রিসেলার হোষ্টিং এ ৭০% ছাড় ! যারা ডোমেইন এবং হোষ্টিং ব্যবস্যা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিশাল সুযোগ(Time limited) |
- রিসেলার হোষ্টিং এ ৭০% ছাড় ! যারা ডোমেইন এবং হোষ্টিং ব্যবস্যা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিশাল সুযোগ(Time limited)
- Onedrive to google drive file transfer without app।part [1]
- ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ তৈরি করুন wapkiz password protector page
- তুর্কির জনপ্রিয় ১৪ টি টিভি সিরিজ এবং ৩৪ টি মুভির বাংলা ডাবিং এবং বাংলা সাবটাইটেল লিংক।
- এক নজরে দেখে নিন নামাযের নৈতিক উপকারিতা সমূহ
- Upay Account থেকে Robi, Airtel, Banglalink সিমে মোবাইল Recharge করে নিয়ে নিন ৫০% ক্যাশ রিওয়ার্ড
- গুগল এডসেন্সের সিপিসি বাড়ানোর উপায়
- ডাউনলোড করে নিন q2ansbn wapkiz com প্রশ্ন উত্তর সাইটের ওয়াপকিজ থিম বিনামুল্যে
- কার্তিক আরিয়ানের নতুন মুভি Dhamaka রিভিউ + লিংক || একটা রুমের ভিতরে শুট করা বেস্ট থ্রিলার মুভি।
- কিভাবে ওয়েবসাইটে Visitor Counter / Online Counter যুক্ত করবেন (যাদের ওয়েবসাইট রয়েছে তারা অবশ্যই পোস্ট টি পড়ুন)
Posted: আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন । আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা না শেয়ার করলেই নয় । বর্তমান সময়ের যুগপযোগী ব্যবস্যার মধ্যে একটি হচ্ছে 'ডোমেইন এন্ড হোষ্টিং' ব্যবসা । সততার সাথে এ ব্যবসা করতে পারলে আপনার সন্তানদের ভবিষ্যৎসহ এ ব্যবসায় কেটে যাবে । হোষ্টিং বিজনেস এ কাষ্টমারের কাছে আপনি যত পরিচিত হবেন এবং যত ভালো সার্ভিস এন্ড সাপোর্ট দিবেন আপনার কাষ্টমার ততোই বাড়বে । বর্তমানে অনেক বেকার যুবক আছে যারা চাকরির পেছনে ছুটছেন, চাকরি না পেয়ে অনেকেই হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন । কিন্তু পযাপ্ত নলেজ না থাকায় কেউই এই যুগপযোগী ব্যবস্যার সম্পর্কে অবগত নয় । যারা এ বিষয়ে বুঝতে পেরেছেন অনেকেই এ ব্যবস্যায় নেমে পড়েছেন আবার অনেকেই ভাবছেন কিভাবে নামা যায় বা কোথা থেকে রিসেলার হোষ্টিং নিয়ে শুরু করা যায় । কিন্তু ট্রাষ্টেড কোন কোম্পানী বা রিসেলার অফার না পাওয়ায় অনেকেই হয়তো আটকে রয়েছেন । তাদের জন্যই আজকের পোষ্ট টি খুবই গুরুত্বপূর্ণ । A2HOSTBD নামক বাংলাদেশী একটি ওয়েব হোষ্টিং এই অফারটি তাদের অফিশিয়াল ওয়েবপেজ এ পাবলিশ করেছে । তাদের অফারটি নিম্নরূপঃ এই প্যাকেজটির রেগুলার মূল্য 19999 টাকা । অফারে এই প্যাকেজটি ১বছরের জন্য পাবেন 5999 টাকায় । কুপন কোডঃ RESELLER100 অর্ডার লিংকঃ https://a2hostbd.com/reseller-hosting/ চাইলে সিঙ্গাপুর, লন্ডন, ইউএসএ যেকোন লোকেশন রিসেলার হোষ্টিং নিতে পারবেন । আরেকটি কথা যা না বললেই নয়, চাইলে আপনার সাইটের সমস্ত সেটাপ এই কোম্পানীর কাছে থেকে করে দিতে পারবেন । এই কোম্পানী তাদের রিসেলারদের সার্থে ফ্রি WHMCS সেটাপ সহ, ফ্রি ওয়েব হোষ্টিং সাইট ডিজাইন সহ করে দিয়ে থাকে । এবং তাদের এই রিসেলার হোষ্টিং সম্পূর্ণ জেনুইন এবং সিপ্যানেল লাইসেন্স ভেরিফাইড । সো চিন্তামুক্ত তাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন । তাদের সার্ভারে কোন ডাউনটাইম নেই । যেকোন সমস্যায় বা যেকোন সহায়তায় তাদের সাপোর্টে কথা বলে খুব সহজে সমাধান পেয়ে যাবেন । এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে সরাসরি তাদের ওয়েবসাইটের লাইভ চ্যাটে অথবা তাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন ।
ধন্যবাদ । The post রিসেলার হোষ্টিং এ ৭০% ছাড় ! যারা ডোমেইন এবং হোষ্টিং ব্যবস্যা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিশাল সুযোগ(Time limited) appeared first on Trickbd.com. | ||
Onedrive to google drive file transfer without app।part [1] Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে onedrive থেকে Google drive ফাইল transfer করা যায়। কোন প্রকার অ্যাপস লাগবে না। তো শুরু করা যাক। প্রথম আপনি আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবেন তারপর সার্চ করবেন pabbly তাহলে প্রথমেই ওয়েবসাইটি পেয়ে যাবেন। তারপর pabbly তে প্রবেশ করবো। উপরে মার্ক করা লিখা আছে sing up free ওখানে ক্লিক করবেন। আপনার জিমেইল দিয়ে একটি একাউন্ট করে নিবেন। তারপর আপনার ব্রাউজারটা desktop mode করে নিবেন। তারপর pabbly connect লিখা দেখতে পাবেন ওইখানা ক্লিক করবেন। এই রকম পেইজ দেখতে পারবেন। এখন আপনি create workflow তে ক্লিক করবেন। Workflow নাম দেওয়ার পর এইরকম পেইজ আসবে ।এখানে choose app নিচে আপনি onedrive লিখে সার্চ করবেন। আগের মতো Google drive সার্চ করে add করে নিবেন। Onedrive select এর একটা ফাইলের নাম দিবেন। নাম দেওয়া শেষ হলে connect ক্লিক করবেন। এখন connect with Microsoft onedrive ক্লিক করে আপনার onedrive login করবেন। Onedrive login করার পর এইরকম পারমিশন চাইলে yes করে দিবেন। একই ভাবে আপনি Google drive টা connect করতে পারবেন । এখন দেখতেই পাচ্ছেন আমার onedrive connected হয়ে গেছে। এখন আপনার মেইন কাজ আপনি set folder path. লিখা দেখতে পাচ্ছেন ।এখানে আপনার onedrive থেকে যে ফাইলটা drive এ নিবেন সেই ফাইলটার লোকেশন দিতে হবে নিচে example দেওয়া আছে। path দেওয়ার পর save & send text request এ ক্লিক করবেন তারপর যদি নিচের মতো label value show করে তাহলে আপনার path সেট হয়ে গেছে। এখন আপনি save. এ ক্লিক করবেন। Google drive connected পর file name অপশন দিখতে পাচ্ছেন এখানে আপনার onedrive এর ফাইল নেম দিতে হবে। আপনি ফাইল নেম ক্লিক করলেই তারা আপনাকে onedrive ফাইল নেম দেখাবে আপনি ওটা সিলেক্ট করে দিবেন। তারপর save & send text request ক্লিক করবেন যদি একখানে নিচের মতো আসে তাহলে আপনার onedrive to Google drive connected হয়ে গেছে। সব ঠিকথাক হলে save এ ক্লিক করবেন সাথে আপনার ফাইলটি transfer হয়ে যাবে। দেখেন onedrive ছবি দেখেন Google drive a চলে আচ্ছে । তো আজ এই পর্যন্ত বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে বলবেন ।আর হে লেখায় যদি ভুলক্রটি হয় তাহলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ। The post Onedrive to google drive file transfer without app।part [1] appeared first on Trickbd.com. | ||
ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ তৈরি করুন wapkiz password protector page Posted: বন্ধুরা তোমাদের যাদের ওয়াপকিজ সাইট আছে তোমরা তোমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাতে পারবে খুব সহজে। তাহলে আজকে আমি যে পোষ্ট পড়তে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাবো সেটি নিয়ে। আজকের পুরো বিষয়বস্তু বোঝার জন্য আজকের পোষ্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন কারন আজকের পোষ্টটি খুবই তথ্যমুলক হতে চলেছে। তো পোষটটি শুরু করার আগে জেনে নিই
পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ কীঃপাসওয়ার্ড প্রটেক্টর পেইজ হচ্ছে এমন একটি পেইজ যেখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং যে সেই পেইজের কন্টেন্ট পড়তে চাইবে বা ডাউনলোড করতে চাইবে তাবে পেইজে সেট করার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। যদি সে পেইজে সেট করার পাসওয়ার্ডটি সেট করতে না পারে তবে সে পোষ্টটি পড়তে অক্ষম হবে এবং সে আবার পাসওয়ার্ড দিয়ে পোষ্ট পড়ার চেষ্টা করতে পারবে। আপনি যদি কোনো পেইজ বা পোষ্ট সম্পূর্ণ ব্যাক্তিগতভাবে লিখেন তবে সেই পেইজটিকে আপনি পাসওয়ার্ড প্রটেক্টর করে রাখতে পারেন অথবা আপনি যদি আপনার সাইটে কোনো প্রিমিয়াম ফাইল আপলোড করেন তবে সেটিও আপনি পাসওয়ার্ড প্রটেক্টর করে রাখতে পারেন এবং যে এটি কিনবে আপনি শুধু তাকে ফাইলটি ডাউনলোড করার অনুমুতি দিতে পারবেন পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ দিয়ে। উপকারিতাঃপাসওয়ার্ড প্রটেক্টর পেইজের উপকারিতা অনেক যা আমি আপনাদের মাধ্যে তুলে ধরছি।
কীভাবে বানাবেনঃপাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাতে আপনার একটি জাভাস্ক্রিপ্ট এর কোড প্রয়োজন হবে। কোডটি আমি আপনাদেরকে দিচ্ছি এটি আপনারা আপনার যে পোষ্টে করবেন সেটিতে বসিয়ে দিবেন। কোডটি নিচে থেকে কপি করে নিন এবং আপনার পেইজে ব্যবহার করুন কোনো সমস্যা ছাড়াই। কোডটির কোনো অংশ পরিবর্তন করবেন না পরিবর্তন করলে কোড কাজ করতে নাও পারে। কোডটি আপনার সাইটের ভুল কোনো অংশে ব্যবহার করিবেন না তাতে সাইটের সমস্যা হতে পারে। বন্ধুরা পোষ্টটি আপনাদের কেমন লাগলো নিশ্চয় ভালোই লেগেছে কারন ওয়াপকিজ সাইটে পাসওয়ার্ড প্রটেক্ট করা একটি অ্যাডভান্স কাজ। এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন কারন আমরা প্রতিনিয়ত অনেক ভালো ভালো ওয়েবডিজাইনিং কোড শেয়ার৷ করে থাকি। The post ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ তৈরি করুন wapkiz password protector page appeared first on Trickbd.com. | ||
তুর্কির জনপ্রিয় ১৪ টি টিভি সিরিজ এবং ৩৪ টি মুভির বাংলা ডাবিং এবং বাংলা সাবটাইটেল লিংক। Posted: ❝তুরস্কের জনপ্রিয় ১৪টা সিরিজ ও ৩৪টা মুভির লিংক দেওয়া হলো। আপনি যে সিরিজ টির লিংক খুজতেছেন_সেই সিরিজটি এর মধ্যেই আছে।❞ ★ছোটবাচ্চা’দের জন্য ইসলামিক শিক্ষামুলক গল্প ভিডিও আকারে দেওয়া আছে।
মুভি’র লিংক: ৩৪. ইবনে বতুতার মক্কায় হাজ্জের জন্য ভ্রমন কাহিনী নিয়ে নির্মিত “জার্নি টু মক্কা” (বাংলা সাব-টাইটেল) ৩৩. আরব বসন্তের কাহিনী নিয়ে নির্মিত মুভি “লরেন্স অফ এরাবিয়া” (বাংলা সাব-টাইটেল) ৩২. বাবা ও মেয়ের মান অভিমান নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ান মুভি “আসসালামুআলাইকুম ক্যালন ইমাম” (বাংলা সাব-টাইটেল) ফেসবুক লিংকঃ https://www.facebook.com/groups/selcukionubad/permalink/2931714223754049/ গুগল ড্রাইভ লিংকঃ https://drive.google.com/file/d/1cgaJRaY-UpHIE5_x_VC2Sfr0aNn2quuJ/view?usp=sharing ২৪. মাজিদ মাজিদি পরিচালিত প্রতিবন্ধী সন্তানের ট্রাজেডিক কাহিনী নিয়ে ইরানী মুভি “দ্যা কালার অফ প্যারাডাইস (স্বর্গের রং)” (বাংলা সাব-টাইটেল) ফেসবুক লিংকঃ ২৩. পারিবারিক কলহেরর ফলাফল নিয়ে নির্মিত অস্কার বিজয়ী ইরানী মুভি “এ সেপারেশন” (বাংলা সাব-টাইটেল) ইউটিউব লিংকঃ https://youtu.be/e6YZhkd9zYQ ফেসবুক লিংকঃ ২২. ইসলামি গড়নায় অসাধারন একটি ভালবাসা ও পারিবারিক মুভি “সারগা ইয়াং তাক দিরিনদুখান ০২” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/groups/wearebestmuslim/permalink/740660553361332/ ২১. ইসলামি গড়নায় অসাধারন একটি ভালবাসা ও পারিবারিক মুভি “সারগা ইয়াং তাক দিরিনদুখান ০১” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ ২০. কারাগারে নির্যাতিত লেখক বাবার মৃত্যুর পর তাকে নির্দোষ প্রমানে সন্তানের আইনি লড়াই নিয়ে নির্মিত তুর্কি মুভি “বিজিম হিকায়ে” (বাংলা সাব-টাইটেল) ইউটিউব লিংকঃ https://youtu.be/h2WTwW9DQ5k ১৯. প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ১৯১৫ সালে গ্যালিপলি যুদ্ধের সত্য ঘটনা নিয়ে নির্মিত তুর্কি মুভি “চ্যানাক্কালে ১৯১৫” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/233597334729124/ ১৮. ছয় বার আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত ইরানী ইসলামি পারিবারিক মুভি “দ্যা সং অফ স্প্যারো” (বাংলা সবা-টাইটেল) ইউটিউব লিংকঃ ১৭. বিলাল(রাঃ) এর জীবনি নিয়ে নির্মিত অসাধারন এনিমেশন মুভি “বিলাল” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://drive.google.com/file/d/1Xw8GNEIUGKtVWv5zvrh328-LGIPsv9Vq/view?usp=sharing ফেসবুক লিংকঃ ১৬. প্রথম বিশ্বযুদ্ধের সময় এক বেদুইন কিশোরের জীবন নিয়ে নির্মিত জর্ডানি সিনেমা “থিব” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://youtu.be/hP15g6-G6IA ১৫. ইসলামি গড়নায় অসাধারন একটি ভালবাসা ও পারিবারিক মুভি “আয়াত আয়াত সিনতা ০২ (ভারসেস অফ লাভ ০২)” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/100044690242157/posts/140004297499244/ ১৪. ইসলামি গড়নায় অসাধারন একটি ভালবাসা ও পারিবারিক মুভি “আয়াত আয়াত সিনতা ০১ (ভারসেস অফ লাভ ০১)” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/206866270735564/ ১৩. অসাধারন একটি ভালবাসা ও পারিবারিক তুর্কি মুভি “দ্যা গার্ল উয়িথ রেড স্কার্ফ” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/groups/selcukionubad/permalink/2949869671938504/ ১২. লিবিয়ার সত্য ইতিহাস অবলম্বনে শহীদ ওমর মুখতারের জিবনী নিয়ে নির্মিত “দ্যা লায়ন অব ডেজার্ট” “মরুর সিংহ” (বাংলা সাব-টাইটেল সহ) লিংকঃ https://youtu.be/9STPC7wM8kQ ১১. ইরনী মুভি “শত্রু ঘাঁটি” (ইরনী মুভি) (বাংলা ডাবিং) লিংকঃ https://www.facebook.com/groups/selcukionubad/permalink/2946017672323704/ ১০. ইরাক ও আমেরিকার যুদ্ধের সময়ে দুই ভাইয়ের কাহিনী নিয়ে নির্মিত মুভি “বেকাস (আশ্রয়হীন শিশু)” (ফুল এইচ ডি) (বাংলা সাব-টাইটেল) ইউটিউব লিংকঃ https://youtu.be/n_TrGNPtefY ৯. ইরানী দুই ভাই বোনের কাহিনী নিয়ে নির্মিত অসাধারন সামাজিক মুভি “চিলড্রেন অফ হেভেন” (ফুল এইচ ডি) (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/232945218127669/ ৮. বাবা ও সন্তানের মাঝে ভালবাসা ও দুরত্বের ঘটনা গুলো নিয়ে নির্মিত তুরুষ্কের মুভি লিংকঃ https://youtu.be/6lCPrlGUQ3c ৭. হযরত মুহাম্মদ(সাঃ) এর ভবিষ্যৎ বানীর সত্যতা নিয়ে নির্মিত তুরুষ্কের মুভি “ফাতিহ ১৪৫৩” (ফুল এইচ ডি) (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/groups/wearebestmuslim/permalink/885142965579756/ ৬. উসমানী খেলীফতের সময়কালীন একটি বিজয়ের কাহিনী নিয়ে নির্মিত তুরুষ্কের মুভি “দেলিলার” (ফুল এইচ ডি) (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/groups/wearebestmuslim/permalink/708853703208684/ ৫. ইরাক ও আমেরিকার যুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নির্মিত মুভি “টারটেল ক্যান ফ্লাই” (বাংলা সাব-টাইটেল) ইউটিউব লিংকঃ https://youtu.be/eyTntp3p3Qc ৪. ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসন নিয়ে নির্মিত তুরষ্কের মুভি “ভ্যালি অফ দ্যা ওলভস প্যালেস্টাইন”(বাংলা সাব-টাইটেল) (ফুল এইচ ডি) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/207737753981749/ ৩. ইরানী দুই ভাই বোনের কাহিনী নিয়ে নির্মিত সামাজিক মুভি “দ্যা হোয়াইট ব্যালুন” (বাংলা সাব-টসইটেল) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/222170202538504/ ২. ইসলামি গড়নায় অসাধারন একটি ভালবাসার ইন্দোনেশিয়ান মুভি “আসসালামুআলাইকুম বেইজিং” (বাংলা সাব-টাইটেল) লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/285777192844471/ ১. হযরত মুহাম্মাদ(সাঃ) এর জীবনি নিয়ে নির্মিত ইতিহাসের সেরা ইসলামি মুভি, “দ্যা ম্যাসেজ” (ফুল এইচ ডি) (বাংলা ডাবিং) লিংকঃ
লিংকঃ https://www.facebook.com/109847437104115/posts/232996661455858/
নতুন সিরিজ আসলে আমরা এড করে দিবো আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট করুন। The post তুর্কির জনপ্রিয় ১৪ টি টিভি সিরিজ এবং ৩৪ টি মুভির বাংলা ডাবিং এবং বাংলা সাবটাইটেল লিংক। appeared first on Trickbd.com. | ||
এক নজরে দেখে নিন নামাযের নৈতিক উপকারিতা সমূহ Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে সালাতের নৈতিক উপকার গুলো জানাব । আশা করি আপনারা সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে পোস্টে লাইক ও কমেন্ট করবেন । সালাতের নৈতিক উপকারসমূহ :-সালাত হলো ইসলামের ৫টি রুকনের মধ্যে একটি । এটি ইসলাম ধমের সকল অনুসারীদের জন্য ফরজ ইবাদত । প্রত্যেক মুমিনের উপর এটা ফরজ করা হয়েছে । ফরজ অথ অবশ্য পালনীয় । দিনে রাতে মোট পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হয় । এগুলো হলো :- ফজর,যোহর,আছর,মাগরিব এবং এশা । নামায আদায়ের জন্য মুসলামদের একটি ধমী তিথস্থান রয়েছে । এর নাম মসজিদ । মুসলমানগণ দৈনিক ৫ ওয়াক্ত নামায মসজিদে জামায়াতের সাথে আদায় করে । এই নামাযের উপকারিতা অপরিসীম । আমি অল্প কিছু আলোচনা করব । ![]() নামায শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই প্রশান্তির প্রতীক । এটি যেমন মনকে সুন্দর ও সতেজ করে তেমনি অন্যদিকে এটি একধরনের ব্যায়াম । নামাযে রুকু,সিজদাহ ও অন্যান্য কাজ করার মধ্য দিয়ে এটি এক দিক থেকে ব্যায়ামের কাজ করে । দৈনিক ৫ ওয়াক্ত নামায আদায় করলে অন্যান্য কাজের একঘেয়েমি কাটে । যেমন আমরা যখন মাগরিবের নামায আদায়ের পর পড়ালেখা করতে থাকি তার কিছুক্ষণ পর আমাদের পড়াশোনায় আর মন বসতে চায় না । আর প্রায় তখনই আমাদের এশার সালাত আদায় করতে হয় । আর সালাত আদায়ের পর আমাদের আবার পড়াশোনায় বসতে ইচ্ছা করে । এভাবে আমাদের কাজের একঘেয়েমি দূর করে দেয় নামায । মসজিদে পাঁচ ওয়াক্ত নামাযে সকলে শ্রেণীর লোক (যেমন ধনী,দরিদ্র,কাঠুরে,ব্যাবসাদার ইত্যাদি) জামাতে আদায় করে । ফলে একে অন্যের সাথে দেখা সাক্ষাত হয় এবং পরস্পরের মধ্যে দুরত্বটা কমে আসে,বন্ধন সৃষ্টি হয় এবং সুসম্পকে গড়ে ওঠে । একে অন্যের দুঃখ বুঝতে পারে । একে অন্যের পারিবারিক অবস্থা সম্পকে জানতে পারে । একে অন্যের সমস্যায় পাশে দাঁড়াতে পারে । সাহয্য সহযোগিতা করতে পারে । এজন্য মহানবি হযরত মোহাম্মদ (স) সবাইকে জামায়াতে পড়ার নিদেশ দিতেন । এছাড়া জুমুআর দিনে সালাত আদায়ের জন্য সমাজের সকল মানুষ এক মসজিদে জড়ো হয় । সবোপরি সবাই সবার বন্ধু হয়ে ওঠে এবং একটি সুন্দর সমাজ গঠিত হয় । তাই আমরা সকলে দৈনিক ৫ ওয়াক্ত নামায জামাতের সহকারে আদায় করব । আল্লাহ আমাদেরকে হেদায়াতে দান করুন । আমিন । The post এক নজরে দেখে নিন নামাযের নৈতিক উপকারিতা সমূহ appeared first on Trickbd.com. | ||
Upay Account থেকে Robi, Airtel, Banglalink সিমে মোবাইল Recharge করে নিয়ে নিন ৫০% ক্যাশ রিওয়ার্ড Posted: Robi, Airtel, Banglalink সিমে উপায় একাউন্ট থেকে নির্দিষ্ট কিছু প্যাক কিনলে পাবেন ৫০% ক্যাশ রিওয়ার্ড। ক্যাম্পেইন চলা কালিন একটা উপায় একাউন্ট থেকে ৪০০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে এবং ক্যাশ রিওয়ার্ড পাবেন রিচার্জ করার সাথে সাথে। কিন্তু যে নাম্বারে এ উপায় একাউন্ট খুলা আছে সে নাম্বার মোবাইল রিচার্জ করলে ৫০% ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে অন্য কোনো নাম্বারে রিচার্জ করলে কিন্তু ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে না। রবি গ্রাহকরা ক্যাশ রিওয়ার্ড পাবে যে রিচার্জের উপরে এয়াটেল গ্রাহকরা ক্যাশ রিওয়ার্ড পাবে যে রিচার্জরের উপর: বাংলালিংক গ্রাহকরা ক্যাশ রিওয়ার্ড পাবে যে রিচার্জরের উপর যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post Upay Account থেকে Robi, Airtel, Banglalink সিমে মোবাইল Recharge করে নিয়ে নিন ৫০% ক্যাশ রিওয়ার্ড appeared first on Trickbd.com. | ||
গুগল এডসেন্সের সিপিসি বাড়ানোর উপায় Posted: আপনি কি আপনার ওয়েবসাইটে ইনকাম করার জন্য গুগল এডসেন্স ব্যবহার করছেন কিন্তু সিপিসি রেট খুব কম। আপনি যদি আপনার ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্সে সিপিসি বাড়াতে চান তবে আজকের আর্টিকেলটা আপনার জন্যই তৈরি করা হয়েছে মূলত। সিপিসি কী?আমি যদি সহজ কথায় আপনাকে বোঝায় তাহলে সিপিসি হলো গুগল এডসেন্স এর প্রতি ক্লিক এর বিনিময়ে দেওয়া অর্থ। গুগল এডসেন্স ব্যবহার করে আপনি যে অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে প্রদর্শিত করাবেন সেগুলোতে যদি ক্লিক হয় সেই ক্লিকের বিনিময় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে প্রদান করা হবে। গুগল কোম্পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে তার কিছু শতাংশ নিজেরা রেখে দেয় এবং আপনাকে প্রতিটা ক্লিকের বিনিময়ে কিছু শতাংশ দিয়ে থাকে। আশা করছি সিপিসি বিষয়টা আপনার কাছে এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা আসল বিষয় চলে যাব। এখন আমরা জানবো গুগল এডসেন্সের সিপিসি বাড়ানোর দশটি কার্যকরী টিপস সম্পর্কে। চলুন শুরু করা যাক। কিভাবে গুগল এডসেন্স এর সিপিসি বাড়াবেন ? হ্যাঁ এই প্রশ্নের উত্তর আজকে পোষ্টের মাধ্যমে আপনাকে দেয়া হবে। ১. সঠিক নিশ নির্বাচন করাপ্রথমে আপনাকে ব্লগিং শুরু করার পূর্বে এমন একটা টপিক বা বিষয় নিয়ে লেখা শুরু করতে হবে যেটায় গুগল সবচেয়ে বেশি সিপিসি দেয়। আপনি ব্যাংকিং ,গ্যাজেট ,ক্রিপ্টোকারেন্সি ও স্বাস্থ্য নিয়ে লেখালেখি শুরু করতে পারেন। এসব টপিকে বিজ্ঞাপন দাতারা সিপিসি সবচেয়ে বেশি দিয়ে থাকে। আপনি চাইলে উল্লেখিত কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন কারন গুগল এসব কিওয়ার্ড এ বেশি সিপিসি দিয়ে থাকে। ২. আপনার কনটেন্ট বেশি সিপিসি কীওয়ার্ডস দিয়ে অপটিমাইজ করাএকটা আর্টিকেল লেখার পূর্বে সেই আর্টিকেলটিতে ভালোভাবে উচ্চ সিপিসি যুক্ত কীওয়ার্ডস নিয়ে ভালোভাবে অপটিমাইজ করে নিতে হবে। আপনি এমন কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করবেন যেগুলোতে এমনিতেই সিপিসি বেশি থাকে। এতে করে একটা সময় পর আপনার সিপিসি এমনিতেই বাড়তে থাকবে। ৩. লম্বা কীওয়ার্ডস ব্যবহার করাআমরা সবাই অবগত আছি যে লম্বা কীওয়ার্ডস নিয়ে কাজ করে যে কোন ওয়েবসাইট রেঙ্ক করানো অত্যন্ত সহজ। অন্যদিকে ছোট কীওয়ার্ডস নিয়ে কাজ করলে সেই ওয়েবসাইট রেঙ্ক করানো প্রথমাবস্থায় অনেক কঠিন হয়ে পড়ে। আপনি যদি আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো রেংক করাতে না পারেন তাহলে গুগল থেকে ভিজিটর পাবেন না এবং আপনি গুগল অ্যাডসেন্সে কোন ক্লিক পাবেন। যত বেশি ব্লগে ট্রাফিক আনতে পারবেন তত বেশি ব্লগ থেকে আয় করতে পারবেন। ৪. কোন দেশকে টার্গেট করাগুগল অ্যাডসেন্সের সিপিসি কীওয়ার্ডস এর পাশাপাশি দেশের উপর নির্ভর করে থাকে। আপনি যদি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য এসব দেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর পান তবে তাদেরকে দিক থেকে অনেক বেশি সিপিসি পাবেন এমনিতেই। সুতরাং নির্দিষ্ট কোন হাই সিপিসি দেশকে টার্গেট করে কাজ করতে পারেন। তবে অনেক বেশি সিপিসি পাবেন । ৫. প্ল্যাটফর্মসাধারণত মোবাইল ট্যাবলেট ও পিসি দিয়ে মানুষ ওয়েবসাইট বিচার করে থাকে। অনেক সময় ডিভাইজের কারণে সিপিসির তারতম্য দেখা যায়। আমি এটা লক্ষ্য করে দেখছি যে, মোবাইলের চেয়ে অনেক সময় ডেক্সটপ এ ক্লিক করলে বেশি সিপিসি দিয়ে থাকে। এজন্য আপনার ওয়েবসাইটটি ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে যাতে করে যে কোন ডিভাইস দিয়ে আপনার ওয়েব সাইটটি ভিজিট করা যাবে। ৬. অ্যাড রিভিউ সেন্টার ব্যবহার করাঅ্যাড রিভিউ সেন্টারে গুগোল সাধারণত দেখা যায় কোন ধরনের বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটের দেখানো হবে। এখান থেকে আপনি বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক নয় এমন বিজ্ঞাপনগুলো বন্ধ করে দিতে পারবেন। এই কাজটি করলে আপনার ওয়েবসাইটে প্রাসঙ্গিক এডগুলো দেখানো হবে যার ফলে অটোমেটিক আপনার ওয়েবসাইটের সিপিসি বৃদ্ধি পাবে। ৭. এড প্লেসমেন্ট এবং সাইজঅ্যাড প্লেসমেন্ট এবং সাইজের উপর অনেক সময় গুগল এডসেন্সের সিপিসি নির্ভর করে থাকে। বিভিন্ন ধরনের এড আপনার ওয়েবসাইটে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনার ওয়েবসাইটে সিপিসি বৃদ্ধি পায়। এড গুলো সঠিকভাবে সঠিক জায়গায় বসাতে পারলে এবং সঠিক সাইজ নির্ধারণ করে নিতে পারলে আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্সের সিপিসি বৃদ্ধি পাবে। ৮. প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোআপনি আপনার ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলো দেখানোর বিষয়টা নিশ্চিত করবেন। আপনার ওয়েবসাইট রিলেটেড এড গুলো আপনার ওয়েবসাইটের সেটাপ করলে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে গুগোল অ্যাডসেন্সে সিপিসি বেড়ে যাবে। এছাড়া আপনাকে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে যাতে করে এ গুগল বুঝতে পারে আপনার ওয়েবসাইট কি বিষয়ে পোস্ট করছে। এজন্য আপনি আমাদের ওয়েবসাইটে আপনি দেখতে পারেন কিভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগের আর্টিকেল লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত আমাদের ওয়েবসাইট ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। ৯. ভাষা ব্যবহার করাগুগল অ্যাডসেন্সে সিপিসি ভাষার উপর কিছুটা প্রভাব ফেলে। যেমন ইংরেজি ভাষাতে বেশি পরিমাণ সিপিসি দিয়ে থাকে কিন্তু বাংলা ভাষায় ও হিন্দি ভাষায় সিপিসি কম দিয়ে থাকে। এজন্য আপনি চাইলে ইংরেজি ভাষাতে বেশি সিপিসি যুক্ত আর্টিকেল লিখতে পারেন এতে করে আপনার সিপিসি এমনিতে বেড়ে যায় । ১০. এক্সপেরিমেন্ট করাআপনার ব্লগে বিভিন্ন ধরনের সাইজের অ্যাড বিভিন্ন জায়গায় বসে পরীক্ষা করে দেখতে পারেন কোন ধরনের বিজ্ঞাপনগুলোতে গুগল সবচেয়ে বেশি সিপিসি দেয়। এছাড়া আপনি একটা বিষয় নিশ্চিত করে নিবেন যে আপনি যে টেমপ্লেট ব্যবহার করছেন সেটা যেন রেস্পন্সিভ ও ইউজার ফ্রেন্ডলি হয়। আপনার ওয়েবসাইটের টেমপ্লেটটি রেস্পন্সিভ ফলে অটোমেটিকভাবে আপনার ওয়েবসাইটের সিপিসি বেড়ে যাবে। তাছাড়া আপনার ওয়েবসাইটটি সব ধরনের ডিভাইস দিয়ে অ্যাক্সেস করা সম্ভব হয়। সারকথাতো এই ছিল গুগল অ্যাডসেন্সের সিপিসি বাড়ানোর দশটি টিপস। আশাকরি আপনাদের ভাল লেগেছে। উপরে উল্লেখিত টিপসগুলো অনুসরণ করে আপনি কাঙ্খিত ফলাফল পেতে পারেন। গুগল এডসেন্সের সিপিসি বাড়ানোর উপায়। যা আমি উপরে এতক্ষণ আলোচনা করলাম। সুতরাং আপনি যদি নিশ্চিত ভাবে আপনার ওয়েবসাইটের যে গুগল এডসেন্স ব্যবহার করেন তার সিপিসি বাড়াতে চান তবে অবশ্যই উপরের টিপসগুলো অনুসরণ করতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে আমার ছোট ব্লগে গিয়ে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ আইটি জানবো The post গুগল এডসেন্সের সিপিসি বাড়ানোর উপায় appeared first on Trickbd.com. | ||
ডাউনলোড করে নিন q2ansbn wapkiz com প্রশ্ন উত্তর সাইটের ওয়াপকিজ থিম বিনামুল্যে Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদের সাথে সাইটটির কিছু বৈশিষ্ট্য :- ১। অন্যান্য প্রশ্ন উত্তর সাইটের মতো এই সাইটেও রয়েছে প্রশ্ন উত্তর করার ব্যাবস্থা ; ২। রয়েছে অসাধারণ হিডার ও ফুটার স্ক্রিপট ৩। ইউজারদের জন্য পেমেন্ট সিস্টেম যা অন্যান্য সাইটে থাকে না । ক্রেডিট পয়েন্ট যুক্ত করার মধ্য দিয়ে এটাতে টাকা যুক্ত হবে । ৪। রয়েছে অসাধারণ সিএসএস । ৫। বিজ্ঞাপন ব্যাবহারের ব্যাবস্থা ৬। ইউজারদের জন্য রয়েছে লগ আউট সিস্টেম । এছাড়া আরও অনেক কিছু । সাইটের একটি ছবি আমি নিচে দিলাম । লাইভ ডেমোটি অবশ্যয় দেখবেন ।
| ||
কার্তিক আরিয়ানের নতুন মুভি Dhamaka রিভিউ + লিংক || একটা রুমের ভিতরে শুট করা বেস্ট থ্রিলার মুভি। Posted: মাসালা,কমেডি,রোম্যান্সের জটলা থেকে বেরিয়ে নতুন ধামাকা করতে ধামাকা ফিল্ম নিয়ে হাজির ইন্টেন্স অর্জুন পাঠক।
টেলিভিশন জার্নালিস্টদের মধ্যখানে ঢুকিয়ে নতুন কিছু করার উদ্যোগ গ্রহন করেছেন রাম মধবানী।সঙ্গে নতুন জন্রার সাথে পরিচিতি লাভ করিয়েছেন কার্তিক আরিয়ান’কে।অনেক পূর্নতা এবং অপ্রাপ্তি নিয়ে ছিল ধামাকা।
**কিঞ্চিৎ স্পয়লার**
অর্জুন পাঠক হলেন একজন সংবাদ উপস্থাপক।সে TRTV (Varosa 24/7) নামক মিডিয়া কোম্পানিতে কাজ করেন। সেখানে “আজ কা টপিক” নামক একটা রেডিও শোতে কাজ করেন অর্জুন।একই নিউজ চ্যানেলেই রিপোর্টার হিসেব কাজ করে অর্জুনের স্ত্রী সৌম্য। যার সাথে পাঠকের ডিভোর্স হয়ে যায়।নানা দৈনন্দিন সমস্যা এবং বাধাবিপত্তি সাথে দিন পেরোচ্ছে অর্জুন। একদিন রেডিও শো শুরু হতেই একজন ফোন কলে বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলা শুরু করে।কিছুক্ষন পরেই বহুদূর দেখতে পাওয়া ব্রিজ এর এক অংশে বোম্ব ব্লাস্ট হয়।যে এই ঘঠনার জন্য দায়ী সে নিজেই নিউজটা লিড করার জন্য বলে চ্যানেল ভারোসা ২৪/৭ কে,কিন্তু কেন!কার্তিকের গলার টিউন সিনের সাথে খাপেখাপ মিলাতে পারেনি। তবে বাকি সব মোটামুটি ঠিকঠাক ছিল, বিশেষভাবে ক্যারেক্টার লুক।কার্তিক নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছে।একটা বদ্ধ ঘরেই পুরো ফিল্মের শ্যুট করা হয়েছে তাও আবার মাত্র ১০ দিনে। অবসর সময় কাটানোর জন্য ভাল মনে হবে, একবার দেখে নেওয়া যায়।
Link: Click Here
The post কার্তিক আরিয়ানের নতুন মুভি Dhamaka রিভিউ + লিংক || একটা রুমের ভিতরে শুট করা বেস্ট থ্রিলার মুভি। appeared first on Trickbd.com. | ||
Posted: একটা ব্লগ বা ওয়েবসাইটকে আকর্ষণীয় করতে visitor counter / Online Counter এর বিকল্প নেই। ওয়েবসাইটটিতে কতোজন এখন অনলাইনে আছে তা বোঝার জন্য অনলাইন কাউন্টারের দরকার। আপনি হয়তো এর পূর্বে অনেক ওয়েবসাইটেই দেখেছেন, ওয়েবসাইটের নিচের দিকে লেখা বা একটি বোতামের মতো থাকে, তাতে দেখা যায় ২ জন অনলাইনে আছে, বা ১০ জন অনলাইনে আছে। ভিজিটর কাউন্টার কি? ভিজিটর কাউন্টার হলো, একটি ওয়েবসাইটে ডেইলি কতোজন ভিজিটর ভিজিট করেছে, ওয়েবসাইটটিতে ডেইলি মোট কতো পেজ ভিউস হয়েছে। গতকাল কতো পেজ ভিউস হয়েছে, লাস্ট সাত দিনে কতো পেজ ভিউস হয়েছে, লাস্ট একমাসের টোটাল পেজ ভিউ কতো হয়েছিলো, বর্তমান মাসে কতো পেজ ভিউ হয়েছে ইত্যাদি। অনলাইন ইউজার কাউন্টার কি?অনলাইন ইউজার কাউন্টার হলো, একটি ওয়েবসাইটে কতোজন ভিজিটর একই সাথে রয়েছে তা দেখার জন্যই অনলাইন ইউজার কাউন্টার ব্যবহৃত হয়। এটি সাইটে ব্যবহার করলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে, এবং ওয়েবসাইটটি দেখতে অনেক প্রফেশনালী লাগে। কিভাবে যুক্ত করবেন অনলাইন ইউজার কাউন্টারঃ1. প্রথমে এখানে ক্লিক করুন2. এরপরে আপনি যে কাউন্টার তৈরী করতে চান সেটিতে ক্লিক করুন। আমি অনলাইন ইউজার কাউন্টার তৈরী করবো, তাই ৩য় টিতে ক্লিক করলাম। 3. এরপর সাবমিটে ক্লিক করুন। 4. এখন কোডগুলো সব কপি করে নিন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তাহলে থিম এডিটে গিয়ে, ফুটার ডট পিএইচপি ফাইলটি ওপেন করে, ফুটার সেকশনে পেস্ট করে দিন কোডগুলো। এরপর সেভ দিয়ে দিন, এখন চেক করে দেখুন কাউন্টার যুক্ত হয়ে গেছে। 5. আপনার ব্লগার সাইটের ড্যাসবোর্ডে যান। এবং থিম অপশনে ক্লিক করুন। 6. এডিট এইচটিএমএল অপশনে ক্লিক করুন। 7. এখন থিমের একবারে নিচে যান, আপনার থিমের ফুটার সেকশনটি খুজেঁ বের করুন। এবং ফুটারে কোডগুলো পেস্ট করে দিন। 8. এরপর সেভ করুন, থ্রি ডটে ক্লিক করে। (বিদ্রঃ যদি ফুটার সেকশন খুজে না পান, তাহলে আপনার ব্লগার সাইটের লে আউটে গিয়ে JavaScript গ্যাজেটটি যুক্ত করুন, এবং এই গ্যাজেটের বডিতে কোডগুলি পেস্ট করে সেভ করুন তাহলেও হবে।) ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য, পোস্ট টি উপকারী মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে।The post কিভাবে ওয়েবসাইটে Visitor Counter / Online Counter যুক্ত করবেন (যাদের ওয়েবসাইট রয়েছে তারা অবশ্যই পোস্ট টি পড়ুন) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments