ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে |
- ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে
- ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার]
- Tik tok new trending 3D Zoom effect tutorial with bangla ।
- Techmag টেকম্যাগ স্টাইল wapkiz টেমপ্লেট ডাউনলোড করে নিন
- AdSense আসলে কি? Google আমাদেরকে কেন টাকা দিবে? (বিস্তারিত গাইড)
- ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়েন, ফেসবুক পেজ তৈরি করুন অ্যান্ড্রয়েড ফোন এর সাহায্যে (স্ক্রিনশট সহ)?
- আপনি কি অনলাইনে টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করছেন? তাহলে আপনার জন্যই এই আর্টিকেল!
- [Phishing/Termux] ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক [Hack facebook account with phishing method ]
- স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন
ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে Posted:
কীভাবে করবেনঃপ্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অপেন করুন।তারপর “Change extension of files haven given extension to new extension” এ ক্লিক করুন মানে ৩ নাম্বারটাকে ক্লিক করুন। তারপর সিলেক্ট ফোল্ডার (select Folder) এ ক্লিক করে যে ফোল্ডারটির ফাইলগুলো চেন্জ করবেন সেটি সিলেক্ট করুন। উপরের প্রথম বক্সে আপনার ফাইলগুলোন ফরম্যাট যেটি ছিল সেটি দিন। ২ বক্সে নতুন যে ফরম্যাটে নিতে চান সেটি দিন। তারপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান। তারপর একটি কনফার্ম ডায়ালগ আসবো সেখানে Ok তে ক্লিক করুন।
ফোল্ডারে গিয়ে দেখুন সবগুলোর ফরম্যাট চেইন্জ হয়ে গেছে। বন্ধু আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে। আশা করি ভালই লেগেছে কারন আপনাদের কে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। The post ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com. | ||||
ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার] Posted:
The post ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার] appeared first on Trickbd.com. | ||||
Tik tok new trending 3D Zoom effect tutorial with bangla । Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে tiktok 3D Zoom ভিডিও বানানো হয়। তার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপস প্রথমটি abeg দ্বিতীয়টি capcut আমি ডাউনলোড লিংক নিচে দিয়ে রাখবো। তো বেশি কথা না বলে কাজে আশি। প্রথম abeg অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন। এখন ওপেন করবো। এখন ৬ টি অপশন পাবেন ১ম টা গ্যালারি থেকে ছবি নিয়ে ।২য় টা অনলাইন কিছু ছবি পাওয়া যায় ৩য় কিছু কালার দেখতে পাবেন। আর বাকি গুলো তেমন দরকারি না। আমি ১ম টা গ্যালারি থেকে ছবি নিচ্ছি। এখন আপনি চাইলে ছবি তোলে কাজ করতে পারবেন। আমি gallery থেকে নিচ্ছি। এখানে লিখুন। এখানে ডাবল ট্যাপ করেন তারপর আপনি যা লিখবেন সেটাই দেখাবে। এখানে আপনি অনেক কিছু পাবেন আপনার পছন্দের মতো করে স্টাইল করে নিবেন।তারপর ছবিটা সেইভ করে নিবেন । এখন চলে যাবো capcut app এ New project ক্লিক করবো । আপনার যতগুলো ছবি দরকার ততগুলো নিয়ে নিবেন।
এখানে দেখতে পাচ্ছে 3D Zoom pro. এইটাও ক্লিক করবেন। এখন আপনি যত গুলো ছবি নিবেন ততগুলো ছবি ক্লিক করে 3D zoom pro স্টাইল টা add করে নিবেন।
Demo
তো আজ এই পর্যন্তই । লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। The post Tik tok new trending 3D Zoom effect tutorial with bangla । appeared first on Trickbd.com. | ||||
Techmag টেকম্যাগ স্টাইল wapkiz টেমপ্লেট ডাউনলোড করে নিন Posted: বন্ধুরা আজকে আরো একটি wapkiz টেমপ্লেট নিয়ে আসলাম নাম Techmag wapkiz theme. আপনারা হয়তো techmag ব্লগার টেমপ্লেটটিকে চিনেন। হ্যা খুবই সুন্দর ও আকর্ষনিয় রেস্পন্সিব ব্লগার টেমপ্লেট। এবার এই ব্লগার টেমপ্লেটটিকে আপনাদের জন্য wapkiz থিমে রুপান্তর করেছি যাতে আপনারা আপনাদের ওয়াপকিজ ব্লগ সাইটে ব্যবহার করতে পারেন। টেকম্যাগ একটি পেশাদার ব্লগিং টেমপ্লেট। থিমটি ওয়াপকিজে ব্লগিংয়ের জন্য উপলব্দ। আপনি এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। থিমটি রোস্পন্সিব থিম এখানে মোবাইল ও পিসি দুটো ভার্সনই আছে। থিমটি সম্পূর্ন মোবাইল ফ্রেন্ডলি একটি পেশাদার ব্লগ টেমপ্লেট। থিমের বৈশিষ্ট সমুহঃ
থিমের কিছু ডেমোঃহেডারঃথিমের হেডারটি দেখতে নিচের মতো এটি মোবাইলে দেখাবে এমন আর পিসিতে দেখাবে এমন। সাইডবারঃ থিমের সাইডবারটি দেখতে নিচের মতো। হোমপেইজঃ থিমের হোমপেইজ চিত্রটি দেখতে এমন সাথে আছে ট্রেন্ডিং পোষ্ট সিষ্টেম।
ডাউনলোডঃথিমটি যদি আপনার পচন্দ হয় তবে বিনামূল্যে ডাউনলোড করে নিন। গুগল ড্রাইভ লিংকঃDownload বিশেষ কথাঃএকটি থিম ক্লোন করতে বা বানাতে আমাদের অনেক কষ্ট শ্রম মেধা ও টাকার একটা প্রয়োজন পড়ে। একটি থিম ক্লোন বা বানাতে আমাদের প্রায় ১ থেকে ২দিন সময় লেগে যায়। আর তার সাথে কষ্ট সময় তো ব্যায় হয়েই। এসব বড় ব্যাপর না বড় ব্যাপার হচ্ছে আমাদের থিম তৈরির জন্য দিতে হয় প্রচুর মেধাশ্রম। তাই থিম ক্রিয়েটরের প্রতি সম্মান রেখে আপনারা প্লিজ থিমটি ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দিবেন না। অথবা আপনার সাইটে ডাউনলোড করার জন্য আপলোড করবেন না। উপসংহারঃথিমটি সম্পূর্ন এসইও ফ্রেন্ডলি একটি রেস্পন্সিব থিম যেটি আপনি ওয়াপকিজে ব্লগ সাইট খুললে ব্যবহার করতে পারেন। কারন থিমটি অতন্ত্য সুন্দর একটি থিম। The post Techmag টেকম্যাগ স্টাইল wapkiz টেমপ্লেট ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com. | ||||
AdSense আসলে কি? Google আমাদেরকে কেন টাকা দিবে? (বিস্তারিত গাইড) Posted: 18 Nov 2021 12:08 AM PST আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। গুগল এডসেন্স আসলে কি?কেন আমরা গুগল এডসেন্স সম্পর্কে জানব? গুগল কেন আমাদেরকে টাকা দিবে? এই সকল বিষয়বস্তু গুলো নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত নলেজ বা জ্ঞান অর্জন করতে চান তাহলে, অন্ততপক্ষে আমাদের আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইল। গুগল এডসেন্স অনলাইন জগতে সবচেয়ে বড় একটি নেটওয়ার্ক। গুগল এডসেন্স এর মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। শুধুমাত্র গুগল এডসেন্স থেকে অনেকে লক্ষাধিক টাকা প্রতি মাসে আয় করতে পারে। এমনকি তার চেয়েও আরো বেশি অধিক পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। তবে আনুমানিক এমন লোক খুজে পাওয়া যায় যারা, শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে 10 লাখ টাকার উপর ইনকাম করতে পারে। তাই আমরা আজকের এই আর্টিকেলে জনপ্রিয় এই গুগল এডসেন্স নেটওয়ার্ক, সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে, বিস্তারিত জেনে নেওয়া যাক এখনই। গুগল এডসেন্স আসলে কিঃ গুগল এডসেন্স গুগলের একটি প্রোডাক্ট। যার মাধ্যমে যে কেউ চাইলে ইনকাম করতে পারবে। গুগলের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন রয়েছে যেগুলো, আপনি আমি অথবা যে কেউ চাইলেই, গুগলের বিজ্ঞাপন গুলো এডসেন্সের মাধ্যমে নিয়ে ইনকাম করতে পারব। গুগোল অ্যাডসেন্সে প্রায় 500 ক্যাটেগরি এর বেশি বিজ্ঞাপন পাওয়া যায়। সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্কের অন্যতম একটি নেটওয়ার্ক হল গুগল এডসেন্স। এই গুগল এডসেন্স থেকে, আপনি আমি সকলেই গুগলের বিজ্ঞাপন গুলো সংগ্রহ করতে পারব। তবে একটি বিষয় মনে রাখবেন যে, গুগল এডসেন্স থেকে আপনি যদি ইনকাম করতে চান সে ক্ষেত্রে, আপনার বয়স অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে। কেন আমরা গুগল এডসেন্স সম্পর্কে জানব?গুগল এডসেন্সঃ আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করতে চান, তার জন্য আপনার গুগল এডসেন্স সম্পর্কে জানা জরুরী। অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে, অবশ্যই আপনার গুগল এডসেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। গুগল এডসেন্স ছাড়া আপনি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবেন না। যদিও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তবে, বেশিরভাগ লোকই গুগল এডসেন্স এর সাহায্যে, ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারে। তাছাড়া আপনি যদি কোন ওয়েবসাইট থেকে টাকা আর্নিং করতে চান তাহলে, আপনার প্রথম ওয়েব সাইটের ইনকাম টা গুগল এডসেন্স শুরু করতে পারে। তবে যে গুগল এডসেন্স থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি চাইলে কিন্তু গুগল এডসেন্স বাদে অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে বেশিরভাগ লোকই টাকা ইনকাম করার শুরুটা, গুগল এডসেন্স দিয়ে করতে চাই। আর তাছাড়া গুগল এডসেন্স সম্পর্কে আমাদের জানার অন্যতম আরেকটি বিশেষ কারণ হলোঃ গুগল এডসেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। আর আমরা যারা গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করব, তাহলে আমরা হবো এখানকার পাবলিশার।গুগলের বিজ্ঞাপন গুলো আমরা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কারণেই, আমরা হব পাবলিশার। আর গুগোল অ্যাডসেন্সে বিজ্ঞাপন দেখে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায়। একই কারণে, অর্থাৎ ইনকাম করার খাতিরে গুগল এডসেন্স সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। এখনো অনেক লোক রয়েছে যারা শুধুমাত্র গুগল এডসেন্স থেকেই 10 লাখ টাকার ওপরে প্রতি মাসে আয় করতে পারে। আপনি হয়তো জেনে অবাক হচ্ছেন তাইনা! তবে বাস্তবে এটা কিন্তু সত্য যে, গুগল এডসেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। গুগল এডসেন্স থেকে আমরা যদি টাকা ইনকাম করতে চাই তাহলে, কমপক্ষে আমাদের বয়স 18 বছর হতে হবে। উপরোক্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট এই কথাই প্রমাণ পাই, ইনকাম করার জন্য অবশ্যই আমাদের, গুগল এডসেন্স সম্পর্কে ধারণা থাকা জরুরি। গুগোল কেন আপনাদেরকে বা আমাদেরকে টাকা | ||||
Posted: 18 Nov 2021 12:08 AM PST আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে একটি পরিপূর্ণ পেজ তৈরি করা যায়? আজকে আমরা এই বিষয়বস্তু গুলো নিয়ে আলোচনা করব। যদিও ফেসবুক পেজ আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে। এমনকি বর্তমান সময়ে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। আপনারা চাইলে ফেসবুকে প্রফেশনাল একটি পেস্ট তৈরি করে টাকা ইনকাম করতে পারেন। প্রচুর পরিমাণে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়। অনেকেই শুধুমাত্র ফেসবুক পেজ থেকে লক্ষাধিক টাকা ইনকাম করে থাকে। ফেসবুকে একাধিক ইনকাম করার উপায় থাকলেও, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম অন্যতম একটি জনপ্রিয় পদ্ধতি। যে কেউ চাইলেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারে। তবে কমপক্ষে আপনার বয়স 18 হলেই ফেসবুক আপনাকে টাকা ইনকাম করার সুযোগ দিবে। তাই আজকের এই আর্টিকেলে আমরা শিখব, এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়? (স্ক্রিনশট সহ) যদি বিষয়টি বিস্তারিত জানতে চান অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। কেন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন? ফেসবুক পেজ তৈরি করে কোন লাভ আছে কি?ফেসবুক পেজ তৈরি করে লাভঃ আগেই বলেছি ফেসবুক পেজ তৈরি করে বর্তমানে, টাকা ইনকাম করা অসম্ভবের কিছু নয়। আপনি চাইলে, আপনার যেকোন ব্যবসা বিজনেস ইত্যাদি ফেসবুক পেজের মাধ্যমে বড় করতে পারেন। নতুবা কোনো ছোটখাটো কাজকর্ম আপনারা ফেসবুক পেজের মাধ্যমে বড় করতে পারেন। ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? তাহলে কিন্তু আপনি চাইলেই একটি ফেসবুক পেজ তৈরি করে, সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এই ফেসবুক পেজ দিয়ে! ঠিক তেমনিভাবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা খুশি অনুযায়ী, যেকোনো ধরনের ছোটখাটো ব্যবসা ইত্যাদি কাজে লাগাতে পারবেন, এই ফেসবুক পেজ দিয়ে। এন্ড্রয়েড ফোন দিয়ে কি ফেসবুক পেজ তৈরি করা সম্ভব?ফেসবুক পেজঃ আপনি যদি এন্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক পেজ তৈরী করতে চান তাহলে, অবশ্যই আপনি তৈরি করতে পারবেন ফেসবুক পেজ। কিন্তু প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করতে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হয়। আর এমনিতেও আপনারা চাইলেই, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে, ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি পেজ তৈরি করতে পারবেন। যে কেউ চাইলেই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি ফেসবুক পেজ সহজে তৈরি করতে পারে। তো চলুন বন্ধুরা এখন আমরা স্ক্রিনশটসহ কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে একটি পেজ তৈরি করব?এই বিষয়বস্তুগুলো নিয়ে জেনে নিই। ফেসবুক পেজ অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে, ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনের সাহায্যে তৈরি করার নিয়ম? (স্ক্রীনশট সহ)ফেসবুক পেজ তৈরি করার নিয়মঃএখন আপনি যদি ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি পেজ তৈরি করতে আগ্রহী হন তাহলে, প্রথমে আপনাকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন টা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। বোঝার জন্য নিচের স্ক্রীনশটএর চিহ্নিত অংশের দিকে খেয়াল করুন।![]() উপরের ছবিটির চিহ্নিত অংশ ক্লিক করলেই নতুন একটি ড্যাশবোর্ড আকারের আপনার একাউন্টি শো হবে। আপনার একাউন্টের যাবতীয় দেশগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আপনি পেজ অপশনে বা বাটনে ক্লিক করুন। বোঝার জন্য নিচের স্ক্রিনশটের চিহ্নিত জায়গাটি লক্ষ করুন। ![]() আশা করি আপনারা উপরোক্ত ছবি দেখে বুঝতে পেরেছেন যে, step-by-step আমাদের কি কি করতে হবে। যখন আপনারা ফেসবুক পেজ এ অপশনে ক্লিক করবেন তখন, আপনার ফেসবুকে যদি কোন পেজ থেকে থাকে তাহলে সেগুলো দেখতে পারবেন। আর যদি কোন পেজ না থাকে তাহলে কোন পেজ সো হবে না। এখন আপনি যদি নতুন একটি পেজ তৈরী করতে চান তাহলে, ওখানকার পেজের ক্রিয়েট অপশনে ক্লিক করুন। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য নিচের ছবিটি ভালভাবে লক্ষ করুন। ফেসবুক পেজ তৈরি করার জন্য চারটি ধাপ পার করতে হবে?আপনি যদি ফেসবুক পেইজটি সম্পুর্ন ভাবে তৈরী করতে চান তাহলে, আপনাকে অবশ্যই চারটি ধাপ পার করতে হবে। এই চারটি ধাপ পার করার জন্য, প্রথমে আপনারা যখন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তখন দেখতে পারবেন নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের পেজের নাম কি হবে? সেটা দিতে বলবে, এখন আপনারা আপনাদের ইচ্ছামত একটি ফেসবুকের পেজের নাম দিতে পারেন। কোথায় ফেসবুক পেজ এর নাম সিলেক্ট করতে হবে, এটি দেখার জন্য নিচের স্ক্রিনশটটি ভালভাবে লক্ষ করুন। এই স্টেপে আপনাদের, ফেসবুক পেজটি কোন রিলেটেড। সেটা এখানে দিতে হবে। তাই আপনি আপনার ইচ্ছামত একটি ক্যাটাগরি এখন থেকে সিলেক্ট করে দিবেন। একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি পার্সোনাল ব্লগ চিহ্নিত করে , আপনাদের বোঝার জন্য স্ক্রিনশটটি নিচে দিলাম। যখন আপনারা আপনাদের ওয়েবসাইট দিয়ে অথবা না দিয়ে টিক মার্ক অপশনে ক্লিক করে, নেক্সট অপশন এ ক্লিক করবেন তখন নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের আপনার ফেসবুকের পেজের যে, প্রোফাইল পিকচার এবং কভার পিকচার থাকবে, এটি এখানে সুন্দর ভাবে দিতে হবে। যদি আপনারা এখানে আপনাদের এই সাইন নম্বর স্টেপটি কমপ্লিট করতে পারেন তাহলে, ভালোভাবেই আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমরা আপনাদের একটি স্ক্রিনশট দিলাম নিচে। পরিশেষে প্রিয় বন্ধুরা,আজকে আমরা শিখলাম যে, মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, কিভাবে একটি পরিপূর্ণ পেজ তৈরি করতে হয়? (স্ক্রিনশট সহ) এই বিষয়বস্তুগুলো নিয়ে step-by-step বিস্তারিত আলোচনা করেছি। যদিও আপনাদেরকে সুন্দর ভাবে বলা বা বোঝানোর চেষ্টা করেছি। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমরা অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। The post ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়েন, ফেসবুক পেজ তৈরি করুন অ্যান্ড্রয়েড ফোন এর সাহায্যে (স্ক্রিনশট সহ)? appeared first on Trickbd.com. | ||||
আপনি কি অনলাইনে টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করছেন? তাহলে আপনার জন্যই এই আর্টিকেল! Posted: 18 Nov 2021 12:06 AM PST আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা যারা অনলাইনে কোন ভালো কাজ খুঁজে পাচ্ছেন না! কিন্তু অনলাইনে ছোটখাটো কাজ করে টাকা ইনকাম করার পরিকল্পনা রয়েছে। তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অনেক বেশি উপযোগী হবে। কারণ আজকের এই আর্টিকেলের আপনারা জানতে চলেছেন যে, অনলাইনে বসে না থেকে টাকা ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে। যে উপায় গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি, সত্যিকার অর্থে এই উপায়গুলো কাজে লাগিয়ে অনলাইনে সহজে টাকা ইনকাম করা যায়। অনেকেই এই সহজ পদ্ধতি গুলো কাজে লাগিয়ে অনলাইনে বেশি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারে। অনলাইনে ইনকাম করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। একটু পরিশ্রম আর ধৈর্য থাকলে অবশ্য আপনারাও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। এখন আর কথা না বাড়িয়ে, চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত এখনি জেনে নিই। আপনি কি সত্যি অনলাইনে টাকা ইনকাম করতে চান?অনলাইনে ইনকামঃ বন্ধুরা আপনি যদি সত্যি অনলাইনে টাকা ইনকাম করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে, অবশ্যই আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে একটি বিষয় নিয়ে অবশ্যই আপনার জানা প্রয়োজন। সেটা হলো নিজের ইচ্ছা শক্তি, পরিশ্রম, ধৈর্য, সততা ইত্যাদি। এগুলো অবশ্যই আপনার ভেতরে থাকা প্রয়োজন অনলাইনে আয় করার জন্য। এখন আপনি যদি এগুলো আপনার ভিতর রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে টাকা ইনকাম করার উপায়?অনলাইনে ইনকামঃ এখন আপনি যদি অনলাইনে টাকা ইনকাম সত্যি করার ইচ্ছুক থাকেন তাহলে, আপনাকে প্রথমেই এমন একটি পদ্ধতি খুঁজতে হবে যেখানে, ওই পদ্ধতি অবলম্বন করে আপনি টাকা ইনকাম করার আগ্রহী হয়ে থাকেন। বর্তমানে অনলাইনে টাকা ইনকাম করার অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তবে আপনারা হয়তোবা সকল ধরনের পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করতে পারবেন না। কেননা কিছু কিছু কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। এই দক্ষতা অর্জন না করে অনেক কাজ রয়েছে যেগুলো করা সম্ভব নয়। তবে শুধু যে দক্ষতা ছাড়া ইনকাম করা সম্ভব নয়, বা আপনারা দক্ষতা ছাড়া অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন না এরকমটা কিন্তু নয়! কেননা অনলাইনে সহজ পদ্ধতি অবলম্বন করেও টাকা ইনকাম করা সম্ভব। দক্ষতা ব্যতীত অনলাইনে অনেক ধরনের কাজ করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। অনলাইনে টাকা ইনকাম করার সহজ তিনটি পদ্ধতি?প্রিয় বন্ধুরা, এখন আমরা তিনটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সত্যিকার অর্থে এই তিনটি পদ্ধতি অবলম্বন করে যে কেউ চাইলে অনলাইনে ইনকাম করতে পারে। এমনকি অনলাইনে টাকা ইনকাম করার জনপ্রিয় পদ্ধতির, অন্যতম পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। অনলাইনে | ||||
[Phishing/Termux] ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক [Hack facebook account with phishing method ] Posted: 18 Nov 2021 12:02 AM PST আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।তো কেমন আছেন সবাই? | ||||
স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন Posted: আসসালামুয়ালাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো কি কি দেখে একটা মোবাইল কেনা উচিত।আমাদের এক এক জনের কাছে মোবাইলের এক এক জিনিস ইম্পোর্ট্যান্ট হয়ে থাকে। কারো কাছে ক্যামেরা বেশি গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের র্যাম,রম গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের ব্র্যান্ড বেশি গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের ডিসপ্লে বেশি গুরুত্ব পায়।কারো কাছে আবার মোবাইলের পারফরম্যান্স বেশি গুরুত্ব পায়।এক এক জনের গুরুত্ব এক এক রকম।তাই আজকে আপনাদের জানাবো যে যেটাই বেশি গুরুত্ব দিক না কেনো সেটা সম্পর্কে সঠিক ধারণা নিয়েই যেনো গুরুত্ব দেয়। আর আসলেই কি কি দেখে মোবাইল কিনা উচিৎ আপনার বাজেটপ্রথমেই আসি মোবাইলের বাজেট নিয়ে।যে যত টাকাই বাজেট করেন না কেনো সে টাকারই মোবাইল কিনবেন।এর থেকে সামান্য বাড়িয়ে আরেকটা মোবাইল কিনবেন না।যদি আপনার বাজেট ১০,০০০ টাকা হয় তাহলে ১০,০০০ টাকা দিয়েই কিনবেন। ফোনের পারফরম্যান্সফোন কেনার আগে মোবাইলটা বেশিদিন ব্যবহার করার পর কেমন পারফরম্যান্স দিচ্ছে তা জেনে নিন।যদি ভালো হয় তাহলে কিনুন।তাই আপনি একটা মোবাইল কিনতে চাইলে তার আগে একটু রিসার্চ করে জেনে নিন সেই ফোনের বিষয়ে। ফোনের প্রসেসরতারপর আসি মোবাইলের প্রসেসর নিয়ে।যদি মধ্যম দামের ফোন কিনতে চান তাহলে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন কিনুন।এতে অনেক সহজ ও ভালো প্রসেসর যুক্ত মোবাইল ফোন পাবেন। ![]() র্যাম ও রমএরপর আসি র্যাম-রম এর বিষয়ে।আমরা মনে করি যত বেশি র্যাম তত ভালো মোবাইল। যত দামী মোবাইল তত বেশি র্যাম। ৩জিবি/৪জিবি/৮জিবি/১৬ জিবি/৩২ জিবি র্যাম মানেই এটা নয় যে মোবাইলটা ভালো।কথা হচ্ছে র্যাম যতই বেশি হোক র্যামটি ভালো হতে হবে।র্যামের কাজ ভালো হতে হবে।দেখা গেলো ৮ জিবি র্যাম কিন্তু ৪/৫ টা এপস ডাউনলোড দিলেই সেটা ফুল হয়ে যায়।তাই র্যামের কোয়ালিটি দেখে মোবাইল ফোন বিচার করবেন। ![]() ফোনের ক্যামেরাআমাদের একটা ভূল ধারণা আছে যে যত বেশি ক্যামেরা তত ভালো ছবি উঠবে,যত বেশি মেগাপিক্সেল ক্যামেরা তত ভালো ছবি। আমরা এখন মোবাইল ফটোগ্রাফি বেশি পছন্দ করি।অনেকের কাছে মোবাইলের ক্যামেরা বেশি গুরুত্ব পায়।ভালো হওয়া নির্ভর করে ক্যামেরা সেন্সরের উপর।ক্যামেরে সেন্সর যত ভালো ব্র্যান্ডের তত ভালো ছবি উঠবে।যেমন সনির ক্যামেরা সেন্সর খুব ভালো।তাই আইফোনেও সনির সেন্সর ব্যবহার করা হয়। ![]() ফোনের ব্যাটারিএরপর আসি ব্যাটারিতে।মোবাইল কিন্তু পুরোটা ব্যাটারিতে চলেই।ব্যাটারি হলো মোবাইলের প্রাণ।তাই ব্যাটারি যত ভালো হবে মোবাইল তত বেশিদিন টিকবে।তত ভালো পারফরম্যান্স হবে।ব্যাটারি সবসময় ৪০০০ ওয়াটের কিনবেন।আর চার্জার ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।তাহলে ফোন ভালো হবে। ![]() অপারেটিং সিস্টেমএরপত আসি অপারেটিং সিস্টেমের উপর।এক এক জনের কাছে এক এক অপারেটিং সিস্টেম ভালো।আপনি যে অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করতে পছন্দ করেন সেটাই করবেন।নয়তো আপনি ফোন ব্যবহার করে মজা পাবেন না। ![]() আর সবার শেষে বলব কখনও পুরাতন ভার্সনের ফোন কিনবেন নাহ।কারণ সেগুলোই নতুন ভার্সনের আপডেট দেয়া থাকে না।আর তাই আপনি ব্যবহার করে মজাও পাবেন না। এই ছিলো আজকে এন্ড্রয়েড টিপস। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। The post স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments