ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট? |
- ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?
- ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ
- [sky force]জাভা ইউজাররা নিয়ে নিন জাভা মোবাইলের জন্য Sky Force শুটিং গেম।
- সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস
- এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে।
- ssc 22 পরীক্ষার্থীদের জন্য চলে এলো 10MS এর শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ( with discount of promo code ) এবং HSC 22 crash course link+ various paid course link
ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট? Posted: ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?বর্তমানে আধুনিক যুগের সময়ে ভিডিও ডাউনলোড করা প্রায় আমাদের সকলের জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সফটওয়্যার পাবেন ভিডিও ডাউনলোড করার জন্য। তবে কিছু কিছু সফটওয়্যার দিয়ে আপনি একেবারেই ভিডিও ডাউনলোড করতে পারবেনা। কারণ প্রতারক বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফেক সফটওয়্যার তৈরি করেছে। তবে আমরা রিয়েল কয়েকটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যেগুলো দিয়ে আপনি সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এমনকি আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকে। তার জন্যেও কিন্তু আমরা কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেগুলোর সাহায্যে ও আপনার যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশাকরি আর্টিকেলটি খাদ্যের জন্য উপকারী এবং প্রয়োজন নিশ্চয় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং দেরী না করে আমরা ধাপে ধাপে step-by-step ভিডিও ডাউনলোড করার, সফটওয়্যার এবং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমরা মূল আর্টিকেল এর বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে আসি। ভিডিও ডাউনলোড করার সহজ উপায়?অনলাইনে ভিডিও ডাউনলোড করার জন্য দুই ধরনের মানুষ খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো সফটওয়্যার দিয়ে অনেকে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকে। অন্যদিকে আরেক ধরনের লোক হল অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করার জন্য ওয়েবসাইট খুঁজে থাকে। যার সাহায্যে সহজে অনলাইনে ভিডিও তৈরি করা সম্ভব। বিশেষ করে আপনি যদি সফটওয়্যার দিয়ে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকেন। তার জন্য আমরা সাধারণত ভিডিও ডাউনলোড করার দারুন একটি সফটওয়্যার শেয়ার করব। অন্যদিকে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকেন। তাহলে আপনার জন্য আমি মূলত আপনাদেরকে কয়েকটা ওয়েব সাইট শেয়ার করবো। আর আপনারা এই দুই প্রকার এর যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে সহজে অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন এবার আমরা ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট নিয়ে শুরু করি। ভিডিও ডাউনলোড (Video download) করার ওয়েবসাইটের তালিকা!আমি মূলত আপনাদের জন্য যে কয়েকটি ওয়েবসাইট শেয়ার করব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। এই সকল ওয়েবসাইট এক জায়গায় করলে মোট চারটি ওয়েবসাইট পাওয়া যাবে। তবে এটা ভাববেন না যে আপনার ভিডিও ডাউনলোড করার জন্য শুধুমাত্র এই সাইটটি ওয়েবসাইটে অনলাইনে রয়েছে। যদিও আমি শেয়ার করার জন্য তালিকা অনুযায়ী সাধারণত চারটি ওয়েবসাইটের সম্পর্কে জানব। এই সাইটটি ওয়েবসাইট যেগুলোতে ভিডিও ডাউনলোড করা যায় তার তালিকা নিচে দেয়া হল। ১. en.savefrom.net ২. 9convert.com ৩. loader.to ৪. en.savefrom.net ভিডিও ডাউনলোড Video download করার ওয়েবসাইট?আমরা এতক্ষন যে চারটি ওয়েবসাইট নিয়ে কথা বলেছি আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন! এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমরা প্রত্যেকে ওয়েবসাইট নিয়ে একটু একটু করে জানব। তো চলুন এবার আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এই ওয়েবসাইট গুলো সম্পর্কে। en.savefrom.net ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড;; এই ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড করা একেবারে সোজা। আপনি যদি অনলাইনের ইউটিউব এর ফেসবুকের অথবা যে কোন জায়গার ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে ওই ভিডিওর মূল অংশটি অনুসন্ধান করে নিবেন প্রথমত। তারপর আপনার অনুসন্ধান অনুযায়ী রিলেটেড অনেক ধরনের ভিডিও চলে আসবে। আপনি যে রিলেটেড ভিডিও অনুসন্ধান করেছেন অনেকগুলো ভিডিও আসবে এবং যে ভিডিও পছন্দ ওই ভিডিওতে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এভাবে করেই এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা একেবারেই সহজ। 9convert.com ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোডঃ অনলাইনের জগতে এই ওয়েব সাইটের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে রয়েছে। এই ওয়েবসাইটে আপনারা একবার ভিজিট করে বুঝতে পারবেন, অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটি কতটা দরকারি। loader.to ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোডঃ আপনি ইউটিউব অথবা ফেসবুকের লিংকটি কপি করে এই ওয়েব সাইটে পেস্ট করে দিলে, ভিডিওটি চলে আসবে চাইলে সেখানে প্লে করতে পারেন অথবা সরাসরি ভিডিও ডাউনলোড অপশন ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। en.savefrom.net ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোডঃ এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অনলাইনে যেকোন ভিডিও ডাউনলোড করা একেবারেই সহজ। শুধুমাত্র একটি ক্লিক করেই এই ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ভিডিও ডাউনলোড করার সফটওয়্যারভিটমেট নামক একটি সফটওয়্যার অনলাইনে জনপ্রিয় প্রচুর পরিমাণে। আমি নিজেও এই ভিটমেট সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের অনেক ধরনের ভিডিও ডাউনলোড করে থাকি। আপনি যদি ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুঁজছেন এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সরাসরি এই সফটওয়্যার ডাউনলোড করার লিংক https://www.vidmateapp.com/ উপরোক্ত লিংকে ক্লিক করে আপনারা সরাসরি ভিটমেট নামক সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সফটওয়ারের সাহায্যে অনলাইনের যেকোনো ধরনের ভিডিও খুব সহজে ডাউনলোড করা সম্ভব। আর্টিকেলটি বুঝতে কোথাও অসুবিধা হলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানাবেন। আমি নতুন আর্টিকেল লেখালেখি করি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে ভুলটি ধরিয়ে দিবেন। এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com আশা করি পরবর্তীতে ভুলগুলো সংশোধন করে আপনার জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করব। যেগুলো আপনার দরকারি প্রয়োজন সুতরাং সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। The post ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট? appeared first on Trickbd.com. |
ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ Posted: ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য মোবাইল অ্যাপস আমাদের অনেক সময় দরকার হয়। নিজের মেমোরি কার্ডে ভিডিও থাকলে যখন ইচ্ছা তখন দেখা যায় এবং ইন্টারনেট কানেকশান প্রয়োজন হয় না। মূলত আমারা অনেকে আছি যারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাই কিন্তু পারি না। যারা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবো কোথা থেকে? এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড করার অ্যাপ খুঁজছেন তাদের জন্য! এমনকি আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপ গুলোর সাহায্যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা একেবারে সহজ। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য?বর্তমানে এই সময়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ধরনের। তার মধ্যে একটি মাধ্যম হল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড। আরেকটি পদ্ধতি হলো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ রয়েছেন। যেগুলোর সাহায্যে আপনি চাইলে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে আমরা আজকে ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবে এটি নিয়ে আলোচনা করবো না। তবে স্মার্টফোনের যুগে আমরা ফেসবুকের ভিডিও মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে জানব। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ?আমি আপনাদের আর্টিকেল এর শুরুতে বলেছিলাম আমরা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপস নিয়ে কথা বলবো। এবং আমরা এটাও বলেছিলাম যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ দিনটি সম্পর্কে আমরা জানব। তো এখন কথা হল ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য এই মোবাইল অ্যাপ গুলো কি কি? বা এই অ্যাপ গুলো কিভাবে ব্যবহার করে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করব তাই না! সুতরাং প্রথমে চলুন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার এই তিনটি মোবাইল অ্যাপ কি কি এগুলো জেনে নিই! ১. Vidmate FB Video Downloader ২. Snap Downloader pro ৩. Video Downloader For Facebook ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Vidmate FB Video Downloaderএই অ্যাপটির বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং অনেক মানুষ এই অ্যাপ পছন্দ করে। অ্যাপটির নাম হল ভিটমেট এই অ্যাপটি সরাসরি আপনারা ডাউনলোড করে ফেসবুকের ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। https://www.vidmateapp.com উপরোক্ত লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার দারুন একটি অ্যাপ পেয়ে যাবেন। চাইলে আপনারা সাথে সাথে এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Snap Downloader proবর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে ফেসবুকের ভিডিও সহ আরো অনেক জায়গায় ভিডিও ডাউনলোড করা সহজ । এমনকি আপনারা জেনে হয়তো অনেকে খুশি হতে পারেন একটি সরাসরি প্লে স্টোরে পাওয়া যাবে। https://play.google.com/store/apps/details?id=com.dywx.larkloader আপনারা যদি উপরের লিংকে ক্লিক করেন তাহলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং একটি মোবাইল অ্যাপ দেখতে পারবেন। আপনারা চাইলেই এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে সহজে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। ০৩| Video Downloader For Facebookমোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায় এরকম আরেকটি অ্যাপ্লিকেশন এর লিংক নিচে দেওয়া হল। https://play.google.com/store/apps/details?id=videodownloader.facebookvideodownloader.fbvideodownloader.videodownloaderforfacebook আপনারা চাইলে উপরের লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে প্রবেশ করতে পারেনি এবং একটি এপ্লিকেশন দেখতে পারবেন। ওই অ্যাপটি ডাউনলোড করে আপনি চাইলে ফেসবুকের যে কোন জায়গার ভিডিও ডাউনলোড করতে পারবেন একেবারেই সহজে। তার জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সে ভিডিওর লিংক ভিডিও সার্চ অপশনে পেস্ট করে দিবেন। তারপর ভিডিওটি আপনি চাইলে প্লে করতে পারেন এবং ডাউনলোড অপশন করেছে যেখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ সম্পর্কে সর্বশেষ কথা?[b]গাঢ় লেখাএতক্ষণে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার যে মোবাইল অ্যাপ গুলো সম্পর্কে জেনেছি। আপনারা চাইলেই প্রত্যেকটি অ্যাপ ব্যবহার করে ফেসবুকের সহজে কোন জায়গার ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটি মোবাইল আর ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও আসল ইউ আর এল লিংক দরকার হবে। আপনারা লিংকটি যেকোনো মোবাইল অ্যাপে সার্চ দিয়ে ভিডিওটি প্লে অথবা সেখান থেকে ডাউনলোড অপশন এ ক্লিক করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই আর্টিকেলটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বিষয়টি জানাতে ভুলবেন না। আজকের আর্টিকেলটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। The post ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ appeared first on Trickbd.com. |
[sky force]জাভা ইউজাররা নিয়ে নিন জাভা মোবাইলের জন্য Sky Force শুটিং গেম। Posted: বন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আশা করি সকলেই ভালো আছো।আমিও অনেক ভালো আছি।আমি আজ আপনাদের জন্য Sky Force নামে একটি জাভা গেমের রিভিউ নিয়ে পোষ্ট করব। আশা করি গেমটির স্ক্রিনশটগুলো দেখে বুঝতে পেরেছেন গেমটি কেমন।গেমটি একটি শুটিং গেম এবং অনেক মজার গেম। এখন অনেকেই বলতে পারেন যে, ভাই শুধু গেমটির স্ক্রিনশট দিলেন ,,কিন্তু গেমটি কীভাবে খেলবো তা তো বললেন না।তাদের কে বলতেছি,, গেমটি অনেক সহজে খেলা যায়, গেমটি চালু করলে আপনারাই বুঝতে পারবেন যে গেমটি কীভাবে খেলতে হয়।তবুও যদি গেমটি কেউ খেলতে না পারেন তাহলে দয়া করে কমেন্ডে বলবেন। তাহলে আর দেরি না করে গেমটা ডাউনলোড করে নিন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:- Download Game
আজকে এই এখানেই বিদায় নিতে হচ্ছে।পরবর্তী পোস্টে আবারও আপনাদের কাছে ফিরে আসব।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ। The post [sky force]জাভা ইউজাররা নিয়ে নিন জাভা মোবাইলের জন্য Sky Force শুটিং গেম। appeared first on Trickbd.com. |
সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বুখারি শরিফের সবপ্রথম হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের যুগ । এ সময় ছয়টি কিতাব সংকলিত হয় । এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয় । এই ছয়টি হাদিস গ্রন্থ ও তাদের লেখকের নামসহ নিচে উল্লেখ করা হলো :- ১। সহিহ বুখারি–ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি (র) ২। সহিহ মুসলিম–ইমাম আবুল হুসাইল মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি (র) ৩। সুনানে নাসাই–ইমামে আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন নাসাই (র) ৪। সুনানে আবু দাউদ–ইমাম আবু দাউদ সুলায়মান ইবনে আশআস (র) ৫। জামি তিরমিযি–ইমাম আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযি (র) ৬। সুনানে ইবনে মাজাহ–ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ (র) প্রত্যেক ব্যাক্তির নামের সাথে সম্পক রেখে গ্রন্থগুলো নামকরণ হয়েছে । গ্রন্থগুলোর মধ্যে সহিহ বুখারি গ্রন্থটিতে সবচেয়ে শুদ্ধ হাদিস পাওয়া যায় । বুখারি শরিফের সবপ্রথম হাদিসটি ছিল নিয়ত সম্পকিত । হাদিসটি হলো :-॥ প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নিভরশীল ॥ (সহিহ বুখারি) এই হাদিসটি সহিহ বুখারির সবপ্রথম হাদিস । এর তাৎপয অত্যন্ত ব্যাপক । মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট । নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোন কাজই করে না । কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায় । আল্লাহ তায়ালা পরকালে মানুষের কমের হিসাব নেবেন । সেদিন তিনি মানুষের কাজের নিয়ত দেখবেন । মানুষ যদি সৎ উদ্দেশ্যে কাজ করে তবে সে পুরস্কার লাভ করবে ।নেক নিয়তে কাজ করেও যদি কেউ ব্যাথ হয় তবুও সে পুরস্কার লাভ করবে । কিন্তু যদি কেউ খারাপ নিয়তে কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে । আবার যদি কেউ খারাপ নিয়ত নিয়ে কোন ভালো কাজ করে তবুও সে শাস্তি পাবে । মহানবি (স) এর এই হাদিসটির শেষ অংশে বলেছিলেন, “কোন ব্যাক্তি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হিজরত করে তবে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে । আর যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে তবে সে পাবে যা সে চাই ।” নবি করিম (স) এর এই কথাটি বলার পেছনে একটি ঘটনা রয়েছে । এক মহিলা মহানবি (স) এর কাছ থেকে ইসলাম ধম গ্রহণ করে মদিনায় হিজরত করেন । আর একজন পুরুষ মহিলাটিকে বিয়ে করতে মদিনায় হিজরত করেন । তাই মহানবি (স) কথাটি উল্লেখ করেন । এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারি যে আমাদের উচিত সব সময় নেক নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা । The post সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস appeared first on Trickbd.com. |
এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে। Posted: আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি। তো এবার মূল কথায় আসি।● 1 ~ 𝐃𝐮𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐨আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে, আপনি যখন হেডফোন দিয়ে কিছু শোনেন তখন একটা স্পিকারে সাউন্ড জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান। অথবা যখন দুজনে মিলে হেডফোনের স্পিকার দুজনের কানে একটা করে লাগান তখনও কি একটাতে জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান ? এই সমস্যার কারণ হলোঃ আমাদের হেডফোনের একটি স্পিকারে ফ্রিকোয়েন্সি অনুযায়ী গান বা কথা বাজে এবং আরেকটি স্পিকারে সাউন্ড এর Bass , Bit , Equalizer বাজে। এর সমাধান আপনার ফোনে আছে। প্রথমে আপনি আপনার ফোনের Settings এ যান। তারপর আপনি 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 অপশনে যান। এরপর একটু নিচে দেখতে পাবেন যে, 𝑴𝒐𝒏𝒐 𝑨𝒖𝒅𝒊𝒐 নামে একটি অপশন। এটা চালু করলেই আপনার কাজ শেষ। এটা চালু করলে আপনি হেডফোনের একটি স্পিকারে ও ভালো ভাবে শুনতে পাবেন। এবার দেখে নিন দ্বিতীয় সেটিং। এই সেটিং আপনি আপনার ফোনে থাকা Settings অপশনে পাবেন না। এই সেটিং এ আপনি আপনার ফোনের লুকিয়ে থাকা 𝐏𝐡𝐨𝐧𝐞 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 , 𝐔𝐬𝐚𝐠𝐞 𝐒𝐭𝐚𝐭𝐢𝐬𝐭𝐢𝐜𝐬 , 𝐖𝐢-𝐅𝐢 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 এবং আপনার ফোনের Brand ও Model অনুযায়ী আলাদা আলাদা লুকানো তথ্য ও সেটিং দেখাবে। ● 2 ~ 𝑯𝒊𝒅𝒅𝒆𝒏 𝑰𝒏𝒇𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏আপনি যদি কোনো Second Hand বা আরেকজনের ব্যবহৃত ফোন কিনতে চান ! তাহলে এই সেটিং আপনার কাজে লাগবে। প্রথমে আপনি আপনার ফোনের Phone Call এ গিয়ে ডায়াল করুন, *#*#4636#*#* তাহলেই বেরিয়ে আসবে লুকানো তথ্য ও সেটিং। তবে সেটা আপনার ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী।আমার itel Alpha Lite ফোন। তাই এই ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী তথ্য দেখালো। ● 3 ~ 𝑫𝒂𝒕𝒂 𝑺𝒂𝒗𝒆𝒓আপনার ফোনে কি এমবি দ্রুত শেষ হয়ে যায় ? যেমন, ধরুন আপনি ইউটিউব এ ভিডিও দেখছেন, কিন্তু পরে দেখা গেল অনেকটা এমবি শেষ হয়ে গেছে।এর কয়েকটা কারণ আছে, যেমন আপনার অজান্তেই বা কিছুক্ষণ আগে বা পরে ব্যবহার করা অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করছে, যেটা আপনি বুঝতেই পারছেন না। এরকম আরো কিছু কারণ আছে। এই সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি। এর জন্য আপনার ফোনে একটি সেটিং আছে, যেটা চালু করলে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করতে পারবে না। আমি এটা বলছি না যে, আপনি যেই অ্যাপ ব্যবহার করবেন শুধু সেই অ্যাপটাই কাজ করবে আর অন্যগুলো কাজ করবে না। অন্য অ্যাপও কাজ করবে যেগুলো আপনি চালাতে চান। যেমনঃ আপনি ইউটিউব এ কোনো ভিডিও ডাউনলোড করতে দিয়ে মিনিমাইজ করে অন্য কিছু ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে ব্যাকগ্ৰাউন্ড এ ইউটিউব ডাউনলোড করবে।এখন দেখুন কিভাবে এই সেটিং করবেন ! প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন। তারপর 𝑁𝑒𝑡𝑤𝑜𝑟𝑘 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑛𝑒𝑡 অপশনে যাবেন। এরপর আপনি Ⓓⓐⓣⓐ ⓤⓢⓐⓖⓔ এ ক্লিক করুন। তারপর আপনি 𝔻𝕒𝕥𝕒 𝕤𝕒𝕧𝕖𝕣 এ ক্লিক করুন। এবার আপনি ডেটা সেভার চালু করে দিন। তারপর আপনি 𝐔𝐧𝐫𝐞𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐞𝐝 𝐝𝐚𝐭𝐚 তে ক্লিক করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেইসব অ্যাপকে পারমিশন দিন সেগুলো অবাধ ডেটা ব্যবহারের অনুমতি পাবে। মানে অন্যসব অ্যাপ বন্ধ থাকলেও আপনার বাছাই করা বা যেগুলি বেশি ব্যবহার করেন সেগুলি আপনার এমবি ব্যবহার করতে পারবে। এবং অ্যাপগুলি আপনি ওপেন না করা বা না ব্যবহার করা পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকবে। এবার দেখুন উপরের নোটিফিকেশন বারে একটি + আইকন দেখাবে। যার মানে হলো ডেটা সেভার চালু হয়ে গেছে। আমরা কমবেশি সবাই 𝘼𝙣𝙙𝙧𝙤𝙞𝙙 𝙋𝙝𝙤𝙣𝙚 ব্যবহার করি। এবং আমরা প্রায়ই এন্ড্রয়েড ফোনের চার্জ দেরিতে হওয়ার সমস্যায় পড়ি। বিশেষ করে তখন যখন আমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো দরকারি কাজে ফোনে চার্জ থাকা জরুরী। আপনি আপনার দরকারের সময় ফোন চার্জে দিলে সেটা আগের মতোই ধীরে ধীরে চার্জ হয়। এরকম পরিস্থিতিতে আপনি আপনার ফোন দ্রুত চার্জ করতে এই সেটিং এর ব্যবহার করতে পারবেন। তবে আরো ভালো ফলাফল পেতে ফোনে 𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐌𝐨𝐝𝐞 বা 𝐀𝐢𝐫𝐩𝐥𝐚𝐧𝐞 𝐌𝐨𝐝𝐞 চালু করে রাখতে পারেন। ● 4 ~ 𝑭𝒂𝒔𝒕 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈এই সেটিং অন করলে আপনার ফোনে চার্জ তাড়াতাড়ি হবে। তবে এটা করার আগে অবশ্যই ফোন একবার ℝ𝕖𝕤𝕥𝕒𝕣𝕥 বা 𝐑𝐞𝐛𝐨𝐨𝐭 করে তারপর এই সেটিং চালু করবেন তাহলে ভালো ফলাফল পাবেন। প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন। তারপর আপনি 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒆𝒓 𝑶𝒑𝒕𝒊𝒐𝒏𝒔 এ যাবেন। এরপর আপনি একটু নিচে খুঁজলেই পেয়ে যাবেন, 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭 𝐔𝐒𝐁 𝐂𝐨𝐧𝐟𝐢𝐠𝐮𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 এই লেখায় ক্লিক করবেন। এরপর আপনি 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 লেখায় ক্লিক করুন। আপনার কাজ শেষ, এখন কয়েক সেকেন্ড পর নোটিফিকেশন বারে 𝑨𝒏𝒅𝒓𝒐𝒊𝒅 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎 • 𝑼𝑺𝑩 𝒄𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 𝒕𝒉𝒊𝒔 𝒅𝒆𝒗𝒊𝒄𝒆 লেখা উঠবে। এই লেখা উঠলে আপনার ফোনে দ্রুত চার্জ হবে। Note: আপনার ফোন অফ হয়ে গেলে বা করলে অথবা রিস্টার্ট বা রিবুট করলে আবার আগের মতো সেটিং হয়ে যাবে। পরবর্তীতে তাড়াতাড়ি চার্জ করতে হলে আবার একই ভাবে সেটিং চালু করে চার্জ করতে হবে। দাবি অস্বীকারঃআমার এই পোষ্ট এর কোনো টিপস হয়তো অন্য কারো পোষ্ট এর সাথে মিলে যেতে পারে। কিন্তু আমি কারো পোষ্ট কপি করিনি। যা লিখেছি নিজে ট্রাই করার পরই আপনাদের জানালাম। Free Tips: আপনি যদি জানতে চান VPN কি বা VPN দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা তাহলে নীল লেখাতে ক্লিক করে দেখে নিন। কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID The post এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে। appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
পোস্ট এর হেডিং অনুসারে আজকে আজকে আমার পোস্টটা মূলত ssc পরীক্ষার্থীদের জন্য l যারা এসএসসিতে আছেন তাদের পরীক্ষার দিন ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে l আর এই সামান্য সময়টা কাজে লাগানোর জন্যে দেশের সেরা শিক্ষকদের নিয়ে 10 minutes school চালু করেছে SSC22 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স l আর আমি আপনাদের আজকে এই পোস্ট এ সেই কোর্স এর discount কোড এবং একটা offer নিয়ে কথা বলবো l তার সাথে থাকবে hsc 22 crash কোর্স ফুল এর ইউটিউব লিঙ্ক l আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। কোর্সে যা যা থাকছেঃ • ৫ টি বিষয় ( সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ) • ৩৫টি লাইভ ক্লাস • ৩৫টি লেকচার শিট • মডেল টেস্ট for discount use the promo code: SSC22SMP এই promo code টি ব্যবহার করলে আপনি 750 টাকার কোর্সটি আপনি পাবেন 650 টাকায়( সীমিত সময়ের জন্যে) l course link: click here to perchase HSC paid course classes link 1 HSC paid course classes link 2 তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post ssc 22 পরীক্ষার্থীদের জন্য চলে এলো 10MS এর শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ( with discount of promo code ) এবং HSC 22 crash course link+ various paid course link appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments