Search box..

Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn)

Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn)


Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn)

Posted: 31 Oct 2021 09:52 PM PDT

সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন,
আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি,

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করে Scribd premium ৩০দিনের জন্য নিবেন,

◑Sign up with Email এ ক্লিক করুন,

◑ Sign Up

◑Click, Credit or Debit Card

◑Bin: 44919284447xxxxx
Namso Gen থেকে Gen করে নেন,
Mrchecker থেকে Live Card copy করুন,
◑Card4491928444780894|02|2029|380 Live card, এইটা দিয়েও হবে।

◑Click, Start Your Free Trial

◑দেখুন ৩০ দিনের জন্য Free Trial Active,,

✪ Bin Creadit : Premium Bins Store

ধন্যবাদ সবাইকে,

The post Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn) appeared first on Trickbd.com.

বিকাশ থেকে রিচার্জ করলে পেয়ে যাচ্ছেন 30% ক্যাশব্যাক সকল বিকাশ গ্রাহকদের জন্য

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালই আছেন অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আমার এই পোস্ট থেকে সবাই উপকৃত হবেন আমাদের আজকের টপিক হচ্ছে বিকাশ থেকে ক্যাশব্যাক অফার কিভাবে নিবেন এই অফারটি যারা বিকাশ ব্যবহার করেন ‌সবাই নিতে পারবেন বিকাশের অফিশিয়াল ঘোষণাটি দেখুন

এই অফারটি সকল বিকাশ গ্রাহকরাই পাবেন

অবশ্যয় পরে আসবেনঃ
নতুনরা কিভাবে ওয়েবসাইটের কাজ শুরু করবেন দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত 2021

আপনার বিকাশ একাউন্ট থেকে 60 টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন 30 পার্সেন্ট ক্যাশব্যাক এবং এই অফারটি 7 তারিখ পর্যন্ত থাকবে এর ভিতর আপনি শুধুমাত্র একবার নিতে পারবেন একটি বিকেশ থেকে অফার প্রতিটি বিকাশ থেকে কিন্তু শুধুমাত্র একবারই নিতে পারবেন আশাকরি বুঝতে পারছেন যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন

আরও পড়ুনঃ

দেখে নিন অনলাইন থেকে এবং অফলাইন থেকে সহজে ইনকাম করার সেরা 7 টি উপায় ২০২১

আপনি যদি অনলাইন থেকে খুব সহজে ইনকাম করতে চান এবং ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিতে চান তাহলে আমার এই ওয়েবসাইটটি ডিজিট করতে পারেন ট্রিকবিডির মত আমি এখানেও প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করে থাকি আশা করি সবাই আমার ওয়েবসাইটটি দেখে আসবেন Technowbd.com
তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডি সাথে থাকবেন এবং ট্রিকবিডি প্রতিদিন ভিজিট করবেন নতুন নতুন ট্রিক এবং টিপস শিখার জন্য

The post বিকাশ থেকে রিচার্জ করলে পেয়ে যাচ্ছেন 30% ক্যাশব্যাক সকল বিকাশ গ্রাহকদের জন্য appeared first on Trickbd.com.

খাঁচার ভিতর অচিন পাখি – রায়হান রাফির পরিচালনায় আরেকটি লিজেন্ডারি মুভির রিভিউ + লিংক

Posted:

ওয়েব ফিল্ম_খাচার ভিতর অচিন পাখি..

 

প্লাটফর্ম _চরকি

পরিচালক_রায়হান রাফি

অভিনয়ে_ফজলুর রহমান বাবু,তমা মির্জা,সুমন আনোয়ার,মিলি বাশার,নাসির উদ্দিন খান…

 

নো স্পয়লার
  • আপনি দ্যাশে কি করেন?
  • আপনি যাবেন হলিউডে…..!
ডায়লগ টা ইন্টারেস্টিং নাহ? সম্প্রতি চরকির প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘খাচার ভিতর অচিন পাখি’র ডায়লগ এটি..ডায়লগের সাথে সিরিজটিও বেশ..!
 
একটু থ্রিলার টাইপ যারা পছন্দ করেন, আমার মতো,তারা খুব নিশ্চিন্তে মুভিটি দেখতে পারেন..!
দেশীয় এমন পলিটিক্যাল থ্রিলার এর আগে দেখেছি বলে মনে পড়ছে নাহ,এবং যতদূর যানি এইটাইপের কাজ হয় নাই!
এই ধরনের কাজে যে দিকটা আমাদের দেশের সব থেকে বিরক্ত লাগে,
অভিনয় এবং কাহিনী’র রেশটা ধরে রাখতে না পারা…
 
কিন্তু এই সিরিজটা দেখতে গিয়ে বেশ অবাক হইসি প্রথমত এদের অভিনয় দেখে,তারপরে সিনেমার জায়গাটা দেখে আর সবথেকে বেশি যে জিনিসটা পরে ভাল লাগসে,কাহিনীটা পরিচালক শুরুর দিক থেকে শেষ অব্দি বেশ ভাল ভাবে ধরে রেখেছেন তো বটেই,সাথে শেষের দিকের চমকের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম নাহ..!
এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকে সবার জায়গা থেকে ন্যাচারালি একদম শেষ অব্দি গিয়েছে,তবে অদ্ভুত রকমের ভাল লেগেছে পরিচালক ‘সুমন আনোয়ার’ যখন তাদের সাথে বেশ তাল মিলিয়ে কাজ করে গিয়েছে…!
সিনেমায় দেখা যায় একজন রাজনীতিবিদ এবং একজন সাধারন মানুষের একটি পরিত্যাক্ত কারখানায় আটকে থাকার গল্প,কেন তারা এখানে?
 
কারা এর পিছনে বা গল্প টাই কি এদের কিংবা তারা কি সেই খাচা থেকে বের হতে পেরেছিল,নাকি থেকে যেতে হয়েছিল..?
কি হয়েছিল তাদের শেষ পরিনতি?
যেহেতু ফিল্মটি চলছে এবং একদম নতুন সেক্ষেত্রে রিভিউ তে আর কিছু বলবো নাহ,আমাদের দেশীয় এত সাধারন,সুন্দর একটি কাজ আমার মনে হয় প্রত্যেকটি সিনেমাপ্রেমীর দেখা উচিত…
 

Download Link: Click Here

 

 

The post খাঁচার ভিতর অচিন পাখি – রায়হান রাফির পরিচালনায় আরেকটি লিজেন্ডারি মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

হ্যালুইন ডিলস �� মাত্র ২ ডলারে ১ বছরের জন্য হোস্টিং নিয়ে নিন | USA ও Singapore লোকেশন সার্ভার এর হোস্টিং

Posted:

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি হোস্টিং অফার। এটি বিগিনার বা প্রোফেশনাল সকলের জন্য সেরা একটি ডিলস হবে আশা করি।

HosterPlan এই হ্যালুইন ২০২১ উপলক্ষে এই স্পেশাল অফারগুলো দিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি Hosterplan ২০২১ সালের “Top 10 Shared Hosting” এ্যাওয়ার্ড পেয়েছে Hoastadvice থেকে। এছাড়া তারা আন্তর্জাতিক মার্কেটে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে। Hosterplan সাধারণত NVMe SSD এবং ক্লাউড স্টোরেজ বেজড হোস্টিং কোম্পানি।

চলুন এবার আমরা জেনে আসি তাদের Halloween offer 2021 সম্পর্কে।
Hosterplan তিনটি আলাদা হোস্টিং ক্যাটাগরিতে অফার করছে ৭০%, ৬৫% এবং ৫০% ডিসকাউন্ট।

প্রথম ক্যাটাগরিটি বিগিনারদের স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। এখানে তারা গুরুত্ব দিয়েছে বাজেট প্রাইসিং এবং সর্বোচ্চ রিসোর্সের উপর। বিগিনার লেভেলে কেও শিখতে যেয়ে যাতে রিসোর্স লিমিটে আটকে না যায় এজন্য তারা সকল প্লানে আনলিমিটেড সাব ডোমেইন, ইমেইল একাউন্ট, ডাটাবেজ এবং অন্যান্য প্রয়োজনীয় সকল কিছু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। এই হোস্টিং প্লান গুলো USA লোকেশন সার্ভারের। এই প্লান গুলোতে আপনি ৭০% ডিসকাউন্ট পাবেন কুপন কোড HLHPB এ্যাপলাই করলে। নিচে দেখুন মাত্র ১৭৪ টাকাতে আমি 500 mb এর প্লানটি অর্ডার করতে পারছি ১ বছরের জন্য, যেটির রেগুলার মূল্য ৫৮০ টাকা।

দ্বিতীয় বা Pro Web Hosting প্লান গুলো মূলত সাজানো হয়েছে প্রফেশনালদের জন্য। এখানে আপনি যেকোনো প্লান ১ বছরের জন্য অর্ডার করলে পাবেন ৬৫% ডিসকাউন্ট। কুপন কোডঃ HLHPPRO । আপনি ব্লগিং, বিজনেস সাইট, কোম্পানি সাইট বা এমন যেকোনো ধরনের ওয়েবসাইট বানাতে এই প্লান গুলো থেকে হোস্টিং নিতে পারেন। এখানে আপনি যেমন পরিমাণ পে করবেন ঠিক ততটাই বা তার চেয়ে যাতে বেশি কিছু পান সেটির ব্যাপারে Hosterplan সতর্কতা অবলম্বন করেছে। নিচের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন প্লান এবং প্রাইসিং গুলো কিভাবে করা হয়েছে।

সর্বশেষ Hosterplan তাঁদের সিঙ্গাপুর লোকেশনের ওয়েব হোস্টিং এ ৫০% ডিসকাউন্ট। HLHPSG কুপন কোড ব্যবহার করে অর্ডার করলে এই ডিসকাউন্ট পাবেন। অর্ডার এর আগে জেনে নিন Singapore Web Hosting কাদের জন্য সেরা পছন্দ। যাদের সাইটের ৮০% এর বেশি ভিজিটর বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার তাদের জন্য সব চেয়ে সেরা Singapore Web Hosting। এছাড়া বাংলাদেশী BDIX Hosting এর সেরা বিকল্প এই সিঙ্গাপুর লোকেশনের হোস্টিং। সিঙ্গাপুর লোকেশনের ডাটা সেন্টার গুলো আমাদের দেশের ডাটা সেন্টার থেকে অত্যন্ত উন্নত এবং নেটওয়ার্কিং সিস্টেমও অনেক শক্তিশালী।

এবার আমরা দেখে নেই কিভাবে অর্ডার করবেন

প্রথমে আপনি যে ক্যাটাগরির হোস্টিং কিনতে চান সেটিত যান। অফার পেজের লিংক – এখানে ক্লিক করুন

এবার আপনার পছন্দের হোস্টিং প্লান অর্ডার করার জন্য ক্লিক করুন Order Now এ  ।

আপনার পুরাতন যদি কোনো ডোমেইন থাকে তাহলে সেটি “I will use my existing domain and update my nameservers” লিখা তৃতীয় বক্সে লিখুন আর যদি নতুন ডোমেইন কিনতে চান তাহলে প্রথম বক্সে কাঙ্ক্ষিত ডোমেইন নেম লিখুন। অন্য রেজিস্ট্রারে থাকা আপনার পুরাতন ডোমেইন ১ বছর রিনিউ সহ Hosterplan এ ট্রান্সফার করতে চাইলে দ্বিতীয় বক্সে ডোমেইন নেম লিখুন।

Order Summary এর পাশে থাকা Choose Billing Cycle থেকে Annually সিলেক্ট করুন এবং Continue এ ক্লিক করে পরবর্তী পেজে যান।

এবার নিচের স্ক্রিনশটে দেখানো Apply Promo Code বক্সে উপরে দেওয়া প্লান অনুযায়ী সংশ্লিষ্ট কুপন কোড বসিয়ে Validate Code এ ক্লিক করুন। অতপর Continue দিন।

এখন আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে এবং কোন মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আর Terms and condition এ টিক মার্ক দিয়ে দিবেন।

পরবর্তী পেজে আপনি পেমেন্ট করার অপশন পাবেন। পেমেন্ট কম্পিলিট করলে তাৎক্ষণিক আপনার সার্ভিস এক্টিভ হয়ে যাবে।

আরও কিছু তথ্যঃ
এই অফার গুলো Hosterplan এর নতুন ইউজারদের জন্য এবং একজন গ্রাহক একবারই অর্ডার করতে পারবেন।

আশা করি সবার ভালো লেগেছে পোস্টটি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। 

The post হ্যালুইন ডিলস 🔥 মাত্র ২ ডলারে ১ বছরের জন্য হোস্টিং নিয়ে নিন | USA ও Singapore লোকেশন সার্ভার এর হোস্টিং appeared first on Trickbd.com.

কিভাবে ওয়ার্ডপ্রেসে Author’s Comment Highlight করবেন

Posted:

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্টের Author’s Comment কে হাইলাইট করতে চান?

আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লেখকের কমেন্টস হাইলাইট করা আপনার ব্লগের পোস্টে আরো কমেন্টস পেতে সাহায্য করে থাকে। একজন পাঠক যখন একটি পোস্ট পড়েন তখন পোস্ট পড়া শেষে সে নিচে কমেন্টস সেকশনে যায় এবং তখন যদি দেখে যে সেই পোস্টের লেখক প্রত্যেক কমেন্টের রিপলাই দিচ্ছেন তখন তাদের আরো কমেন্টস করার সম্ভাবনা থাকে।

এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে সাইটের পোস্টের কমেন্টগুলোকে সহজেই হাইলাইট করতে হয়।

কেনো আপনি লেখকের কমেন্টস হাইলাইট করবেন?

কমেন্টসগুলো আপনার ওয়েবসাইটে ইউজারদের ব্যস্তিতা তৈরী করার একটি দুর্দান্ত উপায়৷ আপনি যদি আপনার আর্টিকেল গুলোতে বেশি মন্তব্য পেতে চান তাহলে আপনি প্রত্যেক কমেন্টসগুলোতে রিপলাই করতে হবে এবং ইউজারদের উৎসাহিত করতে হবে।

অবশ্যই পড়ুনঃ ওয়ার্ডপ্রেসে Limit Login Attemps সিস্টেম কেনো এবং কিভাবে করবেন

একটি নতুন ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য, আপনি কমেন্টস মোডারেশন (Comments Moderation) এর সময় সহজেই কমেন্টসের উত্তর দিতে পারবেন। যদি আপনি একাধিক-লেখক এর ওয়েবসাইট (Multi-author’s Website) চালান তাহলে আপনার সাইটের সকল লেখকদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করতে পারেন যাতে করে তারাও প্রত্যেক কমেন্টসের রিপলাই করে।

যাইহোক, বেশিরভাগ ওয়ার্ডপ্রেস থিমই কমেন্ট সেকশনের মধ্যে কোনো ডিজাইন করেনা ও ডিফারেন্ট কিছু রাখেনা এবং ডিজাইন একই স্টাইলে রেখে দেয়৷

একজন ক্যাজুয়াল রিডার সবসময়ই আর্টিকেল পুরোটা না পরে প্রথমে কমেন্ট সেকশনের দিকে স্ক্রোল করে এবং দেখে যে আর্টিকেলটির লেখক আর্টিকেলের কোনো সমস্যা নিয়ে কোনো কমেন্টের রিপলাই দিয়েছে কি না।

লেখকের রিপলাই কমেন্টের ডিজাইন যদি আলাদা থাকে তাহলে  সেই কমেন্টসগুলো আরো লক্ষণীয় করে তোলে।

এখানে চুড়ান্ত লক্ষ্য হলো নতুন ইউজারদের কমেন্টে যোগ দেওয়া এবং পরবর্তীতে তাদের আপনার নিউজলেটারে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করা।

যাইহোক, এখন আসা যাক মূল কথায়। কিভাবে সহজেই লেখকের কমেন্টগুলো সহজেই হাইলাইট করা যায় তা দেখে নেওয়া যাক।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লেখকের কমেন্ট হাইলাইট করা

আর্টিকেলের লেখকের কমেন্ট হাইলাইট করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার ওয়ার্ডপ্রেস থিমে Custom CSS যোগ করা।

প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Appearance » Customize এ যেতে হবে। এটা আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার ইন্টারফেস চালু করবে। আপনি আপনার কম্পিউটার স্ক্রিণের ডান দিকে কোড বসানোর লাইভ প্রিভিউ দেখতে পাবেন।

এখান থেকে, আপনাকে Additional CSS ট্যাবে ক্লিক করতে হবে। একটা অপশন আসবে যেখানে আপনি কাস্টম CSS যোগ করবেন।

যাইহোক, কোড এপ্লাই করার পর কাস্টম সিএসএস দেখতে কেমন হবে তা দেখতে পারবেন৷ এটা দেখার জন্য প্রথমে আপনাকে একটি আর্টিকেলে যেতে হবে যেখানে একটি ইউজার কমেন্টের সাথে লেখকের রিপলাই রয়েছে।

কমেন্ট সেকশনের নিচে যান এবং তারপর কম্পিউটার স্ক্রিণের বাম দিকে Additional CSS বক্সে নিচের কোডটি পেস্ট করুন।

.bypostauthor {
background-color: #e7f8fb;
}

এখন আপনি ইউজার কমেন্ট এবং আপনার কোড বসানোর পর লেখকের কমেন্টের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করবেন।

তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে এইসব কাজ করে?

আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটের বিভিন্ন এরিয়াতে কিছু ডিফল্ট ওয়ার্ডপ্রেস সিএসএস কাস যোগ করে থাকে। আপনি যেই ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করছে তাতে এই সিএসএস ক্লাসগুলো রয়েছে।

অবশ্যই পড়ুনঃ কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Critical Error সমস্যার সমাধান করবেন (2 Methods)

এই নমুনা কোডে আমরা .bypostauthor সিএসএস ক্লাস ব্যবহার করেছি যা আর্টিকেলের লেখকের করা সমস্ত কমেন্টে ডিজাইন করে দিবে।

এটাকে আরো আকর্ষণীয় করতে আরোও কিছু সিএসএস স্টাইল যুক্ত করা যাক। এখানে একটি নমুনা কোড রয়েছে যা আর্টিকেল লেখকের কমেন্টে একটি ছোট ‘Author‘ লেবেল এবং   লেখকের ‘Avatar‘ ইমেজের চারদিকে বর্ডার যুক্ত করবে।

.bypostauthor:before {
content:"Author";
float:right;
background-color:#FF1100;
padding:5px;
font-size:small;
font-weight:bold;
color:#FFFFFF;
}
.bypostauthor .avatar {
border:1px dotted #FF1100;
}

এই কোড বসানোর দেখতে এমন হবেঃ

ইউজার রুল এবং Author রুল অনুযায়ী কমেন্ট হাইলাইট করা 

এখন অনেক ওয়ার্ডপ্রেস ব্লগসাইটে কমেন্টের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন পদে মেম্বার রাখা হয়ে থাকে৷ জনপ্রিয় সকল সাইটের এডমিনিস্ট্রেটর, মোডারেটর এবং লেখকরা ইউজারদের এনগেজমেন্ট বাড়াতে সব কমেন্টের উত্তর দিয়ে থাকে।

ধরুন কেউ একটি আর্টিকেলের লেখক নন এমন একজন স্টাফ মেম্বারের করা কমেন্টকে কিভাবে হাইলাইট করবেন?

এটি করার জন্য একটা সহজ হ্যাক রয়েছে। এর জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Custom CSS এড করতে হবে।

অবশ্যই পড়ুনঃ আপনার সাইটে Contact Form এর পরিবর্তে Google Form ব্যবহার করুন

প্রথমে, আপনাকে Code Snippet প্লাগইন ইনস্টল বা আপনার থিমের functions.php ফাইলে নিম্নলিখিত কোড যোগ করতে হবে।

if ( ! class_exists( 'WPB_Comment_Author_Role_Label' ) ) :
class WPB_Comment_Author_Role_Label {
public function __construct() {
add_filter( 'get_comment_author', array( $this, 'wpb_get_comment_author_role' ), 10, 3 );
add_filter( 'get_comment_author_link', array( $this, 'wpb_comment_author_role' ) );
}
 
// Get comment author role
function wpb_get_comment_author_role($author, $comment_id, $comment) {
$authoremail = get_comment_author_email( $comment);
// Check if user is registered
if (email_exists($authoremail)) {
$commet_user_role = get_user_by( 'email', $authoremail );
$comment_user_role = $commet_user_role->roles[0];
// HTML output to add next to comment author name
$this->comment_user_role = ' <span class="comment-author-label comment-author-label-'.$comment_user_role.'">' . ucfirst($comment_user_role) . '</span>';
} else {
$this->comment_user_role = '';
}
return $author;
}
 
// Display comment author                  
function wpb_comment_author_role($author) {
return $author .= $this->comment_user_role;
}
}
new WPB_Comment_Author_Role_Label;
endif;

এই কোডটি বসানোর পর লেখকের নামের পাশে User Role সহ একটি লেবেল দেখাবে। এটা কোনোপ্রকার কাস্টম স্টাইলিং ছাড়া দেখতে কেমন হবে তা দেখানো হলোঃ

আসুন কিছু কাস্টম CSS যোগ করে এটিকে একটু সুন্দর করে তুলি। Appearance » Customize পেইজে যান এরপর Additional CSS ট্যাবে ক্লিক করুন।

এরপর এখন আপনার কমেন্টে ইউজার রুল লেবেল স্টাইল করার জন্য নিন্মলিখিত CSS ব্যবহার করুন।

.comment-author-label {
    padding: 5px;
    font-size: 14px;
    border-radius: 3px;
}
 
.comment-author-label-editor { 
background-color:#efefef;
}
.comment-author-label-author {
background-color:#faeeee;
}
 
.comment-author-label-contributor {
background-color:#f0faee;  
}
.comment-author-label-subscriber {
background-color:#eef5fa;  
}
 
.comment-author-label-administrator {
background-color:#fde9ff;
}

এই কোড বসানোর পর যেমন দেখাবে। আপনি চাইলে আপনার মতো করে কোড এডিট করতে পারেন আপনার থিমস কালার অনুযায়ী।

উপসংহারঃ

আশা করি আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি শিখেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে Author’s Comment Highlight করবেন। আমি চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই শিখাতে পেরেছি। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না।

The post কিভাবে ওয়ার্ডপ্রেসে Author’s Comment Highlight করবেন appeared first on Trickbd.com.

[জাভা গেম ভিউ] Bubble Bash 2 একটি অসাধারন গেম।

Posted: 31 Oct 2021 05:54 AM PDT

আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন। যদি ভালোনা থাকেন তাহলেও প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করলে আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনাদের দোয়ায় আমিও ভালই আছি। আমি প্রতিনিয়ত ট্রিকবিডিতে নতুন কিছু আনার চেষ্টা করি।
তাই আপনারা সবাই প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন। আমি প্রতি বারের মতন এবারো আপনাদের সামনে 1 টি জাভা গেম এর রিভিউ নিয়ে হজির হলাম। তাহলে চলুন শুরু করা যাক।
স্কিনশট :
তারপরতারফরতারপরতারপরতারপরতারপরতারপরতারপরতারপরতারপরতারপরতারপরতারপর
Game Neme : Babul Suter 2
Game Skin Size : 240*320
Game Size : 340+-kb
Game Dawnlord Naw
যদি আরটিকেল টা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।ট্রিকবিডি এর সাথেই থাকবেন। খোদা হাফেজ


The post [জাভা গেম ভিউ] Bubble Bash 2 একটি অসাধারন গেম। appeared first on Trickbd.com.

Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-২ ( কিভাবে Math Battle Game এর Score Hack করা যায় )…

Posted:


























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Telegram Bot এর Game Hacking Tutorial Part-2 শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .আর যতো সাপোর্ট করবেন ততই আমাকে পাবেন


আজকে আমি @GameBot এর Math Battle স্কোর হ্যাকিং শেয়ার করবো .আর যারা আমার ১ম পার্টটি দেখেন নে তারা বুঝতে পারবেন না , তাই আগে আমার ১ পার্টটি দেখে আসেন । তো চলুন শুরু করি 🤩

1 ➜ GameBot এর Math Battle Game স্কোর হ্যাক করার জন্য যা লাগবে…?



GameBot এর Math Battle Game স্কোর হ্যাক করার জন্য Html WebSite Inspector Apk লাগবে এবং Js Code লাগবে .


1 ➜ Html WebSite Inspector Pro Apk


2 ➜ Js Code : Math.random = function() {return 1;}


3 ➜ Video Tutorial Here Click Me 🤩


4 ➜ Post And Video Credit Bisnu Ray


2 ➜ First Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?



First গেম Open করতে হবে


এরপর 3 Dot Icon এ ক্লিক করতে হবে


এখন Open In Browser এ ক্লিক করতে হবে


আমাদের Game এর লিংক Copy করে নিতে হবে .


3 ➜ Final Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?


১ . প্রথমে আমাদের Html WebSite Inspector Apk Open করতে হবে । এখন আমাদের Web Address Ber এ আমাদের কপি করি Game এর লিংক পেষ্ট করে Enter করতে হবে


২ . এরপর Screenshot এ দেখানো 3 Dot Icon এ ক্লিক করতে হবে


এখন Javascript Console Prototype এ ক্লিক করতে হবে


এখন আমার দেওয়া Js Code টি কপি করে এখানে পেষ্ট করে দিবেন
এবং Screenshot এ দেখানো Icon এ ক্লিক করে Enter করে দিবেন


এখন আপনাকে Game এর Home Page এ নিয়ে আসবে , এখন আপনাকে Game Play দিতে হবে


আর এখন আপনি শুধু X চিহ্নতে ক্লিক করুন আর দেখুন আপনার সব উত্তর সঠিক 🤩🤩🤩 আর আপনি এভাবে X এ ট্যাপ করতে থাকুন আর আপনার স্কোর বাড়তে থাকবে 🤩


দেখুন আমার স্কোর সবচেয়ে বেশি 🤩


৪ . আরো এরকম Cool Tutorial And Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Any Help Join Hear



আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি সবাই সুন্দর ভাবে বুঝতে পারছেন । আর যদি না পারেন ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন । উপরে ভিডিও টিউটোরিয়াল এর লিংক দেওয়া আছে । সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetwork™ Join Hear

The post Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-২ ( কিভাবে Math Battle Game এর Score Hack করা যায় )… appeared first on Trickbd.com.

ইভটিজিং এর অবৈধতা ও পরিনাম [part 1 ]

Posted:

আস্সালামু আলাকুম।
ইভটিজিং শব্দি ইদানিং বহুল উচ্চারিত হচ্ছে।
আমারাকি এর অর্থ জানি? না জানলে জেনে নেওয়া ভালো। ইভ অর্থ আদি মাতা হাওয়া এবং টিজিং অর্থ উত্যক্ত করা। অতএব ইবটিজিং অর্থ নারি দের উত্যাক্ত করা। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। সমাজের বখাটে,মাদকাসক্ত ও উশৃঙ্খল ছেলেরাই ইভটিজিং করে।
তারা রাস্তঅয় ওত পেতে থাকে । কখন মেয়ে যায়।

যে কাজ গুলোকে ইভটিজিং বলে:……..
নানা রকম অঙ্গ ভঙ্কি প্রদর্শন করা,গায়ে পরে আলাপ করা,কুপ্রস্ততাব দেয়া ,নানা অজুহাতে দেখা করতে আসা, শিষ দেয়া , অশ্লীল বাক্যবান নিক্ষেপ করা , ফোন মোবাইলে রিং দিয়ে আলাপ আলাপ জুরে দেয়া।

এখন ইভটিজিং এর পথ ধরে অনেক বিপথগামি,ধর্ষন , হাইজ্যাক ও মৃত্যুর সম্মুখীনও হয়ে থাকে।

এ বিষয়ে ইসলাম যা বলে:
ইসলামে ইভটিজিং একটি সমুলে উৎথাতের ব্যবস্তা রাখা হয়েছে। ইসলাম নারি পুরুসের হজিব পালন করা কে আব্যশ্যক করেছেন। পুরুস নারি সবাই তাদের চক্ষু অবনত রাখবে। যাদের সাথে বিবাহ যায়েজ আছে তাদের কে দেখা দেয়া পাবেনা। কারো বারিতে ডোকর সময় অনুমতি নিয়ে ডূকতে হবে। যদি কেউ সারা না দেয় তাহলে চলে আসতে হবে। কাইকে কষ্ট দেয়া পাবে না , গালি দেয়া, তিরিস্কার তরা ও ভয় দেখানো ইসলাম ধর্মে জঘন্যতম অপরাধ হিসেবে গন্য করা হবে। যেষব কারনে সাদারনত ইভটিজিং এর মত অপরাধ সংঘটিত হয় পরিষেশে এটাই বলে যাই আমার যেন এগুলো থেকে বিরত থাকি।
পরের পার্টে আমি এ বিষয়ে হাদিস ও কোরানের আয়াতের অরকে ব্যাক্ষ্যা করবো। তাই ট্রিকবিডি এর সাথেই থাকুন।

The post ইভটিজিং এর অবৈধতা ও পরিনাম [part 1 ] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments