Search box..

ইসলামের দ্বিতীয় শরিয়ত হাদিস ও সুন্নাহ কী?

ইসলামের দ্বিতীয় শরিয়ত হাদিস ও সুন্নাহ কী?


ইসলামের দ্বিতীয় শরিয়ত হাদিস ও সুন্নাহ কী?

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইসলামি শরিয়তের দ্বিতীয় সুন্নাত ও হাদিস সম্পকে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

ইসলামি শরিয়তের প্রথম উৎস হলো আল-কুরআন । আর দ্বিতীয় উৎস হলো সুন্নাত । সুন্নাতের শাব্দিক অথ হলো রীতিনীতি । ইসলামি পরিভাষায় মহানবি (স) এর বাণী,কম ও তাঁর সমথিত রীতিনীতিকে সুন্নাহ বলে । সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয় । হাদিস বা সুন্নাহ হলো আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ ।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বণনা করেছেন । আর মহানবি (স) তাঁর সুন্নাহের মাধ্যমে এসব বিধি-বিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন । আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজিদে মহানবি (স) কে বলেছেন, “আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাযিল করা হয়েছে । (সুরা নাহল,আয়াত ৪৪)

এ সম্পকে আরও ভালোভাবে বোঝা যায় একটি উদাহরণের মাধ্যমে । চলুন উদাহরণটি দেখে এ বিষয় থেকে চিন্তা দুর করি ।

উদাহরণ :-

পবিত্র কুরআনুল কারিমের সুরা আল-আনআমের ৭২নং আয়াতে বলা হয়েছে, “তোমরা সালাত কায়েম কর ।”

কিন্তু সালাত কোথায় কায়েম করতে হবে,কীভাবে কায়েম করতে হবে,কোন সময়ে কায়েম করতে হবে,কখন আদায় করলে গোনাহ হবে ইত্যাদি বিষয় কুরআন মজিদে বিশ্লেষিত আকারে দেওয়া নেই । বরং রসুল (স) এর ব্যখ্যা করেছেন । তিনি সালাতের সমস্ত নিয়মকানুন তাঁর হাদিস বা সুন্নাহ অনুযায়ী বিশ্লেষণ করেছেন । এভাবে আল কুরআনের নিদেশ ও সুন্নাহর বণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয় ।

মুলত হাদিস হলো আল কুরআনের পরিপূরক । আল কুরআনে হাদিসকে শরিয়তের দলিল হিসেবে বণনা করা হয়েছে । আল্লাহ বলেন, “রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর আর তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাক ।” (সুরা হাশর,আয়াত ৭)

সুতরাং প্রমাণিত হয় যে, সুন্নাহ বা হাদিস শরিয়তের অন্যতম দলিল ও উৎস । আল কুরআনের পরেই এর স্থান ।

তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

The post ইসলামের দ্বিতীয় শরিয়ত হাদিস ও সুন্নাহ কী? appeared first on Trickbd.com.

টিউশন পাওয়ার উপায় [সেরা ৫টি উপায়]

Posted:

ছাত্রাবস্থায় টিউশনি করে আয় করা একটা প্রধান উৎস। টিউশনি করালে যেমন আয় করা সম্ভব তেমনি পাশাপাশি নিজের পড়াশোনা করা সম্ভব হয়। টিউশনি করানোর সময় যা পড়ানো হয় তা মূলত চাকরি পরীক্ষায় কাজে আসে।

টিউশনি পাওয়ার উপায়
তবে গ্রাম থেকে যখন শহরে কেউ টিউশনি করাতে আসে তখন টিউশনি খুঁজে পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। টিউশনি কোথায় পাবো? কিভাবে টিউশনি খুঁজে পাবো? টিউশনি পাওয়ার উপায় ইত্যাদি প্রশ্ন সারাক্ষণ নিজেদের মনে ঘুরপাক খায়।


আজকে আমি জানাতে যাচ্ছি টিউশনি পাওয়ার কার্যকরী কিছু উপায় সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। তো চলুন জানা যাক, টিউশনি পাওয়ার উপায়।

টিউশন পাওয়ার সেরা ৫টি উপায়

১. বড় ভাইয়ের রেফারেন্স

আপনি শহরের যে এলাকায় টিউশনি পড়াতে ইচ্ছুক, সেখানকার আপনার বড় ভাইদের খুঁজে বের করতে হবে। আপনার পরিচিত বড় ভাই ও বন্ধু বান্ধব যারা আগে থেকেই টিউশনি করাচ্ছে তাদের বলে রাখলে খুব সহজে আপনি টিউশনি পেয়ে যাবেন।

তারা আগে থেকেই টিউশনি পড়াচ্ছে তাদের কাছে অনেক টিউশনের অফার এসে থাকে। তাই পরিচিত বড় ভাই ও বন্ধুবান্ধবের সাথে ভালো নেটওয়ার্কিং গড়ে তুললে খুব সহজে আপনি টিউশনি পেয়ে যাবেন।

আপনার পরিচিত বড় ভাই ও বন্ধুবান্ধবকে নিজের টিউশনি করার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিলে তারা গার্ডিয়ানদের আস্থা দিতে পারবে।

২. “পড়াতে চাই” বিজ্ঞাপন দেওয়া

আপনি বড় ভাই ও পরিচিত বন্ধু বান্ধবের সহায়তায় টিউশন পেতে যদি ব্যর্থ হন, তবে আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন। অনেকে খুব সহজে এই পন্থা অবলম্বন করে টিউশনি পেয়ে থাকে। এজন্য আপনাকে পোস্টার ও ব্যানার বা লিফলেট তৈরি করে রাস্তায় লাগাতে হবে।

পোস্টারে অবশ্যই নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার কথা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি নিজের সাথে যোগাযোগ করার সচল কিছু নাম্বার দিতে হবে। সহজে টিউশনি পাওয়ার অন্যতম জনপ্রিয় উপায় এটি।

 

৩. অনলাইন থেকে টিউশনি খোঁজা

আপনি যদি উপরোক্ত দুটি উপায়ে টিউশনি খুঁজে পেতে ব্যর্থ হন তবে অনলাইন থেকে টিউশন খুঁজতে পারেন। আপনি চাইলে এখন ওয়েবসাইট ও বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে টিউশনি খুঁজে পেতে পারেন।

ওয়েবসাইট থেকে টিউশনি খুঁজে পেতে হলে আপনাকে ওই ওয়েবসাইটে নিজের বিস্তারিত বর্ণনা দিয়ে একটা একাউন্ট তৈরী করে নিতে হবে। যেমন: আপনার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন বিভাগে পড়েন এবং আপনার বর্তমান অবস্থান, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন তার নাম ও যোগাযোগ করার নাম্বার ইত্যাদি।

ওয়েবসাইটে আপনি দুই পদ্ধতি ব্যবহার করে টিউশনি খুঁজে পেতে পারেন। একটা পদ্ধতি হলো ফ্রী আরেকটা হল পেইড। পেইড পদ্ধতিতে আপনাকে ওয়েবসাইটের এডমিনকে কিছু টাকা প্রদান করতে হয়।

বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে টিউশনি পেতেও আপনাকে কিছু টাকা এডমিনকে কমিশন দিতে হয়। ফেসবুকে আপনি Tuition Wanted নামে অনেক পেইজ ও গ্রুপ পাবেন সেখান থেকে টিউশনি খুঁজে পেতে পারেন।

এছাড়া নিচে উল্লেখিত ওয়েবসাইট থেকে আপনি টিউশনি খুঁজে পেতে পারেন । টিউশনি পাওয়ার ওয়েবসাইট : Caretutors . com, tutorsbangladesh . com ও Chirkut . net ইত্যাদি।

 

৪. কোন কোচিং সেন্টারে যোগ দেওয়া

আপনি কোন একটা কোচিং সেন্টারের যোগ দিতে পারেন। সেখানে যদি আপনি পড়ার দক্ষতা ভালো দেখাতে পারেন তবে খুব সহজে অনেকগুলো টিউশনি ম্যানেজ করতে পারবেন।

কোচিং এর সব শিক্ষার্থীর সাথে পরিচিত হলে এবং সবার কাছে আপনি গ্রহণযোগ্য হলে এমনিতে প্রচুর টিউশনি পেয়ে যাবেন।

৫. অনলাইনে ক্লাস নেওয়া

আপনি ইউটিউব কিংবা ফেসবুক ব্যবহার করে নিয়মিত অনলাইনে বিভিন্ন বিষয়ে ক্লাস নিতে পারেন। আপনি যখন সবার নিকট পরিচিত পাবেন এবং আপনার ক্লাসগুলো সকলের নিকট পছন্দ হলে তখন এমনিতেই প্রচুর পরিমাণ টিউশনির অফার পাবেন।

উপরোক্ত উপায়গুলো অনুসরণ করলে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে টিউশন খুঁজে পাবেন।

মূল পোস্ট পড়তে ভিজিট করুন  : টিউশন পাওয়ার উপায়

দীর্ঘদিন টিউশন ধরে রাখার উপায়

১) সব সময় সতর্ক থাকতে হবে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যাতে আপনার সম্মান ক্ষুন্ন হয়।

 

২) গার্ডিয়ানদের কখনো বুঝতে দিবেন না টিউশনি একমাত্র আপনার আয়ের উৎস। এতে অভিভাবক তাদের প্রতি আপনাকে নির্ভরশীল মনে করতে পারে।

 

৩) শিক্ষার্থীদের সাথে ভুলেও প্রেমের সম্পর্কে জড়াবেন না। এতে যেমন অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ কমে যায়।

 

৪) শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করা এবং তার পরিবার বিষয়ে অতিরিক্ত তথ্য জানতে না চাওয়া উচিত।

 

৫) শিক্ষার্থীকে পড়ানোর সময় ভুলেও মোবাইল ফোন চাপাচাপি করা যাবে না। চ্যাটিং কিংবা মেসেজিং থেকে একদম বিরত থাকবেন।

 

৬) গাইড দেখে পড়াতে যাবেন না। এতে আপনার প্রতি শিক্ষার্থীর মনে নেতিবাচক চিন্তা আসতে পারে।

 

৭) সবসময় মার্জিত ব্যক্তিত্ব ফুটে তুলবেন। শিক্ষার্থী ও অভিভাবক সবার সাথে সুন্দর আচরণ করুন।

 

উপরের টিপসগুলো অনুসরণ করলে আপনি যেকোনো টিউশন দীর্ঘদিন ধরে রাখতে পারবেন।

এরকম আরও দরকারী যেকোনো টিপস ও ট্রিকস পেতে ভিজিট Bongoupdate.com

The post টিউশন পাওয়ার উপায় [সেরা ৫টি উপায়] appeared first on Trickbd.com.

অপারেটরের সিম 4G কিনা চেক করার উপায়

Posted:

অপারেটরের সিম 4G কিনা চেক করার উপায়

বর্তমান সময়ের বাংলাদেশী সকল অপারেটর যেমন বাংলালিংক এয়ারটেল রবি গ্রামীন টেলিটক। সিম খুলো ব্যবহারের পরিমাণ দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এমনকি একজন প্রত্যেকটি অপারেটর চালাতে ইচ্ছুক।

প্রযুক্তির এই যুগে এখনকার সময়ে আমাদের অবশ্যই প্রত্যেকটি সিমের স্পিড চেক করা জরুরি। কেননা আপনি থ্রিজি সিম এ যত ভালো স্পিড পাবেন তত ফোরজি স্পিড পাবেন না। মূলত ফোরজি স্পিড আপনাকে সকল কাজকর্ম দ্রুত করিয়ে দিবে।

সিম 4G কিনা চেক করে লাভ আছে?

হ্যাঁ বন্ধু অবশ্যই আপনার লাভ রয়েছে আপনার অপারেটর কোন সিম 4g কিনা এটি চেক করার। তবে দুর্ভাগ্যবশত সবার জন্য নয় যারা মূলত অনলাইনে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে আগ্রহী।

তাদের জন্য অবশ্যই তার ব্যবহারকৃত অপারেটর সিম 4g কিনা সেটা যাচাই করা একটু হলেও জরুরী বলে আমি মনে করি। যার প্রথমত কারণ যেটা সেটা আপনি এই প্রযুক্তির যুগে নেটওয়ার্ক কাজে লাগিয়ে এপার থেকে ওপার এর,

বা এদেশ থেকে ও দেশের খোঁজ খবর রাখার জন্য নিশ্চয়ই কল দিবেন। তার জন্য যদি আপনার নেটওয়ার্ক স্পিড কম থাকে ইন্টারনেট কানেকশন অন্যদিকে অনলাইনে কাজকর্ম করা প্রায় অসম্ভব। মূলত আপনি যদি এই প্রযুক্তির যুগে কোন প্রতিষ্ঠান লেনদেন করতে চান তাহলেও কিন্তু,

অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে করে সেই হিসেবে। অন্যান্য কাজের তুলনায় 4g খুবই দ্রুত স্পিড একটু বেশি। যে তুই সবার ফোন টুজি অথবা থ্রিজি থেকে থাকে। এই তুলনায় ফোরজি স্পিড অন্যান্য কানেকশন এর তুলনায় একটু বেশি। এক কথায় এক্সট্রা সুবিধা উপভোগ করার জন্যই ফোরজি অপারেটর আপনার সিমটি আছে কিনা সেটা চেক করা সবার জন্য একটু হলেও লাভ।

অপারেটর বাংলালিংক সিম 4g কিনা চেকঃ এই অপারেটর সিম টি 4g কিনা চেক করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে 4G লিখে 5000 নাম্বারে একটি এসএমএস পাঠিয়ে দিবেন।

যখন আপনি 4G লিখে 5000 নাম্বারে একটি এসএমএস পাঠাবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার জন্য এই অপারেটর সিমে একটি এসএমএস আসবে। এই এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোনের অপারেটর সিম 4g কিনা।

অপারেটর জিপি সিম 4G কিনা চেকঃ এই অপারেটর সিম 4g কিনা এটি যাচাই করার জন্য প্রথমত আপনাকে *121*3232# কোড ডায়াল করতে হবে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতে চাই যে আমি, আপনি যদি এই অপারেটর জিপি সিম 4g কিনা এটা চেক করতে চান।

তাহলে কথা ঘুরিয়ে পেচিয়ে না বলে আপনি সরাসরি আপনার জিপি সিমে *121*3232# কোড ডায়াল করে নিবেন। এই করুন এর মাধ্যমেই আপনি আপনার অপারেটর সিম 4g কিনা যাচাই করতে সক্ষম হবেন। আশা করি আপনারা এই অপারেটর জিপি সিম এর ব্যাপারটা বুঝতে পেরেছেন।

অপারেটর এয়ারটেল সিম 4G কিনা চেকঃ তারপর সাধারণত এই অপারেটর এয়ারটেল সিম 4g কিনা এটি যাচাই করার জন্য, একইভাবে আপনাকে প্রথমত আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *123*44# কোড ডায়াল করে নিবেন।

মূলত উপরোক্ত আলোচনায় জিপি সিম অপারেটর ফোরজি যেভাবে চেক করেছিলেন। ঠিক একইভাবে এই অপারেটর এয়ারটেল সিম 4g কিনা চেক করার প্রসেস একই। তাই অপারেটর এয়ারটেল সিম আপনার 4g কিনা চেক করার জন্য, আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *123*44# কোড ডায়াল করলে বিস্তারিত জানতে পারবেন আশা করি।

অপারেটর রবি সিম 4G কিনা চেকঃ অপারেটর রবি সিম আপনার 4g কিনা চেক করার জন্য, আপনাকে প্রথমে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *123*44# ডায়াল করবেন। হ্যাঁ বন্ধুরা এই ডায়াল কোড ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই যাচাই করে নিতে, পারবেন আপনার অপারেটর রবি সিম 4g কিনা সেটির বিস্তারিত তথ্য।

অপারেটর টেলিটক সিম 4G কিনা চেকঃ এই অপারেটর সাধারণত টেলিটক সিম 4G কিনা তা চেক করার প্রয়োজন হয় না। তবুও আপনাদেরকে বলতে চাই মূলত এমন কোন কোড নেই যেটি ডায়াল করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এই অপারেটর 4g

তবে আপনাদেরকে এতোটুকু আশ্বাস আমি দিতে পারি যে বর্তমানের সকল টেলিটক অপারেটর সিম 4g. এটি নিয়ে তেমন ঘাবড়ানোর কিছু নেই তাছাড়া আপনার আগ্রহ থাকলে আপনি সরাসরি হেল্পলাইনে কথা বলে বিষয়টি জানতে পারেন!

তবে আমার জানা মতে বর্তমান সময়ের সকল অপারেটর টেলিটক সিম 4g. আপনাকে এক্সট্রা ভাবে এই অপারেটর সিম যাচাই করতে হবে না। তাই আশা করি অপারেটর টেলিটক সিম 4g কিনা যাচাই করার আসল বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

অপারেটর সিম গুলো 4g সম্পর্কে শেষ কথা?

আজকে আমরা মূলত যে টপিকটি নিয়ে আর্টিকেল পাবলিশ করলাম। আর্টিকেলটি আশা করি সকল অপারেটর বাংলাদেশি তাদের জন্যে একটু হলেও উপকারে এসেছে। অপারেটর জিপি রবি গ্রামিন বাংলালিংক এয়ারটেল ইত্যাদি, সিম গুলো ফোরজি কিনা?

আর্টিকেলে আপনি যদি কোন কিছু বুঝতে সক্ষম না হয় কিংবা আরো কিছু জানার আগ্রহ থাকে। তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার সমস্যাটি বলবেন আমি অবশ্যই যথাসম্ভব হত হেল্প করার চেষ্টা করব। আর্টিকেল টি ভাল লাগলে একটি লাইক দিয়ে আপনার মন্তব্যটি প্রকাশ করুন ধন্যবাদ।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

The post অপারেটরের সিম 4G কিনা চেক করার উপায় appeared first on Trickbd.com.

চোখের যে সমস্যা হতে পারে ক্যানসারের লক্ষণ

Posted:

চোখের যে সমস্যা হতে পারে ক্যানসারের লক্ষণ

বিভিন্ন কারণে আপনার চোখের ক্ষতি হচ্ছে যেটা কিনা আপনি বুঝতে পারছেন না। অন্যদিকে চোখের সমস্যার কারণে ক্যান্সার হওয়ার লক্ষণ। চোখ যেহেতু মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, অন্যদিকে যেহেতু চোখ ব্যতীত আপনি চলাফেলা পর্যন্ত করতে পারবেন না।

তাই বিষয়টি নিয়ে নি মোটেও অবহেলা করলে চলবে না। তাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কয়েকটি পয়েন্টে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং চোখের যে সমস্যা হতে পারে ক্যান্সারের লক্ষণ এ বিষয়ে বিস্তারিত জানব। তাই একটু ধৈর্য ধরে আর্টিকেলটি পড়া শুরু করুন আশা করি উপকৃত হবেন।

চোখের যত্ন

প্রতিটি মানুষের জন্য চোখের গুরুত্ব অপরিসীম। বর্তমানে প্রযুক্তির যুগে আমরা যদি চোখের যত্ন না নেই তাহলে ক্ষতি কি হবে সেটা আপনাকে আলাদা ভাবে বোঝাতে হবেনা। কারণ এই বিষয়টি আমরা সকলেই জানি।

যেহেতু তথ্যপ্রযুক্তির যুগে বিভিন্ন ডিভাইসের যেমন মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি। এগুলোতে আমরা চোখ দিয়ে একটানা কাজকর্ম করেই যাই, এ কারণে আমাদের চোখের সমস্যা হতে পারে।

তবে একটু নিয়ম মেনে আপনি কাজগুলো সম্পন্ন করলে আশা করি কোন সমস্যা তেমন একটি হবে না। আপনাদেরকে এগুলো বলার মূল কারণ এবং উদ্দেশ্য আমার যেটা সেটা হচ্ছে চোখের যত্ন নেওয়া খুবই জরুরী প্রতিটি মানুষের। কারণ চোখ ব্যতীত চলাফেলা করা সম্ভব নয়।

চোখের ক্ষতি থেকে সতর্ক

বর্তমান প্রযুক্তির যুগে আমরা অনলাইনমুখী হয়ে রয়েছি। অনেকে বলতে পারে যে বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে ফেসবুক না চালালে ঘুমই আসেনা। অর্থাৎ প্রায় প্রত্যেকেই আমরা সকলে অনলাইনে কোন না কোন কাজে মোবাইল ফোন ব্যবহার করে থাকি।

আবার অনেকে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে কম্পিউটারে নিজের ক্যারিয়ার চালাতে পারে। এটিও আবার অনলাইনমুখী কাজ এবং চোখ ব্যতীত এগুলো কোন কাজ করা সম্ভব না। তাই আপনারা যারা মূলত অনলাইনমুখী কাজ করেন তাদেরকে চোখের যত্ন এর কথা ভুলে গেলে চলবে না।

চোখের যে সমস্যা হতে পারে ক্যান্সারের লক্ষণ?

বেশিরভাগ ক্যানসারে আক্রান্ত রোগীই প্রথমদিকে প্রাণঘাতী এই রোগের বিষয়ে টেরই পান না। যখন ক্যানসার কোষ ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তখনই নানা শারীরিক সমস্যার লক্ষণের কারণে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে ক্যানসার।

বর্তমানে বিশ্বব্যাপী ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাপন থেকে শুরু করে অ্যালকোহল, ধূমপানসহ নানাবিধ কারণে ফুসফুস, ব্রেস্টসহ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগই।

আমরা আবার অনেকে এই ক্যান্সার এর নাম শুনলেই ভয়ে লুটিয়ে পড়ি। তবে ভয় পেলে চলবে না এখনকার সময়ের সচেতন এবং সঠিক জ্ঞান অনুযায়ী আমল করলে, অবশ্যই যেকোন সমস্যার সমাধান পৃথিবীর পালনকারী রক্ষা করবেন।

আপনাদেরকে আরও অবগত করানোর জন্য জানাতে চাই এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার অসুখটি এখন বাড়ছে। সুতরাং আমাদের ভয় পেলে চলবে না সতর্কতা এবং নিয়ম মেনে আমাদের জীবন যাপন করতে হবে। এমনকি নিজে এবং অপরকে সঠিক জীবন যাপন করানোর চেষ্টা করতে হবে।

যেহেতু ক্যানসার একবার ধরা পড়লে তার চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তাই যত দ্রুত রোগটি শনাক্ত করা যাবে, ততই রোগীর সুস্থতা নিশ্চিত হবে। ক্যানসার শরীরে বাসা বাঁধলে বেশ কয়েকটি লক্ষণ শরীরে দেখা দেয়। যা সাধারণ ভেবে অনেকেই অবহেলা করেন।

তাই শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে যে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। এর মাধ্যমেই কিন্তু আপনি প্রাথমিক পর্যায়েই ক্যানসার শনাক্ত করতে পারবেন।

আপনি জানেন কি, শরীরে ক্যানসার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়ে। এ কারণেই চোখে বেশ কয়েকটি লক্ষণ ফুটে ওঠে। এক্ষেত্রে বহু মানুষের চোখের দৃষ্টি ঝপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়। এমনকি চোখে ব্যথাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

২০২০ সালের একটি গবেষণা বলছে, চোখের বেশ কিছু সমস্যা যেমন- চোখে কম দেখা, চোখে ঝপসা দেখা, ব্যথা, চোখে কোনো স্পট ঘুরে বেড়ানো, চোখে ফুলে যাওয়া, চোখ জ্বালা করা ইত্যাদি দেখা দিলে কেউ অবহেলা করবেন না। কারণ চোখের এই ৬ লক্ষণ শরীরের কোনো ক্যানসার টিউমারের কথাও বলতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যানসারের মতোই ব্রেস্ট ক্যানসার হলেও চোখে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চোখ জ্বালা করা, চোখ থেকে ক্রমাগত জল পড়া, চোখ গোলাপি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্রোস্টেট ক্যানসারেও এই লক্ষণ দেখা দিতে পারে। তাই চোখের কোনো সমস্যাকে অবহেলা করবেন না।

ক্যানসার হলে সাধারণত চোখে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে আপনার অপরিবটাল মেটাস্টিটিস। যার ফলে সাধারনত বেশ কিছু চোখের আশপাশেও প্রভাব ফেলে। তখন দেখা দেয় নানা সমস্যা। এমনকি এর ফলে সরাসরি আপনার কি অ্যানসার সহ অন্যান্য রোগ দেখা যাবে।

যদিও এসব ক্ষেত্রে ক্যানসার হয়তো চোখে ছড়ায় না, তবে এর লক্ষণ পৌঁছায়। সাধারণত স্তন, ফুসফুস ও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে সমস্যা চোখে পৌঁছে যায়। তবে সবার ক্ষেত্রেই যে সবগুলো লক্ষণ প্রকাশ পাবে তা কিন্তু নয়।

চোখের সমস্যা হতে পারে ক্যান্সারের লক্ষণ সম্পর্কে শেষ কথা?

প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা চোখের সমস্যা আপনার ক্যান্সারের কারণ হতে পারে কিসের লক্ষণ কে বিষয়টি বিস্তারিত বুঝতে সক্ষম হয়েছেন। এরপর যদি আপনি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

তাই সতর্কতার সাথে বিষয়গুলো মনে রাখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা কিন্তু আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে মন্তব্যটি জানাবেন। সতর্কতাঃ হিসেবে এই আর্টিকেলটি পাবলিশ করা তাই আশা করি ভুল করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

The post চোখের যে সমস্যা হতে পারে ক্যানসারের লক্ষণ appeared first on Trickbd.com.

[hot post]জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম Bio Hunting অ্যাকশন গেম

Posted: 26 Feb 2022 03:50 AM PST

আপনারা সবাই কেমন । আছেন আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন একটা জাভা গেমিং পোষ্ট ।

*পোষ্ট শুরু করার আগে কিছু কথা বলে নেই *



আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।

আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।

*তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক *

গেম রিভিউ:-



Game Name: Bio Hunter

Game Size: 416 Kb

Game Version: 3.31.5

Game Type: .jar

Game Vendor: Auer

Game ScreenSize: 240*320

গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন দেখে নেয়া যাক গেমটি কীভাবে খেলবেন।
গেমটি ডাউনলোড করার পর চালু করলে প্রথমেই নিচের স্ক্রিনশটের মতো সাউন্ড এর জন্য পারমিশন চাইবে।আপনারা যদি সাউন্ড দিয়ে খেলতে চান তাহলে yes প্রেস করবেন… আর যদি সাউন্ড ছাড়া খেলতে চান তাহলে no প্রেস করবেন।

yes অথবা no প্রেস করার পর নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ দেখতে পাবেন।এখানে আপনাকে কোনোকিছু প্রেস করতে হবে না।জাস্ট ওয়েট করুন।

অতপরঃ আবার আপনার কাছে সাউন্ডের জন্য পারমিশন চাইবে।আপনারা জাস্ট yes অথবা no করুন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ পাবেন।এখান থেকে New Game এ ক্লিক করুন।

এখন নিচের স্ক্রিনশটের মতো দেখবেন অটোমেটিক কিছু লেখা হচ্ছে।লেখা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করুন..এরপর ওকে প্রেস করুন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো কিছু ছবি আসবে এবং পারমিশন চাইবে।যতক্ষন গেম চালু না হয় ততক্ষন পর্যন্ত ওকে প্রেস করতে থাকুন।


অতপরঃ দেখবেন গেম শুরু হয়ে গেছে।গেমটিতে নিজেকে নিয়ন্ত্রন করার জন্য আপনাকে ২,৪,৬ এবং ৮ প্রেস করতে হবে।আর শত্রুকে মারার জন্য ৫ বা ওকে প্রেস করতে হবে নিচের স্ক্রিনশটের মতো।

আশা করি গেমটির রিভিউ ভালোই লেগেছে।ওপরের নিয়ম ফলো করে গেমটি খেলতে থাকুন।গেমটি একটি একশন গেম এবং অনেক মজার গেম।গেমটি খেলতে আমারও অনেক ভালো লাগে…তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে দেরি না করে এবার চটপট গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-

Download Game

আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।



The post [hot post]জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম Bio Hunting অ্যাকশন গেম appeared first on Trickbd.com.

[hot post]নিয়ে নিন appslite এর ওয়াপকিজ থিম এবং সাথে ১০০% working রিলেটেড ফাইল কোড

Posted: 26 Feb 2022 03:50 AM PST

হ্যালো ব্রো TrickBD তে সবাইকে শুভেচ্ছা।আশা করি সকলে ভালো আছেন ।ভালো তো থাকার ই কথা কারন TrickBDর সাথে থাকলে সবাই ভালোই থাকে।আর সবাই ভালো থাকার জন্যই TrickBD তে আসে। আমিও অনেক ভালো আছি।যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথায় আসতে চাই ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে appslite .wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।আপনাদের সুবিধার জন্য থিমটি আমি আপনাদের .wapkiztpl আকারেই দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

TrickBDতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি ।এই থিমটিতে কিছু এড, লিঙ্ক করা থাকতে পারে।তাই আপনারা থিমটি আপনাদের সাইটে ব্যাবহার করার সময় এডগুলো সরিয়ে দিতে পারেন।থিমটি এমন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে,,,যে কেউ থিমটি দেখলে নিতে চাইবে।আরেকটা কথা আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না ।আমি এই থিমটি আপনাদেরকে সম্পর্ন ফ্রিতে দিব ।তো চলুন থিমটির রিভিউ এ যাওয়া যাক।

থিম রিভিউ :-

১।

সাইটটির হেডার অসাধারনভাবে Blue কালার এবং ফুটারও সুন্দরভাবে Black কালার দিয়ে ডিজাইন করা হয়েছে।সেইসাথে Latest Update ফাইলগুলো মেইন পেজে সুন্দরভাবে সাজানো থাকবে।

Screenshot-1: Header





Screenshot-2: Footer





Screenshot-3: Latest Update



২।

ডাউনলোড পেজটিকেও অসাধারনভাবে ডিজাইন করা হয়েছে।এই পেজটিতে ফাইলটির একটি ছবি এবং ফাইলটির বিস্তারিত থাকবে।এছাড়াও ডাউনলোড পেজে থাকছে রিলেটেড ফাইল দেখার সুযোগ।যেটা ১০০% রিলেটেড ফাইল শো করে।

Screenshot-4: File Photo





Screenshot-5: File Description





Screenshot-6: Related File



৩।

এছাড়াও এই থিমটিতে লগিন করার সুবিধাও পাবেন।এবং লগিন পেজটি অসাধারনভাবে ডিজাইন করা হয়েছে।

Screenshot-7: Login Page



৪।

রেজিস্টার করার জন্য এই থিমে সুন্দর একটি রেজিস্ট্রেশন পেজ পাবেন।

Screenshot-8: Registration Page



তো ঠিক আছে অনেক বক বক করে ফেললাম।থিমটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন।

Download Theme

তো তাহলে আজকে এই পর্যন্তই।মানুষ মাত্রই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাফ করে ‍দিবেন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিবেন।এরকম আরও পোষ্ট দেখতে চোখ রাখুন ট্রিকবিডিতে।কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

The post [hot post]নিয়ে নিন appslite এর ওয়াপকিজ থিম এবং সাথে ১০০% working রিলেটেড ফাইল কোড appeared first on Trickbd.com.

[hot post]নিয়ে নিন waptrick এর old version ওয়াপকিজ থিম .wapkiztpl আকারে

Posted: 26 Feb 2022 03:49 AM PST

TrickBD তে সবাইকে শুভেচ্ছা।আশা করি সকলে ভালো আছেন ।ভালো তো থাকার ই কথা কারন TrickBDর সাথে থাকলে সবাই ভালোই থাকে।আর সবাই ভালো থাকার জন্যই TrickBD তে আসে। আমিও অনেক ভালো আছি।যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথায় আসতে চাই ।

আর হ্যা… এডমিন ভাইদের অনুরোধ করছি দয়া করে আমার পোষ্টটি এপ্রুভ করবেন

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে waptrick.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।আপনাদের সুবিধার জন্য থিমটি আমি আপনাদের .wapkiztpl আকারেই দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

TrickBDতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি ।এই থিমটিতে কোনো এড, লিঙ্ক করা নেই।তাই আপনারা থিমটি আপনাদের সাইটে কোনো ঝামেলা ছাড়াই ব্যাবহার করতে পারবেন।থিমটি হুবহু waptrick এর মতো ডিজাইন করা হয়েছে,,,আমি আগেই বলেছি যে থিমটি waptrick এর old version এ ডিজাইন করা হয়েছে।আরেকটা কথা এই থিমটি ১০০% waptrick এর মতো করে ডিজাইন কর হয়েছে।আমি এই থিমটি আপনাদেরকে সম্পর্ন ফ্রিতে দিব ।তো চলুন থিমটির রিভিউ এ যাওয়া যাক।

থিম রিভিউ :-

১।

সাইটটির হেডারে অসাধারনভাবে logo দেয়া আছে এবং ফুটারেও সুন্দরভাবে কিছু text দিয়ে ডিজাইন করা হয়েছে।সেইসাথে মেইন পেজে ক্যাটাগরিগুলো সুন্দরভাবে সাজানো থাকবে।





২।

ডাউনলোড পেজটিকেও অসাধারনভাবে ডিজাইন করা হয়েছে।এই পেজটিতে ফাইলটির একটি ছবি এবং ফাইলটিকে ডাউনলোড করার অপশন থাকবে।ডাউনলোড পেজে রিলেটেড ফাইল দেখার সুযোগ থাকছে না।



৩।

এছাড়াও এই থিমটিতে সার্চ করার সুবিধাও পাবেন।

৪।

হোম পেজ থেকে যেকোনো ক্যাটাগরিতে গেলে অথবা সার্চ করলে ফাইলগুলো সিম্পিলভাবে সাজানো পাবেন।

তো ঠিক আছে অনেক বক বক করে ফেললাম।শেষে আরেকটা কথা থিমটি আমি waptrick কে কপি করি বানিয়েছি।তাই থিমটির যদি কোনো ডিজাইন পছন্দ না হয় তাহলে দয়া করে আমাকে দায়ী করবেন না।কারন আমি কোনো ডিজাইন ই নিজে ভেবে বানাইনি… আমি এই থিমটি waptrick কে দেখে দেখে waptrick এর মতো করে বানিয়েছি।তো ঠিক আছে থিমটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন।

Download Theme

তো তাহলে আজকে এই পর্যন্তই।মানুষ মাত্রই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাফ করে ‍দিবেন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিবেন।এরকম আরও পোষ্ট দেখতে চোখ রাখুন ট্রিকবিডিতে।কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

আরে দাড়ান দাড়ান…একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, থিম আপলোড করার আগে অথবা পরে নিচের সিরিয়াল অনুযায়ি wapkiz এর panel mode থেকে file maneger এ গিয়ে category গুলো তৈরি করে নিবেন।


1. Games

2. Waptrick Music mp3

3. Videos

4. Photos & Pictures

5. Applications

6. Animations

7. Sound Effects

8. Song Lyrics

9. Horoscope

ওকে বিদায় বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পোষ্টে।বাই বাই…

The post [hot post]নিয়ে নিন waptrick এর old version ওয়াপকিজ থিম .wapkiztpl আকারে appeared first on Trickbd.com.

কোনো প্রকার অ্যাপস ছাড়াই মেমোরি কার্ড কে রম বানিয়ে ফেলুন এবং বাড়ান আপনার ফোনের রম। ফোন রুটের দরকার নেই।(বিস্তারিত পোষ্টে)

Posted:

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। এই এন্ড্রয়েড ফোনের RAM এবং ROM দুটোই দরকারি।

অনেক সময় দেয়া যায় যে আমার মতো যাদের কম রেম ও রম এর ফোন ব্যবহার করি তখন কিছু অ্যাপের সাইজ বড় হ‌ওয়ার কারণে ইন্টারনাল স্টোরেজ মানে রম এর জায়গা কম হ‌ওয়ার কারণে ঠিকমতো সেই অ্যাপ ব্যবহার করতে পারি না।

এর বিকল্প হিসেবে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড (SD Card) কেই রম হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপস ইন্সটল করতে হবে না। আপনার ফোনেই এই ব্যবস্থা আছে।

এমনিতেই তো কোনো অ্যাপস/গেমস ইন্সটল করার আগে যতখানি সাইজ দেখি ইন্সটল করার পর সেটার সাইজ দ্বিগুণ হয়ে যায় App Data/User Data, App Cache এর কারণে। তার ওপর যদি আগে থেকেই আপনার রম কম হয় তাহলেই হয়েছে। ফোন স্লো হ‌ওয়া শুরু।

মনে করুন, আপনি একটা গেম ইন্সটল করলেন যেটার সাইজ আগে ছিলো ৩৫০ এমবি, এখন ইনস্টল করার পর দেখলেন ঐ গেমের সাইজ দ্বিগুণ হয়ে ৬০০ এমবি হয়ে গেছে। মানে আপনার ফোন মেমোরি থেকে ৬০০ এমবি জায়গা দখল করেছে ঐ গেম।

কিন্তু যদি ঐ ৬০০ এমবি আপনার ফোন মেমোরির জায়গার বদলে আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করে তখন নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হ‌ওয়ার কথা না।

তবে একটা কথা বলে রাখি আপনি এই পদ্ধতিতে সরাসরি কোনো অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে ইন্সটল করতে পারবেন না। আগে আপনাকে সেই অ্যাপ বা গেম ফোন মেমোরিতে ইন্সটল করতে হবে, তারপর সেটা মেমোরি কার্ডে মুভ বা সরাতে পারবেন। এতে করে আপনি যে অ্যাপকে মেমোরি কার্ডে মুভ করবেন সেটা আপনার ফোন মেমোরির জায়গা দখল করতে পারবে না, বরং আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করবে।

যেহেতু আগেই বলেছি যে, এরজন্য আপনার কোনো প্রকার অ্যাপ ইন্সটল করার দরকার হবে না, তাই এটি আরো ভালো ভাবে করবে। এবং আপনাকে বেশি ঝামেলা করতে হবে না।

আমার‌ও লো স্টোরেজ ডিভাইস। 1/8 GB(929mb/5GB) 😶 এত কম রেম ও রম নিয়ে বড় অ্যাপ ব্যবহার করা, বড় গেম খেলা যে কি ঝামেলা সেটা আমি জানি। তবে অ্যাপস, গেমস মেমোরি কার্ডে মুভ করে এখন ভালোভাবেই ব্যবহার করতে পারছি। 💚😀

যদি আপনার‌ও রেম ও রম কম হয় এবং আপনি যদি চান যে অ্যাপস আপনার ফোন মেমোরির পরিবর্তে মেমোরি কার্ডের জায়গায় চলুক তাহলে এই পোষ্ট আপনার জন্য।

এবার দেখুন কিভাবে মেমোরি কার্ডে মুভ করবেন।

সবার প্রথমে আপনাকে আপনার ফোনের Settings এ গিয়ে প্রথমবারের মতো এই অপশন চালু করতে হবে, পরেরবার আপনি সরাসরি মেমোরি কার্ডে মুভ করতে পারবেন।

এরপর System এ ক্লিক করুন।

এখন আপনি Developer options এ ক্লিক করুন।

এবার Developer options এর একদম নিচে এসে দেখুন Force allow apps on external নামে একটা অপশন, এটা অন করলেই আপনার মেমোরি কার্ডে মুভ করার সুবিধা চালু হয়ে যাবে।

এখন আপনি সেটিংস থেকে বেরিয়ে এসে আপনার ফোন একবার Restart বা Reboot করে যে অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে মুভ করতে চান সেই অ্যাপের আইকনে ততক্ষন পর্যন্ত টাচ করে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত App info লেখা না আসে। তার এই App info তে ক্লিক করুন।

এরপর সেই অ্যাপের Storage এ ক্লিক করুন।

দেখুন সেখানে CHANGE নামে এটা নতুন অপশন চালু হয়েছে, সেটাতে ক্লিক করুন।

তারপর SD Card এ ক্লিক করুন।

তারপর MOVE নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।

এবার দেখতে পাবেন Moving লেখা উঠে 10% দেখাচ্ছে কিন্তু এই 10% এর উপরে আর উঠবে না তবে চিন্তার কোনো কারণ নেই, এটা এমনি দেখাবে কিন্তু মুভ হবেই।

ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার অ্যাপ মেমোরি কার্ডে মুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে আপনার দরকার অনুযায়ী অ্যাপস মেমোরি কার্ডে মুভ করতে পারবেন। তবে পরেরবার আর আপনাকে Settings এ গিয়ে Developer options এ যেতে হবে না। সরাসরি যে অ্যাপ মেমোরি কার্ডে মুভ করতে চান সেটার App info তে গিয়ে যেভাবে দেখালাম সেভাবে মুভ করুন।

আশা করছি আমার এই পোষ্ট আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগুক বা খারাপ লাগুক দয়া করে জানাবেন। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন, নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন, ধন্যবাদ।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

The post কোনো প্রকার অ্যাপস ছাড়াই মেমোরি কার্ড কে রম বানিয়ে ফেলুন এবং বাড়ান আপনার ফোনের রম। ফোন রুটের দরকার নেই।(বিস্তারিত পোষ্টে) appeared first on Trickbd.com.

FREE FIRE 1.70.1 আপডেট হেডশট + লোকেশন কনফিগ

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছেন
– Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন


তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

আর হ্যা যেহেতু ফ্রি জিনিস দেই তাই ভুলেও আসল একাউন্ট লগিন দিবেন না।

Oky

😌

Free Fire 1.70.1
Free Fire Max 2.70.1
All Location
Easy Headshot
90% Safe Config
No Hacker Lobby!

⚡

Screenshots



Download Links Direct



Headshot File



DOWNLOAD File


Esp Name Location



DOWNLOAD File


Use Reall Device Or Vmos/Vphone For Better Experience

Vmos Use না পারলে আমার আগের পোস্ট চেক করুন। অথবা Telegram Group এ Join হবেন। আশা করি সব সাহায্য পাবেন


Setup Method




⭕

Go YouTube ⇨ Subscribe & Share


—————————————————-

অবশ্যই জয়েন হবেন


—————————————————-

Telegram Channel”>

Join Telegram



—————————————————
—————————————————

আল্লাহ হাফিজ

The post FREE FIRE 1.70.1 আপডেট হেডশট + লোকেশন কনফিগ appeared first on Trickbd.com.

প্রয়োজনীয় এবং মজার চমৎকার কিছু ওয়েবসাইট। [Part- 02]

Posted:

আসসালামু আলাইকুম। 

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাঁজির হয়েছি। 

যদিও এইটাকে নতুন পোস্ট বলা চলে না। কারণ মূলত একটা আমার পূর্বের পোস্টের দ্বিতীয় অংশ অর্থাৎ  part- 02.  তো আপনারা যারা এখনো আমার প্রথম পর্ব টি দেখেন নি তারা নিচের লিংকে ক্লিক করে আমার আগের পোস্ট টি দিখে নিতে পারেন।

Click here to see part 01.

 প্রয়োজনীয়, মজার এবং চমৎকার কিছু ওয়েবসাইট। [Part- 01]

বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট জগৎ এর প্রতিটা ক্ষেত্রেই লুকিয়ে রয়েছে দারুন দারুন সব অদ্ভুদ ও চমৎকার সব বিষয়। ইন্টারনেটে নানান কাজের জন্য রয়েছে নানান রকমের সব ওয়েবসাইট। দুনিয়ার এমন কিছু কিছু ওয়েব সাইট রয়েছে যেগুলো আপনি হয়তো কখনো কল্পনা পর্যন্ত করেন নি। সেই রকম কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথম পর্বে। আর আজকের পোষ্টেও রয়েছে এমন কিছু চমৎকার ওয়েবসাইট।

যে গুলোর ব্যবহারের মাধ্যমে অনেক মজা করতে পারবেন।

4. A Soft Murmur

এই সাইটটি ঠিক খুব একটা দরকারী বা প্রয়োজনীয় ওয়েবসাইট নয়, কিন্তু বেশ মজার এবং সুন্দর।
আমরা সব সময় সবকিছু দরকার বলেই করিনা।
অনেক সময় আমাদের মনের প্রশান্তির জন্যও অনেক কিছুর প্রয়োজন হয়।
এটি ঠিক তেমনই একটি সাইট যা আপনাকে মানসিক শান্তি দেবে। অনেক প্রশ্ন করতে পারেন কিভাবে?!! আচ্ছা, আপনার বৃষ্টির শব্দ ভালো লাগে?
অথবা, আগুনের শব্দ? পাখির ডাক, বাতাসের শব্দ এগুলো ভালো লাগে?
আমি জানি এই ধরনের শব্দ ভালো লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের শব্দ পাবেন যেগুলো আপনি নিজের ইচ্ছামত প্লে করতে পারেন। যেমন বৃষ্টির শব্দ, পাখির ডাক, বাতাসের শব্দ ইত্যাদি অনেক প্রশান্তিমূলক শব্দ পাবেন এখানে। আবার চাইলে দুই ধরনের শব্দ একসাথে মিক্স করেও প্লে করতে পারবেন। আরও মজার ব্যাপার হচ্ছে, এই শব্দগুলো এতটাই রিয়ালিস্টিক মনে হবে যে, আপনি চোখ বন্ধ করলে বুঝতেই পারবেন না যে এগুলো আসলে ডিজিটাল রেকর্ড করা সাউন্ড।
আপনি এই সাইটটি এক বার ভিজিট করলে দ্বিতীয় বার ভিজিট করতে বাধ্য হবেন আশা করা যায়। হাতে যদি যথেষ্ট ফ্রি সময় থাকে, তাহলে ঘুরে আসতে পারেন একবার এই সাইটটি থেকে।
আমি নিশ্চিত ভাবে বলতে পারি, এই সাইটি আপনাকে চমৎকার একটা এক্সপেরিয়েন্সটা তৈরিতে সাহায্য করবে।

5. Paper Planes world

এটি বেশ মজার একটি ওয়েবসাইট,,আমার ব্যাক্তিগত ভাবে দারুন লেগেছে।

ওয়েবসাইট বললে ভুল হবে, এটি সম্পূর্ণ একটি বিনোদনের ফুল ওয়েব প্যাকেজ।
এখানে আপনার একমাত্র কাজ হবে কাগজ দিয় প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে দেওয়া। ভাবছেন মজা করছি!!! না একদম নয়।
তবে এখানে কাগজ দিয়ে প্লেন বানানোর সময় কাগজে আপনার লোকেশনের একটি সিল দিয়ে দিতে হবে।
তারপর প্লেনটি আকাশে উড়িয়ে দেওয়ার পরে অন্যান্য হাজার হাজার মানুষের তৈরি অন্যান্য প্লেনগুলোর সাথে আপনার প্লেনটি উড়তে থাকবে।
এরপর অন্য কেউ যদি সাইটে থাকা নেটটি ব্যবহার করে হাজার হাজার প্লেনের মধ্যে আপনার প্লেনটি ধরে ফেলতে পারে।
তাহলে সে প্লেনটি খুলে আপনার লোকেশনের সিলের পাশে তার লোকেশনের আরেকটি সিল দিয়ে দিতে পারবে এবং আবার উরিয়ে দেবে প্লেনটি। এরপর আবার অন্য কেউ যদি ওই প্লেনটি খুঁজে পায় তাহলে সেও তার লোকেশনের আরেকটি সিল দিয়ে দিতে পারবে। এভাবেই চলতে থাকবে একের পরে এক করে। এবং আপনি আপনার প্লেনটি উরিয়ে দেওয়ার পরে আপনি নিজেই জাল দিয়ে অন্যান্য হাজার হাজার প্লেনের মধ্যে একটিকে ধরতে পারবেন। এবং সেটিকে খুলে আপনার নিজের লোকেশনের সিল লাগিয়ে দিতে পারবেন এবং এটাও দেখতে পাবেন যে যেই প্লেনটি আপনি ধরেছেন। সেটিকে আপনার আগে আরও কে কে ধরেছে এবং তাদের লোকেশনের সিলও দেখতে পারবেন। আপনি যে প্লেনটি তৈরি করে উরিয়েছেন সেটি কে কে ধরতে পেরেছে এবং সিল করেছে সেটাও জানতে পারবেন My Planes অপশন থেকে। এই ওয়েব অ্যাপটি সম্পূর্ণ মজার উদ্দেশে তৈরি তবে অবসর সময় কাটানোর জন্য অনেক ভালো একটি উপায় এটি।
এই ওয়েব অ্যাপটির ইউজার ইন্টারফেসও খুবই সুন্দর। এটি ব্যবহার করে আপনি মুগ্ধ হতে বাধ্য।

6. Circuler

আপনি কি কোন ধরনের যন্ত্র বা কম্পাস ব্যবহার না করে একটি পারফেক্ট বৃত্ত আঁকতে পারেন?
এখইটা সম্ভবত আপমি পারবেন না,আমিও নিজেও পারবো না।
তবে এই ওয়েবসাইটে আপনি এই বিয়ষটাই টেস্ট করতে পারবেন।
এখানে মূলত আপনাকে আপনার মাউস কার্সর ব্যবহার করে ফ্রি হ্যান্ডে একটি বৃত্ত আঁকতে হবে।
অথবা আপনার ফোনের স্কিনে একটি গোল বৃত্ত আঁকতে হবে।
প্রত্যেক বার বৃত্ত আঁকার পরে আপনাকে দেখানো হবে যে আপনি কতটুকু পারফেক্ট বৃত্ত আঁকতে পেরেছেন। এখানে শুধুমাত্র আপনার বৃত্তটি কতোটা অ্যাকিউরেট হয়েছে তা দেখেই টেস্ট করা হবে না। বরং এটাও দেখা হবে যে আপনি কতক্ষন সময় নিয়েছেন বৃত্তটি আঁকতে এবং আপনি কতগুলো ডট ব্যবহার করেছেন বৃত্তটি আঁকার সময়। আপনি এভাবে কিছুক্ষন বৃত্ত আঁকার ট্রাই করলেই দেখবেন যে আপনি আস্তে আস্তে শুধুমাত্র মাউস কার্সরের সাহায্যেই আরও অ্যাকিউরেট বৃত্ত আঁকতে পারছেন। এটাও খুব বেশি দরকারি কিছু না, তবে অবসর সময়ে ট্রাই করার জন্য অনেক ভালো।
আশা করি এই ওয়েবসাইট গুলো থেকে মজার সাথে সাথে কিছু শিখতেও পারবেন।
ধন্যবাদ সকলকে।

The post প্রয়োজনীয় এবং মজার চমৎকার কিছু ওয়েবসাইট। [Part- 02] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments