Education guide:: English Tense এর Future Tense গঠন প্রণালি সহ বিস্তারিত? |
- Education guide:: English Tense এর Future Tense গঠন প্রণালি সহ বিস্তারিত?
- TAP-Trust Axiata Pay এ একাউন্ট খুলে ফ্রি ৪০ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন সময় খুব কম কিন্তু.!!
- Photo বিক্রি করে টাকা ইনকাম অনলাইনে?
- Islam: ঈমান কি? ইমান টিকিয়ে রাখার উপায়?
- PixelLab ইউজাররা নিয়ে নিন আমার ডিজাইন করা চমৎকার একটি “জন্ম স্মরণিকা” এর প্রিমিয়াম PLP ফাইল,একদম ফ্রীতে।[Printable]
- Boli (বলি) বাংলা ওয়েব সিরিজের রিভিউ + লিংক | চঞ্চল চৌধুরীর আরেকটি মাস্টারপিস সিরিজ!
Education guide:: English Tense এর Future Tense গঠন প্রণালি সহ বিস্তারিত? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা যারা ইংরেজি বিষয়ে দুর্বল, তাদের জন্য আমরা বেশ কিছু আর্টিকেল পাবলিশ করেছি। তো আজকে আমরা, Tense ইংরেজি গ্রামারের টেনস অংশটি নিয়ে আলোচনা করব। যদিও টেন্স নিয়ে আরো কয়েকটি আর্টিকেল পাবলিশ করা রয়েছে। ওই আর্টিকেল গুলোতে আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং শেষ পর্যন্ত আমরা একটি বিষয় বাদ দিয়ে রেখেছিলাম। ঠিক ওই বাদ দিয়া অংশ আজকে একেবারে শেষ করে দিব। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের এই আর্টিকেলে আমরা, Tense ইংরেজি গ্রামারের টেনস পার্ট অংশটি একেবারে শেষ করে দিব। তাই আর্টিকেলটি আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নিজের কাছে সংগ্রহ করে যেকোনো সময় আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত নলেজ অর্জন করতে পারেন। Tense কাকে বলে কোথা থেকে শুরু করব?Tense কাকে বলেঃ টেন্স শব্দের অর্থ কাল। অর্থাৎ টেন্স অর্থ সময় বা কাল। সাধারণত ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলা হয়। কোন ক্রিয়া এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল, কিংবা হবে তার নির্দেশ করার জন্য ক্রিয়া এর যেরূপ, গুলো হয় তাদেরকে সাধারণত Tense বলা হয়ে থাকে। অন্যদিকে আজকেরে আর্টিকেলে আমরা টেন্স এর কোন বিষয়টি নিয়ে শুরু করব, বন্ধুরা গত আর্টিকেলে আমরা। টেন্স এর তিনটি ভাগ বা প্রকার রয়েছে। এবং প্রত্যেকটি প্রকার চার প্রকার বা ভাগ করা হয়েছে। এবং আমরা, টেন্স এর প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত জেনে গিয়েছি আগের আর্টিকেলে। সুতরাং আজকে আমরা tense-এর ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং টেন্স বিষয়ে আজকে একেবারে শেষ করে দেবো আশা করি। Future tense কাকে বলে ও কত ভাগে বিভক্ত করা হয়?Future tense: ফিউচার টেন্স সাধারণত ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে, এরূপ বোঝালে verb-এর আকারে যে পরিবর্তন হয়, তাকেই সাধারণত ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ ক্রিয়া এর কাজ ভবিষ্যতে হওয়ার সময়কে ফিউচার টেন্স বলে। Future tense কত ভাগে বিভক্ত করা হয়?Future tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়ে থাকে, নিজের সম্পর্কে বিস্তারিত বোঝানো জানানো হলো। 1 Future indefinite tense 2 Future continuous tense 3 Future perfect tense 4 Future perfect continuous tense 1. Future indefinite tense কি এর গঠন প্রণালী?ফিউচার ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালীঃ Sub+ shall/will+V¹+object.সাধারণ একটি উদাহরণ বোঝার জন্যঃ **Students will go to school. অর্থাৎ ছাত্ররা স্কুলে যাবে। 2. Future continuous tense কি এর গঠন প্রণালী?ফিউচার কন্টিনুওস টেন্স এর গঠন প্রণালীঃ Sub+shall be/ will be+ v+ing+object.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ **I will be learning English. অর্থাৎ আমি ইংরেজি শিখতে থাকবো। **He will be reading book. অর্থাৎ সে বই পড়তে থাকবে। 3. Future perfect tense কি এর গঠন প্রণালী?ফিউচার পারফেক্ট টেন্স এর গঠনপ্রণালীঃ Sub+will+have+Vp.p.+ object.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ **I will have learn English. অর্থাৎ আমি ইংরেজি শিখিয়ে থাকিব। ** They will have finished the work by Sunday. অর্থাৎ তারা রবিবারের মধ্যে কাজটি শেষ করে ফেলবে। 4. Future perfect continuous tense কি এর গঠন প্রণালী?ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালীঃ Sub+ Will have been+V¹+ing+obj.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ **Mother will have been cooking before we eat. অর্থাৎ আমরা খাওয়ার পূর্বে মা রান্না করতে থাকবেন। **He will have been giving exam before he passes. অর্থাৎ পাশ না করা পর্যন্ত সে পরীক্ষা দিতে থাকবে। আর্টিকেল এর শেষ কথা?প্রিয় বন্ধুরা, আজকে আমরা Tense এর শেষ অংশটি পুরোপুরি শেষ করে ফেললাম। টেন্স সম্পর্কে যদিও আমরা আগে কিছু আর্টিকেল পাবলিশ করেছিলাম। এবং আজকের এই আর্টিকেলটি ট্রেনস অংশের শেষ আর্টিকেল। অর্থাৎ এই আর্টিকেলটি ধরে, আমরা ট্রিকবিডিতে ইংরেজি গ্রামারের টেনস অংশটি পুরোপুরি শেষ করতে সক্ষম হয়েছি। যদি কথা বুঝতে অসুবিধা অথবা কিছু জানার আগ্রহ থাকে তাহলে, সেটা আর্টিকেলের কমেন্ট সেকশনে ও জানাতে একদমই ভুলবেন না। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আশা করি দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আজকের আর্টিকেলটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post Education guide:: English Tense এর Future Tense গঠন প্রণালি সহ বিস্তারিত? appeared first on Trickbd.com. |
TAP-Trust Axiata Pay এ একাউন্ট খুলে ফ্রি ৪০ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন সময় খুব কম কিন্তু.!! Posted: 05 Dec 2021 04:01 AM PST TAP-Trust Axiata Pay হচ্ছে বিকাশ, রকেট, নগর এর মত মোবাইল ব্যাংকিং সেবা। TAP-Trust Axiata Pay একাউন্ট থেকে..
নতুন TAP-Trust Axiata pay একাউন্ট খুলে পাবেন ৪০ টাকা পর্যন্ত বোনাস। একাউন্ট খুলার ৭২ ঘন্টার মধ্যে পাবেন ২৫ টাকা বোনাস এবং অ্যাপ দিয়ে ২০ টাকা মোবাইল রিচার্জ করলে আর পাবেন ১৫ টাকা বোনাস। TAP-Trust Axiata pay একাউন্ট
দুই ভাবে ব্যবহার করা যাবে.! তো প্রথমে নিচের লিংক থেকে TAP-Trust Axiata Pay অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপ ওপেন করে যে নাম্বার এ একাউন্ট খুলবেন সে নাম্বার দিন। তার যে নাম্বার এ একাউন্ট খুলবেন সে নাম্বার এ কোড যাবে তা বসে দিন। তার পর NID অনুযায়ী নাম দিন এবং আপনি ছেলে না মেয়ে তা সিলেষ্ট করে দিন। এখন এখানে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্র এর ছবি এবং আপনার সেলফি তুলুন। এখন আপনার ৪ সংখ্যা পিন দিন লগইন করুন। হয়ে গেলো TAP-Trust Axiata Pay একাউন্ট একাউন্ট খুলার ৭২ ঘন্টার মধ্যে আপনার বোনাস পেয়ে যাবেন ২৫ টাকা। এর পর ২০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে আর পাবেন ১৫ টাকা বোনাস যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post TAP-Trust Axiata Pay এ একাউন্ট খুলে ফ্রি ৪০ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন সময় খুব কম কিন্তু.!! appeared first on Trickbd.com. |
Photo বিক্রি করে টাকা ইনকাম অনলাইনে? Posted: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনলাইনে টাকা ইনকাম করার প্রচুর পরিমাণে উপায় রয়েছে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অনলাইনে টাকা ইনকাম করা গেলেও, অনেকের সকল ধরনের কাজ পছন্দ হয়না। যেমন আপনি যদি ইউটিউবিং করতে ভালো না বাসেন তাহলে, হয়তোবা আপনি ইউটিউবিং করতে চাইবেন না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি কাজ সবার কাছে এডজাস্ট হয়না। যার যে কাজ ভালো লাগে সে সেই কাজই করতে পছন্দ বা স্বাচ্ছন্দ্যবোধ করে। পুরো বিষয় বিবেচনা করে আজকে আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করার, দারুণ একটি উপায় নিয়ে হাজির হয়েছি। আর এই উপায়টি নাম হল ছবি বিক্রি। আজকে আমরা, অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় কিভাবে? ছবি বিক্রি করে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব? তাছাড়া ছবি বিক্রি করে কিভাবে ইনকাম হয়? এই পুরো বিষয়বস্তু গুলো একটু একটু করে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা সহজে ছবি বিক্রি করে আয় করা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।আপনি কি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান?এখন আগ্রহ যদি থাকে আপনার টাকা ইনকাম করা যায় তাহলে, নিশ্চয় আপনি কোন না কোন একটি পদ্ধতি অবলম্বন করবেন তাই না! অনলাইনে আপনারা যারা ছবি তুলতে আগ্রহী, তারা কিন্তু চাইলে একটু টেকনিক খাটিয়ে সহজে ইনকাম করতে পারবে। কেননা বর্তমান সময়ে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়ে আপনারা সহজে অনলাইনে, ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। তাই যে কেউ চাইলে ঘরে বসে থেকেই, শুধুমাত্র ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। কি ধরনের ছবি অনলাইনে বিক্রি করে আয় করা যায়?এখন আমি যে বললাম, আপনারা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। তো কোন ধরনের ছবি বিক্রি করে টাকা ইনকাম করা সম্ভব? আমার ইচ্ছামতো যেকোনো ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারব? না ভাই! আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে, মানুষের প্রয়োজনীয় দরকারি ইত্যাদি ছবি আপনাকে তৈরি করতে হবে। মানুষের প্রয়োজনীয় ছবি ছাড়া আপনি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে পারবেন না। কেননা আপনার ছবি যদি কেউ ক্রয় না করতে চাই ভালো না লাগে তাহলে, আপনার কিভাবে ইনকাম হবে আপনিই বলুন?তো উপরোক্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই যে, অনলাইনে অবশ্যই ছবি বিক্রি করে টাকা ইনকাম করা সম্ভব হবে। যেকোনো ধরনের ছবি বিক্রি করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই, ওই ছবিগুলো মানুষের দরকারি প্রয়োজনীয় হতে হবে। কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়?অনলাইনে বিভিন্ন ধরনের প্লাটফর্ম রয়েছে, যেখানে যে কেউ চাইলে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। আপনি যদি গুগলে অথবা ইউটিউবে, ছবি বিক্রি করে টাকা ইনকাম করার উপায় বিষয়ে সার্চ দিয়ে থাকেন তাহলে, হয়তোবা আপনারা অনেক ধরনের প্লাটফর্ম সম্পর্কে জানতে পারবেন। যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার প্রচুর পরিমাণে প্ল্যাটফর্ম পাওয়া যায়। তবে তার ভিতরে রিয়েল এবং ফেইক প্ল্যাটফর্ম কিন্তু হাজার হাজার রয়েছে। যার কারণে রিয়েল ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম খুঁজে পাও আপনার পক্ষে কষ্টকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এমনিতেও আপনারা এ ধরনের কোন ঝুঁকি নিতে চাইবেন না।তাই অবশ্যই আপনার যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে, কোনো-না-কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্মের যুক্ত হবেন যেখানে, ওই প্ল্যাটফর্ম গুলো আপনাদেরকে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার সুযোগ দিবে। এছাড়াও সে ওয়েবসাইটে যেন বিশ্বস্ত প্ল্যাটফর্ম হয়। এই ধরনের কোন প্লাটফর্মে আপনারা চাইলে নিঃসন্দেহে তবে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার, অনেক ধরনের প্লাটফর্ম পাওয়া যায় তবে, বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে আমরা কিছু দিনের ভিতরে হয়তবা, আর্টিকেল পাবলিশ করব যেখানে আপনারা, ছবি বিক্রি করে টাকা ইনকাম করার বিশ্বস্ত কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো, আশা করি আপনারা এই বিষয়ে অন্তত বিস্তারিত ক্লিয়ার হতে পেরেছেন। ছবি বিক্রি করে অনলাইনে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব?আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে, অবশ্যই কোন না কোন প্লাটফর্মে আপনাকে যুক্ত হয়ে কাজ করতে হবে। আপনি যদি তাদের নিয়ম-নীতি গাইডলাইন মেনে মানুষের প্রয়োজনীয় ছবি গুলো কালেক্ট করে পাবলিশ করেন তাহলে, আপনার অবশ্যই সেখান থেকে আয় করতে পারবেন। এখন অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেখানে, ছবি বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। একেক ধরনের প্লাটফর্ম একেক রকম হয়ে থাকে, অনেক প্ল্যাটফর্ম ছবি বিক্রি করে আই এর ক্ষেত্রে প্রায় 50 পার্সেন্ট কমিশন দেয়। আপনার ছবির মূল্য হিসেব করে 50% ওই কোম্পানি নিয়ে নিবে, অন্যদিকে বাকি আপনার 50 পার্সেন্ট কমিশন হিসেবে যোগ করবে। এখন আপনার একটি ছবি যদি এক হাজার লোক ক্রয় করে, এবং মোট ইনকাম যদি ওই ছবির 10000 দাঁড়ায় তাহলে, ওই কোম্পানি আপনাকে 5000 টাকা একাউন্টে যোগ করবে। আর বাকি 5000 টাকা ওই কোম্পানি নিজেই নিজের পকেট এ নিয়ে নিবে।তবে এটা মনে রাখা দরকার যে, অনলাইনে প্রচুর পরিমাণে প্ল্যাটফর্ম রয়েছে ছবি বিক্রি করে আয় করার জন্য। এক এক ধরনের প্লাটফর্ম এক এক রকম আপনার ইনকাম দিতে পারে। তাই সঠিকভাবে বলা যায়না কত টাকা আপনার ইনকাম হওয়া সম্ভব। তবে আনুমানিক যারা অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করে তারা, প্রতিমাসে 50000 টাকার উপর ইনকাম করতে পারে। অধিক সতর্ক বার্তাঃ প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে, আপনারা অবশ্যই খেয়াল এবং যাচাই-বাছাই করে। অনলাইন জগতে কাজ করবেন। কেননা বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে প্রতারক এর দেখা মিলেছে। তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, লোকদেরকে প্রতারণা করার চেষ্টা করে। তাই অনলাইনে কোন কাজ করার পূর্বে অবশ্যই, যাচাই-বাছাই ও মাথা ঠান্ডা করে কাজ করবেন। ছবি বিক্রি করে কিভাবে টাকা উত্তোলন করতে হয়? যে কেউ ছবি বিক্রি করে ইনকাম করতে পারবে?দেখুন আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে, কমপক্ষে আপনার বয়স অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে। কারণ বেশিরভাগ কোম্পানির লোকেরা সবাইকে কাজ দিতে চায়না। তবে অন্যান্য প্লাটফর্মে হয়তোবা বয়সের প্রয়োজন হয় না। কিন্তু বেশিরভাগ প্লাটফর্মে আপনার বয়স 18 বছর না হলে, তারা আপনাকে কাজ করার সুযোগ দিবে না। অন্যদিকে আপনারা অনলাইনে ছবি বিক্রি করে, সহজে টাকা উত্তোলন করে নিতে পারবেন। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মের লোকেরা, মাত্র 10 ডলার হলে টাকা উত্তোলন করার সুযোগ দিয়ে থাকে। আবার অনেক লাভ ফরমের লোকেরা 50 ডলার না হলে টাকা উত্তোলন করার সুযোগ দেয় না।এমনকি অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে 100 ডলার না হলে, তারা আপনাকে টাকা উত্তোলন করার সুযোগ দিবে না। আর বেশিরভাগ কোম্পানি আপনার এই টাকা ব্যাংকের মাধ্যমে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অন্যান্য একাউন্ট থাক বা না থাক আপনারা চাইলেই ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। পরিশেষে, যারা অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাই, তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল, আশা করি তারা একটু হলেও আর্টিকেল থেকে উপকৃত হবে। অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার পুরো বিষয়গুলো নিয়ে। আমরা step-by-step বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আশা ব্যক্ত করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।The post Photo বিক্রি করে টাকা ইনকাম অনলাইনে? appeared first on Trickbd.com. |
Islam: ঈমান কি? ইমান টিকিয়ে রাখার উপায়? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা মুসলমান হিসেবে আমাদের ঈমানটা টিকিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান ব্যতীত কোন লোক মৃত্যুবরণ করলে, সে জাহান্নামী হবে কিংবা, পরকালে সে ব্যক্তি যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তো এ কারণে আজকে আমরা, ঈমান বিষয় নিয়ে আলোচনা করবো। ঈমান কি ঈমানের পরিচয়::: ঈমান হল মানুষের বিশ্বাস স্থাপন করা। আর ঈমান শব্দটি অর্থাৎ ঈমানের অর্থ হলো, আস্থা স্থাপন করা স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, নির্ভর করা কিংবা বিশ্বাস স্থাপন করা। আর ইসলামের পরিভাষায় সাধারনত, শরীয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা এবং অন্যদিকে মুখে স্বীকার ও তদনুযায়ী আমল করা কি এমন বলা হয়। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে অনেক কিছু বলেছেন। তাই আমাদের এই ঈমান সম্পর্কে ধারণা থাকা অবশ্যই উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হচ্ছে আল্লাহ, কিতাব সমূহ, রসুন গান, পরকাল, ফেরেশতাকুল, এবং ভাগ্যের ভালো-মন্দের সকল কিছু মহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকেই হয়। আর এর প্রতি বিশ্বাস স্থাপন করা কি ঈমান বলা হয়। এই হাদীসটি সাধারণত মুসলিম শরীফে রয়েছে। ঈমান এর মোট শাখা কয়টি বা ঈমান কয়টি ও কি কি?ঈমানঃ ঈমানের সাধারণত সাধারণত সাতটি মূল বিষয় রয়েছে। ঈমান অর্থ বিশ্বাস। একজন মুসলমানকে ঈমানের কতগুলো মৌলিক বিষয়ে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। ঈমানের মৌলিক বিষয় এর উপর বিশ্বাস ব্যতীত, কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। চলুন এই সাতটি মূল বিষয় নিয়ে জেনে নিই। এক নম্বর মূল বিষয়ঃ মহান আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি বিশ্বাস।ঈমানের সর্বপ্রথম ও সর্ব প্রধান বিষয় হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন। মহান আল্লাহ রব্বুল আলামীন এক অদ্বিতীয়। তিনি ব্যতীত কোন ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল সকল কিছুর সৃষ্টি কর্তা, পালনকর্তা ও রক্ষা কর্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণের আধার। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ঈমানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই নম্বর মূল বিষয়ঃ ফেরেশতাগণের প্রতি বিশ্বাস।সাধারণত ফেরেশতাগণ মহান আল্লাহ তায়ালার এক বিশেষ সৃষ্টি। এবং ফিরিশতাগণ নূরের তৈরি। তারা নারীও নয় পুরুষও নয়। তারা সকল পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের এই এর প্রতি বিশ্বাস স্থাপন রাখা ঈমানের অন্তর্ভুক্ত অংশ। আশা করি আপনারা ফেরেশতাগণের বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন। তিন নম্বর মূল বিষয়ঃ আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস।আসমানী কিতাব সমূহ আল্লাহতালার বানী। এগুলোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। তাছাড়া তিনি তার আদেশ-নির্দেশ বিধিবিধান সুসংবাদ সতর্কবাণী ইত্যাদি এই আসমানী কিতাবের ভিতরে রেখেছেন। আল্লাহ তাআলা তাঁর রসূলগণের নিকট এই কিতাব সমূহ পাঠিয়েছেন। পৃথিবীতে 104 খানা আসমানি কিতাব নাযিল করা হয়েছে। এবং এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের আবশ্যক। চার নম্বর মূল বিষয়ঃ নবী রাসূলগণের প্রতি বিশ্বাস।সাধারণত মানবজাতি হেদায়েতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন, যুগে যুগে বহু নবী-রাসূলগণ পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং এই নবী-রাসূলগণ তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডেকেছেন। সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন ও ইহকালীন ও পরকালীন শান্তি নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলের প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাঁচ নম্বর মূল বিষয়ঃ আখিরাতের প্রতি বিশ্বাস।সাধারণত আখিরাত হল পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। অর্থাৎ দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন শতগুণ বেশি। পরকাল অর্থাৎ কবর হাশর মিজান জান্নাত জাহান্নাম সীরাত ইত্যাদি আখিরাতের একপর্যায়। এবং পরকালে আমাদেরকে ইহকালের কাজ কর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। তাই আখিরাতের প্রতি আমাদেরকে স্থাপন রাখতে হবে। এটিও ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। ছয় নম্বর মূল বিষয়ঃ তাকদীরের প্রতি বিশ্বাস।তাকদীর হল সাধারণত নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই তাকদীরের ভালো-মন্দের নির্ধারণ কারি। ভালো-মন্দ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা নিজেরা ভালো-মন্দ নির্ধারণ করতে কখনোই পারবোনা। এমনকি তিনি তার কথা ব্যতীত একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। ঠিক এ কারণেই তাকদীরের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করা গুরুত্বপূর্ণ আরো একটি অংশ। সাত নম্বর মূল বিষয়ঃ মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না। বরং মানবজীবন দুই ভাগে বিভক্ত। লোকাল জীবন শেষ হলে আমরা পরকাল এর যাত্রা শুরু করলাম। সাধারণত ইহকাল হলো এই পৃথিবী বা দুনিয়ার জীবন। আর পরকাল হল মৃত্যুর পরবর্তী জীবন। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন এবং হিসাব-নিকাশ নিবেন। তাই আমাদের মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আর্টিকেলে কোন লোককে খারাপ উদ্দেশ্যে, কিংবা কোন ধার্মিক বিষয়ে আঘাত এনে দেওয়ার জন্য নয়। আমরা ইসলামটাকে নিজের মতো না ভেবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের, আদেশ নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমরা যে মৌলিক সাতটি বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। ইমান মজবুত ও টিকিয়ে রাখার কিছু উপায়?ঈমান টিকিয়ে রাখার উপায়ঃ প্রিয় বন্ধুরা আমরা জানি, ঈমান হল বিশ্বাস এবং এই বিশ্বাসের, সাতটা স্তম্ভ রয়েছে। বা ঈমানের সাতটি মৌলিক বিষয় রয়েছে। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকলে অবশ্যই আমরা ঈমানদার। তবে আপনি যদি আমাদের শেয়ার করা উপরোক্ত সাতটি মৌলিক বিষয়, এর উপর বিশ্বাস স্থাপন না করেন তাহলে, আপনি ঈমানদার না। আর ঈমান মজবুত ও টিকিয়ে রাখার জন্য, আমাদের এই সাতটি মৌলিক বিষয়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু বিশ্বাস করলে হবেনা মনেপ্রাণে দৃঢ় বিশ্বাস থাকা জরুরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাগণ, নবী-রাসূলগণ, পরকাল, তাকদীর, আখিরাত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত কিতাব সমূহ ইত্যাদি। এগুলোর প্রতি মনেপ্রাণে দৃঢ় বিশ্বাস স্থাপন রাখতে পারলেই, ঈমান মজবুত ও টিকিয়ে রাখা সম্ভব। তবে এগুলোর প্রতি বিশ্বাস করলাম আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ-নির্দেশ মানলাম না, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবেনা। তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামীনের এবাদত না করলে আপনি ঈমানদার না। সুতরাং এগুলোর প্রতি আমরা যেন সঠিক নিয়মে এবং নবী এর আদর্শ, এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ নির্দেশ অনুযায়ী চলতে পারি। আর্টিকেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ শেষ কথা?বন্ধুরা আজকে আমরা, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রিয় ঈমান অংশটি। নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। যদিও বিস্তারিত না তবে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জানানো বা বলার চেষ্টা করেছি। আপনারা যদি এই সম্পর্কিত আরো আর্টিকেল পেতে চান তাহলে কমেন্ট করবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদেরকে, ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করে আমিন। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের, ঈমানের সাথে মৃত্যু বরণ করি যেন। ঈমান ব্যতীত আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবোনা। সুতরাং আমরা সবাই যেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের গোলামী করার চেষ্টা করব। এবং নিজের ঈমানকে মজবুত ও টিকিয়ে রাখার জন্য যত সম্ভব হতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামীনের নিয়ম-নীতি ও রসূলের আদেশ অনুযায়ী জীবন চালাবেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The post Islam: ঈমান কি? ইমান টিকিয়ে রাখার উপায়? appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমার অনেক ভালো লাগে যখন নতুন কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি,কিন্তু অনেকদিন হলো ব্যস্ততার কারণে আর লেখালেখি করা হয়না। যাই হোক তারপরেও একটু সময় বের করে আপনাদের জন্য লিখলাম। এখন কাজের কথায় আসি। আপনারা যারা PixelLab এপসটি ব্যাবহার করে বিভিন্ন গ্রাফিক্স, পোস্টার, ব্যানার ইত্যাদি ডিজাইন করেন তারা জানেন কিভাবে PixelLab ব্যবহার করতে হয়। আজকের পোস্টটি তাদের জন্যই। যাদের PixelLab সমন্ধে কোনো ধারণা নাই, তাদের কোনো উপকারে আসবে না। আপনারা যদি আগ্রহী হোন তাহলে Youtube এ বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন। আমি যে ফাইলটি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা plp ফাইল। যা শুধুমাত্র PixelLab দিয়েই ওপেন করতে পারবেন। ডিজাইন করা ফাইলটি কাস্টোমাইজ করার পর আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য Size অনুযায়ী Image size দিয়ে নিবেন। নিচে কিছু সাইজের pixel লিস্ট দেওয়া হলো।কোন সাইজের জন্য কত পিক্সেল দিতে হবে এই লিস্ট এ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। The post PixelLab ইউজাররা নিয়ে নিন আমার ডিজাইন করা চমৎকার একটি "জন্ম স্মরণিকা" এর প্রিমিয়াম PLP ফাইল,একদম ফ্রীতে।[Printable] appeared first on Trickbd.com. |
Boli (বলি) বাংলা ওয়েব সিরিজের রিভিউ + লিংক | চঞ্চল চৌধুরীর আরেকটি মাস্টারপিস সিরিজ! Posted: বলি”জনরা – ড্রামা,অ্যাকশনScreenshot![]() স্পয়লারবিহীন-গল্পের শুরু হয় অত্যাচারীর অত্যাচারের নিদর্শন দিয়ে।আবিষ্কার হয় মৃত প্রায় এক যুবকের দেহ। তারপর তাকে ঘিরে শুরু গল্পের প্রবাহ।সে হয়ে উঠে গল্পের মজলুম। তারপর… একের পর এক টুইস্ট দিয়ে গল্পের পরিক্রমা বর্ধমান থাকে।সে কি পারে অত্যাচারীর বিনাশ করতে? কেনই বা তার মজলুম হয়ে ওঠা? কি তার পরিচয়? জানতে হলে দেখতে হবে সিরিজটি।এই সিরিজে চঞ্চল চৌধুরী নিজেকে আরও ছাপিয়ে গেছেন।পলাশ,সালহউদ্দিন লাভলু সহ গল্পের মজলুম যুবক যিনি তাকদীরেও অসাধারণ ছিলেন এবং অন্যান্যরা নিজেদের সেরাটা দিয়েছেন।বেশিরভাগ চরিত্রের আলাদা আলাদা আকর্ষণ ছিল যা অমনোযোগী না হতে বাধ্য করেছে।আমার মতে এখন পর্যন্ত হইছইয়ের সবচেয়ে সেরা সিরিজ হলো#বলি আর বাংলাদেশের'তো সেরাই! মহানগর,ত্বাকদীরকে ছাড়িয়ে গেলো! অভিনয় নিয়ে এই সিরিজের এক্টরদের নিয়ে আলাদা করে লিখতে হবে না,সবাই সেরাটা দিয়েছেন।ব্যাকগ্রাউন্ড মিউজিক,লোকেশন,সাউন্ড কোয়ালিটি,ক্যামেরার কাজ!!!! পুরা মাখন।টাইটেল সংটা অনেক ভালো লেগেছে,গেয়েছেন শিরোনামহীন ব্যান্ডের আগের ভোকালিষ্ট তানজির চৌধুরী তুহিন। সিরিজটির প্রেজেন্টেশন ছিলো জাস্ট অসাধারণ!অসম্ভব সুন্দর এই মেকিংটির কারণেই সিরিজটি দেখতে ভালো লাগবে।শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন আটকে রাখার মতো একটি সিরিজ।অভিনয়ের দিকে যদি আসি তাহলে চঞ্চল চৌধুরীকে নিয়ে যা বলবো তাই কম হয়ে যাবে।নিজের চরিত্রে প্রবেশ করতে পারলে বোঝার ক্ষমতা নেই আসল না অভিনয়। সোহেল মন্ডল এবং জিয়াউর হক পলাশ দুর্দান্ত ছিলেন।ডায়লগ ডেলিভারি ছিলো মানানসই। সব থেকে ভালো লেগেছে নাসির উদ্দীন খানকে! কি অভিনয় করে লোকটা! সোহানা সাবা এবং সাফা কবীর এখানে অনেক ভালো করেছেন।সাফা কবীরের এক্সপেশন গুলো ভালো ছিলো যখন যেমন যাচ্ছিলো এক্সপেশনের পরিবর্তন হচ্ছিল সুন্দর ভাবে।অন্যদিকে ইরেশ যাকের এবং সালাউদ্দিন লাভলু তাদের যায়গায় সুন্দর কাজ করেছেন।মোট কথা অভিনয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগটা কোনো শিল্পীই রাখেন নি। এবার আসি লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কালারের কাজে।গল্পের প্লট অনুযায়ী লোকেশনটা ঠিক ছিলো। যারা দেখবেন তারা বুঝতে পারবেন।ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ বেশির ভাগ সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণেই একটা সুন্দর কাজ বাজে হয়ে যায়।কালার গ্রেডিং দৃশ্যপট হিসেবে ঠিক আছে। সব থেকে ভালো লেগেছে অ্যাকশন সিন গুলো!দেখেই মনে হচ্ছিলো অনেক যত্ন করে পরিশ্রম করে কাজটা করা হয়েছে। প্রতিটি কাজেরই কিছু দূর্বলতা থাকবে।এখানেও আছে তবে সেটি ইফেক্ট ফেলবে না। সব মিলে ভালো একটি সিরিজ।উপভোগ করার মত একটি কাজ। সিরিজে গালিগালাজ আছে, কিছু দৃশ্য আছে যা আসলে গল্পের প্রয়োজনে ব্যবহার করা।ছেঁড়াদিয়ার সিংহাসন কার দখলে আসবে সেটি জানতে হলে ‘বলি’ সিরিজটি দেখলে।যারাই দেখবেন ভালো লাগবে, এটা বলতে পারি।Link: Boli Bangla Web Series#হ্যাপি_ওয়াচিংThe post Boli (বলি) বাংলা ওয়েব সিরিজের রিভিউ + লিংক | চঞ্চল চৌধুরীর আরেকটি মাস্টারপিস সিরিজ! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments