Search box..

যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন ।

যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন ।


যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন ।

Posted: 09 Jan 2022 11:40 AM PST


 স্বাগতো জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করা যায় ।

অর্থাৎ html ফর্ম সাবমিট এর পর কিভাবে তা কোনো .txt ফাইল এ সেইভ করা যায় তা শেখাবো আজকের পোস্ট এ ।

এই পোস্টটি বোঝার জন্য যা যা দরকার হবে-

  • html ফর্ম সম্পর্কে ধারনা থাকতে হবে ।

আপনি যদি html সম্পর্কে না জানেন তাহলে ইন্টারনেট এ html এর উপরে অনেক টিউটরিয়াল পাবেন, Google এ  Search করে দেখে নিবেন , ট্রিকবিডিতেও পেতে পারেন ।

যাইহোক শুরু করা যাক ।


Html ফর্ম ডাটা .txt ফাইল এ সেইভ করার জন্য সার্ভার সাইড লেঙ্গুএজ হিসেবে php ব্যাবহার করবো ।

তাই যাদের হালকা php জানা আছে বা php সম্পর্কে হালকা ধারনা আছে তারা খুব সহজেই বুঝবেন, আর যাদের জানা নাই তাদের ছিন্তা করার কোনো কারন নাই, আমি স্টেপ বাই স্টেপ তাদেরকে বুঝিয়ে দিবো ।


আমরা যেহেতু এইচটিএমএল ফর্ম ডাটা সেইভ করতে যাচ্ছি তাই প্রথমেই আমাদের দরকার হচ্ছে একটি এইচটিএমএল ফর্ম ।


তো আমি 4টি ইনপুট ফিল্ড এর একটি html ফর্ম বানিয়ে নিলাম ।

ফর্মটি দেখতে নিচের ছবির মত হবে ।


এই ফর্মটি বানাতে আমি নিচের কোড গুলো ব্যাবহার করেছি, আপনি চাইলে নিচের কোড গুলো কপি করে ফর্মটি বানাতে পারেন ।

 
<form action=”index.php” method=”post”>
<input type=”text” name=”firstname” id=”firstname” placeholder=”Type your firstname.”>
<input type=”text” name=”lastname” id=”lastname” placeholder=”Type your lastname.”>
<input type=”text” name=”number” id=”number” placeholder=”Type your phone number.”>
<input type=”text” name=”email” id=”email” placeholder=”Type your email.”>
<input type=”submit” name=”submit” id=”submit” value=”Submit”>
</form>
 

এখানে action এর ভিতরে index.php কেনো দিয়েছি সেটা নিয়ে একটু পরে আলচনা করতেছি ।

এখন এই ফর্ম এর ডাটা আমরাে php ব্যাবহার করে .txt ফাইল এ সেইভ করবো ।

এর জন্যে আমি নিচের php কোড টুকু লিখেছি ।

<?php 

$fname = $_POST[“firstname”];

$lname = $_POST[“lastname”];

$number = $_POST[“number”];

$email = $_POST[“email”];


$file = fopen(“data.txt”,”a+”);

$text = “Firstname : “.$fname.”\n Lastname : “.$lname.”\n Number : “.$number.”\n Email : “.$email.”\n \n”;

fwrite($file,$text);

fclose($file);


echo “Data saved successfull..!”;

?>

এতোক্ষন পর্যন্ত আমি যা যা করেছি ………

  • html কোডগুলো index.html ফাইল এ সেইভ করেছি ।
  • php কোডগুলো index.php ফাইল এ সেইভ করেছি ।
  • নতুন একটি ফাইল data.txt বানিয়েছি ।
  • উপরের ৩টি ফাইল ই একি ফোল্ডার এ রয়েছে ।


এই পর্যন্ত করে ফেলুন ব্যাস কাজ শেষ ।

Example Explained:

প্রথমে যখন আমরা index.html ফাইল এ ডুকবো তখন ফর্মটি দেখতে পাবো,

এরপর সবকিছু লিখে সাবমিট দিলে আমাদের কে নিয়ে যাবে index.php ফাইলে এবং সেখানে সবকিছু প্রসেস হয়ে টেক্সট গুলো সেইভ হবে data.txt ফাইলে । এর পরে আমদের সেট করা মেছেজ টি দেখাবে Data saved successfull..! 

পোস্ট টি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এ জানাবেন ।

পরবর্তি পোস্ট এ দেখাবো কিভাবে html ফর্ম ডাটা Database এ সেইভ করতে হয় ।

ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ।








The post যারা html শিখেছেন অবশ্যই দেখুন । দেখুন কিভাবে php ব্যবহার করে Html ফর্ম ডাটা কোনো .txt ফাইল এ সেইভ করবেন । appeared first on Trickbd.com.

ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে নিয়ে নিন ৫০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য)

Posted:

বিকাশ একাউন্ট এ প্রথম বার ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে অ্যাড মানি করলে পাবেন ৫০ টাকা বোনাস।

যে সকল বিকাশ একাউন্ট এ কোনো দিন অ্যাড মানি করেন নাই সে সকল গ্রাহকরা প্রথম বার ১০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে পাবেন ৫০ টাকা বোনাস।

এছাড়া অ্যাড মানি করতে বার্তি কোনো চার্জ লাগে না একদম ফ্রি তে অ্যাড মানি করতে পারবেন

ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে অ্যাড মানি করার ২-৩ কর্মদিবসের মধ্যে আপনার বিকাশ একাউন্ট এ বোনাস এর টাকা পেয়ে যাবেন।

অফারটি চলবে আগামী ৩১-শে জানুয়ারী পর্যন্ত।

অ্যাড মানি করতে বিকাশ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন সিলেষ্ট করুন।

এখন কার্ড টু বিকাশ সিলেষ্ট করুন।

এখন কোন কার্ড থেকে অ্যাড মানি করবেন তা সিলেষ্ট করে দিয়ে কার্ড এর তথ্য দিয়ে অ্যাড মানি সম্পর্ণ করে নিন.!

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে নিয়ে নিন ৫০ টাকা বোনাস (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

What is infinitive?? ইংরেজি ব্যাকারণে infinitive সম্পকে অধিক জানুন

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের “infinitive” নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।



আজ আমি ইংরেজি ব্যাকারণের আরও একটি গুরুত্বপূণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আর সেটি হলো infinitive । এটি মূলত ইংরেজি শব্দ “to” কে নিদেশ করে । বাক্যের গঠনকে সুন্দর করে সাজাতে, সুন্দর রুপ দিতে এবং বাক্যের মান অনুযায়ী অথ ঠিক রাখতে সাহায্য করে ।

আমরা জানি যে “to” শব্দটি ইংরেজির পদ বিবেচনায় “preposition” । কিন্তু এটি মাঝে মাঝেই infinitive এর আকার ধারণ করে । আমরা অনেকেই ইংরেজির পদ Noun এবং verb চিনি । যদি কোন বাক্যের মধ্যে to শব্দটি কোন একটি noun এর আগে বসে তবে সেক্ষেত্রে to অবশ্যয় preposition হবে । যেমন :-

I go to school.
=আমি বিদ্যালয়ে যাই ।

বাক্যটিতে to শব্দটি school অথাৎ noun এর আগে বসেছে । এক্ষেত্রে to অবশ্যয় preposition হবে ।

কিন্তু বাক্যের মধ্যে to যদি কোন একটি verb এর আগে বসে তাহলে to হবে infinitive. যেমন :-

I want to buy a shirt.
= আমি একটি জামা কিনতে চাই ।

এই বাক্যে to শব্দটি buy অথাৎ verb এর আগে বসেছে । এক্ষেত্রে to হবে infinitive. তবে পদ বিবেচনায় এটি আবার preposition ও বটে । তাই প্রত্যেক infinitive (to) কে preposition (to) বলা যাবে কিন্তু প্রত্যেক preposition (to) কে infinitive (to) বলা যাবে না ।

তো আজকে আমার পক্ষ থেকে এ পযন্তই । পরবতীতে Gerund নিয়ে আলোচনা করা হবে এবং যখন Gerund নিয়ে আলোচনা করব তখন এই infinitive কাজে লাগবে ।

The post What is infinitive?? ইংরেজি ব্যাকারণে infinitive সম্পকে অধিক জানুন appeared first on Trickbd.com.

Verb কি? কত প্রকার, কি কি [A-Z]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন।আমিও বেশ ভালো আছি।আজকের এই পোস্টের মাধ্যমে আমরা Verb এর সব খুটিনাটি বিষয় বা বিস্তারিত জানব।তো শুরু করা যাক…..

 

Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

Verb: যে শব্দ দ্বারা কোন কাজ করা হয় বা হয়ে থাকে বুঝায় তাকে Verb বলে। যেমন: Do, come, eat, go, Play ইত্যাদি।

সহজ কথায়, Subject যে কাজ করে তাই হল ইংরেজির Verb (ক্রিয়া পদ)।

যেমনঃ I play football in the afternoon. (এখানে Play দিয়ে কোন কাজ করা বুঝাচ্ছে তাই Play হলো Verb).

এভাবে, Eat, See, Go, Take, Write, Sing, Open, Draw ইত্যাদি এগুলো হলো ইংরেজির Verb.

 

Verb কত প্রকার ও কি কি?

Verb এর প্রকারভেদ: 

 

Verb প্রধানত দুই প্রকার। যথা :

 

A. Finite  verb (সমাপিকা ক্রিয়া)

B. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

 

A.Finite Verb দুই প্রকার, যথাঃ

1.Principal Verb (প্রধান ক্রিয়া)

2.Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

 

B.Non-finite Verb তিন প্রকার, যথাঃ

1.Infinitive

2.Participle

3.Gerund

 

Principal Verb আবার দুই প্রকার, যথাঃ

1.Transitive (সকর্মক ক্রিয়া)

2.Intransitive (অকর্মক ক্রিয়া)

 

Auxiliary দুই প্রকার, যথাঃ

1.Primary

2.Modals

 

Participle তিন প্রকার, যথাঃ

1.Present participle

2.Past participle

3.Perfect participle

 

অতি প্রয়োজনীয় Verb লিস্ট👇

যদি আপনার কাছে Verb এর Classification টা ক্লিয়ার হয়ে যায়, তাহলে প্রত্যেকটা Verb এর বিস্তারিত জেনে নিন।।

 

Finite Verb কাকে বলে?

A. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে Finite Verb বলে। এই Verb গুলো Subject এর Number, Person ও Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

Example :

He eats rice.

We played football yesterday.

 

Finite Verb কত প্রকার? :

Finite Verb দুই প্রকার। যথা :

i.Principal verb

ii. Auxiliary Verb.

 

Principal Verb কাকে বলে?

a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই কোন কাজ শেষ করে তাকে Principal Verb বলে।

Example :

He eats.

They run in the field.

 

Principal Verb দুই প্রকার। যথা :

i.Transitive Verb

ii.Intransitive Verb.

 

Transitive Verb কাকে বলে?

Transitive Verb (সকর্মক ক্রিয়া) :

যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে। Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

Example :

He plays football.

We run a race.

 

Intransitive Verb কাকে বলে?

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে। এদের পরে কোনো Object থাকে না। Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে

Example :

The pen writes well.

She looks nice.

 

Auxiliary Verb কাকে বলে?

b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb এর নিজের কোন অর্থ থাকে না, Sentence-এ Tense ও Mood প্রকাশ করতে Principal

Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর তালিকা:

am, is, are, was, were, be, being, been, have,

has, had, shall, should, will, would, may, might,

can, could, do, does, did, used (to), ought (to),

dare (to)

 

Auxiliary Verb এর প্রকারভেদ :

Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :

I.Primary Auxiliary

II.Modal Auxiliary

 

Primary Auxiliary Verb কাকে বলে?

I. Primary Auxiliary Verb: যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।

Primary Auxiliaries গুলো নিম্নরূপ :

Verb to be : am, is, are, was, were

Verb to have : have, has, had

Verb to do : do, does, did

II. Modal Auxiliaries: ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliary গুলো ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliary বলে।

Modal Auxiliary গুলো নিম্নরূপ :

Shall, should, will, would, may, might, can, could,

Used (to), ought (to), dare (to)

 

Non-finite Verb কাকে বলে?

B. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর

Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।

 

Non-finite Verb এর প্রকারভেদ :

Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :

I.Infinitive

II.Participle

III.Gerund

 

i. Infinitive : Verb এর Present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।

Example :

To tell a lie is a great sin.

We come to see.

Participle Verb কাকে বলে?

ii. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে। I saw some flying birds in the sky. (এখানে flying দ্বারা পাখি গুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা Adjective পকাশ করছে।)

 

Participle কত প্রকার :

Participle তিন প্রকার। যথা :

I. Present Participle :

II. Past Participle

III. Perfect Participle

 

I. Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।

Example :

The news is interesting.

 

II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।

Example :

We got a decorated class room.

He had played there.

 

III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে তখন তাকে Perfect Participle বলে।

Example :

The sun having risen, darkness is disappeared.

 

Gerund কাকে বলে?

Gerund : Gerund হল (verb+ing) যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। অর্থাৎ ing যুক্ত Verb টি Noun ও Verb হিসেবে কাজ করে।

Example :

Rina is fond of reading newspaper.

Sleeping is essential for us.

আজকের মতো এতটুকু।সবাই ভালো থাকবেন। খোদাহাফেজ।

The post Verb কি? কত প্রকার, কি কি [A-Z] appeared first on Trickbd.com.

গুগলের জনপ্রিয় সেরা 5 টি সার্ভিস -trickbd

Posted:

ইন্টারনেটে কিছু সার্চ করা থেকে শুরু করে ভিডিও দেখার জন্য ইউটিউব মেইলে পাঠানোর জন্য জিমেইল এমনকি স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড পর্যন্ত যেসকল কাজগুলো মানুষের দৈনন্দিন জীবনে লাগে তারপ্রাই সবই প্রভাইড করছে গুগল।

গুগল সার্চের পাশাপাশি গুগল ম্যাপ, গুগল প্লে-স্টোর, গুগল জিমেইল, গুগল ডকর্স এর মতো আরো ২৭১ এর মতো সার্ভিস রয়েছে গুগলের। এসব সার্ভিস এর বেশিরভাগই সম্পর্কে ইউজাররা হয়তো জানেই না । তো এমনি অজানা কিছু তথ্য জানাবো আজকের এই আর্টিকেল এ।

১.গুগল শপিং


বিশ্বব্যাপি ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা অন্যতম জনপ্রিয় মাধ্যম হলেও এফ্রেডবল দামে পন্য কিনার জন্য গ্ৰাহককে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিটর করতে হয়। যা বেশ সময়সাপেক্ষ একটা কাজ।
গ্ৰাহকদের অনলাইন কেনাকাটার কষ্ট কে সহজ করার জন্য গুগল শপিং নামে একটি ফ্রি প্লাটফর্ম রয়েছে।

গুগল শপিং গ্ৰাহকদের জন্য বিভিন্ন পন্য সার্চ পন্য কম্পিয়ারিং এবং সেলারের ওয়েবসাইট থেকে সরাসরি পন্য কিনার দিয়ে থাকে।
গুগল শপিং এ কোন পন্য সার্চ করা হলে গ্ৰাহকের অতিতের এক্টিভিটি  ইনফরমেশন এবং পছন্দের উপর ভিত্তি করে রেজাল্ট শো করা হয়। ফলে কমদামে গ্ৰাহকের পছন্দের পণ্য খুঁজে পেতে সহজ হয়ে উঠে।
গুগল শপিং অনলাইন রিটেইলারদের পন্য প্রমোশনের জন্য একটি সেরা প্লাটফর্ম।

কেননা গুলের এড ফিচারটি ব্যবহার করে তারা তাদের টার্গেট গ্ৰাহকদের কাছে  পন্য প্রমোট করে তাদের বিক্রয় বাড়াতে পারে।

এবং এই প্লাটফর্ম টি তাদের রিটেইলারদেরকে ফ্রিতে পন্য লিস্টিং এর সুযোগ দিয়ে থাকে। যদিও প্রতিটা পন্য সেলের সময় একটা নির্দিষ্ট লভ্যাংশ কেটে রাখে।

২. গুগল পডকাস্ট
বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা থেকে শুরু করে বিনোদন এর জন্য পডকাস্ট বেশ জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। স্পটিফাই, আইটিউন, অ্যাপল পডকাস্ট এর মতো বিশ্বের জনপ্রিয় পডকাস্টের পাশাপাশি গুগল পডকাস্ট নামে গুগলের নিজস্ব একটি পডকাস্ট মাধ্যমে রয়েছে।

প্লাটফরমটি ব্যবহার করে ব্যবহারকারীরা ফ্রিতে  তাদের পছন্দমত  সেলিব্রিটিদের ইন্টারভিউ , গান থেকে শুরু করে সবধরনের   অডিও কনটেন্ট শুনতে পারে। এছাড়া বিভিন্ন বড় বড় ব্রান্ড গুগলের পডকাস্ট ব্যবহার করে স্টোরি বলার মাধ্যমে তাদের টার্গেট ব্যবহারকারিদের কাছে পৌঁছাতে পারে।

গুগল পডকাস্ট এপটিতে ইউজাররা তাদের নিজস্ব অডিও লাইব্রেরী তৈরি করতে পারে। এছাড়া অডিও গুলো  ক্যাটাগড়ি গুলো আগে থেকেই রেডি থাকে বলে ইউজাররা তাদের পছন্দমত কনটেন্ট বেছে নিতে পারে।

গুগল পডকাস্ট এপটি তাদের এন্ড্রয়েড এবং আইফোন দুটি প্লাটফর্মে পাওয়া যায়।
এন্ড্রয়েড পুলিশের তথ্যমতে ২০২১ সাল শেষে প্রায় ১০০ মিলিয়নের মতো মানুষ এই এপটি ইন্সটল করেছে।
৩.গুগল গ্যারাজ
গুগলের ডিজিটাল গ্যারাজ প্লাটফরমটি মূলত একটি অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম।যা ব্যাবহারকারিদের ডিজিটাল মার্কেটিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এবং কোচিং ও মেশিন লার্নিং এর মতো কোর্স  অফার করে থাকে।

এই প্লাটফরমটি ব্যবহার করে স্টুডেন্ট এবং বিজনেসম্যান রা ভিডিও টিউটোরিয়াল এবং সরাসরি ট্রেনিং এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি সম্পর্কে লিখতে পারে।

বর্তমানে ফিজিকাল গ্যারাজে প্রায় ১০০টির ও বেশি ফ্রি  এবং পেইড কোর্স রয়েছে। যা বিশ্বের সবচেয়ে বড় ইম্পলয়ার ইন্ডাস্টি এক্সপার্ট  উদ্দোগতাদের সাথে একহয়ে  তৈরি করা হয়েছে।

প্লাটফরমটি ইউজারদের পছন্দ মতো লেসন ডিজাইন করার মতো অপশন দেয় । প্রতিটা লেসন শেষে ইউজারদের সেই লেনের উপর টেস্ট পরিক্ষা দাঁতে হয় । তার মাধ্যমে  গুগল ইউজারদের প্রগেস ট্রাক। করতে পারে ।

স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারি চাইলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক এবং পাশাপাশি গুগল এবং আইএবি ইউরোপের সার্টিফিকেট অর্জন করতে পারবে।
৪.গুগল সার্ভ
গুগল সার্ভে তা গুগলের একটি বিজনেস নিজস্ব প্রডাক্ট, যা গুগলের বিজনেসম্যানদের রিসার্চ এর কাজে ব্যবহৃত হয়।
প্লাটফরমটি মূলত ইন্টারনেট এবং স্মার্টফোন ইউজারদের উপর সার্ভে করে।

প্লাটফরমটি ব্যবহার করে মার্কেন্টাররা  মূলত টারগেটেড ডেমোগ্ৰাফিক এর মাধ্যমে অনলাইন সার্ভের মাধ্যমে কনজ্যুমার বিহ্যাইবিহার এবং মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানতে পারে।

এর মাধ্যমে তাদের বিজনেসের দরকারি সিদ্ধান্ত নিতে সহায়তা করে
ইউজাররা এই প্লাটফরটিতে তাদের মাল্টিপল চয়েস এবং স্টার রেটিং এর মাধ্যমে সার্ভে প্রশ্ন ডিজাইন করে থাকে।

গুগল রিসার্চ এর তথ্য সূত্রে এই অনলাইন প্যানেল এ প্রতিদিন ১০ মিলিয়ন এবং মোবাইল প‌্যানেল প্রতিদিন ৪ মিলিয়ন ইউনিক ইউজার গুগল সার্ভে ব্যবহার করছে।

৫.ফ্লটার

ফ্লটার মুলত গুগলের একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এপটি ব্যবহার করে এন্ড্রয়েড থেকে শুরু করে আইওএস,লিনাক্স, এবং ম্যাক এর মতো সব অপারেটিং এর জন্য খুব সহজে এবং পছন্দমত ইউজার ইন্টারফেস তৈরি করতে পারে।

এই কিট টিতে বেশ কিছু উইজেট রয়েছে তা গেমিং এর একটি অপরটির পাশে সাজিয়ে ডিজাইনাররা সহজে তাদের এসের জন্য লেআউট তৈরি করতে পারে।

এছাড়া ইউজাররা প্রয়োজন মতো  কাস্টমাইজ উইজেট তৈরি করে এক্সাইটিং উইজেটের সাথে তা মার্ক করতে পারে। জাভা স্ক্রিপ্ট এর মতো কোডিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে এই এপটি ব্যবহার করে ডিজাইনাররা সহজে এবং স্বল্পসময়ে নিজের  পছন্দ মত গেমও তৈরি করতে পারবে।

ইউটিউবে সফল হবার সেরা ৯ টি টিপস ২০২২
সর্বশেষ
আপনার যদি গুগলের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কমেন্ট করুন এবং আর্টিকেল টি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন

The post গুগলের জনপ্রিয় সেরা 5 টি সার্ভিস -trickbd appeared first on Trickbd.com.

50জিবি প্রিমিয়াম কোয়ালিটি হোষ্টিং এবং .COM ডোমেইন মাত্র 2022 টাকায় (লুফে নিন, সময় কম)

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,

আশা করি সকলে ভালো আছেন । নতুন বছরে নতুন একটি অফার নিয়ে সবার সামনে আবারও হাজির হলাম ।
দয়া করে কেউ প্রমোট ভেবে ভুল করবেন না । এই পোষ্টটির মাধ্যমে অনেকের উপকার হবে বলে পোষ্টটি করা হয়েছে । ট্রিকবিডিতে অনেকেই এরকম ট্রাষ্টেড কিছু পোষ্ট খুজেন কিন্তু পান না । আমার পোষ্ট টি তাদের জন্যই । বাংলাদেশে তো ছোটবড় অনেক হোষ্টিং কোম্পানিই আছে, কিন্তু কতজন আছে, যারা জেনুইন এবং মানসম্পূর্ণ ডোমেইন হোষ্টিং প্রভাইড করে ??? আর কতজন্য সিপ্যানেল এর জেনুইন লাইসেন্স ইউজ করে ??? কিন্তু আজ যে কোম্পানীর অফারটি শেয়ার করতে যাচ্ছি তাদের রয়েছে জেনুইন সিপ্যানেল লাইসেন্স (লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=srijanhost.com) ।

৫০জিবি প্রিমিয়াম কোয়ালিটি ওয়েব হোষ্টিং + .COM ডোমেইন ১বছরের জন্য মাত্র ২০২২ টাকায় ।
হ্যা বন্ধুরা, নতুন বছর উপলক্ষে এমনই একটি অফার দিয়েছে বাংলাদেশী েএকটি ট্রাষ্টেড ওয়েব হোষ্টিং কোম্পানী ।
আসুন জেনে নিই প্যাকেজটির বিস্তারিত তথ্যঃ

  • 50GB Premium Cloud NvME Storage
  • Licensed Verified cPanel
  • .COM Domain
  • Bandwidth: Unmetered
  • Database/Email/Sub-Domain: Unmetered
  • Addon Domain: 5
  • SSL: Premium Auto SSL
  • Backup: Daily Backup
  • Softaculous Apps Installer
  • 500+ CMS Supported
  • WordPress, Php, Ruby, Python, Node.js Supported.
  • No Server Down issue (Backup server available)
  • Premium Support (Live chat, Phone call, Support ticket)
  • bKash, Rocket, Nagad, Upay, Tap Bangladeshi Local Payment supported.
  • Datacenter Location: USA, London, Singapore

তো বন্ধুরা বুঝতেই পারছেন, প্রিমিয়াম কোয়ালিটি এই সার্ভিসটি পাবেন মাত্র ২০২২ টাকায় । তাদের সার্ভারে কোন ডাউনটাইম নেই । কেননা তাদের এক্সট্রা ব্যকআপ সার্ভার আছে । এবং তাদেরকে বিকাশ, রকেট বা নগদে পেমেন্ট করে ডোমেইন হোষ্টিং কিনতে পারবেন ।

তাদের আরো কিছু বাজেট হোষ্টিং প্যাকেজ আছে, তারমধ্যে অন্যতম হলোঃ
৫জিবি হোষ্টিং মাত্র ৭৯৯ টাকা (১বছর)
১০জিবি হোষ্টিং+ .COM  ডোমেইন মাত্র ১১৯৯ টাকা (১বছর)
২০জিবি হোষ্টিং+ .COM ডোমেইন মাত্র ১৭৯৯টাকা (১বছর)
আনলিমিটেড হোষ্টিং + .COM ডোমেইন মাত্র ৬৯৯৯ টাকা (১বছর)
এছাড়াও,
.COM Domain 699tk
.NET Domain 799tk
.XYZ Domain 99tk

অর্ডার করতে ভিজিট করুনঃ
CLICK HERE

যারা অর্ডার করতে পারেন না তারা নিচের মতো স্টেপ ফলো করুন-

লিংকে ঢুকার পরে নিচের মতো পেজ ওপেন হবে, একটু নিচে নামলেই ২০২২ টাকা অফারটি দেখতে পাবেন ।

চিহ্নিত অংশ Buy This Package এ ক্লিক করুন । তারপর আরেকটি পেজ আসবে…

চিহ্নিত বক্সে আপনার কাংখিত ডোমেইন নেম টি লিখুন তারপর ডান দিকে থাকা Check বাটনে ক্লিক করুন । তারপর ডোমেইন কাংখিত ডোমেইন টি খালি থাকলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে…

তারপর Continue বাটনে ক্লিক করুন । তারপর আপনার সামনে চেকআউট পেজ আসবে … সেখানে আপনার েইনফরমেশন দিয়ে খালি বক্সগুলো ফিলাপ করুন [আপনার একাউন্ট হবে এই ইনফরমেশন দিয়ে] ।

তারপর ফিলাপ হয়ে গেলে নিচের দিকে পেমেন্ট মেথড সিলেক্ট করার অপশন পাবেন ।

তারপর আপনি যে মেথডে টাকা পাঠাতে চান সেই মেথড টি সিলেক্ট করুন । এবং নিচের দিকে থাকা [I have read and agree to the Terms of Service এর বামে থাকা চেক বক্সে ক্লিক করুন]

তারপর ডানেদিকের বা নিচের চেকআউট বাটনে ক্লিক করুন ।
তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মতো একটি ইনভয়েস পেজ পাবেন । তারপর পেমেন্ট করে দিলেই কাংখিত অর্ডারটি একটিভ হয়ে যাবে ।

তো বন্ধুরা আশা করি বুঝতে কোন সমস্যা হবে না ।

কোন ভুল হলে ক্ষমা করবেন,
ধন্যবাদ সবাইকে ।

 

 

 

 

The post 50জিবি প্রিমিয়াম কোয়ালিটি হোষ্টিং এবং .COM ডোমেইন মাত্র 2022 টাকায় (লুফে নিন, সময় কম) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments