Search box..

হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী


হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


ইসলামে ৪জন খলিফা রয়েছেন । তার মধ্যে একজন হযরত উসমান (রা) । তিনি ৫৭৬ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন । ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ভদ্র ছিলেন । মহানবি হযরত মুহাম্মদ (স) তাঁর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে এজনের মৃত্যুর পর আরেকজনকে তাঁর সাথে বিবাহ দেন । এ কারণে তাঁকে যুননুরাইন বা দুই জ্যাতির অধিকারী বলা হয় ।

তিনি ৩৪ বছর বয়সে ইসলাম ধম গ্রহণ করেন । ইসলাম গ্রহণ করার পর তাঁর চাচা হাকাম তাকে নানারকম নিযাতন করে । এই নিযাতন সহ্য না করতে পেয়ে তিনি ও তাঁর সহধমিণী আবিসিনিয়ায় হিজরত করেন ।

হযরত উসমান (রা) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী । ব্যাবসা করে তার এসব ধন-সম্পদ অজন করেন । যার কারণে তাঁকে গণি বলা হতো । তাঁর এসব সম্পদ তিনি মানবতার সেবায় ব্যায় করেন । এরকম কিছু ঘটনা নিচে উল্লেখ করা হলো :-

মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য আঠারো হাজার স্বণমুদ্রা ব্যায় করে একটি কুপ ক্রয় করে তা সবাইকে উন্মুক্ত করে দেন ।

মসজিদে নববিতে মুসল্লিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে । যা মসজিদের জায়গার তুলনায় অনেক বেশি । তাই ব্যাক্তিগত খরচে তিনি মসজিদটি সম্প্রসারণ করেন ।

মদিনায় দুভিক্ষ দেখা দিলে নিজ খরচে তিনি মদিনাবাসীদের জন্য ত্রাণ বিতরণ করতেন ।

তাবুক যুদ্ধের ত্রিশ হাজার সৈন্যের তিন ভাগের এক ভাগ অথাৎ দশ হাজার সৈন্যের ব্যায়ভার তিনি গ্রহণ করেন । রোমান বাহিনীর বিরুদ্ধে এক যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই ১হাজার উট দান করেন । এছাড়া মহানবি (স) এর দরবারে সাতটি ঘোড়া ও একহাজার দিনার দান করেন ।

একসময় আরবে পবিত্র কুরআন তিলাওয়াত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় । তাই পবিত্র কুরআন সংকলন করতে হযরত হাফসা (রা) এর কাছ থেকে সংরক্ষিত কুরআনের মুল কপি সংগ্রহ করেন । হিজরি ৩০ মোতাবেক ৬৫১ খ্রিষ্টাব্দে এই কপির আরও ৭টি কপি তৈরি করেন । তারপর তা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেন । ফলে সারা বিশ্ব একটি রীতিতে কুরআন তিলাওয়াত করতে পারছে । এজন্য তাঁকে জামিউল কুরআন বা কুরআন সংকলক বলা হয় ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

The post হযরত উসমান (রা) এর সংক্ষিপ্ত জীবনী appeared first on Trickbd.com.

Bkash থেকে Gp সিমে মোবাইল রিচার্জ করে জিতে নিন বাইক-টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার!

Posted:

বিকাশ এর সকল গ্রাহকরা যে কোনো জিপি (প্রিপেইড/পোষ্টপেইড/স্কিটো) সিমে যে কোনো পরিমাণ এর রিচার্জ করে নিয়ে নিন আকর্ষণীয় সব পুরস্কার ও ক্যাশব্যাক!

শুধু মাত্র যে কোনো Gp সিমে যে কোনো পরিমাণ এর সর্বোচ্চ রিচার্জ করে প্রতিদিন ৫ জন পাবে আকর্ষণীয় পুরস্কার এবং ৫০ জন পাবে ক্যাশব্যাক.!

মোবাইল রিচার্জ এর কোনো সময় নেই দিন রাত ২৪ ঘন্টা রিচার্ড করতে পারবেন এছাড়া *247# কিংবা বিকাশ অ্যাপ এর মাধ্যমে রিচার্জ করে অফারটি গ্রহণ করা যাবে এবং অফার টি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত চলবে

সর্বোচ্চ ৫ জন মোবাইল রিচার্জকারী পাচ্ছেনঃ

  • ১০০ সিসি টিভিএস বাইক
  • ৪০ ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি
  • ১৩৮ লিটার সিঙ্গার রেফ্রিজারেটর
  • স্যামসাং গ্যালাক্সি A12 স্মার্টফোন
  • ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন

 

এছাড়া সর্বোচ্চ ৫০ জন মোবাইল রিচার্জকারী পাচ্ছেনঃ

  • ১০০০ টাকা ক্যাশব্যাক

 

  • প্রথম রিচার্জ কারি পাবেঃ ১০০ সিসি টিভিএস বাইক
  • দ্বিতীয় রিচার্জ কারি পাবেঃ ৪০ ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি
  • তৃতীয় রিচার্জ কারি পাবেঃ ১৩৮ লিটার সিঙ্গার রেফ্রিজারেটর
  • চতুর্থ রিচার্জ কারি পাবেঃ স্যামসাং গ্যালাক্সি A12 স্মার্টফোন
  • পঞ্চম রিচার্জ কারি পাবেঃ ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন

৫ জন বিজয়ী আকর্ষণীয় পুরস্কার এর জন্য বিকাশ-এর পক্ষ থেকে দারাজ ভাউচার/কুপন কোড পাবেন, যার মাধ্যমে দারাজ-এর ওয়েবসাইট থেকে নির্দিষ্ট গিফট কিনে নির্দিষ্ট পুরস্কার সংগ্রহ করতে হবে।

এবং ৫০ জন বিজয়ীর ১০০০ টাকা ক্যাশব্যাক পাবে তা যে বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করছে সে বিকাশ একাউন্ট এ অ্যাড হবে.!

এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশ এএ অফিসিয়াল ওয়েবসাইট এ দেখুন বা এখানে ক্লিক করুন.!

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Bkash থেকে Gp সিমে মোবাইল রিচার্জ করে জিতে নিন বাইক-টিভিসহ আকর্ষণীয় সব পুরস্কার! appeared first on Trickbd.com.

ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে

Posted:

আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে, আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে আর্টিকেল লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে, আপনাকে অবশ্যই আইটিমেলা আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে।

কিভাবে আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ এর মেম্বার হব?

আপনি যদি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন। এখানে জয়েন করুন

  1. আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
  2. কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকতে হবে।
  3. ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?

ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।

উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না।

যে কারনে আপনার লেখা প্রকাশ হবে নাঃ

  • অন্য কোন সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।
  • অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হবে না। তবে অন্য ভাষার কোন লেখা অনুস্বরন করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারবেন।
  • কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট ইউনিক হতে হবে।
  • আর্টিকেল এর ব্যবহার করা ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে. এবং আর্টিকেলের টপিক এর সাথে মিলে এমন ইমেজ ব্যবহার করতে হবে
  • একটির বেশি ব্যাকলিংক নিলে আপনার আর্টিকেল প্রকাশ হবেনা।

মনে রাখবেন কপিরাইট সংক্রান্ত কোন প্রমান পেলে মেম্বারশীপ বাতিল করা হবে।

কিভাবে আয় করবেন?

আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার ২ ভাবে ইনকাম করতে পারবে। যেমন,

  • আর্টিকেল লিখে আয়: প্রথমে আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে এর জন্য 10 পয়েন্ট থেকে 200 পয়েন্ট পর্যন্ত পেয়ে যাবেন। (প্রতি পয়েন্ট ১টাকা)
  • রেজিস্টেশন বোনাস পাবেন ১-১০ পয়েন্ট
  • প্রতি রেফার থেকে পাবেন ১০ পয়েন্ট

আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ

  • আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
  • আর্টিকেল কমপক্ষে 600 ওয়ার্ড এর হতে হবে।
  • একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
  • বাংলা ভাষায় লিখতে হবে।

কত টাকা আয় করা যাবে?

আইটিমেলা আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে।

পে আউটঃ ৫০০ টাকা হলেই আপনার ড্যাসবোর্ডে অটোমেটিক পেমেন্ট অপশন পেয়ে যাবেন।

The post ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে appeared first on Trickbd.com.

Fletro Amp 6.0 Premium Free Download

Posted:

Feltro Pro AMP 6.0


Feltro Pro Amp টেমপ্লেটটি Fletro Pro এর মতই।কিন্তু এটি একটি Amp টেমপ্লেট।Amp টেমপ্লেট যেমন ফাস্ট হয়ে থাকে, তেমন আপনি সাইট রেঙ্ক করতে তেমন সাহায্যও করবে।কারণ সাইটের স্পীড এর উপর SEO Performance ডিপেন্ড করে।আর Fleteo Amp টেমপ্লেট টির স্পীড অনেক ফাস্ট।

Feltro Pro টেমপ্লেটটি মিনিমালিস্টিক ডিজাইনের মাঝে অসংখ্য সব ফিচার অফার করে।রয়েছে ডার্ক মোড।এছাড়াও SEO এর জন্যে অনেক হেল্পফুল একটি টেমপ্লেট।পাবেন লিস্ট স্টাইল / গ্রিড স্টাইল মোড একই সাথে।আরো রয়েছে পিন পোস্ট সিস্টেম।সাইড মেনু তে পাবেন dropdown মেনু সহ About , Contact , Sitemap ইত্যাদি পেজ এর জন্য অপশন।

সেই Feltro Pro টেমপ্লেট এর সব ফিচারস নিয়ে ডেভেলপার আবারও Feltro Pro AMP থিম বানিয়েছেন।যেটি এক কথা অসাধারণ।আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এর ডিজাইন দেখে।

যেহুতু এটি একটি amp টেমপ্লেট ,তাই এটির স্পীড Feltro Pro এর থেকে কয়েকগুণ বেশি পাবেন।তাছাড়াও এই টেমপ্লেটটির ডিজাইন কিছুটা ভিন্য Fletro প্রো এর থেকে।রয়েছে গ্রিড স্টাইল রিসেন্ট পোস্ট সিস্টেম।

এই AMP টেমপ্লেটটি ইউজ করতে হলে আপনাকে আপনার করা পোস্ট গুলো সব AMP করেই করতে হবে।অন্নথায় AMP কাজ করবে না।এই টেমপ্লেটটি স্লাইডার মেনু টা দেখে মুগ্ধ হয়ে যাবেন।

নিচে কিছু ফিচার তুলে ধরা হলো :

  • Responsive
  • Google Testing Tool Validator
  • SEO Friendly
  • Mobile-Friendly
  • 404 page
  • Loading Speed
  • Featured Post
  • Shortcode
  • Auto Read More With Thumbnail
  • Ads Ready
  • Responsive Footer
  • Mobile Navigation Menu
  • Social Follow Button
  • Ads Ready
  • Multi Dropdown Menu
  • Search Widget
  • Life Time Updates
  • List or Grid View Switcher
  • Ui Design Social Share Button
  • Email Newsletter Widget
  • Recent Post Widget
  • Detailed Documentation
  • Responsive Menu and Layout
  • SVG Icons
  • Night Mode Toggle
  • Much.More

Slider

Pinned Post

List Style Latest Posts

Grid Style Latest Posts

Popular Posts

Side Menu

DEMO

DOWNLOAD


ব্লগার টিপস , টুলস , প্রিমিয়াম টেমপ্লেট , SEO টিপস পেতে ভিজিট করুন 👉 PieTune

কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখবেন?

ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার উপায়</a

The post Fletro Amp 6.0 Premium Free Download appeared first on Trickbd.com.

Latest Inshot Pro Mod Apk 1.800.1346

Posted:

Inshot Pro Mod Apk

Inshot একটি ভিডিও এডিটিং সফটওয়্যার।যেটি দিয়ে আপনি সহজেই যেকোনো ভিডিও ইচ্ছে মতো এডিট করতে পারবেন।রয়েছে অসংখ্য সব ফিচার।এর UI টাও অনেক সুন্দর এবং ইউজার – ফ্রেন্ডলী। Inshot দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনার ভিডিও এডিটিং নিয়ে ধারণা না থাকলেও আপনি ভিডিও এডিট করতে পারবেন।

Inshot এপসটি দিয়ে ভিডিও এর পাশাপাশি ছবি ও এডিট করতে পারেন।আরো রয়েছে কলেজ(Collage) অপশন।যেটি দিয়ে কয়েকটি ছবি একসাথে করে একটি কলেজ বানাতে পারবেন।

Inshot অ্যাপটির ফিচার গুলো নিচে দেখুন :

  • Full-features Video Edtior
  • Music, Sound effects & Recorder
  • Video Transition Effects
  • Video Filters and Video Effects
  • Text & Sticker
  • Video Speed Control
  • Video Converter & Photo Slideshow Maker
  • Ratio & Background
  • Easy to Share
  • Professional Photo Editor & Collage

Inshot অ্যাপটি দিয়ে আপনি ভিডিও স্পীড কন্ট্রোল করতে পারবেন, ভিডিওতে লেখা / স্টিকার অ্যাড করতে পারবেন , রয়েছে অনেক ফিল্টার যেগুলো ইউজ করে ভিডিও অনেক সুন্দর ভাবে এডিট করতে পারবেন। আরো পাবেন ভিডিও ক্রপ করার সুবিধা।

নিচে Inshot ভিডিও এডিটর প্রো অ্যাপটির কিছু স্ক্রীনশট :




InShot Pro Mod Apk 1.800.1346 (Full Unlocked) Download

App Size – 57 mb


ব্লগার টিপস , টুলস , প্রিমিয়াম টেমপ্লেট , SEO টিপস পেতে ভিজিট করুন 👉 PieTune

কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখবেন?

ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার উপায়।

The post Latest Inshot Pro Mod Apk 1.800.1346 appeared first on Trickbd.com.

Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক।

Posted:

  1. আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux কে সিকিউরিটি করে রাখবেন। মানে আমি বলতে চাচ্ছি আমরা সবাই তো ফোনে লক করে রাখি যাতে আমার ডাটা ওর তথ্য কেউ না দেখে।কেমন হয় যদি সেই লক termux এ দেওয়া যায়। আজ আমি সেটাই দেখাবো যে termux কে কিভাবে লক করা যায় ।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো

pkg update & pkg upgrade

এখন আমরা python প্যাকটি ডাউনলোড করবো।

pkg install python -y

এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Ublimjo/Termux-login.git

আমরা টুলসটি ডাউনলোড করে ls দিয়ে ইন্টার করবো ।

 

Ls দেওয়ার পর আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো তার জন্য আমরা

cd Termux-login ইন্টার করবো।

টুলসটির ভিতরে প্রবেশের পর আবার ও ls দিয়ে ইন্টার করবো।

এখন আমাদের setup.sh পারমিশন দিতে হবে তাই আমরা কমান্ডার করবো।

chmod +x setup.sh

পারমিশন ঠিক মতো হলে গ্রীন কালার হয়ে যাবে।  এখন আমরা মেইন টুলসটি রান  করবো।

bash setup.sh

এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার অপশনটি পেয়ে যাবো। এখানে pattern ছাড়া বাকি লক গুলো করা যায়।  দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন।

দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ড চাচ্ছে। আর হ্যাঁ সঠিক পাসওয়ার্ড না দেওয়ার আগ পযন্ত কোন কাজ করতে পারবেন টা।  ।

যারা লকটি কাটতে বা ডিলিট করতে চান তারা

প্রথমে,  cd $HOME এ চলে যাবো ।

এখন আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd Termux-login

টুলসটির ভিতরে প্রবেশের পর ls দিবো।

এখন আমরা টুলসটি আনইন্সটল করবো।

chmod +x uninstall.sh

এখন bash uninstall.sh দিয়ে ইন্টার করবো ।

 

এখন আমরা টুলসটি আনইন্সটল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।

তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

Facebook

The post Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক। appeared first on Trickbd.com.

[mega post] আপনার windows 10 এ Adaptive Brightness ঠিকমতো কাজ করছে না অথবা বন্ধ হয়ে গেছে? নিয়ে নিন সমাধান।

Posted:


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমার পোস্টটা হলো কিভাবে আপনি আপনার উইন্ডোজ ১০ এ Adaptive Brightness ঠিক করবেন?
বিস্তারিত পোস্টঃ
অনেক সময় দেখা যায় উইন্ডোজ এ Adaptive Brightness ঠিকমতো কাজ করে না অথবা কাজ করা বন্ধ করে দিয়েছে। যার দরুণ অনেক সমস্যা হয়। সমস্যা গুলো যেমন খারাপ উইন্ডোজ আপডেট হতে পারে, রেজিস্ট্রি ফাইলগুলি নষ্ট হয়ে যেতে পারে, গ্রাফিক্স ড্রাইভারের সমস্যা হতে পারে, পাওয়ার প্ল্যান সেটিংস এ সমস্যা হতে পারে ইত্যাদি।
তো আজ আমি আপনাদের দেখাবো Adaptive Brightness ঠিকমতো কাজ না করলে কিভাবে তা ঠিক করবেন।

★ এখানে আমি আপনাদের ৫টা উপায়ে সমস্যাটার সমাধান করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক।
Preliminary steps
1. প্রথমেই যদি উইন্ডোজ আপডেড আসে তাহলে আপডেড দিন। এবং তারপরে দেখুন ঠিক হয়েছে কি না?

2. যদি ঠিক না হয় তাহলে এর জন্য Microsoft কোম্পানির সাহায্য চেতে হবে। এর জন্য নিচের লোকেশনে যান। এবং Power সিলেক্ট করুন।
Settings –> Updates and Security –> Troubleshoot

আশা করি কিছু সময় পরে সমস্যাটি ঠিক করে দিবে Microsoft কোম্পানি।
যদি পবলেম ঠিক না হয় তাহলে নিচের সলুশন গুলো অনুসরণ করুন।
Solution 1: Reset the power plans to default
1. প্রথমেই উইন্ডোজ সার্চ বার থেকে Command prompt সার্চ করে রাইট ক্লিক করে run as administrator সিলেক্ট করুন।
2. তারপরে নিচের কোডটি টাইপ করে এন্টার চাপুন।
powercfg -restoredefaultschemes

3. এবার উইন্ডোজটি রিস্টার্ট দিন।

Solution 2: Disable Adaptive Brightness in Registry
1. প্রথমে একসাথে Windows key + R চাপুন এবং নতুন উইন্ডো আসলে regedit লিখে OK চাপুন।

2. এবং এই লোকেশনে যান।
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Intel\Di
3. তারপর ডান পেনে "ProcAmpBrightness" এর উপর রাইট ক্লিক করে Modify ক্লিক করুন।

4. তারপর নিচের স্কিনশটের মতো ভ্যালু দিন।

5. তারপর আবার নিচের লোকেশনে যান।
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Intel\Display\igfxcui\profiles\Media\Darken Movie
6. আবার ডান পেনে ProcAmpBrightness রাইট ক্লিক করে আবার Modify সিলেক্ট করুন।

7. এবার স্কিনশটের মতো ভ্যালু আবার দিন। এবং ok টিপুন।

8. এবার সিস্টেমটি রিস্টার্ট দিন। আশা করি কাজ করবে।
Solution 3: Update the Graphics driver
1. প্রথমেই windows key + R একসাথে টিপুন এবং বক্সে devmgmt.msc টাইপ করে ok ক্লিক করুন।

2. তারপর Display Adapters ক্লিক করে Intel(R) HD graphic…এর উপর রাইট ক্লিক করে update driver ক্লিক করুন।

3. এবার রিস্টার্ট দিন। তাহলেই হয়ে যাবে।
Solution 4: Disable Display Power Saving Technology in Intel's Graphics panel and Vari-Bright if you are using AMD
1. প্রথমেই আপনার উইন্ডোজ হোম পেজের উপর রাইট ক্লিক করে Graphics Properties. সিলেক্ট করুন।

2. তারপর power অপশন সিলেক্ট করুন।

3. তারপর Battery tab এ Power Saving mode ডিজেবল করে দিন।

4. তারপর রিস্টার্ট দিন। তাহলেই হয়ে যাবে।
Solution 5: Using AMD's setting
1. প্রথমেই AMD Radeon সেটিং ওপেন করুন।
2. তারপরে power tab এ গিয়ে PowerPlay অপশন সিলেক্ট করুন।
3. তারপর স্কিনশটের চিহ্নিত জায়গায় Unmark করুন।

4. তাহলেই হয়ে যাবে।

তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে

The post [mega post] আপনার windows 10 এ Adaptive Brightness ঠিকমতো কাজ করছে না অথবা বন্ধ হয়ে গেছে? নিয়ে নিন সমাধান। appeared first on Trickbd.com.

MSD Responsive premium blogger template free download

Posted:

ব্লগারে ব্লগিং করার জন্য প্রয়োজন হয় একটি সুন্দর টেমপ্লেট আর আমি আজকে এই পোস্টে নিয়ে এসেছি একটি চমৎকার ব্লগার টেমপ্লেট নিয়ে।
আজকের টেমপ্লেট এর নাম MSD Resposnsive blogger template.
আপনারা যারা ব্লগের জস্য পার্ফেক্ট থিম খুজছেন তাদের নিশ্চয় আজকের টেমপ্লেটটি ভালো লাগবে।
একসময় এই টেমপ্লেটটি আমিও ব্যবহার করেছিলাম কয়েকদিন পর্যন্ত এবং আশা করি আপনাদেরও টেমপ্লেটটি ভালো লাগবে।

টেমপ্লেটে রয়েছে সুন্দর ডার্ক মোড।
আপনি রাতে ভিজিট করার সময় ডার্ক মোড চালু করতে পারবেন এবং দিনে ব্যবহারের জন্য লাইট মোড চালু থাকবে।

রয়েছে সুন্দর সাইটডবার যেখানে আপনি বিভিন্ন গ্যাজেট যৃক্ত করতে পারবেন।
এছাড়াও রয়েছে পপুলার পোস্ট যেটির ডিজাইন খুবই সুন্দর।
এছাগাও রয়েছে নেভিগেশন বার যেটি খুবই সুন্দন এবং নেভিগেশনবারে অটোমেটিক ক্যাটাগরি সিস্টেম।
থিমের ফিচার্সঃ
1)Responsive
2)Mobile Friendly
3)Fast Loading
4)Schema Ready
5)SEO Friendly
6)Adsense Ready
7)Night Mode
8)Sticky Widget
9)Featured Post Widget
10)Reaction Buttons
11)Related Posts
12(Easy Admin Panel
13)Unlimited Colors
14)Social Share Buttons
লাইভ ডেমো দেখতে
MSD blogger template demo

ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড করুন।
Download theme
টেমপ্লেটটি আপনার ভালো লাগতে পারে।

ব্লগার সহ অন্যান্য পোস্ট পেতে ভিজিট করুন TrickJanbo.xyz প্লিজ

The post MSD Responsive premium blogger template free download appeared first on Trickbd.com.

খুব সহজেই অ্যাপ বানিয়ে, মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন ঝামেলা ছাড়াই ���� A to Z with Proved ����

Posted:

“আসসালামু আলাইকুম”


  আপনারা যারা Entrepreneur বা অ্যাপ নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য মূলত আজকের এই পোস্টটি। আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আমি দেখাবো  Without Coding and Any skill আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের নিজস্ব অ্যাপ তৈরি করে তা থেকে আর্নিং এড বসিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। একটি অ্যাপ পরিচালনা করার প্রধান উপকরণ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এবং প্রমোশন নির্ধারণ করবে আপনি কি রকম ইনকাম করতে পারবেন। কারণ শুধু অ্যাপ বানিয়ে রেখে দিলেই হাজার হাজার ডলার এমনিতেই আসবে না। আপনার অ্যাপটি বিভিন্ন জায়গায় ইউটিউব স্পন্সর ও বিভিন্নভাবে প্রমোট করে ইউজার আনা লাগবে। (ট্রিকবিডিতে আর্নিং অ্যাপ রিলেটেড পোস্ট করা নিষিদ্ধ।) 10 Best Money-Making Apps - Make Money Fast =>কোন টাইপের আর্নিং অ্যাপ সবচাইতে ভালো ইনকামের জন্য? সবচাইতে জনপ্রিয় এবং ইনকামের জন্য পারফেক্ট category ধরনের অ্যাপ পাওয়া যায়। এক ধরনের অ্যাপ টাস্ক সহ বিভিন্ন রকমের আর্নিং অ্যাপ , এবং আরেকটা টাইপ হচ্ছে CPI অফার অফার ওয়াল সার্ভে সহ অ্যাপ। টাস্ক অ্যাপ এযা হয় বিভিন্ন ধরনের টাস্ক থাকে যেমন কুইজ,স্পিন ,ভিডিও ,ম্যাথ কুইজ ইত্যাদি। এগুলাতে ভিডিও এড ও বিভিন্ন ধরনের এড থাকে। এবং ইউজারদের টাস্কের মাধ্যমে এই অ্যাপ গুলো থেকে ইম্প্রেশন হয় এবং ক্লিকের মাধ্যমে আর্নিং হয়। এছাড়াও সিপিআই অফার ওয়াল যে অ্যাপ গুলো হয় সেগুলো তে বিভিন্ন ধরনের অফার ওয়াল থাকে যেমন পুলফিস, সার্ভে অ্যাড, wanna ads etc. এই ধরনের সার্ভে অফ আরওয়াল গুলোতে ইউজারদেরকে তাস্তে হয় যে কাজগুলো কমপ্লিট করলে অ্যাপ এর মালিক প্রতিটা আজকের বিনিময় মিনিমাম জিরো পয়েন্ট 0.35 ডলার থেকে। 5$ প্রতি সার্ভেতে পেয়ে থাকেন।এবং এডমিন প্যানেলের মাধ্যমে অটোমেটিক সেট করা যায় যে প্রতিটি সার্ভেতে ইউজারদের কত টাকা করে দেবে। সুতরাং ইনকামের দিক থেকে অফার ওয়াল অ্যাপগুলোও ভালো। এখন আপনি বলতে পারেন যে অ্যাপ বানিয়ে কোন এড নেটওয়ার্ক ইউজ করে ইনকাম করা যায়। তো অনেকেই বলবেন যে এডমোব বাপ ফেসবুকের এড ভালো তবে, বর্তমানে এর ব্যবহারকারীর সকলের মধ্যে থেকে 90 শতাংশ এ পি এডমিট হয়ে যায় এর কারণ এডমোব এর নতুন পলিসি। সুতরাং এডমোব থেকে ভালো পরিমাণ আর্নিং হলেও এখান থেকে পেমেন্ট এর কোনো নিশ্চয়তা নেই। তাই ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক ads , start.io , adcolony এগুলো ইউজ করতে হবে। (আপনি যদি প্রফেশনাল উন্নত মানের আর্নিং অ্যাপ বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। Donegrab )
Earning app
    Earning app
বর্তমানে মার্কেটে সবচাইতে পপুলার এবং ট্রাস্টের এড নেটওয়ার্ক হচ্ছে স্টার্ট অ্যাপ। এরা রেভিনিউ কম দিলেও পেমেন্ট নিয়ে কোন ঝামেলা হয় না। মাস শেষে আপনার ডাচ বাংলা ব্যাংক অথবা বাংলাদেশি দিয়ে ব্যাংক অ্যাড করবেন তাতে তারা পেমেন্ট পাঠিয়ে দেবে। এবং আর্নিং অ্যাপ চালাতে হলে, অবশ্যই আপনাকে বিশ্বস্ততার সহিত কাজ করা লাগবে নাইলে এগ্রো করাতে পারবেন না এবং ইউজাররা পেমেন্ট যদি না পায় তাহলে তারাও চলে যাবে। সুতরাং এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়াও আপনারা চাইলে ভিপিএন, টিভি অ্যাপ, ই বুক অ্যাপ quiz অ্যাপ এগুলাতে নিজের এড বসিয়ে ইনকাম করতে পারেন। তবে আপনার প্রধান টার্গেট যদি ইনকামের হয়ে থাকে এবং আপনি আর্নিং অ্যাপ এ খুব তাড়াতাড়ি ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল আর্নিং অ্যাপ্স বানিয়ে কাজ করতে হবে। আমি আমার ওয়েবসাইটে ফ্রিতে একটি অ্যাপের লিঙ্ক সোর্সকোড এর এডমিন প্যানেল সহ লিংক দিয়ে রেখেছি। (Free source) এইখানে আরো অন্যান্য পেইড অ্যাপ, ২ টাস্ক, ৩ টাস্ক, ৫ টাস্ক ও সিপিআই অফার অ্যাপের ও কিছু রেডিমেড ডেমো দেওয়া আছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা আমাকে হায়ার করতে পারেন আপনাদের আমি অ্যাপের জন্য। নিচে আমার আর্নিং অ্যাপ এর ডেমো লিংক দিয়ে দিলাম। App link যদি আপনি admob নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাপ এ 2 থেকে 3000 ইউজার থাকা লাগবে এবং আপনার অ্যাপটি খুবই অ্যাডভান্স ওদের পলিসির মত হওয়া লাগবে। নইলে দুইদিন পরেই এডডিলিমিট করে দেবে। ( So, use start.io/adcolony ) আপনাদের এ বিষয়ে যে কোন মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। (কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করলে তা অন্যের ও যদি একই প্রশ্ন হয় তাহলে সবারই উপকার হয়।) এবার আসি পাবলিশিং এর ব্যাপারটা। কিভাবে আপনার অ্যাপ প্লে স্টোরে পাবলিস্ট করবেন? তো এজন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরের 25 ডলারের কনসোল কেনা লাগবে অথবা আপনি চাইলে অন্য কে কিছু টাকা দিয়েও প্রতি অ্যাপ পাবলিশ করাতে পারেন। অ্যাপ কিভাবে পাবলিস্ট করবেন তা নিয়ে আমার ভিডিওতে আমি লিংক দিয়ে দেবো।  (How to publish app)   Earning app free source code direcr link এছাড়াও প্রফেশনাল আর্নিং অ্যাপ গুলোতে পাওয়ারফুল এডমিন প্যানেল থাকে যেখান থেকে আপনি এড ইউজারদের পেমেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।  My Blog site Tech Realeted Visit..

For making App or Any Question Find me:

Store: Donegrab.com , Whats app: +8801893997433, Facebook: AJ sabbir ,

Telegram: t.me/ajsabbir , My Blog: Sikhenin.com

Subscribe My Youtube

The post খুব সহজেই অ্যাপ বানিয়ে, মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন ঝামেলা ছাড়াই 🤑🤑 A to Z with Proved 🔥🔥 appeared first on Trickbd.com.

ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা

Posted:

আসসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।


আজকের বিষয় বিদ্যুত কি বিনামূল্যে পাওয়া যায়?
না।এরকম কোনও বিনামূল্যের বিদ্যুত নেই যেরকম আপনি ভাবছেন,ইউটিউবে এরকম অনেক ফেক ভিডিও আছে।যেমন ২টা 5ভোল্ট মটর দিয়ে ফ্রি লাইট জালানো,সিডিতে তামা পেছিয়ে বিদ্যুত তৈরি,চম্বুক আর তামার কয়েল থেকে বিদ্যুত উৎপাদন ইত্যাদি সবই ধোকা,ভিডিও ভাইরাল বা ভিউ এর জন্য কেউ কেউ এরকম ভিডিও দিয়ে থাকে।এর পেছনে থাকে নানান কারচুপি
তবে Solar Panel, Wind Terbine ,watar Jenaretor ইত্যাদি থেকে স্বল্পখরচে পরবর্তিতে বিনামূল্যে বিদ্যুত পাব,কিন্তু এটাকে কি ফ্রি এনার্জি বলা যাবে?
না বলা যাবে না।এটা হলো শক্তির পরিবর্তন বা রুপান্তরণ।কিভাবে?

আগে আমাদের জানতে হবে বিদ্যুত একধরণের শক্তি,আলো,তাপ,শব্দ,কম্পন,বাতাস ইত্যাদি এগুলোও শক্তি।মানুষ তার প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক শক্তিকে অন্য শক্তিতে রুপান্তর করে থাকে।যেমন তাপ শক্তি থেতে বিদ্যুত শক্তি,বায়ু শক্তি থেকে বিদ্যুত শক্তি,চাপ শক্তি থেকে বিদ্যুত শক্তি ইত্যাদি মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
আজ এখানেই সমাপ্ত।দেখা হবে অন্য কোন পোস্টে।ধন্যবাদ

The post ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments