Search box..

ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে

ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে


ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে

Posted:

 আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনে নিশ্চয় অনেক ফাইল থাকে।

আর আপনার ফোনেও যদি জরুরি প্রয়োজনে আপনার ফাইলগুলোর নাম বা ফরম্যাট পরিবর্তন করার প্রয়োজন পড়ে তবে কীভাবে একক্লিকেই কীভাবে সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করবেন সেটি নিয়েই আজকে আমার পোষ্ট।

আজ আমি দেখাতে চলেছি কীভাবে এক ক্লিকেই ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করবেন সেটি দেখাবো।

তো পুরো বিষয়টা ভালোভাবে জানার জন্য পোষ্টটি মনোযোগী হয়ে পড়তে থাকুন।

কারন আজকের পোষ্টটিও তথ্যমুলক হতে চলেছে।

তো শুরু করা যাক।

বন্ধুরা আমাদের ফোনে আমরা নিত্যনতুন নানান রকমের ফাইল আনে থাকি।

কিন্তু কেউ যদি ( বাটন ফোন ব্যবহারকারি) আপনার কাছ থেকে কোনো ফাইল নিতে চাই তবে সাপোর্ট করে না।

যেমন ধরুন আপনি অডিও গান নামালেন .m4a ফরম্যাটে কিন্তু বাটন ফোনে m4a ফরম্যাট সাপোর্ট করে না।

বাটন ফোনে অডিও ফরম্যাট mp3 সাপোষ্ট করে। 

তো এখন কীভাবে ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট m4a থেকে Mp3 তে আনবেন।

কীভাবে করবেন সেটি জানার আগে জেনে নিন এর সুবিধা সমূহঃ

  • ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করা যায়।
  • এক ক্লিকেই ফাইলের শেষে আপনার ক্রেডিট যোগ করতে পারবেন।
  • আপনার মূল্যবান সময় বাচাতে পারবেন।
  • একটি একটি করে নিনেইম করতে হবে না।
  • এই কাজটি বিনামূল্যেই করতে পারবেন।

কীভাবে করবেনঃ

প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


Download

ডাউনলোড করার পর অপেন করুন।তারপর “Change extension of files haven given extension to new extension” এ ক্লিক করুন মানে ৩ নাম্বারটাকে ক্লিক করুন।

তারপর সিলেক্ট ফোল্ডার (select Folder) এ ক্লিক করে যে ফোল্ডারটির ফাইলগুলো চেন্জ করবেন সেটি সিলেক্ট করুন।

উপরের প্রথম বক্সে আপনার ফাইলগুলোন ফরম্যাট যেটি ছিল সেটি দিন। 

২ বক্সে নতুন যে ফরম্যাটে নিতে চান সেটি দিন।

তারপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান।

তারপর একটি কনফার্ম ডায়ালগ আসবো সেখানে Ok তে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

ফোল্ডারে গিয়ে দেখুন সবগুলোর ফরম্যাট চেইন্জ হয়ে গেছে।

বন্ধু আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে।

আশা করি ভালই লেগেছে কারন আপনাদের কে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি।


The post ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার]

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি থেকে বাংলা একটি ডিকশোনারির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

আমি আগেই বলেছি যে আজকে আমি ইংরেজি থেকে বাংলা একটি ডিকশোনারির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । অ্যাপটির সুবিধাসমূহ নিচে দেওয়া হলো :-

১। ইংরেজি থেকে বাংলা অথ জানার সুবিধা

২। ইংরেজি শব্দ সাচের মাধ্যমে বাংলা অথ জানার সুবিধা

৩। অ্যাপটির কালার পরিবতনের সুবিধা

৪। জীবনের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূণ মাসয়ালা কুরআনের আলোকে । যেমন :- সুদ,ব্যাভিচার,সম্পত্তি বন্টনের নিয়ম ইত্যাদি ।

ব্যাবহারের নিয়ম :-

১। অন্যান্য জাভা অ্যাপের মতো এই অ্যাপটিও ইন্সটল করবেন । তারপর অটোমেটিক ডিকশোনারিতে চলে যাবে ।

২। ডিকশোনারিতে প্রবেশ করে বিভিন্ন শব্দ সাচ করতে পারেন এবং শব্দটির অথ প্রথমেই পেয়ে যাবেন । যেমন :- ‘help’ লিখলেন তাহলে প্রথমে শব্দটি দেখতে পারবেন ও তার অথ ।

৩। রঙ পরিবতন করার জন্য ফোনের মেনু বাটনে ক্লিক করবেন এবং themes অপশনে ক্লিক করে পরে যে পেজ আসবে সেটাত কালার সেলেক্ট করুন ।



৪। বিভিন্ন বিষয়ে মাসয়ালা দেখতে ডিকশোনারিতে প্রবেশ করে ফোনের মেনু বাটনে ক্লিক করে জীবনবিধান অপশনে ক্লিক করুন । তারপর যে বিষয়ে মাসয়ালা পেতে চান সেটার উপর ক্লিক করুন । আর মাসয়ালা পড়ুন ।


Download the app now

ফেসবুকে আমি

The post ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার] appeared first on Trickbd.com.

Tik tok new trending 3D Zoom effect tutorial with bangla ।

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে tiktok 3D Zoom ভিডিও বানানো হয়। তার জন্য  আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপস প্রথমটি abeg দ্বিতীয়টি capcut আমি ডাউনলোড লিংক নিচে দিয়ে রাখবো। তো বেশি কথা না বলে কাজে আশি।

Abeg

Capcut

প্রথম abeg অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন।

এখন ওপেন করবো।

এখন ৬ টি অপশন পাবেন ১ম টা গ্যালারি থেকে ছবি নিয়ে ।২য় টা অনলাইন কিছু ছবি পাওয়া যায় ৩য় কিছু কালার দেখতে পাবেন। আর বাকি গুলো তেমন দরকারি না। আমি ১ম টা গ্যালারি থেকে ছবি নিচ্ছি।

এখন আপনি চাইলে ছবি তোলে কাজ করতে পারবেন। আমি gallery থেকে নিচ্ছি।

এখানে লিখুন। এখানে ডাবল ট্যাপ করেন তারপর আপনি যা লিখবেন সেটাই দেখাবে।

এখানে আপনি অনেক কিছু পাবেন আপনার পছন্দের মতো করে স্টাইল করে নিবেন।তারপর ছবিটা সেইভ করে নিবেন ।

এখন চলে যাবো capcut app এ

New project ক্লিক করবো ।

আপনার যতগুলো ছবি দরকার ততগুলো নিয়ে নিবেন।

এখন আপনি আপনার পছন্দ মতো audio নিয়ে নিবেন। তারপর ১ম ছবিতে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন style নামে একটি টুলস আছে তাতে ক্লিক করবেন ।

এখানে দেখতে পাচ্ছে 3D Zoom pro. এইটাও ক্লিক করবেন। এখন আপনি যত গুলো ছবি নিবেন ততগুলো ছবি ক্লিক করে 3D zoom pro স্টাইল টা add করে নিবেন।

 কাজ শেষ হলে মার্ক করা জায়গায় ক্লিক করে ভিডিও রেন্ডার করে নিবে।

Demo

 

তো আজ এই পর্যন্তই । লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

YouTube

Facebook

The post Tik tok new trending 3D Zoom effect tutorial with bangla । appeared first on Trickbd.com.

Techmag টেকম্যাগ স্টাইল wapkiz টেমপ্লেট ডাউনলোড করে নিন

Posted:

 বন্ধুরা আজকে আরো একটি wapkiz টেমপ্লেট নিয়ে আসলাম নাম Techmag wapkiz theme.

আপনারা হয়তো techmag ব্লগার টেমপ্লেটটিকে চিনেন।

হ্যা খুবই সুন্দর ও আকর্ষনিয় রেস্পন্সিব ব্লগার টেমপ্লেট।

এবার এই ব্লগার টেমপ্লেটটিকে আপনাদের জন্য wapkiz থিমে রুপান্তর করেছি যাতে আপনারা আপনাদের ওয়াপকিজ ব্লগ সাইটে ব্যবহার করতে পারেন।

টেকম্যাগ একটি পেশাদার ব্লগিং টেমপ্লেট।

থিমটি ওয়াপকিজে ব্লগিংয়ের জন্য উপলব্দ।

আপনি এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।

থিমটি রোস্পন্সিব থিম এখানে মোবাইল ও পিসি দুটো ভার্সনই আছে।

থিমটি সম্পূর্ন মোবাইল ফ্রেন্ডলি একটি পেশাদার ব্লগ টেমপ্লেট।

থিমের বৈশিষ্ট সমুহঃ

  • seo ফ্রেন্ডলি wapkiz থিম যেখানে সোবাইল ও পিসি ভার্সন দুটোই আছে।
  • অসাধার ডিজাইনের ব্লগ সাইট
  • রেস্পন্সিব বক্স স্টাইল লেটেষ্ট সিষ্টেম
  • হেডার নেবভার ও লিংক লিষ্ট
  • রেস্পন্সিব ফুটার ও হেডার
  • সার্চ পেইজ
  • জনপ্রিয় ব্লগ সিষ্টেম
  • আরো অনেক ফিচার আছে।

থিমের কিছু ডেমোঃ

হেডারঃ

থিমের হেডারটি দেখতে নিচের মতো এটি মোবাইলে দেখাবে

এমন আর পিসিতে দেখাবে এমন।

সাইডবারঃ

থিমের সাইডবারটি দেখতে নিচের মতো।

হোমপেইজঃ

থিমের হোমপেইজ চিত্রটি দেখতে এমন সাথে আছে ট্রেন্ডিং পোষ্ট সিষ্টেম।

latest updates

Latest update with trending posts and sidebar

ডাউনলোডঃ

থিমটি যদি আপনার পচন্দ হয় তবে বিনামূল্যে ডাউনলোড করে নিন।

গুগল ড্রাইভ লিংকঃDownload

বিশেষ কথাঃ

একটি থিম ক্লোন করতে বা বানাতে আমাদের অনেক কষ্ট শ্রম মেধা ও টাকার একটা প্রয়োজন পড়ে।

একটি থিম ক্লোন বা বানাতে আমাদের প্রায় ১ থেকে ২দিন সময় লেগে যায়।

আর তার সাথে কষ্ট সময় তো ব্যায় হয়েই।

এসব বড় ব্যাপর না বড় ব্যাপার হচ্ছে আমাদের থিম তৈরির জন্য দিতে হয় প্রচুর মেধাশ্রম।

 তাই থিম ক্রিয়েটরের প্রতি সম্মান রেখে আপনারা প্লিজ থিমটি ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দিবেন না।

অথবা আপনার সাইটে ডাউনলোড করার জন্য আপলোড করবেন না।

উপসংহারঃ 

থিমটি সম্পূর্ন এসইও ফ্রেন্ডলি একটি রেস্পন্সিব থিম যেটি আপনি ওয়াপকিজে ব্লগ সাইট খুললে ব্যবহার করতে পারেন।

কারন থিমটি অতন্ত্য সুন্দর একটি থিম।

The post Techmag টেকম্যাগ স্টাইল wapkiz টেমপ্লেট ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com.

AdSense আসলে কি? Google আমাদেরকে কেন টাকা দিবে? (বিস্তারিত গাইড)

Posted: 18 Nov 2021 12:08 AM PST

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। গুগল এডসেন্স আসলে কি?কেন আমরা গুগল এডসেন্স সম্পর্কে জানব? গুগল কেন আমাদেরকে টাকা দিবে? এই সকল বিষয়বস্তু গুলো নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত নলেজ বা জ্ঞান অর্জন করতে চান তাহলে,

অন্ততপক্ষে আমাদের আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইল। গুগল এডসেন্স অনলাইন জগতে সবচেয়ে বড় একটি নেটওয়ার্ক। গুগল এডসেন্স এর মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। শুধুমাত্র গুগল এডসেন্স থেকে অনেকে লক্ষাধিক টাকা প্রতি মাসে আয় করতে পারে। এমনকি তার চেয়েও আরো বেশি অধিক পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।

তবে আনুমানিক এমন লোক খুজে পাওয়া যায় যারা, শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে 10 লাখ টাকার উপর ইনকাম করতে পারে। তাই আমরা আজকের এই আর্টিকেলে জনপ্রিয় এই গুগল এডসেন্স নেটওয়ার্ক, সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে, বিস্তারিত জেনে নেওয়া যাক এখনই।

গুগল এডসেন্স আসলে কিঃ গুগল এডসেন্স গুগলের একটি প্রোডাক্ট। যার মাধ্যমে যে কেউ চাইলে ইনকাম করতে পারবে। গুগলের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন রয়েছে যেগুলো, আপনি আমি অথবা যে কেউ চাইলেই, গুগলের বিজ্ঞাপন গুলো এডসেন্সের মাধ্যমে নিয়ে ইনকাম করতে পারব। গুগোল অ্যাডসেন্সে প্রায় 500 ক্যাটেগরি এর বেশি বিজ্ঞাপন পাওয়া যায়।

সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্কের অন্যতম একটি নেটওয়ার্ক হল গুগল এডসেন্স। এই গুগল এডসেন্স থেকে, আপনি আমি সকলেই গুগলের বিজ্ঞাপন গুলো সংগ্রহ করতে পারব। তবে একটি বিষয় মনে রাখবেন যে, গুগল এডসেন্স থেকে আপনি যদি ইনকাম করতে চান সে ক্ষেত্রে, আপনার বয়স অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে।

কেন আমরা গুগল এডসেন্স সম্পর্কে জানব?

গুগল এডসেন্সঃ আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করতে চান, তার জন্য আপনার গুগল এডসেন্স সম্পর্কে জানা জরুরী। অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে,

অবশ্যই আপনার গুগল এডসেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। গুগল এডসেন্স ছাড়া আপনি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবেন না। যদিও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তবে, বেশিরভাগ লোকই গুগল এডসেন্স এর সাহায্যে, ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারে।

তাছাড়া আপনি যদি কোন ওয়েবসাইট থেকে টাকা আর্নিং করতে চান তাহলে, আপনার প্রথম ওয়েব সাইটের ইনকাম টা গুগল এডসেন্স শুরু করতে পারে। তবে যে গুগল এডসেন্স থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি চাইলে কিন্তু গুগল এডসেন্স বাদে অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে বেশিরভাগ লোকই টাকা ইনকাম করার শুরুটা,

গুগল এডসেন্স দিয়ে করতে চাই। আর তাছাড়া গুগল এডসেন্স সম্পর্কে আমাদের জানার অন্যতম আরেকটি বিশেষ কারণ হলোঃ গুগল এডসেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। আর আমরা যারা গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করব, তাহলে আমরা হবো এখানকার পাবলিশার।গুগলের বিজ্ঞাপন গুলো আমরা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কারণেই,

আমরা হব পাবলিশার। আর গুগোল অ্যাডসেন্সে বিজ্ঞাপন দেখে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায়। একই কারণে, অর্থাৎ ইনকাম করার খাতিরে গুগল এডসেন্স সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। এখনো অনেক লোক রয়েছে যারা শুধুমাত্র গুগল এডসেন্স থেকেই 10 লাখ টাকার ওপরে প্রতি মাসে আয় করতে পারে। আপনি হয়তো জেনে অবাক হচ্ছেন তাইনা!

তবে বাস্তবে এটা কিন্তু সত্য যে, গুগল এডসেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। গুগল এডসেন্স থেকে আমরা যদি টাকা ইনকাম করতে চাই তাহলে, কমপক্ষে আমাদের বয়স 18 বছর হতে হবে। উপরোক্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট এই কথাই প্রমাণ পাই, ইনকাম করার জন্য অবশ্যই আমাদের, গুগল এডসেন্স সম্পর্কে ধারণা থাকা জরুরি।

গুগোল কেন আপনাদেরকে বা আমাদেরকে টাকা 💸 দিয়ে থাকে?

গুগোলঃ এতক্ষণ আমরা গুগল এডসেন্স সম্পর্কে বেশ কিছু জেনেছি। এবং এটাও আমরা জেনেছি যে, গুগল এডসেন্স থেকে আমরা টাকা ইনকাম করাতে পারব। এখন এই যে গুগোল থেকে আমরা এডসেন্স এর মাধ্যমে, বিজ্ঞাপনগুলো নিয়ে টাকা ইনকাম করতে পারব, এই গুগল কেন আমাদেরকে টাকা দিবে?

আপনারা হয়তো এতক্ষণে কেউ কেউ আন্দাজ করে নিতে পেরেছেন যে, গুগল কেন আমাদেরকে টাকা দিতে রাজি হবে! সংক্ষেপে এক কথায় যদি বলি, তাহলে গুগল আমাদেরকে টাকা দেওয়ার অন্যতম কারণ হলোঃ গুগলকে আমরা সাহায্য বা সহযোগিতা করছি। মূলত গুগলের একটু সহযোগিতা করার বিনিময়ে গুগোল আমাদেরকে টাকা দিবে।

কিন্তু এমনিতে এমনিতে গুগোল কখনো আপনাকে টাকা দিবে না। গুগলের কোন একটি সাহায্য বা কাজ আপনাকে করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র গুগল আপনাকে তার বিনিময় টাকা দিতে রাজি হবে। এমনিতে এমনিতে কেউই কখনো কারো টাকা দিতে রাজি হয়না যেটা আমরা সকলেই জানি! এখন প্রশ্ন হলো গুগলের আমরা কি করে দিলাম?

যার জন্য গুগোল আমাদেরকে টাকা দিচ্ছে! এটাই যদি আপনার মনে মনে প্রকাশ পায় তাহলে, তার উত্তরে আমরা আপনাদেরকে যেটা বলব সেটা হলঃ আপনারা গুগলের যে বিজ্ঞাপনগুলো নিয়ে, মানুষের কাছে প্রচার করলেন বা দেখালেন। ঠিক এ কারণেই গুগোল আপনাদেরকে টাকা দিবে। প্রশ্ন আসতে পারে এত বিজ্ঞাপন গুগল কোথায় পাই?

গুগোল এত বিজ্ঞাপন মানুষের কাছে দিয়ে কেন এত টাকা খরচ করে? গুগলের এতে লাভ কি হয়? প্রিয় বন্ধুরা এই সকল প্রশ্ন যদি আপনাদের ভিতরে থাকে তাহলে, সাধারণত গুগলের বিভিন্ন ধরনের লোকেরা বিজ্ঞাপন দিয়ে থাকেন। যারা গুগলের বিজ্ঞাপন দেয় তারা মূলত তাদের বিজনেস প্রচার এর চাহিদা ও জনপ্রিয়তা, অর্জন করার জন্য গুগলকে প্রচার করতে বলে।

গুগলকে বলার অন্যতম একটি কারণ হলো, অন্যান্য কোম্পানির চেয়ে গুগোল এর মেম্বার সংখ্যা প্রচুর পরিমাণে। অর্থাৎ অন্য যে সকল কোম্পানি রয়েছে তার চেয়ে, গুগলের ইউজার সংখ্যা সবচেয়ে বেশি। আর যারা বিজ্ঞাপন দিয়ে থাকে তারা, যে জায়গায় কম সময়ে বেশি মানুষের কাছে প্রচার হবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে,

এই ধরনের কোম্পানিকে খোঁজে। ঠিক এ কারণেই ওই কোম্পানির লোকেরা তাদের ব্যবসা সার্ভিসগুলো প্রচার করার জন্য, গুগোল কে বেছে নিয়ে গুগলকে টাকা দেয়। আর এই কাজগুলো আপনার আমার মত লোকেরাই গুগলকে করে দেয়। অন্যদিকে গুগোল কোন কাজ না করে, আমাদের দিয়ে করিয়ে নেয়।

আর আমরা তাদের এই কাজে সহযোগিতা করার জন্য, সামান্য পরিমাণ পারিশ্রমিক কিছু টাকা দিয়ে থাকেন। আর গুগোল বসে বসেই এভাবে প্রচুর পরিমাণে ইনকাম করে। আর তার ইনকামের কিছুটা অংশ আমাদের কাছে শেয়ার করে থাকে। এতক্ষণে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে, গুগল কেন আসলেই আমাকে টাকা দিবে সেটা বুঝতে পেরেছেন।

পরিশেষে প্রিয় বন্ধুরা,


আজকে আমরা গুগল এডসেন্স আসলে কি? গুগল এডসেন্স সম্পর্কে জানান কেন প্রয়োজন? গুগোল আমাদেরকে কেন টাকা দিবে? ইত্যাদি বিষয়বস্তু গুলো নিয়ে আমরা step-by-step আলোচনা করেছি। সম্পূর্ণ না জানালেও আমরা চেষ্টা করেছি বিস্তারিত বোঝানোর জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা কোন কিছু জানার থাকে তাহলে,

সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টে অবশ্যই আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। পরিশেষে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

The post AdSense আসলে কি? Google আমাদেরকে কেন টাকা দিবে? (বিস্তারিত গাইড) appeared first on Trickbd.com.

ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়েন, ফেসবুক পেজ তৈরি করুন অ্যান্ড্রয়েড ফোন এর সাহায্যে (স্ক্রিনশট সহ)?

Posted: 18 Nov 2021 12:08 AM PST

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে একটি পরিপূর্ণ পেজ তৈরি করা যায়? আজকে আমরা এই বিষয়বস্তু গুলো নিয়ে আলোচনা করব। যদিও ফেসবুক পেজ আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে। এমনকি বর্তমান সময়ে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

আপনারা চাইলে ফেসবুকে প্রফেশনাল একটি পেস্ট তৈরি করে টাকা ইনকাম করতে পারেন। প্রচুর পরিমাণে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়। অনেকেই শুধুমাত্র ফেসবুক পেজ থেকে লক্ষাধিক টাকা ইনকাম করে থাকে। ফেসবুকে একাধিক ইনকাম করার উপায় থাকলেও, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম অন্যতম একটি জনপ্রিয় পদ্ধতি।

যে কেউ চাইলেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারে। তবে কমপক্ষে আপনার বয়স 18 হলেই ফেসবুক আপনাকে টাকা ইনকাম করার সুযোগ দিবে। তাই আজকের এই আর্টিকেলে আমরা শিখব, এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়? (স্ক্রিনশট সহ) যদি বিষয়টি বিস্তারিত জানতে চান অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

কেন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন? ফেসবুক পেজ তৈরি করে কোন লাভ আছে কি?

ফেসবুক পেজ তৈরি করে লাভঃ আগেই বলেছি ফেসবুক পেজ তৈরি করে বর্তমানে, টাকা ইনকাম করা অসম্ভবের কিছু নয়। আপনি চাইলে, আপনার যেকোন ব্যবসা বিজনেস ইত্যাদি ফেসবুক পেজের মাধ্যমে বড় করতে পারেন। নতুবা কোনো ছোটখাটো কাজকর্ম আপনারা ফেসবুক পেজের মাধ্যমে বড় করতে পারেন।

ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? তাহলে কিন্তু আপনি চাইলেই একটি ফেসবুক পেজ তৈরি করে, সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এই ফেসবুক পেজ দিয়ে! ঠিক তেমনিভাবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা খুশি অনুযায়ী, যেকোনো ধরনের ছোটখাটো ব্যবসা ইত্যাদি কাজে লাগাতে পারবেন, এই ফেসবুক পেজ দিয়ে।

এন্ড্রয়েড ফোন দিয়ে কি ফেসবুক পেজ তৈরি করা সম্ভব?

ফেসবুক পেজঃ আপনি যদি এন্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক পেজ তৈরী করতে চান তাহলে, অবশ্যই আপনি তৈরি করতে পারবেন ফেসবুক পেজ। কিন্তু প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করতে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হয়। আর এমনিতেও আপনারা চাইলেই, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে,

ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি পেজ তৈরি করতে পারবেন। যে কেউ চাইলেই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি ফেসবুক পেজ সহজে তৈরি করতে পারে। তো চলুন বন্ধুরা এখন আমরা স্ক্রিনশটসহ কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে একটি পেজ তৈরি করব?এই বিষয়বস্তুগুলো নিয়ে জেনে নিই।

ফেসবুক পেজ অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে, ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনের সাহায্যে তৈরি করার নিয়ম? (স্ক্রীনশট সহ)

ফেসবুক পেজ তৈরি করার নিয়মঃ

এখন আপনি যদি ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, একটি পেজ তৈরি করতে আগ্রহী হন তাহলে, প্রথমে আপনাকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন টা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। বোঝার জন্য নিচের স্ক্রীনশটএর চিহ্নিত অংশের দিকে খেয়াল করুন।

উপরের ছবিটির চিহ্নিত অংশ ক্লিক করলেই নতুন একটি ড্যাশবোর্ড আকারের আপনার একাউন্টি শো হবে। আপনার একাউন্টের যাবতীয় দেশগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আপনি পেজ অপশনে বা বাটনে ক্লিক করুন। বোঝার জন্য নিচের স্ক্রিনশটের চিহ্নিত জায়গাটি লক্ষ করুন।

আশা করি আপনারা উপরোক্ত ছবি দেখে বুঝতে পেরেছেন যে, step-by-step আমাদের কি কি করতে হবে। যখন আপনারা ফেসবুক পেজ এ অপশনে ক্লিক করবেন তখন, আপনার ফেসবুকে যদি কোন পেজ থেকে থাকে তাহলে সেগুলো দেখতে পারবেন। আর যদি কোন পেজ না থাকে তাহলে কোন পেজ সো হবে না।

এখন আপনি যদি নতুন একটি পেজ তৈরী করতে চান তাহলে, ওখানকার পেজের ক্রিয়েট অপশনে ক্লিক করুন। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য নিচের ছবিটি ভালভাবে লক্ষ করুন।

আশাকরি উপরের ছবি দেখে ক্রিয়েট অপশনটি বুঝতে পেরেছেন কোনটা। গ্রেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নতুন আরেকটি পেইজ চলে আসবে। এখানে আপনারা একেবারে নিচের দিকে গেট স্টারটেড একটি অপশন দেখতে পারবেন। আপনি যদি সত্যিই একটি ফেসবুক পেজ তৈরী করতে চান তাহলে, গেট স্টার্ট এখানে ক্লিক করুন।

ফেসবুক পেজ তৈরি করার জন্য চারটি ধাপ পার করতে হবে?

আপনি যদি ফেসবুক পেইজটি সম্পুর্ন ভাবে তৈরী করতে চান তাহলে, আপনাকে অবশ্যই চারটি ধাপ পার করতে হবে। এই চারটি ধাপ পার করার জন্য, প্রথমে আপনারা যখন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তখন দেখতে পারবেন নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের পেজের নাম কি হবে?

সেটা দিতে বলবে, এখন আপনারা আপনাদের ইচ্ছামত একটি ফেসবুকের পেজের নাম দিতে পারেন। কোথায় ফেসবুক পেজ এর নাম সিলেক্ট করতে হবে, এটি দেখার জন্য নিচের স্ক্রিনশটটি ভালভাবে লক্ষ করুন।

আপনারা যদি উপরের স্ক্রিনশটের চিহ্নিত জায়গাটির দিকে লক্ষ্য করেন তাহলে, বুঝতে পারবেন আপনাদের ফেসবুক পেজ এর নাম কোথায় দিতে হবে সেটা। ওই অপশনে আপনার ফেসবুকের নামটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করা হয়ে গেলেই আপনাদের প্রথম স্টেপ টি কমপ্লিট হয়ে গেল। আপনাদের সামনে দ্বিতীয় আরেকটি স্টেপ চলে আসবে।

এই স্টেপে আপনাদের, ফেসবুক পেজটি কোন রিলেটেড। সেটা এখানে দিতে হবে। তাই আপনি আপনার ইচ্ছামত একটি ক্যাটাগরি এখন থেকে সিলেক্ট করে দিবেন। একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি পার্সোনাল ব্লগ চিহ্নিত করে , আপনাদের বোঝার জন্য স্ক্রিনশটটি নিচে দিলাম।

যখন আপনারা পেজ এর ক্যাটাগরি টা সিলেক্ট করে, নেক্সট অপশনে ক্লিক করবেন তখন নতুন একটি পেজ আসবে। এখানে আপনার যদি কোন ওয়েবসাইট থেকে থাকে, আর আপনি যদি চান এই ওয়েবসাইটটি আপনার ফেসবুকের পেজে দিতে চান তাহলে, দিতে পারেন কোন প্রকার সমস্যা ছাড়াই। স্ক্রিনশটটি দেখুন।

আর যদি না দিতে চান তাহলে নিচে টিকমার্ক চিহ্নিত করে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের তিনটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের চতুর্থ নম্বর স্টেপ সামনে আসবে। এই চতুর্থ নম্বর স্টেপ পার করতে পারলেই, আমাদের একটি ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে।

যখন আপনারা আপনাদের ওয়েবসাইট দিয়ে অথবা না দিয়ে টিক মার্ক অপশনে ক্লিক করে, নেক্সট অপশন এ ক্লিক করবেন তখন নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের আপনার ফেসবুকের পেজের যে, প্রোফাইল পিকচার এবং কভার পিকচার থাকবে, এটি এখানে সুন্দর ভাবে দিতে হবে।

যদি আপনারা এখানে আপনাদের এই সাইন নম্বর স্টেপটি কমপ্লিট করতে পারেন তাহলে, ভালোভাবেই আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমরা আপনাদের একটি স্ক্রিনশট দিলাম নিচে।

পরিশেষে প্রিয় বন্ধুরা,

আজকে আমরা শিখলাম যে, মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে, কিভাবে একটি পরিপূর্ণ পেজ তৈরি করতে হয়? (স্ক্রিনশট সহ) এই বিষয়বস্তুগুলো নিয়ে step-by-step বিস্তারিত আলোচনা করেছি। যদিও আপনাদেরকে সুন্দর ভাবে বলা বা বোঝানোর চেষ্টা করেছি।

যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমরা অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

The post ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়েন, ফেসবুক পেজ তৈরি করুন অ্যান্ড্রয়েড ফোন এর সাহায্যে (স্ক্রিনশট সহ)? appeared first on Trickbd.com.

আপনি কি অনলাইনে টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করছেন? তাহলে আপনার জন্যই এই আর্টিকেল!

Posted: 18 Nov 2021 12:06 AM PST

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা যারা অনলাইনে কোন ভালো কাজ খুঁজে পাচ্ছেন না! কিন্তু অনলাইনে ছোটখাটো কাজ করে টাকা ইনকাম করার পরিকল্পনা রয়েছে। তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অনেক বেশি উপযোগী হবে।

কারণ আজকের এই আর্টিকেলের আপনারা জানতে চলেছেন যে, অনলাইনে বসে না থেকে টাকা ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে। যে উপায় গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি, সত্যিকার অর্থে এই উপায়গুলো কাজে লাগিয়ে অনলাইনে সহজে টাকা ইনকাম করা যায়।

অনেকেই এই সহজ পদ্ধতি গুলো কাজে লাগিয়ে অনলাইনে বেশি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারে। অনলাইনে ইনকাম করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। একটু পরিশ্রম আর ধৈর্য থাকলে অবশ্য আপনারাও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। এখন আর কথা না বাড়িয়ে, চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত এখনি জেনে নিই।

আপনি কি সত্যি অনলাইনে টাকা ইনকাম করতে চান?

অনলাইনে ইনকামঃ বন্ধুরা আপনি যদি সত্যি অনলাইনে টাকা ইনকাম করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে, অবশ্যই আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে একটি বিষয় নিয়ে অবশ্যই আপনার জানা প্রয়োজন।

সেটা হলো নিজের ইচ্ছা শক্তি, পরিশ্রম, ধৈর্য, সততা ইত্যাদি। এগুলো অবশ্যই আপনার ভেতরে থাকা প্রয়োজন অনলাইনে আয় করার জন্য। এখন আপনি যদি এগুলো আপনার ভিতর রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে টাকা ইনকাম করার উপায়?

অনলাইনে ইনকামঃ এখন আপনি যদি অনলাইনে টাকা ইনকাম সত্যি করার ইচ্ছুক থাকেন তাহলে, আপনাকে প্রথমেই এমন একটি পদ্ধতি খুঁজতে হবে যেখানে, ওই পদ্ধতি অবলম্বন করে আপনি টাকা ইনকাম করার আগ্রহী হয়ে থাকেন।

বর্তমানে অনলাইনে টাকা ইনকাম করার অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তবে আপনারা হয়তোবা সকল ধরনের পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করতে পারবেন না। কেননা কিছু কিছু কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। এই দক্ষতা অর্জন না করে অনেক কাজ রয়েছে যেগুলো করা সম্ভব নয়।

তবে শুধু যে দক্ষতা ছাড়া ইনকাম করা সম্ভব নয়, বা আপনারা দক্ষতা ছাড়া অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন না এরকমটা কিন্তু নয়! কেননা অনলাইনে সহজ পদ্ধতি অবলম্বন করেও টাকা ইনকাম করা সম্ভব। দক্ষতা ব্যতীত অনলাইনে অনেক ধরনের কাজ করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

অনলাইনে টাকা ইনকাম করার সহজ তিনটি পদ্ধতি?

প্রিয় বন্ধুরা, এখন আমরা তিনটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সত্যিকার অর্থে এই তিনটি পদ্ধতি অবলম্বন করে যে কেউ চাইলে অনলাইনে ইনকাম করতে পারে। এমনকি অনলাইনে টাকা ইনকাম করার জনপ্রিয় পদ্ধতির, অন্যতম পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি।

অনলাইনে 💸 ইনকাম করার সর্বপ্রথম পদ্ধতি?

ইউটিউব থেকে ইনকামঃ বর্তমান সময়ে ইউটিউব হলো সারা বিশ্বের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এই ইউটিউবে যে কেউ চাইলে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারে। আপনারা হয়তো ইউটিউবে প্রচুর পরিমাণে ক্যাটাগরি ভিডিও দেখতে পারবেন। এক ধরনের ক্যাটাগরির ভিডিও হাজারবার আপলোড করা হয়েছে ইউটিউবে।

তবে এক একজন এক এক রকম ক্যাটাগরি নিয়ে ইউটিউবে কাজ করে। আপনারা কি জানেন এই যে এত সব ভিডিও কোথা থেকে আসে? আরে ভাই আপনার আমার মত অনেক লোকেরাই ইউটিউবে আপলোড করে থাকে। আপনি যদি বলেন একটু ভিডিও আপলোড করে তাদের লাভ কি হয়?

বিনা কারণে কেউ ভিডিও ইউটিউবে কেনই বা আপলোড করবে! বেশিরভাগ ইউটিউবার ইউটিউব এ ভিডিও আপলোড করার মূল উদ্দেশ্য হলোঃ ইউটিউব থেকে টাকা ইনকাম করা। খুব কম লোকই আছে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে না শুধু ভিডিও আপলোড করে থাকে।

তাই আপনারাও চাইলে, ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারেন। আরে ইউটিউবে টাকা ইনকাম করার জন্য তেমন কোনো দক্ষতার প্রয়োজন হয় না। আপনার শুধু ভিডিও তৈরি করার অভিজ্ঞতা থাকলেই হল। মানুষের প্রয়োজনীয় এবং ভিডিও কনটেন্ট কোয়ালিটি ভালো রেখে, সহজে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন।

অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যাদের মাসিক ইনকাম প্রায় লাখ টাকার উপরে। শুধুমাত্র তারা ইউটিউব থেকে এত পরিমাণে টাকা ইনকাম করতে পারে যে, নিজের ক্যারিয়ার হিসেবে ইউটিউব কে বেছে নিয়েছে। আপনারা ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে, ভিডিও আপলোড করে সহজে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে।

অনলাইনে 💸 ইনকাম করার দ্বিতীয় নম্বর পদ্ধতি?

ওয়েবসাইটের থেকে ইনকামঃ বর্তমান সময়ে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি হলো ওয়েবসাইট। আপনারা আপনাদের নিজের একটি ওয়েবসাইট তৈরি করে, সহজে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ওয়েব সাইট তৈরী করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।

আর এই ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করার জন্য, তেমন কোনো দক্ষতার প্রয়োজন হয় না। আপনি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করবেন ব্লগিং এর জন্য। ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের কনটেন্ট ইত্যাদি পাবলিশ করবেন। যেকোনো মানুষের প্রয়োজনীয় দরকারি মানুষ জানতে আগ্রহী ইত্যাদি,

আর্টিকেল বা লেখালেখি করবেন। আপনারা চাইলে এই কাজ নিজেরাই করতে পারবেন। একটি আর্টিকেল লেখা ততটা কঠিন কাজ নয়। শুধুমাত্র আপনার কাছে যদি একটি এন্ড্রয়েড ফোন থাকে তাহলেই, আপনারা অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে সক্ষম হবেন।

অনলাইনে অনেক লোক রয়েছে যারা মোবাইল ফোন দিয়ে, একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ব্লগিং করে থাকে। এমনকি তারা ব্লগিং করে টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম হয়েছে। যদিও আপনি প্রথমবার শুনলে একটু অবাক হবেন। তবে এটা কিন্তু বাস্তবে সত্য। আর ব্লগিং করে অনলাইনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।

আপনারা আপনাদের পারিবারিক কাজকর্ম সেরে অবসর সময়ে, লেখালিখি বা আর্টিকেল আপনার একটি ওয়েবসাইট তৈরি করে, প্রতিদিন না হলেও সপ্তাহে পাবলিশ করবেন। যদিও শুরুর দিকে আপনাকে একটু ধৈর্য ও পরিশ্রম দিতে হবে। তবে পরবর্তীতে কিন্তু আপনারা কষ্ট না করেই,

শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ওয়েবসাইট তৈরি করার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম পাওয়া যায়। তার ভিতরে আপনারা blogger.com অথবা wordpress.com প্লাটফর্মে যুক্ত হয়ে,

সহজে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়ে ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে এমনও লোক রয়েছে যারা ব্লগিংকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে।

তাহলে ভাবুন একটি ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করে, কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। অনলাইনে ব্লগিং করে প্রতিমাসের লক্ষাধিক টাকা ইনকাম করা অসম্ভব কিছু নয়। তাই আপনারা চাইলে অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে সহজে ইনকাম করতে পারবেন।

অনলাইনে টাকা 💸 ইনকাম করার তৃতীয় নম্বর পদ্ধতি?

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকামঃ অনলাইনে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি অন্যতম একটি পদ্ধতি হলোঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম। এমনকি যে কেউ চাইলে অনলাইনে এপ্লিক মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।

অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রচুর পরিমাণে প্লাটফর্ম হয়েছে। যেমন বর্তমানে আপনারা বৈদেশিক অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্মে, যুক্ত হয়েও টাকা ইনকাম করতে পারবেন। আর তাছাড়া অনলাইন অ্যাপলেট মার্কেটিং করে ইনকাম করার জন্য,

বাংলাদেশি অনেক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট হয়েছে। তাই আপনারা চাইলেই অনলাইনে বাংলাদেশি ওয়েবসাইটেও যুক্ত হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। আর এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম ততটা কঠিন কাজ নয়।

এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করা যায়ঃ ধরুন আপনি কোন একটি প্লাটফর্মে যুক্ত হয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, আর আমরা সেটাকে বেছে নিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম কে। এই যে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিযুক্ত হলেন,

এই অ্যামাজন অ্যাফিলিয়েট এ আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে তাই না! এখন এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে টাকা ইনকাম করার জন্য, অ্যামাজন কোম্পানি আপনাকে। অ্যাফিলিয়েট একটি লিংক দিবে। আর আপনার এখানকার কাজ হল তাদের কোম্পানির,

বিভিন্ন ধরনের প্রোডাক্ট পণ্য বা সার্ভিস ইত্যাদি প্রচার করা। আপনি আপনার এফিলিয়েট লিংক এর সাহায্যে তাদের কোম্পানির পণ্য প্রোডাক্ট গুলো প্রচার করবেন, যদি কোন লোক আপনার প্রচার করা তাদের কোম্পানি থেকে কোন প্রডাক্ট ক্রয় করে তাহলে, ওই অ্যামাজন কোম্পানি আপনাকে তার বিনিময়ে,

আপনার একাউন্টে বেশকিছু কমিশন দিবে। ঠিক এভাবে করে আপনারা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আরে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তেমন কোনো দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয় না। শুধুমাত্র কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিস প্রচার,

করে সহজে আপনারা অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ভালো লাগে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং করাকে পছন্দ হয় তাহলে, আপনারা চাইলেই এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে সহজে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

পরিশেষে প্রিয় বন্ধুরা,

প্রিয় বন্ধুরা আজকে আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করার, বেশ কিছু পয়েন্ট নিয়ে step-by-step বিস্তারিত আলোচনা করেছি। আপন যারা অনলাইন থেকে সত্যি টাকা ইনকাম করার আগ্রহী, তারা চাইলেই উপরোক্ত নিয়ম-নীতি পদ্ধতি অবলম্বন করে সহজে টাকা ইনকাম করতে পারবেন।

আমরা চেষ্টা করেছি আপনাদের শুরু থেকে সহজ ভাবে বোঝানোর জন্য, যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিন দয়া করে। আর্টিকেলটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post আপনি কি অনলাইনে টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করছেন? তাহলে আপনার জন্যই এই আর্টিকেল! appeared first on Trickbd.com.

[Phishing/Termux] ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক [Hack facebook account with phishing method ]

Posted: 18 Nov 2021 12:02 AM PST

আসসালামু আলাইকুম!

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

আজকে এই পোস্ট-এ দেখাবো কিভাবে ফেসবুক ফিশিং লিংক জেনারেট করবেন এবং ফিশিং এর মাধ্যমে কারো ফেসবুক আইডি হ্যাক করবেন।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করিঃ-

প্রথমে আপনার মোবাইলে থাকা Termux অ্যাপটি ওপেন করুন। যদি অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টলড না থাকে তাহলে এই লিংকথেকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন।

অ্যাপ ওপেন করার পর কমান্ড দিন

pkg update -y && pkg upgrade

তারপর Enter চাপুন। কিছুক্ষণ সময় লাগবে অপেক্ষা করুন।

[b]তারপর যথাক্রমে নিচের চারটি প্যাকেজ ইন্সটল করুন। ফিশিং টুলটি ঠিকভাবে কাজ করার জন্য নিচের চারটি প্যাকেজ অবশ্যই ইনস্টল করতে হবে। যদি প্রথমবার প্যাকেজগুলো ইন্সটল করে থাকেন তাহলে কিছু সময় লাগবে। কতক্ষণ লাগবে তা আপনার ইন্টারনেট স্পিড-এর উপর নির্ভর করবে। প্যাকেজ ইন্সটল করার সময় পারমিশন চাইলে y ইনপুট করে কন্টিনিউ করবেন।

1. pkg install php

2. pkg install wget

3. pkg install curl

4. pkg install git

উপরের সবগুলো প্যাকেজ ইন্সটল করা হয়ে গেলে কমান্ড দিন git clone git://github.com/htr-tech/zphisher.git

তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। টুলটি ক্লোন/ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোড হয়ে গেলে নিচের মতো দেখতে পারবেন।

এবার কমান্ড দিন

cd zphisher

তারপর কমান্ড দিন

bash zphisher.sh

কিছুক্ষণ অপেক্ষা করুন। সবগুলো প্যাকেজ ইন্সটলড আছে কিনা চেক করবে। যদি কোনো প্যাকেজ মিসিং থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ইন্সটল হয়ে যাবে।

সবগুলো প্যাকেজ ইন্সটল হওয়ার পর টুলটিও ইনস্টল হয়ে যাবে এবং নিচের মতো টুলের মেইন ইন্টারফেস দেখতে পারবেন।

টুলটিতে আপনারা 30+ ওয়েবসাইট বা অ্যাপের ফিশিং লিংক জেনারেট করতে পারবেন। যেহেতু আমি ফেসবুকের ফিশিং লিংক জেনারেট করবো এবং এটা প্রথমেই আছে তাই 1 ইনপুট করে Enter -এ চাপ দিবো।

তারপর এখানে আপনারা 4টি অপশন দেখতে পারবেন। এগুলো হচ্ছে টেমপ্লেট বা বলতে পারেন ফিশিং ইন্টারফেস যেটা লিংক ওপেন করার পর ভিকটিম দেখতে পাবে। আপনাদের পছন্দমতো যেকোনো একটা নির্বাচন করতে পারেন। আমি Advanced Voting Poll Login Page এইটা সিলেক্ট করলাম। এর জন্য 2 ইনপুট করে Enter করবো।

তারপর এই ধাপে আপনাদেরকে পোর্ট ফরওয়ার্ডিং মেথড নির্বাচন করতে বলবে। সেক্ষেত্রে আপনারা Cloudflare এইটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করলে ওয়াই-ফাই ইউজ করলেও লিংক জেনারেট হবে। মোবাইল ডাটা ব্যাবহারকারীরা যদি লিংক না পান তাহলে হটস্পট চালু করে নিবেন।

তারপর আপনারা নিচের মতো 2টা লিংক পেয়ে যাবেন। এই দুইটা লিংক-ই হচ্ছে আমাদের কাঙ্খিত ফিশিং লিংক। দুইটার যেকোনো একটা লিংক আপনার ভিকটিমকে পাঠিয়ে দিন।

যেহেতু আমার কোন ভিকটিম নেই তাই আমি নিজেই লিংকে ক্লিক করে লগইন করে আপনাদের দেখাবো। লিংক ওপেন করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি।

তারপর ফিশিং লিংকটি ব্রাউজারের ইউআরএল বারে পেস্ট করে গো তে চাপ দিবো।

তারপর লিংকটি ওপেন করার সাথে সাথে হ্যাকার আমার/ভিক্টিমের আইপি অ্যাড্রেস পেয়ে যাবে এবং আমি/ভিক্টিম নিচের মতো ভোটিং ইন্টারফেস দেখতে পারবো।

এবার এখান থেকে আমাকে/ভিক্টিমকে ভোট দিতে হবে। এর জন্য এখানে আমাকে/ভিক্টিমকে নিজের নাম এবং পছন্দের সোশ্যাল মিডিয়া ও পছন্দের রং- এ চেকমার্ক দিয়ে নিচে Submit বাটনে ক্লিক করতে হবে।

Submit বাটনে ক্লিক করার পর নিচের মতো ফেসবুক লগইন পেজ ওপেন হবে এবং এখানে লেখা থাকবে Sign in to complete poll এর মানে হচ্ছে ভোটিং এখনো কম্প্লিট হয় নি, ভোটিং কম্প্লিট করতে হলে আমাকে/ভিক্টিমকে তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

যেহেতু ভোটিং কম্প্লিট হয় নি তাই ভোটিং কম্প্লিট করার জন্য আমি/ভিক্টিম আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখন লগইন করবো। এখানে আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে Sign in বাটনে ক্লিক করলাম।

Sign in বাটনে ক্লিক করার সাথে সাথে হ্যাকার আমার/ভিক্টিমের ফেসবুক অ্যাকাউন্টটির লগইন ইনফরমেশন পেয়ে যাবে।

ঠিক একইভাবে আপনারা জিমেইল বা ইন্সটাগ্রাম ইত্যাদির ফিশিং লিংক জেনারেট করতে পারবেন এবং তা ভিক্টিমকে পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন যদি কিনা আপনি ভিক্টিমকে বোকা বানাতে পারেন।

আসলে এখন ফিশিং এর মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া অনেক কঠিনই বলা চলে। তবে অসম্ভব নয়।ফিশিং এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক বা তথ্য হাতিয়ে নিতে অবশ্যই আপনার Social Engineering স্কিল থাকতে হবে। আপনি যতো Social Engineering এ দক্ষ হবেন ততো আপনার সাকসেস হওয়ার চান্স বেড়ে যাবে।

আপনাকে অবশ্যই ইউআরএল মাস্ক কি এবং কেন করতে হবে তা জানতে হবে। ইউআরএল মাস্কিং নিয়ে আমি একটা পোস্ট করেছি চাইলে আমার প্রোফাইলে গিয়ে পড়ে আসতে পারেন।
তাছাড়া ফিশিং লিংক দিয়ে অ্যাপ বানিয়েও ভিক্টিমকে বোকা বানাতে পারেন। এক কথায় আপনার মস্তিষ্ককে কাজে লাগাতে হবে এবং কিভাবে ভিক্টিমকে বোকা বানানো যায় সেটা বের করতে হবে।

টুলটি অবশ্যই শেখার জন্য ব্যবহার করবেন। এর দ্বারা কারো কোনো ক্ষতিসাধন করলে সমস্ত দ্বায়ভার আপনাকেই বহন করতে হবে। এর জন্য টুল ডেভেলপার বা ট্রিকবিডি কোনোভাবেই দ্বায়ী থাকবে না।

আজকে এ পর্যন্তই।
বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।

ফেসবুকে আমি

পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার ব্লগ kih-lagbe.blogspot.com

The post [Phishing/Termux] ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক [Hack facebook account with phishing method ] appeared first on Trickbd.com.

স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

Posted:

আসসালামুয়ালাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন।

আজকে আপনাদের সাথে আলোচনা করবো কি কি দেখে একটা মোবাইল কেনা উচিত।আমাদের এক এক জনের কাছে মোবাইলের এক এক জিনিস ইম্পোর্ট্যান্ট হয়ে থাকে। কারো কাছে ক্যামেরা বেশি গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের র্যাম,রম গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের ব্র্যান্ড বেশি গুরুত্ব পায়,কারো কাছে মোবাইলের ডিসপ্লে বেশি গুরুত্ব পায়।কারো কাছে আবার মোবাইলের পারফরম্যান্স বেশি গুরুত্ব পায়।এক এক জনের গুরুত্ব এক এক রকম।তাই আজকে আপনাদের জানাবো যে যেটাই বেশি গুরুত্ব দিক না কেনো সেটা সম্পর্কে সঠিক ধারণা নিয়েই যেনো গুরুত্ব দেয়। আর আসলেই কি কি দেখে মোবাইল কিনা উচিৎ
তাহলে চলুন শুরু যাক।

আপনার বাজেট


প্রথমেই আসি মোবাইলের বাজেট নিয়ে।যে যত টাকাই বাজেট করেন না কেনো সে টাকারই মোবাইল কিনবেন।এর থেকে সামান্য বাড়িয়ে আরেকটা মোবাইল কিনবেন না।যদি আপনার বাজেট ১০,০০০ টাকা হয় তাহলে ১০,০০০ টাকা দিয়েই কিনবেন।

ফোনের পারফরম্যান্স


ফোন কেনার আগে মোবাইলটা বেশিদিন ব্যবহার করার পর কেমন পারফরম্যান্স দিচ্ছে তা জেনে নিন।যদি ভালো হয় তাহলে কিনুন।তাই আপনি একটা মোবাইল কিনতে চাইলে তার আগে একটু রিসার্চ করে জেনে নিন সেই ফোনের বিষয়ে।

ফোনের প্রসেসর


তারপর আসি মোবাইলের প্রসেসর নিয়ে।যদি মধ্যম দামের ফোন কিনতে চান তাহলে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন কিনুন।এতে অনেক সহজ ও ভালো প্রসেসর যুক্ত মোবাইল ফোন পাবেন।

র্যাম ও রম


এরপর আসি র্যাম-রম এর বিষয়ে।আমরা মনে করি যত বেশি র্যাম তত ভালো মোবাইল। যত দামী মোবাইল তত বেশি র্যাম। ৩জিবি/৪জিবি/৮জিবি/১৬ জিবি/৩২ জিবি র্যাম মানেই এটা নয় যে মোবাইলটা ভালো।কথা হচ্ছে র্যাম যতই বেশি হোক র্যামটি ভালো হতে হবে।র্যামের কাজ ভালো হতে হবে।দেখা গেলো ৮ জিবি র্যাম কিন্তু ৪/৫ টা এপস ডাউনলোড দিলেই সেটা ফুল হয়ে যায়।তাই র্যামের কোয়ালিটি দেখে মোবাইল ফোন বিচার করবেন।

ফোনের ক্যামেরা


আমাদের একটা ভূল ধারণা আছে যে যত বেশি ক্যামেরা তত ভালো ছবি উঠবে,যত বেশি মেগাপিক্সেল ক্যামেরা তত ভালো ছবি। আমরা এখন মোবাইল ফটোগ্রাফি বেশি পছন্দ করি।অনেকের কাছে মোবাইলের ক্যামেরা বেশি গুরুত্ব পায়।ভালো হওয়া নির্ভর করে ক্যামেরা সেন্সরের উপর।ক্যামেরে সেন্সর যত ভালো ব্র্যান্ডের তত ভালো ছবি উঠবে।যেমন সনির ক্যামেরা সেন্সর খুব ভালো।তাই আইফোনেও সনির সেন্সর ব্যবহার করা হয়।

ফোনের ব্যাটারি


এরপর আসি ব্যাটারিতে।মোবাইল কিন্তু পুরোটা ব্যাটারিতে চলেই।ব্যাটারি হলো মোবাইলের প্রাণ।তাই ব্যাটারি যত ভালো হবে মোবাইল তত বেশিদিন টিকবে।তত ভালো পারফরম্যান্স হবে।ব্যাটারি সবসময় ৪০০০ ওয়াটের কিনবেন।আর চার্জার ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।তাহলে ফোন ভালো হবে।

অপারেটিং সিস্টেম


এরপত আসি অপারেটিং সিস্টেমের উপর।এক এক জনের কাছে এক এক অপারেটিং সিস্টেম ভালো।আপনি যে অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করতে পছন্দ করেন সেটাই করবেন।নয়তো আপনি ফোন ব্যবহার করে মজা পাবেন না।

আর সবার শেষে বলব কখনও পুরাতন ভার্সনের ফোন কিনবেন নাহ।কারণ সেগুলোই নতুন ভার্সনের আপডেট দেয়া থাকে না।আর তাই আপনি ব্যবহার করে মজাও পাবেন না।

এই ছিলো আজকে এন্ড্রয়েড টিপস। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে।

The post স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments