Search box..

Chup Chup Ke: মন ভালো থাকুক আর খারাপ, মুভি দেখার সময় হাসতে হাসতে পেট বেথা হবে দ্যাটস শিওর!

Chup Chup Ke: মন ভালো থাকুক আর খারাপ, মুভি দেখার সময় হাসতে হাসতে পেট বেথা হবে দ্যাটস শিওর!


Chup Chup Ke: মন ভালো থাকুক আর খারাপ, মুভি দেখার সময় হাসতে হাসতে পেট বেথা হবে দ্যাটস শিওর!

Posted:

প্রিয়াদর্শনের অন্য সব মুভির মতোই এই মুভিটিও টক, ঝাল, মিষ্টির এক সংমিশ্রণ। কাহিনীটি মূলত একটি মালায়াম মুভির কাহিনী থেকে নেয়া। মূল চরিত্র গুলোতে অভিনয় করেছেন সাহিদ কাপুর, কারিনা কাপুর,সুনিল সিঠি,নেহা দুপিয়া,রাজপাল যাদব,পরেশ রাওয়াল।…ব্যক্তিগত ভাবে আমার কাছে রাজপাল যাদবের কমেডি অভিনয় সবচেয়ে ভালো লেগেছে।

মুভির নামঃ Chup Chup Ke(2006).

অনলাইন প্ল্যাটফর্মঃ নেটফ্লিক্স।

জনরাঃ ড্রামা,কমেডি।

আইএমডিবিঃ ৬.৯/১০

কাস্টঃ শহীদ কাপুর,কারিনা কাপুর,রাজপাল যাদব,পরেশ রাওয়াল,নেহা ধুপিয়া,শুনিল শেট্টি প্রমুখ।

Screenshot

Chup Chup Ke প্রিয়াদর্শনের ডিরেক্ট করা সুন্দর একটি কমেডি ড্রামা মুভি।মুভির প্রথমদিকে বেশ এভারেজ লাগলেও কাহিনীতে ঢোকার পরে ভালো লেগেছে।আর কমেডিগুলো ছিলো অস্থির।

যদি মন খারাপ অবস্থায় মুভিটি দেখতে বসেন তাহলে মন ভালো হয়ে তো যাবেই তার সাথে হাসতে হাসতে পেট ব্যথা হবে দ্যাটস শিওর।

প্লটঃ জিতু একজন বেচারা।ব্যবসা করার জন্য অনেক মানুষ থেকে অনেক অনেক টাকা ধার নিয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা ব্যবসায়ও সফল হয়নি।এই ধারের একটুও তার পক্ষে শোধ করা সম্ভব নয়।তাই,সে আত্নহত্যা করার সিদ্ধান্ত নেয়,যাতে তার বাবা তার ইন্সুরেন্সের টাকা দিয়ে ধার দেনা শোধ করতে পারে।ওদিকে এক ঘাটে বান্ডিয়া মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে জিতু।

বান্ডিয়া,গুন্ডিয়া নামের মাছ ব্যবসায়ীর আন্ডারে কাজ করে।ওরা নিজেরাও ধার দেনায় আক্রান্ত।জিতুকে পাওয়ার পরে ওরা মনে করে ও যদি বড়লোক হয় তাহলে ওর জীবন বাচানোর প্রতিদানে টাকা পাওয়া যেতে পারে।কিন্তু,জিতু ওদের সাথে শুরু করে আরেক নাটক।কাহিনী শুরু হয় এখান থেকেই।

মুভির সবকিছুই যথেষ্ট ভালো।কমেডিগুলো সেরা।অভিনয়ের দিক দিয়ে আমার মতে রাজপাল যাদব সবচেয়ে বেশি ভালো করেছে।এই মুভিতে তার এক্টিং দেখেই আমি তার ফ্যান হয়েছি।প্রাইম শহীদ কাপুর খুব ভালো অভিনেতা।কারিনা বরাবরের মতো।সব মিলিয়ে দেখার মতো একটা মুভি।

তাই, প্রিয়াদর্শনের ডিরেকশনে দুর্দান্ত এই কমেডি মুভিটা এখনও না দেখে থাকলে দেখে নিতে পারেন আশা করি সময় নষ্ট হবেনা আর দেখে থাকলেও আবার দেখতে পারেন ভালই লাগবে।

Link: Chup Chup Ke Full Movie

The post Chup Chup Ke: মন ভালো থাকুক আর খারাপ, মুভি দেখার সময় হাসতে হাসতে পেট বেথা হবে দ্যাটস শিওর! appeared first on Trickbd.com.

জেনে নিন আটিকেল লেখার উপকারিতা

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আটিকেল লেখার উপকারিতা সম্পকে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আটিকেল শব্দের অথ হলো ধারা বা উপাদান । আটিকেল লেখা বলতে বোঝায় কোন নিদিষ্ট বিষয় নিয়ে আলোচনা বা বিস্তারিত উল্লেখ করা । এই আটিকেল লেখার উপকারিতা সম্পকে আজ আলোচনা করছি ।

আটিকেল লেখার উপকারিতা :

১। কোন কিছু মনে রাখার ক্ষেত্রে আটিকেল লেখা একটি গুরুত্বপূণ বিষয় । আমরা যদি কোন একটি বিষয়ের উপর নিজ জ্ঞানে একটি আটিকেল লিখি তাহলে সেই বিষয়টি আমাদের ভালো থাকবে । তবে যদি কেউ নিজ জ্ঞানে না লিখে বইয়ে থাকা লেখা হুবহু লিখে যায় তাহলে কোন কিছুই মনে রাখা সম্ভব হবে না । কারণ ঐ বিষয়ের উপর কোন জ্ঞানই তো তার নেই । তাই আটিকেলটি যদি স্মরণ রাখার উদ্দেশ্যে করি তাহলে ঐ বিষয়ে আগে জ্ঞান অজন করতে হবে তারপর আটিকেল লিখতে হবে । এতে করে উপকারে আসবে ।

২। বানান শুদ্ধ রাখতেও আটিকেল লেখার অবদান অপরিসীম । আমাদের মধ্যে অনেকেই আছে যারা বানান শুদ্ধ রাখতে পারে না । পড়াশোনায় ভালো হলেও বানান শুদ্ধ হয় না । আর আটিকেল লিখতে সব সময় ভালো ভালো শব্দ ব্যাবহার করতে হয় । তাই যদি কেউ আটিকেল লিখে তাহলে তার বানান আরও শুদ্ধ হতে পারে ।

৩। কোন বিষয়ের উপর চচা রাখার জন্য আটিকেল একটি অনবদ্য বিষয় । যেমন আমরা অনেকেই ইংরেজিতে পারদশী হতে চায় । আবার অনেকে পারদশীও বটে । তারা যদি ইংরেজিকে ভালোভাবে চচায় রাখতে চায় তাহলে তারা ইংরেজিতে আটিকেল লিখতে পারে । কারণ ইংরেজিতে আটিকেল লিখলে ইংরেজিতে বানান শুদ্ধও হবে আবার গ্রামার চচাও হতে পারে । এভাবে বিভিন্ন বিষয়ে পারদশী হতে ও চচা রাখতে আটিকেল লেখা গুরুত্বপূণ ভূমিকা পালন করে ।

৪। আটিকেল লেখার আরও একটি বড় উপকার হচ্ছে অন্যদেরকে শেখানো ও তাদেরকে পারদশী করা । আপনি যদি কাউকে কোন বিষয়ে স্পষ্ট ধারণা দেন একটি আটিকেলের মাধ্যমে তাহলে তারা ঐ বিষয়ে পারদশী হতে পারবে । এতে করে অন্যরাও শিখতে ও শেখাতে আগ্রহী হবে । আর যে অন্যকে শেখায় তার জ্ঞান কখনো কমে না বরং চচা থাকে ।

৫। ইনকাম করার ক্ষেত্রে আটিকেল লেখা একটি জনপ্রিয় বিষয় । আটিকেল লিখা যে শুধু মনে রাখা ও অন্যকে শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয় । আজকাল অনেক ওয়েবসাইটে নিজের লেখা আটিকেল পোস্ট করে কিছু পরিমাণ টাকা ইনকাম করছে অনেকে ।

তো এই ছিল আমার পক্ষ থেকে । সবাইকে ধন্যবাদ ।

The post জেনে নিন আটিকেল লেখার উপকারিতা appeared first on Trickbd.com.

খুব সহজেই প্রতিদিন কিছু টাকা ইনকাম করতে চাইলে আসুন। নতুন ভাইদের জন্য বেস্ট

Posted:

আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান? কিন্তু আপনার কাছে কম্পিউটার নাই? বা আপনার কাছে কম্পিউটার কিনার টাকা নাই? কিন্তু আপনার কাছে কি একটি স্মার্টফোন আছে?

উপরে আমি চারটি প্রশ্ন করেছি সবগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, আজকে আমি আপনাদের তা শিখাবো।

যদি আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার নিচের বিষয়গুলো প্রয়োজন।

  1. একটি স্মার্ট ফোন বা এন্ড্রয়েড ফোন
  2. ইন্টারনেট
  3. ইচ্ছা শক্তি ও ধৈর্য
  4. শেখার আগ্রহ

উপরের চারটা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

 

এবাএ কাজের কথায় আসা যাক । প্রথমে নিচের লিঙ্ক টিতে ক্লিক করেন।

 

JOIN

JOIN এ ক্লিক করলে ওপরের মত পেইজ আসবে। সেখানে প্রথম ঘরে আপনার একটি নাম্বার দিন ও Get Code এ ক্লিক করলে নাম্বার এ একটি কোড আসবে সেই কোডটি SMS Verification এ দিয়ে দিন। তারপর একটি পাসওয়ার্ড দিন। এবং INVTAION CODE  12814235 ।

তারপর Register এ ক্লিক করেন।  দেখেবন রেজিস্টার হয়ে গেছে।

 

এবার প্লে স্টোরে থেকে নিচের এপ টি নামিয়ে নেন।

INSTALL BBC

 

এবার নিচের মত আসবে।

নিচের ডান দিকে My তে ক্লিক করেন। নিচের মত পেইজ আসবে।

এরপর টু লগিন এ ক্লিক করলে নিচের মত পেইজ আসবে সেখানে আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করেন।

লগিন করা হয়ে গেলে Home এ ক্লিক করলে দেখবেন Daily Dig একটা Option দেখেবন। নিচে দেখুন

Daily Dig  এ ক্লিক করলে নিচের মত আসবে

 

মুলত এই পেইজ থেকেই Income করবেন। এই পেইজ এ আসার পর ছুট ছুট ওনেক গুলা T দেখতে পারবেন। এগুলার মাঝে একটি তে ক্লিক করেন দেখবেন ০.০২$ থেকে ০.০৮$ পাবেন। এভাবে প্রতি ঘন্টায় একবার করে ক্লিক করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এই আপ্পস টিতে আস্তে আস্তে আরও কাজ এর অপশন আসবে।

 

আপডেট পেতে নিচের Telegram এ জয়েন হয়ে নিন।

JOIN TELEGRAM

 

আর একটা কথা অনেক ভাই বলবেন পেমেন্ট প্রুভ আছে নাকি । এই আপ্পস টির Playstore Review দেখে আসেন। এই আপ্পস মাকেট এ অনেকদিন থাকবে। তাই যাদের কাজের ইচ্ছা আছে কাজ করেন । খুব সহজ আর অল্প সময় লাগবে।

 

WITHDRAW METHOD : USDT

 

ভাল থাকবেন । আল্লাহ হাফেয।

 

The post খুব সহজেই প্রতিদিন কিছু টাকা ইনকাম করতে চাইলে আসুন। নতুন ভাইদের জন্য বেস্ট appeared first on Trickbd.com.

ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কত প্রকার?

Posted: 21 Jan 2022 08:27 PM PST

কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার দিন একেবারেই শেষ না হলেও এর জোর বেশ কমে এসেছে৷ কেননা সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। বর্তমান যুগে তারাই এগিয়ে থাকে যারা ডিজিটাল সুযোগ-সুবিধাকে পুঁজি করে সময়কে আরো আধুনিকে রুপান্তরিত করছে৷ এর অন্যতম একটি উদাহরণ হলো বর্তমানে জনপ্রিয় ফেইসবুক মার্কেটিং। জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার খাতিরেই এই বিষয়ে সম্যক ধারণা থাকা অত্যাবশ্যকীয় দক্ষতা। অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, প্রসার ও সর্বোচ্চ পরিমাণে মানুষের সাথে যোগাযোগ এবং পণ্য বিক্রি করার উদ্দেশ্যে এই ফেইসবুক মার্কেটিংয়ের অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। চলুন বিস্তারিত জেনে আসি।

ফেইসবুক মার্কেটিং কি?

আপনি যদি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে চান তবে আপনাকে অবশ্যই ফেইসবুক মার্কেটিংয়ের সংজ্ঞা সম্পর্কে জেনে নিতে হবে। মূলত ফেইসবুকের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারির কাছে নিজের কিংবা কোনো কোম্পানির পণ্য, সেবা বিক্রয়ের পলিসিকে ফেইসবুক মার্কেটিং বলে। ফেইসবুক মার্কেটিংয়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে ফেইসবুক ব্যবহারকারী।

এবার চলুন এই ফেইসবুক মার্কেটিংয়ের প্রকারভেদ এবং তা কিভাবে কাজ করে সে-সম্পর্কে জেনে নিই।

মার্কেটাররা সাধারণত দুইভাবে ফেইসবুক মার্কেটিং করতে পারে। এর একটি হলো ফ্রি ফেইসবুক মার্কেটিং এবং অপরটি পেইড ফেইসবুক মার্কেটিং। তবে বর্তমানে ফ্রি ফেইসবুক মার্কেটিংটিই বেশ জনপ্রিয়।

ফ্রি ফেইসবুক মার্কেটিং কি?

ফ্রি ফেইসবুক মার্কেটিং হলো ফেইসবুক মার্কেটিংয়ের সবচেয়ে সহজ এবং লাভজনক ধাপ বা প্রক্রিয়া। শুধুমাত্র একটি ফেইসবুক পেইজের মাধ্যমেই আপনি খুব সহজেই কাজটি করতে পারেন। একটি বিজনেস পেইজ তৈরি করে সেখানেই নিজের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার, প্রসার বিক্রয় করতে পারেন। এতো কোনো বাড়তি খরচ কিংবা ফি এর প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে আপনার ফেইসবুক পেইজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার থাকতে হবে।

ফেইসবুক বিজনেস পেইজ ছাড়াও আপনি বিভিন্ন গ্রুপে আপনার পণ্যের প্রচার এবং বিক্রয় করতে পারেন। পাশাপাশি ফেইসবুক প্রোফাইল এবং ম্যাসেঞ্জার তো রয়েছেই। আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনি খুব সহজেই ফ্রি ফেইসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য পৌঁছে দিতে পারেন।

পেইড ফেইসবুক মার্কেটিং কি?

এবার আসুন পেইড ফেইসবুক মার্কেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে যেহেতু টাকার বিনিময়ে ফেইসবুক মার্কেটিং করা হয় সেহেতু এটি পেইড ফেইসবুক মার্কেটিং নামেই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে প্রতিটি বিজ্ঞাপনই টাকার মাধ্যমে দেয়া হয়। এর মূল কাজ হলো নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট হিসেবে পণ্যকে শো করা এবং ফেইসবুক এর ডান পাশে বিভিন্ন পন্য ছবি বা অফার আকারে শো করা।

তবে হ্যাঁ! পেইড ফেইসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফেইসবুক বিজনেস পেইজ থাকতে হবে। কেননা ফেইসবুক প্রোফাইলের মাধ্যমে এই মার্কেটিংটি করা যায় না। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে কিংবা নামের সাথে মিল রেখে একটি বিজনেস পেইজ খুলে নিতে পারেন। পরবর্তীতে সেই পেইজে আপনার পন্যের বিস্তারিত তথ্য সংযোজন করে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারেন খুব সহজেই।

শেষকথা

ফেইসবুক মার্কেটিং নিয়ে বলতে গেলে এতো অল্প সময়ে কখনোই শেষ করা যাবে না। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ সময়। কেননা এর বিস্তৃতি অনেক বৃহৎ। তবুও আশা করি এই বিষয়ে কিছু ধারনা দিতে পেরেছি। খুব শীঘ্রই ফেইসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হবো।

The post ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কত প্রকার? appeared first on Trickbd.com.

যেকোন ফোনের গ্যালারিতে থাকা সকল ছবি দেখে ফেলুন আপনার ফোন দিয়েই। বিশেষ করে গার্ল ফ্রেন্ড ��

Posted:

অন্যের গ্যালারির ছবি দেখতে পারা টা খুবই অন্যরকম একটা বিষয়। আপনি যে কারো মোবাইলের ছবি দেখছেন সে বুঝতেও পারবে না। পুরাতন সকল ছবি তো দেখা যাবেই সাথে সামনে যত ছবি তুলবে বা ডাউনলোড দিবে তাও দেখা যাবে।

কিভাবে চালু করবো?

প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাপ টির নাম google photos…

এই অ্যাপ টি উভয় মোবাইলেই থাকতে হবে। প্রথমে আপনি যে ফোনের ছবি দেখতে চান সে ফোনে অ্যাপ টি ইনস্টল দিবেন। দেওয়ার পর অ্যাপ টি ওপেন করুন।

এরপর শেয়ারিং বাটনে ক্লিক করুন

এর পর লোডিং নিবে

তারপর share with partner এ ক্লিক করুন

তারপর get started এ ক্লিক করুন

পারমিশন এলাও দিন

এর এখানে আপনার ফোনের জিমেইল দিন।

এর পর all photos এ ক্লিক করে next এ ক্লিক করুন

এরপর send invitation

তারপর এমন আসবে

এখন আপনার ফোনের জিমেইলটি চেক করুন একটা মেসেজ আসছে।
সেটা ওপেন করুন আর invitation accept করুন।

এইযে দেখুন এখানে সকল ছবি আসা শুরু হয়েছে

ধীরে ধীরে আসবে আপনার নেট স্পিড অনিযায়ী।

কিভাবে বন্ধ করবো

আবার ওই ফোনে share partner এ ক্লিক করবো

এখানে দেখা যাবে কি কি ছবি আপনার ফোন শেয়ার হয়েছে।
শেয়ার পার্টনার অফ করার জন্য সেটিং এ ক্লিক করুন

তারপর remove partner

তারপর আবার remove

বাস কেটে গেলো।

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post যেকোন ফোনের গ্যালারিতে থাকা সকল ছবি দেখে ফেলুন আপনার ফোন দিয়েই। বিশেষ করে গার্ল ফ্রেন্ড 🙈 appeared first on Trickbd.com.

প্রসঙ্গ যদি হয় বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন তাহলে- LG G6 ই সেরা | LG G6 Bangla Review

Posted:

আজ রিভিউ করতে যাচ্ছি এলজির ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G6 এর। গাইজ আজকে রিভিউটি পুরোপুরি আমার ওপেনিয়ন এর ওপর বানানো।

এলজি তাদের গত পাঁচ বছর আগের ফ্ল্যাগশিপ ডিভাইস LG G5 এর বেশ কিছু ঘাটতি রেখেছিল এবং এলজি তাদের মজার কনসেপ্টটি বাতিল করে দিয়েছে।
এবং চিন্তা করেছে একদম ভদ্রলোকি স্মার্টফোন তৈরি করা প্রয়োজন, তাই ফিউচারিস্টিক কিছু তৈরি না করে একদম বেসিক লেভেল এর একটি স্মার্টফোন তৈরি করেছে।

ঠিক যেমনটি আমরা কল অফ ডিউটি গেমটির মধ্যে দেখে এসেছি, টানা তিনটি ফিউচারিস্টিক গেম বানানোর পর এখন তারা ওয়াল্ড ২ তে চলে আসলো।


ডিভাইসটির বক্স থেকে হাবিজাবি জিনিসপত্র সাইডে রাখার পর ফোনটি যখন হাতে নিলাম, ঠিক তখনই বুঝতে পারলাম প্রযুক্তি এখন অনেকটাই এগিয়ে গিয়েছে।
ফোনটা হাতে নিয়ে জাস্ট মনে হল আমি একটি ডিসপ্লে হাতে নিয়ে রয়েছি।

ফোনটির বেজেল এবং চীন এরিয়া গুলো এতটাই থিন যে ৫.৭ ইন্স ডিসেন্ট থাকা সত্ত্বেও ফোনটি এত ছোট মনে হয়েছিল। যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
তো অভার অল এর ডিসপ্লে কোয়ালিটি ছিল ইম্প্রেসিভ।

ফোনটি মেটাল এবং গ্লাসের কম্বিনেশনে তৈরি কিন্তু ঘাপলা আছে, যেমন এর ফ্রন্ট প্যানেলে গরিল্লা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা ব্যাক প্যানেলে গরিলা গ্লাস ৫ ব্যবহার করেছে।

তো ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ যাবৎ আমি ফোনটি পাওয়ার বাটন খোঁজাখুঁজির জন্য গবেষণা করতে লাগলাম, এন্ড দীর্ঘ ৩০ সেকেন্ড গবেষণা করার পর বুঝতে পারলাম এর পাওয়ার বাটন টি হচ্ছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে এর পাওয়ার বাটন টি ইনক্লুড করা হয়েছে।

অ্যান্ড এই ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড টু পাওয়ার বাটন আমার কাছে অনেক ভালো লেগেছে।

আর হ্যাঁ আইফোন ইউজারদের জন্য এক বালতি সমবেদনা দেয়া হলো কারণ এতে থাকছে একটি আকর্ষণীয় 3.5 এমএম হেডফোন জ্যাক।

ফোনটির লুক এন্ড ফিল এর ব্যাপারে বলতে গেলে নো ডাউট এটি দেখতে অনেক সুন্দর, এবং প্রিমিয়াম কোয়ালিটির।
যদিও ফোনটি তেমন একটা ভারী ছিল না মোটামুটি হালকা ছিল।
যার কারণে ফোনটি একহাতে ইউজ করতে খুব একটা প্রবলেম হয় না।


আর ফোনটি water-resistant যা দেড় মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ওয়াটারপ্রুফ।

ফোনটি ডুয়েল সিম সাপোর্টেড এখানে হাইব্রিড স্লট ব্যবহার করা হয়েছে। তাই একসঙ্গে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
আপনাকে মেমোরি কার্ড ব্যবহার করতে হলে একটি সিম ইউজ করতে হবে।


G6 এ type-c ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং ফোনটি কুইক চার্জ ও সাপোর্টেড। অর্থাৎ আপনি যদি খুব দৌড়ের উপর থাকেন তাহলে ৩০ মিনিটে ফোনটি ৫০% চার্জ হয়ে যাবে।

আর গ্লাস ব্যাকপাট টি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এত বিরক্তিকরভাবে ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল যা একটু মানা যায় না এরকম একটা ব্যাপার।


ডিসপ্লে হিসাবে G6 এ আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটি ৫.৭ ইঞ্চি এর। স্ক্রিন টু বডি রেশিও সেভেন্টি 8.6 স্ক্রিন রেজুলেশন – 2880 × 1440 এবং ডিসপ্লেটি এইচডি আর ১০ সাপোর্ট করে।

এখন কথা হচ্ছে ডিসপ্লেটি কেমন?
এইচডিআর ১০ হচ্ছে একটি টেকনোলজি যা এলজি তাদের ওলেট টিভিতে ব্যবহার করে থাকে। এবং এটি ইনসিওর করে বেটার ভাইব্রেট কালার এবং অসাধারণ ভিউ এক্সপেরিয়েন্স।

এই ডিসপ্লেকে এমোলেড ডিসপ্লের সঙ্গে তুলনা করাটা একেবারেই বোকামি হবে, কারণ এমোলেড পুরাই ভিন্ন সাবজেক্ট এর ডিসপ্লে।
কিন্তু আইপিএস এলসিডি টাচ ডিসপ্লে হিসাবে এটি এখনো পর্যন্ত মার্কেটে বেস্ট ডিসপ্লে।

আর ডিসপ্লের ক্লিয়ারলি টি কালার টোন সাফনেস সব মিলিয়ে বলতে গেলে ডিসপ্লেটির এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ।

ডিসপ্লেটি দেখার পর আমার জাস্ট মনে হল এটি একটি জীবন্ত কাগজ।
আরো একটি প্রশংসা করার মত জিনিস হল ডিসপ্লেটির কর্নার গুলো। ডিসপ্লের কর্নার গুলোতে রাউন্ড শেপ দেয়া হয়েছে।
কিন্তু জুম করে ক্লিয়ারলি খেয়াল করলে দেখা যায় এটি আসলে পুরোপুরি রাউন্ড না। কিছুটা ঢিলেঢালা রয়ে গেছে।
কিন্তু নরমালি এটা সাধারন পাবলিক খেয়াল করতে পারবে না।

এবার ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলি।


ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 835 এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৫৩০
৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
তো এর চিপসেট টি অনেক পুরনো হলেও একটি কথা বলতে হয় Qualcomm Snapdragon 835 কোনভাবেই একটি খারাপ চিপসেট নয়।
এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর বললে চলে, তাই এই ডিভাইসটিতে চোখ বন্ধ করে হাই লেভেলের গেমিং করতে পারবেন।


জি সিক্স এর ক্যামেরা তে দুইটি সেন্সর ইউজ করা হয়েছে দুইটি সেন্সর ই ৩০ মেগা পিক্সেলের।
বাট একটি প্রাইমারি সেন্সর উইথ ওয়ান পয়েন্ট ৮ ফাস্ট অ্যাপাচার।
এবং আরেকটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর উইথ 2.4 সলাইটলি স্নও অ্যাপাচার।

জি সিক্স এর সবচাইতে ফেভারিট ফিচার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি, যদিও ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর টিতে ও এস এর অপূর্ণতা রয়েছে।

জি সিক্স ডিভাইসটিতে 4k ভিডিও রেকর্ডিং এনেবেল এবং ১২০ এফপিএস এ স্লোমো ভিডিও করতে পারে এটি।

ক্যামেরা ইউ আই তে এলজি এবার বেশ কিছু ফিচারঃ ইনক্লুড করে দিয়েছে, ক্যামেরাটিতে ম্যানুয়াল মুড আছে, আর ম্যানুয়াল মুড টি ভিডিও তেও কাজ করে।
আরো রয়েছে অটো এইচডি আর এর মত টুকটাক হাবিজাবি।
বাট সবচাইতে বেশি আনএক্সপেক্টেড ভাবে ডিসাইড পয়েন্ট হয়েছি আমি এর ফ্রন্ট ক্যামেরা টি দেখে।
ফ্রন্টে থাকছে ৫মেগাপিক্সেল এর টু পয়েন্ট ২ অ্যাপাসার যুক্ত ক্যামেরা।
ক্যামেরা তে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে সেলফি ভালো আসছিল না তবে এর এখনকার দাম অনুযায়ী এর উপরে আর কোন ডিভাইস নাই।


আর রিয়ার ক্যামেরার কথা বলতে গেলে ডেলাইট আর নাইটে দুইটাতেই ফ্লাগশিপ লেভেলের ছিল। তাই রিয়ার ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নাই। জি সিক্স এর ওয়াইড অ্যাঙ্গেল পিকচার গুলো ছিল জাস্ট অস্থির।
তো ওভারঅল এই ক্যামেরাটি নিয়ে কোন অবজেকশন নেই।

এবার আসি সফট্ওয়ারে।
এলজির ইউ আই আমার কখনোই ভালো লাগেনা, আমি যখন এলজি জিটু ব্যবহার করেছিলাম এর পরের দিনই কাস্টম রম ইন্সটল করেছিলাম।
এখন কথা হচ্ছে এলজি ইউ আই কি আগের মতই আছে?
এর উত্তর হচ্ছে না কারণ এবারের ইউআইটি অনেক ফাস্ট এন্ড রেস্পন্সিভ ছিল।
তবে একটি জিনিস খুব মজার ছিল ফোনটির এইটিন পয়েন্ট৯ এক্সপেক্ট রেসিওর খুব রিজেনেবল ফ্যাসিলিটি রয়েছে।
যেমন মাল্টি উইন্ডো টাচ এ এক্সট্রা স্পেস পাওয়া যাবে। আর ইউ আই তে কিছু কাস্টমাইজেশন রয়েছে।


ইউ আই টি ৯.০ পাই তে রান করছে। আর লক স্ক্রিন থেকে শুরু করে ওয়ালপেপার গুলোতেও দুইটি ইনডিভিজুয়াল স্কোয়ারট টাইপের ডিজাইন করা হয়েছে।
এবং পাশাপাশি ক্যামেরা ইউ আই তে ভি ফাইনট এর পাশে একটি ছোট গ্যালারি উইন্ডো অ্যাড করেছে এলজি।

এলজি জি সিক্স এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই একুরেট এবং ফাস্ট ছিল কমপ্লেন দেওয়ার মতো কিছুই নেই।
আর ফিঙ্গারপ্রিন্ট প্লেসমেন্ট খুব ভালো একটি জায়গায়। তাই আপনার হাতের আঙুল খুব ইজিলি এটিতে অ্যাক্সেস করতে পারবে।


সবশেষে থাকছে ব্যাটারি, একচুয়ালি ব্যাটারি ব্যাকআপ পুরোপুরি ইউজারের ব্যবহারের পরে ডিপেন্ড করে।
আমি নরমাল ইউজ করে ফুল একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি।
৬ ঘন্টায় স্ক্রিন টাইম পেয়েছি হার্ডকোর ব্যবহারে। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে মানে যেমন ব্যবহার করবেন তেমন ব্যাকআপ পাবেন।
সো গাইজ এই ছিল LG G6 এর ফুল রিভিউ। তো এত পুরনো ফোন রিভিউ করার একমাত্র কারণ হচ্ছে এটি বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে মাত্র – ৫,৯৯০ টাকায়। যেটা একেবারে অবিশ্বাস একটা ব্যাপার।
কারণ এই প্রাইসে এর চাইতে ভাল স্মার্টফোন আশা করাটাও পাগলামি ছাড়া আর কিছু না।


তো ফোন টি পার্সেস করতে পারবেন ঢাকায় হলে বসুন্ধরা সিটি মল থেকে অথবা যমুনা ফিউচার পার্ক থেকে।
আমি ফোনটি পার্সেস করেছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে আমি ওই সেলার এর নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে অর্ডার অথবা ওনার শপে গিয়ে পার্সেস করতে পারেন।
কন্টাক্ট নাম্বার- 01746742991

তো আজকের মত এ পর্যন্তই ছিল পোস্টটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে ও জানাতে ভুলবেন না। আর এই বাজেটে এর চাইতে আরো ভালো ফোন যদি থেকে থাকে সেটি জানাতে পারেন।
তাহলে খুব শিগ্রই সেটির রিভিউ দিয়ে দেয়া হবে ট্রিকবিডিতে ধন্যবাদ ভাল থাকুন আল্লাহ হাফেজ ❤

The post প্রসঙ্গ যদি হয় বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন তাহলে- LG G6 ই সেরা | LG G6 Bangla Review appeared first on Trickbd.com.

[HOT]সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন ৫০ টাকা। না দেখলে মিস করবেন।

Posted:

হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?

আসা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও ই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।

টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ের। আজ আপনাদের মাঝে একটি এ্যাপ শেয়ার করবো।যেই এ্যাপ এ sign up করলে আপনারা ২৫ টাকা ফ্রি পাবেন। আবার আপনি যদি ২৫ টাকা রিচার্জ করেন তাহলে আরো ২৫ টাকা ফ্রি পাবেন।

একটা সুবিধা কি জানেন!

আপনারা sign up করার সময় যেই ২৫ টাকা বোনাস পাবেন। সেই ২৫ টাকা রিচার্জ করলেও ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন।তাহলে ২৫+২৫ মতো ৫০ টাকা ফ্রি তে পেয়ে যাবেন। তাই ৫০ টাকা সম্পূর্ণ ফ্রি তে পেতে আজকের পোস্ট টি মনোযোগ সহকারে দেখুন।

[আগেই বলে রাখি অনেকে ভাববেন fake এ্যাপ বা উল্টা পাল্টা কমেন্ট করবেন।যারা নিজেরা কোনো টপিক খুঁজে পায়না। কিন্তু অন্য কেও যদি কোনো বিষয়ে লেখে তাদের ভুল ধরার পিছনে লেগে যায়। যেখানে তাদের উচিত উৎসাহ দেওয়া। যাই হোক আমি তাদের জন্য না যারা আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]

{বি:দ্র:এটি কোনো fake এ্যাপ না। এটি হলো trust bank এর একটি এ্যাপ। বলতে পারেন bkash/nogod/roket/upay এ্যাপ এর মতো। আর হ্যাঁ এখন অব্দি এই এ্যাপ এ কোনো রেফার কমিশন নেই। শুধু আপনাদের এ্যাপটি বিষয়ে অবগত করার জন্য আজকের এই পোস্টটি করা }

প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন

এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।তারপার যা যা permission চাইবে allow করে দিন।

এখন GET STARTED এ ক্লিক করুন।

এখন আপনার ফোন নম্বর এবং অপারেটর সিলেক্ট করে নিন।[গোপনীয়তা রক্ষার্থে আমি আমার ফোন নম্বর টি blur করে দিচ্ছি ]

তারপর আপনার ফোনে একটি OTP VERIFICATION কোড আসবে। কোড টি বসিয়ে দিন।

তারপর next এ ক্লিক করুন।

এখন আপনার যাবতীয় তথ্য দিয়ে ঘরগুলো পূর্ণ করুন। [যেমন:আপনার নাম,জেন্ডার,পেশা এবং পিন নাম্বার]

তারপর LET’S COUNTINUE তে ক্লিক করুন।

যা যা permission চাইবে allow করে দিন।

তারপর আপনার সেলফি তুললেই একাউন্ট create হয়ে যাবে। Privacy রক্ষার্থে আমি আমার ছবি আর দেখলাম না। সবাই ইতিবাচক দৃষ্টিতে দেখবেন।

Then আপনার NID Card এর সামনে এবং পিছনের ছবি তুলে সাবমিট করুন।

তো দেখুন একাউন্ট তৈরী হয়ে গেছে।

এখন চলে আসি প্রমাণে:

দেখুন আমি এ্যাপটি create করার কারণে আমাকে ২৫ টাকা বোনাস দেওয়া হয়েছে।

আমি ওই ২৫ টাকা রিচার্জ নিয়েছি।

তাই আমাকে আবার ২৫ টাকা বোনাস দেওয়া হয়েছে। আমি সেই ২৫ টাকাও রিচার্জ নিয়েছি।

এখন আমার balance শুন্য।

আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নয় হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন।

প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।

…………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।…………..

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post [HOT]সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন ৫০ টাকা। না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.

আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন।

Posted:

আপনি চাইলেই আপনার ফোন থেকে অন্যের ফোন কন্ট্রোল করতে পারবেন। যেমন কন্ট্রোল করা যেত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার। পরবর্তীতে মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করার সিস্টেম আসছে। আসুন দেখি কিভাবে মোবাইল দিয়ে মোবাইল কন্ট্রোল করবো।

কন্ট্রোল করার জন্য আমাদের প্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নাম :
Anydesk Remote Desktop Software

এই অ্যাপ টি উভয় মোবাইলেই লাগবে তাই উভয় মোবাইলেই ইনস্টল করুন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন।।

এরপর নিচের স্ক্রিনসট অনুযায়ী কাজ করুন।
প্রথমে আপনার ফোনে অ্যাপ ওপেন করুন

তারপর

অ্যাপ এর টিউটোরিয়াল দিবে, স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করুন।

এখন আপনি যেই মোবাইল কন্ট্রোল করতে চান সেটায় এই অ্যাপ ওপেন করুন।

আগের মত করুন

এরপর এখানে আপনাদের একটা কোড দেওয়া হবে সেই কোড টা আপনার ফোনে বসাতে হবে।
অন্যের মোবাইল থেকে এটা কপি করুন

এরপর এটা আপনার ফোনের এই জায়গায় লিখে নেক্সট বাটনে ক্লিক করুন।

আবার টিউটোরিয়াল দিবে স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করে কেটে দিন।

এর পর কানেক্টিং লেখা ভাসবে

এবার চোখ দিন অন্যের মোবাইল টিতে।
ওখানে কিছু অপশন অন করতে হবে।

এই দুইটা মার্ক করে ok তে ক্লিক করুন।


এর পর accept এ ক্লিক করুন

এর পর start now

কিছুক্ষন অপেক্ষা করুন

এবার any desk কে allow দিন

এরপর এখানে ক্লিক করে trace any files অন করে দিন

বাস হয়ে গেলো।
এখন আপনি আপনার ফোন থেকেই ওই ফোন কন্ট্রোল করতে পারবেন। মানে ওই ফোনের স্ক্রিন আপনার কাছে শো করবে আপনি যেখানে ক্লিক করবে সেখানেই ক্লিক পরবে অটোমেটিক, যেই ফাইলেই ঢুকবেন সেই ফাইলেই ওপেন হবে।


প্রথম সেটাপ কঠিন হলেও পরবর্তীতে এটা সেইভ হয়ে থাকে। এক ক্লিকেই হয়ে যায়।

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments