নিয়ে নিন Picsart Premium Gold Unlocked APK (Drive Link) |
- নিয়ে নিন Picsart Premium Gold Unlocked APK (Drive Link)
- ২০২২ এ এসে ৩ তিনটি গেমিং ডিভাইস |১৫ থেকে ২০ হাজার টাকার মাঝে | বাংলা রিভিউ।
- মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম সম্ভব ?
- মহানবি (স) এর বিদায় হজের ভাষণ সম্পকে জেনে নিন
নিয়ে নিন Picsart Premium Gold Unlocked APK (Drive Link) Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন । আমরা জানি ট্রিকবিডি মানেই নতুন কিছু শেখা, বা নতুন কিছুর সাথে নিত্য নতুন পরিচয় হওয়া । তারই একটি পর্ব হিসেবে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Picsart Premium Gold Unlocket Apk File. ফাইলটি সম্পূর্ণই সেফ এবং ভাইরাসমুক্ত । (নিজস্ব সোর্স হতে সংগ্রহিত ফাইল) । সো দেরি না এখনি ডাউনলোড করে নিন ডাউনলোডের পর ইনস্টল করুন। নোটঃ কোন একাউন্ট ক্রিয়েট করার দরকার নেই । প্রিমিয়াম ফিচার আনলক করা আছে । জাষ্ট ইনষ্টল করে ইনজয় করুন । ধন্যবাদ । Thanks All. The post নিয়ে নিন Picsart Premium Gold Unlocked APK (Drive Link) appeared first on Trickbd.com. |
২০২২ এ এসে ৩ তিনটি গেমিং ডিভাইস |১৫ থেকে ২০ হাজার টাকার মাঝে | বাংলা রিভিউ। Posted: আসসালামু আলাইকুম, আমাদের এই তালিকায় ১৬ হাজার টাকার ভিতরে বর্তমানে অফিশিয়াল একটি স্মার্টফোন কে আমি তিন নাম্বার অবস্থানে রেখেছি।
৬.৭৮ ইঞ্চি এর বিশাল আকৃতির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে থাকছে হট ইলেভেন এস স্মার্টফোনে। আর এই ফোনটা তে গেমিং জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেক এর G88 Soc যে চিপসেট টির মধ্যে মালির G52 mc2 জিপিইউ টি রয়েছে। তো যারা কিনা পাবজি গেম টি ৪০ এফপিএস এ খেলতে চান, এবং ফ্রী ফায়ার গেমটি আল্ট্রা সেটিং-এ ফেলতে চান। এই ফোনটিতে জায়রা সেন্সরটি পাওয়া যাবে, যদিও জায়রা সেন্সরটি ততটা উন্নত কোয়ালিটির না। এই ফোনটার বিশেষত্ব গেমিং হলেও এখানে ক্যামেরা সেকশনে আপনারা ৫০ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনটির পিছনে পেয়ে যাবেন। ৮ মেগা পিক্সেলের সেলফি থাকছে, ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে। এছাড়াও গেম খেলতে খেলতে ফোনটির ব্যাটারি যাতে দ্রুত শেষ না হয়ে যায়, তাই ৫,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি পাওয়া যাবে ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেয়ার জন্য। তবে চার্জিং স্পিড টা মোটামুটি কিছুটা স্লো মনে হয়েছে, তো বর্তমানে ৬ জিবি রেম এর সাথে আশা এই ফোনটা অফিশিয়াল ভাবে ১৫,০০০ টাকার মধ্যেই কিনতে পারবেন।
পোকো এম২ প্র স্মার্টফোন টি তে রয়েছে, ৬ গিগাবাইট র্যাম যেটা কিনা গেমিং এ আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে। ৬.৬৭ ইঞ্চি এর ফুল এইচডি রেজুলেশনের পাঞ্চ হোল কাট আউট এর ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনে। Qualcomm Snapdragon 720G প্রসেসর টি ব্যবহার করা হয়েছে এই ফোনের মধ্যে, যেখানে কিনা অ্যাড্রিনো ৬১৮ জিপিও টা থাকছে। তাই পাবজি এবং ফ্রী ফায়ার এর মত গেম গুলো আপনারা সর্বোচ্চ সেটিংসে খেলতে পারবেন। তো এই সকল সুবিধার সাথে পাচ্ছেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সুবিধাও। আরও থাকছে ৪৮ মেগাপিক্সেল এর কোয়াট ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটির পিছনে, যেখানে কিনা ফাইভ মেগাপিক্সেল এর মাইক্রো ক্যামেরা শুটার, এবং রয়েছে ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেইসাথে ১৬ মেগা পিক্সাল এর খুবই ভালো মানের একটি সেলফি ক্যামেরা পাওয়া যাবে ফোনটির সামনের দিকে। সাইট মাউনটেইন্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫,০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি, ৩৩ ওয়ার্ড এর চার্জিং স্পিড এর সঙ্গে আই আর ব্লাস্টার এর মত সেন্সর পাবেন এই স্মার্টফোনে। এই ফোনটার যাইরা সেন্সর টা খুব ভালো ভাবে কাজ করে অর্থাৎ খুবই উন্নত কোয়ালিটির জায়রা সেন্সর কে ইউজ করা হয়েছে পোকো এম২ প্র স্মার্টফোনের মধ্যে। তাই এজে গেমিং ডিভাইস অথবা অলরাউন্ডার ফোন হিসেবে, পোকো এম ২প্র স্মার্টফোনটা সাজেস্ট করলাম।
এই ডিভাইসটির সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ডিসপ্লেতে ৯০ হার্স রিফ্রেশ রেট এর পাশাপাশি ১২৮ হার্স টাচ স্যাম্পল রেট ইউজ করেছে রিয়েল মি। ৬.৫ ইঞ্চি এর ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে ফোনটির মধ্যে। মিডিয়াটেক g95 প্রসেসর টিকে ব্যবহার করা হয়েছে, ফোনটির গেমিং এসওসি হিসেবে। যেকোনো হাই গ্রাফিক্সের গেম গুলো খুবই ইজিলি প্লে করা যাবে এই ফোনটির মধ্যে। ফোনটির পিছনে থাকছে ফর্টি এইট মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগা পিক্সাল এর একটি সেলফি ক্যামেরা। আর এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলি এম্পিয়ার এর দুর্দান্ত ব্যাটারি, আরও থাকছে সাথে থার্টি ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। এ ছাড়া থাকছে ফোনটির মধ্যে ৬ জিবি রেম এর পাশাপাশি ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ডেডিকেটেড সিম স্লট এর মাধ্যমে দুইটি সিমের পাশাপাশি একটি এইচডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটি বর্তমানে হাজার ১৯ থেকে ২০ হাজার টাকার মধ্যে বাংলাদেশের যে কোন স্মার্ট ফোন মার্কেটে পেয়ে যাবেন।
আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ The post ২০২২ এ এসে ৩ তিনটি গেমিং ডিভাইস |১৫ থেকে ২০ হাজার টাকার মাঝে | বাংলা রিভিউ। appeared first on Trickbd.com. |
মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম সম্ভব ? Posted: হ্যাঁ, মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম সম্ভব। তবে এর জন্য আপনার একটি স্মার্টফোন থাকতে হবে।ব র্তমানে স্মার্টফোনে যে পরিমাণ সুযোগ-সুবিধা পাওয়া যায়, একসময় কম্পিউটারেও রকম সুযোগ-সুবিধা পাওয়া যেত না। কম্পিউটারের মনিটরের স্ক্রিন বড় এবং আপনার মোবাইলের স্ক্রিন ছোট। এটাই শুধু পার্থক্য। সুতরাং আপনার মোবাইলটাকে একটি মিনি কম্পিউটার ভাবতে পারেন। বর্তমানে সবাই এখন মোবাইল দিয়ে ইনকাম করতে চাই, কিন্তু মোবাইল দিয়ে ইনকাম কিভাবে শুরু করবে? এটা সঠিক গাইডলাইন কেউ দেয় না। আমি কথা বলব গুগল এডসেন্স এর ইনকাম নিয়ে। মোবাইল দিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন? কিভাবে শুরু করবেন? আপনি যদি সঠিক গাইডলাইন না পান, তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কারণ এখানে আমি আপনাকে একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। মোবাইল অ্যাপস ডাউনলোড করে, একাউন্ট করে এবং রেফার করে টাকা ইনকাম ইত্যাদি নিয়ে আমি এখানে আর্টিকেল লিখতে চাইনা। কারণ ওখান থেকে ইনকাম করতে গেলে আপনাকে অ্যাপস এর মালিক টাকা দেবে। তিনি আপনাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে…. এবং মোবাইল দিয়ে সহজে ইনকাম করতে গিয়ে এখান থেকে মানুষ প্রতারিত হয়। তো আমি এসব প্রতারিত বিষয় নিয়ে কথা বলবো না। কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে ব্লগিং শুরু করেন এবং এডসেন্স থেকে ইনকাম করেন। তাহলে আপনাকে গুগোল টাকা দিবে। গুগোল আপনার টাকা মেরে খাবে না। অবশ্যই কোন মোবাইল অ্যাপসে সময় নষ্ট না করে নিজে অ্যাডসেন্স, বাংলা আর্টিকেল রাইটিং, এসইও ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি বিষয় নিয়ে এখন থেকেই শিখতে শুরু করুন। আপনি মোবাইল দিয়ে প্রথমে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল পড়ুন এবং তারপরে ইউটিউব ভিডিও দেখুন। কিছুদিন পরে দেখবেন এগুলো বিষয় নিয়ে আপনি যথেষ্ট অভিজ্ঞ এবং তারপর আপনি আপনার মোবাইল ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করুন। এবং রেগুলার কনটেন্ট আপলোড করা শুরু করুন মোবাইল দিয়ে ব্লগিং ইনকামমোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করতে গেলে, আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। নিচে লক্ষ্য করুন:
আপনি উপরের তিনটি স্টেপ ফলো করে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল নিবেন এবং তারপর রেগুলার পোস্ট করতে থাকবেন। ছয় মাস পরে দেখতে পারবেন আপনার আসল ফলাফল। কিভাবে মোবাইল দিয়ে ব্লগিং শুরু করব? কিভাবে ওয়েবসাইট বানাবো? কিভাবে পোস্ট করব ইত্যাদি যদি আপনার মনে এরকম প্রশ্ন এসে থাকে এবং একটি সঠিক গাইডলাইন চান, তাহলে নিচের পোস্টটি পড়তে পারেন: কিভাবে মোবাইল দিয়ে ব্লগিং শুরু করবেন? (বিস্তারিত গাইড) অনলাইন ইনকাম, মোবাইল দিয়ে ইনকাম, এসইও, ডিজিটাল মার্কেটিং, গুগল এডসেন্স, আর্টিকেল লিখে ইনকাম ইত্যাদি ইত্যাদি বিষয়ে টিপস পেতে চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি রেগুলার এই টিপসগুলো দিয়ে থাকি। আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ The post মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম সম্ভব ? appeared first on Trickbd.com. |
মহানবি (স) এর বিদায় হজের ভাষণ সম্পকে জেনে নিন Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মহানবি হযরত মোহাম্মদ (স) এর বিদায় হজের ভাষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । মহানবি (স) এর মক্কা বিজয়ের পর মক্কার সকলে ইসলাম গ্রহণ করতে লাগল । এক পযায়ে বিশ্বজুড়ে ইসলাম পৌছে যেতে থাকল । তিনি বুঝতে পারলেন যে তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না । তাই ৬৩২ খ্রিষ্টাব্দে বা দশম হিজরিতে হজ করার ইচ্ছা করলেন । এই হজ বিদায় হজ নামেই পরিচিত । যুলহুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম বেঁধে বাইতুল্লাহর দিকে রওনা দিল । জিলহজ মাসের ৯ তারিখে আরফাত ময়দানে উপস্থিত জনসমুদ্রে উদ্দেশ্যে এক যুগান্তকরি ভাষণ দেন হযরত মোহাম্মদ (স) । এই ভাষণে তিনি কিছু দিক নিদেশনা দেন । আরাফাতের ময়দানের পাশে জাবালে রহমত নামক পাহাড়ে উঠে তিনি সবপ্রথম মহান আল্লাহ তায়ালার প্রশংসা করলেন । তিনি এই ভাষণে আরও বলেন – ১। হে মানব সকল । আমার কথা মনোযোগ দিয়ে শোনবে । কারণ আগামী বছর আমি এখানে সমবেত হতে পারব কিনা জানি না । ২। আজকের এ দিন,স্থান ও মাস যেমন পবিত্র তেমনই তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র । ৩। মনে রাখবে অবশ্যয় একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে ও নিজ কাজের হিসাব দিতে হবে । ৪। তোমরা স্ত্রীদের সাথে সদয় ব্যাবহার করবে । তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনই তোমাদের উপর তাদের অধিকার রয়েছে । ৫। সবদা আমানত রক্ষা করবে এবং পাপ কাজ করবে না ও সুদ খাবে না । ৬। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না । আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না । ৭। ধম নিয়ে বাড়াবাড়ি করো না । পূবের অনেক জাতি এ কারণে ধ্বংস হয়ে গেছে । নিজ যোগ্যতা বলে ক্রিতদাস যদি নেতা হয় তবে তার অবাধ্য হবে না । বরং আনুগত্য করবে । ৮। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো । শ্রেষ্ঠত্বের মাপকাঠি সৎকম । সে ব্যাক্তিই সবচেয়ে সেরা যে নিজের সৎকম দ্বারা শ্রেষ্ঠত্ব অজন করে । ৯। আমিই শেষ নবি । আমার পরে আর কোন নবি আসবে না । ১০। আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন ও নবির আদশ রেখে দিলাম । এগুলো আকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ঠ হবে না । ১১। তোমরা যারা উপস্থিত আছো তারা সবাই অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দিবে । এছাড়া আরও কিছু গুরুত্বপূণ বক্তব্য দিয়েছিলেন । সব সময় ক্রিতদাসদের প্রতি সহানুভূতিশীল হওয়ার নিদেশ দিয়েছেন । The post মহানবি (স) এর বিদায় হজের ভাষণ সম্পকে জেনে নিন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments