Search box..

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন?


সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন?

Posted:

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন?

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই ভুল ধারণা রাখি। আজকে আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন? এই পুরো বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব!

যেখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানা-অজানা অনেক ধরনের তথ্য সম্পর্কে জানতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমাদের বেশ কিছু পয়েন্ট মনে রাখা প্রয়োজন।

সঠিকভাবে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানতে পারেন তাহলে। আপনি চাইলে যে কোন মিডিয়াতে যুক্ত হয়ে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, মার্কেটিং এর সাহায্যে প্রচুর পরিমাণে লাভবান এবং জনপ্রিয়তা অর্জন করতে পারে আপনার ব্যবসার।

অনেক কথা হল এখন আমরা চলুন প্র্যাকটিক্যালে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। শুরুতেই আমাদেরকে বুঝতে এবং ধারণা পেতে হবে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি? তারপরে আমরা step-by-step আরো বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব! এদিক-ওদিক কথা না বাড়িয়ে চলুন এবার মূল বিষয় নিয়ে জানার চেষ্টা করি!

সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া কাকে বলে?

সোশ্যাল মিডিয়াঃ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে যখন কেউ মার্কেটিং করে তখন সেই মার্কেটিং করার প্রক্রিয়াকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

আরো সহজ ভাষায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বলতে গেলে সাধারণত, সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম) যখন কোন পন্য বা সার্ভিস এর বিজ্ঞাপন দেওয়া হয় বা প্রচার করা হয় তখন সেই মার্কেটিংকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়ে থাকে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ সাধারণত কোন পণ্য বা সার্ভিস এর বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে চান সার্ভিস। কিংবা কোন কোম্পানির পণ্য প্রোডাক্ট ইত্যাদি তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন।

কেননা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য বর্তমানে আপনি বেশিরভাগ গ্রাহক অনলাইনে খুঁজে পাবেন। বর্তমানে প্রযুক্তি উন্নত যুগে বেশিরভাগ লোক এরা বিভিন্ন ধরনের মিডিয়াতে একটিভ থাকে আনলিমিটেড।

সুতরাং আপনার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তাছাড়া আপনি বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাহায্যে অনেক লাভবান হতে পারেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কেউ চাইলে করতে পারবে?

সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ আপাতত যে কেউ চাইলেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারে। তবে বয়সের দিক দিয়ে কমপক্ষে 18 বছর হতে হবে। অন্যদিকে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে সঠিক নিয়ম নীতি শিক্ষা অর্জন করা খুবই জরুরী।

তবে যে কেউ চাইলেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবে না। তার জন্য কিছু বিষয়ে অভিজ্ঞ এবং বয়স, উপযোগী হতে হবে। তবে বর্তমান যুগে কেউ চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন।

আপনার আমার জন্যেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যেমন একটি কঠিন কাজ নয়। বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে শিক্ষা অর্জন করে। বয়স ঠিকঠাক হলেই বিভিন্ন বিজ্ঞাপন বা সার্ভিস প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারব।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি শিখতে হবে?

সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে বিভিন্ন ধরনের জিনিস শেখা প্রয়োজন হবে। কারণ এগুলো না শিখতে পারলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কখনোই করতে পারবেন না। সুতরাং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যা যা শিখতে হবে যেমনঃ

###প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে—

###টার্গেটেড অর্ডিয়্যান্স খোজে নেওয়া—

###প্রোডাক্ট প্রমোশন এন্ড বুস্টিং—

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে শিখবো?

সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমত সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হবে। নাসিকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কখনোই করতে পারবেন না। সুতরাং তার জন্য প্রথমত আপনাকে শিখতে হবে এবং কিভাবে শিখবেন তাই না! সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার জন্য,

অনলাইন সহ অনেক জায়গায় কোর্স এবং অনেক ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয়। আপনি একটু অনুসন্ধান করলে বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার জন্য। তাছাড়া ইউটিউবে কোর্স করায় বিভিন্ন ধরনের আপলোড করা টিউটোরিয়াল রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি সহজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে লাভ?

সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অবশ্যই লাভ রয়েছে তা না হলে কেন করবেন আপনি, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া সাধারণত ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম পিন্টারেস্ট ইত্যাদি সহ আরো অনেক কিছু। এগুলো মার্কেটিং এর কাজ করে আপনি,

আপনার ব্যবসার উন্নতি এবং প্রচার করতে সহজে পারবেন। এবং এর ফলে দ্রুত খুব সহজে আপনার কিংবা অন্যের ব্যবসা জনপ্রিয়তা লাভ সহ, খুব সহজে নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। যার মাধ্যমে আপনি কিন্তু খুবই লাভবান হবেন। আপনি একটি মাত্র প্রচারের মাধ্যমে হাজার হাজার গ্রাহকের কাছে নির্দিষ্ট সার্ভিস পৌঁছে দিতে সক্ষম হবেন।

এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়
projuktibuzz.com

তো বন্ধুগণ আশা করি আজকের এই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করবেন এটি কিভাবে করা যায়! এই পুরো বিষয়বস্তুর নিয়ে নিশ্চয় ধারণা চলে এসেছে। সুতরাং যদি আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আশাকরি। কোন ভুল ত্রুটি হলে জানিয়ে দিবেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

The post সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন? appeared first on Trickbd.com.

সহজে শিখুন Noun ও এর প্রকারভেদ

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণে noun সম্পকে ও noun এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


আমরা সকলেই মোটামুটি Parts of speech সম্পকে জানি । এই Parts of speech ৮ প্রকার । তার মধ্যে একটি হলো Noun ।

“What is Noun?”(noun কি)

কোন বাক্যে যে শব্দ দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় সেই শব্দটি হলো Noun । যেমন :-

A cow has four legs.
= একটি গরুর চারটি পা আছে ।

বাক্যটিতে cow দ্বারা গরু অথাৎ একটি প্রাণীর নাম বোঝানো হচ্ছে । সুতরাং cow শব্দটি noun ।

The classification of noun:-(noun এর প্রকারভেদ)

Noun মূলত ৫ প্রকার । যথা :-
১। Proper noun
২। Common noun
৩। Collective noun
৪। Material noun
৫। Abstract noun

Proper noun :- যে noun দ্বারা কোন নিদিষ্ট স্থান,ব্যাক্তি,বস্তু বোঝায় তাই Proper noun । যেমন :- Dhaka একটি নিদিষ্ট জেলার নাম । সুতরাং এটি Proper noun

Common noun :- যে noun দ্বারা প্রত্যেক ব্যাক্তি,স্থান বা বস্তুকে বোঝায় । কিন্তু এটি কোন কিছুকে নিদিষ্ট করে বোঝায় না । যেমন :- district যার অথ হলো জেলা । কিন্তু এখানে কোন জেলা তা উল্লেখ করা হয় নি । এরকম অনেক Common noun রয়েছে । আবার Girl যার অথ হলো মেয়ে । কিন্তু কোন মেয়ে তা নিদিষ্ট করে বলা হচ্ছে না । তাই এটিও Common noun ।

Collective noun :- যে Noun দ্বারা কোন কিছুর সাংগঠনিক নাম বোঝায় । যেমন :- Team যার অথ হলো দল । দল তো আর এককভাবে হতে পারে না । অনেক জনের সমন্বয়ে দল হয় । তাই এটি Collective noun । আবার family যার অথ পরিবার । এটিও একটি সংগঠনের নাম । কারণ পরিবার হতে গেলে কমপক্ষে দু তিন জন থাকতে হবে । তাই এটিও Collective noun ।

Material noun:- যে Noun বা যে জিনিস ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাই Material noun ।যেমন :- milk,oil ইত্যাদি । এগুলো ওজন করা যায় কিন্তু হাতে কোণা যায় না ।

Abstract noun :- যে Noun গুলো ওজন করা যায় না, গণনা করা যায় না, চোখে দেখা যায় না তবে শুধুমাত্র অনুভব করা যায় সেগুলো হলো Abstract noun । যেমন :- honesty (সততা),freedom(মুক্ত) । এগুলো শুধুমাত্র অনুভব করা যায় । তাই Abstract noun ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই । ভালো লাগলে কমেন্ট করতে পারেন ।

The post সহজে শিখুন Noun ও এর প্রকারভেদ appeared first on Trickbd.com.

নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট

Posted:

আজকের আলোচনার বিষয়টি হলো কিভাবে ২টি ফন্ট মার্জ করবেন।

আমরা তো স্টাইলিশ ফন্ট ব্যবহার করি।কিন্তু সমস্যা তো রয়েই যায়।বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করলে ইংলিশ ডিফল্ট ফন্ট থেকে যায়।ইংলিশ স্টাইলিশ ফন্ট ব্যবহার করলে বাংলা ডিফল্ট ফন্ট থেকে যায়।তবে এর সমাধান হিসেবে আমি আগের টিউনে দেখিয়েছিলাম যে কিভাবে বাংলা + ইংলিশ স্টাইলিশ ফন্ট একই সাথে ব্যবহার করবেন।কিন্তু আমার শেয়ার করা ফন্ট ফাইল ছিল একটি।সীমাবদ্ধতা থেকেই যায়।

কিন্তু আজ আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি নিজেই ইংলিশ + বাংলা স্টাইলিশ ফন্ট মার্জ করে তা এপ্লাই করে একই সাথে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।


প্রথম পার্ট :
নিয়ে নিন বাংলা+ইংলিশ ফন্ট একসাথে।


How to merge two fonts?

প্রথমেই আপনার দরকার হবে zfont tools অ্যাপটির।ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।


এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন lipishree + paicifico ফন্টের জিপ ফাইল

তারপর অ্যাপটি ওপেন করুন

পারমিশন চাইবে,Allow করে দিবেন

তারপর Font Merger এ ক্লিক করুন

তারপর ২-৩ সেকেন্ড লোড নিবে,

তারপর ক্যাপচা আসবে, ক্যাপচা Solve করে Ok তে ক্লিক করুন

তারপর Choose Font 1 এ ক্লিক করুন

তারপর আপনার পছন্দের ইংলিশ স্টাইলিশ ফন্টটি সিলেক্ট করে Ok তে ক্লিক করুন

তারপর Choose Font 2 তে ক্লিক করুন

তারপর আপনার পছন্দের বাংলা ফন্ট সিলেক্ট করে Ok তে ক্লিক করুন

তারপর এখানে ক্লিক করুন

তারপর আপনি চাইলে ফন্টের নাম,ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন।কিন্তু Overlap on font : 2 সিলেক্ট করতে হবে।তারপর merge font এ ক্লিক করুন

তারপর দেখুন মার্জ হচ্ছে

দেখুন।মার্জ সাকসেসফুল।আপনি ফাঁকা বক্সে বাংলা এবং ইংলিশ লিখে প্রিভিউ দেখতে পারবেন।ফন্টটি এপ্লাই করতে Open In Zfont এ ক্লিক করুন।Zfont অ্যাপটি আপনার ফোনে ইন্সটল থাকা লাগবে।Zfont অ্যাপটি ইনস্টল না থাকলে ডাউনলোড করুন প্লে স্টোর থেকে


Zfont ওপেন হবে।তারপর এপ্লাই করে দিন।



দেখুন,আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে।

আপনি চাইলে এই মার্জ করা ফন্টটি ডাউনলোড করতে পারেন।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

The post নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট appeared first on Trickbd.com.

Dr driving hake 2022

Posted:

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আর সবাই ভালো থাকারই কথা কারন ভালো না হলে কেউ ট্রিকবিডি ভিজিট করে না। আর আপনি যদি ভালো না থাকেন তাহলে প্রতিনিধি ট্রিকবিডি ভিজিট করেন আপনার শরীর ভালো না হলে মন ভালো হয়ে যাবে।

বন্ধুরা আমি প্রতিনিয়ত প্রতিদিনের মতো এবারও একটি গেমের হ্যাক ভার্সন নিয়ে এলাম। আর সেই গেমটির নাম হচ্ছে ডক্টর ড্রাইভিং। এটি একটি সুপরিচিত গেম।
এর ডাউনলোড 100 m প্লাস. বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গেমটা কত জনপ্রিয়।
তাহলে অধ্যায় আর কথা না বাড়িয়ে মূল পোস্টের দিকে এগোনোর যাক।

গেমটিতে যা যা থাকছেঃ

✅Unlimited coin
✅ Unlimited gold
✅ All car is open
✅ Boost + 10%
✅ New and update version
✅ All new and update car
✅ Road update

বন্ধুরা আমি উপরে দিয়ে দিয়েছি দেখুন কি কি পাবেন আপনারা।
এখানে এই গেমটা আর আপডেট ভার্সন টা মুড করা হয়েছে।

এই গেমটা আমার প্রিয় গেমের মধ্যে একটা। আপনাদের প্রিয় গেম কোনটা সেটা অবশ্যই কমেন্টে বলে দিবেন। কারণ আমি পরবর্তীতে আরো অন্যান্য গেমের হ্যাক নিয়ে আসব। আপনি যদি কমেন্ট করেন তাহলে ওটা নিয়ে আসার চেষ্টা করব।
আমি ইতিমধ্যে অনেকগুলো গেম এর হ্যাক ভার্সন নিয়ে পোস্ট করেছি। যেমন মিলিশিয়া হিল ক্লাব রেসিং এবং ওয়ারাম জোন। ইত্যাদি।

তাহলে চলুন গেমের কিছু স্ক্রীনশট দেখা যাক:

 

ডাউনলোড লিংক;

https://apkmody.io/games/dr-driving/download/2

 

তাহলে বন্ধুরা আপনারা গেমটা কী রকম দেখলেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন।
এই রকম নিত্য নতুন আপডেট পেতে প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।
আজকে এই বলে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকদিন

আসসালামু আলাইকুম

 

তাহলে বন্ধুরা আপনারা গেমটা কী রকম দেখলেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন।
এই রকম নিত্য নতুন আপডেট পেতে প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।
আজকে এই বলে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকদিন

আসসালামু আলাইকুম

More tag for SEO :
doctor driving game,doctor driving 2,doctor driving game play,doctor driving 4,doctor driving hack,doctor driving gold coin,doctor driving movie,doctor driving parking game,doctor driving hack kaise karen,doctor driving hack mod,doctor driving hack game,doctor driving hack kaise karte hain,doctor driving hack version,

The post Dr driving hake 2022 appeared first on Trickbd.com.

টেলিগ্রামের দরকারি কিছু টিপস

Posted:

নতুনদের জন্য টেলিগ্রামের দরকারি কিছু টিপস

বর্তমান সময়ে টেলিগ্রাম অনেক জনপ্রিয় একটি মেসেজিং সোশ্যাল মিডিয়াতে রূপ নিয়েছে।আমরা অনেকেই টেলিগ্রাম ব্যবহার করি।কিন্তু যারা নতুন তারা অনেকেই টেলিগ্রামের সেটিংস গুলো সমন্ধে তেমন অবগত নয়।হয়তো একটু খুজা খুঁজি করলে বুঝতে পারবে সব কিছু।তাদের জন্যই আজকের এই পোস্ট।আজকের পোস্টে আমি দেখাবো টেলিগ্রামের কিছু দরকারি টিপস এন্ড ট্রিকস।


প্রথম পার্ট :
টেলিগ্রামের দরকারি কিছু ফিচার।


Everyone Adding you on groups??

আপনি টেলিগ্রাম ব্যবহার করে থাকলে দেখবেন যে সচরাচর যাদেরকে আমরা চিনি না,আমাদের কন্টাক্ট লিস্টে নেই,তারা আমাদেরকে অনেক গ্রুপে অ্যাড দেয়।অনেক সময় এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।চাইলেই কিন্তু আমরা এটি বন্ধ করতে পারি।

তার জন্য আমাদেরকে প্রথমে টেলিগ্রামে ঢুকে ৩ ডটে ক্লিক করতে হবে।

তারপর যাবো Settings এ

তারপর Privacy and Security তে যাবো

তারপর Groups এ

তারপর My Contacts এ ক্লিক করবো।

আমরা চাইলে exception অ্যাড করতে পারি।অর্থাৎ যাদেরকে Always Allow লিস্টে অ্যাড করবো তারা আমাদেরকে গ্রুপে অ্যাড দিতে পারবে।আর যাদেরকে Never Allow লিস্টে অ্যাড করবো তারা আমাদেরকে কোনো গ্রুপে অ্যাড দিতে পারবে না।

তারপর ডান দিকে উপরে টিক মার্ক এ ক্লিক করে ওকে করে দিবো।

Stop incoming call from unknown people

আমরা চাইলে অপরিচিতদের কাছে থেকে কল আসা বন্ধ করতে পারি।তার জন্য আবারও Call অপশনে যাবো।

তারপর My Contacts এ ক্লিক করে দিবো।

যদি Nobody করে দেই,তবে কেউ কল দিতে পারবে না।আমরা চাইলে এখানেও Exception লিস্ট বানাতে পারি।

তারপর টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবো।

See block list or unblock people on Telegram

ব্লক লিস্ট দেখতে অথবা কাউকে আনব্লক করতে Blocked Users এ ক্লিক করবো।

তারপর যদি কাউকে আনব্লক করতে চাই তবে ৩ ডট এ ক্লিক করবো।

তারপর Unblock এ ক্লিক করে আনব্লক করে দিবো।

Only your contacts can see your full profile picture

আমরা যদি চাই যে আমাদের কন্টাক্ট লিস্টের বাইরে কেউ আমাদের ফুল প্রোফাইল ফটো দেখতে পারবে না তবে Profile photos এ যাবো

তারপর My Contacts এ ক্লিক করে ওকে করে দিবো।এখানেও আমরা exception লিস্টে কাউকে অ্যাড করতে পারি।


আরো দেখুন:

কার্টুন ভিডিও বানান অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।


প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)


Turn on Two-Step Verification on Telegram

টেলিগ্রামে Two-Step ভেরিফিকেশন অন করতে প্রথমে Two-Step Verification এ ক্লিক করবো

তারপর Set Password

তারপর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন।

তারপর আবারও আগেরবার দেয়া পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করবেন।

পাসওয়ার্ড যেনো ভুলে না যান সেজন্য পাসওয়ার্ডের সংকেত লিখে রাখতে পারেন।এতে করে পাসওয়ার্ড ভুলে গেলে সংকেত দেখে পাসওয়ার্ড মনে করতে পারবেন।তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন।

তারপর আপনার রিকভারি মেইল অ্যাড করবেন।তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন।

মেইল থেকে পাওয়া কোডটি ফাঁকা বক্সে বসিয়ে দিলেই আপনার Two-Step Verification অন হয়ে যাবে।

দেখুন আমার Two-Step Verification অন হয়ে গেছে।

Delete your Telegram account if you away for …

তারপর Delete my account এর নিচে If Away for এ ক্লিক করুন।

এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কত দিন আপনি ইন্যাক্টিভ থাকলে আপনার একাউন্ট ডিলিট হয়ে যাবে।


আজকের মত এত টুকুই।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

The post টেলিগ্রামের দরকারি কিছু টিপস appeared first on Trickbd.com.

Mission Extreme বাংলাদেশের বানানো সেরা মুভি গুলোর একটি! মুভির সম্পূর্ণ রিভিউ + HDCam লিংক

Posted:

মুভির নামঃমিশন এক্সট্রিম

জনরাঃ ক্রাইম,একশন, থ্রিলার

পরিচালকঃফয়সাল আহমেদ ও সানি সারোয়ার

Screenshot






প্লটঃ শুরুতেই দেখানো হয় জঙ্গীবাদীরা দেশে বড় কোনো অ্যাটাকের প্ল্যান করছে।এ কাজের জন্য তারা কিছু শহুরে যুবকদের বেছে নিয়েছে।ধর্মের জন্য “জিহাদের” নাম করে যুবকদের জঙ্গীবাদে উস্কিয়ে দিচ্ছে।

এই অ্যাটাক আটকানোর দায়িত্ব পড়ে অ্যান্টি ট্যারোরিজম স্কোয়ার্টের কিছু সদস্যদের উপর।জঙ্গিবাদীরা কিসের অ্যাটাক করতে যাচ্ছে? আদৌ অফিসার রা এই অ্যাটাক আটকাতে পারবে কিনা? নাকি জঙ্গীবাদীরা তাদের প্ল্যানে সফল হবে? নাকি এর মধ্যে আরো কিছু ঘটবে?এ নিয়েই মিশন এক্সট্রিম।

টেকনিক্যাল সাইডঃ

টেকনিক্যাল দিক থেকে অনেকটাই এগিয়ে ছিলো মিশন এক্সট্রিম।বলতে হয় ক্যামেরার কাজ ভালো ছিলো বিশেষ করে ড্রোন শটগুলো।তাছাড়াও বোম ব্লাস্ট বা বিভিন্ন পরিস্থিতিতে চরিত্রের টেক নেওয়া এরকম ক্যামেরার কাজ বাংলাদেশী সিনেমাতে দেখা যায়না।

সাউন্ড ইফেক্ট(বোম ব্লাস্টের মূহুর্তে),সিনেমাটোগ্রাফি ভালো ছিলো। বাংলাদেশ অনুযায়ী VFX মোটামুটি।”জানি তুমি ছিলে”গানটা শুনতে বেশ শ্রুতিমধুর লেগেছিলো।তবে গানের ভিউজুয়ালিটি অগোছালো লাগছে।মুভিটাতে যে ভালো বাজেট ব্যবহার করা হয়েছে তা অনেক সিনেই লক্ষনীয়।

অভিনয়ঃ

মুভিতে তাসকিনের অভিনয় সবচেয়ে ভালো লেগেছে।সেই একমাত্র লোক যে তার চরিত্র থেকে এক চুলও সরেনি।তার ভয়েস আর লুক তাকে সিরিয়াস ভাবে নিতে বাধ্য করবে, মাথা-ঠান্ডায় প্ল্যান-একদম পার্ফেক্ট একটা ভিলেন।

অারেফিন শুভ (নাবিদ আল শাহরিয়ার)চরিত্রে ভালো করেছে তবে কিছু কিছু সিনে আবার অভিনয় অ্যাভারেজ (ফ্যামিলি সিনগুলোতে)লেগেছে।শুভকে তার ফিটনেসের জন্য পুরো মুভির প্রত্যেকটা সিনে দেখতে অনেক ভালো লাগছিলো।

একশন সিনগুলোতে শুভর মুভমেন্ট লক্ষ করার মতো,কিছু সিনে তার এক্সপ্রেশন ও দূর্দান্ত লেগেছে।সাদিয়া নাবিলা(ইরা) ও সুদীপ তাদের চরিত্রে যথেষ্ট ভালো করেছে। কিন্তু বাকি সবার পার্ফরমেন্স ছিলো অ্যাভারেজ।অভিষেক হিসেবে ঐশী বলতে গেলে ভালোই তবে(একটা ইমোশনাল সিন ছাড়া)।গল্পে তার চরিত্রের গুরুত্ব তেমন ছিলো না।

মিশন এক্সট্রিমের চিত্রনাট্য কিছুটা দূর্বল ছিলো, চিত্রনাট্য অারেকটু স্ট্রং রাখা যেত।গল্পে আরো থ্রিল,অাতঙ্ক তৈরি করা যেত। স্ক্রিনটাইম কম হওয়ায় শুভ-ঐশীর কেমিট্রি ঠিক একটা জমে উঠেনি।কিন্তু এই কম সময়েই তাদের কেমিস্ট্রি অন্য এঙ্গেলে বিল্ড-আপ করা যেত।

কিছু জিনিস খারাপ লেগেছে,যেমন অারেফিন শুভ এখানে ফজলুর রহমান বাবুকে “তুই” করে সম্মোধন করেছেন।মানলাম শুভ বড় অফিসার আর ফজলুর বাবু একজন ইনফর্মার চরিত্রে ছিলো কিন্তু এখানে তো “আপনি”ও ব্যাবহার করা যেত।

বোম ব্লাস্টে মানুষ মারা গেলো কিন্তু তার হাতের স্যামস্যাং ফোন অক্ষত।এক্সাইটিং সিনগুলার পরে হঠাৎ করে প্রেমের কিছু সিন বা-দিক দিয়ে ঢুকিয়ে দেওয়া এগুলা সত্যি বাজে লাগছে।শেষে, The war is not over শুভর মুখ দিয়ে না বলিয়ে তাসকিনের মুখ দিয়ে বলানো যেতো।

আমি বলবো মিশন এক্সট্রিম একটি ভালো প্রচেষ্টা ছিলো। আমাদের উচিত ভালো ভালো দেশীয় সিনেমার পাশে থাকা।প্রযোজক,পরিচালককে তাদের কাজের জন্য উৎসাহিত করা।তাহলে পরে আমাদের আরো ভালো কিছু উপহার দিবেন।

আমাদের দেশে সচারাচর যে ধরনের সিনেমা বানানো হয় মিশন এক্সট্রিমকে সেই হিসেবে ভিন্নধারার বলা চলে।তবে এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করলে ভুল হবে।আশা করবো মিশন এক্সট্রিমের পার্ট ২ ভালো হবে।

Personal Rating: 8/10

Link: Mission Extreme Movie

The post Mission Extreme বাংলাদেশের বানানো সেরা মুভি গুলোর একটি! মুভির সম্পূর্ণ রিভিউ + HDCam লিংক appeared first on Trickbd.com.

যেকোনো ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন ফ্রিতে ডাউনলোড করুন ভাইরাস ছাড়া জিপিএল লাইসেন্স

Posted: 11 Jan 2022 07:44 AM PST

ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন: ওয়ার্ডপ্রেস (WordPress.org) হল একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। যেহেতু এটি একটি ওপেন সোর্স নেটওয়ার্ক। আপনি WordPress.org থেকে বিনামূল্যে যেকোনো থিম এবং প্লাগইন ডাউনলোড করতে পারেন। 

যাইহোক, কিছু থার্ড-পার্টি কোম্পানি, যেমন থিমফরেস্ট, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন অফার করে। কিন্তু এর জন্য আপনাকে মূল্য দিতে হবে। যেহেতু ওয়ার্ডপ্রেসের সমস্ত থিম এবং প্লাগইন জিপিএল লাইসেন্সের অধীনে। তাই আপনি যেকোন প্রিমিয়াম থিম এবং প্লাগইন এর জন্য অর্থ প্রদান ছাড়াই ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আইনি। 

তবে আমি অবশ্যই থিম এবং প্লাগইন লেখকদের অর্থ প্রদানের বিষয়ে কথা বলব। কারণ এই সফটওয়্যারগুলো তৈরি করতে তারা অনেক পরিশ্রম করে। তারা কিছু টাকা প্রাপ্য. এবং আপনি যদি একটি প্রিমিয়াম থিম কিনে থাকেন তবে আপনি থিম এবং প্লাগইন লেখকের কাছ থেকে আপডেট এবং সমর্থন পাবেন।

যেহেতু সমস্ত ডাউনলোড ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ফ্রি থিম এবং ওয়ার্ডপ্রেসের প্লাগইন জিপিএল লাইসেন্সের অধীনে। এই কারণেই অনেক থার্ড পার্টি কোম্পানি জিপিএল লাইসেন্সের অধীনে খুব দামি থিম এবং প্লাগইন কম দামে বিক্রি করে। এবং অনেকেই এগুলো বিনামূল্যে প্রদান করে থাকে।

আমি আপনাকে একটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেব যেটি বিনামূল্যে প্রিমিয়াম থিম এবং প্লাগইন প্রদান করে। আপনি জিপিএল লাইসেন্সের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে তাদের থেকে যেকোনো সফ্টওয়্যার ডাউনলোড করতে পারেন

আমি কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ডাউনলোড করতে পারি?

যেহেতু সমস্ত ডাউনলোড ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ফ্রি থিম এবং ওয়ার্ডপ্রেসের প্লাগইন জিপিএল লাইসেন্সের অধীনে। এই কারণেই অনেক থার্ড পার্টি কোম্পানি জিপিএল লাইসেন্সের অধীনে খুব দামি থিম এবং প্লাগইন কম দামে বিক্রি করে। এবং অনেকেই এগুলো বিনামূল্যে প্রদান করে থাকে।

আমি আপনাকে একটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেব যেটি বিনামূল্যে প্রিমিয়াম থিম এবং প্লাগইন প্রদান করে। আপনি জিপিএল লাইসেন্সের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে তাদের থেকে যেকোনো সফ্টওয়্যার ডাউনলোড করতে পারেন

কেন ওয়াডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগিন ফ্রিতে দিবে?

এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ আপনাকে ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগিন দিবে না। অবশ্যই কোন উদ্দেশ্য থাকে| অনেক ওয়েবসাইট আপনাকে ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম দেয়ার মাধ্যমে থিম এর ভিতরে ভাইরাস প্রবেশ করিয়ে আপনাকে দিবে। আপনি এটা আপনার কাজে ব্যবহার করতে পারবেন না।

আবার অনেকেই আছে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রিমিয়াম থিম এবং প্লাগিন দিবে। তারা আপনাকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দিবে। অবশ্যই তাদের ওয়েবসাইট লক্ষ্য করলে দেখবেন, তাদের ওয়েবসাইটে ads বসানো আছে, তারা এর থেকে ইনকাম করে।

আমি কিভাবে বিনামূল্যে ডাউনলোড করব?

আপনি যদি জিপিএ লাইসেন্সের অধীনে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ডাউনলোড করতে চান তবে আপনাকে তাদের ওয়েবসাইট দেখতে হবে। আমি অবশ্যই আপনাদের একটি বিশ্বাস্য ওয়েবসাইট দিব, এই ওয়েবসাইট থেকে থিম এবং প্লাগিনে কোন ভাইরাস খুঁজে পাবেন না।

সম্পূর্ণ বিনামূল্যের ভাইরাস-মুক্ত GPL লাইসেন্স থিম প্লাগইন ডাউনলোড করতে ভিজিট করুন

 আমি একটি প্রিমিয়াম থিম প্লাগইন আমি খুঁজছি, আমি তাদের ওয়েবসাইটে খুঁজে পাচ্ছি না

আপনার চিন্তার কোন কারণ নেই। আপনি তাদের থেকে যেকোনো প্রিমিয়াম থিম  প্লাগইনের চেয়ে বিনামূল্যে অনুরোধ করতে পারেন। 

আপনি ফর্মটি পূরণ করুন এবং অপেক্ষা করুন। খুব দ্রুত ভাইরাস-মুক্ত প্রিমিয়াম থিম বা প্লাগইন আপনাকে আপনার ইমেল বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাঠাবে।

এছাড়াও তাদের ওয়েবসাইটে কোন একটি পোস্টে এ কমেন্ট করার মাধ্যমে পেতে পারেন

কিভাবে ফর্ম পূরণ করবেন?

নিচের ছবিটি দেখুন। তারা আপনার কাছ থেকে আপনার নাম এবং ইমেল ঠিকানা সহ কিছু তথ্য চায়৷ আপনি এগুলি পূরণ করুন এবং অপেক্ষা করুন

আমি কি আমার ব্যবসার ওয়েবসাইটে এই প্রিমিয়াম থিম এবং প্লাগইনগুলি ব্যবহার করতে পারি?

হ্যাঁ আপনি আপনার ব্যবসার ওয়েবসাইটে বিনামূল্যে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। তবে, আপনি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়া থিম প্লাগইনটির আপডেট হওয়া সংস্করণ পাবেন না। এর জন্য আপনাকে সেই থিম প্লাগিনের লাইসেন্স কিনতে হবে

আমি কি একটি থিম অনেক ওয়েবসাইট ব্যবহার করতে পারি?

হ্যাঁ আপনি এই GPL লাইসেন্সের অধীনে আপনার একাধিক ওয়েবসাইটে যে কোনো প্রিমিয়াম থিম এবং প্লাগইন ব্যবহার করতে পারেন। আপনাকে এর জন্য অর্থ প্রদান করতে হবে না।

তাহলে আমি কিভাবে এই থিম এবং প্লাগইন আপডেট করব?

এই ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন GPL লাইসেন্সের অধীনে বিনামূল্যে প্রদান করা হয়। তাই আপনাকে ম্যানুয়ালি থিম প্লাগইন আপডেট করতে হবে।

যদি একটি ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন আপডেট করা হয়েছে। তারপর তাদের ওয়েবসাইটে তাদের ফর্ম পূরণ করতে ভুলবেন না এবং আপডেট সংস্করণের জন্য জিজ্ঞাসা করুন। তারা আপনাকে একটি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট সংস্করণ প্রদান করবে। এবং আপনি আবার আপলোড. সত্যি বলতে, আপনি সহজেই এগুলি বিনামূল্যে ব্যবহার করতে পারেন

এই থিম বা প্লাগইন কোন ভাইরাস আছে?

না আমি তাদের কাছ থেকে প্রচুর প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন নিয়েছি এবং আমার বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করেছি। আমি এখনও কোন ভাইরাস খুঁজে পাইনি. আপনি আপনার ওয়েবসাইটে বিনামূল্যে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে, অবশ্যই, আপনি ভাইরাস টোটাল সফ্টওয়্যার ব্যবহার করে ভাইরাস পরীক্ষা করতে পারেন ।

ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন বিনামূল্যে

ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এবং প্লাগইন বিনামূল্যে ডাউনলোড করুন

আশা করি কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন

কোন প্রশ্ন বা পরামর্শে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন

The post যেকোনো ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন ফ্রিতে ডাউনলোড করুন ভাইরাস ছাড়া জিপিএল লাইসেন্স appeared first on Trickbd.com.

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)

Posted:

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম “Plotagon Story Mod(premium)”। আগের বার শিখিয়েছিলাম কিভাবে কার্টুন ভিডিও বানাবেন।কিন্তু সিন এবং ক্যারেকটার গুলো কিনতে হতো।যায় জন্য দরকার ছিল প্রিমিয়াম রিসোর্স।অর্থাৎ মোড Apk।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই…

প্রথম পার্ট :
কার্টুন ভিডিও বানান অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।


এখানে অ্যাপটির মোড বলতে অ্যাপটির প্রিমিয়াম সিন এবং ক্যারেকটার এর ফাইল নিয়ে এসেছি।যেগুলো আপনি ডাউনলোড করে .rar ফাইলটি এক্সট্র্যাক্ট করে Android-data-com.plotagon.plotagon-files ফোল্ডারে রাখবেন।

প্রথমেই ডাউনলোড করে নিন প্রিমিয়াম রিসোর্স এর .rar ফাইলটি।

যাদের কাছে Zarchiver অ্যাপটি নেই,তারা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।তারপর Zarchiver ওপেন করুন।
তারপর ফাইলটিতে ক্লিক করুন।

তারপর এক্সট্র্যাক্ট এ ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন।তারপর যে ফাইলটি এক্সট্র্যাক্ট হলো সেটিতে ঢুকুন।

তারপর Content ফাইলটি কপি/কাট করুন।

তারপর সেটি Android–data–com.plotagon.plotagon–files–Bundles ফোল্ডারে পেস্ট করুন।


যদি এরকম কিছু আসে তবে টিকমার্ক দিয়ে Replace এ ক্লিক করুন।

তারপর আবারও যে ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছেন সেখানে আসুন।তারপর Files ফোল্ডারে ঢুকুন।

তারপর items ফোল্ডারটি কপি/কাট করুন।

তারপর সেটি Android–data–com.plotagon.plotagon–files–CharacterCreatorItems ফোল্ডারের ভিতরে পেস্ট করুন।

যদি এরকম কিছু আসে তবে টিকমার্ক দিয়ে Replace এ ক্লিক করুন।

তারপর আবারও যে ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছেন সেখানে আসুন।তারপর Files ফোল্ডারে ঢুকুন।তারপর Plots ফোল্ডারটি কপি/কাট করুন।

তারপর সেটি আবার Android–data–com.plotagon.plotagon–files এ এসে পেস্ট করুন।

হয়ে গেলো।


এখন আপনার ফোনের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অফ করুন।তারপর Plotagon Story অ্যাপটি ওপেন করুন।

কিছুক্ষণ লোড নিবে।

তারপর Create Video তে ক্লিক করুন।

তারপর সিন সিলেক্ট করুন।দেখুন সবগুলো সিন আনলক হয়ে গেছে।নোট : আপনি সিন গুলোর প্রিভিউ দেখতে পারবেন না।আপনি ক্লিক করে সিলেক্ট করার পর সেটি দেখতে পারবেন।



তারপর আবার No Actor এ ক্লিক করুন।তারপর দেখুন সব ক্যারেকটার আনলক হয়ে গেছে।নোট : এখানেও একই সমস্যা।প্রিভিউ দেখা যাবে না।ভুলেও ডাটা কানেকশন/ওয়াইফাই অন করবেন না।নাহলে মোড কাজ করবে না।

আমি একটি ক্যারেকটার সিলেক্ট করলাম।দেখুন,কাজ হয়েছে।

যেকোনো সমস্যা হলে কমেন্ট করুন।যথাসাধ্য চেষ্টা করবো সমাধান করে দেয়ার।ফিডব্যাক দিতে ভুলবেন না।ভুল – ত্রুটি হলে জানাবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

The post প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস) appeared first on Trickbd.com.

cryptocurrency AirDrop এ কাজ কী কিভাবে কাজ করবেন

Posted:

airdrop কী?

Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।
Crypto Airdrops একটি BlockChain প্রকল্প যা Crypto সম্প্রদায়ের মধ্যে ফ্রি Coin বা Token বিতরণ করে। এই Token বা Coin মূলত আমাদের মাঝে বণ্টন করে দেয়। ফলে এই টোকেন বা কয়েন আমরা এক্সচেঞ্জ করে বিকাশ টাকা নেই। মূলত এই ভাবে আমাদের ইনকাম হয়।

কেন airdrop দেওয়া হয়?

Cryptocurrency ব্যবসায়ীরা বাজারে নতুন অবস্থায় একটি টোকেন তৈরী করে তারা এই টোকেন দিয়ে ব্যবসা শুরু করতে চায়। আর এই ব্যবসার শুরু জন্য তাদের টোকেন বাজার জাত করতে airdrop দেয় আর তাদের ইউজার বাড়ায় মূলত এইভাবে একটি প্রকল্প শুরু করে আর তাদের প্রকল্পের ইউজার কমিউনিটি বাড়ানোর জন্যই airdrop দেয়। আর সেই airdrop এ আমরা কাজ করে থাকি। আমি একজন ব্লগার আমি ফাইবারে Cryptocurrency ব্লগ লেখালেখি করে জানতে পারি এই কারেন্সি রহস্য।

কিভাবে সঠিক airdrop বুঝে অনলাইন কাজ করবেন?

কিভাবে সঠিক airdrop খুজে কাজ করবেন।সঠিক airdrop খুজতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে বা মার্কেট এনালাইস করতে হবে। Cryptocurrency বেশিভাগ ফেইক airdrop থাকে ফলে অনেকে কাজ করে থাকে আর পেমেন্ট পায় না আবার যারা airdrop সম্পর্কে ভাল জ্ঞান বা মার্কেট সম্পর্কে ইনালাইছ করতে পারে তারা মূলত airdrop থেকে মাসে ২০০-৩০০ ডলার ইনকাম করতে পারে। ক্রিপ্টো কারেন্সির সাথে এখন মোটামুটি সবাই পরিচিত অন্তত বিটকয়েন সম্পর্কে জানেনা এমন কেও মনে হয় না আছে। সঠিক ভাবে জেনে বুঝে কাজ করলে ইনসাআল্লাহ মাসে প্রচুর ইনকাম করতে পারবেন। কিছু দিন আগে একটা airdrop দিয়েছিলো SFP টোকেন নামে এই airdrop থেকে সবাই ১০০-২০০০ ডলার প্রযর্ন্ত অনেকেই ইনকাম করেছে। airdrop কাজ করতে হলে আমাদের লেগে থাকতে হবে। ভাল ইনকাম করতে হলে কারো না কারো সাপোর্ট দরকার যে আপনাকে ১০০% airdrop শেয়ার করা হতে পেমেন্ট পাওয়া প্রযর্ন্ত হেল্প করবে। এই ধরনের মানুষের সাথে কিছু দিন কাজ করতে হবে পরে আস্তে আস্তে সব গুলা তোমারা বুঝতে পারবেন। airdrops সম্পর্কে ধারনা পেয়ে যাবেন পরে নিজে নিজে কোন airdrops ভাল আর কোন টা ভাল না সেটা নিজে বুঝতে পাবেন।

যা যা লাগবে airdrop কাজ করতে হলে


এয়ার্ড্রপ এ কাজ করতে হলে আপনার যা যা লাগবে

*******Telegram account********
*******Trust wallet account ****
********Twitter account*******
*********coinmarketcap *******
* *********coingecko account ****
* *********currency converter ******
এইসব কিছু হলেই সর্বপ্রথম আপনি airdrop কাজ শুরু করতে পারেন পরে আস্তে আস্তে সবগুলা বুঝে নিতে পারবেন কিভাবে কোনটাতে কাজ করতে হবে এবং কোনটা আপনার প্রয়োজন হবে, এগুলো হচ্ছে মূলত প্রথম দরকার হয়।

কিভাবে airdrop হতে পেমেন্ট নিবেন?


এয়ার্ড্রপ এ কাজ করতে হলে ধৈর্য ধরে থাকতে হবে এয়ার্ড্রপ একটা নির্দিষ্ট টাইম থাকে টাইম শেষে এয়ার্ড্রপ কয়েন গুলা সবার মাঝে ভাগ করে দেওয়া হয় এভাবেই এয়ার্ড্রপ থেকে পেমেন্ট পাওয়া হয় আর এই কয়েনগুলা কিছু এক্সচেঞ্জার সাইট রয়েছে সেগুলোতে এক্সচেঞ্জ করে আপনার টুকেন গুলো বিক্রি করে আপনি টাকা বিকাশে নিতে পারেন এভাবে মূলত এয়ার্ড্রপ পেমেন্ট করে থাকে আপনারা পেমেন্ট পাবেন এভাবে তাই আপনাদেরকে এয়ার্ড্রপ ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যেকোনো ধরনের এখানে যোগাযোগ করুন হেল্প এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যেকোনো ধরনের হেল্প করার জন্য।
বিদ্রঃ পোস্টে কোন ভুল হলে ক্ষমা চোঁখে দেখবেন।

The post cryptocurrency AirDrop এ কাজ কী কিভাবে কাজ করবেন appeared first on Trickbd.com.

এন্ডয়েড ফোনের সেরা ৭ টি বাংলা কিবোর্ড

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইট এ স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের সেরা ৭ টি কিবোর্ড এপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

ইন্টারনেটে আমরা সবাই কমবেশি বাংলায় লেখালেখি করে থাকি। হোক সেটা লোকজনের সাথে যোগাযোগের জন্য কিংবা বাংলায় কোনো কিছু গুগলে সার্চ করার জন্য- আমাদের মোবাইলে বাংলা টাইপিং এর অ্যাপ প্রয়োজন হয়ই। আপনি চাইলে ফোনেটিক পদ্ধতিতে অর্থাৎ কীবোর্ডের মধ্যে ইংরেজি বর্ণে লিখে স্ক্রিনে তা অটোমেটিক বাংলা অক্ষরে পেতে পারেন। অথবা বাংলা কিবোর্ড সফটওয়্যার এ সরাসরি বাংলা অক্ষরে লিখতে পারেন। আপনার যে পদ্ধতি ভালো লাগে সেটাই পেতে পারেন বাংলা কিবোর্ড অ্যাপে।

আজকে আপনাদেরকে জানো এমন ৭টি মোবাইল বাংলা কিবোর্ড অ্যাপ সম্পর্কে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন আপনার স্মার্টফোন থেকেই। এদের মধ্যে কিছু কিছু কিবোর্ডে রয়েছে ভয়েস টাইপিং এর মত দারুণ কিছু সুবিধা। কিছু কিছু কিবোর্ড এন্ড্রয়েড এবং আইফোন উভয়ের জন্য পাওয়া যাবে। কিছু আবার শুধু মাত্র এন্ড্রয়েডের জন্য পাবেন। আর আপনি যদি কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার খোঁজেন তাহলে এই পোস্টের শেষে দেখুন। চলুন শুরু করি।

জিবোর্ড বাংলা কিবোর্ড

আমাদের তালিকার শীর্ষে স্থান পেয়েছে গুগলের তৈরী কিবোর্ড এ্যাপ, জিবোর্ড বা গুগল কিবোর্ড। জিবোর্ড এতটাই ফিচার সমৃদ্ধ যে, সব ফিচার হয়ত আপনার ব্যবহার করাই হয়ে উঠবেনা। জিবোর্ড অ্যাপটিতে রয়েছে একাধিক ধরনের টাইপিং সুবিধা – গ্লাইড টাইপিং, ভয়েস টাইপিং এমনকি হ্যান্ডরাইটিং বেসড টাইপিং। এছাড়াও কিবোর্ড এ ইন-বিল্ট রয়েছে গুগল ট্রান্সলেট এর সুবিধা।

সার্চ এর মাধ্যমে খুব সহজে কাঙ্ক্ষিত ইমোজি খুজে পাওয়া যাবে এই কিবোর্ডে। আরো রয়েছে বিভিন্ন ধরনের জেশ্চার সুবিধা, ওয়ান হ্যান্ডেড মোড, থিমস, ইত্যাদি।

অসংখ্য স্টিকার সম্বলিত স্টিকার লাইব্রেরির পাশাপাশি জিবোর্ডে থাকছে এনিমেটেড ছবি অর্থাৎ গিফ লাইব্রেরি। বাংলার পাশাপাশি বিশ্বের উল্লেখ্যযোগ্য সকল ভাষায় টাইপ করা যাবে জিবোর্ড এ্যাপটি ব্যবহার করে। অ্যাপটি এন্ড্রয়েড এবং আইফোন (আইওএস) – উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

গুগল ইন্ডিক বাংলা কিবোর্ড

ইংরেজিসহ ভারতীয় উপমহাদেশের অঞ্চলভিত্তিক ১১টি ভাষা নিয়ে নির্মিত গুগল ইন্ডিক কিবোর্ড অ্যাপটি অবস্থান করছে আমাদের তালিকার দ্বিতীয় স্থানে। অ্যাপটিতে থাকছে ইংরেজি থেকে বাংলায় ফনেটিক স্টাইলে টাইপিং এর সুবিধা। এছাড়াও বাংলা বর্ণের মাধ্যমে সরাসরি লেখার সুবিধা তো থাকছেই।

সেই সাথে কিবোর্ড এর মধ্যেই ট্রান্সলেশন, ইমোজি ইত্যাদি ফিচার ও রয়েছে। আপনি যদি জিবোর্ড ব্যবহার করেন তাহলে গুগল ইন্ডিক কিবোর্ড আপনার দরকার নেই বলা চলে। তবে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, যদি বেশি ভালো লেগে যায় আরকি।

রিদ্মিক বাংলা কিবোর্ড

মোবাইল ডিভাইসে বাংলা ফোনেটিক টাইপিংকে জনপ্রিয় করার পেছনে যে অ্যাপটি রয়েছে সেটি আমাদের তালিকায় স্থান পাবেনা, তা কী করে হয়! কথা বলছি সবার পছন্দের রিদমিক কিবোর্ড অ্যাপটি নিয়ে। ১ কোটিরও অধিক ডাউনলোড সংখ্যা এবং ৪.৫ রেটিং নিয়ে সগৌরবে নিজের জনপ্রিয়তা এবং সুনামের কথা জানান দিচ্ছে রিদ্মিক কিবোর্ড অ্যাপটি।

ফোনেটিক বাংলা টাইপিং সুবিধার পাশাপাশি ন্যাশনাল এবং প্রভাত টাইপিং লে-আউটও রয়েছে ঋদ্মিক কিবোর্ড অ্যাপে।

এতে থাকছে অনেক রকম থিম থেকে নিজের পছন্দেরটি বেছে নেওয়ার সুবিধা। পাশাপাশি কিবোর্ড থিম কাস্টমাইজেশনের সুবিধাও রয়েছে। ভয়েস টাইপিং সুবিধাও পাওয়া যাবে এ্যাপটিতে। প্রায় সব ধরনের ইমোজি যুক্ত করা হয়েছে এপটিতে। রিদমিক কিবোর্ড অ্যাপ এন্ড্রয়েড এবং আইওস – উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

আরো পড়ুনঃ আসল ভিডমেট এপ ডাউনলোড করার উপায় ২০২২

বাংলা কিবোর্ড ২০২১

তালিকার চতুর্থ স্থান দখল করেছে বাংলা কিবোর্ড ২০২১ নামের একটি এ্যাপ। সাধারণ বাংলা টাইপিং এর পাশাপাশি ফনেটিক টাইপিং এর সুবিধা থাকছে এ্যাপটিতে। এতে ভয়েস টাইপিং সুবিধাও বিদ্যমান। অসংখ্য ইমোজির পাশাপাশি থাকছে কিবোর্ড থিম কাস্টমাইজেশনের সুবিধা। তবে এই অ্যাপে বিজ্ঞাপন দেখা যাবে। উপরে উল্লিখিত অন্য অ্যাপগুলোতে কোনো বিজ্ঞাপন দেখানো হয়না।

স্বরচক্র কিবোর্ড

স্বরচক্র কিবোর্ড এ্যাপটি তালিকার অন্যান্য কিবোর্ড অ্যাপ থেকে অনেকটাই ব্যতিক্রমধর্মী। তালিকার অন্যান্য কিবোর্ড এপগুলোতে আমরা ফনেটিক টাইপিং, ভয়েস টাইপিং, কিংবা সরাসরি প্রভাত লে-আউট টাইপিং দেখেছি। তবে স্বরচক্র কিবোর্ড এসব কোনোটির মতই নয়।

স্বরচক্র কিবোর্ডে প্রত্যেকটি অক্ষরের সাথে একটি একটি চক্রের ন্যায় লে-আউট যুক্ত রয়েছে, যা অক্ষরের উপর কিছুক্ষণ ধরে প্রেস করলে দৃশ্যমান হয়।

প্রথমবার ব্যবহারে এ্যাপটিকে কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে এটি অনেকটাই সহজ হয়ে যায়। এছাড়াও স্বরচক্র বাংলা কিবোর্ড অ্যাপটির যথাযোগ্য ব্যবহারের মাধ্যমে বাংলা টাইপিং করার দরকারি সময়ও সাশ্র‍য় হয়। উল্লেখ্য যে, স্বরচক্র বাংলা কিবোর্ড এ্যাপটিতে কোনো ধরনের ইমোজি নেই।

বাংলা কিবোর্ড

২৩ হাজারের অধিক ৪.৫ স্টার রেটিং নিয়ে আমাদের তালিকায় রয়েছে বাংলা লেখার একটি কিবোর্ড অ্যাপ, "বাংলা কিবোর্ড" ই যার নাম। ভারতে তৈরী এই অ্যাপটি দিয়ে খুব সহজেই বাংলা লেখা যায় মোবাইল ফোনে।

বাংলা কিবোর্ড অ্যাপটিতে রয়েছে ভয়েস ব্যবহার করে বাংলা টাইপিং এর সুবিধা। এছাড়াও রয়েছে বিভিন্ন বাংলা স্টিকার। বাংলা কিবোর্ড অ্যাপটিতে ইমোজি সাপোর্ট তো থাকছেই। থাকছে থিম চেঞ্জ করে নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা।

বিজয় বাংলা কিবোর্ড

অধিকাংশ মানুষের কম্পিউটারে বাংলা লেখার হাতেখড়ি বিজয় বাংলা কিবোর্ড এর হাত ধরেই। অবশেষে চলে এলো বিজয় বাংলা কিবোর্ড এর এন্ড্রয়েড ভার্সন। মাত্র ৪২৪ কেবির অ্যাপটি দিয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে লেখা যাবে প্রাণের ভাষা বাংলা। গুগল প্লে-স্টোরে ১লক্ষেরও অধিকবার ডাউনলোড হয়েছে অ্যাপটি। বিজয় বাংলা কিবোর্ড অ্যাপটি শুধুমাত্র এন্ড্রয়েড ফোনে ব্যবহার যাবে।

এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়
ShopTips24.CoM

বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের আর্টিকেলটি পর্যন্ত আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে।আজকের আর্টিকেল পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

The post এন্ডয়েড ফোনের সেরা ৭ টি বাংলা কিবোর্ড appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments