নতুন ফেসবুক এবং ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর দের জন্য পাঁচটি সহজ কন্টেন্ট আইডিয়া | 5 Great Content Ideas for New YouTuber and Facebook Creators |
- নতুন ফেসবুক এবং ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর দের জন্য পাঁচটি সহজ কন্টেন্ট আইডিয়া | 5 Great Content Ideas for New YouTuber and Facebook Creators
- dDos attack with command line (Android)
- Bkash account থেকে ২২টাকা মোবাইল Recharge করে ৭ টাকা Cashback নিন।
- F.I.R কলকাতার অন্যতম বেস্ট থ্রিলার মুভির রিভিউ + লিংক
- কিভাবে ওয়ার্ডপ্রেসে SEO-Friendly Recipe Schema যুক্ত করবেন
- ডাউনলোড করে নিন Yoast SEO Premium Plugin (With Activation+Auto Updatable)
- চোখের সামনে এগুলি কি দেখা যায় What Are Those Floaty Things In Your Eye…? What Are Eye Floaters
- অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইট? পেমেন্ট বিকাশ নগদ রকেট একাউন্টের মাধ্যমে!
- বর্তমান সময়ের ৫ টি সেরা ফিচার ফোন রিভিউ | Top 5 button phone | Bangla Review
| Posted: আসসালামু আলাইকুম, তাদের জন্য আজকের এই পোস্টটিতে আমি ৫ টা খুবই এবং বর্তমানে খুব পপুলার কন্তেন্ট আইডিয়া শেয়ার করব। কোয়েল প্রথমে যে কন্টেন্ট আইডিয়া টি আছে সেটি হচ্ছে। অথবা কোনটার কি দাম এই রিলেটেড অনেক কনটেন্ট আপনারা কিন্তু এখন খুঁজে পাবেন। এই কনটেন্টগুলো যেমনি প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়! সেই সাথে খুব দ্রুত পপুলারিটি অর্জন করা যায়। এবং এই কনটেন্টগুলো তৈরি করা খুবই সহজ , আপনারা এখানে কোন লাইটিং বা খুব ভালো একটি ক্যামেরা বা অন্যান্য সেটআপ এর কোনো প্রয়োজন নেই। এ কনটেন্ট গুলো তৈরি করে আপনি দুই ধরনের লাভ পাবেন অর্থাৎ দুই দিক থেকে আপনার লাভ হবে একটা হচ্ছে যে শপগুলোর আপনি ভিডিও তৈরি করবেন সে শপের মালিক কিন্তু আপনাকে একটা এমাউন্ট প্রোভাইড করবে। সেই-সাথে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারেছেন। তবে যারা প্রথম প্রথম নতুন ইউটিউবিং স্টার্ট করবেন তাদেরকে আমি তোমার শপ খুঁজে নিতে হবে বা শপে কাজ করতে একটু অসুবিধে হতে পারে দোকানদার আপনাকে ইগনোর করতে পারে। অর্থাৎ আপনাকে ফোন করে ডেকে নেবে এবং একটা টাকা অফার করবে যে এত টাকা দিব আপনি আমাদের দোকানের ভিডিও টা করে দিন। তো বর্তমানে এই কনটেন্ট টা খুবই জনপ্রিয়, এবং ছেলে মেয়ে উভয়েই এই কনটেন্ট টা নিয়ে কাজ করছেন। এবং এখান থেকে আপনি চাইলে একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে হাসিল করতে পারেন। আর এই কনটেন্টে তৈরি করা খুবই খুবই সহজ, আহামরি কোনো ইকুইপমেন্টের আপনার প্রয়োজন হবে না।
আপনার একটা মোবাইল ফোন থাকলে জাস্ট একটা টাইপড নিয়ে নদীতে অথবা সাগরে যারা মাছ ধরতে যাই জেলে তাদের সাথে বেরিয়ে পড়েন। আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে একটা ভালো কিছু আশা করতেই পারেন। এবং অনেকে দেখবেন পুকুরে মাছ ধরার ভিডিও তৈরি করে কিন্তু ছেড়ে দেয়, এবং সেখান থেকে খুব ভালো একটা ভিউজ পাই। অনেকে অনেক ধরনের ফেক ট্রিক্স ইউজ করেন মাছ ধরার ক্ষেত্রে বা বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরে, একটা পুকুরের ভিতর মাছ ধরে কিন্তু ভিডিও তৈরি করে।
আসলে আপনার ভিউয়ারস কে বুঝালেন যে বাইকটা কেমন দেখতে, বা কি কি কালারে এভেলেবেল আছে। অথবা আপনি জাস্ট বাইকটার যদি একটু লুক ইন্টারফেস টা মানুষকে দেখিয়ে আপলোড করে দেন। তাহলে কিন্তু আপনি ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউস পাওয়ার একটা সম্ভাবনা রাখেন, তো আপনি যদি এইরকম বাইক অভার ভিউ ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলটা গেইন করবে। তাই কোন ধরনের কোন সমস্যা এখানে আমি লক্ষ্য করছি না জাস্ট গিয়ে আপনি যদি বাইকটার ভিডিওটা করে নেন মানে অভার্ভিউ ভিডিওটা করে নেন তাহলেই কিন্তু যথেষ্ট। আর হ্যাঁ চাইলে আপনি কিন্তু এই ভিডিওটার মাঝে একটু কথা ও বলতে পারেন অর্থাৎ নতুন বাইক টার স্পেসিফিকেশন গুলো বলে দিতে পারেন। আপনারা ইউটিউব লুকস নামে একটা চ্যানেল দেখেছেন কিনা জানিনা, সে কিন্তু শুধুমাত্র এই বাইকের অভার্ভিউ ভিডিও করে অর্থাৎ বাইক টা দেখতে কেমন সেটা ভিডিও করে কোন কথা পর্যন্ত বলে না। ব্যাকগ্রাউন্ড এ একটা মিউজিক এড করে দেই জাস্ট এবং সে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ পায়, তার চ্যানেলে কিন্তু অলরেডি ৫ লক্ষের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক দারুন একটা কনটেন্ট তো চাইলে এটা নিউ আপনারা কাজ করতে পারেন। সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। ফুড ব্লগিং বা ফুড রিভিউ কিন্তু বাংলাদেশ বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এবং অনেকে কিন্তু এই কনটেন্ট নিয়ে কাজ করছেন। শুধুমাত্র আপনার যদি একটা ভালো স্মার্ট ফোন থাকে এবং ছোটখাটো একটা ট্রাইপড থাকে তাহলেই যথেষ্ট। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে পারেন এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হল বিভিন্ন স্ট্রিটফুড গিয়ে কিন্তু খেতে পারেন! বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুড জনপ্রিয়। ওই ফুড গুলো খেয়ে কিন্তু ছোটখাটো একটা রিভিউ করতে পারেন।
অর্থাৎ ইউটিউবে এবং ফেসবুকে আপনারা লক্ষ্য করবেন জে সেকেন্ড হ্যান্ড কার এর অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এর ভিডিও এবং এই সেকেন্ডহ্যান্ড অনেক ধরনের ভিডিও পাওয়া যাচ্ছে। তো এই কনটেন্টে তৈরি করতে আপনার জাস্ট আশেপাশের কাররের যে শোরুম সেকেন্ড হ্যান্ড কার বা মাইক্রো বিক্রি করে এমন। এবং তারা প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে গিয়ে সার্চ করতেছে। এবং তারা যদি এগুলো সার্চ করে তার মানে বুঝতে হবে এগুলোর চাহিদা অনেক বেশি। তো এই কনটেন্টে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে খুবই জনপ্রিয়তা লাভ করতে পারবেন আমি আশাবাদী, এবং সেইসাথে এই কনটেন্ট টা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি আবারো আপনার মোবাইল ফোন দিয়ে এই কনটেন্টটি তৈরি করে ফেলতে পারবেন। তো এই টপিকের ভিডিও এখন খুবই জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করা তো আপনারা চাইলে এই কনটেন্ট টা নিয়েও কাজ করে ফেলতে পারেন। তো এই ছিল পাঁচটি খুবই ইজি এবং বর্তমানে খুবই জনপ্রিয় কনটেন্টের আইডিয়া যেগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। আর এই টপিক গুলো নিয়ে কাজ করতে আপনার আহমরি তেমন কোনো ইকুইপমেন্টের কোন প্রয়োজন নেই, তো আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে।
পোস্টটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিন। আর আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবেন না! আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ। The post নতুন ফেসবুক এবং ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর দের জন্য পাঁচটি সহজ কন্টেন্ট আইডিয়া | 5 Great Content Ideas for New YouTuber and Facebook Creators appeared first on Trickbd.com. |
| dDos attack with command line (Android) Posted: 26 Oct 2021 07:29 PM PDT আজ আপনাদের দেখাব এন্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে Dos/dDos এট্যাক দিবেন। এটা কোনো এপ নয়। আমি কয়েকটি এপ দিয়ে চেষ্টা করেছি কিন্তু ভালো কোনো গল পাইনি। আপনাদের দেখাবো কমান্ড লাইনের মাধ্যমে এট্যাক দেয়ার পদ্ধতি। এই স্ক্রিপ/এপ এর ইনভায়রনমেন্ট এর মাধ্যমে এট্যাক এর পাশাপাশি আপনারা আসল হ্যাকিং এর স্বাদ পাবেন। তাহলে চলুন শুরূ করা যাক। Then type command and hit enter
The post dDos attack with command line (Android) appeared first on Trickbd.com. |
| Bkash account থেকে ২২টাকা মোবাইল Recharge করে ৭ টাকা Cashback নিন। Posted: যে কোনো (নিজ বা অন্য নাম্বার) গ্রামিন নাম্বারে বিকাশ একাউন্ট থেকে ২২ টাকা মোবাইল Recharge করে ৭ টাকা Cashback নিয়ে নিন সাথে সাথে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে মোবাইল Recharge করা যাবে এবং Cashback নিতে পারবেন। অফারটি চলবে ২৮ শে অক্টোবর পর্যন্ত। মোবাইল Recharge করতে বিকাশ বা *২৪৭# ডায়াল করে Recharge অপশন সিলেষ্ট করে ২২ টাকা টাকা মোবাইল Recharge করে নিন। প্রমাণ- |
| F.I.R কলকাতার অন্যতম বেস্ট থ্রিলার মুভির রিভিউ + লিংক Posted: Movie: F.I.R NO. 339/07/06 (2021)Genre:Mystery,Thriller. |
| কিভাবে ওয়ার্ডপ্রেসে SEO-Friendly Recipe Schema যুক্ত করবেন Posted: আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রেসিপি স্কিমা (Recipe Schema) যুক্ত করার উপায় খুঁজছেন?
আপনার যদি একটি ফুড ব্লগ থাকে, তাহলে আপনি স্কিমা মার্কআপ ব্যবহার করে সার্চ ইঞ্জিনের ফলাফলে স্নিপেট (Snippet) হিসেবে আপনার রেসিপি প্রদর্শন করতে পারবেন। এটি আপনাকে আপনার সাইটে আরো বেশি ক্লিক এবং ট্রাফিক আনতে সাহায্য করতে পারে।
এই আর্টিকেলে, আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে Schema-র সাথে SEO-Friendly Recipe যুক্ত করা যায়। |
| ডাউনলোড করে নিন Yoast SEO Premium Plugin (With Activation+Auto Updatable) Posted: 26 Oct 2021 04:28 AM PDT ডাউনলোড করে নিন Yoast SEO Premium Plugin (With Activation+Auto Updatable)আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। TrickBd নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে Yoast SEO Premium Plugin(With Activation and Auto Updatable) ফ্রীতে শেয়ার করবো। যদি আপনি একজন Blogger হয়ে থাকেন তবে এই Plugin টি আপনার জন্য খুবই উপকারী একটি টুল হবে। Yoast SEO Plugin কীYoast Seo Plugin হলো WordPress সাইটকে গুগলে রেঙ্ক করানোর একটি টুল। যেটার মাধ্যমে আপনি আপনার সাইটের সকল পোস্টেকে SEO করে গুগলের First Page এ নিয়ে আসতে পারেন। এটি খুবই কার্যকরি একটি Plugin. যারা এই Plugin টি ব্যাবহার করেন তারাই এই Plugin এর কার্যকারীতা সম্পর্কে জানেন৷ যদি আপনার একটি WordPress Site থাকে তবে এই Plugin টি ডাউনলোড করে নিন এবং আপনার সাইটকে গুগলের Fast পেজে নিয়ে আসুন। তো চলুন দেখি এই Plugin টি কিভাবে ডাউনলোড করবো? Yoast SEO Plugin Details :Name :Yoast SEO Premium Plugin Free Version Download : The post ডাউনলোড করে নিন Yoast SEO Premium Plugin (With Activation+Auto Updatable) appeared first on Trickbd.com. |
| চোখের সামনে এগুলি কি দেখা যায় What Are Those Floaty Things In Your Eye…? What Are Eye Floaters Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । চোখের সামনে এগুলি কি দেখা যায় আপনি কি কোনদিন আপনার চোখের সামনে ঠিক এইরকম কোন জিনিসকে ভেসে বেড়াতে দেখেছেন। এটি দেখতে অনেকটা ট্রান্সপারেন্ট পোকার মতো আর যখনই আপনি এর উপর ফোকাস করার চেষ্টা করেন। ঠিক তখনই এগুলি হারিয়ে যায়। আবার যখন আপনি অন্য দিকে দেখেন তখন আবার এগুলি চোখের সামনে ভেসে ওঠে। যদি এমনটি আপনার সাথে ঘটে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। একচুয়ালি এ ট্রানস্পরেন্ট পোকার মতো দেখতে জিনিস গুলিকে Floaters বলা হয়। আর এর সাইন্টিফিক নাম হলো Muscae Volitantes অর্থাৎ উড়ে বেড়ানো মাছি।Floaters কিন্তু কোন পোকা বা বাইরের কোন নোংরা নয় বরং এগুলি তো জন্ম থেকেই আমাদের চোখের মধ্যে রয়েছে। ফ্লোটার্সকে দেখে মনে হয় যেগুলি কোথায় কোন জীবিত প্রাণী কারণ এগুলি যখনই চোখের সামনে আসে তখনই নিজের শেপকে পরিবর্তন করতে থাকে। কিন্তু একচুয়ালি এগুলি জীবিত নয়। Floaters হলো এমন জিনিস যে আমাদের রেটিনাতে ছায়া তৈরি করে। আসলে এই ট্রিসু গুলি রেড ব্লাড সেল্স এবং প্রোটিনের ছোট ছোট টুকরো আর যেহেতু এগুলি আমাদের ভিট্রিয়াস হিউমার এর ভেতরে থাকে তার কারণেই আমরা এই ফ্লোটার্স গুলিকে দেখতে পাই। ভিট্রিয়াস হিউমার আসলে আমাদের চোখের মধ্যে অবস্থিত জেলের মত লিকুইডকে বলে। আড়চোখে অবস্থিত এ লিকুইড এর সাথে সাথে ফ্লোটার্স গুলিও নড়াচড়া করতে থাকে আর চোখ বন্ধ করার সময় এগুলো বাউন্স করে। ফ্লোটার্স রেটিনার যত কাছে থাকবে ততই বেশি এবং ঘন ঘন আমরা এগুলিকে চোখের সামনে দেখতে পাবো। ঠিক তেমনভাবেই যেমন একটি লাইটের নিচে আপনার হাত অবজেক্ট থেকে যত কাছে থাকবে ততই সাফ শ্যাডো হবে এবং যতই হাত অবজেক্ট থেকে দূরে হবে ততোই ব্ল্যার শ্যাডোকে আমরা দেখতে পাব। এই ফ্লোটার্সকে আপনি সব জায়গায় নয় তবে স্পেসিফিক কিছু জায়গাতেই দেখতে পান। যেমন ব্রাইট সারফেস, কম্পিউটারের স্ক্রিন,বরফ এলাকায় বা আকাশ যখন একেবারে পরিষ্কার থাকে। আকাশে ব্যাকগ্রাউন্ডের কনসিসটেন্সি কারণে আমরা এই ফ্লোটার্সকে দেখতে পাই। ব্রাইটনেস যত বেশি হবে আমাদের চোখের পিউপিল ততোই কন্ট্রাকশন হবে। আর এই কন্ট্রাকশন শ্যাডোকে সাফ করে দেয়। সেটা কি আপনি কিছুক্ষণ আগেই টেবিল লাইট আর হাতের এক্সাম্প্লেটিতে দেখলেন। শুধুমাত্র ফ্লোটার্সের ঘটনাটি নয় আমাদের চোখের সাথে আরও একটি ঘটনা ঘটে থাকে যেটি একদম ফ্লোটার্সের মতই কিন্তু এটা শরীরের সাথে একেবারে রিলেটেড নয়। যদি আপনি আকাশে এরকম ছোট উজ্জ্বল দ্রুতগতিতে নড়াচড়া করা ফ্লোটার্সকে দেখে থাকেন তার মানে আপনি Blue Field Entoptic Phenomenon কে এক্সপেরিয়েন্স করেছেন। এই কেসটি ফ্লোটার্সের একদম বিপরী।এই ফেনোমেনন লোকেরা কোন শ্যাডোকে দেখে না বরং তাদের রেটিনার সার্ভিসে অবস্থিত সেল্সগুলির মধ্যে বয়ে যাওয়া হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকাকে দেখতে পায় এইরূপে। এই লিউকোসাইট গুলির আকার এত বড় হয় যেগুলি ক্যাপিলারিকে বন্ধ করে দেয় আর খালি জায়গায় ঘুরতে থাকে তুই খালি জায়গা এবং হোয়াইট ব্লাড সেল যার কারণে ব্লু লাইট এর মধ্যে দিয়ে পাস হয়ে যায় কিন্তু রেড ব্লাড সেল এর মধ্য দিয়ে ব্লু লাইট পাস হতে পারে না যার কারণে আমরা বাইরে ড্রয়িং ডস্কে দেখতে পাই। যার পেছনে কালো রঙের লেজ রয়েছে আর এটি আমাদের লিউকোসাইটস এর পেছনে থাকা রেড ব্লাড সেল এর কারণে ঘটে থাকে আর আমার মনে হয় যে আপনাদের মধ্য থেকে সকলেই এই ঘটনাটিকে লাইফে কোনো না কোনো সময় অবশ্যই এক্সপেরিয়েন্স করেছেন। তাই না। এই ফ্লোটার্সগুলি কিন্তু দীর্ঘক্ষণ ধরে থাকে না কারণ আমাদের ব্রেইন এটিকে ইগনোর করা শিখে গেছে। শুধুমাত্র কিছু স্পেশাল কন্ডিশনে ব্রেনে ফ্লোটার্স গুলিকে ইগনোর করতে পারে না যেমন নীলাকাশ, উজ্জ্বল আলো, কম্পিউটার স্ক্রিন এটসেটরা।আর এটি ঘটে থাকা একেবারে নরমাল। তো বন্ধু এই ফ্লোটার্স গুলিকে কি আপনিও দেখেছেন আর্টিকেলটি পড়ার পর তো আপনি এর লজিকটি বুঝলেন কিন্তু তার আগে আপনি এগুলোকে দেখে কি ভাবছেন তার নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট সেরা ১০টা টাকা ইনকাম করার উপায় The post চোখের সামনে এগুলি কি দেখা যায় What Are Those Floaty Things In Your Eye…? What Are Eye Floaters appeared first on Trickbd.com. |
| Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা যারা অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে চান! তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেলটি। দেখুন অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেক রকম ওয়েবসাইট রয়েছে। আবার আর্নিং অ্যাপ্লিকেশন সেটাও রয়েছে।তবে বর্তমান সময়ে আর্নিং অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট বেশিরভাগই ফেক হয়ে থাকে। রিয়েল আর্নিং অ্যাপস অথবা ওয়েবসাইট পাওয়া খুবই কষ্টকর। ফেক আর্নিং অ্যাপস অথবা ওয়েবসাইট আমাদের বেশি টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে তারা টাকা দিতে চায় না। তো বন্ধুরা অনলাইনে খুব বেশি ইনকাম করা যায় না।আপনাকে যদি কেউ বলে এক দিনে 10 হাজার টাকা ইনকাম হবে তাহলে, সে কাজ কখনোই করবেন না সেগুলো ফেইক। যাই হোক আজকে আমরা অনলাইনে টাকা ইনকাম করার দারুন একটি আরনিং ওয়েবসাইট শেয়ার করব। আপনারা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান তারা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন।তাছাড়া এই ওয়েবসাইটে আপনারা বিকাশ নগদ রকেট একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।তো চলুন আর কথা না বাড়িয়ে এর সাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়েবসাইটের নামঃ earningpoint.club এই ওয়েবসাইটে আপনারা কাজ করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটের হোম পেজে দেখবেন রেজিস্টার একটি বাটন রয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ-এ নিয়ে আসবে। এবং রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। যেমন আপনার নামের প্রথম এবং দ্বিতীয় অংশ, একটি ফোন নাম্বার, একটি জিমেইল আইডি, এবং পাসওয়ার্ড দিয়ে সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন।
এই ওয়েবসাইটে এ কি কি কাজ করে টাকা ইনকাম করা যায়?এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন, খবর বা নিউজ পড়া, ভিডিও দেখা, ক্যাপচা পুরন করা, গুগল সার্চ করা, ছোট ছোট টাক্স, ওয়েবসাইট ভিজিট ইত্যাদি। ছোট ছোট কাজ করে আপনারা এই ওয়েবসাইট এ ইনকাম করতে পারবেন। শুধু সে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু নয় আরো অনেক ধরনের সুযোগ পাবেন এই ওয়েবসাইটে।আরো ভালোভাবে বুঝতে নিচের স্ক্রীনশট গুলো লক্ষ্য করুন। প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার একাউন্টে যোগ করা হবে। এই ওয়েবসাইটে টাকা ডলার এবং ক্রেডিট সিস্টেম। এই ওয়েবসাইটে আপনারা দৈনিক দুই থেকে তিনবার বোনাস পাবেন। তাছাড়া রেফার করে এই ওয়েবসাইটে আপনারা ইনকাম করতে পারবেন। প্রতিটা রেফারেন্স জন্য পনেরো পারসেন্ট কমিশন আপনার একাউন্টে যোগ করা হবে। প্রতিটা দৈনিক বোনাসের জন্য আপনার একাউন্টে দুই থেকে তিন ক্রেডিট জমা হবে। আপনারা এই ওয়েবসাইট এর কাজগুলো আনলিমিটেড করতে পারবেন না। প্রত্যেকটা কাজ লিমিট করা রয়েছে তবে, এই ওয়েবসাইটে এত পরিমাণে কাজ আপনারা করে শেষ করতে পারবেন না। অর্থাৎ এই ওয়েবসাইটে প্রায় আনলিমিটেড কাজ করার সুযোগ রয়েছে।এই ছোট ছোট কাজ করে দৈনিক আপনি বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। যদিও ইনকাম একটু কম হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন। এই ওয়েবসাইট থেকে টাকা কিভাবে উত্তোলন করা সম্ভব?এই ওয়েবসাইটে আপনারা সহজেই টাকা উত্তোলন করে নিতে পারবেন। ফ্লাক্সি লোড এর জন্য আপনার একাউন্টে সর্বনিম্ন 20 টাকা থাকতে হবে। 20 টাকা একাউন্টে জমা হলে ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা উত্তোলন করে নিতে পারবেন।তাছাড়া বিকাশ নগদ রকেট অথবা পেপাল একাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।পেপাল একাউন্ট এর জন্য সর্বনিম্ন 1 ডলার আপনার একাউন্ট থাকতে হবে। আর বিকাশ নগদ রকেট একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করার জন্য, সর্বনিম্ন 70 টাকা অথবা একটু কম বেশি থাকতে হবে। তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করতে পারবেন আশা করি। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শঃ প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে, আপনাকে মানতে হবে তাদের নিয়ম নীতি। হ্যাঁ তাদের ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য, কিছু নিয়ম-নীতি রয়েছে।তাই আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই তাদের নিয়ম-নীতি মেনে কাজ করবেন।নিয়ম-নীতি অমান্য করে কাজ করলে কখনো আপনারা ইনকাম করতে পারবেন না।আর যদি ইনকাম করতে পারেন তবে সে টাকা হাতে পর্যন্ত পাবেন না। কেননা তাদের নিয়ম অমান্য করে কাজ করলে কিছুদিনের ভিতর আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে অথবা ব্লক হবে।কাজ করার পূর্বে অবশ্যই তাদের নিয়ম-নীতি মেনে কাজ করবেন আশা করি। পরিশেষে আমি আপনাদেরকে এই সাইটে কাজ করার সাজেস্ট করবো। এই ওয়েবসাইটে কাজ করার জন্য, আপনার যদি কাজ করার ইচ্ছা আগ্রহ থাকে তাহলে করতে পারেন। কেননা আমি এই ওয়েবসাইট থেকে পেমেন্ট পেয়েছি। এমনকি ওয়েবসাইটটি সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এখনো প্রেমেন্ট করে। এই ওয়েবসাইটের সম্বন্ধে এখনো কোনো অভিযোগ আসেনি। এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তার প্রুফ এখনই দিবো।যেহেতু এই ওয়েবসাইটে এখনও একটিভ মেম্বার আছে সেহেতু আপনার কাজ করতে পারেন।আশা করি তাদের নিয়ম-নীতি মেনে কাজ করলে আপনারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন বেশ ভালো পরিমাণে। আর্টিকেল এর শেষ কথাবন্ধুরা আজকে আমরা কারণ একেক ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। যেখানে আপনারা চাইলে নিঃসন্দেহে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যদিও এই প্লাটফর্ম বা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তবু যদি আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অনলাইনে টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম পেমেন্ট বিকাশেঃ ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইট? পেমেন্ট বিকাশ নগদ রকেট একাউন্টের মাধ্যমে! appeared first on Trickbd.com. |
| বর্তমান সময়ের ৫ টি সেরা ফিচার ফোন রিভিউ | Top 5 button phone | Bangla Review Posted: আসসালামু আলাইকুম , তাহলে চলুন বেশি কথা না বলে মূল পোস্টে চলে যাওয়া যাক। এই ফোনটিতে কোন মেমোরি কার্ড সলোট নেই এবং নেটওয়ার্ক সিম ডুয়েল সিম, ডিসপ্লে ২.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে।
আর ডিসপ্লে তে রয়েছে ২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, আর সাথে মাল্টিমিডিয়া হিসাবে রয়েছে mp3। তো এই ফোনটির ওজন ৭৫ গ্রাম এবং নেটওয়ার্ক টাইপ টুজি! আর ডিসপ্লে তে রয়েছে ২ ইঞ্চি আকারের একটি টিএফটি ডিসপ্লে। আর মাল্টিমিডিয়া হিসাবে রয়েছে mp3 এবং mp4। তো এই ফোনটি বর্তমান বাংলাদেশের বাজারে দাম মাত্র ১৬৫০ টাকা।
ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ২.৪ ইঞ্চির একটি টিএফটি এলসিডি প্যানেল। তো এক নাম্বার ফোনটা একটু স্পেশাল কারণ এত কমে গেমিং ফোন চিন্তা করা বোকামি। তো চলুন দেখি কি ফোন থাকছে এক নাম্বারে। তো ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ২০৫০ মিলি এম্পিয়ার এর একটি অসাধারণ ব্যাটারি, এবং সাথে মাইক্রো ইউএসবি ২.০ রয়েছে। তো দুই থেকে তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম অনায়াসেই এই ব্যাটারি থেকে, যেটা কিন্তু সত্যিই অসাধারণ ব্যাপার। আর এখানে ৬৪ মেগাবাইট এর রেম থাকতেছে এবং ৩২ রম থাকতেছে। তো যারা মূলত বাটন ফোনে গেম খেলতে পছন্দ করেন, তারা অনায়াসে এই মোবাইলটির নিতে পারেন। কেননা ফোনটিতে ৩০০ টিরও বেশি গেম থাকতেছে। তোর নেটওয়ার্ক টাইপ হিসেবে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ৮ ইঞ্চি একটি এলসিডি প্যানেল। ডিসপ্লেটা বাটন ফোন হিসাবে ঠিকঠাক আছে বলবো। তো মোবাইলটি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে দাম মাত্র ১০৫০ টাকা। তো এই ছিল সেরা পাঁচটি ফিচার ফোন বাটন ফোন কেমন লাগলো পোস্টটি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। The post বর্তমান সময়ের ৫ টি সেরা ফিচার ফোন রিভিউ | Top 5 button phone | Bangla Review appeared first on Trickbd.com. |
| You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
অর্থাৎ কোন কনটেন্ট টা নিয়ে আপনার ভিডিও বানাবেন বা কাজ করবেন অথবা আপনার পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই অর্থাৎ একটা সেটাপ ভাল ক্যামেরা ভালো লাইটিং এই জিনিসগুলো নেই

এবং যে কেউ এই কন্টাক্ট টা নিয়ে কাজ করতে পারবেন। এবং খুব দ্রুত এখান থেকে আপনারা পপুলার হতে পারবেন।
আশা করি সম্পূর্ণ পোস্ট টি কেউ মিস করবেন না।।
এবং অনেকেই এটা নিয়ে কিন্তু কাজ করছে আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন যে কোন পণ্যের প্রাইস এখন কত অথবা কোথায় কোন পণ্য পাইকারি রেটে পাওয়া যায় কোথায় কোন পণ্য সস্তায় পাওয়া যাচ্ছে বা কোন পণ্য টা কোথায় বেশি পাওয়া যায়।














ভাঁড়ামি থেকে যে অঙ্কুশ বেরিয়ে এসেছে সেটা Magic আর এই মুভির অভিনয় দেখে বুঝা যায়।মুভিটি রিমেক বা কপি এসব কিছু না।কাহিণী আর প্লটটা ভালো লেগেছে তবে গল্পের গাঁথুনি আরো শক্তিশালী করার সুযোগ ছিল।আরেকটু মসলাদার করলে থ্রিলের স্বাদটা বাড়ানো যেত চায়লেই।তবে যতটুক হয়েছে এই জনরার বাংলা মুভি হিসেবে উপভোগ করার মত।আমাকে যদি বলা হয় কেমন লেগেছে তাহলে বলবো ভাল লেগেছে।মুভিতে বিজিএম এর দিকে আরেকটু নজর দেওয়া দরকার ছিল।
Spoiler:
মুভির সবচেয়ে ভালো লাগার দিক আমাদের বিচারব্যবস্থার সীমাবদ্ধতার দিকে আঙুল তোলা হয়েছে।পুলিশের সাধারণ মানুষের প্রতি কর্তব্য কেমন হওয়া উচিত সেটার প্রতি ইঙ্গিত করা হয়েছে।























0 Comments