Envato Elements ডাউনলোড [পর্ব 13] |
- Envato Elements ডাউনলোড [পর্ব 13]
- Website থেকে টাকা ইনকাম করার সঠিক তিনটি পদ্ধতি?
- Envato Elements ডাউনলোড [পর্ব 12]
- একদম ফ্রিতে নিয়ে নিন টপ লেভেল ডোমেইন | PorkBun দিচ্ছে ক্রিসমাস উপলক্ষে সবার জন্য জন্য ফ্রী ডোমেইন
- [Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে বিকাশ দিয়ে পেমেন্ট করে ১৫০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই.!!
- এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review
- WhatsApp new update: হোয়াটসঅ্যাপে নতুন 8 আপডেট জেনে নিন! হয়তোবা ভুলের কারনে হতে পারে আপনার একাউন্ট সাসপেন্ড!
Envato Elements ডাউনলোড [পর্ব 13] Posted: গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে । আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক। গতপর্বঃ 1. Youtube Trendy Endscreens
2. Youtube Channel KitModern and elegant animation. After Effects template that is truly easy to use with a video tutorial that is accompanied by a voice-over on the English language. You can create a clean and urban promo with minimal effort. Refresh your youtube channel with this kit, reach your audience in the most creative way with a logo reveal, lower thirds, subscribe-like buttons and transitions. With no plugins required, it is much easier to create the desired animation. A neat project with universal expressions is easy and simple to customize and it also provides fast rendering. Adjustable to different areas of interest, marketing, business, economy or corporate world, a well-organized file will make an excellent youtube channel promotion. Therefore, you can effortlessly reach your audience in the most creative way possible. Features:
3. Vento – Event Organizer Elementor Template Kit![]() Vento is is an Elementor Template Kit for quickly and easily creating websites for your business using the Elementor Page Builder plugin for WordPress. This is not a WordPress theme. Templates
Font Used
Required plugins installed with kit
4. Universal – Animation Icons (MOGRT)
5. Gaco – Landscape & Gardening Elementor Template Kit![]() GACO is designed for landscape, gardening, businesses or any type of person or business who wants to showcase their work, services and professional way. Templates :
Features
Required Plugins :
6. Pop Lower thirds
এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । লিখেছেনঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 13] appeared first on Trickbd.com. |
Website থেকে টাকা ইনকাম করার সঠিক তিনটি পদ্ধতি? Posted: ওয়েবসাইট সম্পর্কে বর্তমান সময়ে, খুব কম লোকই আছে যারা জানেনা ওয়েবসাইট কি? এমনকি ওয়েবসাইটে রিলেটেড অনেক পোস্ট রয়েছে ট্রিকবিডিতে! তাছাড়া আমি নিজেও ওয়েবসাইট সম্পর্কে একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম। ওয়েবসাইট কি ওয়েবসাইট থেকে টাকা কিভাবে ইনকাম করা যায়! এই বিষয় নিয়ে আগে আর্টিকেল পাবলিশ করার, আশা করি এ সম্পর্কে আপনাদের ভাল নলেজ থাকবে! তবে আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত, ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার তিনটি মাধ্যম কিংবা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেখানে আপনারা সহজে আপনার ওয়েব সাইট এর মাধ্যমে, এই তিনটি পদ্ধতি অবলম্বন করে সহজে টাকা আয় করার সুযোগ পাবেন। তাই যারা ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান, এই তিনটি পদ্ধতি অবলম্বন করে তারা অবশ্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন। বন্ধুরা যদি ওয়েবসাইট সম্পর্কে সকলেই আশা করি জানেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে আমরা ওয়েবসাইট রিলেটেড কিছু তথ্য জানবো। যাতে করে আমরা খুব সহজে, আর্টিকেলটি পড়তে আরো বেশি সুবিধাজনক হয়। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট কি কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম? এই পুরো বিষয়টি সংক্ষিপ্তাকারে ক্লিয়ার ধারণা দিয়ে, মূল আর্টিকেলটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব!সংক্ষিপ্ত আকারে ওয়েবসাইট কি?ওয়েবসাইট হলো একটি প্ল্যাটফর্ম। যেমন প্লাটফরমটি আমরা জমি উদাহরণ হিসেবে ধরলাম। এখন আপনি কিন্তু চাইলেই এই জমি থেকে বিভিন্ন ধরনের, ফসল চাষাবাদ করতে পারেন। আপনি যদি সঠিকভাবে জমিটি সেচ, সার মাটি ইত্যাদি দিতে পারেন তাহলে। অবশ্যই কিন্তু আপনার যোনি থেকে বেশ ভালোই একটা আর্নিং আসবে। অর্থাৎ আপনি যদি জমিতে ভালোভাবে সবকিছু ঠিকঠাক মত, পরিশ্রমই হয়ে কাজ করেন তাহলে অবশ্যই। ওই জমি থেকে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। এখন এই যে জমি এই ওয়েবসাইটটিও জমির মত। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করে, তাছাড়া ভিজিটর বাড়িয়ে সহজে ওয়েব সাইট থেকে আয় করতে পারবেন। আশাকরি উদাহরণটি তে আপনারা ক্লিয়ার হয়েছেন, ওয়েবসাইটটি আসলে কি?ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়? সংক্ষিপ্ত আকারে!ওয়েবসাইট এক ধরনের প্লাটফর্ম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের কনটেন্ট, যেমন ভিডিও অডিও ইমেজ আর্টিকেল ইত্যাদি পাবলিশ করে, ওয়েবসাইটটি এসইও ফ্রেন্ডলি কাস্টমাইজেশন। যেন মানুষ ওয়েবসাইটে ভিজিট করে, এবং মানুষের প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার, কন্টাক্ট থেকে উপকৃত হয়। এরকম অনেক ধরনের কিছু ওয়েবসাইটে পাবলিশ করা যায়। আপনার ওয়েবসাইটে ভিজিটর অনুসারে আপনার ইনকাম বেশি হবে। দৈনিক যদি আপনি ওয়েবসাইটের সময় আপনি যদি বেশি পরিমাণে দিতে পারেন তাহলে হয়তো ইনকাম বেশি হওয়ার সম্ভাবনা আছে। ইনকাম বেশি না হলেও মোটামুটি আপনি ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনারা ওয়েব সাইট থেকে আয় করতে, তাই চলুন এখন আমরা ওয়েবসাইট থেকে ইনকাম করার তিনটি মাধ্যম বা পদ্ধতি নিয়ে আলোচনা করি।ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি পদ্ধতি?1. Google AdSense earn money 2. Affiliate marketing earn money 3. Sponsor ad from earn money Google AdSense earn money ওয়েবসাইটের মাধ্যমে এডসেন্স থেকে ইনকাম?গুগল এডসেন্স, বিশ্বের খুবই জনপ্রিয় একটি নেটওয়ার্ক। যেখানে আপনারা চাইলেই, গুগলের বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটে, অন্যদের মাঝে দেখিয়ে ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স থেকে ইনকাম করার জন্য আপনাকে, আপনার ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স একাউন্ট থাকতে হবে। আর যদি গুগল এডসেন্স একাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স একাউন্ট তৈরি করার, আবেদন করবেন তখন আপনার একাউন্ট রিভিউ করে ফলাফল জানিয়ে দিবে। যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই আপনারা, আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো খুব সহজে বসে ইনকাম করতে পারবেন। তাছাড়া গুগল এডসেন্স একাউন্টে মাত্র 100 ডলার হলে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।Affiliate marketing earn money অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করুন ওয়েবসাইটে?আপনার ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। নিদৃষ্ট প্রোডাক্ট বা পণ্য কোন কোম্পানির অ্যাফিলিয়েট লিংক, আপনার ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন। যদি আপনার অ্যাফিলিয়েট থেকে কোন পণ্য গ্রাহক ক্রয় করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই তার বিনিময়ে সেই কোম্পানি থেকে আপনি কিছু কমিশন পাবেন। যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে আপনার ওয়েব সাইট এর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম, এমনকি আপনার আফিলিয়েট আরো বেশি লোকের কাছে পৌঁছে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর পরিমাণে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এফিলিয়েট মার্কেটিং করে, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় এ বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। তাছাড়া এফিলিয়েট মার্কেটিং করে সহজে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা সম্ভব।Sponsor ad from earn money স্পনসর অ্যাড দেখিয়ে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম?অন্যান্য এড এর চেয়ে স্পন্সার এড গুলো সবচেয়ে বেশি ভালো। কেননা সেখানে ইনকাম গুলো একটু বেশি হয়ে থাকে। যেমন আপনি যদি নগদ কোম্পানির স্পন্সার এড গুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে, মানুষের কাছে প্রচার করতে পারেন মানুষ আপনার অ্যাড গুলো দেখবে, সেখানে অন্যান্য এড এর বিনিময়ে যত টাকা ইনকাম হবে, তারচে আপনার বেশি ইনকাম হবে স্পন্সর অ্যাড এর মাধ্যমে। এক কথায় আপনি যদি, গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো দেখিয়ে 10 টাকা ইনকাম করতে পারেন, তাহলে স্পন্সর বিজ্ঞাপন দেখিয়ে আপনি 50 টাকা আয় করতে পারবেন। যদিও কেউ সিরিয়াসলি মনে করবেন না উদাহরণ হিসেবে আপনাদের কে বোঝানোর চেষ্টা করেছি। উদাহরণটি তে আপনাদের কে বোঝানোর চেষ্টা করেছি যে, গুগল এডসেন্স এর বিজ্ঞাপনের সে স্পন্সর বিজ্ঞাপন এর ইনকাম বেশি। তাই আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন।পরিশেষে প্রিয় বন্ধুরা, আজকে আমরা ওয়েবসাইটে রিলেটেড, যে আর্টিকেলটি আপনাদের কাছে বোঝানো, ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার তিনটি জনপ্রিয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আপনারা উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে, আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমানে আয় করতে পারবেন। উপরোক্ত পদ্ধতির মধ্যে আপনার যে পদ্ধতি পছন্দ, আপনার করতে আগ্রহী ইচ্ছুক রয়েছেন। তারা কিন্তু চাইলে ওয়েবসাইটের মাধ্যমে এই তিনটি পদ্ধতি অবলম্বন করে ইনকাম করতে পারবেন সহজে। আশা করি পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা কিংবা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যত সম্ভবত আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।The post Website থেকে টাকা ইনকাম করার সঠিক তিনটি পদ্ধতি? appeared first on Trickbd.com. |
Envato Elements ডাউনলোড [পর্ব 12] Posted: গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে । আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক। গতপর্বঃ 1. Deef – App Landing WordPress Theme![]() Deef – App Landing WordPress Theme is a creative & unique design based on the latest technology. All files are clearly organised we believe it will be easy to use and edit them Full Features List
2. DevBox — Creative Digital Agency Elementor Template Kit![]() Niche Template Kit DevBox – Design & Digital Creative Agency for design and advertising agencies, online promotion agencies. Kit Features
Plug-ins Used
3. Disency | Agency Elementor Template Kit
4. Elementor Team Card![]() Elementor Team card is the Best Team Members Showcase Plugin for WordPress built to display team. Features
Customizable Settings
Plugin Requirements
5. 3D Phone Screen Mockup![]() 3D iPhone SCREEN MOCKUPS
6. Brand Manual![]() THIS PRODUCT INCLUDES
7. Business Report 2.0Professional Business Report 2.0 Template:
8. Halloween Candy Letters![]() So, what's inside?
All of these come in vector (Ai, EPS10), PNG (256×256) and SVG formats 9. Melted Monster – Halloween Pack Layered Font![]() Greet your special moment with Melted Monsters Font! This is a layered font display with "melted" style! Great for any products, posters, cards, crafting, printing, brand or logo for your business, social media posts and much more! 10. Ronin – Business PowerPoint Template![]() Introducing Ronin – Business PowerPoint Template This Presentation Template can be used for any variety of purposes, such as: Creative Agency, Company Profile, Corporate and Business, Portfolio, Photography, Pitch Deck, Startup, and also can be used for Personal Portfolio. FEATURES
FILES INCLUDED
এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । লিখেছেনঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 12] appeared first on Trickbd.com. |
একদম ফ্রিতে নিয়ে নিন টপ লেভেল ডোমেইন | PorkBun দিচ্ছে ক্রিসমাস উপলক্ষে সবার জন্য জন্য ফ্রী ডোমেইন Posted: ক্রিসমাস উপলক্ষে পোর্কবান অফার করছে ফ্রিতে টপ লেভেলে ডোমেইন সবার জন্য। সবার জন্য মানে সবার জন্যই। যেকেও নিতে পারবে। এখন জেনে নেওয়া যাক পোর্কবান আসলে কে পোর্কবান হলো ICANN স্বীকৃত আমেরিকান ডোমেইন রেজিস্ট্রার। তাদের প্যারেন্ট কোম্পানি Top Level Design চারটি টপ লেভেল ডোমেইন এক্সটেনশনের রেজিস্ট্রি। এক্সটেনশন চারটি হলোঃ .ink, .wiki, .gay ও .design। আরও জানতে এবং অর্ডার করতে এই লিংকে যানঃ Get A Free Domain কন্ডিশনঃ বিঃদ্রঃ আপনার কার্ড প্রি অথরাইজেশনের জন্য ০.০১ ডলার থেকে শুরু করে যেকোনো ছোট একটা এমাউন্ট চার্জ করতে পারে তাদের গেটওয়ে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। The post 🔥 একদম ফ্রিতে নিয়ে নিন টপ লেভেল ডোমেইন | PorkBun দিচ্ছে ক্রিসমাস উপলক্ষে সবার জন্য জন্য ফ্রী ডোমেইন appeared first on Trickbd.com. |
[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে বিকাশ দিয়ে পেমেন্ট করে ১৫০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই.!! Posted: daraz এর 12.12 উপলক্ষ্যে বিকাশের মাধ্যমে DARAZ এ মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ১২% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং অফার চলাকালীন সময় যতবার মোবাইল রিচার্জ জন্য পেমেন্ট করবে তত বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। যখন ১৫০ টাকা বেশি লিমিট পার হয়ে যাবে তখন মোবাইল রিচার্জ জন্য পেমেন্ট করলে আর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন না।
অফারটি চলবে ১২ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত.! (০০.০০টা থেকে ২৩.৫৯টা পর্যন্ত)।
যাদের দারাজ একাউন্ট নেই তারা আগে একাউন্ট খুলে নিবেন তার পর এখানে ক্লিক করুন তার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করবে তা দিয়ে দিন। তার পর দারাজ এ আপনার বিকাশ একাউন্ট যোগ করে নিন। আমার করা আছে তাই আর লাগলো না। তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করে নিন। তার পর পেমেন্ট সম্পর্ণ হলে সাথে সাথে ১২% ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বিকাশ একাউন্ট এ.!! যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিনটেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post [Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে বিকাশ দিয়ে পেমেন্ট করে ১৫০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই.!! appeared first on Trickbd.com. |
এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review Posted: হ্যালো বন্ধুরা রাইট নাউ আমি এখন তোমাদের সাথে এই পোস্টটিতে আলোচনা করব আরিফিন শুভ অভিনীত রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন এক্সট্রিম এর শর্ট রিভিউ নিয়ে , ওয়েল আজকের পুরো পোস্ট টিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সো লেটস জ্যাম পিন্টু দা মেইন পোস্ট। তারপর থেকেই পুরো বাংলাদেশের মানুষরা মিশন এক্সট্রিম এর জন্য অপেক্ষা করছিল অধীর আগ্রহে। কোভিড এরপর সিনেমা হল এবং সিনেমা জগতের জন্য। মিশন এক্সট্রিম অবশ্যই বিশেষ কিছু একটি হতে যাচ্ছে। এমনকি মিশন এক্সট্রিম ছবির ট্যাগ লাইন দেয়া হয়েছে a yaar against invisible enemy। ছবির গল্পটি সার্বজনীন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটি বৈশ্বিক সমস্যা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। সমস্যাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যাকশন ক্রাইম এর আদলে এক্সকিউট করা হয়েছে। সমস্যাটিকে তুলে ধরতে ইতিহাস ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস টিউশন দেওয়া হয়েছে। ছবির শুরুতেই। যেটি সিনেমার থিমকে ধরতে সাহায্য করবে দর্শককে। পুলিশ একশন ক্রাইমের প্রেজেন্টেশন এ একদম রুট লেভেল থেকে সর্বোচ্চ টার্গেট পর্যন্ত যেতে যে ধরনের তদন্ত বা ঘটনা বলি দেখাতে হয় তা সবকিছুই স্তরে স্তরে দেখানো হয়েছে সিনেমাটিতে। এছাড়া ক্রাইম ক্লাইমের মোটিফ আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন ডিটেইলস এসেছে এই সিনেমাটিতে। ছবিটিতে আরিফিন শুভর নায়কোচিত পারফরম্যান্স পুরোপুরি দেখা গিয়েছে। লোক ফিটনেস দারুন উপস্থিতির পাশাপাশি তার অভিনয়ও অনেক উন্নতি ঘটেছে অন্যদিকে তার বিপরীতে কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী তার প্রথম ছবি হিসেবে যথেষ্ট ন্যাচারাল অভিনয় ছিল। তার ভয়েস এর নিষ্ঠতা লক্ষণীয় মূল নায়িকা ঐশির তুলনায় সাদিয়া নাবিলার অভিনয় আকর্ষণ করেছে দর্শকদের কে বেশি। প্রথমবারের মতো বড় পর্দার মতো জায়গায় সৈয়দ নাজমুল শাকিবের অভিনয় ছিল ন্যাচারাল। এছাড়া এ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে- এছাড়া বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্রের আইন-শৃঙ্খলা বাহিনীর উপর কমার্শিয়াল ছবির প্রচার শুরু হয়েছে এটা একটা ভালো দিক, ঢাকা অ্যাটাক এর পর মিশন এক্সট্রিম এই বিস্ময় এর উপর আরেকটি উল্লেখযোগ্য ছবি হয়ে থাকল। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ,আনসার বাহিনীর উপরেও কমার্শিয়াল ছবি হওয়া উচিত বলে মনে করছেন দর্শকরা। মিশন এক্সট্রিম বছরের সেরা কমার্শিয়াল ছবি হতে যাচ্ছে এটি বলায় যেতে পারে এছাড়া মিশন এক্সট্রিম ছবিটি যদি রিডিং করতে যায় তাহলে বলা যেতে পারে এটিকে রেটিং এ দেওয়া হবে ৯ আউট অফ ১০। সো ভিউয়ার্স জেনে তো নিলেন মিশন এক্সট্রিম সিনেমার শর্ট রিভিউ কি রকম ছিল, আর মিশন এক্সট্রিম যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কাছে মিশন এক্সট্রিম সিনেমাটি কেমন লেগেছে। Samsung Galaxy Tab A8 কিনুন ৩ হাজার ৫০০ টাকায়! The post এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review appeared first on Trickbd.com. |
Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনলাইন জগতে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। তার মধ্যে অন্যতম একটি প্লাটফর্ম হল WhatsApp খুবই কম লোক রয়েছে যারা হোয়াটসঅ্যাপ নাম শুনেনি। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ নতুন একটি আপডেট নিয়ে আসছে। যদিও হয়তোবা আপডেট সম্পর্কে অনেকেই আগে থেকে জানতে পারেন। তাছাড়া আমি ট্রিকবিডিতে এই ধরনের কোন পোস্ট এখনও পর্যন্ত পাইনি। ঠিক এ কারণেই পোষ্টটি আপনাদের কাছে শেয়ার করার আগ্রহ হলো। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ এর আপডেট সম্পর্কে জানা অত্যাবশ্যক ও খুবই গুরুত্বপূর্ণ। এই ভেবেই আর্টিকেলটি বা পোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলুন whatsapp-এর আপডেট সম্পর্কে বিস্তারিত এখনই জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে 8 টি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। দিন যত যায় প্রযুক্তি ততই কঠোর এমনকি প্ল্যাটফর্ম ও কঠোর হয়ে যাচ্ছে। তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম এর চেয়ে, জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ও খুবই কঠোর হয়ে গিয়েছে। ভুলেও আপনি যদি এই আটটি কাজ আপনার হোয়াটস্যাপ একাউন্টে করে থাকেন, তাহলে হয়তোবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হতে সময় লাগবে না। চলুন এখন এই 8 WhatsApp update news কি কি বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। WhatsApp update news খুবই গুরুত্বপূর্ণ আপডেট হোয়াটসঅ্যাপে 8 টি!1. আপনাকে যদি বহুসংখ্যক ইউজার ব্লক করে দেয়, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট blocked হবে!সাধারণভাবে কোনো নম্বর থেকে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর একাধিক মেসেজ এলে আমরা তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটিকে ব্লক করে দিই। ঠিক একইভাবে আপনাকেও যদি বহুসংখ্যক ইউজার (তারা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকুক বা না থাকুক) ব্লক করে থাকে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে। কারণ হোয়াটসঅ্যাপও আমাদের মতো একই কথা ভাববে যে, বহুসংখ্যক কন্ট্যাক্টসে স্প্যাম মেসেজ বা ভুয়ো খবর পাঠানোর জন্যই এত বিপুল সংখ্যক লোক আপনাকে ব্লক করেছে।2. সহিংসতাকে (violence) প্রোমোট করে এমন ভুয়ো মেসেজ বা ভিডিও হোয়াটসঅ্যাপে ভুলেও পাঠাবেন না!হোয়াটসঅ্যাপ স্পষ্টভাবে ইউজারদের সতর্ক করে জানিয়েছে যে, অযথা মানুষকে বিব্রত বা হয়রান করার উদ্দেশ্যে মেসেজ বা ভিডিও পাঠানোর জন্য তারা যেন কোনোভাবেই এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার না করে। তাই শিশু তথা অন্য ব্যক্তিদের শোষণ বা সহিংসতাকে প্রোমোট করে, এমন ভিডিও বা মেসেজ পাঠালে জেনে রাখুন যে আপনার অ্যাকাউন্ট তৎক্ষণাৎ ব্যান করবে হোয়াটসঅ্যাপ।3. ছদ্মবেশ ধারণের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। এতে বলা হয়েছে যে, যদি দেখা যায় যে আপনি অন্য কারোর জন্য অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং অন্য কারোর ছদ্মবেশ ধারণ করেছেন, তাহলে তৎক্ষণাৎ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।তাই আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, ছদ্মবেশ ধারণ করে হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে কোন ভিডিও ফুটেজ কিংবা ছবি ইত্যাদি পাবলিশ করব না। তাছাড়া খুবই কঠোর হিসেবে স্পষ্ট ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ এ বিষয়ে। তাই আশা করব এই ধরনের কাজ যারা করবেন বা করেছেন, তারা সতর্ক হয়ে কাজ গুলো থেকে বিরত থাকবেন।4. যদি কেউ আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকে এবং আপনি যদি সেই ব্যক্তিকে খুব বেশি মেসেজ পাঠান, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকা সত্ত্বেও আপনি যদি কোনো ব্যক্তিকে অনর্গল মেসেজ পাঠিয়ে যেতে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ, আপনি যদি বাল্ক মেসেজিং, অটো-মেসেজিং, অটো-ডায়ালিং এবং এই জাতীয় অবৈধ বা অননুমোদিত ক্রিয়াকলাপের সাথে জড়িত থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।5. আপনি যদি WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ইত্যাদি থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির নির্দেশিকা অনুযায়ী, সর্বদা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করা উচিত। WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ইত্যাদির মতো থার্ড-পার্টি অ্যাপগুলি ব্যবহার করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরকালের জন্য নিষিদ্ধ করা হতে পারে। গোপনীয়তা তথা নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই জাতীয় অ্যাপগুলি ব্যবহার করার অনুমতি দেয় না।6. যদি প্রচুর সংখ্যক ইউজার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করে, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ে থাকে এবং আপনার বিরুদ্ধে অনেক ইউজার রিপোর্ট করেন, তাহলে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে।7. আপনি ব্যবহারকারীদের ম্যালওয়্যার বা ফিশিং লিঙ্ক পাঠালে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করবে!আপনি যদি Android ফোনে APK ফাইল আকারে ম্যালওয়্যার পাঠান বা ব্যবহারকারীদের বিপজ্জনক ফিশিং লিঙ্ক ফরোয়ার্ড করেন, তবে হোয়াটসঅ্যাপ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।8. হোয়াটসঅ্যাপে পর্ন ক্লিপ, হুমকি জাতীয় বা মানহানিকর কোন ধরনের খারাপ কিছু পাঠানো যাবে না!হোয়াটসঅ্যাপ তার নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীরা অবৈধ, অশ্লীল, মানহানিকর, হুমকি জাতীয়, ভয় দেখানো, হয়রানিমূলক, ঘৃণ্য মেসেজ পাঠানোর জন্য নিষিদ্ধ হবেন। এছাড়াও, হোয়াটসঅ্যাপে পর্ন ক্লিপ পাঠানোর অনুমতি নেই। তাই এই জাতীয় কোনো কাজ করলে হোয়াটসঅ্যাপের হাত থেকে আপনি নিস্তার পাবেন না।তাই এখন আশা করব আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময়, উপরোক্ত বিষয়গুলো ভেবে চিন্তে কাজকর্ম করবে হোয়াটসঅ্যাপে। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ এর দুর্দান্ত আটটি আপডেট পৌঁছে দেওয়ার জন্য, অবশ্যই আর্টিকেল একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর কোন ধরনের প্রশ্ন মন্তব্য থাকলে সেটা কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া কেউ খারাপ মন্তব্য করবেন না আশা করি। সূত্রঃ অনলাইন থেকেআর্টিকেল সম্পর্কিত শেষ কথা?প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পোস্ট এর মূল বিষয়। আশা করি আপনারা সকলে, WhatsApp update news 8 টি সতর্কবার্তা পেয়েছেন। যদি কোথাও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আশাকরি অন্য কষ্টে আবারো খুব শীঘ্রই দেখা হবে। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।The post WhatsApp new update: হোয়াটসঅ্যাপে নতুন 8 আপডেট জেনে নিন! হয়তোবা ভুলের কারনে হতে পারে আপনার একাউন্ট সাসপেন্ড! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments