Search box..

সকলে জেনে নিন সালাম বিনিময়ের নিয়ম ও সালাম বিনিময়ের উপকারিতা

সকলে জেনে নিন সালাম বিনিময়ের নিয়ম ও সালাম বিনিময়ের উপকারিতা


সকলে জেনে নিন সালাম বিনিময়ের নিয়ম ও সালাম বিনিময়ের উপকারিতা

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি সালাম বিনিময়ের উপকারিতা সম্পকে লিখতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । পোস্ট ভালো লাগলে কমেন্ট করবেন ।

সালাম বিনিময়ের নিয়ম :-

সালাম বিনিময়ের উপকারিতা বলার আগে আমি প্রথমে সালাম বিনিময়ের নিয়মটি আপনাদের সাথে শেয়ার করতে চাই । দেখা হলেই প্রত্যেক মুসলমানকে সালাম দিতে হবে । সালাম শুধুমাত্র বড়দের জন্যই নয় । ছোট বড় সবাইকে সালাম দিতে হবে । সালাম দেওয়া সুন্নাত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব । সুতরাং কেউ সালাম দিলে আমাদেরকে তার উত্তর অবশ্যয় দিতে হবে । তা না হলে আমাদের গুনাহ হবে । কেউ একাকী থাকলে তাকে উদ্দেশ্য করে তার সাথে আস্তে সালাম দিতে হবে । একসাথে অনেকজন থাকলে জোরে এবং সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতে হবে । কারোর বাড়িতে প্রবেশের অনুমতি চাওয়ার আগে প্রথমে সালাম দিতে হবে এবং তারপর বাড়িতে প্রবেশ করতে হবে । এটার কারণ অনেক ।

যে সালাম দিবে তা কমপক্ষে বলতে হবে :-

আসসালামু আলাইকুম ।
অথ:-আপনার উপর শান্তি বষিত হোক ।

যে সালামের উত্তর দিবে তাকে কমপক্ষে বলতে হবে :-

ওয়ালাইকুমুস সালাম ।
অথ :আপনার ওপরেও শান্তি বষিত হোক ।

সালাম শুধুমাত্র এটাতেই শেষ নয় । আপনি সালামে আরও অনেক কিছু যোগ করতে পারেন । যেমন:-ওয়ারাহমাতু । এক্ষেত্রে অথও বেড়ে যাবে । যেমন :-রহমত ।
এক্ষেত্রে পূণাঙ্গ অথ হবে ‘আপনার উপরে রহমত ও শান্তি বষিত হোক ।’

এভাবে সালাম ক্রমশ বড় হতে পারে ।

সালামের উপকারিতা :-



সালামের উপকারিতা অপরিসীম । এটার কোন তুলনা হয় না । সালাম দিলে সালাম দাতা ও সালামের উত্তর দাতার মধ্যে পারস্পারিক সম্পক গড়ে ওঠে । শুধু সম্পক নয় পারস্পারিক সুসম্পক গড়ে ওঠে । এভাবে যদি একে অন্যকে সালাম বিনিময় করতে থাকে তবে সবাই একে অপরের বন্ধু হয়ে উঠবে । একটি সুন্দর জাতি গড়ে উঠবে । সালামদাতা সকলের কাছে প্রিয় হয়ে উঠবে । সকলে তার আদশ গ্রহণ করবে ।

মহানবি হযরত মোহাম্মদ (স) সবসময় আগে আগে সালাম দিতেন । তাঁকে কেউ আগে আগে সালাম দিতে পারতেন । এমনকি মহানবি (স) এর স্ত্রী হযরত আয়েশা (রা) তিনি নিজেও কোনদিন রাসুল (স) কে আগে সালাম দিতে পারেন নি । তাঁর এক বননায় পাওয়া গিয়েছে যে তিনি মাঝে মাঝে ঘরে লুকিয়ে থাকতেন রাসুল (স) কে আগে সালাম দিবেন । কিন্তু তিনি তা করতে পারেন নি । রাসুল (স) ঘরে আসার অনেক আগে থেকেই সালাম দিতেন ।

অথাৎ আমরা সকলে একে অপরকে আগে আগে সালাম দেব ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । যেকোন প্রয়োজনে আমাকে মেইল দিতে পারেন । আমার ইমেইল হলো :-muhitstudent62@gmail.com

The post সকলে জেনে নিন সালাম বিনিময়ের নিয়ম ও সালাম বিনিময়ের উপকারিতা appeared first on Trickbd.com.

Google দ্বারা সাইন ইন করা অ্যাপগুলোকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিস্কানেক্ট করার নিয়ম

Posted:

 আজকে আমি আবারো আপনাদের কাছে একটি পোষ্ট নিয়ে এসেছি কীভাবে গুগল দ্বারা সাইন ইন করা অ্যাপ বা ওয়েবসাইটকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্ট করবেন।

disconnect App that signed with google

আজকে আমি ভেবে দেখলাম আসলে আমরা সকলেই গুগল দ্বারা অ্যাপে বা ওয়েবসাইটে লগইন করি কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে সেগুলোকে সাইন আউট বা ডিসকানেক্ট করতে পারি না।

যার ফলে কোনো অ্যাপ বা ওয়েবসাইট সারা জীবন আপনার অ্যাকাউন্টের সকল তথ্য তাদের কাছে থেকে যাবে।

অপর দিকে ফেসবুক থেকে কোনো অ্যাপে লগইন করলে সেগুলো আমরা ফেসবুক অ্যাপে ডুকে তা রিমুভ করতে পারি।

কিন্তু কথা হচ্ছে কীভাবে গুগল থেকে অ্যাপগুলোকে সরাবেন।

তো পুরো বিষযটি ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ পোষ্টটা মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

আমরা প্রত্যক সময় যখন কোনো নতুন অ্যাপে অ্যাকাউন্ট করি তখন আমরা গুগল দ্বারা অ্যাকাউন্ট করি মানে Sign in with google করি।

তারমানে অ্যাকাউন্ট করতে যত তথ্য লাগবে সকল তথ্য তারা আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করে।

যেমন ধরুন আপনি একটি গেইমে প্রবেশ করলেন তখন সেখানে লেখা আসলো সাইন ইন উইথ গুগল তখন আপনি এটিতে ক্লিক করে ১ মিনিটেই অ্যাকাউন্ট করে ফেললেন।

কিন্তু আপনি যদি সে অ্যাপ থেকে সাইট আউন করেন তবে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় নি।

আপনাকে ডিলিট করতে হলে আপনাকে Google Play Service এ ডুকে তারপর আপনাকে গেইমটিকে গুগল থেকে রিমুভ করতে হবে।

আর কীভাবে রিমুভ করবেন সেটিই দেখাতে চলেছি এই পোষ্টে।

গুগল থেকে অ্যাপটিকে ডিস্কানেক্ট করার সুবিধাঃ

  • আপনার গুগল অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
  • আপনার অ্যাকাউন্টের পারসোনাল তথ্য সংরক্ষিত থাকবে।

কীভাবে ডিসকানেক্ট করবেন?

গুগলে সাইন ইন করা অ্যাপগুলো ডিসকানেক্ট করা মুটামোটি একটু কঠিন কাজ তবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আমি নিশ্চিত আপনি এই কাজটি সহজেই করতে পারবেন।

তকর জন্য প্রথমে আপনি আপনার ফোনের Google Play Service অ্যাপটিতে যান।

যদি অ্যাপটি আপনার ফোনের হোম স্ক্রিনে না থাতে তবে আপনি আপনার ফোনের সেটিংসে Google নামে একটি অপশন পাবেন সেটিতে যান।

তারপর দেখুন আপনার সকল তথ্য ম্যানেজ করার জন্য দেখাচ্ছে।

এখন আপনি আপনার ফোনে Setting for google apps এটিতে ক্লিক করুন।

তারপর দেখুন এখানে আরো অপশন দেখাচ্ছে তারপর Connected Apps এখানে ক্লিক করবেন।

তারপর দেখুন আপনি যতগুলো অ্যাপসে গুগল দ্বারা সাইন ইন করেছেন সেগুলো দেখাচ্ছে।

এবার আপনি যে অ্যাপটিকে বা ওয়েবসাইটটিকে রিমূভ করতে চান সেটিতে ক্লিক করুন। 

ক্লিক করার পর দেখুন অ্যাপটির তথ্য দেখাচ্ছে এবার নিচে দেখুন Disconnect নামে একটি বাটন আছে এটিকে ক্লিক করুন।

তারপর আরেকটি উইন্ডো দেখাচ্ছে আপনি কী সত্যিই অ্যাপটিকে ডিসকানেক্ট করতে চান।

তাহলে OK দিন।

এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা সকল অ্যাপকে ডিসকানেক্ট করতে পারবেন।

খেয়াল রাখবেনঃকখনো Device নামে অপশনটিকে ডিসকানেক্ট করবেন নাকারন এটি আপনার ফোনের ডিভাইস,এটিকে ডিসকানেক্ট করলে আপনাকে আবার সাইন ইন করতে হবে।alert-warning

উপসংহারঃ

পোষ্টটি আপনার কেসন লাগলো।

নিশ্চয় ভালো লেগেছে।

পরবর্তি পোষ্টে আমি দেখাবো কীভাবে ফেসবুক দ্বারা লগইন করার অ্যাপগুলোকে কীভাবে সরাবেন।

পোষ্টটি পেতে আমাদের সাথেই থাকুন।

The post Google দ্বারা সাইন ইন করা অ্যাপগুলোকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিস্কানেক্ট করার নিয়ম appeared first on Trickbd.com.

ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ তৈরি করুন wapkiz password protector page

Posted:

বন্ধুরা তোমাদের যাদের ওয়াপকিজ সাইট আছে তোমরা তোমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাতে পারবে খুব সহজে। তাহলে আজকে আমি যে পোষ্ট পড়তে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাবো সেটি নিয়ে। আজকের পুরো বিষয়বস্তু বোঝার জন্য আজকের পোষ্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন কারন আজকের পোষ্টটি খুবই তথ্যমুলক হতে চলেছে। তো পোষটটি শুরু করার আগে জেনে নিই

পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ

পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ কীঃ

পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ হচ্ছে এমন একটি পেইজ যেখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং যে সেই পেইজের কন্টেন্ট পড়তে চাইবে বা ডাউনলোড করতে চাইবে তাবে পেইজে সেট করার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। যদি সে পেইজে সেট করার পাসওয়ার্ডটি সেট করতে না পারে তবে সে পোষ্টটি পড়তে অক্ষম হবে এবং সে আবার পাসওয়ার্ড দিয়ে পোষ্ট পড়ার চেষ্টা করতে পারবে। আপনি যদি কোনো পেইজ বা পোষ্ট সম্পূর্ণ ব্যাক্তিগতভাবে লিখেন তবে সেই পেইজটিকে আপনি পাসওয়ার্ড প্রটেক্টর করে রাখতে পারেন অথবা আপনি যদি আপনার সাইটে কোনো প্রিমিয়াম ফাইল আপলোড করেন তবে সেটিও আপনি পাসওয়ার্ড প্রটেক্টর করে রাখতে পারেন এবং যে এটি কিনবে আপনি শুধু তাকে ফাইলটি ডাউনলোড করার অনুমুতি দিতে পারবেন পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ দিয়ে।

উপকারিতাঃ

পাসওয়ার্ড প্রটেক্টর পেইজের উপকারিতা অনেক যা আমি আপনাদের মাধ্যে তুলে ধরছি। 

  •  কেউ আপনার অনুমতি ছাড়া পেইজ বা পোষ্ট বা ফাইল ব্যবহার করতে পারবে না। 
  •  আপনার ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড এর মাধ্যে রাখতে পারবেন। 
  •  প্রিমিয়াম ফাইল গুলো বিক্রি করতে পারবেন যারা পেমেন্ট করবে তারাই শুধু ডাউনলোড করতে পারবে।

কীভাবে বানাবেনঃ

পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ বানাতে আপনার একটি জাভাস্ক্রিপ্ট এর কোড প্রয়োজন হবে। কোডটি আমি আপনাদেরকে দিচ্ছি এটি আপনারা আপনার যে পোষ্টে করবেন সেটিতে বসিয়ে দিবেন। কোডটি নিচে থেকে কপি করে নিন এবং আপনার পেইজে ব্যবহার করুন কোনো সমস্যা ছাড়াই।

<script type="text/javascript">var password = 'Your password' password=prompt('Please enter the password to enter this page:',");if (password != 'Your Password'){location.href='your page url here';}</script>
কোডটির কোনো অংশ পরিবর্তন করবেন না পরিবর্তন করলে কোড কাজ করতে নাও পারে। কোডটি আপনার সাইটের ভুল কোনো অংশে ব্যবহার করিবেন না তাতে সাইটের সমস্যা হতে পারে। বন্ধুরা পোষ্টটি আপনাদের কেমন লাগলো নিশ্চয় ভালোই লেগেছে কারন ওয়াপকিজ সাইটে পাসওয়ার্ড প্রটেক্ট করা একটি অ্যাডভান্স কাজ। এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন কারন আমরা প্রতিনিয়ত অনেক ভালো ভালো ওয়েবডিজাইনিং কোড শেয়ার৷ করে থাকি।

The post ওয়াপকিজে পাসওয়ার্ড প্রটেক্টর পেইজ তৈরি করুন wapkiz password protector page appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments