Search box..

Nagad Account থেকে Robi নাম্বার ৭৯৯ টাকা রিচার্জ করে ৪০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন।

Nagad Account থেকে Robi নাম্বার ৭৯৯ টাকা রিচার্জ করে ৪০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন।


Nagad Account থেকে Robi নাম্বার ৭৯৯ টাকা রিচার্জ করে ৪০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন।

Posted:

বিজয় দিবস উপলক্ষে Robi গ্রাহকরা Nagad Account থেকে ৭৯৯ টাকা মোবাইল রিচার্জ করলে পাবে ৪০০ টাকা ক্যাশব্যাক।

৭৯৯ টাকা রিচার্জে উপভোগ করতে পাবেন ৩০ জিবি ইন্টারনেট+১০০০ মিনিট যার মেয়াদ থাকবে ৩০ দিন।

রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে নগদ-এর মাধ্যমে ৭৯৯ টাকা পরিমাণ রিচার্জে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এবং যে রবি নাম্বার নগদ একাউন্ট খুলা আছে সে নাম্বার ৭৯৯ টাকা পরিমাণ মোবাইল রিচার্জ করতে হবে।

অন্য রবি নাম্বার বা অন্য নগদ একাউন্ট থেকে ৭৯৯ টাকা মোবাইল রিচার্জে করলে কিন্তু ক্যাশব্যাক পাবেন।

নগদ অ্যাপ অথবা *167# ডায়াল যে কোনো একটি মাধ্যমে ৭৯৯ টাকা মোবাইল রিচার্জ করেন ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে ক্যাম্পেইন চলাকালে ০১ বার উপভোগ করতে পারবেন ক্যাশব্যাক।

অফারটি ২০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত চলবে

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Nagad Account থেকে Robi নাম্বার ৭৯৯ টাকা রিচার্জ করে ৪০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন। appeared first on Trickbd.com.

ডিসনি প্লাস প্রিমিয়াম একাউন্ট একদম ফ্রি ইউজার পাস পোস্টে��

Posted:

ডিস্নি প্লাস একদম ফ্রিতে দেখতে এই পোস্টই আপনার জন্য যথেষ্ট। আমি একটি প্রিমিয়াম একাউন্ট একদম ফ্রি দিচ্ছি আপনাদের।
নিচের স্ক্রিনশট ফলো করুন।
প্রথমে প্লেস্টোর থেকে Disney Plus অ্যাপ ডাউনলোড করে যেকোনো ভিপিএন এ আমেরিকা লোকেশন কানেক্ট করে অ্যাপ এ প্রবেশ করুন।
এরপর স্ক্রিনশট এর ইউজার পাস দিয়ে চিল মোডে লগিন করে ফেলুন🤣🤣


দেখুন সব প্রিমিয়াম কন্টেন্ট চলে এসেছে😇😇



সবাই লগিন করতে পারবেন। কোনো প্যারা নাই।
লাইভ টিভি দেখতে bdix tv 24 গ্রুপে জয়েন হয়ে নিন। লাইভ টিভি অ্যাপ দেখুন ১৫০+ টিভি চ্যানেল রয়েছে❤❤

The post ডিসনি প্লাস প্রিমিয়াম একাউন্ট একদম ফ্রি ইউজার পাস পোস্টে🤣 appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 3)

Posted:

আজকে আলোচনা করবো ৩ টি ট্যাগ নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • আজকের আলোচ্য ৩টি ট্যাগ হলঃ
    b tag লেখাকে বোল্ড বা মোটা করার নির্দেশ দেয় ।
    i tag লেখাকে ইটালিক করার নির্দেশ দেয়।
    u tag লেখাকে আন্ডারলাইন করার নির্দেশ দেয়

    নীচে বিস্তারিত আলোচনা করা হলঃ

    b Tag এর ব্যবহারঃ

    b Tag তার অন্তর্ভুক্ত লেখাকে বোল্ড বা মোটা হবার নির্দেশ দেয়।
    আসুন দেখে নেই কিভাবে বসাতে হয় b Tag
    আমরা যে লেখা Bold বা মোটা আকারে দেখাতে চাই তা b start tag ও b end tag এর মাঝখানে লিখবো

    এর মাঝে টেক্সট দিবো

    দেখুন লেখা স্বাভাবিকের চেয়ে মোটা আকার ধারণ করেছে

    এভাবে বুঝতে হয়ত কষ্ট হচ্ছে। আসুন সিম্পল টেক্সট আর b tag এর অন্তর্ভুক্ত text এর মাঝে পার্থক্য দেখি।

    —————

    দেখতেই পারলেন কতটা পার্থক্য।

  • এটি একটি inline tag. (এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। )
  • i Tag এর ব্যবহারঃ

    i Tag তার অন্তর্ভুক্ত লেখাকে italic – ইটালিক হবার নির্দেশ দেয়।
    আসুন দেখে নেই এর ব্যবহারঃ
    আমরা যে লেখা italic দেখাতে চাই তা i start tag ও i end tag এর মাঝখানে লিখবো

    ——-Result———-

  • এটি একটি inline tag. (এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। )
  • u Tag এর ব্যবহারঃ

    u Tag তার অন্তর্ভুক্ত লেখাকে underline হবার নির্দেশ দেয়।
    সাধারণত u Tag ব্যবহৃত হয় কোন ভুল বানান কে চিহ্নিত করার জন্য।
    আসুন দেখে নেই এর ব্যবহার:
    আমরা যে লেখা underline আকারে দেখাতে চাই তা i start tag ও i end tag এর মাঝখানে লিখবো

    ———result———-

  • এটি একটি inline tag. (এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। )
  • আপনারা যা দেখতেছেন পড়তেছেন এগুলো সব ট্রাই করবেন একটা একটা করে তাহলে সহজে মুখস্থ থাকবে।

    আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করুন।

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 3) appeared first on Trickbd.com.

    ইনস্টাগ্রাম থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব?

    Posted:

    ইনস্টাগ্রাম থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব?

    বর্তমানে অনলাইনে, টাকা ইনকাম করার অনেক ধরনের প্লাটফর্ম পাওয়া যায়। তন্মধ্যে ফেসবুকের মত খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। অনেকেই বলে থাকে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়? আসলেই সত্য কোনটি সেটি নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল! অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে সত্যি কি টাকা ইনকাম করা যায় নাকি যায়না! এই বিষয়টির ক্লিয়ার করে আপনাদের ধারণা দেওয়ার জন্যই,

    আজকের এই আর্টিকেলটি তৈরি করা। বর্তমানে আমরা ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্ম, থেকে যে কেউ চাইলেই অনায়াসে টাকা ইনকাম করতে পারে। এদিকে আবার ইনস্টাগ্রাম এই ইউটিউব ফেসবুকের মতোই খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম বা সোশ্যাল মিডিয়া। এখন কথা হচ্ছে ফেসবুক থেকে নিশ্চয়ই যেহেতু টাকা ইনকাম করা সম্ভব, তাহলে নিশ্চয় ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যাবে।

    তাই অনেকেই বলে থাকি, ইনস্টাগ্রাম থেকে অবশ্যই টাকা ইনকাম করা সম্ভব! বাস্তবে সেটা কি মোটেও ঠিক নাকি ভুল ধারণা আমাদের! ফেসবুকে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, এমনকি প্রতিনিয়ত ফেসবুকের ফিচার গুলো আপডেট হচ্ছে! এমনকি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব! এদিকে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতোই খুবই দুর্দান্ত ফিচার যুক্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।

    ইনস্টাগ্রাম জিনিসটা আসলে কিঃ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতই, যেমন দুইটার ফেসবুক ইত্যাদি এর মতই ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া। আপনারা ফেসবুকে হয়তো ও বিভিন্ন ধরনের সেটিং ডেটিং শেয়ারিং পোস্টিং কমেন্টিং ইত্যাদি করতে পারবেন। এ কিভাবে ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের ছবি আপলোড সহ, চ্যাটিং শেয়ারিং কমেন্টিং পোস্টিং ভিডিও আপলোড ইত্যাদি করা সম্ভব।

    এককথায় আপনি ফেসবুকে যে ধরনের ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাবেন, অন্যদিকে ইনস্টাগ্রাম থেকেও অনেক ধরনের ফিচার উপভোগ করার সুযোগ পাবেন। তবে এদিকে আবার youtube-এর কিংবা ফেসবুকের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব। যেহেতু ফেসবুকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করা সম্ভব, তাহলে নিশ্চয় ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব তাইতো। আশাকরি এতক্ষণে আপনারা ইনস্টাগ্রাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

    ইনস্টাগ্রাম একাউন্ট কিভাবে তৈরি করতে হয়?

    ইনস্টাগ্রাম একাউন্টঃ এতক্ষণে আমাদের আর্টিকেলটি মন দিয়ে পড়লে, হয়তোবা ইনস্টাগ্রাম সম্পর্কে স্বল্প পরিমাণে হলেও ধারণা পেয়েছেন। এখন কথা হলো আমি কি ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করব, কিভাবে? ইনস্টাগ্রাম একাউন্ট কোথা থেকে এবং কিভাবে তৈরি করতে হয়? প্রিয় বন্ধুরা প্রশ্নটি যদি আপনার থেকে থাকে তো উত্তরে, শুরুতেই আপনি অবশ্যই ইনস্টাগ্রাম একাউন্ট খুব সহজে তৈরি করতে পারবেন!

    আপনারা সরাসরি instagram.com কিংবা আপনার প্লে স্টোরে ইনস্টাগ্রাম, লিখে অনুসন্ধান করলেই ইনস্টাগ্রামের অফিশিয়াল অ্যাপ্লিকেশন টি পেয়ে যাবেন। সেখান থেকেও চাইলে আপনি ইনস্টাগ্রাম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করার জন্য তেমন কোন কিছু প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার নাম জিমেইল আইডি পাসওয়ার্ড ফোন নাম্বার ইত্যাদি, সাধারণ কিছু ইনফরমেশন প্রয়োজন হয়।

    আপনারা চাইলেই ফেসবুকের এভাবেকি অ্যাকাউন্ট তৈরি করে, একইভাবে আপনি ফোন নাম্বার দিয়ে খুব সহজে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তারপর আপনারা ফেসবুকের মতো যখন ইচ্ছা তখন, আপনার একাউন্টে লগইন করে সেখানে একটিভ থাকতে পারেন। এখন কথা হলো আমি কেন ইনস্টাগ্রামে থাকবো! আপনি ফেসবুকে কেন থাকেন! নিশ্চয় কোনো না কোনো কারণে, একইভাবে ইনস্টাগ্রামেও আপনি কোনো না কোনো কারণেই থাকবেন!

    ইনস্টাগ্রাম থেকে আসলেই কি টাকা ইনকাম করা সম্ভব?

    ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকামঃ ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খুব সহজে টাকা ইনকাম করা যায়। তাহলে এদিকে যেহেতু ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া। তাহলে নিশ্চয়ই এই ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব তাইতো! প্রিয় বন্ধুরা উত্তরে, ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব না! একেবারেই কি আসলেই সম্ভব না ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম!

    না। ফেসবুক থেকে যেভাবে সরাসরি টাকা ইনকাম করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এ কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য, বর্তমানে তেমন কোনো মাধ্যম পাওয়া যায়নি। তবে আপনি কি তাহলে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য, বর্তমানে অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারে।

    তাই আপনারও কিছু টেকনিক কাজে লাগিয়ে, ইনকাম করতে হবে ইনস্টাগ্রামে, যদি আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার আগ্রহী হয়ে থাকেন তাহলে। ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার সাধারন কিছু টেকনিক বা উপায় নিচে দেওয়া হল। যেগুলো কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব।

    অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনস্টাগ্রামে ইনকামঃ হ্যা বন্ধুরা আপনারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, যদিও এর আগে আর্টিকেল পাবলিশ করা রয়েছে অনেক। সুতরাং আপনারা কিন্তু চাইলেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনার, ইন্সটাগ্রাম এর মাধ্যমে ইনকাম করতে সক্ষম হবেন।

    তবে তার জন্য আপনার ইনস্টাগ্রামে অবশ্যই ফলোয়ার ইত্যাদি প্রয়োজন হবে। ফলোয়ার ব্যতীত ইনস্টাগ্রাম থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং, করে টাকা ইনকাম করতে পারবেন না। কেননা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অবশ্যই গ্রাহক প্রয়োজন হয়। সুতরাং আপনি যত ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে কাজ করবেন, ততই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করা সহজ হবে।

    স্পন্সর বিজ্ঞাপন এর মাধ্যমে ইনস্টাগ্রামে টাকা ইনকামঃ নিশ্চয় অনেকে স্পন্সর বিজ্ঞাপন নাম শুনেছেন। স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়েও আপনারা কিন্তু চাইলে, সেখানে অর্থাৎ আপনার ইন্সটাগ্রাম এর মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার প্রয়োজন হবে প্রচুর পরিমাণে। কমপক্ষে আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে, 10000 মত।

    তবে ইনস্টাগ্রামে যত বেশি ফলোয়ার থাকবে তত ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সুতরাং আপনার যদি ইনস্টাগ্রামে ফলোয়ার বানিয়ে নিতে পারেন, তাহলে সে ক্ষেত্রে আপনারা ইন্সটাগ্রাম এর মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে, খুব সহজে ইনকাম করতে সক্ষম হবেন। স্পন্সর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার দের, বিষয় নিয়ে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে। আপনারা কিন্তু চাইলেই ইন্সটাগ্রাম এর মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন।

    সুপ্রিয় বন্ধুগণ, আশাকরি আমাদের আজকের ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা? ইনস্টাগ্রাম কি? এই সকল বিষয় নিয়ে ইনস্টাগ্রাম রিলেটেড বিস্তারিত বুঝতে পেরেছেন! যদি কোথাও বুঝতে অসুবিধা কিংবা কোন কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।

    আপনাদের আর্টিকেল রিলেটেড কোন প্রশ্ন অথবা মতামত থাকলে, সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেল এ পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

    The post ইনস্টাগ্রাম থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব? appeared first on Trickbd.com.

    আপনি কি জানেন সবাই কেন সরকারি চাকরি পেতে এতো পাগল?

    Posted:

    একটা সময় ছিলো, সবাই স্বপ্ন দেখতো ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এখন ডক্টর আর ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আরেকটা স্বপ্নও মানুষ দেখে। তৃতীয় এই স্বপ্নটা হলো একটি সরকারি চাকরি পাওয়া। বাস্তব জগতে আমাদের সবার আশেপাশে এমন কিছু লোক আমরা দেখতে পাই যাদের পায়ের স্যান্ডেল খয় হয়েছে শুধু সরকারি চাকুরী খুঁজতে খুঁজতে। কিন্তু কেন সরকারি চাকরির জন্য মানুষ এমন পাগল?

     

    আজ আমরা এই পোস্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানবো। জানবো ১০ টি কারণ কেন সবাই সরকারি চাকরি পেতে এতো আগ্রহী। চলুন তাহলে শুরু করা যাক।

     

    ১. সম্মান

    আমাদের সমাজে সরকারি চাকরি তুলনামূলকভাবে সম্মানজনক চাকরি হিসাবে দেখা হয়। কারণ, সমাজের বেশীর ভাগ মানুষ মনে করেন বেসরকারি চাকরির থেকে সরকারি চাকরি অনেক বেশী ভাল। কেউ যদি সরকারি চাকুরী করেন তাহলে সবাই তাকে সাকসেসফুল মানুষ হিসাবে দেখেন।

    আপনি একটু চিন্তা করেন তো, আপনার বড় ভাই পুলিশের এসআই পদে চাকুরী পেয়েছে। সমাজে আপনাদের পজিশন রাতারাতি কোথায় উঠবে?

    ২. নিরাপত্তা

    আপনি একবার সরকারি চাকরিতে জয়েন করলে কেউ আপনাকে চাকরি থেকে সরাতে পারবে না যদি না আপনি কোন নিয়ম ভাঙ্গেন। অর্থাৎ আপনি যদি সরকার প্রদত্ত সকল নিয়মানুসারে থাকেন আপনি নির্ধারিত সময়সীমা পর্যন্ত চাকুরী করতে পারবেন।

    ৩. বেতন-ভাতা

    সরকারি চাকরি করলে বেতন নিয়ে চিন্তা করতে হয় না। যেটি অনেক বেসরকারি চাকরির ক্ষেত্রে করতে হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করলে মাস শেষে খোঁজ রাখতে হয় “স্যার, স্যালারিটা…”।

    আবার দেখা যায় অনেক বেসরকারি প্রতিষ্ঠান কোন মাসের বেতন পরের মাসে নিয়ে যায়। যদিও এটা খুবই কম তারপরও বেসরকারি চাকরির ক্ষেত্রে এরকমটা হয়। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এ ধরণের কোন টেনশন করতে হয় না। এছাড়াও বেতনের সাথে বিভিন্ন ধরণের ভাতাও পাওয়া যায়।

    ৪. কম কাজের চাপ

    সাধারণত ডিফেন্সের চাকুরী বাদে সরকারি চাকরিতে কাজের চাপ খুব বেশী থাকে না। প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট টাইমে অফিসে যাওয়া আবার বাসায় আশা এই ধরণের চাকুরী করাও অনেকের স্বপ্ন থাকে।

    ৫. স্বাস্থ্য নিরাপত্তা

    এখনকার সময়ে স্বাস্থ্য সুরক্ষা সাধারণ মানুষের জন্য একটি ব্যয়বহুল জিনিস বলা যায়। কিন্তু সরকারি চাকরিতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার স্বাস্থ্য সুরক্ষা দিয়ে থাকে। সরকারি বিভিন্ন হসপিটাল রয়েছে যেখান থেকে ফ্রিতে চিকিৎসা পাওয়া যায়।

    ৬. দক্ষতা ছাড়া চাকরি

    গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী আছে যারা পারিবারিক ভাবে অস্বচ্ছল হওয়া পড়া-শোনা কোন মতে চালিয়ে যায়। এসব শিক্ষার্থীদের আলাদা কোন দক্ষতা নেই। এধরনের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির কোন বিকল্প নেই। কারণ, সরকারি চাকুরী পেতে বেশীর ভাগ ক্ষেত্রেই আলাদা কোন দক্ষতা দেখানোর প্রয়োজন হয় না।

    ৭. দেশের জন্য অবদান

    আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করতে চান, সরকারি চাকরি আপনার পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। কারণ, বর্তমান সময়ে আপনার দুর্নীতি না করাটাই দেশের জন্য কিছু করা হিসাবে বিবেচনা করা যায়।

    ৮. বেতন বৃদ্ধি

    বেসরকারি চাকুরীর ক্ষেত্রে দেখা যায় আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির বিষয়টা অনেকটা আপনার বসের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু সরকারি চাকুরীর ক্ষেত্রে এ ধরণের কিছু নেই। আপনার যোগ্যতা থাকলে আপনার পদোন্নতি হবে। বেতন বৃদ্ধিটাও ঠিক সময় মত হয়ে যাবে।

    ৯. অতিরিক্ত টাকা (ঘুষ)

    আমি বা আমার পাঠক আমরা কেউ ঘুষে দেওয়া-নেওয়ার পক্ষে না। কারণ, দু’টোই দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, এই অতিরিক্ত টাকার লোভে পরে এখন বেশীর ভাগ মানুষ সরকারি চাকরি করতে এতো আগ্রহী হয়ে থাকে। এটা আমরা আশে পাশের অনেক লোক দেখলেই বুঝতে পারি।

    ১০. পেনশন

    অনেকেই সরকারি চাকরি করতে চায় শুধুমাত্র এই একটি কারণেই। পেনশন। চাকরি থেকে অবসর গ্রহণ করলে সরকার আপনাকে পেনশন প্রদান করবে। এককালীন বা মৃত্যুর আগ পর্যন্ত অনেকগুলো টাকা প্রদান করে যা দিয়ে আপনার শেষ বয়স খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। কারো উপর আপনাকে নির্ভরশীল হতে হবে না।

     

    তো আপনিও কি তাদের মধ্যে একজন যারা সরকারি চাকরি খুঁজছেন? যদি আপনার উত্তর ‘হ্যাঁ’ হয় তবে আমার ওয়েবসাইট www.notice24x7.com আপনার জন্যই। সকল সরকারি চাকরির খবরা-খবর বিস্তারিত ভাবে জানুন আমার ওয়েবসাইট থেকে।

    তাহলে ভাল থাকবেন। লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    The post আপনি কি জানেন সবাই কেন সরকারি চাকরি পেতে এতো পাগল? appeared first on Trickbd.com.

    ফেসবুকের নতুন অপশন – আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।

    Posted:

    আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।
    চলুন দেখে নেই কিভাবে করবো।
    প্রথমে আমরা ফেসবুক মেনু তে যাই

    তারপর settings & privacy তে ক্লিক করি

    আবার settings এ ক্লিক করি

    এখন reactions preferences খুঁজে বের করে সেটাই ক্লিক করি।

    আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলের রিয়েক্ট হাইড করতে পারবেন আবার চাইলে অন্যের গুলো নিজের থেকে হাইড রাখতে পারেন।

    প্রথম অপশনটি অন করলে অন্যের পোস্টের রিয়েক্ট এর পরিমাণ আপনার কাছে হাইড হয়ে যাবে।
    আর দ্বিতীয় অপশন টি চালু করলে নিজের পোস্টের রিয়েক্টের পরিমান অন্যের কাছে হাইড হয়ে যাবে।

    আমরা যেহেতু নিজের টা হাইড করবো তাই নিচের টা চালু করবো

    এই দেখুন রিয়েক্ট শো করছে না।

    আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    The post ফেসবুকের নতুন অপশন – আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন। appeared first on Trickbd.com.

    Geostorm – মুভির সম্পূর্ণ রিভিউ + হিন্দি লিংক || দুনিয়া বাঁচাতে যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটিই দুনিয়া ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়! ��

    Posted:

    নাম: GEOSTORM (২০১৭)

    বাজেট: $১২০ মিলিয়ন

    বক্স অফিস: $২২১.৬ মিলিয়ন

    মুক্তির তারিখ: ২০শে অক্টোবর, ২০১৭

    Screenshot



    মুভিটি টেকনোলজি দুনিয়ার জন্য বড় একটা উদাহরন হিসেবে কাজ করেছে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যে সম্ভব তা এই মুভিতে দেখানো হয়েছে। অন্যদিকে এইটা পুরো পৃথিবীর জন্য কতটা সর্বনাশা সেটাও দেখানো হয়েছে।

    পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রিত আছে বলে আমরা সুখে শান্তিতে বসবাস করছি,অন্যথায় পৃথিবী ধ্বংসের মুখে নিপতিত হত।

    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর অজস্র মানুষ মারা যায়। কিন্তু যদি এমন কিছু একটা আবিষ্কার করা যায়, যা এ সকল দুর্যোগ সৃষ্টির সাথে সাথেই তাঁকে নষ্ট করে দিবে?

    পৃথিবী যখন এসব দুর্যোগের সামনে অসহায়, তখন মানবতার জন্য সমস্ত বিশ্বের নেতারা একসাথে হয়ে জলবায়ু কন্ট্রোল করার স্যাটেলাইট তৈরী করে। যার নাম দেওয়া হয় ডাচ বয়। কিন্তু কয়েক বছর পর ডাচ বয়ের এক ত্রুটির জন্য আফগানিস্তানের একটা পুরো গ্রাম [গ্রামবাসী সহ] বরফে জমে যায়। এরপর হংকং এ আরেকটি ঘটনায় অতিরিক্ত তাপমাত্রার কারণে গ্যাস লাইন বিস্ফোরণে পুরো শহর ধ্বংস হয়ে যায়।

    পৃথিবীর জলবায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ও চিনের নেতৃত্বে একটি সেটেলাইট নির্মাণ করা হয়,এটাকে হ্যারিকেন ও ঘুর্নিঝড় রোধ করতে ব্যাবহার করেন সেটেলাইট ডিজাইনার জ্যাক লসন।

    হঠাৎ করেই সেটেলাইটে টেকনিক্যালি প্রবলেমের কারনে তাপমাত্রার তারতম্ম দেখা দেয় ফলে বিশ্বের আনাচে কানাচে জ্বলোচ্চাস,সুনামি,উল্কাপাতে লন্ডভন্ড হতে থাকে পৃথিবী!!!!

    এখন ডাচ বয়ের এই ত্রুটি ঠিক করা না হলে টর্নেডো, সুনামি, সাইক্লোন এর মতো এরকম আরো দুর্যোগ বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। এবং এসবের চূড়ান্ত ফল হলো একটা জিওস্ট্রোম।

    সাইন্স ফিকশন | ডিজাস্টার ঘরানার এই মুভিটি পরিচালনা করেছেন ডিন ডেভলিন। পরিচালক হিসেবে এটাই তাঁর প্রথম মুভি। এতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, জিম স্টারজেস, এবি কর্নিশ ও এড হ্যারিস। Deadline Hollywood এর মতে এই মুভিটির জন্য স্টুডিও $৭১.৬ মিলিয়ন এর লস খাইছে।

    মুভিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। জানিনা ক্রিটিক্স রেটিং এত কম কেন। দুর্যোগের ভিস্যুয়াল ইফেক্টস গুলো অসাধারন ছিল। দুবাই এ সুনামির দৃশ্যটা তো এখনো চোখে লেগে আছে। এছাড়া শেষের টুইস্ট টাও ভালো ছিল। অভিনয় এর কথা বললে সবাই মিডিওকোর ছিলো। সবমিলিয়ে এনজয় করার মতো একটা মুভি। ব্যক্তিগত রেটিং আমি ১০ এর মধ্যে দেবো ৯।

    Link: Geostrom Full Movie

    The post Geostorm – মুভির সম্পূর্ণ রিভিউ + হিন্দি লিংক || দুনিয়া বাঁচাতে যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটিই দুনিয়া ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়! 😑 appeared first on Trickbd.com.

    বর্তমান সময়ের সেরা ৫ টি সিক্রেট ওয়েবসাইট,যা আপনাদের অবশ্যই কাজে লাগবে

    Posted:

     

     

     

    আসসালামু আলাইকুম বন্ধুরা,

     

    কেমন আছেন সবাই?

     

    আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

     

    আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

     

    যতই দিন যাচ্ছে আমরা ততোই আধুনিক হয়ে যাচ্ছি।আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা।

     

     

    বর্তমানে পুরো বিশ্বে একটিভ ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১৯২ কোটি ১৫ লাখ

     

    আর এই সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

     

    আর এতো ওয়েবসাইটের মধ্যে কতগুলোই বা জানি!

     

    আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেবো এমন পাচটি ওয়েবসাইটের সম্পর্কে যেগুলো দেখে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন।

     

    তো চলুন শুরু করা যাকঃ-

     

    1.Poki

     

     

    সবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে তার নাম হলো Poki.

     

    আমরা কোনো গেম খেলার জন্য প্রথমে play store এ যায় আর তারপর গেমটা ইন্সটল করি।

     

    কিন্তু কেমন হবে যদি আমাদের গেম খেলার জন্য গেম ফোনে ইন্সটল করায় না লাগে!

     

    আর এই কাজের জন্যই রয়েছে এই ওয়েবসাইট Poki.

     

    Poki হচ্ছে একটি অনলাইন গেমিং প্লাটফর্ম।

    যেখানে আপনারা Android এর পপুলার গেমগুলো খেলতে পারবেন ইন্সটল করা ছাড়াই।

     

    আর এই ওয়েবসাইটের গেমিং পারফরম্যান্সও অনেক ভালো।আপনার মনেই হবে না যে আপনি অনলাইনে গেমটি খেলছেন।

     

    তাই অবশ্যই একবার ওয়েবসাইট টি ট্রাই করে দেখতে পারেন।

     

     

    2.Floor Plan Creator

     

    Planner 5D

     

    আমরা বিভিন্ন সময় কোনো ইন্জিনিয়ারিয়ারের দ্বারা করা বাড়ির নকশা বা ডিজাইন দেখে থাকবো।

     

    এসব ডিজাইন করার জন্য ইন্জিনিয়াররা বিভিন্ন সফটওয়্যার যেমনঃ-অটোক্যাড,রিভিট ইত্যাদি ব্যাবহার করে থাকে।

     

    কিন্তু আপনারও যদি বাড়ির ডিজাইন করার বা নিজের ঘরের কোথায় কোন আসবাবপত্র পত্র রাখলে নিজের ঘর কেমন দেখাবে সেটা 3D তে দেখতে চান,তাহলে সোজা চলে যান ওপরে দেওয়া ওয়েবসাইটে।

     

    এই দুই ওয়েবসাইট ব্যাবহার করে আপনি নিজের মন মতো বাড়ির নকশা বানাতে পারবেন,কোন রুম কোথায় বা কত মাপের হবে এমনকি ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র রেখে আপনি চেক করতে পারবেন।

     

    আর সব শেষে আপনার বাড়ির নকশা বাস্তবে কেমন হয়েছে তা জানার জন্য রয়েছে 3D অফশন।

    এমনকি এই ওয়েবসাইটের অ্যানড্রোয়েড এপস ও রয়েছে যা আপনারা Google Play Store তে পেয়ে যাবেন।

     

    3.Google Scholar

     

    এটা আসলে কোনো ওয়েবসাইট নয়, বরং এটা হচ্ছেগুগলের আলাদা একটা প্লাটফর্ম।

     

    আমাদের বিভিন্ন সময় কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করার জন্য কোনো নির্দিষ্ট টপিকের ওপর বিস্তারিত অনেক তথ্য দরকার হয়। সেই সময় আমরা সাহায্যের জন্য  Google এ গিয়ে সরাসরি সার্চ দিই।

     

    এমনক্ষেত্রে অনেকসময়ই আমরা যে নির্দিষ্ট টপিকের ওপর তথ্য খুজছিলাম,

     

     

    ঠিক সেটাই একদম পেয়ে যায়।

     

    কিন্তু এতে অনেক বেশি সময় নষ্ট হয়।আর অনেকক্ষেত্রে আবার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করার জন্য সেই টপিকের ওপর একদম সঠিক তথ্য নাও পেতে পারি।

     

    কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে,

     

    ঠিক এই কাজটা করার জন্য গুগলের আলাদা একটা প্লাটফর্ম রয়েছে।তার নাম হলো Google Schooler।এখানে যেকোনো টপিকের ওপর সার্চ দিলে তারওপর সবিস্তরে সব তথ্য আপনারা পেয়ে যাবেন।

     

    4.Typing Club

     

    আমরা অনলাইনে বা অফলাইনে অনেক মানুষকেই হয়তো বা দেখেছি,

    যারা একরকম কিবোর্ডের দিকে না তাকিয়েই অনেক দ্রুত টাইপিং করতে পারে।

     

    আপনার মনে হয়তো এরকম প্রশ্ন এসেছে যে,এটা কি করে সম্ভব?

     

    তো এতে অবাক হওয়ার কিছু নেই একে Touch Typing বলে।আপনিও যদি Touch Typing শিখতে পারেন তাহলে আপনিও কিবোর্ডে না তাকিয়ে যেকোনো কিছু টাইপিং করতে পারবেন।

     

    তো এবার প্রশ্ন হলো Touch Typing আমরা কোথা থেকে শিখবো?

     

    তো এর উত্তর হলো Touch TypingTyping শেখার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট আছে,

     

    আর এসব ওয়েবসাইটের মধ্যে থেকে সবচেয়ে সেরা হলো Typing Club.

     

    এই ওয়েবসাইটটি সেরা হওয়ার কারণ হলো এখানে একদম বেসিক লেভেল থেকে টাচ টাইপিং শেখানো হয়।

     

    অর্থাৎ,যাদের এই বিষয়ে কোনো ধারণা নেই তারাও খুব সহজে Touch Typing শিখতে পারবে এবং নিজের টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।

     

    5.The Student Room

     

    বর্তমানে অনেক ছাত্র রয়েছে,যাদের ভবিষ্যতে স্বপ্ন হলো যে তারা বিদিশে গিয়ে পড়াশোনা করবে এবং তারপর সেখানেই চাকরি করে সেটেল হয়ে যাবে।

     

    আর এক্ষেত্রে এমন একজনার এডভাইস প্রয়োজন হয় যার এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে।

     

    এক্ষেত্রে অনেকেই আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে খুজে কারো কাছ থেকে সাজেশন নেয়ার চেষ্টা করে।

     

    কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এসব কাজের

    জন্য আলাদা একটা কমিউনিটি ই রয়েছে।যার নাম হচ্ছে The Student Room

     

    এটি হচ্ছে একটি largest student community.

     

    এই ওয়েবসাইটে গিয়ে একজন স্টুডেন্ট হিসেবে আপনার যা কিছু জানার প্রয়োজন সেসব কিছু আপনারা অতি সহজেই খুজে নিতে পারবেন এবং কারো সাথে কোনো বিষয়ে কথা বলার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন অতি সহজে।

     

     

    তো আপনারা ওপরের ওয়েবসাইট গুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করুন।

     

    অনেকদিন পর ট্রিকবিডিতে পোস্ট করলাম।জানি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করতে পারিনি,কিন্তু তবুও বলবো ওয়েবসাইটগুলো অবশ্যই আপনাদের একদিন না একদিন কাজে আসবে।

     

    তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

     

    আল্লাহ হাফেজ

     

    The post বর্তমান সময়ের সেরা ৫ টি সিক্রেট ওয়েবসাইট,যা আপনাদের অবশ্যই কাজে লাগবে appeared first on Trickbd.com.

    English grammar guide: suffix and prefix শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম?

    Posted:

    English grammar guide: suffix and prefix শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম?

    Suffix and prefix ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহুল একটি অংশ। যদিও সাফিক্স প্রিফিক্স নিয়ে আগে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছে। ওই আর্টিকেলে আমরা সাধারণত, সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্রিফিক্স এর শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

    সুতরাং আজকের এই আর্টিকেলের আমরা, suffix শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম নিয়ে আলোচনা করব। সাফিক্স কাকে বলে? সাফিক্স যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম? কিভাবে খুব সহজে আপনারা জানতে পারবেন, তার সংক্ষিপ্ত বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব! এবং সেই সাথে আমরা আজকের এই আর্টিকেলের, সাফিক্স বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষ করে দিব আশা করি।

    Suffix and prefix পড়া জরুরী?

    হ্যাঁ বন্ধুরা অবশ্যই সাফিক্স এবং প্রিফিক্স, ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হওয়ায়, এমনকি শব্দ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশ। তাছাড়া পরীক্ষায় ক্লাস সিক্স থেকে পরবর্তী পরীক্ষা, এমনকি ক্লাস সিক্স পরীক্ষায় প্রশ্ন টি আসে, এখন যদি আপনি সাফিক্স এবং প্রেফিক্স এর শব্দ গঠনের নিয়ম না জানেন।

    তাহলে নিশ্চয়ই আপনার উত্তর দিতে অসুবিধা হবে। সুতরাং সাফিক্স প্রিফিক্স ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং আজকে আমরা সাফিক্স প্রিফিক্স বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যদি আমরা প্রিফিক্স বিষয় নিয়ে বিস্তারিত আগেই আর্টিকেল পাবলিশ করেছিলাম। এবং আজকে আমরা সাফিক্স বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সাফিক্স নিয়ে বিস্তারিত জেনে নিই।

    What is suffix সাফিক্স কি?

    সাফিক্সঃ সাফিক্স শব্দের সাধারণ অর্থ হল প্রত্যয়। এবং মল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করা হয়। এটাকি সাধারণত প্রিফিক্স বলা হয়। অর্থাৎ সাবিক শব্দের সাধারণ অর্থ হল প্রত্যয়। মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয় তাকে, সাফিক্স বলা হয়। সাফিক্স যোগে শব্দ গঠনের জন্য,

    অনেক ধরনের নিয়ম-নীতি রয়েছে। তবে এর ভিতরে সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত, বিস্তারিত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া সাফিক্স পরীক্ষায় লিখতে হলে বা জানতে হলে, অবশ্যই সাফিক্স যোগে শব্দ গঠনের নিয়ম জানা জরুরী। সুতরাং ছলনা এখন আমরা সাফিক্স যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি।

    Suffix যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম?

    সাফিক্স যোগে নতুন শব্দ গঠনের, অনেক ধরনের নিয়ম পাওয়া যায়। তবে তার ভিতরে উল্লেখযোগ্য নিয়ম নীতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যাতে করে আমরা সাফিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জানতে পারি। পরীক্ষায় কিংবা যে কোন সময়, আমরা সাফিক্স সম্পর্কে যেকোনো শব্দ গঠন করতে পারব। চলুন এ বিষয়ে এখন জানার চেষ্টা করি।

    সাফিক্স যোগে নতুন শব্দ গঠনের কিছু উল্লেখযোগ্য নিয়ম নিচে দেওয়া হলঃ

    সাফিক্স গঠনের উল্লেখযোগ্য, নিয়ম সাধারণত 12 টি বিষয়ে, আমাদের নলেজ থাকলেই হবে। নিচে এই 12 টি নিয়ম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক। অধিকাংশ ক্ষেত্রে সাফিক্স যোগ হয় মূল শব্দের অর্থ পরিবর্তন না হয়ে, নতুন ঘটে। যদিও এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।

    1. সাধারণত অধিকাংশ ক্ষেত্রে, সাফিক্স যোগ হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন, না হয়ে পদের পরিবর্তন ঘটে।

    2. নাউন এর সাথে able/ible যোগ করে এডজেকটিভ গঠন করা হয়।

    3. verb-এর সাথে able যোগ করে এডজেকটিভ গঠন করতে হয়।

    4. সাধারণত verb-এর সাথে er করে এডজেকটিভ গঠন করা হয়।

    5. এডজেকটিভ এর শেষে th যোগ করে নাম গঠন করতে হয়।

    6. verb-এর সাথে er কিংবা r যোগ করে নাউন গঠন করতে হয়।

    7. নাউন এর সাথে less যোগ করে opposite adjective গঠন করতে হয়।

    8. নাউন এর সাথে full যোগ করে এডজেকটিভ গঠন করতে হয়।

    9. প্রায়ই এডজেকটিভ এর সাথে ly যোগ করে এডভার্ব গঠন করতে হয়।

    10. কিছু সংখ্যক verb-এর সাথে ment যোগ করে নাউন গঠন করতে হয়।

    11. সাধারণত কিছু সংখ্যক এডজেকটিভ এর সাথে ness যোগ করে নাউন গঠন করতে হয়।

    12. সাধারণত কিছুসংখ্যক নাউন এর সাথে, ous যোগ করে এডজেকটিভ গঠন করতে হয়।

    প্রিয় বন্ধুরা উপরোক্ত 12 টি নিয়ম, ইংলিশ গ্রামারের সাফিক্স অংশে রয়েছে। সুতরাং তোমরা উপরের 12 টি নিয়ম, জেনে খুব সহজে সাফিক্স যোগে শব্দ গঠন করতে পারবে। তাই তোমরা চাইলে উপরোক্ত নিয়ম-নীতিগুলো, মনে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন। কারণ খুবই গুরুত্বপূর্ণ উপরোক্ত 12 টি নিয়ম।

    সুতরাং পরিশেষে, সুপ্রিয় বন্ধুগণ আশা করি তোমরা আজকের এই আর্টিকেলের, suffix যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম সহ, সাফিক্স বিষয় নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা কিংবা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্ট করতে ভুলবেন না।

    আশাকরি আমাদের আজকের এই আর্টিকেলের, সাফিক্স অংশে ইংলিশ গ্রামারের। তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি আপনাদের ইংলিশ বিষয়ক আরো কিছু জানার থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বরাবরের মতো আর্টিকেলটি এখানেই শেষ করছি। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    The post English grammar guide: suffix and prefix শব্দ গঠনের উল্লেখযোগ্য নিয়ম? appeared first on Trickbd.com.

    ইউটিউব সহ ৫০+ ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড স্ক্রিপ্ট নিয়ে ফ্রিতে বানান ওয়েবসাইট

    Posted:

    ৫০+ ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করুন একটি মাত্র স্ক্রিপ্ট দিয়ে। Codecanyon এ এই স্ক্রিপ্টের দাম প্রায় ৪০+ ডলার।
    স্ক্রিপ্টটি দিয়ে কিভাবে সাইট ইন্সটলেশন দিবেন কব স্ক্রিনশট এ দেখানো হচ্ছে।
    প্রথমে নিচ থেকে স্ক্রিপ্ট ডাউনলোড করে আপনার হোস্টিং এ আপলোড করে আঞ্জিপ করে দিন

    এবার yourdomain.com/install.php ডাইরেক্ট এ চলে যান।

    এবার এডমিন একাউন্ট, ডাটাবেইজ এর ইনফরমেশন দিলেই ব্যাস আপনার সাইট রেডি। এখানে যেকোনো কোড দিলেই চলবে পারচেজ কোডের জায়গায়।

    দেখুন আমার সাইট রেডি। এখন একটি ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি।





    আমার সাইটটি ডেমো সাইট। শুধু আপনাদের দেখানো বানিয়েছি।

    স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে।

    The post ইউটিউব সহ ৫০+ ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড স্ক্রিপ্ট নিয়ে ফ্রিতে বানান ওয়েবসাইট appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments