Search box..

এস,সি নতুন সিলেবাস প্রকাশ ২০২২ Pdf,

এস,সি নতুন সিলেবাস প্রকাশ ২০২২ Pdf,


এস,সি নতুন সিলেবাস প্রকাশ ২০২২ Pdf,

Posted:

সম্প্রতি মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃপক্ষ।

পুরোনো সিলেবাসের পরিবর্তে নতুন এ সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সাজাতে ইতোমধ্যেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএসসি বা মাধ্যমিকের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

তিনি বলেন, করোনার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটোপাশ দেয়া হলেও ২০২২ সালে কাউকে অটোপাশ দেয়া সম্ভব নয়।

এসএসসি এ বছর অটোপাশ দেয়া হবে না জানিয়ে তিনি সকল শিক্ষার্থীদের নতুন ও সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়ার আহবান জানান।

SSC Short Syllabus 2022 পডফ

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তিন থেকে চার মাসে প্রস্তুতি নিতে পারবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাই এই তিন থেকে চার মাসের সময়টিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন,

এই ক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি আরও বলেন,

২০২২ সালে যারা পরীক্ষার্থীদের আছে তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়।

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস

২০২২ pdf আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষক,

শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।

বিষয়: ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত।

#সূত্র:

Bangla 1st

Bangla 2nd

English 1st

English 2nd

Bangladesh and Global Studies

Career Education

Buddhist Religion and Moral Education

Christro Religion and Moral Education

Hindu Religion and Moral Education

Islam and moral education

Home Science

ICT

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার

Science Group Subject Short Syllabus 2021 Download

Biology

Chemistry

Higher Math

Physics

Business Studies Group Short Syllabus 2021 Download

Business Ent.

Finance and Banking

Accounting

Humanities Group Short Syllabus 2021 Download

Civics

Economics

Geography & Environment

History

Math Syllabus 06.01.2021

Physical Education

Science

Agriculture

Arts & Crafts

জানা যায়, এ বছর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করতে সরকার বদ্ধ পরিকর।

গত বছর শিক্ষার্থীদের অটোপাশ দেয়া হলেও এ বছর তার সম্ভবনা একদমই নেই।

ফেসবুকে আমি জামিল

The post এস,সি নতুন সিলেবাস প্রকাশ ২০২২ Pdf, appeared first on Trickbd.com.

এই পাঁচটি খাবার খাবেন না। চেহারা নষ্ট হবে। যৌবন ধ্বংস হবে

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

এই পাঁচটি খাবার খাবেন না

আমাদের যৌবনের স্থায়িত্ব ও সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে আমাদের খাবারের রুটিনের উপর। অর্থাৎ আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কিনা তার ওপরই নির্ভর করছে আমাদের ত্বক আসলে কতটা সুন্দর থাকবে। বাইরে থেকে যতই রূপচর্চা ও মেকআপ করো না কেন ভেতর থেকে সতেজ না থাকলে দু দিনেই তার সৌন্দর্য হারাতে থাকবে। এমন কিছু খাবার রয়েছে যা আপনার সৌন্দর্য এবং যৌবন নষ্ট করার জন্য যথেষ্ট। এই খাবারগুলো আপনারা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন চলুন জেনে নেই সেই খাবারগুলো কি…?

১. রেডমিটঃ বেশি মাত্রায় এমন মাংস খেলে শরীরে ক্ষতিকর উপাদান এর মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। সেই সঙ্গে কমতে শুরু করে এন্টিঅক্সিডেন্ট এর পরিমাণ। ফলে স্বাভাবিকভাবেই ত্বক এবং দেহের ওপর খারাপ প্রভাব পড়ে। তাই ত্বক সুন্দর রাখতে এবং যৌবন ধরে রাখতে রেডমিট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন।

২.মিষ্টি জাতীয় খাবার ও সফট ড্রিংক্রঃ অতিরিক্ত মাত্রায় মিষ্টিজাতীয় খাবার খেলে সারা শরীরে প্রদাহ সৃষ্টি হয়, যা বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই এনজাইমগুলো ধীরে ধীরে ত্বকের ভেতরে থাকা কোলাজেন এবং এলেস্টিন নামক দুটি উপাদানকে ভেঙে দেয়। ফলে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে।

৩. অতিরিক্ত লবণঃ দেহে লবণের পরিমাণ বাড়লে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর এমনটা হলে মুখের পাশাপাশি সারা শরীর ফুলতে শুরু করে। ফলে ত্বক তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে।

৪. অতিরিক্ত চা-কফিঃ এ ধরনের পানীয়তে ক্যাফেইনের মাত্রা অত্যন্ত বেশি থাকে, যা কার্টিসল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই হরমোনের মাত্রা যত বৃদ্ধি পায়, তত ত্বকের উপর বয়সের ছাপ পড়তে শুরু করে। সেইসঙ্গে ত্বক শুষ্ক হয়ে গিয়ে বলিরেখাও প্রকাশ পায় এবং চোখের নিচে কালো দাগ পড়ার জন্য এটি দ্বায়ী হয়ে থাকে।

৫. অ্যালকোহল ও ধূমপানঃ ধূমপান ও মদ্যপান করার পর ত্বকে পানির মাত্রা কমতে শুরু করে। ফলে ধীরে ধীরে ত্বক শুষ্ক হয়ে যায়। আর যত এমনটা হতে থাকে তত বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। সেই সঙ্গেই ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়ে থাকে।

৬. প্রক্রিয়াজাত খাবারঃ প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে দেহে গ্লাইসেমিক লোড বৃদ্ধি পেতে থাকে। সেই সঙ্গে লবণের মাত্রাও বাড়তে শুরু করে। ফলে ধীরে ধীরে চেহারার সৌন্দর্য ও ঔজ্জ্বলতা হারাতে শুরু করে।

৭. ভাজা খাবারঃ মচমচে যেকোন খাবার খেতে অনেক মুখরোচক। কিন্তু এই ভাজা খাবার গুলো খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীরে হাইড্রোজেনটেড ফ্যাটের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে যা দেহে অ্যান্টিঅক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। সেই ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি এসিডের মাত্রা কমতে শুরু করে। ফলে ফ্রি রেডিক্যাল বা ক্ষতিকর উপাদান এর মাত্রা বাড়তে শুরু করে আর তার ফলে ত্বকের লাবণ্য হারাতে শুরু করে এবং আমাদের যৌবন নষ্ট হয়ে যায়।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post এই পাঁচটি খাবার খাবেন না। চেহারা নষ্ট হবে। যৌবন ধ্বংস হবে appeared first on Trickbd.com.

কীভাবে ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টকে জিমেইল অ্যাকাউন্টে পরিবর্তন করবেন

Posted:

বর্তমানে Garena Free Fire হলো তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেইম। যেকোনো গেইম খেলতে আমাদের ফেসবুক, গুগল বা অন্য কোনো সোসিয়াল প্লাটফর্মের সাথে সেই গেইমগুলোর ডাটাকে লিংক করে নিতে হয়।

লিংক করার পরে কখনো কখনো আমাদের প্রয়োজন পড়তে পারে লিংক করা অ্যাকাউন্টটি অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার৷ কেনোনা অনেকসময় আমাদের ভয় থাকে যে যদি ফেসবুক অ্যাকাউন্ট কখনো ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায় তাহলে তো পছন্দের গেইম এবং গেইমের ডাটাও হারিয়ে যাবে।

এই অবস্থায় আমাদের কী করা উচিত? কিছু গেমারদের মনে প্রশ্ন জাগে যে, কীভাবে তাদের ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টকে গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়।

এখন আপনিও আমাকে জিজ্ঞেস করতে পারেন যে, ফ্রি ফায়ার গেইমে কী আসলেই গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়?

হ্যাঁ, অবশ্যই ট্রান্সফার করা যায়৷ এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো যে, কিভাবে ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টকে গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়।

অবশ্যই পড়ুনঃ কিভাবে ওয়ার্ডপ্রেসে SEO-Friendly Recipe Schema যুক্ত করবেন

ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টকে একটি গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাওয়ার পূর্বে আপনাকে যাচাই করতে হবে যে আপনাত ফেসবুক অ্যাকাউন্টটি Garena Free Fire এর সাথে লিংক করেছেন কি না। এটি চেক করতে আপনার গেইমের Settings এ যান এবং চেক করুন।

এখন মূল বিষয়ে আসা যাক৷ অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের ডাটা ট্রান্সফার করার জন্য নিচের পদ্ধতিগুলো ধাপে ধাপে অনুসরণ করুন।

কীভাবে ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টটি গুগল অ্যাকাউন্টে পরিবর্তন করবেন

How to change free fire Facebook account to Google account

 

এখানে, আমি আপনার Garena Free Fire ফেসবুক অ্যাকাউন্টটি Gmail বা Google অ্যাকাউন্টে পরিবর্তন/ট্রান্সফার করার ধাপে ধাপে পদ্ধতি দেখাবো, অনুগ্রহ করে সাবধানে পদক্ষেপগুলি অনুসরণ করুন।

প্রথমে, আপনাকে Free Fire Support অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি Garena Free Fire টিমের কাছ থেকে হেল্প পাবেন।

এরপর উপরের ডানের কর্ণারে SUBMIT REQUEST এ ক্লিক করতে হবে।

অবশ্যই পড়ুনঃ কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Critical Error সমস্যার সমাধান করবেন (2 Methods)

এখন আপনার সার্ভার সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশ সার্ভারে থেকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে Bangladesh সিলেক্ট করতে হবে।

এখন আপনাকে প্রত্যেকটা ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে * চিহ্নটির অর্থ আপনাকে এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।

Free Fire PlayerID: এখানে আপনার ফ্রি ফায়ার গেইমের আইডি দিতে হবে।

In-game Name: এখানে আপনার ফ্রি ফায়ার গেইমের আইডির নাম দিতে হবে। (অবশ্যই গেইমে যে নামটি শো করে সেই নাম দিতে হবে)

Type of Request: এই বক্সে ক্লিক করে ড্রপডাউন থেকে Game Concern সিলেক্ট করতে হবে।

Select the type of problem: এখানে ড্রপডাউন থেকে Technical Issue সিলেক্ট করতে হবে। (এখানে লিমিটেড মেনু থাকায় আপনাকে Technical Issue টি সিলেক্ট করতে হবে)

Description: এখানে আপনি আপনার বিস্তারিত তথ্য লিখুন অ্যাকাউন্ট পরিবর্তন নিয়ে। অবশ্যই ইংলিশে লিখতে হবে।

Privacy Policy: এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তার আগে তাদের প্রাইভেসি পলিসি পরে নিতে পারেন।

সব করা হয়ে গেলে এবার Submit বাটনে ক্লিক করুন।

উপসংহারঃ

আপনি Garena Free Fire সাপোর্ট টিমের কাছ থেকে একটি মেইল পেতে পারেন। যেমন, আপনি একবার ফেসবুক বা গুগল অ্যাকাউন্টকে ফ্রি ফায়ারে লিংক করলে এটা স্বায়ীভাবে লিংকড হয়ে যাবে এবং এটা পুনরায় পরিবর্তন করা যাবেনা। সুতরাং, একবার আপনি Facebook বা Gmail এর সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করলে, এটি আর পরিবর্তন করা যাবে না।

আশা করি আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি শিখেছেন কিভাবে ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট পরিবর্তন করতে হয়। আমি চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই শিখাতে পেরেছি।

The post কীভাবে ফ্রি ফায়ার ফেসবুক অ্যাকাউন্টকে জিমেইল অ্যাকাউন্টে পরিবর্তন করবেন appeared first on Trickbd.com.

FREE FIRE MAX | ANTI BAN INJECTOR সেফ রেংক পুশ

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক



আজ Free Fire New Injector দিবো যাতে করে রিয়েল আইডির সেফ রেংক পুশ করতে পারবেন
– আইডি ব্লাকলিস্ট হয় Headshot / Antena File এর জন্য তাই এন্টেনা File config ব্যাবহার করবেন না

বিঃদ্রঃ যদি মনে হয় এটার কারনে আপনার আইডি ব্যান হবে তাহলে ব্যাবহার করার প্রয়োজন নাই। নিজের রিস্কে ব্যাবহার করুন
অবশ্যই সেকেন্ড একাউন্ট


⚡

অথবা রিয়েল আইডিতে Water Running & Enemy Location Config Use করতে পারেন

Normal Free Fire Config


⚡

Free Fire Max Config File

Download করে zarchiver দিয়ে Extract করলে Data File পাবেন তা Android -Data Folder এর মধ্যে Past করবেন

🥀🥀

Injector Tutorial

Let’s Start

প্রথমে Download করুন Injector এবং Vphone Gaga অথবা vmos / X8sandbox কারন root Permission লাগবে

Injector Download Link


Vip Injector

Vphone GAGA Setup


Vphone GaGa

Vmos Apk & Rom Download


Vmos Pro aok


Vmos Rom

Vmos Set-up


Vmos Installing Process

Credit : Hacker Baba YT

—————————————————-

অবশ্যই জয়েন হবেন


—————————————————-

Telegram

ANTIBAN Paid Hack কিনতে চাইলে Telegram Channel এ Join হবেন

Join Telegram

—————————————————-

Facebook


Join Our FB Group


—————————————————

আল্লাহ হাফিজ

The post FREE FIRE MAX | ANTI BAN INJECTOR সেফ রেংক পুশ appeared first on Trickbd.com.

ফেসবুক এর নাম পরিবর্তন ও বাংলাদেশে আসছে পেপাল

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা ফেসবুকে নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে। যেটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তাছাড়া বাংলাদেশ নতুন একটি পেমেন্ট সিস্টেম চালু হতে যাচ্ছে সেটা হল পেপাল। আজকের এই আর্টিকেলে আমরা এই দুটি নিউজ নিয়ে একটু আলোচনা করব। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইল। আর্টিকেল সম্পূর্ণ না পড়ে কেউ বাজে কমেন্ট করবেন না আশা করি।

##ফেসবুকের নাম পরিবর্তন##

বৃহস্পতিবার 28 শে অক্টোবর মার্ক জাকারবার্গ বলেন,,, আমরা এমন এক কোম্পানি যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকি,,, আমরা এক সাথে কাজ করে চূড়ান্তভাবে মানুষকেই প্রযুক্তির কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হই। আর এর মাধ্যমে আমরা একযোগে আরও বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার দ্বারা উন্মোচন করতে পারি। এই কথা জানিয়েছেন মার্ক জুকারবার্গ।

এমনকি একথাও বলা হচ্ছে যে,ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিলো,,, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে খুব শীঘ্রই। এই কথা সহ মার্ক জুকারবার্গ আরো কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্টস কানেক্ট- এ মার্ক জাকারবার্গ বলেন,,, এখন থেকে আর মূল পরিচয়ে ফেইসবুক নহে , আমাদের প্রথম পরিচয় মেটা হতে যাচ্ছি। কিন্তু এদিকে মেটার অধীনে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের নাম আগের মতোই থাকছে।

ফেসবুক প্রতিষ্ঠানটির নতুন করপোরেট নাম ঘোষণা করেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নতুন নাম 'মেটা ইনকরপোরেশন'। তাছাড়া মার্ক জাকারবার্গ আরো বলেন,,, গ্রিক শব্দ বিয়ন্ড থেকে মেটা শব্দ এসেছে। এই নাম কোম্পানিকে ভালো অবস্থানে নিয়ে যাবে। এই তথ্যগুলো আমরা ইন্টারনেটের নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পেরেছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন।

##পেপাল আসছে বাংলাদেশে?##

হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পেপাল যেটা বাংলাদেশ ব্যতীত প্রায় সকল দেশেই অ্যাভেইলেবল । কিন্তু সরকারের নির্দেশে খুব শীঘ্রই বাংলাদেশেও পেপ্যাল সার্ভিস চালু হতে যাচ্ছে,,, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী ডিসেম্বর মাসের ভেতরে পেপাল চালু হতে যাচ্ছে,,,, যদিও এই নিউজটি সম্পর্কে অতটা আমরা রিসার্চ করিনি। হান্ডেট পার্সেন্ট সঠিক ভাবে বাংলাদেশে আসছে এটাই সঠিক তথ্য। এমনকি বাংলাদেশের সরকার নিজ মুখে কোন এক এলাকায় ঘোষণা করেছেন।

পেপাল সার্ভিস বাংলাদেশ চালু হলে, অনেক ভালো হয় বলে লোকেরা জানিয়েছে। পেপ্যাল সার্ভিস না থাকার কারণে বাংলাদেশের অনেক লোকেরা অনেক জায়গা কাজ করতে পারে না। এমনকি ফ্রিল্যান্সারেরও পেপ্যাল সার্ভিস চালু হলে বেশ ভালই হবে। পেপ্যাল সার্ভিস শুধু যে অ্যাক্টিং পেমেন্ট সিস্টেম তা কিন্তু নয়। পেমেন্ট সিস্টেম বটে তবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পেপ্যাল সার্ভিস দিয়ে থাকে। উপরোক্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি,,,, খুব শীঘ্রই পেপ্যাল সার্ভিস বাংলাদেশ চালু হচ্ছে।

আর্টিকেল এর শেষ কথা

তে বন্ধুরা আজকে আমরা দুইটি নিউজ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। এখনো পেপাল বাংলাদেশে খুব শীঘ্রই আসছে। এবং ফেসবুকের নতুন একটি পরিবর্তন হচ্ছে। আর্টিকেলটি না পড়ে কেউ বাজে মন্তব্য করবেন না। যদি তথ্যগুলো আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই গুগল অথবা ইউটুবে সার্চ দিবেন। আমাদের কাছে তথ্য জানা মতে প্রায় সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিন।

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইট পেমেন্ট বিকাশ নগদ একাউন্টেঃ ওয়েবসাইট লিঙ্ক

পরিশেষে আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আশা ব্যক্ত ও কামনা করেই আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি,,,, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post ফেসবুক এর নাম পরিবর্তন ও বাংলাদেশে আসছে পেপাল appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments