নগদ এর লাভ ক্যালকুলেটর গেমের প্রশ্নোত্তর দিয়ে নিয়ে নিন ফ্রি ১০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য) |
- নগদ এর লাভ ক্যালকুলেটর গেমের প্রশ্নোত্তর দিয়ে নিয়ে নিন ফ্রি ১০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য)
- অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট?
- কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা Pdf download
- অষ্টম শ্রেণির এর বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See]
- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভবিষ্যৎ বাণী?
- আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করলে মেইল আসে ??যদি না আসে তবে পোস্টটি অবশ্যয় দেখুন{আরও দুটি ট্রিক থাকছে}
- আশি দিনে বিশ্ব ভ্রমণ বই Pdf download | রাউন্ড দ্যা ওয়াল্ড ইন এইটি ডেইজ – জুল ভার্ন
- Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ।
- দেখে নিন 2ndLine App থেকে Unlimited Number নেওয়ার ট্রিক এবং Number না আসার সমাধান ..
- কিয়ামতের বড় আলামত কি?( মুসলমানদের জন্য )
নগদ এর লাভ ক্যালকুলেটর গেমের প্রশ্নোত্তর দিয়ে নিয়ে নিন ফ্রি ১০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য) Posted: এখন সকল গ্রাহকরা নগদ ওয়েবসাইট ব্যবহার করে লাভ ক্যালকুলেটর গেমটি তে অংশগ্রহণ করতে পারবে এবং 'নগদ' এই লাভ ক্যালকুলেটর গেমটিতে সকল তথ্য এবং হিসাব নগদ তার প্রদেয় সার্ভিসের উপর ভিত্তি করে গেম এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মিনিটে একজনের জন্য রয়েছে ১০ টাকা করে বোনাস। বোনাসটি পেতে হলে, গ্রাহকের একাউন্টটি ফুল প্রোফাইল থাকতে হবে এবং একাউন্ট টি সচল থাকতে হবে। একজন গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইন এ অংশগ্রহণ করতে পারবেন। তবে সম্পূর্ণ ক্যাম্পেইন সময়সীমার মধ্যে শুধুমাত্র একজন গ্রাহক একবার এই ক্যাম্পেইনে ১০টাকা বোনাস পাবেন। বিজয়ী এই টাকা পাবেন তার নগদ একাউন্টে ক্যালকুলেটর এ প্রশ্নোত্তর শেষ করার পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে। SMS এর মাধ্যমে জানতে পারবেন। তার পর আপনার নগদ একাউন্ট এর নাম্বার দিন। আপনি যদি বিজয়ী হন তা হলে এসএমএস দিয়ে জানানো হবে
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন
বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post নগদ এর লাভ ক্যালকুলেটর গেমের প্রশ্নোত্তর দিয়ে নিয়ে নিন ফ্রি ১০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ট্রিকবিডিতে আমি কিছুদিন আগে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে পোস্ট করেছিলাম।কিন্তু বেশিরভাগ লোকই কমেন্ট করেছিল বা মানুষের চাহিদা ছিল এফিলিয়েট মার্কেটিং করার ওয়েবসাইট গুলো সম্পর্কে জানাও। এমনকি আরো নানা রকম কমেন্ট ওই পোস্টে আসছিল। যাই হোক আজকের এই আর্টিকেল থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। এই ওয়েবসাইট গুলো থেকে আপনারা নিঃসন্দেহেই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এমনকি আপনারা বাংলাদেশ থেকে এই এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে তার আগে আর্টিকেলটি একটু মন দিয়ে পড়তে থাকুন। তাহলে আশা করি যে ওয়েবসাইট গুলো নিয়ে আলোচনা করব সেগুলো থেকে আপনারা এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করতে পারবেন। অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সেরা ওয়েবসাইট?BDSHOPএই প্লাটফর্মে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম চালু রয়েছে। এই ওয়েবসাইট বাংলাদেশের একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট। এখানে আপনাদের টেকনোলজি, বিভিন্ন গ্যাজেট সমৃদ্ধ প্রোডাক্ট রয়েছে। তাছাড়া হেলথ, বিভিন্ন ফ্যাশন ইত্যাদি প্রোডাক্ট রয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইটে যুক্ত হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই ওয়েবসাইটে আপনার লিংকে ক্লিক করে কোন পণ্য বা প্রোডাক্ট কিনলে প্রায় পাঁচ থেকে সাত পারসেন্ট কমিশন দেওয়া হয়। এমনকি 30 দিন এর মধ্যেও কোন গ্রাহক আপনার লিংকে ক্লিক করে পণ্য ক্রয় করলে আপনি কমিশন পাবেন আপনার লিংকে ক্লিক করে প্রতি প্রোডাক্ট এর 5 থেকে 7 শতাংশ আপনার একাউন্টে কমিশন যোগ করা হবে। এবং এই ওয়েব সাইট থেকে খুব সহজে টাকা উত্তোলন করা যায়। এই ওয়েবসাইট সাধারনত বিকাশ নগদ রকেটে পেমেন্ট দিয়ে থাকে। SOHOJAFFILITESআপনারা চাইলে সহজ আফিলিয়েটস প্রোগ্রাম এই প্লাটফর্মে যুক্ত হয়ে আফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এটি সাধারণত ই-কমার্স সাইট। এমনকি মজার ব্যাপার হলো এই ওয়েবসাইটে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটার ইনভাইট করে 10% কমিশন পাবেন। তাছাড়া এই প্লাটফর্মে আপনারা প্রতিটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আলাদা আলাদা কমিশন পাবেন। তাছাড়া মাত্র 500 টাকা হলে বিকাশ নগদ একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন। এটি সাধারণত বাংলাদেশি একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট।এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে প্রতি মাসে প্রায় 15 হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ তারা দিচ্ছে। SOPNOBARIএই প্ল্যাটফর্মেও আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। এ প্লাটফরমটি বাংলাদেশের চেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম।এই প্লাটফর্মে প্রায় সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, বেবি কালেকশন, হেলথ, টেকনোলজি ইত্যাদি প্রোডাক্ট পাওয়া যায়। তাছাড়া এই প্লাটফর্মে আপনারা বৈদেশিক নানা ধরনের ব্র্যান্ডের পোশাক পাবেন। এছাড়া আরো অনেক ধরনের যাবতীয় সকল প্রোডাক্ট গুলো এই ই-কমার্স ওয়েবসাইট এ পাবেন। আপনারা চাইলে এই প্লাটফর্ম যুক্ত হয়ে খুব সহজে আফিলিয়েট মারকেটিং করে অনলাইনে আয় করতে পারেন। প্রতিটা পণ্য বিক্রি করার জন্য আপনাকে তারা 12 থেকে 15 শতাংশ পর্যন্ত কমিশন দিবে।আর মাত্র 500 টাকা হলেই টাকা উত্তোলন করে নিতে পারেন বিকাশ অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে। প্রেমেন্ট রিকোয়েস্ট’ দেওয়ার এক থেকে সাত দিনের ভিতরে একাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। SHOHOZSELLএই প্ল্যাটফর্মে যুক্ত হয়েও আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। এই ওয়েবসাইটটি বাংলাদেশি একটি ই-কমার্স ওয়েবসাইট। এই প্লাটফর্মে যাবতীয় প্রায় সকল ধরনের প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে থাকে। তাই আপনারা চাইলে এখানেও অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। এমনকি এই প্লাটফর্মের যুক্ত হয়ে পেমেন্ট সরাসরি বিকাশ একাউন্টের মাধ্যমে পাবেন। নির্দিষ্ট পরিমান অ্যামাউন্ট আপনার একাউন্টে যোগ হয়ে গেলে আপনি রিকোয়েস্ট করলে কয়েকদিনের ভিতরে টাকা তারা টান্সফার করে দিবে আপনার একাউন্টে। JHAKKASHপ্রিয় বন্ধুরা আপনারা চাইলে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে অ্যাপিলেট মার্কেটিং করতে পারেন। এই ওয়েবসাইটে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য। এই প্লাটফর্মে আপনারা প্রায় সকল ক্যাটাগরির প্রডাক্ট পেয়ে যাবেন। আপনি যদি কোন প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে আপনার একাউন্টে পণ্যের প্রায় 9 পার্সেন্ট কমিশন যোগ করা হবে। এই প্লাটফর্মে প্রোডাক্ট প্রচুর পরিমাণে রয়েছে।এমনকি 30 দিনের ভিতরে আপনার লিংকে ক্লিক করে কেউ যদি কোন পণ্য বা প্রোডাক্ট অর্ডার করে। তবুও আপনার একাউন্টে কমিশন যোগ হবে। এ প্লাটফর্মও বাংলাদেশেরই একটি ই-কমার্স ওয়েবসাইট। আর্টিকেল এর শেষ কথাতো বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি।যে ওয়েবসাইট গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো থেকে আপনারা খুব সহজেই এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করতে পারেন। এমনকি ওয়েবসাইটগুলো বাংলাদেশে ই-কমার্স ওয়েবসাইট। বেশিরভাগ কোম্পানি থেকেই আপনি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একাউন্টে হলে টাকা উত্তোলন করে নিতে পারবেন। যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।আর্টিকেল সম্পর্কিত কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।আজকের আর্টিকেলটি এখানে শেষ করছি সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট? appeared first on Trickbd.com. |
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা Pdf download Posted: কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বই রিভিউঃএকটি মানুষ কি রকমের তার একটা ছাপ পাওয়া যায় লোকটির পোশাক দেখে। বর্তমান সময়ের জন্য এ বইটি খুবই উপকারে আসবে আমাদের। আমরা অনেকেই জানিনা পুরুষের বা মহিলাদের পোশাক কি রকম হওয়া উচিৎ। কিরকম পোশাক পরা ইসালামের দৃষ্টিতে জায়েজ রয়েছে।পুরুষ, মহিলা উভয়ের ই পর্দার বিধান, কিভাবে পর্দা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং নারীদের নাক, কান ফোড়ানো সহ অনেক তথ্য দেওয়া আছে বইটিতে। আমাদের পোশাকের রং কেমন হওয়া উচিত তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবেন। এই বইটি লেখক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিসের আলোকে লিখেছেন; প্রতিটি বিষয়ই বৈধ হাদিস থেকে জেনে সেটি নিয়ে লিখেছেন। বইটি পড়লে অনেক কিছুই জানতে পারবেন, পোশাক পরিধান করার নিয়ম কানুন গুলো, পোশাক পরিধান করার সময়ের দোয়া, এবং পুরুষেরা কি ধরনের পোশাক পরতে পারবে আবার মহিলা কি ধরনের পোশাক পরিধান করতে পারবে তা নিয়ে আলোচনা রয়েছে। আমি মনে করি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বইগুলোর মধ্যে এটি অন্যতম একটি বই। বইটির সূচিপত্রে চোখ বুলালেই বুঝতে পারবেন বইটা কতোটা ভালো। প্রতিটি মুসলিম ভাই বোনের এই বইটা পড়া উচিৎ। বইয়ের নামঃ কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বইয়ের লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর পৃষ্ঠা সংখ্যাঃ ৩৭০ টি। বইয়ের ধরনঃ ইসলামিক বই পিডিএফ সাইজঃ ৭৮ মেগাবাইট প্রায়। ডাউনলোডঃ Read Online / Download আরো পড়ুনঃ১। কুরআন কি আল্লাহর বাণী? Pdf download by ডা. জাকির নায়েক | Quran Ki Allahor Bani |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of 9বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান বাংলা এর ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . Trickbd new updateট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো পড়ুন Banglalink সিমে ১ জিবি ফ্রি সবাই পাবেন Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে
তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post অষ্টম শ্রেণির এর বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(17 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভবিষ্যৎ বাণী? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শেষ নবী ও রাসুল।পৃথিবীতে প্রায় 1 লক্ষ 24 হাজার পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন বলে আমরা জানি। প্রত্যেক নবী রাসুলের কিছু-না-কিছু মোজেজা ছিল।অন্যান্য নবীগণের সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম। তিনি নবীগণের সরদার। তিনি যে বিষয়ে জানতেন অন্যান্য পয়গম্বর বা বা নবী রাসুল জানতেন না অনেক কিছু। আজকের এই আর্টিকেলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব। এই ভবিষ্যদ্বাণী কোন নবী রাসূলগণ এখনো পর্যন্ত করতে পারেননি।একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামীনের প্রেরিত শেষ নবী এবং রাসূল। তিনি এই ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছেন। আজকে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের ভবিষ্যদ্বাণী করেছিলেন। অনেক কাফের-মুশরিক এমনকি ভালো মানুষ আল্লাহর প্রিয় বান্দারাও আমাদের নবীকে প্রশ্ন করেছিল। কিয়ামত কবে হবে? একই প্রশ্ন হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লামও আমাদের নবীকে প্রশ্ন করেছিলেন।হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জবাব দিয়েছিল কেয়ামত কবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন? তবে আমাদের প্রিয় নবী হযরত বলেছেন কেয়ামতের পূর্বে অবশ্যই এই আলামত গুলো দেখা যাবে। এ আলামত গুলো দেখলে তোমরা নিশ্চিত হওয়া কিয়ামত খুবই নিকটবর্তী। এবং আলামত গুলো প্রকাশ পেলে তারপর কিয়ামত সংগঠন হবে ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী?আমরা যে ভবিষ্যৎ বাণী গুলো নিয়ে আলোচনা করবো এগুলো কোরআন এবং হাদিস থেকে পাওয়া। কোন আলামত আমরা বানিয়ে বা মিথ্যা বলে আপনাদের কাছে প্রচার করব না ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো শেষ নবীর আগমন এবং মৃত্যু। তার পরবর্তী আলামত হলো চাঁদ দ্বিখন্ডিত হওয়া। যে কথা কুরআনেও আমরা স্পষ্ট জানতে পারি। তার পরবর্তী আলামত পৃথিবীতে ভন্ড নবী দাবিদার বের হবে। শেষ জামানায় নিজের ঈমানকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। কেয়ামতের পূর্বে সুদ ঘুষ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। কেয়ামতের পূর্বে মানুষের এলেম সম্পর্কে অনেক জায়গায় ভুল ধারণা থাকবে। তারা ভুলকে ভুল না বলে সঠিক হিসেবে চালায় যাবে। কিয়ামতের পূর্বে ভূমিকম্প সংঘটিত হবে। মানুষের ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ফকির মিসকিন খুঁজে পাওয়া কষ্টকর হবে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় নারীরা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। ভালো মানুষেরা শেষ জামানায় প্রতারিত হবে। এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামীন সময়কে উঠিয়ে নিবেন অর্থাৎ সময় দ্রুত চলে যাবে। নারীরা পর্দা করবে কিন্তু তাদের উলঙ্গ মনে হবে।ঠিকই তারা গায়ে জামা-কাপড় ব্যবহার করবে কিন্তু স্পষ্ট বুঝা যাবে সে উলঙ্গ।এই কারণেই পুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের সাথে লিপিবদ্ধ হবে। শেষ জামানায় মানুষের ঈমান টিকিয়ে রাখা খুবই কষ্টকর হবে। মানুষেরা ঘরবাড়ি বিল্ডিং এমনকি মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে। পৃথিবীতে এমন কিছু দেখা যাবে যা কেউ এর আগে দেখেনি বা কল্পনাও করেনি। মানুষ নিজের পরিবারের সে আত্মীয়-স্বজনদের বা বন্ধু-বান্ধবীদের বেশি আপন ভাবতে শুরু করবে। তাছাড়া নারীদের বিভিন্ন ধরনের অহংকার সৃষ্টি হবে সেই কামনায়। বেশিরভাগ লোকই নামাজ পড়বে তবে আল্লাহর জন্য নয় বরং লোক দেখানোর জন্য। বিনা কারণে মানুষ মানুষকে হত্যা করবে। কেউ যদি জিজ্ঞেস করে কেন কে মারলে তাহলে সে কোন জবাব দিতে পারবে না। কেয়ামতের পূর্বে হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল মনে করবে অনেকেই। শেষ জামানায় এমন ঘটনা ঘটবে যেগুলো কেউ কখনো করেনি। মানুষের পাপ এর পরিমান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বাজার ঘাটে নারীদের যাতায়াত বৃদ্ধি পাবে। মানুষেরা পুরুষ এর মত থাকতে স্বাচ্ছন্দ বোধ করবে। পুরুষেরা নারীদের মত থাকতে স্বাচ্ছন্দ বোধ করবে। এমনকি পুরুষেরা চুলে কালো রং দিতে পছন্দ করবে। পুরুষেরা নিজেদের ভুল বুঝতে পারবে না এবং অন্যদের দোষারোপ করতে থাকবে। মানুষ আল্লাহর ভয় এবং পাপ কাজ কোনটা তার প্রতি কোনো গুরুত্ব থাকবে না। এমনকি অনেকেই পরকালের কথা চিন্তাও করবে না। মানুষ সতীর্থ হারা হয়ে পড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সে যুগে বিভিন্ন রকম মহামারী ও আজাব পৃথিবীতে পাঠাবে। এলেম দ্বীনদার লোকেরা মৃত্যুবরণ করবে। সঠিক দ্বীনদার লোকেরা পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। এমন এমন যানবাহন তৈরি করা হবে যেখানে মানুষ পায়ে হেঁটে বাজার ঘাটে অথবা কোন স্থানে যেতে হবেনা। যেখানে যেতে কয়েকদিন লেগে যেত সেখানে মুহূর্তের ভিতর মানুষ যেতে পারবে। মানুষের স্বভাব চরিত্র পাল্টিয়ে ভুলভ্রান্তি দিকে চলে যাবে কিন্তু বুঝতে পারবে না। মানুষের লোভ-লালসা ও অহংকারী বৃদ্ধি পাবে তবে মানুষ বুঝতে পারবে না। মানুষের ভুল কাজকর্মগুলো অনেকেই ঠিক মনে করে কাজকর্ম চালিয়ে যাবে। এভাবে যেতে যেতে এক সময় আল্লাহর দ্বীনকে উঠিয়ে নিবেন পৃথিবী থেকে। পৃথিবীর সৌন্দর্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক শুক্রবারে। এবং একথা স্পষ্ট বলেছেন পৃথিবী ধ্বংস হবে ঠিক শুক্রবারে। পৃথিবী কেয়ামতের পূর্বে সূর্য পূর্ব থেকে পশ্চিমে উদিত হবে। তাছাড়া আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে দেখা যাবে যা মানুষ কল্পনাও করেনি। তার মধ্যে সবচেয়ে বড় কিছু না হল পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে। সে নিজেকে নবী এবং পরবর্তীতে খোদা দাবি করবে। দাজ্জাল সাধারন কোন মানুষ নয় অবশ্যই সে মানুষ তবে তার ভেতরে নানা ধরনের অলৌকিক ক্ষমতা থাকবে যা সাধারণ মানুষের নেই বা থাকবে না।তার পূর্বে অর্থাৎ দাজ্জালের আগমনের পূর্বে খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর আগমন ঘটবে। তিনি আসার পূর্বে পৃথিবীর অবস্থা খুবই খারাপ থাকবে। মুসলমানদের হাতে পৃথিবীর কোন ক্ষমতা থাকবে না। মাহাদী আলাই সাল্লাম আগমন করার পর প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে যুদ্ধ সংঘটিত। আলহামদুলিল্লাহ সে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে।দাজ্জালের আগমনের পর ঈসা আলাইহি ওয়া সাল্লাম এর আগমন ঘটবে।তিনি এসে দাজ্জালকে হত্যা করবে এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় আবার হবে। আজ থেকে জানা যায় ঈসা আলাইহিস সাল্লাম হয়তো 40 বছর পৃথিবী রাজত্ব করবেন। তারপর তিনি সাধারণ মৃত্যুবরণ করবেন। আর পৃথিবীতে আবার সুখ আসবে ফিরে।এ আলামত গুলো প্রকাশ সহ আরো অন্যান্য আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা স্পষ্ট করে বলেছেন যে আলামত প্রকাশ নাহলে কখনোই কিয়ামত সংঘটিত হবে না। যদি পৃথিবীর হায়াত মাত্র 10 দিন থাকে তাহলে, আল্লাহ তা’আলা এই ঘটনাগুলো নয় দিনের ভিতরে ঢুকিয়ে দিবেন। তার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই কথা থেকে আমরা স্পষ্ট প্রমাণ পায় অবশ্য কিয়ামতের পূর্বে এই ঘটনাগুলো ঘটেবে। তার আগ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামত সংঘটিত করবেন না। এতক্ষণ আমরা যে ভবিষ্যৎ বাণী গুলো সম্পর্কে জানলাম এগুলো সবই হাদিস এবং কুরআন থেকে পাওয়া। আর্টিকেল এর শেষ কথাবন্ধুরা আমরা আজকে এয়ারটিকেল থেকে জানতে পারলাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর করে যাওয়া ভবিষ্যৎ বাণী গুলো (কিয়ামত সম্পর্কিত)। যে তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি অবশ্য সেগুলো কোরআন এবং হাদীস থেকে পাওয়া। এই আর্টিকেলে কোথাও ভুল ত্রুটি হলে দয়াকরে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা অবশ্যই সংশোধনঃ হয়ে আর্টিকেলটি আপডেট করবো আবার ইনশাল্লাহ।আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে এটাও কমেন্ট করবেন আশা করি।আজকের এই আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করবো তার আগে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভবিষ্যৎ বাণী? appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে আসতে চাই । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের উদ্দেশ্যে ফেসবুকের আইডি সুরক্ষিত রাখার কিছু উপায় লিখতে যাচ্ছি । আশা করি আমার আজকের পোস্টটি ভালো লাগবে । আশা করি সম্পূণ পোস্টটি পড়বেন । আমাদের মধ্যে অনেকের ফেসবুক আইডিতে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে । অনেকের দামী জিনিসও লুকিয়ে থাকতে পারে । যেমন :-ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ । তারা ঐ সকল জিনিস হারাতে চাই না । সবসময় নিজের কাছে রাখতে চায় । তাই তারা নিজের আইডিকে সুরক্ষিত রাখতে চায় । ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে হলে আমাদের বেশি কিছু করার প্রয়োজন নেই । একটি কাজ করলেই যথেষ্ট । সেটি হলো ফেসবুক আইডিতে জিমেইল একাউন্ট যুক্ত করা এবং কেউ যদি লগ ইন করে তার security mail পাওয়া । এই দুটি বিষয় আয়ত্তে রাখতে পারলেই ফেসবুক আইডি নিরাপদ রাখা সম্ভব । তো আজকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব । আমাদের প্রথমে যেটা শিখতে হবে যে আমার আইডি কোন কোন মোবাইলে লগিন করা রয়েছে । তারপর শিখতে হবে সমস্ত মোবাইল থেকে অটোমেটিক নিজ মোবাইল দিয়ে লগ আউট করা । তারপর শিখতে হবে সিকিউরিটি এলাট মেইল পাওয়া । আমার আইডি কোন কোন মোবাইলে লগ ইন করা আছে তা জানবেন যেভাবে :-» প্রথমে আপনার একাউন্ট দিয়ে ফেসবুকে প্রবেশ করুন । » তারপর “setting & privacy” অপশনে ক্লিক করুন । » তারপর নিচে দেওয়া ছবির মতো “privacy & security” অপশনে ক্লিক করুন । » তারপর একটু নিচের দিকে আসলেই নিচের দেওয়া ছবির মতো আপনি দেখতে পাবেন যে কতগুলো মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করা আছে এবং কোন কোন মোবাইল থেকে আপনার একাউন্ট চালানো হচ্ছে । সমস্ত মোবাইল থেকে আপনার একাউন্ট লগ আউট করবেন যেভাবে :-সমস্ত মোবাইল থেকে লগ আউট করতে আপনার একটি মোবাইলই যথেষ্ট ।একটি মোবাইলে লগ ইন করুন । তারপর আপনি যেখানে লগ ইন কৃত ডিভাইসগুলো দেখতে পাবেন তার শেষের দিকে “log out from all device” অপশন দেখতে পাবেন । ওখানে ক্লিক করলেই সকল মোবাইল থেকে আপনার একাউন্ট লগ আউট হয়ে যাবে । আর যদি আপনি সিকিউরিটি মেইল সিস্টেম চালু করেন তবে লগ ইন করলে আপনি মেইল পাবেন । [বিশেষ দ্রষ্টব্য:- আপনার একাউন্ট যদি একটি মোবাইলে লগ ইন করা থাকে তবে আপনি এই অপশনটি পাবেন না ।] সিকিউরিটি মেইলের ব্যাবস্থা করবেন যেভাবে:-আপনি যদি সিকিউরিটি মেইলের ব্যাবস্থা রাখেন তবে যদি কেউ আপনার আইডিতে লগইন করে তবে আপনার কাছে মেইল চলে যাবে । আর যদি কেউ লগইন করে তবে আপনি দ্রুত পাসওয়াড করতে পারবেন । এই ব্যাবস্থাটি চালু করতে হলে যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিচে দেওয়া হলো :- » প্রথমে ফেসবুকে প্রবেশ করুন । তারপর “setting & privacy অপশনে ক্লিক করুন । » তারপর নিচের ছবিতে দেখানো জায়গাটিতে ক্লিক করুন । » তারপর নিচের ছবির মতো “get log in alert…….” অপশনে ক্লিক করুন । » তারপর “add gmail” অপশনে ক্লিক করুন । » তারপর জিমেইল লিখবেন এবং ok করে দিবেন । » পরের পেজ একটি কোড চাইবে । আপনি আপনার জিমেইলে একটি মেইল পাবেন । ঐ মেইলে কোড দেওয়া থাকবে । কোডটি বসিয়ে ok করে দিবেন । এখন থেকে কেউ যদি আপনার একাউন্ট লগইন করলে মেইল পাবেন । এখন আপনি যদি সকল ফোন থেকে আইডি লগ আউট করেন তবে হ্যাকার আবার অ্যাকসেস করার চেষ্টা করবে । আর অ্যাকসেস করার চেষ্টা করলেই আপনি মেইল পাবেন । আর পরবতী কাজগুলো আগে থেকে করতে পারবেন ।আমার আজকের এই পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ । The post আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করলে মেইল আসে ??যদি না আসে তবে পোস্টটি অবশ্যয় দেখুন{আরও দুটি ট্রিক থাকছে} appeared first on Trickbd.com. |
আশি দিনে বিশ্ব ভ্রমণ বই Pdf download | রাউন্ড দ্যা ওয়াল্ড ইন এইটি ডেইজ – জুল ভার্ন Posted: রাউন্ড দ্যা ওয়াল্ড ইন এইটি ডেইজ / আশি দিনে বিশ্ব ভ্রমন বই রিভিউঃবিদেশী লেখক জুল ভার্নের লেখা বইগুলোর মধ্যে রাউন্ড দ্যা ওয়াল্ড ইন এইটি ডেইজ / আশি দিনে বিশ্ব ভ্রমন বইটি খুবই জনপ্রিয়।ফিলিয়াস ফগ একজন ধনী মানুষ, লন্ডনের গ্যার্ডেনস এলাকার স্যাভাইল রোড সাত নম্বর বাড়িতে তিনি বাস করেন। ফিলিয়াস ফগ লন্ডনের রিফর্ম ক্লাবের একজন সদস্য তিনি। তিনি প্রতিদিন সকল কাজ রুটিন অনুযায়ী করেন, সময়ের বিন্দুমাত্র অবহেলা করেননা। তিনি প্রতিদিন নিয়ম করে প্যারিসের এক সরাইখানায় বন্ধুদর সাথে আড্ডা দেন। এভাবে ভালোই চলছিলো সবকিছু। ফিলিয়াস ফগ একদিন বন্ধুদের সঙ্গে গল্প করার সময় পত্রিকার একটা রিপোর্ট নিয়ে আলোচনা করছিলো। সেই আলোচনা নিয়ে খুব তর্ক বিতর্কিত হয় বন্ধুদের সাথে। ফিলিয়াস চিন্তা ভাবনা না করেই বলে বসে, সে সারা পৃথিবী আশি দিনের মধ্যে ঘুরে আসতে পারবে। বন্ধুরাও সাথে সাথে বাজি ধরে বসলো। কারন তার বন্ধুদের দৃঢ় বিশ্বাস আশি দিনের মধ্যে পৃথিবী ঘুরে আসাটা অসম্ভব। ফিলিয়াস যদি ৮০ দিনের মধ্যে পৃথিবী এক চক্কর দিয়ে আসতে পারে তাহলে বন্ধুরা মিলে তাকে দুই হাজার ডলার দেবে। ফিলিয়াসের ফগ এর জেদ চেপে গেলো। আগপিছু না ভেবে চাকরকে নিয়ে পরদিনই যাত্রা শুরু করলেন তিনি। কখনো বেলুনে কখনো জাহাজে, কখনো হাতির পিঠে কখনো বা পায়ে হেঁটে তিনি একসময় ভারতে পৌছান। সেখানে এক অসহায় মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচান। এদিকে ফিলিয়াসকে ব্যাংক ডাকাত ভেবে তাদের পিছু নেয় এক পুলিশ অফিসার। এক মুহূর্তও দেরি না করে তারা মেয়েটিকে সঙ্গে নিয়েই একে একে অতিক্রম করে, মহাসাগর, নিউ ইয়র্ক শহর, শিকাগো, লিভারপুল, আটলান্টিক মহাসাগর, আয়ারল্যান্ড। এর মাঝে আমেরিকায় ডাকাতরা তাদের ওপর ট্রেনে হামলা চালায়, কোনো মতো সে ওই ডাকাতদের হাত থেকে মুক্তি পায় ফিলিয়াস ফগ। সেখান থেকে নিজের শহরে ফিরে যাবার প্রস্তুতি নেয়। ফিলিয়াস ফগ কি পারবে তার গন্তব্য এ পৌছাতে? পারবে কি বুন্ধদের কাছ থেকে বাজির দুই হাজার ডলার নিজের করে নিতে? সবকিছু জানতে হলে পড়তে হবে বইটি। বইয়ের নামঃ রাউন্ড দ্যা ওয়াল্ড ইন এইটি ডেইজ / আশি দিনে বিশ্ব ভ্রমন বইয়ের লেখকঃ জুল ভার্ন অনুবাদকঃ মোহাম্মদ নাসির আলী পৃষ্ঠা সংখ্যাঃ ৬৫ টি। বইয়ের ধরনঃ ভ্রমন বিষয়ক বই পিডিএফ সাইজঃ ২১ মেগাবাইট প্রায়। ডাউনলোডঃ Read Online / Download আরো পড়ুনঃ১। এ টাইম টু ডাই PDF Doenload by উইলবার স্মিথ | A Time To Die |
Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ। Posted: আমি যখন মোবাইলে ওয়েব ডিজাইন করি তখন আমার কাছে অনেক উপকারী যেই দুটি অ্যাপ মনে হল সেই ২টি নিয়েই আলোচনা করবো। মোবাইলে সহজ ও ভালো কোড এডিটরের মধ্যে অন্যতম কোড এডিটর হল
আমি সব সময় এটাতেই কোড লিখি কারণ এটায় লাইভ প্রেভিউ পাওয়া যায়। তাছাড়া এইটায় অটো সেইভ অপশন আছে। সেটা কি করে করবেন। সহজ পদ্ধতি হল ঐ সাইটে ছবি তুলে নিবেন পরে কালার পিকার দিয়ে ওইটার কোড বের করবেন। তো চলুন দেখি কালার পিকার কেমনে ব্যবহার করে। Our FaceBook PageBDBoighor.comOur Youtube ChannelThe post Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ। appeared first on Trickbd.com. |
দেখে নিন 2ndLine App থেকে Unlimited Number নেওয়ার ট্রিক এবং Number না আসার সমাধান .. Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের জন্য 2nd Line App এ Number নেওয়ার ট্রিক নিয়ে আসলাম টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন 1 ➜ Requirement And Note |
কিয়ামতের বড় আলামত কি?( মুসলমানদের জন্য ) Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে বড় বড় প্রায় 10 টি আলামত ঘটবে। তার আগ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে ছিলেন। যেটা আমরা সরাসরি হাদিস এবং কোরআন এর মাধ্যমে স্পষ্ট প্রমাণ পাই। যে বড় 10 টি আলামত ঘটবে তার ভেতরে আমরা বড় বড় চারটি আলামত নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে।যদি আর্টিকেলটি পড়ার ইচ্ছুক থাকেন তাহলে একটু মন দিয়ে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়তে থাকুন। কারণ প্রত্যেক মুসলমানেরই এ সম্পর্কে সর্বদা জ্ঞান থাকা উচিত। এক নম্বর বড় আলামতঃখলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর আগমন: আমাদের নবী বলেছেন কেয়ামতের পূর্বে মুসলমানদের হাতে কোন ক্ষমতা থাকবে না। বিধর্মীদের হাতে ক্ষমতা থাকবে এবং তারাই পৃথিবী শাসন করবে। আল্লাহর দ্বীনকে সবাই ভুলে যেতে থাকবে এবং দ্বীন সম্পর্কে অনেক ধরনের ভুল চিন্তা চেতনা থাকবে।এ কারণে আল্লাহ রব্বুল আলামীন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে অবশ্যই একজন খলিফাকে পৃথিবীতে পাঠাবেন। এবং তারপর থেকে মুসলমানদের এবং বিধর্মীদের বিশাল ভয়ঙ্কর যুদ্ধ সংগঠন হবে। এমন ভয়ঙ্কর যুদ্ধ এখনো পর্যন্ত কেউ দেখেনি। এবং আল্লাহর হুকুমে তখন মুসলমানরা যুদ্ধে বিজয়ী হবে। এবং তারপর থেকে মুসলমানরা পৃথিবী শাসন করবে। খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম তিনি আমাদের মত সাধারন মানুষ হবেন। খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম এর পরিচয়: খলীফাতুল্লাহ আল মাহাদী আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তা’আলা আনহা এর বংশ থেকে জন্মগ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে আমার নামে মিল রেখে। অর্থাৎ আমার নাম মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ। এমনকি খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম এর বাবার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ আমার বাবার নামে মিল রেখেই। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম কোন মাদ্রাসায় বা স্কুল কলেজে পড়ালেখা করবেন না। যেমনটা আমাদের নবী ছিলেন ঠিক তেমনই খলীফাতুল্লাহ আল মাহাদী আলাইহি ওয়াসাল্লাম এর মিল পাওয়া যাবে। খলীফাতুল্লাহ আল মাহাদী আলাইহি ওয়া সাল্লাম আসার পূর্বে অনেক ভন্ড দাবিদার বের হবে।এমনকি খলীফাতুল্লাহ আল মাহাদী আলাই সাল্লাম তিনি নিজেও জানেন না তিনি আল্লাহর খলিফা।যখন তিনি পৃথিবীতে প্রকাশ পাবেন তখন জানতে পারবেন তিনি আল্লাহর খলিফা। দ্বিতীয় নম্বর বড় আলামতঃদাজ্জালের আগমন: কিয়ামতের পূর্বে মিথ্যুক দাজ্জালের আগমন ঘটবে। সে নিজেকে নবী এবং পরবর্তীতে খোদা দাবিদার করবে। এমনকি তার কাছে অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যেটা সাধারণ মানুষের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এত ক্ষমতা দিবেন যে দাজ্জাল যা বলবে তাই হবে। দাজ্জালের আগমন ঘটবে ঈমানদারকে পরীক্ষা করার জন্য। খলীফাতুল্লাহ আল মাহদী আলাইহিস সাল্লাম এর যুগে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল সারাবিশ্বে ঈমানদার কে পরীক্ষা করার জন্য নানারকম অলৌকিক জাদু দেখাবে। তার কাজকর্ম কথাবাত্রা শুনে অনেকেই তাকে খোদা দাবী করবে নাউজুবিল্লাহ।একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন সর্ব ক্ষমতার মালিক পৃথিবীর নিচে এবং উপরে সর্ব কিছুই একমাত্র তাঁরই। অনেকেই দাজ্জালের কথা শুনে দাজ্জাল কে বলবে তুমি যদি খোদা হও তাহলে মৃত মানুষকে জীবিত করে দেখাও। অথবা আমার বাবা 500 বছর আগে মারা গেছে তাকে জীবিত করে দেখাও। একথা শুনে দাজ্জাল সাথে সাথে তার অলৌকিক ক্ষমতা দিয়ে মৃত মানুষকে জীবিত করে দেখাবে সাধারণ মানুষের কাছে। এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হবে এবং তাকে খোদা হিসেবে মেনে নেবে। দাজ্জালের পরিচয়: দাজ্জাল দেখতে সাধারণ মানুষের মত নয়। দাজ্জাল দেখতে বেটে এবং তার গায়ের রং লালচে হবে। হাদিস থেকে জানা যায় তার কোন এক চোখ বন্ধ থাকবে।এমনকি হাদিস থেকে এটাও জানা যায় সেটা হলো তার কপালে কাফ, ফা, র অর্থাৎ কাফের লেখা থাকবে। যেটা সাধারণ মানুষ দেখতে পাবে অথবা ঈমানদাররা দেখতে পাবে। সর্বোপরি দাজ্জাল একজন আমাদের মত মানুষ। সে হাঁটাচলা খাওয়া-দাওয়া প্রসাব-পায়খানা সবকিছুই করবে। শুধুমাত্র তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যেটা সাধারণ মানুষের থাকবে না। দাজ্জাল কিছুদিনের ভিতরেই সারা বিশ্ব সফর করবে এবং ঈমানদারকে বেইমান বানানোর চেষ্টা করবে। তিন নম্বর বড় আলামতঃহযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম এর আগমন: হযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম তিনি একজন আল্লাহর প্রেরিত নবী। আমাদের নবীর আগমনের পূর্বে ঈসা আলাইহিস সাল্লাম এর আগমন হয়েছিল। তবে আল্লাহর হুকুমে তিনি আকাশের উপরে চলে এসেছিলেন। এবং এখনো পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নি।মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাজ্জালকে হত্যা করার জন্য এবং মুসলমানকে চূড়ান্ত বিজয় করার জন্য আগমন করবেন। তিনি আসার পূর্বে মুসলমানরা প্রায় অন্ধকারে ডুবে যাবে। অনেক ভালো ভালো ঈমানদাররা কাফের হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে বেঈমান হয়ে যাবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসার পর আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ সংগঠন হবে। তারপর চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের । তারপর তিনি পৃথিবী শাসন করবেন। তাছাড়া আরও হাদিস থেকে জানা যায় হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে আগমন করার পর আল্লাহ রাব্বুল আলামীন তাকে কিছু ক্ষমতা দিয়েছিলেন। যেমন তিনি অন্ধ মানুষের গায়ে হাত বুলিয়ে দিলে অন্ধ লোক ভালো হয়ে যেত। তাছাড়া তিনি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা পেয়েছিলেন। তাছাড়া আরো অন্যান্য ক্ষমতার কোথাও হাদিস এবং কুরআন থেকে আমরা জানতে পারি। এমনকি তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করলেও তাকে আল্লাহ রব্বুল আলামিন আবার অলৌকিক ক্ষমতা দিবেন। তবে এই ক্ষমতা তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাছে দেখাবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম অ্যাডমিশন হবে দাজ্জালকে হত্যা করা । এবং মানুষের ভুল ভ্রান্তি বাতিল করে ও সঠিক এলেম গুলো প্রচার করা। চার নম্বর বড় আলামতঃইয়াজুস মাজুস এর আগমন: পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে ইয়াজুস মাজুস নামক প্রাণীর আগমন ঘটবে। সেটা সাধারণত ঈসা আলাইহি ওয়া সাল্লাম এর যুগে। ইয়াজুস মাজুস সাধারণত কোন এক গুহায় আঁটকে রয়েছে। এবং প্রতিদিন পৃথিবীতে আগমন করার জন্য নানারকম কলাকৌশল ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইয়াজুস মাজুস পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পৃথিবী সবকিছু তছনছ করতে থাকবে। এমনকি সেকেন্ডের ভিতর নদীর পানি তারা পান করতে থাকবে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই মুহূর্তে। এমনকি তারা পৃথিবীর সবকিছু যেখানে যা আছে ভাঙচুর করে ধ্বংস করতে থাকবে। যেহেতু ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে ঈসা আলাইহি ওয়া সাল্লাম এর যুগে।সেহেতু সেই সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করবেন। ইয়াজুস মাজুস এর ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করবেন। এত ভয়ঙ্কর পরিস্থিতি সেই যুগে হবে যেটা এখনো পর্যন্ত কেউ কল্পনা করতে পারিনি। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন সেই যুগের পরিস্থিতি কেমন হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামীন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করবেন। এবং ইয়াজূজ এবং মাজুস প্রাণীগুলো ধ্বংস হয়ে যাবে। তাদের সংখ্যা ব্যাপক পরিমাণে। এমনকি মানুষের সংখ্যা থেকেও তাদের সংখ্যা আরো অনেকগুণ বেশি হবে।ঈসা আলাইহি ওয়াসাল্লাম-এর দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীন ইয়াজুস মাজুস প্রাণী গুলোকে ধ্বংস করবেন। এবং কোন এক বৃষ্টি পৃথিবীতে দিয়ে তাদের পরিষ্কার করে দিবেন এবং দুনিয়াতে আবার ফিরে আসবে। ইয়াজুস মাজুস সাধারন কোন প্রাণী নয়। ইয়াজুস মাজুস পৃথিবীতে আগমন করার সাথে সাথে আকাশে তীর ছুড়তে থাকবে। এবং তারা ভাববে উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারপর পৃথিবীর এদিকে-সেদিকে সবকিছু নিজেরা কন্ট্রোল করবে এবং ইচ্ছা অনুযায়ী কার্যক্রম করবে। আর্টিকেল এর শেষ কথাসম্মানিত পাঠক গনেরা আজকের এই ছোট্ট আর্টিকেল থেকে আমরা কিয়ামতের বড় বড় চারটি আলামত নিয়ে আলোচনা করেছি। আপনি যদি মনদিয়ে আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে, এ বিষয়ে অবশ্য স্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। কিয়ামতের পূর্বে পৃথিবীতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আলামত দেখা দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না পৃথিবীতে এগুলো সংঘটিত হবে ততক্ষণ কেয়ামত সংগঠন করা হবে না।যদি কিয়ামতের আর একদিন ও বাকি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামীন অবশ্যই এই ঘটনাগুলো পৃথিবীতে একদিনেই ঘটিয়ে কিয়ামত সংগঠন করবে। আমরা যে বিষয়গুলো এই আর্টিকেলে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে আমাদের চেয়ে মহান রাব্বুল আলামিনই ভাল জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর দ্বীনের এলেম সঠিক বুঝ দান করুন আমীন। পরিশেষে বন্ধুরা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর্টিকেল সম্পর্কিত কোনো মতামতও অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এরকম আরও আর্টিকেল পেতে এখনই আমাদের কমেন্ট করে জানান। আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post কিয়ামতের বড় আলামত কি?( মুসলমানদের জন্য ) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments