Search box..

এমএস ওয়ার্ডের পরিচিতি – মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০

এমএস ওয়ার্ডের পরিচিতি – মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০


এমএস ওয়ার্ডের পরিচিতি – মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০

Posted:

আসসলামুআলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই?

আজ আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০ । আজ আমরা শিখবো কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ প্রবেশ করবো ।

 

নোটঃ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০ যদি আপনার কম্পিউটারে ইন্সটল না তাহলে আপনি এই পোস্টটি পড়ুন ।

 

 Start এ ক্লিক করে টাইপ করুন Microsoft Word 2010 ।

এরপর Microsoft Word 2010 লেখায় ক্লিক করে প্রবেশ করুন ।

 

এখন আপনার সামনে সাদা পেইজ সহ একটা ইন্টারফেস ওপেন হয়েছে । এখন আমরা শিখবো এগুলোর পরিচিতি ।

 

নোটঃ Ribon Bar-টির Minimize the Ribbon এক্টিভেট থাকলে Menu Bar এর Icon গুলো Show করেনা । তাই Menu Bar এর Icon গুলো পর্দায় সবসময় সচল রাখার জন্য মাউসের ডান বাটন চেপে Minimize the Ribbon এর উপর একবার ক্লিক করলে তা ইনএক্টিব হয়ে যাবে এবং প্রতিটি মেনুর সাব অপশন বা আইকন গুলো স্ক্রিণে সব সময় সচল থাকবে । পর্দাকে বড় করে দেখার জন্য Minimize the Ribbon এর উপর ক্লিক করলে তা পুণরায় এক্টিব হবে এবং স্ক্রিণে শুধুমাত্র মেনুবার দেখা যাবে । সেক্ষেত্রে প্রতিটা মেনুর সাব অপশন বা আইকন গুলো ব্যবহার করার জন্য প্রতিবারই নির্দিষ্ট মেনুর উপর ক্লিক করে তা ব্যবহার করতে হবে । Ribbon Bar এর উপর ক্লিক করে মাউসের ডান বোতাম চেপে Customize Quick Access Tool Bar এ ক্লিক করে Quick Access Tool Bar এর আইকন Add এবং Remove করা যায় ।

কীভাবে File সংরক্ষণ (Save) করবেনঃ

  • মাউস দিয়ে File এ ক্লিক করে Save এ ক্লিক করুন ।
  • অথবা কীবোর্ডের Ctrl+S এ প্রেস করুন । এরপর নিচের মতো ডায়লগ বক্স ওপেন হবে ।
  • এরপর File name দিয়ে Save এ ক্লিক করুন ।

 

আপনার প্রয়োজনীয় Drive, Directory/Folder & Sub Directory/Sub Folder নির্ধারণ করুন । প্রত্যেক সিস্টেমের ক্ষেত্রে Drive C: এর অধীনে My Document নির্ধারণ করা থাকে । যদি আমরা নিজে থেকে পূর্বের Default Setting পরিবর্তন না করি । এখানে C মানে Hard Disk । My Documents হলো Windows এর নিজস্ব একটি Folder । MyDocumentsFolder এর অধীনে  ফাইল সংরক্ষণ করলে পরবর্তীতে Windows নতুন করে Install করলে আপনার সমস্ত ফাইল হারিয়ে যাবে । তাই এখানে E: Drive এর অধীনে Raju>Microsoft Office ফোল্ডার নির্বাচন আছে ।

Save ডায়লগ বক্স থেকে File Name এর বক্সে কার্সর রাখুন এবং আপনি যে নামে ডকুমেন্টটি Save করতে  চান সেটি লিখুন । মনে করুন ডকুমেন্টটির নাম Nolez ।

Save ডায়লগ বক্স থেকে Save এ ক্লিক করুন তাহলে আপনার ডকুমেন্টটি Nolez নামে সংরক্ষণ হয়ে গেলো এবং পরবর্তীতে আপনি ডকুমেন্টটি Open করে কাজ করতে পারবেন ।

নোটঃ Microsoft Word এ কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকবার ডকুমেন্টটি Ctrl+S দিয়ে সেইভ করতে হবে । বলে রাখি যে, একবার File name দিয়ে এবং Directory/Drive নির্ধারণ করে Save করে ফেললে পরবর্তীতে বার বার আর দিতে হবেনা । আর হ্যা, যদি আপনি চান একবার সেইভ করা ডকুমেন্টটি বিভিন্ন নাম দিয়ে সেইভ করতে সেক্ষেত্রে আপনি File এ ক্লিক করে Save As এ ক্লিক করে File name দিয়ে সেইভ করবেন ।

 

Default Settings পরিবর্তন করার নিয়মঃ

File > Save/Save As > Tools > Save options > Default File Location বক্সে একেবারে শেষে কার্সর রেখে আপনার নির্ধারিত ফোল্ডারের নাম লিখুন  অথবা Browse এ ক্লিক করুন ।

বুঝতে কোনোপ্রকার সমস্যা হলে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না।

এছাড়াও ব্লক কী এবং কীভাবে কার্সর মুভমেন্ট করতে হয় তা শিখতে এই আর্টিকেলটি দেখতে পারেন।

 

The post এমএস ওয়ার্ডের পরিচিতি – মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০ appeared first on Trickbd.com.

Generic System Image (GSI)- Rom কি?

Posted: 17 Oct 2021 08:07 PM PDT

আসসালামু-আলাইকুম ভাইরা ।কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ।

 

আজকের বিষয় হলো Generic System Image মানে কি?  তো চলুন শুরু করা যাক, আর নতুন কিছু শিখা যাক ।

 

Generic System Image এটা হলো একট কাস্টম রম যা একটি দিয়ে অনেকগুলো ডিভাইস এর জন্য বানানো হয়েছে।

 

 

সাধারণত আমরা জানি যে, একটি কাস্টম রম শুধু একটি ডিভাইসে ব্যবহার করা যায় । যদি এক ডিভাইস এর কাস্টম রম অন্য ডিভাইসে ইউস করি তাহলে বুটলুপ,ব্রিক,মোবাইল ডেড এই রকম অনেক সমস্যা ভোগ করি। কিন্তু GSI বা Generetic System Image হলো এমন একটি কাস্টম রম যা যেকোনো মোবাইলে ইন্সটেল করা যাবে।

 

ধরেন,

আমার থেকে একটা GSI Rom বা Generetic System Image (Rom) আছে , এখন আমার ডিভাইসটি হলো Poco X3 আর আপনার ডিভাইস হলো Redmi k20 Pro আপনার বন্ধুর ডিভাইস হলো Samsung A20s

এখন আমরা ভাবলাম যে আমরা তিনজনই কাস্টম রম ব্যবহার করে আমাদের মোবাইলকে নতুন ভাবে তুলে ধরবো নতুন একটি প্রান দিব।
যা আপনার মোবাইল কখনই কল্পনা করতে পারে নি।
 যেহেতু আমরা কাস্টম রম ইন্সটেল করবো তাহলে আমাদের তিনটা ডিভাইস এর জন্য তিনটা কাস্টম রম লাগবে তাই না?
কিন্তু এখন আমি যদি বলি, আমাদের তিনটা কাস্টম রম লাগবে না একটি রম দিয়েই আমরা তিনজন কাস্টম রম(GSI ROM) ইন্সটেল করতে পারবো। তাহলে ব্যপারটা খুব মজাদার হয় না?

 

জ্বি হ্যা এটাই হলো Generic System Image বা GSI (ROM).

 

এখন অনেকে ভাবতে পারে এটা আর কি এমন জিনিস ?

 

পোস্ট এটা করার মূল কারন হচ্ছে যে, আপনারা যেনো আগেই ধারণা রাখেন GSI Rom এটা আসলে কি?

আর মেইন পয়েন্ট হচ্ছে যে, অনেক মোবাইল আছে যেগুলোর জন্য কোনো কাস্টম রম নাই। তারা কাস্টম রম এর স্বাদ কি সেটা নিতে পারছে না।

 

তাই ডেভলোপাররা চিন্তা করলো, আগে তো একটা কাস্টম রম তো শুধু একটা মোবাইলেই ব্যবহার করা যেত  এখন না হয় এমন একটা রম বানাই যেটা একটা রম হবে সব মোবাইল এর জন্য।

 

দিন যত আগাচ্ছে আমরা নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি । তাই ভাবলাম নতুন কিছু আপনাদের সাথেও শেয়ার করি।

 

আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে।আগামী পোস্টে আবার কথা হচ্ছে আপনাদের সাথে।নতুন কিছু নিয়ে ।

 

আমি সামনে এটা ইন্সটেল করতে কি কি প্রয়োজন হবে আর আপনার মোবাইলটি কি  Project Treble Supported কিনা তা নিয়ে আলোচনা করবো।

 

আজকের মত বিদায় নিলাম।আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।

 

Email : mohammedrakib7040@gmail.com

Facebook : Mohammed Rakib

WhatsApp : 01782151530

 

The post Generic System Image (GSI)- Rom কি? appeared first on Trickbd.com.

Project Treble (GSI) কি? আপনার ডিভাইস কি PHH Supported কিনা দেখে নিন।

Posted: 17 Oct 2021 08:07 PM PDT

আসসালামু-আলাইকুম ভাইরা।কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন।তাই আমরা সবাই আল্লাহর কাছে শুকিরিয়া জানাই।

 

আজকের বিষয় হলো Project Treble কি?

আমি গত পোষ্টে GSI Rom নিয়ে আলোচনা করেছিলাম ।সেই পোষ্টে আমি শুধু Generic System Image নিয়েই আলোচনা করেছিলাম কিন্তু শেষ এর দিকে এসে আমি Project Treble এই দুইটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম।যারা সেই পোষ্টের কমেন্টে জিজ্ঞাসা করেছিলো Project Treble এই জিনিসটা কি? তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই।

তো চলুন আজকে জানা যাক এই Project Treble কোন দেশের প্রাণী?

 

Project Treble মূলত একটি  বিরাট বড় প্রকল্প যা Andriod কে আরও ১০০০ ফুট উপরে নিয়ে গেছে , মানে অনেক উপরে নিয়ে গেছে ।

এখন এই Project Treble এর কাজ কি তা জানবো।

 

আমি গত পোষ্টে যে, Generic System Image এর কথা বলেছিলাম সেটা আপনার মোবাইলে ইন্সটেল করতে হলে আপনার মোবাইলটি অব্যশই Project Treble Supported হতে হবে।

 

এখন কিভাবে বুঝবেন আপনার মোবাইলটি Project Treble Supported?

 

তা জানতে হলে আপনাকে কিছু করতে হবে, আপনি নিজেই বুঝে যাবেন আপনার ডিভাইসটি কি Project Treble Supported কিনা।আপনার হাতের মোবাইলটি যদি Andriod 8.o বা Nougat Version এর হয় তাহলে বুঝে নিবেন আপনার মোবাইলটি Project Treble Supported.

 

তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে আমি একটি APP লিংক দিচ্ছি যেটা দিয়ে চেক করতে পারবেন আপনার মোবাইলটি কি Project Treble Supported নাকি?

Download Link:

Treble Cheak 

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো জানার জন্য আপনাকে Project Treble App টি অব্যশই ডাউনলোড করতে হবে।

 

উপরের ছবিতে আপনারা দেখতে পারছেন যে, Project Treble এর পাশে টিক মার্ক আর Supported লিখা আছে এ দ্বারা আপনি বুঝবেন আপনার ডিভাইসটি Generic System Image

(GSI) Rom Install এর জন্য সক্ষম।

 

এবার উপরের ছবিতে ভালো করে দেখুন, Seamless System Updates এর নিচে কিছু লিখা আছে , সেখানে লাস্ট লাইনে লিখা আছে যে, A only System partition.তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডিভাইসে শুধু একটা Partition আছে, তাই শুধু  A  বলে বুঝানো হয়েছে।

এবার উপরের ছবিটি লক্ষ্য করুন, Seamless System Updates এর নিচে কিছু লিখার মধ্যো A/B System Partition লিখা আছে । যদি আপনার মোবাইলে এই লিখাটি আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ডিভাইসটিতে দুইটা Partition আছে।

আবার উপরের ছবিটি লক্ষ্য করুন, এখানে CPU Architecture এর নিচে 64-bit ARM লিখা আছে।যদি আপনার ডিভাইসেও এই সেম লিখা থাকে তাহলে বুঝে নিবেন আপনার ডিভাইসটি 64 Bit এর।

 

এবার আসি মুল কথায়, আমরা যেনে গেলাম আমাদের ডিভাইস এর ইনফমেশন।আপনি যদি এটি ভালোভাবে বুঝতে পারেন আপনি যেকোনো রম ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।

 

এখন কিভাবে আমরা আমাদের মোবাইল এর জন্য GSI Rom চয়েস করবো?

আপনি তো আর যেকোনো GSI Rom আপনার মোবাইলে ইন্সটেল করতে পারবেন না।

 

আপনার ডিভাইসটি যদি Project Treble Supported হয়।

আপনার ডিভাইসটি যদি A Only Partition হয়

আপনার ডিভাইসটি যদি ARM 64 bit এর হয় তাহলে আপনার জন্য।

 

ARM64 Aonly GSI Rom

 

 

আর আপনার ডিভাইসটি যদি AB Partition হয় তাহলে আপনার জন্য।

 

ARM64 AB GSI Rom.

এখন এটা যেকোনো রম হতে পারে । আমি কয়েকটি রম এর নাম বলছি,

 

Pixel Experience rom for arm64 Aonly device

Pixel Experience rom for arm64 AB device

MIUI rom for arm64 Aonly Device

MIUI rrom for arm64 AB Device

 

যারা আমার গত পোষ্টটি দেখেননি দয়া করে তারা দেখে আসুন।আমি আগামী পোষ্টে আপনাদের বলবো কি কি প্রয়োজন হবে GSI Rom ইন্সটেল করার জন্য।

কোনোকিছু না বুঝলে কমেন্ট করে অব্যশই জানাবেন ধন্যবাদ সবাইকে।

 

নেক্সট পোষ্টে GSI Rom ইন্সটেল করতে কি কি প্রয়োজন হবে তা বলবো।

 

আজকের জন্য আল্লাহ হাফেজ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।

 

The post Project Treble (GSI) কি? আপনার ডিভাইস কি PHH Supported কিনা দেখে নিন। appeared first on Trickbd.com.

ষষ্ঠ শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ষষ্ঠ শ্রেণির এর বিজ্ঞান ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 6

বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বিজ্ঞান এর ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন


ফেসবুকে এসেছে নতুন আপডেট 28 অক্টোবর এর আগে সিকিউরিটি অন না করলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যেতে!! [ যেভাবে অন করবেন দেখে নিন]

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post ষষ্ঠ শ্রেণির এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Get Into Pc সফটওয়ার ডাউনলোড ওয়েবসাইট WordPress থিম সাথে Wp Safelink Plagin Free

Posted:

আমরা সবাই জানি কম্পিউটার Software ডাউনলোড করার জন্যে জনপ্রিয় ওয়েবসাইট হলো

Get Into PC এবং আমরা অনেকে চাই এটার মত একটা ওয়েবসাইট করতে কিন্ত সহজে করা সম্ভভ

হয়না কিন্ত আজকে নিয়ে আসলাম এই সাইটের WordPress থিম যেটা ইন্সটল করে সহজেই

এমন একটি ওয়েবসাইট করে ফেলতে পারবেন তো চলুন দেখি এটার হোম পেইজ কেমন হবে

এটা একধম সেইম টু সেইম হবে এবং আলাদা ভাবে এডসেন্স সেটআপ নিয়ে চিন্তা করতে হবে না থিমের ভেতরে উইজেট

থেকে যেকোনো যায়গাতে Google adsense বা অন্য যেকনো এড নেটওয়ার্ক এর এড বসাতে পারবেন

এবার দেখি সিঙ্গেল পেইজ কেমন হবে,

সিঙ্গেল পেইজ টি এমন হবে আর চাইলে বেশি ইনকামের জন্যে একটি ডাউনলোড পেইজ

তৈরি করতে পারেন যেখানে ৩০ সেকেন্ড বা তার ও কম সময় অপেক্ষ্যা করে তারপর

Software টি ডাউনলোড করতে হবে এ জন্যে নিজে একটা কাস্টম পেইজ তৈরি করতে পারেন

বা WordPress WP Safelink প্লাগিন টি ব্যাবহার করতে পারেন WP Safelink প্লাগিন ফ্রি পেতে এখানে ক্লিক করুন

তারপর এখানে ক্লিক করে থিম টি ডাউনলোড করে নিন

The post Get Into Pc সফটওয়ার ডাউনলোড ওয়েবসাইট WordPress থিম সাথে Wp Safelink Plagin Free appeared first on Trickbd.com.

কিভাবে একজন ভালো Leader হয়ে ওঠা সম্ভব । একজন ভালো লিডারের ৬টি গুণ। Bangla Motivational Article

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

একজন ভালো লিডারের ৬টি গুণ

একদিন ডক্টর এপিজে আব্দুল কালাম এর আন্ডারে কর্মরত একজন সাইন্টিস্ট কাজ শুরু করার আগে ডক্টর কালামের কাছে ঐদিন একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন। কারণ ওই দিন তার ছেলের জন্মদিন ছিল আর তিনি তার ছেলেকে প্রমিস করেছিলেন যে তিনি সন্ধ্যায় বাড়িতেই থাকবেন। ড. কালাম তাকে পারমিশন দিয়ে দিলেন। এদিকে বিকেল পাঁচটার দিকে ড. কালাম খেয়াল করলেন যিনি তার কাছে আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পারমিশন চেয়েছিলেন তিনি এত মনোযোগের সাথে নিজের কাজ করে যাচ্ছেন যে বাড়ি যাওয়ার কথা তিনি বেমালুম ভুলেই গেছেন।

এরপর সাড়ে ছটা নাগাদ ঐ সাইন্টিস্টের মনে পড়ল আজ তো তার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল। তিনি তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছানোর পর তার স্ত্রী তাকে বললেন যে পাঁচটার দিকে ডক্টর কালাম নিজে এসে তাদের ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন। So Quality Number 1 Of Leadership…. যতটুকুর জন্য টাকা পান, তার চেয়ে বেশি করার মানসিকতা রাখা।

ধরুন আপনি পাহাড়ে গেছেন ট্রেকিং করতে কিন্তু গিয়ে দেখলেন আপনার ট্রেকিং লিডারের পা দুটো ভয়ে কাঁপছে। তখন আপনার মেন্টাল কন্ডিশনটা কেমন হবে। এবার উল্টোটা ভাবুন আপনি সেখানে গিয়ে দেখলেন আপনার ট্রেকিং লিডার হাসতে হাসতে কনফিডেন্সের সাথে আপনাকে বলছে কোন ব্যাপার না জাস্ট আমাকে ফলো করুন। তাহলে তখন আপনার মেন্টাল কন্ডিশন কেমন হবে। So Quality Number 2 Of Leadership…. অটুট সাহস

হেনরি র্ফোড যখন তার ইঞ্জিনিয়ারদেরকে ডেকে ফুড কোম্পানির বিখ্যাত V8 engine বানানোর আইডিয়া প্রপোজ করলে অর্থাৎ একটি ব্লকে আটটি সিলিন্ডার। তখন তার ইঞ্জিনিয়াররা বললেন এমনটা কখনোই পসিবল না। কিন্তু এতে মিস্টার র্ফোড একটুও বিচলিত না হয়ে বললেন আমি এমনটাই চাই এবং আমরা অবশ্যই এটা বানাতে পারবো। আপনারা শুধু কাজ শুরু করে দিন। অনেক চেষ্টার পরেও ইঞ্জিনিয়াররা কোন উপায় বার করতে পারলেন না।

এক বছর পর হেনরি ফোর্ড যখন প্রোজেক্টের প্রবেশ চেক করতে গেলেন তখন ইঞ্জিনিয়াররা তাকে একই কথা বললেন। আমাদের মনে হয় না এটা কোনদিনও সম্ভব হবে। তবুও তিনি বিচলিত না হয়ে বলেন আপনারা চিন্তা করবেন না উপায় একটা ঠিকই বের হবে এবং সত্যি সত্যি কিছুদিন পর একদম ম্যাজিকের মতো যেন হেনরি ফোর্ডের ইঞ্জিনিয়ারদের টিম একটা উপায় বের করে ফেলল। আর এভাবেই ফুড কোম্পানি তাদের প্রথম বিখ্যাত V8 engine বানাতে সাকসেসফুল হয়েছিল। So Quality Number 3 Of Leadership… সিদ্ধান্তের নির্দিষ্টতা

আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে দল জিতুক কিংবা হারুক উভয়ে সিচুয়েশনে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির এক্সপ্রেশনে কোন চেঞ্জ দেখা যেত না। এটা অনেক বড় একটা কারণ যার কারণে এমএস ধোনি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম একজন। ধোনি খুব ভালো করেই জানতেন ওভার কনফিডেন্স এবং লুয়ার কনফিডেন্স দুটোই একটা ম্যাচ হওয়ার পেছনে অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং যেকোন দলের কনফিডেন্স লেভেল সেই দলের ক্যাপ্টেনের এক্সপ্রেশনের ওপর খুব বেশি ডিপেন্ড করে। So Quality Number 4 Of Leadership…. নিজের উপর নিয়ন্ত্রণ

নেক্সট কোয়ালিটি সবথেকে ভালো একজন এক্সাম্পল হলো মহাত্মা গান্ধী। তার এই গুণের কারণেই তিনি এত বিশাল সংখ্যক মানুষকে প্রভাবিত করতে পেরেছিলেন। So Quality Number 5 Of Leadership… দক্ষতা পূর্ণ স্নিগ্ধ ব্যক্তিত্ব

১৯৭৯ সালে ডক্টর এপিজে আবদুল কালামকে ইসরো রকেট লঞ্চের মিশনে ডাইরেক্টর বানায়। পুরো প্রজেক্ট ঠিকঠাক চলার পরেও শেষের দিকে গিয়ে একটা ছোট গরবর বার হয়ে যায়। ফলে রকেটটা অরবিট পর্যন্ত না পৌঁছায় বঙ্গোপসাগরে গিয়ে ক্রাশ করে ডুবে যায়। ডক্টর কালাম নার্ভাস হয়ে পড়েন তখন ইসরো চেয়ারম্যান ডক্টর সতীশ ধাওয়ান ডক্টর কালামকে সাথে নিয়ে প্রেস কনফারেন্সে যান। কনফারেন্স যখন সাংবাদিকেরা এত টাকা নষ্ট হলো কেন…?

এই ধরনের প্রশ্ন তুলতে শুরু করে তখন ডঃ ধাওয়ান সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেন এবং বলেন আমার টিমের ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার টিম আসছে বছর অবশ্যই সফল হবে এবং পরবর্তীতে সত্যি সত্যি ১৯৮০ সালে ডক্টর কালামের টিম সফলভাবে রকেট লঞ্চ করতে সক্ষম হয়। কিন্তু এবার ডক্টর ধাওয়ান কিন্তু প্রেস কনফারেন্সে যাননি। তিনি আবার ডক্টর কালামকে একাই পাঠান।

Leadership এ অনেক বড় একটা কোয়ালিটি এই যে যখনই কোন ধরনের ফেলইয়ার আসে তখন তার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নেয়। কিন্তু যখনই কোনো সাফল্য আসে তখন সে সেটার ক্রেডিট সবার প্রথমে তার টিমকে দেয়। তারপর নিজেকে। So Quality Number 6 Of Leadership…. যেকোনো পরিস্থিতিতে রেস্পন্সিবিলিটি নেওয়া।

আজকাল আমাদেরকে প্রতিদিনই কোন না কোন ফিল্ডে একজন লিডারের ভূমিকা পালন করতে হয়। কারো ফ্যামিলির লিডার, কারো হয়তো বিজনেস লিডার কিংবা কারো নিজের সোসাইটিতে লিডারের রোল প্লে করতে হয়। ফিল্ড কত ছোট বা কত বড় এতে তেমন কিছু যায় আসে না। বরং প্রত্যেকটা ফিল্ডের সাকসেস নির্ভর করে তার লিডারের কোয়ালিটির উপর। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফিল্ড যাইহোক ক্রিকেট কিংবা বিজনেস সব জায়গাতেই কিন্তু গ্রেট লিডারশিপ কোয়ালিটি গুলো হুবহু একই থাকে।

একজন এফিশিয়েন্ট লিডার যখন একটা দুর্বল দলকে শক্তিশালী করে তুলতে পারে। তেমনি একজন ইনেফিশিয়েন্ট লিডার একটা শক্তিশালী দলকে দুর্বল করে দিতে পারে। তাই লিডারশিপের বেসিক কোয়ালিটিস আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। কেননা আমরা রোজই কোনো-না-কোনো ফিল্ডে লিডারের ভূমিকা পালন করে থাকি। আজ আমি আপনাদের সাথে একজন গ্রেট লিডারের ৬টি Essential কোয়ালিটি নেপোলিয়নের লেখা Think And Grow Rich বইটি থেকে শেয়ার করলাম।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post কিভাবে একজন ভালো Leader হয়ে ওঠা সম্ভব । একজন ভালো লিডারের ৬টি গুণ। Bangla Motivational Article appeared first on Trickbd.com.

মুসলিমদের পক্ষে বলিউডের New York মুভি যা ৯/১১ ঘটনায় সাধারণ মুসলিমদের অমানবিক নির্যাতনের বর্ণনা ফুটিয়ে তুলেছে + মুভির লিংক

Posted:

New York(2009)

imdb: 6.8/10

Personal Rating: 8/1

 

Screenshot

৯/১১। ইতিহাসের এই ঘটনাটি আমেরিকানদের কিছু ক্ষতি করেছিল। অন্তত বাকিদের দিকে তাকালে আমেরিকার জন্য এটা ছিল আশির্বাদ। এই ঘটনাটি আমেরিকাকে বহির্বিশ্বে ছড়ি ঘোরানোর এক মহা সুযোগ এনে দেয়। যেকোন দেশ, যেকোন ব্যাক্তি তাদের টার্গেটে পরিণত হওয়া ছিল স্বাভাবিক ঘটনা। সিআইএ, এফবিআই সহ আমেরিকান প্রতিটা সংস্থা যেন বন্য কুকুরের মতন আমেরিকার শত্রু খুঁজতে বের হয়েছিল। এর কতটা সুফল ভোগ করেছিল আমেরিকানরা বা তাদের ন্যাশনাল সিকিউরিটি কতটুকু স্ট্রং হয়েছে সেই প্রশ্নটা কাগজের ফাইলেই বন্দী রবে হয়ত চিরকাল। কিন্তু মুদ্রার অপরপিঠে ভয়াবহ জঘন্য আমেরিকান কুৎসিত চেহারাও আছে। সিআইএ, এফবিআইয়ের টর্চারসেলে কত সন্দেহভাজন নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছে তার হিসেব কোনদিনও পাওয়া যাবেনা। কত মানুষ যে তাদের টর্চার সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়েছে তারও গননা করেনি কেউ। মহান, সভ্য, পৃথিবীর তথাকথিত শ্রেষ্ঠ জাতি বলে কথা।

 

ওমর আইজাজ(নীল নিতিন মুকেশ)দিল্লী থেকে নিউইয়র্কে উচ্চশিক্ষার জন্য আসে। ধীরে ধীরে ওমরের পরিচয় হয় মায়া(ক্যাটরিনা), স্যাম(জন আব্রাহামের) সাথে। হাসি আনন্দে সময়টা বেশ পার হচ্ছিলো ওমরের। মায়াকে ঘিরে ওমরের স্বপ্ন ডানা মেলতে চায়। কখনো বলা হয়না মায়াকে ঘিরে ওমরের অনুভূতিগুলো। একটা সময় মনে হচ্ছিলো গল্পটা তিন বন্ধুকে নিয়ে এগুবে, কিন্ত ৯/১১ এর ভয়ানক থাবা সবাইকে তছনছ করে দেয়। কাহিনী এমন অপ্রত্যাশিত বাঁক সত্যি আনএক্সপ্রেক্টেবল। ওমর, স্যাম, মায়া জড়িয়ে পড়ে জীবনের জটিল থেকে জটিলতম হিসাব নিকাশে।

 

এক কথায় অসাধারন 09/11 এ twin tower এর ঘটনায় সাধারন মুসলিমদেরকে যে কি পরিমান অত্যাচার করেছিল FBI, সেটারই একটা উদাহরন তুলে ধরেছে এখানে।

 

মুভির স্টোরি + ডিরেকশন ফ্যান্টাসটিক। কবির খান অবশ্যই বলিউডের টপ ডিরেক্টর। কাবুল এক্সপ্রেস দেখার পরই বুঝেছিলাম কবির খানের মেকিং কতটা ভালো হতে পারে। বলিউডে এই টাইপের মুভি খুব কমই ক্রিয়েট হয়েছে। অভিনয়ের কথা বলতে গেলে প্রধান চার মহারথীই সাধ্য অনুযায়ী বেস্ট দিয়েছে। তবে নওয়াজউদ্দীন সিদ্দিকের ছোট্ট দুটা স্পেল আপনাকে হতবাক করতে পারে। নওয়াজ যে একটা জাত অভিনেতা সেটা প্রমান করতে ফুল মুভিতে লীড রোল করা জরুরী নয়। নওয়াজের মাত্র কয়েক মিনিটের অভিনয় বাকরুদ্ধ করতে যথেষ্ট। সাথে ইরফান খানের ন্যাচারাল এক্টিং তো ছিলই।

 

সময় কাটানোর জন্য দেখে নিতে পারেন মুভিটি। মায়া, স্যাম ও ওমরের সাথে নিউইয়র্কে। সময়গুলো উসুল হবে বলে বিশ্বাস করি।

 

ডাউনলোড লিংক: Click Here 

 

The post মুসলিমদের পক্ষে বলিউডের New York মুভি যা ৯/১১ ঘটনায় সাধারণ মুসলিমদের অমানবিক নির্যাতনের বর্ণনা ফুটিয়ে তুলেছে + মুভির লিংক appeared first on Trickbd.com.

গ্রামিণ সিমে কোনো ধরনের রিচার্জ ছাড়াই স্পেশাল কল রেট ৪৮ থেকে ৬০ পয়সা করে মিনিট কথা বলুন

Posted:

GP সিমে কোনো ধরনের রিচার্জ ছাড়াই স্পেশাল কল রেট এ কথা বলুন প্রতি মিনিট ৪৮ থেকে ৬০ পয়সা করে বাংলাদেশের যে কোনো সিমে। GP এর সকল প্রিপেইড গ্রাহকরা এই অফারটি গ্রহণ করতে পারবেন।

  • ৪৮ পয়সা স্পেশাল কল রেট প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযন্ত কথা বলতে পারবে এর পর আপনার প্যাক অনুযায়ী কল রেট কাটবে
    প্রতি মাসে ১ বার অফারটি পাবেন এবং অফারটি চালু করলে ১৫ দিন ৪৮ পয়সা স্পেশাল কল রেট এ কথা বলতে পারবেন।
  • ৬০ পয়সা স্পেশাল কল রেট প্রতিদিন ২৪ ঘন্টা কথা বলতে পারবেন প্রতি মাসে ১০ বার অফারটি পাবেন এবং অফারটি চালু করলে ২ দিন ৬০ পয়সা স্পেশাল কল রেট এ কথা বলতে পারবেন তার পর আপনার কল রেট প্যাক অনুযায়ী চার্জ কাটবে।

অফার ২ টি নিতে হলে My-GP অ্যাপ লাগবে যাদের My-GP নেই তাড়া এখানে ক্লিক করে ডাউনলোড করুন

তার পর My-GP অ্যাপ ঢুকিয়ে দেখতে পাবেন Get 1 poisha call rate without any recharge তা ক্লিক করুন।

তার পর Get FREE Offer তে ক্লিক করুন।

তার পর একটি কনফার্ম message এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে যে অফারটি চালু হয়েছে.!

তার পর My-GP অ্যাপ ঢুকিয়ে এই গুলা ধরে একটু ডানে টান দিবে

তার পর দেখবে ৪৮ পয়সা মিনিট অফারটি তা তে ক্লিক করুন।

তার পর কনফার্ম এ ক্লিক করুন।

তার পর একটি কনফার্ম Message এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে যে অফারটি চালু হয়েছে.!

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

ধন্যবাদ

The post গ্রামিণ সিমে কোনো ধরনের রিচার্জ ছাড়াই স্পেশাল কল রেট ৪৮ থেকে ৬০ পয়সা করে মিনিট কথা বলুন appeared first on Trickbd.com.

জেনে নিন মুসলমানদের জন্য দোয়া কবুলের স্থানসমূহ

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টাইটেল দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে মুসলমানদের দোয়া কবুলের স্থানসমূহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । তো যাই হোক আমি পোস্ট শুরু করে দিই । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । আমার আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন ।

মুসলমানদের দোয়া কবুলের স্থানসমূহ :-

· মুসলমানদের জন্য দোয়া কবুলের অনেকগুলো স্থান রয়েছে । এদের মধ্যে নামায অন্যতম । নামাযই হলো মুসলমানদের জন্য একমাত্র ইবাদত যেটি প্রতিনিয়ত পালন করতে হয় । আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য দিয়েছেন সঠিক ও সহজ সরল জীবনব্যাবস্থা । তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদতের জন্য । তিনি আমাদের সৃষ্টিকতা,পালনকতা,রক্ষাকতা । তিনি আমাদের সকল মনের কথা বুঝতে পারেন । আমাদের দোয়া কবুল করেন । তবে তিনি আমাদেরকে কিছু নিদিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছেন যে জায়গাগুলোতে দোয়া করলে সেই দোয়া কখনোই ফেলে দেওয়া হয়না । এরকম কিছু জায়গার মধ্যে নামাযে কিছু জায়গা রয়েছে । এগুলো নিয়েই আমার আজকের পোস্টটি লেখা । এব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলো ।

· নামাযের ভিতরে দোয়া কবুলের স্থানের মধ্যে একটি হলো দুটি সিজদাহের মাঝখানে করা দোয়া । আমরা জানি যে নামাযের প্রতিটি রাকাতে ২টি করে সিজদাহ দিতে হয় । এই দুটি সিজদাহে ১টি সিজদাহ দেওয়ার পর বসে পুনরায় আবার একটি সিজদাহ সম্পন্ন করতে হয় । দুটি সিজদাহের মাঝে বসার সময় যে দোয়া করা হয় সেই দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না । মহানবি (স) দুই সিজদাহের মাঝে অনেক্ষন বসে থাকতেন ও অনেক দোয়া করতেন । নিদিষ্ট কোন দোয়া করতেন না । নিজেদের প্রয়োজনে এখানে দোয়া করতেন মহানবি (স) ।

· নামাযের মধ্যে দোয়া কবুলের আরও একটি স্থান হলো সিজদাহের স্থান ।

নামাযের মধ্যে প্রতিটি রাকাতে দুটি সিজদাহে থাকা অবস্থাতে করা দোয়া কবুল করা হয় । মহানবি (স) নিজেই সিজদাহে প্রচুর দোয়া করতেন । মহানবি (স) সাহাবিদেরকে সিজদাহে দোয়া করার নিদেশ দিতেন । এছাড়া যুদ্ধের আগে মহানবি (স) সিজদাহে পড়ে দোয়া করতেন । এবং সকল দোয়া আল্লাহ তায়ালা কবুল করতেন । তাই আমাদের সিজদাহকে লম্বা করতে হবে এবং দোয়া করব ।
· নামাযের মধ্য আরও একটি দোয়া কবুলের স্থান হলো শেষ বৈঠকে আত্যাহিয়্যাতু পড়ার পরের স্থান ।

প্রতিটি নামাযে সবশেষ রাকাত শেষে বৈঠকে বসতে হয় । শেষ বৈঠকে আত্যাহিয়্যাতু পড়তে হয় । এটি পড়া ওয়াজিব । এটি পড়েই সালাম ফেরালে আপনার নামায হবে । তবে মহানবি (স) শেষ বৈঠকে দুরুদ শরীফ পড়তেন । মহানবি (স) এটি প্রতি নামাযের শেষ বৈঠকে পড়তেন । তাই এটি পড়া সুন্নাত । আমরা যে দোয়া মাছুরা পড়ি তা কোন হাদিসে পাওয়া যায় না । যেহেতু শেষ বৈঠকে আত্যাহিয়্যাতু পড়ার পর যে দোয়া করা হয় তা কবুল করা হয় । এজন্য এই গুরুত্বপূণ দোয়াটি প্রতি শেষ বৈঠকে পড়া উচিত । আত্যাহিয়্যাতু পড়ার পর যে দোয়া করা হয় তা কবুল করা হয় ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভুল হলে ক্ষমা করবেন । ধন্যবাদ ।

The post জেনে নিন মুসলমানদের জন্য দোয়া কবুলের স্থানসমূহ appeared first on Trickbd.com.

ফুডপ্যান্ডায় বিকাশ দিয়ে পেমেন্ট করে ৩০০ টাকা ডিসকাউন্ট পান (অফারটি সীমিত সময়ের জন্য)

Posted:

টাইটেলে যা পড়েছেন তা আসলেই সত্যি! ফুডপ্যান্ডাতে যেকোনো রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ১৫০ টাকা এবং গ্রোসারি অর্ডার করলে পাচ্ছেন ৩০০ টাকা ডিসকাউন্ট।

শুরুর দিকে ফুডপ্যান্ডাতে ক্যাশ অন ডেলিভারি এবং কার্ড দিয়ে পেমেন্টের সিস্টেম থাকলেও বাংলাদেশী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার কোনো সুযোগ না থাকায় অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতো এবং কার্ড পেমেন্টে প্রতিনিয়ত নানান ডিসকাউন্ট থাকলেও ক্যাশ অন ডেলিভারিতে কোনোপ্রকার ডিসকাউন্ট বা ছাড় না থাকায় বেশ সংখ্যক গ্রাহক এই অফারগুলো থেকে বঞ্চিত হতো।

কিছু মাস আগে বাংলাদেশের সকল গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশের পেমেন্ট মাধ্যম ‘বিকাশ‘ কে নিয়ে ফুডপ্যান্ডায় নিয়ে আসে এবং বিভিন্ন ছাড় দিয়ে শুরু করে বিকাশের মাধ্যমে ফুডপ্যান্ডার যাত্রা।

এখন গ্রাহকরা বিকাশের মাধ্যমে ফুড এবং গ্রোসারি পণ্য অর্ডার করতে পারবে বিকাশ পেমেন্টের মাধ্যমেই এবং উপভোগ করতে পারবে বিশাল বিশাল ছাড়!

অফারটির বিস্তারিতঃ

ফুড অর্ডার..

ডিসকাউন্টঃ সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ১ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি শুধুমাত্র তারাই নিতে পারবে যারা নতুন কাস্টমার এবং পূর্বে কোনো অর্ডার করে নি।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

দ্বিতীয় ফুড অর্ডারের ভাউচারঃ

ভাউচার কোডঃ BKASHFOOD

ডিসকাউন্টঃ প্রতি অর্ডারে ৭৫ টাকা করে ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ২ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ২৫০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি যেকোনো পুরাতন / নতুন কাস্টমার নিতে পারবেন।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

গ্রোসারি অর্ডারে বা Pandamart অর্ডারের ভাউচারঃ

ভাউচার কোডঃ BKASHMART

ডিসকাউন্টঃ প্রতি অর্ডারে ৭৫ টাকা করে ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ২ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ৩০০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি যেকোনো পুরাতন / নতুন কাস্টমার নিতে পারবেন।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

এই অফারের শর্তাবলীঃ

  1. ফুডপ্যান্ডার গ্রাহকরা foodpanda – এর ওয়েবসাইট এবং foodpanda অ্যাপের মাধ্যমে অফারটি নিতে পারবে।
  2. শুধুমাত্র বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। (বিকাশ অ্যাপ বা USSD ডায়ালের মাধ্যমে পেমেন্ট করলে অফারটি প্রযোজ্য না)
  3. ফুডপ্যান্ডার গ্রাহকরা ডিসকাউন্ট সাথে সাথে তাঁদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
  4. উক্ত অফারটি পেতে হলে বিকাশ গ্রাহকদের বিকাস একাউন্টটি সচল এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
  5. ফুডপ্যান্ডার গ্রাহকরা সফল অর্ডার করার মাধ্যমেই বিকাশ থেকে ডিসকাউন্টটি পাবেন।
  6. যদি ফুডপ্যান্ডা তাদের গ্রাহকদের সঠিকভাবে পণ্য বা খাবার ডেলিভারি করতে না পারে সেক্ষেত্রে বিকাশ দায়ভার নিবেনা, বিকাশ শুধুমাত্র গ্রাহকদের পেমেন্ট সেবা দিয়ে থাকে। ফুডপ্যান্ডা যদি সেই পণ্যের বা খাবারের মূল্য গ্রাহকদের ফেরত দেয় তাহলে বিকাশ সেই নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ডিসকাউন্ট পূর্নবহাল করতে বাধ্য নয় এবং গ্রাহক ডিসকাউন্ট গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  7. ফুডপ্যান্ডার গ্রাহকরা যদি ভুল করে পেমেন্ট করে ফেলেন তাহলে ফুডপ্যান্ডার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

আরো পড়ুনঃ আম্বার আইটি অ্যাপে বিকাশের মাধ্যমে রিচার্জ করে ২০% ক্যাশব্যাক নিয়ে নিন

কীভাবে গ্রাহক foodpanda – অ্যাপে বিকাশ একাউন্ট যুক্ত করবেন?

  • প্রথমে গ্রাহককে পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি ‘Cart‘ – এ এড করতে হবে।

 

  • Cart – এ এড করা হয়ে গেলে ডিসকাউন্টের লিমিটের মধ্যে মূল্য ঠিক রেখে ‘View your cart‘ – এ ক্লিক করতে হবে।

 

  • Apply a voucher‘ – এ ক্লিক করে ভাউচার বসাতে হবে এরপর ‘Apply Code‘ – এ ক্লিক করতে হবে।

 

  • Review payment and address‘ এ যেতে হবে। এরপর গ্রাহকের বাসার এড্রেস দিতে হবে।

 

  • এরপর ‘Payment method‘- এ গিয়ে bKash সিলেক্ট করতে হবে।

 

  • এখন ‘Place order‘ এ ক্লিক করতে হবে। এরপর গ্রাহককে বিকাশের পেমেন্ট গেটওয়ে-তে রিডাইরেক্ট করবে।
  • শর্ত ও নিয়মাবলীতে সম্মতি দিন ও বিকাশ একাউন্ট নাম্বার, ওটিপি ও বিকাশ-এর পিন নাম্বার দিন।
  • আপনার একাউন্টটি সেভ করা হয়ে যাবে।
  • foodpanda অ্যাপ-এ বিকাশ একাউন্ট যুক্ত করা হয়ে গেলে আপনাকে নিশ্চিত করতে হবে যে default payment method হিসেবে bKash সিলেক্ট করা রয়েছে।
  • এরপর অর্ডার প্লেস করুন, স্বয়ংক্রিয়ভাবেই পেমেন্ট বিকাশ হয়ে যাবে।

প্রয়োজনে ভিডিওটি দেখতে পারেনঃ

The post ফুডপ্যান্ডায় বিকাশ দিয়ে পেমেন্ট করে ৩০০ টাকা ডিসকাউন্ট পান (অফারটি সীমিত সময়ের জন্য) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments