Search box..

ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ”

ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ”


ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ”

Posted:


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মুহম্মদ জাফর ইকবাল স্যারের বিখ্যাত একটি কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ” এর পিডিএফ ফাইল নিয়ে আসলাম। বন্ধুরা আমরা যারা বই পড়ি তারা নিশ্চয় জানি মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশের অন্যতম একজন কিশোর উপন্যাস, গল্প, কবিতা লেখক।
জাফর ইকবাল এর বেশির ভাগ বইগুলেই লেখা শিশু-কিশোরদেরকে নিয়ে। তাছাড়া আমাদের দেশের জনপ্রিয় সাইন্স ফিকশন বই এর বেশির ভাগই জাফর ইকবাল ও তাঁর ভাই হুমায়ূন আহমেদ স্যার এর লেখা। জাফর ইকবাল স্যারের লেখা বইগুলো কত সুন্দর আর কত মজাদার তা না পড়লে বুঝা যাবে না। আমি বিশেষ করে তাঁর লেখা সাইন্স ফিকশন বইগুলো বেশি পড়ি। আমার কাছে খুব ভালো লাগে।

আরো পড়ুনঃ ব্ল্যাকহোলের বাচ্চা – সাইন্স ফিকশন by মুহম্মদ জাফর ইকবাল

বন্ধুরা আজকে যে বইটা নিয়ে পোস্ট তা খুবই বিখ্যাত ও জনপ্রিয় একটি বই। আমাদের যাদের হালকা পাতলা বই পড়ার অভ্যাস আছে তারা নিশ্চয় এই বইটা একবার হলেও পড়েছেন। আর যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নিন। দারুণ একটা বই। তাছাড়া বইটি আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। মুক্তিযুদ্ধের সময় মানুষের কষ্ট, বীরত্ব, স্বজন হাড়ানোর ব্যাথা, ইত্যাদি সবকিছু আছে বইটিতে। বইটি পড়ে আপনার চোখে পানি আসবে আমি নিশ্চিত আর যদি চোখে পানি নাও আসে একটু হলেও কষ্ট অনুভব করবেন তা একদম নিশ্চিত।
কারন জাফর ইকবাল স্যার এমন ভাবে বইটি লিখেছেন যে পড়লে আপনার ভালো লাগতে বাধ্য।

তো বন্ধুরা নিচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন অথবা অনলাইনেও পড়তে পারেন।

..:: Book Info ::..

Book Name আমার বন্ধু রাশেদ
Writer Name মুহম্মদ জাফর ইকবাল
Book Category কিশোর উপন্যাস
Publisher কাকলি প্রকাশন
File Size ১৫ MB
Total Pages ১১২
Publish Year ১৯৯৪

আমাদের সাইটঃ

  • TrickAlways.Com
  • The post ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস "আমার বন্ধু রাশেদ" appeared first on Trickbd.com.

    বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণা। ব্যবসা – বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম এবং তথ্য প্রযুক্তির ব্যবহার। [পর্বঃ ৩]

    Posted:

    আসসালামু আলাইকুম। 

    আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন।

    প্রতিদিনের মতো আপনাদের সামনে আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাঁজির হয়েছি। আমরা আপনাদের কথা মাথায় রেখেই নিত্যনতুন পোস্ট নিয়ে আসি। আজকেও ব্যতিক্রম নয়।

    আমার এই পোস্ট গুলো পড়লে আপনি কম্পিউটার সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। কম্পিউটারের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন কার্যক্রম, কম্পিউটার ইন্টারেটের ইতিহাস ও ব্যবহার সম্পর্কে সম্যক ভাবে জানতে পরবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পোস্টে চলে যায়।

    আজকে এই পোস্টের মাধ্যমে আমরা তথ্য ও প্রযুক্তর গ্লোবাল ভিলেজ সম্পর্কে বিস্তারিত সকল কিছু আলোচনা করবো।

    গত পোস্টে অর্থাৎ এই পোস্টের প্রথম পর্বে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্ক যুক্ত বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের ইতিবাচক ব্যবহার ও নেতিবাচক ব্যবহার সাম্পর্কে জেনেছিলাম।

    কেউ যদি এই পোস্টের প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে না থাকেন তাহলে এখানে ক্লিক করে প্রথম পর্ব এবং এখানে ক্লিক করে দ্বিতীয় পর্বটি দেখে নিন অথবা নিচে ক্লিক করে পোস্টটি দেখতে পারবেন।

    তথ্য ও প্রযুক্তির বিশ্বগ্রামের ধারণা, ইতিবাচক ব্যবহার, নেতিবাচক ব্যবহার। বিস্তারিত পোস্টে। [পর্বঃ ১]

    বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদার সমূহ এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত পোস্টে। [পর্বঃ ২]

    মূল পোস্ট।

    ব্যবসা-বাণিজ্য (Business): 

    বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারিং সিস্টেম কম্পিউটারাইজড। কম্পিউটারাইজড সেলস সিস্টেমের দোকান, গুদামঘর এবং প্রধান অফিস সবই কম্পিউটার নেটওয়ার্কের আওতাভুক্ত। ফলে যেকোনো দ্রব্য দোকান হতে বিক্রির সঙ্গে সঙ্গেই তার যাবতীয় হিসাব এবং স্টকের পরিমাণ সঙ্গে সঙ্গে নির্ণয় করা যাচ্ছে খুব সহজেই। কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে দ্রব্যাদি প্যাকেজিং ও লেভেলিং-এর কাজ করা যায়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হয়ে থাকে। স্টক একচেঞ্জে শেয়ার কেনা-বেচার ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহৃত হয়। এখন ইন্টারনেটের সাহায্যে অনেক ব্যবসা-বাণিজ্য চলছে। ফলে ই-কর্মাসের জনপ্রিয়তা বাড়ছে। ই-কমার্স হয়ে উঠছে একুশ শতকের ব্যবসা-বাণিজ্যের প্রধান মাধ্যম। ব্যাংকের সকল কার্যক্রম এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর নির্ভরশীল। ICT-এর কল্যাণে শক্তিশালী ডেটাবেজ ব্যবহার করে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে, যার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যেকোনো ব্রাঞ্চে বসে টাকা লেনদেন করতে পারছে। এমনকি মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ঘরে বসেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও ব্যবহার করা যাচ্ছে। ICT পণ্য MICR-এর ব্যবহার ব্যাংকে চেক সংক্রান্ত জটিলতা একদম কমিয়ে এনেছে। ATM বুথ থেকে টাকা উত্তোলনও ICT-এর ফসল। ফলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ব্যবস্থা এখন হাতের মুঠোয়। শেয়ার মার্কেটের সাথেও ইন্টারনেট সংযুক্ত হয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে।

    চিত্রঃ ব্যবসা-বাণিজ্যে তথ্যপ্রযুক্তি

    ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন সম্পর্কে নিচে আলোচনা করা হলো:

    1. ♦ তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্লোবালাইজেশন অর্থাৎ সারা বিশ্বব্যাপি ব্যবসার পরিধি বাড়ানো যায়।
    2. • ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অপচয় রোধ করে।
    3. ★ তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে যে কোন কাজে আগের চেয়ে কম সময় লাগে অর্থাৎ এর মাধ্যমে সময়সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়।
    4. • তথ্য প্রযুক্তি ব্যবহারে যেকোনো তথ্যের প্রাপ্যতা সহরা হয় বিশেষ করে ইন্টারনেটের মধ্যে প্রযুক্তির কল্যাণে এখন বিশ্বটাকেই পাওয়া যাচ্ছে হতে মুঠোয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে তাদের সম্পর্কিত তথ্য জানতে পারে।
    5. তথ্য প্রযুক্তির ব্যবহারের তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব ফোন, ইন্টারনেট, ইমেইল, এসএমএস, এমএমএস প্রভৃতি এর প্রকৃষ্ট উদাহরণ • তথ্য প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকান্ডের গতিকে ত্বরান্বিত করে। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও চর্চার ফলে ক্রমান্বয়ে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়।
    6. ব্যবসায়-বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে।
    7. • ই-কমাসের মাধ্যমে বিশ্বব্যাপি পণ্যের বাজার সৃষ্টি করা যায়।
    8. • কম খরচে জনপ্রিয় বাণিজ্যিক ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পণ্যের বিপণন বাড়ানো যায়।
    9. • গ্রাহকরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসের অর্ডার দিতে পারে।
    10. শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্যশক্তির অপচয় কমায় তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের ব্যয়কে সংকুচিত করে আর্থিক সাম্রায় ঘটিয়ে থাকে।
    11. মানবসম্পদের উন্নয়ন ঘটায়।
    12. নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করে। যেমন- সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, ওয়েব ডেভলপার ইত্যাদি।
    13. চাকুরি প্রার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারে।
    14. তথ্য প্রযুক্তি নির্ভর ই-গভর্নেস চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সহায়তা পাওয়া যায়। ফলে দুর্নীতি কমে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ লাভবান হয়ে থাকে।
    15. উন্নত গ্রাহক সেবা প্রদান করা যায়। যেমন- কল স্টোরের মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেয়া যায়। 
    16. তথ্য প্রযুক্তি ব্যবহারের কারনে প্রতিষ্ঠানে বসেই মানি ট্রান্সজেকশন করা যায়, বিল প্রদান করা যায়।
    17.  • ভিডিও কনফারেন্সির মাধ্যমে প্রতিষ্ঠানের দূরবর্তী স্থানের নির্বাহীদের সাথে মিটিং করা যায়। ফলে সময় ও অর্থ বেঁচে যায়।
    18. • প্রতিষ্ঠানের প্রোডাক্টের চাহিদা বুঝা যায় এবং দ্রুত সরবরাহের ব্যবহার করা যায়।

     ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (Electronic Fund Transfer):

     ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরের পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়। এ প্রক্রিয়ায় ইলেক্ট্রনিক উপায়ে ব্যাংকের বিভিন্ন শাখার হিসাবের মধ্যে প্রকৃত অর্থের লেন-দেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণের সমন্বয় সাধন ও আধুনিকরণ করা হয়। লেনদেন কার্যে সুবিধা ও নিরাপত্তার নিমিতে ব্যাংকে অটোমেটিক টেলার মেশিন (ATM) ব্যবহার করা হয়। গ্রাহক ব্যাংকের লেন-দেনের জন্য চুম্বকালির রেখা বিশিষ্ট ব্যাংক কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে থাকেন। এটিএম কার্ড উক্ত মেশিনে ঢুকিয়ে এর ছোট শ্রী-প্যাডের মাধ্যমে পাসওয়ার্ড ও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অর্থ জমা বা উত্তোলন করা হয়। ব্যবহারকারীর সুবিধার্থে এতে ক্ষুদ্রাকার মনিটর ও প্রিন্টার ব্যবহার করা হয়। এ ব্যবস্থার ফলে কোনো ব্যক্তি, এমনকি নিরাপত্তা ঝুঁকি ছাড়াই দিন রাতে যেকোনো সময় অর্থ স্থানান্তর বা লেন-দেন কার্য সম্পাদন করতে পারে। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যাংকের বিভিন্ন শাখার অটোমেটিক টেলার মেশিনগুলোকে যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের কেন্দ্রিয় কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। ফলে ব্যাংকের ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা হয়। বর্তমানে বাংলাদেশেও অটোমেটিক ট্রেলার মেশিনের সাহায্যে ব্যাংকে সার্বক্ষণিকভাবে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।

    ই-কমার্স: 

    ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ করাই হচ্ছে ই-কমার্স। এটি একটি আধুনিক ব্যবসায়িক পদ্ধতি যেখানে পণ্যের কেনা-বেচা অনলাইন পদ্ধতিতে হয়ে থাকে। ই-কমার্স সাইটে বিভিন্ন পণ্যের বর্ণনা ও দাম দেয়া থাকে। গ্রাহকগণ উক্ত সাইটে প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র (Purchase Order) প্রদান করে থাকে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অর্থ প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর বিক্রেতা চাহিদাপত্র অনুযায়ী পণ্য-সামগ্রী ক্রেতার নিকট পৌঁছানোর জন্য নিজস্ব ব্যবস্থাপনা বা অন্য কোনো পরিবহন সংস্থার শরণাপন্ন হয় এবং নির্দিষ্ট সময়ে মালামাল পৌঁছে দেয়। ই-কমার্স করা যায় এ ধরনের অভি পরিচিত কিছু ওয়েবসাইট হলো www.bikroy.com, www.ekhanay.com, www.olx.com.

    সংবাদমাধ্যম (News): 

    বর্তমানে সংবাদপত্র ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে একটি দেশের প্রতিটি শহর থেকে সংবাদপত্র প্রকাশ করা হচ্ছে। মোবাইল ও টেলিফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকায় ছাপানো যাচ্ছে এবং সেই সাথে টিভি ও রেডিওতে সম্প্রচার করা হচ্ছে। ইনফরমেশন ও কমিউনিকেশন ব্যবস্থা জোরালো হওয়ার কারণে টিভিতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে (ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি) অনেক সংবাদ প্রকাশ পাচ্ছে।

    বুলেটিন বোর্ড (Bulletin Board): 

    বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। বুলেটিন বোর্ডকে সচল রাখার জন্য সার্বক্ষণিকভাবে এর জন্য ব্যবহৃত সাভারকে ইন্টারনেট লাইনের সংগে সংযুক্ত রাখতে হয়। এ ব্যবস্থার সাথে অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার সংযুক্ত থাকে যা সার্বক্ষণিকভাবে তথ্য সরবরাহের জন্য প্রস্তুত থাকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বুলেটিন বোর্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। উপযুক্ত সংযোগের মাধ্যমে সেখান থেকে প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করা যায় এবং নতুন নতুন তথ্য সংযোজন করা যায়। বুলেটিন বোর্ড অনেকটা স্কুল-কলেজের নোটিশ বোর্ডের মতো। বর্তমানে বিভিন্ন ওয়েব পেজের জন্য ব্যবহৃত World Wide Web (WWW) হচ্ছে বুলেটিন বোর্ডের উদারহরণ যা পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব পেজগুলোকে সংরক্ষণ এবং প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়। বুলেটিন বোর্ড ব্যবহার করে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ করার জন্য বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়। ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকের আলাদা আলাদা পাসওয়ার্ড দেয়া থাকে এবং বুলেটিন বোর্ডে বিজ্ঞাপন দেয়ার জন্য বাৎসরিক নির্ধারিত হারে ফি প্রদান করতে হয়।

    বিনোদন ও সামাজিক যোগাযোগ (Entertainment and Social Communication):

     টেলিভিশন, সিনেমা, ক্যাসেট প্লেয়ার ইত্যাদির বিকল্প হিসেবে কম্পিউটারের ব্যবহার লক্ষ করা যায়। ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে কম্পিউটারে বিভিন্ন ধরনের খেলাধুলা উপভোগ করতে পারে। সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইট যথা- ফেসবুক, মাইস্পেস, ইউটিউব, অরকুট ইত্যাদি ব্যবহার করতে পারে। এসব সাইটের মাধ্যমে বন্ধুত্ব তৈরির পাশাপাশি ছবি, ভিডিও ইত্যাদি আপলোড-ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আজকাল ইন্টারনেটে টিভি ও রেডিও চালু হওয়ায় স্ট্রিমিং অডিও-ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর-দূরান্তে বসেও টিভি ছাড়াই কম্পিউটারে টিভি দেখা যায়। মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে চ্যাটিং করে সরাসরি নিজের আবেগ, অনুভূতি বিনিময় করা যায়। অনেক সময় ইন্টারনেট থেকে নিজের পছন্দমতো সিনেমা ডাউনলোড করে দেখা যায়। স্কাইপির মাধ্যমে সহজেই কম্পিউটারের মাধ্যমে দূর-দূরান্তে অবস্থিত ঘনিষ্ঠ স্বজনদের সাথে ভিডিওসহ যোগাযোগ করতে পারছে।

    চিত্র; বিনোদনে কম্পিউটার

    সাংস্কৃতিক বিনিময় (Cultural Exchange):

     তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। সারা বিশ্বের টিভি অনুষ্ঠান আজ ঘরে বসেই দেখা যায়। বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে সে দেশের সংস্কৃতি সম্পর্কে সহজেই ধারণা করা সম্ভব হয়। ইন্টারনেটের মাধ্যমেও আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক বিনিময় করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা প্রাচীন মিসরীয়, ব্যাবিলনীয় সভ্যতা থেকে শুরু করে গ্রিক, রোমান, ভারতীয়, চৈনিক,  কিংবা আমেরিকার মায়া সভ্যতা সম্পর্কে জানতে পারছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দ্রুত এক দেশের সংস্কৃতি অন্য দেশে অনুকরণ করছে। সাংস্কৃতিক বিনিময়ে ইলেকট্রনিক প্রকাশনার মাধ্যম হিসেবে অডিও-ভিডিও, সিডি, টিউটোরিয়াল, ওয়েবসাইট ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। বই, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র বিনির্মাণ করছে আধুনিককালের সংস্কৃতি সাংস্কৃতিক বিশ্বায়নের উৎসে রয়েছে ভোগ্যপণ্য, সংস্কৃতিশিল্প এবং গণমাধ্যমের সাম্রাজ্য। স্টুয়ার্ট হল তার Globalization and Ethnicity’ বইয়ে উল্লেখ করেছেন, আধুনিক প্রযুক্তির ভিত্তিতে গড়ে ওঠা গণসংস্কৃতি ভাষাগত ব্যবধানকে অতিক্রম করে একটি সাধারণ বাচন তৈরি করতে সমর্থ হয়েছে। এখন সংস্কৃতিশিল্প এবং গণমাধ্যমে যে ইমেজ তৈরি করা যায় তা সহজে এবং তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

    সাংস্কৃতিক বিশ্বায়নের সাথে দুটি প্রক্রিয়া যুক্ত 

    এক, বিশ্বগণমাধ্যম কেন্দ্রিভূত হয়েছে অল্প কিছু ব্যক্তি এবং সংস্থার নিয়ন্ত্রণে। বিশ্বের সাংস্কৃতিক মানদণ্ড অর্থাৎ সারা বিশ্বের মানুষ রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে কী শুনবে এবং কী দেখবে তা নির্ধারণ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। দুই, এই বিশাল সংস্থাগুলোর সামনে দর্শক ও শ্রোতা শক্তিহীন ও নির্বাক। ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় শিল্পতত্ত্ব অভিন্ন স্বার্থে গণমাধ্যমকে বেছে নিয়েছিল তাদের হাতিয়ার হিসেবে। একে গণমাধ্যম বিশেষজ্ঞ হাবার্ট শিলার ‘গণমাধ্যমে সাম্রাজ্যবাদ হিসেবে বর্ণনা করেছিল। উত্তর-ঔপনিবেশিক যুগে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটে সাংস্কৃতিক অঙ্গনে। গণমাধ্যম হয়ে পড়ে সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের পাশাপাশি লাতিন আমেরিকা বা ভারতের মত কোথাও কোথাও স্থানীয় সংস্কৃতি শক্তিশালী হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ মনে করছেন স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে একক সাধারণ বিশ্বসংস্কৃতি গড়ে উঠার সম্ভাবনা কম।

    তো আজ এই পর্যন্তই শেষ করছি, এইটা দ্বিতীয় পর্ব ছিলো। আশা করছি এই পোস্টের খুব শীঘ্রই তৃতীয় অর্থাৎ শেষ পর্ব নিয়ে আসবো।

    উপরের আমার এই পোস্টটি লিখতে অনেক নথির এবং ওয়েসাইটের সাহায্য নিতে হয়েছে। যাদের কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। 

    সহায়ক,

    মোঃ কামরুল হাসান।

    1. HSC ict book

    2. Wikipedia.com

    3. hpe.com

    4. history-computer.com

    5. civilian 

    তো আজ এই পর্যন্তই। আপনাদের জন্যই আমরা নিয়মিত নিত্যনতুন পোস্ট নিয়ে হাঁজির হই।

    তাই উক্ত পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এবং যেকোনো মন্তব্য বা পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

    ধন্যবাদ

    The post বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণা। ব্যবসা – বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম এবং তথ্য প্রযুক্তির ব্যবহার। [পর্বঃ ৩] appeared first on Trickbd.com.

    [HoT] বিকাশ থেকে বাংলালিংক নাম্বারে রিচার্জ করলেই পেয়ে যাবেন 100 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক!

    Posted:

    বাংলালিংক নাম্বারে রিচার্জ বিকাশ করলেই পাবেন ননস্টপ ক্যাশব্যাক।নিজের বা প্রিয়জনের বাংলালিংক প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে!

    আরো পড়ুন দেখে নিন বাংলালিংক এর দুর্দান্ত কয়েকটি ইন্টারনেট প্যাকেজ ২০২২!!

    • ৭৪ টাকা রিচার্জে ১২০ মিনিট, সাথে ৪ টাকা ক্যাশব্যাক; মেয়াদ ৭ দিন
    • ১৪৯ টাকা রিচার্জে ২০ জিবি, সাথে ১৫ টাকা ক্যাশব্যাক; মেয়াদ ৭ দিন
    • ৬৯৮ টাকা রিচার্জে ১১০০ মিনিট + ৫০ জিবি, সাথে ১০০ টাকা ক্যাশব্যাক; মেয়াদ ৩০ দিন

    অফার চলবে ১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত।

    রিচার্জ করুন এখনই!

    Bd Top Tech সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) আর্টিকেল দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

    ভিসিট করুনঃ BD Top Tech.com

    আরো পড়ুন জেনে নিন ফেসবুকের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে!!

    আল্লাহ হাফেজ!!

    The post [HoT] বিকাশ থেকে বাংলালিংক নাম্বারে রিচার্জ করলেই পেয়ে যাবেন 100 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক! appeared first on Trickbd.com.

    [ব্যবসা-18] Samsung Galaxy S7 Edge সম্পূর্ণ স্পেসিফিকেশন

    Posted:

    আজ আমি Samsung Galaxy S7 edge   মোবাইল ফোন পর্যালোচনা করবো । কোরিয়ান ব্র্যান্ড স্যামসাংয়ের একটি স্মার্টফোন দিয়ে রিভিউ করা হবে। 

     

    হাইলাইট-01:

    • পিছনের ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। উচ্চতা, প্রস্থ, ওজন সবই গড় মানের। পারফরম্যান্স ভালো মানের দেওয়া হয়েছে।
    • সবচেয়ে বড় কথা ডিসপ্লেটি অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। ডিসপ্লের ডিজাইনই মানুষের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। 
    • স্মার্টফোনটি 21 ফেব্রুয়ারী, 2016 এ লঞ্চ করা হয়েছিল। বাজারে আসার পর থেকে এটি জনপ্রিয়তা বেড়েছে ।

     

     আজ আমি আপনাদের Samsung Galaxy S7 edge এর পর্যালোচনায় সমস্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। চলুন আর কিছু না বলে পর্যালোচনা শুরু করা যাক।

     

    Samsung Galaxy S7 edge: 

     

    হাইলাইট-02:

     

    1. শুরুতেই ফোনের ডিজাইন নিয়ে আলোচনা করব। ডিজাইন খুব ভালো করা হয়েছে। ডিসপ্লে, বিশেষ করে, ব্যতিক্রমীভাবে ডিজাইন করা হয়েছে। ডিসপ্লে ডিজাইন সব গ্রাহকের মন জয় করতে সক্ষম হয়েছে । 

     

    1. এই ফোনটি কয়েকটি কালারে তৈরি; কালার গুলির মধ্যে একটি হল কালো, সাদা, সিলভার ইত্যাদি। স্মার্টফোনের পিছনে একটি বাস্তব ক্যামেরা রয়েছে এবং এতে একটি LED ফ্ল্যাশ রয়েছে। ক্যামেরার নিচে রয়েছে স্যামসাং কোম্পানির লোগো। ডিসপ্লের শীর্ষে রয়েছে ফ্রন্ট ক্যামেরা টকিং স্পিকার এবং ফ্ল্যাশ।

     

    1. ফোনটির উচ্চতা 150.9 মিমি হিসাবে দেওয়া হয়েছে। প্রস্থটি 72.6 মিলিমিটার হিসাবে দেওয়া হয়েছে এবং প্রদত্ত বেধটি 7.7 মিলিমিটার। ওজন 157 গ্রাম দেওয়া হয়। ওজন এবং উচ্চতায় সঠিক। ওজন এবং উচ্চতার জন্য ব্যবহারের জন্য পরতে কোন সমস্যা নেই। 

     

    1. ডানদিকে একমাত্র পাওয়ার বোতাম এবং বাম দিকে ভলিউম বোতাম রয়েছে। পাওয়ার বাটন ও ভলিউম বাটন ব্যবহারে কোনো অসুবিধা হবে না। নীচে অডিও স্পিকার চার্জিং পোর্ট এবং ইয়ারফোন পোর্ট রয়েছে। উপরের দিকে, মাইক্রোএসডি কার্ড স্লট ।

    Samsung Galaxy S7 edge: 

    Body

    Material
    Glass (Front + Back), Aluminum Frame
    Waterproof
    ✅ Yes, IP 68
    Dimensions
    (5.94 x 2.86 x 0.30) Inches
    Weight
    157 grams
    Colors
    Black, White, Gold, Silver, Pink Gold, Black Pearl, Coral Blue

    Display:-

    • Samsung Galaxy S7 edge এর ডিসপ্লে 5.5 ইঞ্চি সুপার AMOLED টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে । ডিসপ্লে রেজোলিউশন 1440 x 2560  দেওয়া আছে । ডিসপ্লে রেজোলিউশন এক কথায় অসাধারণ।
    • আমার দেখা সবচেয়ে ভালো রেজুলেশন এই ধরনের বাজেট মোবাইলে দেওয়া হয়েছে। ডিসপ্লে সব মানের ছবি সমর্থন করবে এবং দেখতে সুন্দর হবে। ভিডিওগুলো সুপার এইচডি কোয়ালিটিতে দেখা যাবে। 
    • পিপিআই দেওয়া হয়েছে 534। এমন আকর্ষণীয় ডিসপ্লের মান তার থেকে অনেক ভালো। ডিসপ্লে 16 মিলিয়ন রঙ সমর্থন করবে। সুরক্ষা হিসেবে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ফোর। সুরক্ষা হিসাবে জলরোধীও রয়েছে, যা জলের কোনও ক্ষতি করবে না।
    • আপনি এটি খুব মসৃণভাবে ব্যবহার করতে পারেন—গেম খেলার জন্য একটি ভালো মানের সুপার AMOLED ডিসপ্লে। অনেকেই এই ফোনের ডিসপ্লের মানের প্রতি আকৃষ্ট হবেন।

    Camera:

    • Back camera- স্যামসাং এই মোবাইলে পিছনের ক্যামেরায় 12 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। পেছনের ক্যামেরার পারফরম্যান্স আমার কাছে সঠিক মনে হয়েছে।
    • দিনের আলোতে ছবিটি যেমন অনেক বেশি সুন্দর হয়, তেমনি রাতের আলো বা অন্ধকারেও সুন্দর হয়।  কম আলোতে পরিস্কার ছবি তুলতে LED ফ্ল্যাশ সাহায্য করে। 
    • ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কোনো শার্প লক্ষ্য করা যায়নি। ক্যামেরা দিয়ে এইচডি মানের ভিডিও করা যায় । ক্যামেরার সাথে ভিডিওর মানও খুব একটা খারাপ নয়। সব মিলিয়ে পেছনের ক্যামেরা ভালো পারফর্ম করেছে।
    • Fornt camera-ফোনটির সামনেরক্যামেরা 5 মেগাপিক্সেল । সামনের ক্যামেরা দিয়ে মাঝারি মানের ছবি তোলা যায় । ছবি এত ভালো মনে হয়নি আমার । দিনের পাশাপাশি রাতেও ছবি তোলা যায় । ছবিতে পর্যাপ্ত পরিমাণে শার্প দেখা গেছে ।
    • এমন বাজেটের মোবাইলে গ্রাহকরা কখনোই এমন ফ্রন্ট ক্যামেরা আশা করবে না হয়তো । এই বাজেটের মধ্যে গ্রাহকরা একটু ভালো মানের ক্যামেরা আশা করবেই । অনেকেই হয়তো ক্যামেরার পারফরম্যান্সের জন্য, এই ফোনটি কিনতে লজ্জা পাবেন । লজ্জা পাবার দরকার নেই কিনতে পারেন পছন্দ হলে ৷

     

    Battery:-

    • Samsung Galaxy S7 edge একটি 3600 mAh মাঝারি আকারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারির সাথে একটি চার্জার আছে । চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে সময় লাগবে 120 মিনিট থেকে 130 মিনিট । একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এক থেকে দেড় দিন অনায়াসে ব্যবহার করা যায়।
    • ব্যাটারি মাঝারি মানের কিন্তু অনেক ভালো পারফরম্যান্স দেয়। আপনি যদি কথা বলেন, আপনি 74 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। সব মিলিয়ে ভালো পারফরম্যান্স থাকবে। যা বাজেট সঙ্গে ঠিক আছে.
    • Capacity
      Li-Ion 3600 mAh
      Type
      Non-removable
      Fast Charge
      ✅ 15W (Quick Charge 2.0)
      Wireless Charge
      ✅ Qi/PMA wireless charging

    Performance and software:-

    • ফোনটির পারফরম্যান্স মাঝারি মানের। স্মার্টফোনে 4 জিবি র‍্যাম ব্যবহার করা হলেও সন্তোষজনক মানের বা উচ্চমানের গেম ভালোভাবে খেলা যায় না। উচ্চ মানের গেম খেলতে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তবে মাঝারি মানের গেম সুন্দরভাবে খেলা যায়। 
    • Samsung Galaxy S7 প্রান্তে একটি চিপসেট রয়েছে Qualcomm MSM8996 Snapdragon 820 (14 nm)- G9350, Exynos 8890 Octa (14 nm)- G935FD, G935F, G935W8৷ OS সংস্করণে Android 6.0 (Marshmallow), Android 8.0 (Oreo), TouchWiz UI-তে আপগ্রেডযোগ্য। 
    • GPU সংস্করণে Adreno 530 – G9350, Mali-T880 MP12 – G935FD, G935F, G935W8 দেওয়া হয়েছে। প্রসেসর 2.15 GHz ব্যবহৃত হয়েছে।
    • GPU Adreno 530 ডিভাইসটি দিয়ে সবকিছু ভালোভাবে ব্রাউজ করা যায় । মোবাইলে একসাথে অনেক অ্যাপ ইন্সটল করতে পারবেন। সব মিলিয়ে মোবাইলটির পারফরমেন্স সন্তোষজনক ।
    • Operating System
      Android 6.0 (Marshmallow), upgradable to Android 8.0 (Oreo), TouchWiz UI
      Chipset
      Exynos 8 Octa 8890
      Processor
      Octa-core, up to 2.3 GHz
      Graphics
      Mali-T880 MP12

    Memory:-

    • এই ফোনে 4GB RAM ব্যবহার করা হয়েছে। আর মোবাইলে 64GB রম ব্যবহার করা হয়। মোবাইলটিতে একটি মেমোরি কার্ড এবং দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে। মেমরি কার্ড 512 GB পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
    • Ram
      4 GB
      Rom
      32 / 64 / 128 GB
      Micro SD
      Up To 256 GB (Sim 2 slot)

    Security:

    নিরাপত্তার জন্য রয়েছে সিকিউরিটি লক। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম নেই  ।

     

    বক্সের সাথে যা যা পাবেন:-

    আপনি বাক্সের সাথে একটি চার্জার এবং ইয়ারফোন পাবেন। একটি মোবাইল ফোনের জন্য একটি ওয়ারেন্টি কার্ডও রয়েছে। ফোনের সাথে, আপনি আরও একটি গরিলা গ্লাস পাবেন। 

     

    শেষ কথাঃ

    Samsung Galaxy S7 edge এ রয়েছে 3G এবং 4G সুবিধা। কোন ফেস আনলক সিস্টেম নেই এবং কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এছাড়াও রয়েছে এস-ভয়েস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কমান্ড এবং ডিক্টেশন।

    Tankyou All ♦ Trickbd Visitor

    The post [ব্যবসা-18] Samsung Galaxy S7 Edge সম্পূর্ণ স্পেসিফিকেশন appeared first on Trickbd.com.

    [ব্যবসা-19] Huawei Y5 2019 Full Specifications review

    Posted:

    Y5 2019

    বাংলাদেশে সর্বশেষ Huawei Y5 2019 এর দাম 9,990 টাকা। এতে রয়েছে 2 GB Ram, 16/32 GB Rom, 3020 mAh ব্যাটারি, 13 MP ব্যাক, এবং 5 MP ফ্রন্ট ক্যামেরা।

    Price in Bangladesh

    ৳9,490

    Huawei Y5 2019 Full Specifications

    General

    Brand
    Huawei
    Model
    Y5 2019
    Launch Date
    2019, April

    Network

    Network
    2G, 3G, 4G
    Sim
    Dual Sim (Nano-Sim)

    Body

    Material
    Front Glass, (Back + Frame) Plastic
    Waterproof
    ❎ No
    Dimension
    5.79 x 2.79 x 0.33 inches
    Weight
    146 grams
    Colors
    Midnight Black, Modern Black, Sapphire Blue, Amber Brown

    Display

    Type
    IPS LCD capacitive touchscreen
    Size
    5.71 inches
    Resolution 720 x 1520 pixels (295 ppi)
    Screen ratio
    ~78.1%
    Protection

    Back Camera

    Resolution
    13 Megapixels
    Features
    LED flash, HDR, panorama
    Video
    1080p@30fps

    Front Camera

    Resolution
    5 Megapixels
    Features
    f/2.2

    Battery

    Capacity
    Li-Ion 3020 mAh
    Type
    Non-removable

    Memory / Storage

    Ram
    2 GB
    Rom
    16 / 32 GB
    Micro SD
    Up to 512 GB (dedicated slot)

    Performance

    Operating System
    Android 9.0 (Pie), EMUI 9.1
    Chipset
    Mediatek MT6761 Helio A22 (12 nm)
    Processor
    Quad-core 2.0 GHz Cortex-A53
    Graphics
    PowerVR GE8320

    Security

    Fingerprint
    ❎ No
    Face Unlock
    ✅ Yes

     

    Thankyou For TrickBD


    Lover💝

    The post [ব্যবসা-19] Huawei Y5 2019 Full Specifications review appeared first on Trickbd.com.

    একাদশ শ্রেনীর ২য় পর্যায়ের আবেদন এর ফলাফল বের হয়েছে বিস্তারিত পোস্ট এ

    Posted:

    একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয়ধাপের ফল প্রকা হয়েছে (বৃহস্পতিবার রাতে) আপনি ২য় পর্যায়ের আবেদন এ কোন কলেজ এ চাঞ্জ পেলেন তা জানতে এখানে ক্লিক করুন.!

    যারা দ্বিতীয় পর্যায়ে যে কলেজে নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচিত কলেজ এ ভর্তি হতে চান না তা হলে আপনি নিশ্চায়ন বা রেজিষ্ট্রেশন ফি জমা দিবেন না তা হলে আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনি আবার নতুন করে ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে।

    আর আপনি নিশ্চায়ন বা রেজিষ্ট্রেশন ফি জমা দিলে দ্বিতীয় পর্যায়ে যে কলেজে নির্বাচিত হয়েছেন সে কলেজে ভর্তির জন্য মনোনয়ন হবেন এবং ২য় পর্যায়ে আবেদন আর করতে পারবেন না.!

    দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। ভর্তির প্রাথমিক নিশ্চায়ন না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে.!

    যারা মাইগ্রেশন করেছেন সে সকল শিক্ষার্থীদের কে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

    যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে ভর্তির জন্য মনোনয়ন হননি সে সকল শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের তৃতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হবে।

    ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

     

    ধন্যবাদ

    The post একাদশ শ্রেনীর ২য় পর্যায়ের আবেদন এর ফলাফল বের হয়েছে বিস্তারিত পোস্ট এ appeared first on Trickbd.com.

    আপনার Blogger, WordPress সাইটে এড করে নিন সুন্দর Demo এবং Download বাটন

    Posted:

    বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনার সাইটে ডাউনলোড এবং ডেমো বাটন এড করবেন। বাটনগুলো দেখতে খুব সুন্দর এবং সহজেই আপনার সাইটে সেট করে নিতে পারবেন। তাছাড়া বাটন দুটিতে আছে Hover Effect, যখন বাটনের উপর কার্সর নিবেন বা ক্লিক করবেন তখন সুন্দর এনিমেশন শো করবে।

    আপনার সাইটে যদি কোনকিছু ডাউনলোড বা ডেমো দেখানোর প্রয়োজন পরে তাহলে নিশ্চয় ডেমো এবং ডাউনলোড বাটন থাকা খুব জরুরি। তাই আজকে আমি এই পোস্ট টা তৈরি করেছি। বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভাবে ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের জন্য টিউটোরিয়াল দেখাবো, তাই আপনারা খুব সহজেই বাটন গুলো এড করে নিতে পারবেন।

    Demo & Download Button HTML, CSS Code For Blogger and WordPress:

    বন্ধুরা বাটন দুটিতে সিম্পল HTML এবং Css ব্যবহার করা হয়েছে। তাই যাদের কোডিং সম্পর্কে তেমন জ্ঞান নেই তারাও খুব সহজে এডিট বা কাস্টোমাইজ করে নিতে পারবেন। বাটনগুলো আপনার সাইটে এড করার জন্য নিচের টিউটোরিয়াল গুলো ফলো করুন। প্রথমে আমরা Blogger এর জন্য টিউটোরিয়াল দেখাবো এরপর দেখাবো WordPress এর জন্য।

    আরো পড়ুনঃ কিভাবে ব্লগার সাইটে কোড বক্স এড করবেন

    Demo & Download Button For Blogger:

    বন্ধুরা নিচের টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। কোন স্টেপ মিস করবেন না তাহলে বাটন ঠিকমত কাজ করবে না।

    Step1: Blogger Template এ Css Code এড করুনঃ
    বন্ধুরা বাটনগুলো কাজ করার জন্য ও সুন্দর দেখানের জন্য প্রথমে আমরা Css Style Code এড করে নেবো।

    1. প্রথমে Blogger Blog এ লগিন করেন নিন, এরপর >> Theme >> Edit HTML >> এখানে যান।
    2. এরপর আপনার কম্পিউটার কিবোর্ডে CTRL+F প্রেস করুন। একটা সার্চ বক্স ওপেন হবে। সার্চ বক্সে এটা লিখে সার্চ করুন। এবার নিচের Css কোডটা এই ট্যাগের আগে বিসিয়ে Save করুন।

      নোটঃ এখানে কোড ঠিকভাবে শো করেনা। তাই এখান থেকে কোড কপি করুন।

    বন্ধুরা আমাদের Css এড করার কাজ শেষ। এবার আমাদের Blogger পোস্ট বা সাইটের অন্য কোথাও Download ও Demo বাটন শো করার জন্য একটা HTML Code ব্যবহার করতে হবে।

    Step2: কিভাবে Blogger সাইটের পোস্ট বা অন্য যেকোন জায়গায় Download ও Demo বাটন শো করবেনঃ

    আপনার সাইটে যেখানে বা যে পোস্টে বাটন দেখাতে চান সেখানে নিচের HTML কোডটা ব্যবহার করুন।

    নোটঃ ### কেটে আপনার Download এবং Demo লিংক বসাবেন।
    নোটঃ এখানে কোড ঠিকভাবে শো করেনা। তাই এখান থেকে কোড কপি করুন।

    Demo & Download Button For WordPress:

    WordPress সাইটে Demo এবং Download বাটন এড করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
    Step1: WordPress সাইটে Css Style Code এড করুনঃ

    1. প্রথমে আমাদের Blogger এর মতই WordPress সাইটেও Css এড করে নিতে হবে। এরজন্য প্রথমে Insert Headers & Footers এই প্লাগিনটা ইনষ্টল করে, একটিভ করে নিন।
    2. এবার Settings >> Insert Headers and Footers. এখানে যান।
    3. এরপর Insert Header & Footers প্লাগিন এর Footer সেকশনে নিচের Css Code টা পেস্ট করে Save করুন।


      নোটঃ Css কোডটা স্টাইল ট্যাগের ভিতর বসাবেন।
      নোটঃ এখানে কোড ঠিকভাবে শো করেনা। তাই এখান থেকে কোড কপি করুন।

    আমাদের WordPress সাইটে Css কোড বসানোর কাজ শেষ। এবার আমাদের Blogger এর মতই এখানেও HTML কেডটা ব্যবহার করে বাটন শো করাতে হবে।

    Step2: কিভাবে WordPress সাইটের পোস্ট বা অন্য যেকোন জায়গায় Download ও Demo বাটন শো করবেনঃ

    আপনার সাইটে যেখানে বা যে পোস্টে বাটন দেখাতে চান সেখানে নিচের HTML কোডটা ব্যবহার করুন।

    নোটঃ ### কেটে আপনার Download এবং Demo লিংক বসাবেন।
    নোটঃ এখানে কোড ঠিকভাবে শো করেনা। তাই এখান থেকে কোড কপি করুন।

    অভিনন্দন। আমরা সফলভাবে আমাদের সাইট Demo এবং Download বাটন এড করলাম। এবার থেকে আপনার সাইটে কোনকিছু ডাউনলোড বা ডেমো দেখানোর প্রয়োজন হলে HTML কোডটা ব্যবহার করে বাটন শো করাতে পারবেন।
    তাই HTML কোডটা আপনার Notepad বা অন্য কোথায় সেভ করে রাখতে পারেন।

    বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। কোনকিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।

    এরকম আরো পোস্ট পেতে আমাদের সাইটে আসতে পারনে।

  • TrickAlways.Com
  • The post আপনার Blogger, WordPress সাইটে এড করে নিন সুন্দর Demo এবং Download বাটন appeared first on Trickbd.com.

    ডাউনলোড করে নিন boosmp3 ওয়াপকিজ টেমপ্লেট

    Posted:

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

    অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.Bossmp3 .wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

    আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.Boosmp3. wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

    Live demo

    ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।


    Easy Way Make
    Money From Online 2022
    Link


    থিম রিভিউ :-

    থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । আপনারা প্রয়োজনে এডিট করতে পারবেন । থিমটিতে অসাধারণ Black & red style CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম হতে পারে । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে । থিম সাইয মাত্র 42 কেবি (প্রায়) ।

    থিম ডাউনলোড :-

    সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

    পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করবেন ।


    আমি পরবতীতে আরও ভালো ভালো ডাউনলোড সাইটের থিম দেওয়ার চেষ্টা করব ।

    The post ডাউনলোড করে নিন boosmp3 ওয়াপকিজ টেমপ্লেট appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments