Search box..

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ


বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ

Posted:

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে বাংলালিংক সিমের সকল কোড নিয়ে আলোচনা করবো।

বাংলালিংক সিম বাংলাদেশের মাঝে একটি জনপ্রিয় সিম। এই সিম ব্যবহার করে আমারা খুব কম খরচেই বিভিন্ন সুবিধা পাই। তবে অনেক সময় অনেক কোড না জানার কারণে অনেক সুবিধা থেকে বঞ্চিত হই।

এছাড়া অনেক সময় কোড জানা না থাকার কারণে উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ায় মিনিট কিনতে যেয়ে এমবি অথবা এমবি কিনতে যেয়ে মিনিট যথা এক সার্ভিস কিনতে যেয়ে অন্য সার্ভিস কিনে ফেলি। অনেক সময় উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ার জন্য সিম থেকে অযথা টাকা ও কেটে যায়।

এর জন্য আমাদের অনেক প্রকারের হয়রানির শিকার হতে হয়। তাই নিচে বিভিন্ন কোডের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো।

আমার অফার কিভাবে দেখবো

বাংলালিংক সিমে আমার অফার দেখতে হলে আপনাকে *121*2# ডায়াল করতে হবে। এর মাধ্যমে আপনার সিমে আপনার জন্য যে অফারগুলো আছে তা দেখতে পারবেন।

যেকোনো ব্যালেন্স কিভাবে দেখবো

ব্যালেন্স দেখতে হলে আপনাকে *121*1# ডায়াল করতে হবে। এর মাধ্যমে আপনি ই্ন্টারনেট, মিনিট, এসএমএস যথা যেকোনো ধরনের মেসেজ দেখতে পারবেন।

ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবো

ব্যালেন্স ট্রান্সফার এর জন্য ডায়াল করতে হবে *1000# । এর মাধ্যমে আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স অন্য বাংলালিংক সিমে ট্রান্সফার করতে পারবেন।

বাংলাফ্লিক্স এ সাবস্ক্রাইব কিভাবে করবো

বাংলাফ্লিক্সে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে *9494*126# ডায়াল করতে হবে।

বাংলালিংকে এডভান্স লোন কিভাবে নিবো

বাংলালিংকে এডভান্স লোন নিতে হলে আাপনাকে *121*5# ডায়াল করতে হবে। এখান থেকে আপনি টাকা ও ইন্টারনেট ব্যালেন্স লোন নিতে পারবেন।

ডাক্তার ভাই সেবাটি কিভাবে নিবো

ডাক্তারভাই সেবা নেওয়ার জন্য আপনাকে *16643# ডায়াল করতে হবে।

FnF ও কমপ্লেইন্ট করবো কিভাবে এবং অফিস লোকেশন দেখবো কিভাবে

এই সেবাটি পেতে হলে আপনাকে *121*8# ডায়াল করতে হবে।

গেম অন সার্ভিসটি কিভাবে চালু করবো

এই সেবাটি চালু করার জন্য *2202*6# ডায়াল করতে হবে। তাহলেই সেবাটি চালু হয়ে যাবে।

ইন্টারনেট অটো রিনিওয়াল সেটিংস এ যাবো কিভাবে

ইন্টারনেট অটো রিনিওয়াল সেটিংসে যাওয়ার জন্য আপনাকে *121*3*10*2*2# ডায়াল করতে হবে।

ইন্টারনেট লোন কিভাবে নিবো

ইন্টারনেট লোন পেতে হলে আপনাকে *121*5*2# ডায়াল করতে হবে। তাহলেই আপনি ইন্টারনেট লোন পেয়ে যাবেন।

ইন্টারনেট অফার কিভাবে দেখবো

ইন্টারনেট অফার দেখার জন্য *121*3# ডায়াল করতে হবে। তাহলে আপনার সিমের জন্য যে ইন্টারনেট অফার গুলো আছে তা দেখতে পাবেন।

মিনিট অফার কিভাবে দেখবো

মিনিট অফার দেখার জন্য *121*4# ডায়াল করতে হবে। তাহলে আপনার সিমের জন্য যে মিনিট অফার গুলো আছে তা দেখতে পাবেন।

মিক্সড বান্ডিল অফার কিভাবে দেখবো

মিক্সড বান্ডিল অফারের জন্য *121*4*8# ডায়াল করতে হবে।

প্রিয়জন অফার কিভাবে দেখবো

প্রিয়জন অফার দেখার জন্য *121*6# ডায়াল করতে হবে।

রোমিং সার্ভিস সেবাটির জন্য কোন কোড ডায়াল করতে হবে

রোমিং সার্ভিস পেতে হলে আপনাকে *909# ডায়াল করতে হবে। তাহলেই এই সেবাটি পাবেন।

এসএমএস অফার কিভাবে দেখবো

এসএমএস অফার দেখতে হলে আপনাকে *121*4*9# ডায়াল করতে হবে।

সেল্ফ সার্ভিস টির জন্য কোন কোড ডায়াল করবো

সেল্ফ সার্ভিসটি ব্যবহার করতে *121# ডায়াল করতে হবে।

টফি এর জন্য কোন কোড ডায়াল করবো

টফি এর জন্য *26699# ডায়াল করতে হবে।

ভাইব এর জন্য কোন কোড ডায়াল করবো

ভাইব এর জন্য *28451*1# ডায়াল করতে হবে। তাহলেই সেবাটি পাবেন।

কিভাবে বাংলালিংক সিমের নাম্বার বের করবো

নাম্বার বের করতে চাইলে আপনাকে *511# অথবা *666# ডায়াল করতে হবে।

কিভাবে সরাসরি সিমের টাকা দেখবো

সরাসরি একাউন্টে টাকার পরিমাণ দেখতে চাইলে *124# ডায়াল করতে হবে।

আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

The post বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ appeared first on Trickbd.com.

MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13

Posted: 29 Nov 2021 05:34 AM PST

আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন সবাই??

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই ভুল ক্রুটির জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।

ট্রিকবিডিতে এটিই আমার প্রথম আর্টিকেল।

MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13। কিছু দিন আগে, ৭টি ফ্ল্যাগশিপ ডিভাইসে MIUI 13 beta version পরীক্ষা শুরু হয়েছে।(লিস্ট নিচে দেওয়া হলো)

 

যে Device গুলো MIUI 13 আপডেট পাবে:

শাওমি কিছু দিন আগে টুইটারের একটি টুইটে নির্দিষ্ট কিছু ডিভাইসের মডেল এবং লন্সের তারিখ প্রকাশ করেছে।

 

MIUI 13 আপডেট পেতে ডিভাইস android 11 আপডেটেড হতে হবে এবং তার উপরের ডিভাইসগুলোতেও (android 12) পাওয়া যাবে । যে সমস্ত ডিভাইস অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবে তারাও MIUI 13 ব্যবহার করতে পারবে।প্রথমে ফ্ল্যাগশিপ(flagship) ডিভাইস (device), তারপর ফ্ল্যাগশিপ(flagship killer) প্রসেসর ব্যবহার করা ডিভাইসগুলি আপডেট পাবে। পরে, জনপ্রিয় মিডরেঞ্জ ডিভাইস(midrange device) এবং তারপরে Android 11 আপডেটেড ডিভাইস।

 

 

প্রতিবার নতুন আপডেট রিলিজের সময় কিছু টার্গেটেড অ্যান্ড্রয়েড version থাকে।

 

যেমনটি আমরা MIUI 12, MIUI 12.5 এবং পুরানো সংস্করণগুলিতে দেখেছি। লক্ষ্য করলে দেখা যায়। MIUI 12- এর টার্গেট অ্যান্ড্রয়েড সংস্করণ ছিল Android 10 , MIUI 12.5- এর Android সংস্করণ ছিল Android 11 , এবং MIUI 13- এর Android সংস্করণ হল Android 12 ৷ অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করেই তৈরি করা হয় ইউজার ইন্টারফেস (ui).

MIUI 13-তে একাধিক নতুন ফিচার রয়েছে বলে জানা গেছে। তারমধ্যে অন্যতম মেমরি ফিউশন প্রযুক্তি(memory fusion technology) এবং লেয়ার রেন্ডারিং সিস্টেমও আনতে পারে । আগের ফিচারটি OPPO,Vivo,realme ইত্যাদি স্মার্টফোনে দেখা যায় ভার্চুয়াল RAM নামে।

 

সর্বপ্রথম ভিভো তাদের vivo x60 সিরিজের ফোন গুলোতে এই ফিচারটি চালু করে। ভার্চুয়াল র্যাম মূলত মাল্টিটাস্কিংয়ের জন্য স্টোরেজের কিছু অংশকে RAM হিসাবে ব্যবহার করতে দেয়।(এটা নিয়ে অন্য একদিন আর্টিকেল লিখবো) MIUI 13 আপডেটেড ফোনে অতিরিক্ত 3GB RAM ব্যবহার করা যাবে বলে

 

 

 

। পরবর্তীতে আরো বেশি ব্যবহার করা যাবে বলে আশা করা যায়।

 

 

 

এছাড়াও ইন্টারফেসের ক্ষেত্রে MIUI 12 এর তুলনায়

 

Miui13 তে কিছুটা পরিবর্তন থাকবে।

 

 

 

MIUI13 features:

 

 

 

1.Improved User Interfaces

 

 

 

2.Optimised Animations,

 

 

 

3.Enhanced Touch sensitivity,

 

 

 

3.Improved Scrolling screenshot,

 

 

 

4.Native screen recording support,

 

 

 

5.New Theme designs, and improved gestures,

 

 

 

6.Enhanced Always on Display(AOD)

 

 

 

7.Scheduling option for Airplane mode ,

 

 

 

8.Improved Notification panel for Social media apps for faster Reply and enhanced experience,

 

 

 

9.More flexible storage experience,

 

 

 

10.Fast charging improvements,

 

 

 

11.New power-saving mode to improve battery performance,

 

 

 

12.Enhanced Notification system for managing older and newer notifications etc.

Miui 13 eligible device list:

 

 

 

Mi series:

 

Mi 10

 

Mi 10S

 

Mi 10 Pro

 

Mi 10 Lite

 

Mi 10 Lite zoom

 

Mi 10 Ultra

 

Mi 10T

 

Mi 10T Pro

 

Mi 10i

 

Mi 10T Lite

 

Mi 11

 

Mi 11 Pro

 

Mi 11 ultra

 

Mi 11i

 

Mi 11X Pro

 

Mi 11X

 

Mi 11 Lite

 

Mi 11 Lite 5G

 

Mi Note 10 / Pro

 

Mi Note 10 Lite

 

 

 

Xiaomi series:

 

 

 

Xiaomi 11T

 

Xiaomi 11T Pro

 

Xiaomi 11 Lite 5G NE

 

Xiaomi CIVI

 

Xiaomi MIX 4

 

Xiaomi mi mix fold

 

Xiaomi pad 5

 

Xiaomi Pad 5 Pro

 

Xiaomi Pad 5 Pro 5G

 

 

 

 

 

Xiaomi Mi 9 series (Android 11)

 

Mi 9

 

Mi 9 SE

 

Mi 9 Lite

 

Mi 9 Pro 5G

 

Mi 9T

 

Mi 9T Pro

 

Mi CC 9

 

Mi CC 9 Pro

 

 

 

Redmi series (Android 12):

 

Redmi 9T

 

Redmi 9 power

 

Redmi 10X 5G

 

Redmi 10X Pro

 

Redmi 10

 

Redmi 10 prime

 

 

 

Redmi series (Android 11):

 

Redmi 9A

 

Redmi 9AT

 

Redmi 9i

Redmi 9A sports

 

Redmi 9i sports

 

Redmi 9C

 

Redmi 9C NFC

 

Redmi 9 (Indian)

 

Redmi 9 Active (Indian)

 

Redmi 9 prime

 

Redmi 9

 

Redmi 10X 4G

 

 

 

Redmi K series (Android 12):

 

Redmi K30 4G

 

Redmi K30 5G

 

Redmi K30i 5G

 

Redmi K30 5G Racing

 

Redmi k ৩০ pro

 

Redmi K30 Pro zoom

 

Redmi K30 Ultra

 

Redmi K30S ultra

 

Redmi k 40

 

Redmi K40 Pro

 

Redmi K40 Pro+

 

Redmi K40 gaming

 

 

 

Redmi K series (Android 11):

 

Redmi k২০

 

Redmi K20 (Indian)

 

Redmi K20 Pro

 

Redmi K20 Pro (Indian)

 

Redmi K20 Pro premium edition

 

 

 

Redmi note series (Android 12):

 

Redmi Note 8 2021

 

Redmi Note 9 4G

 

Redmi Note 9 5G

 

Redmi Note 9T 5G

 

Redmi Note 9S

 

Redmi Note 9 Pro (Indian)

 

Redmi Note 9 Pro (global)

 

Redmi Note 9 Pro 5G (Chinese)

 

Redmi Note 9 Pro Max

 

Redmi note 10

 

Redmi Note 10S

 

Redmi Note 10 (Chinese)

 

Redmi Note 10 5G (global)

 

Redmi Note 10T (Indian)

 

Redmi Note 10T (Russian)

 

Redmi Note 10 JE (Japanese)

Redmi Note 10 Lite (Indian)

 

Redmi Note 10 Pro (Indian)

 

Redmi Note 10 Pro Max (Indian)

 

Redmi Note 10 Pro (global)

 

Redmi Note 10 Pro 5G (Chinese)

 

Redmi Note 11 (Chinese)

 

Redmi Note 11T (Indian)

 

Redmi Note 11 JE (Japanese)

 

Redmi Note 11 Pro (Chinese)

 

Redmi Note 11 Pro+ (Chinese)

 

 

 

Redmi note series (Android 11):

 

 

 

Redmi note 8

 

Redmi Note 8T

 

Redmi Note 8 Pro

 

Redmi note 9

 

 

 

POCO series (Android 12):

 

 

 

POCO F2 Pro

 

POCO F3

 

POCO F3 GT

 

POCO X2

 

POCO X3 (Indian)

 

POCO X3 NFC

 

POCO X3 Pro

 

POCO X3 GT

 

POCO M3

 

POCO M2 Pro

 

POCO M3 Pro 5G

 

POCO M4 Pro 5G

 

 

 

 

 

POCO series(Android 11):

 

POCO M2

 

POCO M2 reloaded

 

POCO C3

 

POCO C31

 

 

 

যে ডিভাইসগুলিতে MIUI 13 beta version test করা হয়েছে:-

 

Mi Mix 4 (V13.0.0.1.SKMCNXM)

 

Mi 11 Ultra ( V13.0.0.3.SKACNXM)

 

Mi 11 (V13.0.0.3.SKBCNXM)

 

Mi 11 Lite 5G ( V13.0.0.3.SKICNXM)

 

Mi 10S (V13.0.0.2.SGACNXM)

 

Redmi K40 Pro / Plus (V13.0.0.3.SKKCNXM)

 

Redmi K40 (V13.0.0.2.SKHCNXM.)

 

 

 

শাওমির miui ইন্টারন্যাশনাল গ্রোবাল Rom সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ রয়েছে। যেমন: অনেক আপডেটে ক্যামেরা dead হয়ে যায়, bugs বেড়ে যাওয়া,ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়,lagging ,touch response problem, screen freezing, Camera dead, motherboard dead etc.

 

 

 

Miui 12.5 enhanced edition চায়নিজ রমে এসব পুরোপুরি fixed করা হয়েছে। শুধু ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল রম গুলোতে bugs পুরোপুরি fixed করতে পারে নি।আশা করা যাচ্ছে নতুন সংস্করণে সব fixed থাকবে। ২৮ডিসেম্বর চায়নাতে লন্স হবে Miui13.গ্রোবাল মার্কেটে আসতে প্রায় ৩মাসের মত লাগতে পারে।

 

 

 

যাইহোক পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।অপেক্ষা করুন পরবর্তী আর্টিকেলের জন্যে।

 

খোদা হাফেজ।

 

The post MIUI 12.5 রিলিজের প্রায় এক বছর পর, শাওমি লন্স করতে যাচ্ছে MIUI 13 appeared first on Trickbd.com.

নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর রওজা মোবারক জিয়ারত ফজিলত এবং জিয়ারতের বাধাদানের পরিনিতি…

Posted:

জিয়ারতের ফজিলত :

অতীত ও বর্তমানের সকল ওলামায়ে কেরামের ইজমা হল যে, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান উপায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একথা বলে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে, আর যদি তারা নিজেদের আত্মার উপর জুলুম করে এবং আপনার কাছে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং রসুল তাদের জন্য সুপারিশ করেন তবে তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারী দয়াবান। (সুরা নিসা-৬৪) সুতরাং নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাগারের জন্য আল্লাহর দরবারে অসিলা-তাঁর জীবদ্দশায় এবং ওফাতের পরেও। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, দরবারে গিয়ে ইসতেগফার করা এবং গুনাহগারের জন্য আল্লাহর দরবারে তাঁর সুপারিশ- চাই তা তাঁর জীবদ্দশায় কিংবা ওফাতের পর-এ সব কিছুর উপর নির্দেশ প্রদান করে। রওজা শরিফে এ জন্য যাওয়া উত্তম। কেননা, প্রিয়নবি স্বশরীরে রওজা পাকে জীবিত। তিনি তাঁর উম্মতের সালামের জবাব দেন। তাঁর রওজা জিয়ারতের মাধ্যমে তার প্রতি মুহাব্বত বৃদ্ধি পায় ।

বাধা দানের পরিণতি :
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা আল্লাহর নৈকট্যের অন্যতম প্রধান উপায় হওয়ার উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। উপরন্তু হাসান পর্যায়ের অনেক হাদিস দ্বারা এ বিষয়ে যথেষ্ট তাগিদ দেয়া আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, "আর যদি তারা নিজেদের আত্মার উপর জুলুম করে এবং আপনার কাছে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং রসুল তাদের জন্য সুপারিশ করেন তবে তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারি দয়াবান" (নিসা ৬৪)। এই আয়াত দ্বারা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া, সেখানে গিয়ে তাঁকে আল্লাহর দরবারে এস্তেগফার করার মাধ্যম হিসেবে উপস্থাপনে উৎসাহিত করা হয়েছে। এ ক্ষেত্রে বাধা প্রদান করা চূড়ান্ত সফলতা থেকে বঞ্চিত হওয়া, রহমত থেকে দূরে সরে থাকা এবং আল্লাহর নির্দেশিত বিষয়ের বিরোধিতা করার নামান্তর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়া মুনাফিকদের অভ্যাস এবং তাঁর দরবারে একনিষ্ট হয়ে থাকা আল্লাহর প্রিয় বান্দাদের পাথেয়। অসংখ্য ওলামায়ে কেরাম উপরের আয়াতে করিমার মর্মালোকে শুধুমাত্র মদিনা মুনাওয়ারার জিয়ারতের উদ্দেশ্যে পৃথক সফর করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে বারণ করা ঐ সকল প্রেমিকদের জন্য ভয়ানক বিপদ, যাদের অন্তরসমূহ রওজা মুবারকের সাথে লেগে আছে, কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারে না।

The post নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর রওজা মোবারক জিয়ারত ফজিলত এবং জিয়ারতের বাধাদানের পরিনিতি… appeared first on Trickbd.com.

Affiliate Marketing করে টাকা ইনকাম করার সঠিক গাইড 2022

Posted:

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। অনলাইনে সহজভাবে টাকা আয় করার অন্যতম একটি উপায় হলোঃ আফিলিয়েট মারকেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে সহজে ইনকাম করা যায়। যারা অনলাইনে সহজ পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম একটি মাধ্যম ইনকাম করার জন্য। তাই আজকে আমরা অনলাইনে কিভাবে আফিলিয়েট মারকেটিং করে, আয় করা যায় এই বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

যদিও কিভাবে অনলাইনে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে হয়? এই বিষয় নিয়ে অনেকেই বিস্তারিত নলেজ অর্জন করে রেখেছে আগেই। তবে আজকের এই আর্টিকেলটি তাদের জন্য, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অনলাইনে আফিলিয়েট মারকেটিং করে কিভাবে আয় করা যায়? এই বিষয়বস্তুগুলো নিয়ে কিছুই জানেন না! তাদের জন্য আজকের এই আর্টিকেল! তাই আশা করব কেউ খারাপ মন্তব্য করবেন না, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন তারা!

অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কিঃ অ্যাফিলিয়েট মার্কেটিং হল অনলাইনে কোন সার্ভিস প্রডাক্ট পণ্য ইত্যাদি’ প্রচার করা। যদি আরো ভেঙে আপনাদেরকে বুঝাতে চায় তাহলে, ধরুন আপনাকে কোন একটি কোম্পানি তাদের কোম্পানির পণ্য প্রোডাক্টগুলো আপনাকে প্রচার করতে বলল। আপনি যদি তাদের কোম্পানির প্রোডাক্ট পণ্যগুলো গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে, ওই কম্পানি আপনাকে তার বিনিময় অর্থাৎ পণ্যটি বিক্রি করার জন্য কিছু কমিশন দিবে।

কিভাবে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করা যায়?

এফিলিয়েট মার্কেটিংঃ আপনি যদি অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে, প্রথমে আপনাকে রিয়েল কোন বিশ্বস্ত প্লাটফর্মে যুক্ত হতে হবে। কারণ অনলাইনে অনেক খারাপ প্রতারিত প্ল্যাটফর্ম রয়েছে। তাই অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, বিশ্বস্ত কোন প্লাটফর্মে যুক্ত হতে হবে। অনলাইনে অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য।

বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম হলঃ অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যে কেউ চাইলে অনলাইনে, এই প্রোগ্রামের যুক্ত হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। এমনকি বাংলাদেশে বসে আপনারা এই প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ পাবেন। এফিলিয়েট মার্কেটিং অনলাইনে কিভাবে করতে হয়? সেটা চলুন একটু উদাহরণ দিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক!

ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ কাজ করবেন। অর্থাৎ আপনি আমাজন এফিলিয়েট মার্কেটিং করে কাজ করতে চাচ্ছেন। শুরুতে আপনাকে এই প্লাটফর্মে যুক্ত হওয়ার জন্য ব্যক্তিগত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যখন আপনি আমাজন এফিলিয়েট প্রোগ্রাম এ যুক্ত হবেন, তখন এই প্লাটফর্ম আপনাকে একটি অ্যাফিলিয়েট লিংক দিবে মার্কেটিং করার জন্য।

আপনি যদি এই লিংকটি নিয়ে মানুষের কাছে তাদের কোম্পানির পণ্য প্রচার করতে পারেন, আর আপনার প্রচার করা কোন পণ্য যদি কোনো গ্রাহক ক্রয় করে তাহলে। তার বিনিময় ওই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে কিছু কমিশন প্রদান করবে। ঠিক এভাবে করেই আপনারা অনলাইনে আফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন যে, অনলাইনে কিভাবে এফিলিয়েট মার্কেটিং করতে হয় সেটা।

এফিলিয়েট মার্কেটিং করে কেমন টাকা আয় করা সম্ভব?

টাকা ইনকামঃ এখন আপনি যদি অনলাইনে আসলে মার্কেটিং করেন তাহলে, হয়তোবা শুরুতেই আপনার মাথায় এই প্রশ্নটিই আসতে পারেন যে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে কত টাকা আয় করা সম্ভব? আপনাকে হয়তো বললে আপনি বিশ্বাস নাও করতে পারেন তবে’অনলাইনে এমনও লোক রয়েছে যারা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর পরিমানে আয় করে থাকে!

এমনও লোক রয়েছে যারা শুধু মাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করতে পারে। আপনি ঠিকই শুনেছেন! আপনিও চাইলে অনলাইনে এর চেয়েও বেশি টাকা আয় করতে পারেন! এখন ভাবছেন কীভাবে সম্ভব? চলুন এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবে জেনে নিন! প্রথমে আপনি কোন একটি প্লাটফর্মে যুক্ত হলেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, তারপর আপনি ওই কোম্পানির পণ্য প্রডাক ইত্যাদি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেই,

ধরুন কেউ একজন আপনার প্রচার করা পণ্যটি ক্রয় করতে চাইল। এবং ক্রয় করার মূল্য দাঁড়ালো 1000 টাকা। আপনি যদি পণ্যটি সঠিকভাবে ক্রয় করতে পারেন তাহলে ওই কোম্পানি আপনাকে, পণ্যটি বিক্রি করার জন্য 100 টাকা দিবে। বিভিন্ন কোম্পানি আছে যারা প্রতি পণ্যের জন্য আলাদা আলাদা কমিশন দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন কোম্পানি সর্বনিম্ন 10% কমিশন এবং সর্বোচ্চ 50 পার্সেন্ট কমিশন প্রদান করে। কি এবার অবাক হচ্ছেন তো!

হ্যাঁ ভাই আপনি যদি দিনে মাত্র একটি পণ্য বিক্রি করতে পারেন তাহলে, তার জন্যও বেশ ভালো পরিমানে আয় করার সুযোগ পাবেন। মনে রাখা দরকার যে, অনলাইনে বিভিন্ন ধরনের প্লাটফর্ম পাওয়া যায় আফিলিয়েট মারকেটিং করার জন্য। তাই অবশ্যই এটা ভাববেন না যে সকল প্লাটফর্ম এক রকম। বিভিন্ন ধরনের প্লাটফর্ম বিভিন্ন রকম হওয়া অস্বাভাবিক এর কিছু নয়। তাই কত টাকা আপনি ওই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার উপর।

কিভাবে টাকা উত্তোলন করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে?

টাকা উত্তোলনঃ অনলাইনে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান তাহলে। হয়তোবা আপনি একসময় না একসময় বলবেন যে, কিভাবে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে টাকা তোলা যায়? বর্তমান সময়ে একেক ধরনের কোম্পানি থেকে আপনারা এক এক রকম উপায়ে টাকা উত্তোলন করতে পারবেন। যেমন কোন কোম্পানিতে আপনারা সর্বনিম্ন 100 ডলার জমা হলে টাকা উত্তোলন করার সুযোগ পাবেন।

অন্যদিকে অনলাইনে এমন কোম্পানি রয়েছে যেখানে মাত্র 10 ডলার হলেও টাকা উত্তোলন করা সম্ভব। তাই বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে, টাকা উত্তোলন করার জন্য, কোম্পানির উপরে নির্ভর করবে কত এমাউন্ট একাউন্টে জমা হলে টাকা উত্তোলন করা সম্ভব। অন্যদিকে বিভিন্ন একাউন্টের মাধ্যমে অনলাইনে, এফিলিয়েট মার্কেটিং করে টাকা উত্তোলন করতে হয়। তবে বেশিরভাগ কোম্পানি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাহলে, উদাহরণ হিসেবে বলতে পারি যে। আপনার একাউন্টে মাত্র 10 থেকে 50 ডলার জমা হলেই উত্তোলন করতে পারবেন ব্যাংক একাউন্টের মাধ্যমে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

বন্ধুরা আজকে আমরা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, বিস্তারিত না বললেও সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করেছি। যারা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানেন তাদের জন্য আজকের পোস্ট না। তাই দয়া করে কেউ খারাপ কোন মন্তব্য করবেন না প্লিজ। যারা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য আজকের এই আর্টিকেল।

আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর্টিকেলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আর্টিকেলটি কেমন লাগলো সেটা কমেন্ট এর মাধ্যমে এখনই জানান। আর আপনাদের জন্য কোন ধরনের বা কোন বিষয়ে আপনারা জানতে চান? সেটা এখনই কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আশা করা যায় আপনাদের চাওয়া কৃত আর্টিকেল পাবলিশ করা হবে।

The post Affiliate Marketing করে টাকা ইনকাম করার সঠিক গাইড 2022 appeared first on Trickbd.com.

Exam Update: শিক্ষার্থীরা কেন্দ্রে অভিবাবকদের আনতে পারবে না (বিস্তারিত পড়ুন)

Posted:

সংশ্লিষ্টরা বলছেন, নিকট অতীতে দেখা গেছে সদ্যসমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের সাথে কমপক্ষে দুইজন অভিভাবক কেন্দ্রে এসেছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাতে একইভাবে অভিভাবকরা কেন্দ্রে এসে ভিড় করলে এর প্রভাব পড়ছে অন্যসব যাত্রীদের চলাচলের ওপর। এই বাড়তি চাপ নেয়ার মতো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও এখনো গড়ে ওঠেনি। পরীক্ষার দিনে একই সময়ে রাস্তায় নামছে প্রায় অর্ধকোটি পরীক্ষার্থী ও অভিভাবক। পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হচ্ছে আবার কর্মদিবসে। ফলে পুরো চাপ পড়ছে রাস্তায় ও যানবাহনের উপর। সম্প্রতি শেষ হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও দেখা গেছে পরীক্ষার্থীদের যানজট ঠেলে কেন্দ্রে আসতে ঘাম ঝরাতে হয়েছে। কোথাও কোথাও যানজটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষার হলেও প্রবেশ করতে বিলম্ব করেছে।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, পাবলিক পরীক্ষার দিনে রাস্তায় অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে এটা আমাদের নজরেও এসেছে। আমরা এবারের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শৃঙ্খলা কমিটির সভাতে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা চিন্তা করছি আগামী দিনে যেকোনো পাবলিক পরীক্ষার সময়সূচি তৈরি করার সময়ে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখব। বিশেষ করে যেসব পরীক্ষায় বেশিসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে ওই পরীক্ষাগুলো অফিস টাইমের বাইরে নিয়ে (দুপুরের দিকে) শিডিউল করা হবে।

শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। আমরা বারবারই বলছি পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে কোনো অভিভাবককে আসার দরকারই নেই। তবে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে যেন একজনের বেশি কোনো অভিভাবক কেন্দ্রে না আসে। তাই আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে একজনের বেশি অভিভাবক এলাউ (অনুমতি ) না করার জন্য মাউশিকে বলা হয়েছে। মাউশি ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। উল্লেখ্য আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষায় পরীক্ষার্থীর সাথে একজনের বেশি অভিভাবক আসতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণ একটি হিসেবেই দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ। এখন এই ১৪ লাখ শিক্ষার্থীর সাথে যদি গড়ে দুইজন করে অভিভাবক কেন্দ্রে আসতে চায় তাহলে অভিভাবক ও শিক্ষার্থী মিলে রাস্তায় বের হবে ৪২ লাখ লোক। এর সাথে পরীক্ষা সংশ্লিষ্ট ও কেন্দ্র সংশ্লিষ্ট আরো প্রায় আট থেকে ১০ লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাস্তায় রেব হবে। আর এই সব ব্যক্তিদেরকেই রাস্তায় বের হতে হবে ঠিক একই সময়ে। সাধারণ কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে এবং রাস্তায় একই সময়ে অতিরিক্ত ৫০ লাখ লোকের চলাচলের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ফলে শুধু পরীক্ষার্থীরাই নয়, দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো কেন্দ্রে একজন পরীক্ষার্থীর সাথে প্রয়োজনে একজনের বেশি অভিভাবক না আসার জন্য লিখিত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেখানে মূলত অভিভাবকদের কেন্দ্রে না আসতেই উৎসাহিত করা হয়েছে। একান্ত প্রয়োজন হলে সেখানে শুধু একজনই আসতে পারবে।

সূত্রঃ অনলাইন থেকে।

The post Exam Update: শিক্ষার্থীরা কেন্দ্রে অভিবাবকদের আনতে পারবে না (বিস্তারিত পড়ুন) appeared first on Trickbd.com.

Yash, Nusrat, Mimi এর নতুন HD মুভি SOS Kolkata সম্পূর্ণ রিভিউ + লিংক

Posted:

#NoSpoiler

#Movie: SOS Kolkata (2020)

#Genre:Action,Thriller

Screenshot

অনেক দিন পর কলকাতার মুভি দেখলাম।

কেমন লেগেছে এক কথায় ভাল না খারাপ সেটা বলতে পারছি না।তবে কিছু কিছু জায়গা এনজয় করার মত ছিল,থ্রিলিং ভাব ছিল।

হাতে অনেক সময় থাকলে দেখতে পারেন।

মিমি,ইয়াশ,নুসরাত তিনজনকে একসাথে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা দেখার জন্য মুভিটা দেখা।

বলতে গেলে মিমি ছিল টোটালি ওয়েস্টেড।এ ধরনের কম গুরুত্বপূর্ণ চরিত্র এর আগে কোন মুভিতেই করে নাই।

আর নুসরাতকেও তেমন ভালো লাগে নাই। তার গ্যাট-আপ গুলো বিরক্তিকর ছিল।

ATS অফিসাররা এমন সেজে থাকে নাকি জানিনা!

আর ইয়াশ এর কথা বলতে গেলে এক্সপ্রেশন,ডায়লগ ডেলিভারিতে এভারেজ ছিলো।

জাস্ট লুকিংটা ভালো ছিল।

আর তার মেয়ের চরিত্রটা ভালো লেগেছে।বার্থডে পার্টির গানটা ভালো ছিল।

ভিন্নতা বলতে কিছু ছিলনা। আর পাঁচটা টেরোরিস্ট অ্যাটাকের মতই ছিল।

তবে কিছু স্ট্রং টুইস্ট ছিলো যা মুভি দেখতে বোরিং করবে না।

সাপোর্টিং ক্যারেক্টার গুলোর অভিনয় যার যার জায়গা থেকে ভালো ছিল।

আরেকটা জিনিস বাজে লাগে আমার।

টেরোরিস্ট বলতেই যেন তারা মুসলমানদের টার্গেট করে।

তবে অবশ্য শেষের দিকের কিছু ডায়লগ দিয়ে বিষয়টাকে নিউট্রাল করার চেষ্টা করেছে।

সব মিলিয়ে এটাকে পারফেক্ট অ্যাকশন থ্রিলার মুভি বলা যায়।

খুঁটি-নাটি বিষয় গুলোতে ভাল নজর দিতে পারলে আরো ভাল কিছু হতে পারতো।

Link: SOS Kolkata 2020 Movie

The post Yash, Nusrat, Mimi এর নতুন HD মুভি SOS Kolkata সম্পূর্ণ রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

Redmi Note 10 Pro ফোনটির সম্পূর্ণ বাংলা রিভিউ

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাকে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের জন্য দারুন একটি এন্ড্রয়েড ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি, যা আশা করি আপনাদের ভালো লাগবে।

বর্তমান সময়ে সকলের হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। অন্যদিকে কেউ হয়তো প্রথম বার একটি এন্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন আবার কেউ হয়তো আগের ফোন বাদ দিয়ে নতুন আরেকটা কিনতে চাচ্ছেন। কিন্তু এদের মধ্য হয়তো অনেকেই এই দ্বিধায় ভুগছেন যে ঠিক কোন ফোন টি কেনা উচিত কোনটি উচিত না, কোনটি ভালো হবে, কোনটি ভালো হবে না ইত্যাদি বিষয় নিয়ে। তবে আপনাদের এই সমস্যা দূর করতে আমাদের এই সাইট আপনাকে বেশ সাহায্য করবে। আমাদের এই সাইটে মোবাইল রিভিউ নিয়ে বেশ কয়েকটি পোস্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তবে আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে Redmi Note 10 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।

Redmi note 10 pro

বাংলাদেশি বাজারে বেশ কিছুদিম আগে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এ লঞ্চ করেছে রেডমি নোট ১০ প্রো। ফোন টির দাম ২৬,৯৯০ টাকা মাত্র। ফোন টি কিছু কিছু যায়গা খুব একটা ভালো না আবার কিছু কিছু যায়গা অনেক ভালো অন্য ফোন এর থেকে। তাই যারা এই ফোন টি কিনবেন, তারা কেনার আগে একবার হলেও ফোন টির রিভিউ দেখে নিন। তাহলে বুঝতে পারবেন কাদের জন্য এই ফোন টি নয়, এবং কাদের জন্য এটি বেস্ট। ফোন টি এর রেয়ার প্যানেল দেখতে খুব ই সুন্দর। রেয়ার প্যানেল টি গ্লোসি ফিনিস।

ফোন টি তে পাবেন ২ টি স্পিকার। যা দিয়ে সাউন্ড কোয়ালিটি খুব ভালোই পাবেন। ফোন টিতে রয়েছে ডান সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফিঙ্গারপ্রিন্ট টি খুব তাড়াতাড়ি কাজ করে অন্য ফোন গুলোর তুলনায়। মানে সেখানে আঙুল রাখার সাথে সাথেই ফোন টি অন হয়ে যায়। ফোন টির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এর ফুল এইচডি+ রেজুলেশন। ফোন টির ডিসপ্লে খুব ই ভালো। ফোন টিতে আপনারা খুব ভালো ব্রাইট পাবেন। এবং ভিডিও বা গেম খেলার সময় ডিসপ্লে এর ভালো একটি এক্সপেরিয়েন্স পাবেন। টাচ রেসপন্স ও খুব ভালো ফোন টির। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এন্ড্রয়েড ১১।

ফোন টিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেটা আরো অনেক ফোনেরি ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ফোনে রেগুলার কাজেও অনেক ঝামেলা পাওয়া গেছে। যেমনঃ কিছু এপ রান হয় না। আবার ইউটিউব থেকে মাঝে মাঝেই আচমকা বের করে দেয়। এটা তো হওয়ার কথা না তাই না? কিন্তু এই ফোনে সেরকম হয়েছে। আমার মনে হয় ফোন টি বানানোর পর কোম্পনি সেটা অপ্টিমাইজিং না করেই বাজারজাত করেছে। তাছাড়া ফোন টি কারণ ছাড়াই গরম হয়ে যায় একটু ব্যবহার এই। ফোন টি তে খুব ভালো এবং শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। কিন্তু অপ্টিমাইজিং এর ঘাটতি এর জন্য ফোন টি তেমন একটা ভালো লাগে নি আমার কাছে। তবে আশা করা যায়, ফোনের পরবর্তী আপডেটে সব ঠিক হয়ে যাবে।

ফোন টিতে খুব ভালো গেমিং পারফরম্যান্স পাবেন। গেম টি তে পাবজি সর্বোচ্চ হাই গ্রাফিক্স এ খেলা যাচ্ছিলো। কোনো সমস্যা ছাড়াই। তবে ফোন গরম হয়ে গেলে কিছুটা ল্যাগি ল্যাগি ভাব পাওয়া যায়। তবে Asphalt 9 গেম খেলার সময় গ্র‍্যাফিক্স ভালো পাওয়া যায় নি এবং বার বার ল্যাগ ও হ্যাং হচ্ছিলো ফোন টি।

ফোন টিতে আপনারা পাবেন মোট ৪ টি ক্যামেরা। ৩ টি রেয়ারে ও বাকি ১ টি সেলফি ক্যামেরা। ফোনটির রেয়ারের মেইন ক্যামেরা ১০৮ মেগা পিক্সেলের। এবং এই ক্যামেরা দিয়ে সত্যিই খুব ভালো এক্লটি একটি পারফরম্যান্স পাওয়া গেছে। যা এই বাজেটে আর কোনো ফোনে পাওয়া যায় না, সচরাচর। তবে সমস্যা একটাই আপনি ১০৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুললেই দেখবেন সেটা মারাত্নক লেভেলের গরম হয়ে যাচ্ছে। যা আমি আগেও বলেছি। তবে ক্যামেরা রেজাল্ট নিয়ে এ বাজেটে সকলেই সন্তুষ্ট থাকবেন।

এই ফোনে ব্যাটারি রয়েছে ৫০২০ মিলিয়াম পাওয়ার এর। আর ফোনের বক্সে পাবেন ৩০ জি ওয়ার্টের একটি চার্জার। যা দিয়ে ফুল চার্জ হতে প্রায়, ১ ঘন্টা ৭-৮ মিনিটের এর মতো সময় লাগবে। এবং ব্যাটারি ব্যক আপ পাবেন খুব ভালো। প্রায় ১ দিন তবে হ্যাভি ইউজার রা ১ দিনের মতো পাবেন না। তবে দিনে ২ বার চার্জ দিলে পুরো দিনের ব্যক আপ পেয়ে যাবেন। এছাড়াও ফোনে ভয়েস কলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। আর রেজাল্ট খুব ভালো পাওয়া গেছে।

তো আশা করি আমাদের এই পোস্ট টি পড়ে ভালো একটি ধারণা পেয়ে গেছেন এই পোস্ট সম্পর্কে। আর পোস্ট টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

The post Redmi Note 10 Pro ফোনটির সম্পূর্ণ বাংলা রিভিউ appeared first on Trickbd.com.

Walton Z4X এবং Asus Rog 5 দুইটি ফোনের রিভিউ

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই।

আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে নতুন আরো ২ টি এন্ড্রয়েড ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আর এর আগেও আমাদের সাইটে বেশ কয়েকটি ফোনের রিভিউ দেওয়া হয়েছে। তো আপনাদের যদি আরো ফোনের রিভিউ এর দরকার পরে তাহলে আপনারা আমাদের সাইট টি TrickBD.com একবার ভালো করে ভিজিট করতে পারেন।

তবে, আজকে আমি আপনাদের সাথে ২ টি দারুন ও নতুন এন্ড্রয়েড ফোনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকেই হয়তো নতুন ফোন কেনার ট্রায় করছেন। তো এর আগে আমি কয়েকটা পোস্ট করেছি সেগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন। তবে আজকের গুলো একটু বেশি দামি ফোন। এগুলো একটু বেশি দাম কারণ এগুলো পারফরম্যান্স এর দিক দিয়েও অনেক ভালো। তবে কিছু ক্ষেত্রে একটু খারাপ দিক ও আছে। তো ভালো – মন্দ নিয়ে আজকের আমার এই রিভিউ টি। তো চলুন দেখে নেই কোন কোন ফোন রয়েছে আমার আজকের এই লিস্টেঃ

১. Walton ZX4
২. ASUS Rog 5

তো বন্ধুরা বুঝতেই পারছেন একসাথে ২ টি ফোন রয়েছে, মানেই পোস্ট টি খুব ভালো ও রোমাঞ্চকর হতে চলেছে। তো দেরি না করে পোস্ট শুরু করা যাক।

Walton ZX4

আমাদের পণ্য মানে ওয়াল্টন রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো Walton ZX4 ফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এ ফোন টি লঞ্চ করেছে। ফোনটির দাম ২৭০০০ টাকা। ফোনটির রেয়ারে থাকছে ৫ টি ক্যামেরা। আর রেয়ার হলো এলুমিনিয়াম এর তৈরি, যা আমার খুব ভালো লেগেছে। ফোনটির ওজন ২০৫ গ্রাম। ফোনটির ডান সাইডে ভলিউম বাটন এবং হোম বাটন আছে যেটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে।

ফোনটিতে রয়েছে LCD প্যানেল এর ডিসপ্লে যা এই দামে আশা করা যায় না। ফোন টিতে পাবেন ৪০০০ মিলিয়াম পাওয়ার এর ব্যাটারি পাবেন। যা এই দামে পাওয়া টা আশা করা যায় না। ফোন টির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এর। ফোন টিতে এপ ওপেন – ক্লোস হতে বেসি সময় লাগে না। অনেক ফোনে হয়তো ১-৩ সেকেন্ড নেয়।

কিন্তু এটাতে ইন্সট্যান্ট ওপেন হয়ে যায়। আর এই ফোন টিতে অনেক ভালো একটি এক্সপেরিয়েন্স পাবেন। ফোন টি দেখতে অনেক প্রিমিয়াম। ফোন টি থেকে ১ দিনের ব্যক আপ পেয়ে যাবেন। রেগুলার কাজে কোনো সমস্যা হবে না। আর ফোনে যেহেতু ৮ জিবি র‍্যাম তাই কোনো প্রকার কোনো ঝামেলা পাবেন না ফোনে।

গেমিং এ ও খুব ভালো পাবেন। ফোনে পাবেন ১২৮ জিবি স্টোরেজ এবং চাইলে ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোন টিতে খুব ভালো ক্যামেরা এক্সপেরিয়েন্স পাবেন। ২২,০০০ টাকার মধ্য ফোনটি খুব ভালো কিন্তু ২৭০০০ টাকায় এই ফোনের কিছু কিছু যায়গা ততটাও ভালো না। তবে পরবর্তী তে দাম কমতে পারে।

ASUS Rog 5

৮/১২৮ জিবি এবং ১২/১২৮ জিবি ভ্যারিয়েন্ট এ ফোন ২ টি মডেলের ফোন লঞ্চ করেছে ASUS কোম্পানি। ফোন টিতে পাবেন ৬৫ ওয়ার্টের একটি চার্জার। ফোন টির রেয়ার গ্লোসি ফিনিস। এছাড়া ফোন টির বক্সের সাথে কিছু গ্রাফিক্স পাবেন যেটা দেখতে খুব একটা ভালো না, কিন্তু ফোন টির ক্যামেরা সেটার উপর রাখলে এটা সুন্দর একটি গ্রাফিক্স গেম হয়ে যায়।

এটা সত্যিই খুব ই অবাকের বিষয়। ফোন টিতে খুভ ভালো ক্যামেরা পেয়ে যাবে৷ এবং গেমিং এর দিক দিয়ে এটা খুব ই ভালো। পাবজি বিনা ল্যাগ হাই গ্রাফিক্স ডিজাইন এ খেলতে পারবেন। ফোন টির ব্যাটারি ব্যাক আপ ও পেয়ে যাবেন খুব ভালো। ফোন টি ৮/১২৮ ভ্যারিয়েন্ট এর ফোন পাবেন ৫৯,০০০ টাকায় এবং ১২/১২৮ ভ্যারিয়েন্ট এর ফোন পাবেন ৬৩,৫০০ টাকায়।

তো বন্ধুরা আশা করছি যে এই পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যে ২ টি ফোনের রিভিউ দিয়েছি সেই দুই টি ফোন সম্পর্কেও ভালো একটি ধারণা পেয়ে গেছেন। তো পোস্ট টি যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমার কাছ থেকে কি ধরনের টিউন বা পোস্ট পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন।

The post Walton Z4X এবং Asus Rog 5 দুইটি ফোনের রিভিউ appeared first on Trickbd.com.

নিজে Website তৈরি করে টাকা ইনকাম করার সঠিক গাইড 2021

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনলাইনে, কিভাবে নিজের একটি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে হয়? এ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যদিও বিষয়টা বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরাই জানে। তবে ট্রিকবিডিতে আমার জানামতে অনেকেই, যারা এই বিষয়ে নতুন তাদের জন্য আমাদের এই আর্টিকেল।

তাই দয়া করে যারা এ বিষয়ে এক্সপার্ট তারা বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। যারা কিভাবে একটি নিজের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা যায়? নিজে নিজে একটি ওয়েবসাইট তৈরি করে কিভাবে অনলাইনে ইনকাম করতে হয়? আজকেরে আর্টিকেলে আমরা এই বিষয় নিয়ে step-by-step আলোচনা করব। তো চলুন বন্ধুরা এখনই জেনে নিই, নিজে একটি ওয়েবসাইট তৈরি করে কিভাবে ইনকাম করা যায়?এ বিষয়ে বিস্তারিত!

ওয়েবসাইট জিনিসটা আসলে কি?

ওয়েবসাইটঃ দেখুন ট্রিকবিডি তে যারা নিয়মিত ভিজিট করেন, তাদের কাছে হয়তবা এ বিষয়টি একেবারেই নতুন নয় তাই না! তবুও আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব। ওয়েবসাইট হল একটি প্ল্যাটফর্ম। ধরুন আপনি ফসল ফলাতে চাচ্ছেন, এখন এই ফসল ফলাতে নিশ্চয়ই আপনার প্রয়োজন হবে একটি জায়গা। এবং এই জায়গাতে আপনি বিভিন্ন ধরনের জিনিসগুলো ব্যবহার বা প্রয়োগ করে,

আপনি কিন্তু সঠিক ভাবে ফসল ফলাতে পারবেন তাই না! এদিকে ওয়েবসাইট জিনিসটাও ঠিক এমনই। এই ওয়েব সাইটে বিভিন্ন ধরনের কনটেন্ট সেটা হতে পারে ভিডিও অথবা আর্টিকেল। আবার হতে পারে বিভিন্ন ধরনের ফটো ইমেজ তাছাড়া আরও অনেক ধরনের নানা কিছু হতে পারে। ট্রিকবিডিতে আপনি যেমন আমার এই আর্টিকেলটি পড়ছেন। তেমনি ভাবে একটি ওয়েবসাইট এর গুনাবলী এমনই হয়ে থাকে।

ট্রিকবিডি ও খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম অনলাইনে। যদিও ট্রিকবিডি সম্পর্কে আপনাদের এখন কিছু না বললেও বিস্তারিত জানেন। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে আয় করার ক্ষেত্রেও, সঠিকভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ফসল ফলাতে যেমন একটা জিনিসের প্রয়োজন হলে হয়না। তেমনি ভাবে অন্যদিকে আপনার একটি ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হয়।কমপ্লিট ভাবে একটি ওয়েবসাইট তৈরি করে সহজে যে কেউ চাইলে ইনকাম করতে পারে।

কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় ?

ওয়েবসাইট তৈরিঃ বর্তমান এই সময়ে অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সহজে যে কেউ চাইলে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে। এমনকি আপনিও চাইলে এই ট্রিকবিডির মত একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন সহজেই। ট্রিকবিডিতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ভিজিটর আসে, যার কারণেই এই প্লাটফর্মে মানুষ সবাই চিনে এবং জনপ্রিয়। আর এখনকার সময়ে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য অনলাইনে,

অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে। হ্যাঁ ওয়েবসাইট তৈরি করার জন্য আলাদা আলাদা খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম পাওয়া যায়। বর্তমানে একটি জনপ্রিয় প্লাটফর্ম এর নাম হলো ওয়াডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যেকোনো ধরনের নিজের মনগড়া ইচ্ছামত ওয়েবসাইট তৈরি করা সম্ভব। যদিও আরো অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য, তবে অন্যান্য প্লাটফর্মের চেয়ে ওয়াডপ্রেস প্লাটফর্ম একটু ভিন্ন অন্যরকম। যে কেউ চাইলেই ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবে সহজে।

ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন?

ওয়েবসাইট তৈরীঃ আপনি যদি একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে, নানা ধরনের জিনিস আপনার প্রয়োজন হবে। যদিও কি কি জিনিস প্রয়োজন হবে এটা নির্ভর করে সেই প্ল্যাটফর্ম এর উপরে, যেখানে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। ওয়েবসাইট তৈরি করার জন্য আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট বা প্লাটফর্ম হল ব্লগার। ব্লগার দিও আপনারা বেশ ভালো ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবেন।

এদিকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার জন্য দারুণ জনপ্রিয় ওয়েবসাইট। কিন্তু আপনি যদি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করেন তাহলে, আপনার অনেক জিনিস প্রয়োজন হবে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার জন্য। অন্যদিকে ব্লগারের মাধ্যমেও ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তবে ব্লগারে ওয়েবসাইট তৈরি করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। তো চলুন এবার আমরা জানি ওয়েবসাইট তৈরি করার জন্য সাধারণত যা যা প্রয়োজন হয় সেটা।

১. একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্লাটফর্ম প্রয়োজন হবে। ( যেখানে আপনি ওয়েবসাইট তৈরি করবেন)

২. ওয়েবসাইটের কাজ করার জন্য বা ওয়েবসাইট সৌন্দর্য বাড়ানোর জন্য, অবশ্যই ওয়েবসাইটের জন্য একটি থিম প্রয়োজন হবে।

৩. ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটের অবশ্যই হোস্টিং প্রয়োজন হয়। হোস্টিং ছাড়া ওয়েবসাইটের স্থান বা জায়গা থাকেনা।

৪. ওয়েবসাইটের জন্য সাধারনত ডোমেইন প্রয়োজন হয়, কেননা ডিফল্ট সর্বপ্রথম যে ডোমেইন আপনাকে দেওয়া হবে, সেটার নাম আপনার এবং অন্য কারো পছন্দ হবে না। যেমন trickbd.com ওয়েবসাইটের নামটি কত সুন্দর তাই না।

৫. সাধারণত উপরোক্ত জিনিস গুলো দ্বারা সহজেই একটিসাধারণত উপরোক্ত জিনিস গুলো দ্বারা সহজেই একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা সম্ভব। যদিও আমি আগেই বলেছি এক ধরনের প্লাটফর্মে এক এক রকম জিনিস প্রয়োজন হয়।

তো বন্ধুরা আশাকরি আপনারা এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন যে, সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয় সেটা। যাইহোক এতক্ষণ আমরা ওয়েবসাইট কি ওয়েবসাইটের কাঠামো কি হবে? ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়? এই বিষয়বস্তুগুলো নিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জেনে নিই যে, ওয়েবসাইট থেকে সহজে কিভাবে ইনকাম করা যায় সেটা!

কিভাবে ওয়েবসাইট থেকে বা তৈরি করে ইনকাম করতে হয়?

টাকা আয়ঃ আপনি যখন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন তখন, আপনার ওয়েবসাইট ইনকাম শুরু করার জন্য। অবশ্যই কোন একটি মাধ্যম নিয়ে কাজ করতে হবে যেটাতে আপনি ইনকাম করতে চাচ্ছেন। বেশিরভাগ লোকেরা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করে, ওয়েবসাইটের অনুমোদন নিয়ে গুগল এডসেন্স থেকে আয় করে। যদিও ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আরো অন্যান্য মাধ্যমে পাওয়া যায়।

তবে আপনারা চাইলে কিন্তু গুগল এডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইট অ্যাড করে, ইনকাম করতে পারেন সহজে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে, কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করা যায়? এবং টাকা কিভাবে তোলা যায়? এ বিষয়ে বিস্তারিত জানান তাই না! বন্ধুরা এই বিষয়বস্তুগুলো নিয়ে যদিও আগে আমি আর্টিকেল পাবলিশ করেছিলাম। তবে আপনারা যদি আর্টিকেলটি মিস করে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত জানার জন্য, আমার প্রোফাইলের আর্টিকেল গুলো দেখতে পারেন। এখন চলুন সংক্ষিপ্ত আকারে এগুলো জেনে নিন!

গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়?

ইনকামঃ আপনি যদি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান তাহলে, আপনার ওয়েবসাইটটি রিভিউ এর জন্য কিছু আর্টিকেল লিখে জমা দিন। যদিও গুগল এডসেন্সের টার্ম এন্ড কন্ডিশন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে, আপনার ওয়েবসাইটটি এপ্রুভ করা হবে নতুবা, আপনার ওয়েবসাইটটি রিজেক্ট হতে পারে। যদি আপনার ওয়েবসাইটকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে, আপনারা গুগল এডসেন্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বসাতে পারবেন।

এভাবে করে কিন্তু আপনারা চাইলেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কাজে লাগিয়ে, মানে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন শো করে টাকা আয় করতে পারেন। আপনারা সরাসরি এডসেন্স প্লাটফর্মে গিয়ে আবেদন করতে পারেন আপনার ওয়েবসাইটের। তো চলুন বন্ধুরা এবার আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়ার চেষ্টা, করি গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা উঠানো বা উত্তোলন করতে হয়?

গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন যেভাবে?

টাকা উত্তোলনঃ আপনি যদি গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করতে চান তাহলে, অবশ্যই আপনার গুগল এডসেন্স একাউন্ট এড্রেস ভেরিফাই করতে হবে প্রথমে। গুগল এডসেন্স মাত্র 10 ডলার হলেই একটি চিঠির মাধ্যমে, আপনার একাউন্ট এড্রেস ভেরিফাই করার সুযোগ দেয়। তাই আপনারা চাইলেই 10 ডলার আপনার একাউন্টে যোগ করে, টাকা উত্তোলন করে নিতে পারবেন সহজে।

যখন আপনার একাউন্টি ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ এড্রেস ভেরিফাইড। তখন সাথে সাথে কিন্তু আপনার টাকা একাউন্টে পাঠিয়ে দিবে না। গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করার জন্য আপনার অ্যামাউন্ট আরো বাড়াতে হবে। হোয়াটসঅ্যাপ আপনার গুগল এডসেন্স একাউন্টে সর্বমোট 100 ডলার হলে, আপনারা টাকা উত্তোলন করে নিতে পারবেন সহজে। সাধারণত 100 ডলার হলেই গুগোল নিজে আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে 💸 টাকা পাঠিয়ে দেয়।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

তো বন্ধুরা আজকে আমরা, নিজের একটি ওয়েবসাইট তৈরি করে কিভাবে অনলাইনে আয় করা যায়? এই বিষয়বস্তুগুলো নিয়ে ধারণা বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি! যদিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বলা অনেক শ্রমের ব্যাপার! তবে আমি সংক্ষিপ্ত আকারে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করেছি। আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post নিজে Website তৈরি করে টাকা ইনকাম করার সঠিক গাইড 2021 appeared first on Trickbd.com.

একটি অ্যাপস দিয়ে একসাথে অনেক গুলো কাজ করেন নিন। সাথে থাকছে mobidrive 50GB storage ফ্রী।Extra pdf

Posted:

আজ আমি আপনাদের দেখাবো অসাধারণ একটি অ্যাপ। যেই অ্যাপসটি দিয়ে আপনি চাইলে অনেক গুলো কাজ করতে পারবেন।  যারা ডাটা এন্টি নিয়ে কাজ করে তাদের জন্য অনেক উপকার হবে।

App download

এখানে আপনি  যা যা পাচ্ছেন : 

PDF scan

JPEG= PDF

PDF =JPEG

PDF =Word

PDF =Excel

PDF =office

PDF =epub

Office =PDF

আরো অনেক কিছু পেয়ে যাবেন। আর হ্যাঁ সাথে থাকছে cloud storage mobidrive 50gb free ।

প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করবো।

তারপর get started ক্লিক করবো।

এখন দেখতে পাচ্ছে কতগুলো convert করার tools আছে ।

আমি আপনাদের দেখানোর জন্য image to PDF ক্লিক করলাম আমার পছন্দের একটি ছবি নিলাম

ছবিটা যতটুকু দরকার রেখে মার্ক করায় জায়গায় ক্লিক করবেন তারপর দেখতে পারবেন PDF কনভার্ট হয়ে গেছে এখন আপনি sdcard সেভ করে নিবেন ।

এখন আমি PDF to image এ ক্লিক করবো।

এখন দেখতে পাচ্ছেন PDF থেকে কতো কিছু করা যায় শুধু মাত্র একটি অ্যাপস দিয়ে।

এখন আমি view তে ক্লিক করলাম এখন আপনি চাইলে PDF কে ইডিট করতে পারবেন। সাথে কমেন্ট আপনার সাইন ও দিতে পারবেন।  মার্ক করা জায়গায় ক্লিক করবো।

 

 

তো আর কিছু দেখালাম না এতক্ষণে আপনাদের ধারনা হয়ে গেছে কি কি করা যায়।  তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন । বানানে কোন ভুল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

 

YouTube

Facebook

 

 

 

The post একটি অ্যাপস দিয়ে একসাথে অনেক গুলো কাজ করেন নিন। সাথে থাকছে mobidrive 50GB storage ফ্রী।Extra pdf appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments