Search box..

কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না।

কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না।


কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না।

Posted: 23 Jan 2022 06:02 AM PST

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আজকের পোস্টটি হয়তো অনেকটা সংক্ষিপ্ত তবে এই টিপস টি খুবই কার্যকরী। আপনি যখন আপনার ট্রেড এর প্রফিট কারো সাথে শেয়ার করবেন তখন সে সেটা কপি করতে পারে, এক্ষেত্রে সেখানে আপনার নাম বা কোম্পানির নাম থাকলে কেউ সেটা ফ্রক করে নিজের বলে চালিয়ে দিতে পারবে না। আর বার বার এডিট করে নাম বসানোর থেকে এভাবে নিজের নাম বসিয়ে দেওয়া আমি মনে করি খুবই উপকারী ও এতে সময় বাঁচে।

তো চলুন শুরু করা যাক:

১/

  • তো সর্বপ্রথমে স্ক্রিনশট অনুযায়ী Binance এপ এ গিয়ে ফিউচার অপশনটি সিলেক্ট করুন।

২/

 

  •  তারপর এই চিত্রের মত থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩/

  • ক্লিক করে আর্ন বোনাস সিলেক্ট করুন।

৪/

  • তারপর ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করুন।

৫/

  • তারপর কাস্টোমাইজ কোড এ ক্লিক করুন।

৬/

  • লাস্ট স্টেপ, এখন আপনার পছন্দমত নাম বসিয়ে কনফার্ম করে নিন।

শেষ পর্যন্ত পোস্টটি দেখার জন্যে ধন্যবাদ। আমি কখনোই ফিউচার ট্রেড করি না কিংবা সাপোর্ট অথবা প্রমোশন করি না, ইহা সম্পূর্ণ হারাম। ধন্যবাদ।

আপনি চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হয়ে থাকতে পারেন। আমি আমার চ্যানেল এ প্রতিনিয়ত ক্রিপ্টো কারেন্সি মার্কেট আপডেট, টিপস, ট্রিকস ও মোস্ট প্রফিটেবল Airdrop শেয়ার করে থাকি। 

আমার টেলিগ্রাম চ্যানেল : Airdrop Xpert

আমার সাথে যোগাযোগ করুন : Sadi

The post কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না। appeared first on Trickbd.com.

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

Posted:

অন্যান্য সব স্ক্রিপ্ট এর মত আজকেও একটি স্ক্রিপ্ট নিয়ে এসেছি।এই স্ক্রিপ্টটি আপনার ব্লগার পেজ/পোস্ট এ অ্যাড করার মাধ্যমে Youtube Video Download করার অপশন অ্যাড করতে পারেন।

ব্লগারে আপনি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডের জন্য স্ক্রিপ্ট অ্যাড করে সেখান থেকে আলাদা ইনকাম করতে পারেন।আমরা অনেকেই ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকি,তার মাঝে Yt1s, savefrom net এগুলো বেশ জনপ্রিয়।আপনি চাইলে নিজের ওয়েবসাইট এ একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার স্ক্রিপ্ট অ্যাড করার মাধ্যমে আপনার ওয়েবসাইট কে একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডার সাইটে রূপান্তরিত করতে পারেন।

এতে করে আপনার ওয়েবসাইটে আলাদা কিছু ভিজিটর পেয়ে যাবেন।সঙ্গে আপনার সাইটে যারা প্রতিদিন ভিজিট করে তারা আপনার ওয়েবসাইটে নতুন ফিচার দেখে আরো আকর্ষিত হয়ে আপনার ওয়েবসাইটের পার্মানেন্ট ভিজিটরে পরিণত হওয়ার অনেক বড় একটা সুযোগ রয়েছে।

তো আপনি যদি আপনার ব্লগার সাইটে Youtube Audio and Video Downloader script অ্যাড করতে চান, তবে নিচের স্টেপগুলো ফলো করুন :

ডেমো দেখতে এখানে ক্লিক করুন।



প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান।

তারপর এখানে ক্লিক করুন।

HTML view সিলেক্ট করুন

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।

তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন।তারপর এখানে ক্লিক করে পেজটি পাবলিশ করে দিন।

পেজটি পাবলিশ হয়ে গেলে শেয়ার বাটনে ক্লিক করে Copy Link এ ক্লিক করে লিঙ্কটি কপি করে নিন।


তারপর অন্য ট্যাব এ গিয়ে লিঙ্কটি পেস্ট করে ok করে দিন।এবং দেখুন,আপনার সাইটটিতে Youtube Video Downloader অ্যাড হয়ে গেছে।


এখন আপনি চাইলে নিজেই ট্রাই করে দেখতে পারেন কাজ করে কি না!


বিশেষ দ্রষ্টব্য : স্ক্রিপ্টটিতে কিছু অ্যাড রয়েছে।ডাউনলোড বাটনে ক্লিক করলে অন্য পেজ ই redirect করে নিয়ে যাবে।আবারও আগের পেজ এ এসে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে।


আজকের মত এত টুকুই।পরবর্তীতে আরো ভালো কোনো স্ক্রিপ্ট পেলে সেটি নিয়ে পোস্ট করবো। পোস্টে কোনো ভুল – ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে ভুলবেন না।কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


The post Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন। appeared first on Trickbd.com.

গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন

Posted:

গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন

গুগল নলেজ প্যানেল কি তা আপনারা সকলেই এখন হয়তো জানেন। তারপরেই ২ লাইন ভুমিকা দিয়ে মূল পোস্টে আসছি।

গুগল নলেজ প্যানেল কি?

গুগল নলেজ প্যানেল হচ্ছে গুগলের তৈরি একটি ইনফরমেশন বক্স যা সাধারণত কোনো ব্যক্তি/কোম্পানি/বই ইত্যাদি সম্পর্কে তৈরি হয় এবং এর মাধ্যমে দ্রুত মানুষ তার কাঙখিত সার্চ রেজাল্টটি পেতে পারে।

আপনি যখন কোন ফেমাস ব্যাক্তির নাম লিখে গুগল এ সার্চ দিবেন তখন সেখানে সবার উপরে একটি ছোট বক্সে সেই ব্যাক্তির সম্পর্কে অনেক ডিটেইলস দেওয়া থাকে এটিই হলো গুগল নলেজ প্যানেল।এছাড়াও যদি আপনার নিজের নলেজ প্যানেল থাকে তখন কেউ যদি আপনার নাম লিখে গুগল এ সার্চ করে সেখানে আপনার ছবি, নাম ও আপনার সম্পর্কে ডিটেইলস সেই সার্চকারীকে দেখানো হবে।

কিভাবে গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করবেন?

যাদের গুগল নলেজ প্যানেল আছে তারা আগে সাধারণত posts.google.com কিংবা সরাসরি প্যানেল থেকে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল/জন্মতারিখ ইত্যাদি যোগ করতে পারতো কিন্তু এখন আর অইভাবে আপডেট হয়না
কিন্তু গুগল ঠিকই সময়ে সময়ে এটি আপডেট করে নেয় আর এই আপডেটটি দ্রুততম সময়ে কর‍তে আপনারা ২টি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

পদ্ধতি ১ঃ ফিডব্যাক দেয়া
☞ প্রথমে গুগল থেকে নিজের নলেজ প্যানেল টি খুঁজে বের করুন।
☞ তারপর ছোট করে send feedback এ ক্লিক করে ফিডব্যাক দিয়ে দিন।
☞ একটি ইমেইল করে আপনাকে গুগল ন
কনফার্ম জানাবে।
☞ কিছুদিন পর রেজাল্ট দেখতে পারবেন।

(ছবি এড করতে পারছিনা বলে দুঃখিত, সমস্যা হচ্ছে আমার মোবাইলে)

পদ্ধতি ২ঃ ওয়েব আর্টিকেল লিখা
☞বিভিন্ন ওয়েবসাইট এ নিজের সম্পর্কে আর্টিকেল লিখবেন
☞ফেসবুকে সহ অন্যান্য সোশ্যাল প্লাটফর্মে নিজের সব লিংক/বার্থডে পাব্লিক করে দিবেন

আচ্ছা কোন ধরণের ওয়েবসাইট এ নিউজ/আর্টিকেল প্রকাশ করবেন?
✔যেনতেন ফালতু ওয়েবসাইট এ কখনো আর্টিকেল প্রকাশ করবেন না কারণ অনেক সময় গুগল যদি স্প্যাম স্কোর সহ কোনো ডোমেইনে আপনার আর্টিকেল/নিউজ দেখে সেক্ষেত্রে কখনো র‍্যাংক দিবেনা।
✔ গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট এবং ভালো Alexa র‍্যাংকিং যুক্ত ওয়েবসাইট গুলো থেকে আর্টিকেল লিখে নিবেন।

ফ্রিতে গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট এ আর্টিকেল দিন: ইয়াফ্লিক্স নিউজ

আরো পড়ুনঃ ফ্রিতেই তৈরি করুন নলেজ প্যানেল তৈরি

The post গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন appeared first on Trickbd.com.

[Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।

Posted: 23 Jan 2022 03:01 AM PST

বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ আসে, যেগুলো TrickBD Notice ক্যাটাগরিতে থাকে। সকলের সুবিধার্থে এবং সাইটের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সবগুলো একত্র করা হলো।
এখানে আপনি টাইটেল দেখে আপনার যে বিষয়ে জানার প্রয়োজন তা জেনে নিতে পারবেন। তাছাড়া যাদের একাউন্ট খোলা ও একাউন্ট রিলেটেড প্রবলেম আছে তাদের জন্য ও টিপস ও নোটিশ আছে।
এরপরেও কোনো বিষয় আলাদাভাবে এড করার প্রয়োজন হলে মেইল ও কমেন্ট করবেন। এখানে এড করে দেয়া হবে। যাতে সবার সুবিধা হয়।

নোটিশ:


 

সাধারণ জিজ্ঞাসা:


  • প্রশ্ন: ট্রিকবিডিতে একাউন্ট কিভাবে খুলব?
    উত্তর: এই লিংক থেকে TrickBD -র এন্ড্রয়েড এপটি ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। তাছাড়া এপ এ অনেক ফিচার আছে যা উপভোগ করতে পারবেন।
  • প্রশ্ন: সাপোর্ট টিমের সাথে কিভাবে যোগাযোগ করব?
    উত্তর: উপরের নোটিশে মেইল দেয়া আছে। ওখানে যোগাযোগ করতে পারবেন।
  • প্রশ্ন: আমার টেক রিলেটেড সহযোগিতা প্রয়োজন। কী করব?
    উত্তর: Discord Server ও Facebook Group এ জয়েন দিয়ে ফেলুন দ্রুত। এক্সপার্টরা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবে।
  • প্রশ্ন: আমার ট্রেইনার পদ বাতিল হয়েছে। কী করব?
    উত্তর: সাপোর্ট টিমকে একটি Apology Mail সেন্ড করুন। যদি আপনার রিকোয়েস্ট বিবেচনায় আনা হয়, তাহলে আপনি আরেকবার সুযোগ পাবেন।
  • প্রশ্ন: ট্রিকবিডি থেকে কিভাবে এক্সট্রা বোনাস পাওয়া যায়?
    উত্তর: নিয়মিত নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করে সাপোর্ট টিমের নজরে পড়লে আপনাকে জানানো হবে। এবং যদি আপনার মনে হয় আপনি যোগ্য, তাহলে সাপোর্ট টিমকে মেইল করে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করে এক্সপার্ট হিসেবে এক্সট্রা বোনাস পেতে পারেন। তবে সবকিছুই ভেরিফিকেশনে টিকলে তারপর।
  • প্রশ্ন: কোনো মেম্বার অসদাচরণ/স্প্যাম করলে তার বিরুদ্ধে কিভাবে অভিযোগ করব?
    উত্তর: TrickBD App দিয়ে সরাসরি ইউজার রিপোর্ট করা যায়। তাছাড়া ম্যানুয়ালি মেইলে/ডিসকর্ডেও রিপোর্ট করা যাবে।
  • প্রশ্ন: নীতিমালা বহির্ভূত পোস্ট দেখলে করণীয় কী?
    উত্তর: সাথে সাথেই রিপোর্ট বাটনে ক্লিক করে কারণ লিখে সাবমিট দিবেন।
  • প্রশ্ন: আমার আইডি TrickBD App এ লগইন হয়না, কারণ কী?
    উত্তর: নতুন ভার্সন আপডেট করুন। তারপরেও সমস্যা হলে পাসওয়ার্ডে শুধু A-Z, a-z লেটার দিয়ে দেখুন। তারপরেও না হলে মেইলে জানান।
  • প্রশ্ন: কমেন্ট পেন্ডিং থাকে, কারণ কী?
    উত্তর: এপ দিয়ে কমেন্ট করুন আশাকরি সমস্যা হবেনা।
  • প্রশ্ন: নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করার পরেও এপ্রুভ হচ্ছেনা। করণীয় কী?
    উত্তর: পেন্ডিং পোস্ট ২০ হাজার+ এখন। তাই খুঁজে পাওয়া যায়না। আইডির লিংকসহ মেইল করলে বিবেচনার মাধ্যমে এপ্রুভ করা হবে।
  • প্রশ্ন: মিনিমাম উইথড্র এমাউন্ট কি কমানো হবে?
    উত্তর: এ নিয়ে কাজ চলছে। আশা করা যায় টাইম টু টাইম পেমেন্ট সিস্টেম ও ছোট এমাউন্ট উইথড্র দেয়ার সুযোগ দেয়া হবে।

 

 

 

আরো জানার থাকলে কমেন্ট করুন। উত্তর এখানে এড করা হবে। সহজে উত্তর খুঁজে পেতে আপনার ব্রাউজারের Find অপশন ব্যবহার করুন। পিসিতে হলে Ctrl+F শর্টকাট ‘কী’ ব্যবহার করুন।

The post [Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। appeared first on Trickbd.com.

[Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত।

Posted: 22 Jan 2022 10:45 PM PST

সাধারণ তথ্য:


Screen Recording কী?

Screen Recording হলো এমন এক ধরণের প্রযুক্তি যার মাধ্যমে কোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মনিটর/ডিসপ্লেতে যা প্রদর্শন করছে তা ভিডিও আকারে সংরক্ষণ করা যায়। যেহেতু এটি অনেক আগে থেকেই ব্যবহৃত একটি সিস্টেম, তাই এ বিষয়ে বিশদ আলোচনার প্রয়োজন অনুভব না করায় বিষয়টি সংক্ষেপে এড়িয়ে যাচ্ছি।
অপ্রয়োজনীয় মনে হলে আপনারাও সরাসরি নিচের মূলপর্বে চলে যান।

Screen Recorder কীভাবে কাজ করে?

Screen Recorder ডিভাইসের স্ক্রিনের গতিবিধির উপর নজর রেখে প্রতিটি মুভমেন্টকে ক্যাপচার করে ফেলে। অর্থাৎ, আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করি করি তখন যেরকম ফ্রেমে থাকা দৃশ্যকে ক্যামেরার মাধ্যমে ভিডিও আকারে সংরক্ষণ করা হয়, ঠিক তেমনিভাবে মনিটরে যা হচ্ছে তাকে ফ্রেমে রেখে ভিডিও আকারে সংরক্ষণের কাজই Screen Recorder করে থাকে। আগে পুরো স্ক্রিনকে ফ্রেমে রেখে রেকর্ডিংয়ের কাজ হলেও বর্তমানে কোনো নির্দিষ্ট অংশকে ফ্রেমে রেখেও রেকর্ড করা সম্ভব।

Screen Recording কি তবে নিরাপদ নয়?

যেহেতু Screen Recording এর স্ক্রিনে দেখানো সবকিছু ট্র্যাক করা হয়, তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এটি আসলেই নিরাপদ কি না………..!
এক্ষেত্রে জবাব হবে হ্যাঁ ও না, দুটোই।
কেনো?
কারণ হলো, যেহেতু স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আপনার ডিভাইসের ডিসপ্লেতে দেখানো যাবতীয় কার্যাবলী রেকর্ড করতে পারে, সেহেতু এটি চাইলেই কোনো নির্দিষ্ট মুহূর্তের ছবি/ভিডিও নিজস্ব সার্ভারে প্রেরণ ও করতে পারে। তাই এক্ষেত্রে কিছুটা রিস্ক থেকেও যায়। বর্তমানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্র এতটাই উন্নত যে, কখন কোন এপ/পেইজে আমরা ব্রাউজ করছি তা সহজেই ট্র্যাক করা হচ্ছে। এভাবেই গুগল, ফেইসবুকের মত প্রতিষ্ঠানগুলো আমাদের ডেটাতে এক্সেস নিচ্ছে। সুতরাং রিস্ক কিন্তু সবক্ষেত্রেই রয়েছে। তবুও প্রয়োজন অনুসারে ঝুঁকির কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়।
তবে আমার পরামর্শ থাকবে সবসময় জনপ্রিয় ও পরিচিত কোম্পানিগুলোর সফটওয়্যার ব্যবহার করার এবং অবশ্যই ক্র্যাক ভার্সন নয়। এতে অনেক বাগ থাকতে পারে। যদিও অনেকেই Crack/Mod এর উপরেই ভরসা করে থাকেন। এই সংখ্যাকে দেশীয় প্রেক্ষাপটে সিংহভাগ বলা চলে।

কেন Screen Recorder প্রয়োজন?

অনেকসময় এমন হয় যে আমরা স্ক্রিনে যা দেখছি তা অন্যদেরও দেখাতে চাই। তখন আমাদের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়।
যেমন: কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরির সময়, প্রেজেন্টেশন তৈরির সময় অথবা ভিডিও/গেমিং এর ভিডিও স্ট্রিমিংয়ের সময়। বর্তমানে ইউটিউব, ফেসবুক বা এরকম ভিডিও প্লাটফর্মগুলোতে ভিডিও শেয়ারের ক্ষেত্রে হারহামেশাই Screen Recorder এর প্রয়োজন হচ্ছে।

মূল পর্ব:


iTop Screen Recorder কী?

বিভিন্ন প্রতিষ্ঠানের Screen Recorder বর্তমান বাজারে প্রচলিত রয়েছে। iTop Inc. এর  iTop Screen Recorder তার মধ্যে অন্যতম। প্রচলিত অন্যান্য Screen Recorder এর মত iTop Screen Recorder ও বেশকিছু ফিচার দিয়ে থাকে। সাথে আবার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ও কিন্তু দিয়ে থাকে। নিচে সেগুলো হাইলাইট করার চেষ্টা করব।

iTop Screen Recorder ই কেন……?

iTop Screen Recorder অন্যান্য সাধারণ Screen Recorder এর মত স্ক্রিন রেকর্ড করার সুবিধা দেয়ার পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে।
এরকম নতুন আপডেট করা উল্লেখযোগ্য কিছু ফিচার নিচে নোট করা হলো।

  • Brand new game recording mode for easier and smoother game recording
  • Fully built on 64-bit Windows for more stable and efficient recording
  • Backup feature to restore recorded video in case of system crashes, insufficient space, or power failure
  • Option of deleting files to Recycle Bin to avoid the loss in the accidental deletion
  • Hotkey to quickly enable or disable camera during recording
  • Optimized GIF editing algorithm to improve the video quality and reduce the file size
  • Enhanced video editor for more convenient and accurate video trimming
  • Fully supported Windows 11
  • Optimized UI for better user experience
  • Supports 33 languages
  • And more can be discovered by you

মোদ্দাকথা হলো, iTop Screen Recorder কে One of the best Screen Recorder for PC বলা চলে।

কোন কোন বিষয়গুলো iTop Screen Recorder কে এতটা স্পেশাল করে তুলেছে…….?

  • Flexible Screen Capture: iTop Screen Recorder – এর এই ফিচারটি আমি অন্যকোনো সফটওয়্যারে এখনো পর্যন্ত পাইনি। এই ফিচারের মাধ্যমে স্ক্রিনের নির্দিষ্ট একটা অংশ রেকর্ড করা যায়। পুরো স্ক্রিনে আর যা-ই থাকুক না কেনো, ক্রপ করে ফ্রেমের অংশটাই রেকর্ড করবে। এটি আবার মাল্টিপল ডিসপ্লেও সাপোর্ট করে। এটাও একটা গুড অপশন।
  • Facecam Recording: লাইভ স্ট্রিমিং অথবা ইউটিউবে টিউটোরিয়াল দেয়ার সময় অনেকে নিজের ফেইস ও রেকর্ড করতে পছন্দ করে। তাদের জন্য খুব ইউজফুল একটি ফিচার। এটি দিয়ে পিসির ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সহজেই স্ক্রিন ও ভয়েস রেকর্ডের পাশাপাশি ফেইস রেকর্ডের কাজটাও হয়ে যায়। তবে বর্তমানে প্রেজেন্টেশন রেডি করতে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে ফেইসক্যাম রেকর্ড।
  • Take Screenshots While Recording: অনেকসময় হয় কী, রেকর্ড করার সময় নির্দিষ্ট কোনো মুহূর্তের স্ক্রিনশট নেয়ার প্রয়োজন হয়ে পড়ে। এরজন্য পরে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হয়। কিন্তু iTop Screen Recorder এ এই ঝামেলা নেই। রেকর্ডের পাশাপাশি স্ক্রিনশট ও নেয়া যায় সহজে।
  • Multiple Output/Convert Formats: iTop Screen Recorder ১২ টির ও বেশি আউটপুট ফরম্যাট অফার করে থাকে। বলা যায়, প্রায় সব ডিভাইসে সাপোর্ট করার মতো ফরম্যাট ই এটি দিতে পারে। MP4, AVI, FLV, MKV, MOV, TS, ও GIF সহ আরো অনেক ফরম্যাট সাপোর্টেড। এটি কিন্তু 4k রেকর্ডিং ও সাপোর্ট করে!
  • No Lagging While HD Recording: জরিপে দেখা গেছে এটি গড়ে মাত্র 8% দখলদারীত্ব দেখায় CPU তে। ফলে অন্যান্য সফটওয়্যারগুলো রান করতে পর্যাপ্ত সিপিউ ইউজেস পায়। বিশেষ করে গেমিংয়ের সময় যা একটি বড় ফ্যাক্টর। এক্ষেত্রে তারা ব্যবহার করেছে Advanced GPU rendering & encoding technology । ফলে বিভিন্ন 2D/3D গেইমের (E.g.: Minecraft, PlayerUnknown’s Battlegrounds, Roblox, World of Warcraft, League of Legends) সর্বোচ্চ 60 FPS পর্যন্ত ল্যাগ ফ্রি রেকর্ডিং পারফরম্যান্স দিতে সক্ষম এই স্ক্রিন রেকর্ডার।
  • Record the Screen with Audio: এটি যদিও প্রায় Screen Recorder এ-ই থাকে। তবুও iTop কিছুটা এডভান্সড টেকনোলজি অফার করে যা অন্যান্য Screen Recorder থেকে কিছুটা বেশি সুবিধা দিয়ে থাকে।
  • Video Editing: iTop Screen Recorder হাইলাইট করার আরেকটি কারণ হলো এর ভিডিও এডিটিং ফিচার। ছোটখাটো এডিটিং এর কাজগুলো এক্সট্রা সফটওয়্যার ছাড়াই এর মাধ্যমে দিব্বি চালিয়ে দেয়া যায়।
  • BGM & Filter: এটিও ভিডিও এডিটিং এর একটি ফিচার যা আমরা সচরাচর ইউজ করে থাকি। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ফিল্টার লাগানো ছাড়া ভিডিও আজকাল অনেক কম পাওয়া যায়। বিশেষ করে ফেইসবুক/টিকটকে।
  • Recording Schedule: এটিও একটি আকর্ষনীয় ফিচার। যদি নির্দিষ্ট একটি সময়ে রেকর্ডিং অন করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেকর্ড করতে চাইয়, তাহলে এটি বেশ কাজের। টাইম সেট করে ঘুম দিলাম। ব্যাস!
  • Extra Audio Saving: এই ফিচারটি Zoom মিটিংয়ের রেকর্ডে দেখা যায়। রেকর্ড করলে ভিডিও ফাইলের পাশাপাশি অডিও ফরম্যাট ও প্রোভাইড করে এক্সট্রা। অনেক সময় এটি বেশ কাজে দেয়। বিশেষ করে অনলাইনে মিটিং রেকর্ড করলে।
  • No Time Limit & Custom Your Watermark: এটি প্রিমিয়াম একটি ফিচার। শুধু প্রো ভার্সনের জন্য। তবে বেশ কাজের। অনেকের নিজস্ব ওয়াটারমার্ক বসানোর প্রয়োজন হয় ভিডিওতে। যার জন্য ভিডিও রেকর্ড করার পরে আবার আলাদাভাবে এডিট করতে হয়। কিন্তু iTop Screen Recorder এর মাধ্যমে এই ঝামেলা থেকেও মুক্ত থাকা সম্ভব। ওয়টারমার্ক বসিয়ে দিলাম আর রেকর্ড করার পরে বিল্ট ইন এডিটর দিয়ে ছোটখাটো এডিট সেরে নিলাম। কাজ শেষ। আর রেকর্ডিং টাইম আনলিমিটেড তো আছেই।
  • Add Annotations When Recording With Real-time Doodle: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার যা ফ্রি রেকর্ডারগুলোতে পাওয়া যায়না। যারা টিউটোরিয়াল তৈরি করেন তারা জানেন, কোনো বিষয় সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে বুঝানোর জন্য স্ক্রিনে কিছু আঁকা/চিহ্নের মাধ্যমে বুঝানো কতটা জরুরী। iTop Screen Recorder সেই দিকটা মাথায় রেখে এই ফিচারটি ইনক্লুড করেছে হয়তো।
  • Mouse Click Effects: প্রেজেন্টেশন অথবা টিউটোরিয়াল যা-ই হোকনা কেনো, মাউসের ক্লিক বুঝা না গেলে অনেকসময় কিভাবে নেক্সট স্টেপে গেলো তা বুঝা মুশকিল হয়ে পড়ে। তবে এক্ষেত্রে মাউস ক্লিক ইফেক্ট থাকায় ক্লিকটা সুন্দরভাবে বুঝা যাবে ভিডিওতে।
  • Convenient Screen Capture with Hotkey: আগেই উল্লেখ করা হয়েছে যে iTop Screen Recorder এ রেকর্ড করার পাশাপাশি স্ক্রিনশট নেয়ার ও সিস্টেম রয়েছে। তবে সেটি খুব স্মার্টলি। যদি ভিডিও মাঝখানে কোনো অপশনে গিয়ে স্ক্রিনশট নিতে হয়, তাহলে সেটি খুব বাজে দেখায়। কিন্তু এক্ষেত্রে HotKey সিস্টেম থাকায় বুঝা-ই যাবেনা যে স্ক্রিনশট নেয়া হয়েছে। যাস্ট একটা কী’ চাপলেই হলো।
  • Quickly Record YouTube, Zoom, Twitch, Spotify, ESPN, etc.: এটি মূলত শর্টকাট সিস্টেম বলা যায়। অনেকসময় কাজে লাগে। এক ক্লিকে নির্দিষ্ট সফটওয়্যারের কার্যকলাপ রেকর্ড করার কাজে এডভান্টেজ দেয়।
  • Quick-share to YouTube, Facebook, Instagram, etc.: বিভিন্ন অনলাইন ভিডিও প্লাটফর্ম, যেমন: YouTube, Vimeo, Facebook, Instagram, Google Drive, and Dropbox. ইত্যাদিতে সরাসরি ভিডিও শেয়ারের অপশন ও বিল্ট ইন রয়েছে। তাই ভিডিও শেয়ারিং নিয়েও এতো চিন্তা নেই।
iTop Screen Recorder সম্পর্কে আরো জানতে নিচের লিংকগুলো ফলো করুন।

Facebook: https://www.facebook.com/itopvpn/
Twitter: https://twitter.com/ItopVpn
Official website: https://recorder.itopvpn.com/

আশাকরি উপরের লেখাগুলো পড়ে Screen Recording ও iTop Screen Recorder সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আসি Giveaway এর বিষয়ে।

Screenshots:


  • Main Interface
  • Select Screen Region

  • Record Game

  • Record Audio

  • My Creations

  • Edit Video
  • Watermark Setting

  • User Guide

  • Quick Launcher

  • General Setting

সংশ্লিষ্ট:


iTop Screen Recorder কয়েকটি Windows ভার্সনে কাজ করে। যা হলো:

  • Windows 7
  • Windows 8
  • Windows 10
  • Windows 11

ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। প্রচলিত সব উইন্ডোজেই চলবে।

Product Name:
iTop Screen Recorder
Version:
2.0.0.414
Author: iTop Inc.
Release Date: 2021-11-19
File Size: 59.6MB
License Type: Freeware
Requires: Win11/Win10/Win8/Win7

Download Here

ও হ্যাঁ, এর আবার দু’টি প্যাকেজ ও রয়েছে। সেগুলো হলো:

  1. Free
  2. Premium

নিচে দুটো ভার্সনের মধ্যকার পার্থক্য দেখানো হলো।

আমাদের মতো গরিবদের জন্য ফ্রি-ই ভরসা। তবে ফ্রিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পেলে মিস না করা-ই উত্তম। অনেকে রিসোর্স শেয়ার করে। এগুলো নজরে রাখলে হারহামেশাই পাওয়া যায় কিছু না কিছু। তবে যারা প্রফেশনাল কাজে Screen Recorder ইউজ করেন তাদের জন্য ভালো কোনো Screen Recorder দেখে প্রিমিয়াম সাবস্ক্রিশন কেনা উত্তম। বিশেষ করে যারা সিকিউরিটি নিয়ে কনসার্ন তাদের Cracked ইউজ না করা-ই ভালো। এগুলোতে ম্যালওয়্যার/ট্রোজানের প্রমাণ প্রায়শই পাওয়া যায়। অনেকসময় হার্ডডিস্ক করাপ্ট/ফাইল এনক্রিপ্টের মত ঘটনাও ঘটে, যার ভুক্তভোগী আমি নিজেই। তবে প্রফেশনাল কাজে ব্যবহার না করলে ফ্রি ভার্সন দিয়েই দিব্বি চলে যায়। এখন সিদ্ধান্ত আপনার।

Giveaway………………!!


যেহেতু এটি শুধু পিসির জন্য প্রযোজ্য, তাই সকলের License Key এর প্রয়োজন হবেনা। তবে যাদের প্রয়োজন তারা TrickBD এর Discord সার্ভারে #resource-request চ্যানেলে মেসেজ দিবেন। তবে ওখানে আরো অনেক প্রিমিয়াম রিসোর্স দেয়া হয় যা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন।
কেউ পার্সোনালি মেসেজ করবেন না। কারণ, বর্তমানে কারো উপকার করলে প্রতিদান ভালো হয়না।
আর হ্যাঁ, ১৫ ফেব্রুয়ারির আগেই এই কী এপ্লাই করতে হবে। যার মেয়াদ কিন্তু একেবারে ৬ মাস! তাই যাদের প্রয়োজন, এই সময়ের মধ্যেই সংগ্রহ করতে পারেন।

দৃষ্টি আকর্ষণঃ


বিনা অনুমতিতে লেখার কোনো অংশ কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
প্রিমিয়াম একাউন্ট/লাইসেন্স কী’র জন্য অথবা অকারণে বিরক্ত না করার অনুরোধ রইলো।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

TrickBD Official Discord Server এ এড হয়ে যান।
এখানে অফিসিয়াল সাপোর্ট+ভালো ভালো লেখক ও কন্ট্রিবিউটরদের পাবেন।
এছাড়াও আরো অনেক সুবিধা দিচ্ছে ট্রিকবিডি থেকে।

সাথেই থাকুন।

“ধন্যবাদ”

The post [Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত। appeared first on Trickbd.com.

Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।

Posted:

Age Calculator Script for Blogger|How to add age calculator in blogger? আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।

ব্লগারে অন্যান্য সব টুলস এর মত আপনি Age Calculator ও অ্যাড করতে পারবেন।এতে করে যদি উক্ত পেজ/পোস্টটির SEO করেন,তবে পেজ টি থেকে আপনার বাড়তি পরিমাণ ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে।নিচের ধাপগুলো অনুসরণ করুন আপনার ব্লগার সাইটে Age Calculator অ্যাড করার জন্য :

আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারি যে বয়স ক্যালকুলেটরটির একটি আলাদা চাহিদা রয়েছে। সুতরাং  সমস্ত নতুন ব্লগারই চায় তাদেরও নিজস্ব বয়স বের করার টুল তাদের ওয়েবসাইট বা পেজে থাক। সুতরাং, এই পোস্টে আমি কীভাবে আপনি সহজেই একটি "বয়স বের করার টুল"  তৈরি করতে পারবেন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি।

ডেমো দেখতে এখানে ক্লিক করুন।



প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান।

তারপর এখানে ক্লিক করুন।

HTML view সিলেক্ট করুন

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন।


তারপর এখানে ক্লিক করে পেজটি পাবলিশ করে দিন।

পেজটি পাবলিশ হয়ে গেলে শেয়ার বাটনে ক্লিক করে Copy Link এ ক্লিক করে লিঙ্কটি কপি করে নিন।


তারপর অন্য ট্যাব এ গিয়ে লিঙ্কটি পেস্ট করে ok করে দিন।এবং দেখুন,আপনার সাইটটিতে Age Calculator অ্যাড হয়ে গেছে।


এখন আপনি চাইলে নিজেই ট্রাই করে দেখতে পারেন কাজ করে কি না!



আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


The post Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন। appeared first on Trickbd.com.

অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ।

Posted:

অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ।
এডসেন্সে ২০২২ সালের মার্চ মাসে একটি আপডেট আসতে যাচ্ছে।
আর তা হচ্ছেঃ

এর মানে হল এডসেন্সে ইউটিউবের জন্য আলাদা একটি পেমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে।
অর্থাৎ ইউটিউবের জন্য আলাদা পেমেন্ট দেওয়া হবে।
আগে ইউটিউবের ডলার আর ওয়েবসাইট এ এডসেন্স পেয়ে যারা ওয়েবসাইট দিয়ে ইনকাম করেন সেই ডলার একসাথে যোগ হতো আর উভয়টি মিলে ১০০$ হলে তা উঠিয়ে নেওয়া যেত।
অনেকেই এমন আছেন যাদের ইউটিউবে ইনকাম হয় আবার সাইট থেকেও হয় দুইটা মিলিয়ে ১০০ ডলার হলেই তুলে নেন। আর দুটি ১০০ ডলার হতে বেশি দিন লাগে না খুব কম সময়েই হয়ে যায়, কারণ ইউটিউব থেকে ওয়েবসাইটে ইনকাম বেশি।
কিন্তু এখন মার্চ মাসে যেই আপডেট আসতে যাচ্ছে সেটায় পেমেন্ট নেওয়ার জন্য ইউটিউবের জন্য আলাদা ভাবে ১০০$ ও ওয়েবসাইটের জন্য ১০০$ করে নিতে হতে পারে।
তবে পেমেন্ট ১০০$ হলেই নিতে পারবেন চাই সেটা ইউটিউব থেকে হোক বা ওয়েবসাইট থেকে হোক।

আপনাদের কাছে আপডেট টা কেমন হবে বলে মনে হয়? 🙂

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ। appeared first on Trickbd.com.

এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখে নিন!!

Posted:

এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট 21 তারিখ পাবলিশ করা হয়েছে। নিচে প্রত্যেকটি বোর্ডের রেজাল্ট দেওয়া হয়েছে এখানে আপনারা রোল খুঁজে খুঁজে আপনাদের রেজাল্ট দেখে নিবেন।

নিচে প্রত্যেকটি বোর্ডের রেজাল্ট দেওয়া হলো আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

 Dhaka Board : Download pdf
[br]
Comilla Board : Download pdf
[br]
Dinajpur Board : Download pdf
[br]
Jessore Board : Download pdf
[br]
Rajshahi Board : Download pdf
[br]
Barishal Board : Download pdf
[br]
Chittagong Board : Download pdf
[br]
Sylhet Board : Download pdf
[br]
Mymensingh Board : Download pdf
[br]
Madrasah Board : Download pdf
[br]

আরও পড়ুনঃ রবি সিমের ইন্টারনেট প্যাকেজ ২০২২ এবং সাথে থাকছে ১ জিবি ফ্রি ইন্টারনেট!!!

The post এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখে নিন!! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments