Search box..

ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ]

ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ]


ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত “শার্লক” (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ]

Posted:

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর অশেষ রহমতে সকলই ভালো আছেন।

আজকে আপনাদের মাঝে হলিউডের সারা বিশ্বে সারা জাগানো একটি থ্রিলিং/গোয়েন্দা ওয়েব সিরিজের ডাউনলোড লিংক শেয়ার করবো। সারা বিশ্বে সাড়া জাগানো বিখ্যাত গোয়েন্দা সিরিজটির নাম হচ্ছে “শার্লক” ( Sherlock).

হালকা একটু পরিচয় করে দিবো ওয়েব সিরিজটির, এটাকে কেউ আবার রিভিউ ভেবে নিয়েন না।

সিরিজটির মোট ৪টি সিজন বের হয়েছে (২০১০-২০১৭) সাল পর্যন্ত। প্রতিটি সিজনে মোট ৩টি করে এপিসোড রয়েছে।প্রতিটা এপিসোডের দৈর্ঘ্য ১ঘন্টা ২৮ মিনিট করে।

সিরিজটিতে মূলতো প্রধান চরিত্র ২জন, যা অপরিবর্তিত থাকে পুরো সিরিজ জুড়েই। একজন হচ্ছেন প্রধান চরিত্র শার্লক হোমস এবং অপরজন উনার কলিগ জন ওয়াটসন।

শার্লক হোমস (Sherlock Holmes): তিনি হচ্ছেন একজন চতুর ও চৌকস গোয়েন্দা যিনি অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে বিভিন্ন অপরাধের রহস্য উৎঘাটন করে থাকেন এবং তিনি এর বিনিময়ে কোনো মূল্য বা অর্থ নেন না কারো কাছে। তিনি নিজেকে উপদেষ্টা গোয়েন্দা হিসেবে দাবি করে থাকেন। আর বাকীটা আপনার সিরিজটি দেখলেই বুঝবেন।

জন ওয়াটসন : তিনি হচ্ছেন একজন ডাক্তার এবং মার্কিন সেনা, যিনি আফগান থেকে আহত অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে আসেন এবং ভাগ্রের চক্রাক্রমে শার্লকের সাথে মিলিত হন এবং অবশেষে দুজনে একসাথে কাজ করতে থাকেন।

সিরিজটিতে প্রধান ভিলেন হিসেবে ছিলেন মরিয়ার্টি নামক একজন ব্যক্তি।
এছাড়াও বেশকিছু চরিত্র আছে সিরিজটিতে যেমন : মিসেস হাডসন,মলি হুপার শার্লকের ভাই মাইক্রফট হোমস সহ অনেকেই।

সিরিজটির IMDB রেটিং 9.1/10 এবং গুগলের 96% ব্যবহারকারী এটি পছন্দ করেছেন।

তাহলে বুঝতেই পারছেন সিরিজটি কতটা দুর্দান্ত।

বিঃদ্রঃ সিরিজটিতে কোনো এডাল্ট এবং নোংরা সীন নেই।তাই সবাই দেখতে পারেন বিনা সংকোচে।

নিচে ডাউনলোড লিংক দিচ্ছি সেখান থেকে আপনার বাংলা সাবটাইটেল এবং শার্লক হোমসের ১ম সিজনটি ডাউনলোড করতে পারবেন। এবং বাকী সিজন গুলোর লিংকগুলোও আমি যতটা সম্ভব এড ফ্রি করে সংগ্রহ করে পরবর্তী পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো।

শার্লক হোমস বাংলা সাবটাইটেল লিংক:

সিজন ০১: প্রতিটা এপিসোড 480p এবং সাইজ 350MB

Episode 01

Episode 02

Episode 03

আজকে এ পর্যন্তই,
পরবর্তী সিজনগুলোর ডাউনলোড লিংক নিয়ে আসবো খুব শিঘ্রই ইনশাল্লাহ।
আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।

The post ডাউনলোড করুন বিশ্ব বিখ্যাত "শার্লক" (Sherlock)গোয়েন্দা সিরিজের ১ম সিজন।[শার্লক হোমস- Sherlock Holmes ] appeared first on Trickbd.com.

হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবন কাহিনী

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত উসমান (রা) এর জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

হযরত উসমান (রা) এর জীবনকাহিনী :

হযরত উসমান (আ) ছিলেন ইসলামের চার খলিফার মধ্যে একজন । তিনি আবার আমাদের নবি হযরত মোহাম্মদ (স) এর জামাই । তিনি আমাদের নবি করিম (স) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেন । তবে একজনের মৃত্যুর পর একজনকে বিয়ে করেন । তিনি ৫৭৬ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন । তিনি ৩৪ বছর বয়সে ইসলাম ধম গ্রহণ করেন । ইসলাম গ্রহণ করার পর তাঁর চাচা হকাম তাঁকে নানা রকম ভাবে নিযাতন করে । এক পযায়ে তিনি মক্কা ছাড়তে বাধ্য হন । তিনি ও তার সহধমিণী রুকাইয়া আবিসিনিয়ায় হিযরত করেন ।

হযরত উসমান (রা) আরবের শ্রেষ্ঠ ধনী । ব্যাবসা করে তিনি এসব সম্পদ অজন করেন । এজন্য তাকে গণি বলা হয় । এসব সম্পদ তিনি একে একে মুসলিমদের জন্য ব্যায় করেন । এরকম কিছু ঘটনা তুলে ধরা হলো :-

মদিনায় পানির অভাব দূর করার জন্য ১৮০০০ (আঠারো হাজার) দিনার বা স্বণমুদ্র একটি কূপ ক্রয় করে তা বিলি করে দেন । ওহুদ যুদ্ধের ত্রিশহাজার সৈন্যের মধ্যে দশহাজার সৈন্যের ব্যায়ভার তিনি বহন করেন । মদিনায় দূভিক্ষ দেখা দিলে তিনি খাদ্য বিতরণ করতেন । মসজিদে নববি ব্যাক্তিগত খরচে সম্প্রসারণ করেন । এছাড়া যুদ্ধে মুসলমান বাহিনীকে শক্তিশালী করার জন্য এক হাজার উট দান করেন । এছাড়া মহানবি (স) এর দরবারে সাতটি ঘোড়া ও একহাজার দিনার দান করেন ।

কুরআন সংকলনেও তিনি গুরুত্বপূণ ভূমিকা পালন করেন । একসময় আরবের লোকেদের মধ্যে কুরআন পড়ার মধ্যে তক বিতক লেগে যায় । এসময় তিনি হযরত হাফসা (রা) এর কাছ থেকে পবিত্র কুরআনের মূল কপি সংগ্রহ করেন । ৬৫১ খ্রিষ্টাব্দে কপিটির আরও ৭টি কপি করেন ও বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন । তারপর থেকে কুরআন শুদ্ধ রুপে সকলে পড়তে থাকে ।

তো এই ছিল আমার পক্ষ থেকে । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । সকলে সুস্থ থাকুন । ধন্যবাদ ।

The post হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবন কাহিনী appeared first on Trickbd.com.

Google Drive Direct Download Link Generator For Blogger | ব্লগারের জন্য গুগল ড্রাইভ ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক জেনারেটর।

Posted:

Google Drive Direct Download Link Generator For Blogger | ব্লগারের জন্য গুগল ড্রাইভ ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক জেনারেটর।

ব্লগারে অন্যান্য সব টুলস এর মত আপনি Google Drive Direct Download Link Generator ও অ্যাড করতে পারবেন।এতে করে যদি উক্ত পেজ/পোস্টটির SEO করেন,তবে পেজটি থেকে আপনার বাড়তি পরিমাণ ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে।নিচের ধাপগুলো অনুসরণ করুন আপনার ব্লগার সাইটে Google Drive Direct Download Link Generator অ্যাড করার জন্য।

এই টুলসটি হয়তো তত জনপ্রিয় না।তবে কিছুটা কাজের বটে।অপশনাল হিসেবে আপনার ব্লগার সাইটে অ্যাড করে রাখতে পারেন।আপনার সাইটের ভিজিটররা হয়তো কিছুটা উপকৃত হবে।আপনার নিজের কাজের জন্যেও Google Drive Direct Download Link Generator অ্যাড করতে পারেন আপনার ব্লগার সাইটে।

ডেমো দেখতে এখানে ক্লিক করুন।



প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান।

তারপর এখানে ক্লিক করুন।

HTML view সিলেক্ট করুন

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন এবং পেজটি পাবলিশ করে দিন।

পেজটি পাবলিশ হয়ে গেলে শেয়ার বাটনে ক্লিক করে Copy Link এ ক্লিক করে লিঙ্কটি কপি করে নিন।


তারপর অন্য ট্যাব এ গিয়ে লিঙ্কটি পেস্ট করে ok করে দিন।এবং দেখুন,আপনার সাইটটিতে Google Drive Direct Link Generator অ্যাড হয়ে গেছে।


এখন আপনি চাইলে নিজেই ট্রাই করে দেখতে পারেন কাজ করে কি না!



আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


The post Google Drive Direct Download Link Generator For Blogger | ব্লগারের জন্য গুগল ড্রাইভ ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক জেনারেটর। appeared first on Trickbd.com.

ড্যাপ (DApp) কি? ড্যাপ কিভাবে কাজ করে? ড্যাপ সম্পর্কিত বিস্তারিত।

Posted: 24 Jan 2022 02:51 AM PST

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের ড্যাপ সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করবো, আশা করি শেষ পর্যন্ত পোস্টটি পড়ার মাধ্যমে আপনি একটি ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাবেন ড্যাপ সম্পর্কে। আর আপনি যদি Blockchain ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো পোস্টটি আপনারই জন্যে। তো চলুন শুরু করা যাক……….

ড্যাপ কী?

ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ড্যাপ (Dapp or Dapps) হলো এমন এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত অর্থাৎ এটি কোন একক ব্যক্তি অথবা কোন কোম্পানি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটি ব্লকচেইন নেটওয়ার্কের ওপর প্রতিষ্ঠিত এবং ব্যবহারকারীদের সেনসিটিভ তথ্যের জন্য নিরাপদ স্থান তৈরির জন্যে একটি স্মার্ট কন্ট্রাক্ট (Smart Contract) ব্যবহার করে। ড্যাপ গুলো ওপেন সোর্সড অর্থাৎ এটি যে কেউ দেখতে, নকল বা কপি তৈরি করতে এবং অডিট (Audit) করতে পারবে।

ড্যাপ এর প্রকারভেদঃ

2013 সালে Ethereum এর নির্মাতা Vitalik Buterin দ্বারা প্রকাশিত ইথেরিয়াম হোয়াইট পেপারে ড্যাপ কে তিনি তিনটি প্রধান ভাগে বিভক্ত করেন।

১.Financial: এগুলি এমন অ্যাপ্লিকেশন যা কারেন্সি সংবলিত।

২.Semi-Financial: ওপেনসোর্স অ্যাপস যেগুলিতে কারেন্সি জড়িত কিন্তু এছাড়াও আরও কিছু জিনিসের দরকার পরে যেমন Ethereum ব্লকচেইনের বাহিরের ডেটার প্রয়োজন।

৩.Others: এগুলোর বাইরে যে কোনো রকমের ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন যা ডেভলপারসরা তৈরি করার চেষ্টা করছে যেমন, অনলাইন ভোটিং এবং স্টরেজ অ্যাপস।

ক্রিপ্টোকারেন্সির সাথে ড্যাপ এর সম্পর্কঃ

যদিও ড্যাপের ক্রিপ্টোকারেন্সির সরাসরি কোন সম্পর্ক নেই, তবে এই সিস্টেমটির সাথে অধিকাংশ ক্ষেত্রেই ক্রিপ্টোকারেন্সি সংযোজন করা হয়। উদাহরণস্বরূপ, ইথেরিয়াম ব্লকচেইনে স্মার্ট কন্ট্রাক্ট (Smart Contracts) চালানোর জন্য সামান্য পরিমাণ ইথার খরচ হয়, যাকে গ্যাস (Gas) বলা হয়। আবার ড্যাপের সাথে যেমন অর্থনৈতিক বিষয়াবলির সম্পর্ক থাকতে পারে তেমনি আবার সম্পর্ক নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি ক্রিপ্টোগ্রাফিক টোকেন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে হবে যেটি ড্যাপ এর হোস্ট করা নেটওয়ার্কে চলে।

ক্রিপ্টোতে ড্যাপ এর ব্যবহারঃ

এখন ক্রিপ্টোতে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ড্যাপ শব্দটি আসলেই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, ডিসেন্ট্রালাইজড ব্রাউজারের কথা মাথায় আসে। এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি ড্যাপ, কারণ এগুলোর কোনো একক ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয় অর্থাৎ এগুলো সম্পূর্ণ ডিজিটালাইজড।

কয়েকটি জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জঃ

  • ইথেরিয়ামের ইউনিসোয়াপ (Uniswap), সুশি সোয়াপ (Sushiswap).
  • বাইন্যান্স স্মার্ট চেইনের প্যানকেক সোয়াপ (PancakeSwap), বেকারি সোয়াপ (Bakeryswap).
  • ট্রনের সানসোয়াপ (SunSwap) [যা আগে জাস্টসোয়াপ নামে পরিচিত ছিল], ইউসোয়াপ (USwap), ট্রন ট্রেড (Tron Trade).
  • সোলানার রেয়ডিয়াম (Raydium), সেরাম ডেক্স (Serum Dex).
  • ফ্যানটমের স্পুকিসোয়াপ (Spookyswap), স্পিরিট সোয়াপ (Spirit Swap).
  • আভাল্যাঞ্চ এর ট্রেডার জো (Trader Joe)

কয়েকটি জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড ওয়ালেটঃ

  • Trust Wallet
  • SafePal
  • MetaMask
  • TronLink
  • Token Pocket
  • Wombat
  • CoinBase Wallet
  • Phantom
  • Exodus

কয়েকটি জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড ব্রাউজারঃ

  • Brave Browser
  • CryptoTab Browser
  • Trust Wallet
  • SafePal

ড্যাপ ব্যবহারের সুবিধাসমূহঃ

  1.  এখানে কারেন্সি লেনদেনের জন্য কোন তৃতীয় পক্ষের ওপর নির্ভর বা বিশ্বাস স্থাপনের দরকার পড়ে না। যারা কোনো তৃতীয় পক্ষকে বিশ্বাস করতে চান না তাদের জন্য ড্যাপ হলো সেরা মাধ্যম।
  2. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এর মাধ্যমে চলার কারণে এখানে সার্ভার ডাউনের মতো কোন আশঙ্কা থাকে না। অর্থাৎ এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারের মতো সার্ভার ডাউনের কোনো আশঙ্কা নেই।
  3. ড্যাপ গুলো ব্যবহার করে ব্যক্তি তার নিজের পরিচয় প্রকাশ না করেই অর্থ মজুদ, লেনদেনসহ অন্যান্য কাজ করতে পারবে।
  4. এগুলো ওপেনসোর্সড।

ড্যাপ ব্যবহারের অসুবিধাসমূহ :

১. যেহেতু নেটওয়ার্ক এর প্রতিটি পেয়ারের নোড সফটওয়্যার আপডেট দিতে হয়, সেহেতু বাগ ফিক্স করা বা ড্যাপ আপডেট দেয়া অনেক কঠিন।

২. ড্যাপ গুলোতে ট্রানজেকশন স্পিড তুলনামূলকভাবে একটু ধীর হয়ে থাকে।

৩. ড্যাপ প্রাথমিক পর্যায়ে থাকার কারণে এখানে পর্যাপ্ত ফিচারস নেই এবং ব্যবহারকারীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।

ড্যাপ এর ভবিষ্যৎঃ

এটির ব্যবহার শুধু ক্রিপ্টোতেই থেমে নেই। Steemit ব্লকচেইন বেসড ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেখানে বর্তমানে ১২ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে। DTube যেটি ব্যবহার হচ্ছে YouTube এর বিকল্প হিসেবে। CryptoKitties, ইথিরিয়াম নেটওয়ার্ক এর ওপর ভিত্তি করে তৈরি করা একটি গেম যেখানে ব্যবহারকারীরা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করছে বিনোদনের ক্ষেত্রে। যেখানে একটি ডিসেন্ট্রালাইজড অনলাইন বিশ্ব এখনো একটি কল্পনার রাজ্য মাত্র, সেখানে ড্যাপ তার ব্যবহারকারীদের ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি করে দিয়েছে।

প্রতিদিনই এখানে নতুন ব্যবহারকারীদের পাশাপাশি উদ্যক্তার সংখ্যাও বাড়ছে যার ফলে পরবর্তী সময়ে Dapps গুলোতে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং স্টেবিলিটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এটি অত্যন্ত দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে এবং এর ধারাবাহিক ডেভলপমেন্ট এবং ইমপ্রুভমেন্টে আশা করা যায় আগামী কয়েক বছরের ভিতর এটি একটি কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করবে। যার ফলে অটোমেশন সিস্টেম ও সিকিউরিটিতে নতুন মাত্রা উন্মোচিত হবে।

আজ এই পর্যন্তই শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে পড়ার জন্যে সবাইকে ধন্যবাদ। ক্রিপ্টো ও মার্কেট রিলেটেড সকল আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে নিন। আর চাইলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

The post ড্যাপ (DApp) কি? ড্যাপ কিভাবে কাজ করে? ড্যাপ সম্পর্কিত বিস্তারিত। appeared first on Trickbd.com.

[Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials]

Posted: 24 Jan 2022 02:43 AM PST

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই রুট করা ফোনের সকল ফিচার উপভোগ করতে পারবেন,
যেমন:
◑ফোনের DPI পরিবর্তন, অর্থাৎ ফোনের ডিসপ্লের লেখা ও আইকন গুলোর সাইজ পরিবর্তন।
◑আপনার ফোনের “device name” পরিবর্তন অর্থাৎ কোনো ওয়াইফাই তে কানেক্ট করলে রাউটার এর এডমিন প্যানেল এ আপনার ডিভাইসটি যে নাম দেখায় সেটা পালটাতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ফন্ট পরিবর্তন করে স্টাইলিশ ফন্ট ইনস্টল করতে পারবেন, এবং এই অ্যাপসটিতেই রয়েছে ৭০০টি স্টাইলিশ ফন্ট তাই মেনুয়ালি ডাউনলোড করা ছাড়াই খুব সহজে এবং ঝুকি ছাড়াই এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারবেন।
◑এই অ্যাপটির মাধ্যমে সিস্টেমের সকল অ্যাপস আনইনস্টল করতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ইমোজি গুলো এই অ্যাপসটির মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।
◑বিল্ড প্রপ (build Prop) এডিট করতে পারবেন এপসটির সাহায্যে।
◑এই অ্যাপসটিকে রুট এক্সপ্লোরার বা রুট ফাইল ম্যানেজার হিসেবে ব্যবহার করতে পারবেন।

আরো অনেক কাজ এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবেন,কাস্টম রিকভারি ইমেজ বা কোনো জিপ ফাইল ফ্ল্যাশ, ব্যাটারি ক্যালিব্রেশন, বুটলোডার-কিভারি মোড ইত্যাদিতে কুইক রিবুট, সিস্টেম মাউন্ট। আমি শুধু প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করলাম।আরো বেশ কিছু কাজ করা যায়।

এই অ্যাপটাকে যেকোনো রুটেড ডিভাইসগুলোর জন্য আবশ্যিক ও অলরাউন্ডার অ্যাপ বলা যেতে পারে।আশাকরি সকলের কাজে লাগবে অ্যাপটা।

অ্যাপটির ইন্টারফেস এর কিছু স্ক্রিনশট:

ডাউনলোড লিংক Root Essentials : প্লে-স্টোর

আজকের মতো এতোটুকুই, আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।

The post [Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials] appeared first on Trickbd.com.

[Xposed] Status Bar এর সকল ডিফল্ট আইকন চেঞ্জ করুন শুধুমাত্র একটা অ্যাপ এর সাহায্যে [রয়েছে অনেক স্টাইলিশ আইকন]

Posted: 24 Jan 2022 02:41 AM PST

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই এক্সপোসড (Xposed) ফার্মওয়্যার ইনস্টল করা ফোনে স্ট্যাটাস বার এর সকল আইকন চেঞ্জ করতে পারবেন।
যেমন:

☞ডিফল্ট ব্যাটারির চার্জ ইন্ডিকেটরটি চেঞ্জ করে অনেকগুলো স্টাইলিশ ব্যাটারি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন।

☞সিম কার্ড এর নেটওয়ার্ক ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞ওয়াই-ফাই রেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞সাইলেন্ট,সাউন্ড ও ভাইব্রেট মোড এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞ব্লুটুথ এর ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবেন।

☞নেটওয়ার্ক স্পিড মিটার ইন্ডিকেটর শো করাতে পারবেন।

☞ডিফল্ট সময় দেখার ইন্ডিকেটরটিও চেঞ্জ করতে পারবেন।

☞স্ক্রিনশট এর ইন্ডিকেটরটি চেঞ্জ করতে পারবেন।

এছাড়াও ভিপিএন, লোকেশন, ডাউনলোডসহ সব ধরনের স্ট্যাটাস বার ইন্ডিকেটর পরিবর্তন করে ফোনকে এক্সট্রা প্রিমিয়াম লুক দিতে পারবেন।

নিচে কয়েকটি স্ক্রিনশট এ অ্যাপটির ইন্টারফেস দেখে নিন :




ডাউনলোড লিংক ( Flat Style Bar Indicator): Direct Download

বি:দ্র: অ্যাপটি ব্যবহার করা জন্য অবশ্যই আপনার ফোনটিতে Xposed Firmware ইনস্টল থাকতে হবে এবং রুট না থাকলেও চলবে।

আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।

The post [Xposed] Status Bar এর সকল ডিফল্ট আইকন চেঞ্জ করুন শুধুমাত্র একটা অ্যাপ এর সাহায্যে [রয়েছে অনেক স্টাইলিশ আইকন] appeared first on Trickbd.com.

আপনি কি ওয়াই-ফাই/ব্রডব্যান্ড ইউজার,কিন্তু নেট স্পিড স্লো? বেস্ট ইন্টারনেট স্পিড পেতে পোস্টটি পড়ুন।

Posted: 24 Jan 2022 02:34 AM PST

বিসমিল্লাহহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড এর ভালো সেবা পেতে কিছু টিপস দিবো। আশাকরি আপনাদের অনেকেরই কাজে আসবে।

আমি যেগুলো বিষয় নিয়ে বলবো, হয়তো এগুলো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না! তবে বিষয়গুলো খু্বই গুরুত্বপূর্ণ।

আমরা যারা ওয়াই-ফাই ব্যবহার করি কখনো নেট সমস্যায় পড়িনি এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না।

কখনো কখনো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (ISP) এর যান্ত্রিক ত্রুটির জন্য এবং কখনো কখনো আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য নেট সমস্যা হয়ে থাকে। তবে এই যান্ত্রিক ত্রুটি ঘটে সাধারণত আমাদের অযত্নতার কারণে।

আমাদের বাসা বাড়িতে মূলতো ফাইবার অপটিক ক্যাবল বা RJ45 (cat5,cat6) ক্যাবল ও MC বা ONU এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ রাউটারে আসে এবং রাউটার হতে কম্পিউটার বা ল্যাপটপ ও মোবাইল ফোন বা অন্যান্য ইন্টারনেট ডিভাইসে ইন্টারনেট সংযোগ পৌঁছায়।এখানে রাউটার এবং ONU অথবা MC হচ্ছে চিপসেট সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইস।সহজ কথায় বলতে গেলে আমাদের মোবাইল ফোন গুলো যেমন একটি প্রসেসর এর মাধ্যমে সকল ডেটা প্রসেস করে থাকে সেগুলোও তেমনভাবেই প্রসেসর এর সাহায্যে ইন্টারনেট কানেকশন প্রসেস করে।

একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের হাতের মোবাইল ডিভাইসটি এতো দামী এবং এতো পাওয়ারফুল প্রসেসর সমৃদ্ধ হওয়ার পরেও দীর্ঘক্ষণ চালানোর পরে মাঝে মধ্যে হ্যাং করে বা ল্যাক দেখা দেয়।তাই আমরা মোবাইল ফোনটিকে রেগুলার রিবুট দেওয়া, রেস্ট দেওয়াসহ ইত্যাদি যত্নআত্তি করে থাকি।
অথচ যে রাউটার আমাদের ২৪ ঘন্টা ইন্টারনেট সাপ্লাই দিচ্ছে সেটার কোনো যত্নই নিচ্ছি না।

এবার আসুন মেইন পয়েন্ট এ!এখন হয়তো আপনাদের প্রশ্ন জাগছে রাউটারের যত্ন নিবেন কিভাবে?
হ্যাঁ এবার সেটাই বলবো-

◑আমাদের ব্যবহৃত রাউটারটি দামি হোক কিংবা কম দামী দৈনিক কমপক্ষে একবার বা দুইবার রিবুট করার চেষ্টা করবো,এতে রাউটারের ফার্মওয়্যার ভালোমতো কাজ করবে।

◑প্রায় সব রাউটারেই অটো রিবুট বা অটো রি স্টার্ট করা অপশন থাকে সেখানে একটা নির্দিষ্ট সময় ৫/১০/২৪ ঘন্টা সেটআপ করতে পারেন তাহলে ওই সময় পর পর রাউটারটি অটোমেটিক রিবুট হবে এবং আপনার মেনুয়ালী রিবুট করার ঝামেলা কমবে।

◑গুরুত্বপূর্ণ কাজ বা দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহারের আগে ৫/১০ মিনিট রাউটারটি বিদ্যুৎ থেকে আন প্লাগ করে রেখে তারপর প্লাগ ইন করে কাজ শুরু করতে পারেন, এতে করে আপনার ইন্টারনেট পার্ফমেন্স বৃদ্ধি পাবে।

◑রাউটার এর এডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল এ গিয়ে ওয়্যারলেস সেটিং এ গিয়ে Wireless Channel 6 বা 11 এ ফিক্সড করে দিতে পারেন এবং রাউটারের কাছে থেকে ইন্টারনেট ব্যবহার করলে Channel Width 40 ও দূর থেকে ব্যবহার করলে 20 তে সেট করতে পারেন। তাহলে নেট সমস্যা অনেকখানি দূর হবে।

◑আপনার ওয়াই-ফাই কেউ চুরি করে চালালে ম্যাক ফিল্টার (MAC Filter) চালু করে দিতে পারেন, এতে করে আপনার অনুমতি ব্যতিত কেউ কানেক্ট করতে পারবে না।

◑কন্ট্রোল প্যানেল এর ডিফল্ট পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করবেন।

◑রাউটারকে ফ্লোরে কিংবা কোনো কোনো বাক্সের ভিতরে রাখবেন না, শুকনো, ঠান্ডা এবং উচু টেবিলে রাখার চেষ্টা করুন।এতে রেঞ্জ বেশি পাবেন।

◑রাউটার ৬মাস কিংবা ১বছর পর পর রিসেট করুন এতে করে পুরোনে সব সেটিং ও ডেটা ক্লিন হয়ে গিয়ে সব রিসেট হবে এবং পার্ফমেন্স বৃদ্ধি পাবে।

◑একটি রাউটার অনেক বছর ধরে ব্যবহার না করে, সম্ভব হলে নতুন রাউটার কিনুন। কেনোনা পুরনো হলে এমনিতেই পারফর্মেন্স কমে যায়।

আজকের মতো এগুলোই, আশাকরি আপনাদের কাজে আসবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।

- ফেসবুকে আমি

The post আপনি কি ওয়াই-ফাই/ব্রডব্যান্ড ইউজার,কিন্তু নেট স্পিড স্লো? বেস্ট ইন্টারনেট স্পিড পেতে পোস্টটি পড়ুন। appeared first on Trickbd.com.

সর্বকালের সেরা বাংলাদেশি ওয়েব সিরিজ ★��শাটিকাপ��★ যা উত্তরবঙ্গের সীমান্ত এলাকার গল্প নিয়ে নির্মিত.!!

Posted:

বাংলাদেশে এই প্রথম বার একমাত্র উত্তরবঙ্গের সীমান্ত এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শাটিকাপ। শাটিকাপ শব্দের অর্থ হচ্ছে ঘাপটি মেরে বসে থাকা। শাটিকাপ রাজশাহী ও উত্তরবঙ্গের এলাকার আঞ্চলিক শব্দ

শাটিকাপ ওয়েব সিরিজ..!

★ সিজনঃ- ০১
★ পর্ব সংখ্যাঃ- ০৮ টি
★ দৈর্ঘ্যঃ- ০২ ঘণ্টা ৩০ মিনিট +
★ প্রযোজকঃ- রেদওয়ান রনি
★ মুক্তিপ্রাপ্ত প্লাটফর্মঃ- চরকি
★ গল্প, চিত্রনাট্য ও পরিচালনাঃ- মোহাম্মদ তাওকির ইসলাম

এই ওয়েব সিরিজ এ প্রায় ১৩৭ জন অভিনয় করেছেন, যারা সবাই হচ্ছে রাজশাহীর

এই ক্রাইম ড্রামা সিরিজটি ১৩ জানুয়ারি, ২০২২ তারিখে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে

যারা বলে বাংলাদেশ ভালো বাজেট নেই বলে ভালো কন্টেন বানানো হয় না তাদের শাটিকাপ দেখে এবং পরিচালনা মোহাম্মদ তাওকির ইসলাম এর কাছ থেকে শিক্ষা নিয়া দরকার যে ভালো কন্টেন বানাতে ভালো বাজেট এর দরকার পড়ে না

১৮+ ট্যাগ থাকায় এই ওয়েব সিরিজ এ কোন উত্তেজক দৃশ্য নেই (কুশটা কুশটি কাপড় খুলা খুলি নেই) কিন্তু অস্ত্র প্রদর্শন ও প্রচন্ড গালাগালির শুনা যাবে। তাই চরকি আগেই দর্শকদের কে এই ওয়েব সিরিজ পরিবারের সঙ্গে বসে দেখতে নিষেধ করেছেন

উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় চলে অবাধে চোরাচালান, অস্ত্র আর মাদকের কারবার এর সাথে জড়িত ছোট-বড় নানা গ্রুপ এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী। রাজশাহী শহরের একটি এলাকা,যেখানে দাপটের সাথে চলে মাদক ব্যবসা । একজন মাদক সম্রাটের প্রচুর পরিমাণে মাদক নিয়ে যায় কেউ তারপর সেই সম্রাট এর বিডিআই অর্থাৎ ব্যুরো অব ড্রাগ ইনভেস্টিগেশন এর মাধ্যমে তার মাদক উদ্ধারের চেষ্টা । আর যারা মাদক নিয়ে শাটিকাপ মেরেছে তাদের টিকে থাকা নিয়ে এই ওয়েব সিরিজ

পুরোপুরি আঞ্চলিক ভাষায় অসাধারণ সিনেমাটোগ্রাফি, সমসাময়িক বাস্তবতার সাথে মিলে যাওয়া কনটেন্ট, মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড স্কোর

এই ওয়েব সিরিজ টি দেখতে হলে কিছু টাকা খরচ করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপ ডাউনলোড করে দেখতে হবে.!

চরকি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.!

 

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন

The post সর্বকালের সেরা বাংলাদেশি ওয়েব সিরিজ ★💥শাটিকাপ💥★ যা উত্তরবঙ্গের সীমান্ত এলাকার গল্প নিয়ে নির্মিত.!! appeared first on Trickbd.com.

ইথারনেট কি? ইথারনেট কিভাবে কাজ করে

Posted:

ইথারনেট কি
ইথারনেট উচ্চারিত হয় “ইথার নেট”। এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে কম্পিউটার এবং নেটওয়ার্কিং ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত এবং তথ্য আদান প্রদান করা হয়। যেমনটা করা হয় অফিসে, কলেজে, স্কুলে। “ইথারনেট” হল TCP/IP স্ট্যাকের ডেটা লিঙ্ক স্তরের প্রোটোকল। এই ইথারনেট প্রযুক্তির সাহায্যে ল্যানের বিভিন্ন কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে সক্ষম। এই প্রোটোকল মানে ইথারনেটের কাজ, যে ফর্ম্যাটে তথ্য প্রেরণ করা হবে। যেন তিনি কোনো ত্রুটি ছাড়াই একটি ল্যানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পেতে পারেন।

ইথারনেট ল্যানে নেটওয়ার্কিং ডিভাইসগুলির মধ্যে তথ্যের যোগাযোগ প্রদান করে। এটি আপনাকে আরও ভালভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের একটি সাধারণ উদাহরণ দেওয়া যাক। আপনার কম্পিউটার LAB এর মত। যেখানে ইথারনেট কেবল মানে সমস্ত কম্পিউটার শুধুমাত্র টুইস্টেড পেয়ার ক্যাবলের সাহায্যে আন্তঃসংযুক্ত। কিন্তু আপনার কম্পিউটারে যে তথ্য পৌঁছেছে, সেই প্রযুক্তির নাম ইথারনেট। যাকে ইথারনেট প্রোটোকলও বলা হয়। যাইহোক, আপনি অবশ্যই জানেন যে OSI নেটওয়ার্ক মডেলটিতে 7টি স্তর রয়েছে, যার মধ্যে “ইথারনেট” ডেটা লিঙ্ক স্তর এবং ” ভৌত স্তর ” উভয় ক্ষেত্রেই কাজ করে ৷

ডাটা ট্রান্সমিশনে ইথারনেট দুই ধরনের ইউনিট ব্যবহার করে, প্রথম ফ্রেম এবং দ্বিতীয় প্যাকেট (যেমন আপনি প্যাকেটে চাল ওজন করেন, আপনি এটিকে কিলোগ্রামে ওজন করেন এবং টনেও, একইভাবে, ডেটা ফ্রেম এবং প্যাকেট ফর্ম উভয় নেটওয়ার্কের মধ্য দিয়ে যায়). ফ্রেমটি শুধুমাত্র পেলোডের সাথে নেওয়া হয় না তবে এটি MAC ঠিকানার সাথেও নেওয়া হয়। MAC ঠিকানা কম্পিউটারের ঠিকানা, যেমন এটি প্রেরক এবং প্রাপক কম্পিউটারের ঠিকানা গ্রহণ করতে পারে।

কিভাবে ইথারনেট কাজ করে

কম্পিউটার বিজ্ঞানের কিছু জ্ঞান থাকলে আপনি সহজেই বিষয়টি বুঝতে পারবেন। কিন্তু আমরা আপনাকে সহজ ভাষায় বুঝি। আপনি জানেন যে ইথারনেট একটি ল্যান প্রযুক্তি। যেখানে ডেটা ” প্যাকেট এবং ফ্রেম ” ইউনিটে ভ্রমণ করে। এটি উপরেও ব্যাখ্যা করা হয়েছে যে এটি CSMA/CD (Collision Sense Multiple Access/ Collision Detection) মেকানিজম ব্যবহার করে।

CSMA/CD এর সাহায্যে, যখনই ইথারনেট নেটওয়ার্কের একটি কম্পিউটার অন্য কম্পিউটারে একটি প্যাকেট (ডেটা) পাঠায়। তারপরে এটি মূল তারটি অনুধাবন করে (প্রধান কেবলটিতে ইতিমধ্যে একটি প্যাকেট আছে কিনা তা জেনে নিন)। যদি তারের মধ্যে কোন প্যাকেট না থাকে, তাহলে ইথারনেট প্যাকেটটিকে প্রধান তারে পাঠায়। (মূল তারটি একই যেটির সাথে সমস্ত কম্পিউটার সংযুক্ত থাকে) নেটওয়ার্কের সমস্ত ডিভাইস বা কম্পিউটার সেইটির গন্তব্য ঠিকানার সাথে সংযুক্ত থাকে। প্যাকেট। আসুন পরীক্ষা করি। আর যার কাছে সে ঠিকানা পায়, সে সেই প্যাকেট নিয়ে যায়।

যদি মূল তারটি ব্যস্ত থাকে তবে সেই কম্পিউটারটি 1000 পর্যন্ত 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করে এবং যখনই মূল তারটি খালি থাকে তখন এটি প্যাকেটে ফেরত পাঠায়। CD মানে নেটওয়ার্কের কোথাও কোনো দ্বন্দ্ব থাকলে Collision Detection এর সাহায্যে। তাই এটি এটি সনাক্ত করে এবং এটি অন্য ডিভাইসে বলে। এখন পর্যন্ত আপনি জানেন ইথারনেট কি এবং এটি কিভাবে কাজ করে। তবে এবার ইথারনেট ক্যাবল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

ইথারনেট তারের প্রকারভেদ

যাইহোক, এখানে ইথারনেট তারের ক্যাটাগরি, তারের ধরন এবং সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন গতি, সর্বোচ্চ ব্যান্ডউইথ অনুযায়ী নীচের টেবিলে দেওয়া হয়েছে। এটি দিয়ে আপনি সহজেই সবকিছু বুঝতে পারবেন।

আরো পড়ুনঃ ৩৫০০ মেয়েদের নাম


The post ইথারনেট কি? ইথারনেট কিভাবে কাজ করে appeared first on Trickbd.com.

ব্লগার সাইটের জন্যা বানিয়ে নিন মোবাইল অ্যাপ �� এবং অ্যাপ এর ট্রাফিক থেকে প্রফেশনাল ব্লগিং। Free Source code

Posted:

আসসালামু আলাইকুম

সবাইকে স্বাগতম আবারও TrickBD এর নতুন একটি পোস্ট এ।আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অ্যান্ড্রয়েডঅ্যাপের সোর্সকোড। যেটার Codecanyone এর মূল্য 20 ডলার মত তবে আপনাদের জন্য এটা সম্পুর্ন ফ্রী তে।

এটা নতুন ব্লগার ও প্রফেশনলাদের জন্যা অনেক কাজের হতে চলেছে।

এই অ্যাপের সোর্সকোড টি আপনারা android-studio দিয়ে খুব সহজে। এডিট করে খুব সহজে আপনাদের ওয়েবসাইট এর সাথে কানেক্ট করে এড বসিয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তাই এ সোর্সকোড টি ব্লগারদের জন্য অনেক হেল্প ফুল ওর ট্রাফিকের জন্য উপকারী হবে।

App ui demo:

2nd

Multi menu: Fully native app system

Mode select:

এ সোর্সকোড টি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও এর সাহায্যে এডিট করে আপনাদের লোগো ওয়েবসাইটের লিংক এবং যাবতীয় সবকিছু চেঞ্জ করে প্লে স্টোরে পাবলিশ করে আপনাদের ব্লগসাইটে ট্রাফিক অ্যাড এর মাধ্যমে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
তো চলুন দেখে নিন কিছু ডেমো দেখে নিন এবং এবং নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

কারো যদি সোর্সকোড থেকে অ্যাপ বিল্ড করতে এবং রিস্কইন করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের মাঝে এটা নিয়ে আরো একটি পোষ্ট নিয়ে আসব ।

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Download CodeDownload Source

যেকোনো প্রিমিয়াম থিম,প্লাগিন,স্ক্রিপ্ট ফ্রিতে পাবেন এই সাইটে এবং ইন্টারনেট,ওয়েবসাইট ট্রিক ও ইনকাম রিলেটেড আরও টিপস পাবেন, এবং পাবেন প্রতি পোস্টে ৫-১০ টাকা ইনকামের সুজোগ Sikhenin.com


The post ব্লগার সাইটের জন্যা বানিয়ে নিন মোবাইল অ্যাপ 😱 এবং অ্যাপ এর ট্রাফিক থেকে প্রফেশনাল ব্লগিং। Free Source code appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments