Search box..

[Part-1] মোবাইল দিয়েই Fiverr, Upwork এর মত জনপ্রিয় মার্কেটপ্লেস কাজ করুন এবং হয়ে উঠুন প্রফেশনাল ফ্রিল্যান্সার!

[Part-1] মোবাইল দিয়েই Fiverr, Upwork এর মত জনপ্রিয় মার্কেটপ্লেস কাজ করুন এবং হয়ে উঠুন প্রফেশনাল ফ্রিল্যান্সার!


[Part-1] মোবাইল দিয়েই Fiverr, Upwork এর মত জনপ্রিয় মার্কেটপ্লেস কাজ করুন এবং হয়ে উঠুন প্রফেশনাল ফ্রিল্যান্সার!

Posted:

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেক দিন যাবত ট্রিকবিডিতে পোস্ট করা হয়না। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে কী নিয়ে পোস্ট করা যায়। কিন্তু ইউনিক কোনো টপিক পাচ্ছিলাম না। অবশেষে একটা টপিক পেলাম যেটা অনেকেরই উপকারে আসতে পারে।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং টপিকটা  খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে । বিশেষ করে কোভিড-১৯ এর পর থেকে । আর প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় মাধ্যম গুলো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো। যার মধ্যে অন্যতম হচ্ছে ফাইভার ,আপওয়ার্ক , ফ্রিল্যান্সার ডট কম , পিপল পার আওয়ার ইত্যাদি। তবে নতুনদের জন্য ফাইভার ই সেরা (আমার মতে)।

তবে বেশিরভাগই দেখা যায় যে এসব মার্কেটপ্লেস গুলোতে প্রফেশনাল ভাবে কাজ করতে হলে পিসি/ল্যাপটপ এর প্রয়োজন পড়ে। এক্ষেত্রে দেখা যায় অনেকে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চাইলে ও পিসি এর অভাবে তা আর হয়ে উঠেনা। আমার এই সিরিজ পোস্ট গুলো মূলত তাদের জন্যই যাদের প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করা আগ্রহ আছে কিন্তু পিসি/ল্যাপ্টপ এর অভাবে শুরু করতে পারছেন না। আর হ্যা এই সিরিজ টা মোটেও এড দেখে কিংবা ভিডিও দেখে টাকা আয় করার মত বিষয় গুলো নিয়ে না। এই সিরিজ টা হতে যাচ্ছে মার্কেটপ্লেস এ কাজ করে ক্যারিয়ার গড়ার মত একটা টিউটোরিয়াল। এই সিরিজ এ আমি মোবাইল/পিসি উভয় ডিভাইস এ কাজের উপজোগী  স্কিল গুলো নিয়ে বিস্তারিত আলোচনা, মার্কেটপ্লেস এ একাউন্ট করা সবকিছু  A-Z  শেখানোর চেষ্টা করব। 

 

পোস্ট কন্টিনিউ করা আগে কিছু সতর্কবার্তাঃ

আপনি যদি ১-২ ঘন্টা কাজ করেই পকেটে কয়েক হাজার টাকা নিয়ে আসার সপ্ন দেখে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য না। শুধু মাত্র যারা কঠোর পরিশ্রম ও পর্যাপ্ত সময় দিতে পারবেন তারাই এই সিরিজ টা কন্টিনিউ করবেন।

 

সম্ভাব্য কিছু প্রশ্নোত্তরঃ

  • এই কাজ করতে কী কী দরকার হবে? উত্তরঃ মোবাইল ফোন অথবা পিসি, ইন্টারনেট সংযোগ, কাজ করার আগ্রহ, ধৈর্য ও ব্যাসিক ইংরেজী
  • এই সিরিজ এ কী কী শেখানো হবে? উত্তরঃ Woocommerce , Shopify, Wix ইত্যাদি ইকমার্স প্লাটফর্ম গুলোতে প্রোডাক্ট আপলোড করা এবং তা কাজে লাগিয়ে মার্কেটপ্লেস গুলো থেকে টাকা আয় করা।

 

যাই হোক এতক্ষন অনেক কিছু বললাম , এবার মূল কাজের বিষয়ে আশা যাক। এই সিরিজ এ আমরা মূলত মোবাইল দিয়ে করার মত উপযোগী কাজ গুলো শিখবো এবং পাশাপাশি মার্কেটপ্লেস এ কাজ করব। আমরা মূলত বর্তমান সময়ে জনপ্রিয় কিছু  ইকমার্স ওয়েবসাইট তৈরী করা প্লাটফর্ম যেমনঃ  Woocommerce , Shopify, Wix ইত্যাদি ইকমার্স প্লাটফর্ম গুলোতে প্রোডাক্ট আপলোড করা শিখবো । যারা Woocommerce , Shopify, Wix  কী যানেন না তাদের জন্য সংক্ষেপে বলে দেই এগুলো হচ্ছে বিভিন্ন অনলাইন শপিং ওয়েবসাইট যেমন আলি এক্সপ্রেস, দারাজ এর ইকমার্স ওয়েবসাইট তৈরী করার প্লাটফর্ম । বিস্তারিত জানার জন্য ইউটিউব অথবা গুগল করে দেখে নিবেন। 

 

আমরা যেই কাজ করব মার্কেটপ্লেস এ তার চাহিদা কেমন?

এই প্রশ্নের উত্তর আপনি ফাইভার এ গিয়ে প্রোডাক্ট আপ্লোড লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাও আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।

 

এখানে কিছু ফাইভার গিগ এর ছবি আছে। এগুলা দেখলেই বুঝতে পারবেন এই কাজের চাহিদা কেমন।

এই ছবিটা দেখুন, ২৫ টা প্রোডাক্ট আপলোড এর জন্য ৫ ডলার চার্জ করা হয় যার । যার মূল্য ৪২০ টাকার সমান। সেখান থেকে ফাইভার এর ২০% কমিশন বাদ দিলেও ৩৪০ টাকা থেকে যাচ্ছে। যার মানে আপনি ১ ঘন্টা সময় দিয়ে খুব সহজেই ৩৪০ টাকা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি বাল্ক আকারে কাজ করতে পারবেন । এছাড়াও বিদেশি অনেক এজেন্সি প্রোডাক্ট আপ্লোড এর কাজের জন্য রিমোট ওয়ার্কার ও হায়ার করে থাকে।

 

এই ছিল সিরিজ পোস্ট এর সার সংক্ষেপ। এখন আপনি সিরিজ কন্টিনিউ করবেন কী করবেন না সেটা আপনার ইচ্ছা।

 

এই টিউটোরিয়াল টা এমনিতে অনেক বড় হয়ে যাবে যা এক পোস্ট লিখা সবভব না। তাই আমি এইটাকে সিরিজ আকারে পোস্ট করতে চাচ্ছি। নিছে সিরিজ এর সুচিপত্র দিয়ে দিলামঃ

  1. Part-1: Basic of series and woocommerce product upload tutorial
  2. Part-2: Shopify Product upload tutorial
  3. Part-3: Wix Product upload tutorial
  4. Part-(4-8): Fiverr Gig Researchj, Account Setup, Gig Publish, English Test and almost everything you need to know about fiverr
  5. More Coming Soon

 

 

—-এখান থেকে টিউটোরিয়াল শুরু—-

আজকের পোস্ট এ আমরা শিখবো কিভাবে Woocommerce  এ প্রোডাক্ট আপ্লোড করতে হয়। তার আগে সংক্ষেপে জেনে নিন Woocommerce কী ? Woocommerce হচ্ছে বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয়  CMS WordPress এর একটা প্লাগিন যেটার সাহায্যে ওয়েবসাইটে বিভিন্ন ইকমার্স  ফাংশনালিটি এড করা হয়ে থাকে। 

Woocommerce এ প্রোডাক্ট আপ্লোড করা শিখতে হলে আমাদের সবার প্রথমে শিখতে হলে সবার প্রথমে  আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি প্র্যাক্টিস এর জন্য ফ্রি হোস্টিং অথবা লোকাল সার্ভার  ব্যবহার করতে পারেন।

ফ্রি হোস্টিং এর জন্য  https://infinityfree.net/ ব্যবহার করতে পারেন।

উপরের দেওয়া লিংক এ ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন। এরপর নিচের দেওয়া স্ক্রিনশর্ট গুলো অনুসরণ করতে থাকেন।

 

এখন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় তা শিখবো। যারা আগে থেকেই পারেন এই পার্ট স্কিপ করে নিচে চলে যেতে পারেন। 

 

 

 

উপরের দেওয়া লিংক এ যাওয়ার পর একাউন্ট সাইন আপ করে নিন। 

 

এরপর আপনার দেওয়া ইমেইল এ একটা ভেরিফিক্যাশন লিংক সেন্ড করবে তারা। ঐ লিংক এ ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিন।

 

 

 

 

এরপর উপরের মত ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করুন

পছন্দ মত যেকোনো একটা সাব ডোমেইন সিলেক্ট করুন। যেমন আমি আমার নাম ব্যবহার করেছি।

 

একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করুন। 

 

একাউন্ট হয়ে গেলে ভিউ ক্লায়েন্ট এরিয়া তে ক্লিক করুন

 

দেখুন আমার একাউন্ট এক্টিভ দেখাচ্ছে। যদি এক্টিভ দেখায় তাহলে কন্ট্রোল প্যানেল এ ক্লিক করুন।

 

 

 

কন্ট্রোল প্যানেল এ যাওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসুন । উপরের মত সফটাক্যুলাস এপ্স ইন্সস্টলার দেখতে পাবেন ঐ টায় ক্লিক করুন।

 

এরপর উপরের মত ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন। 

 

এরপর উপরের মত ইউজারন নেম আর পাসওয়ার্ড দিয়ে নিচে চলে যান স্ক্রল করে।

ইন্সটল এ ক্লিক করুন। 

 

ইন্সটল হয়ে গেলে উপরের মত দুইটা লিংক পাবেন। প্রথম লিংক টা আপনার ওয়েবসাইট এর লিংক এবং দ্বিতীয়টা এডমিন প্যানেল এর লিংক । দ্বিতীয় লিংক ওপেন করুন।

এটা আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ রিডাইরেক্ট করবে।

 

 এখন আমাদের কাজ হচ্ছে Woocommerce ইন্সটল করা আমাদের সাইটে। কিন্তু ফ্রি হোস্টিং এ সরাসরি Woocommerce ইন্সটল করা যায়না। আমি অনেক বার চেষ্টা করে দেখলাম। 

তাই এখন আমাদের ফাইল ম্যানেজার থেকে Woocommerce ইন্সটল করা লাগবে। 

এখন  প্লাগিন্স অপশন থেকে এড নিউ তে ক্লিক করুন।

এরপর উপরের মত সার্চ বারে File Manager লিখে সার্চ করুন। 

উপরে মার্ক করা প্লাগিন টার ইন্সটল বাটন এ ক্লিক করুন। ইন্সটল হয়ে গেলে এক্টিভেট করুন। 

এরপর WP File Manager Option এ ক্লিক করুন । 

 

এরপর উপরের মত wp-content ফোল্ডার ওপেন করুন

 

 

এরপর প্লাগিন ফোল্ডার টি ওপেন করুন।

এখন আমাদের ম্যানুয়ালী Woocommerce Download and Install করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে Woocommerce Download করে নিন।

Woocommerce Download

 

ডাউনলোড হয়ে গেলে ফাইল টি Unzip/Extract করে নিন। এক্সট্র্যাক্ট করার পর Woocommerce নামে একটা ফোল্ডার পাবেন। ঐ ফোল্ডার টা ফাইল ম্যানেজার থেকে আপ্লোড করতে হবে।

 

উপরের মত আপলোড ফাইল আইকন এ ক্লিক করুন।

 

এরপর সিলেক্ট ফোল্ডার এ ক্লিক করে Woocommerce ফোল্ডার টি সিলেক্ট করুন। আপ্লোড হতে কিছুক্ষন সময় লাগবে। অপেক্ষা করুন। আপলোড হয়ে গেলে প্লাগিন্স অপশন থেকে ইন্সটল্ড প্লাগিন্স অপশন সিলেক্ট করুন । 

 

এরপর Woocommerce প্লাগিন টা এক্টিভ্যাট করে নিন। এরপর Woocommerce সেট আপ উইজার্ড আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সেট আপ উইজার্ড টা কপ্লিট করে নিবেন।

 

এখন থেকে আমাদের প্রোডাক্ট আপলোড  এর কাজ শুরু। 

 

 

উপরের মত প্রোডাক্টস অপশন থেকে এড নিউ তে ক্লিক করুন। 

 

এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করা ইন্টার্ফেস। এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারব আমাদের স্টোর এ। 

এখন প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের যেকোনো একটা ইকমার্স ওয়েবসাইট সিলেক্ট করতে হবে যেটা থেকে আমরা ডেমো প্রোডাক্ট আপলোড করব শুধু মাত্র শেখার উদ্দেশ্যে।

মনে করুন আমি Amazon থেকে নিচের প্রোডাক্ট আমার সাইটে এড করবো। 

এখন আমাদের প্রোডাক্ট এড করতে হলে অবশ্যই প্রোডাক্ট এর কোন অংশ কী নামে পরিচিত তা জানতে হবে। আসুন তাহলে তা জেনে নেওয়া যাক।

উপরের মার্ক করা অংশ টি হচ্ছে Product Name/ Product Title ।

 

এখানে নীল রঙ দিয়ে চিহ্নিত করা অংশ টি প্রোডাক্ট এর Regular Price । এবং লাল রঙ দিয়ে চিহ্নিত অংশ টি Discount Price। 

এখানে চিহ্নিত করা অংশটি হলো Product Image / Product Thumbnail 

এখানে চিহ্নিত করা অংশ হচ্ছে Product Gallery.

 

এখানে উপরের দুটি অংশ হচ্ছে Product Variable.

এখানে এই অংশ টি হচ্ছে Product short Description

এই অংশ টি হচ্ছে Product Description.

এই অংশ হচ্ছে Product Category.

উপরের এই স্ক্রিনশর্ট গুলো দেখে Woocommerce এ একটা প্রোডাক্ট এড করার চেষ্টা করুন। আশা করি পারবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো আছেই।

আসলে এই বিষয় গুলো পোস্ট এ লিখে বুঝানো টা অনেক কঠিন । কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিব এ Woocommerce Product Upload tutorial লিখে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। 

আর তাছাড়া আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে আপনারা এই বিষয় নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে একে অন্যজন কে সাপোর্ট দিতে পারবেন। আমিও থাকবো পাশাপাশি। 

 

Join Telegram Group 

পোস্ট অনেক বড় হওয়ার কারণে হয়ত গুছিয়ে লিখতে পারিনি ঠিক ভাবে। তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামী পর্বে।

 

The post [Part-1] মোবাইল দিয়েই Fiverr, Upwork এর মত জনপ্রিয় মার্কেটপ্লেস কাজ করুন এবং হয়ে উঠুন প্রফেশনাল ফ্রিল্যান্সার! appeared first on Trickbd.com.

এই শীতে ট্রেন্ডে থাকা, ৫ টি ছেলেদের জ্যাকেট | বাংলা রিভিউ।

Posted:

আসসালামুয়ালাইকুম ব্রাদার সবাই কি অবস্থা অনেক অনেক দিন পর পোস্ট লিখতে বসলাম আর এতদিন পর পোস্ট লিখতে বসে মনে হচ্ছে যে আমার পোস্ট করা যত ধরনের স্কিল শিখেছিলাম সবই প্রায় ভুলে গেছি।

তো আজকের এই পোস্টে বলব এই বছরে এই শীতে কি কি ট্রেন্ডিং এ আছে আর কোন আউটফিট গুলো পড়লে আপনাকে এই শীতে সবচাইতে বেশি স্টাইলিশ লাগবে।

তো চলুন বেশি দেরি না করে শুরু করি।

১। Turtleneck
এই শীতের সবচাইতে ট্রেন্ডিং সুইটার হলো Turtleneck মানে হল কচ্ছপের গলা সুইটার।
আর বর্তমানে এই সুবিধাটি এত পরিমান ট্রেন্ড এ রয়েছে যে নিউজ রিপোর্ট এ কিংবা টিভি খুললেই দেখা যায় কেউ-না-কেউ এই সুইটার টি পড়ে রয়েছে।

আর পড়বে না বা কেন কারণ এটা পড়লে আপনাকে অনেক অনেক বেশি স্টাইলিশ লাগবে।
আরেকটি কথা Turtleneck জ্যাকেট কেনার আগে মাথায় রাখবেন। যে এটার ফেব্রিক তিন ধরনের হয়ে থাকে।
১. Cotton
2. Thick Wool
3. thin wool
আপনি ট্রাই করবেন যে কটন ফেব্রিক গেঞ্জির কাপড়ের যে টানেল গুলো আছে সেগুলো এড়িয়ে চলতে। কারণ এটা বডিতে সেই ফুলোটা সঠিকভাবে আসবে না মানে দেখতে ভালো লাগবে না।

২। হুডি
আপনি একটা হুডি কিনতেই পারেন কারণ হুডি হচ্ছে একটি এভারগ্রীন শীতের পোশাক। এটার ট্রেন্ড কখনোই শেষ হবেনা।
বাট হুডি কিনার সময় আপনি মাথায় রাখবেন যে এটা গেঞ্জি না টি-শার্ট না।
তাই আপনি এটা বডি শো করে এমন টাইট ফিটিং হুডি কেনা থেকে বিরত থাকবেন।
চেষ্টা করবেন একটু লুজ হালকা পাতলা লুজ ফিটিং এর একটি হুডি কেনার জন্য
তাহলে দেখবেন খুব সহজেই আপনার বডির সঙ্গে সেটা মানানসই হয়ে যাবে,
আর হুডি যেহেতু কিনবে নি মেক সিওর করবেন যে আপনার হুডির মধ্যে যাতে মাঝখানে যে চেন গুলো থাকে সেগুলো এড়িয়ে চলতে।
কারণ হুডির যে মেন লুক টা মানে ক্লাসিক লুকটা আসবে উইথআউট যে চেনের হুডি গুলো আছে সেইগুলোতে।


৩। ডেনিম জ্যাকেট।
আপনার কাছে অবশ্যই অবশ্যই একটি ডেনিম জ্যাকেট থাকা উচিত, আর আমাদের দেশে যে ওয়েদার মানে যে ঠান্ডা টা পড়ে।
তার জন্য ডেনিম জ্যাকেট খুবই পারফেক্ট হতে পারে।
আর ডেনিম জ্যাকেট কেনার সময় আপনি মেক সিওর করবেন।
এটার ভিতর যাতে অতিরিক্ত স্টিকার বা হাবিজাবি লেখা না থাকে। কারণ এগুলো দেখতে খুবই বাজে লাগে।
ট্রাই করবেন একদম সিম্পল সলিট একটি ডেনিম জ্যাকেট কেনার জন্য।
সেটাই আপনাকে দেখতে অনেক বেশি গ্লাসি লাগবে অনেক বেশি স্টাইলিশ লাগবে।

তাছাড়া ডেনিম জ্যাকেট ফিটিং নিয়ে যদি কথা বলি, এটা তেমন কোন ইম্পর্টেন্ট কোন বিষয় না কারণ। ডেনিম জ্যাকেট চাইলে আপনি লুজ ও পড়তে পারেন আবার একদম বডি ফিটিং ও পড়তে পারেন।
এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর মানে আপনার উপর ছেড়ে দিলাম আরকি।

আর এই শীতের সবচাইতে বেশি যে ডেনিম জ্যাকেট টা ট্রেন্ড এ আছে ওই জ্যাকেট টার ছবি এবং কেনার ডিটেলস নিচে দিয়ে দিবো।
আর আপনার মাথায় যদি ঘুরপাক খায় এই বছর একটা ডেনিম জ্যাকেট কিনবেন, তাহলে আমার একদম হানডেট পারসেন রিকুমেন্ট থাকবে নিচের ডেনিম জ্যাকেট টা কেনার জন্য।


৪। Bomber jacket
এছাড়াও আপনি চাইলে এই শীতে একটি বোম্বার জ্যাকেট কিনতে পারেন।
আর বোম্বার জ্যাকেট কিনার সবচাইতে সহজ মাধ্যম বোম্বার জ্যাকেট এর গলার ওখানে হাতের ওখানে ইলাস্টিক লাগানো থাকবে।
বাট সত্যি বলতে এই 2022 সালে এসে এই বোম্বার জ্যাকেট খুবই বেশি কমন হয়ে গেছে।
তার মানে এটা ট্রেন্ড আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ এটা খুবই বেশি পপুলার বা কমন।

তাই আপনি যদি এই বছর বোম্বার জ্যাকেট কিনতেই চান তাহলে, আমি বলব যে বোম্বার জাকেট না কিনে এটার অল্টারনেটিভ। বারসিটি জ্যাকেটও কিনতে পারেন।

সেটাও একটা বোম্বার জ্যাকেটেরি আর একটা ভার্সন আপনি ডেফিনিটলি বারসিটি জ্যাকেট যখন পড়বেন তখন আশেপাশের মানুষ আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে। আপনি এই জ্যাকেট টা কোথা থেকে কিনেছেন।

কিন্তু এটার প্রাইস হয়তো একটু বেশি পড়বে, তবে আপনি যখন পড়বেন আপনাকে খুবই খুবই স্টাইলিশ লাগবে।


৫। Sweatshirt
আপনি যদি শীতে স্টাইলিশ তার পাশাপাশি সারাদিন কম্পিটেবল ও থাকতে চান তাহলে সোয়েটশার্ট এর বিকল্প কোন আউটফিট নেই।
আর সোয়েটশার্ট কিনার সময় মেক্সির করবেন যে এটার ফেব্রিক টা যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায়।
থিক ম্যাটেরিয়ালের কেনার চেষ্টা করবেন। এতে আপনার বডিতে এডজাস্ট হয়ে যাবে।
তার পাশাপাশি আপনার সোয়েটশার্ট টা অতিরিক্ত টাইট না কিনে হালকা একটু লুজ স্ক্যানার চেষ্টা করবেন। এতে আপনাকে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগবে।

সোয়েটশার্ট এর বেস্ট কালার হবে হচ্ছে গিয়ে গ্রে, নেভি ব্লু ব্ল্যাক, এন্ড হোয়াইট।
তো এই ছিল এই শীতে ট্রেন্ডে থাকা সবচাইতে বেস্ট জ্যাকেট গুলো।
তো এই গুলোর মধ্যে যে কোন একটি কিনে নিজের স্টাইলিল নেস বাড়িয়ে ফেলুন।


মাত্র ৫৫০ টাকা দিয়ে ০১৭৪৬৭৪২৯৯১ এই নাম্বারে কল করে উপরের ডেনিম জ্যাকেট টি কিনতে পারেন, আপনার স্টাইল নেক্সট লেভেল এ চলে যাবে 🔥

তো পোস্টটি ভাল লাগলে লাইক করে দিবেন আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সাজেস্ট হিসাবে ডেনিম জ্যাকেট থাকলো। 🔥

The post এই শীতে ট্রেন্ডে থাকা, ৫ টি ছেলেদের জ্যাকেট | বাংলা রিভিউ। appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইউটিউব এর সেরা ক্লাস গুলো কে পেয়ে যান একটিমাত্র গুগল sheet এ

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

পোস্ট এর হেডিং অনুসারে আজকে আজকে আমার পোস্টটা মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য l যারা এসএসসিতে আছেন এবং ইউটিউবে ভালো ক্লাস খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই পোস্ট l আমি আপনাদেরকে আজকে একটি গুগোল sheet এর লিংক দিব যেখানে ইউটিউব এর বেস্ট বেস্ট ক্লাসগুলো সাজানো আছে অধ্যায় এবং বিষয় অনুযায়ী l আপনারা এই sheet থেকে সরাসরি ইউটিউব লিঙ্ক পেয়ে যাবেন এবং ক্লাসগুলো করতে পারবেন l

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

সিট টির কিছু স্ক্রীনশট:


sheet দেখতে এখানে ক্লিক

google sheet LINK

করুন ।

নোট sheet টা দেখার সময় আপনারা আপনাদের ব্রাউজারে ডেক্সটপ মোড অন করে দিবেন l তাহলে  দেখতে সুবিধা হবে l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে ট্রিক বিডির সাথেই থাকুন l আপনারা যদি চান তাহলে আমি অ্যাক্যাডেমিক্যাল অনেকগুলো পিডিএফ বইয়ের লিঙ্ক দিতে পারি l যদি লাগে তাহলে কমেন্ট এ জানাবেন আমি কোন একটা পোস্টে বই গুলোর লিংক দিয়ে দিব l

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর ( Java game,super browser,3gp হিন্দি ও বাংলা movie and natok,java book,code) এর জন্য আমার সাইট ভিজিট করুন। asphnky.wapkiz.com


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইউটিউব এর সেরা ক্লাস গুলো কে পেয়ে যান একটিমাত্র গুগল sheet এ appeared first on Trickbd.com.

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন?

Posted:

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন?

বর্তমান সময়ে এসইও এর গুরুত্ব অনেক বেশি। এসইও এর পূর্ণাঙ্গ রূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার কোন কন্টেন অনুসন্ধান করার সাথে সাথে সবার আগে উপরে থাকবে। বিষয়টি একটু জটিলতা ও বটে তবে খুব একটা কঠিন কাজ নয়।

একটু চেষ্টা করলে যে কেউ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করতে পারবে। যদিও আজকের মূল টপিক এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন? এসইও শুধু যে আর্টিকেলের ক্ষেত্রে তা কিন্তু নয়, ইউটিউবাররা ও এই এসইও এর সাথে জড়িত!

কিন্তু আজকে আমরা, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যেহেতু এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করতে চাচ্ছেন তাহলে। প্রথমত কয়েকটি বিষয়ে আপনার জানা খুবই জরুরী। যেগুলো আপনার এসইও আর্টিকেল এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন?

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ মূলত কন্টেন কোয়ালিটি এর নিয়ম-নীতি সবকিছু ঠিকঠাক থাকলে, আপনার আর্টিকেলটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হবে। তবে নিয়ম-নীতিগুলো কি কি বিষয়ে নিশ্চয়ই আপনাদের জানা জরুরী,

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য, মোট আমরা দশটি বিষয়ে আলোচনা করব। যার পাঁচটি আলোচনা আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত জানব। এবং দশটি বিষয়ে আপনারা বিস্তারিত, সঠিক নিয়ম মেনে আর্টিকেল তৈরি করলে,

আপনার আর্টিকেলটি অবশ্যই এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি হবে। সঠিক নিয়মে আর্টিকেল তৈরি করে আপনার ব্লগে পাবলিশ করলে, আপনার আর্টিকেলটি এসইও ফ্রেন্ডলি আকারে মানুষের কাছে পৌছাবে। তাই চলুন এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য পাঁচটি নিয়ম আজকের আর্টিকেলে বিস্তারিত জানার চেষ্টা করি।

১. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য Keyword Research

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সহজ একটি কাজ নয়। আপনি কিওয়ার্ড রিসার্চ ব্যতীত আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করলে, সেটা এসইও ফ্রেন্ডলি ভাবে কখনোই সেটআপ হবে না। মানুষ কোন বিষয়ে কতটুকু জানতে আগ্রহী, এবং আপনার কোন কন্টেন মানুষ পড়বে সেগুলো জানা জরুরী।

তার জন্য মূলত আপনার কিওয়ার্ড রিসার্চ করা খুবই জরুরী। অনেকেই পেইড ভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করে। আপনি বিভিন্ন ধরনের টুল ফ্রী তে ব্যবহার করে কিভাবে রিসার্চ করতে পারেন। কারণ অনেকের ফ্রী টুল ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করে থাকে।

এখানে ক্লিক করুন

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল পাবলিশ করতে কিওয়ার্ড রিসার্চ করা খুবই জরুরী। সুতরাং উপরের লিংকে ক্লিক করলে আপনারা একটি টুল পেয়ে যাবেন। যেট কিওয়ার্ড রিসার্চ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা চাইলে উপরের লিংকে ক্লিক করে টুল এর সাহায্যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।

২. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য, Post Title, Meta Title

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরিঃ আপনি যখন কোনো একটি কনটেন্ট তৈরি করবেন, তখন নিশ্চয় একই টাইটেল দিতে হবে। মূলত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার ক্ষেত্রে, আপনার পোস্টের টাইটেল খুবই গুরুত্বপূর্ণ।

প্রায় 40 শতাংশ এসইও ফ্রেন্ডলি করার জন্য টাইটেল এর গুরুত্ব বেশি। অর্থাৎ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর ক্ষেত্রে আপনার পোস্টের টাইটেল 40 পার্সেন্ট এসইও এর কাজ করে থাকে। তার জন্য আপনার কনটেন্ট এর মূল টপিক রিসার্চ করে পোস্টের টাইটেল দিবেন।

টাইটেল যেন আবার খুব বেশি বড় দিবেন না। 7 থেকে 10 শব্দের ভিতর আপনার টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এবং এমন টাইটেল দিবেন টপিকের উপর যেটা মানুষ দেখার সাথে সাথে ক্লিক করে। তাই আকর্ষণীয় টপিকঃ রিলেটেড টাইটেল দিতে হবে। যেটা আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর ভূমিকা পালন করবে।

৩. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য Post Description

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ প্রিয় বন্ধুগণ পোষ্টের ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার টপিক রিলেটেড মূল কিওয়ার্ড পোস্ট এর ডেসক্রিপশনে দেওয়া। আপনার আর্টিকেল এর মূল টপিক লোকেরা যদি তাদের প্রয়োজনীয় কিছু তথ্য ডেসক্রিপশনে,

পেয়ে যায় তাহলে আপনার আর্টিকেলটি পড়তে তারা আরো বেশি আগ্রহী হবে। এবং ততোই আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি দিকে এগিয়ে যাবে। মূলত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য পোষ্ট ডেসক্রিপশন খুবই জরুরী একটি বিষয়।

তাই আপনি আর্টিকেল কনটেন্ট কোয়ালিটি ঠিক রেখে আপনার আর্টিকেলের, পোস্ট দেস্ক্রিপশন এডিট করে সেখানে টপিকঃ রিলেটেড সঠিক তথ্য গুগোল একটু কষ্ট করে লিখে দিবেন। যেটা আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আরো একটু ভূমিকা পালন করবে।

৪. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য, Image Alt Tag

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরিঃ আপনি যখন একটি কোয়ালিটি কনটেন্ট তৈরি করে আপনার ব্লগ সাইটে পাবলিশ করবেন। তখন নিশ্চয় একটি ইমেজ প্রয়োজন হবে তাইনা! ইমেজ এর গুরুত্ব অনেক বেশি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য!

মূলত আপনার ইমেজের রিনেম অবশ্যই আপনার আর্টিকেল এর মূল টপিকঃ রিলেটেড থাকে। কারণ গুগোল আপনার ইমেজ দেখবে না, দেখলে ইমেজের আল্ট্রা ট্রাকগুলো দেখবে। সুতরাং সুন্দর হবে আপনার ফিউচারেড ইমেজ,

ভালোভাবে অপটিমাইজেশন করে নিবেন। কোন কিছু বাদ রাখবেন না সবকিছু টপিকের উপরে নির্ভর করে দেওয়ার চেষ্টা করবেন। যেন সহজে যে কেউ বুঝতে পারে ইমেজটি আসলে কি রিলেটেড, যেটা কিনা আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য গুরুত্বপূর্ণ।

৫. এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য Internal Links

এসইও ফ্রেন্ডলি আর্টিকেলঃ টি বন্ধুগণ আপনার ব্লগে অন্যান্য আর্টিকেল এর লিংক গুলো, আপনার নতুন আর্টিকেল এর সাথে ইন্টারনাল লিংক করা খুবই জরুরী। যদি আপনি এই কাজটি করেন আপনার টপিক রিলেটেড, এর ওপর আরও কন্টেন আপনার ওয়েবসাইটে পোস্ট করা থাকে,

তাহলে ওই গুলোর ইন্টারনাল লিংক করে আপনার নতুন আর্টিকেল এর সংযুক্ত করুন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি কনটেন্ট তৈরি করার জন্য। সুতরাং আপনি আপনার অন্যান্য পোস্ট এর লিঙ্ক নতুন আর্টিকেলে এড করে ইন্টারনেট লিংক করে দিবেন। টপিকঃ রিলেটেড ইন্টারনাল লিংক করলে সেটাও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রিয় বন্ধুরা উপরোক্ত নিয়ম নীতি, একটি কোয়ালিটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার ক্ষেত্রে, আমরা সেরা দশটি বিষয়ে আলোচনা রয়েছে। তাই আজকের এই আর্টিকেলে আমরা 5 টি টপিক নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি।

এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়
projuktibuzz.com

আশা করি উপরোক্ত নিয়ম-নীতি থেকে আজকে একটি কোয়ালিটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করা সম্ভব। আর বাকি পাঁচটি টপিক নিয়ে আগামী আর্টিকেলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি আজকের এই আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হয়েছেন আপনারা। আর্টিকেল লেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখবেন? appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি মুভি ” Oldboy” [কেউ মিস করবেন না]

Posted:

Movie name: Oldboy (2003)

Genre: Action, drama, mystery

Language: Korean, Hindi

Imdb: 8.4/10

Personal rating: 10/10

 

একজন মানুষের ১৫ বছরের বন্দী জীবন। পরবর্তীতে পাঁচ দিনের প্রতিশোধের কাহিনী। মাস্টারপিস বললেও কম হয়ে যায়! যাদের হার্ট দূর্বল তাদের মুভিটি না দেখার জন্য অনুরোধ করছি। মুভিটি দেখেছিলাম দিন কয়েক আগে, তবে ভাল লাগার রেশ টা এখনো রয়ে গেছে।পরিচালক তার কাজটি যে কত নিখুত ভাবে করেছেন তা মুভিটি দেখলে বুঝতে পারবেন।

১৯৮৮ সাল। Oh Dae-Su ( মুভির নায়কের নাম) এর মেয়ের চতুর্থ জন্মদিন। জন্মদিনে মেয়ের সাথে টেলিফোন বুথ থেকে কথা বলা অবস্থায় টেলিফোন বুথ থেকে কে বা কারা যেনো তাকে অপহরণ করে নেয় এবং তাকে দীর্ঘ ১৫ বছর একটা রুমে আটক করে রাখা হয়। ১৫ বছর সে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে। কে বা কারা তাকে আটকে রেখেছে, কেন রেখেছে সে কিছুই জানতে পারে না। ১৫ বছর পর একদিন তাকে বন্দীশালা থেকে মুক্তি দেওয়া হয়।মুক্তি পেয়েই সে অপহরণকারীকে খুঁজে বের করে। অপহরণকারী ভিলেনকে ( woo-jin) মারার সুযোগ পেয়েও সে মারে না। কারন আগে তাকে জানতে হবে কেন তাকে দীর্ঘ ১৫ বছর আটকে রেখেছিল। তাই প্রতিশোধ নেওয়ার আগে সে তাকে আটকে রাখার কারণ খুঁজে বের করার চেষ্টা করে।কারণ খুঁজতে গিয়ে নায়ক বারবার বিপদের সম্মুখীন হয়।ভিলেন (woo-jin) তাকে মারার সহজ সুযোগ পেয়েও মারে না,করুনা করে প্রাণ ভিক্ষা দেয়। ভিলেন ও তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বাচিঁয়ে রাখে।

গল্পের এক পর্যায়ে Oh Dae – Su (নায়ক) কে সাহায্য করার জন্য এক মেয়ে নিজ থেকে এগিয়ে আসে।মেয়েটার সাথে তার ভালো পরিচয় হয়,পরিচয় থেকে দুজনের রিলেশন স্কিন এক্সচেঞ্জের পর্যায়ে চলে যায়।

একদিন নায়ক জানতে পারে তাকে কেন আটকে রাখা হয়েছিল।তাকে দিয়ে ভিলেন কিভাবে তার প্রতিশোধ নিয়েছিলো। জানতে পেরে নায়কের অপরাধবোধ থেকে প্রায়শ্চিত্ত হিসেবে নায়ক নিজেই নিজের জিভ কেটে নেয় যেনো সে তার ভয়াবহ অপরাধের কথা কখনও কাউকে বলতে না পারে।পৃথিবীর বেশিরভাগ মুভিতে নায়কেরা প্রতিশোধ নেয়,একমাত্র কোরিয়ান মুভিতে ভিলেনেরা প্রতিশোধ নেয়। Old boy মুভিও তার ব্যাতিক্রম নয়।

কোরিয়ান মুভির মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত মুভি হল এই old boy.এটি খুবই সমালোচিত এর ভয়াবহ প্লট টুইস্ট যা আমার আপনার কল্পনার ও বাহিরে। এই মুভির মেকিং,ব্যাকগ্রাউন্ড,এক একটি চরিত্র এক কথায় অসাধারণ। এই মুভিতে ১৮+ সিন আর ভায়োলেন্সে ভরপুর। এই মুভির টুইস্ট মস্তিষ্ক বিকৃত মনে হতে পারে আপনার কাছে,এটি অনেক হিংস্রমনাক্তক ও নেস্টি একটা মুভি।অপ্রাপ্তবয়স্ক ও সেনসিটিভ মাইন্ডেড যারা তারা না দেখাই ভালো। বাকি যারা দেখেবন তারা নিজ দায়িত্বে দেখুন।

 

এই মুভিটির অন্যতম মেসেজ হলো ” আপনি কখনো অন্যের প্রাইভেসি নিয়ে মজা করবেন না।অন্যের নামে গুজব ছড়ানোর আগে চিন্তা করতে হবে তার চেয়েও ভয়ংকর কিছু নিজের জন্য অপেক্ষা করছে”।

Oldboy মুভিটি এখান থেকে ডাউনলোড করুন ✅

এটা দেখার পর কোরিয়ান ইন্ডাস্ট্রির প্রতি আপনার ভালোবাসা জন্মালে অথবা এই টাইপের মুভি আরো দেখতে ইচ্ছে করলে “No Mercy” দেখতে পারেন।

The post এখুনি দেখে নিন কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি মুভি ” Oldboy” [কেউ মিস করবেন না] appeared first on Trickbd.com.

14 Peaks Nothing Is Impossible: মাউন্ট এভারেস্ট নিয়ে অসাধারণ মুভি/ ডকুমেন্টারি (হিন্দি ডাবড) এক কথায় অসম্ভব কে সম্ভব করা!

Posted:

14 Peaks Nothing Is Impossible (2021) – ডকুমেন্টারি ফিল্ম

Screenshot


আজ রিভিউ করবো নেটফ্লিক্সের একটি এ্যাডভেঞ্চার ডকুমেন্টারি ফিল্ম যেটি নির্মান করেছেন Torquil Jones । উনি এখন পর্যন্ত সব ডকুমেন্টারিই বানিয়েছেন।

এটি সর্বপ্রথম প্রদর্শিত হয় DOC NYC Film Festival এ (শুধুমাত্র ডকুমেন্টারি ফিল্মের জন্য একটি ফিল্ম ফেস্টিভ্যাল) এবং পরে এবছরের ২৯শে নভেম্বরে নেটফ্লিক্সে আসে। তো চলুন দেখে আসি কেমন ছিল ফিল্মটি –

স্পয়লার নেই

প্লট:

পৃথিবীতে ৮,০০০ মিটারের চেয়ে উঁচু পর্বতশৃঙ্গের সংখ্যা মোট ১৪ টি। সর্বপ্রথম ইটালির Reinhold Messner নামে এক পর্বতারোহী এই সবগুলো পর্বত জয় করেছেন প্রায় ১৬ বছর (১৯৭০ থেকে ১৯৮৬) সময় নিয়ে।

২০১৩ সালে এই রেকর্ড ভেঙে দেন Kim Chang নামে আরেক ভদ্রলোক, উনার সময় লেগেছে ৭ বছর।

এবারের গল্পটি Nirmal Purja নামে একজন নেপালির; যিনি পরিকল্পনা করেন এই ১৪টি পর্বত উনি ৭ মাসে জয় করবেন! অনেকে তাকে বলেছিল এটি ইম্পসিবল, আর তাই তিনি এটির নাম দেন 'প্রজেক্ট ইম্পসিবল'।

১ ঘন্টা ৪১ মিনিটের এই ডকুমেন্টারিতে আমরা দেখবো কিভাবে উনি মাত্র ৬ মাস ৬ দিনে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।

ভালো-মন্দ:

মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। একজন পর্বতারোহীর সারাজীবনের স্বপ্ন থাকে এভারেস্ট জয় করবার। কিন্তু এর আগে তারা ছোটখাটো অনেক পর্বতে চড়েন।

কিন্তু এমন অনেক পাগলাটে মানুষজন আছে যারা এরকম পর্বতের সবগুলোতে চড়তে চান, যার মাঝে Nirmal Purja একজন। পর্বতে আরোহন সহজ কাজ নয়। আপনি ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাবেন, অক্সিজেন লেভেল ততই কমতে থাকবে। সাথে বরফের ঠান্ডা, ঝড়, পাহাড় ধ্বস তো একস্ট্রা বোনাস।

পানি, খাবার আর বিশ্রাম ছাড়া মানুষ কতক্ষন টিকে থাকতে পারবে, এটাই মূল চ্যালেঞ্জ। শুধু অন্যপূর্ণা (৮,০৯১ মিটার) -তে আরহন করতে গিয়েই প্রতি ৩ জনে একজন মারা যায়। স

েখানে এরকম টানা ১৪ টি পর্বত আরোহনের চেষ্টা করা পাগলামি ছাড়া কিছুই নয়।

পুরো ডকুমেন্টারির বেশিরভাগ ফুটেজ নিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী টিম। প্রজেক্ট ইম্পসবলের আগে Nirmal Purja তার আর্মির জব ছেড়ে দিয়েছিলেন। এই প্রজেক্টের জন্য তার প্রচুর টাকার দরকার ছিল, শারীরিক আর মানসিক প্রস্তুতি নিতে হয়েছে, এই পুরো জার্নিতে যা দেখানো হয়েছে।

শেষ কথা:

যারা এ্যাডভেঞ্চার পছন্দ করেন, টুকটাক ডকুমেন্টারি দেখার অভ্যাস আছে তারা চাইলে আমার মত এই শীতের মাঝে এই ডকু-ফিল্মটি দেখে গরম গরম আমেজ নিতে পারেন।

Link: 14 Peaks: Nothing Is Impossible 

The post 14 Peaks Nothing Is Impossible: মাউন্ট এভারেস্ট নিয়ে অসাধারণ মুভি/ ডকুমেন্টারি (হিন্দি ডাবড) এক কথায় অসম্ভব কে সম্ভব করা! appeared first on Trickbd.com.

[Grammerly Premium Gift] যেভাবে VidIQ Pro অ্যকাউন্ট 1 Month এর জন্য তৈরি করবেন।

Posted:

কেমন অবস্থা?
আশা করি ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরো একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আপনাদের দেখাতে চলেছি কিভাবে VidIQ Pro একাউন্ট তৈরি করবেন এক মাসের জন্য।
VidIQ এর কাজ না জানলে গুগোল এবং ইউটিউবে সার্চ করে দেখে নিবেন।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে VidIQ এ চলে যান।
তারপর নিচের দেখানো ধাপগুলো একের পরে এক অনুসরণ করুন।

Signup With Google এ ক্লিক করুন।

Account Choose করুন

Add Your YouTube Channel

Allow করে‌ দিন

তারপর আপনার জন্য ফ্রী একাউন্ট তৈরি হয়ে যাবে তো এবার আপগ্রেড করুন। আপগ্রেড করতে, Upgrade Your Account এ ক্লিক করুন।

Upgrade To Boost

49 ডলারের প্যাকেজ টা আমরা 0 ডলারের করে নেব Coupon Apply এর মাধ্যমে

তারপর কুপন কোড এপ্লাই করেনিন।

Coupon Apply: newtubers

কুপন কোড এপ্লাই এর পর 0 ডলার হয়ে যাবে।

Cc details এন্টার করে চেক-আউট করে নিন।

Fake Card Generate:

Website: Namso-Gen

BIIN: 489504

আপনার একাউন্ট আপগ্রেড সাকসেস ফুল হয়ে যাবে। তারপর আপনি প্র একাউন্ট ফিচার এক মাসের জন্য ব্যবহার করতে পারবেন।

আরো ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখে নিন।



তো এবার আসি গিফট পোস্টের বিষয়ে:

Grammerly Premium Gift


গ্রম্মারলি প্রেমিয়াম একাউন্ট সবার জন্য উপলব্ধ আছে। আমি এক একাউন্ট তিন থেকে চারজনকে ও গিফট করতে পারি, একাউন্টগুলোর পাসওয়ার্ড চেঞ্জ এর কোন অপশন নেই তাই নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। গিফট পেতে হলে অবশ্যই আপনাকে এই ফরমটি ফিলাপ করতে হবে। ধন্যবাদ।

ভাল থাকুন আজকের মত এখানেই বিদায়।


The post [Grammerly Premium Gift] যেভাবে VidIQ Pro অ্যকাউন্ট 1 Month এর জন্য তৈরি করবেন। appeared first on Trickbd.com.

দোয়া কবুলের গল্প [কেউ মিস করবেন না]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন।আজকের এই পোস্টে আমরা ইসলামের একটি দোয়া কবুলের গল্প জানব।তো দেরি না করে শুরু করা যাক……

দোয়া কবুলের গল্প….

এক লোক মসজিদে প্রবেশ করলো। মন খারাপ। এক পাশে গিয়ে বসে রইলো। একজন বৃদ্ধ হুযুরও আরেক পাশে ছিলেন। বৃদ্ধ হুযুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেনঃ
.
– বাছা! এখন তো নামাযের সময় নয়। তুমি কেনো মসজিদে এলে?
– হুযুর! আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেলো। এখনো আল্লাহ তা'আলার পক্ষ থেকে, আমাদের ঘরে নতুন কোনও মেহমান আসে নি। আমরা স্বামী-স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানা জন নানা কথা বলে। আল্লাহ তা'আলা আমাদেরকে সন্তান না দেয়ার ফায়সালা করলে, আমি সেটাতে রাজি।
.
আমি আমার স্ত্রীকেও বারবার সান্তনা দিয়ে আসছি। আর সন্তান না হওয়াতো স্ত্রীর দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে,আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
.
এভাবে চলতে থাকলে, সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। রুবাবাহ মানে আমার স্ত্রী, সে এতো ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনও স্বাদ আমি পাবো না। আমি কোনও ডাক্তার-বৈদ্য-কবিরাজ বাদ রাখিনি। কিছুতেই কিছু হলো না।

বৃদ্ধ হুযুর বললেন:
– তুমি স্থির হয়ে বসো। আমি তোমাকে একটা ওষুধ দেবো। ওষুধটার ব্যবহারবিধি খুবই কঠিন। তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি। এ ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে। ইনশাআল্লাহ।
.
– আল্লাহর দোহাই লাগে হুযুর! আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত। ইন-শা-আল্লাহ।

-তোমরা দুজনেই, ফজরের আযানের কমপক্ষে একঘণ্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে দুইভাগে ভাগ করে নিবে।
.
= প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাত তাহাজ্জুদ পড়বে।
= দ্বিতীয় ভাগে ইস্তিগফার (তওবা) পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে। কারণ, আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿ فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡؕ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ‏‏﴾ ﴿‏ يُّرۡسِلِ السَّمَآءَ عَلَيۡكُمۡ مِّدۡرَارًاۙ‏﴾ ﴿ وَّيُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَيَجۡعَل لَّكُمۡ جَنّٰتٍ وَّيَجۡعَل لَّكُمۡ اَنۡهٰرًاؕ‏‏﴾

“আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। (এর ফলে) তিনি তোমাদের ওপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ, সন্তান দ্বারা সাহায্য করবেন। আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ-বাগিচা। আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদীনালা"। – (সূরা নূহঃ ১০-১২)

লোকটা ঘরে ফিরে গেলো। স্ত্রীকে বললোঃ
– ওগো! আল হামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তা'আলা আমাদের দিকে তুলে তাকিয়েছেন।
-কিভাবে?

স্বামী বিষয়টা খুলে বললো। জিজ্ঞাসা করলো:
– তুমি কি এই আমল করতে প্রস্তুত?
– জ্বি, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি? আমরা কোন দিন থেকে আমলটা শুরু করবো?
– কেনো আজ থেকেই, কোনও ওযর আছে
তোমার?
-জ্বি না।
.
তারা দুজনেই আমলটা শুরু করলো। পনের দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, “আপনাদের জন্য তো সুখবর আছে।”

এটা ছিলো ইস্তিগফারের বরকত। কুরআনের আয়াতটাতে তো আল্লাহ তা'আলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ! আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তাওফীক দান করুন। আমীন!

আশাকরি আপনাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।খোদাহাফেজ।

The post দোয়া কবুলের গল্প [কেউ মিস করবেন না] appeared first on Trickbd.com.

Article কি এবং Article এর ব্যবহার

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন।আজকের এই পোস্টে আমরা জানব Article এবং এর ব্যবহার। তো শুরু করা যাক….

Article কিঃ

সাধারণত A, An এবং The এর ব্যবহার কে Article বলে।  

Article দুই প্রকার।

1.Indefinite Article

2.Definite Article

 

Indefinite Article: A এবং An কে Indefinite Article বলে কারন তা্রা কোন, অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বুঝায়।

 

Indefinite Article Singular Countable Noun এর পূর্বে বসে।

 

Example:

 

⇒He bought a pen.

 

⇒The boy took an egg.

 

Definite Article: The কে Definite Article বলে। কারন ইহা এক বা একাধিক বস্তুু বা প্রাণিকে নির্দিষ্ট করে বুঝায়।

 

Definite Article, Singular এবং Plural উভয় প্রকার Noun এর পূর্বে বসে।

 

Example:

 

⇒The man is mortal.

 

A, An, The: Article a, an, the এর ব্যবহার মূলত নির্ভর করে এর পরের nounটির pronunciation (উচ্চারণের) উপর। এগুলোকে আবার determiner বলা হয়।

 

নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ

 

Article "a" এর ব্যবহারঃ

 

Consonant sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound প্রকাশ করে) এর পূর্বে article "a" বসে। মনে রাখবেন countable noun এ consonant sound মানে "a". A baseball, a boy, a car etc.

 

Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে। যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

 

"O" vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article "a" বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

 

 Article “an” এর ব্যবহারঃ 

 

Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.

 

✬ প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A(M:এম-AM), an LLB(L:এল-AL), an SDO(S: এস-AS) etc.

 

H দ্বারা শুরু হওয়া শব্দে "h" উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে। যেমনঃ

an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।

 

Article "the" এর ব্যবহারঃ

 

✬ কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article "the" বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article "the" বসে। যেমনঃ This is a nice picture. Give me the picture.

 

Uncountable noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী

uncountable noun এর পূর্বে the বসতে পারে।

 

Cardinal number (1,2,3……..) পূর্বে article বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ১,২,৩…সংখ্যা হিসাবে তারিখ থাকে। ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি।

 

অপরপক্ষে first, second, third…. ইত্যাদি ordinal number এবং ordinal number এর পূর্বে the বসে। যেমনঃ The first, the second, the third ইত্যাদি।

 

নিন্মের কবিতার শব্দগুলোর আগে article the বসে।

 

চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,

পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,

উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,

জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।

জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-

এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।

 

★★★ এবার এসো আমরা ছন্দে ছন্দে the এর ব্যবহার শিখি

 

নদী,সাগর দ্বীপ পুঞ্জ

জাহাজাদি ঘিরি,পর্বত

চন্দ্র,সূর্য গ্রহ তারা,আরো যত বিশব ধারা

পৃথিবীতে একটি আছে যত

তার পূর্বে the বসবে নেই ভিন্নমত।

 

যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean, the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October, the U.S.A, the United Kingdom.

 

► যেসব স্থানে Article বসে না –

 

★ a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word

এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।

 

★ যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন article বসে না।

 

★ "ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS) অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি, পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess) এসব বিষয় non count – করোনা অবহেলা" যেমনঃ bread, wood, oil, rice etc.

আজকের মতো এতটুকু। পোস্টটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন।সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। খোদাহাফেজ।

 

The post Article কি এবং Article এর ব্যবহার appeared first on Trickbd.com.

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পরিচয় সম্পূর্ণ বাংলায়!

Posted:

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পরিচয় সম্পূর্ণ বাংলায়!

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশসহ ভারতে খুবই পরিচিত একজন লেখক। তিনি বেশিরভাগ উপন্যাস রচনাগুলো বাংলাতে তৈরি করেছিলেন।

তবে তিনি কিন্তু ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন প্রচুর পরিমাণে। প্রতিটি গল্প তার লেখক এর অবদান খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর চন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বে খুবই পরিচিত লাভ করেন। সুতরাং তার সম্পর্কে আমাদের অবশ্যই সঠিক ধারণা তার পরিচয় সম্পর্কে জানা জরুরী।

আপনি বাংলাদেশি কিংবা ভারতে কোন লোক হন না কেন। ছাত্র ছাত্রী ইত্যাদিসহ প্রত্যেক লোগ ইন এই ব্যক্তি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পরিচয় সম্পর্কে জানা খুবই জরুরী। কেননা তিনি বিশ্বের খুবই জনপ্রিয় একজন লোক। তাদেরই রচনা এখন আমরা পাঠ করে থাকি।

তাছাড়া মূল বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে, শিশুপাঠ্য বই বর্ণপরিচয় এ বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়। সুতরাং বুঝতেই পারছেন এই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যক্তির পরিচয় সম্পর্কে আমাদের জানা জরুরি কেন! তাই আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে বিখ্যাত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানব।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যক্তি কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভারত বা ইন্ডিয়া কান্ট্রিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার, বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 26 শে সেপ্টেম্বর হাজার 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

এবং এদিকে বিদ্যাসাগর তার উপাধি নাম। বিশেষ করে আমরা সবাই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এই তাকে চিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। কেননা তিনি খুবই এ বিষয়ে পারদর্শী দানশীলতা, দানশীল করেছিলেন তিনি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অভিজ্ঞতার কার্যক্রম?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে পাণ্ডিত্য শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক। এই হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। সুশৃংখল পদবিন্যাস যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য, তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।

এমনকি বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসের সাজিয়ে 1855 সালে, বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্যবই বর্ণপরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত দ্বিধা শোক প্রস্তাব, ভ্রান্তিবিলাস প্রকৃতি তার প্রধান গ্রন্থ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মৃত্যু হয় কত সালে?

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই একজন জনপ্রিয় বিশ্বের ভিতরে। কার মেধা কাজকর্ম মানুষের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে তার বিশ্ব সাহিত্য বাংলা ইংরেজি পাণ্ডিত্য ইত্যাদি। তবে তিনি পৃথিবীতে খুবই দুর্দান্ত জীবন যাপন করলেও, তার মৃত্যু ঘটে 1891 সালে।

যদিও এত বলবো গুরুজন আমাদের তিনি ছিলেন। তিনি বাংলাদেশেও পড়াশোনা করেছিলেন। এখনকার বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা গদ্য গল্প খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল বিশ্বে। তিনি একদিকে শিক্ষিত অন্যদিকে তার জ্ঞানের অতুলনীয় অভিজ্ঞতা ছিল। তিনি প্রায় অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। তার মৃত্যু 29 শে জুলাই 1991 সালে ঘটেছে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক ব্যক্তির থেকে আমাদের শিক্ষা?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই মেধাবী ছাত্রঃ ছাত্রজীবনে তার অভিজ্ঞতা অতুলনীয় ছিল। তিনি ঢাকার বিখ্যাত জনপ্রিয় কলেজে পড়াশোনা করে তাছাড়া আরও তাদের দেশের কলকাতায় পড়াশোনা করেছেন। তিনি যেমন প্রতিষ্ঠানই তেমনই থাকে তেমনি শিক্ষিত একজন ব্যক্তি।

তিনি নিয়মকানুন মেনেই সকল কাজকর্ম এবং তার অভিজ্ঞতা লেখক হিসেবে আমাদের সামনে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং আমাদের করণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো শিক্ষণীয় মেধাবী হওয়ার চেষ্টা। পরিশ্রমই হতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন, অলসতা দূর করে শিক্ষার দিকে এগিয়ে আসা।

বিভিন্ন প্রয়োজনে আমাদের এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়
projuktibuzz.com

নিজের কাজকর্ম এর পাশাপাশি পান্ডিত্য অর্জন বিভিন্ন সাহিত্যে। সময় অপচয় না করে এই প্রযুক্তির যুগে আমরা, অন্যান্য যুগের কষ্টকর পড়ালেখার চেয়ে সহজ। সুতরাং আধুনিক প্রযুক্তির যুগে আমরা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মত, বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং মেধাবী হওয়ার চেষ্টা করতে হবে। তার মত না হলেও সময়কে অপচয় না করে সঠিক কাজে ব্যয় করা করতে হবে।

সুপ্রিয় পাঠক বন্ধুরা, আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি বিষয় আলোচনা করলাম। তিনি যেমন হয়ে থাকে তার পাণ্ডিত্য বাংলা ইংরেজি সহ বিভিন্ন ভাষা রয়েছে। তিনার পড়াশোনা এবং কাজকর্মের অভিজ্ঞতা আমরা প্রায় সকলেই জেনে থাকি।

তিনি লেখক হিসেবে আমাদের সামনে পরিচিত লাভ করলেও, তার মেধা বিকাশের আরো অনেক কাজ-কর্ম রয়েছে। বিভিন্ন পরীক্ষায় সহ বিশ্বে তার গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি রয়েছে। এক জীবন শিক্ষিত লোক হিসেবে মেধাবিকাশ এবং স্টুডেন্ট দের জন্য।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান অনেক বেশি। প্রিয় বন্ধুরা আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আশাকরি আর্টিকেল থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

The post ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পরিচয় সম্পূর্ণ বাংলায়! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments