Search box..

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12)

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12)


মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12)

Posted:

আজকে আলোচনা করবো iframe Tag ও পেছনে একটা tag দিতে ভুলে গেছিলাম আর সেটি হল select tag নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয়  পর্ব
  • HTML তৃতীয়  পর্ব
  • HTML চতুর্থ  পর্ব
  • HTML পঞ্চম পর্ব
  • HTML ৬ষ্ঠ পর্ব
  • HTML ৭ম পর্ব
  • HTML ৮ম পর্ব
  • HTML ৯ম পর্ব
  • HTML ১০ম পর্ব
  • HTML ১১তম পর্ব
  • Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ

    iframe Tag এর ব্যবহারঃ

    একটি ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইট embed বা নির্দিষ্ট কোন পেইজ প্রদর্শন করানোর জন্য iframe tag ব্যবহার করা হয়।
    যেমনঃ

    আসুন দেখি কিভাবে এটা ব্যবহার করবোঃ
    আমাদের ওয়েবসাইটে অন্য কোন ওয়েবসাইট বা ওয়েব পেইজ প্রদর্শন করানোর জন্য প্রথমে আমাদের iframe start tag ও end tag নিতে হবে।

    এবং এর start tag এর ভেতর src attribute নিতে হবে যার value হবে আপনার কাঙ্ক্ষিত ওয়েব পেইজের লিংক যে টা আপনি প্রদর্শন করাতে চান।


    আউটপুটে খুবই ছোট আকারে সেই ওয়েব পেজটি প্রদর্শন করবে।

    এখন এটাকে ছোট বড় করার জন্য দুইটি attribute রয়েছে সেগুলো হল height width attribute।
    একটি আইফ্রেমের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দিষ্ট করে দেয়ার জন্য Height এবং Width এট্রিবিউট ব্যবহার করা হয়। এট্রিবিউটের value ডিফল্ট ভাবে পিক্সেলে নির্ধারিত হলেও আপনি এটি (%) এও নির্ধারণ করতে পারেন যেমন 70%,80% ইত্যাদি।
    এই দুটি attribute iframe start tag এর ভেতর বসানো হবে।
    width:

    ——–আউটপুট——–

    Height:

    ——–আউটপুট——–

    ইউটিউবের যে ভিডিও embed করা হয় এটাও কিন্তু iframe tag দিয়ে। যেমন:

    select Tag এর ব্যবহারঃ

    List সিলেক্ট করার অপশন চালু করার জন্য এই ট্যাগ ব্যবহার হয়।
    যেমন ধরুন রেজিস্ট্রেশন করার সময় আপনি ছেলে না মেয়ে এভাবে সিলেক্ট করা।

    ছেলে
    মেয়ে

    এটা select tag দিয়ে করা হয়ে থাকে।

    আসুন দেখি এর ব্যবহার।

    এটার জন্য আমরা select start tag ও end tag নিবো।

    প্রতিটি অপশন দেওয়ার জন্য আমরা select tag এর ভেতর একটি করে option tag নিবো।
    যেমনঃ

    যেমন ছেলে মেয়ে দুইটি অপশন করি।
    ছেলেঃ

    ——–আউটপুট——–

    ছেলে ও মেয়েঃ

    ——–আউটপুট——–

    কয়েক ধরণের সিলেক্ট ফর্ম তৈরী করার জন্য এর কয়েকটি attribute রয়েছে নিচে স্ক্রিনশট সহ দেখানো হল

  • disabled = সিলেক্ট লিস্টকে নিষ্ক্রিয়(disable) করে দেয়।

  • ——–আউটপুট——–

  • multiple = একবারে একাধিক অপশন সিলেক্ট করার সুযোগ করে দেয়।

    ——–আউটপুট——–

  • name = সিলেক্ট লিস্টের জন্য একটি নাম নির্ধারণ করে।
  • required = এটি ইউজারকে ফর্ম সাবমিটের পূর্বে অবশ্যই সিলেক্ট লিস্টে একটি দিতে বাধ্য করে।
  • তো আজ এই পর্যন্তই।

    আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

    লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

    আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 12) appeared first on Trickbd.com.

    মনপুরা মুভি রিভিউ + লিংক । যারা এখনো এই লিজেন্ডারী মুভি টি দেখেন নি তারা দেখে নিতে পারেন!

    Posted:

    Monpura (2009)
    Director & Writers: Giasuddin Selim
    Genre: Crime, Drama, Musical
    IMDB: 8.6 /10 (5,025)

    Screenshot







    আত্মস্পর্শী এক প্রেমের গল্প!
    স্বর্গীয় সংগীত!
    গল্পের পরতে পরতে লোকজ আবহ!
    একটি নিজস্ব বাংলার জল ছায়ার চলচ্চিত্র!

    ” আগে যদি জানতাম রে বন্ধু
    তুমি হইবা পর,
    ছাড়িতাম কি বাড়ি আমার
    ছাড়িতাম না ঘর”

    মুখবন্ধঃ

    মমতাজের গাওয়া গানটি শুনলে ভিতরে কোথায় যেন নাড়া দেয়। চোখ ছলছল করে উঠে। পরীর নিঃসৃত অসহায় মুখটার কথা মনে পড়ে। কেঁদে উঠে ভেতরে।
    এই গানটাই যেন এই মুভির আদ্যোপান্ত কাহিনি সংক্ষেপ। এক না চাওয়া পরিণতি।

    পটভূমিঃ

    হ্যাঁ বলছিলাম মনপুরা মুভির কথা। যার গল্প গিয়াস উদ্দিন সেলিমের। লিখেছিলেন ১৯৯৭ সালে। নাটকের মানুষ তিনি। নাটকই বানাতে চেয়েছিলেন। তৎকালীন সুঅভিনেত্রী আফসানা মিমিকে গল্পটি শোনানোর পর, মিমিই গিয়াস উদ্দিন সেলিমকে গল্পটা নিয়ে মুভি বানাতে আইডিয়া দেন। কিন্তু তিনি তো নাটকের মানুষ। জীবনে কখনো মুভি বানান নি। তাইতো একাধিকবার শুরু করেও এই মুভির শুটিং এগুয়নি। তারপর অনেক চড়াই-উৎরাই পেড়িয়ে অবশেষে ২০০৯ সালে মুক্তি পায় এই ইতিহাস সৃষ্টিকারী মুভিটি।

    এই মুভি মুক্তির আগে বাংলার খেটে-খাওয়া মানুষ এ দেশের সিনেমা হলে শেষ কবে ঢল নামিয়েছিল? সহজে বলা কঠিন।

    উমম.. সালাউদ্দিন লাভলুর “মোল্লাবাড়ির বউ” মুভিটাই বোধহয় শেষ দাবার দান ছিলো।
    তারপর আর কোনো মুভি উচ্চবিত্ত-মধ্যবিত্ত থেকে শুরু করে একযোগে সাধারণ খেটে-খাওয়া মানুষকে আর টানতে পারেনি।

    তাই এই মুভিটিকে বাংলা চলচ্চিত্রের এক দিক বদল বলা হয়।

    মধ্যভাগঃ

    কী আছে এই মুভিতে যা এতোটাই প্রভাব ফেলেছিল?

    এই মুভির প্রতিটি গান ছিলো ক্লাস থেকে শুরু করে প্রতিটি মানুষের মুখে মুখে। একটি অচলায়তন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গান কতটা সাড়া ফেলতে পারে, তা মনপুরা মুভি থেকে বুঝা যায়।

    আর ছিলো গিয়াসউদ্দিন সেলিমের অদ্ভুত রকম সহজ সরল গল্প। ধার করা গল্প নয়। বাংলার মানুষের গল্প। আমাদের নিজস্ব গল্প।

    সেইসাথে ছিলো প্রতিটি ক্যারেক্টারের সর্বোচ্চ পার্ফেক্ট অভিনয়।

    অভিনয়েঃ

    চঞ্চল চৌধুরী – সোনাই
    ফারহানা মিলি – পরী
    মামুনুর রশীদ -গাজী
    ফজলুর রহমান বাবু – হাকিম মাঝি
    মনির খান শিমুল – হালিম

    মিলি ছাড়া প্রত্যেকেই পরিক্ষিত অভিনেতা অভিনেত্রী। অসংখ্য পুরুস্কারের মধ্যে চঞ্চল চৌধুরী প্রথম জাতীয় পুরুস্কার লুফে নেয় সোনাই চরিত্রের জন্য।

    সংগীতায়োজনেঃ

    এই এক মুভিতেই অর্ণব কিভাবে এতো চমৎকার চমৎকার গান ডিরেক্ট করেছে ভেবে অবাক হই। মমতাজকে “আগে যদি জানতাম” গানের আগে এভাবে কেউ তাকে ইউজ করেছে বলে মনে পড়েনা। ফজলুর রহমান বাবুকে দিয়ে গান গাওয়ানোও ছিলো ম্যাজিকের মত। বাবুর কণ্ঠ সারা দেশকে চমকে দিয়েছিল। “নিথুয়া পাথারে” সোনাই হায় হায়” দুইটা গানই অসম্ভব হ্নদয়স্পর্শী।

    অর্ণবের নিজের গলায় গাওয়া “সোনার ময়না পাখি” এক নতুন মাত্রা পেয়েছিল গানটি।
    সত্যিকার অর্থে এই মুভির সাফল্যের পেছনে নয়, সামনেই থাকবে প্রতিটি স্বর্গীয় গান। যার পুরো কৃতিত্ব অর্ণবের।

    কাহিনি সংক্ষেপঃ

    গ্রামের প্রভাবশালী ব্যক্তি গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। স্বাভাবিক অর্থেই গাজী তার ছেলেকে রক্ষা করতে চায়। তাইতো স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলেকে কাজে লাগায়। এতিম ছেলেটির নাম সোনাই। তাকে মনপুরা নামক দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়। যাতে সবাই সোনাইকে দোষী সাব্যস্ত করে।

    মনপুরা চরে সোনাইয়ের সঙ্গে দেখা হয় পরীর। পরী মাঝির মেয়ে, চরের দিকে মাছ ধরতে আসে বাবার সঙ্গে। আস্তে আস্তে সোনাইয়ের সাথে পরীর দেখা সাক্ষাৎ বেড়ে যায়। দুজন দুজনের প্রতি এক সুগভীর টান অনুভব করে। ভালোবেসে একে অপরকে।

    এরমধ্যে একদিন চরে এসে গাজী দেখে ফেলে পরীকে। ঠিক করে পাগল ছেলে হালিমের সঙ্গে পরীর বিয়ে দেবে….

    কি-পয়েন্টঃ

    গাজি কি পরীকে তার মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে করাতে পারে?

    সোনাই কি তার উপর দায়ের করা মিথ্যে খুনের আসামি থেকে রক্ষা পায়?

    নাকি অন্য কোনো ভয়ানক কিছু

    সোনাইয়ের কিছু হলে পরীর কি হবে?

    Link: Monpura Full Movie

    The post মনপুরা মুভি রিভিউ + লিংক । যারা এখনো এই লিজেন্ডারী মুভি টি দেখেন নি তারা দেখে নিতে পারেন! appeared first on Trickbd.com.

    ভোট দিতে গিয়ে ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিতে লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন.!!

    Posted:

    যেকোনো নির্বাচন এ ভোট দিতে গেলে দুইবার লাইন এ দাড়াতে হয় এক ভোট দিয়ার জন্য দুই ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিয়ার জন্য।

    কিন্তু এখন কোনো ধরনের ঝামেলা ছাড়া বা লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন এবং সরাসরি ভোট প্রদান এর লাইন এ দাড়াতে পারবেন শুধু মাত্র আপনার সিরিয়াল নম্বর বলে ভোট দিতে দিবে।

    তো আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে প্রথমে এখানে ক্লিক করুন!

    তার পর এখানে ক্লিক করুন।

    তার পর ভোটার তথ্য তে ক্লিক করুন।

    এখানে আপনার আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার বসে দিন জন্ম দিন,মাস, সাল দিয়ে দিন

    তার পর এই রকম একটা নম্বর পাবেন এইটা হচ্ছে আপনার ভোট প্রদান এর সিরিয়াল নম্বর

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

     

    টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

    ধন্যবাদ

    The post ভোট দিতে গিয়ে ভোট দিয়ার সিরিয়াল নম্বর নিতে লাইন এ না দাঁড়িয়ে ঘরে বসে আপনার ভোট দিয়ার সিরিয়াল নম্বর জানতে পারবেন.!! appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments