GPL/ Premium ও Crack বা Null নিয়ে কিছু কথা |
- GPL/ Premium ও Crack বা Null নিয়ে কিছু কথা
- সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করূন রোবটিক্স ক্যাম্প-২০২১ এ। করতে পারবেন ১১ দিনব্যাপী রোবটিক্স নিয়ে ফ্রি কোর্স। থাকছে আরো অনেক কিছু।
- Netflix 8.7.0 আপডেট ভার্সন Mod APK সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড, তার সাথে নেটফ্লিক্সের সকল আপডেট কনটেন্ট।
- আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ উল্লেখ্য গ্রামিন গ্রাহক কুইজ খেলে জিতে নিন Samsung Galaxy, Vivo ফোন সাথে Daraz ভাউচার.!!
- জেনে নিন ৫টি ফ্রি ডোমেইন প্রোভাইডার সাইট সম্পকে এবং শিখে নিন ওয়াপকিজে .se.ke ডোমেইন যুক্ত করা
- Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!!
- পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কভার ফটো বা থাম্বনেইল বানানোর উপায়
- [IH-W2] Flastsome ওয়ার্ডপ্রেস থিমটির লেটেস্ট ভার্সন ফ্রি ডাউনলোড করুন
GPL/ Premium ও Crack বা Null নিয়ে কিছু কথা Posted: আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি GPL/ Premium ও Crack বা Null কি? এগুলোর মধ্যে পার্থক্য কি? তো তাই আজকের হাজির হলাম এসব নিয়ে কথা বলার জন্য। অনেকেই জানেন না থিম/ প্লাগিন টাকা দিয়ে কেনারও প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেসে নতুন নতুন এসে পড়েছেন। তার মনে করেন ফ্রিতে বোধায় সব থিম, প্লাগিন পাওয়া যায়। কিন্তু আসলে এমনটা না। ভালো মানের থিম টাকা দিয়ে কিনতে হয় এবং এসব থিমে রেগুলার আপডেট পাওয়া যায়। যাই হোক পোস্টের মূল বিষয়ে আসা যাক। চলুন GPL, Premium, Null or Crack কি তা জেনে নেওয়া যাক। GPLGPL নামটা আমরা অনেক শুনেছি থিম বা প্লাগিন ডাউনলোড করার সময়। কিন্তু এই জিপিএল আসলে কি? GPL এর পূর্ণরূপ General Public License সম্পূর্ণ GNU General Public License। অর্থাৎ GPL হলো এক ধরনের লাইসেন্স। আপনার জন্য সাজেশনঃ মজার ফেসবুক স্ট্যাটাস | Best Funny Facebook Status Bangla এটা এমন এক ধরনের লাইসেন্স যেটা ব্যবহারকারীদের পূর্ণ স্বাধীনতা দেয়। ধরুন আপনি একটি জিপিএল থিম ডাউনলোড করলেন এখন আপনি চাইলে সেই থিমের কোর ফাংশন ইচ্ছা মতো ইডিট করে ব্যবহার করতে পারবেন। অন্যান্য যেকোন সফটওয়্যারের ক্ষেত্রেও এক। জিপিএল থিম অরিজিনাল অথরের কাছ থেকে ডাউনলোড করা হয়ে থেকে। জিপিএল থিমে কোন প্রকার মোডিফিকেশ করার প্রয়োজন হয় না তা ব্যবহার করার জন্য। জিপিএল থিম যখন আপনি ইন্সটল করবেন তখন আপনাকে লাইসেন্স কি দেওয়াটা বাধ্যতামূলক হবে না। লাইসেন্স কি ছাড়াও ব্যবহার করতে পারবেন তবে অটো আপডেট পাবেন না। Premiumএকটা কথা বলে রাখি, “সব জিপিএল থিম প্রিমিয়াম থিম হতে পারে কিন্তু সব প্রিমিয়াম থিম জিপিএল নাও হতে পারে।”। একটু ঘোর প্যাঁচানো কথা। তবে ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে লাইসেন্স কি অবশ্যই দরকারি। লাইসেন্স কি ছাড়া প্রিমিয়াম থিম কখনো ব্যবহার করতে পারবেন না। লাইসেন্স কি দিয়ে এই থিম একটিভ করে নেওয়া বাধ্যতামূলক। যা জিপিএলের বিপরীত। Null বা Crackপ্রিমিয়াম থিমগুলোকে ক্রাক করা হয় লাইসেন্স কি বাইপাস করানোর জন্য। এজন্য নাল বা ক্রাক থিমগুলোকে অনেক মোডিফাই করানো হয় লাইসেন্স কি বাইপাস করানোর জন্য। নাল বা ক্রাক থিম ভাইরাস/ ম্যালওয়্যার থাকতে পারে। নোটঃ আমি কিন্তু পোস্টে আপনাদের বোঝানোর সুবিধার্থে পোস্টটি “থিম” দিয়ে বিবরণ করেছি। প্লাগিন বা অন্যান্য সফটওয়ার বা ছবির ক্ষেত্রেও বিষয় কিন্তু এক। কিছু কথা➤ GPL থিমে অটো আপডেট পাওয়া যায় নাম কোন কিছু জিজ্ঞাসা অথবা কোন থিমের জন্য রিকুয়েস্ট করার থাকলে কমেন্ট করুন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করুন। ফেসবুকে আমি – The post GPL/ Premium ও Crack বা Null নিয়ে কিছু কথা appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো , আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ এবং আজকে কোন টিউটোরিয়াল না, আজকে আমরা একটি ক্যাম্প সম্পর্কে জানবো, যেখানে আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি। চলুন শুরু করা যাক। Topic : Robotics Camp – 2021কোর্সটি ক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সম্পূর্ণ কোর্সটি অনলাইন প্লাটফর্ম (Zoom) এর মাধ্যমে করা হবে এবং বিভিন্ন রকম নোটিশ বা অন্য কাজের জন্য What’sAppp ব্যবহার করা হবে। |
Netflix 8.7.0 আপডেট ভার্সন Mod APK সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড, তার সাথে নেটফ্লিক্সের সকল আপডেট কনটেন্ট। Posted: আসসালামু আলাইকুম ভিউয়ার্সআশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর নাম অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে নেটফ্লিক্স একাউন্ট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন এবং নেটফ্লিক্সের সকল কনটেন্ট ফুল এইচডি তে দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঅনলাইন স্ট্রিমিং এর ক্ষেত্রে নেটফ্লিক্স সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় একটি অ্যাপ। এখানে আপনি মুভি থেকে শুরু করে টিভি এপিসোড এনিম ডকুমেন্টারি সহ আরো অনেক কিছু উপভোগ করতে পারবেন। সাধারণত নেটফ্লিক্স ব্যবহার করার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে নেটফ্লিক্সের প্রিমিয়াম আনলক ভার্সন আপনাদের মাঝে শেয়ার করবো, যার মাধ্যমে কোন রকম সাবস্ক্রিপশন ছাড়াই আপনারা নেটফ্লিক্সের সকল কন্টাক্ট দেখতে পারবেন। Name: Netflix ID: com.netflix.mediaclient Publisher: Netflix, Inc. Genre: Photos & Videos MOD Features: Premium Unlocked Version: 8.7.0 Size: 21M Price: FREE Requires: Android Network: Required ডাউনলোড লিংক: Click Hereনেটফ্লিক্সের আনলক ভার্শন সম্পূর্ণ আপডেটেড। তাই নেটফ্লিক্সে যতরকম কনটেন্ট আপলোড করা হয়েছে সবকিছুই আপনি এই প্রিমিয়াম আনলক অ্যাপের মধ্যে পাবেন।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় অপচয় করে পোস্টটি পড়ার জন্য। The post Netflix 8.7.0 আপডেট ভার্সন Mod APK সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড, তার সাথে নেটফ্লিক্সের সকল আপডেট কনটেন্ট। appeared first on Trickbd.com. |
Posted: আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ উল্লেখ্য গ্রামনফোম আয়োজন করেছে এক বিশাল কুইজ ক্যাম্পেইন এই ক্যাম্পেইন শুধু মাত্র গ্রামানি সিম গ্রাহকরা অংশ গ্রহণ করতে পারবে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুইজ ক্যাম্পেইন এ অংশ গ্রহণ করে জিতে নিন Samsung Galaxy, Vivo ফোন সাথে Daraz ভাউচার.! প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতি ঘণ্টায় সঠিক উত্তর প্রদানকারী প্রথম ৫ জন গ্রাহক পাবেন ৫০০ টাকার দারাজ গিফট ভাউচার। মোট বিজয়ীর সংখ্যা হবে প্রতিদিন ৩০ জন। প্রতি ঘণ্টায় উত্তর প্রদান করার জন্য ১টি প্রশ্ন পাওয়া যাবে। প্রতিটি প্রশ্ন ১ঘণ্টা লাইভ থাকবে। একজন ব্যক্তি একটি ফোন নম্বর দিয়ে এক দিনে একাধিক ডিসকাউন্ট ভাউচার জিততে পারেন (সর্বোচ্চ ছয়বার)। অর্থাৎ, একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ৩০০০ (৬x৫০০) টাকার গিফট ডিসকাউন্ট ভাউচার জিততে পারেন। মোট গিফট সংখ্যা: ৮৭৫টি ক্যাম্পেইনের ফলাফল যাচাই করার পর লেজার বোর্ডে আসা প্রথম ৫ জন সঠিক উত্তর প্রদানকারীর সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরের উপর ভিত্তি করে মেগা গিফটের জন্য বিজয়ী নির্বাচন করা হবে।৫ জন মেগা বিজয়ীর প্রত্যেককে ১টি করে স্মার্টফোন গিফট করা হবে: ১ম: স্যামসাং গ্যালাক্সি S10+ কুইজ ক্যাম্পেইন অংশ গ্রহণ করতে হলে লাগবে MyGp অ্যাপ যাদের MyGp নেই টা নিচের লিংক থেকে MyGp অ্যাপ ডাউনলোড করে নিন। তার পর এখানে ক্লিক করুন! এখন এখানে ক্লিক করে প্রতি ঘন্টায় একটি করে প্রশ্নের উত্তর দিন। ক্যাম্পেইনের সময়কাল: বিকাল ০৪:০০টা থেকে রাত ১০:০০টা (৬ ঘণ্টা) ১৪ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ উল্লেখ্য গ্রামিন গ্রাহক কুইজ খেলে জিতে নিন Samsung Galaxy, Vivo ফোন সাথে Daraz ভাউচার.!! appeared first on Trickbd.com. |
জেনে নিন ৫টি ফ্রি ডোমেইন প্রোভাইডার সাইট সম্পকে এবং শিখে নিন ওয়াপকিজে .se.ke ডোমেইন যুক্ত করা Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে কিছু সাইট নিয়ে আলোচনা করব যে সাইটগুলো ফ্রিতে ডোমেইন দিয়ে থাকে । এই সাইটগুলো থেকে ডোমেইন কিভাবে নিতে হয় তাও শিখিয়ে দিব আজকের পোস্টের মধ্য দিয়ে । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন । বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করবেন । এখন অনেক সাইটই আছে যারা ফ্রিতে ডোমেইন দিয়ে থাকে । তবে সাইটগুলো পেইড ডোমেইনগুলো দেয় না । তাদের ডোমেইনের সাব ডোমেইনগুলো দিয়ে থাকে । এখন অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে পেইড ডোমেইন এবং সাব ডোমেইটি কি? এগুলো জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে ডোমেইন কি? আমরা জানি প্রত্যেকটি সাইটের একটি এড্রেস আছে । যেমন :- trickbd.com । এই এড্রেসটিকেই ডোমেইন বলে । যে এড্রেসটি একটি ডোমেইন দ্বারা যুক্ত সেটি মূলত পেইড ডোমেইন । যেমন : trickbd.com । পেইড ডোমেইনের আগে এক বা একাধিক ডোমেইন যুক্ত করলে হবে সাব ডোমেইন । যেমন :- help.trickbd.com । এবার আমি আমার মূল কথাটিতে ফিরে আসছি । ফ্রিতে সাব ডোমেইন দেয় এরকম অনেক সাইট রয়েছে । আর আজকে আমরা এরকম ৫টি সাইট নিয়ে আলোচনা করব । সাইটগুলো হলো :- ১। se.ke ; এই সাইটগুলো থেকে আপানারা সহজেই নিজের ইচ্ছামতো সাব ডোমেইন নিতে পারবেন আর সাইটে বসাতে পারবেন । এখন আমি se.ke সাইট থেকে ডোমেইন নেওয়া শেখাব । আপনাদেরকে এই ডোমেইন ওয়াপকিজ সাইটে যুক্ত করাটাও শিখিয়ে দিব । এখন আমি বলি যে আপনারা কোন ধরনের ডোমেইন নিতে পারবেন । প্রথমে আপনাদেরকে সাইটের জন্য একটি নাম বেছে নিতে হবে । যেমন আমি নিলাম apkwatch । তাহলে আমার ডোমেইটি হবে apkwatch.se.ke । এখন ডোমেইন নেওয়ার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে থাকুন । » প্রথমে www.se.ke লিংকে প্রবেশ করুন । » তারপর একটি একাউন্ট করে ফেলুন । » একাউন্ট খোলার পর “add domain” অপশনে প্রবেশ করুন । The post জেনে নিন ৫টি ফ্রি ডোমেইন প্রোভাইডার সাইট সম্পকে এবং শিখে নিন ওয়াপকিজে .se.ke ডোমেইন যুক্ত করা appeared first on Trickbd.com. |
Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!! Posted: Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক যে কোনো বিকাশ একাউন্ট থেকে। Amber IT IP Phone অ্যাপের রিচার্জ যে কোনো কোনো পরিমাণ এর Recharge করলে পাবেন ২০% ইন্সট্যান্ট ক্যাশব্যাক। Recharge ও ক্যাশব্যাক এর কোনো লিমিট নেই অফারটি ২৪ই নভেম্বর থেকে শুরু হবে এবং ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত চলবে। Alaap IP Phone অ্যাপ এ ৫০ টাকা বা তার ছেয়ে বেশি যে কোনো পরিমাণ এর Recharge করলে পাবেন ২৫% ইন্সট্যান্ট ক্যাশব্যাক। সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এবং এক মাসে সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশ ব্যাক পাবেন অফারটি চলবে ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। অফারটি শুধুমাত্র Amber IT এবং Alaap IP Phone অ্যাপ থেকে পেমেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন। Amber IT IP PhoneAmber IT IP Phone অ্যাপ এর Recharge করতে Amber IT অ্যাপ এ ঢুকে Recharge অপশন সিলেষ্ট করেন টাকার পরিমাণ দিয়ে দিন। তার পর আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার দিয়ে লেনদেন করে নিন। Alaap IP PhoneAlaap IP Phone অ্যাপ এর Recharge করতে Alaap অ্যাপ এ ঢুকে Recharge অপশন সিলেষ্ট করেন টাকার পরিমাণ দিয়ে দিন। তার পর আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার দিয়ে লেনদেন করে নিন।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!! appeared first on Trickbd.com. |
পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কভার ফটো বা থাম্বনেইল বানানোর উপায় Posted: আমরা সবাই জানি পিক্সেল ল্যাব হচ্ছে মোবাইল দিয়ে ফটো ইডিট করার সেরা একটি অ্যাপ। মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপে আপনি প্রফেশনাল পিকচার বানাতে পারবেন খুব সহজেই। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি একাধারে ইউটিউব ও ওয়েবসাইটের থাম্বনেইল প্রোফাইল পিকচার, লোগো, ট্রান্ফারেন্ট ইমেইজ, প্রোফাইল পিকচার ফ্রেম সহ আরো অনেক ডিজাইনের ফটো বানাতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট পরিচালনা করেন তবে ল্যাব হবে আপনার প্রথম চয়েস। কারন পিক্সেল ল্যাব যেকোনো ইমেইজ তৈরি করা সহজ ও আকর্ষনীয়। পিক্সেল ল্যাব অ্যাপে আপনার মনের মতো বাংলা সহ ইংলিশ ফন্ট যুক্ত করতে পারবেন। কীভাবে পিক্সেল ল্যাবে কাষ্টম ফন্ট যুক্ত করতে হয় সেটি নিয়ে অনেক আগেই একটি পোষ্ট করেছি আপনি ইচ্ছে করলে সেই পোষ্টটি পড়ে নিতে পারেন। যখন কোনো থাম্বনেইলে বাংলা সহ অন্যান্য কাষ্টম ফন্ট যুক্ত করবেন তখন আপনার তৈরিকৃত লোগোটি হবে আরো সুন্দর ও আকর্ষনীয়। পিক্সেল ল্যাব নিয়েতো অনেক কথা বললাম এবার দেখে নিন কীভাবে বানাবেন?পিক্সেল ল্যাবে প্রফেশনাল থাম্বনেইল বা কভার ফটো বানানোর জন্য আপনাকে প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর অপেন করুন। অপেন করার পর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন। তারপর দেখুন color কালার নামে একটি আপশন আছে এটিতে ক্লিক করুন। তারপর দেখুন অনেক কালার দেখাচ্ছে এব্র গ্রাডিয়েন্ট Gradient একটি অপশন আছে এটিতে ক্লিক করুন। তারপর আপনি আপনার ইচ্ছামতে গ্রাডিয়েন্ট কালার নির্বাচন করুন। আপনি যদি গ্রাডিয়েন্ট না দিয়ে পিকচার দিয়ে বানাতে চান তবে ব্যাকগ্রাউন্ড ইমেইজ থেকে আপনার কাঙ্কিত ইমেইজটি সিলেক্ট করে নিবেন। এখন হচ্ছে লেখার কাজ লেখার জন্য আপনাকে A আইকনে ক্লিক করতে হবে। এবার নিউ New তে ক্লিক করে আপনি যা লিখতে চান সেটি লিখুন এবং সেইভ করে নিন। এবার আপনার পচন্দমতো ফন্ট সিলেক্ট করে দিন তবেই আপনার লোগো বা থাম্বনেইল তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে সেইভ করার পালা। সেইভ করার জন্য আপনাকে উপরে বাম কোনায় একটি সেইভ আইকন দেওয়া আছে এটিতে ক্লিক করে সেইভ করে নিবেন। উপসংহারঃআমি এই পোষ্টে আপনাদের পাই পাই করে বোঝাতে চেষ্টা করেছি যদি আপনার কোনো অংশ বোঝতে সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনি বাড়িতে বসে কয়েকবার চেষ্টা করতে পারেন। কিছু দিন চেষ্টা করলে পিক্সেল ল্যাবের সকল ব্যবহারবিডি বোঝে যাবে তাই আপনার জন্য উত্তম হবে বাড়িতে বসে কয়েকবার চেষ্টা করা। The post পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কভার ফটো বা থাম্বনেইল বানানোর উপায় appeared first on Trickbd.com. |
[IH-W2] Flastsome ওয়ার্ডপ্রেস থিমটির লেটেস্ট ভার্সন ফ্রি ডাউনলোড করুন Posted: IH Worspress Chain আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন Flatsome একটি Multi-Purpose Responsive WooCommerce Theme। আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি E-commerce সাইট তৈরি করতে চান তাহলে এটি আপনার অনেক ভালো একটি চয়েস। এই থিমটি অনেক ফিচার সমৃদ্ধ। থিমটির লেটেস্ট ভার্সন এই পোস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন থিমটি ডাউনলোড করে নেওয়া যাক। তবে ডাউনলোড করার আগে থিমটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। DemoClick Here for Live Demo Theme DetailsFlatsome is the most used and trusted theme for any kind of WooCommerce Project. We always support latest WooCommerce versions so Flatsome is the safest theme for your project. Also Try: BLO WordPress Theme ➤ Free Lifetime updates! Highlight FeaturesDownloadতো এবার চলুন টেমপ্লেটটি ডাউনলোড করে নেওয়া যাক। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করা আছে। আশা করছি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। যদি সমস্যা হয় তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন তা জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন – জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড Pdf 2021 কিছু কথাকোন কিছু জিজ্ঞাসা অথবা কোন থিমের জন্য রিকুয়েস্ট করার থাকলে কমেন্ট করুন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করুন। ফেসবুকে আমি – The post [IH-W2] Flastsome ওয়ার্ডপ্রেস থিমটির লেটেস্ট ভার্সন ফ্রি ডাউনলোড করুন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments