হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী |
- হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী
- Bkash থেকে Gp সিমে মোবাইল রিচার্জ করে জিতে নিন বাইক-টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার!
- ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে
- Fletro Amp 6.0 Premium Free Download
- Latest Inshot Pro Mod Apk 1.800.1346
- Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক।
- [mega post] আপনার windows 10 এ Adaptive Brightness ঠিকমতো কাজ করছে না অথবা বন্ধ হয়ে গেছে? নিয়ে নিন সমাধান।
- MSD Responsive premium blogger template free download
- খুব সহজেই অ্যাপ বানিয়ে, মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন ঝামেলা ছাড়াই A to Z with Proved
- ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা
হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । ইসলামে ৪জন খলিফা রয়েছেন । তার মধ্যে একজন হযরত উসমান (রা) । তিনি ৫৭৬ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন । ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ভদ্র ছিলেন । মহানবি হযরত মুহাম্মদ (স) তাঁর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে এজনের মৃত্যুর পর আরেকজনকে তাঁর সাথে বিবাহ দেন । এ কারণে তাঁকে যুননুরাইন বা দুই জ্যাতির অধিকারী বলা হয় । তিনি ৩৪ বছর বয়সে ইসলাম ধম গ্রহণ করেন । ইসলাম গ্রহণ করার পর তাঁর চাচা হাকাম তাকে নানারকম নিযাতন করে । এই নিযাতন সহ্য না করতে পেয়ে তিনি ও তাঁর সহধমিণী আবিসিনিয়ায় হিজরত করেন । হযরত উসমান (রা) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী । ব্যাবসা করে তার এসব ধন-সম্পদ অজন করেন । যার কারণে তাঁকে গণি বলা হতো । তাঁর এসব সম্পদ তিনি মানবতার সেবায় ব্যায় করেন । এরকম কিছু ঘটনা নিচে উল্লেখ করা হলো :- মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য আঠারো হাজার স্বণমুদ্রা ব্যায় করে একটি কুপ ক্রয় করে তা সবাইকে উন্মুক্ত করে দেন । মসজিদে নববিতে মুসল্লিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে । যা মসজিদের জায়গার তুলনায় অনেক বেশি । তাই ব্যাক্তিগত খরচে তিনি মসজিদটি সম্প্রসারণ করেন । মদিনায় দুভিক্ষ দেখা দিলে নিজ খরচে তিনি মদিনাবাসীদের জন্য ত্রাণ বিতরণ করতেন । তাবুক যুদ্ধের ত্রিশ হাজার সৈন্যের তিন ভাগের এক ভাগ অথাৎ দশ হাজার সৈন্যের ব্যায়ভার তিনি গ্রহণ করেন । রোমান বাহিনীর বিরুদ্ধে এক যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই ১হাজার উট দান করেন । এছাড়া মহানবি (স) এর দরবারে সাতটি ঘোড়া ও একহাজার দিনার দান করেন । একসময় আরবে পবিত্র কুরআন তিলাওয়াত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় । তাই পবিত্র কুরআন সংকলন করতে হযরত হাফসা (রা) এর কাছ থেকে সংরক্ষিত কুরআনের মুল কপি সংগ্রহ করেন । হিজরি ৩০ মোতাবেক ৬৫১ খ্রিষ্টাব্দে এই কপির আরও ৭টি কপি তৈরি করেন । তারপর তা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেন । ফলে সারা বিশ্ব একটি রীতিতে কুরআন তিলাওয়াত করতে পারছে । এজন্য তাঁকে জামিউল কুরআন বা কুরআন সংকলক বলা হয় । তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।The post হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী appeared first on Trickbd.com. |
Bkash থেকে Gp সিমে মোবাইল রিচার্জ করে জিতে নিন বাইক-টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার! Posted: বিকাশ এর সকল গ্রাহকরা যে কোনো জিপি (প্রিপেইড/পোষ্টপেইড/স্কিটো) সিমে যে কোনো পরিমাণ এর রিচার্জ করে নিয়ে নিন আকর্ষণীয় সব পুরস্কার ও ক্যাশব্যাক! শুধু মাত্র যে কোনো Gp সিমে যে কোনো পরিমাণ এর সর্বোচ্চ রিচার্জ করে প্রতিদিন ৫ জন পাবে আকর্ষণীয় পুরস্কার এবং ৫০ জন পাবে ক্যাশব্যাক.! মোবাইল রিচার্জ এর কোনো সময় নেই দিন রাত ২৪ ঘন্টা রিচার্ড করতে পারবেন এছাড়া *247# কিংবা বিকাশ অ্যাপ এর মাধ্যমে রিচার্জ করে অফারটি গ্রহণ করা যাবে এবং অফার টি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত চলবে সর্বোচ্চ ৫ জন মোবাইল রিচার্জকারী পাচ্ছেনঃ
এছাড়া সর্বোচ্চ ৫০ জন মোবাইল রিচার্জকারী পাচ্ছেনঃ
৫ জন বিজয়ী আকর্ষণীয় পুরস্কার এর জন্য বিকাশ-এর পক্ষ থেকে দারাজ ভাউচার/কুপন কোড পাবেন, যার মাধ্যমে দারাজ-এর ওয়েবসাইট থেকে নির্দিষ্ট গিফট কিনে নির্দিষ্ট পুরস্কার সংগ্রহ করতে হবে। এবং ৫০ জন বিজয়ীর ১০০০ টাকা ক্যাশব্যাক পাবে তা যে বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করছে সে বিকাশ একাউন্ট এ অ্যাড হবে.! এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশ এএ অফিসিয়াল ওয়েবসাইট এ দেখুন বা এখানে ক্লিক করুন.! যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post Bkash থেকে Gp সিমে মোবাইল রিচার্জ করে জিতে নিন বাইক-টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার! appeared first on Trickbd.com. |
ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে Posted: আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে, আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে আর্টিকেল লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে, আপনাকে অবশ্যই আইটিমেলা আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে। কিভাবে আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ এর মেম্বার হব?আপনি যদি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন। এখানে জয়েন করুন
আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি। উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না। যে কারনে আপনার লেখা প্রকাশ হবে নাঃ
মনে রাখবেন কপিরাইট সংক্রান্ত কোন প্রমান পেলে মেম্বারশীপ বাতিল করা হবে। কিভাবে আয় করবেন?আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার ২ ভাবে ইনকাম করতে পারবে। যেমন,
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
কত টাকা আয় করা যাবে?আইটিমেলা আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে। পে আউটঃ ৫০০ টাকা হলেই আপনার ড্যাসবোর্ডে অটোমেটিক পেমেন্ট অপশন পেয়ে যাবেন। The post ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে appeared first on Trickbd.com. |
Fletro Amp 6.0 Premium Free Download Posted: Feltro Pro AMP 6.0
Feltro Pro টেমপ্লেটটি মিনিমালিস্টিক ডিজাইনের মাঝে অসংখ্য সব ফিচার অফার করে।রয়েছে ডার্ক মোড।এছাড়াও SEO এর জন্যে অনেক হেল্পফুল একটি টেমপ্লেট।পাবেন লিস্ট স্টাইল / গ্রিড স্টাইল মোড একই সাথে।আরো রয়েছে পিন পোস্ট সিস্টেম।সাইড মেনু তে পাবেন dropdown মেনু সহ About , Contact , Sitemap ইত্যাদি পেজ এর জন্য অপশন। সেই Feltro Pro টেমপ্লেট এর সব ফিচারস নিয়ে ডেভেলপার আবারও Feltro Pro AMP থিম বানিয়েছেন।যেটি এক কথা অসাধারণ।আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এর ডিজাইন দেখে। যেহুতু এটি একটি amp টেমপ্লেট ,তাই এটির স্পীড Feltro Pro এর থেকে কয়েকগুণ বেশি পাবেন।তাছাড়াও এই টেমপ্লেটটির ডিজাইন কিছুটা ভিন্য Fletro প্রো এর থেকে।রয়েছে গ্রিড স্টাইল রিসেন্ট পোস্ট সিস্টেম। এই AMP টেমপ্লেটটি ইউজ করতে হলে আপনাকে আপনার করা পোস্ট গুলো সব AMP করেই করতে হবে।অন্নথায় AMP কাজ করবে না।এই টেমপ্লেটটি স্লাইডার মেনু টা দেখে মুগ্ধ হয়ে যাবেন। নিচে কিছু ফিচার তুলে ধরা হলো :
ব্লগার টিপস , টুলস , প্রিমিয়াম টেমপ্লেট , SEO টিপস পেতে ভিজিট করুন PieTune কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখবেন? ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার উপায়</a The post Fletro Amp 6.0 Premium Free Download appeared first on Trickbd.com. |
Latest Inshot Pro Mod Apk 1.800.1346 Posted: Inshot Pro Mod ApkInshot একটি ভিডিও এডিটিং সফটওয়্যার।যেটি দিয়ে আপনি সহজেই যেকোনো ভিডিও ইচ্ছে মতো এডিট করতে পারবেন।রয়েছে অসংখ্য সব ফিচার।এর UI টাও অনেক সুন্দর এবং ইউজার – ফ্রেন্ডলী। Inshot দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনার ভিডিও এডিটিং নিয়ে ধারণা না থাকলেও আপনি ভিডিও এডিট করতে পারবেন। Inshot এপসটি দিয়ে ভিডিও এর পাশাপাশি ছবি ও এডিট করতে পারেন।আরো রয়েছে কলেজ(Collage) অপশন।যেটি দিয়ে কয়েকটি ছবি একসাথে করে একটি কলেজ বানাতে পারবেন। Inshot অ্যাপটির ফিচার গুলো নিচে দেখুন :
Inshot অ্যাপটি দিয়ে আপনি ভিডিও স্পীড কন্ট্রোল করতে পারবেন, ভিডিওতে লেখা / স্টিকার অ্যাড করতে পারবেন , রয়েছে অনেক ফিল্টার যেগুলো ইউজ করে ভিডিও অনেক সুন্দর ভাবে এডিট করতে পারবেন। আরো পাবেন ভিডিও ক্রপ করার সুবিধা। নিচে Inshot ভিডিও এডিটর প্রো অ্যাপটির কিছু স্ক্রীনশট : InShot Pro Mod Apk 1.800.1346 (Full Unlocked) Download App Size – 57 mb ব্লগার টিপস , টুলস , প্রিমিয়াম টেমপ্লেট , SEO টিপস পেতে ভিজিট করুন PieTune কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখবেন? ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার উপায়। The post Latest Inshot Pro Mod Apk 1.800.1346 appeared first on Trickbd.com. |
Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক। Posted:
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux কে সিকিউরিটি করে রাখবেন। মানে আমি বলতে চাচ্ছি আমরা সবাই তো ফোনে লক করে রাখি যাতে আমার ডাটা ওর তথ্য কেউ না দেখে।কেমন হয় যদি সেই লক termux এ দেওয়া যায়। আজ আমি সেটাই দেখাবো যে termux কে কিভাবে লক করা যায় । প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো
এখন আমরা python প্যাকটি ডাউনলোড করবো।
এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করবো। git clone https://github.com/Ublimjo/Termux-login.git আমরা টুলসটি ডাউনলোড করে ls দিয়ে ইন্টার করবো ।
Ls দেওয়ার পর আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো তার জন্য আমরা
টুলসটির ভিতরে প্রবেশের পর আবার ও ls দিয়ে ইন্টার করবো। এখন আমাদের setup.sh পারমিশন দিতে হবে তাই আমরা কমান্ডার করবো।
পারমিশন ঠিক মতো হলে গ্রীন কালার হয়ে যাবে। এখন আমরা মেইন টুলসটি রান করবো।
এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার অপশনটি পেয়ে যাবো। এখানে pattern ছাড়া বাকি লক গুলো করা যায়। দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন। দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ড চাচ্ছে। আর হ্যাঁ সঠিক পাসওয়ার্ড না দেওয়ার আগ পযন্ত কোন কাজ করতে পারবেন টা। । যারা লকটি কাটতে বা ডিলিট করতে চান তারা প্রথমে, cd $HOME এ চলে যাবো । এখন আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।
এখন আমরা টুলসটি আনইন্সটল করবো।
এখন আমরা টুলসটি আনইন্সটল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ। The post Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক। appeared first on Trickbd.com. |
Posted:
Solution 2: Disable Adaptive Brightness in Registry 4. তারপর রিস্টার্ট দিন। তাহলেই হয়ে যাবে। 4. তাহলেই হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। The post [mega post] আপনার windows 10 এ Adaptive Brightness ঠিকমতো কাজ করছে না অথবা বন্ধ হয়ে গেছে? নিয়ে নিন সমাধান। appeared first on Trickbd.com. |
MSD Responsive premium blogger template free download Posted: ব্লগারে ব্লগিং করার জন্য প্রয়োজন হয় একটি সুন্দর টেমপ্লেট আর আমি আজকে এই পোস্টে নিয়ে এসেছি একটি চমৎকার ব্লগার টেমপ্লেট নিয়ে। টেমপ্লেটে রয়েছে সুন্দর ডার্ক মোড। রয়েছে সুন্দর সাইটডবার যেখানে আপনি বিভিন্ন গ্যাজেট যৃক্ত করতে পারবেন। ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড করুন। ব্লগার সহ অন্যান্য পোস্ট পেতে ভিজিট করুন TrickJanbo.xyz প্লিজ The post MSD Responsive premium blogger template free download appeared first on Trickbd.com. |
খুব সহজেই অ্যাপ বানিয়ে, মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন ঝামেলা ছাড়াই A to Z with Proved Posted: “আসসালামু আলাইকুম”আপনারা যারা Entrepreneur বা অ্যাপ নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য মূলত আজকের এই পোস্টটি। আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আমি দেখাবো Without Coding and Any skill আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের নিজস্ব অ্যাপ তৈরি করে তা থেকে আর্নিং এড বসিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। একটি অ্যাপ পরিচালনা করার প্রধান উপকরণ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এবং প্রমোশন নির্ধারণ করবে আপনি কি রকম ইনকাম করতে পারবেন। কারণ শুধু অ্যাপ বানিয়ে রেখে দিলেই হাজার হাজার ডলার এমনিতেই আসবে না। আপনার অ্যাপটি বিভিন্ন জায়গায় ইউটিউব স্পন্সর ও বিভিন্নভাবে প্রমোট করে ইউজার আনা লাগবে। (ট্রিকবিডিতে আর্নিং অ্যাপ রিলেটেড পোস্ট করা নিষিদ্ধ।) =>কোন টাইপের আর্নিং অ্যাপ সবচাইতে ভালো ইনকামের জন্য? সবচাইতে জনপ্রিয় এবং ইনকামের জন্য পারফেক্ট category ধরনের অ্যাপ পাওয়া যায়। এক ধরনের অ্যাপ টাস্ক সহ বিভিন্ন রকমের আর্নিং অ্যাপ , এবং আরেকটা টাইপ হচ্ছে CPI অফার অফার ওয়াল সার্ভে সহ অ্যাপ। টাস্ক অ্যাপ এযা হয় বিভিন্ন ধরনের টাস্ক থাকে যেমন কুইজ,স্পিন ,ভিডিও ,ম্যাথ কুইজ ইত্যাদি। এগুলাতে ভিডিও এড ও বিভিন্ন ধরনের এড থাকে। এবং ইউজারদের টাস্কের মাধ্যমে এই অ্যাপ গুলো থেকে ইম্প্রেশন হয় এবং ক্লিকের মাধ্যমে আর্নিং হয়। এছাড়াও সিপিআই অফার ওয়াল যে অ্যাপ গুলো হয় সেগুলো তে বিভিন্ন ধরনের অফার ওয়াল থাকে যেমন পুলফিস, সার্ভে অ্যাড, wanna ads etc. এই ধরনের সার্ভে অফ আরওয়াল গুলোতে ইউজারদেরকে তাস্তে হয় যে কাজগুলো কমপ্লিট করলে অ্যাপ এর মালিক প্রতিটা আজকের বিনিময় মিনিমাম জিরো পয়েন্ট 0.35 ডলার থেকে। 5$ প্রতি সার্ভেতে পেয়ে থাকেন।এবং এডমিন প্যানেলের মাধ্যমে অটোমেটিক সেট করা যায় যে প্রতিটি সার্ভেতে ইউজারদের কত টাকা করে দেবে। সুতরাং ইনকামের দিক থেকে অফার ওয়াল অ্যাপগুলোও ভালো। এখন আপনি বলতে পারেন যে অ্যাপ বানিয়ে কোন এড নেটওয়ার্ক ইউজ করে ইনকাম করা যায়। তো অনেকেই বলবেন যে এডমোব বাপ ফেসবুকের এড ভালো তবে, বর্তমানে এর ব্যবহারকারীর সকলের মধ্যে থেকে 90 শতাংশ এ পি এডমিট হয়ে যায় এর কারণ এডমোব এর নতুন পলিসি। সুতরাং এডমোব থেকে ভালো পরিমাণ আর্নিং হলেও এখান থেকে পেমেন্ট এর কোনো নিশ্চয়তা নেই। তাই ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক ads , start.io , adcolony এগুলো ইউজ করতে হবে। (আপনি যদি প্রফেশনাল উন্নত মানের আর্নিং অ্যাপ বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। Donegrab ) For making App or Any Question Find me:Store: Donegrab.com , Whats app: +8801893997433, Facebook: AJ sabbir , Telegram: t.me/ajsabbir , My Blog: Sikhenin.com Subscribe My YoutubeThe post খুব সহজেই অ্যাপ বানিয়ে, মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন ঝামেলা ছাড়াই 🤑🤑 A to Z with Proved 🔥🔥 appeared first on Trickbd.com. |
ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা Posted: আসসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আজকের বিষয় বিদ্যুত কি বিনামূল্যে পাওয়া যায়? না।এরকম কোনও বিনামূল্যের বিদ্যুত নেই যেরকম আপনি ভাবছেন,ইউটিউবে এরকম অনেক ফেক ভিডিও আছে।যেমন ২টা 5ভোল্ট মটর দিয়ে ফ্রি লাইট জালানো,সিডিতে তামা পেছিয়ে বিদ্যুত তৈরি,চম্বুক আর তামার কয়েল থেকে বিদ্যুত উৎপাদন ইত্যাদি সবই ধোকা,ভিডিও ভাইরাল বা ভিউ এর জন্য কেউ কেউ এরকম ভিডিও দিয়ে থাকে।এর পেছনে থাকে নানান কারচুপি তবে Solar Panel, Wind Terbine ,watar Jenaretor ইত্যাদি থেকে স্বল্পখরচে পরবর্তিতে বিনামূল্যে বিদ্যুত পাব,কিন্তু এটাকে কি ফ্রি এনার্জি বলা যাবে? না বলা যাবে না।এটা হলো শক্তির পরিবর্তন বা রুপান্তরণ।কিভাবে? আগে আমাদের জানতে হবে বিদ্যুত একধরণের শক্তি,আলো,তাপ,শব্দ,কম্পন,বাতাস ইত্যাদি এগুলোও শক্তি।মানুষ তার প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক শক্তিকে অন্য শক্তিতে রুপান্তর করে থাকে।যেমন তাপ শক্তি থেতে বিদ্যুত শক্তি,বায়ু শক্তি থেকে বিদ্যুত শক্তি,চাপ শক্তি থেকে বিদ্যুত শক্তি ইত্যাদি মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। আজ এখানেই সমাপ্ত।দেখা হবে অন্য কোন পোস্টে।ধন্যবাদ The post ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments