Search box..

IMO Premium v2022.01.2031 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে

IMO Premium v2022.01.2031 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে


IMO Premium v2022.01.2031 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে

Posted:

IMO Premium

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন আবারো আপনাদের জন্য IMO Premium APK এর নতুন ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

IMO Premium একাউন্ট কিনে নিতে হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন ফ্রীতে প্রোভাইড করব । এছাড়াও IMO এর নরমাল ভাষণ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। কিন্তু সেদিকে প্রচুর পরিমাণে বিরক্তিকর বিজ্ঞাপন শো করে এবং সেটি আমাদের সকলের জন্য বিরক্তকর। আর আমি আজকে আপনাদেরকে এই প্রিমিয়াম ভার্শন শেয়ার করতেছি যেখানে সম্পূর্ণ স্ট্যাবল এবং বিজ্ঞাপন মুক্ত ।

নতুন কি থাকছে এই প্রিমিয়াম ভার্সনে:

  • Premium/Paid Features Unlocked
  • Debug info removed
  • CPUs: Armeabi v7a (32-bit) only available

 

তো আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন IMO এর প্রিমিয়াম ভার্সন সবার আগে এবং উপভোগ করুন প্রিমিয়াম ফিচার সম্পূর্ণ বিনামূল্যে।

ডাউনলোড লিংক:

IMO v2022.01.2031 [Premium]

আরো পড়ুন: MX Player Pro 1.42.12 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে

পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ট্রিকবিডি সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

সূত্র: Leeapk.com

The post IMO Premium v2022.01.2031 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে appeared first on Trickbd.com.

Kinemaster Mod Apk | সব কিছু আনলক | ভার্সন 4.14.3.16722.GP

Posted:

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করব Kinemaster Mod Apk এর 4.14.3.16722.GP ভার্সন।

Kinemaster ভিডিও এডিটিং এর জন্য একটি সেরা একটি এ্যাপ। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও ইডিটিং করতে চান তাহলে Kinemaster ই সেরা একটি এ্যাপ। কিন্তু, Kimemaster এর ফ্রি ভার্সনে Watermark থাকে তাই যদি Watermark ছাড়া ব্যবহার করতে চান তাহলে প্লে-স্টোর থেকে টাকা দিয়ে কিনতে হবে নয়তো মোড ভার্সন ব্যবহার করতে হবে।

মোড ভার্সনে আপনি প্রিমিয়াম ভার্সন এর সব ফিচার ব্যবহার করতে পারবেন। নিচে Kinemaster Mod ভার্সনের ডাউনলোড লিংক দিলাম ডাউনলোড করে নিন।


Support & Download Kinemaster MOD apk

উপরে দেওয়া ডাউনলোড লিংকটি Indirect Download লিংক। ফাইলটি ডাউনলোড করতে হলে প্রথমে আমার ওয়েবসাইটে যেতে হবে। তবে আপনি আমার ওয়েবসাইটে না গিয়েও ডাউনলোড করতে পারেন। এজন্য নিচের লিংকে ক্লিক করুন। তবে আমাকে সাপোর্ট করার জন্য Indirect Download Link টি ব্যবহার করতে পারেন।

Direct Download Kinemaster Mod Apk

এ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইন্সট্যাল করে ফেলুন। আর, লেটেস্ট ভার্সনের ফিচার দেখতে এই লিংকে ভিজিট করুন [প্লে স্টোর লিংক]

এই অ্যাপের মোড ভার্সন ১০০% কাজ করে। আমি নিজেই ট্রাই করে দেখছি। নিচে দুইটি স্কিনশট দিলাম। একটি ভার্সনের এবং অপরটি প্রো ভার্সন আনলকের। তাই বিনা দ্বিধায় ডাউনলোড করে নিতে পারেন।

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন আমার সাথে Imran Hossan

The post Kinemaster Mod Apk | সব কিছু আনলক | ভার্সন 4.14.3.16722.GP appeared first on Trickbd.com.

আপনার ওয়ালেটের এড্রেসে লুকিয়ে থাকা NFT ও Token খুজে বের করুন মাত্র ১মিনিটে।

Posted:

আসসালামু আলাইকুম

আশা করি আপনি ও আপনার ফ্যামিলি সকলে ভালো আছেন। জ্ঞান অর্জনে ও জ্ঞান বিতরণে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।

আমরা যারা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন এয়ার ড্রপ ও এন এফ টি অফারে কাজ করে থাকি তাদের প্রত্যেকের হয়ত একটি করে ওয়ালেট রয়েছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন এয়ারড্রপে জয়েন করার ফলে আমরা ভুলে যাই কখন, কোনদিন, কোন এয়ারড্রপ ও এন এফ টি অফারে জয়েন করেছিলাম।

এমন কি সেই বিভিন্ন সময়ে জয়েন করা টোকেন ও এন এফ টি আমাদের ওয়ালেটে সব সময় শো করে না।

তাই আজকের এই ছোট্র ট্রিকটি ব্যবহার করে জানতে পারবেন আপনার ওয়ালেটে কত টোকেন ও এন এফ টি রয়েছে।

তো এখন আমি ধরে নিচ্ছি আপনারা বাইনেন্স স্মার্ট চেইনের টোকেন ও এন এফ টি খুজে বের করতে চাচ্ছেন। অন্যান্য নেটওয়ার্কের জন্য একই পদ্ধতি অনুসরণ করলেই হবে।

তো আপনারা আপনাদের ওয়ালেটের BSC এড্রেসটি কপি করে চলে যাবেন এই সাইটে bscscan.com।

এখানে আসার পর আপনারা আপনাদের ওয়ালেটের এড্রেসটি সার্চ বক্সে পেস্ট করে দিন।

picked

তারপরেই পেয়ে যাবেন আপনার সেই এড্রেসে থাকা সকল টোকেন। এমনকি আপনাদের ওয়ালেটে শো করছে না সেই টোকেন গুলো এখানে পেয়ে যাবেন।

picked

কিন্ত আপনার ওয়ালেটে থাকা NFT গুলো কোথায় পাবেন?

তার জন্য আপনাদের একটু নিচে আসতে হবে ও স্ক্রিন শটে দেখানো জায়গায় একটি ক্লিক করে দিতে হবে। তাহলে আপনারা দেখতে পাবেন আপনার ওয়ালেটে থাকা NFT গুলো।

picked

picked

picked

আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে ১৯৫ দিন আগে একটি NFT ট্রাঞ্জেকশন হয়েছিল। তার পর আমি এখানে দেখানো ওয়েবসাইট থেকে NFT টি খুজে বের করি।

picked

আবার কখনো কিছু NFT কেবল নির্দিষ্ট সেই ওয়েবসাইটেই দেখাবে তার জন্য ওয়েবসাইটের ইনফরমেশন সংরক্ষন করে রাখতে হবে এবং সেই সাইটে আপনার ওয়ালেট টি কানেক্ট করে My Profile কিংবা My NFTs অপশনে গেলেই পেয়ে যাবেন।

NFT এর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে Opensea যেখানে আপনি আপনার NFT সেল বা বাই করতে পারবেন।

NFT কখনো Crypto Token এর মত ইন্সট্যান্ট সেল হয় না তবে যারা জানতে চান কিভাবে Opensea তে NFT তৈরি করা যায় ও সেল অর্ডারে এড করা যায় আমি সেই বিষয়ের উপর পরবর্তী পোস্ট করার চেষ্টা করব।

 

আপনারা যারা অনলাইনে এয়ারড্রপে কাজ করতে আগ্রহী তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি প্রতিনিয়ত অল ইউজার পেমেন্ট করে এমন রিয়েল এয়ারড্রপ শেয়ার করে থাকি।

The post আপনার ওয়ালেটের এড্রেসে লুকিয়ে থাকা NFT ও Token খুজে বের করুন মাত্র ১মিনিটে। appeared first on Trickbd.com.

MX Player Pro 1.42.12 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে

Posted:

আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আবারো আপনাদের জন্য MX Player Pro এর নতুন ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

MX Player Pro প্লেস্টোর থেকে কিনে নিতে হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপসটি প্রোভাইড করব । এছাড়াও MX Player এর নরমাল ভাষণ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। কিন্তু সেদিকে প্রচুর পরিমাণে বিরক্তিকর এড শো করে এবং সেটি অনলাইন ভার্শন যা স্মার্টফোনের অনেকাংশ জায়গা বেশি খেয়ে নেয়। আর আমি আজকে আপনাদেরকে এই প্র ভার্শন শেয়ার করতেছি যেখানে সম্পূর্ণ অফলাইন এবং কোন প্রকারের বিরক্তকর এড নেই।

নতুন কি থাকছে এই প্রো ভার্সনে:

  • লাইসেন্স ভেরিফিকেশন বাইপাস
  • অ্যান্ড্রয়েড ১১ ক্রাশ ফিক্সড

 

তো আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন MX Player Pro এর প্রিমিয়াম ভার্সন সবার আগে এবং উপভোগ করুন প্রিমিয়াম ফিচার সম্পূর্ণ বিনামূল্যে।

ডাউনলোড লিংক:

MX Player Pro 1.42.12 [Armeabi v7a] [Patched]

MX Player Pro 1.42.12 [Arm64 v8a] [Patched]

পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ট্রিকবিডি সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

সূত্র: Leeapk.com

The post MX Player Pro 1.42.12 ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে appeared first on Trickbd.com.

হযরত উমর ফারুক (রা) এর সংক্ষিপ্ত জীবনী

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত উমর (রা) এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

ইসলামে চারজন খিলাফা রয়েছেন । তাদের মধ্যে একজন হলেন হযরত উমর ফারুক (রা) । তিনি হলেন ২য় । হযরত উমর ফারুক (রা) ৫৮৩ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম খাত্তাব এবং তাঁর মাতার নাম হানতামা । তিনি ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত ও সৎ চরিত্রের অধিকারী । যুবক বয়সে তিনি কুস্তিগির,সাহসী যোদ্দা,কবি ও সুবক্তা হিসেবে তৎকালীন আরব সমাজে খ্যাতি অজন করেন ।

হযরত উমর ফারুক (রা) ছিলেন ইসলামের ঘোর শত্রু ছিলেন । একদা তিনি আবু জাহেলের নিদেশে মহানবি (স) কে হত্যা করতে রওয়ানা দিলেন । পথে শুনতে পারলেন যে তার বোন এবং তার ভগ্নিপতি সাঈদ মহানবি হযরত মোহাম্মদ (স) এর কাছ থেকে ইসলাম ধম গ্রহণ করেছেন । তিনি তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়ি গেলেন । দেখলেন তারা একটি কিতাব পাঠ করছেন । তাদেরকে নিযাতন করেন । তবুও তারা ইসলাম ধম ত্যাগ করতে চাইল না । তিনি তার বোনকে জিজ্ঞাসা করলেন যে আমি যখন বাড়িতে আসলাম তখন তুমি কি যেন পড়ছিলে । সেটি কি? তার বোন উত্তরে বলল যে সেটা ছিল আল কোরআন । এ উত্তর শুনে হযরত উমর ফারুক (রা) কুরআন শোনার ইচ্ছা প্রকাশ করলেন । তার বোন তাকে কোরআন পড়ে শোনালেন । তাঁর কোরআনের কথা ভালো লাগল । অতপর তিনি মহানবি (স) এর কাছে গেলেন । মহানবি (স) এর পায়ের কাছে নিজের তরবারি রেখে দিলেন এবং তাঁর থেকে ইসলাম ধম গ্রহণ করেন ।

ইসলাম ধম গ্রহণ করার পর তিনি মহানবি (স) কে জিজ্ঞাসা করলেন, “আপনি যে গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছেন এটা কি সত্য?” জবাবে মহানবি (স) বলেন হ্যাঁ এটা সত্য । তখন তিনি বললেন যে আজ থেকে আমরা সবাই কাবা ঘরে সালাত আদায় করব এবং প্রকাশ্যে দাওয়াত দিব । এজন্য মহানবি (স) তাঁকে ফারুক বা সত্য ও মিথ্যার পাথক্যকারী উপাধিতে ভূষিত করেন । এভাবে তিনি নবুয়তের ৬ষ্ঠ বছরে ইসলাম ধম গ্রহণ করেন ।

হযরত উমর ফারুক ছিলেন ন্যায় বিচারকের প্রতীক । আইনের চোখে সবাইকে সমান করতেন তিনি । মদ্যপানের অভিযোগে তাঁর নিজ পুত্র আবু শাহমাকে কঠিন শাস্তি দিয়েছিলেন তিনি ।

হযরত উমর ফারুক (রা) ৬৩৪ খ্রিষ্টাব্দে খিলাফাতের দায়িত্ব গ্রহণ করেন । তিনি রাষ্ট্রের সকলের খোজ খবর রাখার জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন । ক্ষুধাত শিশুর কান্না শুনতে পেলে তিনি নিজে আটার বস্তা তার বাড়িতে দিয়ে আসতেন ।

তো আজ এতটুকুই । সবাইকে ধন্যবাদ ।

The post হযরত উমর ফারুক (রা) এর সংক্ষিপ্ত জীবনী appeared first on Trickbd.com.

DNS কি?DNS কিভাবে কাজ করে?

Posted:

What is DNS?How DNS works? DNS meaning in Bangla

ডিএনএস কি? ডিএনএস কিভাবে কাজ করে?

কিভাবে ডিএনএস সেট করবো

ইন্টারনেট এর ব্যবহার আজ ছোট বড় যেকোনো ব্যক্তি নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করছেন। আপনিও হয়তো ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক দিন বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইট গুলোতে ভিসিট করে থাকেন।

তবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো DNS কাকে বলে এবং এর কাজ কি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ জ্ঞান রেখে থাকেননা। মনে রাখবেন, একটি ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে ডোমেইন নেম সিস্টেম এর প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

আমরা কিন্তু অজান্তেই এই ডোমেইন নেম সিস্টেম (domain name system) এর ব্যবহার প্রত্যেক দিন করে চলেছি, তবে আমাদের মধ্যে অনেক কম লোকেরাই এই বিষয়ে জানেন। 

তবে চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনারা DNS বলতে কি বুঝায় সেই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝতে পারবেন।

আমরা প্রত্যেকেই এটা অবশই জেনে থাকি যে, কম্পিউটার মানুষে বলা ভাষা বুঝতে পারেনা, তবে কম্পিউটার সংখ্যার ভাষা অবশই বুঝতে পারে। আর এভাবেই, ইন্টারনেটেও যদি আমাদের কোনো ওয়েবসাইট ভিসিট করতে হয়, তাহলেও কিন্তু কিছু সংখ্যার (numbers) প্রয়োজন হয়ে থাকে, যেগুলোকে IP Address বলে বলা হয়।

সাধারণত, প্রত্যেক আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা সংখ্যার ক্রম (IP address) গুলোকে মনে রাখাটা একরকম অসম্ভব ব্যাপার।

তাই, প্রত্যেকটি ওয়েবসাইট এর নাম সহজে মনে রেখে যাতে সেগুলোকে সহজেই এক্সেস করা যেতে পারে সেই উদ্দেশ্যেই এই DNS (ডোমেইন নেম সিস্টেম) এর ব্যবহার করা হয়।

এর মাধ্যমে, শব্দের দ্বারা তৈরি নাম গুলোকে ওয়েবসাইটের IP address গুলোতে সরাসরি point করে website গুলোকে সহজে access করা হয়। এতে সোজা IP address এর তুলনায় যেকোনো ওয়েবসাইটের নাম অনেক সহজেই মনে রাখা সম্ভব।

চলুন, নিচে আমরা ডোমেইন নেম সিস্টেম কি (about domain name system in Bangla), Dns এর পূর্ণরূপ কি এবং Dns এর কাজ কি সবটা বিস্তারিত ভাবে জেনেনেই। 

DNS কি ? (What is DNS in Bengali)

DNS এর পূর্ণরূপ বা ফুল ফর্ম হলো, "Domain name system", বাংলাতেও এক ভাবেই আমরা একে, "ডোমেইন নেম সার্ভার" হিসেবে বলতে পারি। এটা একটি সমন সিস্টেম যেটাকে সোজা এবং সরল ভাবে বললে ইন্টারনেটের ফোনবুক (phonebook) হিসেবে বলা যেতে পারে।

এই DNS এর মাধ্যমে ডোমেইন নেম গুলোকে IP address এর মধ্যে অনুবাদ করা হয় যাতে একটি ওয়েব ব্রাউজার ইন্টারনেট রিসোর্সসমূহ এক্সেস এবং লোড করতে পারে।

যেভাবে বিভিন্ন ব্যক্তিদের mobile number মনে রাখার জন্য আমরা phonebook এর ব্যবহার করে থাকি, ঠিক সেভাবেই বিভিন্ন ওয়েবসাইটের IP address গুলোকে মনে রাখার জন্য এই domain name system (DNS) এর ব্যবহার করা হয় বলে বলা যেতে পারে।

যদি সোজা ভাবে ডোমেইন নেম সিস্টেম এর সংজ্ঞা বলে দেওয়া হয় তাহলে এভাবে বলা যেতে পারে,

"এটা একটি এমন সিস্টেম যেটা IP address গুলোকে বা সংখ্যা গুলোকে ডোমেইন নামে ট্রান্সলেট করে থাকে যাতে ওয়েব ব্রাউজার এটা বুঝতে পারে যে আপনি ইন্টারনেটে কোন ওয়েব পেজ access করতে চাইছেন".

এর মাধ্যমে একজন user অনেক সহজে domain name এর মাধ্যমে ওয়েবসাইটের এড্রেস (নাম) গুলো মনে রাখতে পারেন, কারণ আমি আগেই বলেছি যে, IP address গুলোকে মনে রাখার তুলনায় domain name মনে রাখাটা অনেক সহজ কাজ।

ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকা প্রত্যেকটি ডিভাইস (device) এর নিজের একটি unique IP address রয়েছে এবং যার মাধ্যমে অন্যান্য machine গুলো device টিকে খুঁজে বের করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

মানুষেরা (humans) অনলাইনে তথ্য গ্রহণের ক্ষেত্রে domain name গুলোর ব্যবহার করে থাকে যেমন, "pietune.xyz" বা "Google.com" ইত্যাদি।

তবে একটি web browser কিন্তু IP addresses এর মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে থাকে।

আর তাই, DNS এর কাজ হলো domain name গুলোকে IP addresses এর মধ্যে translate করা যাতে browser বিভিন্ন ইন্টারনেট সম্পদ (internet resources) গুলোকে load করতে পারে।

ডোমেইন নেম সিস্টেম সার্ভার (DNS server) এর কারণে আমাদের সেই জটিল IP address গুলো যেমন, 172.518.1.1 (IPv4 এর), এবং আরও জটিল তবে নতুন alphanumeric IP addresses যেমন, 2700:cb00:2548:1::c689:d7a2 (IPv6 এর), গুলোকে মনে রাখার প্রয়োজন হয়না। 

তাহলে আশা করছি, ডোমেইন নেম সিস্টেম কি এবং Dns এর কাজ কি, বিষয়টা স্পষ্ট ভাবে বুঝতেই পেরেছেন। 

DNS এর ইতিহাস – History of DNS

আজ থেকে অনেক বছর আগে যখন ইন্টারনেটের আকার অনেক ছোট ছিল, তখন অনেক কম সংখক websites এবং devices সক্রিয় ছিল এবং যেগুলোর IP address লোকেদের মনে রাখতে হতো।

আর আলাদা আলাদা ওয়েবসাইটের আলাদা আলাদা IP address গুলো মনে রাখাটা সাংঘাতিক কষ্টের ব্যাপার ছিল।

এভাবেই, যখন ধীরে ধীরে এই নেটওয়ার্ক এর আকার অনেক বেশি বড় হয়ে যায় এবং হাজার হাজার ওয়েবসাইট সক্রিয় হয়ে পরে তখন হাজার হাজার IP addresses গুলোকে মনে রাখাটা অসম্ভব হয়ে দাঁড়ায়।

তখন এই সমস্যার সমাধান হিসেবে 1980 এর দক্ষকে Paul Mockapetris নামের একজন ব্যক্তি দ্বারা ডোমেইন নেম সিস্টেম এর আবিষ্কার করা হলো।

এই আবিষ্কারের ফলে প্রত্যেক ওয়েবসাইট গুলোকে human readable name (মানুষের পাঠযোগ্য নাম) দেওয়াটা সম্ভব হয়ে দাঁড়ালো যার ফলে ওয়েবসাইটের নাম গুলো অনেক সহজেই মনে রাখাটা সম্ভব হয়ে দাঁড়ায়।

তবে, আপনি চাইলে যেকোনো ওয়েবসাইটকে তার IP address এর মাধ্যমে এখনো access করতে পারবেন, তবে ওয়েবসাইটের IP address মনে রাখতে পারার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম।

ডোমেইন নেম সিস্টেম (DNS) কিভাবে কাজ করে ?

সেই প্রত্যেক জিনিস যেটা ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে রয়েছে – ওয়েবসাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি ইত্যাদি প্রত্যেকের একটি ইউনিক আইপি এড্রেস রয়েছে। এতে অন্যান্য device গুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত সেই device গুলোকে সহজে খুঁজে পেতে পারে।

এই আইপি এড্রেস গুলো হলো, সংখ্যার কিছু ইউনিক স্ট্রিং (string of numbers) যেগুলো দেখতে কিছুটা এরকম – "142.124.249.187".

এখন আপনি ভেবে দেখুন, যদি আপনার প্রিয় ওয়েবসাইট গুলোকে ভিসিট করার জন্য আপনাকে এই ধরণের লম্বা সংখ্যার ক্রম গুলোকে মনে রাখতে হয়, তাহলে কতটা কষ্ট হবে সেই ওয়েবসাইট গুলোর নাম মনে রাখতে।

আর, ডোমেইন নাম (domain name) গুলোকে এজন্যই আবিষ্কার করা হয়েছে, এই সমস্যার সমাধান করা যেতে পারে। ডোমেইন নাম এর মাধ্যমে আমরা ইংরেজি বর্ণমালা ব্যবহার করে নিজের ওয়েবসাইটের জন্য সোজা এবং সরল নাম দিয়ে দিতে পারি।

আর এই DNS (Domain Name System) এর কাজ হলো আপনার ওয়েবসাইটের জন্য সেট করা domain names গুলোকে ওয়েবসাইটের IP addresses এর মধ্যে ট্রান্সলেট করা যাতে আপনার ডিভাইস টিকে সঠিক দিকে বা পথে পয়েন্ট করা যেতে পারে।

  • একটি domain name এবং তার সঠিক matching IP address টিকে একসাথে বলা হয় "DNS record".

DNS কিভাবে কাজ করে ? (Step by step)

চলুন, নিচে আমরা স্টেপ বাই স্টেপ জেনেনেই, DNS কিভাবে কাজ করে।

ধরুন আপনি আমাদের ওয়েবসাইট ভিসিট করতে চাইছেন, "www.pietune.xyz".

১. আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের ওয়েব ব্রাউজারের মধ্যে আমাদের ওয়েবসাইটের domain name (www.pietune.xyz) টাইপ করে "Go" বা "Enter" প্রেস করলেন।

২. এবার আপনার web browser এর প্রথম কাজ হবে, আপনার দিয়ে দেওয়া ডোমেইন নাম এর সাথে সগযুক্ত IP address এর খোঁজ করা।

৩. এক্ষেত্রে সাথে সাথে এটা দেখা হবে যে আপনি কি আমাদের ওয়েবসাইট এই একি ব্রাউসার থেকে আগেই ভিসিট (visit) করেছিলেন। যদি DNS records আপনার কম্পিউটার এর DNS cache এর খুঁজে পাওয়া হয়, তাহলে অতিরিক্ত DNS lookup process বাতিল (skip) করে দেওয়া হবে এবং আপনাকে সরাসরি আমাদের ওয়েবসাইট www.pietune.xyz এর মধ্যে নিয়ে যাওয়া হবে।

৪. যদি আপনার কম্পিউটারে কোনো DNS records খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে আপনার local DNS server এর কাছে সর্বপ্রথমে একটি request পাঠানো হবে। এটা মূলত আপনার  Internet provider's server হয়ে থাকে যেটাকে "resolving nameserver" বলে বলা হয়।

৫. যদি resolving nameserver এর মধ্যে records গুলো cached করা না থাকে, তখন domain এর DNS records গুলো খুজার জন্য request টিকে "root nameserver" এর মধ্যে forward করে দেওয়া হয়।

৬. এবার যখন root nameservers এর মধ্যে DNS record টি খুঁজে পাওয়া যায়, তারপর সেটাকে আপনার কম্পিউটারের দ্বারা cached করে নেওয়া হয়।

৭. এবার শেষে যিহেতু DNS records গুলো খুঁজে পাওয়া গেলো, এখন আমাদের ওয়েবসাইটটি যেই সার্ভার এর মধ্যে স্টোর রয়েছে সেই সার্ভার এর সাথে একটি যোগাযোগ স্থাপন সম্ভব হবে এবং কম্পিউটারের মধ্যে “pietune.xyz” ওয়েবসাইটটি display হয়ে যাবে।

নেম সার্ভার কি ? (What is nameserver in Bengali)

একটি name server যেটাকে অনেক সময় "nameserver" বলেও বলা হলো বিশেষ ধরণের সার্ভার (server) যেখানে একটি domain name এর প্রত্যেক DNS records গুলোকে store করে রাখা হয়।

এই নেম সার্ভার এর কাজ হলো, domain এর DNS information গুলোকে সেই প্রত্যেককেই প্রদান করানো যে কেউ এর জন্যে অনুরোধ করছেন।

Nameservers গুলোকে মূলত আপনার domain name registrar বা hosting provider দ্বারা পরিচালিত করা হয়।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, "ডোমেইন নেম সিস্টেম কি" (what is DNS in Bangla), Dns এর কাজ কি এবং কিভাবে কাজ করে সেই প্রত্যেকটি বিষয়ে জানতে পারলাম।


প্রিমিয়াম টেমপ্লেট পেতে PieTune.xyz ভিজিট করুন

আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।

The post DNS কি?DNS কিভাবে কাজ করে? appeared first on Trickbd.com.

সর্বকালের সেরা ২০২২ সালের নেটফ্লিক্স কোরিয়ান ওয়েব সিরিজ অল অব আস আর ডেড (All of Us Are Dead) রিভিউ +ডাউনলোড লিংক এবং সাবটাইটেল.!

Posted:

২০২২ সালের নেটফ্লিক্স কোরিয়ান ওয়েব সিরিজ অল অব আস আর ডেড (All of Us Are Dead)..! অল অব আস আর ডেড (All of Us Are Dead) সিরিজটি তে মোট সিজনের সংখ্যা ০১ টি আর এপিসোড সংখ্যা রয়েছে ১২ টি। এই সিরিজটি আইএমডিবিতে মোট ২,৬০০ টি ভোট পেয়ে ৭.৭/১০ রেটিং পায়। ৯৭% গুগল ব্যবহারকারীর এই টিভি শো-টি ভাল লেগেছে। অল অব আস আর ডেড (All of Us Are Dead) সিরিজটির ডিরেক্টর জে.কিউ. লি, কিম নাম-সু এবং গল্পের লেখক সিওং-ইল চিওন

মূলত যারা জোম্বে জনরা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট সিরিজ একটি। প্রতি এপি প্রায় ১ ঘন্টা করে মোট ১২+ ঘন্টার সিরিজ।তাই দেখতে প্রায় ৩ দিন লেগবে। ৩টা ভাষায় সিরিজ টি দেখতে পারবেন Hindi, ENG & Korean

All of Us Are Dead

🔴 Intro :::
🔵 Genres…..: Action, Horror, Youth, Sci-Fi
🔴 Country….: South Korea
🔵 Banner…..: Netflix
🔴 No of epi : 12
🔵 No of epi Length: 1 Hours

Screen shot:

Series Review

এক শিক্ষিক ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে নিজের স্ত্রী সন্তানদের জম্বি বানিয়ে ফেলে।সেইসাথে স্কুল থেকে জম্বির বিস্তার ঘটতে থাকে।আর সেখানেরই কিছু শিক্ষার্থীদের বেচে থাকা নিয়ে সব কাহিনি নিয়ে সাজানো এই সিরিজ।

এই সিরিজে আপনার দেখতে পাবেন বাবা-মেয়ের অসীম ভালোবাসার টান,মা-ছেলের ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, বন্ধু-বন্ধুর প্রতি ভালোবাসা, ছাত্র-ছাত্রী শিক্ষকের প্রতি ভালোবাসা দেখা যাবে। আর দেখা যাবে প্রচুর ইমোশনাল দৃশ্য একেবারে চোখে পানি আসার মত এছাড়া কমেডি দৃশ্যে তো আছেই.!!

এবং শেষ এপিতে মানে লাস্ট এপিতে একটা বড়সড় টুইস্ট থাকে যার পরের সিজনের অপেক্ষা করতে হবে….!

Download link:

480p

EP 1-6 [1.5GB]- Click here to download

EP 7-12 [1.3GB]Click here to download

720p

EP 1-6 [3.6GB]Click here to download

EP 7-12 [3.1GB]Click here to download

Bangla Subtitle Link:

Episode 01

Episode 02

Episode 03

Episode 04

Episode 05

Episode 06

Episode 07

Episode 08

Episode 09

Episode 10

Episode 11

Episode 12

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

Ads দেখে প্রতিদিন 50 Diamond Top-up করে FF একাউন্ট এ

ধন্যবাদ

The post সর্বকালের সেরা ২০২২ সালের নেটফ্লিক্স কোরিয়ান ওয়েব সিরিজ অল অব আস আর ডেড (All of Us Are Dead) রিভিউ +ডাউনলোড লিংক এবং সাবটাইটেল.! appeared first on Trickbd.com.

[Original] ডাউনলোড করে নিন TrickJanbo এর প্রিমিয়াম ভার্সন ব্লগার টেমপ্লেট ফ্রিতে

Posted:

ব্লগার বন্ধুরা আজ আমি TrickJanbo এর প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটটা নিয়ে আসলাম।
আপনারা হয়তো এমন ব্লগার টেমপ্লেট খুজছেন যে টেমপ্লেট এর লোডিং স্পিড ১০০% এবং SEO তে খুবই ভালো।
আপনারা যারা নতুন ব্লগিং করছেন তাদের জন্য হয়তো এই ব্লগার টেমপ্লেটটি ভালো হবে কারন এটি seo তে খুবই ভালো এবং এটিতে পোস্ট করার সাথে সাথেই গুগলে ইনডেক্স হয়ে যায়।
আপনারা যারা গুগল অ্যাডসেন্স এর Invalid ক্লিক এর সমস্যায় ভুগছেন তাদেরকে অনেক সহায়তা করতে পারে এই টেমপ্লেট।
কারন আপনি এই টেমপ্লেটে invalid click প্রটেক্টর যুক্ত করতে পারবেন
এই টেমপ্লেট এর লোডিং স্পিড মোবাইলে ৯৯% এবং ডেস্কটপ এ ১০০%।
আপনারা চেক করে নিতে পারেন।

থিমের ফিচার্সঃ

○100% Responsive
○Google Testing Tool Validator
○SEO Friendly
○Mobile Friendly
○404 page
○Loading Speed 100%
○Label Specific Post Widgets
○Recent Post
○Email Subscription
○Auto Read More With Thumbnail
○Ads Ready
○Social Counter
○3 Column Footer
○Social & Search engine meta tags
○Multi Dropdown Menu
○Search Widget
○Social Widgets
○Related Posts with Thumbnail
○Custom Follow by Email Widget
আপনি চাইলে আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।
আপনি কালার ফন্ট সহ অন্যান্য কিছু কাষ্টমাইজ করতে পারবেন।

স্ক্রিনশটঃ

ডেমোঃ

আপনারা ডেমো দেখতে চাইলে দেখতে পারেন
Demo link

ডাউনলোড লিংকঃ

টেমপ্লেট টি ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম ভার্সন একদম ফ্রিতে।
আপনারা এই থিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
আপনারা কেউ এই থিমকে ক্রাক বা নাল মনে করবেন না কারন আপনাদেরকে এই থিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড লিংক দিবো।Download link

আপনারা যারা ব্লগারে ব্লগিং শুরু করেছেন তাদের জন্য অনেক উপকারি হবে বলে মনে করি।
আপনারা যদি চান তাহলে আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারবেন এই টেমপ্লেটটিকে।
অথবা আপনারা যারা ওয়াপকা ইউজার তারা এই টেমপ্লেটটি দেখতে পারেনঃWapka blog and magazine template download

The post [Original] ডাউনলোড করে নিন TrickJanbo এর প্রিমিয়াম ভার্সন ব্লগার টেমপ্লেট ফ্রিতে appeared first on Trickbd.com.

দেখে নিন, কিভাবে আপনি আপনার iPhone এ LED flash নোটিফিকেশন অন করবেন। বিস্তারিত পোস্টে।

Posted:


আসসালামু আলাইকুম।

 সবাই কেমন আছেন? 
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেইও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।
 কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার iPhone এ ফ্লাশ লাইট নোটিফিকেশন ফাংশন চালু করবেন। ফ্লাশ লাইট নোটিফিকেশন ফাংশন অর্থাৎ আপনার আইফোনে যখন কোনো ফোন কল বা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন আসে তখন আইফোনের ক্যামেরার লাইটটি জ্বলবে আর নিভবে আর এভাবে আপনারে নোটিফিকেশন দিবে এটাকে ফ্লাশ লাইট নোটিফিকেশন বলে। তো চলুন কিভাবে এই ফাংশন টি চালু করবেন তা দেখে নিই। 

বিস্তারিত পোস্টঃ

এই ফির্চারটা অনেক Android ফোনেই আপনারা দেখতে পারবেন। আজকে আমি আপনাদের এই ফাংশনটি iPhone ব্যবহার করে, করে দেখাবো।
কার্যপদ্ধতিঃ
1. প্রথমেই আপনাকে আপনার আইফোনের সেটিং এ যেতে হবে।


2. তারপর আপনারা সেটিং হতে General এ যাবেন।

3. তারপর Accessibility তে যান।

4. তারপর আপনি Accessibility তে অনেক অপশন দেখতে পারবেন। তার মধ্যে আপনারা LED flash for Alerts অপশনটি দেখতে পারবেন ওটাতে ক্লিক করুন।

5. তারপর আপনারা LED flash for Alerts অপশনটি on করে দিন। এবং দ্বিতীয় অপশন অর্থাৎ Flash on Silent এই অপশন টিও অন করে দিন।

আর এইভাবেই আপনারা ফ্লাশ নোটিফিকেশন অপশনটি চালু করতে পারবেন। আর এই অপশনটি চালু হওয়ার পর এখন যদি কোনো কল বা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন আসে তাহলে iPhone টি আপনাকে ফ্লাস দিয়ে জানিয়ে দিবে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।











The post দেখে নিন, কিভাবে আপনি আপনার iPhone এ LED flash নোটিফিকেশন অন করবেন। বিস্তারিত পোস্টে। appeared first on Trickbd.com.

[solved] Copy paste ঠিকমতো কাজ করছে আপনার Windows 10 এ? নিয়ে নিন সমাধান সাথে মাল্টিপুল মেথড।

Posted:

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?

আল্লাহর রহমতে আমি ভালোই আছি। বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।

আপনার Windows 10 এর copy, paste ফাংশনটি যদি ঠিক মতো কাজ না করে তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই।

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Windows 10 এর কপি পেষ্ট ফাংশনটি ঠিক করবেন? তো বেশি কথা না বলে সরাসরি পোস্টে চলে যায়।

বিস্তারিত পোস্টঃ

আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি। আর আমাদের বিভিন্ন কাজের জন্য কোনো লেখা কপি করে অন্য কোনো জায়গায় পেস্ট করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় এই সিস্টেমটি ঠিকমতো কাজ করছে না। মানে ধরুন আপনি কোনো একটা ব্লগ সাইটে একটি আর্টিকেল পড়ছেন। এবং এই আর্টিকেল টার লেখা গুলো আপনি কপি করবেন। কিন্তু আপনি যতই চেষ্টা করছেন লেখাগুলো কপি হচ্ছে না। আবার আপনার কম্পিউটারে লেখা গুলো কপি হলেও কোনো জায়গায় পেস্ট করতে গেলে লেখা গুলো পেস্ট হচ্ছে না। তাহলে আপনি এখন

কি করবেন?

তো আজকের পর্বে আমি আপনাদের সেটাই দেখাবো অর্থাৎ

আপনার কম্পিউটারে যদি copy paste ফাংশনটি কাজ না করে তাহলে কিভাবে আপনি এই সমস্যাটির সমাধান করবেন?

তো চলুন শুরু করা যাক।

কার্যপদ্ধতিঃ

Solution 1. Reset the rdpclip.exe process

rdpclip.exe সিস্টেমটি কপি পেস্ট ফাংশন টিকে নিয়ন্ত্রণ করে।

অর্থাৎ আমরা বলতে পারি rdpclip.exe অ্যাপ্লিকেশন ছাড়া কপি পেস্ট এর কথা চিন্তাই করতে পারবো না। তাই এখানেই কপি পেস্ট নিয়ন্ত্রণ করা হয়। তাই আমাদেরকে প্রথমেই rdpclip.exe application টি রিসেট করতে হবে। রিসেট করার জন্যঃ

  • ১. CTRL+ALT+DEL একসাথে টিপুন। এবং তারপর Task manager সিলেক্ট করুন।
  • ২. তারপর processes ট্যাব হতে rdpclip.exe এ রাইট ক্লিক করুন।
  • ৩. তারপর End process এ ক্লিক করুন।
  • ৪. এবার task manager টি ক্লোজ করে আবার ওপেন করুন।
  • ৫. তারপর File >> Run new task. যান।
  • ৬. ডায়ালগ বক্সে rdpclip.exe টাইপ করে enter চাপুন।
  • ৭. এবার সিস্টেম টি রিস্টার্ট দিন।

Through Command Prompt

  • ১. প্রথমেই Win+R একসাথে চেপে রান উইন্ডো ওপেন করে cmd
  • লিখে ইন্টার চাপুন।
  • ২. এবং নিচের কমান্ডটি টাইপ করুন।
  • taskkill.exe /F /IM rdpclip.exe
  • ৩. আবার rdpclip.exe লিখে ইন্টার টিপুন।
  • ৪. তাহলে সমস্যাটি ঠিক হয়ে যাবে।

Solution 2. Use the "echo off" command on Command Prompt

১. প্রথমেই রান কমান্ড ওপেন করে নিচের কোড টাইপ করে ইন্টার চাপুন।

cmd /c"echo off|clip

২. এবার রিস্টার্ট দিন। তাহলে সমস্যাটি ঠিক হয়ে যাবে।
Solution 3. Hardware and devices troubleshooter
  • ১. প্রথমেই স্টার্ট বাটম টিপে সেটিং এ যান।
  • ২. তারপর Updates and Security >>
  • Troubleshoot. যান।
  • ৩. Select the Hardware and Devices troubleshooter .
  • ৪. তারপর প্রসেস টি হয়ে গেলে pc রিস্টার্ট দিন। তাহলে
    সমস্যাটি ঠিক হয়ে যাবে।

তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।

The post [solved] Copy paste ঠিকমতো কাজ করছে আপনার Windows 10 এ? নিয়ে নিন সমাধান সাথে মাল্টিপুল মেথড। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments