Search box..

কম এম্বির অসাধারণ ক্রিকেট গেমিং এপ [যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন]

কম এম্বির অসাধারণ ক্রিকেট গেমিং এপ [যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন]


কম এম্বির অসাধারণ ক্রিকেট গেমিং এপ [যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা'লার আশেষ মেহেরবানিতে ভালো আছেন।আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ৬০ এম্বির অসাধারণ একটি গেমিং এপ।যা যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন।মোবাইলের কোন সমস্যা হবেনা।তাহলে শুরু করা যাক…..

ক্রিকেট খেলা কার না ভালো লাগে।আমাদের সবার প্রিয় খেলার মধ্যে ক্রিকেট অন্যতম।আর তা যদি গেমিং হয় তাহলে কোন প্রশ্নই উঠে না।আজকের এই গেমিং এপটিতে আপনি অন্যদের সাথে অনলাইনে খেলতে পারবেন।তো আপনারা প্রথমে এই লিংক থেকে গেমটি ডাউনলোড করুন

Game Name: Cricket League 

Size : 60mb 

গেমটির কিছু স্ক্রিণশট দেখে নেয়া যাক….

আরো স্ক্রিনশটঃঃ

গেমটি খেলুন।দেখবেন অনলাইনে অন্যদের সাথে ক্রিকেট খেলা কত মজাদার।আপনাদের সবাই গেমটি ভালো লাগবে।

আজকের ম মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post কম এম্বির অসাধারণ ক্রিকেট গেমিং এপ [যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন] appeared first on Trickbd.com.

টেলিগ্রামের দরকারি কিছু ফিচার

Posted: 10 Jan 2022 12:37 AM PST

 

আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ আমিও অনেক ভালো আছি।


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টেলিগ্রাম এর কিছু দরকারী টিপস।অনেকেই জানেন এই ফিচারস গুলো সমন্ধে।যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট।


টেলিগ্রাম মেসেজ এডিট

আমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করে মেসেজিং করি।আমরা যদি কাউকে ভুল করে মেসেজ দিয়ে ফেলি কিংবা মেসেজে কোনো শব্দের বানান ভুল থাকে,তখন সেটি ডিলেট না করেই আমরা মেসেজটি এডিট করতে পারি।মেসেজ এডিট করতে হলে প্রথমে সেন্ড করা মেসেজটি ক্লিক করে ধরে সিলেক্ট করুন।

তারপর উপরে এডিট আইকন এ ক্লিক করুন।

দেখুন আপনি যে মেসেজ টি দিয়েছেন,সেটি এডিট করার অপশন এসে গেছে।এখন আপনি ইচ্ছা মত এডিট করে সেন্ড করতে পারেন।

দেখুন মেসেজ এডিট হয়ে গেছে।কিন্তু একটি সমস্যা হলো মেসেজ এডিট করা হলে Edited লেখা দেখাবে।


পিকচার এর সাইজ না কমিয়েই সেন্ড করুন

আমরা টেলিগ্রাম এ অনেক পিকচার সেন্ড করি।কিন্তু পিকচার গুলো কম্প্রেস হয়ে সাইজ কমে যায় এবং কোয়ালিটি অনেক খারাপ হয়ে সেন্ড হয়।ফুল সাইজের পিকচার সেন্ড করতে যে পিকচার টি সেন্ড করবেন সেটি সিলেক্ট করুন।

তারপর দেখুন পাশে ৩ ডট অপশন রয়েছে।সেখানে ক্লিক করুন।

তারপর Send Without Compress এ ক্লিক করে সেন্ড করুন।


একের অধিক পিকচার গ্রুপ আকারে সেন্ড না করে আলাদা আলাদা করে সেন্ড করুন।

আমরা একসাথে অনেক পিকচার সেন্ড করি।সেগুলো একসাথে গ্রুপ আকারে সেন্ড হয়।চাইলে কিন্তু আমরা পিকচার গুলো আলাদা আলাদা করে সেন্ড করতে পারি।সেজন্য প্রথমে যেসব পিকচার সেন্ড করবেন সেগুলো সিলেক্ট করুন।

তারপর দেখুন ৩ ডট অপশন আছে।সেখানে ক্লিক করুন।

তারপর Send Without Grouping এ ক্লিক করে সেন্ড করুন।


সাইলেন্ট মেসেজ পাঠান

মেসেজ আসলে আমাদের ফোনে নোটিফিকেশন আসে।কাউকে মেসেজ দিলে তার ফোনে নোটিফিকেশন যায়।কিন্তু আমরা চাইলে নোটিফিকেশন ছাড়া মেসেজ দিতে পারি।অর্থাৎ আমরা যদি কাউকে মেসেজ দেই তবে তার ফোনে কোনো নোটিফিকেশন যাবে না।তার জন্য মেসেজ টাইপ করার পর সেন্ড বাটন এ ক্লিক করে ধরুন।

তারপর ২টা অপশন দেখতে পারবেন। সেখান থেকে Send Without Sound এ ক্লিক করে সেন্ড করে দিবেন।


সিডিউল মেসেজ

আমরা চাইলে সময় সেট করে দিয়ে মেসেজ সেন্ড করতে পারি।অর্থাৎ আজ আমরা যে ডেট/টাইম সিলেক্ট করে মেসেজ দিবো।প্রাপকের কাছে সেদিন/সে সময় উক্ত মেসেজ টি পৌঁছাবে।
সেজন্যে আমরা যে মেসেজ টি দিবো সেটি টাইপ করার পর সেন্ড বাটন এ ক্লিক করে ধরলে ২ টি অপশন আসবে।

সেখান থেকে Schedule Message এ ক্লিক করুন।তারপর সময়/তারিখ সিলেক্ট করুন।

তারপর Send On….. এ ক্লিক করুন।


টেলিগ্রাম পোল (ভোট)

ফেসবুক , মেসেঞ্জার এর মত টেলিগ্রামেও রয়েছে ভোটিং সিস্টেম(পল)। পোল ক্রিয়েট করতে প্রথমে অ্যাটাচমেন্ট আইকন এ ক্লিক করুন।

তারপর নিচে দেখুন পোল অপশন রয়েছে।সেখানে ক্লিক করুন।

তারপর আপনার ইচ্ছা মত পোল বানিয়ে উপরে দেখুন create বাটন রয়েছে।সেখানে ক্লিক করুন।

দেখুন হয়ে গেলো পোল।


কোনো ভুল – ভ্রান্তি হলে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।

The post টেলিগ্রামের দরকারি কিছু ফিচার appeared first on Trickbd.com.

নিয়ে নিন Volume Style প্রিমিয়াম ভার্সন এবং আপনার ফোনে ব্যবহার করুন অসংখ্য সব volume styles।

Posted: 10 Jan 2022 12:36 AM PST

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আমার আজকের আলোচনার বিষয় হলো Volume Styles অ্যাপ।

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা তাদের ফোনের ডিফল্ট লুক চেঞ্জ করার জন্য অনেক ধরনের লাঞ্চার ইউজ করে থাকি।লাঞ্চার আমাদের ফোনের হোম স্ক্রীন কাস্টোমাইজ করার অনেক অপশন দিয়ে থাকে।তাছাড়াও আমরা আরো অনেক অ্যাপস ব্যবহার করে থাকি ফোন কাষ্টমাইজ করার জন্য।তেমনি একটি অ্যাপস নিয়ে আজকের আমার আলোচনা।

Volume Styles অ্যাপ টি ব্যবহার করে আপনি আপনার ফোনের ডিফল্ট ভলিউম স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন অনেক সুন্দর কিছু স্টাইল।চাইলে দিতে পারেন যেকোনো ব্র্যান্ড এর ফোনের ডিফল্ট কিছু স্টাইল।নিজেও নিজের মনের মত করে স্টাইল বানিয়ে নিতে পারবে।আবার রয়েছে কমিউনিটি স্টাইলস।অনেকে অনেক ধরনের স্টাইল বানিয়ে সেগুলো সেখানে আপলোড করে থাকে।আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে টা এপ্লাই করে ব্যবহার করতে পারেন।নিচে দেখুন কিছু স্টাইল এর স্ক্রীনশট।




অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।


তারপর অ্যাপস টি ওপেন করুন।

এখন আপনার ইচ্ছে মত যে স্টাইলটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে নিন।আমি আইওএস এর স্টাইল সিলেক্ট করলাম।

তারপর Start এ ক্লিক করুন।

তারপর Accessibility Service এ ক্লিক করুন।

তারপর আপনাকে সেটিংস এ নিয়ে যাবে।সেখান থেকে Volume styles এ ক্লিক করুন।

তারপর এটি অন করে দিন।

তারপর পারমিশন চাইবে।Allow করে দিবেন।

এখন দেখুন আমার ফোনের ডিফল্ট স্টাইল চেঞ্জ হয়ে আইওএস এর ভলিউম স্টাইল হয়ে গেছে।

আপনি চাইলে Community Styles এ ক্লিক করে আপনার পছন্দ মত একটি স্টাইল সিলেক্ট করে নিতে পারেন।

আমি একটি স্টাইল সিলেক্ট করলাম,এখন Apply এ ক্লিক করলাম।

তারপর দেখুন আমার আইওএস স্টাইলটি চেঞ্জ হয়ে নতুন এই স্টাইলটি এসে গেছে।যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। কুল লাগতেছে।

আপনি চাইলে নিজে একটি স্টাইল বানাতে পারেন।এজন্যে সিম্পলি Create Style এ ক্লিক করুন।তারপর আপনার ইচ্ছে মত সব কিছু কাস্টোমাইজ করে একটি স্টাইল বানাতে পারবেন।

আপনি অন্যান্য স্টাইলগুলো মডিফাই করতে পারবেন কাস্টোমাইজ এবং অ্যাডভান্সড অপশন থেকে।


আজকের মত এতটুকুই।আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে।কোনো প্রকার ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।আল্লাহ হাফেজ।

The post নিয়ে নিন Volume Style প্রিমিয়াম ভার্সন এবং আপনার ফোনে ব্যবহার করুন অসংখ্য সব volume styles। appeared first on Trickbd.com.

নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।

Posted: 10 Jan 2022 12:35 AM PST

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের সাথে শেয়ার করবো English+Bangla স্টাইলিশ ফন্ট।

আমরা অনেকেই আমাদের ফোনে স্টাইলিশ ফন্ট ইউজ করে থাকি।কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা থেকেই যায়।সেটি হচ্ছে,আমরা যদি কোনো English Stylish Font ইউজ করি,তবে বাংলা ফন্ট ডিফল্ট ই থেকে যায়।কোনো প্রকার ডিফারেন্স আসে না।আবার যদি শুধু বাংলা ফন্ট ইউজ করি তবে শুধু বাংলা স্টাইলিশ ফন্ট ই ইউজ করতে পারি।ইংলিশ ফন্ট ডিফল্ট থেকে যায়।যায় মানে দারাচ্ছে,আমরা যেকোনো একটি ব্যবহার করতে পারবো।একটি সুবিধা পেতে হলে আরেকটি ছাড় দিতে হবে।

কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ+বাংলা কম্বিনেড ফন্ট।যেটি ইনস্টল করলে আপনি একই সাথে ইংলিশ এবং বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।এবং এই ফন্ট টি দেখতেও অনেক সুন্দর।অর্থাৎ ১ টা ফন্ট দিয়েই ২ টি সুবিধা।আলাদা আলাদা ফন্ট ইনস্টল করতে হবে না।

ফন্টটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সাথে লাগবে Zfont এপসটি।প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন Zfont অ্যাপ টি।তারপর ওপেন করুন Zfont অ্যাপ।

তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিন এবং Local এ ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন।

তারপর যে ফোল্ডার এ ফাইলটি ডাউনলোড করে রেখেছেন,সেখানে যান।তারপর ফাইলটি সিলেক্ট করুন।তারপর Ok তে ক্লিক করুন।

তারপর Done এ ক্লিক করুন।

তারপর যে ফন্টটি এক্সট্র্যাক্ট করলেন সেটি দেখতে পাবেন ।সেটিতে ক্লিক করুন।

তারপর Apply এ ক্লিক করুন।

তারপর change font এ ক্লিক করুন।

তারপর Apply করে দিন।

হয়ে গেলো চেঞ্জ।
নিচে দেখুন আমার ফোনের বর্তমান ফন্ট স্টাইল।বাংলা এবং ইংলিশ ২টা স্টাইলিশ ফন্ট একসাথে।

যেকোনো জায়গায় বাংলা এবং ইংলিশ টাইপ করে দেখুন।একই সাথে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ ফন্ট হয়ে গেছে।আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভুল – ত্রুটি ধরিয়ে দিবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

The post নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। appeared first on Trickbd.com.

Astra Pro Theme ২০ হাজার টাকার থিম মাত্র ২০০ টাকা, প্রতি সাইট Lifetime Updates ( With License Key)

Posted:

আপনি যদি একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের ডিজাইন এর দিকে মনোযোগ দিতে হবে।

ওয়ার্ডপ্রেসে প্রফেশনাল ডিজাইন দেওয়ার জন্য এবং ওয়েবসাইট এর স্পিড বৃদ্ধি করার জন্য যে সমস্ত থিম ব্যবহার করা যায়, সেগুলোর মধ্যে থেকে জনপ্রিয় একটি থিম হলো Astra Pro.

এই থিমটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো, এই থিম যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি বৃদ্ধি পাবে।

যদি আপনার ওয়েবসাইটের লোডিং স্পীড বৃদ্ধি পায়, তাহলে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইটে রেংকিং বৃদ্ধি পাবে।

Astra theme Free Features

কোন রকমের টাকা খরচ করা ছাড়া আপনি যদি এই থিমটি ব্যবহার করেন, তাহলে আপনি চাইলে এই বিনামূল্যে নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন।

এই থিমের ফ্রী ভার্সনে আপনি যে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন, সেগুলো নিচে দেওয়া হল।

  • Colors and Backgrounds
  • Typography
  • Spacing
  • SEO Optimized
  • Gutenberg ready ইত্যাদি।

আপনার কাছে যদি কোন রকমের টাকা-পয়সা না থাকে তাহলে আপনি চাইলে নিম্নলিখিত লিংক থেকে এই থিমটি ডাউনলোড করে নিতে পারেন।

Astra Theme Free

Astra Pro

ব্যবহার করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ থিম হিসেবে পরিচিত, এই থিম আপনি যদি আপনার ওয়েবসাইটে পুরোপুরি কাস্টমাইজড এর সাথে ব্যবহার করতে চান, তাহলে তার প্রিমিয়াম ভার্শন ক্রয় করে নিতে পারেন।

প্রিমিয়াম ভার্শন ক্রয় করার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন প্রতি বছরের জন্য আপনাকে ৪৯$ খরচ করতে হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,১০০+ টাকা।

এবং এই থিমটি আপনি যদি লাইফ টাইম এর জন্য কিনে নিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ২০,২৫৫ টাকা।

আরেকটি বিষয় বলে রাখা ভাল আর সেটি হলো এই প্ল্যান একেবারে নিম্নস্তরের প্ল্যান, এতে শুধুমাত্র আপনি থিম পাবেন এবং লাইফটাইম আপডেট পাবেন।

উপরে উল্লেখিত বিশাল অংকের টাকার পরিমাণ আমাদের অনেকের কাছে খুবই বেশি মনে হয় বা অনেকের কাছে এই টাকার পরিমাণ অনেকাংশে বেশি।

তবে একটি বিষয় বলে রাখা ভাল আর সেটি হলো আপনি যদি সমস্ত রকমের ভালো ফিচারস এর সহযোগিতায় এই থিম আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে প্রেমিয়াম ভার্শন করা করার দিকে মনোনিবেশ করতে হবে।

আপনার জন্য সুখবর হচ্ছে, আপনি যদি এই থিমটি এত বেশি টাকা খরচ না করে শুধুমাত্র ২০০ টাকা খরচ করার মাধ্যমে ক্রয় করে নিতে চান, তাহলে fbhelpsbd@gmail.com এই ই-মেইলে নক করতে পারেন।

ওয়েইট, ওয়েইট, এই থিমটি আমার কাছ থেকে ক্রয় করার জন্য আমি আপনাকে ফোর্স করছি না। আপনি চাইলে প্রেমিয়াম ভার্শন ক্রয় করতে পারেন অথবা ফ্রী ভার্শন আপনার জন্য যথেষ্ট।

প্রিমিয়াম ভার্সন ক্রয় করার সুবিধাঃ

  • Advance Header Builder
  • Advance Blog Layouts
  • Sticky Header
  • Global Color Palettes
  • Advance Footer Builder
  • Custom Layouts & Hooks
  • Advance Typography
  • Advance Colors Options
  • Mega Menu
  • WooCommerce Controls
  • Native AMP Support
  • White Label
  • Product Updates
  • Premium Support
  • Extensive Training
  • Risk-Free Guarantee

উপরে উল্লেখিত সমস্ত ফিচার এর সহায়তায় আপনি যদি এই থিমটি ব্যবহার করতে চান, তাহলে নিম্নলিখিত লিংক থেকে এই থিমটি ক্রয় করে নিন কিংবা উপরে উল্লেখিত ইমেইল এড্রেসে যোগাযোগ করে কিনে নিতে পারেন।

Astra Pro

The post Astra Pro Theme ২০ হাজার টাকার থিম মাত্র ২০০ টাকা, প্রতি সাইট Lifetime Updates ( With License Key) appeared first on Trickbd.com.

সবার জন্য Vocabulary by Munzereen Shahid

Posted:

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download
সবার জন্য Vocabulary by Munzereen Shahid এটি 10 Minutes school এর একটি বই

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download


সবার জন্য Vocabulary pdf:

সাইজঃ ৩৯.২ MB
পূষ্ঠাঃ ২০৪
লেখকঃ মুনজেরিন শহীদ 
মূল্যঃ ৫০৳

মুদ্রিত বই ( Rokomari.com)

Edition1st Published, 2021
Number of Pages191
মূল্যঃ ৩৬০৳ ৩০৬৳

লেখক পরিচিতিঃ  

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে ইংরেজি বিভাগে স্নাতক ও পরবর্তী বছরে একই বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। মুনজেরিন শহীদ ১৯৯৬ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।


ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর অর্জন করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় জায়গা পান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে। ইংরেজি শিক্ষা সম্পর্কিত তার ভিডিও বার্তাগুলো ইতোমধ্যে দেশ ও বিদেশের প্রায় ২৫ মিলিয়ন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।

মুনজেরিন শহীদের IELTS এর স্কোর ছিল ৮.৫। তিনি 10 মিনিট স্কুলে মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download


মুনজেরিন শহীদ সম্পাদিত বই এবং কোর্সসমূহঃ

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download


সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download


সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download



মুনজেরিন শহীদের শিক্ষাগত যোগ্যতাঃ

  • ২০১৫-২০১৮, ইংরেজি (স্নাতক), ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • ভাষাতত্ত্ব এবং ইংরেজি ভাষা শিক্ষায় স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • দ্বিতীয় স্নাতকোত্তর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।


একনজরে বইটির সূচিপত্রঃ

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download


সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

বইটির কিছু অংশঃ

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

লেখিকার শেষ কথাঃ

সবার জন্য vocabulary by Munzereen shahid PDF Book Download

বিদ্রঃ আমার মতো যারা গরিব, কিনে পড়ার মত সামার্থ নেই তারা এখানে See দেখুন।




বইয়ের পিডিএফ যেকোনো গ্রুপে শেয়ার করা কিংবা টাকার বিনিময়ে বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র 10 Minute School বই বিক্রয় করার অধিকার রাখে।

















The post সবার জন্য Vocabulary by Munzereen Shahid appeared first on Trickbd.com.

করোনা ভাইরাস টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ?

Posted:

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result) 

আসসালামু-অলাইকুম, কেমন আছেন সবাই? আজ দেখাবো করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result) 

বিশেষ করে যারা বিদেশগামি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।  কারন এখন যেকোন দেশে যেতে হলে আপনাকে করোনা নেগেটিভ এর সার্টিফিকেট অবশ্যই লাগবে। এ ছাড়া আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না।

তাহলে চলুন পদ্ধতিটি জেনে নেওয়া যাক। 

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
প্রথমেই Google এ গিয়ে search করুন ডগহশ

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

 সার্চ রেজাল্ট থেকে  রিপোর্ট/সার্টিফিকেট(ডাউনলোড) এ ক্লিক করুন।


নিচের মত পেজ আসলে এখানে করোনা টেস্ট করানোর সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার টি বসিয়ে ” Get OTP” তে ক্লিক করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

এখন আপনার দেওয়া নাম্বারে নিচের মত ৪ ডিজিটের একটা OTP ( One Time Password)  যাবে। 

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

এই ধাপে,নিচে দেখানো বক্সে সেই OTP টি বসিয়ে
“সাবমিট” করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

সাবমিট করার পর নিচের মত আপনার তথ্য চলে আসবে সম্পূর্ণটা দেখার জন্য ” Show ” তে ক্লিক করুন।
করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


দেখুন আপনার করোনা টেস্ট এর রেজাল্ট ( নেগেটিভ) চলে এসেছে। 


এখন প্রিন্ট/সেইভ করার জন্য “প্রিন্ট” বাটনে ক্লিক করুন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)

ডাওনলোড হতে কয়েক সেকেন্ড সময় নিবে তারপর নিচের মত একটা ফাইল পাবেন।

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


এখন ফাইল টি অপেন করে দেখুন….

করোনা ভাইরাস  টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)


 এটাই আপনার করোনা টেস্ট এর রেজাল্ট ( সার্টিফিকেট)


এখন এটি প্রিন্ট করে যেকোন কাজে লাগাতে পারবেন। বিদেশগামি যাত্রি হলে ৫-৬ কপি করে নিবেন কারণ বিভিন্ন জায়গায় কাজে লাগবে।


আজ এই পর্যন্তই! সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন – খোদা হাফেজ। 

পোস্ট টি পূর্বে প্রকাশিতঃ এখানে






















The post করোনা ভাইরাস টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? appeared first on Trickbd.com.

ওমিক্রনঃ কোভিড ১৯ ঠেকাতে যে বিষয়গুলি মেনে চলা জরুরী

Posted:

কোভিড ১৯ এর নতুন যে ভ্যারিয়েন্ট আমাদেরকে পুনরায় হুমকীর মুখে ফেলেছে সেটি হলো ওমিক্রন। এর থেকে নিরাপদ থাকার জন্যে আমাদের হাত ধৌত করার সাথে সাথে নিয়মিত জীবানুমুক্ত থাকতে হবে। এমনকি নিজেদের ব্যবহৃত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখতে হবে। আর এই প্রক্রিয়াকেই স্টেরিলাইজেশন বলা হয়ে থাকে। 

জীবাণুমুক্তকরণ (Sterilization) হল এমন একটি পদ্ধতি যা দ্বারা কোন সারফেস অথবা যন্ত্রপাতিতে থাকা সমস্ত অণুজীব বা জীবাণুগুলি বিভিন্ন সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করে পরিষ্কার করা হয়। তো, আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলি কিভাবে পরিষ্কার রাখবো সেটি নিয়ে আলোচনা করবো।

বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি

ব্যক্তিগত পরিচ্ছন্নতা

নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে নিম্নোক্ত ক্ষেত্রেঃ

  • প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে হাত ধৌত করতে হবে। 
  • খাবার খাওয়ার আগে ও পরে।
  • বাথরুম ব্যবহারের আগে ও পরে।
  • বাইরে থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।

সাবান-পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।

জিনিসপত্রের পরিচ্ছন্নতা

বাড়ির মেঝে এবং অন্যান্য তল পরিষ্কার রাখার দুটি ধাপ আছে। 

  1. ক্লিনিং বা পরিচ্ছন্ন করা।
  2. ডিজইনফেকটিং বা জীবাণুনাশ করা। 

বাড়ি জীবাণুমুক্ত করার ধাপসমূহঃ

  • প্রথমে পানি, ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনারজাতীয় উপাদান দিয়ে মেঝে, তল ইত্যাদি পরিষ্কার করতে হবে। 
  • এরপর জীবাণুনাশক উপাদান দিয়ে জীবাণুমুক্ত করুন। 
  • জীবাণুনাশক হিসেবে ব্লিচ বা ৭০ শতাংশ অ্যালকোহলের মিশ্রণ কার্যকর। 
  • বাড়িতে ব্লিচ মিশ্রণ তৈরি করতে এক গ্যালন পানিতে ৫ টেবিল চামচ ব্লিচ মেশাতে হবে। 
  • প্রতিদিন কয়েকবার এভাবে রান্নাঘর, বাথরুম ও অন্যান্য ঘরের মেঝে, যেকোনো তল পরিষ্কার করুন। 
  • পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। 
  • আর কাজ শেষে সেটা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলবেন। 
  • কার্পেট, মাদুর, ম্যাট ইত্যাদি জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন।

মোবাইল পরিষ্কার পদ্ধতি

  1. প্রথমে নিজের মোবাইল ফোনটি সুইচ অফ করুন, তারপর প্রটেক্টিভ কভারটি সরিয়ে ফেলুন।
  2. এরপর শুকনো কাপড় দিয়ে মোবাইল ফোনটি পরিষ্কার করুন।
  3. সামনে ও পেছনে ভালবাসে পরিষ্কার করুন, প্রয়োজন হলে ব্রাশ ব্যবহার করুন।
  4. এরপর নতুন এক টুকরো কাপড় নিন এবং সেটাতে স্যাভলন মিশিয়ে নিন।
  5. পুনরায় পুরো ফোন পরিষ্কার করুন। 
  6. সবার শেষে মোবাইলের প্রটেক্টিভ কভার পরিষ্কার করবেন।

আর্টিকেল ক্রেডিটঃ شركة تعقيم منازل

The post ওমিক্রনঃ কোভিড ১৯ ঠেকাতে যে বিষয়গুলি মেনে চলা জরুরী appeared first on Trickbd.com.

যে কোন এপকে ক্লোনিং করুন খুবই সহজে [কেউ মিস করবেন না]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার মেহেরবানিতে ভালো আছেন।আজকের এই পোস্টে আমরা জানব কিভাবে যেকোন এন্ড্রয়েড এপকে ক্লোনিং করা যায়।তাহলে আজকের এই পোস্টটি শুরু করা যাক….

যেকোন এপকে ক্লোনিং করতে আপনাদের প্রথমে একটি ক্লোনিং মোড এপ ডাউনলোড করতে হবে।আপনারা এখান থেকে ডাউনলোড করুন 

Download এ ক্লিক করে এপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা শেষ হলে এপটি ইন্সটল করে নিন।

এপটিতে ডুকলে এরকম আসবে…পরিশেষে Finish এ ক্লিক করুন।

এপটির হোমে ডুকলে এরকম আসবে….আমরা এখান থেকে যে এপ ক্লোন করতে চাই সেটা সিলেক্ট করব।

আমি Anotny tun এপটি সিলেক্ট করলাম। আমি আপনাদের এই এপটি ক্লোন করে দেখাব।

তারপর এরকম আসবে…আমরা এখান থেকে Cloning option এ ক্লিক করব।

তারপর এরকম আসবে।

এখান থেকে আমরা Skip Native Libraries অন করে দেব।

তারপর একে বারে নিচের দিকে যাবেন।

এখান থেকে আমরা Remove App Cloner Beanding অপশনটি আমরা অন করে দেব।

তারপর এখান থেকে আমরা ব্যাকে আসব।

আপনি চাইলে এপটির নাম পরিবর্তন করতে পারেন। তাছড়া এপের আইকন ও অনন্যা সবকিছু পরিবর্তন করতে পারবেন।

ক্লোনিং করার জন্য এপটির ক্লোনিং আইকনে ক্লিক করুন।

তারপর..

Ok তে ক্লিক করুন।

ক্লোনিং হচ্চে..১০০% হওয়ার পর এপটি ইনস্টল করুন।

 

এপটি ইন্সটল হয়ে গেছে দেখুনঃ

আশাকরি আপনাদের সবাই ভালো লেগেছে আজকের এই পোস্ট। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post যে কোন এপকে ক্লোনিং করুন খুবই সহজে [কেউ মিস করবেন না] appeared first on Trickbd.com.

খেলে ফেলুন ৬০ এম্বির অসাধারণ ক্রিকেট গেম

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার আশেষ মেহেরবানিতে ভালো আছেন।আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ৬০ এম্বির অসাধারণ একটি গেমিং এপ।যা যেকোন এন্ড্রয়েড ফোনে খেলতে পারবেন।মোবাইলের কোন সমস্যা হবেনা।তাহলে শুরু করা যাক…..

Game Name: WCC2

Size: 60Mb

প্রথমে আপনারা গেমটি এখান   থেকে ডাউনলোড করুন।

গেমের কিছু স্ক্রিণশটঃ

আরো দেখুনঃ

আশা করি আমার মতো আপনাদের ও এ গেমটি ভালো লাগবে।তো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 

The post খেলে ফেলুন ৬০ এম্বির অসাধারণ ক্রিকেট গেম appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments