Search box..

আপনার শরীর যে কোন অংশ X-Ray করে দেখতে পারবেন,একটি অ্যাপ এর মাধ্যমে । দেখে নিন ভাল লাগভে

আপনার শরীর যে কোন অংশ X-Ray করে দেখতে পারবেন,একটি অ্যাপ এর মাধ্যমে । দেখে নিন ভাল লাগভে


আপনার শরীর যে কোন অংশ X-Ray করে দেখতে পারবেন,একটি অ্যাপ এর মাধ্যমে । দেখে নিন ভাল লাগভে

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও
ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা
হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক :

আসুন জেনে নেই এই Apps টির সর্ম্পকে

 

  • এই Apps টির নাম Real X-ray Simulator
  • এই App টি মাএ 15.4 Mb

 

DOWNLOAD

 

  • এই টিতে প্রথমে আপনাকে ডাওনলোড করতে হবে। তারপর আপনাকে এই App টি চালু করতে হবে।তারপর আপনী আপনার মোবাইলের দিয়ে আপনি আপনার শরিলের যে অংশটি X-ray করতে চান সেই অংশটি Camera দিয়ে ছবি তুলতে পারবেন।এবং X-ray করে দেখতে পারবে

এবার জেনে নিন এই টি কেন আপনার প্রয়োজন

আমরা সবাই খেলাধুলা করতে পছন্দ করি।
তাই আপনাদের জেন কোন সমস্য না হয় সেজন্য এই App টি নিয়ে এলাম।
মনে করেন আপনি ফুটবল বা ক্রিকেট খেলছেন তখন খেলতে খেলতে যদি আপনার শরীলের যে কোন একটি অংশতে আঘাত পেলেন তখন আপনী কি করবেন ।
তখন আপনার কাছে যদি এই App টি থাকে তাহলে আপনি আপনার আঘাত পাওয়া স্তানে X-ray করে দেখতে পারবেতখন আপনার কাছে যদি এই App টি থাকে তাহলে আপনি আপনার আঘাত পাওয়া স্তানে X-ray করে দেখতে পারবেন।

 

NOTE :  ITS SIMULATION APPS IT JUST USE FOR ENTERTAIMENT

 

The post আপনার শরীর যে কোন অংশ X-Ray করে দেখতে পারবেন,একটি অ্যাপ এর মাধ্যমে । দেখে নিন ভাল লাগভে appeared first on Trickbd.com.

education guide: ইংলিশ গ্রামারের Punctuation করার নিয়ম ?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। যারা ইংরেজীতে দুর্বল তাদের জন্য আজকের আর্টিকেলটি, আজকে আমরা ইংরেজি গ্রামারের, Punctuation প্রশ্নটিই নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি কিভাবে, খুব সহজে, correct use of Punctuation করতে পারবেন বা শিখতে পারবেন? এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব!

Correct use of Punctuation ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এমনকি ক্লাস সিক্স থেকে পরবর্তী ক্লাসে এই প্রশ্নটিই সবার দেওয়া থাকে। তো এই প্রশ্নটিই লেখার টেকনিক আসলে কেমন আমরা অনেকেই জানিনা! তার কারণ হলো আমরা ইংরেজীতে দুর্বল। যাইহোক এখন আপনাদেরকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ, আমরা আজকে correct use of Punctuation নিয়ে জানবো বিস্তারিত।

Correct use of punctuation কেন আমাদের পড়া বা জানা খুবই গুরুত্বপূর্ণ?

Punctuation: ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি। এমনকি পরীক্ষায় এই প্রশ্নটিই অবশ্যই দেওয়া থাকে। এমনকি Punctuation এর জন্য বেশ ভালই মার্ক দেওয়া হয়। ঠিক এ কারণেই আজকে আমরা এই বিষয়টা নিয়ে যানার চেষ্টা করব। যেহেতু পরীক্ষায় এই অংশটি গ্রামারে পড়ে থাকে তাই, correct use of punctuation পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Correct use of punctuation কাকে বলে?

Punctuation: লেখোকের মনের ভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য লিখিত বাক্যে, পানচুয়েশন মার্ক এর ব্যবহার অপরিহার্য। লিখিত ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রধান প্রধান পাংচুয়েশন মার্ক প্রতীক বা চিহ্ন সমূহ নিয়ে আলোচনা করা হলো। সাধারণত বাক্যটি ভুল দেওয়া থাকবে সঠিক বাক্যের সঠিক চিহ্নটি ব্যবহার করাকে, পানচুয়েশন মার্ক বলা হয়।

###Full stop ( .)

###Coma (,)

###Semi- calon (;)

###Hyphen (-)

###Dash (_)

###Invited coma ( “. “)

###Bracket ( (),{},[] )

###Question mark ( ?)

###Exclamation mark (!)

###Colon (:)

###Ellipsis (….)

Capital letters অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় কোথায় বাক্যে বসে?

***যে সকল ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে তারমধ্যে, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার্স বসে! অর্থাৎ বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ Kobir is my favorite friend.

***প্রপার নাউন এর ক্ষেত্রে বড় ব্যবহার করতে হবে প্রতিটা শব্দের শুরুতে। অর্থাৎ প্রপার নাউন শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে প্রতিটা শব্দে।

যেমন উদাহরণ হিসেবেঃ Sumi, Sultan, Farhan etc.

***কোন পুস্তকের নামের ক্ষেত্রে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে!

যেমন উদাহরণ হিসেবেঃ Hamlet, Othello, Macbeth, King Lear etc.

***কোন প্রতিষ্ঠান নামের শুরুতে বাক্য প্রথম অক্ষর বড় হবে! অর্থাৎ কোন প্রতিষ্ঠান নামের শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে বাক্যটি শুরু করতে হবে!

যেমন উদাহরণ হিসেবেঃ Model High School, Govt, Rajendra college.

***যে কোন দেশের নাম, ভাষার নাম, বিখ্যাত কোন জায়গার নাম, কবিতার শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে বাক্যটি শুরু হবে!

যেমন উদাহরণ হিসেবেঃ Bangladesh, Nazrul, English etc.

বন্ধুরা উপরোক্ত নিয়ম নীতি এবং উদাহরণ সহ, যেভাবে আপনাদেরকে দেখানো হয়েছে। ঠিক এভাবেই করে সাধারণত, correct use of punctuation করতে হয়। তাই আপনার যদি প্রয়োজন হয়ে থাকে আর্টিকেলটি তাহলে, এই আর্টিকেলটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন। আশা করি একটু হলেও আপনারা ইংরেজি গ্রামারে উপকৃত হয়েছেন।

পরিশেষে প্রিয় বন্ধুরাঃ ইংরেজি গ্রামার নিয়ে আমরা বেশ কয়েকটি আর্টিকেল পাবলিশ করেছি। আপনাদের মনে থাকে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো সেটা লাইক দিয়ে উৎসাহ দিন। বরাবরের মতো আমাদের আজকের এই আর্টিকেল এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post education guide: ইংলিশ গ্রামারের Punctuation করার নিয়ম ? appeared first on Trickbd.com.

একনজরে দেখে নিন কুরবানির পরিচয়,পটভূমি এবং নিয়মাবলি

Posted:

আজ আমি আপনাদের সাথে বিশেষ করে মুসলমান ভাইদের সাথে কুরবানির নিয়মাবলি ও বিধিবিধান নিয়ে আলোচনা করব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন ।


কুরবানির পরিচয় :-

কুরবানি শব্দের অথ ত্যাগ করা,উৎসগ করা ইত্যাদি । জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পযন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু জবাই করাকে কুরবানি বলা হয় ।

কুরবানির পটভূমি :-

হযরত ইবরাহিম (আ) কে আল্লাহ অনেকবার পরীক্ষা করেছেন । একবার তিনি রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ তায়ালা তাঁকে নিদেশ করছেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে । তিনি সিদ্ধান্ত নিলেন তাঁর প্রিয় পুত্রকে তিনি কুরবানি করবেন । তিনি তাঁর পুত্রকে বলেন, আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ তায়ালা তোমাকে জবাই করতে আদেশ দিচ্ছেন । এ ব্যাপারে তোমার অভিমত কি? তিনি বললেন,আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন । আল্লাহকে খুশি করার জন্য তিনি তাঁর পুত্র ইসমাইলকে জবাই করেন । আল্লাহ খুশি হয়ে বেহেশত থেকে একটি দুম্বা এনে ইসমাইলের জায়গাতে শুইয়ে দিলেন । হযরত ইসমাইল (আ) এর পরিবতে দুম্বা কুরবানি হয়ে গেল । এর পর থেকেই কুরবানি প্রথা চালু হয়েছে ।

কুরবানির নিয়মাবলি ও বিধিবিধান :-

১। জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সন্ধ্যা পযন্ত যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপর এই কুরবানি ওয়াজিব । তবে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় ।

২। জিলহজ মাসের ১০, ১১,১২ তারিখ তিন দিন কুরবানির সময় । এর ভিতরে কুরবানি দিতে হবে । তবে প্রথম দিনে করা উত্তম ।

৩। ইদুল আযহার নামাযের আগে কুরবানি সঠিক নয় । নামায আদায়ের পর কুরবানি করতে হয় ।

৪। সুস্থ সবল ছাগল,ভেড়া,দুম্বা, গরু,মহিষ, উট ইত্যাদি গৃহপালিত পশু দ্বারা কুরবানি করতে হয় । গরু মহিষ এবং উটে এক থেকে সাত জন পযন্ত অংশিদার হতে পারবে ।

৫। কুরবানির ছাগলের বয়স কমপক্ষে ১বছর হতে হবে এবং গরু ও মহিষের কমপক্ষে ২ ও উটের ৫ বছর হতে হবে । দুম্বা ও ভেড়ার বয়স ছাগলের মতো । তবে দুম্বা,ভেড়া, ছাগলের বাচ্চা যদি এক বছরের কম হয় কিন্তু এরকম ছাগল বা দুম্বা বা ভেড়া যদি ১ বছর বয়সী কোন ছাগলের দলের মধ্যে ছেড়ে দেওয়া হলে তা বোঝা যায় না এরকম ছাগল কুরবানি করা যাবে ।

৬। নিজ হাতে কুরবানি করা উত্তম ।

৭। কুরবানির প্রাণী দক্ষিণ দিকে মাথা রেখে কিবলামুখী করে,ধারালো অস্ত্র দিয়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলে জবাই করতে হয় ।

৮। কুরবানির গোশত তিন ভাগে ভাগ করে একভাগ গরিব মিসকিনদের, একভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের এবং একভাগ নিজেদের রাখা উত্তম ।

তো এই ছিল আমার আজকের বিষয় । ভালো লাগলে কমেন্ট করবেন ।

The post একনজরে দেখে নিন কুরবানির পরিচয়,পটভূমি এবং নিয়মাবলি appeared first on Trickbd.com.

Wapkiz এ কাষ্টম ইরোর /error.html পেইজ কাস্টমাইজড বা তৈরি করুন নিজের ইচ্ছা মতো

Posted:

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালোই আছেন।
আজকে আমি আপনাতের জন্য আরো একটি বিষয় নিয়ে লিখতে বসেছি কীভাবে আপনি আপনার ওয়াপকিজ সাইটের ইরোর error পেইজটি কাস্টমাইজ করবেন মানে আপনি নিজের মনের মতো করে কীভাবে wapkiz এ কাষ্টম ইরোর পেইজ বানাবেন।
তো কীভাবে কাষ্টম ইরোর পেইজ বানাবেন ওয়াপকিজে সেটি দেখে নিন।

কেনো ইরোর পেইজ বানাবেনঃ

ওয়াপকিজ সাইটে সাধারন ভাবে যদি কোনো URL ভুল থাকে তবে সেটি একটি Error পেইজে নিয়ে যায় কিন্তু সেটি আমাদের ভালো নাও লাগদে পারে।
কিন্তু আপনি যদি চান কবে আপনি আপনার সাইটের ইরোর পেইজটি খুব সহজেই কাস্টমাইজড করবেন সেটি খুবই সহজ এবং আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন।
এখন আপনি ইরোর পেইজে আপনার নিজের অ্যাড বসাতে পারবেন এমনকি আপনি ইউজারদের আপনার সাইটে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে পারবেন।
তো আপনি নিশ্চয় ভাবতেছেন তাহলে তো অনেক ভালো হয়।
আমি বলছি ওয়াপকিজ এডমিন এই সিষ্টেমটি চালু করাতে অনেক উপকার হয়েছে ওয়াপকিজ ব্যবহারকারিদের।

কীভাবে কাষ্টম ইরোর পেইজ বানাবেনঃ

কাষ্টম ইরোর পেইজ বানাতে আপনাকে প্রথমে ওয়াপকিজ এডমিন প্যানেলে লগইন করুন।
লগইন করার পর প্যানেল মোডে যান এবার দেখুন এখানে একটি অপশন আছে 404 Error costom page এই অপশনে ক্লিক করুন।

তারপর এখানে দেখুন একটি কোড বক্স এসেছে এখানে আপনি আপনার এইচটিএমএল HTML কোড দিয়ে একটি কাষ্টম পেইজ বানিয়ে দিন।
যেভাবে আপনি একটি পেইজ বানান সেভাবে এখানে কোড দিয়ে বানিয়ে ফেলুন কাষ্টম ইরোর পেইজ।
দেখুন আমি কোড দিয়ে সেইভ দিয়েছি।

এবার কাষ্টম ইরোর পেইজটি দেখুন নিচে।
যখনই কেউ কোনো ভুল লিংকে চলে যাবে যেটি আপনার সাইটে বিদ্যামান নেই তখনই তাদেরকে এই ইরোর পেইজটি দেখাবে।

উপসংহারঃ

এই পেইজটি সম্প্রতি wapkiz Admin অপেন করেছে যেটি এখনো wapaxo বা অন্য কোনো সাইটে চালু করে নি।
আপনি শুধু এটি ওয়াপকিজেই চালু করতে পারবেন।
তো পোষ্টটি আপনার কেমন লেগেছে সেটি জানি না তবে আমার মনে হয় আপনার পোস্টটি আপনার ভালো লেগেছে।
তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামি পোষ্টে।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ

The post Wapkiz এ কাষ্টম ইরোর /error.html পেইজ কাস্টমাইজড বা তৈরি করুন নিজের ইচ্ছা মতো appeared first on Trickbd.com.

Captcha ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার সঠিক নিয়ম 2022

Posted:

আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা আমরা যারা অনলাইন এ টাকা আয় করতে চাই, তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ! আজকে আমরা অনলাইনে ক্যাপচা পূরণ করে কিভাবে টাকা ইনকাম করা যায়? এই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব!যদিও ক্যাপচা পুরন সম্পর্কে আমাদের সবাই কম বেশি জানি।

শুধুমাত্র কিছু সংখ্যা কিংবা কিছু বাক্য থাকবে সেগুলো একটু ঘুরিয়ে পেচিয়ে। আর আপনাকে হুবহু সেই অনুযায়ী একটি জায়গায় সাবমিট করতে হবে। ঠিক এভাবেই করেই অনলাইনে ক্যাপচা পুরন করে আয় করা যায়। তবে আর্টিকেলে শুরুতে বলবো কেউ বাজে বা খারাপ মন্তব্য করবেন না। অনেকেই শুধুমাত্র মজা নেওয়ার জন্য কমেন্ট করেন। আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে একটু হলেও উপকার হবে বলে আশা করি।

Captcha আসলে কি Captcha ক্যাপচা পূরণ কিভাবে করতে হয়?

ক্যাপচা পূরণঃ ক্যাপচা হল নির্দিষ্ট কোনো একটি অক্ষর কিংবা ঘুরিয়ে-পেঁচিয়ে কিছু বাক্য। বা কোন কিছু একটা লেখায় হলো ক্যাপচা। ওই বাক্যটি তখনই ক্যাপচা হবে যখন আপনাকে কেউ কাজটি করতে বলবে। নিদৃষ্ট জিনিসটি দেখে দেখে আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ আর ক্যাপচা পুরন হল, সামনে দেখে দেখে ঘুরিয়ে পেচিয়ে শব্দগুলো সাবমিট করা।

যদিও অনেকের প্লাটফর্মে দেখা যায় ঘুরিয়ে-পেঁচিয়ে বাক্য থাকেনা, কিন্তু বেশিরভাগ প্লাটফর্মে বাক্য শব্দগুলো ঘুরিয়ে পেচিয়ে থাকে। আর এই বাক্য শব্দ সংখ্যা ইত্যাদি গুলো আপনি দেখে দেখে পূরণ করতে পারলেই, আপনি ক্যাপচা পূরণ করতে পারবেন। ক্যাপচা কিভাবে পূরণ করতে হয়? আর ক্যাপচা আসলে কি এ সম্পর্কে আশাকরি বিস্তারিত বুঝতে পেরেছেন।

Captcha ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম কিভাবে করতে হয়?

Captcha ক্যাপচা পূরণঃ অনলাইনে টাকা ইনকাম করার অন্যতম একটি পদ্ধতি হলো ক্যাপচা পুরন। এই ক্যাপচা পূরণ করে যে কেউ অনলাইনে আয় করতে পারে। অনলাইনে ক্যাপচা পূরণ করার বিভিন্ন ধরনের প্লাটফর্ম রয়েছে। এখন আপনি যদি অনলাইনে ক্যাপচা পুরন করে টাকা আয় করতে চান তাহলে,

অবশ্যই আপনি কি এমন প্লাটফর্মে যুক্ত হতে হবে যেখানে তারা আপনাকে ক্যাপচা পুরন করে টাকা ইনকাম করার সুযোগ দিবে। তবে বর্তমানে দেখা যায় যে ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার অনেক ধোকা প্ল্যাটফর্ম বের হয়েছে। তাই অবশ্যই এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই ধরনের প্লাটফর্ম আপনাকে কখনো পেমেন্ট করতে চাইবে না।

চিন্তার কোন কারণ নেই আপনাদেরকে বিশ্বস্ত কিছু প্ল্যাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনারা ক্যাপচা পুরন করে টাকা ইনকাম করতে পারবেন। এমনকি প্রেমেন্ট নিয়েও আপনাদের কোন প্রবলেম সমস্যা কিছুই হবে না। তবে নিয়ম-নীতি মেনে আপনাকে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে নিয়ম-নীতি অমান্য করার কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়।

ক্যাপচা পুরন করতে নিয়ম-নীতি মানতেই হবে কেন?

ক্যাপচা পূরণ করেঃ টাকা ইনকাম করার ক্ষেত্রে সাধারণত আমরা যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, সেখানকার বেশিরভাগ প্ল্যাটফর্ম তাদের নিয়ম নীতি রাখে। এখন সেই প্ল্যাটফর্মের লোকেরা চাই এই নিয়ম নীতি অনুযায়ী সেজন্য কাজটি কমপ্লিট করে। কেননা তাদের ব্যবসা টিয়ে চলতে হবে, এবং ধোঁকাবাজি করে কাজ করলে কিংবা ফেইক ভাবে কাজ করলে, তাদেরও ব্যবসা চলবে না।

ঠিক এ কারণেই বেশিরভাগ প্ল্যাটফর্ম চাই তাদের কিছু নিয়ম-নীতি থাক। ছাড়া নির্দিষ্ট কারণ ব্যতীত নিয়ম-নীতি রাখেনা। তাই অবশ্যই আপনারা যারা এই ধরনের প্লাটফর্মে কাজ করবেন, সেখানকার অর্থাৎ প্ল্যাটফর্মের নিয়ম-নীতিগুলো দেখে নিবেন। এবং নিয়ম-নীতি থাকলে অবশ্যই সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। নিয়ম-নীতি অমান্য করে কাজ করলে একাউন্ট সাসপেন্ড ব্লক হওয়ার সম্ভাবনা আছে।

Captcha ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইট?

ক্যাপচা পুরন করে ইনকামঃ আমরা সাধারণত এ ক্যাপচা পূরণ করে অনেক ধরনের ধোঁকাবাজি প্লাটফর্মে যুক্ত হতে পারি। যেখানে বেশিরভাগ তারা আমাদেরকে প্রেমেন্ট করতে চাইবে না। ঠিক এ কারণেই আমরা বিশ্বস্ত ওয়েবসাইটে কাজ করব যেখানে, সে প্লাটফর্ম গুলো আমাদেরকে বিশ্বস্ততার সাথে কাজ করার সুযোগ এবং পেমেন্ট করতে চাইবে।

তো বন্ধুরা আপনাদের জন্য কিছু প্ল্যাটফর্মের কথা বলব, যেখানে আপনারা সরাসরি ক্যাপচা পুরন করে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। এমনকি এই প্লাটফর্ম গুলো জনপ্রিয় সহ খুবই বিশ্বস্ত। যে কেউ চাইলেই এই প্ল্যাটফর্মগুলোতে সবাই এক হয়ে কাজ করে আয় করতে পারবে। এমনকি মজার বিষয় হলো এখানে আপনারা, ক্যাপচা পূরণ করে আয় করার সুযোগ পাবেন।

Captcha ক্যাপচা পুরন করে টাকা ইনকাম করার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট?

১ Qlink Group ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার ওয়েবসাইটঃ এই ওয়েবসাইটটি ক্যাপচা পুরন করে টাকা আয় করার বেশ ভালই জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে আপনাকে, প্রথমে এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার সাধারন কিছু তথ্য প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন করার পর আপনারা সরাসরি লগইন করে এই ওয়েবসাইটে ক্যাপচা পূরণ করতে পারবেন। এই সাইটে ক্যাপচা পুরন সহ আরো অন্যান্য কাজ করে টাকা আয় করার সুযোগ রয়েছে।

২ Fast Typers ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইটঃ এই ওয়েবসাইটটি ও ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার একটি ওয়েবসাইট। বিশ্বস্ত প্লাটফর্মের অন্যতম প্ল্যাটফর্ম এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটেও আপনারা ক্যাপচা পুরন সহ অন্যান্য কাজ করে টাকা আয় করার সুযোগ পাবেন। তবে এই ওয়েবসাইটের নিয়ম-নীতি মেনে আপনাকে কাজ করতে হবে। নিয়ম-নীতি মেনে কাজ করলে অবশ্যই 100% পেমেন্ট পাবেন।

আর্টিকেল এর শেষ কথা?

প্রিয় বন্ধুরা, আশাকরি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের একটু হলেও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। যারা বিষয়টা নিয়ে নতুন তাদের জন্য আর্টিকেলটি তৈরি করা হয়েছে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Captcha ক্যাপচা পূরণ করে টাকা ইনকাম করার সঠিক নিয়ম 2022 appeared first on Trickbd.com.

Galaxy Mag গ্যালাক্সি ম্যাগ বাংলা ফন্ট ইনস্টলেড প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ডাউনলোড ফ্রিতে

Posted:

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালোই আছেন।
আজকে আমি অনেকদিন পর ট্রিকবিডিতে একটি নতুন পোস্ট নিয়ে এলাম।
আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে পোস্ট করবো সেটি হচ্ছে একটি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট যেটি আমি আপনাদেরকে ফ্রিতে দিবো।
তো স্বাগতম আপনাকে আজকে আমার আরো একটি নতুন পোষ্টে।
আজকাল ব্লগারে ব্লগ ওয়েবসাইট নাই এমন লোক খুজে পাওয়া যাবে না।
যারা ব্লগার ব্যবহারকারী তারা নিশ্চয় বিভিন্ন ব্লগার থিম খুজে বেড়াচ্চেন কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য তেমন ভালো সুন্দর থিম খুজে পাচ্ছেন না।
আজ আমি তাদের জন্য নিয়ে এলাম ব্লগারের সেরা একটি থিম যেটি আপনার পচন্দ হবে এবং এই থিমটি এসইও ফ্রেন্ডলি একটি থিম।
আজকে যে থিমটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটির নাম হচ্ছে গ্যালাক্সি ম্যাগ Galaxy Mag
আরো একটি কথা না বললেই না যে থিমটি কিন্তু আপনি ইন্টারনেটে খুজলেও পাবেন না যদিও পান তবে সেটিতে থাকতে পারে ভাইরাস বা এমন কিছু।

কিন্তু আমি যে থিমটি আপনাদেরকে দিতে চলেছি এটিতে কোনো ভাইরাস নেই কোনো ব্যাকলিংক নেই একটি একদম ফ্রেশ ব্লগার থিম।
আরো একটি সুসংবাদের কথা হচ্ছে আমি থিমটিতে বাংলা ফন্ট ইনস্টল করে দিয়েছি যেটিতে বাংলা ফন্ট হিসেবে সুলাইমান লিপি ফন্ট ব্যবহার করা হয়েছে।
আপনারা যেটি ব্যবহারে অনেক আনন্দ পাবেন কারন এটির কোনো ফ্রি ভার্সন নেই ডাউনলোড করে ব্যবহার করার জন্য কিন্তু আজকের এই পোষ্টে আমি আপনাদেরকে এই থিমের প্রিমিয়ার ভার্সন দিচ্ছি।
তো অনেক কথাইতো বললাম এবার দেখে নিন থিমের সব ফিচার যা আপনার পচন্দ হতে পারে।

গ্যালাক্সি ম্যাগ Galaxy Mag থিমের ফিচার্সঃ

আজকে আমার শেয়ার করা থিমটিতে একাদিক ফিচার রয়েছে যা আপনার পচন্দ হতে পারে।
তো দেখে নিন থিমের সকল আকর্ষণীয় বৈশিষ্ট্য ও ফিচার্স।

  • 100% Responsive Design
  • Auto RTL Version
  • Fixed Menu
  • Multi-Level/DropDown Menu
  • Mega Menu and Mega Menu Tabs by (Recent or Label)
  • Automatic Mobile Menu
  • Fixed Sidebar
  • Breaking News Bar
  • Bangla font solaiman lipi installed
  • 6 Featured Posts Styles
  • 8 Block Posts Styles
  • Custom Advertisement Areas (HOME ADS, ADS 1, ADS 2)
  • AdSense Inline Ads on (Index)
  • Post Share Buttons
  • Auto Author Box
  • Post List Widget by (Recent, Label or Comments)
  • Footer Sections for Gadgets
  • Post Shortcodes
  • Boxed Version
  • Fast Loaded SEO Optimized
  • Fully Customizable Background, Widths, Colors
  • Custom Footer Credits

পারফরম্যান্স ও ডকুমেন্টস

See Demo


Download Theme


বন্ধুরা যদি থিমটি আপনার পচন্দ হয় তবে নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
আমি আবারো বলছি থিমটিতে কাষ্টম ফন্ট হিসেবে আমি বাংলা ফন্ট সোলাইমান লিপি ফন্ট ইনস্টল করে দিয়েছি।
আপনার যদি কোনো ব্লগার থিমে কাষ্টম বাংলা ফন্ট ইনস্টল করাতে চান তবে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
Facebook
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামি পোষ্টে।

The post Galaxy Mag গ্যালাক্সি ম্যাগ বাংলা ফন্ট ইনস্টলেড প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ডাউনলোড ফ্রিতে appeared first on Trickbd.com.

�� রিলিজ পেল Money Heist এর সিজন ৫ এর ভলিউম ২ হিন্দি ডাবিং সহ। এখুনি ডাউনলোড করে নিন! [পর্ব ২] ⚡️

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

এইমাত্র রিলিজ পেলো মানি হেইস্ট সিরিজের সিজন ৫ এর ভলিউম ২।

আমি মোটামুটি আলোচনা করে ডাউনলোড লিংক দিয়ে দিবো। আগের ভলিউম ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন।

Series: Money Heist (Season 5 Volume 2)

 

মোটামুটি রিভিউ

তৃতীয় সিজন থেকে প্রফেসরের টিমের যেন আরেক নতুন যাত্রা শুরু হয়।প্রথম ব্যাংক ডাকাতিতে বলতে গেলে ওরা সবাই সফল।কিন্তু পরের বার পুনরায় যখন প্রফেসরের ছাত্ররা নতুন মিশনে হানা দেয় তখন থেকেই নানা অভাববোধ এবং একে একে অনেকগুলো আলো অন্ধকারে হারাতে থাকে।এ যাত্রা এখনও অটুট আছে কিন্তু এর সমাপ্তি কিন্তু এখনও সমাপ্ত হয়নি।

শেষটা শুরু হয়েছিল টোকিওর বিদায় বাজনা দিয়ে। এ যাত্রায় পূর্বেও অনেককে এভাবে হারাতে হলেও প্রফেসরের ছাত্রদের নিয়ে মূল মিশন ছিল সোনাকে সেই রাজ্য থেকে বাহির করা।টন টন সোনাকে গলানোর সময় সবার গলায় অনেক চিৎকার শুনা গিয়েছিল কিন্তু সেটা কিভাবে সেখান থেকে বাহিরে বের করা যাবে এ নিয়ে সবাই নিশ্চুপ। এ পথেই প্রফেসর হাটতে হাটতে সামনে এগিয়ে গেলেও পুলিশ বাহিনীও কিন্তু তাকে মিনিটে মিনিটে পিছু তাড়া করছে।অনুপস্থিত বার্লিনের উপস্থিতি সবাইকে বাস্তবে একসঙ্গে কাটানো মুহুর্তের মতো আনন্দ এনে দেবে। বার্লিনের ছেলের চরিত্রের কিছু অবদান সাথে তুলে ধরা হয়েছে।

নানা অপূর্নতায় নানা পূর্নতায় শেষটা আমার কাছে অনেক সুন্দর ছিল।

এ যাবৎকালে হয়তো বর্তমান সময়ে সিরিজটি তৈরী হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক অনেক খ্যাতি কুড়িয়েছে।এ সিরিজের মূল আকর্ষণ ব্যাংক ডাকাতি এবং ডাকাতদের নিয়ে। এ নিয়ে সামনে গড়াতে গড়াতে অনেক দূর যেতে যেতে আজ এ পর্যন্ত এসেছে।তবে অনেক অপ্রয়োজনীয় দৃশ্যকলাপ উপস্থিত ছিল কিন্তু প্রয়োজনীয় উপাদানের সংখ্যার উপস্থিতি সর্বাপেক্ষা বেশি হওয়ায় আজ সবার মন জয় করতে পেরেছে। শীঘ্রই দেখে নেয়ার জন্য অনুরোধ রইলো নইলে ডানে বামে যেদিকে যাবেন শুধুই স্পয়লার।

হ্যাপি ওয়াচিং!


Trailer (Hindi)


Dual Audio (Hindi dubbed) Download Links

480p (1 GB): Direct Download Link

HEVC 720p (1.7 GB): Direct Download Link

720p (2.3 GB): Direct Download Link

1080p (8.9 GB): Direct Download Link

ফাইলগুলো জিপ আকারে আছে। তা এক্সট্র্যাক্ট করে নিন  ZArchiver  এপ এর সাহায্যে।

আর ভালোভাবে ভিডিও প্লে করার জন্য VLC Player ব্যবহার করুন।

[Links Credit: Mlwbd]

ডাউনলোড লিংকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

 

নতুন নতুন মিমস ও ফানি পোস্ট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেঃ Facebook Group

 

আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post 🔥 রিলিজ পেল Money Heist এর সিজন ৫ এর ভলিউম ২ হিন্দি ডাবিং সহ। এখুনি ডাউনলোড করে নিন! [পর্ব ২] ⚡️ appeared first on Trickbd.com.

200+ লাইভ আইপি টিভি চ্যানেল একদম ফ্রি সাথে থাকছে BDIX স্পিড

Posted:

যারা মোবাইলে লাইভ টিভি দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়েছিল অসাধারণ পোস্ট।
এই পোস্টে আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রিতে আপনার আপনাদের মোবাইলের মাধ্যমে 200+ লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।
এখানে বাংলাদেশী ভারতীয় এবং খেলার অনেক ধরনের টিভি চ্যানেল রয়েছে। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার চ্যানেল।
দিনের পিক আওয়ার মানে রাত ৮-১০ টা অবধি খানিকটা লোডিং হতে পারে।
যদি আপনার নেট স্পিড ৫mbps+ হয় তবে কোনো লোডিং বা বাফারিং হবে না।
নিচে স্কিন শট দিয়ে সব কিছু দেখানো হলো।









পোস্টটি apk diary এর টিভি প্লে লিস্ট দিয়ে বানানো

The post 200+ লাইভ আইপি টিভি চ্যানেল একদম ফ্রি সাথে থাকছে BDIX স্পিড appeared first on Trickbd.com.

শিক্ষনীয় পোস্টঃ Past Tense কাকে বলে?(গঠন প্রণালি সহ বিস্তারিত)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। প্রিয় বন্ধুরা আমরা যে শিক্ষনীয় পোস্ট করেছিলাম এমনকি করেছিলাম কিছু। তার ভেতর আমরা টেন্স নিয়ে দুইটি আর্টিকেল পাবলিশ করেছি। এই আর্টিকেল গুলোতে আমরা প্রায় সকল টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্স সাধারণত তিন প্রকার যার একটি হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স, এবং তৃতীয়টি হলো ফিউচার টেন্স। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়েছি।

প্রেজেন্ট টেন্স এর গঠন প্রণালী সহ প্রায় এটুজেট আমরা step-by-step, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তাই আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এবং আজকের এই আর্টিকেলে আমারা পাস্ট টেন্স এর গঠন প্রণালী সহ বিস্তারিত জানব। এককথায় আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি বিস্তারিত।

পাস্ট টেন্স কাকে বলেঃ সাধারণত ক্রিয়া এর কাজ যখন অতীত সময় কে নির্দেশ করে তখন তাকে, পাস্ট টেন্স বলা হয়। আর পাস টেন্স শব্দের অর্থ হলো অতীত কাল। অতীতকালে কোন কাজ করার নির্দেশ করাকেই সাধারণত পাস্ট টেন্স বলা হয়। অর্থাৎ ভার্ব এর কাজ বাড়িয়া এর কাজ যখন অতীত সময় কে নির্দেশ করে থাকে তখন তাকে পাস টেন্স বা অতীতকাল বলা হয়।

Past tense কয় ভাবে বিভক্ত করা হয়েছে?

**Simple past tense/ past indefinite tense

**Past continuous tense.

**Past perfect tense.

**Past perfect continuous tense.

Past Tense সাধারণতঃ উপরোক্ত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন আমরা এই চারটি বিভক্ত নিয়ে গঠন প্রণালী সহ বিস্তারিত জানব। এখানে একটু মন দিয়ে ও মনোযোগ সহকারে পড়বেন আশা করি।

1 Simple past tense/past indefinite tense কাকে বলে?

পাস্ট ইন্ডিফিনিট টেন্সঃ পাস্ট ইন্ডিফিনিট টেন্স সাধারণত অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তাঁর হল বর্তমানে নেই এরূপ প্রকাশ করলে, সাধারণত তাকে সিম্পল পাস্ট টেন্স/পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলা হয়।

পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালীঃ Sub+V²+Object.

পাস্ট ইন্ডিফিনিট টেন্সঃ অতীতকালের অনিদৃষ্ট সময়ে কোন কাজ করেছিল বা করত এরূপ বোঝালে সাধারণত তাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলে। চলুন উদাহরণ হিসেবে এ বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেয়া যাক।

উদাহরণঃ father came home yesterday. অর্থাৎ বাবা গতকাল বাড়িতে এসেছিল।

প্রিয় বন্ধুরা এটি হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালী সহ বিস্তারিত আলোচনা। যদিও সংক্ষিপ্ত আকারে আপনাদের কে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আরো কিছু উদাহরণ নিয়ে চলুন পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করি।

He bought a shirt. সে একটি জামা কিনে ছিল।

I meet him. অর্থাৎ আমি তার সাথে দেখা করেছিলাম।

2 Past continuous tense কাকে বলেঃ পাস্ট কন্টিনুওস টেন্স সাধারণত অতীতকালে কোন কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে, এবং ধার আকারে যে পরিবর্তন হয় তাকে সাধারণত পাস্ট কন্টিনিয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোন কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনুওস টেন্স বলে।

পাস্ট কন্টিনুওস টেন্স গঠন প্রণালীঃ Sub+was/was+V¹+ing+object.

পাস্ট কন্টিনুওস টেন্সঃ অতীতকালে কোন কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে ভাড়া করে যে পরিবর্তন হয়ে থাকে, তাকেই সাধারণত পাস্ট কন্টিনুওস টেন্স বলা হয়।

উদাহরণঃ I was learning English. অর্থাৎ আমি ইংরেজি শিখিতে ছিলাম।

প্রিয় বন্ধুরা এটি ছিল পাস্ট কন্টিনুওস টেন্স এর গঠন প্রণালী সহ বিস্তারিত ধারণা। যদি হয় সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার ক্ষেত্রে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। এখন চলুন আরো কয়েকটি উদাহরণ দেওয়ার পর, আমরা পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করি।

They are going to home. তারা বাড়ি যাচ্ছিল।

I was reading a book. আমি একখানা বই পড়েছিলাম।

3 Past perfect tense কাকে বলেঃ পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত, পূর্বে সংঘটিত কাজটা এটাকেই সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে, সংঘটিত কাজকেই পাস্ট পারফেক্ট টেন্স বলে।

পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালীঃ Sub+had+V.p.p+object.

সাধারণত এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী। চলুন গঠনপ্রণালী দেখে না চিনতে পারলে কিছু উদাহরণ দেখেনিই। আশা করি তাহলে আপনারা পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন।

পাস্ট পারফেক্ট টেন্সঃ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে, সংঘটিত কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স।

উদাহরণঃ I had learnt English. অর্থাৎ আমি ইংরেজি শিখিয়া ছিলাম।

সম্মানিত পাঠক গন এটি ছিল সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী সহ, বিস্তারিত। অবশ্য আমরা আপনাদের সংক্ষিপ্ত নিয়মে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে চলুন আরো কিছু উদাহরণ সম্পর্কে জেনে, পরবর্তী টেন্স নিয়ে আলোচনা শুরু করি।

We started journey after her rain head came. অর্থাৎ বৃষ্টি আসার পর আমরা যাত্রা করেছিলাম।

He had met me before he went home. সে বাড়ি যাবার পূর্বে আমার সাথে দেখা করে ছিল।

4 Past perfect continuous tense কাকে বলেঃ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারনত, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি, কত সময় ধরে চলছে এরূপ বোঝালে সাধারণত তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কত সময় ধরে চলেছে এরূপ বোঝালে, ক্রিয়া এর আকারে যে পরিবর্তন হয়ে থাকে তাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।

পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালীঃ Sub+had+been+ing+object.

তো বন্ধুরা এটিই ছিল সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী। এখন আপনি যদি এই গঠন প্রণালী সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে, একটু উদাহরণ দিয়ে বিস্তারিত বোঝে বা জানার চেষ্টা করি চলুন।

I had been learning English for two years. আমি দুই বছর যাবৎ ইংরেজি শিখতে ছিলাম।

I had been reading novel for seven day. আমি সাত দিন যাবত উপন্যাস পড়েছিলাম।

I had been reading in this school for 5 years. আমি পাঁচ বছর যাবত এই স্কুলে পড়েছিলাম।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

সুপ্রিয় পাঠকগণের আশা করি আপনারা পুরো বিষয় নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে সাধারণত পাস টেন্স এর পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি সম্পূর্ণ আর্টিকেলটি বুঝতে পারেন তাহলে, তো কোন কথাই নেই আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোন আর্টিকেলে। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post শিক্ষনীয় পোস্টঃ Past Tense কাকে বলে?(গঠন প্রণালি সহ বিস্তারিত) appeared first on Trickbd.com.

ফ্রি ফায়ার এবং ম্যাক্স | ANTIBAN CONFIG FILE OB31

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক



Free Fire Antiban Config
– আইডি ব্লাকলিস্ট হয় Headshot / Antena File এর জন্য তাই এন্টেনা File config ব্যাবহার করবেন না

বিঃদ্রঃ নিজের রিস্কে ব্যাবহার করুন


Okh

⚡

Download Enemy Laser loot Location File

Password : rakiib

✔

Config File

Free Fire & Max Config

Free Fire & Max Config

কনফিগ Setup Method


Extract & Past – Android – data Folder

✅


⚡

Headshot File Join Telegram

🔥

Gameplay Config

—————————————————-

অবশ্যই জয়েন হবেন


—————————————————-

Telegram

Join Telegram

—————————————————-

Facebook


Join Our FB Group


—————————————————

আল্লাহ হাফিজ

The post ফ্রি ফায়ার এবং ম্যাক্স | ANTIBAN CONFIG FILE OB31 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments