Search box..

সাবধান স্ত্রী লজ্জাস্হানের দিকে তাকালে কি ক্ষতি হয় আসুন জেনে নেই

সাবধান স্ত্রী লজ্জাস্হানের দিকে তাকালে কি ক্ষতি হয় আসুন জেনে নেই


সাবধান স্ত্রী লজ্জাস্হানের দিকে তাকালে কি ক্ষতি হয় আসুন জেনে নেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

লজ্জাস্হানের দিকে তাকালে কি ক্ষতি হয়

প্রিয় পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন আলোচনায়। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবে কিনা…? বা তাকালে কি ক্ষতি হয়…? এবং অনেকেই জানতে চেয়েছেন এটিকে স্পর্শ করা যাবে কিনা….? বা চুম্বন করা যাবে কিনা….? এ বিষয়ে অতি গোপনীয় হওয়াতেই অনেকেই না জেনে ভুল করে থাকেন। আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন এবং আপনার নিকট উপকারী মনে হলে আর্টিকেলটি শেয়ার করে অন্যকেও জানাবেন। ইসলামী শরিয়া প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সমাধান দিয়েছে। ইসলাম কখনোই এলেম অর্জন এর বিষয়ে লজ্জা অনুভব করেনি।

হযরত খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেনঃ হে মানবমন্ডলী! আল্লাহ তায়ালা সত্য কথা( প্রকাশের) ব্যাপারে লজ্জা করেন না। তোমরা স্ত্রীলোকের পশ্চাদ্দারে সঙ্গম করো না।( ইবনে মাজাহ হাদিস নাম্বারঃ ১৯২৪)

রাসূল (সাঃ) এর কাছেও সাহাবে কেরামগণ এই বিষয়টি প্রশ্ন করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম জবাবে বলেছিলেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা আপসে এক জায়গায় থাকলে…? তখন তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেই দেখতে না পায়। তখন সাহাবী আবারো বললেন হে আল্লাহর রাসূল (সাঃ) কেউ যদি একেবারেই একাকী নির্জনে থাকে…? তখন আল্লাহর রাসূল সাল্লাহু সাল্লাম বললেন, মানুষ অপেক্ষা লজ্জার ব্যাপারই আল্লাহই বেশী হকদার যে তাকে লজ্জা করা হবে। (মিশকাত হাদিস নাম্বারঃ ৩১১৭)

স্বামী স্ত্রীর লজ্জাস্থান দেখার ব্যাপারে যেসব বক্তব্য পাওয়া যায়। তাহলোঃ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাহু সাল্লাম এর থেকে তা( লজ্জাস্হান) কখনো দেখিনি এবং তিনিও আমার থেকে তা কখনো তা দেখেননি। (সুনানে ইবনে মাজাহ ১/৩৩৭)

আর একটি হাদীসে রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সঙ্গে মিলন করে, তখন তারা যেন আবৃত থাকে, গাধা যুগলেট মতো যেনো একেবারে নগ্ন হয়ে না যায়। (সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বারঃ ১/৬১৯,১৯২১)

উক্ত দুই হাদিস থেকে এটি স্পষ্ট প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরূপ কখনো করেননি এবং আমাদেরকেও করতে নিরুৎসাহিত করেছেন। তবে কিছু কিছু ফকীহগণের মত দিয়েছেন যে, স্বামী-স্ত্রী উত্তেজনা বাড়াতে লজ্জাস্থান দেখা বা স্পর্শ করা জায়েজ আছে। (ফাতাওয়া শামি ৫/২৩৪)

আবার অনেকের মতে লজ্জাস্থান দেখার ফলে যদি স্বামী-স্ত্রীর উত্তেজনা বাড়ে সেক্ষেত্রে তা নাজায়েজ বলা যাবে না। অর্থাৎ এটি জায়েজ হলেও অনুত্তম কাজ। এর ফলেই অনেক দেখার সাথে সাথেই লেহন করা বা সাক করার সম্ভাবনা বেড়ে যায়। এরফলে কিছু ক্ষতিকর দিক রয়েছে। যেমনঃ

১. লজ্জাস্থান Suck করার ফলে, লজ্জাস্থান থেকে নির্গত নাপাক( বীর্য মযি ইত্যাদি) জিহ্বা, মুখে ইত্যাদিতে লাগবে। আর জরুরত ছাড়া নাপাকে স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। আর নাপাক চুষে ফেলা বা পান করাকে তো বৈধ বলার কোন প্রশ্নই আসে না।

২. মানুষের দেহের সবচেয়ে সম্মানিত অঙ্গ হল তার চেহারা। আর লজ্জাস্থান হলো নাপাকির জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাপাকের জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়।

৩. মুখের দ্বারা আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, তাই এই মুখে নাপাকি লাগানো এবং নাপাকি স্হান Suck করা বড় গর্হিত কাজ।

৪. মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে দেহের ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। আবার দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

৫. লজ্জাস্থানে থাকা জীবাণু যেমন মুখের ক্ষতি করতে পারে, তেমনি চোখের জন্যও এটি ক্ষতিকর হতে পারে। এমনকি বিনা প্রয়োজনে নিজে নিজের লজ্জাস্থান দেখা অনুত্তম কাজ। কারণ এর ফলে কোন অবিবাহিত যুবক যুবতী অথবা যাদের স্বামী স্ত্রী কাছে নেই তাদের মধ্যে হস্ত মৈথুনের লিপ্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর হস্তমৈথুনের ফলে আমাদের মাথা ব্যাথা, বুক ধড়ফড় করা, শরীর ক্লান্ত হয়ে যাওয়া, ব্রেন শক্তি কমে যাওয়া, চোখের জ্যোতি নষ্ট হওয়া সহ ইত্যাদি অনেক ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন হতে পারে। তার নিজের চারিত্রিক উন্নতির জন্য হস্তমৈথুন করা বা নীল সিনেমা দেখা কিংবা নিষ্প প্রয়োজনে নিজের লজ্জাস্থান দেখা থেকেও বিরত থাকতে হবে।

৬. তাছাড়া অনেকে বলেন লজ্জাস্থান দেখার ফলে চোখের জ্যোতি কমে যায়, যার অর্থ অনেকেইনএমন করেন যে, নীল সিনেমা কিংবা স্ত্রীর লজ্জাস্থান দেখার ফলে দুর্বল চরিত্রের লোকদের মনে উল্টাপাল্টা চিন্তা আসতে পারে। যেমনঃ রাস্তাঘাটে বা কর্মস্থলে কোন মহিলাকে দেখলে তাঁর মনে লজ্জাস্হানের সেই চিত্র কল্পনা শুরু হতে পারে, এমনকি নামাজে দাঁড়ালে ও চিত্র চোখে ভাসতে পারে।

যার ফলে নামাজে অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এর কারণেই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অন্তরের গুনাহ হয়ে যেতে পারে। আর চিকিৎসা বিজ্ঞানের আলোকে যেহেতু লজ্জাস্থান লেহন করার মাধ্যমে রোগ জীবাণু সংক্রমণের বিষয়টি নিশ্চিত ভাবে প্রমানিত, সেখানে চুমু দেওয়াকেও বৈধ বলার কোনো অবকাশ নেই। আমরা সংক্ষিপ্তসারে এতক্ষণ যতটুকু বুঝলাম, তাতে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে,

মেডিকেল সাইন্সের অনেক বিশেষজ্ঞের কাছেই এটির মাধ্যমে রোগ জীবাণু সংক্রমিত হওয়ার বিষয়টি সংশয় ছাড়াই প্রমাণিত। তাই খুব বেশি প্রয়োজন না হলে লজ্জাস্থান দেখা বা চোষন করা বা চুমু দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকাই শ্রেয়। তবে উত্তেজনার কারণে কেউ দেখে ফেললে গুনাহগার হবে না। (আল্লাহ তায়ালা সবচেয়ে ভালো জানেন)

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post সাবধান স্ত্রী লজ্জাস্হানের দিকে তাকালে কি ক্ষতি হয় আসুন জেনে নেই appeared first on Trickbd.com.

[Hot] ১ মিনিট এ লাভ ক্যালকুলেটর গেম খেলে নগদ একাউন্ট এ ১০ টাকা বোনাস নিয়ে নিন.!! (শর্ত প্রযোজ্য)

Posted:

নগর এ নতুন একটি অফার চালু হয়েছে লাভ ক্যালকুলেটর গেম।

লাভ ক্যালকুলেটর গেমটি নগদ এর সকল গ্রাহক অংশগ্রহণ করতে পারবে এবং 'নগদ' এই লাভ ক্যালকুলেটর গেমটি নগদ এ প্রদেয় সার্ভিসের উপর ভিত্তি করে যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পে বিল, পেমেন্ট এর উপর হবে

সকল তথ্য এবং হিসাব নগদ তার প্রদেয় সার্ভিসের উপর ভিত্তি করে গেম এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মিনিটে একজনের জন্য রয়েছে ১০ টাকা করে বোনাস।

লাভ ক্যালকুলেটর গেম খেলতে গ্রাহকের একাউন্টটি ফুল প্রোফাইল থাকতে হবে এবং একাউন্ট টি সচল থাকতে হবে।

শুধুমাত্র একজন গ্রাহক একবার এই ক্যাম্পেইনে ১০টাকা বোনাস পাবেন। বিজয়ী এই টাকা পাবেন তার নগদ একাউন্টে ক্যালকুলেটর এ প্রশ্নোত্তর শেষ করার পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে। SMS এর মাধ্যমে জানতে পারবেন

লাভ ক্যালকুলেটর গেম খেলতে এখানে ক্লিক করুন

তার পর শুরু করুন তে ক্লিক করুন

আপনার কি নগদ একাউন্ট আছে? হ্যাঁ যদি হয় তো হ্যাঁ তে ক্লিক করু না যদি হয় তো না তে ক্লিক করে Next এ ক্লিক করুন।

তার পর আপনার নগদ একাউন্ট থেকে প্রতিমাসে কত বার সেন্ড মানি করে এবং গড়ে কত টাকা পাঠান তা বসে দিয়ে Next এ ক্লিক করুন।

তার পর আপনি প্রতি মাসে কত টাকা ক্যাশ আউট করেব তা বসে দিয়ে Next এ ক্লিক করুন

তার পর প্রতি মাসে নগদ একাউন্ট থেকে কত বার মোবাইল রিচার্জ করেন তা বসে দিয়ে Next এ ক্লিক করুন

তার পর প্রতি মাসে কত বার গড় কত টাকা পে বিল করে তা বসে দিয়ে Next এ ক্লিক করুন

তার পর আপনি প্রতিমাসে কত টাকার কেনাকাটা করেন তা দিয়ে Next এ ক্লিক করুন

তার পর হ্যাঁ বা না তে ক্লিক করে Next এ ক্লিক করুন

এখন আপনার নগদ একাউন্ট এর নাম্বার দিয়ে জমা দিন তে ক্লিক করুন

তার পর আপনার নগদ একাউন্ট এর নাম্বার সাবমিট হয়ে গিয়েছে

প্রমাণঃ 

লাভ ক্যালকুলেটর গেমটি চলবে আগামি ২৭শে অক্টোবর , ২০২১ইং পর্যন্ত চলবে।

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] ১ মিনিট এ লাভ ক্যালকুলেটর গেম খেলে নগদ একাউন্ট এ ১০ টাকা বোনাস নিয়ে নিন.!! (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Critical Error সমস্যার সমাধান করবেন (2 Methods)

Posted:

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Critical Error দেখছেন পাচ্ছেন?

ওয়ার্ডপ্রেস কখনও কখনও আপনাকে একটি ইরর ম্যাসেজ দেখাতে পারে যে ‘There has been a critical error on this website. Please check your site admin email inbox for instructions'। সাথে ওয়ার্ডপ্রেস গাইডে ডিবাগিংয়ের একটি লিঙ্কও থাকবে।

এই আর্টিকেলে, আমরা আপনাকে দেখাবো কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসে Critical Error ঠিক করা যায়। এই ইররের কারণ কী এবং কীভাবে এটা এড়ানো যায় সে সম্পর্কেও আমরা কথা বলবো।

ওয়ার্ডপ্রেসের এই ‘Critical Error কী?

ওয়ার্ডপ্রেসের এই ‘Critical Error‘ হল এমন একটি ইরর যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে সুরক্ষিত রাখতে অপ্রয়োজনীয় সকল স্ক্রিপ্ট, এবং প্লাগইনস গুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ রেখে দেয় যতক্ষণ না আপনি এই ইররটির সমধান না করছেন।

পূর্বে, এই ওয়ার্ডপ্রেস ইররের কারণে সাইটের স্ক্রিনের মধ্যে সাদা হয়ে থাকতো এবং নতুন ইউজাররা এই সমস্যার কারণে ভোগান্তিতে পড়তেন। নিজেরা এই সমাধান করার জন্য একপ্রকার সংগ্রাম করতো। 😛

বর্তমানে WordPress 5.2 থেকে, ইউজাররা এখন একটি জেনেরিক ইরর বার্তা দেখতে পান যাতে লেখা থাকে ‘There has been a critical error on this website. Please check your site admin email inbox for instructions‘ এবং সাথে একটা লিংকও দেওয়া থাকবে গাইডের জন্য।

এই ইররটি দেখানোর পর আপনার এডমিন ইমেইলে একটি মেইল যাবে যাতে একটি লিংক থাকবে এবং ইররসহ একটি রিকোভারি লিংক থাকবে এবং সেখানে প্রবেশের পর ড্যাশবোর্ড এক্সেস থাকবে।

অবশ্যই পড়ুনঃ কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন

ওয়ার্ডপ্রেসে ‘Critical Error’ এর কারণ কী?

ওয়ার্ডপ্রেসে ক্রিটিক্যাল ইরর সাধারণত একটি প্লাগইন, স্ক্রিপ্ট বা কোডের কারণে ঘটে যা ওয়ার্ডপ্রেসকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। এটি ঘটে কারণ উক্ত প্লাগইন, স্ক্রিপ্ট বা কোড পূর্বে ইন্সটল থাকা প্লাগইন, স্ক্রিপ্ট বা কোডের সাথে কাজ করতে না পারায়।

আপনি এই সমস্যার সমাধান না করেন তাহলে আপনার সাইটের সমস্ত কিছু থেকে আপনি এক্সেস হারাবেন।

আপনি যদি রিসেন্টলি আপনার ওয়েবসাইটে অন্যান্য টিউটোরিয়াল থেকে কোনো কোড কপি করে পেস্ট করে থাকেন, তাহলে এটি আপনার সাইটে একটি ত্রুটির মূল কারণ।

সকল টপ ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো খুব ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষা করে ওয়ার্ডপ্রেসের সাথে টেস্ট করার পর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরিতে আপলোড এবং আপডেট করা হয়। তাই বেশসংখ্যক প্লাগইন থেকে আপনার সাইট ক্র‍্যাশ হওয়ার সম্ভাবনা খুব কম।

যাই হোক, আসুন দেখে নিই আমরা কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসের ক্রিটিক্যাল ইরর ঠিক করা যায় এবং আপনার ওয়েবসাইটটি আবার সুরক্ষিত অবস্থায় ফিরে পাওয়া যায়। 🙂

Fixing The Critical Error in WordPress

ক্রিটিক্যাল ইরর যখন দেখায় তখন নিজে থেকে সেই সমস্যা খুঁজতেও পারেনা, সমাধানও করতে পারেনা। তবে ভাগ্যক্রমে ওয়ার্ডপ্রেস একটি অটোম্যাটিক মেইল পাঠিয়ে থাকে এডমিনিস্ট্রেটরের ইমেইলে এবং সেখানে একটি লিংক থাকবে যে লিংকে প্রবেশের ফলে আমরা এডমিন প্যানেলের এক্সেস পাবো।

একটি সমস্যা আছে আর তা হচ্ছে বর্তমানে এখন অনেক ওয়ার্ডপ্রেস সাইটের ক্রিটিক্যাল ইররের ইমেল পাঠাতে সমস্যা হয়, তাই আপনি এই গুরুত্বপূর্ণ ইমেল নোটিফিকেশনটি নাও পেতে পারেন। আপনি যদি সেই ব্যবহারকারীদের মধ্যে থাকেন তবে চিন্তা করবেন না। আমরা আপনাকে দেখাবো কিভাবে ইমেইল ছাড়াই ‘Critical Error’ ঠিক করা যায়।

অন্যদিকে, যদি আপনি ওয়ার্ডপ্রেস থেকে ক্রিটিক্যাল ইরর ইমেল পেয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে দেখাবো কিভাবে ইমেইলে আসা লিংকটি ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটকে রিকোভার করতে ব্যবহার করা যায়।

Fixing Critical Error with WordPress Debugging Email

প্রথমেই আপনাকে আপনার ইমেইলের ইনবক্সে যেতে হবে যে ইমেইল এড্রেসটি আপনার ওয়ার্ডপ্রেস এডমিনিস্ট্রেটর এর সাথে কানেক্টেড।

অ্যাডমিন ইমেল হিসাবে আপনি কোন ইমেল ঠিকানা ব্যবহার করেছিলেন তা মনে নেই? আচ্ছা বলছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনি যে ইমেল এড্রেসটি ব্যবহার করেছেন সেটিই আপনার এডমিন ইমেইল।

আপনি যদি Bluehost হোস্টিং এ থাকেন বা ওয়ার্ডপ্রেস অটো-ইন্সটলার ব্যবহার করেন থাকেন, তাহলে আপনার অ্যাডমিন ইমেল এড্রেসটি সম্ভবত সেই একই ইমেইল হতে পারে যা আপনি আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং অ্যাকাউন্টের জন্য ব্যবহার করেছেন।

যাইহোক, আপনার ইনবক্সে আপনি এইরকম সাবজেক্ট সহ একটি ইমেল দেখতে পাবেন ‘Your Site is Experiencing a Technical Issue‘ । এর ভিতরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কী সমস্যা সৃষ্টি করেছেন বা কোন প্লাগইনের মাধ্যমে সমস্যা তৈরী হয়েছে সে সম্পর্কে কিছু তথ্য থাকবে সাথে একটি লিংকও থাকবে।

উদাহরণস্বরূপ, নিচে একটি স্ক্রিনশট শেয়ার করেছি যেখানে আপনি দেখতে পাবেন যে আমাদের একটি সাইটে ওয়ার্ডপ্রেস প্লাগইনের কারণে ক্রিটিক্যাল ইরর ঘটেছে।

এই ইমেইলে একটি লিংক রয়েছে যে লিংকের মাধ্যমে ওয়েবসাইটের এডমিন তার সাইটের সমস্যার সমাধানের জন্য একটি রিকোভার মুডে গিয়ে তার ওয়েবসাইটটি ঠিক করতে পারবে এবং ওয়েবসাইটে লগইন করার পারমিশন দিয়ে থাকে।

ইমেলের নিচে আপনি ইরর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যার মধ্যে নির্দিষ্ট ফাইল এবং কোড থাকবে যা সাইটকে ক্র‍্যাশ করেছে।

এখন আপনাকে ওয়ার্ডপ্রেস রিকোভারি মোডের লিঙ্কে ক্লিক করতে হবে, যা আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাসবোর্ডে নিয়ে যাবে।

লিংকে ক্লিক করার পর আপনাকে লগইন করতে হবে।

লগইন করার পর আপনার ড্যাসবোর্ডে আপনি একটি নোটিফিকেশন দেখতে পাবেন যা আপনাকে আপনার সাইটের ক্রিটিক্যাল ইরর সম্পর্কে অবহিত করবে। ইররটি কী কারণে হয়েছে এবং আপনি এটি কোথায় গিয়ে ঠিক করতে হবে তার একটি লিংকও থাকবে।

উদাহরণস্বরূপ, নিচের স্ক্রিনশটে একটি প্লাগইন পেইজের লিঙ্ক সহ প্লাগইন দ্বারা হওয়া ক্রিটিক্যাল ইরর সম্পর্কে আমাদের এলার্ট করছে।

 

এখন আপনি যদি লিঙ্কটিতে ক্লিক করেন, তাহলে এটা আপনাকে সাইট ক্র‍্যাশ করা প্লাগইনটি দেখাবে। এও দেখাবে আপনাকে ঠিক কোন লাইনে কোডটি আপনার সাইটে ইরর তৈরী করেছে।

আমি সাজেস্ট করবো প্লাগইন Deactivate করতে।

 

NOTE: আপনার যদি ক্র‍্যাশ করা উক্ত প্লাগইনটি ব্যবহার করা বেশিই প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই প্লাগইনের মতো অন্য যেকোনো প্লাগইন ব্যবহার করুন নয়তো ক্র‍্যাশ করা প্লাগইনের ডেভলপারের সাথে যোগাযোগ করুন। Quickopia

একইভাবে, যদি সমস্যাটি আপনার থিমের সাথে হয় তবে আপনি থিম পেইজের একটি লিঙ্ক দেখতে পাবেন এবং লিংকে প্রবেশ করার পর নিচে সমস্যাটি দেখতে পাবেন।

আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস থিমটি পরিবর্তন করতে পারেন নয়তোবা ক্র‍্যাশ করার থিমটি Delete করে দিতে পারেন এবং অফিশিয়াল সোর্স থেকে একই থিমের অন্য নতুন একটি কপি পুনরায় ইন্সটল করে সমস্যাটির সমাধান করতে পারেন।

যাইহোক, সব সমাধান শেষে আপনি আপনার রিকোভারি মুড থেকে এক্সিট নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে উপরের ডান থাকা “Exit Recovery Mode” এ ক্লিক করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখন স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করবে।

যাইহোক, যদি আপনি এখনও ওয়ার্ডপ্রেসে ক্রিটিক্যাল ইররটি দেখতে পান তাহলে আমার দেখানো দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করতে পারেন।

Fixing Critical Error in WordPress Manually

যদি আপনি ওয়ার্ডপ্রেস থেকে ‘Critical Error‘ – এর ইমেইল নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলি আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের ক্রিটিক্যাল ইররের সমস্যার সমাধান করবেন তা এই পদ্ধতিতে দেখানো হবে।

যদি এই ইররটি রিসেন্ট কোনো ভুলের কারণে হয়ে থাকে তাহলে শুধু সমাধানের জন্য উক্ত ভুলকে ‘Undo‘ করতে পারবেন।

উদাহরণ দিয়ে দেখালে, যদি আপনি রিসেন্ট নতুন কোনো প্লাগইন ইন্সটল করে থাকেন এবং সেই প্লাগইনটি Active করতে গেলেই সাইট ক্র‍্যাশ করে বা Critical Error দেখিয়ে থাকে তাহলে আপনাকে শুধু সেই প্লাগইনটিকে Deactivate বা Delete করতে হবে।

এই আর্টিকেলে আমি দেখাবো কীভাবে আপনি প্রথম ধাপেই এই সমস্যার সমাধান করবো। আশা করবো আর্টিকেলটি মনযোগ সহকারে এবং সম্পূর্ণ পড়বেন।

NOTE: এছাড়াও যদি আপনি না জেনে থাকেন যে ঠিক কোন প্লাগইনটির ক্ষেত্রে উক্ত সমস্যাটি হয়েছে তাহলে আপনি আমার দেখানো নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

1. Deactivate All WordPress Plugins

একটি ত্রুটিযুক্ত ওয়ার্ডপ্রেস প্লাগইন (Faulty WordPress Plugin) ডিএক্টিভেট করার সবচেয়ে সহজ উপায় হলো উক্ত প্লাগইনটি সম্পূর্ণরুপে Deactivate করে দেওয়া। যেহেতু ক্রিটিক্যাল ইররের কারণে আপনার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে আপনার কোনো এক্সেস নেই তাই আপনি নিশ্চিত নন যে এক্সাক্টলি কোন প্লাগইনটি আপনাকে ডিএক্টিভেট করতে হবে।

তো, আমরা এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার জন্য আপনার ওয়েবসাইটে থাকা সমস্ত প্লাগইনগুলোকে ডিএক্টিভেট করবো। চিন্তা করবেন না, একবার আপনি আপনার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলের এক্সেস পেয়ে গেলে সহজেই পরে সমস্ত প্লাগইন পুনরায় এক্টিভেট করতে পারবেন।

এই কাজটি করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইট যে হোস্টিং সার্ভারে যুক্ত করা রয়েছে সেই হোস্টিং সার্ভারে প্রবেশ করতে হবে।

অবশ্যই পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেসে Pending Review এর জন্য ইমেইল নোটিফিকেশন পাবেন

হোস্টিং সার্ভারে লগইন করার পর File Manager » public_html/wp-content এ যেতে হবে। যাওয়ার পর plugins নামে একটি ফোল্ডার আপনি দেখতে পারবেন। সেই ফোল্ডারের ভেতরের আপনার সাইটের সমস্ত প্লাগইন রয়েছে।

এখন আপনাকে wp-content এর ভেতর plugins নামে যে ফোল্ডারটি দেখছেন সেই ফোল্ডারে মাউসের রাইট বাটন ক্লিক করে ‘Rename‘ এ ক্লিক করতে হবে।

Rename‘ এ ক্লিক করে সেই ফোল্ডারে আপনার পছন্দমতো একটি নাম দিন। যেমন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, plugins.old

ফোল্ডারটির নাম পরিবর্তনের পর আপনার সাইটের সমস্ত প্লাগইনগুলো ডিএক্টিভেট হয়ে যাবে।

মূলত ওয়ার্ডপ্রেস এক্টিভেট প্লাগইন ওয়েবসাইটে লোড করার জন্য হোস্টিং সার্ভারের File Manager এর ভেতর public_html/wp-content এর আন্ডারে plugins ফোল্ডারটি খুঁজে থাকে। যখন ওয়ার্ডপ্রেস সেই plugins ফোল্ডারটি খুঁজে পায়না তখন কোনো প্লাগইন এক্টিভেট করতে পারেনা এবং ওয়েবসাইটে প্লাগইনগুলো কাজ প্রদর্শিত করাতে পারেনা এবং অটোম্যাটিক্যালি সমস্ত প্লাগইনগুলোকে ডিএক্টিভেট হিসাবে চিহ্নিত করে।

তো যাই হোক, Critical error ম্যাসেজটি সাইট থেকে চলে গেছে কি না তা দেখার জন্য আপনার ওয়েবসাইটটি এখন একবার ভিজিট করুন।

অবশ্যই মনে রাখবেনঃ ক্রিটিক্যাল ইররের সমস্যা সমাধান হোক বা না হোক Plugins.old বা আপনি যা নাম দিয়ে plugins ফোল্ডারটি রিনেইম করেছিলেন সেই ফোল্ডারটি পুনরায় ‘plugins‘ নাম দিতে ভুলবেন না। এই নামটি পুনরায় দিলে ওয়ার্ডপ্রেস তখন ফোল্ডারটিকে চিহ্নিত করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে একে একে এক্টিভেট করে আপনি চেক করতে পারবেন ঠিক কোন প্লাগইনের কারণে সাইট ক্র‍্যাশ করেছিলো।

2. Switch to Default Theme

যদি কোনো থিমের কারণে সাইটে ক্রিটিক্যাল ইরর দেখায় তাহলে এটার সমাধানের পরবর্তী ধাপ হলো আপনাত থিমকে ডিফল্ট একটি থিমে পরিবর্তন করা। এই থিম আপনার ওয়েবসাইটের বর্তমান থিমের কিছু কোডের কারণে বর্তমান সমস্যার সমাধান করবে।

ডিফল্ট থিম বলতে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমকে বুঝিয়েছি যা ওয়ার্ডপ্রেস ইন্সটলের সময় ডিফল্টভাবে আমরা ইন্সটল করে থাকি। ডিফল্ট থিম ডাউনলোড করতে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি তে ভিজিট করে নতুন একটা ফ্রেস কপি ডাউনলোড করতে হবে। আমি সাজেস্ট করবো ‘TwentyTwenty‘ অথবা ‘Twenty Twenty-One‘ থিম ডাউনলোড করতে।

NOTE: ডাউনলোড করা ফাইকটি (.zip) আকারে থাকবে। তাই ভুলেও unzip করবেন না।

এখন আপনাকে আপনার ওয়েবসাইট যে হোস্টিং সার্ভারে যুক্ত করা রয়েছে সেই হোস্টিং সার্ভারে প্রবেশ করতে হবে।

হোস্টিং সার্ভারে লগইন করার পর File Manager » public_html/wp-content এ যেতে হবে। যাওয়ার পর theme নামে একটি ফোল্ডার আপনি দেখতে পারবেন। সেই ফোল্ডারের ভেতরের ডুকুম এবং এখন আপনার সাইটের থিমটি দেখতে পাবেন।

এখন আপনাকে themes ফোল্ডারে থাকা সমস্ত ফোল্ডারকে সিলেক্ট করুন এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে ‘Download‘ করুন।

ডাউনলোড করা হয়ে গেলে ফোল্ডারে থাকা সমস্ত ফাইল ‘Delete‘ করে দিন।

ডিলেট করার পর এখন আপনার সাইটে কোনো থিম ইন্সটল করা নেই। এখন আপনার সাইটে প্রবেশ করলে সাদা একটা স্ক্রিন দেখতে পাবেন।

এখন আপনাকে আপনার সাইটে কিছুক্ষন আগে ডাউনলোড করা ডিফল্ট থিমটি আপলোড করতে হবে। ডিফল্ট থিম আপলোড করার জন্য themes ফোল্ডারে থাকা অবস্থায় উপরের বামে থাকা৷ ‘Upload‘ লেখায় ক্লিক করতে হবে এরপর আপনার ডাউনলোড করা ডিফল্ট থিমের জিপ ফাইলটি আপলোড করতে হবে।

থিম আপলোড করা শেষ হয়ে গেলে এখন আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

যদি আপনার ওয়ার্ডপ্রেস থিমের কারণে ক্রিটিক্যাল ইররটি ঘটে থাকে, তাহলে তা এখনই রিমোভ হয়ে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেলের এক্সেস পেয়ে যাবেন।

আশা করি আমার আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি শিখেছেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Critical Error দেখালে কিভাবে সেটার সমাধান করবেন। আমি চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই বুঝাতে পেরেছি। এছাড়াও আপনি এমন ধরণের আরো আর্টিকেল পেতে এই ক্যাটাগরিতে প্রবেশ করতে পারেন। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না।

The post কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Critical Error সমস্যার সমাধান করবেন (2 Methods) appeared first on Trickbd.com.

��ডাউনলোড করে নিন নেটফ্লিক্সে এর টানটান উত্তেজনাপূর্ণ ভরপুর কোরিয়ান জোম্বি থ্রিলার সিরিজ Kingdom (সাথে বাংলা সাবটাইটেল)

Posted:

টানটান উত্তেজনাপূর্ণ ভরপুর কোরিয়ান জোম্বি থ্রিলার সিরিজ Kingdom. সিরিজটি মূলত কিম ইউন হি এবং ইয়াং কিয়ং-ইল এর অকাল্ট ফিকশন The Kingdom of the Gods উপন্যাস অবলম্বনে নির্মিত।

রোমান্স, থ্রিল, বিশ্বাসঘাতকতা, মাথা ঘুরানো ক্লাইমেক্স, এবং এই সিরিজ দেখলে সব সময় একটা টানটান উত্তেজনায় থাকতে হবে এই বুলি আসলো জোম্বি। এক সেকেন্ডের জন্যও মনে হবে না চোখ সরাতে। Kingdom সিরিজ এর দুটি সিজন বের হয়েছে। সিজন ৩ আসবে খুব তাড়াতাড়ি

কিংডম টিভি সিরিজ টি পরিচালনা করেছেন কিম সিওং-হুন এবং গল্পের লেখক ছিলেন কিম ইউন-হি। এই সিরিজটি আইএমডিবিতে মোট ১৫,৭৭৬ টি ভোট পেয়েছে এবং ৮.৩/১০ রেটিং পায়

📽 Series : Kingdom
🈯 Language : Korean
🔄 Season : 2 (Running)
🔝 IMDb : 8.3/10
🍅 Rotten Tomatoes : 96% Fresh
⏩ Genre : Horror, Thriller
📡 Network : Netflix

প্লটঃ

রাজ্যে কে বা কারা গুজব রটিয়ে বেড়াচ্ছে রাজা মারা গেছে কিন্তু রাণী বলছে রাজা বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। রাজার আশেপাশে কাউকে যেতে দেয়া হচ্ছে না এবং যুবরাজকেও যেতে দেয়া হচ্ছে না। সবকিছু রাণীর নির্দেশ অনুযায়ী চলছে রাজ্যে।

এতে যুবরাজের সন্দেহ হয়। একদিন সে লুকিয়ে রাজাকে দেখতে যায় এবং সেখানে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সহযোগীর মাধ্যমে রাজার চিকিৎসার ডাইরি সংগ্রহ করে যুবরাজ এবং দেখতে পায় যে ডাক্তার রাজার শেষ চিকিৎসা করছে সে তিন বছর আগে রিটায়ার্ড করছে, এতে যুবরাজের সন্দেহ আরো বেরে যায় এবং সহযোগীকে নিয়ে লুকিয়ে সে ডাক্তারকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়..!!

বেশ দূরে একটি দরিদ্র একটি গ্রামে সেই ডাক্তারের চিকিৎসালয়, সেখানে পর্যাপ্ত খাদ্য না থাকায় রোগীদের খাদ্যের খুব সংকট চলছে। এই অবস্থা দেখে সেখানে নতুন আসা একজন রোগী হরিণ শিকার করে এনেছে সেই হরিণ রান্না করে অন্যান্য সব রোগীদের খাওয়ানো শুরু করা হয় কিন্তু পরবর্তীতে সেখানকার দায়িত্বরত একজন সেবিকা জানতে পারে যে রান্না মাংস আসলে হরিণ এর মাংস ছিলো না তা মানুষের মাংস ছিলো এবং সব রোগীরা মানুষের মাংস খেয়েছে..

এই মাংস খাওয়া থেকে শুরু হয় আসোল খেলা এবং শুরু হয়ে যাই জম্বির দৌড় আমি কথা দিতে পারি যদি ভূল করে একটি এপিসোড দেখতে বসেন তো দুটি সিজন না দেখে উঠতে পারবেন না। আর যদি মনে করেন যে এমবি গুলা নষ্ট করে পেলাম তা না হয় এমবির দাম টা আমি দিব😆

Trailer

Season-01

 

Season-02

 

Download Links:

480p

Season-01 (1.09 GB) Click here to download

720p

Season-01 (2.24 GB) Click here to download

480p

Season-02 (1.08 GB) Click here to download

720p

Season-02 (1.54 GB) Click here to download

 

Bangla Subtitle Links

Season-01

Episode-01-06 All

Season-02

Episode-01

Episode-02

Episode-03

Episode-04

Episode-05

Episode-06

আমি মুভি বা সিরিজ এর রিভিউ তেমন করি না আমি যে গুলা দেখি এবং ভালো লাগে সে গুলা সকল এর মাঝে শেয়ার করি যদি কোথাও কোনো ভূল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post 💥ডাউনলোড করে নিন নেটফ্লিক্সে এর টানটান উত্তেজনাপূর্ণ ভরপুর কোরিয়ান জোম্বি থ্রিলার সিরিজ Kingdom (সাথে বাংলা সাবটাইটেল) appeared first on Trickbd.com.

যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগলের অ্যাপ কাজ করবে না

Posted:

See the source image

অ্যান্ড্রয়েডে যদি গুগলের অ্যাপগুলো ব্যবহার করা না যায়, তবে ব্যবহারকারীরা হতাশ হতে পারেন। সে সমস্যা এড়াতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিয়েছে গুগল। তবে সে ডিভাইসে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ সমর্থন করতে হবে। আর সমর্থন না করলে ইউটিউব, গুগল প্লে স্টোর, ম্যাপস, জিমেইল, গুগল ক্যালেন্ডারের মতো সেবা ব্যবহার করা যাবে না

 

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, 'ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।'

See the source image

যে স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ২.৩.৭ কিংবা পূর্ববর্তী সংস্করণ ইনস্টল করা আছে, সেগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা। অ্যান্ড্রয়েডের সেই সংস্করণটি ছাড়া হয় ২০১০ সালের ডিসেম্বরে।

 

যে স্মার্টফোনগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা

See the source image

সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস মডেলের স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন। এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগলের অ্যাপ কাজ করবে না appeared first on Trickbd.com.

Corvus OS(Andriod 11) For Xiaomi Redmi Note 8/8T. The Game specialist

Posted:

হ্যালো ভাইরা আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন ।

যারা Xiaomi Redmi Note 8 এর ইউজার তাদের জন্য আজকের পোষ্ট।তো দেরি না করে শুরু করা যাক আজকের পোষ্ট।

Corvus OS Custom Rom Official ভাই এত ফিচার আর স্পিড নিয়ে শুধু এই একমাত্র রম ।কাস্টম এর জগতে এই রমটি সুপার ফাস্ট লিস্ট এর মধ্যে পরে।আপনি নিজেই ব্যবহারে বুঝতে পারবেন।অবশ্য এটি একটি গেমিং রম তো চলুন এই রমটির ফিচারস আর ইন্সটেল প্রসেস দেখিয়ে দেই আপনাদের।

Corvus OS Features:

 

Notification:

  • Heads up options
  • Charging animation
  • Edge Lighting
  • Blink Flashlight on Call

Lock Screen:

  • Show status bar on lockscreen
  • Disable QS when locked
  • Lockscreen charging info
  • Lockscreen album art filter
  • Media artwork blur level
  • Shortcuts
  • Charging animation
  • Lockscreen style
  • Fod Icon picker
  • Hide lock icon
  • DT2sleep
  • Lockscreen visualizer

Status Bar:

  • Battery Customization
  • Charging LED
  • Battery Estimates Toggle
  • Battery Icon Style
  • Battery Percentage
  • Aggressive Battery
  • Battery Bar Customization
  • Custom Statusbar icons

Display:

  • Custom Options
  • Batter level on bottom
  • Always on when charging
  • New notifications toggle
  • Lift to check phone
  • Hand wave pulse
  • Pocket notifications on removal
  • Brightness options on Ambient
  • Ambient music ticker
  • Ambient wake gestures
  • Night Light
  • Adaptive Brightness
  • Styles and wallpapers
  • Screen Attention
  • Display Colors
  • Screen Savers
  • Screen rotations
  • Wake on plug
  • Game driver preferences
  • DT2wake
  • Ambient Display
  • Always on

কি কি লাগবে ইন্সটেল করতে?

  • আপনার মোবাইলে কাস্টম রিকোভেরি ইন্সটেল থাকতে হবে।
  • ব্যাটারীর চার্য ৫০% এর উপরে থাকতে হবে
  • Corvus OS Download

কিভাবে ইন্সটেল করবেন?

  • Boot Your device in Recovery Mode
  • Select Wipe
  • Advanced Wipe
  • Wipe your Dalivik/ART Cache, Cache,System,Vendor,Data
  • Select Corvus OS Rom And Install
  • Select Magisk For Root
  • go again wipe and format your data
  • then Reboot your System And Enjoy Corvus The Speedy Rom.

আপনার আপনাদের মোবাইল এর মডেলটা কমেন্ট করে বলবেন আমি আপনাদের জন্য সব সেরা সেরা কাস্টম রম এর রিবিউ আর ইন্সটেল এর প্রসেস নিয়ে আসবো।আমাকে রেডমি নোট ৮ এর কাস্টম রম এর জন্য অনেকে বলেছে তাই আজকে ওদের জন্য পোষ্টটা করা হলো।

আল্লাহ হাফেজ।

 

WhatsApp:01821329737

Email:mohammedrakib7040@gmail.com

Facebook:Mohammed Rakib

The post Corvus OS(Andriod 11) For Xiaomi Redmi Note 8/8T. The Game specialist appeared first on Trickbd.com.

Telegram এ Unlimited File Store করে রাখুন BOT এর সাহায্যে

Posted:

 

tech-banner - ThimPress
আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @filetobot, এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে আলোচনা করা হল।

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @filetobot খুবই উপকারী একটা BOT। এই BOT এর সাহায্যে  Category অনুযায়ী Telegram এই File Store করে রাখতে পারবেন।

ব্যবহার:- Category অনুযায়ী Telegram এই File Store করে রাখতে পারবেন।

Telegram BOT টি যেভাবে Run করবেন

1. প্রথমে Telegram App এ Search করুন @filetobot

2. Start Click করুন

3. আপনার Category  + File  Set করুন যা Specefic Folder এই Save করবে এই BOT

 

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF

The post Telegram এ Unlimited File Store করে রাখুন BOT এর সাহায্যে appeared first on Trickbd.com.

অসাধারন একটি স্মাটফোন এর রিভিউ দেখেনিন সবাই

Posted:

আজ আমি আলোচনা করবPoco F2 pro ফোন নিয়ে। ফোনটি প্রথম
বাজারে আসৈ মে ২০২০
সালে।
✅প্রাথমিক অবস্থায় চারটি
কালারে ফোনটি পাওয়া
যায়।
কালো,নীল,লাল,গোলাপী।
✅ফোরজি সাপোর্ট পাবেন
কিন্তু ফাইভজি পাবেন না।
✅ডুয়েল ন্যানো সিম স্লট
আছে। ফুল ভিও মিনিমাল নচ
ডিসপ্লে। গ্লাস এর
প্রোটেকশন পাবেন।
✅ ইউএসবি টাইপ সি সাপোর্ট
পাবেন। যা এই ফোনের
পজিটিভ দিক।
✅
Poco F2 pro স্মার্টফোনে
ওটিজি সাপোট করবে।
✅ এলসিডি টাচ স্কিন
এলসিডি ডিসপ্লে।
✅ প্লাস্টিক বডি পাবেন।
পাঞ্চ হোল ডিসপ্লে।
✅ গরিলা গ্লাস এর
প্রোটেকশন থাকবে। পেছনে
প্লাস্টিক বডি পাচ্ছেন।
এককথায় Poco F2 pro ফোনটি
অসাধারণ সাপোর্ট দিবে।
★ওজন ও সাইজঃ
✅ ওজন ২০৬.৫ গ্রাম। যা
মোটামুটি ওজন।
✅ সাইজ নূন্মতম অনুমানিক ৬.২১
ইঞ্চি। মোটামুটি বড়।
মাল্টিচাট করতে পারবেন।
★ক্যামেরাঃ
✅সামনের ক্যামেরা ২৫
ম্যাগাপিক্সেল, এইচডিআর
সাপোর্ট করবে। ১০৮০ পি তে
ভিডিও করা যাবে। ফুল
এইচডি ভিডিও করা যাবে।
✅ পেছনের ক্যামেরা ৪৮+৮+৫
মেগাপিক্সেল।
তারমানে মাত্র তিনটি
ক্যামেরা থাকছে পেছনে।
ডেপথ সেন্সর থাকবে।
আলট্রাওয়াইড ভিডিও করা
যাবে। মেক্রো লেন্স
থাকবে।
✅
Poco F2 pro ফোনটি দিয়ে
২১৬০পি তে ভিডিও রেকর্ডি
করা যাবে। যা এই ফোনের
জন্য খুবই ভালো দিক।
★ব্যাটারি ও চার্জারঃ
✅ ৪০০০ এম্পিয়ার নন রিমুভেবল
ব্যাটারি পাবেন। নরমাল
ব্যাবহারে ২-৩দিন বেকাপ
পাবেন।
✅ ফাস্ট চার্জার পাবেন। যা
ভালো দিক।
★এন্ডয়েড ভার্সন ও প্রসেসরঃ
✅ এন্ডয়েট ১০.০০
✅
Poco F2 pro ফোনটতে
পাবেন কোয়ালকম
স্নাপড্রাগন ৭৬৫ প্রসেসর।
যার স্পিড এককথায় দূর্দান্ত
পাবেন।
★র্যাম&রম ও মেমোরিঃ
✅র্যাম ৮জিবি
✅রম ১২৮/২৫৬ জিবি
পাশাপাশি ২৫৬ জিবি
মাইক্রো এসডি কার্ড বা
ডেডিকেটেড স্লট থাকবে।
অন্যান্য সুবিধা যা যা
পাবেন। ভালো ও মন্দ তার
মধ্যে আছে বিস্তারিত
আলোচনা করা হচ্ছেঃ
✅ Poco F2 pro
স্মার্টফোনটিতে ফোনের
ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট
থাকবে। পাশাপাশি
ফোনটিতে ফেইস আনলক তো
আছেই। তাছাড়া ফোনটি ফুল
এইচডি সুপার এমোলেড
আইপিএস এলসিডি স্কিন। ফুল
ভিও ওয়াটারড্রপ নচ
স্টাইলের ডিসপ্লে।
গোরিলা গ্লাসের
প্রোটেকশন পাচ্ছেন। ২১৬০
পি তে ভিডিও সহ আরো
অনেই সুবিধা পাবেন।
যারা গেম খেলতে
ভালোবাসেন তাদের জন্য
দূর্দান্ত মানের একটি ফোন।
Poco f2 pro এই ফোনে ৪০০০
এম্পিয়ার ব্যাটারির সাথে
দূর্দান্ত এক প্রসেসর!! সাথে
ফাস্ট চার্জার তো আছেই।
তার মানে আপনাকে চার্জ
নিয়ে ভাবতেই হবেনা।
গেমিং এর জন্য দূর্দান্ত একটি
ফোন। ব্যাটারি অনেক
ভালো পাশাপাশি
ক্যামেরা মোটামুটি বলার
মতো ভালো পাবেন।
আপনার বাজেটের মধ্যে এই
দামে Poco F2 pro এর চেয়ে
ভালো ফোন আর নাও পেতে
পারেন। প্রসেসর মোটামুটি
এই বাজেটে চলার মতো।
ফাস্ট চার্জার আছে যা
নিয়ে অভিযোগ করার
সুযোগ নেই বললেই চলে।
নয়েস কনসোলেশন থাকবে।
মানে আপনার সামনে
কোলাহল থাকলেও
অপরপ্রান্তে শুনতে সমস্যা
হবেনা। ফিঙ্গারপ্রিন্ট
পেছনে যা শুরুতেই বলেছি
তবে ফেইস আনলক অনেক বেশি
কার্যকর। উচ্চ বাজেটে Poco
F2 pro চেয়ে ভালো ফোন
পাবেন না। চাইলে কিনে
ফেলতে পারেন। ফোনটি এই
বাজেটের মধ্যে দূর্দান্ত
একটি ফোন হবে। ব্যাটারি
বেকাপ নিয়ে কোন
চিন্তাই করতে হবেনা।
অনায়াসে ২-৩দিন চলে
যাবে।
ফোনের সিম নেটওয়ার্ক,
ভয়েজ কল এককথায় অসাধারণ।
কোন অভিযোগ করার উপায়
নেই। ওয়াইফাই
স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট
ভালো।
Poco f2 pro
স্মার্টফোনটি হ্যাং হওয়া
বা ফোন স্লো হওয়ার
সম্ভাবনা নেই। ফোনটিতে
হিটিং ইস্যু থাকার
সম্ভাবনা কম।ফোনটির মার্কেট প্রাইজ হলো 8/120–মাত্র 26000টাকা

ট্রিকবিডির মত আমারও একটি টেক সাইট রয়েছে যেখানে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক এবং ওয়েবসাইট সমপ্রতিক পোস্ট করে থাকি লিংক

TECHNOWBD.COM
আশাকরি সবাই ভিসিট করে আসবেন

ওবং বিভিন্ন ধরনের সিম অফার ও মোবাইল রিভিউ জানতে প্রতিদিন ভিসিট করুন
Newtrick24.xyz

সবাই দেখি প্রশ্ন-উত্তর সাইট বানাচ্ছে তাই আমি নিজিও একটি সাইট বানালাম সবাই দেখে আসবেন আর কারো জদি এই থিম লাগে তাহলে জানাতে পারেন

Posnouttor.xyz

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd সাথেই থাকবেন ধন্যবাদ

The post অসাধারন একটি স্মাটফোন এর রিভিউ দেখেনিন সবাই appeared first on Trickbd.com.

Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন।

Posted:

আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন। যদি ভালোনা থাকেন তাহলেও প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করলে আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনাদের দোয়ায় আমিও ভালই আছি। আমি প্রতিনিয়ত ট্রিকবিডিতে নতুন কিছু আনার চেষ্টা করি।
তাই আপনারা সবাই প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন। [h1]আজকের টপিক[/h1]আজ আমি আপনাদের সামনে যে গেম নিয়ে হাজির হয়েছি সেটা একটা এ্যান্ডোএড গেমের মতন।
এই গেমটা আমি খেলিছি আমাকে ভালই লেগেছে । আসাকরি আপনাকেও ভালো লাগবে। এই গেমটার অনেক গুলো লেভেল আছে, আমি সব গুলো খেলিনি। এখনো খেলতেছি। এটা আস্তে আস্তে লেভেল আপ করার পর আরো কঠিন হয়ে যায়।
এই গেমটা খুব কঠিন মনে হয়েছে আমার কাছে। আপনার কাছে কি মনে হবে যানি না।
তাহলে চলুন এবার গেমটার কিছু স্কিন শট দেখে নেই।

আশাকরি রিভিউ ভালোই লেগেছে।
তাহলে এবার গেমটা ডাউনলোড করে নিন।
Click Here To Dawnlord

তাহলে ভালো থাকবেন শুস্থ থাকবেন , ট্রিকবিডিএর সাথেই থাকবেন।


The post Java ফোন দিয়ে এবার এ্যান্ডোএড এর wheres_my_water গেমটা খেলুন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments