Search box..

একাদশ শ্রেণিতে চতুর্থবার বা সরব শেষ আবেদন করবেন কি ভাবে বিস্তারিত পোস্ট.!

একাদশ শ্রেণিতে চতুর্থবার বা সরব শেষ আবেদন করবেন কি ভাবে বিস্তারিত পোস্ট.!


আর আপনারা নিস্চই দেখেছেন যে একটি পর আরো একটি দেখাতেই আছে।কিন্তু একই জায়গাই এড দেখাইতেছে।ভাই এটি শুধু যেই জায়গাই এডটি বসাবেন শুধু সেই জায়গায়ই বিভিন্ন এড দেখাবে।
আর অপেক্ষা করতে পারছেন না তো শুরু করা যাক।প্রথমে আপনার যেই সাইটে আপনি ওয়েবসাইট তৈরি করেছেন সেই সাইটে যান।
তারপর Admin Penel /Penel এ যান এখন আপনাকে একটি কোড বসাতে হবে। তাহলে Html /Tag Code এ ক্লিক করুন।
এখন আমি একটি আপনাকে কোড দেবো সেই কোডে কিন্তু আপনাকে কিছু লিংক দিতে হবে।যত ছবির লিংক দেবেন তত গুলো ছবির ই এড দেখাবে।মানে হলো এখানে আপনি যে ইমেজ এর লিংক দেবেন সেই ইমেজ এর এড দেখাবে।
প্রথমে নিচে থেকে কোড কপি করুন।

[r] যেখানে আছে সেখানের আখে আপনার একটি ইমেজের লিংক দেবেন। যেমন :
http://www.google.com/wp-center/image.png[r]আরো একটি ইমেজ লিংক দেবেন [r] আরো একটি ইমেজ লিংক …. এভাবে আপনার ইমেজ লিংক দিয়ে দেবেন।আর আপনি যদি বেশি লিংক দিতে না চান তাহলে যে বেশি [r][r].. আছে সেগুলো কেটে দেবেন।আর হ্যা Image Link[r] এভাবে থাকলে এই [r] কেটে দিলে ইমেজ লিংক কাজ করবে না।আরো বেশি লিংক দিন চাইলে [r] এড/লিখে দেবেন।
এখন আপনি Html Code এ সব কিছু করার পর সেটা সামবিট করে দিয়ে আপনার সাইটে দেখেন এডগুলো দেখাছে।
আর আমি Example পারলাম না কারণ টিরিকবিডিতে এটি সো করে না।
আর এটি আপনি আপনার সাইটের যেকোনো স্থানে বসাতে পারবেন।
আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন।টিরিকবিডির সাথে থাকবেন।

The post যদি আপনার ফ্রি সাইট থাকে আর Ads না দেখায় তাহলে শুধু সবাইকে দেখার জন্য কিভাবে এড দেখাবেন?…. appeared first on Trickbd.com.

একাদশ শ্রেণিতে চতুর্থবার বা সরব শেষ আবেদন করবেন কি ভাবে বিস্তারিত পোস্ট.!

Posted:

বিভিন্ন কলেজ মাদরাসায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য তিন ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হলেও ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি। কলেজ না পাওয়া এ ৪৩ হাজার শিক্ষার্থীকে চতুর্থ ধাপে অনলাইনে ফের ভর্তির আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১ মার্চ চতুর্থ ধাপের অনলাইন আবেদনের ফল প্রকাশ হবে।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি, ভর্তির মনোনয়ন পেলেও ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি এবং ২০২১ খ্রিষ্টাব্দে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থধাপে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করতে পারবেন।

কি ভাবে আবেদন করবে এবং আবেদন ফি কি ভাবে জমা দিবে তা জানতে এখানে ক্লিক করুন.!

২৮ ফেব্রুয়ারি এ ধাপের আবেদন বাছাই করা হবে। ১ মার্চ রাত আটটায় চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে। ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুসারে অনলাইনে ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন

ধন্যবাদ

The post একাদশ শ্রেণিতে চতুর্থবার বা সরব শেষ আবেদন করবেন কি ভাবে বিস্তারিত পোস্ট.! appeared first on Trickbd.com.

হযরত আলি (রা) এর সংক্ষিপ্ত জীবনী

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে হযরত আলি (রা) এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


মুসলিম জাহানের চার খলিফার মধ্যে সবশেষ খলিফা অথাৎ চতুথ খলিফা হলেন হযরত আলি (রা) । তিনি ৬০০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন । তিনি মহানবি (স) এর চাচা আবু তালিবের পুত্র ছিলেন । তাঁর ডাকনাম ছিল আবু তোরাব ও আবুল হাসান । বাল্যকাল থেকেই তিনি হযরত মুহাম্মদ (স) এর সাথে থাকতেন । মহানবি (স) এর প্রতি তাঁর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল । তাই দশ বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন । বালকদের মধ্যে তিনিই সবপ্রথম ইসলাম ধম গ্রহণকারী সাহাবি ।

মহানবি হযরত মুহাম্মদ (স) হিজরত করে মদিনা যাওয়ার সময় হযরত আলি (রা) কে আমানতের মালের দায়িত্ব দিয়ে তাঁর বিছানায় রেখে যান । জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এ দায়িত্ব তা সঠিকভাবে পালন করেন । মহানবি (স) এর দায়িত্বের চেয়ে তিনি নিজের জীবনকে তুচ্ছ মনে করেন । আমরাও তাঁর আদশে অনুপ্রাণিত হবো ।

হযরত আলি (রা) ছিলেন অসাধারণ শক্তির অধিকারী । তাঁর নাম শুনলে কাফির মুনাফিকদের মনে ভয়ের সৃষ্টি হতো । বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসুল (স) তাঁকে যুলফিকার তরবারি উপহার দেন । তারপর খায়বারে কামুস দুগ জয় করলে হযরত মুহাম্মদ (স) তাঁকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি প্রদান করে । এছাড়া হুদায়বিয়া সন্ধিপত্র নিজ হাতে লিখেছিলেন । মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তাঁর হাতে ছিল ।

হযরত আলি (রা) ছিলেন অসাধারণ মেধার অধিকারী । তিনি সবদা জ্ঞান চচা করতেন । তিনি আরবি সাহিত্যে প্রচুর জ্ঞানচচা করতেন । কথিত আছে যে, “রসুল (স) হলেন জ্ঞানের শহর আর আলি (রা) তার দরজা । তাঁর রচিত ‘দিওয়ানে আলি’ গ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ ।

হযরত আলি (রা) সারাজীবন জ্ঞান সাধনা করার জন্য সম্পদ উপাজন করার সময় পাননি । সবসময় তিনি সহজ সরল জীবনযাপন করতেন । নিজ হাতে কাজ করে উপাজন করেন । তাঁর স্ত্রী ছিলেন হযরত মুহাম্মদ (স) এর আদরের ছোট মেয়ে হযরত ফাতিমা (রা) । তাঁর স্ত্রী নিজ হাতে জাঁতা পিষে গমের গুরো (আটা) থেকে রুটি তৈরি করতেন । মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোন কাজের লোক রাখেননি ।

তো আজ এতটুকুই ছিল আপনাদের জন্য । সবাইকে ধন্যবাদ । বিদায় ।

The post হযরত আলি (রা) এর সংক্ষিপ্ত জীবনী appeared first on Trickbd.com.

(Giveway) ফ্রিতে প্রিমিয়াম ভিপিএন Unlimited VPN for 6month (সময় কম, তাড়াতাড়ি নিয়ে নিন)

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,
আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গিভওয়ে পোষ্ট ।।।

Unlimited VPN for 6 Month

VPN UNLIMITED (100% DISCOUNT)YOUR DOWNLOAD Your download will start automatically, or you can manually download from the link below.

Download 1: (Windows) SharewareOnSale_Giveaway_VPN_Unlimited_hub.exe
Download 2: (Mac) VPN_Unlimited_v8.7.0.dmg
Download 3: (Microsoft Store) VPN Unlimited App
Download 4: (Mac App Store) VPN Unlimited App
Download 5: (Google Play Store) VPN Unlimited App
Download 6: (Apple App Store) VPN Unlimited App

DIRECTIONS

The download links for VPN Unlimited are given to you above. To redeem the giveaway, you need to do the following.

  • First, you need a free KeepSolid account. If you do not already have one, click here to go to KeepSolid’s website and register a free account.
  • Second, go to your KeepSolid account page (you will need to login) and click the REDEEM link at the top.
  • Finally, on that page enter the following voucher code and click REDEEM A CODE:
    • Exclusive giveaway code:VPNU6MONTH

After you have done all that, download and install VPN Unlimited from the links above. Once installed, run it and login with your KeepSolid account. Enjoy!

The post (Giveway) ফ্রিতে প্রিমিয়াম ভিপিএন Unlimited VPN for 6month (সময় কম, তাড়াতাড়ি নিয়ে নিন) appeared first on Trickbd.com.

Wapkiz সাইটে Trickbd.com এর মতো সাইট তৈরি করুন (Real Post) {Purof Part}

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি টিরিকবিডির সবাই ভালো আছেন।
আমি দেখছি অনেকে পোষ্ট করে টিরিকবিডির মতো সাইট তৈরি করার থীম দেয় বা কোড দেয়।পেমন্ট সিস্টেম ও থাকে কিন্তু প্রফাইলে পয়েন্ট সিস্টেম নেই।আর যেভন About Us,User Right,FAQ etc এগুলো তে ক্লিক করলে কিছুই থাকে না।প্রফাইল ফটো আপলোড বা বিবো সিস্টেম থাকে না।পোষ্ট করার সময় Screenshot/bb Code সিস্টেম থাকে না।আরো অনেক কিছু থাকে না।
আমি এই পোষ্ট আপনার শুধু প্ররুফ করার জন্য করছি।আমি এই সব সিস্টেম কিভাবে করবেন তার কোড দেবো।কিন্তু এই পোষ্ট এ না কারন আমি এই পোষ্ট প্ররুফ করার জন্য করেছে ।এর পরর্বতী পোষ্ট গুলোই আমি সব দেবো।

আগে ডেমো দেখুন

আর হ্যা কিছু স্কিনসোট দেখে নিন।
সাইট :

সাইটের নিজের দিকের ছবি।আর এগুলো সব টিরিকবিডির মতো আছে বিশ্বাষ না হলে এগুলো তে ক্লিক করে দেখুন :

পেমন্ট সিস্টেম :


সাইট কেটাগরি সিস্টেম:


আর পয়েন্ট সিস্টেম ও আছে তার প্রমান দেখুধ :

তো এবার বিশ্বাস হয়েছে যে আমি সত্যি বলছি।আমি সব পরর্বতী পোষ্ট এ বলবো।

পার্ট ১ যা যা তাকছে

:

  • সাইটে থীম শেয়ার করবো
  • সাইটের পেমন্ট সিস্টেম চালু করার কোড শেয়ার করবো
  • এই পোষ্ট দেখার জন্য ধন্যবাদ।আমি নতুন তাই দয়া করে ভুল হলে মাফ করবেন।আর সবাই টিরিক বিডির সাথে তাকবেন।

    The post Wapkiz সাইটে Trickbd.com এর মতো সাইট তৈরি করুন (Real Post) {Purof Part} appeared first on Trickbd.com.

    [Hot] Facebook.com Full Wapkiz Theme নিন ফ্রিতে Size: 202 KB মিস করবেন না।

    Posted:





    আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।Title দেখে গেছেন যে আমি Facebook.com Wapkiz Theme শেয়ার করছি।দয়া করে কোনো ভুল হলে কমেন্ট করবেন।তো শুরু করা যাক।
    পৃথিবীতে এমন কোনো লোক নেই যে ফেসবুক সম্পর্কে জানে না।প্রায় 90% লোকেই ফেসবুক সম্পর্কে জানে।আর সবাই চায় যে আমি যদি ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করতে পারতাম আর ঙ্গান বাড়াতে পারতাম।তো চিন্তার কোনো কারন নেই আমি ফেসবুকের ওয়াপকিজ থিম ফ্রিতে দিচ্ছি।
    প্রথমে ডেমো দেখে আসুন।

    Screenshots








    থীমে যা যা আছে

  • Java Script Codes
  • User Follow Sestem
  • Notification Sestem
  • Chating Sestem
  • Message Sestem
  • Post Sestem
  • Post Like,Comment Sestem
  • Profile Sestem
  • Friend Request Sent & Acsept Sestem
  • Etc… Sestem
  • Theme Info :

    Name : Facebook Wapkiz Theme
    Type : .wapkiztpl
    Size : 202 KB
    Download Link : ডাউনলোড করুন

    কিভাবে থীম আপলোড করবেন?

    প্রথমে wapkiz.com এ যান তার পর আপনার সাইটের Panel Mode এ তারপর Theme > Rezestor / Breacup এ তারপর আপনার ডাউনলোড করা থীমটি আপলোড করে দিন তাহলে হবে।
    আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।আর টিরিকবিডির সাথে থাকবেন।।

    The post [Hot] Facebook.com Full Wapkiz Theme নিন ফ্রিতে Size: 202 KB মিস করবেন না। appeared first on Trickbd.com.

    একাদশ শ্রেণিতে চতুর্থবার আবেদন শুরু হবে যেনে নিন এখন কোন কলেজে কত সিট বা আসন সংখ্যা আছে.!

    Posted:

    একাদশ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আবেদন করে কাঙ্ক্ষিত কলেজ আসেনি বা কোনো কলেজে এখনো চাঞ্জ হয়নি বা চাঞ্জ পাননি সে শিক্ষার্থী জন্য শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে চতুর্থবার আবেদন করার জন্য সুযোগ দেবে। আগামী ২৬ এ ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

    এতি মধ্যে অনেক কলেজ এর আসন সংখ্যা বা সিট পূরণ হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আবেদন এ কিন্তু এখনো অনেক কলেজ এর অল্প কিছু পরিমাণ এর আসন সংখ্যা বা সিট খালি আছে।

    কিন্তু এখন অনেকে ভাবছেন যে কি ভাবে যানবো কোন কলেজে কতটি আসন সংখ্যা আছে। কোনো চিন্তার কারন নেই খুব সহজেই যানতে পারবেন কোনো কলেজে কতটি আসন সংখ্যা আছে এখনো ফাকা।

    নিচের শিক্ষা বোর্ড অনুযায়ী সকল কলেজের তালিকা দিয়া আছে। আপনি যে বোর্ডের কলেজে ভর্তি হবেন সেই বোর্ডের উপর ক্লিক করুন, সাথে সাথে একটা PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। PDF ফাইল এ সিরিয়ালি অনুযায়ী জেলার নাম দিয়া আছে একই ভাবে পরের ছক থানা এবং কলেজের নাম দিয়া থাকবে এবং ডান দিকের ঘরটাতে যত সংখ্যা লেখা থাকবে তা হচ্ছে এখনো ফাকা আসন সংখ্যা।

    DHAKA

    CUMILLA

    RAJSHAHI

    JASHORE

    CHATTOGRAM

    BARISHAL

    SYLHET

    DINAJPUR

    MADRASAH

    MYMENSINGH

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

    Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন

    ধন্যবাদ

    The post একাদশ শ্রেণিতে চতুর্থবার আবেদন শুরু হবে যেনে নিন এখন কোন কলেজে কত সিট বা আসন সংখ্যা আছে.! appeared first on Trickbd.com.

    Download Apk Editor Pro 3.0

    Posted:

    Apk Editor Pro Mod 3.0 Download

    Apk Editor Pro অ্যাপটি আপনি হয়তো চিনে থাকবেন।চেনার কথাই।কারণ এটি দিয়ে সহজেই যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপ এডিট করা যায়।যেকোনো apk ফাইল এর xml ফাইল সহজেই এডিট করতে পারবেন।

    যেকোনো অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড ইমেজ , আইকন , নাম , প্যাকেজ নাম , ভার্সন আইডি চেঞ্জ করতে পারবেন সহজেই।

    Apk Editor অ্যাপটিতে রয়েছে আরো অনেক ফিচার।যেমন আপনি একটি অ্যাপের ভিতরের রিসোর্স : ফন্ট, ইমেজ ইত্যাদি চেঞ্জ করে আপনার ইচ্ছে মত এডিট করে নিতে পারবেন।অসংখ্য সব ফিচার রয়েছে।অ্যাপটি দিয়ে আপনি কিছু সংখ্যক গেম এর ডাটা হক করে সেগুলো খেলতে পারবেন।

    Apk Editor Pro এর কিছু স্ক্রীনশট :






    কোনো অ্যাপসের অ্যাড রিমুভ করার জন্যেও আপনি APK Editor Pro অ্যাপটি ইউজ করতে পারেন।

    Features of Apk Editor Pro

    • Change application version
    • Edit any apk file
    • Replace icons
    • Redesign layout using XML edit
    • Resource Re-build
    • Edit any string value
    • Unlocked premium features of the application
    • Change Background Image
    • No Root Required
    • Ad Free Editing
    • Editing any config file
    • Change SDK version
    • Easy to use interface
    • Supports .xml files
    • Import any external project

    DOWNLOAD


    ব্লগার টিপস , টুলস , প্রিমিয়াম টেমপ্লেট , SEO টিপস পেতে ভিজিট করুন 👉 PieTune

    কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখবেন?

    ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার উপায়

    The post Download Apk Editor Pro 3.0 appeared first on Trickbd.com.

    এবার হিন্দি ভাষায় দেখুন Zack Snyders Justice League 2021 কোনো সাবটাইটেল দরকার নেই। (বিস্তারিত পোষ্টে)

    Posted: 25 Feb 2022 03:33 AM PST

    আসসালামুয়ালাইকুম !
    TrickBD
    তে ১ বছর পর এটা আমার আরেকটা পোস্ট। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

    আপনারা অনেকেই হয়তো Zack Snyders Justice League (2021) মুভিটা দেখেছেন, কেউ হয়তো ইংরেজি ভাষায়, কেউবা বাংলা সাবটাইটেল দিয়ে, আবার কেউ হিন্দি ডাবিং এর জন্য অপেক্ষা করেছেন।

    আমি জানি এই মুভি নিয়ে ইতিমধ্যেই ট্রিকবিডিতে পোস্ট করা হয়েছে। তবুও পোস্ট করলাম যারা হিন্দি ভাষায় দেখতে চান, বা যারা এখন পর্যন্ত দেখেনি তাদের জন্য।

    এবার মূল কথায় আসি

    মূলত যারা Batman VS Superman: Dawn of Justice মুভিটি দেখছেন তাদের বুঝতে সুবিধা হবে।

    • মুভি বর্ণনা :

    মুভির নাম : Zack Snyders Justice League (2021)

    Movie Category : Hollywood Unofficial Hindi Dubbed Movies

    Genre : Action, Adventure, Sci-Fi,

    Release Date : 2021

    Run Time : 04 hours 03 minutes 35 seconds

    Language : Unofficial Hindi HQ Dubbed HDRip

    হ্যাঁ এটা আনঅফিসিয়াল হিন্দি ডাবিং। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা পাবেন না। সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন।

    আমাদের মতো মুভি লাভারদের কথা ভেবেই আন‌অফিসিয়াল হিন্দি ডাবিং বের হয়েছে। 💚

    আরেকটা কথা যেহেতু এই মুভি হিন্দি ডাবিং তাই ডুয়াল অডিও থাকছে না। সরাসরি হিন্দি ভাষায় দেখতে হবে!
    ইতিমধ্যেই এই মুভির অন্য পোষ্ট এ কাস্টের নাম উল্লেখ করা আছে তাই আর বললাম না।

    এই মুভির শুরুতে Batman VS Superman Dawn of Justice মুভির কিছু অংশ দেখানো হয়েছে। সুপারম্যান আর লেক্স লুথোরের তৈরি ডুমসডের মধ্যে লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে ওয়ান্ডার ওম্যান ডুমসডের ডান হাত কেটে দেয়, এবং ডুমসডের কাটা হাতে একটি লম্বা হাঁড় বের। তারপর ব্যাটমান ক্রিপটোনাইট পাথরের তৈরি অস্ত্র সুপারম্যানকে দেয় ডুমসডেকে মারার জন্য।

    সুপারম্যান ঐ অস্ত্র ডুমসডের শরীরে ঢুকিয়ে দেয় কিন্তু ডুমসডেও তার হাতের হাড় সুপারম্যানের বুকে ঢুকিয়ে দেয়, এবং তারা দুজনেই মারা যায়।

    কিন্তু সুপারম্যান মারা যাওয়ার আগে খুব আর্তনাদ করে ৩ বার খুব জোরে আওয়াজ করে এবং সেই আওয়াজ থেকে এক প্রকার সবুজ রঙের শক্তি উৎপন্ন হয়। আর এখান থেকেই শুরু হয় Zack Snyders Justice League (2021) মুভির মূল কাহিনী।

    সুপারম্যানের সেই চিৎকারের শব্দ বাতাসে ভেসে অ্যামাজন, আটলান্টিস, এবং শহরে যায়, এবং ডার্ক সাইডের তিনটি মাদারবক্স সক্রিয় হয়ে যায়।

    যেহেতু Batman VS Superman Dawn of Justice মুভিতে ব্রুস ওয়েন (ব্যাটম্যান) লেক্স লুথোরের কথা আর তার সুপার কম্পিউটারের ডেটা হ্যাক করে ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, অ্যাকুয়াম্যান, সাইবর্গ এদের সম্পর্কে জানতে পারে, এবং এটাও বুঝতে পারে বড় কোনো বিপদ আসতে চলেছে, তাই ব্যাটম্যান এবং ওয়ান্ডার ওম্যান মিলে সিদ্ধান্ত নেয়, সুপারম্যানদের চূড়ান্ত আত্মত্যাগ বৃথা না হয় তা নিশ্চিত করার জন্য মেটাহিউম্যানদের একটি দল গঠন করার।

    যদি আপনি Justice League 2017 মুভি দেখে থাকেন তাহলে বলবো Zack Snyders Justice League (2021) এর মধ্যে কিছু দৃশ্যের মিল থাকলেও পুরোটা মুভি কিন্তু হুবহু এক নয়, মিল এবং অমিল দুটোই বিদ্যমান।

    এবার এই মুভির কিছু স্ক্রীনশর্ট দেখুন

    এই মুভির সবকয়টা সুপারহিরোর চরিত্র আমার কাছে ভালো লেগেছে। তবে বেরি অ্যালেন (দ্যা ফ্ল্যাশ) এর চরিত্র অনেক বেশি ভালো লেগেছে।

    তিনটি মাদারবক্সকে আলাদা করার জন্য সাইবর্গ কে নিজেও ঐ মাদারবক্সের সাথে জুড়তে হবে, এর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন যা ফ্ল্যাসের দেয়ার কথা। এজন্য ফ্ল্যাশ ঐ এরিয়াতে দ্রুত গতিতে দৌড়ে বিদ্যুৎ তৈরি করছিলো যেন সাইবর্গ ডাকলেই সঠিক সময়ে বিদ্যুৎ দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন প্যারাডেমিয়ান ফ্ল্যাশের ওপর আক্রমণ করে এতে ফ্ল্যাশ গুরুতরভাবে আহত হয় যার কারণে সঠিক সময়ে সাইবর্গ কে বিদ্যুৎ দিতে পারে না।

    ফলে তিনটি মাদারবক্স একত্রে মিলিত হয়, এবং সেখানে অনেক বড় বিষ্ফোরণ সব ধ্বংস হতে শুরু করে কিন্তু ফ্ল্যাশ দূরে থাকার কারণে সে খুব দ্রুত গতিতে ভাইব্রেশন করে নিজেকে অস্পষ্ট করে ফেলে, যার কারণে সব কিছু ফ্ল্যাশের শরীরের এপার ওপার হয়ে গেলেও ফ্ল্যাশের কিছু হয় না।

    এর পরেই ফ্ল্যাশ তার সমস্ত শক্তি দিয়ে আলোর গতির চেয়ে দ্রুত গতিতে দৌড়ে টাইম ট্রাভেল করে সময়কে পেছনে নিয়ে যায় এবং সাইবর্গ কে বিদ্যুৎ দেয় এবং তারা জিতে যায়।(এর পরেও লড়াই হয়)

    যেহেতু ফ্ল্যাশ টাইম ট্রাভেল করে প্রকৃতির বিরুদ্ধে কাজ করেছে তাই এর একটি আলাদা ফ্ল্যাশপয়েন্ট তৈরি হয়। এবং সাইবর্গ একটি ভবিষ্যতের দৃশ্য দেখতে পায় যেখানে ওয়ান্ডার ওম্যান কে ডার্ক সাইটে আগুনে পোড়াচ্ছে, সুপারম্যানের গার্লফ্রেন্ড লোইস লেইন মারা গেছে এবং সুপারম্যানের হাতে ব্যাটম্যানের কাটা মাথা আছে। এবং সুপারম্যান সবাইকে মেরে ফেলছে।

    ফ্ল্যাশের টাইম ট্রাভেলের কিছু দৃশ্য

    অনেক লিখে ফেলেছি আরো বেশি লিখলে হয়তো একটা সাবটাইটেল তৈরি হয়ে যাবে। 😶

    এখন মুভি ডাউলোড করুন

    ডাউলোড লিংকে ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী রেজ্যুলেশন এবং কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করুন। যতটা পেরেছি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দেয়ার চেষ্টা করেছি।

    নিচের এই তিন টি সার্ভার থেকে ডাউনলোড করুন।

    Download Link

    আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। কোনো ভুল হলে ধরিয়ে দিবেন ঠিক করার যথাসাধ্য চেষ্টা করবো। ট্রিকবিডি নিয়মিত ভিজিট করুন।

    কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

    The post এবার হিন্দি ভাষায় দেখুন Zack Snyders Justice League 2021 কোনো সাবটাইটেল দরকার নেই। (বিস্তারিত পোষ্টে) appeared first on Trickbd.com.

    আর নয় অতিরিক্ত চার্জ ! সঠিক সময়ে ফোনের যত্ন নিন। ফোনের ব্যাটারিতে আর অতিরিক্ত চার্জ হবেনা।(বিস্তারিত পোষ্টে)

    Posted: 25 Feb 2022 03:32 AM PST

    আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

    আমরা কমবেশি সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। এমনিতেও এখনকার ফোনগুলো স্মার্ট, কিন্তু তবুও ভেবে দেখুন তো ফোনের ব্যাটারিতে অতিরিক্ত চার্জ হলে ব্যাটারির ওপর কিরুপ প্রভাব পড়বে ?

    আবার মনে করুন আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, আর এদিকে আপনার ফোনে অতিরিক্ত চার্জ হয়ে যাচ্ছে, কখন ফোনে ১০০% চার্জ হয়ে গেছে সেটা আপনি অন্য কোনো ব্যস্ততার কারণে বুঝতে পারলেন না।

    আবার আমার মতো অনেকেই আছেন যারা রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে ফোনে চার্জ হয়ে গেলে অটোমেটিক ফোন চার্জ নেয়া বন্ধ করে দেয়। কিন্তু ব্যাকগ্ৰাউন্ড চলা অ্যাপের কারণে ১% চার্জ কমে ৯৯% হলেই ফোন আবার চার্জ নেয়া শুরু করে, এবং এটা প্রতিবারই হবে।

    এতে অবশ্যই আপনার ফোন এবং ব্যাটারির ক্ষতি করে। কিন্তু যদি আপনি আপনার ফোনে ১০০% চার্জ হয়ে গেলেই ফোন আপনাকে বলে দেয় তখন নিশ্চয়ই আপনি আপনার ফোন চার্জ থেকে বের করবেন। হ্যাঁ ফোনে পুরো চার্জ হয়ে গেছে ফোন নিজে আপনাকে জানাবে।

    তো এইজন্য আপনাকে শুধুমাত্র ১ এমবির একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের নাম হলো : Battery Alarm

    এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত

    ১০০% চার্জ এবং লো ব্যাটারি সতর্কতা, ভয়েস ব্যাটারি সতর্কতা সহ। কোনো অ্যাডস নেই ! 💚

    ★ব্যাটারি অ্যালার্ম অ্যাপ হলো একটি সাধারণ অ্যাপ যা ব্যাটারি লো বা চার্জ হলে আপনাকে সতর্ক করে। কোনো বিরক্তির অ্যাডস ছাড়া!!!★

    ব্যাটারি অ্যালার্ম অ্যাপ্লিকেশনটি ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং ব্যাটারি চার্জ বা একটি নির্দিষ্ট পারসেন্ট পর্যন্ত ডিসচার্জ হলে আপনাকে সতর্ক করতে ব্যবহৃত হয়।

    সেটিংস সহজ এবং অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের পরে অবিলম্বে কাজ করার জন্য ব্যবহার উপযোগী।

    ব্যাটারি অ্যালার্ম সম্পূর্ণ বিনামূল্যে এবং বিজ্ঞাপন ছাড়া।

    ★ বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না।

    ★ আপনার ফোন থেকে তথ্য চুরি করে না।

    ★ ইন্টারনেট, জিপিএস, জিএসএম ব্যবহার করে না।

    আপনি আপনার ফোনে সতর্কতা ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। (অ্যাপটি ফোন সেটিংস অ্যাক্সেস করে না) গুরুত্বপূর্ণ!!!

    অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 এবং নতুন ভার্সনের ফোনের জন্য
    কিছু ফোন সেট আপ করতে হবে (Xiaomi, Huawei, Oppo, Poco, Oneplus, Vivo)

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হল

    1. সম্প্রতি ব্যবহৃত অ্যাপগুলিতে অ্যাপ লক করুন।

    2. ব্যাটারি অ্যালার্ম অ্যাপ্লিকেশনের জন্য ব্যাটারি অপ্টিমাইজেশান বন্ধ করুন৷

    3. নিজে থেকেই শুরু করার অনুমতি দিন।

    ভালো লাগলে অ্যাপটা ডাউনলোড করুন।

    Download Battery Alarm

    জানি পোস্ট ছোট হয়েছে কিন্তু এই অ্যাপ সম্পর্কে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী যা পেরেছি আপনাদের বললাম। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, ট্রিকবিডি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

    কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

    The post আর নয় অতিরিক্ত চার্জ ! সঠিক সময়ে ফোনের যত্ন নিন। ফোনের ব্যাটারিতে আর অতিরিক্ত চার্জ হবেনা।(বিস্তারিত পোষ্টে) appeared first on Trickbd.com.

    যদি আপনার ফ্রি সাইট থাকে আর Ads না দেখায় তাহলে শুধু সবাইকে দেখার জন্য কিভাবে এড দেখাবেন?….

    Posted: 25 Feb 2022 03:17 AM PST

    আসসালামু আলাইকুম।আশা করি টিরিকবিডির থাকা বা না থাকা সবাই ভালো আছেন।আর যারা টিরিকবিডিতে ভিজিট করে তারা প্রধানত ভালোই থাকে।
    টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আমি কি নিয়ে আজকের পোষ্ট করেছি।আজ আমি কথা বলবো কিভাবে আপনার ফ্রি সাইটে Wapkiz/waphosts/wapka/byhost etc.. এড দেখায় না কিন্তু আপনি এড দেখাতে যান কিন্তু কিভাবে? তা আজ আমরা জানবো।
    আর আমি একটি Wapkiz এর একটি সাইটে এড বসিয়েছি।কিন্তু হ্যা এই এড বসে টাকা ইনকাম করা যায় না।আর যদি আপনার এই ডেমো পছন্দ হয় তাহলে এই পোষ্ট আপনার জন্য। Demo :

    Cilick Now

    Post a Comment

    0 Comments