১ ক্লিকে ফেসবুকের Unactive, Deactivated, All Friends মার্ক করে Unfriend করুন। গুগলের কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই।(Updated 2022) |
- ১ ক্লিকে ফেসবুকের Unactive, Deactivated, All Friends মার্ক করে Unfriend করুন। গুগলের কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই।(Updated 2022)
- ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা 💳💳
- অন্যের উপকার সম্পকিত হাদিস ও এর সুফল
- পাব্জি ও ফ্রী ফায়ার এর পিং সমস্যার সমাধান ও গেম এ ডুকার সময় লোডিং এর সমাধান নিয়ে নিন। বেস্ট ২টী ভিভিএন এর মুডেড ভারশন। NO BAN GURANTEED” UPDATE”
- ভিপিএন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
- Bin ব্যবহার করার টিউটোরিয়াল Noob to Pro..পার্ট-২ ( Bin ব্যবহার করার সঠিক পদ্ধতি এবং Bin ব্যবহার করে Premium Account তৈরি..)
- আর্টিকেল লিখে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন
- ফাইবার কেন ভালো না, মার্কেটপ্লেস সম্পর্কে আমার অভিজ্ঞতা
- মোবাইল ফোন দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ মিনিট কাজ করে মাসে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন এবং পেমেন্ট নিন বিকাশ এ.!
- সততার সাথে ব্যাবসা করার সুফল সম্পকে হাদিস {সবাই দেখুন}
Posted: আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি। আমি জানি ট্রিকবিডিতে এই ধরনের পোস্ট আগে থেকেই আছে। কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো JavaScript Code, Boat Browser, Token, Termux, Chrome Extension ছাড়াই আপনি কিভাবে আনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেটেড এবং সব ফেসবুক ফ্রেন্ড কে মার্ক করে আনফ্রেন্ড এবং চাইলে আনফলো করতে পারবেন। এবং সুবিধা হলো এক ক্লিকে সব ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করার পরও আপনার ফেসবুক আইডি ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য বন্ধ হবে না।আমি এই পোষ্ট করার আগে নিজে আমার ২ টা ফেসবুক আইডি তে ব্যবহার করেছি, এবং এটা আসলেই কাজ করে। ১ ক্লিকে ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করার জন্য আপনাদের একটা অ্যাপস ইন্সটল করতে হবে যেটা আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। বিস্তারিত জেনে নিনঃঅ্যাপের নাম : MonokaiToolkit অ্যাপের আকার : ১৬+ এমবি এই অ্যাপ আপনার কোনো তথ্য সংরক্ষণ করে রাখে না। এবং প্রতি ২ সেকেন্ডের মধ্যে ১টা করে ফেসবুক আইডি আনফ্রেন্ড করতে সক্ষম এবার দেখুন কিভাবে অ্যাপের ব্যবহার করবেন। প্রথমে আপনি Play Store থেকে MonokaiToolkit অ্যাপ্লিকেশন ইন্সটল করে ওপেন করুন। ওপেন করার পর অ্যাপটি নিজে থেকেই আপডেট হবে Get started এ ক্লিক করুন। এরপর ইংরেজি ভাষা সিলেক্ট করুন। English লেখায় ক্লিক করে Save করুন। Finish করুন। Add Account এ ক্লিক করুন। এবার আপনার ফেসবুক আইডি লগ ইন করুন। লগ ইন হয়ে গেলে নিজে থেকেই সেটআপ শুরু হবে। এরকম অ্যাডস আসলে X এ ক্লিক করুন। এবার নিচের মতো টুলকিট আইকনে ক্লিক করুন। তারপর Clean your friend list এ ক্লিক করুন।এবার আপনি আনফ্রেন্ড করার জন্য ৩ টা অপশন পাবেন। যারা আপনার পোস্ট এ কোনো Reaction ও Comment করে না তাদের Unfriend করতে No interaction এ ক্লিক করুন। আপনার ফ্রেন্ডলিস্টের যাদের ফেসবুক আইডি Deactive আছে তাদের Unfriend করতে Deactivated account এ ক্লিক করুন। সবশেষে যদি আপনি আপনার ফ্রেন্ড লিস্টের সবগুলো ফ্রেন্ডকে একসাথে মার্ক করে আনফ্রেন্ড করতে চান তাহলে Remove all friends এ ক্লিক করুন। উদাহরণ হিসেবে যারা আমার পোস্ট এ কোনো Reaction এবং Comment করে না তাদের ঘাড়ে হাত দিয়ে সম্মানের সাথে আনফ্রেন্ড করে দিবো। যারা আপনার পোস্টে কোনো রিঅ্যাকশন এবং কমেন্ট করে না তাদের ইচ্ছা করলে আপনি মার্ক করে আনফ্রেন্ড অথবা আনফলো করতে পারবেন। দেখুন আনফ্রেন্ড করা শুরু হয়ে গেছে, আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড অনুযায়ী প্রতি ২ সেকেন্ডে অথবা প্রতি ৩ সেকেন্ডে একটি করে আইডিকে ঘাড়ে হাত দিয়ে সম্মানের সাথে আনফ্রেন্ড করা হবে। দেখুন আনফ্রেন্ড করা শেষ। এবার যাদের ফেসবুক আইডি Deactive করা আছে তাদেরকেও আনন্দের সাথে আনফ্রেন্ড করবো। Deactivated Facebook Account Unfriend করা শেষ।যেহেতু আমি আগেই বলেছি যে এই অ্যাপ আপনার কোনো তথ্য সংরক্ষণ করে না। কিন্তু তবুও যদি আপনাদের ইচ্ছা করে তাহলে আনফ্রেন্ড করার পর আপনাদের ফেসবুক আইডি লগ আউট করতে পারেন অথবা এই অ্যাপের App Data ক্লিয়ার করে দিতে পারেন। এবার MonokaiToolkit অ্যাপটি ডাউনলোড করুন। আপনাদের পড়ার সুবিধার্থে লেখায় কালারিং খুব কম করেছি।এখানেই শেষ করছি আমার পোস্টের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করছি একটা লাইক ও একটা কমেন্ট পাবো(আপনাদের ইচ্ছা )। কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID The post ১ ক্লিকে ফেসবুকের Unactive, Deactivated, All Friends মার্ক করে Unfriend করুন। গুগলের কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই।(Updated 2022) appeared first on Trickbd.com. |
ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা 💳💳 Posted: অনলাইনে দেখতেছি অনেকেই ভার্চুয়াল ডুয়েল কারেন্সি মাস্টার বা ভিসা কার্ড ক্রয় করতেছেন। এই কার্ড গুলো ব্যবহারে সুবিধা থাকলেও, অনেক অসুবিধাও রয়েছে। তাহলে চলুন আমরা সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নেই: সুবিধা: অসুবিধা: তবে অনেক বড় বড় ব্যাংক ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে। তবে আমার জানামতে আপনি যদি সেই ব্যাংক থেকে একটি ফিজিক্যাল কার্ড নেন, সেক্ষেত্রে একটি ভার্চুয়াল কার্ড ফ্রি পাবেন। এছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে। The post ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা 💳💳 appeared first on Trickbd.com. |
অন্যের উপকার সম্পকিত হাদিস ও এর সুফল Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে অন্যের উপকার সম্পকিত একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । হাদিসের বিষয় :- পরোপকার বা অন্যের উপকার সম্পকিত হাদিস । হাদিস :- অন্যের উপকার সম্পকে মহানবি (স) বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই । সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না,তাকে শত্রুর হাতে সোপদ করে না । যে ব্যাক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন ।” (সহিহ বুখারি ও সহিহ মুসলিম) মুসলমান পরস্পরের ভাই ভাই । তারা সকলে একই আদশে বিশ্বাসী,একই জীবনাদশের অনুসারী । ফলে যে স্থানেই কোন মুসলমান থাকুক না কেন সকলেই ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ । এমনই পরিচয় পাওয়া যায় মহানবি হযরত মোহাম্মদ (স) এর এই হাদিস থেকে । মুসলামন একে অপরের রক্তের সাথে সম্পৃক্ত । এতে দেশ,কাল, জাতি,বণ ইত্যাদির কোন ভেদাভেদ নাই । ধনী-গরিব, সাদা-কালো,আরব-অনারব সকল মুসলমান পরস্পরের ভাই-ভাই । সুতরাং এক মুসলমান অন্য মুসলমানের প্রতি বেশকিছু দায়িত্ব ও কতব্য পালন করতে হয় । যেমন :- কোন মুসলমান ভাইয়ের প্রতি কোনরূপ অন্যায় অত্যাচার করা যাবে না । জুলুম নিযাতন করা যাবে না । বরং সবাবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে । তার জান,মাল, ইজ্জত-সম্মান রক্ষা করতে হবে । শত্রুর মোকাবিলায় তাকে সাহায্য করতে হবে । অন্যকে ফেলে রেখে নিজে চলে যাওয়া যাবে না । ছোট বড় যেকোন প্রয়োজনে মুসলমান ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে । সামথ থাকলে ধন সম্পদ ব্যায় করে সাহায্য এগিয়ে আসতে হবে । অন্যাথায় বুদ্ধি ও পরামশ দিয়ে সাহায্য করতে হবে । এমনকি প্রয়োজনে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করতে হবে । বস্তুত নিজের সামথ অনুযায়ী ভাইদের বিপদে এগিয়ে আসতে হবে । তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন । তিনি আমাদের প্রয়োজন মেটাবেন । এই হাদিসটি থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি । এগুলো হলো :- ১। মুসলমান পরস্পরের ভাই ভাই । ২। তারা পরস্পর অন্যায় অত্যাচার করবে না । ৩। শত্রুর মোকাবিলায় সকলে একত্রে এগিয়ে আসবে । ৪। বিপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে । ৫। সাহায্যকারী মুসলিম আল্লাহর নিকট প্রিয় । আল্লাহ তায়ালা তার প্রয়োজন দূর করে দেন । আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য এতটুকুই ছিল । আমরা সবাই একে অপরকে সাহায্য করব । আমার আজকের আটিকেলটি পড়ার জন্য ধন্যবাদ । The post অন্যের উপকার সম্পকিত হাদিস ও এর সুফল appeared first on Trickbd.com. |
Posted: পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ হয়েছে আজ অনেক দিন ধরেই । আসলে বন্ধ বললে ভুল হবে , বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সকল সিম অপারেটরদের নির্দেশনা দিয়েছে যে , আপনাদের নেটওয়ার্কে যদি পাবজি ও ফ্রি ফায়ার গেম চলে তাহলে তা সাথে ব্লক করার জন্য বলা হয়েছে । এই জন্য পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধের পরেও কিছু সিমে খেলা যাচ্ছিলো । কিন্তু এখন তা পুরোপুরি ভাবে ব্লক/বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ । তাই বলে কি কমে এসেছে গেমিং ? আপনি যদি মনে করেন কমেছে তাহলে আপনার ধারণা ভুল । গেম বন্ধ করার পর গেমিং চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে । শিশু কিশোর সহ প্রাপ্তবয়সীরাও খেলে চলেছে এই ক্ষতিকর গেম । কিন্তু কিভাবে চলছে এই গেম ? গেম ব্যান হওয়ার পর সকল বয়সী মানুষ ভিপিএন ব্যবহার করে এই গেমটি খেলতে সক্ষম হচ্ছে । কিন্তু সমস্যা হচ্ছে ভিপিএন এর মাধ্যমে খেললে গেম অনেক ল্যাগ করছে এবং Ping খুব High থাকছে । আর আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিপিএন শেয়ার করবো যার মাধ্যমে আপনি অনায়াসে low ping এ gameplay করতে পারবেন ।
2. 1111 PREMIUM UNLOCKED
তো দেখুন আমার PUBG GLOBAL এ ping 92 থাকছে এবং ম্যাচ শুরু হলে 50-70 এমন বা আপনার নেটওয়ার্ক কাভারেজ ভালো হলে 4০/6০ ping পাবেন তো বন্ধুরা আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে আপনার মতামত জানিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সাহায্য করুন ।
3 . For Free Fire Use LOW PING VPNThanks
The post পাব্জি ও ফ্রী ফায়ার এর পিং সমস্যার সমাধান ও গেম এ ডুকার সময় লোডিং এর সমাধান নিয়ে নিন। বেস্ট ২টী ভিভিএন এর মুডেড ভারশন। NO BAN GURANTEED" UPDATE” appeared first on Trickbd.com. |
ভিপিএন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা Posted: আমাদের মধ্যে অনেকেই ভিপিএন ব্যবহার করে। কিন্তু জানেনা ভিপিএন ব্যবহার করার সুবিধা ও অসুবিধাগুলো। আবার অনেকে মনে করেন ভিপিএন শুধুমাত্র খারাপ কাজে ব্যবহৃত হয়, ভিপিএন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হয়। তাহলে চলুন আমরা জেনে নেই ভিপিএন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলো: সুবিধা: অসুবিধা: ভিপিএন ব্যবহার করে কেউ কোনো অবৈধ কাজ করার চেষ্টা করবেন না। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভিপিএন থেকেও আরো উন্নত প্রযুক্তি আছে, একজন সাইবার অপরাধীকে ধরার জন্য। The post ভিপিএন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা appeared first on Trickbd.com. |
Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Bin ব্যবহার এর Last Part নিয়ে হাজির হলাম । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন . আজকের বিষয় হলো Bin ব্যবহার করার সঠিক পদ্ধতি এবং একটি Card এর বিস্তারিত |
আর্টিকেল লিখে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন Posted: আমরা অনেকেই অনলাইনে কারো ইনকামের কথা শুনলে তাকে বলে থাকি সে কী কাজ করে ইনকাম করছে? সে হয়তো এমন কাজের কথা বলে যার নাম আপনি হয়তো এর আগে কখনো শুনেনি। আপনি কোন কাজ জাননে না কিন্তু ইনকামের ইচ্ছা আপনারও আছে। কোন একটি সহজ উপায়ে মানে হালকা লিখা লিখির মাধ্যমে আপনি ইনকাম করতে চাচ্ছেন। আপনার এই ইচ্ছা থাকলেও কেউ এমন সুযোগ করে দিচ্ছে না। আজ আপনার সেই আশায় পূরন হতে চলেছে। হ্যাঁ, আইটিমেলা ডট নেট আপনাকে এই সুযোগ দিচ্ছে । শুধুমাত্র বাংলা আর্টিকেল লিখে আপনি মাসে ভাল পরিমান টাকা আয় করতে পারবেন মাত্র ৩-৪ ঘন্টা সময় দিয়ে। আপনি প্রতিটি আর্টিকেল লিখলেই পাবেন ১০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বাংলা আর্টিকেল লিখার জন্য আপনার যা যা প্রয়োজন হবে। আপনি যদি আইটমেলা ওয়েব সাইটে বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। প্রথমত কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখতে হবে, এবং কোন প্রকার কপিরাইট বা ট্রান্সলেট পোস্ট পাব্লিশ হবেনা। মিনিমাম ৬০০ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে।
তারপর আপনি নিয়মিত কাজ করতে পারবেন। এছাড়াও আপনার যা যা জানতে ও থাকতে হবেঃ ১। আপনার একটি ল্যাপটপ, ডেস্কটপ, বা স্মার্ট ফোন থাকতে হবে। ২। ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ৩। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হব এবং Pixbay.com থেকে ফিচার ইমেজ ইউজ করবেন ৪। ল্যাপটপ, ডেস্কটপ, বা স্মার্ট ফোনে বাংলা লিখায় অবশ্যই মোটামুটি ধারনা থাকতে হবে। আমি পেমেন্ট পাবো কী করে এবং আমাকে এই কাজের জন্য টাকা দিতে হবে কী না?আপনি ৫০০টাকা হলেই পেমেন্ট বিকাশে,রকেট,নগদ অথবা সরাসরি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। পেমেন্ট অপশন আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এই কাজ করার জন্য শুরু থেকে শেষ অবধি আপনার এক টাকাও খরচ হবে না। কী কী বিষয়ের উপর আমার আর্টিকেল বা ব্লগ লিখতে হবে?আপনার এই বিষয় নিয়ে কোন চিন্তা করতে হবে না। আমরাই আপনাকে বিষয় সিলেক্ট করে দিবো এবং প্রয়োজনীয় সকল কিছু প্রদান করবো। তবে আর্টিকেলের সম্ভাব্য বিষয়গুলো হলো ১। ফ্রিল্যান্সিং এবং আউসোর্সিং ২। টেকনোলজি ৩। সাইবার নিরাপত্তা ৪। মোবাইল অ্যাপস ৫। সফটওয়্যার এবং হার্ডওয়্যার ৬। প্রডাক্ট রিভিও ৭। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ৮। টেক প্রতিবেদন ৯। বিনোদন ১০। অনলাইন থেকে আয় সংক্রান্ত ট্রিপস ইনকাম কতো দিনের জন্য? আপনি যদি চাহিদা মতো কাজ করতে পারেন এবং আল্লাহর রহমতে আমাদের কাজ নিয়িমিত থাকে তাহলে ধরে নিতে পারেন আপনার জবটা স্থায়ী। তবে মনে রাখবেন, আইটিমেলা এই আর্নিং নীতিমালা যেকোন সময় পরিবর্তন করতে পারে। The post আর্টিকেল লিখে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন appeared first on Trickbd.com. |
ফাইবার কেন ভালো না, মার্কেটপ্লেস সম্পর্কে আমার অভিজ্ঞতা Posted: আমি একজন প্রোফেশনাল ফ্রিল্যান্সার, আমি গত 3 বছর ধরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে Upwork এবং Fiverr এ কাজ করি। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা অর্থাৎ অভিজ্ঞতা শেয়ার করবো। যা আগে কেউ কখনো শেয়ার করিনি। আমার ব্যান্ডিং নাম websoriful. গুগলে আমাকে এ নামেই পাবেন। ত চলুন মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। নতুনদের জন্য ফাইবার সবশেষ্ঠ, এটা আমিও মানি। কিন্তু আমি মনে করি একজন প্রফেশনালের কাজে Upwork best. নতুনদের জন্য Upwork মার্কেটপ্লেস না। Upwork এ কাজ করতে গেলে আপনাকে কাজ শেখার পাশাপাশি ভালো কভার লেটার লিখতে হবে। ভালো কমিনিকেশন দক্ষতা থাকতে হবে। নিজের ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। Upwork এর একটা ভালো একাউন্ট কে আমি বাংলাদেশের সরকারি চাকরির সাথে তুলনা করবো। বাংলাদেশে সরকারি চাকরি পেলে, যেমন আপনার ভালো বিয়ে করতে কোনো সমস্যা হবে না। তেমনি আপনার Upwork এ একটা ভালো একাউন্ট থাকলে ক্লায়েন্ট পেতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে সরকারি চাকরি পেতে যেমন অনেক পরিশ্রম করতে হয়, তেমনি Upwork এ একটা ভালো একাউন্ট তৈরি করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ভালো একাউন্ট বলতে আমি বুঝিয়েছি Upwork এর একাউন্টকে অনেক কাজ করে রিভিউ নিয়ে শক্ত অবস্থানে থাকা। চিন্তা করেন ফাইবারে আপনি ২বছর কাজ করে ফাইবারে আপনার অবস্থান শক্ত করেছেন। ছোট্ট একটা ভুলের জন্য আপনার একাউন্ট ব্যান করলো, আপনার অবস্থা কেমন হবে????? আমার মনে হয়, ফাইবারের মালিকের সাথে কথা বললেও আপনার একাউন্ট ফেরত দেবে না। আর Upwork সকাল সন্ধ্যা ফাইবারের মতো আপনার একাউন্ট ব্যান করবে না। আর Upwork এর আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমি আমার ক্লায়েন্টে আমার ইমেইল দিয়েছিলাম এবং মার্কেটপ্লেসের বাহিরে প্রেমেন্ট করতে বলেছিলাম। নিয়ম অনুযায়ী Upwork আমার একাউন্ট ব্যান করে দেয়। আমি তাদের সাথে যোগাযোগ করে, তাদের কাছে ক্ষমা চেয়ে আমার একাউন্ট ফেরত নিয়েছি। এটা আমার নিজের অভিজ্ঞতা। ফাইবারে কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো কাজ বাতিল করতে ফাইবারের সাথে কথা বলে, তাহলে ফাইবার আপনার সাথে কথা না বলেই কাজ বাতিল করে দিবে। ফাইবারের আমার আরেকটি অভিজ্ঞতা শেয়ার করি, আমি একটা ক্লায়েন্ট এর কাজ করেছিলাম ১০০ডলারের। কাজটি ঠিকমতো সমাপ্ত হয়েছে। কাজের একমাস পর হঠাৎ দেখি কাজটা ফাইবার থেকে ক্যানসেল করে দিয়েছে। সত্যি বলতে আমি বুজতে পারিনি কেন ফাইবার এমন করলো। আপনাদের জানা থাকলে বলবেন। আর Upwork এর কোনো ক্লায়েন্ট যদি কোনো কাজ বাতিল করতে চাই, তাহলে আপওয়াক আপনার এবং আপনার ক্লায়েন্টের সাথে তাদের একজনে এজেন্ট কথা বলবে। তারমানে আপনাদের ৩জনের কথা বলে সমাধান করবেন। Upwork আপনার অনুমতি ছাড়া কখনোই ক্লায়েন্টকে তার টাকা ফেরত দেবে না। এখন আপনারাই বলেন কোনো মার্কেটপ্লেস ভালো Upwork না Fiverr??? বিশেষ দ্রষ্টব্য: আমি শুধু আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে Upwork এবং Fiverr সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে অপমান বা কারো সাথে তর্ক করতে না। ভুল হলে ক্ষমা করবেন। ফ্রিল্যান্সিং টিপস, অনলাইন ইনকাম, মোবাইল দিয়ে ইনকাম, ব্লগিং এবং অনলাইন টিপস সম্পর্কে বিস্তারিত জানতে আমার উয়েবসইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে The post ফাইবার কেন ভালো না, মার্কেটপ্লেস সম্পর্কে আমার অভিজ্ঞতা appeared first on Trickbd.com. |
Posted: আছকে আমি এমন একটি বাংলাদেশি ওয়েবসাইট নিয়ে এসেছি যাতে প্রতিদিন যে কোনো সময় ৮ থেকে ১০ মিনিট কাজ করে মাসে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবে। প্রতি মাসে নেট খরচ এর টাকা ইনকাম হবে। এই ওয়েবসাইট এর মূল কাজ হচ্ছে মূল তো ওয়েবসাইট Visit করা এবং Video দেখা। প্রতিদিন ৮ থেকে ১০ টাকা প্লাস ইনকাম হবে। প্রতি Visit এ পাবে ৩.৫০ পয়েন্ট মানে ৭০ পয়সা। প্রতিদিন ১০ থেকে ১২ টির বেশি Visit এর কাজ পাবেন। (কখনো কখনো Visit এর পরিমাণ ভারতেও পারে) এছাড়া প্রতিদিন ২ থেকে ৩ টা ভিডিও দেখা কাজ পাবেন এবং প্রতি মিনিট এ ১ পয়েন্ট করে পাবেন। ভিডিও দৈর্ঘ ৪ থেকে ১০ মিনিট করে.! এই ওয়েবসাইট টি মাসের শেষ এ পেমেন্ট করে থাকে এবং প্রতি মাসের ২৪ এবং ২৫ তারিখ দুই দিন এর জন্য পেমেন্ট রিকুয়েষ্ট অপশন চালু করে দেই এবং পেমেন্ট রিকুয়েষ্ট দিয়ার ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। পেমেন্ট নিতে পারবেন:
৫০০ পয়েন্ট (১০০ টাকা) হলে পেমেন্ট রিকুয়েষ্ট দিতে পারবেন.! তো দেখে নিয়া যাক কি ভাবে এই ওয়েবসাইট এ কাজ করবেন।ওয়েবসাইট এর নাম হচ্ছে techbuz এটি একটি সম্পন্ন বাংলাদেশি ওয়েবসাইট। এই ওয়েবসাইট কাজ করার জন্য VPN লাগবে যে কোনো VPN এ ঢুকে US বা UK connect দিতে হবে না হলে ওয়েবসাইট ঢুকতে পারবেন না। আর কাজ করার জন্য প্রথমে একাউন্ট খুলতে হবে নিচের যে কোনো একটি তে ক্লিক করুন.!এখন আপনার ফোন ✆ নাম্বার, Email address, নাম, বিভাগ এবং জেলা সিলেষ্ট করে দিয়ে Register এ ক্লিক করুন.! তার পর আপনার ফোন এ একটি Message যাবে সেখানে আপনার Password দিয়া থাকবে এবং নাম্বার আর Password দিয়ে Login ক্লিক করুন.! একাউন্ট খুলার কাজ শেষ এখন কাজের পালা। প্রথমে এখানে ক্লিক করুন। তার পর Earn Points এ ক্লিক করুন.! তার পর Earn Points by visit এ ক্লিক করুন। তার পর Visit করে কত সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কত পয়েন্ট পাবেন তা দেখতে পাবেন এবং Visit লেখা অপশন দেখতে পাবেন তা তে ক্লিক করবেন। তার পর Visit Now তে ক্লিক করুন। তার পর একটি পেজ এ নিয়ে যাবে সেখানে ৬০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তার পর ৬০ সেকেন্ড হয়ে গেলে ব্যাক এসে আর একটি Visit এ ক্লিক করবেন। যে Visit টি একবার সম্পন্ন করবেন তা আর Visit করতে পারবেন না এবং ৬০ সেকেন্ড এর আগে পেজ থেকে বের হলে পয়েন্ট পাবেন না (৩.৭০ পয়েন্ট সমান ৭০ পয়সা) মাঝে মধ্যে Visit এর পরিমাণ বাড়তে পারব এবং Waiting সময় কমতে পারে তা তাদের গ্রুপ এ নোটিশ দিয়ে জানিয়ে দিয়া হবে সবাই গ্রুপ এ join হয়ে নিবেন। তার পর Earn Points by visit এর কাজ শেষ হলে Earn Points by watch এ ক্লিক করবেন। তার পর ২ থেকে ৩ টা Watch পাবে সে কোনো একটা তে ক্লিক করুন। তার পর এই রকম একটা ভিডিও আসবে তা চালু করে সম্পন্ন ভিডিও দেখতে হবে। কোথাও কোন কেটে টেনে দেখা যাবে না তা না হলে পয়েন্ট পাবেন না। (প্রতি ভিডিও এর দৈর্ঘ ৪ থেকে ১০ মিনিট) ভিডিও সম্পন্ন ভাবে দেখা হলে পয়েন্ট পেয়ে যাবেন। এই ভাবে প্রতিদিন সঠিক ভাবে কাজ করবেন এবং নিয়ম মেনে.! এবার আসি পেমেন্ট এর পালা.!আপনার একাউন্ট এ ৫০০ পয়েন্ট বার তার বেশি পয়েন্ট হলে মানে ১০০ টাকা বা তার বেশি হলে আপনি পেমেন্ট রিকুয়েষ্ট দিতে পারবেন এর নিচে থাকলে পেমেন্ট রিকুয়েষ্ট দিতে পারবেন না পেমেন্ট নিতে বা পেমেন্ট রিকুয়েষ্ট দিতে Quick Menu তে ক্লিক করুন। তার পর Withdraw Points তে ক্লিক করুন। তার পর কিসের মাধ্যমে পেমেন্ট নিবেন তা সিলেষ্ট করে দিন। এর পর Points লেখা এস্থানে আপনার পয়েন্ট এর পরিমাণ দিয়ে দিন এবং Request Payment এ ক্লিক করে রিকুয়েষ্ট দিয়ে দিন। ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন.! পেমেন্ট প্রুফযে কোনো সময় বা নতুন কাজ পেতে তাদের অফিসিয়াল গ্রুপ এ অ্যাড হয়ে নিবেন কজের শর্তঃ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদThe post মোবাইল ফোন দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ মিনিট কাজ করে মাসে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন এবং পেমেন্ট নিন বিকাশ এ.! appeared first on Trickbd.com. |
সততার সাথে ব্যাবসা করার সুফল সম্পকে হাদিস {সবাই দেখুন} Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ব্যবসায় সততা সম্পকিত একটি অতি গুরুত্বপূণ হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
হাদিসের বিষয় : ব্যাবসায়ে সততা । হাদিস :- মহানবি হযরত মোহাম্মদ (স) বলেছেন, “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যাবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সাথে থাকববেন ।” (ইবনে মাজাহ) ব্যাবসা বাণিজ্য একটি পবিত্র পেশা । আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স) নিজেই ব্যাবসা করেছেন । সৎ ও বিশ্বস্ত ব্যাবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মযাদার অধিকারী । রাসুল (স) বলেছেন, “কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যাবসায়ীগণ শহিদদের সঙ্গে অবস্থান করবেন । সেদিন তাঁদের কোন ভয় এবং চিন্তা থাকবে না । বরং তাঁরা সেদিন আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন । শহিদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসগকারী ব্যাক্তি । আল কুরআনে আল্লাহ তায়ালা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন । সৎ ব্যাবসায়ীগণও কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন । তাঁরাও শহিদগণের মতো জান্নাতে প্রবেশ করবেন । ব্যাবসায়ীদেরকে দুটি শত পূরণ করতে হবে । একটি হলো সততা ও সত্যবাদিতার সাথে ব্যাবসা পরিচালনা করতে হবে । আরেকটি হলো ব্যাবসায়ীদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে । অথাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যাবসা বানিজ্য পরিচালনা করলে কিয়ামতের দিন পুরস্কার লাভ করা যাবে । অন্যদিকে ব্যাবসায় প্রতারণা করলে আমাদেরকে কঠিন শাস্তির মুখে পড়ব । ব্যাবসায় ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা , পন্যের দোষত্রুটি গোপন করা প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না । এই হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূণ শিক্ষা গ্রহণ করতে পারি । এগুলো হলো :- ১। ব্যবসা বাণিজ্য হালাল পেশা । তবে তা ইসলামি নীতি আদশের অনুসরণে করতে হবে । ২। ব্যাবসায়ে সততা ও বিশ্বস্ততা মহৎ গুণ । ৩। বিশ্বস্ত ও সৎ ব্যাবসায়ীগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন । অতএব আমরা যদি কেউ ব্যাবসা করি তবে সততা বিশ্বস্তার সাথে ব্যাবসা করব । The post সততার সাথে ব্যাবসা করার সুফল সম্পকে হাদিস {সবাই দেখুন} appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments