[Help Post] Brave রিওয়ার্ড Withdraw করার জন্য Uphold অ্যাকাউন্ট লাগবে (সম্মানিত করা হবে) |
- [Help Post] Brave রিওয়ার্ড Withdraw করার জন্য Uphold অ্যাকাউন্ট লাগবে (সম্মানিত করা হবে)
- মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়
- জেনে নিন free fire এ সামনে কি কি ইভেন্ট আসতে চলেছে ।
- মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 11)
- দারাজ থেকে ১০০ টাকা মোবাইল রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন.!!
- ২০২২ সালে মোবাইল দিয়ে ইনকাম করুন প্রমান সহকারে
- [Must See] মাত্র ২ এমবি সাইজের একটি অ্যাপেই রান করুন ২৩টি জনপ্রিয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
- ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ২]
- Envato Elements ডাউনলোড [পর্ব 15]
- জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করুন সুরক্ষা তে সবাই.!!
[Help Post] Brave রিওয়ার্ড Withdraw করার জন্য Uphold অ্যাকাউন্ট লাগবে (সম্মানিত করা হবে) Posted: Brave Referral থেকে আমি ৩১ বাট কালেক্ট করেছিলাম। কিন্তু, বর্তমানে Gemini এবং Uphold দুইটাই বাংলাদেশে বন্ধ। এ কারনে টোকেনগুলো উইথড্র করতে পারছি না। কারও কাছে যদি Uphold অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ৩১ Bat টোকেন আপনি Uphold এ নিতেন এবং আমাকে টাকা দিতেন। অথবা যদি কেউ ট্রানজেকশনে আমাকে সাহায্য করতেন তাহলে উপকার হতো। The post [Help Post] Brave রিওয়ার্ড Withdraw করার জন্য Uphold অ্যাকাউন্ট লাগবে (সম্মানিত করা হবে) appeared first on Trickbd.com. | ||||||||
মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় Posted: হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক। স্মার্টফোন যে আমাদের জীবনের অত্যাবশ্যক অংশ হয়ে উঠেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস, লাইভ স্ট্রিমিং, গেমসসহ আরও অসংখ্য সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি স্মার্টফোনের এই চক্কর আপনার জন্য একটা কঠিন গোলকধাঁধাও হয়ে উঠতে পারে। শুধুমাত্র পর্যাপ্ত গবেষণামূলক ডেটা না থাকায় মোবাইল ফোনে আসক্তিকে এখন পর্যন্ত ‘রোগ’ হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হচ্ছে না। ফোন ব্যবহারের উপর নিয়ন্ত্রণ না থাকায় আচরণগত, মানসিক ও চিন্তাধারার নানাবিধ সমস্যার কথা এরই মধ্যে অনেক বিশেষজ্ঞই বলেছেন। ব্যক্তিগত সম্পর্কে ক্ষতির কারণ, ফোন হাতে না পেলে আতঙ্কিত আব শঙ্কিত হয়ে যাওয়া কিংবা দুশ্চিন্তা করা এবং কোনোকিছু গভীরভাবে চিন্তা করার বা সৃজনশীলতায় বাঁধা দেয়ার মত সমস্যার মূলেও মোবাইল ফোন ব্যবহারের ভূমিকা আছে। আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন এর প্র্যাকটিস ট্রান্সফরমেশন অ্যান্ড কোয়ালিটি শাখার পরিচালক লিন বুফকা বলেন, সম্ভাব্য ক্ষতির ঝুঁকি দেখেও এড়িয়ে যাওয়া কিংবা প্রিয়জনদের কাছ থেকে ফোন ব্যবহারের ব্যাপারে অভিযোগ শুনলেই আমাদের বোঝা উচিত যে আমাদের আচরণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে মোবাইল ফোনে আসক্তি থেকে মুক্তির উপায়ও আছে। আপনি যদি চান নিজের সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে এবং ফোনে আসক্তি থেকে দূরে থাকতে, তাহলে প্রাথমিকভাবে নিচের ১০ টি উপায় অনুসরণ করতে পারেন: অতিরিক্ত ফোন ব্যবহারের যুক্তি খুঁজে দেখুনআপনার অন্যান্য কাজের চাইতে মোবাইল ফোন নামক ডিভাইসটি হয়তো আপনার কাছে এত বেশি আকর্ষণীয় ও মজার লাগে যে, সেই কারণে আপনি ফোন ব্যবহার কমাতে চান না। ‘ফোনের ব্যবহার কমানোর জন্য যৌক্তিক কারণ খুঁজে বের করা আমাদের নিজেদের ভেতরে সহজাত প্রেরণা সৃষ্টির একটি অংশ’, বলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিহেভিয়ারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডা. স্মিতা দাস। স্মিতা বলেন, ‘আপনি যদি চিন্তা করতে থাকেন যে কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং কেন; তখন দেখবেন সাময়িক বিনোদন বা আনন্দের চাইতে সমাজ, স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যকেই গুরুত্বপূর্ণ বলে জানাতে থাকবে আপনার মস্তিষ্ক।’ ফোন ব্যবহারের সময় পরিমাপ করুনআপনি সারা দিন-রাতে কতক্ষণ সময় ফোনের পেছনে ব্যয় করছেন, তা পরিমাপ করুন। স্মার্টফোনে স্ক্রিনটাইম ডেটা বা সাধারণ হিসাবেই তা মাপা যাবে বলে জানালেন বুফকা। বোঝার চেষ্টা করুন যে ঠিক কি কারণে আপনি বারবার মোবাইলে ফিরে যাচ্ছেন; সেটা কি মেসেজ দেয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি নিছক স্ক্রলিং করা। সমস্যার সমাধান করার আগে সমস্যা কোথায় বুঝতে হবে আপনাকে। নির্দিষ্টসীমা বেঁধে দিনএকবার যখন আপনি নিজের দুর্বলতাগুলো জেনে যাবেন, তখন স্মার্টফোনে একটা টাইমার সেট করে দিন; যাতে এটা আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আজকের মত ফোন ব্যবহারের সময়সীমা শেষ। তারপর এই সময়টা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে আপনাকে। আপনি স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ এর সাহায্য নিতে পারেন যা আপনাকে সময়মত জিজ্ঞেস করবে যে, আপনি বর্তমান কাজেই ফোনে ব্যস্ত থাকতে চান নাকি অন্য কাজে ব্যবহার করবেন। নিজের আচরণের পেছনের কারণ বের করুনকেন আপনি এত সময় ফোন ব্যবহার করছেন? যেকোনো আচরণ পরিবর্তনের আগে আমাদের বুঝতে হবে যে, অন্য কোনো এক বস্তু এই আচরণকে প্রলুব্ধ করছে। আপনার অতিরিক্ত ফোন ব্যবহারের প্রবণতা মানসিক একঘেঁয়েমি কিংবা মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত কিনা তা বুঝতে পারলে আপনি এ ব্যাপারে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবেন। আরো পড়ুনঃ ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি বিচ্ছিন্ন হওয়ার ভয় কাটিয়ে উঠতে হবেআপনার ফোন আসক্তির কারণ যদি হয় এমনটা মনে করা যে- ফোন কম ব্যবহার করায় আমি কিছু একটা থেকে বাদ পড়ছি না তো? কিংবা সামাজিকভাবে দূরে সরে যাচ্ছি না তো?- তাহলে আপনাকে ভাবতে হবে যে এই উদ্বেগ কতটা যৌক্তিক। কেউ একজন কি করছে সেই আপডেট না রাখলে কি আপনার কোনো ক্ষতি হচ্ছে? ফেসবুকে না থাকলে কারো জন্মদিন ভুলে যাবেন বলে চিন্তা করছেন? যেসব মানুষদের সত্যিকার অর্থেই আপনার জীবনে ভূমিকা আছে, তাদের সাথে যুক্ত থাকার মাধ্যমে এসব উদ্বিগ্নতা কাটিয়ে উঠুন। অনলাইনে বেশি সময় থাকা বাদ দিতে চাইলে বা সময়কে ফলপ্রসূ করতে চাইলে, অনলাইনে বন্ধুর তালিকাটা ছোট করতে পারেন; রাখতে পারেন শুধু ব্যক্তিগতভাবে পরিচিতদের। অধিক স্বাস্থ্যসম্মত কাজ বেছে নিনঅন্য একটা কাজের দ্বারা আগের কাজকে সরিয়ে দেয়ার মাধ্যমে আচরণগত পরিবর্তন আসে। আপনি যদি অকারণে স্ক্রলিং করতে থাকেন, সেই সময়ে পছন্দের তালিকায় থাকা একটা বই পড়া, শরীরচর্চা করা বা কিছু পরিষ্কার করার কাজ করতে পারেন। নো-ফোন জোন তৈরি করুনখাওয়ার সময়গুলোতে বা সন্ধ্যায় যখন আপনি ফোন ব্যবহার করেন না, সেই সময়গুলোতে আপনার স্ক্রিনটাইম কমে। এরকম কিছু ক্ষেত্র তৈরি করতে পারেন, যেমন- পারিবারিক ঘর বা পড়ার ঘরে নির্দিষ্ট সময়ের জন্য ফোন নিষিদ্ধ রাখা। প্রয়োজন মাফিক ঘুমঅধিকাংশ মানুষ অ্যালার্ম এর জন্য ফোনকেই ব্যবহার করে। কিন্তু ঘরে ফোন থাকা মানেই আপনি সহজেই সেদিকে আকৃষ্ট হবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতে বা অন্য কাজে ঢুকবেন। তাই এর বদলে আপনি অ্যালার্ম ঘড়িই রাখতে পারেন। নিজের ফোনকে তখন অন্য ঘরে রেখে দিন। ফোন অন্য ঘর থেকে আনতে যাওয়ার অলসতা আপনাকে ফোন ব্যবহার থেকে বিরত রাখতে পারে। নোটিফিকেশন বন্ধ রাখুনখুবই প্রয়োজনীয় বিষয় ছাড়া বাকি সব মাধ্যমের নোটিফিকেশন বন্ধ রাখুন। এর ফলে অকারণে ফোন হাতে নেয়া বা স্ক্রিন টাইম কমবে। ল্যাপটপেই যা ব্যবহার করতে পারবেন, তা ফোন থেকে সরিয়ে দিনডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করা যায় সেসব অ্যাপ ফোন থেকে সরিয়ে ফেলুন। এর ফলে ফোনের দিকে আকর্ষণ কমতে পারে। এরকম অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং ইত্যাদি সম্পর্কে নিয়মিত ব্লগ পেতে আমার ওয়েবসাইট টা ঘুরে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। The post মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় appeared first on Trickbd.com. | ||||||||
জেনে নিন free fire এ সামনে কি কি ইভেন্ট আসতে চলেছে । Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। তো, আজকে আমি এই পোষ্টে একটা চমৎকার পেজ সম্পর্কে বলব যেখানে free fire এ সামনে কি আসতে যাচ্ছে সব ছবিসহ বলে দেওয়া হয় । আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। তো আপনারা অনেকেই free fire খেলেন । আর অনেকেই নতুন নতুন ইভেন্ট সম্পর্কে আগ্রহী । তাই কেমন হবে যদি আগে থেকেই জেনে যান যে সামনে কি ইভেন্ট আসতে যাচ্ছে । তো আমার একটি Facebook page আছে যেখানে upcoming events এর তথ্য আগেই দিয়ে দেওয়া হয় । page link এখানে click করে সব দেখে নিন । আর নতুন নতুন ইভেন্ট সম্পর্কে আরো জানতে page টি ফলো করে দিন । কোন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান । আর যেকোনো প্রবলেমে Facebook এ আমার সাথে contact করবেন The post জেনে নিন free fire এ সামনে কি কি ইভেন্ট আসতে চলেছে । 😍😍 appeared first on Trickbd.com. | ||||||||
মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 11) Posted: আজকে আলোচনা করবো Video Tag ও Audio Tag নিয়ে। Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ Video Tag এর ব্যবহারঃওয়েবসাইটে ভিডিও প্রদর্শন করানোর জন্য video tag ব্যবহার করা হয়। অনেক সাইটেই আছে যেখানে গেলে দেখা যায় ভিডিও প্লে হয়। এমন আপনিও আপনার সাইটে ভিডিও দেখাতে পারবেন এই ট্যাগটির মাধ্যমে। চলুন দেখি কিভাবে করবো। আজকের এই ভিডিও ট্যাগের ব্যবহার দেখবো spck editor এ তাই প্রথমে একটি প্রজেক্ট খুলতে হবে। ভিডিও ট্যাগ এর আরেকটি attribute আছে Audio Tag এর ব্যবহারঃওয়েবসাইটে অডিও শুনানোর জন্য audio tag ব্যবহার করা হয়। ![]() তো আজ এই পর্যন্তই। আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyলেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.comআমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BDযেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 11) appeared first on Trickbd.com. | ||||||||
দারাজ থেকে ১০০ টাকা মোবাইল রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন.!! Posted: দারাজ থেকে যে কোনো সিমে ১০০ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন। রিচার্জ এর পেমেন্ট করতে হবে বিকাশ দিয়ে। বিকাশ দিয়ে পেমেন্ট করলে পাবে ১০০ টাকা মোবাইল রিচার্জ এ ১০ টাকা ক্যাশব্যাক। আপনার ইচ্ছা করলে যে কোনো পরিমাণ এর রিচার্জ করতে পারবেন। যে পরিমাণ এর রিচার্জ করবেন তার ১০% ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক শুধু মাত্র একবারি পাওয়া পাবে একবার এ পেমেন্ট এর ক্ষেত্রে ২য় বার পেমেন্ট করলে আর ক্যাশব্যাক পাওয়া যাবে না। সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে। অফারটি চলবে ১৭/০১/২০২২ হতে ২৩/০১/২০২২ পর্যন্ত। মোবাইল রিচার্জ করতে প্রথম এ এখানে ক্লিক করুন.! যে নাম্বার এ মোবাইল রিচার্জ করবেন সে নাম্বার বসে দিয়ে অপারেটর সিলেষ্ট করে দিন। আপনার দারাজ একাউন্ট এ বিকাশ একাউন্ট অ্যাড না করা থাকলে বিকাশ একাউন্ট অ্যাড করে দিয়ে বিকাশ সিলেষ্ট করে দিন। তার পর আপনার বিকাশ একাউন্ট এ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করে নিন। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post দারাজ থেকে ১০০ টাকা মোবাইল রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন.!! appeared first on Trickbd.com. | ||||||||
২০২২ সালে মোবাইল দিয়ে ইনকাম করুন প্রমান সহকারে Posted: আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান? কিন্তু আপনার কাছে কম্পিউটার নাই? বা আপনার কাছে কম্পিউটার কিনার টাকা নাই? কিন্তু আপনার কাছে কি একটি স্মার্টফোন আছে? উপরে আমি চারটি প্রশ্ন করেছি সবগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, আজকে আমি আপনাদের তা শিখাবো। যদি আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার নিচের বিষয়গুলো প্রয়োজন।
উপরের চারটা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে মোবাইলে আমি কি কি কাজ করে অনলাইনে ইনকাম করতে পারব?একটা কথা মনে রাখবেন কেউ আপনাকে এমনিতেই টাকা দিবে না অবশ্যই টাকা নিতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে অথবা অনলাইনে কাজ করতে হবে। কোন ওয়েবসাইট ভিজিট বা কোন অ্যাপস ডাউনলোড করলে টাকা দেয়, যদি এমন এভাবে ইনকাম করতে চান। তাহলে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবেন। তবে একসময় দেখবেন তারার আপনাকে টাকা দিচ্ছে না। কোন অ্যাপস ডাউনলোড বাহ রেফার করে টাকা ইনকাম করা আমি দেখাবো না। কারণ এখান থেকে আপনি এ রেগুলার টাকা পাবেন না। টাকা উইথড্রো দেওয়ার সময় হলে দেখবেন, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অথবা দেখবেন আপনাকে ইনভেস্ট করতে বলতেছে, পরে আপনার টাকা তারা মেরে চলে যাবে। আপনি লং টাইম ইনকাম করতে পারবেন এবং বিশ্বাসযোগ্য, এরকম মাধ্যমগুলো আমি আপনাদের দেখাবো। নিজের ব্লগ সাইট থেকে অনলাইন ইনকাম:নিজের একটা ওয়েবসাইট তৈরি করে গুগল এডসেন্সের মাধ্যমে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। তবে এর জন্য আপনার সঠিক গাইডলাইন প্রয়োজন। ব্লগিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম সম্পর্কে যদি আপনার গাইডলাইন প্রয়োজন হয়, তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের নিচের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্লগিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে 2022 মোবাইল দিয়েও যে অনলাইন থেকে ইনকাম করা যায়, এটা কি আপনার বিশ্বাস হচ্ছে না? যদি আপনাকে লাইভ প্রমানসহ দেখায় তাহলে কি আপনি বিশ্বাস করবেন? তাহলে আজ আমি আপনাদের এরকম একজনের সাথে পরিচয় করিয়ে দিব যে মোবাইল দিয়ে ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করে। তার নাম হচ্ছে Md Mizan. মিজান ভাই হচ্ছে নতুন ইউটিউবার এবং পুরাতন ব্লগার। তার একটা ইউটিউব চ্যানেল আছে, মিজান ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম Mizan Technical. মিজান ভাই যে অনলাইন থেকে ইনকাম করে, এটা প্রমান দেখতে চাইলে আপনি নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২ ব্লগিং এর মাধ্যমে অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লিখে:আপনি কি জানেন! অন্যজনের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন। যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনাকে আমি দেখাবো এরকম 2টি ওয়েবসাইট। যেখানে আপনি মোবাইল ব্যবহার করে বাংলা আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি Grathor.com: এই ওয়েবসাইট থেকে আপনি মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ্য করুন এই ওয়েবসাইটে একটি বাংলা আর্টিকেল পাবলিশ করেছিলাম। যার কারণে তারা আমাকে ২০ টাকা দিয়েছে। আর এই এক টাকা ১ টাকা ৩০ পয়সা আমার আর্টিকেল অনেকগুলো ভিউ এর জন্য। এই ওয়েবসাইটে আর্টিকেল ভিউ এর জন্য খুবই কম টাকা দেয়। প্রত্যেকটা ভিউ এর জন্য মাত্র ০.০১ টাকা। এটা অনেক অনেক কম। এই ওয়েবসাইট থেকে টাকা তুলতে আপনাকে সর্বনিম্ন 1000 টাকা ইনকাম করতে হবে। blog.websoriful.com: এই ওয়েবসাইটে আপনি মোবাইল ব্যবহার করে বাংলা আর্টিকেল লিখে, প্রতিটা আর্টিকেলে বিনিময় 10 থেকে 200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখান থেকে পেমেন্ট নেওয়া খুবই সহজ। সর্বনিম্ন আপনি 20 টাকা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। প্রেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহার করতে পারবেন নিচের চিত্রটি লক্ষ করুন ওয়েবসাইট থেকে আমি একটি আর্টিকেল এর চারটি ভিউ এর মাধ্যমে 1 টাকা 60 পয়সা ইনকাম করেছি। আর্টিকেল ভিউ এর ক্ষেত্রে এটা উপরের ওয়েবসাইটটি থেকে বেশি টাকা দেয়। যেহেতু মাত্র 20 টাকা হলেই পেমেন্ট, আপনি এখানে চেষ্টা করে দেখেন। গুরুত্বপূর্ণ কথা:এছাড়াও আপনি মোবাইল ব্যবহার করে ইউটুবে ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তবে আমি ব্লগিং করে ইনকাম টা দেখাইলাম। যদি আপনি সিরিয়াসলি ব্লগিং করে মোবাইল দিয়ে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিজের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করুন। ইনকাম আসতে দেরি হবে, এমনকি ছয় মাস দেরি হতে পারে। তবে ভবিষ্য আপনার উজ্জ্বল হবে। ভবিষ্যতে আপনি নিজের ওয়েবসাইট থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যজনের ওয়েবসাইটে আর্টিকেল সাবমিট করে ইনকাম করতে চান। তাহলে এখানে কিছুটা দ্রুত ইনকাম করতে পারবেন, তবে এর পরিমাণ কম। ভাই আমার ব্যক্তিগত পরামর্শ হলো মোবাইল ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরী করে ইনকাম করুন। এখন আপনি কোনটা থেকে ইনকাম করবেন, এই সিদ্ধান্তটা আপনার। আর্টিকেলটি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারেন। কোন কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন । এরকম অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং ইত্যাদি সম্পর্কে নিয়মিত ব্লগ পেতে আমার ওয়েবসাইট টা ঘুরে আসতে পারেন। আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
The post ২০২২ সালে মোবাইল দিয়ে ইনকাম করুন প্রমান সহকারে appeared first on Trickbd.com. | ||||||||
[Must See] মাত্র ২ এমবি সাইজের একটি অ্যাপেই রান করুন ২৩টি জনপ্রিয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Posted: আসসালামুআলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট একটি অসাধারণ অ্যাপ এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। পার্সোনালি এই অ্যাপটি আমার অনেক পছন্দ হয়েছে আর আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা মোবাইলে প্রোগ্রামিং করেন অথবা শিখেন তাদের জন্য এটি একটি বেস্ট অ্যাপ হবে বলে আমি মনে করি। তাহলে চলুন মূল টপিকে যাওয়া যাক। অ্যাপের তথ্যঃ
অ্যাপের বিবরণঃআমরা অনেকেই আছি যারা আগ্রহের বসে প্রোগ্রামিং করি বা শিখছি তাও আবার স্মার্টফোনে। কিন্তু মোবাইল দিয়ে প্রোগ্রামিং করার ক্ষেত্রে প্রায়ই আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। যেমনঃ স্মার্টফোনের জন্য অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আই.ডি.ই পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলোর সাইজ অনেক বেশি হয়ে থাকে যার ফলে নরমাল স্মার্টফোনগুলোতে সেসব অ্যাপ রান করাতে সমস্যা হয়। আবার আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য আলাদা আলাদা অ্যাপ ইন্সটল করতে হয় যার ফলে স্মার্টফোনে প্রচুর স্টোরেজের প্রয়োজন হয়। এসব সমস্যার জন্য অনেকেই স্মার্টফোন দিয়ে প্রোগ্রামিং শুরু করতে পারছেন না। তাই আমি মনে করি এই সকল সমস্যার সমাধান আপনারা এই অ্যাপটি থেকে পেতে পারেন। কারণ শুধু এই একটি অ্যাপের সাহায্যে আপনি আপনার স্মার্টফোনে ২৩টি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করাতে পারবেন। সেগুলো হলোঃ
Image source: Play Store অ্যাপের সুবিধাঃ
অ্যাপের অসুবিধাঃ
এই অ্যাপের হুবুহু কোন iOS ভার্সন অ্যাপ নেই। কিন্তু iOS ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর যে কোন অপারেটিং সিস্টেম থেকেই ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই লিঙ্ক থেকে (http://compiler.run/) এই অ্যাপের প্রায় সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
আল্লাহ্ হাফেজ।The post [Must See] মাত্র ২ এমবি সাইজের একটি অ্যাপেই রান করুন ২৩টি জনপ্রিয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ appeared first on Trickbd.com. | ||||||||
ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ২] Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের sentence সম্পকে আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে ২য় পব । প্রথম পবে আমরা বাক্যের অংশ,বাক্যের প্রকারভেদ ও Assertive sentence নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা অন্যান্য sentence নিয়ে আলোচনা করব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
এই পবের মূল আলোচনা__ Interrogative sentence :- How old are you?(তোমার বয়স কত?) নোট:- প্রতিটি interrogative sentence এর প্রথমে wh-question শব্দ অথবা auxilliary verb (সাহায্যকারী verb) থাকেWh question শব্দের তালিকা :- What(কি),which(কোনটি), whom(কাকে), when(কখন), how(কীভাবে/কেমন/কত), where(কোথায়), why(কেন), who(কে). সাহায্যকারী verb এর তালিকা :- am,is, are,was,were, have,has,had ,can,could ,shall, should , will,would, may,might,must, do,does,did . Imperative sentence :-যে বাক্য দ্বারা আদেশ,উপদেশ, অনুরোধ, প্রস্তাব,নিষেধ ইত্যাদি বোঝায় । এই বাক্যে (you) উহ্য থাকে । যেমন :- Do the work.(You do the work) এই Sentence মূলত verb অথবা adverb দিয়ে শুরু হয় । optative sentence:-যে বাক্য দ্বারা প্রাথনা, আশিবাদ, অভিশাপ ইত্যাদি বোঝায় । Optative sentence সাধারণত May দ্বারা শুরু হয়। যেমন :- May Allah help you. Exclamatory sentence :-যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব বোঝায় । এই ধরনের বাক্যের শেষে Note of exclamation (!) বা বিষ্ময়বোধক চিহ্ন ব্যাবহার করা হয় । যেমন :- What a great pitty it is !
The post ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ২] appeared first on Trickbd.com. | ||||||||
Envato Elements ডাউনলোড [পর্ব 15] Posted: গতপর্বে মত আজকেও চলে এলাম নতুন কিছু Envato Elements নিয়ে । আশা করি আগের গুলোর মত আজকের ফাইলস গুলোও ভালো লাগবে । তাহলে কথা না বাড়িয়ে ডাউনলোড করা শুরু করা যাক। গতপর্বঃ 1. Dia de Muertos – Flyer Template![]() Features:
Fonts Used:
Regular License: $72. Double Exposure Photoshop TemplateDouble Exposure Photoshop templateThis template has been designed to help you save time and reduce the number of steps. Also, it can help you prepare a work environment, pictures mix easily and with fewer skills and effort to get the needed effects between pictures. You will have the effects through this template Features :
Regular License: $93. 10 Facebook Timeline CoversFeatures and technical specs:
4. Pen Sketch Photoshop ActionPen Sketch Photoshop Action: ACTION INCLUDE YOUR FILES:
Tools License: $6![]() 5. Watercolor Sketch Photoshop ActionDESCRIPTION Watercolor Sketch Photoshop Action will transform your photos into stunning watercolour drawings in a few clicks. As a result, you will get a very realistic sketch with a lot of settings. The action works on Photoshop CS3 and newer. WHAT YOU GET
FOR THE BEST RESULT, IT IS RECOMMENDED TO USE Photo sizes between 3000 – 5000px Photo resolution 72 – 300 dpi Tools License: $66. Concert FlyerCONCERT FLYER:
Fonts:
Regular License: $7![]() 7. 10 Film Presets PackMake your own style with Premium Preset.
Available on the Lightroom desktop application and the mobile version. Can be used on Windows / macOS / IOS / Android Tools License: $5![]() 8. Halloween Candy LettersHere you'll find many kinds and types of sweets: jelly candies, gumdrops, gummies, caramels, corn candy, vanilla sweets, chocolate sweets and bars, gummy worms, hard candies, candy buttons, candy canes, licorice, lollipops and sours, chewing candies. These colourful icons are resizable and fully editable. So, what's inside?
All of these come in vector (Ai, EPS10), PNG (256×256) and SVG formats 9. Hanan – Interior Design & Furniture Store Elementor Template kit![]() Hannan minimalist, trendy and modern creative Interior design and furniture store WordPress Elementor template kit. A powerful and easy-to-use template kit lets you quickly develop a scenic website for any kind of creative business or creative agency and store. Templates
Regular License: $2910. Hodil – Architecture Agency WordPress Theme![]() OVERVIEW Hodil Architecture WordPress Theme is a perfect example of MODERN and CLEAN Work. Hodil Architecture WordPress Theme is created especially for professional architects, architectural firms, interior designers, construction firm, interior services providers, exterior design, building design, home & business interior design, kitchen and living room design, etc. FEATURES :
FILE INCLUDED :
Regular License: $29এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । লিখেছেনঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 15] appeared first on Trickbd.com. | ||||||||
জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করুন সুরক্ষা তে সবাই.!! Posted: যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে পারেনি তারা এখন জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। যাদের বয়স ১২ থেকে ১৭ বছর তারা জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে পারবে এখন.!! ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে প্রথম এ এখানে ক্লিক করুন তার পর জন্ম নিবন্ধন সাটিফিকেট লেখাতে ক্লিক করুন। এখন আপনার জন্ম নিবন্ধন এর ১৭ সংখ্যা নাম্বার জন্ম তারিখ, মাস, বছর দিয়ে এবং Verify কোড বসে দিয়ে যাচাই করুন এ ক্লিক করুন। তার পর আপনার চলে আসবে এবং আপনার ফোন নাম্বার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং টিকার কেন্দ্র সিলেষ্ট করে দিয়ে সংরক্ষণ করুন ক্লিক করুন। তার পর টিকার কার্ড সংগ্রহ তে ক্লিক করুন। তার পর আপনার জন্ম নিবন্ধন এর ১৭ সংখ্যা নাম্বার জন্ম তারিখ, মাস, বছর দিয়ে যাচাই করুন এ ক্লিক করুন। তার পর ফোনে যাচাই কোড যাবে তা বসে দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড তে ক্লিক করে কার্ড ডাউনলোড করে নিন। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করুন সুরক্ষা তে সবাই.!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments