Search box..

প্রিমিয়াম ভিপিএন | GAMING + BROWSING | TOUCH VPN LATEST

প্রিমিয়াম ভিপিএন | GAMING + BROWSING | TOUCH VPN LATEST


প্রিমিয়াম ভিপিএন | GAMING + BROWSING | TOUCH VPN LATEST

Posted:

আসসালামু আলাইকুম
–আশা করি সবাই ভালো আছেন- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

😍

তো চলুন পোস্টে ডুকে পড়া যাক

😊

Touch Vpn Primium Apk


Express Vpn Update এর পর বেস্ট Vpn হচ্ছে Touch Vpn
Browsing + Gaming করা যায় খুব ভালো ভাবে
➤Singapore Server এ Connect করে Game 80/100 Ping থাকে

Ok Download করে নিন। লিংক দিচ্ছি। এটায় সব সার্ভার Unlock করা যে টা ইচ্ছা connect করে চালাতে পারবেন

DOWNLOAD VPN

➤ স্কিনশট

Done

👏👏👏👏

আশা করি বুঝাতে পারছি

FB Group
🔍

On Facebook


🇧🇩

Join Our Telegram Channel

Join Telegram


ধন্যবাদ

The post প্রিমিয়াম ভিপিএন | GAMING + BROWSING | TOUCH VPN LATEST appeared first on Trickbd.com.

Posted:

এখন গ্রামিন সিমের গ্রাহকরা ৬৪ টা জেলা থেকে ঘরে বসে গ্রামিন সিম রিপ্লেসমেন্ট এবং সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন একদম সহজে।

এই সার্ভিস টি নিয়ে প্রথমে অনলাইন সিম রিপ্লেসমেন্ট বা সিমের মালিকানা পরিবর্তন করার জন্য অর্ডার করতে হবে। অনলাইন অর্ডার করতে লাগবে ২০০ টাকা। ২০০ টাকা আপনি আগেও দিয়ে পারবেন বা সিম হাতে পাওয়া পরও দিতে পারবেন যে কোনো একটি মাধ্যমে দিতে পারবেন এছাড়া এই সার্ভিস এর মাধ্যমে ঘরে বসে নতুন সিম অর্ডার করতে পারবেন।

এই সার্ভিসটি শুধু মাত্র ৬৪ জেলার শহরে পাবেন এখন থানা পর্যায় চালু হইনি।

সার্ভিস গুলো নিতে প্রথমে এখানে ক্লিক করুন.!

তার পর যে সার্ভিসটি নিবেন তা সিলেষ্ট করেন।

এখন আপনার ফোন নাম্বার আর জাতীয় পরিচয় পত্র এর নাম্বার দিয়ে Add to card এ ক্লিক করুন।

এখন এখানে ক্লিক করেন।

এখন আপনার ফুল নাম, ফোন ✆ নাম্বার, Gmail, ঠিকানা দিয়ে continue to receive তে ক্লিক করুন।

এখন confirm Order এ ক্লিক করুন

তার পর আপনার ফোনে একটি confirmation Message দিবে.!

তার পর কিছু দিন পর delivery man আপনাকে ফোন করবেন

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post appeared first on Trickbd.com.

আপনার দেহে কি চুলকানি রোগ রয়েছে?? দেখে নিন চুলকানি রোগের ঘরোয়া সমাধান ।

Posted:

হ্যালো বন্ধুরা,,,

সবাই কেমন আছেন?

আশা করি সবাই খুব ভালো আছেন ।
ভালো থাকি আর নাই থাকি একটা রোগ আমাদের সবার মাঝেই আছে ,, আর সেটা হলো ”চুলকানি” ।

আর আজকের এই পোষ্টে এটাই দেখাবো যে, কীভাবে ঘরোয়া উপায়ে এই চুলকানি রোগটি নিরাময় করতে পারবেন ।

তো বন্ধুরা,,,

আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি জুয়েল মন্ডল

চলে যাচ্ছি পোষ্টের মুল কথায় …আমাদের শরীর সবসময়ই
ক্ষতিকর বস্তুকে (পরজীবী, ছত্রাক, ভাইরাস এবং
ব্যাকটেরিয়া)
প্রতিরোধের মাধ্যমে রোগ-প্রতিরোধের চেষ্টা করে।

এ প্রচেষ্টাকে রোগ-
প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কখনও কখনও আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের
বস্তুকেও ক্ষতিকর ভেবে
প্রতিরোধের চেষ্টা করে।
সাধারণত ক্ষতিকর নয়, এমন সব বস্তুর প্রতি শরীরের এ অস্বাভাবিক
প্রতিক্রিয়াকে অ্যালার্জি
বলা হয়।

গবেষণা বলছে, আমরা দিনে কমবেশি ১০০ বার চুলকাই। অ্যালার্জি সৃষ্টিকারী বহিরাগত বস্তুগুলোকে অ্যালার্জি উৎপাদক বা অ্যালার্জেন বলা হয়। অ্যালার্জিজনিত সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিস। এর উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া। কারও কারও চোখ দিয়েও পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। চুলকানির মতো অস্বস্তিকর অনুভূতি খুব কমই আছে। ত্বকের
বেশিরভাগ চুলকানিই নিরীহ প্রকৃতির।

ত্বকের শুষ্কতা ও কীটের কামড়ের মতো সাধারণ কারণে ত্বক চুলকাতে পারে। ত্বকের সমস্যা ও কিছু মারাত্মক রোগেও ত্বক চুলকাতে পারে।

ত্বকের চুলকানিতে কিছু ঘরোয়া চিকিৎসা দারুণ কার্যকর হতে পারে।
ঘরোয়া উপায় অবলম্বনের পরও চুলকানি না কমলে ত্বক বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

এখানে ত্বকের চুলকানি প্রশমনে কিছু ঘরোয়া উপায় দেয়া হলো।

* চুলকানির সর্বোত্তম ঘরোয়া সমাধান সম্ভবত আপনার কিচেনেই রয়েছে।

ত্বকের হাইড্রেশনের জন্য
অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বেশ কার্যকর। ত্বকের শুষ্কতা ও চুলকানি প্রতিরোধে বা
প্রতিকারে ত্বকে অলিভ
অয়েল বা কোকোনাট অয়েল মাখতে পারেন ।

* চুলকানি দূর করতে আপনার
গোসলের পানিতে ওটমিল
মেশাতে পারেন। চুলকানি
থেকে স্বস্তি পেতে গোসলের পানিতে কলোইডাল ওটস মিশিয়ে
গোসল করে নিন।

কলোইডাল ওটমিলস মিশ্রিত পানিতে গোসল করলে প্রদাহ কমে ও
ত্বকের ওপর স্বস্তিদায়ক আবরণ পড়ে। যে পানিতে ওটমিল মেশাবেন তা কুসুম গরম হলে ভালো হয়।

* ত্বককে চুলকানি থেকে আরাম দিতে ডালডা ঘি বা
ভেজিটেবল শর্টেনিং
ব্যবহার করতে পারেন। শুনতে অদ্ভুত মনে হলেও এটা একটি ভালো ময়েশ্চারাইজার। একজিমা প্রবণ ত্বকে ডালডা ঘিয়ের ব্যবহারে ত্বক আর্দ্র হবে ও চুলকানি কমবে।
খাঁটি ডালডা ঘি কিনছেন
কিনা নিশ্চিত হোন।

* কিছুক্ষেত্রে চুলকানি বাহির থেকে নয়, শরীরের
ভেতর থেকে উদ্দীপ্ত হতে
পারে। উদাহরণস্বরূপঃ শরীর
পানিশূন্যতায় ভুগলে ত্বক
চুলকাতে পারে ।

এক্ষেত্রে,
পর্যাপ্ত পানি পান করলে সমস্যাটি দূর হতে পারে।

শরীরকে হাইড্রেটেড
রাখলে ত্বকও হাইড্রেটেড থাকবে।

* বেকিং সোডা মিশ্রিত পানি দিয়ে গোসল করলেও চুলকানি কমতে পারে। বেকিং সোডা ত্বকের সারফেসের এসিডকে নিষ্ক্রিয় করে প্রদাহ কমায় ও পিএইচ ভারসাম্য বজায় রাখে। এটি ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে ন্যাচারাল
এন্টিসেপ্টিক হিসেবে
কাজ করে।

* শীতকালে ত্বকের চুলকানি
বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ভিটামিন ডি'র ঘাটতি। তাই এসময় শরীরে যথেষ্ট ভিটামিন ডি
যোগাতে পদক্ষেপ নিতে
হবে।

শীতকালে ত্বকের চুলকানি কমাতে কিছুসময়
রোদে থাকুন, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ও
প্রয়োজনে ভিটামিন ডি
সাপ্লিমেন্ট সেবন করুন। এ
বিষয়ে ভুল এড়াতে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো।

* ত্বকে চুলকানির প্রবণতা থাকলে আপনার ডায়েটে ওমেগা ৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ
খাবার অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্বারোপ করতে হবে। নিয়মিত বাদাম, তৈলাক্ত মাছ ও ওমেগা ৩ ফ্যাটি এসিডের অন্যান্য উৎস
খেলে চুলকানি কমে যেতে
পারে। ওমেগা ৩ ফ্যাটি
এসিড শরীরের ভেতর থেকে ত্বকের উপকার করে।

* আপনি হয়তো জানেন যে পোড়া ত্বকের ঘরোয়া চিকিৎসা হিসেবে অ্যালোভেরার জেল বেশ কার্যকর। আপনি জেনে খুশি হবেন যে এটি ত্বকের চুলকানিতেও দারুণ কাজ
করে।

অ্যালোভেরা প্রদাহ প্রশমক বলে উত্যক্ত ত্বকের চুলকানি কমাতে কার্যকরী।

* অ্যালার্জি ভ্যাকসিন বা ইমুনোথেরাপিঃ

অ্যালার্জি দ্রব্যাদি এড়িয়ে চলা ও ওষুধের পাশাপাশি ভ্যাকসিনও অ্যালার্জিজনিত রোগীদের সুস্থ থাকার অন্যতম চিকিৎসা পদ্ধতি। এ
পদ্ধতি ব্যবহারে কর্টিকোস্টেরয়েডের বহুল
পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায়। বিশ্বের অধিকাংশ দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোয়
এ পদ্ধতিতে চিকিৎসা
দেওয়া হয়ে থাকে।

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য
সংস্থাও এ ভ্যাকসিন পদ্ধতির চিকিৎসাকে
অ্যালার্জিজনিত রোগের
অন্যতম চিকিৎসা বলে অবহিত করেন। এটাই অ্যালার্জিক রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থ থাকার একমাত্র চিকিৎসা পদ্ধতি।

টি-ট্রি অয়েলঃ

টি-ট্রি অয়েল ত্বকের চুলকানি দূর করতে বেশ
সহায়ক। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল ও
অ্যান্টি-আইফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা অনেক
ত্বকের অ্যালার্জি থেকে
মুক্তি দেয়। টি-ট্রি অয়েল
আক্রান্ত জায়গায় লাগিয়ে
রাখতে হবে। তাহলে
চুলকানি দূর হবে।

অ্যালোভেরা জেলঃ

অ্যালার্জির কারণে যদি চুলকানি ও শুষ্কতার সমস্যা হয়, তবে অ্যালোভেরা একটি
সেরা উপাদান। চুলকানি
থেকে মুক্তি পেতে প্রথমে
কিছুটা তাজা অ্যালোভেরার নির্যাস
নিয়ে ত্বকে লাগান।

তাজা অ্যালোভেরা না থাকলে চুলকানির জায়গায় অ্যালোভেরা জেল মেখে ৩০-৪০ মিনিট রেখে পরিষ্কার করে নিন।
কিছুদিনের মধ্যেই
চুলকানির সমস্যা থেকে
মুক্তি পাবেন।

আশা করি পোষ্টটি আপনাদের উপকারে আসবে । মানুষের উপকার করার জন্যই আমার সব লেখালেখি , আজকের আমার এই পোষ্ট থেকে যদি কেউ উপকৃত না হন তাহলে আমার সকল লেখাই বৃথা ।

আর যদি আমার এই পোষ্টে কোন ভুল থেকে থাকে , তাহলে দয়া করে কমেন্টে সেটা জানিয়ে দেবেন, আমি সেটা ঠিক করে দেবো ।

আজ এখানেই শেষ করতে চাই …,

সবাই
ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং
TRICKBD এর সাথেই থাকবেন ।

এই আশাতে সকলকে আবারো নমস্কার জানিয়ে আমি জুয়েল মন্ডল আমার আজকের পোষ্ট এখানেই শেষ করছি ।

The post আপনার দেহে কি চুলকানি রোগ রয়েছে?? দেখে নিন চুলকানি রোগের ঘরোয়া সমাধান । appeared first on Trickbd.com.

ছাত্র জীবনে সফল হওয়ার উপায়

Posted:

বর্তমান সময়ে মানুষ অনেক পরিবর্তিত হয়েছে। তাদের নিজেদের মধ্যে চিন্তাভাবনার কোন মিল খুঁজে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ : আমরা সবাই কিন্তু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি । বিভিন্ন জরিপ থেকে জানা গেছে , এই মোবাইল যন্ত্রটি ছাড়া প্রতি পাঁচজনে একজন কিশোর থাকতে পারে না। যদিও আমরা সবাই ধনী নয় তবে আমরা সবাই ধনী প্রজন্মের মানুষ।

আপনি একবার চিন্তা করে দেখলে বুঝতে পারবেন আগের মানুষের জীবনযাত্রার মানের সাথে বর্তমান সময়ের মানুষের জীবনযাত্রার মানের পার্থক্যটা। অনেক আগে এখনকার মতো ইন্টারনেট ও প্রযুক্তি কোনটাই তাদের ছিল না। দিনবদলের সাথে সাথে বিশ্বের অনেক কিছুই পরিবর্তন হলেও কিছুটা এখনো অপরিবর্তিত রয়েছে। বিশ্ববিদ্যালয় আপনি অনেক দক্ষতা নিয়ে জ্ঞান অর্জন করেছেন, যেমন: গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা ও সমস্যা সমাধানের কৌশল এবং টিম হয়ে কাজ করা ইত্যাদি।

অনেক বছর আগেও এই দক্ষতাগুলো লাগতো ছাত্র জীবনে সফল হতে। এই জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ এখন সফল হচ্ছে। ইন্টারনেটের কারনে এখন আমাদের অনেক কিছু জানতে সুবিধা হয়। নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতেই দক্ষতার কোন বিকল্প নেই।

পড়াশোনা শেষ করে সবার একটা লক্ষ্য থাকে ভালো মানের কোন সরকারি চাকরি নেওয়া। চাকরি নিতে হলে অবশ্যই আপনার কিছু দক্ষতা প্রয়োজন যেগুলোর কারণে আপনি চাকরি পেতে সক্ষম হবেন। যে দক্ষতাগুলো আপনার মধ্যে থাকলে ছাত্র জীবনে সফল হবেন সেই তথ্যগুলো আপনার সামনে আজকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ছাত্র জীবনে সফল হওয়ার উপায়। ছাত্র জীবনে যেসব দক্ষতা আপনার মধ্যে থাকলে ছাত্র জীবনে সফল হতে পারবেন সেগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।

ছাত্র জীবনে সফল হওয়ার উপায়

১. সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা

সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা যে কোন কাজে সফল হওয়ার প্রথম ধাপ। লক্ষ করে রাস্তার সাথে তুলনা করা যায় যেটার মাধ্যমে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত গন্তব্য পাওয়া যাবে। আমাদের বেশির ভাগ মানুষই জানে না তার জীবনের লক্ষ্য কি! জানলেও এটা বলতে পারবে না কেন তার জীবনের লক্ষ্য?

আপনি যদি লক্ষ স্থির করতে গরমিল করে ফেলেন তাহলে জীবনে হোঁচট খেতে পারেন খুব সহজেই। এজন্য আপনার সুবিধা হবে লক্ষ স্থির করে সেটাকে মনে ধারণ করে এগিয়ে যাওয়া উচিত। তাই আমরা সবাই আমাদের জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে নেব প্রথমে।

২. যোগাযোগ দক্ষতা

আপনার মাঝে তিনটি গুণ থাকা আবশ্যক সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো শোনা বলা ও লেখা। একজন মানুষের এই তিনটি গুণ থাকা আবশ্যক হিসেবে ধরা হয়।

শুধু ছাত্র জীবন অথবা চাকরি জীবনের মানে আপনি প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ করতে গেলে এই তিনটা গুণ থাকতে হবে। কারণ প্রতিনিধি আপনার বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে।

যেমন কাউকে ফোন দিয়ে কথা বলা এবং কাউকে ইমেইল পাঠানো ইত্যাদি। আপনার জীবনে চলার পথে সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই গুনগুলো। সুতরাং এখন থেকে আপনি চেষ্টা করবেন আপনার মাঝে যেন এই গুণগুলো দক্ষতা হিসেবে তৈরি করতে পারেন।

এই তিনটি গুণে আপনাকে দক্ষ হতে হবে। নতুবা জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন। যেগুলো আপনার ছাত্র জীবন অথবা তাঁকে জীবনকে সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।

 

৩. স্বপ্ন দেখা

সত্যি কথা বলতে স্বপ্ন ছাড়া কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। স্বপ্ন আমাদের বেঁচে থাকার শেষ প্রেরণা। স্বপ্ন আমাদের জীবনের কাঠামো তৈরি করে দেয়।

এ কারণে বলা হয় জীবনে জ্ঞানের চেয়ে কল্পনার দাম অনেক বেশি। স্বপ্নকে আমাদের মনের একটা নির্দিষ্ট স্থানে স্পষ্ট করে তুলতে হবে। আপনার দেখা স্বপ্নকে লক্ষ্যে পরিণত করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম, কষ্ট ওধৈর্য ধারণ করতে হবে। কারণ স্বপ্ন দেখে শুধু বসে থাকলে চলবে না।

 

৪. অনুধাবন ও বিশ্লেষণ দক্ষতা

যে কোন কাজ করার পূর্বে ভেবে করা উচিত। তবে চাকরি সাক্ষাৎকারের সময় সেই ভাবার সময়টা খুব বেশি থাকে না। তবে এক্ষেত্রে আপনার যদি অনুরোধ আবন ও বিশ্লেষণ করার দক্ষতা ভালো থাকে তাহলে আপনি সৌভাগ্যবান।

চাকরি বা শিক্ষাজীবনের সাক্ষাৎকারে আপনাকে কোন প্রশ্ন করা হলে সেই প্রশ্নটা আপনি নিজে নিজেই আগে নিবেন তারপর ধীরে সুস্থে সেই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনাকে বুঝে নিতে হবে আপনাকে কি প্রশ্ন করা হয়েছে এবং কি উত্তর দিবেন।

আপনি যত বেশি অনুধাবন ও গবেষণা করতে পারবেন ততবেশি আপনি জানতে পারবেন। কারণ এই গবেষণার ফলে আপনি সবার চেয়ে আলাদা হবেন।

৫. নিজেকে খাপ খাওয়ানোর দক্ষতা

আপনি আপনার আশেপাশের পরিবেশের রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারলে সেটা হবে খাপ খাওয়ানোর দক্ষতা। এই দক্ষতা আপনার ব্যক্তি জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে।

এ দক্ষতা অর্জন করার জন্য আপনি ছাত্রশিবিরের যেকোনো একটা সংঘের সাথে যুক্ত হয়ে এই দক্ষতা বৃদ্ধি করতে পারেন। এটা কথার ফলে যে কোন খারাপ পরিস্থিতি আপনি নিজেকে খাপ খাওয়ানোর মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে পারবেন।

৬. মেধা যাচাই করা

এই দক্ষতা যেকোনো ছাত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ক্ষণস্থায়ী কোন বিষয়ে সাফল্য লাভ করে নিজেকে বড় মনে থাকে। আপনি যদি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন তাহলে মনে রাখবেন এখানে আপনার শেষ না।

কারণ আপনার কোন সীমানা নেই। তাই সাফল্যের সিঁড়ি দিয়ে আপনাকে শুধু উপরের দিকে উঠতে হবে। নিজের জীবনে অহংকার কে প্রশ্রয় না দিয়ে নিজের মেধাকে শান দিয়ে সফলতার দিকে এগিয়ে যান তাহলে একদিন আপনি সফল হবেনই।

 

৭. অন্যদের মানসিকতার সাথে নিজেকে খাপ খাওয়ানো

আপনি কোন একটা কাজ দলগতভাবে করতে গেলে সবার সাথে আপনার মানসিকতার মিল খুঁজে পাবেন না। কারণ মানুষের মন একরকম হয় না।

একেকজনের একেক রকম হয়ে থাকে তাই কারো মনে কষ্ট না দেয় সবার মানসিক পরিস্থিতি বিবেচনা করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত।

এই দক্ষতা অর্জন করতে হলে আপনার ছোটবেলা থেকেই ছাত্রজীবনে যে কোন একটা ক্লাবের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন।

৮. সিদ্ধান্ত ও সমস্যা সমাধানের দক্ষতা

আপনাকে যেকোন খারাপ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেই সমস্যায় পড়ুন না কেন আপনাকে সেই সমস্যা সমাধানের সঠিক উপায় খুঁজে বের করতে হবে।

আপনি চাইলে কোনো নতুন সমস্যা সমাধানের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই সমস্যার সঠিক সমাধান বের করে তার সমাধান করার চেষ্টা করতে পারেন। এ কাজটি করার জন্য আপনি কোন ক্লাবের সাথে যুক্ত হতে পারেন।

৯. ভুল স্বীকার করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া

মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক তাই যেকোনো সময় আমরা ভুল সিদ্ধান্ত নিতেই পারি। তাই কোনো ভুল হলে সেটাকে স্বীকার করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।

এটা সবচেয়ে বুদ্ধিমান মানুষরা করে থাকে। আপনি যদি জেনে শুনে ভুল করে থাকেন তবে সেটা স্বীকার করা বুদ্ধিমানের কাজ । কারণ ভুল স্বীকার না করলে আপনার নিজের সাথে সাথে প্রতিষ্ঠানের ক্ষতি হবে । সেইসঙ্গে আপনি নতুন কোনো জিনিস শেখা থেকে বিরত হবেন।

আরও পড়ুন : ইংরেজি সাবজেক্ট রিভিউ

 

১০. আত্মবিশ্বাস ও জনসম্মুক্ষে কথা বলা

আপনি আত্মবিশ্বাসের জোড়ে অনেক কঠিন কাজকে খুব সহজে করে ফেলতে পারবেন। একজন বিজ্ঞানী বলেছিলেন আত্মবিশ্বাস পোশাক থেকে আসে না আত্মবিশ্বাসে আমার কর্ম থেকে। আত্মবিশ্বাস ছাত্রজীবনে খুব বড় ভূমিকা পালন করে থাকে। জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা সবাই আত্মবিশ্বাসী ছিলেন।

আত্মবিশ্বাসী মানুষ জীবনে খুব সহজে সফলতার মুখ দেখতে পারে। কোন একটা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে পারলে সে বিষয়ে আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেরিয়ে যাবে। এজন্য সেই বিষয় সম্পর্কে আপনার গবেষণা করতে হবে। এছাড়া আপনাকে জনসম্মুখে কথা বলার মত একটা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে।

কারণ জীবনের নানা ক্ষেত্রে দেখতে পাবেন আপনাকে বিভিন্ন জায়গায় জনসম্মুখে কথা বলার প্রয়োজন হয়েছে। সুতরাং আপনার উচিত হবে পাবলিক স্পিকিং দক্ষতা বাড়ানো।

আরও পড়ুন : পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায় 

 

সারকথা

তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, ছাত্র জীবনে সফল হওয়ার উপায় অথবা ছাত্রজীবনের যেসব দক্ষতা থাকা প্রয়োজন তার সম্পর্কে বিস্তারিত একটি লেখা। আশা করি তোমাদের সবার আর্টিকেলটা অনেক ভাল লেগেছে। উপরের দক্ষতাগুলো তুমি অর্জন করতে পারলে খুব সহজে জীবনে সফল হতে পারবে। উক্ত দক্ষতা অর্জন ছাড়া ছাত্র জীবনকে সফল করা সম্ভব নয়।

The post ছাত্র জীবনে সফল হওয়ার উপায় appeared first on Trickbd.com.

Image Quality ঠিক রেখে Size কমান খুব সহজেই । ব্লগারদের জন্যে উপকারী টুলস

Posted:

আসসালামু ওয়ালাইকুম ।

আমরা যারা অনলাইনে কাজ করি তারা ঠিকই জানি যে ইমেজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ । অনলাইনের যে কোনো প্রফেশনাল লেভেলের কাজের জন্য এক বা একাধিক ইমেজ এর প্রয়োজন হয় । শুধু কি ইমেজ হলেই হবে সেটা হতে হবে আবার HD Format এ । ব্যাপারটা এখানে শেষ হলেও পারতো কিন্তু তা নয় ।

এখন অনলাইনে যে কোন প্রফেশনাল কাজের জন্য প্রয়োজন হয় এইচডি ফরমেটের ইমেজ এবং ইমেজের সাইজ হতে হবে একদমই কম ।
অবশ্য এই জন্য আমরা অনেক অ্যাপস বা ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহার করে থাকি । আবার কেউ কেউ গুগলে সার্চ করে বিভিন্ন অনলাইন টুলস এর মাধ্যমে ইমেজের সাইজ কমিয়ে থাকে ।

আজ আমি আপনাদের সাথে অনলাইন একটি ফ্রী টুলস নিয়ে আলোচনা করতে এসেছি । অনেকেই বলতে পারেন অনেক টুলস তো গুগলে সার্চ করলেই পাওয়া যায় । আমিও বলব হ্যাঁ পাওয়া যায় তবে সেগুলোতে বিভিন্ন কোম্পানির এড এর ভরপুর । তাই তো আপনাদের কথা ভেবে আজ আমি একদম ফ্রি এবং এড বিহীন ওয়েবসাইট নিয়ে হাজির হলাম ।

আজ আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটি শেয়ার করবো তার আগে কিছু বর্ণনা দেয়া যাক । এই ওয়েবসাইটটিতে কোন রকমের এড নেই । একদম সাধারন ডিজাইন ইউজার ফ্রেন্ডলি । কোন রকম ঝামেলা ছাড়াই আপনারা jpg image size reduce করে নিতে পারবেন ।

আমরা যারা ব্লগিং করি তাদের জন্য এই টুলসটি অত্যান্ত গুরুত্বপূর্ণ । কারন একটি ওয়েবসাইটকে ফাস্ট রাখার জন্য আমাদের ইমেজের কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনার প্রয়োজন হয় । তখন আমরা অনেক ওয়েবসাইট বা প্লাগিন ব্যবহার করে থাকি । কিন্তু যারা ব্লগার ওয়েবসাইট ব্যবহার করি তাদের অনলাইনে বিভিন্ন টুলস এর সাহায্য নিয়ে এই কাজটি করতে হয় । মূলত ব্লগারের সাইট আছে তারা এই টুলসটি সবচেয়ে বেশি ব্যবহার করবে । চাইলে ওয়ার্ডপ্রেস ইউজাররাও এই টুলটি ব্যবহার করে সহজেই ইমেজের কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমিয়ে নিয়ে আসতে পারবে ।

এটি মূলত একটি JPG / JPEG image compressor ওয়েবসাইট । আমরা সাধারণত যে ছবিগুলো আমাদের ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করি বা যে কোন অ্যাপস এর মাধ্যমে যে ইমেজগুলো তৈরি করে সেগুলোর ফরমেট সাধারনত jpg / jpeg format এ হয়ে থাকে ।

তো চলুন আর কথা না বাড়িয়ে , কিভাবে এই টুলস এর মাধ্যমে ইমেজের সাইজ কমাবেন তা দেখে নেওয়া যাক ‌‌। আর হ্যাঁ আমি আমার ব্লগের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকি । কারণ এখানে কোন এড এর ঝামেলা নেই এবং খুব সহজেই নিজের ইচ্ছে মত কাজ করা যায় ।

লিংকঃ OnlineCompressJPG.com

কিভাবে Image size reduce করবেন?

কাজটি করার জন্য প্রথমে উপরের দেওয়া লিংকে ক্লিক করুন । তাহলে নিচের মত পেজ আসবে ।

এবার আমরা ফাইল আপলোডের একটি জায়গা দেখতে পাচ্ছি এবং সাথে কম্পোজ পারসেন্টেন্স দেখতে পাচ্ছি । ফাইল সিলেক্ট করে আপনি আপনার ইমেজটি কত পার্সেন্ট কম্পোজ করতে চাচ্ছেন তা সিলেক্ট করে আপলোড লেখায় ক্লিক করুন । তারপর ইমেজটি লোড নিয়ে নিচের মত আসবে ।


এখানে আপনাকে আপনার অরিজিনাল ইমেজটি দেখাচ্ছে এবং পাশে কম্পোজকৃত ফাইলটি দেখাচ্ছে । কম্পোজ হওয়া ফাইলটির নিচেই ডাউনলোড অপশন দেখা যাচ্ছে । সেই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার কম্পোজকৃত ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে ।

ব্যাস , আপনি সফলভাবে আপনার ইমেইলটি কম্পোজ করতে পেরেছেন । তো এই নিয়মেই আপনি আপনার বড় আকারের ইমেজ গুলোর সাইজ কমিয়ে আনতে পারবেন তাও আবার কোয়ালিটি ঠিক রেখে । যারা ব্লগিং করেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ওয়েবসাইটটি ।

Source : Projukty.Net

তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তায় বের হলে মাক্স পড়বেন । ধন্যবাদ 🔥

The post Image Quality ঠিক রেখে Size কমান খুব সহজেই । ব্লগারদের জন্যে উপকারী টুলস appeared first on Trickbd.com.

বাচ্চাদের সামনে কখনোই যে কাজগুলো করা উচিত নয় । [ বাচ্চার সুন্দর ভবিষ্যত নিশ্চিত করুন ]

Posted:

হ্যালো,,,, সবাইকে নমষ্কার জানিয়ে শুরু করব আমি আমার আজকের পোষ্ট ।

আজকে আমরা জানতে চলেছি যে, ছোট বাচ্চাদের সামনে কোন কোন কাজ করলে তারা খারাপ দিকে যেতে পারে অর্থাৎ, কোন কাজ গুলো ছোট বাচ্চাদের সামনে করা উচিত নয় ।

আর পোষ্ট শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই যে,

মানুষ মাত্রই ভুল হয়ে থাকে । আর আমিও একজন মানুষ, আমার এই পোষ্টটিতে যদি কোনো ভুল থেকে থাকে ,, তাহলে একটু কষ্ট করে কমেন্টে সেটা জানিয়ে দেবেন । আমি ভুলটি ঠিক করে দেবো । তো চলুন মুল কথায় ।….

প্রত্যেক বাবা-মাই চান তার সন্তান যেন ভালোভাবে বেড়ে ওঠে। এটা তখনই সম্ভব যখন
বাবা-মা সন্তানকে সঠিক
পথ দেখাবে।

যদি বাবা-
মা খারাপ শব্দ ব্যবহার করে বা অন্যের সঙ্গে ভালো ব্যবহার না করে, তবে এর প্রভাব শিশুর উপরও পড়তে পারে। আপনি যা করবেন সন্তানও তাই শিখবে। তাই
প্রত্যেক বাবা-মায়ের উচিত নিজেদের আচরণ নম্র, ভদ্র রাখা। এছাড়া শিশুর সামনে কী করা উচিত আর কী
উচিত না, তা বাবা-মায়ের
জানাটা জরুরি।

যেমনঃ-

ফোন ও টিভি কম ব্যবহার
করুন সন্তান যদি আপনাকে সারাদিন টিভি বা ফোনে ব্যস্ত থাকতে দেখে, তবে সেও আপনার মতোই এইভাবে সময় কাটাবে।

তাই,

টিভি ও ফোনের পিছনে কম সময় ব্যয় করুন।

কাউকে অপমান করবেন নাঃ

আপনি যদি প্রতিবেশী, বা
বন্ধু বা পরিবারের কোনও
সদস্যকে অপমান করেন, তাহলে তা শিশুর উপর খারাপ প্রভাব
ফেলতে পারে। আপনার সঙ্গে কারো মতপার্থক্য থাকতেই পারে বা আপনি কাউকে অপছন্দও করতে পারেন, কিন্তু শিশুর সামনে তাদের প্রতি ক্ষোভ ব্যক্ত করবেন না।

আপনি এরকম করলে সন্তানও সেই ব্যক্তিকে কোনও সময় অপমান করতে পারে।

আপনি যা করবেন, তারাও সেটাই শিখবে।

খাবার নষ্ট করবেন না :

সন্তানকে খাওয়ার গুরুত্ব
ব্যাখ্যা করুন, জীবনে
খাওয়ার গুরুত্ব কতটা তা
তাদের বোঝান। তাই আপনি নিজেও খাদ্য অপচয় করবেন
না। খাবার নষ্ট করা যে খুব
খারাপ অভ্যাস সেটা
তাদের বুঝিয়ে বলুন।
ভদ্রতা বজায় রাখুন : সন্তান আশেপাশে থাকলে স্বামী-স্ত্রী ভদ্রতা বজায় রাখুন।

শিশুর সামনে তেমন কাজ করা থেকে বিরত থাকুন, যা তাদের উপর খারাপ প্রভাব ফেলে। সর্বদা শৃঙ্খলা বজায় রাখুন এবং ভাল আচরণ
করুন।

চিৎকার করবেন না :

খুব
বিরক্ত হলে বা রেগে
গেলেও সন্তানের সামনে
চিৎকার করবেন না। বরং
মেজাজ নিয়ন্ত্রণে রাখার
চেষ্টা করুন। আপনি যদি
সন্তানের সামনে এমনটা
করেন, তবে তার মনে হতে পারে যে এটি করা ঠিক।

গায়ের রঙ নিয়ে মন্তব্য করবেন না
:

কারো গায়ের
রঙ, রুপ বা শারীরিক গঠন নিয়ে খারাপ ধারণা মনে আনবেন না। আপনি যদি এইরকম আচরণ করেন, তবে সন্তানও এই পথ অনুসরণ করবে।

আশা করি আমার সকল কথাই আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন ।

যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে দয়া করে কমেন্টে জানিয়ে দিন , আমি ঠিক করে দেবো ।

তো আজ এখানেই শেষ করছি ।

সবাই
ভালো থাকবেন,,
সুস্থ থাকবেন,,
এবং TRICKBD এর সাথেই থাকবেন ।

আর আমার ছোট্ট একটি নতুন প্রশ্নোত্তর ওয়েবসাইট রয়েছে ।

যেকোনো প্রশ্ন করতে আমার ওয়েবসাইটটি ভিসিট করে আসুন ।

নমষ্কার ।

Website Link :::= মতুয়া বিশ্ব

The post বাচ্চাদের সামনে কখনোই যে কাজগুলো করা উচিত নয় । [ বাচ্চার সুন্দর ভবিষ্যত নিশ্চিত করুন ] appeared first on Trickbd.com.

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২১-২০২২।একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা

Posted:

হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২১-২০২২ এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

এই তো মাত্র ১ সপ্তাহ আগে ৩০ শে ডিসেম্বর পুরো বাংলাদেশের এস এস সি ২০২১ শিক্ষার্থীদের পরিক্ষার রেজাল্ট দেওয়া হলো। এর ই সাথে শুরু হল সকল শিক্ষার্থী দের ২০২১ সালে কলেজে ভর্তি হওয়ার তোর-জোর। তবে অনেকে জানে না যে কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে। কারণ এখন আর আগের মতো স্কুলে গিয়ে ভর্তি পরিক্ষা দিয়ে নয়, বরং অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে ভর্তির জন্য। যার কারণে অনেকে বুঝছে না কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কোথা থেকে আবেদন করতে হবে। আজকের পোস্ট এ আমি সেই বিষয়েই জানাবো।

অনলাইনে কতদিন ভর্তির জন্য আবেদন করা যাবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শুরু হবে ৮ জানুয়ারি ২০২২ থেকে, চলবে ২ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২১-২০২২

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুধূ অনলাইনে www.xiclassadmission.gov.bd এই সাইটের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ২২ ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ২০২২

এবার একাদশ শ্রেণিতে যে কোনো বয়সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এজন্য উন্ক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছর বয়সের শর্ত তুলে দেওয়া হয়েছে।

সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অফিসিয়ালি প্রকাশ হওয়ার ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানা যাবে। এই নীতিমালা ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই প্রকাশ করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।

একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

১. ২০১৯, ২০২০, ২০২১ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে এস. এস. সি বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীগণ ২০২১-২২ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তির্ণ শিক্ষার্থীসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

২. বিদেশি কোন বোর্ড বা অনুরুপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তির্র্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা (২.১) এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

একাদশে ভর্তির গ্রুপ নির্বাচন যেভাবে

১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি;

২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি এবং

৩. ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোন ১টি;

৪. যেকোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপের যেকোন ১টি;

৫. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি।

আরো পড়ুনঃ ক্যালেন্ডার- ২০২২ সালের সরকারি ছুটির তালিকা

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২০২২

১. শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা : https://www.xiclassadmission.gov.bd

২. শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পচ্ছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পচ্ছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারন করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ভর্তি ফি ২০২১-২০২২

১.অনুসরণপূর্বক কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ শিফট, পুরুষ, মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধরিত ভর্তি ফিসহ অনুমদিত অন্যান্য সকল ফি, ভর্তির নুন্যতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে প্রকাশ করবে।

২. বোর্ড পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ড সমূহে স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৩. অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে

৪. ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে;

৫. শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি প্রদান করবে –

১. রেজিস্ট্রেশন ফি – ১৩৫/-
২. ক্রীড়া ফি ৫০/-
৩. রোভার/রেঞ্জার ফি ১৫/-
৪. রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০%=১৬/-টাকা ১৬/-
৫. বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭/-
৬. বি. এন. সি. সি. ফি ৫/-
সর্বমোট- ২২৮/-টাকা

➤শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে;

➤প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিড়া মঞ্জুরি ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা বোর্ড প্রেরণ করতে হবে।

তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের ShopTips24.CoM সাইটটি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

The post একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২১-২০২২।একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা appeared first on Trickbd.com.

[With Gift] Full benefits .Edu মেইল বানিয়ে নিন Without Waiting

Posted:

Hello World! কেমন আছেন?

টিউটোরিয়াল টি হতে চলেছে ফুল benefits edu mail তৈরি নিয়ে। এর আগেও আপনারা ট্রিকবিডিতে অনেকগুলো পোষ্ট দেখেছেন এডুকেশন মেইল তৈরি নিয়ে কিন্তু ওইগুলা তো দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হয় এডুকেশন মেইল পাওয়ার জন্য। কিন্তু আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে সাথে সাথে এডুকেশন মেইল হাতে পাবেন।
আগেই বলে রাখছি পোস্ট এ কোন স্ক্রীনশট অ্যাড করছি না কারণ পোস্ট টা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর হ্যাঁ নিচে ভিডিও দিয়ে রাখছি অবশ্যই ভিডিওটি দেখে নিবেন এতে আপনাদের বুঝতে আর সুবিধা হবে।

চলুন শুরু করা যাক:

– প্রথমে এখানে যান
Apply To Pima

– আপনার ব্রাউজার এ নতুন ট্যাব ওপেন করে FakeAddressGenerator এ যান
Create Account ফেইক নেইম/অ্যাড্রেস ইউজ করে।

– Apply Now

– Personal Information: Use Fake Address Website From Another Tab.

– Demographic Information: Select>U.S Citizen, Date of birth>FakeAddress Website Tab, SSN>Leave Blank, Select>Not Hispanic Latinio, Select>White.

– Mailing Address: Use FakeAddress Website From Another Tab.

Permanent Address? ঠিক চিন্হ দিন।

– Select: Yes>No>No

– Program Information: Select>Fall 2022, Select>Applied Technology, Select>Certificate In Ar…,

– Select> I’m Currently In High School

– Select Step By Step: No>No>No>No>No>No>No>Yes
Emergency Contact Information: Skip

– Review Your All Details And Click Save And Continue

– কার্ড আপলোড চাইলে Skip করে নিচের দিকে যাবেন

– Signature: Use Same Full Name From FakeAddress Website Tab.

– Submit Application

– Application Submitted দেখাবে Continue এ ক্লিক করে নতুন পেজে যাবেন ওখানে আপনার Student ID দেখাবে/মেইল ও করবে. id কপি করে নিন। নিচের দিকে যাবেন দেখবেন Active My Pima আছে, ক্লিক করুন।

– একটা ফর্ম আসবে ওখানে আপনার কপি করা Student Id প্রথম বক্সে পেস্ট করুন।

– দ্বিতীয় বক্সে Date Of Birth দিন যেটা FakeAddress website tab থেকে আগে দিয়েছিলেন। Submit এ ক্লিক করুন।

– নতুন পাসওয়ার্ড সেট করে নিন।
Username Copy করে নিন।

– তারপর এখানে যান

– কপি করা Username এবং আগে যে পাসওয়ার্ড সেট করেছিলেন Enter করে লগইন করে নিন।

– Congrats অ্যক্সেস করতে পেরে গেলে আপনার Edu mail Inbox.

– আপনার Edu Mail হবে Like: username@mail.pima.edu

ভিডিও👇

Edu Mail Gift: যদি কোন সমস্যার কারণে এডুকেশন ইমেইল তৈরি করতে ব্যর্থ হন তাহলে আমি আপনাকে এডুকেশন মেইল গিফট করবো। এখানে ক্লিক করে ফর্মটি পুরন করে দিন।

ভালো থাকুন। bye bye

The post [With Gift] Full benefits .Edu মেইল বানিয়ে নিন Without Waiting appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments