Search box..

জিপি সিমে নিন মাত্র ৫ টাকায় ১০০ মেগাবাইট মেয়াদ ৩ দিন | সবাই পাবেন।

জিপি সিমে নিন মাত্র ৫ টাকায় ১০০ মেগাবাইট মেয়াদ ৩ দিন | সবাই পাবেন।


The post ওয়াপকিজের জন্য ডাউনলোড করে নিন বিডি২৪ ব্লগ সাইট বিনামূল্যে [hot theme] appeared first on Trickbd.com.

জিপি সিমে নিন মাত্র ৫ টাকায় ১০০ মেগাবাইট মেয়াদ ৩ দিন | সবাই পাবেন।

Posted:

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন! আর যদি একটু মন খারাপ থাকে তাহলে মন খুশি করে দেয়ার মতোই আজকের এই পোস্ট।

তো আমাদের মধ্যে অনেকের বিকাশ রকেট কিংবা নগদ এই মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে ৫ থেকে ৭ টাকা এরকম ধরনের অ্যামাউন্ট পড়ে থাকে।
যেগুলো চাইলেও আমরা উইথড্র করতে পারি না কিনবা মোবাইল রিচার্জ করতে পারে না কারণ বাংলাদেশের ওপর এটার গুলোর সর্বনিম্ন ১০ টাকা ছাড়া মোবাইল রিচার্জ করা যায় না।

তো কেমন হতো যদি আপনার বিকাশে কিংবা রকেটে পড়ে থাকা ৫ টাকা দিয়ে আপনার গ্রামীণফোন সিমে ১০০ এমবি ডাটা কেনা যেত?
জানি সবারই একটু হলেও ভালো হতো কারণ অনেক সময় জরুরি মুহূর্তে ডাটা ফুরিয়ে যায় ওই টাইমে 100mb ও অনেক কিছু।

তো আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই মাত্র ৫ টাকা দিয়ে ১০০ এমবি ডাটা নেয়া যায়।
তো আপনি মাত্র ৫ টাকায় ১০০ এমবি ডাটা পাবেন যার মেয়াদ ৩ দিন এবং প্রতি ১৫ দিন পর পর এই প্যাকটি আপনি কিনতে পারবেন।

তো চলুন শুরু করি।
এটি যেহেতু *ICT* নামে একটি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নিতে হবে তাই অবশ্যই https://m.facebook.com/ict.board এই লিংক এ ক্লিক করে তাদের ফেসবুক পেজে চলে যেতে হবে।
এবং মেসেজ অপশন এ ক্লিক করে প্রথমে *GP 100MB* লিখে সেন্ড করতে হবে।
এবার ওরা আপনাকে একটা নাম্বার দিবে ওই নাম্বারে ৫ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে। তো আপনি আপনার বিকাশ একাউন্টে গিয়ে ওই নাম্বারে ৫ টাকা সেন্ড মানি করবেন।
এরপর ওরা আপনার নাম্বার চাইবে তো আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে দিবেন। এবার যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটা দিবেন।
তো সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডি টা পাবেন ওটা কপি করে! আইসিটির ফেসবুক পেজে ওনাদেরকে সেন্ড করে দিবেন।
ব্যাস কাজ শেষ আপনি সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ১০০ মেগাবাইট পেয়ে যাবেন।
তো যারা বুঝতে পারছেন না কিভাবে করতে হবে তাদের জন্য নিচের স্ক্রিনসট আশাকরি বুঝতে পারবেন।


তো আশা করছি আপনি খুব সহজেই বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে- অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেয়ার জন্য।
বিঃদ্রঃ যারা বাংলালিংকে এখনো মেগাবাইট পাননি তারা চিন্তা করবেন না, আজ রাত ১২ টার মধ্যে পেয়ে যাবেন। একসঙ্গে প্রচুর পরিমাণ অর্ডারের কারণে তাদের সার্ভারে প্রবলেম হয়েছে তাই একটু দেরি হয়েছে।
তো আজকের মত এ পর্যন্তই ভালো থাকবেন অনেক ভালো আল্লাহ হাফেজ 💖

The post জিপি সিমে নিন মাত্র ৫ টাকায় ১০০ মেগাবাইট মেয়াদ ৩ দিন | সবাই পাবেন। appeared first on Trickbd.com.

ওয়াপকিজের জন্য ডাউনলোড করে নিন বিডি২৪ ব্লগ সাইট বিনামূল্যে [hot theme]

Posted:

ওয়াপকিজ ইউজাররা আপনাদেরকে আব্রো স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরো একটি নতুন পোষ্টে।
প্রতিবারের মতো আমি আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর ওয়াপকিজ থিম যা আপনারা আপনাদের ওয়াপকিজ ব্লগ সাইটে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি ওয়াপকিজে ব্লগিং করেন তবে আমি মনে করি এই থিমটিও আপনার পচন্দ হবে কারন থিমটিতে দেওয়া হয়েছে সুন্দর ডিজাইন সহ অনেক ফিচার্স যা আপনাকে ও আপনার সাইটের ইউজারদের দিবে একটি নতুন অভিজ্ঞতা।
থিমে মুলত যে ডিজাইন দেওয়া হয়েছে সেটি মুলত জাবা এন্ড্রয়েড সহ পিসিতেও সুন্দর করে ব্যবহার করা যাবে।
থিমের মাধ্যে সবচেয়ে বেশি যে কালার ব্যবহারিত হয়েছে সেটি হচ্ছে টিল কালার।
থিমটি একটি অসাধারন ডিজাইনের ব্লগ থিম যেটি দিয়ে আপনি ওয়াপকিজে ব্লগিং করতে পারবেন।

থিম সম্পর্কেঃ

থিমের নামঃ বিডি২৪ থিম
ভার্সনঃ v1.0.. +
ডিজাইনারঃ রাকিব মিয়া
স্টেটাসঃ ফ্রি!
ডেভেলপারের কথাঃ এই থিমটি আমি আপনাদেরকে কষ্ট করে তৈরি করে ফ্রিতে দিচ্ছি তাই কেউ থিমটি ডাউনলোড করে কোনো জায়গায় বিক্রি, বিতরন অথবা নিজের তৈরি বলে বিতরন করতে পারবেন না।
যদি আপনি থিমটি কোথাও বিতরন করেন তবে আমার ক্রেডিট দিবেন।

থিমের ফিচার্সঃ

  1. সুন্দর ডিজাইন
  2. অসাধারন হেডার ফুটার
  3. সুন্দর ড্যাসবোর্ড
  4. নতুন পোষ্ট সিষ্টেম সাথে স্ক্রিনশট যুক্ত করার সিষ্টেম।
  5. চ্যাটিং সিষ্টেম
  6. পোষ্ট শেয়ার সিষ্টেম
  7. ভবিষ্যতে আরো অনেক ফিচার যুক্ত করা হবে নতুন আপডেটের মাধ্যমে।
    তাই নতুন আপডেট পেতে সাথে থাকবেন।

ডাউনলোডঃ

আমি থিমটি গুগল ড্রাইভে রেখেছি আপনি খুব সহজেই ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন।
যদি আপনাদের থিমটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে গুগল ড্রাইভে লগই করে পরে ডাউনলোড করবেন।
Download
থিসের ডেমো দেখতে নিচের লিংকে যান।
Demo

সর্বশেষ কথাঃ

বন্ধুরা আমার আজকের থিমটি আপনাদের কেমন লাগলো তা জানিনা তবে আমি আশা করছি আমার আজকের থিসটি আপনাদের ভালো লাগবে।
কারন আমি আজকের থিমে আপনাদের কথা ভেবে খুবই সহজ ডিজাইন দিয়ে থিম তৈরি করেছি।
আপনার যদি এমন আরো সুন্দর কোনো থিম লাগে তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আমি আপনাকে থিম তৈরি করে দিতে চেষ্টা করবো।

Vpn এর কারণে বাংলাদেশ সার্ভারে account খুলতে পারছেন না?? দেখে নিন Free Fire এ বাংলাদেশ Server এ নতুন আইডি কিভাবে খুলবেন।

Posted:

ভিপিএন এ কানেক্ট করার কারণে বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার একাউন্ট খুলা যাচ্ছে না?

বাংলাদেশে ফ্রি ফায়ার গেইম ব্যান হবার পরে যারা গেইম খেলি সবাই খেলি ভিপিএন দিয়ে। এখন দেখা যায় ভিপিএন এ তো অন্য দেশ এ কানেক্ট করে গেইম খেলতে হয়। এখন আমরা যখন নতুন একাউন্ট খুলতে যাই তখন যেই দেশে ভিপিএন কানেক্ট করা থাকে সেই দেশের সার্ভারেই একাউন্ট খুলা হইয়া যায়। আর ভিপিএন অফ করে তো গেইমেই ঢুকা যায় না।
তো আসুন দেখি কিভাবে আমরা বাংলাদেশ সার্ভারে ঢুকবো।

প্রথমে আমাদের একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরেই পেয়ে যাবেন Fire Vpn লিখে সার্চ দিয়ে ডাউনলোড দিন


ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।


এখন আমাদের এখান থেকে singapur সার্ভার সিলেক্ট করতে হবে। তাই সিঙ্গাপুর সিলেক্ট করুন



Game ওপেন করুন। খেয়াল রাখবেন ভিপিএন কানেক্ট আছে কিনা।
ওপেন করে নতুন জিমেইল এ লগিন করুন


এর পর নিচের মত করতে থাকুন


এখন আপনাকে বলা হবে আপনি কোন সার্ভারে একাউন্ট খুলতে চান। এখান থেকে একটি সিলেক্ট করুন। আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন।


এইবার সেটিং এ দেখুন বাংলাদেশ সার্ভারে একাউন্ট হয়েছে।


আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel

The post Vpn এর কারণে বাংলাদেশ সার্ভারে account খুলতে পারছেন না?? দেখে নিন Free Fire এ বাংলাদেশ Server এ নতুন আইডি কিভাবে খুলবেন। appeared first on Trickbd.com.

How add 360° photos in facebook your profile? | কিভাবে 360° ফটো আপনার প্রোফাইলে এড করবেন? | 2021

Posted: 25 Nov 2021 12:03 AM PST

আজকে ফেইসবুকের অসাধারণ ট্রিক্স জানবো। যে কিভাবে ফেসবুকের কভার ফটো মধ্যে 360 ডিগ্রী ফটো বসাবেন। তার সাথে খুবই সহজে শিখতে পারবেন যে কিভাবে 360° ফটো বানানো হয়। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন। Photooxy.com


তারপর আপনার মনের ইচ্ছা মত তিনটি ফটো আপলোড করুন। চেষ্টা করবেন কিলিয়ার ফটো আপলোড করতে।

এবার ok বাটনে ক্লিক করুন।

আপনার মন মত হলে ফটোটা সেভ করুন।

তারপর আপনার ফেসবুকে প্রোফাইলে কভার ফটোতে ক্লিক।

আপনার সেভ করা ফটো টি সিলেক্ট করুন।

কাজ হয়ে গেছে। এখন যেকোন ইউজার আপনার প্রোফাইলে 360° ফটো দেখতে পারবে।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন। প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে ট্রিকবিডি এর সাথে থাকুন।
ধন্যবাদ সবাইকে

The post How add 360° photos in facebook your profile? | কিভাবে 360° ফটো আপনার প্রোফাইলে এড করবেন? | 2021 appeared first on Trickbd.com.

NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা’ [পর্ব – ০৩]

Posted: 25 Nov 2021 12:02 AM PST

🔴 No Spoiler
'বাংলা মাস্টারক্লাস সিনেমা'
পর্ব – ০৩
যাদের বাংলাদেশী সিনেমা নিয়ে এলার্জি আছে তাদের জন্য কিছু বাংলা মাস্টারক্লাস কিংবা প্রথম সারির সিনেমার লিস্ট।
লিস্টটা একান্তই আমার ব্যক্তিগত,যারা নিজের দেশের সিনেমাকে জানতে আগ্রহী তারা দেখতে পারেন সিনেমাগুলো।
প্রতিটি পর্বেই দশটি করে,মোট পাঁচটি পর্বে পঞ্চাশটি দারুন ছবির খোঁজ দেয়ার প্রচেষ্টা থাকবে।বেশিরভাগ সিনেমাই ইউটিউবে আছে।

🎬— 'চার সতীনের ঘর'
আমাদের সমাজের বেশ বড় একটা সমস্যা কে সোজাসাপ্টা সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক নার্গিস আক্তার।বলা যায়,এক প্রকার জোর করেই আমাদের সমাজ ব্যবস্থা এই সমস্যা কে সবসময় নারীদের দোষ হিসাবে ধরিয়ে দেয়।পারিবারিক ড্রামা জনরার ছবিটিতে চার সতীনের ভূমিকায় ছিলেন যথাক্রমে ববিতা,দিতি,ময়ূরী,শাবনূর।এই চারজনের ইমেজ,অভিনয় লেভেল অনুযায়ীই পরিচালক চুজ করেছেন।তাদের বিপরীতে ছিলেন আলমগীর,এবং ছোট বউয়ের প্রেমিক চরিত্রে মাহফুজ।
আই.এম.ডি.বি : ৬.৪/১০
ব্যক্তিগত : ৮/১০

🎬— 'মোল্লা বাড়ির বউ'
আরেকটি কুসংস্কারের উপর বেসড করে সাজানো গল্প।সিনেমাটি শুধু দর্শক নন্দিতই নয় বরং সর্বমহলে প্রশংসিত।সালাউদ্দিন লাভলুর ভাল ভাল নাটক আমরা দেখেছি,তারই একমাত্র সিনেমা,মুক্তির বছর সর্বোচ্চ আয় করা সিনেমাও।গল্পে কুসংস্কারের রেশ যে একটা পরিবার,কতগুলো সম্পর্ক নষ্ট করে দিতে পারে সেটা গল্পের লেখক এ.টি.এম শামসুজ্জামান বেশ জোরালো ভাবেই বুজিয়েছে।অসাধারন মেকিং,ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মিউজিক,এবং হাস্যরসে ভরা এই ছবিতে পাল্লা দিয়ে অভিনয় করেছে মৌসুমী,শাবনূর,রিয়াজ,প্রান রায় এবং এ.টি.এম শামসুজ্জামান।বলা যায় দুই নায়িকা এবং নায়কের অন্যতম অভিনয় নির্ভর সিনেমাও।পুরো ছবিই আপনাকে আনন্দে রাখবে,কিন্তু শেষের টুইস্টের জন্য যেন প্রস্তুতই ছিলাম না।
আই.এম.ডি.বি : ৭/১০
ব্যক্তিগত : ৮/১০

🎬— 'শাস্তি'
রবীন্দ্র গল্প প্রথমবারের মতো পর্দায় আসে শাস্তি সিনেমার মাধ্যমে।এর গল্পটাই অসাধারণ,তবে শাস্তি নামটা আর শেষের শাস্তিটার রেশ কাটতে আপনার বেশ সময় লাগবে।সিনেমাটা দেখার পর আমরা অনেকেই সম্পর্কের ক্ষেত্রে শব্দচয়নে বেশ যত্নশীল হবো।এখন অবধি পূর্নিমার সেরা কাজ,সাথে রিয়াজ,ইলিয়াস কাঞ্চন,চম্পারও দারুন অভিনয়।ন্যাশনাল এ্যাওয়ার্ড মিলে গিয়েছিল দুখিরাম ও রাধা চরিত্রের ইলিয়াস কাঞ্চন এবং চম্পার।এই সিনেমার সবথেকে ভাললাগার দিক গল্পটা যেমনি,ঠিক তেমনি প্রেজেন্ট করা হয়েছে।
আই.এম.ডি.বি : ৭.৬/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'শুভা'
'শুভা'একজন বোবা মেয়ে,এই বোবা মেয়ের গল্পই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার শুভা গল্পে।আর তার সাকসেস পর্দা উপস্থাপন করেছেন চাষী নজরুল ইসলাম।এটিই আমার কাছে,শাকিব খানের একমাত্র কর্মাশিয়াল জনরার বাইরে গিয়ে অভিনয় করা সিনেমা।প্রতাপ চরিত্রে তাকে বেশ ভালই লেগেছে।শান্ত,স্থির,কথাহীন এক সুন্দরী তরুনীর ভূমিকায় পূর্নিমাও ঠিকঠাক।
আই.এম.ডি.বি : ৮.৫/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— 'চন্দ্রকথা'
'তুমি বাসো কিনা,আমি তা জানিনা।ভালবাসো কিনা,তাও আমি জানিনা।'এই গানটি আমার বেশ আগে থেকেই পছন্দ।পরবর্তীতে গানটি শুনলাম চন্দ্রকথা সিনেমায়।হুমায়ূন আহমেদ এই গল্পটাও বেশ যত্ন নিয়ে লিখেছেন,এবং এর পর্দা উপস্থাপনও বেশ ভাল।আসাদুজ্জামান নূর,শাওন,ফেরদৌস,আহমেদ রুবেল,চম্পা এরা বেশ ভালই অভিনয় করেছে।একটা সহজ-সরল গল্পকে কিভাবে এলোমেলো করে দেয়া যায় সেটা হুমায়ূন আহমেদ বেশ ভালভাবেই জানত।এই সিনেমার গানগুলো সবই বেশ পছন্দের।
আই.এম.ডি.বি : ৭.৬/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'আগুনের পরশমনি'
যুদ্ধের প্লটে যদি দারুন গল্প,দারুন উত্তেজনার,দারুন পারিবারিক ড্রামার সিনেমা খোঁজা হয় তাহলে আগুনের পরশমনি বেস্ট,শুধু যুদ্ধেরই নয় সিনেমা হিসাবেও বেস্ট।গল্পে যুদ্ধের সময়ের একটা পরিবারের অবস্থা উঠে এসেছে,উঠে এসেছে সেই সময়ের অবস্থাও।ছবিটা যতবারই দেখেছি,ততবারই মনে হয়েছে এটা সিনেমা নয় যেন আমিই এই পরিস্থিতিতে ডুকে পড়েছি।এই ছবির নাম ছোটবেলায় মনে থাকত না,শুধু মনে থাকত একটা ছোট মেয়ে ডিমের খোসার উপর মানুষের ছবি আকঁত।সবাই যে যার চরিত্রে সেরাটা দিয়েছে।উপন্যাসের মতোই পারফেক্ট নির্মান ছিল।অভিনয় করেছিলেন,আসাদুজ্জামান নূর,বিপাশা হায়াত,শীলা আহমেদ,আবুল হায়াত,ডলি জহুর।
আই.এম.ডি.বি : ৯.১/১০
ব্যক্তিগত : ৯.৫/১০

🎬— 'নিরন্তর'
নিরন্তর সিনেমায় শাবনূরকে যখন কাস্ট করা হয়,তখন অনেকেই বলেছিল শাবনূর এরকম অফ ট্রাক গল্পে ভাল করবে না।কিন্ত একজন প্রাইভেট পতিতার চরিত্রে শাবনূর একদম তার অচেনা রুপ দেখিয়েছে।খদ্দেরের বিছানায় সে কি কারিশাম,আবার এই মেয়েটিই সংসারে ফিরে শান্ত বহমান নদীর মতো চুপচাপ।হুমায়ূন আহমেদের অন্যসব উপন্যাসের মতো এটায় খুব আবেগ রাখেনি,তবে জীবনের যে নিষ্টুরতা,বাস্তবতা যে কারও জীবনের নরম অনুভূতি গুলো কেড়ে নেয়,সেটা সে লেখায় ভালই বুজিয়েছে।এবং সিনেমাটি বাংলাদেশ থেকে অস্কারে নমিনেশন পেয়েছিল।
আই.এম.ডি.বি : ৬.৮/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— 'জয়যাত্রা'
যুদ্ধের প্লটের আরেকটা টানটান উত্তেজনার সিনেমা।একটা ছাউনি দেয়া নৌকায় কতগুলো পরিবারের সদস্যদের ঠাঁই হয়।কত ধর্ম,বর্ণ,মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সব এক হয়ে গিয়েছিলো একটি নৌকায়।সিনেমার প্রত্যেকটা দৃশ্য জীবন্ত,দৃশ্য কথা বলে।অসাধারন এই সিনেমার গল্প লিখেছেন আমজাদ হোসন,পরিচালক ছিলেন তৌকির আহমেদ।সম্ভবত এই সিনেমায় ই এতগুলো পরিচিত মুখের একসাথে দেখা মিলেছিল।অভিনয় করেছিলেন,মাহফুজ আহমেদ,বিপাশা হায়াত,আজিজুল হাকিম,তারিক আনাম খান,আবুল হায়াত,রোমানা,চাঁদনী,শাহেদ শরীফ,ইনতেখাব দিনার,জয়ন্ত চট্টোপাধ্যায়,মোশাররফ করিম,নাজৃা আনোয়ার,শামস সুমন,হুমায়ুন ফরিদী।
আই.এম.ডি.বি : ৮.৩/১০
ব্যক্তিগত : ৯.৫/১০

🎬— 'শ্যামল ছায়া'
যুদ্ধের আরেকটা ফাইনেস্ট মুভির তালিকায় থাকা একটি।জয়যাত্রার মতো এখানেও গল্প আগাবে একটি ইঞ্জিন চালিত নৌকায়,তবে একটু আলাদা ভাবে।এখানে কিছু ভিন্ন রঙে জীবনকে চেনা যাবে।শেষের টুইস্টটুকু সত্যিই কমপ্লিট একটা গল্পের মতো মানিয়ে দিয়েছে।অভিনয় করেছিল শাওন,আহমেদ রুবেল,রিয়াজ,তানিয়া আহমেদ,হুমায়ূন ফরিদী।
আই.এম.ডি.বি : ৮.৫/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'কাল সকালে'
আগেই বলেছিলাম আমজাদ হোসেন মানেই কনটেন্টের গুরু।একটি গ্রাম্য সহজ-সরল,বোকা-সোকা মেয়ের যে কি পরিমান ট্রাজেডি সইতে হয় সেটা সে এই গল্পে ভালই তুলে ধরেছে।গল্পের 'মালতী' চরিত্রটা যেন সমাজের নিরব ধর্ষকদের অত্যাচারের প্রতীক।পুরো গল্পটাকেই একা টেনে নিয়ে গেছে শাবনূর।এবং এই সিনেমাটি চিত্রনায়িকা শাবনূরের সবথেকে প্রিয় সিনেমা।
আই.এম.ডি.বি : ৭.৪/১০
ব্যক্তিগত : ৮/১০

টু বি কন্টিনিউ. . . . .

The post NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা' [পর্ব – ০৩] appeared first on Trickbd.com.

NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা’ [পর্ব – ০২]

Posted: 25 Nov 2021 12:02 AM PST

🔴 No Spoiler
'বাংলা মাস্টারক্লাস সিনেমা'
পর্ব – ০২
যাদের বাংলাদেশী সিনেমা নিয়ে এলার্জি আছে তাদের জন্য কিছু বাংলা মাস্টারক্লাস কিংবা প্রথম সারির সিনেমার লিস্ট।
লিস্টটা একান্তই আমার ব্যক্তিগত,যারা নিজের দেশের সিনেমাকে জানতে আগ্রহী তারা দেখতে পারেন সিনেমাগুলো।
প্রতিটি পর্বেই দশটি করে,মোট পাঁচটি পর্বে পঞ্চাশটি দারুন ছবির খোঁজ দেয়ার প্রচেষ্টা থাকবে।বেশিরভাগ সিনেমাই ইউটিউবে আছে।

🎬— 'ওরা এগারো জন'
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম বাংলা সিনেমা।এই সিনেমায় মুক্তিযুদ্ধের কাহিনীকে সবথেকে নিছকভাবে দেখানো হয়েছে,কেননা প্রত্যেকটা কলাকৌশলীই ছিলেন,যুদ্ধের সময়ের এবং বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিলেন।পুরো সিনেমা জুড়েই টেনশন কাজ করবে।আর চাষী নজরুল ইসলাম তার সুনিপুণ হাতে এর নির্মান করেছিলেন।অভিনয় করেছিলেন খসরু,রাজ্জাক,শাবানা,নতুন।
আই.এম.ডি.বি : ৮.৮/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'
রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সিনেমাটিতেই সম্ভবত আমার দেখা প্রথম বাংলা সিনেমা,যেখানে নারীর নিজস্ব একটা আইডিন্টি রয়েছে,সেটাকে পুঁজি বানিয়ে গল্প বুনেছে।সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন শাবানা,রাজ্জাক,বুলবুল আহমেদ।
আই.এম.ডি.বি : ৮.৮/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'আনন্দ অশ্রু'
আমাকে যদি কেউ প্রশ্ন করে,বাংলা সিনেমার প্রিয় তিনটি রোমান্টিক সিনেমার নাম বলো,তাহলে আমি আনন্দ অশ্রুর নাম নিবো।'খসরু' আর 'দোলা' র নিছক ভালবাসার সেই করুন পরিনতি নাইন্টিন কিডস থেকে শুরু করে বর্তমান জেনারেশনও পছন্দ করেছে।সম্ভবত এই সিনেমার গানগুলোই বর্তমান শিল্পীরা সবথেকে বেশি কভার করেছে এখন অবধি।এই সিনেমা না দেখলে বুজতেই পারতাম না,ক্লাস এইট/নাইনে পড়ুয়া একটা মেয়ে কতটা ম্যাচিউরড অভিনয় করতে পারে।
আই.এম.ডি.বি : ৮/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'অবুজ হৃদয়'
এখন অবধি ত্রিভুজ প্রেমের গল্পে সেরা কাজের ভেতর অন্যতম একটা কাজ মনে হয় অবুজ হৃদয় কে।মাঝেমধ্যে গল্পে প্রেমকে ছাড়িয়ে গেছে বন্ধুত্বের অনুরাগ।এই সিনেমার 'তুমি আমার জীবন' গানের লোকশন,কোরিওগ্রাফি তখনকার সময়ের তুলনায় বেস্ট।
সিনেমায় অসাধারণ অভিনয় করেছিল জাফর ইকবাল,ববিতা,চম্পা।
আই.এম.ডি.বি : ৬.৮/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— 'মনের মাঝে তুমি'
যে সিনেমার মাধ্যমে পূর্নিমা দামী তারকা বনে যান,সেটি মনের মাঝে তুমি।ভারত-বাংলাদেশের জয়েন্ট ভেনচারের এই একটা মাত্র কাজই আমার সবসময় এগিয়ে রাখতে ভাল লাগে।মিষ্টি প্রেম আর অসাধারণ মিউজিকের সমন্বয়ে তৈরী সিনেমাটি সেরা দশ রোমান্টিক বাংলা সিনেমায় জায়গা পাবে।এই সিনেমার পরই বাংলা সিনেমায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল রিয়াজ-পূর্নিমা জুটিও।এছাড়াও একটি বিশেষ চরিত্রে ছিলেন জিশু সেনগুপ্ত।
আই.এম.ডি.বি : ৭.১/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— 'বাঙ্গলা'
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে ঘিরে আরেকটি মাস্টারক্লাস সিনেমা।আহমেদ ছফার উপন্যাস 'অঙ্কার' অবলম্বনে তৈরী এই সিনেমায়,ভাষা এবং মুখের কথা যে কতটা দামী সেটা হাড়েহাড়ে টের পাওয়া যায়।আর এজন্যই আমাদের সাহসী যোদ্ধার স্বাধীনভাবে কথা বলতে যুদ্ধ করেছিলেন।সিনেমায় অসাধারণ একটা আপস এন্ড ডাউন কেমিস্ট্রি তৈরী করেছিল মাহফুজ আহমেদ ও শাবনূর।শাবনূর যে কি পরিমান ভাল অভিনেত্রী সেটা এই সিনেমা না দেখলে অনেকটাই অজানা রয়ে যাবে।শেষ দৃশ্যটার জন্য খুব খারাপ লেগেছিল।এত সুন্দর একটা গল্পের জন্য আহমেদ ছফাকে একটা বড়সড়ো ধন্যবাদ দিতেই হয়।
আই.এম.ডি.বি : পাওয়া যায়নি।
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'শ্রাবন মেঘের দিন'
পুরো চঞ্চলতায় ঘেরা একটা গল্প মেঘের দিনের মতো অন্ধকার হয়ে যায় শ্রাবন মেঘের দিন সিনেমায়।শাওনের করা প্রতিটি চরিত্রই ভীষন প্রিয়,তবে 'কুসুম' চরিত্রটার প্রতি আলাদা একটা টান আছে।অভিনয়ে কেউ কারও থেকে কম যাননি জাহিদ হাসান এবং মাহফুজ আহমেদ।যদিও এই গল্পের প্রধান চরিত্র 'সাহানা',যারা বইটি আগে পড়েছেন তারা সেটা বুজতে পেরেছেন আগেই। কিন্তু পর্দায় ত্রিভুজ প্রেমকে বেশি ফোকাসড করায় সিনেমায় চরিত্রটা আড়ালেই থেকে যায়।কিন্তু শাওনের থেকে এই সিনেমায় মুক্তি আরও বেশি ভাল অভিনয় করেছে।
আই.এম.ডি.বি : ৮.৫/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— 'দুই দুয়ারী'
রহস্য মানবের দেখা মিলেছিল পর্দায় দুই দুয়ারী সিনেমার মাধ্যমে।একজন রহস্য মানব অদ্ভুতভাবে এক ভদ্রলোকের গাড়ির সামনে এসে পড়ে,এবং পরবর্তীতে তার বাড়িতে স্থান পায় আশ্রয় হিসাবে।রহস্য মানব,এক জোড়া তরুন-তরুনীর প্রেম দুটো বিষয় মিলিয়ে আমার কাছে দারুন ছিল।রিয়াজ,মাহফুজ বরাবরই সাহিত্য নির্ভর সিনেমায় ভাল।এই ছবিতেও তারা ভাল করেছে,আর সঙ্গে শাওন।
আই.এম.ডি.বি : ৭.৮/১০
ব্যক্তিগত : ৮/১০

🎬— 'নয় নাম্বার বিপদ সংকেত'
হুমায়ূন আহমেদ রহস্য মানবের জন্ম দিয়ে সেটার নামও দিয়েছিল।কিন্তু রহস্য মানবীও জন্ম দিয়েছিল তবে সেভাবে নাম দেননি।এই সিনেমায় একটি বাড়িতে হাজির হয় এক অদ্ভুত তরুনী।যদিও এই সিনেমাকে হুমায়ূন স্যার নিজেই অর্থহীন বলেছিল।গল্পটা অর্থহীনই,তবে আমার দেখা এখন অবধি সেরা কমেডি ফিল্ম।সিনেমায় অভিনয় করেছিলেন তানিয়া আহমেদ,দিতি,ফারুক আহমেদ,জয়ন্ত চট্টোপাধ্যায়,রহমত আলী।
আই.এম.ডি.বি : ৭/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— 'না বলো না'
চিঠির প্রেমগুলা বরাবরই আমার কাছে একটু ফ্রেস লাগে।তার সাথে যদি থাকে অসাধারন গান আর টুইস্ট।অসাধারন একটা ভালবাসার গল্প বেশ জটিলতার সাথেই উঠে আসবে গল্পে।সীমলা এবং রিয়াজ দুজনকেই পারফেক্ট জুটি হিসাবে লাগছে।যদিও এই জুটিটা এরকম একটা সিনেমা করার পরও আর কোন সেরকম আলোচিত সিনেমার জন্ম দেয়নি।এছাড়াও ছিলেন ফেরদৌস,সোমা।
আই.এম.ডি.বি : ৬.৮/১০
ব্যক্তিগত : ৮/১০

টু বি কন্টিনিউ. . . . .

The post NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা' [পর্ব – ০২] appeared first on Trickbd.com.

২০২২ সালে ১ম এ 5G চালু, শুরুতে মিলবে যেসব জায়গায়

Posted:

'ডিজিটাল বাংলাদেশ দিবসে' এই নেটওয়ার্ক চালু হলেও সকল মোবাইল ফোন অপারেটর সব জায়গায় সেবা দিতে পারবে না।

প্রাথমিকভাবে রাজধানীর কয়েকটি এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৫-জি মিলবে।

দেশে সবার আগে ৫-জি নেটওয়ার্ক চালু করার সুযোগ পাচ্ছে কেবল রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

ঢাকার কয়েকটি বিশেষ স্থাপনার পরে আগামী বছরে ২০০টি গুরুত্বপূর্ণ সাইট বা টাওয়ারে এই সেবা চালু করবে অপারেটরটি।

তবে ২০২২ সাল নাগাদ বেসরকারি অন্য অপারেটরগুলোও ৫-ভজি চালু করতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রথমে জাতীয় গুরুত্পূর্ণ কিছু স্থাপনায় ৫-জি চালুর পরিকল্পনা করা হয়েছে।

এসব স্থাপনার মধ্যে রয়েছে- বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় ও ধানমণ্ডি ৩২ নম্বর।

এ ছাড়া টুঙ্গিপাড়া ও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই সেবা চালুর কথা ভাবা হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি

বর্তমানে দেশে ১৪টি মোবাইল ফোন তৈরির কারখানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে ৫-জি ফোন তৈরির সক্ষমতা রয়েছে সবগুলো প্রতিষ্ঠানের।

সময় হলেই ৫-জি ফোন তৈরি করবে বলে জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

এ নিয়ে আমরা খুবই আশাবাদী।

এ বিষয়ে মোবাইল ফোন উৎপাদকদের সংগঠন, বিএমপিআইএর সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ বলছেন, দেশে ৫-জি সেবা চালু হলে মোবাইল ফোন নির্মাতারাও তেমন ফোনসেট তৈরি শুরু করবে।

এ ক্ষেত্রে সবশেষ তথ্য অনুযায়ী, কয়েকটি কারখানায় আগামী বছর ৫-জি ফোনের উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

৪-জি আর ৫-জি সেটের বেলায় দামের খুব একটা পার্থক্য হবে না বলে মনে করা হচ্ছে।

The post ২০২২ সালে ১ম এ 5G চালু, শুরুতে মিলবে যেসব জায়গায় appeared first on Trickbd.com.

যেকোন জায়গায় Stylish Fonts দিয়ে লিখুন ও মেসেজ করুন | Free Fire এও স্টাইলিশ নাম দিন

Posted:

আজকে আমি আপনাদের সাথে এমন একটি কিবোর্ড শেয়ার করব, যার মাধ্যমে যেকোন জায়গায় আপনারা বিভিন্ন ফোন্ট এর মাধ্যমে লেখালেখি করতে পারবেন আবার মেসেজ পাঠাতে পারবেন। যাকে পাঠাবেন সেও একেই ফন্ট দেখবে।
তাছাড়া আপনারা ফ্রি ফায়ারে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম দেখতে পান তা আপনারা এই কিবোর্ডের মাধ্যমেই দিতে পারবেন।
তো চলুন দেখি কিবোর্ড টি কেমন।
প্রথমে প্লে স্টোরে যান।

এই অ্যাপ টি ডাউনলোড করুন

ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।
ওপেন করে সেটাপ করতে হবে।


এই অপশন টি অন করে দিন


এখানে ফোন্টস কিবোর্ড সিলেক্ট করে অন করে দিন


এখানে বিভিন্ন ভাষা আছে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন

এইযে দেখুন ফোন্ট ব্যবহার করে কিছু লেখা।

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel

The post যেকোন জায়গায় Stylish Fonts দিয়ে লিখুন ও মেসেজ করুন | Free Fire এও স্টাইলিশ নাম দিন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments