আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন। |
- আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন।
- আবারো ২ সপ্তাহের জন্য বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান!!
- MyGp অ্যাপ থেকে নিজের Gp সিমে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০ টাকা ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)
- How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?
- ব্লগিং এ নিস কেন গুরুত্বপূর্ণ? সেরা ৫টি নিস যেনে নিন।
- Minnal Murali ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রির ফার্স্ট সুপারহিরো মুভি যেটা সকলের কাছেই প্রশংসা পাচ্ছে! (Hindi Dubbed + Link)
আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন। Posted: আপনি চাইলেই আপনার ফোন থেকে অন্যের ফোন কন্ট্রোল করতে পারবেন। যেমন কন্ট্রোল করা যেত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার। পরবর্তীতে মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করার সিস্টেম আসছে। আসুন দেখি কিভাবে মোবাইল দিয়ে মোবাইল কন্ট্রোল করবো। কন্ট্রোল করার জন্য আমাদের প্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নাম : এরপর নিচের স্ক্রিনসট অনুযায়ী কাজ করুন। এখন আপনি যেই মোবাইল কন্ট্রোল করতে চান সেটায় এই অ্যাপ ওপেন করুন।
তো আজ এই পর্যন্তই। আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyলেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.comআমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BDযেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।The post আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন। appeared first on Trickbd.com. |
আবারো ২ সপ্তাহের জন্য বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান!! Posted: এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। সংক্রমণ বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ, যা শেষ হয় গত বছরের ১১ সেপ্টেম্বর। দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারো স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। এ প্রসঙ্গে শুক্রবার বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, হঠাৎ করেই শিশুদের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সকালেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। আরও পড়ুনঃ রবি সিমের ইন্টারনেট প্যাকেজ ২০২২ এবং সাথে থাকছে ১ জিবি ফ্রি ইন্টারনেট!!! The post আবারো ২ সপ্তাহের জন্য বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান!! appeared first on Trickbd.com. |
MyGp অ্যাপ থেকে নিজের Gp সিমে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০ টাকা ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) Posted: যে সকল গ্রামিন সিমের গ্রাহকরা গত ৩০ দিন বা তার বেশি দিন ধরে Mygp অ্যাপ ব্যবহার করেনিন সে সকল গ্রাহকরা Mygp অ্যাপ এ লগইন করলে পাবেন ২০ টাকা মোবাইল রিচার্জ করলে ১০ টাকা ক্যাশব্যাক। রিচার্জ করতে হবে Mygp অ্যাপ থেকে এবং ক্যাশব্যাক পাবেন সাথে সাথে। ক্যাশব্যাক পাবেন ১ বার মাত্র অফারটি চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। অফারটি নিতে Mygp অ্যাপ এ ঢুকলে দেখতে পাবেন ২০ টাকা রিচার্জ করলেই ১০ টাকা ক্যাশব্যাক তে ক্লিক করুন বা Recharge অপশন এ ক্লিক করুন। তার পর Continue তে ক্লিক করুন। তার পর কিসের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন তা সিলেষ্ট করে দিয়ে Continue তে ক্লিক করুন এবং লেনদেন সম্পন্ন করে নিন। তার পর লেনদেন এর মাধ্যম থেকে ১০ টাকা কেটে নিয়ে আপনার Gp সিমের একাউন্ট এ ২০ টাকা মোবাইল রিচার্জ অ্যাড হবে। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post MyGp অ্যাপ থেকে নিজের Gp সিমে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০ টাকা ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন? Posted: আজকের টপিকটি হচ্ছে আপনি কিভাবে আপনার ব্লগার সাইটে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন সেটি নিয়ে।How to add Internet Speed Meter in Blogger.ব্লগারে আমরা চাইলেই স্ক্রিপ্ট এর সাহায্যে অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে পারি।তেমনি একটি হচ্ছে ইন্টারনেট স্পীড মিটার।আপনার সাইটের ভিজিটর রা ওই ফিচারটি দিয়ে তাদের ইন্টারনেট স্পীড চেক করতে পারবে। প্রথমে আপনার ব্লগারে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ। আমার পূর্বের পোস্টগুলো : টেলিগ্রামের দরকারি কিছু ফিচার। প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। ![]() ভিজিট করুন SOBDATA.com নতুন ভাইরাল মডেল বায়োগ্রাফি পড়তে। The post How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন? appeared first on Trickbd.com. |
ব্লগিং এ নিস কেন গুরুত্বপূর্ণ? সেরা ৫টি নিস যেনে নিন। Posted: ইন্টারনেট থেকে অর্থ উপার্জনের অনেক উপায় আছে, যার মধ্যে একটি হল ব্লগিং। ইন্টারনেট দুনিয়ায়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ ব্লগিং করছে এবং প্রায় প্রত্যেকেই প্রতিটি বিষয় জানে এবং এটিতে কাজ করে অর্থ উপার্জন করে। মাইক্রো নিস ব্লগিং এর অন্যতম কঠিন কাজ হচ্ছে ট্রাফিক কম প্রতিযোগিতা বেশি। যদি আপনি একটি মাইক্রো নিস ব্লগ তৈরি করতে চান এবং অর্থ উপার্জন করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্বাচন করুন যা মানুষকে আপনার ব্লগ ভিজিটর দের অনুসরণ করতে বাধ্য করবে এবং আপনার ব্লগ সার্চ রেঙ্ক করতে সাহায্য করবে। এই ছোট্ট আর্টিকেলে আমরা ৫ টি সেরা ব্লগ নিস বিষয় জানার চেষ্টা করব যা ব্লগিং শিল্পে খুবই জনপ্রিয় – ব্লগ টপিক বা নিস কি?যে কোনএকটি বিষয়কে সাধারণত একটি নিস বা টপিক হিসাবে চিহ্নিত করা হয় যেখানে একজন ব্লগার একটি বিষয়ে দক্ষতা অর্জন করে এবং সে অনুযায়ী ব্লগিং করে। তাদের কনটেন্ট এই বিশেষ বিষয় নিয়ে কাজ করে এবং বিষয়টিতে হাই কোয়ালিটি সম্পন্ন এবং ইউনিক বলে বিবেচিত হয়। বেশিরভাগ ব্লগের কোন নিস থাকে না এবং ডিজিটাল জগতে সফল হতে এবং মানুষকে আকৃষ্ট করার জন্য ব্লগগুলিকে একটি নির্দিষ্ট বিষয়ে লেগে থাকা উচিত কিনা তা নিয়ে কিছু বিতর্ক আছে। সুতরাং আপনার ব্লগের বিষয় একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। আপনি যদি শুধু মনে করেন যে আপনি আপনার ব্লগারে বিভিন্ন ব্লগিং বিষয় লিখতে চান, তাহলে আপনার ব্লগ একটু ভিন্ন হতে পারে। ভিজিটররা বুঝতে পারবে না যে আপনার ব্লগটি কী বা এটি কী সম্পর্কে। এবং এই ব্লগ নীতি আপনাকে ব্লগিং এ আপনাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। ভিজিটররা সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা বিষয়ের উপর তথ্য পেতে ব্লগে ভিজিট করে। যদি আপনার ব্লগে অনেকগুলি বিষয় থাকে, অতিরিক্ত পোস্টগুলি তাদের ব্লগার ভিজিটর দের আগ্রহ কমিয়ে দিতে পারে। চূড়ান্তভাবে কাজ করার জন্য সেরা নিস নির্বাচন করা আপনার ব্লগের বিশ্বাসযোগ্যতা এবং ব্লগিং সফলতা গড়ে তুলতে সাহায্য করবে। আপনি দুই বা ততোধিক বিষয়ে লিখে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন না। তার মানে আপনার আগ্রহের সাথে সম্পর্কিত সেরা নিস বা টপিক নির্বাচন করার সময় এসেছে কিন্তু আমরা এখানে যা লিখছি তা ততটা সহজ নয়। ট্রাফিক এবং প্রতিযোগিতার জন্য লাভজনক সেরা নিস চয়েস করতে, ভবিষ্যতে এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনার ইংলিশ বা টপিকের জন্য গবেষণা বা চিন্তা করা উচিত। সেরা পাঁচটি লাভজনক ব্লগ নিস?ডিজিটাল ব্লগিং জগতে বিভিন্ন শখ এবং প্রফেশনাল নিসের সাথে সম্পর্কিত অনেক বিষয় রয়েছে। কিন্তু আমি আপনাকে প্রধান সেরা লাভজনক নিসের একটি তালিকা দেব। আপনি সহজেই এই বিষয়গুলিতে কাজ করতে পারেন। 1. স্বাস্থ্য। সর্বাধিক শোনা এবং গবেষণা করা এবং উপকারী বিষয় হচ্ছে স্বাস্থ্য। আমরা মানুষ এবং এই দ্রুত ডিজিটাল বিশ্বে যা আমাদের অলস এবং ধীর করে তোলে যে প্রতিটি মানুষ চেয়ারে বসে বা আমাদের ঘুমন্ত বিছানায় শুয়ে কাজ করতে চায়। অলসতার এই অভ্যাসের কারণে জনসাধারণের মধ্যে বিভিন্ন রোগের বিকাশ ঘটে এবং এই বয়সে সবচেয়ে বেশি শোনা এবং সবচেয়ে বড় সমস্যা হতাশা এবং উদ্বেগ। যদি আপনি শুধু বিষণ্নতা এবং উদ্বেগের বিষয়টি ধরেন যা স্বাস্থ্যের একটি ক্ষুদ্র ক্ষেত্র। যাইহোক, আপনি স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ লিখতে পারেন। আমার প্রিয় বিষয়, আমার দৃষ্টিতে এবং অভিজ্ঞতায় মানুষ অর্থ উপার্জনের জন্য এই বিষয়গুলিতে লেখেন। আপনিও 2022 সালে এই জনপ্রিয় বিষয়টি বেছে নিয়ে আপনার ব্লগ থেকে অর্থ উপার্জন করতে পারেন। 2. ফ্যাশন ফ্যাশন বিষয়গুলি ওয়েবে সর্বাধিক সার্চ করা ব্লগগুলির মধ্যে একটি। এটি আপনার কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক বিষয়। নি:সন্দেহে একটি ভাল সুযোগ রয়েছে যে আপনি খুব দ্রুত সার্চ ট্রাফিক পেতে সক্ষম হবেন কারণ, আজকাল শত শত এবং হাজার হাজার মানুষ এই বিষয়ে নতুন ব্লগগুলি অনুসরণ করতে চান, মানুষের পরতে এবং সুন্দর ডিজাইনের ফ্যাশন রয়েছে। এটি মেকআপ রেসিপি হিসাবে কাজ করার জন্য অনেক সূক্ষ্ম একটি ব্লগিং নিস। আপনি বিভিন্ন পোশাক, মহিলাদের ফ্যাশন, পুরুষদের ফ্যাশন ইত্যাদি। এই সমস্ত ফ্যাশন সম্পর্কিত নিসের সাথে কাজ করার জন্য বিভিন্ন স্পনসরশিপের অনেক সুযোগ রয়েছে। আপনি অতিরিক্ত ইনকাম করতে সহজেই আপনার ব্র্যান্ডকে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে পারেন। 3. খাদ্য প্রত্যেকে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে চায় তাই স্বাভাবিকভাবেই খাবার একটি জনপ্রিয় ব্লগিং বিষয়। আপনি রেসিপি পোস্ট করে পর্যাপ্ত সার্চ ট্রাফিক পেতে পারেন। আপনি যদি ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যানের মতো নির্দিষ্ট ডায়েটিশিয়ানের সাথে কাজ করতে চান, তাহলে আপনার একটি সফল ব্লগ তৈরির ভালো সুযোগ আছে। 4. লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগিং বিষয়গুলিতে কাজ করা সহজ এবং ডিজিটাল বিশ্বে এটি করার বেশিরভাগ সুবিধাই আপনি পাবেন। আপনার যদি কিছু ফ্যান ফলোয়ার থাকে, তাহলে আপনি সহজেই র রেঙ্ক আপ করতে পারেন। এর জন্য শুধুমাত্র ব্লগারদের তাদের দৈনন্দিন জীবন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে লিখতে হবে। 5. প্রযুক্তি আরেকটি সবচেয়ে জনপ্রিয় এবং উদীয়মান নিস হল প্রযুক্তি বা টেকনোলজি যা বিস্তৃত একটি নিস নিয়ে কাজ করে। মোবাইল প্রযুক্তির মাইক্রো-টপিক দ্রুত বৃদ্ধি পাওয়ায় আপনি যেকোন ভাইরাল নিস নিয়ে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন মোবাইল, অ্যাপস রিভিও করতে পারেন বা সেল ফোন ব্র্যান্ডের সাথে Compare করতে পারেন। আপনি আপনার ব্লগে বিভিন্ন মোবাইল মডেলের বিজ্ঞাপন প্রকাশ করে অথবা সেই বিশেষ মডেলটি রিভিউ করে অর্থ উপার্জন করতে পারবেন। উপসংহার:-আপনার ব্লগের জন্য সেরা নিস বা টপিক নির্বাচন করা আপনাকে আপনার ভিজিটর দের প্রতি মনোযোগী এবং প্রাসঙ্গিক থাকতে সাহায্য করতে পারে। যাইহোক, প্রফেশনাল ব্লগারদের জন্য, এই সিদ্ধান্ত আপনার আয়কেও প্রভাবিত করতে পারে। ব্লগিং এবং অনলাইন আয়ের যেকোন টপিক নিয়ে যানতে ও লিখতে ভিজিট করুনঃ আইসিটিমেলা The post ব্লগিং এ নিস কেন গুরুত্বপূর্ণ? সেরা ৫টি নিস যেনে নিন। appeared first on Trickbd.com. |
Posted: Minnal Murali Screenshot ![]() সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেলো মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারহিরো মুভি Minnal Murali. মুভির টিজার ট্রেইলার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো তাই দেখেই নিলাম। এখন চেষ্টা করবো মুভিটা নিয়ে আমার পয়েন্ট অব ভিউ এবং ফিলিংসগুলো সবার সাথে শেয়ার করার। প্রথমেই মুভির স্টোরি নিয়ে বললে একদম সিম্পল স্টোরির ওপর নির্ভর করে মুভিটা তৈরি। এর সময়কাল নব্বইয়ের দশকে সাউথের কোন এক গ্রামে। এক দর্জি যুবক দূর্ঘটনাটাবশত বজ্রপাতে আহত হওয়ার পরে আবিষ্কার করতে থাকে নিজের মধ্যে বেশকিছু অস্বাভাবিক পরিস্থিতি যেগুলোকে ধীরে ধীরে সুপারপাওয়ার হিসেবে পরিগনিত করতে শেখে সে। গল্পের মূলটা বেসিকালি এইটুকুই। তেমন রংচঙয়ে করার প্রচেষ্টা করা হয় নি মুভিতে। নিজেদের সাধ্যের মধ্যে থেকেই ডিরেক্টর Basil Joseph যতটা সম্ভব ভালো কিছু তৈরির চেষ্টা করেছেন হলিউডকে অন্ধের মত অনুসরণ করে বেশি রং না চড়িয়ে যেটা একটা ভালো দিক। তবে মুভির স্টোরিকে সিম্পল রাখতে গিয়ে দুয়েকটা জিনিস তারা বাদ দিয়েছেন যা আদতে ভালো কিছু হয়েছে না কোন নেগেটিভ পয়েন্ট তার বিচার আমি করিনি যেমন মুভিতে সুপার পাওয়ারগুলোর তেমন ব্যাখ্যা বা স্পেসিফাই করার চেষ্টাও করা হয় নি যেটা আমার নব্বুইয়ের দশকের দৃষ্টিকোণ থেকে যৌক্তিক মনে হয়েছে অবশ্য। মুভিটা ইজিলি আরো ছোট করা যেতো অনেক অপ্রয়োজনীয় সিকোয়েন্স বাদ দিয়ে। তবে অপ্রয়োজনীয়’ সিকুয়েন্স বললে সবার কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারেন রুচি ভেদে সিকুয়েন্স গুলো অনেকের ভালো লাগবে। মুভির প্রথমার্ধ খানিকটা ধীরগতিতে এগোয়। তবে দ্বিতীয়ার্ধে গতি ধরার চেষ্টা করার পর একটা সময় এই বিষয়টা কেটে যায় এবং রসকষে একটা ব্যাপার চলে আসে সাথে গল্পের প্রগ্রেসটাও দ্রুততার সাথেই হয়। মুভির বেশ খানিকটা সময় বেশ লাইটহার্টেড কমেডির রাস্তা ধরে হাটতে হাটতে একটা সময় গতানুগতিক ধারার সুপারহিরো মুভির গুড ভার্সাস ইভিলের টোনটায় ঠিকই ঢুকে যায়। মুভির কাস্টদের ব্যাপারে বললে মেজর কাস্টগুলো যথেষ্ট ভালো ছিল বিশেষত মুভির মূল চরিত্র মিন্নাল মুরালি বা জেইসন চরিত্রে Tovino Thomas এবং খলচরিত্রে Guru Somasundaram বেশ দক্ষতার সাথে পার্ফরম করেছেন। মুভির মূল চরিত্রের সাথে মূখ্য খলচরিত্রের ব্যাকগ্রাউন্ড স্টোরির দিকেও বেশ ভালো নজর দেয়া হয়েছে যেটা আরেকটা তুলে ধরার মত পয়েন্ট। সাথে Guru Somasundaram অভিনয়ও বেশ ন্যাচারাল ছিল যার জন্য তার ক্যারেক্টার আর্কটা আরো জোরদার হয়। মুভির অ্যাকশন সিকোয়েন্স এবং ভিএফক্স নিয়ে বললে বলতে হয় সাউথের স্ট্যান্ডার্ডে এমনকি বলিউডের স্ট্যান্ডার্ডেও বেশ ভালো কাজ দেখিয়েছে এখানে। অ্যাকশন সিকোয়েন্সগুলো বিশেষত ভিএফএক্সের ক্ষেত্রে একটু আশঙ্কায় ছিলাম কিন্তু তেমন কোন খামতি চোখে পড়েনি বরং এগুলো বেশ উপভোগ্যই ছিল। যদিও অনেকের মুভির সুপারহিরো কস্টিউম নিয়ে হাসাহাসি করতে দেখেছি তাদের উদ্দেশ্যে একটাই কথা, মুভিটার প্রেক্ষাপট নব্বইয়ের মাঝে সাউথের একটা গ্রামে। সেখানকার এক দর্জির নিজের হাতে ডিজাইন এবং বানানো স্যুট। আপনারা কি ম্যান অব স্টিল লেভেলের কস্টিউম আশা করেন এর থেকে? ওভারঅল বলতে গেলে কিছু ঘাটতি বাদ দিয়ে মুভিটা বেশ এন্টারটেইনিং ছিল। হলিউডের বা মার্ভেল, ডিসির স্ট্যান্ডার্ডের সাথে চিন্তা না করে যদি সাউথ মালয়ালাম ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডে যান তবে আশা করি প্রপারলি মুভিটা উপভোগ করতে পারবেন। Link: Minnal Murali Full Movie The post Minnal Murali ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রির ফার্স্ট সুপারহিরো মুভি যেটা সকলের কাছেই প্রশংসা পাচ্ছে! (Hindi Dubbed + Link) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments