মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12) |
- মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12)
- মনপুরা মুভি রিভিউ + লিংক । যারা এখনো এই লিজেন্ডারী মুভি টি দেখেন নি তারা দেখে নিতে পারেন!
- ভোট দিতে গিয়ে ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিতে লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন.!!
মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12) Posted: আজকে আলোচনা করবো iframe Tag ও পেছনে একটা tag দিতে ভুলে গেছিলাম আর সেটি হল select tag নিয়ে। Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ iframe Tag এর ব্যবহারঃএকটি ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইট embed বা নির্দিষ্ট কোন পেইজ প্রদর্শন করানোর জন্য iframe tag ব্যবহার করা হয়। আসুন দেখি কিভাবে এটা ব্যবহার করবোঃ এখন এটাকে ছোট বড় করার জন্য দুইটি attribute রয়েছে সেগুলো হল height width attribute। ইউটিউবের যে ভিডিও embed করা হয় এটাও কিন্তু iframe tag দিয়ে। যেমন: select Tag এর ব্যবহারঃList সিলেক্ট করার অপশন চালু করার জন্য এই ট্যাগ ব্যবহার হয়। ছেলে এটা select tag দিয়ে করা হয়ে থাকে। আসুন দেখি এর ব্যবহার। এটার জন্য আমরা select start tag ও end tag নিবো। ![]() ——–আউটপুট——– ![]() ![]() ![]() ![]() তো আজ এই পর্যন্তই। আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyলেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.comআমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BDযেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12) appeared first on Trickbd.com. |
মনপুরা মুভি রিভিউ + লিংক । যারা এখনো এই লিজেন্ডারী মুভি টি দেখেন নি তারা দেখে নিতে পারেন! Posted: Monpura (2009) Screenshotআত্মস্পর্শী এক প্রেমের গল্প! ” আগে যদি জানতাম রে বন্ধু মুখবন্ধঃ মমতাজের গাওয়া গানটি শুনলে ভিতরে কোথায় যেন নাড়া দেয়। চোখ ছলছল করে উঠে। পরীর নিঃসৃত অসহায় মুখটার কথা মনে পড়ে। কেঁদে উঠে ভেতরে। পটভূমিঃ হ্যাঁ বলছিলাম মনপুরা মুভির কথা। যার গল্প গিয়াস উদ্দিন সেলিমের। লিখেছিলেন ১৯৯৭ সালে। নাটকের মানুষ তিনি। নাটকই বানাতে চেয়েছিলেন। তৎকালীন সুঅভিনেত্রী আফসানা মিমিকে গল্পটি শোনানোর পর, মিমিই গিয়াস উদ্দিন সেলিমকে গল্পটা নিয়ে মুভি বানাতে আইডিয়া দেন। কিন্তু তিনি তো নাটকের মানুষ। জীবনে কখনো মুভি বানান নি। তাইতো একাধিকবার শুরু করেও এই মুভির শুটিং এগুয়নি। তারপর অনেক চড়াই-উৎরাই পেড়িয়ে অবশেষে ২০০৯ সালে মুক্তি পায় এই ইতিহাস সৃষ্টিকারী মুভিটি। এই মুভি মুক্তির আগে বাংলার খেটে-খাওয়া মানুষ এ দেশের সিনেমা হলে শেষ কবে ঢল নামিয়েছিল? সহজে বলা কঠিন। উমম.. সালাউদ্দিন লাভলুর “মোল্লাবাড়ির বউ” মুভিটাই বোধহয় শেষ দাবার দান ছিলো। তাই এই মুভিটিকে বাংলা চলচ্চিত্রের এক দিক বদল বলা হয়। মধ্যভাগঃ কী আছে এই মুভিতে যা এতোটাই প্রভাব ফেলেছিল? এই মুভির প্রতিটি গান ছিলো ক্লাস থেকে শুরু করে প্রতিটি মানুষের মুখে মুখে। একটি অচলায়তন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গান কতটা সাড়া ফেলতে পারে, তা মনপুরা মুভি থেকে বুঝা যায়। আর ছিলো গিয়াসউদ্দিন সেলিমের অদ্ভুত রকম সহজ সরল গল্প। ধার করা গল্প নয়। বাংলার মানুষের গল্প। আমাদের নিজস্ব গল্প। সেইসাথে ছিলো প্রতিটি ক্যারেক্টারের সর্বোচ্চ পার্ফেক্ট অভিনয়। অভিনয়েঃ চঞ্চল চৌধুরী – সোনাই মিলি ছাড়া প্রত্যেকেই পরিক্ষিত অভিনেতা অভিনেত্রী। অসংখ্য পুরুস্কারের মধ্যে চঞ্চল চৌধুরী প্রথম জাতীয় পুরুস্কার লুফে নেয় সোনাই চরিত্রের জন্য। সংগীতায়োজনেঃ এই এক মুভিতেই অর্ণব কিভাবে এতো চমৎকার চমৎকার গান ডিরেক্ট করেছে ভেবে অবাক হই। মমতাজকে “আগে যদি জানতাম” গানের আগে এভাবে কেউ তাকে ইউজ করেছে বলে মনে পড়েনা। ফজলুর রহমান বাবুকে দিয়ে গান গাওয়ানোও ছিলো ম্যাজিকের মত। বাবুর কণ্ঠ সারা দেশকে চমকে দিয়েছিল। “নিথুয়া পাথারে” সোনাই হায় হায়” দুইটা গানই অসম্ভব হ্নদয়স্পর্শী। অর্ণবের নিজের গলায় গাওয়া “সোনার ময়না পাখি” এক নতুন মাত্রা পেয়েছিল গানটি। গ্রামের প্রভাবশালী ব্যক্তি গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। স্বাভাবিক অর্থেই গাজী তার ছেলেকে রক্ষা করতে চায়। তাইতো স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলেকে কাজে লাগায়। এতিম ছেলেটির নাম সোনাই। তাকে মনপুরা নামক দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়। যাতে সবাই সোনাইকে দোষী সাব্যস্ত করে। মনপুরা চরে সোনাইয়ের সঙ্গে দেখা হয় পরীর। পরী মাঝির মেয়ে, চরের দিকে মাছ ধরতে আসে বাবার সঙ্গে। আস্তে আস্তে সোনাইয়ের সাথে পরীর দেখা সাক্ষাৎ বেড়ে যায়। দুজন দুজনের প্রতি এক সুগভীর টান অনুভব করে। ভালোবেসে একে অপরকে। এরমধ্যে একদিন চরে এসে গাজী দেখে ফেলে পরীকে। ঠিক করে পাগল ছেলে হালিমের সঙ্গে পরীর বিয়ে দেবে…. কি-পয়েন্টঃ গাজি কি পরীকে তার মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে করাতে পারে? সোনাই কি তার উপর দায়ের করা মিথ্যে খুনের আসামি থেকে রক্ষা পায়? নাকি অন্য কোনো ভয়ানক কিছু সোনাইয়ের কিছু হলে পরীর কি হবে? Link: Monpura Full Movie The post মনপুরা মুভি রিভিউ + লিংক । যারা এখনো এই লিজেন্ডারী মুভি টি দেখেন নি তারা দেখে নিতে পারেন! appeared first on Trickbd.com. |
Posted: যেকোনো নির্বাচন এ ভোট দিতে গেলে দুইবার লাইন এ দাড়াতে হয় এক ভোট দিয়ার জন্য দুই ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিয়ার জন্য। কিন্তু এখন কোনো ধরনের ঝামেলা ছাড়া বা লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন এবং সরাসরি ভোট প্রদান এর লাইন এ দাড়াতে পারবেন শুধু মাত্র আপনার সিরিয়াল নম্বর বলে ভোট দিতে দিবে। তো আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে প্রথমে এখানে ক্লিক করুন! তার পর ভোটার তথ্য তে ক্লিক করুন। এখানে আপনার আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার বসে দিন জন্ম দিন,মাস, সাল দিয়ে দিন তার পর এই রকম একটা নম্বর পাবেন এইটা হচ্ছে আপনার ভোট প্রদান এর সিরিয়াল নম্বর যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post ভোট দিতে গিয়ে ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিতে লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন.!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments