Search box..

ফেসবুকের নাম পরিবর্তনের কারণ জানালো মার্ক জুকারবার্গ

ফেসবুকের নাম পরিবর্তনের কারণ জানালো মার্ক জুকারবার্গ


ফেসবুকের নাম পরিবর্তনের কারণ জানালো মার্ক জুকারবার্গ

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের আজকের পোস্টটি করার পূর্বে আরেকটি পোস্ট পাবলিশ করা হয়েছিল। পূর্বের পোস্টে আমরা জেনেছিলাম ফেসবুকের নাম পরিবর্তন করা হচ্ছে। মার্ক জুকারবার্গ নিজেই জানিয়েছে কেন ফেসবুকের নাম পরিবর্তন করা হবে। এ কারণেই আমাদের আজকের এই আর্টিকেল তাদের জন্য, যারা এই বিষয়বস্তুগুলো নিয়ে জানার আগ্রহ রয়েছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফেসবুক প্রতিষ্ঠান নাম পরিবর্তন করার কারণ মার্ক জুকারবার্গ কি বলেন?

মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করার ব্যাপারে বলেন,,, সময়ের সাথে সাথে ব্যবহারকারীদের কোম্পানির অন্যান্য পরিষেবাগুলোর জন্য, আর ফেসবুক ব্যবহার করা লাগবেনা। নতুন নামটি সেই বিষয়টি সামনে আনছে,,, 'মেটাভার্স' নামে মূলত একটি অনলাইন জগত তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন মার্ক জাকারবার্গ। এই জগতে ভিআর হেডসেট ব্যবহার করে ভার্চুয়ালি বিভিন্ন কাজ করার পাশাপাশি,

ব্যবহারকারীরা গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে। তাছাড়া মার্ক জাকারবার্গ আরো বলেন,,, আমরা যা কিছু করছি এবং ভবিষ্যতে করব, সেটা বিদ্যমান ব্র্যান্ডটি সম্ভবত উপস্থাপন করতে পারছে না, ঠিক এ কারণেই পরিবর্তন দরকার। একজন বহিরাগতের কাছে, মেটাভার্স দেখতে ভিআরের একটি সংস্করণের মতো হতে পারে,,, তবে কিছু মানুষ বিশ্বাস করে যে, এটি ইন্টারনেটের ভবিষ্যৎ অন্যতম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

মার্ক জুকারবার্গ আরো বলেন,,, সেখানে মানুষ কম্পিউটারে কাজ করার পরিবর্তে, মেটাভার্স নামের ভার্চুয়াল দুনিয়াতে হেডসেটের সাহায্যে প্রবেশ করতে পারবে। যেখানে সব ধরনের ডিজিটাল পরিবেশের সাথে সংযোগ স্থাপন করা যাবে। এমনকি এই ভার্চুয়াল জগতটি কাজ, খেলা, কনসার্ট থেকে শুরু করে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগের জন্যও ব্যবহার করা যাবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার 29 শে অক্টোবর ফেসবুকের বার্ষিক কনফারেন্সে নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।

এমনকি এদিকে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে নতুন সাইনবোর্ডে 'মেটা'র লোগো উন্মোচন করা হয়েছে। উল্লেখ্য, 'মেটা'র অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফর্মগুলোর কোন ধরনের নাম পরিবর্তন হবে না। এটি শুধুমাত্র ফেসবুকের জন্যই প্রযোজ্য। তাছাড়া নাম পরিবর্তনের ব্যাপারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন,,,

‌ফেসবুকের এই নতুন আপডেট অনেক ধরনের ফিচার নিয়ে আসবে। এবং বিশ্বের বড় প্ল্যাটফর্ম এর অন্যতম প্লাটফর্মে দাঁড়াবে এই পরিবর্তন। ফেসবুক ব্যবহারকারীরা যেন সহজেই নানা ধরনের কঠিন কাজ সহজ করতে পারে। এমনিতেই মার্ক জুকারবার্গ বেশি কথা বলেন না। যতোটুকু তিনি এই পরিবর্তনের কথা উল্লেখ করেছেন ততটুকুই আপনাদের কাছে শেয়ার করা হয়েছে। তবে মার্ক জুকারবার্গ এই সম্বন্ধে অর্থাৎ পরিবর্তনের আরো অনেক কিছু পরবর্তীতে বলতে বলে আশা করা যায়।

আর্টিকেল এর শেষ কথা

বন্ধুরা আজ আমরা ফেসবুকের নাম সম্বন্ধে পরিবর্তনের মার্ক জুকারবার্গ কি বলেছেন,,, এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর্টিকেলটির সবার কাছে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। পরিশেষে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post ফেসবুকের নাম পরিবর্তনের কারণ জানালো মার্ক জুকারবার্গ appeared first on Trickbd.com.

Envato Elements ডাউনলোড [পর্ব 8]

Posted:

গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে ।

আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক।

গতপর্ব গুলো দেখতে চাইলে নিচের লিংক থেকে দেখুনঃ

Envato Elements ডাউনলোড [পর্ব 7]

1. Corporate Female Toolkit Vol.1

Attributes

Length 0:05
Resolution 1920 x 1080
File size 335MB
  • Required plugins: None required
  • Supported Applications: After Effect
Download Preview                                                Download Link

2. History in Dates – Historical Memory

History Memory in Dates

Project features:

  • Horizontal Resolution: 4K 3840×2160, Full HD 1920×1080
  • Vertical resolution: 4K 2160×3840, Full HD 1080×1920
  • Duration 1:02
  • No plugins needed
  • After Effects CS5.5 and higher
  • Music Link – https://audiojungle.net/item/documentary-piano-emotional-strings/23029325
  • Font – https://www.fontsquirrel.com/fonts/playfair-display

Attributes

  • Length1:02
  • Resolution: 3840 x 2160
  • File size24MB
  • Required plugins: one required
  • Supported Applications: After Effects
Download Preview                                               Download Link

3. Color Product Promo

Attributes

  • Length: 0:31
  • Resolution 1920 x 1080
  • File size3.4MB
  • Required plugins: None required
  • Supported Applications: After Effects
Download Preview                                                      Download Link

4. Youtube channel kit

YouTube Channel Kit

Modern and stylish animation. After Effects template that is truly easy to use with a video tutorial that is accompanied by an English language voice-over. You can create a clean, urban promotion with minimal effort.

Characteristics:

  • Resizable lower thirds with social media options
  • Subscribe and Like overlay buttons
  • transitions
  • Step-by-step VIDEO tutorial (voice-over in English) from opening the AE file to rendering the finished project
  • 24/7 support service (Please contact me and I will respond as soon as possible)
  • Compatible with After Effects from Ae CS6 to CC 2020
  • Resolution 4K 3840×2160
  • No plugins needed, all After native effects
  • Universal expressions, compatible with After Effects in any language
  • well organized project
  • Easy customization and fast rendering
  • Free updates
Download View                                                          Download Link

5. HUD Dashboard Infographics

Download View                                                      Download Link

6. Clean Multilayer Logo Pack

Download View                                                     Download Link

7. Design and Development Animation | After Effects

Characteristics:

  • 25 ready-made scenes
  • Work Any Language in Ae
  • Editable Text
  • Text Positioning
  • Color Controls
  • After Effects CS6, CC and above
  • universal expressions
  • No plugins needed
  • 100% After Effects
  • 100% vector layer in A
  • 100% resizable
  • 4K resolution support

Files included:

  • After Effects.
  • Documentation Help .PDF
  • Link source and illustration. TXT

Audio used: \ Audio used only for video viewing only and not included in the main file, if you like them open the Documentation file to see where you can find this Audio track.

Download View                                                      Download Link

8. Ultimate Youtube Fashion Screens

Youtube Trendy Endscreens- After Effect Modelo e MOGRTs

This package contains After Effect version and MoGRTs, so if you want to use MoGRTs, you need to install Premiere Pro 2019.

  • +5 Tela final do Youtube
  • 1920×1080
  • After Effect 2019+ e Premiere Pro 2019+ (para MOGRTS)
  • No plugin required
  • Easy to use and customize Free customer support
Download View                                                                 Download Link

9. Blueprint Burn

Download View                                                                         Download Link

10. Logo Orb Crystal Revelar

Download View                                                                       Download Link

11. Soft and clean logo

  • 1920×1080
  • No Plugins Required
  • Soft and clean with slight RGB split aesthetics
  • AE CS6 or higher
  • User guide included
  • Easy to use – Friend for beginners
Download View                                                                     Download Link

12. The Complete Stylizer Tool Kit of the 80s | Retro Text Maker

The Complete Stylizer Toolkit of the 80s

Characteristics:

  • Create Titles, Trailers & Logo Intros!
  • Style your projects on Vibe from the 80s
  • 80's Professional Style Effects
  • Easy controllers to create your own style
  • Try and combine for unique results
  • 45 Text and Logo Styles
  • 6 slogan style text effects
  • 39 Backrounds inspired by retroactive waves
  • 14 animation styles to choose from
  • 20 80s Style Transitions
  • 10 Color Sorting Presets
  • 20 Organic Vhs Image Overlays
  • Vhs 80s Text Animation Maker Tool
  • Vhs 80s Displacement Styler Overlays Tool
  • Neon Shapes Option
  • Alpha Channel (Transparent)
  • After Effects Cs6 and above No plugins
  • Title examples used in the preview are included!
  • Audio used in preview: Synthwave Motivational
Download View                                                                  Download Link

আপনার যদি কোনো এলিমেন্টস লাগে তাহলে অবশ্যই জানাবেন । আমি দেওয়ার ট্রাই করবো। পর্ব 9 নং আমার ব্লগে পাব্লিশ করা হয়েছে। আগামীকাল ট্রিকবিডিতে আসবে । দেখতে চাইলে ভিজিট করতে পারেন। ধন্যবাদ ।

© MH Mamun

The post Envato Elements ডাউনলোড [পর্ব 8] appeared first on Trickbd.com.

10 Best Free Photo Editing Apps for Android 2021

Posted: 30 Oct 2021 11:40 AM PDT

ফটো এডিটিং সফটওয়্যারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচলনের পর আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বায়নের আগে, লোকেরা তাদের ফটোগুলিতে কীভাবে উপস্থিত হয়েছিল তা গুরুত্ব দেয়নি। কিন্তু এই কারণে যে কয়েকশ থেকে এক হাজার থেকে কয়েক মিলিয়ন মানুষ বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার ফটো চেক করতে পারে, মানুষ তাদের ফটোতে কেমন দেখায় সে বিষয়ে অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে।

অ্যান্ড্রয়েডের জন্য সেরা ফটো এডিটিং অ্যাপস

সময় চলে গেছে যখন ফোনের অন্তর্নির্মিত ফটো এডিটিং বৈশিষ্ট্যগুলি একটি নিখুঁত ছবি তৈরির জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখন যেমন আমরা সবাই জানি, ফটো এডিট করার জন্য আমরা যেসব ফিচার ব্যবহার করতে চাই তার অভাবের কারণে আমরা সেগুলো আর ব্যবহার করি না।

অ্যান্ড্রয়েডের জন্য একটি নিখুঁত ফটো এডিটিং অ্যাপের চাহিদা মোকাবেলা করে, প্লে স্টোর এই ধরনের হাজার হাজার অ্যাপ দিয়ে ভরা। কিন্তু স্পষ্টতই, তাদের সকলেই সেরা ট্যাগের যোগ্য নয়। আপনি একটি অ্যাপ খুঁজছেন এবং শত শত অন্যান্য অ্যাপ এটির ঠিক নিচে একটি পরামর্শ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি কোন অ্যাপটি ইনস্টল করতে হবে এবং কোনটি ছাড়তে হবে তা নির্ধারণ করা কঠিন করে তোলে। এজন্য আমরা কঠোর পরিশ্রম করেছি এবং 2021 সালে অ্যান্ড্রয়েডের জন্য কয়েকটি সেরা ফটো এডিটিং অ্যাপ নির্বাচন করেছি।

1. Snapseed

Snapseed হল সবচেয়ে সহজ ফটো এডিটিং টুল যা আপনি অ্যান্ড্রয়েডের জন্য খুঁজে পেতে পারেন। আপনি প্রথমবারের মতো অ্যাপটি খুলুন এবং আপনি কী করবেন তা জানেন। এবং যদি আপনি ইতিমধ্যে ফটো এডিটরদের কাজের সাথে পরিচিত হন, তাহলে এটি আপনার জন্য আরও সহজ। স্ন্যাপসিড একটি ফটো এডিট করার জন্য যে ফিচার দেয় তার তালিকা অফুরন্ত। আপনি স্ন্যাপসিডের ক্ষমতাগুলি ভালভাবে কল্পনা করতে পারেন যে এটি পেশাদার ফটোগ্রাফারদের দ্বারা ব্যবহৃত নির্বাচিত অ্যাপগুলির মধ্যে একটি।

Snapseed সম্পাদক

প্রভাব, ক্রপ, রোটেট, হোয়াইট ব্যালেন্স, ব্রাশ, টেক্সট এবং কার্ভের মতো মৌলিক এডিটিং ফিচার থেকে আপনি হেড পোজ, হিলিং, রেট্রোলাক্স, ভিনটেজ, ড্রামা, টোনাল কন্ট্রাস্টের মতো উন্নত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন এবং তালিকাটি দীর্ঘ। স্ন্যাপসিড অ্যাপের ভিতরে, আপনি টিউটোরিয়ালগুলির একটি সম্পূর্ণ প্যাকও পাবেন যাতে আপনি প্রদত্ত সরঞ্জামগুলির সঠিক ব্যবহার করে একটি ব্যতিক্রমী ছবি তৈরি করতে পারেন।

Snapseed বৈশিষ্ট্য

মূল বৈশিষ্ট্য

  1. স্ন্যাপসিডের একটি খুব সহজ এবং মার্জিত ইউজার ইন্টারফেস রয়েছে যা আপনাকে সমস্ত সরঞ্জামগুলিতে সহজে অ্যাক্সেস দেয়। এডিটিং স্ক্রিনটি স্টাইল, টুলস এবং এক্সপোর্ট নামে তিনটি ভাগে বিভক্ত।
  2. স্টাইলস ট্যাবে অনেক পেশাদার ফিল্টার পাওয়া যায় এবং আপনি ভিউ এডিট প্যানেল থেকে তাদের সেটিংস কাস্টমাইজ করতে পারেন। টুলস ট্যাব আরো ফিল্টার যেমন ভিনটেজ, পোর্ট্রেট, দানাদার ফিল্ম, ড্রামা, নোয়ার ইত্যাদি প্রদান করে।
  3. হিলিং, কার্ভস, সিলেক্টিভ, ব্রাশ, পার্সপেক্টিভ এবং ডাবল এক্সপোজার এর মত বৈশিষ্ট্যই এই ফটো এডিটিং অ্যাপকে ভিড়ের বাইরে দাঁড় করিয়ে দেয়।
  4. JPG এবং RAW ফাইল সম্পাদনা করুন।
  5. অ্যাপ-এ কেনাকাটার অফার নেই। এটা একেবারে বিনামূল্যে!
  6. সম্পাদনার সরঞ্জামগুলির উপর খুব সুনির্দিষ্ট এবং সূক্ষ্ম নিয়ন্ত্রণ।
  7. বিভিন্ন স্টাইলিশ টেক্সট এবং ফ্রেম প্রদান করুন।
  8. আপনাকে আপনার সম্পাদনাগুলি সংরক্ষণ করতে এবং পরে সেগুলি আপনার নতুন ফটোতে প্রয়োগ করার অনুমতি দেয়
  9. রপ্তানির মান অত্যন্ত ভালো।
  10. বিরক্তিকর কোন বিজ্ঞাপন নেই।
  11. Snapseed- এ টিউটোরিয়াল পাওয়া যায় যার মাধ্যমে আপনি অ্যাপ ব্যবহার করা শিখতে পারেন এবং আপনার পরবর্তী সম্পাদনার জন্য ফটো এডিটিং আইডিয়া পেতে পারেন।

কনস

  1. অ্যাপটির সাথে পরিচিত হতে কিছুটা সময় লাগবে।
  2. পেশাগত সম্পাদনার দক্ষতা প্রয়োজন। আপনি যদি একজন শিক্ষানবিশ হন, তাহলে এর টুলস কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আপনার কোন ধারণা থাকবে না।
  3. ফটোগুলি এক্সপোর্ট করার সময় তাদের কোয়ালিটি চয়ন করার কোন বিকল্প প্রদান করে না।

অ্যান্ড্রয়েডে Snapseed ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি)

2. PicsArt

PicsArt দীর্ঘদিন ধরে ফটো এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে রয়েছে এবং এটি এখনও অপরাজেয়। Picsart মজাদার, এটি ব্যবহার করা সহজ, বৈশিষ্ট্য এবং প্রভাব পূর্ণ একটি ব্যাগ আছে, এবং আপনি আপনার পরবর্তী সম্পাদনা ব্যবহার করতে পারেন নতুন ধারণা একটি টন প্রদর্শন।

PicsArt দিয়ে ছবি সম্পাদনা

অ্যাপ্লিকেশনটির সমস্ত বৈশিষ্ট্যগুলি এমনভাবে সংগঠিত করা হয়েছে যাতে যখনই আপনার প্রয়োজন হয় তখন বৈশিষ্ট্যগুলি খুঁজে পাওয়া আপনার পক্ষে সহজ। উদাহরণস্বরূপ, ক্রপ, ডিসপারসন, ক্লোন, মোশন এবং কার্ভের মতো অ্যাপের ফিচারগুলো টুলের ভেতরে রাখা হয়। একইভাবে, সমস্ত প্রভাব এবং তাদের সমন্বয় প্রভাব শ্রেণীতে পাওয়া যাবে। PicsArt এর একটি প্রো সংস্করণও রয়েছে যা আপনাকে অনেক বেশি বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস দেয়। কিন্তু যদি একজন পেশাদার সৃষ্টিকর্তা না হন তবে অ্যাপটির বিনামূল্যে সংস্করণ আপনার জন্য যথেষ্ট।

PicsArt ধারনা

মূল বৈশিষ্ট্য

  1. আপনার ফটোগুলিকে অনেকগুলি সম্পাদনার সরঞ্জাম দেবে ।
  2. কাস্টম সমন্বয় সহ বিস্তৃত ফিল্টার।
  3. বিভিন্ন গ্রিড শৈলীর সাথে ছবির কোলাজ তৈরি করুন।
  4. ড্রইং টুল ফিচার যা আপনাকে লেয়ারিং দিয়ে ছবি আঁকতে দেয়।
  5. একটি ওভারলে ইমেজ হিসেবে ফটো যোগ করুন।
  6. ছবিতে টেক্সট এবং স্টিকার যুক্ত করুন । PicsArt এ 60+ মিলিয়নেরও বেশি স্টিকার পাওয়া যায়। আপনি কাস্টম ফন্ট ইনস্টল করতে পারেন।
  7. সাধারণ রঙ বা অস্পষ্ট পটভূমির সাথে ফটোগুলিকে বিশেষ অনুপাতের সাথে মানানসই করুন।
  8. আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড মুছুন।
  9. আরো সুন্দর এবং প্রাকৃতিক দেখতে আপনার সেলফিগুলিকে নতুন করে সাজান।

কনস

  1. প্রচারণার জন্য বিরক্তিকর বিজ্ঞাপন এবং পপ-আপ।
  2. কিছু বৈশিষ্ট্য শুধুমাত্র PicsArt গোল্ড সংস্করণে উপলব্ধ।
  3. কোন এইচএসএল সমন্বয় এবং রঙ মেশানোর সরঞ্জাম নেই।
  4. কিছু বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

অ্যান্ড্রয়েডে PicsArt ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

3. লাইটরুম

লাইটরুম হল অ্যাডোব থেকে একটি ফটো এডিটিং টুল যার মানে এটি অবশ্যই একটি শট দেওয়ার যোগ্য। প্রাথমিকভাবে, লাইটরুম ব্যবহার করা একটু কঠিন হতে পারে কিন্তু কয়েক মিনিট সময় দেওয়ার পরে, আপনি অ্যাপটির কাজকর্মের সাথে পরিচিত হবেন। ক্রপ, ইফেক্টস, লাইট এবং কালারের মতো মৌলিক টুলস থেকে শুরু করে অপটিক্স, ডিটেইলস, ভার্সনের মতো উন্নত ফিচারের জন্য একজন স্রষ্টার প্রয়োজনীয় সবকিছুই ব্যবহারের জন্য উপলব্ধ।

অ্যান্ড্রয়েডে লাইটরুম এডিটিং

অ্যাপের অধিকাংশ সম্পাদনা বৈশিষ্ট্য বিনামূল্যে ব্যবহারের জন্য উপলব্ধ কিন্তু কিছু নির্বাচিত বৈশিষ্ট্য শুধুমাত্র প্রিমিয়াম সদস্যদের জন্য অ্যাক্সেসযোগ্য। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে জ্যামিতি, নিরাময় এবং নির্বাচনী। আমরা আগেই বলেছি, লাইটরুম শুরুতে আপনার জন্য একটু জটিল হতে পারে, তবে আপনি অ্যাপের ভিতরে দেওয়া টিউটোরিয়ালগুলি দেখতে পারেন। অ্যাপের আবিষ্কার বিভাগের অধীনে, আপনি অন্য নির্মাতারা কী তৈরি করছেন তা পরীক্ষা করতে পারেন এবং একটি নিখুঁত ছবি সম্পাদনার অভিজ্ঞতার জন্য একটি নিখুঁত ধারণা পেতে পারেন।

লাইটরুম আবিষ্কার বিভাগ

মূল বৈশিষ্ট্য

  1. পেশাদার সম্পাদনার সরঞ্জাম। আপনি বৈসাদৃশ্য এবং স্যাচুরেশন থেকে ছায়া এবং হাইলাইট সবকিছু সমন্বয় করতে পারেন।
  2. কালার মিক্সিং , কার্ভস এবং এইচএসএল অ্যাডজাস্টমেন্টের মতো উন্নত টুল দিয়ে আপনার ফটোর কালার টোন উন্নত করুন ।
  3. দ্রুত প্রো এডিটিং অর্জনের জন্য প্রিসেট এবং ছবির প্রভাব প্রয়োগ করুন ।
  4. অ্যাপ্লিকেশনটিতে অন্তর্নির্মিত পেশাদার ক্যামেরাটি অনন্য নিয়ন্ত্রণের সাথে যা আপনাকে আপনার মোবাইল ক্যামেরা থেকে সর্বাধিক সুবিধা পেতে সহায়তা করতে পারে। আপনি ছবি তোলার সময় লাইভ ক্যামেরা সেটিংস সামঞ্জস্য করতে পারেন।
  5. আপনার সম্পাদনা সেটিংস প্রিসেট হিসাবে সেগুলি দ্রুত নতুন ফটোতে প্রয়োগ করার জন্য সংরক্ষণ করুন।
  6. ইন্টারনেট থেকে প্রিসেট ডাউনলোড এবং ইনস্টল করুন ।
  7. সম্প্রদায় সম্পাদনা থেকে ধাপে ধাপে ছবি সম্পাদনা শিখুন।
  8. আপনার ফটো এডিট করার সময় কোন বিরক্তিকর বিজ্ঞাপন নেই।

কনস 

  1. আপনি নবাগত কিনা তা বোঝার জন্য কিছুটা জটিল।
  2. উন্নত সম্পাদনার জন্য পেশাদার দক্ষতা প্রয়োজন।
  3. আপনার ফটোতে স্টিকার , পাঠ্য এবং ফ্রেম যুক্ত করার বৈশিষ্ট্য নেই ।
  4. কিছু বৈশিষ্ট্য যেমন নির্বাচনী সম্পাদনা, নিরাময় ব্রাশ, এবং দৃষ্টিকোণ সমন্বয় বিনামূল্যে সংস্করণে উপলব্ধ নয়।

অ্যান্ড্রয়েডে লাইটরুম ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি)

4. Pixlr

Pixlr ইতিমধ্যেই 50 মিলিয়নেরও বেশি লোকের পছন্দ তাই আপনি ভালভাবে কল্পনা করতে পারেন যে এই ফটো এডিটিং অ্যাপটি কত দুর্দান্ত। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং এখনও আপনাকে প্রদত্ত ফটো এডিটিং অ্যাপস থেকে প্রাপ্ত সমস্ত বৈশিষ্ট্য প্রদান করে।

পিক্সলার ফটো এডিটর

একটি নিখুঁত ছবি তৈরি করার জন্য আপনার যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন তা পিক্সলারে দেওয়া হয়েছে। কিছু দরকারী বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের ব্রাশ, প্রভাব এবং পাঠ্য শৈলী। Pixlr সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল যে ধরনের প্রভাব আপনি ব্যবহার করতে পারেন, এগুলি বেশিরভাগ ফটো এডিটিং অ্যাপের চেয়ে ভাল।

Pixlr দ্বারা প্রভাব

মূল বৈশিষ্ট্য

  1. অটোফিক্স বৈশিষ্ট্যটি একটি সহজ ক্লিকের সাথে সাথে আপনার ছবির রঙ সমন্বয় করবে।
  2. অনেকগুলি প্রভাব এবং ওভারলে রয়েছে যা আপনার ছবির চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে।
  3. ব্রাশ টুল দিয়ে আপনার ছবিতে ডডল যোগ করুন।
  4. একটি ওভারলে ইমেজ যোগ করার জন্য ডবল এক্সপোজার ব্যবহার করুন এবং এর উপর বিভিন্ন প্রভাব যেমন ব্লেন্ডিং, লাইটেন, মাল্টিপ্লাই, স্ক্রিন এবং আরও অনেক কিছু প্রয়োগ করুন।
  5. ফন্ট শৈলী একটি পরিসীমা থেকে চয়ন করুন।
  6. বিশেষ রঙ বের করতে এবং আপনার বাকী ছবি কালো এবং সাদা করতে রঙ স্প্ল্যাশ প্রভাব ব্যবহার করুন।
  7. বিভিন্ন গ্রিড শৈলী সহ ছবির কোলাজ তৈরি করুন । আপনি চান হিসাবে সীমানা সেটিংস এবং দিক অনুপাত সামঞ্জস্য করুন।
  8. দ্রুত অ্যাক্সেসের জন্য আপনার প্রিয়তে প্রভাব, ওভারলে এবং ফন্ট যুক্ত করুন।
  9. অসাধারণ পোস্টার তৈরি করতে টেমপ্লেট ব্যবহার করুন।

কনস

  1. অ্যাপটি বিজ্ঞাপন মুক্ত নয়।
  2. HSL এবং কার্ভ টুলস পাওয়া যায় না।
  3. কিছু টেক্সট এডিটিং ফিচার মিস করুন যেমন ছায়া, সীমানা, হাইলাইট ইত্যাদি।

অ্যান্ড্রয়েডে পিক্সলার ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি)

5. অ্যাডোব ফটোশপ এক্সপ্রেস

এখানে অ্যাডোবের আরেকটি পেশাদার ফটো এডিটিং অ্যাপ এসেছে। পেশাদার নির্মাতাদের দ্বারা ব্যবহার করা সত্ত্বেও, ফটোশপ এক্সপ্রেসের মৌলিক কাজ রয়েছে এবং প্রথমবার আপনি এটি চেষ্টা করলে বোঝা যাবে। ফটোশপ এক্সপ্রেসে প্রভাবের তালিকা অফুরন্ত এবং অন্যান্য সম্পাদনার বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রেও একই। বোর্ডার এবং স্টিকারগুলি ছবিগুলিকে আরও প্রভাবশালী করতে ব্যবহার করা যেতে পারে।

অ্যাডোব ফটোশপ এক্সপ্রেস

যদিও অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন, তাদের মধ্যে অনেকগুলি কেবল প্রিমিয়াম সদস্যরা ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি একজন পেশাদার নির্মাতা হন তবে অ্যাডোব ফটোশপ এক্সপ্রেসের সদস্য হওয়া সম্পূর্ণ মূল্যবান।

ফটোশপের দ্বারা জিআইএফ এবং প্রভাব

মূল বৈশিষ্ট্য

  1. আপনার ছবির একটি অংশ সম্পাদনা করতে এবং বাকীগুলিকে অস্পৃশ্য রাখার জন্য নির্বাচনী সম্পাদনা বৈশিষ্ট্য।
  2. আপনার ফটো সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করতে এবং এর চেহারা উন্নত করতে কুইক ফিক্স ব্যবহার করুন।
  3. একটি কোলাজ তৈরি করতে একাধিক ছবি একত্রিত করুন।
  4. উন্নত সংশোধন সরঞ্জামগুলির সাহায্যে আপনার ছবিতে লুকানো বিবরণগুলি বের করুন।
  5. হাইলাইট এবং ছায়াগুলিতে রঙিন রঙের মাধ্যমে আপনার ফটোগুলিকে স্টাইলাইজ করার জন্য টোন বিভক্ত করুন।
  6. 60+ এরও বেশি অনন্য চেহারা আপনি চয়ন করতে পারেন।
  7. আপনার ফটোগুলিকে আরও মসৃণ দেখানোর জন্য শস্যতা এবং রঙের আওয়াজ হ্রাস করুন। আপনি বিভিন্ন এডিটিং টুলস দিয়ে বিস্তারিত ধারালো করতে পারেন।
  8. নিরাময় বৈশিষ্ট্য সহ অবাঞ্ছিত উপাদান সরান।
  9. একটি টোকা দিয়ে লাল চোখ সংশোধন করুন।
  10. বিভিন্ন ফন্ট শৈলী এবং বিন্যাস সহ আপনার ফটোতে দুর্দান্ত পাঠ্য যুক্ত করুন। আপনি সীমানা এবং ফ্রেম যোগ করে পাঠ্য কাস্টমাইজ করতে পারেন।
  11. উচ্চ মানের ছবি রপ্তানি করুন এবং সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কনস

  1. ডাবল এক্সপোজার বৈশিষ্ট্য নেই
  2. ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার টুল নেই।
  3. অ্যাপটি ব্যবহারের জন্য Adobe অ্যাকাউন্টে লগইন করতে হবে।

অ্যান্ড্রয়েডে অ্যাডোব ফটোশপ এক্সপ্রেস ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি)

6. ভিএসসিও

100 মিলিয়নেরও বেশি মানুষ এখন পর্যন্ত ভিএসসিও ফটো এডিটর ব্যবহার করে এবং আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য ব্যতিক্রমী ছবি তৈরির জন্য উপলব্ধ শক্তিশালী বৈশিষ্ট্যগুলির কারণে সংখ্যাটি দিন দিন বাড়ছে। ভিএসসিও প্রথমে কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কারণ এটি পেশাদার সম্পাদনার জন্য ব্যবহৃত একটি অ্যাপ, কিছু ব্যবহারের পরে, আপনি এর কাজের সাথে পরিচিত হবেন।

ভিএসসিও সম্পাদক

আপনি ভিএসসিওতে এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন যা আপনি অন্য কোনও ফটো এডিটিং অ্যাপে পাবেন না। অ্যাপের অন্বেষণ বিভাগে আপনি আপনার ইনস্টাগ্রাম পোস্টগুলির জন্য প্রচুর নতুন ধারণা পেতে পারেন। ভিএসসিও আপনাকে আকর্ষণীয় ভিডিও সম্পাদনা এবং তৈরি করতে দেয়।

ভিএসসিও -র নতুন ধারণা

মূল বৈশিষ্ট্য

  1. এক্সপোজার, কনট্রাস্ট, ক্ল্যারিটি, স্যাচুরেশন, হাইলাইটস, শ্যাডো, হোয়াইট ব্যালেন্স, ভিনগেট, দানা, স্প্লিট টোন এবং আরও অনেক কিছু সহ প্রো এডিটিং টুলস দিয়ে আপনার ছবির রঙ উন্নত করুন।
  2. অন্তর্নির্মিত ক্যামেরা ব্যবহার করে অ্যাপের মধ্যে থেকে ছবিগুলিতে ক্লিক করুন।
  3. 10 টি ফ্রি VSCO প্রিসেট যা আপনার ফটোকে অত্যাশ্চর্য করে তুলতে পারে।
  4. রেসিপি দিয়ে আপনার প্রিয় সম্পাদনাগুলি সংরক্ষণ করুন এবং পুনরায় তৈরি করুন।
  5. বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ছবি শেয়ার করুন। এছাড়াও, ভিএসসিও -তে ফটোগ্রাফার সম্প্রদায়ের সাথে।

কনস

  1. আপনার ছবি সম্পাদনা শুরু করার জন্য আপনাকে VSCO তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  2. বেশিরভাগ প্রিসেট এবং এইচএসএল এবং স্প্লিট টোনের মতো কিছু সরঞ্জাম শুধুমাত্র প্রিমিয়াম সদস্যতার সাথে আনলক হয়ে যাবে।
  3. আপনি আপনার ছবিতে টেক্সট এবং স্টিকার যোগ করতে পারবেন না।

অ্যান্ড্রয়েডে ভিএসসিও ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

7. ফটো এডিটর প্রো

ফটো এডিটর প্রো হল ইনশটের একটি অ্যাপ যা পেশাদার এবং অপেশাদার ফটো এডিটর উভয়ই ব্যবহার করতে পারে। আপনার ব্যবহারের জন্য অবিরাম স্টিকার, প্রভাব, ফিল্টার এবং সরঞ্জামগুলির সাথে, এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডের জন্য সেরা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের তালিকায় কখনই মিস করা যাবে না। অনেকগুলি ফিল্টার, স্টিকার এবং অন্যান্য প্রভাবগুলি বিনামূল্যে ব্যবহার করা যায় তবে সবগুলি নয়। কিছু নির্বাচিত প্রভাব এবং সরঞ্জাম ব্যবহার করার জন্য, আপনাকে InShot- এর প্রো সদস্য হতে হবে। তবে আপনি যদি পেশাদার না হন তবে বিনামূল্যে বৈশিষ্ট্যগুলি যথেষ্ট।

ইনশট দ্বারা ফটো এডিটর প্রো

ইনশট ব্যবহার করা খুবই সহজ। এমনকি যদি এটি আপনার প্রথমবারের মতো একটি ফটো এডিটর ব্যবহার করে, আপনি অ্যাপ্লিকেশনটির কাজ বুঝতে পারবেন। ইনশট এর আরেকটি অ্যাপ যা ইনশট ভিডিও এডিটর নামে আসে যদি আপনি অ্যান্ড্রয়েডের জন্য ভিডিও এডিটিং টুল চান তাহলে ব্যবহার করা যেতে পারে।

মূল বৈশিষ্ট্য

  1. সহজে ব্যবহারযোগ্য সম্পাদনা ইন্টারফেস।
  2. সমস্ত প্রো এডিটিং টুল বিনামূল্যে প্রদান করে।
  3. আপনার ছবিতে একটি বিপরীতমুখী নান্দনিক চেহারা দিতে ত্রুটি এবং লাইটলেক্স প্রভাব যোগ করুন।
  4. ডিএসএলআর ব্লার এফেক্টের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করুন।
  5. 100 টিরও বেশি গার্ড স্টাইলের সাথে একটি অত্যাশ্চর্য কোলাজ তৈরি করতে একসাথে একাধিক ফটো যুক্ত করুন।
  6. পুনর্নির্মাণ এবং নতুন আকারের সরঞ্জামগুলির সাহায্যে আপনার ছবিগুলি সুন্দর করুন।
  7. স্মার্ট এআই প্রযুক্তি দিয়ে ব্যাকগ্রাউন্ড কেটে ফেলুন।
  8. বিভিন্ন ফন্ট সহ টেক্সট আঁকুন এবং যোগ করুন।
  9. ইনস্টাগ্রাম পোস্টের জন্য 1: 1 অ্যাসপেক্ট রেশিও দিয়ে স্কয়ার সাইজের ছবি তৈরি করুন।
  10. আপনার ছবি থেকে অবাঞ্ছিত বস্তু সরান।

কনস

  1. বিনামূল্যে সংস্করণে বিজ্ঞাপন রয়েছে।
  2. কিছু বৈশিষ্ট্য প্রো সংস্করণের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
  3. সম্পাদনার পরে আপনার ছবি রপ্তানি করার সময় আপনাকে ম্যানুয়ালি রেজোলিউশন চয়ন করার অনুমতি দেয় না।

অ্যান্ড্রয়েডে ফটো এডিটর প্রো ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

8. প্রিজমা

প্রিজমা প্রথমবার চালু হওয়ার দিন থেকে একটি বড় হিট ছিল। আমরা এটিকে ট্রেন্ডসেটার ফটো এডিটিং অ্যাপ হিসেবে ট্যাগ করব যা ২০১ 2016 সালে ইন্টারনেট ঝড় তুলেছিল। এটি ফটো এডিটিংকে পরবর্তী স্তরে নিয়ে গেছে। এর আশ্চর্যজনক ফিল্টারগুলির সাহায্যে আপনি আপনার ছবিগুলিকে সুন্দর পেইন্টিংয়ে রূপান্তর করতে পারেন । সম্পাদনার পরের ছবিগুলো দেখে মনে হয় যেন কেউ হাতে আঁকা ছবি দিয়ে তৈরি করেছে। গুগল এডিটরস চয়েস দ্বারা প্রিজমা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ফটো এডিটিং অ্যাপের তালিকায় যুক্ত হয়েছে। এখন পর্যন্ত, এই অ্যাপটি প্লে স্টোরে 50M+ এর বেশি ডাউনলোড হয়েছে এবং এই সংখ্যাগুলি দিন দিন বাড়ছে।

প্রিজমা ফটো এডিটর

মূল বৈশিষ্ট্য

  1. আপনার ছবিটিকে অবিশ্বাস্য পেইন্টিংয়ে পরিণত করে।
  2. 7000+ এরও বেশি স্টাইল। আপনি শৈলী শক্তি পরিবর্তন করতে পারেন।
  3. সমন্বয় সরঞ্জামগুলির সাথে আপনার ছবির সেটিংস কাস্টমাইজ করুন।
  4. আপনার ছবিতে ফ্রেম এবং ব্যাকগ্রাউন্ড যুক্ত করুন।
  5. অ্যাপটিতে অন্তর্নির্মিত ক্যামেরা।

কনস

  1. অনলাইন প্রক্রিয়াকরণের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
  2. প্রো সংস্করণে কিছু প্রো স্টাইল পাওয়া যায়।
  3. আপনাকে রেজোলিউশন চয়ন করার অনুমতি দেয় না। এইচডি প্রসেসিং প্রো ভার্সনেও পাওয়া যায়।

অ্যান্ড্রয়েডে প্রিজমা ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

9. মোশনলিপ

মোশনলিপ একটি দুর্দান্ত ফটো এডিটিং অ্যাপ যা আপনার স্বাভাবিক ছবিগুলিকে অ্যানিমেটেড 3D ফটোতে পরিণত করতে পারে। আপনি আপনার নির্ধারিত পথে আকাশ, জল, আগুন এবং অন্যান্য বস্তু চলাচল করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটির অন্যান্য আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অত্যাশ্চর্য ফিল্টারগুলির সাথে পটভূমি পরিবর্তন করা, সিনেমাটিক প্রভাবগুলির জন্য 3D ওভারলে এবং ক্যামেরা FX যোগ করা। মোশনলিপ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যা আপনার স্থির ছবিটিকে মসৃণ অ্যানিমেশন প্রভাবগুলির সাথে জীবন্ত করে তোলে যা ছবির সাথে এত ভালভাবে মিশে যায় যে সবকিছু খুব বাস্তবসম্মত দেখায়। অ্যাপটি ওয়াটারমার্ক ছাড়াই এই সব বিনামূল্যে করে। এটির একটি প্রো সংস্করণও রয়েছে যা আপনার সৃজনশীলতা প্রকাশের জন্য সীমাহীন সম্ভাবনাগুলি খুলে দেয়।

মোশনলিপ দিয়ে ফটো অ্যানিমেশন তৈরি করুন

মূল বৈশিষ্ট্য

  1. খুব সহজ ইউজার ইন্টারফেস দিয়ে সহজেই ব্যবহার করা যায়। অ্যানিমেটেড লাইভ ফটো তৈরির জন্য মোশনলিপ তার ধরণের সেরা অ্যাপ।
  2. অ্যানিমেটেড প্রভাব এবং ওভারলে দিয়ে সহজেই 3D ছবি তৈরি করুন ।
  3. তীর দিয়ে গতির পথ নির্ধারণ করুন।
  4. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড প্রতিস্থাপন করুন।
  5. আপনার অ্যানিমেশনের গতি এবং লুপ পরিবর্তন করুন।
  6. ফিল্টার এবং এডিটিং টুলস দিয়ে আপনার 3D ছবি উন্নত এবং সূক্ষ্ম করুন।

কনস

  1. কিছু বৈশিষ্ট্য পেইড ভার্সনে পাওয়া যায়।
  2. শুধুমাত্র অ্যানিমেটেড 3D ছবি তৈরির জন্য দরকারী।
  3. আপনার ছবিতে টেক্সট যোগ করা যাচ্ছে না।

অ্যান্ড্রয়েডে মোশনলিপ ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

10. ক্যানভা

শেষ কিন্তু অন্তত আমাদের ক্যানভা নেই। এমন কিছু নেই যা এই অ্যাপটি করতে পারে না। একটি ছবি এডিট করা, ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করা, ফ্লায়ার, পোস্টার, লোগো, সারসংকলন, কার্ড, কোলাজ, উপস্থাপনা, বিজনেস কার্ড এবং সবকিছু যা আপনি সম্ভবত ভাবতে পারেন, ক্যানভা আপনার জন্য তা করতে পারে।

ক্যানভা

যদিও এই অ্যাপটির প্রো ভার্সন আপনাকে এক টন প্রফেশনাল ফিচার দিতে পারে, আপনি যদি বেসিক এডিটিং এর জন্য এটি ব্যবহার করতে চান তাহলে ফ্রি ভার্সনই যথেষ্ট।

সম্পাদনা

মূল বৈশিষ্ট্য

  1. পোস্টার, বিজনেস কার্ড, অনলাইন আমন্ত্রণ এবং আরও অনেক কিছু তৈরির জন্য বিনামূল্যে টেমপ্লেট ।
  2. বিভিন্ন ধরনের প্রভাব এবং ফিল্টার থেকে বেছে নিন।
  3. সোশ্যাল মিডিয়ার জন্য কাস্টমাইজড পোস্ট এবং গল্প তৈরি করুন।
  4. আপনার ছবিতে গ্রাফিক্স, চার্ট, ফ্রেম, টেক্সট এবং আরও অনেক কিছু যোগ করুন।
  5. প্রচুর ফ্রি টেমপ্লেট দিয়ে ছবির কোলাজ তৈরি করুন।
  6. আপনার ছবিতে অ্যানিমেশন যোগ করুন।

কনস

  1. অ্যাপটি ব্যবহার শুরু করতে ক্যানভায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  2. সবচেয়ে বড় ত্রুটি হল এটি অফলাইনে কাজ করতে পারে না।
  3. আপনি যদি নতুন হন তবে ক্যানভা শুরু করা কিছুটা জটিল। এটি শুধুমাত্র পেশাদার গ্রাফিক ডিজাইনার এবং ফটো এডিটরদের জন্য ভাল।

অ্যান্ড্রয়েডে ক্যানভা ডাউনলোড করুন: প্লে স্টোর (ফ্রি, ইন-অ্যাপ ক্রয় অফার)

ডান এডিটিং আপনার ফটোতে দেখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। অ্যান্ড্রয়েডের জন্য এই সেরা ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করুন যাতে আপনার ছবিগুলি থেকে সেরা পাওয়া যায় এবং তাদের ভিড়ের বাইরে দাঁড় করাতে পারে।

মোড়ক উম্মচন

ডান সম্পাদনা আপনার ফটোগুলিতে আপনার ভিউয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। অ্যান্ড্রয়েডের জন্য সেরা কিছু ছবি এডিটিং অ্যাপ শেয়ার করেছি যাতে আপনার ছবি থেকে সেরা পাওয়া যায় এবং সেগুলো ভিড় থেকে আলাদা হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনগুলি এডোবি ফটোশপের মতো পিসির জন্য পেশাদার সফ্টওয়্যারে উপলব্ধ সমস্ত সম্পাদনা সরঞ্জাম সরবরাহ করে। এখন আপনি বিভ্রান্ত হতে পারেন যে এই সমস্ত পছন্দগুলির মধ্যে আপনার কোন অ্যাপটি ব্যবহার করা উচিত। আচ্ছা, এটি আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে।

আপনি যদি একজন পেশাদার ফটো এডিটর হন যিনি ম্যানুয়ালি ফটো সেটিংস নিয়ে খেলতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে লাইটরুম, স্ন্যাপসিড এবং অ্যাডোব ফটোশপ এডিটরের সাথে যাওয়ার পরামর্শ দেব। অন্যদিকে, আপনি যদি PicsArt, Pixlr এবং Photo Editor Pro ব্যবহার করতে পারেন যদি আপনি বেসিক এডিটিং করতে চান যেমন ফিল্টার প্রয়োগ করা, টেক্সট যোগ করা, স্টিকার এবং আরও অনেক কিছু। তা ছাড়া, মোশনলিপ এবং প্রিজমা আপনার ফটোতে সৃজনশীলতা যুক্ত করতে এবং পরবর্তী স্তরে কথা বলার জন্য ব্যবহার করা যেতে পারে। আসুন কোনটি আপনার প্রিয়। নীচের মন্তব্যগুলিতে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না।

The post 10 Best Free Photo Editing Apps for Android 2021 appeared first on Trickbd.com.

[Hot] ঘরে বসে ভোটের হওয়ার জন্য আবেদন করুন ৫ মিনিট এ আর ৩০ দিন এর মধ্যে জাতীয় পরিচয় পত্র নিয়ে নিন।

Posted:

যাদের ১৮ বছর হয়েছে তাদের জন্য প্রতি বছরের নিদর্শন একটি মাসে ভোটার হওয়ার বা ভোটার করার জন্য নির্বাচন অফিস থেকে লোক এসে বাড়ি বাড়ি ভোটর করার জন্য তথ্য নিয়ে যাই। কিন্তু যখন নির্বাচন অফিস থেকে লোক আসে ভোটার করার জন্য তথ্য নিতে সে সময় হই তো বিভিন্ন কারণ বসত বাসায় বা বাড়িতে থাকি না অন্য কথাও থাকি এবং নির্বাচন অফিস এর লোক ভোটার করার জন্য তথ্য নিতে এসে ঘুরে যাই বা কোনো না কোনো ভাবে মিস্টেক হয়ে যাই।

মিস্টেক হওয়ার জন্য সে বছর আর ভোটার হওয়া যাই না এবং আবার সামনের বছর এর জন্য অপেক্ষা করতেভহয়..!!

আপনার হয় তো জানেন না এখন সারা বছর ভোটার হওয়ার জন্য অনলাইন এ আবেদন করতে পারবেন এবং আপনার কপাল যদি ভালো হয় তো আপনি ৩০ দিন এর মধ্যে জাতীয় পরিচয় পত্র পেয়ে যাবেন.!!

তো শুরু করা যাক অনলাইন এ ভোটার এর আবেদন করার বিস্তারিত….

প্রথমে এখানে ক্লিক করুন।

তার পর আপনার জন্ম নিবন্ধন বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট অনুযায়ী ইংরেজি তে ফুল নাম দিবে এবং জন্ম তারিখ দিবেন তার পর verify কোড বসে দিয়ে বহাল এ ক্লিক করুন

তার পর আপনার ফোম নাম্বার বসে দিয়ে বার্তা পাঠান এ ক্লিক করুন

তার পর আপনার ফোনে একটা কোড যাবে তা এখানে বসে দিয়ে বহাল এ ক্লিক করুন

তার পর একটা ইউজারনেম আর Password দিয়ে বহাল এ ক্লিক করুন

এখন বিস্তারিত প্রোফাইল এ ক্লিক করুন

তার পর এডিট এ ক্লিক করুন

এখন এই ফর্ম টি আপনার জন্ম নিবন্ধন বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট অনুযায়ী সকল তথ্য দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

এখন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং পেশা ধর্ম সিলেষ্ট করে পরবর্তী তে ক্লিক করুন

তার পর আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

এখন পরবর্তী তে ক্লিক করুন

তার পর আবার সাবমিট তে ক্লিক করুন।

এখম ডাউনলোড এ ক্লিক করেন

তার পর হয়ে গিয়েছে ভোটার হওয়ার জন্য আবেদন করা এখন এই ফর্ম টা যে কোনো কম্পিউটার এর দোকান এ গিয়ে প্রিন্ট করে দিন

এখন আসি কাগজ পত্র!

ভোটার হওয়ার জন্য লাগবে

১)শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট বা জন্ম নিবন্ধন পত্র.!!

২) ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হতে নাগরিকত্ব সনদপত্র..!

৩) আপনার বাসার বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা টেলিফোনে বা ট্যাক্স এর রশিদ এর মধ্যে যে কোনো একটা বিলের কপি

৪) মা-বাবা বা স্বামী এর জাতীয় পরিচয় পত্র

উপরে সব গুলা কাগজ এর লাগবে ফটকপি এবং এক কপি করে

তার পর সব গুলা লাগজ ফাইল বন্ধি করে চলে যান আপনার উপজেলা নির্বাচন অফিস এ সেখানে গিয়ে কাগজ পত্র গুলা জমা দিন এবং তার পর উপজেলা নির্বাচন অফিস এর কর্মকর্তা বলে দিবে এখন আপনাকে কি কি করতে হবে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] ঘরে বসে ভোটের হওয়ার জন্য আবেদন করুন ৫ মিনিট এ আর ৩০ দিন এর মধ্যে জাতীয় পরিচয় পত্র নিয়ে নিন। appeared first on Trickbd.com.

ওয়ার্ডপ্রেসে Limit Login Attemps সিস্টেম কেনো এবং কিভাবে করবেন

Posted:

আপনি কী আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Limit Login Attemps সিস্টেম করতে চান?

হ্যাকাররা আপনার এডমিন পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করার জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার সাইট হ্যাক করার চেষ্টা করবে। আপনি যদি তারা কতবার লগইন করার চেষ্টা করতে পারে তা লিমিট করে দিতে পারেন তাহলে হ্যাকারদের সফল হওয়ার চান্স ৯০% কমাতে পারবেন।

এই আর্টিকেলে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লিমিট লগইন সিস্টেম চালু করবেন।

কেনো আপনার সাইটে লিমিট লগইন সিস্টেম রাখা উচিত?

ব্রুট ফোর্স (Brute Force) অ্যাটাক হলো এমন একটি পদ্ধতি যা আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করতে ট্রায়াল এবং ইরর ব্যবহার করে।

সাইট হ্যাক করার সবচেয়ে কমন ব্যাপার হচ্ছে পাসওয়ার্ড অনুমান করা। হ্যাকাররা আপনার লগইন ইনফরমেশন (Login Information) অনুমান করার জন্য অটোম্যাটিক সফটওয়্যার ব্যবহার করে যাতে তারা আপনার ওয়েবসাইটের এক্সেস পেতে পারে।

বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস সেই সাইটের ইউজারদের যতবার খুশি ততবার পাসওয়ার্ড বসাতে দেয়। কিন্তু হ্যাকাররা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিভিন্ন ধরণের স্ক্রিপ্ট ব্যবহারে থাকে সাইটের এক্সেস পাওয়ার জন্য।

অবশ্যই পড়ুনঃ কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Critical Error সমস্যার সমাধান করবেন (2 Methods)

কিন্তু আপনি যদি আপনার সাইটে হ্যাকারদের এই প্রচেষ্টার সংখ্যা লিমিট করে দেন তাহলে আপনার সাইটকে এই হ্যাকারদের থেকে সুরক্ষিয় রাখতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ৫ টি ফেইল্ড লগইন (Failed login) দিয়ে রাখেন সেক্ষেত্রে একজন ইউজার লগইন করার সময় ৫ বার যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে সে টেম্পোরারি লকড (Temporary Locked) হয়ে যাবে।

যাই হোক, এবার আসল কথায় আসা যাক, কিভাবে সাইটে লিমিট লগইন সিস্টেম করবেন তার পদ্ধতি দেখানো হলো।

কিভাবে সাইটে লিমিট লগইন সিস্টেম করবেন

প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো Limit Login Attempts Reloaded প্লাগইনটি Install এবং Activate করতে হবে। যদি আপনি প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় না জানেন তাহলে আমার কিভাবে প্লাগইন ইনস্টল করবেন সেই আর্টিকেলটি পড়তে পারেন।

আমরা এই টিউটোরিয়ালটির জন্য এই প্লাগইনটির ফ্রি ভার্সনটি ব্যবহার করবোন। প্লাগইনটি এক্টিভ করার পর Settings » Limit Login Attempts – পেইজে এ যেতে হবে এরপর Settings ট্যাবে ক্লিক করুন।

GDPR আইন মেনে চলার জন্য আপনি আপনার লগইন পেইজে একটি ম্যাসেজ দেখানোর জন্য ”GDPR Compliance‘ চেকবক্সে ক্লিক করতে পারেন।

এরপর, কাউকে লক আউট করা হলে নোটিফিকেশন দেওয়া হবে কি না তা সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আপনার কোন ইমেইলে সেই নোটিফিকেশন গুলো পাঠাবে তা এখানে বসাতে পারবেন। বাই ডিফল্ট, তৃতীয়বার কোনো ইউজার যদি লক আউট হয় তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

এরপর আপনি Local App সেকশনে স্ক্রোল করে যেতে হবে যেখানে আপনি কতগুলো লগইন এটেম্পস করা যাবে এবং ইউজার পুনরায় চেষ্টা করার পূর্বে কতক্ষণ অপেক্ষা করতে হবে তা সেটিংস করা যাবে।

প্রথমে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে কতবার একজন ইউজার লগইন করার চেষ্টা করতে পারে। এটা করার পর, একজন ইউজার লক আউট হবার পর কতক্ষণ অপেক্ষা করতে হবে তা সেটিংস করতে দিতে হবে। ডিফল্ট সেটিংস হিসেবে ‘20 minutes‘ দেওয়া থাকবে।

কোনো ইউজার যদি নির্দিষ্ট সংখ্যক বার লক আউট হয়ে গেলো আপনি এটার জন্য সময় বাড়িয়ে দিতে পারেন। উদাহরণস্বরূপ, ডিফল্ট সেটিংস হিসেবে দেওয়া থাকবে একজন ইউজার ৪ বা লক আউট হবার পর ২৪ ঘন্টার ভেতর লগইন করার চেষ্টা করতে পারবেনা।

মনে রাখবেন সিকিউরিটির কারণে ‘Trusted IP Origin’ সেটিংস পরিবর্তন করবেন না।

 

সবশেষে আপনার করা সেটিংস গুলো ‘Save settings‘ এ ক্লিক করে সেইভ করতে ভুলবেন না

উপসংহারঃ

আশা করি আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি শিখেছেন ওয়ার্ডপ্রেসে Limit Login Attemps সিস্টেম কেনো এবং কিভাবে করবেন। আমি চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই শিখাতে পেরেছি। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না।

The post ওয়ার্ডপ্রেসে Limit Login Attemps সিস্টেম কেনো এবং কিভাবে করবেন appeared first on Trickbd.com.

নিয়ে নিন Disney+ Hotstar Premium Cookies আর ফ্রিতেই দেখুন Doraemon সহ Disney এবং Hotstar এর সব কার্টুন-মুভি সাথে Live T20 World Cup (Only For Android Users ��)

Posted:

Disney+ Hostar আসলে কি?

Hotstar সম্পর্কে হয়তো অনেকেই জানেন ইন্ডিয়ার একটা জনপ্রিয় স্ট্রিমিং সাইট, যেটায় লাইভ খেলা দেখানোর এড দেখাতো (যদিও শুধু খেলাই দেখায় না অনেক মুভি,কার্টুন এবং TV Shows ও দেখা যায়)। তো এটার সাথে এখন জনপ্রিয় কার্টুন নির্মাতা কম্পানি Disney যুক্ত হয়ে তৈরি হলো Disney+ Hotstar 😍

কি কি দেখতে পারবেন Disney+ Hotstar থেকে?

তো চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে Disney+ Hotstar এ

TV Channels

Star জলসা, HBO, Star Sports সহ জনপ্রিয় অনেক টিভি চ্যানেল

All Kind of Movies

Bengali, Hindi, English, Tamil মুভিসহ রয়েছে বাচ্চাদের জন্যও জনপ্রিয় সব মুভি

Doraemon 😍

আরো দেখতে পারবেন Doraemon, Shinchan এর মতো জনপ্রিয় কার্টুন সিরিজ (হিন্দিতে) সহ Live সকল Sports Match 🔥

আরো দেখতে পারবেন Disney, Marvel, Pixar, Star Wars, National Geographic Shows

যেভাবে Hotstar Cookies ব্যবহার করে ফ্রিতেই Hotstar এর সবকিছু দেখবেন

  1. প্রথমেই Indian VPN কানেক্ট করে নিতে হবে কারণ Hotstar বাংলাদেশে Available না
    এখন ভিপিএন পাবেন কোথায়? আমি অলরেডি বিশ্বের দুটি সেরা ভিপিএন আপনাদের সাথে শেয়ার করেছি

ExpressVpn Premium For Android=> https://techhelpbd.com/expressvpn-premium-এর-unlimited-trial-নিন-এবং-ফ্রিতেই-ইউজ-করুন-বিশ্বের-১-নাম্বার-ভিপিএন/

NordVpn Premium For Android=> https://trickbd.com/tools/734316

2.তারপর এখান থেকে Kiwi Browser টি ডাউনলোড করে নিন

কারণ অন্য কোন ব্রাউজার দিয়ে আপনি কুকি এড করতে পারবেন না

3.তারপর এখান থেকে Cookie Editor এক্সটেনশনটা আপনার Kiwi ব্রাউজারে এড করুন। আমার অলরেডি এড করা আছে এজন্য রিমুভ অপশন দেখাচ্ছে।

[বিঃ দ্রঃ] অবশ্যই ব্রাউজারের Desktop mode অন করে নিবেন আর না হয় ঠিকভাবে কাজ করবে না

4.তারপর নিচের Get Hotstar Premium Cookies বাটনটাতে ক্লিক করে যেকোন একটা Hotstar কুকি কপি করে নিন

 

Get Hotstar Premium Cookies

 

5. তারপর Kiwi Browser দিয়ে hotstar.com এ চলে যান এবং ব্রাউজারের এই আইকনে ক্লিক করুন

5.তারপর Cookie Editor Extension এ ক্লিক করুন

6. আমার মতো সবগুলো Cookie ডিলিট করে নিন

7. তারপর পাশে থাকা import বাটনে ক্লিক করুন

import করার পর hotstar.com এ গিয়ে একটা reload দিবেন তাহলেই দেখবেন একাউন্টে লগিন হয়ে গেছে

8. তারপর আমার দেয়া কুকি json কোডটা এখানে paste করেন এবং import বাটনে ক্লিক করেন

তারপর একটা Reload দিয়ে নিবেন, তাহলে দেখবেন যে একাউন্টে লগিন হয়ে গেছে

 

9.তো দেখতেই পারছেন আমি এখন Hotstar এর জগতে 😁

কোথাও না বুঝলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন

 

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন।
টেলিগ্রামে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দিবো

 

The post নিয়ে নিন Disney+ Hotstar Premium Cookies আর ফ্রিতেই দেখুন Doraemon সহ Disney এবং Hotstar এর সব কার্টুন-মুভি সাথে Live T20 World Cup (Only For Android Users 🔥) appeared first on Trickbd.com.

10x Calm Meditation premium account giveaway[ALL TRICKBD USER]Validity:1 year

Posted:

হ্যালো বন্ধুরা কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আজ আপনাদের জন্য নিয়ে এলাম Calm Meditation
premium account giveaway. আমরা সবাই payment এর জন্য calm meditation premium account নিতে পারি না । তো চলুন শুরু করা যাক ।

নির্দেশনা :

1)প্রথম 5 জন কে premium account দেওয়া হবে ।

Comment your mail for premium account
Premium features :
Unlimited access to content

100+ guided meditations

Soothing Sleep Stories

Calming nature sounds

Exclusive music

New content every week
Calm

Thanks

The post 10x Calm Meditation premium account giveaway[ALL TRICKBD USER]Validity:1 year appeared first on Trickbd.com.

12x NordVpn প্রিমিয়াম একাউন্ট

Posted:

nnordvpn কতোটা ভালো সেটা আমরা যারা বিভিন্ন কাজে ভিপিএন ব্যবহার করতে হয় সবাই জানি। কিন্তু সবাই সবসময় এটার সাবস্ক্রিপ্ট করতে পারি না। তাই এই পোস্টে আমি দিচ্ছি ১০x nordvpn প্রিমিয়াম একাউন্ট। সবগুলো একাউন্ট প্রায় ১ মাসের সাবস্ক্রাইব করা আছে।

_🔰 Nord VPN Accounts 🔰_

kevinibrahimi02@gmail.com:Chiswick11 | Expires_In = 2021-11-11
michael.kummer11@gmx.de:Porsche112 | Expires_In = 2022-02-13
kemen.spam@gmail.com:Nomelase2 | Expires_In = 2021-11-18
chy2884205@foxmail.com:chy19890803 | Expires_In = 2021-11-16
hide521221@gmail.com:pass8429 | Expires_In = 2022-10-15
jamesstiv@live.com:Babyjude1 | Expires_In = 2021-11-03
daviddanneaux@gmail.com:Dd120498 | Expires_In = 2021-11-27
williamsebony91@icloud.com:Luvcari1103 | Expires_In = 2021-11-16
scavinato@yahoo.com:Mia33139 | Expires_In = 2021-11-25
elitekelvik@gmail.com:Hzfmhy96 | Expires_In = 2021-11-08
diego.molina.sieiro@gmail.com:DiegoMS93 | Expires_In = 2021-11-12
yungfoxy23@gmail.com:Monkey99 | Expires_In = 2022-09-16

স্ক্রিনশট দিয়ে লগিন এবং লোকেশন দেখানো হলোঃ

The post 12x NordVpn প্রিমিয়াম একাউন্ট appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments