Search box..

দেখুন রবি সিমের দারুণ একটা tricks l কিভাবে আপনি 2 টি ইন্টারনেট প্যাক থেকে যেকোনো একটি ব্যবহার করবেন আপনার ইচ্ছামতো l

দেখুন রবি সিমের দারুণ একটা tricks l কিভাবে আপনি 2 টি ইন্টারনেট প্যাক থেকে যেকোনো একটি ব্যবহার করবেন আপনার ইচ্ছামতো l


দেখুন রবি সিমের দারুণ একটা tricks l কিভাবে আপনি 2 টি ইন্টারনেট প্যাক থেকে যেকোনো একটি ব্যবহার করবেন আপনার ইচ্ছামতো l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

আমার আজকের এই পোস্টটা হবে রবি সিমের একটা tricks নিয়েl অনেকেই হয়তো এই বিষয়ে জানেন, পোস্টটা তাদের জন্যে যারা জানেন না l

তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার রবি সিমে আপনার ইচ্ছামত ২ টি এমবি প্যাকের মাঝে যেকোনটি ব্যাবহার করবেন। অনেকেই হয়ত জানেন এটা কিভাবে কাজ করে, আমার আজকের পোষ্টটা তাদের জন্য যারা জানেন না কিভাবে এটা করতে হয়।
ধরুন আপনার রবি সিমে ২ টা প্যাক কিনেছেন আপনি। এখন দেখা গেল যেই প্যাকটির মেয়াদ বেশিদিন আছে, সেই প্যাক থেকে এমবি খরচ হচ্ছে , অপরটি থেকে নয়। আর এভাবে চলতে থাকলে দেখা যায় যে, যে প্যাকের মেয়াদ বেশিদিন, সেই প্যাকের এমবি শেষ হবার পরে অপর প্যাক থেকে এমবি কাটে। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ক্রয়কৃত ২ টা প্যাকের মাঝে আপনার ইচ্ছামত যেকোন একটি প্যাক ব্যাবহার করতে পারবেন।

১/ মনে করুন আপনার কাছে robi bonous ও ppu block নামে দুটি প্যাক আছে। তবে বর্তমানে আপনার robi bonous নামক প্যাক চলতেছে, কিন্তু আপনি চান ppu block নামক প্যাকটি ব্যাবহার করতে। এজন্য প্রথমে আপনাকে robi bonous নামক প্যাক টাকে স্থুগিত করতে হবে।


এজন্য, প্রথমে *3# ডায়াল করে 1 লিখে সেন্ড করি। (আপনি যেই প্যাক অফ করতে চান ঐ প্যাকের পাশের নাম্বার সেন্ড করবেন।) ।

এবার প্যাকটি স্টপ করতে আবার 1 লিখে সেন্ড করুন।

৪/ আবার 1 লিখে সেন্ড করুন।

ব্যাস আপনার প্যাকটি স্টপ হয়ে গেছে। এবার আপনি যদি ডাটা কানেকশান অন করেন তাহলে আপনার ফোনে থাকা অপর প্যাকটি কাজ করবে।


*****এখন ভাই কথা হলো, যেই প্যাকটি স্টপ করলাম, ঐটা আবার চালু করবো কেমণে?

আচ্ছা এইজন্যে আপনাকে আবারো ডায়াল করতে হবে *8444# এবং 2 লিখে সেন্ড করবেন।

এবার 1 লিখে সেন্ড করুন। (আপনি যেই প্যাক চালু করতে চান ঐ প্যাকের পাশের নাম্বার সেন্ড করবেন।)

1 লিখে সেন্ড করুন ।

এবার আপনার প্যাকটি চালু হয়ে যাবে।

তাহলে এভাবে আপনি আপনার এমবি প্যাককে ম্যানেজ করতে পারবেন। আমি যখন ফ্রি নেট চালাই তখন এইভাবে এমবি প্যাক অফ করে তারপর ভিপিএন কানেক্ট করি।

তাহলে আমার আজকের পোস্ট এই পর্যন্তই l

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post দেখুন রবি সিমের দারুণ একটা tricks l কিভাবে আপনি 2 টি ইন্টারনেট প্যাক থেকে যেকোনো একটি ব্যবহার করবেন আপনার ইচ্ছামতো l appeared first on Trickbd.com.

কিভাবে picoworkers.com এ ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডলার ডিপোজিট করবেন

Posted:

কিভাবে Picoworker এ ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করবেন ?

আসসালামু আলাইকুম,

আজকে দেখাব কিভাবে picoworker.com এ আপনারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডলার ডিপোজিট করবেন। যারা এই সাইট সম্পর্কে জানেন না তারা ট্রিকবিডিতে একটু খোঁজাখুঁজি করে দেখবেন। এটি একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন এছাড়া আপনার ওয়েবসাইটে কোন ভিজিটর লাগলে, কিন্তু প্লেস্টোরে কোন নতুন অ্যাপস পাবলিশ করে রেটিং লাগলে ইত্যাদি ইত্যাদি ছোট ছোট কাজ পোস্ট করা যায়।

যাই হোক মূল বিষয়ে আসি। প্রথম কথা হল ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করার উপকারিতা কি ? এই ওয়েবসাইটে আপনারা AirTM, Debit-Credit card, Skrill দিয়ে ডলার ডিপোজিট করতে পারবেন। কিন্তু আপনাকে মিনিমাম 10 ডলার ডিপোজিট করতে হবে। কিন্তু আপনি যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করেন তাইলে আপনি যে কোন পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন, ঝামেলা ও সময় অনেক কম লাগে।

 

প্রথমে আপনার প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনুতে গিয়ে Worker মোড থেকে Employer মোডে নিয়ে যাবেন।

 

 

তারপরে স্ক্রীনশটে দেখানো ডিপোজিট অপশনে ক্লিক করবেন

 

 

এরপরে একটু নিচে স্ক্রল করে Deposit with Crypto এই অপশনে ক্লিক করবেন

 

 

এরপর আপনার যে ইমেইল দিয়ে একাউন্ট খোলা সেই ইমেইল এবং আপনার নাম দিবেন

 

 

স্ক্রিনশটে দেখানো নিচের যেকোন কয়েন আপনি ডিপোজিট করতে পারবেন। তবে Trust Wallet থেকে Litecoin পাঠাতে কোন ফি লাগে না। তাই আমি লাইট কয়েন দিয়েই ডিপোজিট করি। আপনি যে কয়েনটি পাঠাবেন সেই কয়েন সিলেক্ট করবেন।

 

এরপরে নিচে একটি এড্রেস আসবে এবং সেই এড্রেসে শুধুমাত্র LTC ই পাঠানো যাবে।

 

আপনাকে যে অ্যাড্রেস টা দিবে সেই এড্রেসটি কপি করবেন। তারপর আপনার ট্রাস্ট ওয়ালেট এ গিয়ে যেকোনো ডলারের সমপরিমাণ LTC ওই এড্রেসে সেন্ড করবেন।

 

 

লাইট কয়েন সেন্ড করার সাথে সাথেই ওয়েবসাইটে লেখা আসবে যে আপনার ডিপোজিট এর প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেট এ যোগ হবে। ব্যাস আপনার কাজ শেষ। 4-5 মিনিটের মত সময় লাগবে ডিপোজিট হতে।

 

নিচে দেখুন আমার ডিপোজিট করার হিস্টোরি

 

 

তো আজ এ পর্যন্তই। পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।

The post কিভাবে picoworkers.com এ ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডলার ডিপোজিট করবেন appeared first on Trickbd.com.

আল্লাহর ভালোবাসা অর্জনের ১০টি উপায় PDF + এই সপ্তাহের চাকরির খবর & চাকরির সংবাদ PDF Download

Posted:

আল্লাহর ভালোবাসা অর্জনের ১০টি উপায় বই রিভিউঃ


খুব কম লোকই রয়েছে যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়না। আমার মনে হয় একমাত্র নাস্তিকেরাই আল্লাহর ভালোবাসা পেতে চায়না, নাস্তিক মানে সে বুঝেই না যে প্রভু কি? সৃষ্টিকর্তা কি? আসলে তাদের কানে তালা পরে গেছে, তারা দ্বীনের কথা শুনতে পায়না। তাদের অন্তরে সিল পরে গেছে তারা আল্লাহ যে রয়েছে তা অনুভব করতে পারবেনা।

যাইহোক তাদের কথা নাহয় বাদ দিলাম, একজন মানুষ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে তাহলে সেই ব্যাক্তিই ভাগ্যবান; তার আর কোনো টেনশন নেই, ইহকাল ও পরকালে। একটি উদাহরন পড়ে নেওয়া যাকঃ একটি বড়লোক ছেলে একটি গরিব মেয়েকে ভালোবাসে, ছেলেটির যেহুতু অঢেল টাকা পয়সা রয়েছে তাই গরিব দুঃখী মেয়েটিকে তিনি যা যা প্রয়োজন তা সবই দিয়ে থাকে।

(মহান আল্লাহ তায়ালা বলেন, তোমাদেরকে আমি আমার ভালোবাসা থেকে ১% দিয়েছি; আর বাকী ৯৯% ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি।) ১ পার্সেন্ট ভালোবাসা পৃথিবীর সকল মানুষের মধ্যে দিয়েছেন, পৃথিবীতে কতো মানুষ রয়েছে ভেবে দেখুন, এবং কতো মানুষ আমাদের আগে মারা গেছে, এবং কতো মানুষ আরো আসতে পারে, সকলের মধ্যে মাত্র ১% ভালোবাসা দিয়েছেন আর এই কিন্চিত ভালোবাসায় আমরা কতো কিছু করে ফেলি। একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে, যদি মা তার সন্তানকে বাচিয়ে রাখার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে পারে। তাহলে ভাবুন আমার আপনার সৃষ্টিকর্তার ভালোবাসা অর্জন করতে পারলে তার থেকে কি পেতে পারি? আমি বেশী কিছুনা এমন দয়াময় মালিক ও রাসুলকে চাই।

এই বইয়ে আল্লাহর ভালোবসা অর্জনের জন্য ১০ টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে এ বইয়ে যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে কয়েকটি হলোঃ

১। কুরআনের অর্থ বুঝে, উদ্দেশ্য বুঝে, গভীর মনোনিবেশ করে তেলয়াত করাঃ
আল্লাহর তায়ালার সাথে কেউ যদি কথা বলতে চায় তাহলে সে যেন কুরআন তেলাওাত করে। (কারন এটি স্বং সৃষ্টিকর্তার কথা।) এই আমলটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন বইটি পড়লে।

২। ফরজ ইবাতদের পাশাপাশি নফল ইবাদত করাঃ ফরজ ইবাদত তো বাধ্যতামুলক তাই এটির পাশাপাশি যে ব্যাক্তি নফল ইবাদত করে তাকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। (বিস্তারিত রয়েছে বইয়ে)

৩। সর্বাবস্থায় ও সার্বক্ষণিক জিহ্বায় আল্লাহর নাম স্মরন করাঃ যে ব্যাক্তি সবসময় আল্লাহর নাম জপে, তখন ওই ব্যাক্তির সাথে আল্লাহ তায়ালা থাকেন।

বইটি পড়লে এমন ১০টি আমলের কথা জানতে পারবেন, এবং প্রত্যেকটি বিস্তারিতভাবে। এই আমলগুলো প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনের করা উচিত। খুবই সুন্দর একটি বই, তাই বইটি অবশ্যই এ টু জেড মনোযোগ দিয়ে পড়বেন।

Download Now

আরো পড়ুনঃ 👇

১। সাপ্তাহিক চাকরির খবর ২৯ অক্টোবর ২০২১ PDF | Saptahik Chakkir Khobor 29 October 2021

২। সাপ্তাহিক চাকরির সংবাদ ২৯ অক্টোবর ২০২১ PDF | Saptahik Chakkir Songbad 29 October 2021

৩। খুতবাতুল ইসলাম : জুমআর খুতবা বিষয়ক PDF বই ডাউনলোড

ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post আল্লাহর ভালোবাসা অর্জনের ১০টি উপায় PDF + এই সপ্তাহের চাকরির খবর & চাকরির সংবাদ PDF Download appeared first on Trickbd.com.

বাংলালিংকে মাত্র ১০ টাকায় ১ জিবি নিন! ১৫দিন মেয়াদে | সবাই পাবেন।

Posted:

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও ভাল আছি তবে একটু অসুস্থ দোয়া করবেন আমার জন্য 🙂

তো আজকে আমি আপনাদের সাথে বাংলালিংকের দারুণ একটি অফার শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা চাইলেই ১০ টাকা দিয়ে ১৫ দিন মেয়াদে ১ জিবি ডাটা নিয়ে নিতে পারেন খুব সহজে।

তো প্রথমে বলে রাখি এটা বাংলালিংক অফিসিয়াল কোন অফার না, এটা মূলত “আইসিটি”নামে একটি প্রতিষ্ঠান এটি প্রদান করছে। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেই সব বাংলালিংক সিমে এই অফার টি নিতে পারবেন।

কিভাবে নিবেন সেটা বলার আগে আরেকটি বিষয় জানিয়ে দেওয়া ভালো- সেটি হচ্ছে আপনার একটি বাংলালিংক সিম দিয়ে প্রতি ১৫ দিনে ১বার নিতে পারবেন।

তো যারা এখনো বুঝেননি তাদেরকে বুঝিয়ে বলি- আপনার একটি বাংলালিংক সিম মানে আপনার একটি বাংলালিংক নাম্বার থেকে আপনি ১৫ দিন পর পর এই অফারটি নিতে পারবেন।
আরেকটি বিষয় সেটি হচ্ছে অফারটি নিতে হলে অবশ্যই আপনার বিকাশ, রকেট, নগদ , এই তিনটি মোবাইল ব্যাংকিং এর মধ্যে যেকোনো একটি থাকতে হবে।

তো চলুন দেখি কিভাবে অফারটি নেওয়া যায়-
এটি যেহেতু *ICT* নামে একটি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নিতে হবে তাই অবশ্যই https://m.facebook.com/ict.board এই লিংক এ ক্লিক করে তাদের ফেসবুক পেজে চলে যেতে হবে।
এবং মেসেজ অপশন এ ক্লিক করে প্রথমে *1gb Banglalink*লিখে সেন্ড করতে হবে।
এরপর ওরা আপনার নাম্বার চাইবে তো আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে দিবেন। এবার যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটা দিবেন।

এবার ওরা আপনাকে একটা নাম্বার দিবে ওই নাম্বারে ১০ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে। তো আপনি আপনার বিকাশ একাউন্টে গিয়ে ওই নাম্বারে ১০ টাকা সেন্ড মানি করবেন।

তো সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডি টা পাবেন ওটা কপি করে! আইসিটির ফেসবুক পেজে ওনাদেরকে সেন্ড করে দিবেন।
ব্যাস কাজ শেষ আপনি সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে ১ জিবি পেয়ে যাবেন।
তো যারা বুঝতে পারছেন না কিভাবে করতে হবে তাদের জন্য নিচের স্ক্রিনসট আশাকরি বুঝতে পারবেন।

যারা জানেননা ট্রানজেকশন আইডি কি তাদেরকে বলি আপনি যখন সেন্ড মানি করবেন তখন একটি ট্রানজেকশন আইডি পাবেন।

তো সেন্ড মানি করা হয়ে গেলে আপনি আপনার বিকাশ অ্যাপের ইনবক্স এ ক্লিক করবেন এরপর ট্রানজেকশন এ ক্লিক করে ট্রানজেকশন আইডি টি কপি করবেন।
না বুঝলে নিচে স্ক্রিনশট দেখুন।

তো আশা করছি আপনি খুব সহজেই বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে- অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেয়ার জন্য।

তো আজকের মত এ পর্যন্তই ভালো থাকবেন অনেক ভালো আল্লাহ হাফেজ 💖

The post বাংলালিংকে মাত্র ১০ টাকায় ১ জিবি নিন! ১৫দিন মেয়াদে | সবাই পাবেন। appeared first on Trickbd.com.

স্ত্রী কি তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে। স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ

আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা…? যেহেতু আমাদের ভারতীয় উপমহাদেশে গ্রাম অঞ্চলে সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক ও বেয়াদবি মনে করা হয়। যদিও আমি শুনেছি আরব দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন রয়েছে। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা বা রাজনীতি কি বিস্তারিত জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় বোন। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন।

আপনার প্রশ্নের উত্তরে বলবোঃ স্বামী স্ত্রী একে অন্যকে সম্মান সূচক নাম ব্যবহার করে ডাকবে। বিশেষ করে স্ত্রী তার স্বামীকে সম্মান প্রদর্শন করবে এটাই স্বাভাবিক। তাই এ সম্পর্কে ফাতাওয়া শামিতে বর্ণিত আছে, সন্তান কর্তৃক তার বাবাকে এবং স্ত্রী কর্তৃক তার স্বামীকে নাম ধরে ডাকা মাকরুহ বা অপছন্দনীয় কাজ। ইবনে আবেদীন শামি রহমতুল্লাহি এ বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন বরং এমন শব্দের মাধ্যমে ডাকা উচিত যেটাতে সম্মান বোঝাবে।

যেমন—হে আমার প্রিয়, হে আমার সর্দার অথবা সন্তান থাকলেই অমুকের বাবা ইত্যাদি অথবা সম্মানসূচক পেশার সঙ্গে সংযুক্ত করে ডাকবে। (যেমন —ইমাম সাহেব, ডাক্তার সাহেব, উকিল সাহেব ইত্যাদি)। কেনন বাবা ও স্বামী তাদের উভয়ের হক একটু বেশি।(রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার ৬/৪১৮)

এখন প্রশ্ন হলো স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে কিনা কিংবা স্বামীর নাম ধরে ডাকা ইসলামে জায়েজ কিনা…? প্রথমত আমাদের দেশে একটা খারাপ প্রচলন হলো এটাই যে স্বামীর বয়স প্রায় স্ত্রীর দ্বিগুণ থাকে। সে ক্ষেত্রে দ্বিগুণ বয়সী একজন মানুষকে নাম ধরে ডাকাটা খানিকটা বেমানান লাগে। কিন্তু স্বামী স্ত্রী যদি সমবয়সী হয় কিংবা বন্ধুসুলভ হয় এবং স্বামী যদি তার নাম ধরে ডাকলে মনে কষ্ট না পায় তাহলে নাম ধরে ডাকলে কোন সমস্যা নেই।

কেননা ইসলামে এর নজির আছে। যেমন ইবরাহীম আলাইহিস সাল্লাম যখন তাঁর স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন। তখন পেছন থেকে তাঁর স্ত্রী তাকে এভাবে ডাকেন — হে ইব্রাহিম! পুরো ঘটনা সহীহ বুখারীতে বর্ণিত আছে।সেখানে আছে — হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন ইবরাহীম আলাইহিস সাল্লাম ও তাঁর স্ত্রী(সারার) মধ্যে যা হওয়ার তা হয়ে গেল।

তখন ইব্রাহিম (আ.) শিশুপুত্র ইসমাঈল ও তাঁর মাকে নিয়ে বের হলেন। তাঁদের সঙ্গে একটি থলে ছিল যাতে পানি ছিল। ইসমাঈল আলাইহিস সালামের মা মশক থেকে পানি পান করছেন। ফলে শিশুর জন্য তাঁর স্তন দুধ বাড়তে থাকে। অবশেষে ইবরাহীম আলাইহিস সাল্লাম মক্কা পৌঁছে হাজরাকে একটি বিরাট গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। অতঃপর ইবরাহীম আলাইহিস সাল্লাম নিজ পরিবারের(সারার) কাছে ফিরে চললেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের মা কিছু দূর পর্যন্ত তাঁকে অনুসরণ করেন।

অবশেষে যখন কাদা নামক স্থানে পৌছলেন, তখন তিনি পেছন থেকে ডেকে বলেন,হে ইব্রাহীম! আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন…? তখন ইব্রাহীম আলাইহিস সাল্লাম বললেন →আল্লাহর কাছে। এই কথা শুনে হাজরা (আ.) বলেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। (সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৩৩৬৫)

এছাড়া বিভিন্ন মুসলিম দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন রয়েছে। সুতরাং এ বিষয়ে সামাজিক নিয়ম নীতি সম্মান ও ভদ্রতার প্রতি লক্ষ্য রাখা জরুরি। যেমন দেখা গেল কোনো মুরুব্বিদের সামনে স্ত্রী স্বামীকে তার নাম ধরে ডাকলে,তখন তারা হয়তো জিনিসটা ভালোভাবে নেয় না। সেই স্ত্রী তার স্বামীর প্রতি আদবের খেলাফ করেছে বলে তারা হয়তো মনে করতে পারেন। কিন্তু আদৌতে এটি যে ইসলামে জায়েজ তা হয়তো তাঁরা জানেন না।

তাই স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারেন, কিন্তু যদি মনে হয় কারো সামনে নাম ধরে ডাকলে সে সেটা ভদ্রতার খেলাপ মনে করে কিংবা স্বামী যদি সেটাতে অখুশি থাকে, তাহলে তাঁর নাম ধরে না ডাকাই উত্তম। তবে ডাকলে স্ত্রী কোন গুনাহ হবে না আর স্বামী যদি কিছু মনে না করেন তাহলে স্বামী-স্ত্রী একা থাকা অবস্থায় ডাকতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post স্ত্রী কি তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে। স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ appeared first on Trickbd.com.

গুগল এডসেন্স এবং গুগল এডমোব এর পার্থক্য? গুগল কেন আপনাকে টাকা দিবে?

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে হাজির হয়েছি। আর সেটি হল গুগল এডসেন্স এবং গুগল এডমোব এর পার্থক্য কি? তাছাড়া গুগোল কেন আপনাকে টাকা দিবে? এই বিষয়বস্তু গুলো নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। আপনি যদি এই বিষয়বস্তুর গুলো নিয়ে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

গুগল এডসেন্স এবং গুগোল এডমোব দুটি নেটওয়ার্কই বিজ্ঞাপন নিয়ে টাকা আয় করার বড় প্ল্যাটফর্ম। তবে গুগল এডসেন্স এবং গুগল এডমোব এই দুটি সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। গুগল এডসেন্স ইউটিউব এবং ওয়েবসাইট থেকে ইনকাম করার সেরা মাধ্যম। অপরদিকে গুগল এডমোব হলো অ্যাপ্লিকেশন এর মাধ্যমে টাকা ইনকাম করার সেরা মাধ্যম।তরুন বন্ধুরা এখন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

(Google AdSense) গুগল এডসেন্স?

গুগল এডসেন্স হলো বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার বিশ্বস্ত একটি মাধ্যম। যে কেউ চাইলে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারে। গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে টাকা আয় করা যায়। তাছাড়া এডসেন্স থেকে বিজ্ঞাপন দেখিয়ে,,, ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করা যায়।

আমি যখন ইউটিউব অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করতে চাইবেন,,,তখন গুগল থেকে আপনাকে একটি ভার্চুয়াল একাউন্ট তৈরি করতে দেওয়া হবে। গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখে ইনকাম করার পাশাপাশি,,, আপনি কত টাকা ইনকাম করছেন, কত ইনকাম হলো, এক মাসের ইনকাম, মোট ইনকাম, কত টাকা উত্তোলন করেছেন, ডেইলি ইনকাম কত আছে,গুগল আপনাকে কিরকম রেভিনিউ শেয়ার করছে ইত্যাদি বিষয় আপনারা গুগোল এডসেন্স একাউন্টে দেখতে পারবেন।

(Google AdMob) গুগল এডমোব ?

গুগল এডমোব থেকেও বিজ্ঞাপন দেখে ইনকাম করা যায়। ঠিক গুগল এডসেন্স থেকে যেমন বিজ্ঞাপন দেখে ইনকাম করা যায়,, তেমনি ভাবে এই গুগল এডমোব থেকে ও বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়। যদিও গুগল এডসেন্স থেকে, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করা সম্ভব। কিন্তু অপরদিকে গুগল এডমোব থেকে আপনি Android Apps বানিয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে ইনকাম করতে চাইবেন,,, তখন গুগল থেকে আপনাকে একটি ফভুভার্চুয়াল এডমোব (AdMob) একাউন্ট তৈরি করতে দেওয়া হবে। যেখানে আপনি আপনার তৈরি করা Apps থেকে কত টাকা ইনকাম করছেন, আজকাল গত সপ্তাহ এবং মাসে কত ইনকাম হয়েছে, কত টাকা একাউন্টে রয়েছে, কত টাকা উত্তোলন করা হয়েছে,গুগল আপনাকে কত পার্সেন্ট রেভিনিউ শেয়ার করছে ইত্যাদি বিষয় গুলো গুগল এডসেন্স একাউন্টে দেখতে পারবেন।

গুগল এডমোব এবং গুগল এডসেন্স এর পার্থক্যঃ সত্যিকার অর্থে গুগল এডমোব এবং অ্যাডসেন্সে তেমন কোন পার্থক্য নেই। যেটা আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছি। কিন্তু গুগোল এডসেন্স এবং গুগোল এডমোবের মধ্যে মূল পার্থক্য হলো। গুগোল এডসেন্স নিয়ে কাজ করতে হলে, অবশ্যই আপনার একটি ব্লগ/ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকতে হবে। অপরদিকে গুগোল এডমোব (AdMob) নিয়ে কাজ হলে, অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস থাকতে হবে।

প্রিয় বন্ধুরা,আশা করি এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ ;গুগল এডসেন্স এবং গুগোল এডমোব;সেটা বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন হলো, আপনি গুগোল এডমোব নিয়ে কাজ করেন কিংবা এডসেন্স নিয়ে কাজ করে না কেন,,, কিন্তুু গুগল কেন আপনাকে টাকা দিবে? চলুন বন্ধুরা, এখন আমরা গুগল কেন আমাদেরকে টাকা দিবে এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

গুগল কেন আপনাকে টাকা দিবে?

আমরা প্রায় সবাই জানি যে, গুগল পৃথিবীর বৃহত্তম একটি সার্চ ইঞ্জিন। গুগলের প্রচুর পরিমাণে ভিজিটর রয়েছে। গুগলের এতো পরিমাণ ইউজার রয়েছে যা পৃথিবীর অন্য কোনো অনলাইন কোম্পানিতে নেই। এই কারণে বিশ্বের বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পন্যের প্রচারের জন্য গুগলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। গুগোল ছাড়াও অনলাইনে অনেক প্রতিষ্ঠান রয়েছে তবে, গুগোল সবচেয়ে জনপ্রিয় এবং বেশি পরিমাণে মেম্বার হওয়ার কারণে,,,, বড় বড় কোম্পানি তাদের সার্ভিসগুলো গুগলের মাধ্যমে প্রচার করতে চাই।

এ কারণেই এই ধরনের কোম্পানির সার্ভিস গুলো প্রচার করার জন্য গুগলকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে থাকে। যেন তাদের কোম্পানির সার্ভিস সবার কাছে পৌঁছে যায়। তাদের কোম্পানির সার্ভিস বা প্রডাক্ট প্রচার করার জন্য গুগলকে বেশ ভালো পরিমাণে টাকা দেয়। তারপর গুগোল এখন গুগল এইসব পন্যের প্রচার করে বিজ্ঞাপনের মাধ্যমে করে থাকে, এবং গুগলের এই বিজ্ঞাপন গুলো প্রচার করে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব, এপসের মাধ্যমে।

ঠিক তখন তাদের এই বিজ্ঞাপন গুল প্রচারের কারনে, গুগল তাদের পাবলিশারদের সাথে কিছু পার্সেন্ট রেভিনিউ শেয়ার থাকে। বুঝতে পেরেছেন? আসলে গুগোল কেন আপনাকে টাকা দিচ্ছে! তো যাই হোক বন্ধুরা গুগোল সাধারণত টাকা দেওয়ার কারণ,,, উপরোক্ত এই সিস্টেমে গুগল নিজে ইনকাম পাশাপাশি, আমাদের মতো আমজনতাও কাজে লাগিয়ে একটু টাকা দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন গুগল কেন আমাদেরকে বা আপনাদেরকে টাকা দিবে।

আর্টিকেল এর শেষ কথা

তো বন্ধুরা,আজকের আর্টিকেল থেকে আমরা শিখতে বা জানতে পারলাম,,, গুগল এডসেন্স এবং গুগল এডমোব এর পার্থক্য কি? এবং আরও জানলাম গুগল কেন আমাদেরকে টাকা দিবে। যদিও সংক্ষিপ্ত আকারে হলেও এটুজেড বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না।

অনলাইনে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েব সাইট পেমেন্ট বিকাশ নগদ একাউন্টের মাধ্যমেঃ
ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

আপনাদের কমেন্টে খুব শীঘ্রই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আর্টিকেল একটি লাইক দিয়ে উৎসাহ দিন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে,,, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post গুগল এডসেন্স এবং গুগল এডমোব এর পার্থক্য? গুগল কেন আপনাকে টাকা দিবে? appeared first on Trickbd.com.

কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় ? How to delete a Facebook page

Posted:

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেরি‌ না করা যাক আজকের পোস্ট । আমরা কমবেশি প্রায় সকলেই ফেসবুক পেজ তৈরি করতে পারি । তবে অনেকেই জানিনা যে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় আজকের এই পোস্টটিতে আমি সে বিষয়ে কথা বলবো । তো শুরু করা যাক ।

কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব ?

এর জন্য প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ এ । এরপর এখানে আপনার একাউন্ট লগইন করা না থাকলে লগ ইন করবেন । অবশ্যই যে একাউন্টে পেজ আছে সেটাতে ।Facebook, Facebook page delete

এরপর এখানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন সেটাতে ক্লিক করবেন ।

এরপর এখানে pages নামে অপশনটিতে চলে যাবেন ।

তারপর আপনার পেজ এ চলে যাবেন ।

তারপর এখানে উপরে সেটিংস পাবেন সেটাতে যেতে হবে ।

এখানে একটি অপশন পাবেন general নামে সেটাতে ক্লিক করবেন ।

এরপর নিচের দিকে স্ক্রল করবেন । এখানে একটা লেখা পাবেন Remove page নামে । তার নিচেই আছে permanently delete ( page name) সেটাতে ক্লিক করবেন।

ডিলিট করার আগে যে বিষয়টা মাথায় রাখবেন।

এখানে আছে যে : একটি পেজ পার্মানেন্টলি ডিলিট করলে সেটি আর আপনি ফেরত পাবেন না । তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন ।

এরপর যেকোনো তো আমি এখানে ডিলিট করব তাই জন্য delete page লেখাটিতে ক্লিক করব ।

ব্যাস হয়ে গেল পেজ ডিলিট করা ।

এখানে আর পেজটি শো করছে না।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখতে ক্লিক

আমার চ্যানেলে পাবেন এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল ভিসিট করতে পারেন ‌।

YouTube Channel

Facebook Page

বি.দ্র. আজে বাজে মন্তব্য করবেন না । আপনার রিপোর্ট করার অধিকার আছে । ভালো না লাগলে রিপোর্ট করে চুপচাপ চলে যাবেন । অযথা খারাপ মন্তব্য করবেন না যথাযথ জবাব এবং ব্যবস্থা নেওয়া হবে । এবং এই বিষয়ে ট্রিকবিডিতে পোস্ট আছে তবে সেটি অনেক পুরোনো । এটাকে আপনারা আপডেট পোস্ট মনে করতে পারেন।

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

আরো দেখুন:

ট্রিকবিডি তে কিভাবে একাউন্ট খুলবেন ? নিয়ম কি ? বিস্তারিত

বাংলা দিয়ে টাইপ করলে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে । automatic Bangla to English

ফেসবুক মেসেঞ্জার চলবে সাথে চলবে ইউটিউব এর ভিডি

The post কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় ? How to delete a Facebook page appeared first on Trickbd.com.

Envato Elements ডাউনলোড [পর্ব 7]

Posted:

গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে ।

আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক।

গতপর্ব গুলো দেখতে চাইলে নিচের লিংক থেকে দেখুনঃ

Envato Elements থেকে ডাউনলোড করে নিন প্রিমিয়াম কিছু ফাইলস [পর্ব 6]

1. Whitepaper

FORMAT AND SIZES

A4 size : 210 x 297 mm + bleeding US Letter : 8.5 x 11 inch + bleeding

PORTFOLIO TEMPLATES FEATURES

  • Layered Templates: 36 Pages overall
  • InDesign CS4 or later
  • A4 & US Letter format with bleed
  • CMYK, Print Ready
  • Paragraph styles
  • Easy to change color
  • Grid-based
  • Free fonts used
  • Layered, well organized in groups
  • PDF preview included
  • Info and Documentation file included

WHAT'S IN THE DOWNLOAD FILE:

  • 4 Portfolio Design Files for editing in Indesign (.indd, idml for Indesign version from CS4 to CC and above are supported)
  • PDF files for preview
  • Help file with details & instructions

Download

 

2. WorldNews – Magazine RTL Responsive WordPress

Features List:

  • Drop & Drag element builder page
  • Header/Footer custom design
  • Custom Logo Specific page
  • Multi-menu style
  • Custom Menu color
  • Create your own sidebar
  • Multi home page layout
  • Dynamic sidebar(Left, Right or none)
  • Live search ajax on/off
  • Woocommerce Catalog Mode integrate
  • Custom main color
  • Custom header/footer specific page
  • Shop style Grid & List
  • Scroll top button On/Off
  • 40+ styles grid post
  • Menu Sticky On/Off
  • Custom CSS
  • Custom header image page
  • Custom breadcrumb
  • Post format
  • Customizer
  • One-click import demo data
  • Add Google fonts
  • Theme Option
  • Blog tempalte + element
  • RTL support
  • SEO Optimized
  • Social Sharing Features
  • Homepage Layouts: More Amazing Concepts Are Coming Soon!
  • Fully Responsive (Tested on Multiple Devices)
  • Modern & Clean Design
  • Mega Menu
  • Master Animation element/item
  • Validate HTML5 Code
  • Cross-browser compatibility: Firefox, Safari, Chrome, Opera, IE 9+
  • Flat Design Style
  • Documentation + FAQ Page
  • FAST Support & Updates
  • PSD include
  • And Much Much More?

Product/Shop features:

  • Shop filter ajax On/Off
  • Mini cart ajax
  • Product trending
  • Wishlist click notification
  • 2 style display attribute product
  • Custom shop column
  • 20+ styles grid product
  • Custom size thumbnail with product list
  • Custom shop number
  • Widget filter with a shop
  • Products list element
  • Products tab element
  • Widget filter

Plugins use:

  • Contact Form 7
  • Woocommerce
  • Visual Composer (save $64)
  • Option Tree
  • MailChimp for WordPress Lite
  • Yith Woocommerce Compare
  • Yith Woocommerce Wishlist
  • 7up Core
Live Preview                                             Download

3. WP Membership

Features

  • Responsive & Ajax
  • Translatable
    • 11 language files can be found in the language directory inside the plugin. Files: Russian, German, Japanese, Spanish, French, Chinese, Portuguese, Italian, Turkish, Dutch, Swedish
  • Payment Gateway
    • a) Paypal [Express Checkout]
    • b) Stripe [ Full synchronize with Stripe Plan ]
    • c) Woocommerce Payment
  • Mailchimp to store Email for new registrants
  • Membership Type
    • a) Free Account
    • b) One time Payment
    • c) Recurring Payment
    • d) Free Trial
    • e) Paid Trial
    • e) Variable Payment Package
  • 7 Pricing Tables
  • 2 Signup styles
  • My account
    • User Setting
    • User Social Profile
    • User privacy setting
    • User Change Password
    • User All Post
    • User Post: Custom Fields
    • User Insert Post
    • User Edit Post
    • Subscription upgrade
    • Subscription downgrade
    • Subscription Cancel
  • Coupon
  • User Role creation by Package
  • Overriding templates
  • Page Redirect
    • User Public Profile Page Redirect
    • User My Account Page Redirect
    • User Registration Page Redirect
  • Page Setting
  • Email Templates
    • User Welcome Email template
    • User Forget Password Email template
    • User Order Email template
    • Admin Order Email template
  • 5 User Public Profile
  • Payment History
  • Report
    • 3D Pic charts
    • Line Chart
  • User Public Profile Page Redirect:
    • Hide Admin Bar
    • And Lots of other settings.
  • 2 types of User Directories
  • Content Protection Setting
  • WP User Setting Module for Admin
  • Subscription Reminder Email Module

4. Fashion Dark Electro Sport

Fashion Dark Electro Sport is an ideal royalty free audio track for any project that requires a 80s, aggressive and agressive audio tune.

Fashion Dark Electro Sport Music

5. BePro – Business & Multipurpose Presentation Template (KEY)

HIGHLIGHTS:

  • 110+ Creative Slides
  • Full Screen & Responsive (16:9)
  • Fully Animated Slides (Clean & Smooth)
  • Vector Shape All Elements
  • Master Slide Option (Easy Editable)
  • Drag & Drop Image (Image Replace)
  • Font Icon Library (Font Collection)
  • All Essential Function (Portfolio, Team Work, Infographic, Chart, etc..,)
  • Full Documentation (Online with Video Tutorial)
  • Free Google Font

Download

6. 10 Facebook Timeline Covers

Features and technical specs:

  • Fully Layered Adobe Photoshop .PSD files
  • 8 unique design pack
  • 851px x 315px
  • Help Guide Included
  • Free Fonts used, download links are in the "help" file.

Download

আপনার যদি কোনো এলিমেন্টস লাগে তাহলে অবশ্যই জানাবেন । আমি দেওয়ার ট্রাই করবো। পর্ব ৮ নং আমার ব্লগে পাব্লিশ করা হয়েছে। আগামীকাল ট্রিকবিডিতে আসবে । দেখতে চাইলে ভিজিট করতে পারেন। ধন্যবাদ ।

© MH Mamun

The post Envato Elements ডাউনলোড [পর্ব 7] appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

[মাথা নষ্ট ইনকাম] Daily কাজ করে Minimum 10$ইনকাম যারা বেশি সময় কাজ করবেন তারাই দেখেন

Posted:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

তো আজকে পোষ্টি করার বিষয় হলো একটা নতুন ইনকামের সাইট। এটা Instant Pay করে।

আপনার Daily এর থেকে Minimum 10$ Income করতে পারবেন। একদম Real Legit Earning Site.

50 point এ 0.1 Lunr আর 1Lunr = 10$ আর Minimum Withdraw 35 Lunr First Time Withdraw করার পর Minimum Withdraw 5 Lunr

মানে কিছুদিন কষ্ট করে কাজ করে প্রথম Withdraw দিলে তারপর Minimum withdraw 5 Lunr

সাথে থাকছে Payment Proof

আর Trickbd তে Earning Post Allow না কিন্তু আমি যে ইনকামের সাইটটা শেয়ার করব এটার কোনো নিদিষ্ট সময় নাই যে এটা এতদিন থাকবে। Admin রা বলতেছে এটা সবসময় থাকবে ও আমাদের ইনকাম দিয়ে রাখবে।

কিন্তু অনেক ভাই এখানে কাজ করবে না কারণ এখানে ভালো পরিমাণ ইনকামের জন্য আপনাকে Daily কাজ করতে হবে + 1 Month ও লাগবে না কিছু দিনের মধ্যে ভালোভাবে কাজ করলে আপনারা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম নিতে পারবেন।

তো প্রথমে বলে দেই এখানে কিছু দিন Daily কাজ করা লাগবে + আর Minimum Withdraw তাদের
এক Token Lunr 35 টা।

এবার বলি আপনারা যদি সাইটাতে Daily সময় দেন Minimum 1 Lunar Income হবে।

কথা না বাড়িয়ে শুরু করি :-

Link :- Site Link

[1] Register এ কিল্ক দেন

[2] যেকোনো একটা আপনার Gmail দেন

[3] Gmail এ Code আসবে

[4] Click On Continue

[5] Click On Get Started And Click Next Next

[6] Click On Add Holdings

[7] কিল্ক করার পর Search Coin কিল্ক দেন তারপর যেকোনো Token Select করে Next Next মেরে দেন। তারপর Save এ Click দেন

[8] Click On Create A First Alert Same Process যেকোনো Token Select করেন তারপর
1 লিখে Next দেন

[9] Click On Connect Twitter

[10] আপনার Twitter টা Connect করে নেন

এসব এর কাজ শেষ Add Holdings এর জন্য 25
Point ও Create A First Alert এর জন্য 25 Point ও Connect Twitter এর জন্য 25 Point পাইছেন। Server এর Problem এর কারণে একটু Late এ Point Add হয়

Daily Income করার Process :-

Daily Point Income Limit :

20 বার Share [Per Share 2 Point]

30 টা Refer করা যাবে Daily[ Per Refer 5 Point]

150 বার আপনার Refer Link এ কিল্ক দিলে[Per Click 1 Point]

এগুলো হলো Daily Point Income Limit

Share করে ইনকাম করার Process :

[1] Click On Refer Friends

[2] তারপর SCREENSHOT এর Twitter জায়গায় কিল্ক দেন

[3] তারপর Twitter এ নিয়ে যাবে শেয়ার করার জন্য Post না করলেও চলবে Back Button Press করে Site এর Dashboard এ আসবেন এভাবে ২০ বার করবেন Daily

Link Click 150 এর কাজ করার ProCess:

Refer Link কপি করবেন আপনার। এখন ১৫০ বার যেভাবে হক আপনি আপনার Friend বা অন্যদের কে কিল্ক করার জন্য বলবেন বা Link Share Group এ Share করে তাদের সকলকে কিল্ক করার জন্য বলবেন ১ জন Maybe একবার কিল্ক করতে পারবে। আর লিংক কিল্ক করে ১০ Second Wait করবেন

No Problem আমি একটা Post এর নিচে একটা Telegram Group দেবো সেখানে সবাই সবার লিংক কিল্ক করবেন

যেভাবে বুঝবেন আপনার Wallet Balance কত +
আরো অনেক কিছু

নিচে থাকা Menu তে কিল্কু দেন ও Lunr Tokens এ কিল্ক দেন

ScreenShot এ দেখতে পাচ্ছেন Minimum Claim 35 Lunr মানে আপনাদের Daily কাজ করে এ Balance করতে হবে।

ScreenShot এ দেওয়া View Point এ কিল্ক দেন

View Points এ কিল্ক করে দেখতে পারবেন আপনি কত রেফার করছেন ও কত Share করছেন ও কত কিল্ক করাইছেন।

Refer Limit 30 টা রেফার + Share Limit 20 টা + Click Limit 150টা Daily

NOTE INCOME LIMIT বাড়বে কিছু দিন কাজ করলে আপনার প্রথম প্রথম Income কম হবে মানে কম Point ইনকাম হবে কারণ সেখানে একটা Point Multiply System আছে

Point Multiply System প্রথম প্রথম 1x থাকবে তাই ইনকাম কম

ইনকাম কম হওয়ার কারণ আপনার Point Multiply কম x

Point Multiply বাড়ানোর জন্য যা করা লাগবে :

৫০ টা রেফার করলে আপনার Point Multiply 2x হবে + Click Share এর ১০০০ Click Share করাইতে পারলে 2x হবে

আপনি Share Click এ যদি Daily 1000 করে Click আনতে পারেন। ১০ দিনে আপনি 2x Unlock করতে পারবেন

আর Refer করে ও Point Multiply System এর x বাড়াতে পারবেন ৫০ টা রেফারে 2x Unlock হবে

এভাবে বলি Point Multiply X যদি আপনি ৫ থাকে Example 150 Click আপনি করাইছেন এখন আপনার ১৫০ Click Calculate 5x এ হবে এবং যত Point ইনকাম করবেন সব আপনার যত x থাকবে ওইগুলাতে Calculate হবে

তারপর দেখবেন আপনার Daily 30$ Income হবে কিছু কাজ করে।

Post এর শেষ কথা কাজ করেন কিছুদিন কষ্ট করে পরে দেখবেন খুব তারাতারি ইনকাম হবে। আর Withdraw দেওয়ার Process Next Post এ Coning Soon Instant Pay

Help Group :- Click Link Share Group

My Telegram Earning Channel

The post [মাথা নষ্ট ইনকাম] Daily কাজ করে Minimum 10$ইনকাম যারা বেশি সময় কাজ করবেন তারাই দেখেন appeared first on Trickbd.com.

(2ndline) সাইন আপ Area কোড এররর, সমাধান ২মিনিটে

Posted: 28 Oct 2021 12:29 AM PDT

h2]সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন।[/h2]

টিকবিডি এ আমার প্রথম পোস্ট করা আজ,

গত কয়েকদিন যাবত 2Ndline আরেয়া কোড সমস্যা হচ্ছে ।
কেন এই সমস্যা হচ্ছে এই সমাধান নিয়ে আজ পোস্ট করা।

প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করুন।
Temp Mail সাইট থেকে নিতে পারেন।

Site: Click Here

Follow SS

সাইন আপ এ ক্লিক করুন,

SET UP

Don’t Use Location

Area Code: 360
Continue

সবার এই Problam হচ্ছে, একন সমাধান করবেন কি ভাবে দেখুন।
2ndLune minimize করে
আপনার মেইল ইনবক্সে যান, দেখুন verify মেইল এসছে
Verify করুন।

verify হয়ে গেলে 2ndline অপেন করেন
area Code: 360 দিয়ে continue করুন দেখুন নম্বর আসবে,

একটি নম্বর Select/continue করুন।

আপনার 2ndline App Ready,

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক/কমেন্ট করবেন❤❤

The post (2ndline) সাইন আপ Area কোড এররর, সমাধান ২মিনিটে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments