৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now! |
- ৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now!
- প্রিমিয়াম 5টি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ফ্রী ডাউনলোড
- ৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা
- (All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ!
- পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই
৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now! Posted: আসসালামু আলাইকুম, 3)
এই এপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার প্রাইভেসি রক্ষা করা। আর সেটা এই এপ আপনার মোবাইলে থাকা যতগুলো এপ্লিকেশনের কাছে ক্যামেরার এক্সেস আছে সবগুলো এক ক্লিকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে করে দিবে। এর আসল কাজ হচ্ছে কোনো এপ যদি গোপনভাবে আপনার ক্যামেরার এক্সেস নেওয়ার পর সেটি অন থাকে (যা আপনি বুঝতেও পারবেন না) তবে সেটিকে বন্ধ করে দেওয়া। যারা প্রাইভেসি নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করেন তারা এই এপটি Try করে দেখতে পারেন। বিশেষ করে যারা আমার মতো ফোনে প্রচুর Third Party Apps ব্যবহার করেন তাদের জন্যে Recommend করবো। কারন আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যক্তিগত তথ্য কোথায় কিভাবে চলে যাচ্ছে। তাই একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য এই এপটি সাজেস্ট করবো। এপ্লিকেশনটিতে তেমন সেটআপ করার মতো কিছুই নেই। আপনি শুধু এপটি ইন্সটল করুন আর শুধু একটি পারমিশন দিন। এরপর Block Camera তে ক্লিক করে সব এপ্লিকেশনের ক্যামেরার এক্সেস বন্ধ করে দিবে। হ্যাঁ এটা এতোটাই সহজ। নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এপ্লিকেশনটির : 2) আপনারা যারা পোস্ট বা আর্টিকেল লিখেন তাদের জন্যে এটা অনেক কাজের একটি এপ্লিকেশন। যারা স্টুডেন্টস বা অন্য কোনো পেশায় নিয়জিত আছেন তাদেরও উপকারে আসবে আশা করি। নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই এপ্লিকেশনটির কাজ কি। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওয়ার্ড কাউন্ট করতে পারবেন আপনার আর্টিকেলের। বেশি কিছু করতে হবে না। শুধু এপটি ইন্সটল করে ওপেন করুন। আপনার সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে এই এপে এসে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আর্টিকেলে কতগুলো Words, Characters, Characters (Space ছাড়া), Sentences আছে সব একসাথে এক সেকেন্ডের মধ্যে Count করে আপনাকে জানিয়ে দিবে। আমি এ কাজের জন্য আগে ওয়েবসাইট ব্যবহার করতাম। কিন্তু যখন থেকে এই এপ্লিকেশনটিকে আমি খুজে পাই তখন থেকে আমার কাজটা আরো সহজ গিয়েছে বলে মনে করি। আশা করছি আপনাদেরও কাজে দিবে। বিশেষ করে যারা Blog লিখেন বা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের তো কাজে দিবেই। 1)
এই এপ্লিকেশনটির কার্যকারিতা ব্যাপক। এর প্রধান কাজ হচ্ছে আপনার ডিভাইসের স্টোরেজে থাকা সব ডুপ্লিকেট ফাইল আপনি এক ক্লিকের মাধ্যমে স্ক্যান করে বের করতে পারবেন। এরপর আপনি সেগুলোকে এক এক করে বা সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তবে এখানে আপনি কিছু এক্সট্রা ফিচারসও পাবেন। ১) Filter এর মাধ্যমে আপনারা আলাদা আলাদা করে ফাইল স্ক্যান করতে পারবেন। যেমনঃ Image, Video, Audio, Apks, Document ইত্যাদি আলাদা আলাদা ভাবেই স্ক্যান করতে পারবেন। ২) Smart-Selector এর মাধ্যমে সবচেয়ে পুরাতন, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ফাইল নাম, সবচেয়ে বড় ফাইলনাম, সবচেয়ে ছোট ফাইলটির স্থান, সবচেয়ে বড় ফাইলটির স্থান এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। ৩) এখানে আপনারা Save Search Results এর Option পাবনে। ৪) Expand All এর Option পাবেন। ৫) চাইলে Compress and share ও করতে পারবেন। ৬) খালি ফোল্ডার গুলো এক এক করে বা একসাথে ডিলিট করতে পারবেন। ৭) Serial Number Files গুলো আলাদা ভাবে সার্চ করতে পারবেন। ৮) hash code files গুলোও সার্চ করতে পারবেন। ৯) Audio বা Video এর Duration অনুযায়ী সার্চ করতে পারবেন। ১০) EXIF IMAGE FILE গুলোও আলাদা ভাবে সার্চ করতে পারবেন। ১১) যে Image ফাইল গুলো incomplete সেগুলো আলাদাভাবে সার্চ করে বের করে ডিলিট করতে পারবেন। ১২) Resolution অনুযায়ী খুজে বের করতে পারবেন। বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। পাওয়ারফুল একটি এপ্লিকেশন। তাই বুঝে ব্যবহার করবেন। না বুঝে ব্যবহার করে অনেক সময় জরুরী ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন নিজের অজান্তেই। তাই সাবধান থাকার কথা বলছি। App টির কিছু স্ক্রিনশটসঃ
অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। The post ৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now! appeared first on Trickbd.com. |
প্রিমিয়াম 5টি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ফ্রী ডাউনলোড Posted: এডসেন্স ফ্রেন্ডলি খুব ভালো 5টি প্রিমিয়াম থিম সম্পর্কে এই আর্টিকেল আলোচনা করব। এবং আপনি এই 5টি প্রিমিয়াম থিম আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন কারণ এই 5টি থিম ভাইরাসমুক্ত ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন তা বলব। যারা নতুন ব্লগিং শুরু করতেছে, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে যদি শুরু করে থাকে, তাহলে তাকে প্রথমে একটি ভালো ওয়াডপ্রেস থিম পছন্দ করতে হবে। জিপিএল লাইসেন্স এর আন্ডারে আপনি উপরের প্রিমিয়াম 5 থিম গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আর আপডেট করার সময় অবশ্যই সেই একই ওয়েবসাইট থেকে আপডেট ভার্সন ডাউনলোড করে মেনুয়ালি আপলোড করতে হবে। যেটা খুবই ভালো এবং এডসেন্স ফ্রেন্ডলি। সবগুলোই প্রিমিয়াম থিম, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন জিপিএল এর লাইসেন্স। তো চলুন এই 5টি থিম সম্পর্কে আলোচনা করা যাক।
উপরে দেখানো পাঁচটি থিমের সবগুলোই খুবই ভালো মানের। আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য উপরের পাঁচটি থিমের যেকোনো একটি পছন্দ করা খুবই ভাল একটি সিদ্ধান্ত হবে। উপরে আমি ডাউনলোড লিঙ্ক দিয়েছি। ওখান থেকে ডাউনলোড করলে কোন ভাইরাস বা দূষিত ফাইল থাকে না। আর অবশ্যই আপনার ওয়েবসাইটে আপলোড করার আগে ভাইরাস টোটাল www.virustotal.com/ ওয়েবসাইটের মাধ্যমে থিমের ফাইলগুলোর পরীক্ষা করে দেখবেন। থিমগুলো ডাউনলোড করতে প্রথমে আপনাকে Gplwp.org উয়েবসইটে ভিজিট করতে হবে। তারপর আপনি উয়েবসইট এর সার্চ বক্সে গিয়ে থিমের নাম লিখুন। তাহলেই আপনারা ফ্রিতেই প্রিমিয়াম থিম পেয়ে যাবেন। থিম গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিচের আর্টিকেলটি দেখতে পারেন। Top 5 WordPress Blog Theme Free Download আটিকেলটি সম্পুর্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল ব্যবহার করে আটিকেলটি লিখেছি, ভুলত্রুটি ক্ষমা করবেন। আবারো ধন্যবাদ The post প্রিমিয়াম 5টি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ফ্রী ডাউনলোড appeared first on Trickbd.com. |
৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা Posted: আসসালামু আলাইকুম, সবগুলো এক এক করে বিস্তারিত বলার আগে বলে রাখি আপনারা কি কি Skill নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এগুলোর মাধ্যমে। 1) Memory Power
এ ২০ টা স্কিল আপনারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ৩ টি গেম/এপ্লিকেশনের মাধ্যমে। এ সব গেমকে Brain training games ও বলা হয়। প্লেস্টোরে এমন অনেক গেমসের সমাহার আছে। কিন্তু আমার কাছে এ ৩টির ভিতরে যেসব Test গুলো দেওয়া আছে সেগুলো অনেকটা Challenging মনে হয়েছে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আবারো বলে রাখি, যারা গেমস খেলতে ভালোবাসেন এবং Normal Games থেকে বেরিয়ে এসে এমন কিছু Games খেলতে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা আপনাদের brain কে train করতে পারবেন তাদের জন্যেই এই পোস্ট। অনেকের পোস্টটি ভালো না-ও লাগতে পারে। তারা ইগনোর করবেন।
এই গেমে আছে মোট ৩৩ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে। এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন। এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আরো যা যা পাচ্ছেন তার একটি লিস্ট দিয়ে দিলাম। 1) Form Fusion
এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে। এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে। এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন। যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন। 1) Brevity
দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো। 1) speed match
সবগুলো এপ্লিকেশনের কিছু স্ক্রিনশটসঃ
বিঃদ্রঃ সবগুলো গেমের স্ক্রিনশট একসাথে দেওয়া হয়েছে। তার কারন আমার এড করতে সমস্যা হচ্ছিল এবং ফাইলে কোথায় রেখেছি তা খুজে পাচ্ছিলাম না। যেগুলো পেয়েছি সব একসাথে জগাখিচুরি হয়ে ছিল। তাই সাজাতে পারিনি বলে আমি দূঃখিত। আপনারা এপগুলো ডাউনলোড করে ইন্সটল করলেই সব বুঝতে পারবেন। স্ক্রিনশটতো শুধু দেখানোর জন্য যে এপ দেখতে কেমন। ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এই সমস্যা পোস্ট করার পর পাই। তাই আবার সবকিছু ঠিক করতে ঝামেলা লাগছিল বলেই সব একসাথে দিয়ে দিচ্ছি।
অবশেষে বলবো, অলস মস্তিস্ককে আপনারা বিভিন্নভাবে ট্রেইন করতে পারেন। আমি উদাহারনস্বরূপ এ ৩টি গেমের কথা উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মস্তিস্ককে ট্রেইন করার। পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। The post ৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা appeared first on Trickbd.com. |
(All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ! Posted: আসসালামু আলাইকুম,
এবার আসি মূল টপিকে। আমি এই এপ্লিকেশন যেদিন থেকে এন্ড্রয়েড চালানো শুরু করেছি এবং যেদিন থেকে এ এপ্লিকেশনের কথা জেনেছি সেদিন থেকেই ব্যবহার করে আসছি। যেকোনো মোবাইল ফোনে প্রথম সেটআপ দিতে গেলে এই এপ্লিকেশনটি আমি ইন্সটল করে দিই। কারন এর ফিচার আর কার্যকারিতা দুটিই অসাধারন। এতে আছে ২৩টি Tools যা আপনার প্রতিদিনের কোনো না কোনো কাজে লাগবেই। Tools গুলোর নাম ও কাজের একটি লিস্ট দিচ্ছি। দেখে নিন। 1) Bluetooth এর মাধ্যমে আপনারা Bluetooth On/Off করতে পারবেন। 2) Wifi এর মাধ্যমে আপনারা Wifi On/Off করতে পারবেন। 3) Mobile Networks এর মাধ্যমে আপনারা Mobile Data On/Off করতে পারবেন। 4) Auto-sync এর মাধ্যমে আপনারা Automatic synchronize করতে পারবেন। 5) GPS এ নিয়ে বিস্তারিত বলা লাগবে না আশা করি। 6) Auto Rotate Screen মোবাইলের স্ক্রিনের Auto Rotation on/off করতে পারবেন। 7) Vibration On Touch এক ক্লিকে Vibration on/off করতে পারবেন। 8) Airplane Mode এক ক্লিকে Airplane Mode on/off করতে পারবেন। 9) Brightness Brightness বাড়াতে কমাতে পারবেন। 10) Sleep আপনার স্ক্রিন কতক্ষন সময় পর অটোমেটক লক হয়ে যাবে সেটার কাজ এটি। তবে এর বিশেষত্ব হচ্ছে আপনার মোবাইলের Default Settings এ যদি এই Option খুব কম দেওয়া থাকে যেমন ১০ মিনিটের বেশি দেওয়া না থাকে তবে আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে তা আধা ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তার সাথে আপনি যদি Never Timeout করে দেন (যা অনেক মোবাইলে দেওয়া থাকে না Default ভাবে) তবে মোবাইল আপনি নিজে লক না করা পর্যন্ত অটোমেটিক লক হবে না। অনেকের পাওয়ার বাটন কাজ করে না। সে ক্ষেত্রে মোবাইল যখন অটোমেটিক লক হয়ে যায় তখন পাওয়ার বাটন চাপ দিয়ে অন করতে কষ্ট হয়। এই ছোট্ট এপটি রেখে দিতে পারেন। কোনো একদিন কাজে আসতে পারে। 11) Volume Settings এখানে একসাথে Ringer Volume/Notification Volume/Media volume/Alarm Volume/Voice call volume/system volume সব পাল্টাতে পারবেন। 12) Phone Ringtone মোবাইল সাইলেন্ট নাকি ভাইব্রেশন কোন মোডে রাখবেন সেটা সেট করতে পারবেন। এতক্ষন যা বললাম সব Basics Feature যা এই এপ্লিকেশন দিয়ে কেউই ব্যবহার করবে না আমি জানি। 13) Batch Install আপনার Internal Storage বা Memory Card এ যতগুলো Application Save করা আছে সবগুলো একসাথে বা বেছে বেছে অনেকগুলো একসাথে ইন্সটল করতে পারবেন। 14) Batch Uninstall আপনার ডিভাইসে থাকা যেসব এপ্লিকেশন আপনি একসাথে Uninstall করতে চান তা করতে পারবেন এই Tool এর মাধ্যমে। 15) Backup & Restore এটা হচ্ছে অনেক কাজের একটি ফিচার। এর জন্যে অনেকে আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। কিন্তু এই কাজটি আপনি এই ১ এম্বির এপ্লিকেশন দিয়েই করতে পারবেন। যারা জানেন না তাদের বলছি আপনার মোবাইলে ইন্সটল করা এপ্লিকেশন গুলো একসাথে মেমোরি কার্ডে বেকাপ করে রেখে দিতে পারবেন। 16) App To SD অনেক মোবাইলে সেটিংসে এই অপশনটা পাওয়া যায় না। এই এপ্লিকেশনটিতে আপনি এ কাজটি সহজেই কাজটি করতে পারবেন। আবারো যারা জানেন না তাদের জন্য বলছি এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের Internal Storage কে বাচাতে পারবেন। কিভাবে? এপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডের মাধ্যমে ব্যবহার করে। 17) Startup Manager এই অপশনটির কাজ হচ্ছে আপনি মোবাইল On করার সাথে সাথে বিভিন্ন Apps Background এ চলা শুরু করে দেয়। এই অপশনটির মাধ্যমে আপনারা সেই Background process যেন Startup করার সাথে সাথে না হয় মানে সে এপসগুলো যাতে সব একসাথে চলতে না পারে তাদের Kill করার জন্যে এই অপশনটি। 18) Battery Usage কোন কোন এপ্লিকেশন কতটুকু ব্যাটারি ব্যবহার করছে সেটা দেখতে পারবেন। সাথে System এ থাকা যে এপগুলো Default Settings এ দেখায় না সেগুলোও দেখতে পারবেন। 19) File Manager আলাদা File manager এর প্রয়োজন নেই। এই 1 Mb এর এপ্লিকেশন আপনার এ কাজটিও ভালোভাবে করে দিবে। 20) Cache Clear মোবাইলে জমে থাকা Cache গুলো একসাথে সব Clear করে দিতে পারবেন। 21) System Clear আপনার System এ থাকা সব Unused জায়গা খেয়ে রাখা উলটা পালটা ফাইলগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরি করে দেওয়া আছে। এগুলো সব একসাথে clear করতে পারবেন। চিন্তা করবেন না অটোমেটিক ক্লিয়ার হবে হবে না। আপনার পারমিশন ছাড়া এপ নিজে থেকে কিছুই করবে না। 22) System Info অনেকে এই কাজের জন্যেও আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। এই কাজটিও আপনি মাত্র ১ এম্বির এই এপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন। 23) Permissions আপনার মোবাইলে কোন কোন এপ্লিকেশন কি কি পারমিশন ব্যবহার করছে তা দেখতে পারবেন। বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনে অনেক কাজই আপনি একই সাথে করতে পারছেন। এটা নিয়ে Already পোস্ট করা থাকতে পারে। কারন অনেক দিন আগে এটা নিয়ে পোস্ট দেখেছিলাম। তবুও যারা জানে না তাদের জন্যে পোস্টটি লিখা। নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিলামঃ অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। The post (All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ! appeared first on Trickbd.com. |
পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই Posted: এখন খুব সহজেই পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। নেই কোনো কাগজ পাতি প্রয়োজন নেই সময় এর প্রয়োজন। দিন ২৪ ঘন্টা যে কোনো সময় পেওনিয়ার থেকে বিকাশ একাউন্ট টাকা অনুন। সাথে আছে প্রতি লেনদেনে ২% নিশ্চিত বোনাস এছাড়া প্রতিদিন স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ! পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা সফল ভাবে ট্রান্সফার করলে প্রতি লেনদেনে পাবেন ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন। এতে লেনদেনের কোনো লিমিট নেই। আর প্রতিদিন সর্বোচ্চ পরিমাণ টাকা পেওনিয়ার থেকে বিকাশ একাউন্ট এ ট্রান্সফার করে একজন পাবে একটি স্মার্টফোন। ইনস্ট্যান্ট বোনাস আর স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ এই অফারটি আগামী ১৬ই ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত চলবে.! পেওনিয়ার থেকে বিকাশ এ প্রতিদিন সর্বনিম্ন টাকা উত্তোলনের লিমিট ১০০০ টাকা এবং সর্বোচ্চ উত্তোলনের লিমিট ১,২৫,০০০ টাকা৷ বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে ট্যাপ করুন ‘রেমিট্যান্স আইকন’ > ‘পেওনিয়ার’ > ‘আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন’। এরপর পেওনিয়ার-এ সাইন ইন করার জন্য ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি একটি ওটিপি পাবেন। ওটিপি প্রদান করলেই আপনার বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্ট লিংক হয়ে যাবে। আরো বিস্তারিত যানতে এখানে ক্লিক করুন.!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিনThe post পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্ট এ টাকা নিয়ে আসেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments