Search box..

৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now!

৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now!


৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now!

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন তিনটি এপ্লিকেশনের কথা যা আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে এবং আপনাদের এ কাজগুলোকে অনেকটাই সহজ করে দিবে বলে আশা করছি। শুরুতেই বলে রাখি আগের পোস্টগুলোতে বলেছি আবারো বলছি আপনি যদি কোনো কিছুর সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। আমি এই পোস্টে কোনো নেগেটিভ কমেন্ট চাচ্ছি না। যাদের ভালো লাগবে তারা ব্যবহার করবেন। ভালো না লাগলে ইগ্নোর করবেন কোনো সমস্যা নেই। তো চলুন, শুরু করা যাক।

3) 🔥 App Name : Camera Block Pro

🔥 App link : https://rexdl.com/android/camera-block-spyware-protect-apk.html/

এই এপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার প্রাইভেসি রক্ষা করা। আর সেটা এই এপ আপনার মোবাইলে থাকা যতগুলো এপ্লিকেশনের কাছে ক্যামেরার এক্সেস আছে সবগুলো এক ক্লিকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে করে দিবে। এর আসল কাজ হচ্ছে কোনো এপ যদি গোপনভাবে আপনার ক্যামেরার এক্সেস নেওয়ার পর সেটি অন থাকে (যা আপনি বুঝতেও পারবেন না) তবে সেটিকে বন্ধ করে দেওয়া। যারা প্রাইভেসি নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করেন তারা এই এপটি Try করে দেখতে পারেন। বিশেষ করে যারা আমার মতো ফোনে প্রচুর Third Party Apps ব্যবহার করেন তাদের জন্যে Recommend করবো। কারন আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যক্তিগত তথ্য কোথায় কিভাবে চলে যাচ্ছে। তাই একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য এই এপটি সাজেস্ট করবো।

এপ্লিকেশনটিতে তেমন সেটআপ করার মতো কিছুই নেই। আপনি শুধু এপটি ইন্সটল করুন আর শুধু একটি পারমিশন দিন। এরপর Block Camera তে ক্লিক করে সব এপ্লিকেশনের ক্যামেরার এক্সেস বন্ধ করে দিবে। হ্যাঁ এটা এতোটাই সহজ।

নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এপ্লিকেশনটির :

2) 🔥 App Name : Word Counter

আপনারা যারা পোস্ট বা আর্টিকেল লিখেন তাদের জন্যে এটা অনেক কাজের একটি এপ্লিকেশন। যারা স্টুডেন্টস বা অন্য কোনো পেশায় নিয়জিত আছেন তাদেরও উপকারে আসবে আশা করি। নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই এপ্লিকেশনটির কাজ কি। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওয়ার্ড কাউন্ট করতে পারবেন আপনার আর্টিকেলের। বেশি কিছু করতে হবে না। শুধু এপটি ইন্সটল করে ওপেন করুন। আপনার সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে এই এপে এসে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আর্টিকেলে কতগুলো Words, Characters, Characters (Space ছাড়া), Sentences আছে সব একসাথে এক সেকেন্ডের মধ্যে Count করে আপনাকে জানিয়ে দিবে। আমি এ কাজের জন্য আগে ওয়েবসাইট ব্যবহার করতাম। কিন্তু যখন থেকে এই এপ্লিকেশনটিকে আমি খুজে পাই তখন থেকে আমার কাজটা আরো সহজ গিয়েছে বলে মনে করি।

আশা করছি আপনাদেরও কাজে দিবে। বিশেষ করে যারা Blog লিখেন বা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের তো কাজে দিবেই।

1) 🔥 App Name : Search Duplicate File

🔥App Link : https://rexdl.com/android/search-duplicate-file-apk.html/

এই এপ্লিকেশনটির কার্যকারিতা ব্যাপক। এর প্রধান কাজ হচ্ছে আপনার ডিভাইসের স্টোরেজে থাকা সব ডুপ্লিকেট ফাইল আপনি এক ক্লিকের মাধ্যমে স্ক্যান করে বের করতে পারবেন। এরপর আপনি সেগুলোকে এক এক করে বা সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তবে এখানে আপনি কিছু এক্সট্রা ফিচারসও পাবেন।

১) Filter এর মাধ্যমে আপনারা আলাদা আলাদা করে ফাইল স্ক্যান করতে পারবেন। যেমনঃ Image, Video, Audio, Apks, Document ইত্যাদি আলাদা আলাদা ভাবেই স্ক্যান করতে পারবেন।

২) Smart-Selector এর মাধ্যমে সবচেয়ে পুরাতন, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ফাইল নাম, সবচেয়ে বড় ফাইলনাম, সবচেয়ে ছোট ফাইলটির স্থান, সবচেয়ে বড় ফাইলটির স্থান এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন।

৩) এখানে আপনারা Save Search Results এর Option পাবনে।

৪) Expand All এর Option পাবেন।

৫) চাইলে Compress and share ও করতে পারবেন।

৬) খালি ফোল্ডার গুলো এক এক করে বা একসাথে ডিলিট করতে পারবেন।

৭) Serial Number Files গুলো আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

৮) hash code files গুলোও সার্চ করতে পারবেন।

৯) Audio বা Video এর Duration অনুযায়ী সার্চ করতে পারবেন।

১০) EXIF IMAGE FILE গুলোও আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

১১) যে Image ফাইল গুলো incomplete সেগুলো আলাদাভাবে সার্চ করে বের করে ডিলিট করতে পারবেন।

১২) Resolution অনুযায়ী খুজে বের করতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। পাওয়ারফুল একটি এপ্লিকেশন। তাই বুঝে ব্যবহার করবেন। না বুঝে ব্যবহার করে অনেক সময় জরুরী ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন নিজের অজান্তেই। তাই সাবধান থাকার কথা বলছি।

App টির কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post ৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now! appeared first on Trickbd.com.

প্রিমিয়াম 5টি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ফ্রী ডাউনলোড

Posted:

এডসেন্স ফ্রেন্ডলি খুব ভালো 5টি প্রিমিয়াম থিম সম্পর্কে এই আর্টিকেল আলোচনা করব। এবং আপনি এই 5টি প্রিমিয়াম থিম আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন কারণ এই 5টি থিম ভাইরাসমুক্ত ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন তা বলব। যারা নতুন ব্লগিং শুরু করতেছে, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে যদি শুরু করে থাকে, তাহলে তাকে প্রথমে একটি ভালো ওয়াডপ্রেস থিম পছন্দ করতে হবে।

জিপিএল লাইসেন্স এর আন্ডারে আপনি উপরের প্রিমিয়াম 5 থিম গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আর আপডেট করার সময় অবশ্যই সেই একই ওয়েবসাইট থেকে আপডেট ভার্সন ডাউনলোড করে মেনুয়ালি আপলোড করতে হবে।

যেটা খুবই ভালো এবং এডসেন্স ফ্রেন্ডলি। সবগুলোই প্রিমিয়াম থিম, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন জিপিএল এর লাইসেন্স। তো চলুন এই 5টি থিম সম্পর্কে আলোচনা করা যাক।

  • Newspaper WordPress Theme
  • Jannah News – Newspaper Magazine News
  • JNews  WordPress Theme
  • Publisher – Newspaper Magazine AMP
  •  Squaretype – Modern Blog WordPress Theme

উপরে দেখানো পাঁচটি থিমের সবগুলোই খুবই ভালো মানের। আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য উপরের পাঁচটি থিমের যেকোনো একটি পছন্দ করা খুবই ভাল একটি সিদ্ধান্ত হবে। উপরে আমি ডাউনলোড লিঙ্ক দিয়েছি। ওখান থেকে ডাউনলোড করলে কোন ভাইরাস বা দূষিত ফাইল থাকে না। আর অবশ্যই আপনার ওয়েবসাইটে আপলোড করার আগে ভাইরাস টোটাল  www.virustotal.com/ ওয়েবসাইটের মাধ্যমে থিমের ফাইলগুলোর পরীক্ষা করে দেখবেন।

থিমগুলো ডাউনলোড করতে প্রথমে আপনাকে Gplwp.org উয়েবসইটে ভিজিট করতে হবে। তারপর আপনি উয়েবসইট এর সার্চ বক্সে গিয়ে থিমের নাম লিখুন। তাহলেই আপনারা ফ্রিতেই প্রিমিয়াম থিম পেয়ে যাবেন।

থিম গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিচের আর্টিকেলটি দেখতে পারেন। Top 5 WordPress Blog Theme Free Download

আটিকেলটি সম্পুর্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল ব্যবহার করে আটিকেলটি লিখেছি, ভুলত্রুটি ক্ষমা করবেন। আবারো ধন্যবাদ

The post প্রিমিয়াম 5টি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ফ্রী ডাউনলোড appeared first on Trickbd.com.

৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন ৩ টি এপ্লিকেশন বা গেম যা ই বলেন এর কথা যার মাধ্যমে আপনারা খেলার মাধ্যমে নিজেদের Memory Power, Language Skill, Math problem solving skill, Other problem solving skill সহ নিজেদের মস্তিস্ককে ভালোভাবে ট্রেইন করতে পারবেন। এগুলো মূলত তাদের জন্যে যারা নিজেদের মেমোরি পাওয়ারকে বাড়াতে চান। নিজের মস্তিস্ককে অলস না রেখে মস্তস্কের Muscle গুলোকে ট্রেইন করতে চান।
এখন অনেকেই বলতে পারেন, ভাই সামান্য ৩ টা গেম খেলে কি নিজের মস্তিস্কের পাওয়ার বাড়ানো আদৌ সম্ভব? বিজ্ঞান অনুযায়ী সম্ভব। তবে আপনারা নিজেরা চেষ্টা না করলে কিছুই সম্ভব হবে না। আমি যে এপ্লিকেশনগুলোর (গেমও বলতে পারেন) কথা বলছি সেগুলো সাধারন কোনো গেম খেলার এপ্লিকেশন না। এগুলো প্রত্যেকটা আমি নিজে এক এক করে ব্যবহার করে খেলে দেখেছি। যে পরিমানে কঠিন তা আপনারা নিজেরা কিছুক্ষন খেলে দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, প্রত্যেকটা এপ্লিকেশনে যে যে গেমগুলো রয়েছে তা একটা আরেকটার থেকে একেবারে আলাদা।

সবগুলো এক এক করে বিস্তারিত বলার আগে বলে রাখি আপনারা কি কি Skill নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এগুলোর মাধ্যমে।

1) Memory Power
2) Language Skill
3) Movement Speed
4) Math
5) Writing
6) Speaking
7) Reading
8) Breathing,Eye,Body exercise
9) better sleep
10) emotion labelling
11) visualization
12) wellbeing
13) distancing
14) cognitive reappraisal
15) autogenic relaxation
16) stop method
17) attention power
18) reasoning
19) flexibilty
20) problem solving

 

এ ২০ টা স্কিল আপনারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ৩ টি গেম/এপ্লিকেশনের মাধ্যমে। এ সব গেমকে Brain training games ও বলা হয়। প্লেস্টোরে এমন অনেক গেমসের সমাহার আছে। কিন্তু আমার কাছে এ ৩টির ভিতরে যেসব Test গুলো দেওয়া আছে সেগুলো অনেকটা Challenging মনে হয়েছে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি।

আবারো বলে রাখি, যারা গেমস খেলতে ভালোবাসেন এবং Normal Games থেকে বেরিয়ে এসে এমন কিছু Games খেলতে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা আপনাদের brain কে train করতে পারবেন তাদের জন্যেই এই পোস্ট। অনেকের পোস্টটি ভালো না-ও লাগতে পারে। তারা ইগনোর করবেন।

 

🔥3) App Name : Neuronation

🔥 App link : https://rexdl.com/android/neuronation-brain-training-apk.html/

এই গেমে আছে মোট ৩৩ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন।

এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন।

এছাড়াও আপনারা আরো যা যা পাচ্ছেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।

1) Form Fusion
2) Formula
3) Logiladder
4) Rotator
5) Solitaria
6) Trail Tracker
7) Clockwise
8) Colour Craze
9) Form Fever
10) Parallel Perfection
11) Quantum Leap
12) Quick Switch
13) Speed of Light
14) Chain Reaction
15) Flash memo
16) Focus master
17) Mathrobatics
18) Memopair
19) Memobox
20) Memoflow
21) Path Finder
22) Path finder reverse
23) Reflector
24) Restorer
25) Shuffler
26) Turnabout
27) Alphabat Soup
28) Flash Glance
29) Math Blitz
30) Symbolism
31) Verbal Voyager
32) Word Acrobat
33) Wordsmith

 

🔥2) App Name : Elevate

🔥 App link : https://rexdl.com/android/elevate-brain-training-pro-apk.html/

 

এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে।

এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন।

যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন।

1) Brevity
2) Commas
3) Detail
4) Expression
5) Inversion
6) Punctuation
7) Refinement
8) Spelling
9) Syntax
10) Adjective Recall
11) Clarity
12) Diction
13) Eloquence
14) Recall
15) Error Avoidance
16) Precision
17) Pronounciation
18) Transitions
19) Agility
20) Association
21) Comprehension
22) Connotation
23) Context
24) Extraction
25) Processing
26) Visualization
27) Word Parts
28) Averages
29) Conversion
30) Discounting
31) Division
32) Equivalence
33) Estimation
34) Measuring
35) Percentages
36) Proportion
37) Purchasing
38) Substraction
39) Tipping
40) Focus
41) Name Recall
42) Retention
43) Sequencing
44) Synthesis

🔥1) App name : Lumosity

🔥 App link : https://rexdl.com/android/lumosity-apk.html/

দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো।
বাকী যা যা পাচ্ছেন এখানে তার লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) speed match
2) highway hazards
3) penguin pursuit
4) river ranger
5) spatial speed match
6) speed match overdrive
7) speed pack
8) splitting seeds
9) memory matrix
10) gameTitle_MemoryServes
11) memory match
12) memory match overdrive
13) pinball recall
14) tidal treasures
15) train of thought
16) gameTitle_Assistants
17) gameTitle_FeelTheBeat
18) gametitle_Skyrise
19) Lost in migration
20) Playing Koi
21) Star Search
22) Trouble Brewing
23) Color match
24) ebb and flow
25) brain shift
26) brain shift and overdrive
27) disillusion
28) gametitle_SpaceTrace
29) Fuse clues
30) masterpiece
31) organic order
32) pet detective
33) pirate passage
34) contexual
35) continuum
36) editor’s choice
37) taking root
38) word bubbles
39) word snatchers
40) chalkboard challenge
41) halve your cake
42) magic chance
43) raindrops
44) top that

 

সবগুলো এপ্লিকেশনের কিছু স্ক্রিনশটসঃ

 

বিঃদ্রঃ সবগুলো গেমের স্ক্রিনশট একসাথে দেওয়া হয়েছে। তার কারন আমার এড করতে সমস্যা হচ্ছিল এবং ফাইলে কোথায় রেখেছি তা খুজে পাচ্ছিলাম না। যেগুলো পেয়েছি সব একসাথে জগাখিচুরি হয়ে ছিল। তাই সাজাতে পারিনি বলে আমি দূঃখিত। আপনারা এপগুলো ডাউনলোড করে ইন্সটল করলেই সব বুঝতে পারবেন। স্ক্রিনশটতো শুধু দেখানোর জন্য যে এপ দেখতে কেমন। ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এই সমস্যা পোস্ট করার পর পাই। তাই আবার সবকিছু ঠিক করতে ঝামেলা লাগছিল বলেই সব একসাথে দিয়ে দিচ্ছি।

 

অবশেষে বলবো, অলস মস্তিস্ককে আপনারা বিভিন্নভাবে ট্রেইন করতে পারেন। আমি উদাহারনস্বরূপ এ ৩টি গেমের কথা উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মস্তিস্ককে ট্রেইন করার। পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post ৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা appeared first on Trickbd.com.

(All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ!

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা একসাথে অনেক কাজ করতে পারবেন একটি 1 Mb এর এপ্লিকেশনের মাধ্যমে। বাড়তি কথা বলবো না। মূল টপিকে চলে যাই।
তার আগে নাম ও লিংক দিয়ে দিচ্ছি।

🔥App Name : Android Assistant Pro

🔥App Link : https://rexdl.com/android/assistant-pro-for-android-apk.html/

এবার আসি মূল টপিকে। আমি এই এপ্লিকেশন যেদিন থেকে এন্ড্রয়েড চালানো শুরু করেছি এবং যেদিন থেকে এ এপ্লিকেশনের কথা জেনেছি সেদিন থেকেই ব্যবহার করে আসছি। যেকোনো মোবাইল ফোনে প্রথম সেটআপ দিতে গেলে এই এপ্লিকেশনটি আমি ইন্সটল করে দিই। কারন এর ফিচার আর কার্যকারিতা দুটিই অসাধারন। এতে আছে ২৩টি Tools যা আপনার প্রতিদিনের কোনো না কোনো কাজে লাগবেই।

Tools গুলোর নাম ও কাজের একটি লিস্ট দিচ্ছি। দেখে নিন।

1) Bluetooth

এর মাধ্যমে আপনারা Bluetooth On/Off করতে পারবেন।

2) Wifi

এর মাধ্যমে আপনারা Wifi On/Off করতে পারবেন।

3) Mobile Networks

এর মাধ্যমে আপনারা Mobile Data On/Off করতে পারবেন।

4) Auto-sync

এর মাধ্যমে আপনারা Automatic synchronize করতে পারবেন।

5) GPS

এ নিয়ে বিস্তারিত বলা লাগবে না আশা করি।

6) Auto Rotate Screen

মোবাইলের স্ক্রিনের Auto Rotation on/off করতে পারবেন।

7) Vibration On Touch

এক ক্লিকে Vibration on/off করতে পারবেন।

8) Airplane Mode

এক ক্লিকে Airplane Mode on/off করতে পারবেন।

9) Brightness

Brightness বাড়াতে কমাতে পারবেন।

10) Sleep

আপনার স্ক্রিন কতক্ষন সময় পর অটোমেটক লক হয়ে যাবে সেটার কাজ এটি। তবে এর বিশেষত্ব হচ্ছে আপনার মোবাইলের Default Settings এ যদি এই Option খুব কম দেওয়া থাকে যেমন ১০ মিনিটের বেশি দেওয়া না থাকে তবে আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে তা আধা ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তার সাথে আপনি যদি Never Timeout করে দেন (যা অনেক মোবাইলে দেওয়া থাকে না Default ভাবে) তবে মোবাইল আপনি নিজে লক না করা পর্যন্ত অটোমেটিক লক হবে না। অনেকের পাওয়ার বাটন কাজ করে না। সে ক্ষেত্রে মোবাইল যখন অটোমেটিক লক হয়ে যায় তখন পাওয়ার বাটন চাপ দিয়ে অন করতে কষ্ট হয়। এই ছোট্ট এপটি রেখে দিতে পারেন। কোনো একদিন কাজে আসতে পারে।

11) Volume Settings

এখানে একসাথে Ringer Volume/Notification Volume/Media volume/Alarm Volume/Voice call volume/system volume সব পাল্টাতে পারবেন।

12) Phone Ringtone

মোবাইল সাইলেন্ট নাকি ভাইব্রেশন কোন মোডে রাখবেন সেটা সেট করতে পারবেন।

এতক্ষন যা বললাম সব Basics Feature যা এই এপ্লিকেশন দিয়ে কেউই ব্যবহার করবে না আমি জানি।
এখন যে ফিচারগুলোর কথা বলবো সেগুলোর জন্য আপনাকে কষ্ট করে আলাদা আলাদা এপ্লিকেশন ইন্সটল করতে হবে না। সব এই একটা দিয়েই করতে পারবেন।

13) Batch Install

আপনার Internal Storage বা Memory Card এ যতগুলো Application Save করা আছে সবগুলো একসাথে বা বেছে বেছে অনেকগুলো একসাথে ইন্সটল করতে পারবেন।

14) Batch Uninstall

আপনার ডিভাইসে থাকা যেসব এপ্লিকেশন আপনি একসাথে Uninstall করতে চান তা করতে পারবেন এই Tool এর মাধ্যমে।

15) Backup & Restore

এটা হচ্ছে অনেক কাজের একটি ফিচার। এর জন্যে অনেকে আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। কিন্তু এই কাজটি আপনি এই ১ এম্বির এপ্লিকেশন দিয়েই করতে পারবেন। যারা জানেন না তাদের বলছি আপনার মোবাইলে ইন্সটল করা এপ্লিকেশন গুলো একসাথে মেমোরি কার্ডে বেকাপ করে রেখে দিতে পারবেন।

16) App To SD

অনেক মোবাইলে সেটিংসে এই অপশনটা পাওয়া যায় না। এই এপ্লিকেশনটিতে আপনি এ কাজটি সহজেই কাজটি করতে পারবেন। আবারো যারা জানেন না তাদের জন্য বলছি এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের Internal Storage কে বাচাতে পারবেন। কিভাবে? এপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডের মাধ্যমে ব্যবহার করে।

17) Startup Manager

এই অপশনটির কাজ হচ্ছে আপনি মোবাইল On করার সাথে সাথে বিভিন্ন Apps Background এ চলা শুরু করে দেয়। এই অপশনটির মাধ্যমে আপনারা সেই Background process যেন Startup করার সাথে সাথে না হয় মানে সে এপসগুলো যাতে সব একসাথে চলতে না পারে তাদের Kill করার জন্যে এই অপশনটি।

18) Battery Usage

কোন কোন এপ্লিকেশন কতটুকু ব্যাটারি ব্যবহার করছে সেটা দেখতে পারবেন। সাথে System এ থাকা যে এপগুলো Default Settings এ দেখায় না সেগুলোও দেখতে পারবেন।

19) File Manager

আলাদা File manager এর প্রয়োজন নেই। এই 1 Mb এর এপ্লিকেশন আপনার এ কাজটিও ভালোভাবে করে দিবে।

20) Cache Clear

মোবাইলে জমে থাকা Cache গুলো একসাথে সব Clear করে দিতে পারবেন।

21) System Clear

আপনার System এ থাকা সব Unused জায়গা খেয়ে রাখা উলটা পালটা ফাইলগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরি করে দেওয়া আছে। এগুলো সব একসাথে clear করতে পারবেন। চিন্তা করবেন না অটোমেটিক ক্লিয়ার হবে হবে না। আপনার পারমিশন ছাড়া এপ নিজে থেকে কিছুই করবে না।

22) System Info

অনেকে এই কাজের জন্যেও আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। এই কাজটিও আপনি মাত্র ১ এম্বির এই এপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন।

23) Permissions

আপনার মোবাইলে কোন কোন এপ্লিকেশন কি কি পারমিশন ব্যবহার করছে তা দেখতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনে অনেক কাজই আপনি একই সাথে করতে পারছেন। এটা নিয়ে Already পোস্ট করা থাকতে পারে। কারন অনেক দিন আগে এটা নিয়ে পোস্ট দেখেছিলাম। তবুও যারা জানে না তাদের জন্যে পোস্টটি লিখা।
আপনার যদি ভালো না লাগে তবে ইগনোর করবেন। বাকীটা আপনারা নিজেরাই ব্যবহার করে দেখেনিন কেমন।

নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিলামঃ

অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ! appeared first on Trickbd.com.

পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই

Posted:

এখন খুব সহজেই পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। নেই কোনো কাগজ পাতি প্রয়োজন নেই সময় এর প্রয়োজন। দিন ২৪ ঘন্টা যে কোনো সময় পেওনিয়ার থেকে বিকাশ একাউন্ট টাকা অনুন। সাথে আছে প্রতি লেনদেনে ২% নিশ্চিত বোনাস এছাড়া প্রতিদিন স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ!

পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা সফল ভাবে ট্রান্সফার করলে প্রতি লেনদেনে পাবেন ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন। এতে লেনদেনের কোনো লিমিট নেই।

আর প্রতিদিন সর্বোচ্চ পরিমাণ টাকা পেওনিয়ার থেকে বিকাশ একাউন্ট এ ট্রান্সফার করে একজন পাবে একটি স্মার্টফোন।

ইনস্ট্যান্ট বোনাস আর স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ এই অফারটি আগামী ১৬ই ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত চলবে.!

পেওনিয়ার থেকে বিকাশ এ প্রতিদিন সর্বনিম্ন টাকা উত্তোলনের লিমিট ১০০০ টাকা এবং সর্বোচ্চ উত্তোলনের লিমিট ১,২৫,০০০ টাকা৷

বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে ট্যাপ করুন ‘রেমিট্যান্স আইকন’ > ‘পেওনিয়ার’ > ‘আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন’। এরপর পেওনিয়ার-এ সাইন ইন করার জন্য ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি একটি ওটিপি পাবেন। ওটিপি প্রদান করলেই আপনার বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্ট লিংক হয়ে যাবে।

আরো বিস্তারিত যানতে এখানে ক্লিক করুন.!

 

 

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

The post পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments