Search box..

HSC পরীক্ষার জন্য ক , খ অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য নিয়ে নিন অসাধারন একটি নোট

HSC পরীক্ষার জন্য ক , খ অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য নিয়ে নিন অসাধারন একটি নোট


HSC পরীক্ষার জন্য ক , খ অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য নিয়ে নিন অসাধারন একটি নোট

Posted:

আসসালামু আলাইকুম

সামনে এইচ এস সি পরীক্ষা । তো আশা করি আপনাদের সবার প্রিপারেশন মোটামুটি ভালই । তবে যে জিনিসটা নিয়ে সবাই একটু পড়া হচ্ছে সেটি হল সবাই মোটামুটি গ ঘ এর জন্য খুব ভালো পিপারেশন নিয়ে নিয়েছে কিন্তু ক ও খ এর জন্য এখন অনেক টেনশন হচ্ছে । তো তাদের জন্যই এই পোস্ট টি ।

প্রথমেই বলে নেই যে এটি একটি পেইড প্রোডাক্ট । তবে আমি প্রকাশকের কাছে অনুমতি নিয়ে বায়োলজি প্রথম পত্র এর পিডিএফ টি আপনাদের সাথে শেয়ার করতেছি ‌‌। 

PDF টির বৈশিষ্ট্য : 

৫ দিনের মধ্যেই যেন পড়ে শেষ করে ফেলা যায় আমরা সেইভাবেই কন্টেন্ট রেডি করার চেষ্টা করেছে। আশা করি HSC এর জ্ঞান অনুধাবন নিয়া আর কোনো ঝামেলা থাকবেনা।

**💥নোটগুলোর Feature সমূহ:**

  •  সকল বোর্ডের ও কলেজগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে। সেফ থাকার জন্য শর্ট সিলেবাসের বাইরেরও কিছু কিছু প্রশ্ন রাখা হয়েছে যেগুলো বোর্ডে অনেকবার এসেছে।
  •  অনুধাবনমূলক প্রশ্নগুলো করার পর নিজেকে যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন দেয়া আছে।
  •  জ্ঞান অনুধাবনের কিছু গুরুত্বপূর্ণ টপিক দেয়া আছে। যাতে মেইন বই পড়তে সুবিধা হয়।
  •  সময় বাচানোর জন্য সূচিপত্রে Button ব্যবহার করা হয়েছে যাতে সহজেই নোটটি ব্যবহার করা যায় এবং প্রতি পৃষ্ঠায় সূচিপত্রে ফেরত যাওয়ার বাটন আছে। PDF download করে ফিচারটি ব্যবহার করতে পারবেন।

তো আমি এখানে শুধুমাত্র বায়োলজি প্রথম পত্র টি শেয়ার করব । এটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন

Sreenshots:


Biology 1st paper download link : Click here for download

যারা বায়োলজি বাদে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এর দুটি পত্র নিতে চান তারা মাত্র 45 টাকা পেমেন্ট করে বাকি গুলো নিতে পারবেন  ।

তো যারা নিতে চান তারা নিচের ফর্ম টি পূরণ করে ফেলুন : Click here

অথবা যোগাযোগ করুন : ASG compress note

সবার কাজে লাগতে পারে আশা করেই আমি তাদেরকে বলে একটি চ্যাপ্টার   আপনাদের ফ্রি দেওয়ার অনুমতি নিয়েছি । এখন পাখিগুলো আপনি নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার । 

সকলকে ধন্যবাদ ।

The post HSC পরীক্ষার জন্য ক , খ অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য নিয়ে নিন অসাধারন একটি নোট appeared first on Trickbd.com.

Upay থেকে Gp সিমে Recharge করে প্রতি Recharge এ নিন ১০% ক্যাশ রিওয়ার্ড আনলিমিটেড.!!

Posted:

উপায় এর মাধ্যমে MyGP অ্যাপ থেকে মোবাইল-রিচার্জে পেমেন্ট করলে পাচ্ছেন ১০% ক্যাশ রিওয়ার্ড। মাইজিপি লগইন নম্বর এবং রিচার্জ নম্বর একই থাকতে হবে অন্য নাম্বার এ রিচার্জ করে দিলে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে না।

যতবাব রিচার্জ করবেন তত বার ক্যাশ রিওয়ার্ড পাবেন কোনো লিমিট নেই

অফারটি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

MyGp অ্যাপ এ ঢুকে এখানে ক্লিক করুন

তার পর Recharge এ ক্লিক করুন।

তার পর রিচার্জ এর পরিমাণ দিয়ে Continue তে ক্লিক করুন।

তার পর উপায় সিলেষ্ট করে দিয়ে Continue তে ক্লিক করুন।

তার পর আপনার উপায় একাউন্ট এর নাম্বার দিয়ে লেনদেন করে নিন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Upay থেকে Gp সিমে Recharge করে প্রতি Recharge এ নিন ১০% ক্যাশ রিওয়ার্ড আনলিমিটেড.!! appeared first on Trickbd.com.

ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত]

Posted:

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো?আশা করি ভালোই আছো।প্রতিদিনের মতো আজকে আমি হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে।

আমরা এখন অনেকেই আছি যারা বেশির ভাগই মোবাইলে ছবি তুলে থাকি।এটি বর্তমান সময় আমাদের একটি শখে পরিণত হয়েছে যা জড়িত করে ফেলেছি। আর সেসব এর আমাদের আধুনিক যুগে আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আমরা অনেক সুন্দর ভাবে ছবি তুলে সেগুলোকে নানা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকি এবং সেই সম্পর্কে আরও নানা মানুষ সেই ছবি গুলো পেয়ে থাকে এবং এতে তাদের মন্তব্য পেশ করে থাকে। এই যে ছবি গুলো যে প্রতিনিয়ত তুলে থাকি তা বেশিভাগ সময় আমাদেরকে আরও উন্নত করে তুলতে হয় আর এই জন্য আমাদের ফোনের কিছু অ্যাপের সাহায্য নেওয়া হয়ে থাকে।যার মাধ্যমে আমরা সেই ছবি গুলোকে আরও সুন্দর করে বানাতে পারি।এটি করতে গেলে আমাদের ভালো মানের অ্যাপের সাহায্য লাগতে পারে।সেইসব অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ছবি গুলো কে আরও উন্নত করে ফেলি। তাই ফোনের যে সব গুরুত্বপূর্ণ ফটো এডিটিংয়ের সেরা অ্যাপ রয়েছে আমারা অনেকেই আছি যারা এইসবের সাথে একদম পরিচিত নই।

তাই এখন আমরা আজকের এই পোষ্টে আপনাদের সেই সকল অ্যাপগুলোর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো দ্বারা আপনি ভালো মানের ফটো এডিটিং যা আমাদের ফটো এডিটিংয়ের কাজে অনেক বেশি সহায়তা করে থাকে।আমাদের তোলা ছবি গুলো কে আরও ভালো মানের ছবি হিসাবে প্রদান করে থাকে এবং আমরা আমাদের ইচ্ছ মতন খুশি মতন এডিটিং করে নিতে পারি।তাই চলুন যেনে নেই এসব সেই সেরা অ্যাপ গুলো সম্পর্কে।

মোবাইলের ফটো এডিটিংয়ের মধ্যে যেগুলো থেকে আমরা অনেক ভালো এডিটিং করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হল:

PicsArt


বর্তমান সময় আমাদের ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে অনেক ভালো মানের একটি অ্যাপ হচ্ছে PicsArt এই অ্যপটি। এটি আমাদের দেশে অনেক জনপ্রিয় হয়ে গেছে আর জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারন হচ্ছে এটি যে সব সার্ভিস প্রদান করে থাকে তা সত্যি অনেক অসাধারন।এই অ্যাপে প্রায় তিন হাজারের বেশি টুল রয়েছে যেগুলো মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফটোকে অনেক বেশি আকর্ষনীয় ও অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ছোট খাটো ফটো এডিটিং থেকে শুরু করে হাই ফটো গুলোর এডিটিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। বিশেষ করে এই অ্যাপের ফিল্টারগুলি অনেক সুন্দর এবং অনেক আকর্ষনীয়।এখানে শুধু ফটো এডিটরই হয়ে থাকে না তাছাড়া যেমন ফটো এডিটর,ভিডিও এডিটর, ফটো ড্রয়িং, ড্রয়িং টুলস।মোবাইল ফটো এডিটিংয়ের জগতে এটি গুগল প্লে স্টোরে Grossing in Photography জায়গা দখল করে আছে। এই অ্যাপের এতই জনপ্রিয়তা যে এই অ্যাপ টি ৫০০ মিলিয়নেরও বেশি বার ইনস্টল হয়েছে।

Snapseed


এই অ্যাপটি দেখতে অনেকটা সিম্পল ইন্টারফেস কিন্তু এটি অনেক পাওয়ারফুল একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে থাকে এবং তারা এটি ব্যবহার করে অনেক খুশি হয়ে থাকেন।ছবির ব্রাইটনেস বাড়ানো কমানো থেকে শুরু করে একদম প্রিমিয়ার হাই কোয়ালিটির ছবি এডিট করার জন্য স্ন্যাপডিসের জুড়ি নেই একদমই। এই অ্যাপটির ফিল্টারের পাশাপাশি ২৯ টি টুলস থাকে, যার মাধ্যমে একটি ছবি বিভিন্ন আইটেমে এডিটিং করা সহজ হয়ে থাকে।এটি তে ২৯ টি টুলসের মধ্যে থাকে সিলেকশন টুলস যেটির সাহায্যে ফটোর নির্দিষ্ট অংশ মার্ক করে এডিট করা যায়। গুগলের ডেভলপ করা এই অ্যাপটি একদম ফ্রি অর্থাৎ এটার কোন প্রিমিয়ার ভার্সন নেই। এটি সাধারনত ১০০ মিলিয়নের বেশি ইনস্টল হয়েছে।

Lightroom


ফটো এডিটিং জগতে সেরা অ্যাপের কথা বলতে গেলে এই অ্যাপটিকে বাদ দিয়ে তো কথাই বলা যাবে না। এটি অনেক মান সম্মত একটি ভালোমানের অ্যাপ হয়ে থাকে। মূলত Adobe Lightroom CC এর মোবাইল ভার্সন হচ্ছে এই Lightroom এই অ্যপটি। নামের সাথে সাধারনত এর ফিচারের মিল রয়েছে, এই অ্যাপে ফটোর আলো নিয়ে খেলা হয়ে থাকে।বিশেষ করে এই অ্যাপটির যে সমস্ত প্রিসেট গুলো রয়েছে তা আমাদের মধ্যে অনেক তরুনদের মধ্যে জনপ্রিয় হয়ে থাকে। এতে “র” (raw) ফাইল এডিট করা যাবে বলে এই অ্যাপের এডিটিং কোয়ালিটি লস থাকে না। এই অ্যপের যে ফিচারগুলো মানুষের মধ্যে বেশি ব্যবহার করতে দেখা যায় সেটি হল প্রিসেট, হিলিং টুল, সিলেকটিভ, নয়েস রিডাকশন টুল ইত্যাদি।বিশেষ করে আমাদের মধ্যে যারা ফটো গ্রাফি করে থাকে তাদের তো একটি ফটো মধ্যে অসংখ্য কালার টুল ব্যবহার করা প্রয়োজনীয় হয়ে যায় তাদের এই অ্যাপটি বিশেষ দরকার হয়ে থাকে।

Pixellab


মোবাইলের ফটো এডিটিং ও ফটো তে লেখালেখি করতে যে অ্যাপটির চাহিদা দিন দিন বেড়েই চলছে সেটি হলো Pixellab ফটো এডিটিং অ্যাপ।ব্যাক্তিগত ভাবে এই অ্যাপটি মানুষের অনেক প্রিয় হয়ে থাকে।আমরা যদি সেরা মোবাইল ফটো এডিটিং অ্যাপের কথা ভাবি তাহলে আমাদের কাছে এটির নাম আসবেই।বিশেষ করে ব্লগে যেসব ব্যানার পোস্ট থাম্বনেইন দেখেন সেগুলো বেশিভাগই এই অ্যাপের দ্বারা বানানো হয়ে থাকে।তবে এখান থেকে আপনি সিম্পল ক্যালার গ্রেডিং ,ক্রপ সাইজ, এগুলো খুব ভালোভাবেই করা যাবে।এই অ্যাপের মাধ্যমে সাধারন টেক্স থেকে শুরু করে লেগো ডিজাইন, ব্যানার ডিজাইন, আরও অনেক কাজই হয়ে থাকে।এটি ৫০ মিলিয়নের বেশি মানুষ ইনেসটল করে থাকে।এটি আমাদের ফটো এডিটিংয়ের কাজকে অনেক বেশি ভালো মানের করে দেয়।

B162


মোবাইলের সেরা সেরা ফোটো এডিটিংয়ের কাজ করতে গেলে এই অ্যাপটি নামের কথা আমাদের জানা উচিত। তবে এটির মাধ্যমে আপনি আপনার তোলা সেল্ফিকে অতি দ্রুত এডিট করতে পারবেন।এটিতে রয়েছে প্রায় শতাধিক আকর্ষনীয় ফিল্টার ও এডিটিং টুলস।আর সবথেকে বড় কথা যে এটির সাহায্যে আপনি রিয়েলটাইম বিউটি ইফেক্ট এ ছবি তোলা যায় আর এই ছবি হয়ে ওঠে প্রায় প্রাণবন্ত। এছাড়া গ্যালারি যেকোন ফটো আপনি বিউটি ইফেক্ট ব্যবহার করে এডিট করতে পারবেন।এই অ্যাপটি সাধারনত মেয়েদের কাছে খুব বেশি জনপ্রিয় হয়ে থাকে এতে রয়েছে ইনস্ট্যান্ট মেকাপ সুবিধা। তাছাড়াও এখানে রয়েছে হাজারো টুলস স্টিকার সহ আরও অনেক কিছু। এটির প্রায় ৫০০ মিলিয়নের বেশি মানুষ ইনস্টল করে থাকে।

AirBrush : Easy photo editor


আপনি যদি আপনার ছবিকে আকর্ষনীয় ও সুন্দর করে এডিট করতে চান তাহলে এই সেরা অ্যাপটির কথা তো ভূলে গেলে চলবে না।এটিতে আপনি অনেক ধরনের টুলস পাবেন যা দ্বারা আপনি আপনার ফটোকে খুব ভালোভাবে আপনি আপনার ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবেন। এটি এখন অনেক মানুষই ব্যবহার করে আসছে।এটিতে আপনি যে সমস্ত টুলস পাবেন সেগুলো হলো:পারফেক্ট এসমুথ স্কিন,ওয়াইট টেনথ, ব্রাইটনেস সহ আরও বেশ কিছু।

PhotoDirector


বর্তমান যদি আমরা আমাদের ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে আলোচনা করে থাকি তাহলে এই অ্যাপটির কথাও উঠে আসবে। এটিও মোবাইল ফটো এডিটিং জগতের অনেক ভালো মানের একটি অ্যাপ।এটি দিয়ে আমরা আমাদের ফটো সমূহকে অনেক ভালো ভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আমাদের ফটো এডিটিং কে অনেক আকর্ষনীয় করে তুলতে পারে এই অ্যাপটি। এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও ভালো মানের ফটো এডিটিং অ্যাপ।এটিতে অসংখ্যা টুলস রয়েছে যেমন; ফিল্টার, লাইট ফিল্টার ইফেক্ট, ব্রাইটেন পিকচার,
ক্যালার এডিটিং , এইচডিআর লেয়ার সেটিং সহ আরও অনেক কিছু আছে।আর এজন্য এটি আমাদের ফটো এডিটিংয়ের জগতে সেরা অ্যাপের তালিকায় হয়ে থাকে।

এই সময় মোবাইল আমাদের জীবনে অধিক প্রয়োজনীয় একটি জিনিস হয়ে থাকে।বর্তমান সময় আমরা কম বেশি প্রত্যেকে মোবাইল ব্যাবহার করে থাকি।

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

The post ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত] appeared first on Trickbd.com.

Free Fire গেইমে screen Record এ ফোন ল্যাগ করে? দেখে নিন কিভাবে ল্যাগ ছাড়া স্ক্রিন রেকর্ড করবেন।

Posted:

আমরা অনেকেই আছি কম র‍্যাম এর ডিভাইস চালাই। আবার বেশি র‍্যাম এর ফোন ও চালাই কিন্তু ফ্রি ফায়ার অনেক ক্ষন যাবত খেলার কারনে স্ক্রীন রেকর্ডে অনেক ল্যাগ করে ল্যাগের কারনে ভালো ভাবে খেলা যায় না। বলতে গেলে হ্যাং হয়ে যায়।

তাদের জন্য সহজ একটা পদ্ধতি দিয়েছে ফ্রি ফায়ার।
তো চলুন দেখি কিভাবে করবো।
Screenshot. অনুযায়ী করুন।



তারপর এই অপশন টি অন করুন।

এখন যেকোন একটি মোডের গেইম খেলুন।
গেইমের শেষে এই সেইভে ক্লিক করুন।

এখন আবার আগের জায়গায় দেখুন ভিডিও সেইভ হয়ে আছে।


এখান থেকে প্লে করুন।
প্লে করে স্ক্রিন রেকর্ড করে নিন।

দেখুন।

এখানে আপনি চাইলে স্পীড বাড়িয়েও দেখতে পারবেন রেকর্ড করতে পারবেন

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন 🥰

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel

The post Free Fire গেইমে screen Record এ ফোন ল্যাগ করে? দেখে নিন কিভাবে ল্যাগ ছাড়া স্ক্রিন রেকর্ড করবেন। appeared first on Trickbd.com.

ইউটিউব চ্যানেল থেকে আয় করার দুটি সেরা উপায় (সবসময়ের জন্য)

Posted:

অনকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয়
নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করবেন । সম্পূণ পোস্টটি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন । আশা করি সকলে বুঝতে পারবেন এবং সম্পূণ পোস্টটি পড়বেন ।

ইউটিউব থেকে ইনকাম করার উপায় সমূহ :-

ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে । আর ইউটিউব চ্যানেলে প্রচুর “subscribe” থাকতে হবে । প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে ।প্রতিদিনের ভিডিওতে লাইক,ভিউজ,কমেন্ট বাড়াতে হবে । তাহলে আপনি সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন । আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও অবশ্যয় কপি মুক্ত হতে হবে । কোন ফেসবুকের ভিডিও,ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিলে তা কপি হয়ে যাবে এবং গুগল কপি ধরবে । ইউটিউব থেকে ২টি উপায়ে ইনকাম করার ট্রিক বলব আজকের পোস্টে । এই দুটি উপায় হলো :-গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় এবং পন্য বিক্রি করে টাকা আয় । এই দুটি উপায়েই বেশির ভাগ ইউটিউবাররা ইনকাম করে থাকে । এ ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলো :-

পন্য বিক্রিয় করে ইউটিউব থেকে আয় :-

ইউটিউব থেকে ইনকামের একটি উপায় হলো পন্য বিক্রি করে আয় । এটির প্রচলন খুবই কম । যেমন আপনি ইউটিউবের ভিডিওতে কোন পন্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন এবং তা কেনার জন্য যোগাযোগের ঠিকানা দিলেন । এতে করে যদি কেউ পন্যটি কিনতে চায় তবে তা আপনি সহজে বিক্রি করে দিতে পারবেন । এতে আপনার লাভও থাকতে পারে । এছাড়া অন্যের পন্যও এভাবে বিক্রি করে দিতে পারবেন । তবে এতে পন্য বিক্রি হতেও পারে আবার নাও হতে পারে কারণ সবার পন্যটি পছন্দ নাও হতে পারে । তাই বিশ্বাসের সাথে এবং মানবতার সাথে কাজটি করতে হবে ।

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম :-

ইউটিউব থেকে টাকা আয় করার সবোৎকৃষ্ট উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় । গুগল এডসেন্সের মাধ্যমেই আমাদের দেশের বেশির ভাগ লোক ইনকাম করে থেকে । গুগল যখন ইউটিউবকে কিনে নেয় তখন এই সিস্টেম চালু করা হয় । এখনও এই ব্যাবস্থাটি চালু রয়েছে । গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন । এতে আপনার বেশি কষ্টও হবে না আর লসও হবে না । গুগল থেকে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স নিতে আপনার করণীয় কিন্তু কম নয় । কপি মুক্ত ভিডিও এবং সাইটের ভিজিটর বাড়ানোর কোন বিকল্প নেই । গুগল অ্যাডসেন্সের থেকে টাকা ইনকাম হবে গুগল থেকে দেওয়া এডের ক্লিকের মাধ্যমে এবং এডে ভিউয়ের মাধ্যমে । ইউটিউব থেকে ইনকামের টাকা আপনারা গুগলে এডসেন্স একাউন্টে জমা হবে । ১০ডলার হলে আপনি টাকা ব্যাংক একাউন্টে নিতে পারবেন । ১০০ ডলার হলে অটোমেটিক আপনার ব্যাক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ।

তো জেনে গেলেন ইউটিউব থেকে ইনকাম করার টিপসটি । আশা করি আপনার পোস্টটি ভালো লেগেছে । আপনার ভালো লাগলে কমেন্ট করবেন ।

The post ইউটিউব চ্যানেল থেকে আয় করার দুটি সেরা উপায় (সবসময়ের জন্য) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments