Search box..

Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন।

Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন।


Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন।

Posted:

আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন। যদি ভালোনা থাকেন তাহলেও প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করলে আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনাদের দোয়ায় আমিও ভালই আছি। আমি প্রতিনিয়ত ট্রিকবিডিতে নতুন কিছু আনার চেষ্টা করি।
তাই আপনারা সবাই প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন। [h1]আজকের টপিক[/h1]আজ আমি আপনাদের সামনে যে গেম নিয়ে হাজির হয়েছি সেটা একটা এ্যান্ডোএড গেমের মতন।
এই গেমটা আমি খেলিছি আমাকে ভালই লেগেছে । আসাকরি আপনাকেও ভালো লাগবে। এই গেমটার অনেক গুলো লেভেল আছে, আমি সব গুলো খেলিনি। এখনো খেলতেছি। এটা আস্তে আস্তে লেভেল আপ করার পর আরো কঠিন হয়ে যায়।
এই গেমটা খুব কঠিন মনে হয়েছে আমার কাছে। আপনার কাছে কি মনে হবে যানি না।
তাহলে চলুন এবার গেমটার কিছু স্কিন শট দেখে নেই।

আশাকরি রিভিউ ভালোই লেগেছে।
তাহলে এবার গেমটা ডাউনলোড করে নিন।
Click Here To Dawnlord

তাহলে ভালো থাকবেন শুস্থ থাকবেন , ট্রিকবিডিএর সাথেই থাকবেন।


The post Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন। appeared first on Trickbd.com.

কিভাবে একজন Positive Person হয়ে উঠবেন । Mentally Strong কিভাবে থাকবেন। Bangla Motivational Article

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

কিভাবে একজন Positive Person হয়ে উঠবেন

যখনই আমরা কোন ধরনের বিপদে পড়ি কিংবা স্ট্রেসের মধ্যে থাকি। এমন অবস্থায় আমাদের বন্ধু-বান্ধব কিংবা শুভাকাঙ্খীরা একটা কমন কথা বলে থাকেন। বি পজেটিভ। এমনকি হতে পারে হয়তো আপনার ব্লাড গ্রুপ বি পজেটিভ। ব্যবসায় ক্ষতি, ফ্যামিলিতে টেনশন, পার্টনারের সাথে ঝগড়া কিংবা প্রফেশনাল লাইফের প্রবলেম। এই জিনিসগুলো হলে অধিকাংশ মানুষই না চাইতেও চিন্তিত হয়ে পড়েন এর সাথে যত ধরনের নেগেটিভ থর্স রয়েছে তার সবগুলোই যেন আমাদের চিন্তাভাবনাকে চারপাশ থেকে ঘিরে ধরে।

এমনকি আমরা না চাইতেও আমাদের মাথার মধ্যে অনেক নেগেটিভ থর্স আসতে থাকে এবং আমরা সেসব থেকে কিছুতেই রেহাই পেতে পারি না। এর সমাধান একটাই নিজেকে পজিটিভ রাখা। তো চলুন এই সমস্যার সমাধান এটাও জেনে নেওয়া যাক। কিভাবে আপনি নিজেকে অলওয়েজ পজিটিভ রাখতে পারেন।

Smart Idea 1. আপনার জীবনে ভালো কি ঘটছে সেদিকে আপনার মনোযোগ রাখুন।…. জীবনের সমস্যাটা জীবনেরই একটা অংশ। আমরা কেউ এটা Avoid করতে পারিনা। সমস্যা যে কারো সাথেই হতে পারে হোক যে কোন সাধারণ মানুষ কিংবা কোন ফিল্মস্টার অথবা হতে পারে কোন চাকরিজীবী কিংবা কোন বড় বিজনেসম্যান সবাই যার যার নিজ নিজ জীবনের সমস্যা লেগেই থাকে। ব্যবসায়ী কোটি কোটি টাকার ক্ষতি কিংবা ইলেকশনে হার কখনো না কখনো আমাদেরকে জীবনে ব্যর্থতার সম্মুখীন হতেই হয়।

কিন্তু এর জন্য তার জীবন থেমে থাকতে পারেনা। এজন্য আমাদেরকে সবসময় এটা ভাবতে হবে যে আমাদের Next Stapটা কি হবে।সাহস হারিয়ে বসে পড়া যাবে না। একজন ছাত্রের কথা ভাবুন যে পরীক্ষায় ফেল করেছে এবার সে যদি বসে বসে এই ফেল করার কথাই ভাবতে থাকে। তাতে তো কোন লাভ হবে না তাকে বরং নেক্সট টাইম এর জন্য আরো ভালোভাবে প্রিপেড হয়ে এক্সাম দিতে হবে আর এজন্য তাকে তার আশেপাশের কোন না কোন ভালো বিষয় কনসেনট্রেট করতে হবে। সেই কাজটাই করুন যা করতে আপনি ভালোবাসেন ইংরেজিতে একটা প্রবাদ আছে If You Do Nothing, Nothing Will Change

Smart Idea 2. বই পড়ুন…. একজন স্টুডেন্ট এর ওপর টেক্সবুক পড়ার জন্য আমরা এতটাই জোর দেই সিলেবাসের বই পড়ার পর তাহার অন্য কিছু পড়ার মতো ইচ্ছাটাই চলে যায়। আর এই কারণে পড়াশোনা শেষে যেটা হয় আমরা পড়ার অভ্যাস তাই ছেড়ে দিই। তো আপনি যদি কোন টাফ সিচুয়েশনে পড়ে থাকে তাহলে নিজেকে মোটিভেট করতে এবং পজিটিভ অ্যাটিটিউড ডেভলপ করতে বিভিন্ন সাকসেসফুল মানুষদের গল্প পড়ুন। তাদের লেখা বই পড়ুন এতে করে আপনার চিন্তা ভাবনা বদলে যাবে।

পার্সোনালিটি ডেভেলপ করে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও উদার হবে এবং দেখবেন একটা সময় পর আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন।এপিজে আব্দুল কালামের Wings Of Fire । Rhonda Byne এর The Secret । Dale Carnegie এর How To Stop Worrying & Start Living ইত্যাদি বইগুলো এমন ধরনের বইগুলো আপনাদের চিন্তা করতে শেখাবে আস্তে আস্তে আপনাকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। আর সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করার চাইতে বই পড়া ডেড় ভালো এবং কাজের কাজ।

Smart Idea 3. অসৎ সঙ্গ ত্যাগ করুন…. বাংলায় একটা প্রবাদ মানুষ হামেশাই ব্যবহার করে থাকে। সঙ্গ দোষে লোহা ভাসে এই প্রবাদটা নেগেটিভ পজেটিভ দুদিকেই কাজ করে। আমরা যখন বড় হই তখন পরিবারের লোকজন প্রায়ই একটা কথা বলেন বাবা কোন খারাপ বন্ধু-বান্ধবের সঙ্গে নিস না। শুধুমাত্র সংঘর্ষের কারণে কত মানুষ বকে যায়। এমন এক্সাম্পল হয়তো আপনার আশেপাশেই অনেক আছে।

আপনি যদি কোনো সমস্যায় পড়েন এবং আপনার বন্ধুরা ভালো না হয় তো আপনি সঠিক সাজেশনস এন্ড গাইডেন্স পাবেন না। এমনটা হতে পারে আপনার সমস্যার সুযোগ নিয়ে তারা ফাঁয়দা উসুল করতে চাইবে। এজন্যই যদি আপনার বন্ধু-বান্ধব আর আশেপাশের পরিবেশ ভালো না হয় তো জীবনের পজিটিভিটি নিয়ে আসা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। দশজন খারাপ বন্ধুর চেয়ে একজন ভালো বন্ধু অনেক ভালো। যে আপনাকে সবসময় মোটিভেট করবে আপনাকে সঠিক এডভাইস দেবে এবং আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে।

Smart Idea 4. নিজের সাথে কথা বলুন… আমাদের সকলেরই নিজের সাথে কথা বলাটা খুবই জরুরী। এটাই সেই উপায় যার মাধ্যমে আপনি নিজেকে বিশ্লেষণ করতে পারবেন।যে আপনি কোন কাজটা ভালো করেছেন। আপনার ভুলগুলো কি কি। আপনার Achievement কি কি। আপনার জীবনকে আপনি কোন দিকে নিয়ে যাবেন কিংবা আপনার নেক্সট স্টেপটা কি হবে। কেননা পৃথিবীতে আপনাকে যদি সবচেয়ে ভালো কেউ জেনে থাকেন তবে সে আপনি নিজেই।

আপনার Strength আপনার Weakness আপনার Capability আপনার চাইতে ভালো আর কেউ জানে না। এজন্যই যখনি সুযোগ পাবেন নিজের সাথে কথা বলবেন নিজেকে মোটিভেট করবেন আর একটা সিক্রেট হলো আপনার অবচেতন মনের শক্তি। আপনি যে ধরনের বই পড়বেন দেখবেন কিভাবে সেই পজিটিভ আইডিয়াগুলো আপনার জীবনে প্রভাব ফেলেছে। আপনার যে জায়গাটা পছন্দ সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য রিলাক্স হয়ে নিজের সাথে কথা বলে।

নিজের কোনো দোষ খুঁজে পেলে নিজেকে দোষ দিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়া থেকে বিরত থাকুন। কারণ অধিক পরিমাণে গিল্ট ফিল হওয়াটা মোটেই ভালো কিছু নয়। বারবার নিজেকে এভাবে দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না বরং নেক্সট কি করবেন সেটা ভাবুন তার জন্য প্ল্যানিং করুন কাজ করুন। আপনার স্কিলস বাড়ান এবং নিজেকে প্রমাণ করুন।

Smart Idea 5. আপনার ছোট ছোট অভ্যাস গুলোর মধ্যে পজিটিভিটি আনুন…. ছোট ছোট স্টেপ থেকেই বড় ফলাফল আসে। আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে মেদিটেশন, মর্নিং ওয়াক কিংবা এক্সারসাইজের অভ্যাস গড়ে তোলেন আপনি খেয়াল করবেন আপনি অনেক পজিটিভ ফলাফল পাবেন এবং সারাদিন আপনি মেন্টাল অনেক স্ট্রং ফিল করবেন। আপনার দিনের শুরু পজেটিভ থর্স আর পজেটিভ কোর্স দ্বারা শুরু করুন।

আপনার মোবাইল এ পজেটিভ ওয়ালপেপার সেট করুন কিংবা আপনার কলার টিউনসে পজিটিভ কিছু সেট করুন অথবা ওয়াকিং ডিস্টেন্সকে পজেটিভ কোন টেবিল ক্যালেন্ডার রাখুন। এতে করে অন্যদেরও আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আসবে যে এই মানুষটা একজন পজিটিভ মানুষ। আপনার কোন কলই কিংবা বন্ধু আপনার সামনে নেগেটিভ কথাবার্তা বলে আপনাকে ডিমোরালাইজ করার চেষ্টা করলে তাকে অভয়েড করে চলার চেষ্টা করুন আর যদি সেটা করতে পারা মুশকিল হয়ে দাঁড়ায় সিচুয়েশনটাকে নেগলেট করুন।

মনে রাখবেন আপনি হলেন আপনার লাইফে ক্রিয়েটর। তো এই রুলস গুলো ফলো করার মাধ্যমে আপনি ও একজন পজেটিভ মানুষ হয়ে উঠতে পারেন। আর জন্য সবচেয়ে জরুরি আপনার নিজের প্রতি বিশ্বাস। প্রতিজ্ঞা করুন আপনার জীবনের যত প্রবলেমই আসুক না কেন আপনার পজিটিভ অ্যাটিটিউড এর দ্বারা আপনি সেগুলো থেকে বেরিয়ে আসবেনি আসবেন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post কিভাবে একজন Positive Person হয়ে উঠবেন । Mentally Strong কিভাবে থাকবেন। Bangla Motivational Article appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন skytube.wapkiz.com -এর থিমটি বিনামূল্যে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.skytube.wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.skytube.wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । এই থিমটি দেখলে যে কেউ নিতে চাইবে । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । আমি এই থিমটি একটি সাইটে পেয়েছিলাম । এখন আমি এই থিমটি আপনাদেরকে ফ্রিতে দিলাম । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।

থিম রিভিউ :-

থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । থিমটিতে অসাধারণ CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । ডাউনলোড পেজেও রয়েছে কিছু পরিবতন । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে ।

সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাখলে কমেন্ট করবেন ।

ফেসবুকে আমি
ফেসবুক গ্রুপ

The post ডাউনলোড করে নিন skytube.wapkiz.com -এর থিমটি বিনামূল্যে appeared first on Trickbd.com.

আপনার বাজেট ১২ হাজার টাকা? | তাহলে চলুন দেখি? ১২ হাজার টাকা বাজেটের মধ্যে | সেরা ৬টি স্মার্টফোন।

Posted:

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই! আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনি যদি একদম লো বাজেট অর্থাৎ ৭ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ আপনার জন্য।

কারণ আজকের পোস্ট এ আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে ৭ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে যে ফোনগুলো এই বাজেটে আপনাকে সব থেকে বেশি ভেলু ফর মানি প্রোভাইড করবে। সো অবশ্যই পোস্ট টি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকবেন।


৬। Realme C21
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি মাপের একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা এইচডি প্লাস রেজুলেশন।
ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স থার্টিন মেগাপিক্সেলের।
থাকছে ২ মেগাপিক্সেলের এর মাইক্রো এবং দুই মেগাপিক্সেলের ডিপচ সেন্সর।

আর সামনে দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা!
ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek helio G35 এর প্রসেসর। এবং এখানে দেয়া হয়েছে ৬,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।

আর ফোনটির প্রাইস বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে ১১,৯৯০ টাকা তো আপনার বাজেট যদি ১২ হাজার টাকা হয়ে থাকে । এবং এই বাজেটে আপনি যদি একটা গেমিং ফোন কিনতে চান তাহলে আপনি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে Realme C21 নিতেই পারেন।


৫। realme c2S
যদি আপনার বাজেট ৩ থেকে ৪ হাজার টাকা হয়ে থাকে, তাহলে অসাধারণ এই ফোনটি শুধুমাত্র আপনার জন্যই এই ফোনটির সবথেকে হাইলাইটেড ফিচার হচ্ছে, এতে থাকছে ৬.১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর, ৪০০০ মিলি এম্পিয়ার এর অসাধারণ ব্যাটারি! ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরিজ বা ফোন মেমোরি।

MediaTek helio p22, এই বাজেটে বেশ ভালো মানের একটি প্রসেসর, এতে পাবজির মতো হেব্বি গেমগুলো লো গ্রাফিক্সে বেশ স্মুথলি প্লে করতে পারবেন। পা
শাপাশি পিছনে থাকছে ১৩ প্লাস ২ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।
আর ফোনটির ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারী থেকে টানা দুইদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন অনার্সে, মাত্র ৪ হাজার টাকার একটি ফোনে এতো কিছু পাওয়া এটাই মনে হয় প্রথম।


৪। Vivo y12s
যেখানে দেয়া হয়েছে ৬.৫ ইঞ্চি মাপের আইপিএস এলসিডি ডিসপ্লে।
ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি লেন্স ১৩ মেগাপিক্সেলের দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা।

সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর ।আর এখানে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি।

আর বর্তমান সময় বাংলাদেশ মার্কেট এই ফোনটির প্রাইস ১১,৯৯০ টাকা তো আপনার ফোন কেনার বাজেট যদি ১১,০০০ টাকা হয়ে থাকে। এবং আপনি যদি এই বাজেটে একটা স্টাইলিস্ট লুক এবং ভালো একটা ক্যামেরা কোয়ালিটি মোটামুটি মানের একটা গেমিং ফোন কিনতে চান। তাহলে ভিভো ওয়াই টুয়েলভ S বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ফোন গুলোর মধ্যে নিতেই পারেন।


৩। Redmi 9c
যেখানে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি মাপের ৯০ হার্টস এর একটি এলসিডি ডিসপ্লে।
ফোনটা তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও g৮৫ এর মত দুর্দান্ত গেমিং প্রসেসর।
ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ! যার প্রাইমারি লেন্স দেয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল সাথে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো, আরেকটি এ আই লেন্স।

সামনে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা! ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার এম্পিয়ার এর ব্যাটারী।
আর এই ফোনটির -৪-১২৮ জিবির ভার্সনটি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে প্রাইস হলো ১২ হাজার ৯৯০ টাকা। তো আপনার ফোন কেনার বাজেট যদি ১২ হাজার টাকা থেকে একটু বেশি হয়ে থাকে এবং আপনি যদি এই বাজেটে শুধু গেমিং এর জন্য।
এবং একটা ভাল ক্যামেরা কোয়ালিটির জন্য ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনটি নিতেই পারেন।


২। Infinix hot 10s
এই ফোনটিতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি মাপের 90hz রিফ্রেশ রেট এর আইপিএস এলসিডি প্যানেল।

ব্যাক সাইডে প্রোভাইড করা হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের দেয়া হয়েছে। দুই মেগাপিক্সেলের ম্যাক্রো আরেকটা এ আই লেন্স ।

সামনে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে দেয়া হয়েছে MediaTek helio g85 গেমিং প্রসেসর।
থাকছে ৬, ০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি।
আর এই ফোনটির 4 – 128 জিবি ভেরিয়েন্ট এর প্রাইস বর্তমান- ১২,৯৯০ টাকা।

তো আপনিও যদি একটি ফোন কিনতে চান যেখানে থাকবে মিডিয়াটেক হেলিও g৮৫ এর মত দুর্দান্ত গেমিং প্রসেসর! ভালো ক্যামেরা কোয়ালিটি এবং ৯০hz ডিসপ্লে এবং দাম হবে হাতের নাগালে তাহলে এই ফোনটি একবার দেখতে পারেন।


১। Tecno spark 7p
এই ফোনটিতে দেয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল।
ব্যাক সাইডে দেয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।
সামনে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি থার্টি ফাইভ এর মত দুর্দান্ত প্রসেসর।
এবং শান্তিতে আরও থাকছে 6000mh দুর্দান্ত ব্যাটারি।
আর ফোনটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে মাত্র একটি ভেরিয়েন্ট এ ৪ – ৬৪ জিবি।

আর প্রাইজ হলো ১১ হাজার ৯৯০ টাকা।

তো ফোন গুলির ব্যাপারে বিস্তারিত আরও জানার জন্য এবং অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন- +8801924300386

তো এই ছিল বাংলাদেশের মার্কেটে বর্তমানে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ফোন গুলি আমার চোখে। তো পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ।

The post আপনার বাজেট ১২ হাজার টাকা? | তাহলে চলুন দেখি? ১২ হাজার টাকা বাজেটের মধ্যে | সেরা ৬টি স্মার্টফোন। appeared first on Trickbd.com.

অ্যাপ্লিকেশন যেভাবে তৈরি করে ইনকাম করতে পারেন?

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন তৈরি করে ভালো পরিমাণে ইনকাম করা যায়। এমনকি বর্তমান সময়ে অ্যাপস তৈরি করে অনেক লোক লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারে।অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করা যায়। তবে তার ভিতরে এপ্লিকেশন তৈরী করে টাকা ইনকাম খুবই জনপ্রিয় একটি পদ্ধতি।

যে কেউ চাইলে অনলাইনে অ্যাপস তৈরি করে সহজে ইনকাম করতে পারে। অ্যাপ্লিকেশন তৈরি করার পর সেগুলো প্লে স্টোর বা অন্য কোন নেটওয়ার্কে পাবলিশ করতে হবে। ঠিক এভাবে করেই একটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন তৈরি করে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন। তাই আজকের আর্টিকেলে আমের শিখতে চলেছি বা জানতে চলেছি,,, অনলাইনে কিভাবে সহজে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।

অ্যাপ্লিকেশন বা অ্যাপস কিভাবে তৈরি করতে হয়?

সাধারণত অ্যাপস দুই ভাবে তৈরি করা যায়। এক হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং ব্যবহার করে। আর দুই হলো ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে অনেক প্রফেশনাল মানের ওয়েবসাইট রয়েছে যেখানে সহজে আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন। তবে অ্যাপ্লিকেশন প্রফেশনাল এবং ইচ্ছামতো তৈরি করার জন্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং ব্যবহার করে কাজ করতে হয়।প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং ব্যবহার করে সহজে আপনার ইচ্ছা মত অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

এমনকি এই বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ও অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। যেমন বিভিন্ন প্রফেশনাল হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে সহজে,আপনারা মোবাইল ফোন ব্যবহার করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। অনেকেই রয়েছে যারা মোবাইল ফোন দিয়ে এপ্লিকেশন তৈরি করে প্রচুর পরিমানে আয় করছে। যাই হোক এখন আমরা প্রোগ্রাম ল্যাংগুয়েজ পদ্ধতি নিয়ে আলোচনা করব।

##Java##

যাবা হলো বিশ্বের সবচেয়ে নামকরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্লে স্টোরে প্রায় বেশিরভাগ অ্যাপ্লিকেশন এই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমেই অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী সকল ধরনের অ্যাপ্লিকেশন ফিচার তৈরি করতে পারবেন।আপনি যদি জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরী করতে চান তাহলে,

অবশ্যই আপনার জাভা প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে।এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। বর্তমান আধুনিক যুগে বিভিন্ন কোর্সের মাধ্যমে এই ধরনের অনেক প্রোগ্রামিং শেখানো হয়। আপনারা চাইলেই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং শিখে সহজে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো চলো না এখন সেগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই।

##Kotlin##

এই প্রোগ্রামিং সহজে আপনারা শিখে অ্যাপস তৈরি করতে পারবেন।জাভা ল্যাংগুয়েজ প্রোগ্রামিং যদি আপনি না পারেন তাহলে, শুরুতেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি ব্যবহার করতে পারেন। খুব সহজভাবেই আপনারা সিম্পল একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে। তবে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই kotlin ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে।

এই ল্যাংগুয়েজটা 2019 সাল থেকে চালু হয়েছে। এবং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই কোডিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং টি। অ্যাপ্লিকেশন সঠিকভাবে ডেভলপমেন্ট করতে খুবই উপযোগী একটি ল্যাংগুয়েজ এটি। Kotlin প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুগলের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তাই আপনারা চাইলেও এই kotlin প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং শিখে সহজে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

##C++##

C++ দিয়েও যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য build and develop তৈরি করতে পারবেন। তবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের চেয়ে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রচুর কঠিন। যারা একেবারেই অ্যাডভান্স তারাই সবচেয়ে বেশি ভালো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে এই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে।

যদিও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি কঠিন বেশ ভালো পরিমাণেই তবুওএই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব।আপনার মন মত ইচ্ছা অনুযায়ী যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে সহজেই করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে এর প্রোগ্রামিং সম্পর্কে নলেজ থাকতে হবে প্রচুর। তাহলে আশা করা যায় সহজে আপনারা C++প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইচ্ছা মত অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

**C#**

অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ জাভা। আর আপনি যদি জাভা এর সমন্বয় করতে চান তাহলে, সর্বপ্রথম আসবে C# মজার ব্যাপার হলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। যে কালেকশন এর মাধ্যমে সহজে যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন সাজানো যায়।

আর আপনি যদি কোডিং সম্পর্কে কোন কিছু ভুল হয়ে যায়। তাহলে ও সেগুলোর সমাধান করতে পারবেন সহজে। তাই বলা যায় অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, C# খুবই চমৎকার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেশন আরো সুন্দর করার জন্য এবং আকৃষ্ট করার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ টি খুবই উপযোগী। আশা করি আপনারা বুঝতে একটু হলেও বুঝতে পেরেছেন,,, C# সম্পর্কে।

##Paython##

Paython খুবই জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ। শুধু অ্যাপ্লিকেশন নয় বরং অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করা যায়। এমনকি সবচেয়ে বড় বড় কাজগুলো সম্পন্ন করা হয় এই paython ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে। অ্যাপ্লিকেশন তৈরি করে ইনকাম করার জন্য আমাদের অবশ্যই এডমোব একাউন্টে কাজ করতে হবে। তবে আপনি কি জানেন এই গুগল এডমোবও তৈরি করা হয়েছে এই paython প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে।

তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন,,, paytho ল্যাঙ্গুয়েজ সম্পর্কে।এই ল্যাঙ্গুয়েজ ধারা সবচেয়ে বড় বড় কাজগুলো সম্পন্ন করে সহজে যে কোন এপ্লিকেশন তৈরি করা সম্ভব। তবে আপনি তখনই এই ল্যাঙ্গুয়েজ দ্বারা অ্যাপ্লিকেশন ডেভলপ করতে পারবেন যখন এ ল্যাংগুয়েজ সম্পর্কে আপনার প্রোফাইল নলেজ আসবে। তার জন্য আপনি ল্যাঙ্গুয়েজ এর জন্য বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। আশা করি তাহলে আপনিও paython প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

##Html,Css, JavaScript##

Html,Css, JavaScript এইগুলো হয়তো আপনারা ওয়েবসাইট সম্পর্কে শুনেছেন। এগুলো দিয়ে সহজে অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। এর পাশাপাশি এই ল্যাঙ্গুয়েজ দ্বারা অ্যাপ্লিকেশন তৈরি করাও সম্ভব। এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এগুলো ধরা যেকোনো ধরনের অ্যাপস ডেভলপমেন্ট করা । একটি প্রপার এবং নিজের ইচ্ছা মত অ্যাপস তৈরি করার জন্য Html,Css, JavaScript এই ল্যাঙ্গুয়েজ খুবই জরুরী। এককথায় আপনি যদি আপনার ইচ্ছামত এপ্লিকেশন তৈরী করতে চান তাহলে, আপনাকে Html,Css, JavaScript এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই সাহায্য করবে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা

প্রিয় বন্ধুরা আজকে আমরা জানলাম একে অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়। যদিও অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে করা যায় এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে হলেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তবে আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নাও জানেন তবু আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। অনলাইনে এপ্লিকেশন যে ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে তৈরি করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি।

তবে আপনি যদি সত্যিই একটি এপ্লিকেশন তৈরী করতে চান আর এই বিষয়ে যদি কোন কিছু আপনার ভিতর না থাকে তাহলে, এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করবেন।এবং আপনি চাইলে তাদের কাছ থেকে সহজে একটি আপনার ইচ্ছা মত একে অ্যাপস তৈরি করতে পারবেন।এবং এই এপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশ করে সহজে আপনারা ইনকাম করতে পারবেন আশা করি।

বন্ধুরা আমি অতটা এক্সপার্ট না একটি অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করে, যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মানুষ মাত্রই ভুল করে। যদি আমার আর্টিকেলে কোথাও ভুল হয় দয়া করে জানিয়ে দিবেন আমি সংশোধন হয়ে নিব। তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। কারণ আপনার একটি খারাপ মন্তব্য আমাদের উৎসাহ এবং ব্যর্থতা প্রকাশ করে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post অ্যাপ্লিকেশন যেভাবে তৈরি করে ইনকাম করতে পারেন? appeared first on Trickbd.com.

উলঙ্গ হয়ে ঘুমানো যাবে কি…? স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারবে কি…? আসুন সবাই জেনে নেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

উলঙ্গ হয়ে ঘুমানো যাবে কি…?

আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ।আশা করি আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। মানুষের ঘুম বা নিদ্রাও মহান আল্লাহর কুদরতের নিদর্শনসমূহের অন্যতম। আল্লাহ তাআলা বলেনঃ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা। (সূরা রুম আয়াত ২৩)

অন্যত্র মহান আল্লাহতালা ইরশাদ করেছেন →আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। (সূরা নাবা আয়াত ১১)

প্রিয় পাঠক আজ আমরা জানবো উলঙ্গ হয়ে ঘুমালে কি হয় এবং উলঙ্গ হয়ে গোসল করলে কি হয় এবং স্বামী স্ত্রী একসাথে গোসল করলে বা অযু করলে কি হয়…? এবং স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারবে কিনা…? এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।

উলঙ্গ হয়ে ঘুমালে কি হয় এ বিষয়ে হাদীস শরীফে একা থাকা অবস্থায় আংশিক কিংবা পূর্ণ উলঙ্গ থাকাকেও অনুৎসাহিত করা হয়েছে। কিন্তু সেটা কেন তা জানতে হলে আমাদের আরও কয়েকটি হাদিসের দিকে মনোনিবেশ করতে হবে। তার আগে আর একটি কথা বলে রাখা জরুরি। ধরুন আপনি উলঙ্গ হয়ে ঘুমালেন। এমত অবস্থায় আপনার বাড়িতে আগুন লেগেছে বা আকস্মিক কোনো দুর্ঘটনা হচ্ছে বা হঠাউ কোন বিপদের সম্মুখীন যেমন ভূমিকম্প হচ্ছে, আগুন লাগছে বা পাশের রুমে কেউ বিপদে পড়ে চিৎকার দিয়েছে।

অর্থ যাই হোক না কেন হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে আপনার সাথে সাথেই ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যেতে পারবেন না। কারণ আপনার পরনে জামাকাপড় নেই। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ঘুমানোর সময় সতর ঢাকা অবস্থায় ঘুমোতে হবে এবং এটাই আল্লাহর রাসূলের নির্দেশ। তো আমরা এখন এ সম্পর্কিত হাদিস গুলো জেনে নেই।

হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন→ তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন যারা প্রস্রাব-পায়খানা ও স্বামী স্ত্রী সহবাসের সময় ছাড়াও অন্য যেকোনো সময়ে তোমাদের হতে আলাদা হয় না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো।( সুনানে তিরমিজি হাদিস নাম্বারঃ ২৮০০)

হযরত জাবির রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন→ আল্লাহ তায়ালা ও পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন জামা কাপড় গামছা লুঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গোসল খানায় প্রবেশ না করে। অর্থাৎ সে যেন উলঙ্গ হয়ে গোসল খানায় প্রবেশ না করে। (সুনানে তিরমিজি হাদিস নাম্বারঃ ২৮০১)

একটি হাদীসে এসেছে মুয়াবিয়া বিন হাইদা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত। যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেনঃ যে তুমি তোমার স্ত্রী ছাড়া অপরের নিকট হতে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা করো অর্থাৎ ঢেকে রাখবে। আমি বললাম- ইয়া রাসুলাল্লাহ (সাঃ)! বলুন! যদি কোন ব্যক্তি নির্জনে একাকী থাকে!( তখন কি তার সতর ঢেকে রাখতে হবে..? তখন তিনি বললেন হ্যাঁ) আল্লাহ তায়ালাকে অধিক লজ্জা করা উচিত।( জামে তিরমিজি হাদিস নাম্বারঃ ২৭৬৯)

অন্য আরেকটি বর্ণনায় নবী করিম সল্লালাহ সালাম বলেছেন →লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তালায় বেশী হকদার। (সুনানে আবু দাউদ হাদিস নাম্বারঃ ৪০১৭)

অর্থাৎ উলঙ্গ হয়ে ঘুমালে প্রথমত মানুষের লজ্জা কমে যায় এবং এতে আল্লাহর হক নষ্ট হয়। কারণ রাসূলে কারীম সাল্লাহু সাল্লাম বলেছেন→ আল্লাহকে অধিক লজ্জা করা উচিত এবং লজ্জার ব্যাপার এই আল্লাহই বেশী হকদার। তবে হ্যাঁ কারো যদি কোন ওজর থাকে, যেমন কোনো অসুস্থতা বা কোনো দুর্ঘটনা কেটে যাওয়া বা পুড়ে যাওয়ার ফলে তাকে যদি কিছুটা উলঙ্গ হয়ে ঘুমাতে হচ্ছে, সেই ক্ষেত্রে তা জায়েয আছে। কারণ আল্লাহ তাআলা বলেন →আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কাউকে কোন কাজ চাপিয়ে দেন না।( সূরা বাক্বারাহ ২৮৬)

দ্বিতীয়তঃ উলঙ্গ হয়ে ঘুমানোর ফলে কোন পোকামাকড় জাতীয় প্রাণী যেমন পিঁপড়ে, টিকটিকি, তেলাপোকা, ছারপোকা ইত্যাদি আমাদের লজ্জাস্থানের ক্ষতি করার সম্ভাবনা থাকে। আর লজ্জাস্হান যেহেতু অনেক সেনসিটিভ হয়ে থাকে তাই সামান্য আঘাতেই বা কামড়ে অনেক ক্ষতি হতে পারে। রাসূলে কারীম সাল্লাহু সাল্লাম বলেছেন →দ্বীন হচ্ছে হক আদায় /আদব রক্ষা এবং শুভকামনা। (সাহাবীরা জিজ্ঞেস করলো) আমরা জিজ্ঞেস করলাম কার…?

তিনি বললেন আল্লাহ ও তাঁর কিতাবের, তাঁর রাসূলের, মুসলিম ঈমানদারের এবং সকল মুসলিমের। আর উযু হলো দ্বীনের অংশ। অযুর সুন্নাহ তথা আদব বা হক কখনো উলঙ্গ হয়ে তা সম্পাদন করা হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ও পবৃত্তির অনুসরণ করে নামাজ পড়লে ক্বলুের শর্ত এই উযুর ক্ষেত্রে উলঙ্গ হয়ে ওযু করা দ্বীন মনে করা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। (সূত্র মুসলিম হাদিস নাম্বার ৫৫)

অর্থাৎ বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে ওযু করা যাবে না। এখন আর একটি প্রশ্ন সেটি হল উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা….? এবং স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারবে কিনা…? এর উত্তর হলোঃ পরিষ্কার পরিছন্নতা পবিত্রতা অর্জনের অন্যতম উপায় হচ্ছে গোসল করা।পবিত্রতা ঈমানের অন্যতম একটি অঙ্গ। বর্তমানে পরিবর্তিত জীবনে মানুষের সামাজিক, সাংস্কৃতিক জীবনের পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আধুনিক যুগে ছোয়ার এসে মানুষের মধ্যে দেখা গেছে যে বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা। বর্তমানে এটি মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিরক্ত হয়ে গোসল করা ঠিক নয়।

এ বিষয়ে হাদিসে অনুৎসাহিত করা হয়েছে। যে কারণে আমাদের সকলকে পরিহার করা উচিত। হাদীস শরীফে এসেছে লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তায়ালা বেশী হকদার। তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম। এ বিষয়ে কেউ কেউ মূসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাটাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন।( সহিহ বুখারী ১/৬৪)

এখন আমরা জানবো স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার ব্যাপারে হাদিসে কি বলেছে…? এ বিষয়ে মহানবীর সাল্লাহু সাল্লাম তাঁর স্ত্রী মায়মুনা (রা.) ও আয়েশা (রা.) এর সঙ্গে একসাথে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। ( সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৩৪০৪)

সব মিলিয়ে কথা হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে তবে এটা একেবারে অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম কখনো এমন করেননি। মুস্তাহাব এবং উত্তম হলো লুঙ্গি-গামছা ইত্যাদি বেঁধে গোসল করা এবং মেয়েরা নিচে পায়জামা উড়না সদৃশ্য ও বুকে গামছা সদৃশ্য কিছু রাখবে। কেননা আবু দাউদ শরীফের বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন →মহান আল্লাহ তায়ালা লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। (তাহতাবী)

তা পরিশেষে বলতে চাই কাপড় ছাড়া ঘুমানো বা উলঙ্গ হয়ে গোসল করা, উলঙ্গ হয়ে ওযু করা এগুলো একদম ঠিক নয়। এগুলো রাসুলের সুন্নত পরিপন্থী। আর স্বামী স্ত্রী একসাথে গোসল করা জায়েয আছে। কিন্তু গোসলখানায় ঢুকে সহবাস করা যাবে না। এটি অবশ্য মনে রাখবেন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post উলঙ্গ হয়ে ঘুমানো যাবে কি…? স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারবে কি…? আসুন সবাই জেনে নেই appeared first on Trickbd.com.

Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-১ ( Introduce & Requirements Part )

Posted:



















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Telegram Bot এর Game Hacking Tutorial Tutorial শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .আর যতো সাপোর্ট করবেন ততই আমাকে পাবেন


বর্তমানে আমরা সবাই Telegram ব্যবহার করে থাকি , আর আমরা কমবেশি জানি Telegram এ অনেক ধরনের Game আছে । যেমন : Math Battle , Corsairs , LumberJack And Etc । সেগুলো অনেক মজাদার 🤩 , এখন যদি আমি না সেই Game না খেলেই সবার থেকে বেশি Score করি তাহলে কেমন হয় 😁 , অবশ্যই ভালো হবে , সবাই আপনাকে Pro হিসেবে মানবে এবং আপনি নিজেকে Pro Telegramer 🤩 হিসেবে দাবী করতে পারবেন 😁


1 ➜ যা যা লাগবে ( Requirements + Notes )




◉ Html WebSite Inspector Apk
◉ Some Js Code ( প্রত্যেক Game এর আলাদা আলাদা Js Code লাগবে তাই , পরবর্তী পার্টে Js Code শেয়ার করবো )
◉ All Credit Bisnu Ray


◉Download From PlayStore Html WebSite Inspector Apk


◉Download From Telegram For Premium ApkHtml WebSite Inspector Apk

◉ Note : আমি Telegram Bot Game Hack নিয়ে ৪ টা পোস্ট করবো আপনাদের সুবিধার জন্য , তাছাড়া এক পোষ্টে বোঝানো সম্ভব না ।


Html WebSite Inspector Premium Apk


2 ➜ চলুন কিছু Screenshot দেখে নেই ( Game Hack Possible )..?


➜ Game Number 1 : Math Battle

দেখুন আমার Score 😎


দেখুন আমি সবার উপরে Top Number 1 😎


➜ Game Number 2 : Corsairs

দেখুন আমার Score 😎


দেখুন এখানেও আমি সবার উপরে Top Number 1 😎


3 ➜ এ রকম Secret Cool Tutorial পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Cool Secret Tutorial

আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি আপনারা হয়তো পুরোপুরি বুঝতে পারেন নি , পরবর্তী পার্টের বুঝতে পারবেন কেমন Game এর Score Unlimited বাড়ানো যায় 🤩 , পরবর্তি পোষ্টে Math Battle Game Hack এর টিউটোরিয়াল দিবো 🤩 । সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-১ ( Introduce & Requirements Part ) appeared first on Trickbd.com.

[Not Working] নিয়ে নিন Bioscope LIVE Premium Cookies আর ফ্রিতেই দেখুন T20 Wolrd Cup সহ Bioscope এর সব মুভি-নাটক সাথে LIVE TV (Only for PC Users ��)

Posted:

Bioscope LIVE কি?

Bioscope LIVE একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা বাংলা-ভারতীয় award-winning TV shows,Drama, Movies, LIVE TV Channel, T20 World Cup, Web series সহ আরও অনেক কিছু Provide করে থাকে ।

কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে দেখা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই Bioscope LIVE এর বিনোদন জগতে প্রবেশ করবেন 🙂

যেভাবে Bioscope Cookies ব্যবহার করে ফ্রিতেই Bioscope LIVE এর সবকিছু দেখবেন

আজকের পোস্টটা শুধুমাত্র পিসি ইউজারদের জন্য

  1. প্রথমেই এখান থেকে Cookie Editor এক্সটেনশনটা আপনার ব্রাউজারে এড করুন। আমার অলরেডি এড করা আছে এজন্য রিমুভ অপশন দেখাচ্ছে।

2.তারপর নিচের Get Bioscope LIVE Premium Cookies বাটনটাতে ক্লিক করে যেকোন একটা Bioscope LIVE কুকি কপি করে নিন

 

Get Bioscope LIVE Premium Cookies

 

3. তারপর Bioscope.com এ চলে যান এবং Cookie Editor Extension এ ক্লিক করে আমার মতো সবগুলো Cookie ডিলিট করে নিন

4.তারপর পাশে থাকা import বাটনে ক্লিক করুন

5. তারপর আমার দেয়া কুকি json কোডটা এখানে paste করেন এবং import বাটনে ক্লিক করেন

তারপর একটা Reload দিয়ে নিবেন, তাহলে দেখবেন যে একাউন্টে লগিন হয়ে গেছে

6. তো দেখতেই পারছেন আমি এখন Bioscope LIVE এর জগতে 😁

কোথাও না বুঝলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন 👇

Credit: Rashed Zaman bro 🖤

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ

 

The post [Not Working] নিয়ে নিন Bioscope LIVE Premium Cookies আর ফ্রিতেই দেখুন T20 Wolrd Cup সহ Bioscope এর সব মুভি-নাটক সাথে LIVE TV (Only for PC Users 🔥) appeared first on Trickbd.com.

[hot Post Java]এবার জাভা ফোন দিয়ে ছবি ইডিট করুন। [এ্যান্ডোএড ইউজার অবশ্যই দেখবেন]

Posted:

আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন। যদি ভালোনা থাকেন তাহলেও প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করলে আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনাদের দোয়ায় আমিও ভালই আছি। আমি প্রতিনিয়ত ট্রিকবিডিতে নতুন কিছু আনার চেষ্টা করি।
তাই আপনারা সবাই প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।

আজকের টপিক

আজ আমি আপনাদের সামনে যে ছাইট টি শেয়ার করবো সেখানে আপনার আপনা যাভা ফোন দিয়েই যেকোন ছবির উপর লেখা লিখতে পারবেন।
এবং ব্যাগ্রাউন্ট লাগাতে পারবেন।
এখানে আপনি নিজের ইচ্ছা মতন স্কিন সাইজ করে নিতে পারবেন। নিচের স্কিন শট দেখুন

আপনি ছাইটের সবার শেষে গেল পাবেন।
স্কিন সিলেক্ট করা পর আপনার সামনে অনেক ছবি দেখতে পারবেন। আপনি ওগুলো ডাইনলোড করে নিতে পারবেন।
আপনি যদি আপনার নিজের ছবি আপলোড ডিয়ে তার ওপর কাজ করতে চান তাহলে ছাইটের ডোকার পর স্কিন সটে দেখা জায়গায় ক্লিক করুন

তারপর আপনার ইমেজ আপলোড দিন। তারপর স্কিন সিলেক্ট করুন। ছবির উপরে কি লেখবেন তা দিন । তারপর তার ব্যাগ্রাউন্ট দিন । তার পর কোথায় বশাতে চান তা দিন।
তারপর ওকে করুন । এবং ডাউনলোড করুন।

Site Link : http://wall2mob.com

ভালো থাবেন শুস্থ কবেন ট্রিক বিডি এর শাথেই থাকবেন।





The post [hot Post Java]এবার জাভা ফোন দিয়ে ছবি ইডিট করুন। [এ্যান্ডোএড ইউজার অবশ্যই দেখবেন] appeared first on Trickbd.com.

কীভাবে জানবেন আপনার কম্পিউটার কতক্ষণ ধরে অন আছে?

Posted:

আপনি কী জানতে চান আপনার কম্পিউটার বা ল্যাপটপ কতক্ষণ ধরে অন আছে? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

আমরা যখন সর্বশেষ বার কম্পিউটার বন্ধ করার পর পুনরায় অন করি তখন কতক্ষণ ধরে কম্পিউটারটি অন আছে তা জানতে চাই। অনেকেই কিভাবে জানতে হয় তা না জানার ফলে আর চেক করা হয় না।

আজকের এই আর্টিকেলে আমরা উইন্ডোজ (Windows), ম্যাক (Mac) এবং লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেমগুলোর কম্পিউটারে কতক্ষণ ধরে কম্পিউটার চালু আছে সেটা চেক করবো।

 

প্রথমত,

আমরা দেখবো উইন্ডোজে কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

আপনার কম্পিউটারের Task Manager এ যান।

Task Manager এ যাওয়ার পর উপরে থাকা Performance ট্যাবে যেতে হবে।

এরপর CPU ট্যাবে ক্লিক করুন। আপনি এই অপশনটি পাবেন টাস্ক ম্যানেজারের বাম দিকে।

 

[আপনি যদি উইন্ডোজ ৭ অথবা তারও নিচের অপারেটিং সিটেম ব্যবহার করেন তাহলে এই পদ্ধতি এড়িয়ে যেতে হবে]

এরপর আপনি সেইম স্ক্রিনের নিচে থেকে ‘Up Time’ হেডিং খুঁজুন।

এবার আপনি ‘Up Time’ হেডিং এর নিচে দিন একটি টাইম ফরম্যাট দেখাচ্ছে। যা DD: HH: MM: SS ফরম্যাটে প্রদর্শিত হবে এবং আপনি কম্পিউটার বা ল্যাপটপটি শেষবার বন্ধার করার পর থেকে কতক্ষণ ধরে আবার পুনরায় চালু আছে তা নির্ধারণ করবে।

 

উদাহরণ দিয়ে বুঝানো যায় যে, এখানে “01:16:23:21” এর একটি আপ টাইম মানে আপনার কম্পিউটার বন্ধ না করে একদিন, ষোল ঘন্টা, তেইশ মিনিট এবং একুশ সেকেন্ডের জন্য চালু আছে।

অবশ্যই পড়ুনঃ নেটওয়ার্ক কি? (What is Network in Bengali)

দ্বিতীয়ত,

আমরা দেখবো ম্যাক-এ কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

অ্যাপল আইকনে ক্লিক করুন। এটা আপনি উপরের বাম কোণায় দেখতে পাবেন। এরপর এখানে ক্লিক করার পর একটি ড্রপডাউন মেন্যু আসবে।

এখন আপনি ‘About This Mac‘ এ ক্লিক করুন। এটা আপনি অ্যাপল আইকনে ক্লিক করার পর ড্রপডাউন মেন্যুর প্রথমেই পাবেন।

 

System Report‘- এ ক্লিক করুন।

এবার ‘Software‘ হেডিং এ ক্লিক করুন। এই অপশনটি আপনি স্ক্রিনের বাম দিকে দেখতে পাবেন।

এখন আপনি ‘Time since boot‘ হেডিং খুঁজুন। এই অপশনটি আপনি পাবেন সফটওয়্যার হেডিং এ ক্লিক পর যে স্ক্রিনটি আসবে তার নিচে। Time since boot হেডিং এর ডান পাশে থাকে টাইম/ সময় নির্ধারণ করে যে আপনার ম্যাকটি শেষ বন্ধ হওয়ার পর থেকে পুনরায় কতক্ষণ ধরে চালু আছে।

 

তৃতীয়ত,

আমরা দেখবো লিনাক্স-এ কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

 

Terminal অপেন করুন।

 

আপনি সহজেই টার্মিনাল খুঁজে পাবেন আপনার ডিস্ত্রিবিউশনের অ্যাপলিক্যাশ মেন্যুতে। যদি আপনি GNOME ব্যবহার করেন থাকেন সেক্ষেত্রে আপনি ⊞ Win এ প্রেস করুন এবং টাইপ করুন ‘Terminal’. তাহলেই আপনি পেয়ে যাবেন।

 

এখন যে স্ক্রিনটি আসবে তাতে আপনি টাইপ করুন ‘uptime -p’ এবং কীবোর্ডের ‘Enter‘-এ প্রেস করুন। এরপর আপনার দেখাবে কতক্ষণ ধরে চালু আছে।

 

[কোনো স্ক্রিনশট সংগ্রহ করতে না পারায় স্ক্রিনশট শেয়ার করা যায়নি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত]

 

আশা করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি শিখেছেন আপনার কম্পিউটার শেষবার বন্ধ করার পর পুনরায় অন হওয়ার পর কতক্ষণ ধরে চলছে। আমরা চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই বুঝাতে পেরেছি। এছাড়াও আপনি এমন ধরণের আরো আর্টিকেল পেতে এই ক্যাটাগরিতে প্রবেশ করতে পারেন। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না।

The post কীভাবে জানবেন আপনার কম্পিউটার কতক্ষণ ধরে অন আছে? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments