Search box..

{Paid Course Free}নিয়ে নিন ২১ টি সেরা Ethical Hacking কোর্স সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৭}

{Paid Course Free}নিয়ে নিন ২১ টি সেরা Ethical Hacking কোর্স সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৭}


{Paid Course Free}নিয়ে নিন ২১ টি সেরা Ethical Hacking কোর্স সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৭}

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আমারা যার দিনের বেশিরভাগ সময় ইন্টারনেট বা ইউটিউবে কাটায়,

তারা নিশ্চয়ই Ethical Hacking সম্পর্কে ভালো ধারণা রাখেন।

অনেকে হয়তো স্বপ্নও দেখেন যে জীবনে কখনও না কখনও হ্যাকার হবো।

কিন্তু একজন হ্যাকার হওয়া মোটেই সহজ নয়।

এর জন্য প্রয়োজন টেকনোলজির ওপর প্রচুর জ্ঞান আর সঠিক গাইডলাইন।

আর এই গাইডলাইন পাওয়া যায় বিভিন্ন Ethical Hacking কোর্স থেকে।

কিন্তু প্রতিটি Ethical Hacking কোর্স অনেক দামি হয়ে থাকে যা কিনা,
অনেকের সাধ্যের বাইরে।

তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে সেরা কিছু Ethical Hacking কোর্স সম্পূর্ণ ফ্রীতে।

Download Link:-

1.Ethical-Hacking-Course-2021-Beginner-Advanced!(2.78 gb)

2.SaleWebDesign.com-Ethical-Hacking-Android-2019(337 mb)

3.Python Ethical Hacking Build tools for ethical hacking(1.8 gb)

4.Full Web Ethical Hacking Course(2.38 gb)

5.Full Ethical Hacking Course(8.38gb)

6.Ethical Hacking Masterclass [Video].tar

7.Practical Ethical Hacking – The Complete Course.tar

8.Ethical Hacking with Go programming language Build tools.zip

9.imk-How to make your own USB Rubber Ducky Ethical Hacking tool.zip

10.Ethical Hacking Full Course.zip

11.Quick Hack – Beginners Ethical Hacking Course (White Hat).zip

12.Udemy – Learn Ethical Hacking From Scratch(8.43 gb)

13.Complete-Ethical-Hacking-Bootcamp-2021-Zero-to-Mastery(11.86 gb)

14.SaleWebDesign.Com-Ethical-Hacking-Masterclass-Zero-Binary-Deep(2.68 gb)

15.The Complete Ethical Hacking Course Beginner to Advanced(6.85 gb)

16.Introduction to Ethical Hacking.zip(426 mb)

17.Ethical Hacking – CTF Walkthroughs(3.54 gb)

18.Software Ethical Hacking – How to Crack Software Legally(7.61 gb)

19.Masters-In-Ethical-Hacking-Course(2.09 gb)

20. BlackHat Ethical Hacking(29.91 gb)

21.Ethical hacking basic to advance(4.28 gb)

দয়া করে ফাইল গুলো দ্রুত ডাউনলোড করে নিন।কারণ পরে কোনো লিংক কাজ না করলে আমার কিছু করার থাকবে না।

আমার পূর্বের কিছু ফ্রী কোর্স:-

 

{Paid Course Free} Bug Bounty এর ওপর সেরা কিছু কোর্স নিয়ে নিন ফ্রীতে{পর্ব ৬}

{Paid Course Free} আজ নিয়ে নিন Khalid Farhan এর সেরা তিনটি কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৫}

{Paid Course Free} বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল 'মায়াজাল' এর ইউটিউব মার্কেটিং কোর্স নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৪}

{Paid Course Free}এবার নিয়ে নিন সেরা কিছু Wifi Hacking পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ৩}

{Paid Course Free}এবার নিয়ে নিন Blackhat Pakistan এর কয়েক হাজার টাকা মূল্যের পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ২}

{Paid Course Free}এবার নিয়ে নিন Technical Sagar এর চারটি পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে{পর্ব ১}

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ

The post {Paid Course Free}নিয়ে নিন ২১ টি সেরা Ethical Hacking কোর্স সম্পূর্ণ ফ্রীতে{পর্ব ৭} appeared first on Trickbd.com.

[Hot] বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন (শর্ত প্রযোজ্য)

Posted:

বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন।

ব্যাংক কিংবা কার্ড থেকে বিকাশ একাউন্টে ৬,৫০০ টাকা বা এর বেশি টাকা অ্যাড মানি করলেই প্রতি ঘণ্টায় প্রথম ৫ জন পাবেন ৫০০ টাকা ক্যাশব্যাক।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো ঘন্টা শুরু হওয়ার সাথে সাথে সবার আগে ৬,৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করুন। প্রথম ৫ জন অ্যাড মানি করা গ্রাহকের মধ্যে একজন হতে পারলেই পেয়ে যাবেন ৫০০ টাকা ক্যাশব্যাক।

অফারটি পুরো অক্টোবর জুড়ে ৩১ দিনের জন্য চলবে.!!

 

ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড করতে বিকাশ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন এ ক্লিক করুন।
তার পর যে মাধ্যমে অ্যাড মানি করবে তা সিলেষ্ট করে অ্যাড মানি করে নিন।

শর্তাবলী

  • বিকাশ গ্রাহক অ্যাপ থেকে কার্ড টু বিকাশ বা সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অ্যাড মানি করে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন।
  • ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • অফার চলাকালীন প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, এই ১৬ ঘণ্টা সময় অফারটি চালু থাকবে
  • ক্যাম্পেইন চলাকালে কোনো গ্রাহক একদিনে সর্বোচ্চ একবার ক্যাশব্যাক জয়ী হতে পারবেন।

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার উপায়?(কিভাবে টাকা হাতে পর্যন্ত পাবেন বিস্তারিত)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের এই ছোট্ট আর্টিকেল থেকে আমরা গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়? এবং গুগল এডসেন্স থেকে টাকা কিভাবে হাতে পর্যন্ত পৌঁছায়? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব!

গুগল এডসেন্স হলো গুগলের একটি প্রোডাক্ট। গুগল এডসেন্স বিজ্ঞাপন দাতা কারণ এখানে হাজার হাজার বিজ্ঞাপন মানুষ প্রতিদিন দিয়ে থাকে। আপনারা চাইলে গুগোল অ্যাডসেন্সে বিজ্ঞাপন দিতে পারেন। সাধারণত বিজ্ঞাপন এর জন্যই গুগল এডসেন্স কে বিজ্ঞাপনদাতা বলা হয়ে থাকে।

গুগোল অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করা যায়?

গুগল এডসেন্স কি: গুগল এডসেন্স হলো গুগলের একটি অন্যতম প্রোডাক্ট।যার মাধ্যমে যে কেউ চাইলেই গুগলের বিজ্ঞাপন দিতে পারে কিংবা বিজ্ঞাপন নিয়ে অনলাইনে আয় করতে পারে।

আপনারা চাইলে বিভিন্ন উপায় গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো গুগল থেকে নিয়ে অন্যদের দেখিয়ে আয় করতে পারেন। যেমন ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এখন আপনি চাইলে গুগলের এই বিজ্ঞাপনগুলো ইউটিউব চ্যানেলে দেখিয়ে টাকা আয় করতে পারেন। তাছাড়া আরো অন্যান্য উপায়ে কাজে লাগিয়েও গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়।

এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে আয়: বিভিন্ন উপায় অবলম্বন করে এডসেন্স থেকে আয় করা যায়। তার জন্য আপনার একটি প্ল্যাটফরম থাকতে হবে। আপনার অবশ্যই তার জন্য ফলোয়ার অথবা ভিউয়ার্স থাকতে হবে। কারণ গুগল থেকে আপনাকে বিজ্ঞাপন অন্যদের দেখে আয় করতে হবে।

একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে হয়তো খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করা যায়। ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে।এখন আপনি এই ওয়েবসাইট থেকে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন। গুগল এডসেন্স এর থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে,,,, আপনার ওয়েবসাইটে ইনকাম করার জন্য,

সর্বপ্রথম আপনাকে গুগোল অ্যাডসেন্সে আবেদন করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য । আপনার ওয়েবসাইট যদি গুগল এডসেন্স এর শর্ত সাপেক্ষে সব কিছু ঠিক থাকে। তাহলে আপনাকে এডসেন্স এপ্রুভ করে দিবে। তারপর থেকে আপনার ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন বসাতে পারবেন।

আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন গুলো যত লোক দেখবে কত টাকা যোগ করা হবে গুগল এডসেন্স একাউন্টে। এভাবে করে আপনাকে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন বসিয়ে অন্যদের দেখাতে হবে,,, যত লোক বিজ্ঞাপনগুলো দেখবে ততো আপনার ইনকাম হবে গুগল এডসেন্স একাউন্টে।

কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করা করবেন?

গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন: গুগল এডসেন্স থেকে সাধারণত আপনার বিজ্ঞাপন মানুষেরা যত দেখবে ততো আপনার ইনকাম হবে। এভাবে করে আপনাকে আপনার একাউন্টে 10 ডলার জমাতে হবে সর্বপ্রথম। গুগোল অ্যাডসেন্সে 10 ডলার জমা হলে আপনার এড্রেস এ একটি চিঠি আসবে।এডসেন্স একাউন্ট খোলার জন্য যে এড্রেস ব্যবহার করেছিলেন সেই অ্যাড্রেসে।

যখন চিঠিটি আপনি পাবেন তখন গুগোল অ্যাডসেন্সে এই চিঠিটির পিন সাবমিট করলেই আপনার এড্রেস ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা চাইলে আপনার দেশের যেকোন ব্যাংক একাউন্ট এড করতে পারেন।

তারপর আপনাকে গুগোল অ্যাডসেন্সে আরো আর্নিং করতে হবে। আর্নিং করতে করতে যখন 100 ডলার আপনার একাউন্টে জমা হবে তখন,অটোমেটিক্যালি আপনার ব্যাংকে গুগোল টাকা সেন্ড করে দিবে। তার জন্য আপনাকে এক্সট্রা করে রিকোয়েস্ট পাঠাতে হবে না। একবার যখন আপনার একাউন্টে টাকা 100 ডলার হলে চলে আসবে তারপর থেকে প্রতি মাসের টাকা প্রতি মাসে আপনি পেয়ে যাবেন।

এভাবে করে খুব সহজে আপনারা গুগল অ্যাডসেন্স থেকে সহজে হাতে টাকা পেয়ে যাবেন। আমি কি step-by-step বোঝানোর চেষ্টা করেছি গুগল এডসেন্স কি? এবং গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা আর্নিং করা যায়? এবং এই টাকা ইনকামের একটি মাধ্যমও উদাহরণ হিসেবে জানিয়ে দিয়েছি।

আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে করলে গুগল এডসেন্স সম্পর্কে এ টু জেড এ বিষয়ে নলেজ চলে আসবে। যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কিছু জানার থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি অবশ্যই রিপ্লে দাও চেষ্টা করব।

আর্টিকেল এর শেষ কথা

আজকের এই আর্টিকেল থেকে আমরা গুগল এডসেন্স সম্পর্কে বেশকিছু জানতে পারলাম। যেগুলো আপনাকে সাহায্য করবে গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায় এবং কিভাবে হাতে পর্যন্ত টাকা পাবেন গুগল অ্যাডসেন্স থেকে? আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন।

বরাবরের মতো আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তাছাড়া আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই আর্টিকেলটি। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার উপায়?(কিভাবে টাকা হাতে পর্যন্ত পাবেন বিস্তারিত) appeared first on Trickbd.com.

নবম শ্রেণির এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি নবম শ্রেণির এর ভূগোল ও পরিবেশ ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 9

ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ভূগোল ও পরিবেশ এর ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

Banglalink সিমে ১ জিবি ফ্রি সবাই পাবেন

Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post নবম শ্রেণির এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

ওয়াপকিজ ইউজাররা নিয়ে নিন ক্যালেন্ডারের html কোড

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বেশি বাড়াবো না । সরাসরি পোস্টের কথাতে আসতে চাই ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটের জন্য “calender”-এর html কোড দিতে যাচ্ছি ।

তো আমি আগেই বলেছি যে আজ আমি ওয়াপকিজ সাইটের জন্য ক্যালেন্ডারের html কোড দিতে যাচ্ছি । অনেকেই হয়তো এর আগে ক্যালেন্ডারের কোড পেয়েছেন । আবার অনেকেই হয়তো পায়নি । তো আজকে যারা ক্যালেন্ডারের কোডটি পাননি তাদের জন্যই আমার আজকের পোস্টটি লেখা ।

তো ক্যালান্ডারটি একনজরে দেখতে নিচের ছবিটি দেখুন ।

যারা সাইটে ক্যালেন্ডারটি বসাতে চান তারা নিচের বক্স থেকে কোডটি কপি করুন ।

কপি করতে সমস্যা হলে কোডটি টেক্সট ফাইল ডাউনলোড করুন ।

কপি করা হয়ে গেলে যে সাইটে বসাতে চান তার “panel mod”-এ যান ।

তারপর “html/tag code” অপশনে ক্লিক করুন ।

তারপর বসিয়ে দিন কোডটি ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করুন । সমস্যা হলেও কমেন্ট করতে পারেন ।

The post ওয়াপকিজ ইউজাররা নিয়ে নিন ক্যালেন্ডারের html কোড appeared first on Trickbd.com.

অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাক্টিভেট মার্কেটিং করে অনলাইনে টাকা ইনকাম করা যায়! এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ।

অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় অনেক রয়েছে। তবে তার ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় একটি প্লাটফর্ম। এমনকি অনলাইন থেকে আয় করার সহজ একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয়। যে কেউ চাইলেই আফিলিয়েট মারকেটিং করে অনলাইন থেকে আয় করতে পারে।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে আয় করার জন্য যা যা প্রয়োজন?

*কম্পিউটার অথবা স্মার্টফোন প্রয়োজন হবে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য।

*অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই থাকতে হবে।

*এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ভিতর সততা, পরিশ্রম, ধৈর্য ইত্যাদি থাকতে হবে।

উপরের এই জিনিস আপনার কাছে বিদ্যমান থাকলে অবশ্যই আপনি আফিলিয়েট মারকেটিং করে আয় করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি: অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন কোম্পানির ব্যবসার পণ্যগুলো প্রচার করা। আপনি শুধু বড় একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর সাথে যুক্ত হয়। তাদের পণ্য প্রোডাক্ট গুলো প্রচার করার মাধ্যমে অ্যাফিলিয়েট করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করা যায়?

এফিলিয়েট মার্কেটিং করে আয়: এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য, সর্বপ্রথম আপনাকে কোন কোম্পানির সাথে যুক্ত হতে হবে।যে কোম্পানিগুলো অ্যাফিলিয়েটের সুযোগ দেয় সে কোম্পানি গুলোতে শুধু আপনাকে যুক্ত হয়ে । খুব সহজেই আপনি অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন।

সাধারণভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয় সেটা হল: ধরুন আপনি একটা অ্যাফিলিয়েট কোম্পানির সাথে যুক্ত হলেন। এই কোম্পানি আপনাকে একটি লিংক দিবে।এখন আপনার কাজ হল এই লিংকটি মানুষের কাছে প্রচার করা।

আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাদের কোম্পানি থেকে কোনো পণ্য বা প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনার একাউন্টে কমিশন আসবে। হ্যাঁ বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবে করে এই অনলাইনে আয় করা যায়।

আপনারা কোম্পানি থেকে যে লিঙ্কটি দিবে এই লিংকটি সব জায়গায় প্রচার করবেন।তবে সৎভাবে এবং সততার সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করে আপনাকে এই কাজ করতে হবে। তাহলে অবশ্যই আপনি এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিভাবে কোম্পানির সার্ভিস অথবা প্রডাক্ট প্রচার করতে পারি?

আপনি যদি অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান তাহলে, তাদের কোম্পানির পণ্য গুলো অথবা সার্ভিস আপনাকে প্রচার করতে হবে। প্রসার করার কারনে আপনার একাউন্ট এ কমিশন যোগ করা হবে। এভাবে আপনারা ইনকাম টা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচার: যে কোম্পানি থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে চান। সেখান থেকে আপনাকে একটি লিংক দেওয়া হবে। এখন আপনার কাজ হলো এই লিংকটা সব জায়গায় প্রচার করা।যত লোক আপনার লিংকে ক্লিক করে তাদের কোম্পানি থেকে কোন সার্ভিস বা প্রোডাক্ট কিনবে।

তা তো আপনার ইনকাম হবে। এই কাজটি করার জন্য আপনি বিভিন্ন জায়গায় লিঙ্কটি শেয়ার করতে পারেন। যেমন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

ইউটিউবে প্রচার: আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ইউটিউবে প্রচার করতে পারেন। আপনি যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভিডিওর মাধ্যমে অথবা ডেসক্রিপশনে প্রচার করতে পারেন। যদি ডিসক্রিপশন এ আপনার লিঙ্কটি শেয়ার করেন তাহলে ভিডিও শুরুতে অথবা শেষে বলে দিবেন।

যাতে করে কেউ ইচ্ছুক হলে আপনার দেওয়া লিংকে ক্লিক করে তাদের কোম্পানি থেকে কোন কিছু ক্রয় করে। আর এভাবে আপনারা ইউটিউব এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচার করতে পারেন।

ফেসবুকের মাধ্যমে প্রচার: আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে প্রচার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজ রয়েছে। আপনার চাইলে এই গ্রুপে অথবা পেজে জয়েন হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

তাছাড়া মানুষের দরকারি এবং প্রয়োজনীয় পণ্য গুলো সাজিয়ে সুন্দর করে ফেসবুকে পোস্ট করতে পারে।এবং বিস্তারিতভাবে যেন মানুষ বুঝতে অসুবিধা না হয় সেভাবে প্রচার করুন। এবং আপনার এফিলিয়েট লিংক টি পোস্টের ভিতরে সাজিয়ে লিখুন।

যত লোক আপনার পোস্ট পড়ে লিংকে ক্লিক করে তাদের কোম্পানি থেকে যত পণ্য ক্রয় করবে তত আপনার আর্নিং আসবে।তাই এই সহজ কাজটি করে আপনারা খুব সহজেই ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচার করতে পারেন।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ


যদিও এই আর্টিকেলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করা যায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচার করা নিয়ে সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিয়ে আপনাদেরকে জানিয়ে দাওয়া হয়েছে।

তাই আপনারা চাইলে আরো অন্যান্য মাধ্যম কাজে লাগিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচার করতে পারেন। আর আপনি যদি আফিলিয়েট মারকেটিং সত্যি করতে চান তাহলে, বিভিন্ন কোম্পানির নিয়ম-নীতি থাকে সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে।

তাহলে আশা করা যায় আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করতে পারেন। কোন প্রকার সমস্যা অথবা মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করি খুব শীঘ্রই রিপ্লে পেয়ে যাবেন।

পরিশেষে আজকের মত এখানেই শেষ করলাম এই আর্টিকেলটি। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এ আশা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়? appeared first on Trickbd.com.

নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে কি করণীয়! ইসলাম কি বলে…?

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ইসলাম কি বলে…?

নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করতে শুরু করে, মাথা ভারী হয়ে যায়। মনে হয় মাথার উপর কোন বোঝা চেপে আছে। যা নামাজে অমনোযোগী সৃষ্টি করে। অথচ নামাজের বাইরে অন্য সময়ে এত চিন্তা ভাবনা মাথার মধ্যে আসেনা। তাই আজকে আমরা জানবো নামাজ শুরু করলে পৃথিবীর বিভিন্ন চিন্তা কেন মাথায় আসে এবং এই থেকে বাঁচার উপায় কি চলুন জেনে নেওয়া যাক।

নামাজ জান্নাতের চাবি, নামাজ মুমিনের মেরাজ, নামাজ চোখের জ্যোতি ও কবরের বাতি। নামাজ মহানবীর সাল্লাহু সাল্লাম কে আল্লাহ তায়ালা উপহার হিসেবে দান করেছেন। প্রথম যখন আল্লাহ তা’আলা এই উপহার নবী সাল্লাহু সাল্লাম কে দান করেন তখন নামাজ ছিল 50 ওয়াক্ত। মিরাজ থেকে ফেরার পথে হযরত মুসা আলাই সালাম এর সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞেস করেনঃ আল্লাহ আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন…?

নবী সাল্লাল্লাহু সাল্লাম তখন বলেন 50 ওয়াক্ত নামাজ। তখন হযরত মূসা আলাইহিস সাল্লাম বলেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান, কিছু কম করানোর জন্য! কারন আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহ তা’আলা কিছু কম করে দেন। এভাবে কয়েকবার আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহ প্রতি বারেই নামাজ কম করতে থাকেন। অবশেষে পাঁচ ওয়াক্ত বিশিষ্ট রয়ে যায় যা আদায় করা 50 ওয়াত্ত সমান। ইবলিশ শয়তান ও তার দলবল কখনো চাই না যে একজন মুমিন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব হাসিল করুক।

তাই নামাজে দাঁড়ালে ইবলিশ শয়তানের সঙ্গীরা ওয়াস ওয়াসা থেকে শুরু করে এবং বিভিন্ন চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে এসে নামাজের ক্ষতি করতে চেষ্টা করে। যার কারণে মানুষ মাঝে মাঝে নামাজের রাকাত সংখ্যা বলা যায়, সূরা পড়তে ভুলে যায়, নামাজের বৈঠকে ভুল করে ইত্যাদি। ইবলিশ শয়তান এর নেতৃত্বে যে শয়তান নামাজের মধ্যে ওয়াস ওয়াসা সৃষ্টি করে তার নাম খিনযিব। তো চলে নামাজের মধ্যে এই অশ্লীল চিন্তা ভাবনা যেন আমাদের মনে আর শয়তান না আনতে পারে এবং এ থেকে মুক্তি পেতেই নামাজে মনোযোগী হতে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক।

শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার ছয়টি পদ্ধতি হলোঃ

এক নাম্বারঃ নিজের নফসকে( নাফসে মুতামায়িন্না ও নফসে লাওয়ামাহ কে) বেশী বেশী নেক আমলের দ্বারা শক্তিশালী করতে হবে।

দুই নাম্বারঃ ভালো ভাবে ওযু করতে হবে।

তিন নাম্বারঃ নামাজ শুরু করার পূর্বে বিশেষ করে একবার আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হবে।

চতুর্থ নাম্বারঃ যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তখন ইমাম যখন সুরা ফাতেহা পড়েন, তখন সূরা ফাতেহার বাংলা অর্থ আপনি মনে মনে ভাবতে থাকবেন।

পঞ্চম নাম্বারঃ যখন নামাজ পড়বেন তখন ভাববেন আল্লাহ আপনাকে দেখছেন, তাই আল্লাহর ভয় মনে রেখেই নামাজ পড়বেন।

ষষ্ঠ নাম্বারঃ নামাজের সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু দুরুদ শরীফ ইত্যাদি ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং সর্বদা এই বিষয়গুলোর দিকে মনোযোগ স্থির রাখার চেষ্টা করতে হবে।

তাহলে নামাজের মধ্যে আজেবাজে চিন্তা থেকে মুক্তি পাওয়া এবং নামাজে অধিকতর মনোযোগী হওয়া যাবে। তারপর যদি নামাজের মধ্যে কোন কোন সময় আজে বাজে চিন্তা চলে আসে তাহলে যা করতে হবে তা হলো নামাজের মধ্যে খাস করে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আর সেটি সম্পর্কে হাদীস শরীফে এসেছে, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম কে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল!

শয়তান নামাজ ও ক্বিরাআতের মধ্যেই অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সে আমার মনে সন্দেহ সংশয় সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন তাকে বললেন ওটা একটা শয়তান। যাকে খিনযাব বলা হয়। যখন তোমার মনে তার উপস্থিতি অনুভব করবে, তখন তা হতে তুমি আল্লাহ তাআলার নিকট মনে মনে চাইবে এবং বাম দিকে বামদিকে তিনবার (প্রতীকী) থুথু ফেলবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তা’আলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম এর নির্দেশ অনুযায়ী এরূপ করলে আল্লাহ তালা আমার নিকট হতে শয়তানকে দূর করে দেন।( সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ২২০৩)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেন, যে সুন্দরভাবে অজু করে। অতঃপর মন ও শরীর একত্র করে এবং একাগ্রতার সাথে দু’রাকাত নামায আদায় করে, তাহলে শয়তান নামাজের স্থান পায় না। অন্য বর্ণনায় এসেছে যে নামাজের ওয়াসওয়াসা স্হান পায় না এবং সে নামাজী ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (মিশকাত হাদিস নাম্বারঃ ২৮৭) অন্য বর্ণনায় রয়েছে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।( নাসাঈ হাদিস নাম্বারঃ ১৫১, বুখারি হাদিস নাম্বারঃ ১৯৩৪)। অর্থাৎ নামাজে মনোযোগী হওয়ার আরেকটি শর্ত হলোঃ নামাজ পড়ার আগেই উত্তমরূপে ধীরস্থিরভাবেই অজু করে নেওয়া। নামাজের মাধ্যমে আল্লাহর কাছেই কল্যাণ আশা করুন।

আল্লাহ তা’আলা বলেন →তোমরা ধৈর্য্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর (সূরা বাকারা আয়াত ৪৫) এই বিশ্বাসটি রাখুন যে, আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায়ই সাড়া দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন →তোমাদের কেউ নামাযে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সাথে কথোপকথন করে। তাই সে যেন দেখে, কিভাবে( এবং কত ধীরস্থির ও নম্রভাবে) সে কথোপকথন করছে।( সহীহুল জামে হাদিস নাম্বারঃ ১৫৩৮)।

এরপর নামাজে নিজের গুনাহ এর কথা চিন্তা করে আল্লাহর সামনে দন্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের মাঝে “হায়া” বা লজ্জাশরম নিয়ে আসুন। দন্ডায়মান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে এবং দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় বৃষ্টি রাখতেন। (সূত্র তাফসীরে তাবারী ৯/১৯৭)।

মনোযোগ সহকারে নামাজ শুরু করার পরেও যদি নামাজের মধ্যে খুব বেশি ওয়াসওয়াসা বা পৃথিবীর আজেবাজে চিন্তা মাথায় এসে যায় এবং নামাজে গোলমাল বাধিয়ে দেয়। তাহলে বুঝতে হবে খিনযিব শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে জোর কদমে তার দায়িত্ব পালন করছে। এমন বুঝতে পারলেই সঙ্গে সঙ্গেই মনে মনে “আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম” এটি একবার পাঠ করেই বাম দিকে হালকা মাথা ঘুরিয়ে তিনবার (প্রতীকী) থুথু ফেলবেন।

তবে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় বা ঘরে অথবা মসজিদে যদি কেউ থুতু ফেলে তাহলে সেটা কেউ পছন্দ করবে না, সকলে তাকে নোংরা মানুস ভাববে এবং এর দ্বারা বিতর্ক সৃষ্টি হতে পারে, তাই আপনাকে প্রতীকি থুথু ফেলতে হবে। অর্থাৎ আপনি থুথু দিবেন কিন্তু তা থেকে যেন কোন তরল পদার্থ নিঃসৃত হবে না। তারপরেও সর্তকতা স্বার্থেই যখন প্রতীকী থুথু ফেলবেন তখন নিজের বামদিকে গালের সাথে মুখ করে তারপর করবেন থুথু ফেলবেন। যাতে করে ভুলে যদি থুথুর সঙ্গে কোন তরল বের হয়ে আসে তা যেন অন্য কারো গায়ে বা মসজিদে বা ঘরে অন্য কোন স্থানে না পরে। নামাজের মধ্যে কেন আজে-বাজে ও খারাপ চিন্তা মাথার মধ্যে আসে তা আমরা এতক্ষণ জানলাম এবং নামাযের মধ্যে আমাদের মনে যেন খারাপ চিন্তা ওই চিন্তা ভাবনা যাতে আমাদের মধ্যে না আসে তার জন্য কি করতে হবে সেটাও আমরা জানলাম এবং তার পরেও যদি নামাজের মধ্যে কোন ভাবেই খিনযিম শয়তান আপনার মনে ওয়াসওয়াসা তৈরি করে এবং আপনার নামাজে গোলমাল বাঁচাতে সক্ষম হয়। তাহলে তার ওয়াসওয়াসা থেকে বাচার জন্য কি করতে হবে সেটা ও আমরা জানলাম।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে কি করণীয়! ইসলাম কি বলে…? appeared first on Trickbd.com.

ওয়াপকিজ সাইটে নতুন পেজ খোলা শিখুন,নতুন পেজ লিংক তৈরি করুন ও সাইটে ব্যাবহার করুন [LAST PART]

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে নতুন পেজ খুলা,পেজের লিংক তৈরি করা এবং সাইটে ব্যাবহার করা শেখাব । তবে আজকে ২য় পাট হবে । আমি আগের দিন ১ম পাট দেখিয়েছিলাম । প্রথম পাটে আমি পেজ তৈরি করা এবং লিংক তৈরি করা শিখিয়েছিলাম । আজ সাইটে বসানো শেখাবো ।

১ম পাটটি দেখতে এখানে ক্লিক করুন ।

তৈরি করা পেজ সাইটে বসাবেন যেভাবে ::

» আমি টপ ফাইল -এর পেজ তৈরি করেছিলাম । আপনার তৈরি করার পেজের লিংকটি কপি করুন ।

» তারপর লিংকটি সাইটে বসানোর জন্য নিচের html” টি পূরণ করুন ।

বিশেষ দ্রষ্টব্য :-পেজের লিংকটি “” -এ চিহ্নের ভিতরে দিবেন । তা না হলে কাজ করবে না ।

এই “html”টি পূরণ করার পর যে সাইটে পেজ খুলেছিলেন সেই সাইটের প্যানেল মুডে যান ।


তারপর “html/tag code” অপশনে ক্লিক করবেন ।

তারপর পূরণ করা কোডটি বসিয়ে দিন ।

তারপর নিজের ইচ্ছামতো যে কোন একটি জায়গাতে বসিয়ে দিন ।

এখন থেকে সাইটে “top file”{পেজের নাম অনুযায়ী} অপশনে ক্লিক করলে পেজের কোড অনুযায়ী বিষয় সমূহ দেখতে পারবেন । যেমন টপ ফাইল কোড বসানোতে আমার সাইটের টপ ফাইলগুলো দেখা যাবে ।

আশা করি সকলে বুঝতে পেরেছেন । ভালো লাগলে কমেন্ট করুন ।

The post ওয়াপকিজ সাইটে নতুন পেজ খোলা শিখুন,নতুন পেজ লিংক তৈরি করুন ও সাইটে ব্যাবহার করুন [LAST PART] appeared first on Trickbd.com.

দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হলে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করুন

Posted:

আসসালামু আলাইকুম,

আজ দেখাবো কিভাবে করোনার টিকা এর সার্টিফিকেট ডাউনলোড করবেন। যাদের অলরেডি করনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে তারাই কেবল মাত্র এই সার্টিফিকেট এবং আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন । যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet
  3. Any Browser (মোবাইল থেকে গুগল ক্রোম ইউজ করতে পারেন)
  4. যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর।

এখন, 

1. প্রথমেই আপনাকে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য  এখানে ক্লিক করুন। 

 

2. এখানে আপনি আপনার যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সে এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পুরন করে যাচাই ক্লিক করুন।

 

3. তারপর নিচে দেখবেন এমন একটি অপশন এসেছে যেখানে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা প্রথম ঘরে বসিয়ে দিন। কোড যদি আসতে দেরি করে তাহলে পুনরায় পাঠান এখানে ক্লিক করবেন।  তারপর আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এবং সার্টিফিকেটে পাসপোর্ট নাম্বার অ্যাড করতে নীচের ঘরে পাসপোর্ট নাম্বারটা লিখে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে। (পাসপোর্ট নাম্বার না থাকলে দেওয়ার দরকার নেই,  আপনি পরবর্তীতে পাসপোর্ট নাম্বার অ্যাড করতে পারবেন)

 

4. তারপর দেখবেন টিকা সনদ ডাউনলোড এমন একটি অপশন এসেছে এখানে ক্লিক করুন এবং সনদটি ডাউনলোড করে নিন।

 

5. ব্যাস ডাউনলোড শেষ । এখন পিডিএফ টি ওপেন করুন দেখবেন একটা পিডিএফ এর ভেতরে দুইটি পেজ আছে , যেখানে প্রথম পেজটা সার্টিফিকেট এবং দ্বিতীয় পেজটা আইডি কার্ড । আপনি এই দুটি প্রিন্ট করে লেমিনেটিং করে রাখতে পারেন , যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে ব্যবহার করতে পারবেন ।

 এভাবে আপনি খুব সহজে করোনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হলে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করুন appeared first on Trickbd.com.

Title: আমার দেখা একটি সেরা Linux distro (manjaro Linux)

Posted:

কেনো আমি Manjaro recommend করি?

Manjaro বেশি ইউজার ফ্রেন্ডলি এবং সময় সাশ্রয়কারী হবে বলে আমি মনে করি। শুধুমাত্র PAMAC(সফটওয়ার store) এর জন্যে। ডেবিয়ান রিপো গুলোতে সব সফটওয়্যার পাওয়া যায় না। ফ্ল্যাটপ্যাক ও অপূর্ণ। দেখা যায় অনেক সফটওয়্যার .deb অথবা ইনস্টলেশন স্কিপ্ট ইউস করে ইন্সটল করতে হচ্ছে। অন্যদিকে যদি কোনো সফটওয়্যার লিনাক্সের জন্য এভেলএবল থাকে, তা প্যামাকে পাওয়া যাবে। শুধু ক্লিক করার অপেক্ষা। কোনো ঝামেলা নাই। প্যামাকে একই সাথে আর্চ, মানজারো, আর্চ ইউজার রিপো, ফ্ল্যাটপ্যাক, স্ন্যাপ সব সোর্স থেকে সফটওয়্যার পুল করে। একারণেই নতুন ইউজারদের জন্য manjaro বেশি সুবিধাজনক। আর শুধুমাত্র স্টেটেবিলিটির খাতিরে ডেবিয়ান বেজড ডিস্ট্রো রেকমেন্ড করা ঠিক হবে না। Manjaro semi rolling distro। তাই আর্চ থেকে অনেক বেশি stable।

Personal experience: সবার বেশ পরিচিত একটা সফটওয়ার inkscape। Inkscape এর version 1.0.1 এ extension কাজ করতো না এবং কিছু bug ছিলো যা লেটেস্ট version এ ছিলো না (এটা প্রায় 1 বছর আগের ঘটনা)। তো Ubuntu তে যদি আমার কোনো software আপডেট করার প্রয়োজন হতো 6 মাস অপেক্ষা করা লাগতো। অথবা ppa add করতে হতো। আর ppa add করা user friendly না, এবং মাঝে মাঝে release file না থাকায় কাজ ও করে না। এক্ষেত্রে snap বা flatpak ইউজ করতে হতো। Snap আর flatpak এর download সাইজ বিশাল বেশি এবং এখানকার inkscape full featured না, অনেক extension কাজ করবে না। কারণ snap আর flatpak সিস্টেম হতে বিচ্ছিন্ন পরিবেশে কাজ করে এবং library share করে না। সবচেয়ে বড় অসুবিধা, ppa, snap আর flatpak এ bdix স্পীড নাই। কিন্তু Manjaro তে নিজের রিপো তে latest version available। সাইজ ও কম, bdix speed ও available।

এবার আসি সফটওয়ার installation নিয়ে। Ubuntu তে chrome কিভাবে ইনস্টল করেন? .Deb file website থেকে download করতে হয় তারপর সেটা gdebi বা store এর সাহায্যে ইনস্টল করতে হয়। আবার মনে করেন আপনি xdm ইনস্টল করবেন। এক্ষেত্রে Ubuntu based system এ xdm এর ওয়েবসাইটে গিয়ে zip file download করে তারপর terminal এ সেই ডিরেক্টরি তে গিয়ে bash script run করতে হবে (যদি executable হয়। আর তা না হলে আপনার এটাকে executable করে নিতে হবে)। এরকমভাবে natron ও অন্যান্য software এর plug in আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্দিষ্ট জায়গায় copy paste করতে হবে। অথচ Manjaro তে যেহেতু AUR কাজ করে তাই এক ক্লিক এ chrome, xdm install, plug in install করতে পারবেন।

পাশাপাশি Manjaro এর store থেকে wallpaper, GTK/ qt theme, icon pack, cursor, font, gimp এর brush, template, inkscape এর extension, ব্রাউজার এর ffmpeg লাইব্রেরী প্রায় সব download এবং ইনস্টল করতে পারবেন। পাশাপাশি দাভিঞ্চি resolve এর মত premium software।

অনেকের প্রশ্ন Manjaro bleeding edge। তাই স্ট্যাবল না। কিন্ত Manjaro semi-rolling distro (direct rolling না)। কোনো software release হওয়ার পর Manjaro এর developer রা টেস্ট করে এবং অন্যান্য bug report এর প্রতি নজর রাখে। তাই সফটওয়ার এর new version আসতে প্রায় 1-2 সপ্তাহ সময় লাগে। তাই Manjaro আপনি যতটা চিন্তা করেন তার চেয়ে অনেক stable। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং এখনও break করে নি। In fact আমি time shift বা backup ও করিনা। আমার কথা বিশ্বাস না হলে Manjaro forum এ দেখেন কতজনের সিস্টেম break করেছে।

তাই পরিশেষে Manjaro ভালো লাগার সবচেয়ে বড় কারন হলো এর সফটওয়ার store (pamac)। আপনার যদি কখনো snap বা flatpak দরকার হয়, আপনি store থেকেই install করতে পারবেন। তবে snap avoid করার পরামর্শ রইলো কারণ এটা boot time কমিয়ে দেয়। যারা advanced user তাদেরকে বলবো Manjaro minimal টা try করার জন্য। এটা অনেক lightweight এবং boot time কম।

এটা আমার সম্পূর্ণ নিজের perspective। আর আমি এটাও বলছি না, Manjaro best। installation, বা ব্যবহার সম্পর্কিত পরামর্শ বা আলোচনা করার জন্য আমাদের telegram group join করার অনুরোধ রইল,
@UbuntuLocal
(Ubuntu মানে humanity, তাই নাম দেখে কনফিউজড হবেন না)[

JOIN OUR ONLINE EARNING Telegram CHANNEL

[
https://t.me/OfficialAirdropo

The post Title: আমার দেখা একটি সেরা Linux distro (manjaro Linux) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments