ( অবশ্যই Access থাকতে হবে , কারন Password Reset করার সময় দরকার হবে )
ExpressVPN Download From Drive

◉Tutorial by PremiumNetworkCommunity


ExpressVPN Premium Mod Apk


2 ➜ চলুন দেখে নেই কিভাবে 1 Month Trail একাউন্ট খুলবো..?


প্রথমে আমাদের ExpressVpn এ 30 Days Free Trail একাউন্ট খুলে নিতে হবে । এখন ExpressVpn Mod App Open করার পর Start 30 Days Free Trail এ ক্লিক করতে হবে


এখন আপনাকে Mail Address দিতে হবে , এমন Mail Address দিতে হবে যেটার Access আছে , আপনি Temp Mail ব্যবহার করতে পারেন । তবে কোনো Random Mail Address দেওয়া যাবে না


এখন Submit করুন ব্যাস আপনার একাউন্ট Done ✅


দেখুন খুব সহজে 30 দিনের জন্য পেয়ে গেলাম


3 ➜ এখন দেখে নেই কিভাবে ( Windows , Mac , Iphone & iPad ) এর জন্য Activation Key পাবো ( Final Step )


এখন আমাদের ExpressVpn Site এ Login Access পাওয়ার জন্য Password Reset করতে হবে ।

পাসওয়ার্ড Reset করতে আমাদের এই Link এ যেতে হবে


ExpressVPN Password Reset Link


এখন আপনি ExpressVPN Mod App এ একাউন্ট করার সময় যে Mail Address ব্যবহার করছেন , সেই Mail Address টি দিয়ে Send Introduction এ ক্লিক করতে হবে


এখন আপনার Mail Check করুন


এখন দেখুন একটা Mail এসেছে ExpressVPN থেকে Password Reset করার জন্য


এখন Mail এ আসা Reset Link এ ক্লিক করে , আপনার পছন্দের একটি Password দিয়ে Change Password এ ক্লিক করতে হবে ।


এখন একটু Scroll করে দেখুন Android , Windows , Mac , Iphone & IPad সব গুলোর Access পেয়ে গেলেন 🤩


এখন Android এর জন্য তো আগেই পেয়ে গেছেন , এখন Windows Key এর জন্য , Windows এ ঘুসি মারেন 🤩 , এবং দেখেন ঘুসি কাজ করলো কি না


দেখুন এক ঘুসিতে কেল্লা ফতে , পাইয়া গেলাম ExpressVPN Windows Key


দেখুন এখন পাইয়া গেলাম ExpressVPN Mac Key পেয়ে গেলাম


এখন Mac , Iphone & IPad এর জন্য কোথায় ঘুসি মারতে হবে এটা নিজেই বুঝতে পারবেন 🤩


3 ➜ শেষ কথা ( পরে নিন )


আবার এই পোস্ট টা করার কারণ হলো : এর আগে আমি যখন পোস্ট করেছিলাম তখন ২০ মিনিটের মধ্যেই ExpressVPN App থেকে 30 Days Free Trail বন্ধ করে দেয় , এখন আবার চালু করে দিয়েছে এজন্য আমি আবার পোস্ট করলাম , কেন আবার পোস্ট করা হলো আগেরটা তো আছেই..? আগের পোস্ট করার পর যখন 30 Days Trail Off করে দেয় , তখন আমি Post title Change করে Expired লিখে দিয়েছিলাম তাই অনেকে পোস্টের টাইটেল Expired দেখে আর View করে নাই , তাদের অজানা থেকে গেছে তাই তাদেরকে জানাতেই এই পোস্ট ।


4 ➜ . এ রকম Secret Cool Tutorial পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Cool Secret Tutorial


আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post #Repost ExpressVPN 30 Days Trial ট্রিক সব ধরনের Device এর জন্য ( Android , Windows , Mac , Iphone & IPad ) appeared first on Trickbd.com.

যেভাবে বাফারিং ছাড়া আইপিটিভি ইউজ করবেন। [T20Wc Added With fastest Server]

Posted: 22 Oct 2021 08:55 AM PDT

আজকে দেখাবো কিভাবে আইপি টিভি ইউজ করবেন।
এবং আপডেটেড লিংক শেয়ার করবো।
যেটা আমার নিজের বানানো এবং আপনারা সবাই নিয়মিত আপডেট পাবেন।

তবে এই লিংক পাব্লিকলি শেয়ার করবেন না।
এতে বাফারিং হতে পারে এবং লিংক এক্সপায়ার্ড হয়ে যেতে পারে।

এবং লিংক এর অধিকাংশ চ্যানেলই BDIX কানেকটেড।
সো বুঝতেই পারছেন বাফারিং হওয়ার কোন চান্স নেই।
আপনাদের যদি কোন চ্যানেল দরকার হয় সেটা আমাদের চ্যানেল বা গ্রুপ এ বলবেন অধিকাংশ মতের ভিত্তিতে এড করে দেওয়া হবে।
গ্রুপ এবং চ্যানেল লিংক পোস্টের নিচে দেওয়া আছে।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে প্লেস্টোর থেকে এই এপস টা ডাওনলোড করুন।
লিংক এখানে

অথবা সার্চ করুন Televizo

এরপর ওপেন করে Create playlist এ ক্লিক করুন।

এরপর কন্টিনিউ এ ক্লিক করুন।

এরপর New M3u Playlist এ ক্লিক করুন।

টিভি নেম এ যেকোন কিছু দিন।

আমি iptv দিলাম।

এরপর
https://rebrand.ly/TrickBd-Special-DoNotShare
এই লিংকটা কপি করে url এর জায়গায় বসিয়ে দিন।

ব্যাস কাজ শেষ ।
দেখুন সব চ্যানেল এসে গেছে।

যেভাবে প্লেলিস্ট আপডেট সেট করবেন
যেন অটোমেটিক প্রতিবার আপডেট হয়ে যায়।
সেক্ষেত্রে নিচের ছবিগুলো ফলো করুন।

🔴🔴 আপডেট অন রাখলে টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন।
যেকোন প্রবলেম এর জন্য টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ এ জয়েন করুন





🔴🔴 নোটিশ সেকশন থেকে সব নোটিশ গুলো ভালোকরে পড়ে নিবেন সবসময়।
🔴🔴 এবং টেলিগ্রাম চ্যানেল এ সব ধরনের আপডেট জানানো হবে।

সম্পূর্ন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

🔴 আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক

🔴 আমাদের টেলিগ্রাম মিরর গ্রুপ লিংক

The post যেভাবে বাফারিং ছাড়া আইপিটিভি ইউজ করবেন। [T20Wc Added With fastest Server] appeared first on Trickbd.com.

একনজের দেখে নিন হজের ফরজ,ওয়াজিব এবং সুন্নাত সমূহ

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হজের ফরজ,ওয়াজিব ও সুন্নাত কাজসমূহ নিয়ে আলোচনা করব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

হজের ফরজ :-

ফরজ শব্দের অথ হলো অবশ্য পালনীয় । আর হজের ফরজ হলো হজ করতে গেলে অবশ্যয় পালনীয় কাজ । ওযুর ফরজ ৩টি । যথা :-

১। হজের নিয়তে ইহরাম বাঁধা ;
২। আরাফার ময়দানে ৯ই জিলহজ তারিখে অবস্থান (ওকূফ) করা ;
৩। তাওয়াফে যিয়ারত করা ।

হজের ওয়াজিব সমূহ :-

ওয়াজিব হলো ফরজের পরের ধাপ । এটিও পালন করতেই হবে । তা না হলে গোনাহ হবে । কেউ চাইলেই এটি ত্যাগ করতে পারবে না । আর হজের ওয়াজিব বলতে বোঝায় হজের ফরজ পালনের মধ্যে আরও কিছু গুরুত্বপূণ কাজ পালন করা । হজের ওয়াজিব মোট ৭টি । যথা :-

১। আরাফার ময়দানে হতে প্রত্যাবতনের সময় মুযদালিফায় অবস্থান করা ;

২। সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড় দেওয়া ;

৩। শয়তানকে অথাৎ জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করা ;

৪। তাওয়াফে বিদা অথাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা । একে বিদায়ী তাওয়াফ বা তাওয়াফুল বিদা বলে ;

৫। মাথার চুল কাটা ;
৬। কুরবানি করা ;
৭। দম দেওয়া ;

হজের সুন্নাতসমূহ :-

মহানবি (স) ফরজ এবং ওয়াজিবের বাহিরে কিছু কাজ করতেন । এগুলোকে আমরা বসি সুন্নাত । এরকম কিছু কাজ মহানবি (স) হজ পালনেও করতেন । এরকম কিছু কাজ হলো :-

১। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা ;
২। ৯ই জিলহাজ সূয ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওয়ানা হওয়া ;
৩। সম্ভব হলে আরাফাতে গোসল করা ;
৪। ইহরাম বাঁধার আগে গোসল করা ;
৫। জিলহজ মাসের ১১ থেকে ১৩ তারিখে ক্রমধারা ঠিক রেখে কংকর নিক্ষেপ করা ।

এছাড়া আরও অনেক কাজ মহানবি (স) পালন করতেন । জীবনে একবার হজ করা ফরজ যদি সামাথ থাকে আর বাকিগুলো হবে নফল ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল দিতে পারেন । আমার ইমেইল :-muhitstudent62@gmail.com

The post একনজের দেখে নিন হজের ফরজ,ওয়াজিব এবং সুন্নাত সমূহ appeared first on Trickbd.com.

একটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করুন একাধিক অপারেটিং সিস্টেম

Posted:

হ্যালো বন্ধুরা, আশাকরি ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আপনাদের সামনে একটি মজাদার post নিয়ে হাজির হয়েছি। আশাকরি ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা হয়তো post টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলব। আজকে কথা বলবো আপনি কিভাবে উইন্ডোস ব্যবহার করে থাকলে সেখানে সহজেই ম্যাক বা লিনাক্স ব্যবহার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে টিউন টি শুরু করা যাক।

এই কাজের জন্য আমাদের একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। কিভাবে সফটওয়্যার টি ডাউনলোড করবেন তা নিচে আলোচনা করা হলো।

কিভাবে সফটওয়্যার টি ডাউনলোড করবেন?

আমাদের যে সফটওয়্যার টির প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে VirtualBox। এই সফটওয়্যারটি উইন্ডোস এবং লিনাক্স সব অপারেটিং এর জন্য পেয়ে যাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। তারপর নিচের মতো একটি পেজ ওপেন হবে।

এখানে আপনি যে অপারেটিং ব্যবহার করেন সেই অপারেটিংএর জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এটিও সেভাবে ইনস্টল করে নিন। ইনস্টল শেষ হয়ে গেলে সফটওয়্যার টি চালু করুন। সফটওয়্যার টি সঠিক ভাবে চালু হলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

চালু হলে উপরে থাকা new বাটনে ক্লিক করুন। new বাটনে ক্লিক করার আগে অবশ্যই ডাউনলোড যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন তার একটি iso file ডাউনলোড করে নিবেন। iso file ডাউনলোড করার জন্য গুগল এ গিয়ে অপারেটিং এর নাম লিখে শেষে iso file download লিখে সার্চ দিলে সহজই iso ফাইল টি পেয়ে যাবেন। তারপর ফাইল টি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হয়ে গেলে এবাৰ new বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে নিচের মতো একটি পপআপ ওপেন হবে।

এখানে থাকা প্রথম বক্সে আপনার অপারেটিং সিস্টেম এর নামটি লিখুন। যেমন উইন্ডোস হলে windows লিখুন তারপর নিচে থাকা next বাটনে ক্লিক করুন। তারপর আবার নিচের মতো আরেকটি পপআপ আসবে।

এখানে আপনার কাছে জানতে চাইবে আপনি নতুন যে অপারেটিং সিস্টেম টি ইনস্টল করতে চাচ্ছেন তার জন্য কতটুকু ram দেয়া হবে। সেখান থাকা লম্বা লাইন টি টেনে ram কম বেশি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো ram দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

এখানে যেভাবে আছে সেভাবে রেখে create বাটনে ক্লিক করুন।

এখানেও যেভাবে আছে সেভাবে রেখে next বাটনে ক্লিক করুন।

এখানেও যেভাবে আছে সেভাবে রেখে next বাটনে ক্লিক করুন।

এখানে আপনার কাছে জানতে চাইবে নতুন অপারেটিং সিস্টেম এর জন্য কতোটুকু হার্ড ড্রাইভ বা মেমরি দিবে। এখানে ও আগের মতো যা ইচ্ছা তা দিয়ে create বাটনে ক্লিক করুন্

এবার দেখতে পাবেন নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরী হয়ে গেছে। সেটি সিলেক্ট অবস্থায় start বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে।

এখানে আপনাকে অপারেটিং সিস্টেম এর iso ফাইল টি দিতে বলতেছে। যেটি আপনি ডাউনলোড করেছেন সেটি দিবেন এখানে। তার জন্য সেখানে থাকা folder আইকনএ ক্লিক করুন। তারপর এবার আপনার সামনে আরেকটি পপআপ ওপেন হবে।

এখানে থাকা add বাটনে ক্লিক করুন। তারপর আপনার iso ফাইল টি সিলেক্ট করে দিন। সব শেষে choose বাটনে ক্লিক করে start বাটনে ক্লিক করুন।

সব কিছু ঠিক থাকে থাকলে আপনার সামনে সেই অপারেটিং সিস্টেম ইনস্টল করার অপসন চলে আসবে। আপনি নরমালি যেভাবে সেই অপারেটিং সিস্টেম ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নিবেন। এটি আমি আর দেখলাম না কারণ একেক জন একেক অপারেটিং সিস্টেম ইনস্টল করবে।

আশাকরি এগুলো করার সময় কোনো সমস্যা হবে না। যদি কোনো কারণে হয় তাহলে সমস্যাটি লিখে গুগল এ সার্চ দিলে আশাকরি সমাধান পেয়ে যাবেন।

The post একটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করুন একাধিক অপারেটিং সিস্টেম appeared first on Trickbd.com.

নিয়ে নিন Envato Elements Premium Cookies আর ফ্রিতেই ডাউনলোড করুন Envato এর Copyright Free Photos Videos Music and Graphics Tools (Only for Android Users ��)

Posted:

Envato Elements আসলে কি?

Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে ।

কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই Envato Elements এর টুলস জগতে প্রবেশ করবেন 🙂

Envato Elements আসলে কি?

Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে ।

কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই Envato Elements এর টুলস জগতে প্রবেশ করবেন 🙂

যেভাবে Envato Cookies ইউজ করে Envato এর সব Tools একদম ফ্রিতেই ইউজ করবেন

আজকের পোস্টটা শুধুমাত্র Android ইউজারদের জন্য

তাই যারা পিসি ইউজার এই পোস্টটা দেখুন=> https://trickbd.com/tools/739507

  1. প্রথমেই এখান থেকে Kiwi Browser টি ডাউনলোড করে নিন

কারণ অন্য কোন ব্রাউজার দিয়ে আপনি কুকি Add করতে পারবেন না

2.তারপর এখান থেকে Cookie Editor এক্সটেনশনটা আপনার ব্রাউজারে এড করুন। আমার অলরেডি এড করা আছে এজন্য রিমুভ অপশন দেখাচ্ছে।

[বিঃ দ্রঃ] যদি এক্সটেনশন এড করতে সমস্যা হয় ব্রাউজারের Desktop mode অন করে নিবেন

 

3.তারপর নিচের Get Envato Elements Premium Cookies বাটনটাতে ক্লিক করে যেকোন একটা নেটফ্লিক্স কুকি কপি করে নিন

 

Get Envato Elements Premium Cookies

 

4. তারপর https://elements.envato.com এ চলে যান এবং Cookie Editor Extension এ ক্লিক করে আমার মতো সবগুলো Cookie ডিলিট করে নিন

5.তারপর পাশে থাকা import বাটনে ক্লিক করুন

6. তারপর আমার দেয়া কুকি json কোডটা এখানে paste করেন এবং import বাটনে ক্লিক করেন

তারপর একটা Reload দিবেন

7. তো দেখতেই পারছেন আমি এখন Envato এর টুলস জগতে
চাইলেই যেকোন টুলস ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবো 😎

কোথাও না বুঝলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন 👇

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ

 

The post নিয়ে নিন Envato Elements Premium Cookies আর ফ্রিতেই ডাউনলোড করুন Envato এর Copyright Free Photos Videos Music and Graphics Tools (Only for Android Users 🔥) appeared first on Trickbd.com.

যে কাজটি করলে আর কোনদিন ফজরের নামাজ ক্বাযা হবেনা ইনশাআল্লাহ।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

কোনদিন ফজরের নামাজ ক্বাযা হবেনা

প্রিয় পাঠক বর্তমান সময়ে আমাদের অনেকের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের ফজরের নামাজ ক্বাযা হয়ে যায়। এক্ষেত্রে আমাদের কি করা উচিত….? প্রিয় পাঠক প্রথমে বলতে চাই এই নামাজ ছাড়া কখনো জান্নাতে প্রবেশ করা যাবেনা। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম আমাদের এই নামাজের হিসাব হবে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেন→ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব দেওয়া ছাড়া এক কদমও কেউ পা আগাতে পারবে না।

অথচ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বছরের পর বছর নামাজ পড়ে না। কিন্তু তারা আবার জান্নাতের আশা করে থাকেন। অথচ নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথমে নামাজের হিসেবে হবে। তারপর সমস্থা হিসেব-নিকেশ। রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে যাবে না। (সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ১৩২২)

অর্থাৎ তার মানে হচ্ছে যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে তার জন্য বাকি ওয়াক্ত নামাজ পড়াও সহজ হয়ে যায়, তাই সে কখনো জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করবে সে অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সময় সমপরিমাণ সাওয়াব লাভ করবে। (মুসলিম হাদিস নাম্বারঃ ১৩৭৭)

রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক কঠিন কোন নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা নামাজ আদায় করত। (বুখারি হাদিস নাম্বারঃ ৬৫৭)

রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম আরো বলেছেনঃ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। (মুসলিম হাদিস নাম্বারঃ ১৫৭৩)

অর্থাৎ ফরজ এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারলেই সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব লাভ করা যাবে। এখন প্রশ্ন হলোঃ ফজরের নামাজ কেন ক্বাযা হয়…? ফজরের নামাজ ক্বাযা হয় শুধুমাত্র আমাদের দোষে। কারণ রাসূল সাল্লাহু সাল্লাম বলেন →এশার নামাজের পর তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এবং আমাদের নবী সাল্লাহু সাল্লাম তিনি নিজেও এশার নামাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন তারপর শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ( বুখারি ৫৯৯)

আমরা যদি প্রত্যেকদিন এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সে ক্ষেত্রে অনায়াসে আমরা ফজরের আগেই উঠে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ এর মাঝখানের সময় এটি আমাদের ঘুমের জন্য যথেষ্ট সময়। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাত একটা দুইটা এমনকি তিনটা পর্যন্ত রাত জেগে থাকে। অথচ রাত তিনটা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পঠার উত্তম সময় অথচ সেই সময়ই আমরা কেবল ঘুমোতে যাই।

তাহলে সে ব্যক্তির জন্য ফজরের নামাজ পড়া কিভাবে সম্ভব…? আর সে কি করেই বা জামাতের সাথে নামায আদায় করবে…? আপনি রাসূল সাল্লাহু সাল্লাম এর এই সুন্নত পালন করেন অর্থাৎ প্রত্যেকদিন এশার নামাজের পর তাড়াতাড়ি শুয়ে পড়েন। দেখবেন আল্লাহ তায়ালার ইচ্ছে আপনি অবশ্যই ফজরের সময় উঠতে পারবেন এবং জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। আপনার ফজরের নামাজ ক্বাযা না করার জন্য এই একটি সুন্নতি যথেষ্ট।

এ ছাড়া আরেকটি কাজ আপনাকে খুব সহজেই ফজরের সময় সজাগ করে দিবে সেটি হলো ঘুমানোর পূর্বে উত্তমরূপে অজু করে নেবেন, তারপর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়তুল কুরসি পড়ে বুকে তিনবার ফুক দিয়ে তারপর ঘুমিয়ে পড়বেন। যদি রাতে কোন কারণে ঘুম ভেঙে যায় বা টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে ওযু করে এসে আবার উক্ত সূরা ও আয়াত পড়ে বুকে ফু দিয়ে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছার আপনার ফজরের নামাজ মিস হবে না এবং শয়তান আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না।

আপনি খুব সহজেই ঘুম থেকে উঠতে পারবেন। খুব ভোরে ঘুম থেকে ওঠা! শুধু যে আল্লাহ তায়ালা খুশি হয় তা কিন্তু নয়, এটি দুনিয়াবী সম্পদ ও জ্ঞান অর্জনের পূর্বশর্ত। এককথায় বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ফজরের সময় উঠলেই তথা ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যান থাকে। শুধুমাত্র ইবাদত-বন্দেগী নয় দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাম কোন যুদ্ধে অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন।

তাছাড়া এই সময়ে বান্ধার রিজিক বণ্টন হয়। যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিক বণ্টন থেকে বঞ্চিত হয়। প্রিয় নবী সাল্লাহু সাল্লাম ইরশাদ করেন →সকালবেলা রিজিকের অন্বেষণ করো! কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়।( মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বারঃ ৬২২০)

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post যে কাজটি করলে আর কোনদিন ফজরের নামাজ ক্বাযা হবেনা ইনশাআল্লাহ। appeared first on Trickbd.com.

কীভাবে উইনরার ব্যবহার করবেন How to use Winrar

Posted: 22 Oct 2021 01:22 AM PDT

আসসালামুয়ালিকুম।

আজকে আমি আপনাদের দেখাব কিভাবে WinRAR ব্যবহার করতে হয়।

আজকের পোস্টটি একেবারেই বিগেনারদের জন্য, আপনি যদি WinRAR  আগে থেকে ব্যবহার করে থাকেন তাও পোস্টটি পড়তে পারেন, কারন আমি কিছু অ্যাডভান্স টপিক ও আলোচনা করব এই টিউনে।

প্রথমে অবশ্যই আপনার পিসিতে WinRAR ইন্সটল করা থাকতে হবে, আপনি এখান  https://www.win-rar.com/predownload.html?&L=0

থেকে WinRAR সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন।

আজকের টিউনে আমরা দেখব।

  1. কিভাবে কোন ফোল্ডারকে বা ফাইলকে ZIP আর্কাইভ বানাতে হয়।
  2. কিভাবে কোন ফোল্ডারকে কয়েক ভাগে ভাগ করে ZIP আর্কাইভ বানাতে হয়।
  3. কিভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড ZIP আর্কাইভ বানাতে হয়।
  4. কিভাবে ZIP আর্কাইভকে আমরা UNZIP করতে পারি।

আপনি চাইলে এই আর্টিক্যালের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

০১- কিভাবে কোন একটি ফোল্ডারকে ZIP আর্কাইভ বানাতে হয়।

আপনি যেই ফাইল বা ফোল্ডার কে ZIP বানাতে চাচ্ছেন, সেই ফাইল বা ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে add to archive. এই অপশনটিতে ক্লিক করবেন,


ক্লিক করার পর দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মত ফাইল ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন, আমি আমার ফাইলটিকে.ZIP ফরম্যাটে আর্কাইভ করতে চাচ্ছি তাই আমি.ZIP সিলেক্ট করেছি।

ফাইল ফরম্যাট সিলেক্ট করার পরে নিচে থেকে অকে করে দিলেই আমাদের ZIP আর্কাইভিং শুরু হয়ে যাবে।


এই নিওম ফলো করে আপনি যে কোন ফাইল বা ফোল্ডার কে ZIP বা অন্যান্য ফরম্যাটে আর্কাইভ বানাতে পারবেন।

০২- কিভাবে কোন ফোল্ডারকে কয়েক ভাগে ভাগ করে ZIP আর্কাইভ বানাতে হয়।

কোন একটি ফাইল বা ফোল্ডার কে কয়েক ভাঘে ভাগ করে ZIP বানাতে চাইলে, পূর্বের নিয়ম অনুযায়ী আপনি যেই ফোল্ডারকে বা ফাইলকে ZIP আর্কাইভ  বানাতে চাচ্ছেন সেই ফাইল বা ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে add to archive এ ক্লিক করবেন।


ক্লিক করার পর দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মত ফাইল ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন, এবং আপনার প্রয়জন অনুযায়ি একটি ফাইলকে কয়েটি পার্টে ভিবক্ত করতে পারবেন।

আমি আমার ২৫১ মেগাবাইটের একটি ফোল্ডারকে ২০মেগাবাইট করে ভাগ করেছি, তাই আমার ২৫১ মেগাবাইটের ফোল্ডারটি ১৩টি ভাগে বিভক্ত হয়েছে।

আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী MB এর জায়গায় GB বা KB ও ব্যবহার করতে পারবেন।

আশাকরি আজকের পর থেকে কোন ফাইল বা ফোল্ডারকে ZIP বা RAR ফরম্যাটে Compressed করতে কোন প্রকার সমস্যা হবে না।

০৩- কিভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড ZIP আর্কাইভ বানাতে হয়।

কোন ZIP অথবা RAR ফাইলকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য আমদের তেমন কিছু করতে হয়না, আমরা ইতিপূর্বেই জেনেছি কিভাবে কোন ফাইল বা ফোল্ডারকে ZIP অথবা RAR বানাতে পারি,
পাসওয়ার্ড সংজুক্ত করার জন্য আমদের add to archive. এ ক্লিক করার পরে যেই ইন্টারফেজ আসবে সেখান থেকে শুধু Set password. এই অপশন এ ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে।


আপনি পাসওয়ার্ড দেখতে চাইলে Show password এই অপশনটিতে ক্লিক করবেন তাহলেই পাসওয়ার্ড দেখতে পারবেন,

পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনাকে ওকে করে দিতে হবে,

প্রসেসিং শেষ হলে আমাদের ZIP ফাইলটিতে পাসওয়ার্ড যুক্ত হয়ে যাবে। যখনি আমরা এই ফাইলটিকে UNZIP করতে যাব তখনি আমাদেরকে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে UNZIPP করতে হবে পাসওয়ার্ড ছাড়া আমরা কোন ভাবেই UNZIPP করতে পারবো না।

এ পর্যন্ত আমরা জানতে পারলাম কিভাবে ZIP অথবা RAR ফাইল বানাতে হয়, এবং পাসওয়ার্ড  সেট করতে হই।

কিভাবে ZIP আর্কাইভকে আমরা UNZIP করতে পারি

০৪- কিভাবে ZIP আর্কাইভকে আমরা UNZIP করতে পারি।

খুবি সহজ উপায়ে আমরা যে কোন ZIP ফাইলকে UNZIP করতে পারি,
UNZIP করার জন্য ফাইলের উপরে রাইট ক্লিক করে Extract Files. এ ক্লিক করবেন,


প্রসেস ষেশ হলে দেখতে পারবেন নিউ একটা ফোল্ডার এ আপনার ফাইলস গুলো Extract হয়েছে।


সর্বশেষ আমরা যেই বিষয় নিয়ে কথা বলব তা হোল আমরা উপরে একটি ফোল্ডারকে কয়েক ভাগে ভাগ করে ZIP বানিয়েছিলাম,

আমার ফোল্ডারটি ১৩ ভাগে বিভক্ত হয়েছে, আমি যদি এখন এই ফাইলটিকে Extract করতে চাই তাহলে আমাকে ১৩টা ফাইলের ভিতর থেকে সর্বপ্রথম ফাইলটির উপরে রাইট ক্লিক করে Extract Files. করলে আমরা আমাদের ফাইলটি পেয়ে যাব।


আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ফাইল যদি ৫টি হয় UNZIP করার সময় ৫টি ফাইলি লাগবে কোন ফাইল যদি মিস থাকে তাহলে আপনি UNZIPP করতে পারবেন না।

আশাকরি আজকের পর থকে  আপনার কোন ফাইলকে ZIP অথাবা UNZIP করা নিয়ে কোন প্রকার সমস্যা হবেনা।

তারপরেও যদি কোন কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি টিউমেন্ট করে জানাতে পারেন। টিউন-টি ভাল লাগলে  শেয়ার করবেন।
আমাদের সকল নতুন টিউনের আপডেট পেতে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে,
https://www.facebook.com/groups/1049482199135258
https://www.youtube.com/channel/UC1gp4gg3MJn8ig_gZEr_1FQ
https://techbd-blog.blogspot.com/

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।

The post কীভাবে উইনরার ব্যবহার করবেন How to use Winrar appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments