কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না। |
- কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না।
- Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।
- গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন
- [Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।
- [Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত।
- Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।
- অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ।
- এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখে নিন!!
কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না। Posted: 23 Jan 2022 06:02 AM PST আসসালামুয়ালাইকুম,
তো চলুন শুরু করা যাক: ১/
২/
৩/
৪/
৫/
৬/
শেষ পর্যন্ত পোস্টটি দেখার জন্যে ধন্যবাদ। আমি কখনোই ফিউচার ট্রেড করি না কিংবা সাপোর্ট অথবা প্রমোশন করি না, ইহা সম্পূর্ণ হারাম। ধন্যবাদ। আপনি চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হয়ে থাকতে পারেন। আমি আমার চ্যানেল এ প্রতিনিয়ত ক্রিপ্টো কারেন্সি মার্কেট আপডেট, টিপস, ট্রিকস ও মোস্ট প্রফিটেবল Airdrop শেয়ার করে থাকি। আমার টেলিগ্রাম চ্যানেল : Airdrop Xpert আমার সাথে যোগাযোগ করুন : Sadi The post কিভাবে Binance এপে কাস্টম PNL ব্যানার সেট করবেন? ট্রেডারদের জন্যে একটি গোপন ট্রিকস যা সকলেই জানে না। appeared first on Trickbd.com. |
Posted: অন্যান্য সব স্ক্রিপ্ট এর মত আজকেও একটি স্ক্রিপ্ট নিয়ে এসেছি।এই স্ক্রিপ্টটি আপনার ব্লগার পেজ/পোস্ট এ অ্যাড করার মাধ্যমে Youtube Video Download করার অপশন অ্যাড করতে পারেন।ব্লগারে আপনি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডের জন্য স্ক্রিপ্ট অ্যাড করে সেখান থেকে আলাদা ইনকাম করতে পারেন।আমরা অনেকেই ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকি,তার মাঝে Yt1s, savefrom net এগুলো বেশ জনপ্রিয়।আপনি চাইলে নিজের ওয়েবসাইট এ একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার স্ক্রিপ্ট অ্যাড করার মাধ্যমে আপনার ওয়েবসাইট কে একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডার সাইটে রূপান্তরিত করতে পারেন। এতে করে আপনার ওয়েবসাইটে আলাদা কিছু ভিজিটর পেয়ে যাবেন।সঙ্গে আপনার সাইটে যারা প্রতিদিন ভিজিট করে তারা আপনার ওয়েবসাইটে নতুন ফিচার দেখে আরো আকর্ষিত হয়ে আপনার ওয়েবসাইটের পার্মানেন্ট ভিজিটরে পরিণত হওয়ার অনেক বড় একটা সুযোগ রয়েছে। তো আপনি যদি আপনার ব্লগার সাইটে Youtube Audio and Video Downloader script অ্যাড করতে চান, তবে নিচের স্টেপগুলো ফলো করুন : ডেমো দেখতে এখানে ক্লিক করুন। প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ। ![]() এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান। ![]() তারপর এখানে ক্লিক করুন। ![]() HTML view সিলেক্ট করুন ![]() How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন? How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন? তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন।তারপর এখানে ক্লিক করে পেজটি পাবলিশ করে দিন। বিশেষ দ্রষ্টব্য : স্ক্রিপ্টটিতে কিছু অ্যাড রয়েছে।ডাউনলোড বাটনে ক্লিক করলে অন্য পেজ ই redirect করে নিয়ে যাবে।আবারও আগের পেজ এ এসে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে। আমার পূর্বের পোস্টগুলো : টেলিগ্রামের দরকারি কিছু ফিচার। প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
আজকের মত এত টুকুই।পরবর্তীতে আরো ভালো কোনো স্ক্রিপ্ট পেলে সেটি নিয়ে পোস্ট করবো। পোস্টে কোনো ভুল – ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে ভুলবেন না।কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। ![]() The post Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন। appeared first on Trickbd.com. |
গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন Posted: গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুনগুগল নলেজ প্যানেল কি তা আপনারা সকলেই এখন হয়তো জানেন। তারপরেই ২ লাইন ভুমিকা দিয়ে মূল পোস্টে আসছি। গুগল নলেজ প্যানেল কি? গুগল নলেজ প্যানেল হচ্ছে গুগলের তৈরি একটি ইনফরমেশন বক্স যা সাধারণত কোনো ব্যক্তি/কোম্পানি/বই ইত্যাদি সম্পর্কে তৈরি হয় এবং এর মাধ্যমে দ্রুত মানুষ তার কাঙখিত সার্চ রেজাল্টটি পেতে পারে। আপনি যখন কোন ফেমাস ব্যাক্তির নাম লিখে গুগল এ সার্চ দিবেন তখন সেখানে সবার উপরে একটি ছোট বক্সে সেই ব্যাক্তির সম্পর্কে অনেক ডিটেইলস দেওয়া থাকে এটিই হলো গুগল নলেজ প্যানেল।এছাড়াও যদি আপনার নিজের নলেজ প্যানেল থাকে তখন কেউ যদি আপনার নাম লিখে গুগল এ সার্চ করে সেখানে আপনার ছবি, নাম ও আপনার সম্পর্কে ডিটেইলস সেই সার্চকারীকে দেখানো হবে।
যাদের গুগল নলেজ প্যানেল আছে তারা আগে সাধারণত posts.google.com কিংবা সরাসরি প্যানেল থেকে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল/জন্মতারিখ ইত্যাদি যোগ করতে পারতো কিন্তু এখন আর অইভাবে আপডেট হয়না পদ্ধতি ১ঃ ফিডব্যাক দেয়া (ছবি এড করতে পারছিনা বলে দুঃখিত, সমস্যা হচ্ছে আমার মোবাইলে) পদ্ধতি ২ঃ ওয়েব আর্টিকেল লিখা আচ্ছা কোন ধরণের ওয়েবসাইট এ নিউজ/আর্টিকেল প্রকাশ করবেন? ফ্রিতে গুগল নিউজ এপ্রুভড ওয়েবসাইট এ আর্টিকেল দিন: ইয়াফ্লিক্স নিউজ আরো পড়ুনঃ ফ্রিতেই তৈরি করুন নলেজ প্যানেল তৈরি The post গুগল নলেজ প্যানেল এ ইনফরমেশন আপডেট করুন appeared first on Trickbd.com. |
[Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। Posted: 23 Jan 2022 03:01 AM PST বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ আসে, যেগুলো TrickBD Notice ক্যাটাগরিতে থাকে। সকলের সুবিধার্থে এবং সাইটের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সবগুলো একত্র করা হলো। নোটিশ:
সাধারণ জিজ্ঞাসা:
আরো জানার থাকলে কমেন্ট করুন। উত্তর এখানে এড করা হবে। সহজে উত্তর খুঁজে পেতে আপনার ব্রাউজারের Find অপশন ব্যবহার করুন। পিসিতে হলে Ctrl+F শর্টকাট ‘কী’ ব্যবহার করুন। The post [Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। appeared first on Trickbd.com. |
[Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত। Posted: 22 Jan 2022 10:45 PM PST সাধারণ তথ্য:Screen Recording কী?Screen Recording হলো এমন এক ধরণের প্রযুক্তি যার মাধ্যমে কোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মনিটর/ডিসপ্লেতে যা প্রদর্শন করছে তা ভিডিও আকারে সংরক্ষণ করা যায়। যেহেতু এটি অনেক আগে থেকেই ব্যবহৃত একটি সিস্টেম, তাই এ বিষয়ে বিশদ আলোচনার প্রয়োজন অনুভব না করায় বিষয়টি সংক্ষেপে এড়িয়ে যাচ্ছি। Screen Recorder কীভাবে কাজ করে?Screen Recorder ডিভাইসের স্ক্রিনের গতিবিধির উপর নজর রেখে প্রতিটি মুভমেন্টকে ক্যাপচার করে ফেলে। অর্থাৎ, আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করি করি তখন যেরকম ফ্রেমে থাকা দৃশ্যকে ক্যামেরার মাধ্যমে ভিডিও আকারে সংরক্ষণ করা হয়, ঠিক তেমনিভাবে মনিটরে যা হচ্ছে তাকে ফ্রেমে রেখে ভিডিও আকারে সংরক্ষণের কাজই Screen Recorder করে থাকে। আগে পুরো স্ক্রিনকে ফ্রেমে রেখে রেকর্ডিংয়ের কাজ হলেও বর্তমানে কোনো নির্দিষ্ট অংশকে ফ্রেমে রেখেও রেকর্ড করা সম্ভব। Screen Recording কি তবে নিরাপদ নয়?যেহেতু Screen Recording এর স্ক্রিনে দেখানো সবকিছু ট্র্যাক করা হয়, তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এটি আসলেই নিরাপদ কি না………..! কেন Screen Recorder প্রয়োজন?অনেকসময় এমন হয় যে আমরা স্ক্রিনে যা দেখছি তা অন্যদেরও দেখাতে চাই। তখন আমাদের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। মূল পর্ব:iTop Screen Recorder কী?বিভিন্ন প্রতিষ্ঠানের Screen Recorder বর্তমান বাজারে প্রচলিত রয়েছে। iTop Inc. এর iTop Screen Recorder তার মধ্যে অন্যতম। প্রচলিত অন্যান্য Screen Recorder এর মত iTop Screen Recorder ও বেশকিছু ফিচার দিয়ে থাকে। সাথে আবার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ও কিন্তু দিয়ে থাকে। নিচে সেগুলো হাইলাইট করার চেষ্টা করব। iTop Screen Recorder ই কেন……?iTop Screen Recorder অন্যান্য সাধারণ Screen Recorder এর মত স্ক্রিন রেকর্ড করার সুবিধা দেয়ার পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে।
মোদ্দাকথা হলো, iTop Screen Recorder কে One of the best Screen Recorder for PC বলা চলে। কোন কোন বিষয়গুলো iTop Screen Recorder কে এতটা স্পেশাল করে তুলেছে…….?
iTop Screen Recorder সম্পর্কে আরো জানতে নিচের লিংকগুলো ফলো করুন।
আশাকরি উপরের লেখাগুলো পড়ে Screen Recording ও iTop Screen Recorder সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আসি Giveaway এর বিষয়ে। Screenshots:
সংশ্লিষ্ট:iTop Screen Recorder কয়েকটি Windows ভার্সনে কাজ করে। যা হলো:
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। প্রচলিত সব উইন্ডোজেই চলবে। Product Name: ও হ্যাঁ, এর আবার দু’টি প্যাকেজ ও রয়েছে। সেগুলো হলো:
নিচে দুটো ভার্সনের মধ্যকার পার্থক্য দেখানো হলো। আমাদের মতো গরিবদের জন্য ফ্রি-ই ভরসা। তবে ফ্রিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পেলে মিস না করা-ই উত্তম। অনেকে রিসোর্স শেয়ার করে। এগুলো নজরে রাখলে হারহামেশাই পাওয়া যায় কিছু না কিছু। তবে যারা প্রফেশনাল কাজে Screen Recorder ইউজ করেন তাদের জন্য ভালো কোনো Screen Recorder দেখে প্রিমিয়াম সাবস্ক্রিশন কেনা উত্তম। বিশেষ করে যারা সিকিউরিটি নিয়ে কনসার্ন তাদের Cracked ইউজ না করা-ই ভালো। এগুলোতে ম্যালওয়্যার/ট্রোজানের প্রমাণ প্রায়শই পাওয়া যায়। অনেকসময় হার্ডডিস্ক করাপ্ট/ফাইল এনক্রিপ্টের মত ঘটনাও ঘটে, যার ভুক্তভোগী আমি নিজেই। তবে প্রফেশনাল কাজে ব্যবহার না করলে ফ্রি ভার্সন দিয়েই দিব্বি চলে যায়। এখন সিদ্ধান্ত আপনার। Giveaway………………!!যেহেতু এটি শুধু পিসির জন্য প্রযোজ্য, তাই সকলের License Key এর প্রয়োজন হবেনা। তবে যাদের প্রয়োজন তারা TrickBD এর Discord সার্ভারে #resource-request চ্যানেলে মেসেজ দিবেন। তবে ওখানে আরো অনেক প্রিমিয়াম রিসোর্স দেয়া হয় যা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন। দৃষ্টি আকর্ষণঃবিনা অনুমতিতে লেখার কোনো অংশ কপি করার চিন্তাও করবেন না। আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন। TrickBD Official Discord Server এ এড হয়ে যান। সাথেই থাকুন। “ধন্যবাদ”The post [Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত। appeared first on Trickbd.com. |
Posted: Age Calculator Script for Blogger|How to add age calculator in blogger? আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।ব্লগারে অন্যান্য সব টুলস এর মত আপনি Age Calculator ও অ্যাড করতে পারবেন।এতে করে যদি উক্ত পেজ/পোস্টটির SEO করেন,তবে পেজ টি থেকে আপনার বাড়তি পরিমাণ ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে।নিচের ধাপগুলো অনুসরণ করুন আপনার ব্লগার সাইটে Age Calculator অ্যাড করার জন্য :আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারি যে বয়স ক্যালকুলেটরটির একটি আলাদা চাহিদা রয়েছে। সুতরাং সমস্ত নতুন ব্লগারই চায় তাদেরও নিজস্ব বয়স বের করার টুল তাদের ওয়েবসাইট বা পেজে থাক। সুতরাং, এই পোস্টে আমি কীভাবে আপনি সহজেই একটি "বয়স বের করার টুল" তৈরি করতে পারবেন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। ডেমো দেখতে এখানে ক্লিক করুন। প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ। ![]() এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান। ![]() তারপর এখানে ক্লিক করুন। ![]() HTML view সিলেক্ট করুন ![]() How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন? How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন? তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন। আমার পূর্বের পোস্টগুলো : টেলিগ্রামের দরকারি কিছু ফিচার। প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। ![]() The post Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন। appeared first on Trickbd.com. |
অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ। Posted: অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ। আপনাদের কাছে আপডেট টা কেমন হবে বলে মনে হয়? তো আজ এই পর্যন্তই। আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyলেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.comআমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BDযেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।The post অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ। appeared first on Trickbd.com. |
এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখে নিন!! Posted: এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট 21 তারিখ পাবলিশ করা হয়েছে। নিচে প্রত্যেকটি বোর্ডের রেজাল্ট দেওয়া হয়েছে এখানে আপনারা রোল খুঁজে খুঁজে আপনাদের রেজাল্ট দেখে নিবেন। নিচে প্রত্যেকটি বোর্ডের রেজাল্ট দেওয়া হলো আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। Dhaka Board : Download pdf আরও পড়ুনঃ রবি সিমের ইন্টারনেট প্যাকেজ ২০২২ এবং সাথে থাকছে ১ জিবি ফ্রি ইন্টারনেট!!! The post এসএসসি 2021 সালের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখে নিন!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments