অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান হোন |
- অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান হোন
- টেলিগ্রামে চালু করুন অটে রিপ্লাই মেসেজ
- Free call to any number|যেকোনো নাম্বারে ফ্রী কল করুন।
- ইন্টারনেট স্পীড চেক করার নিয়ম
অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান হোন Posted: বর্তমান অনেক প্রতারক আছে তারা অনলাইন ইনকামের নামে আপনার সাথে প্রতারণা করতে পারে। আপনি কিভাবে বুঝবেন অনলাইন ইনকামের কথা বলে প্রতারনা করা হচ্ছে। কিভাবে তারা প্রতারনা করে? আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি কার থেকে এই বিষয়গুলো সম্পর্কে শুনেছেন। এটা জানা উচিত আমি শরিফুল ইসলাম। প্রফেশনাল ফ্রিল্যান্সার, গত তিন বছর ধরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এ কাজ করি। গুগলে আমাকে websoriful নামে পাবেন। আপনি পরিশ্রম ছাড়া কোনোভাবেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না। টাকা ইনকামের জন্য অফলাইনের মতো অনলাইনেও আপনাকে পরিশ্রম করতে হবে। প্রতারনা চেনার উপায়:অনেক উয়েবসাইট বা মোবাইল অ্যাপস দেখবেন, যারা তাদের উয়েবসাইট বা অ্যাপসে এ বন্ধুদের রেফার করলেই আপনাকে টাকা দেয়। আমি আপনাকে করি, কেন আপনাকে তারা টাকা দিচ্ছে? তাদের লাভ কি? এখন পাগলো জান বর্তমানে লাভ ছাড়া পৃথিবী চলে না। আমি শিওর যে আপনারা অনেকেই তা জানেন না। সমস্যা নাই আমি আপনাকে বিস্তারিত বলে দেয়। ১. তাদের উয়েবসইট বা অ্যাপসে ভিজিট করার পর দেখবেন বিজ্ঞাপন দেখাচ্ছে। অর্থাৎ তারা আপনাকে দিয়ে ইনকাম করে তার কিছু অংশ আপনাকে দিচ্ছে। কিছু পরে দেখবেন তারা আর টাকা দিচ্ছে না।
২. অনেক উয়েবসইট দেখবেন নিষিদ্ধ উয়েবসইট বা লিংক এর বিজ্ঞাপন দেখাচ্ছে, এই বিজ্ঞাপন এ ক্লিক করলে তারা আপনার ব্যাক্তিগত তথ্য চুরি করবে। এমনি তারা আপনার কম্পিউটার বা মোবাইলও হ্যাক করতে পারে। সুতরাং এটা অনিরাপদ।
৩. অনেক অ্যাপ এ খুজে দেখবেন কোনো বিজ্ঞাপন নাই, তবে তাদের অ্যাপ মোবাইল ডাউনলোড করে একাউন্ট করলেই টাকা দিবে। এবং এই অ্যাপসগুলো আপনি google play store এ খুঁজে পাবেন না। ইন্টারনেট বা তাদের উয়েবসইট থেকে ডাউনলোড করতে হবে। তাদের লাভ হচ্ছে, আপনি অ্যাপস ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করবেন এবং তারা আপনার ফোন হ্যাক করে আপনার পার্সোনাল ডাটা চুরি করবে। সুতরাং অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এইসব প্রতারনা থেকে সাবধান হোন। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা:প্রতিদিন বিকালে আমি এলাকায় হাঁটাহাঁটি করি, এলাকার সহপাঠীদের সাথে কাল হাঁটতে ছিলাম। আমরা তিনজন ছিলাম। দেখলাম আমার পাশের দুজন কোনো একটা অ্যাপসে রেফার করে একাউন্ট করতেছে। এবং একাউন্ট করলেই ২০টাকা এবং প্রতিটা রেফার এ ২০টাকা করে দিতাছে। আমি অ্যাপসটা দেখলাম, তারা একটা উয়েবসইট থেকে ডাউনলোড করছে, google play store এ নাই। এবং অ্যাপসে কোনো ads নাই। আমি তাদের বললাম, এখানে একাউন্ট করে লাভ নেই। তারা টাকা দিবে না। টাকা তুলার সময় দেখবি তারা ইনভেস্ট করতে বলতেছে। তারা আমার কথা বিশ্বাস করলো না, তারা আমাকে বললো এই অ্যাপস টাকা দেয়। যে তাদেরকে এই অ্যাপস এর কথা বলছে, রাতেই আমরা তার কাছে গেলাম। আমার কথাই সত্যি হলো। সে টাকা এখনো তুলতে পারে না। শুরু করলো আমার সাথে গাওয়ামি। কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী। তারা যদি টাকা তুলতে পারে তাহলে তাদের সবাইকে আমি রেষ্টুরেন্ট এ খাওয়াব। আর টাকা না তুলতে পারলে আমাকে খাওয়াবে।এখন পর্যন্ত বাজিটা এভাবেই আছে। তারা আমার কাছে 7দিন সময় নিছে। বিশেষ দ্রষ্টব্য: ব্যক্তিটা এখনো আমার কাছে আছে। আমি ১০০০% শিউর টাকা না পাই। পরে এর আপডেট জানাবো। তাহলে অনলাইন থেকে ইনকাম করা যায়: অনলাইনে ইনকাম করতে হলে আপনাকে কাজ শিখতে হবে। সহজে আপনি ২টা উপায়ে ইনকাম করতে পারবেন। ১. ব্লগিং ২। আকুল প্রভাব। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার এখানের পোস্টগুলো দেখুন। তাহলেই পাবেন। আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম এর গাইডলাইন পেতে চান তাহলে আমার উয়েবসাইট https://websoriful.com যান। প্রয়োজনে কমেন্ট করতে পারেন। সম্পুর্ন পাঠের জন্য ধন্যবাদ। The post অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান হোন appeared first on Trickbd.com. |
টেলিগ্রামে চালু করুন অটে রিপ্লাই মেসেজ Posted: 17 Jan 2022 09:34 AM PST আসসালামুয়ালাইকুম প্রিয় ট্রিকবিডি ইউজার। আশা করি অনেক ভালো আছেন। পুরো আর্টিকেলটি পড়বেন তাহলে সব বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এটি করতে গেলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটি হল টেলিগ্রাফ। এখন যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এটি করতে চান সেটি টেলিগ্রাফে লগইন করুন। ভয় নেই কোন সমস্যা হবে না। এবার টেলিগ্রাফ টি ওপেন করুন এবং স্ক্রিনশট দেখে কাজ করুন। ![]() তারপর ![]() ![]() ![]() এখন উপরের অপশনটি অন করে দিন। এবং নিচে কি রিপ্লাই আসবে যদি কেউ মেসেজ করে সেটা লিখে দিন। ব্যাস হয়ে গেলো ![]() দেখুন কেউ মেসেজ করলে তা অটো রিপ্লাই হবে। আজকের মত এইটুকু। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি পোস্টটি ভাল লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আল্লাহাফেজ The post টেলিগ্রামে চালু করুন অটে রিপ্লাই মেসেজ appeared first on Trickbd.com. |
Free call to any number|যেকোনো নাম্বারে ফ্রী কল করুন। Posted: আমার আজকের আলোচনার বিষয়টি হলো একটি ফ্রী কল দেয়ার অ্যাপ নিয়ে।যেটি দিয়ে আপনি ফ্রী কল দিতে পারবেন যেকোনো নাম্বারে।আপনাকে অ্যাপটিতে একাউন্ট খুলতে হবে এবং একাউন্ট খুললেই দিবে 10 পয়েন্ট।আপনি চাইলে পয়েন্ট কিনতে পারবেন,কিন্তু অ্যাড দেখেই আমরা পয়েন্ট নিতে পারবো।তাই টাকা খরচ করতে হবে না।প্রথমেই আমাদের দরকার হবে Telos (2nd phone number : text now) অ্যাপটি।ডাউনলোড করে নিন এখান থেকে প্লে স্টোর। এবারে অ্যাপটি ওপেন করুন। আমার পূর্বের পোস্টগুলো : টেলিগ্রামের দরকারি কিছু ফিচার। প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। ![]() The post Free call to any number|যেকোনো নাম্বারে ফ্রী কল করুন। appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ইন্টারনেট স্পীড চেক করার বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক। বর্তমান সময়ে আমরা বেশিরভাগ সময় ইন্টারনেট ব্যবহারে ব্যস্ত থাকি। আর ইন্টারনেট ব্যবহারে আমরা স্লো ইন্টারনেটের সম্মুখীন হয়ে থাকি। স্লো ইন্টারনেটের কারনে আমরা অনেক অসুবিধায় পড়ে যাই এবং ঠিকমতো কাজ করতে পারিনা। এছাড়াও আমরা যে চমকপ্রদ ডাটা বিজ্ঞাপন দেখি সেগুলো অনেক সময় ঠিকমতো সেবা দেয় না। আমরা যে সিম ব্যবহার করি না কেন ইন্টারনেট স্লো সমস্যা থাকবেই। যার কারনে আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধার সৃষ্টি হয়। এজন্য কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে দেখে নিতে হবে ইন্টারনেট স্পিড কেমন। আমরা কাজ করার আগে কখনও ইন্টারনেট স্পিড দেখে নেই না এবং এটি কিভাবে চেক করতে হয় অনেকে জানিও না। আসুন জেনে নেওয়া যাক আমরা সহজেই কিভাবে ইন্টারনেট স্পিড চেক করব। এপস দিয়ে ইন্টারনেট স্পিড চেক করার উপায়ইন্টারনেট স্পিড চেক করতে চাইলে আপনি মোবাইলের জন্য এমন অনেক অ্যাপ্লিকেশন পেয়ে থাকবেন যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন। এর জন্য প্লে স্টোরে গিয়ে Internet speed checker লিখে সার্চ দিলে বিভিন্ন এপ্লিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে যে কোন একটি ডাউনলোড করে মোবাইলের স্পিড চেক করতে পারেন। আরো দেখুনঃ নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে | অনলাইন থেকে কিভাবে আইডি কার্ড সংগ্রহ করবেন ওয়েব সাইট ব্যবহার করে ইন্টারনেট স্পিড টেস্ট করার নিয়মএমন অনেক ওয়েব সাইট আছে যে গুলো ব্যবহার করে আমরা ইন্টারনেট স্পীড চেক করতে পারি। নিম্নে কয়েকটি ওয়েব সাইট সম্পর্কে জানানো হলোঃ Fast.comল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট স্পিড চেক করতে চাইলে আপনার ইন্টারনেট স্পিড চেকার ওয়েবসাইট এ গিয়ে চেক করতে হবে যে আপনার ইন্টারনেট স্পিড কেমন তারপর আপনাকে fast.com ওয়েবসাইটে যেতে হবে। এটি ইন্টারনেট স্পিড এর নির্ভুল রেজাল্ট দিয়ে থাকে। এই ওয়েবসাইটটি বা অনলাইন টুলটির ক্যাটেগরি বা সাব ক্যাটেগরি নেই। ওয়েব সাইটটি ভিজিট করার সাথে সাথেই দেখতে পাবেন এটি স্পিড চেক করা শুরু করে দিয়েছে। আর চেক করা শেষ হলেই আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইলে স্পিড এর ফাইনাল রেজাল্ট দেখানো হবে। TestMy.netএছাড়া আরেকটি নির্ভরযোগ্য অনলাইন ইন্টারনেট ছেকিং টুল রয়েছে সেটি হল TestMy.net । এই অনলাইন টুল টি ভিজিট করলে আপনি হোমপেজে তিনটি অপশন পাবেন। প্রথমটি ডাউনলোড স্পিড টেস্ট দ্বিতীয় টি আপলোড স্পিড টেস্ট এবং সব শেষ অটোমেটিক স্পিড টেস্ট। এখানে যেকোন একটিতে ক্লিক করলে আপনাকে আর একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনাকে আরেকটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার কাঙ্খিত ডাউনলোড বা স্পিড চেক শুরু হয়ে গেছে। ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনি ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন। Ookla Speed Testস্পিড টেস্টের জন্য আরেকটি দারুন টুল রয়েছে যেখানে একটি মাত্র ক্লিক করলেই আপনার ইন্টারনেটের গতি জানিয়ে দেবে। টুলিটর হোমপেজে গেলেই একটা হলুদ গোল বৃত্তাকার দেখতে পাবেন সেখানে গোলাকার রয়েছে এবং Go লেখা রয়েছে। এখানে ক্লিক করলেই একটা ক্লিকে আপনি স্পিড জানতে পারবেন। এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে ফাইনাল রেজাল্ট জানিয়ে দেবে। এর জন্য আপনাকে speedtest by ookla লিখে সার্চ দিতে হবে । এরপর এটি ওপেন করে সেই Go অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ইন্টারনেটের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কেমন তা দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইটটি ShopTips24.CoM একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। The post ইন্টারনেট স্পীড চেক করার নিয়ম appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments