Search box..

7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ]

7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ]


7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ]

Posted:

















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Turbo VPN Premium এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .


➜ Turbo VPN Premium BIN Details





💳 BIN TURBO VPN Pro 👑

💳 Bin: 40165840190
📆 EXP: RND
🔐 CVV: RND
🌐 IP : USA 🇺🇲

🧬 Link : turbovpn.com/pricing?channel=winfreetry
🧬 CC-Gen : namso-gen.com

✅ Tested : True
✅ Credit : Bisnu Ray

└➣ Premium Bins Store


প্রথমে আমাদের , Us Server এ ভিপিএন কানেক্ট করে নিতে হবে , এরপর এই লিংকে যেতে হবে .


Turbo VPN Premium


এখন আপনার মেইল এড্রেস এখানে দিন । Name Of Card যেকোনো দিন ।




এরপর Card generate করার জন্য আমাদের , Namso-Gen.com থেকে Card Generate করে নিতে হবে





এরপর আপনার কপি করা Card , Expire Date এবং Cvv Paste করতে হবে এবং Zip Code : 10080 দিয়ে । Continue এ Click করুন





এখন দেখুন আপনার Turbo VPN Premium হয়ে গেছে । এখন আপনার Password Setup করুন ব্যাস হয়ে গেলো





➜ যদি Binning & Carding ফ্রিতেই শিখতে চান তাহলে Join হতে পারেন


Premium Network Team

The post 7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ] appeared first on Trickbd.com.

‘গাছে কাঁঠাল গোফে তেল’ মানে কি?

Posted:

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?আশা করি ভালোই আছেন।
রচনা:

গাছে কাঁঠাল গোফে তেল।


অর্থাৎ,আমরা কাঁঠাল খাওয়ার সময় হাতে মুখে তেল দিই,কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ কাঁঠাল গাছে থাকতেই মুখে তেল দেয়।যখন আমরা কর্মসাধন না করে বরং তার চেয়ে বেশি কিছু ফল আশা করি তখন তাকে এই প্রবাদ,খনা বলা হয়।
ইংরেজি প্রবাদ বাক্য, Don’t Count Your Chickens,Before Hatched.অর্থাৎ ডিম ফোটার আগে,কয়টা হাঁস-মুরগির বাচ্চা আছে,এই অমুক দেখ আমার ১হাজার বাচ্চা হবে এই কাজ করা যাবে না।এই ইংরেজি বাক্যের সমার্থক হিসাবে বাংলা বাক্য ‘গাছে কাঁঠাল গোফে তেল’ব্যবহৃত হয়।
তাহলে এখান থেকে আমাদের শিক্ষা…
১.আমার গাছে কয়টা কাঁঠাল আছে এটা তিনজনকে বলা যাবে না=নারীলোক,মৃর্খলোক ও শত্রুলোক।
২.বেশী কাজ করা এবং কম আশা করতে হবে।
৩.নিজে যে কাজ করি না তা অন্যকে বলার আগে নিজের অপর প্রয়োগ করতে হবে।
৪.নিজের কাছে ভালো যা কিছু আছে তা অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে হবে।
৫.বিনা স্বার্থে কাজ করলে,নিজের স্বার্থ কখন নিজ স্বার্থ পুরণ হয় মানুষ তা বুজতে পারে না।
আজ এখান থেকেই দেখা হবে অন্য কোনোও পোস্টে ইনশাআল্লাহ। ধন্যবাদ

The post 'গাছে কাঁঠাল গোফে তেল' মানে কি? appeared first on Trickbd.com.

ইউটিউব (YouTube) মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং এর সুবিধা গুলো জেনে নিন

Posted:

বর্তমান সময়ে ইউটিউব হলো পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউবে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটররা তাদের নিজস্ব মেধা দিয়ে ভিডিও তৈরি করে, এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে।

এছাড়া বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব পণ্যের মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য ও ইউটিউবকে ব্যবহার করে। ইউটিউব মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। তাহলে চলুন ইউটিউব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নেই…

• ইউটিউব (YouTube) মার্কেটিং কি?
পণ্যের বিজ্ঞাপনের ভিডিও ইউটিউব এর মাধ্যমে প্রচার করা কে ইউটিউব মার্কেটিং বলে। ইউটিউব এর প্রতিটি বিজ্ঞাপন যেহেতু ভিডিও আকারে থাকে, তাই ইউটিউব মার্কেটিংকে আমরা ভিডিও মার্কেটিং হিসেবেও ধরতে পারি।

• ইউটিউব মার্কেটিং এর প্রয়োজনীয়তা:
বর্তমানে গুগল সার্চ ইঞ্জিনের পরে মানুষ কোন কিছু জানার জন্য সবচেয়ে বেশি সার্চ করে ইউটিউবে। এছাড়া বর্তমানে মানুষ আর্টিকেল পড়ার থেকে ভিডিও দেখাকে বেশি পছন্দ করে।

যার ফলে কোনো ব্যক্তি বা কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন যদি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করে, তাহলে তাদের পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা বেশি থাকবে (তবে বিজ্ঞাপনের ভিডিওকে ভালোভাবে এসইও করতে হবে)।

ইউটিউবে রয়েছে অনেক অ্যাডভান্স অ্যালগরিদম। যার কারণে আপনি যদি গুগোল এডস ব্যবহার করে আপনার বিজ্ঞাপনের ভিডিওটি প্রচার করেন সেক্ষেত্রে আপনার পণ্যের বিক্রি আরো বেশি বৃদ্ধি পাবে।

বিশ্বের সকল এসইও এক্সপার্টদের মতে অন্যান্য এডভার্টাইজিং সিস্টেমে তুলনায় ভিডিও এডভার্টাইজিং সিস্টেমে পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। এর কারণ হলো একটি ভিডিওর মধ্যে একটি পণ্যের সকল ডিটেলস সুন্দর ভাবে উল্লেখ করা হয়। এবং মানুষ সেগুলো সুন্দর ভাবে বুঝতে পারে, এতে করে কোম্পানির বেশি পণ্য বিক্রি হয়।

• ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন:
ইউটিউব মার্কেটিং করার জন্য অবশ্যই আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং সে চ্যানেলটিকে আপনাকে অবশ্যই প্রফেশনালি সাজাতে হবে।

তারপর আপনার পণ্যের একটি সুন্দর ভিডিও সম্পূর্ণ ডিটেলস সহ তৈরি করুন। সে ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করুন। এবার সেই ভিডিওটি আপনি অন্যান্য মানুষদের সাথে শেয়ার করুন।

আপনি চাইলে ইউটিউবে ফ্রিতে এডভার্টাইজিং করতে পারবেন। তবে আমি বলবো আপনার যদি ভালো ইনভেস্ট থাকে, তাহলে আপনার পণ্যের ভিডিওটি গুগলের এডভার্টাইজিং এর মাধ্যমে প্রচার করুন।

গুগলের অ্যাডভান্স অ্যালগরিদম থাকার কারণে আপনার ভিডিওটি সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে, এতে করে আপনার পণ্যের বিক্রি ও বেশি হবে।

ইউটিউব মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর তুলনায় একটু ব্যয়বহুল। আপনি চাইলে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন, তবে সেটা দিয়ে আশানুরূপ ফল পাবেন না।

• ইউটিউব মার্কেটিং এর সুবিধা সমূহ:
১. সারা জীবন নতুন নতুন গ্রাহক পাওয়ার সুযোগ রয়েছে।
২. ইউটিউবে আপলোড করা ভিডিওগুলি গুগল সার্চ থেকেও দেখা যাবে, তাই অর্গানিক ইউজার পাবেন।
৩. ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্বব্যাপী প্রচার করতে পারবেন।
৪. গুগোল এডস বা ইউটিউব এডস ব্যবহার করে সঠিক ব্যবহারকারীকে খুঁজতে পারবেন।
৫. বর্তমানে ইন্টারনেটের অন্যান্য কম্পিউটার তুলনায় ভিডিও কনটেন্ট এর চাহিদা বেশি। তাই আপনার মার্কেটিং টাও সফলতা পাবার সুযোগ বেশি থাকবে।
৬. আপনার চ্যানেলে স্থায়ী সাবস্ক্রাইবার থাকবে। যার ফলে আপনি ভবিষ্যতে ও অন্যান্য পণ্য আপনার নির্দিষ্ট গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন, এর জন্য পরবর্তীতে আর আপনাকে টাকা খরচ করে গুগোল এডভেটাইজ এর ব্যবহার হবে না।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন‌। আল্লাহ হাফেজ।

 

রমজান মাসের গুরুত্ব, প্রস্তুতি, তাৎপর্য ও বিধি-নিষেধ গুলো কি কি

আমার ফেসবুক প্রোফাইল

The post ইউটিউব (YouTube) মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং এর সুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com.

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন জেনে নিন

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা, বর্তমান অনলাইন জগতে অনলাইন মারকেটিং অনেক বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানি ও অন্যান্য কোম্পানি গুলো তাদের নিজেদের সেবা গুলোকে অনলাইন ভিত্তিক করে ফেলছে।

অফলাইন মার্কেটিং এর তুলনায় অনলাইন মার্কেটিং তুলনামূলক কম সময় ও খরচ কম থাকায় একটি আরো বেশি জনপ্রিয় হচ্ছে।

অনলাইন মারকেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে চলুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জেনে আসি…

• সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing) কি?
যে মার্কেটিং বা বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার (যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি) মাধ্যমে করা হয় মূলত তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।

বর্তমানে প্রায় সকল কোম্পানিরই নিজস্ব সোশ্যাল প্রোফাইল রয়েছে, যেটা দিয়ে কোম্পানিগুলো তাদের নিজস্ব পণ্যের এডভার্টাইজিং করে।

• সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা:
১. বর্তমানের সোশ্যাল মিডিয়া গুলোতে অনেক বেশি ইউজার থাকার কারণে আপনি আপনার পণ্য খুব তাড়াতাড়ি এবং বেশি বিক্রি করতে পারবেন।

২. এছাড়া সোশ্যাল মিডিয়া গুলোর অ্যালগরিদম অনেক উন্নত হওয়ায়, আপনার পণ্যটি সঠিক ব্যবহারকারীর মাঝে সহজেই পৌঁছে যাবে। যার ফলে আপনার পণ্যের বিক্রি আরো বৃদ্ধি পাবে।

৩. আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার মধ্যে পেইড মার্কেটিং করে আপনার ব্যবসা আরো বেশি প্রসারিত করতে পারেন।

৪. সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার খরচ কম হবে। যার ফলে আপনি একটি পণ্য বিক্রি করলে আপনার লাভ বেশি হবে।

৫. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে ক্রেতা পাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবেনা। আপনি শুধুমাত্র সঠিকভাবে এডস ম্যানেজমেন্ট করতে পারলে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর অ্যালগরিদম আপনার পণ্যের এডভেটাইজটি সঠিক ক্রেতার কাছে পৌঁছে দেবে।

৬. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে তাড়াতাড়ি আপনার কোম্পানিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন।

• সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রয়োজনীয়তা:
কম খরচে সঠিক ক্রেতা পেতে হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি। এছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইউজার দিন দিন বেড়েই চলেছে, যার কারণে সহজেই একটি পণ্যের বিজ্ঞাপন বেশি ইউজারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

সোশ্যাল মিডিয়া গুলোর নিজস্ব অ্যালগরিদম থাকার কারণে একটি পণ্যের জন্য সঠিক ক্রেতা খুঁজতে কোম্পানিগুলোর বেশি কষ্ট করতে হয়না। যার কারণে তাদের বিক্রিও বেশি হচ্ছে, লাভ ও বেশি হচ্ছে।

আপনি যদি সঠিক নিয়মে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট কম সময়ে অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে পারবেন।

পরিশেষে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালোভাবে না জেনে সেখানে প্রবেশ করবেন না। তা না হলে শুধু টাকা খরচ হবে কোন লাভ হবে না।

অবশ্যই আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন, তারপর আপনার পণ্যের এডভার্টাইজিং আপনি নিজেই করতে পারবেন। এতে করে আপনার টাকা বাঁচবে।

অথবা আপনার পণ্যের এডভার্টাইজিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করার জন্য একজন ব্যক্তিকে হায়ার করতে পারেন। এতে করে তিনি আপনার পণ্যের বিজ্ঞাপন সঠিকভাবে করে দিবে। এর জন্য তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে না

আমার ফেসবুক প্রোফাইল

The post সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন জেনে নিন appeared first on Trickbd.com.

{UPDATE} Office 2019 Activator কোন Kmspico software ছাড়াই [Notepad Required Only]

Posted:

Howdy Everyone,

Microsoft এর Office 2019 হচ্ছে এখন পর্যন্ত Latest Office version। এটির Trail expire এরপর তা পুনরায় activate করে নিতে হয় কিছু টাকা খরচ করে। কিন্তু আজকে কিছু Batch file code দেয়া হবে যা দ্বারা সহজেই কোন ঝামেলা ছাড়াই 5-10minute এ Office 2019 Professional versionটা activate করতে পারবেন, কোন software বা internet connection লাগবে না।

✦তবে Office 2019 কী আপনার Computer এর জন্য Suitable কীনা?? তা জেনে নিন-

System Requirements
Computer and processor; 1.6 gigahertz (GHz) or faster, 2-core.
Professional Plus: 2.0 GHz or greater recommended for Skype for Business
Memory; 4 GB RAM; 2 GB RAM (32-bit)
Hard disk; 4.0 GB of available disk space
© Go-EUC 

 

 

Method

🧩 সর্বপ্রথম windows defender off করে দিবেন [তা নাহলে computer থেকে এই .cmd file auto delete করে দিবে, বিশ্বাস না হলে শুরুতে windows defender on করে নিচের processগুলো Try করে দেখুন]

 

⛵ Download : Microsoft Office 2019 Free Version (Official Site)

 

🧩 প্রথমেই Code টা Copy করে নিন Pastebin থেকে [Code link]

🧩 আপনার Notepad এ codeটি copy & paste করার পর fileটি save করবেন Activator2019.cmd নামে

 

🧩 এরপর Batch fileটি (Activator2019.cmd) administrator হিসেবে open করুন

 

🧩 তখন 5-10 min. wait করবেন ব্যস Activate হয়ে যাবে।

🧩 Enjoy😁

 

-যেকোন Software Install এর আগে system requirements দেখে নিবেন, এতে computer এর স্বাস্থ্য ভালো থাকে
-কোন coding knowledge লাগবে না just copy & Paste Then run as administrator
-মূলত এই code file এ কিছু activation code দেয়া যা আপনার Office 2019 pro activate  করে দেয়, Simple

Bye( ͡▀̿ ̿ ͜ʖ ͡▀̿ ̿ )✌

The post {UPDATE} Office 2019 Activator কোন Kmspico software ছাড়াই [Notepad Required Only] appeared first on Trickbd.com.

Infinix Hot 11S এবার মার্কেটে পাওয়া যাবে ৯৯৯ টাকা ডিসকাউন্টে (সর্বোচ্চ ফাস্ট ফেস আনলক মাত্র ০.০৪ মিলি সেকেন্ড) ।। ফুল স্পেসিফিকেশন সহ

Posted:


এক্সট্রা দৃষ্টিগোচর কয়টি বিষয়::

✓ফেসলক সর্বোচ্চ ফাস্ট ০.০৪ মিলি সেকেন্ডে আনলক করতে পারবে
১. 6.78 inches big Full HD+ ডিসপ্লে
২. 90Hz রিফ্রেশ রেট
✔ স্ক্রিন প্রটেকশন এর সাথে পাচ্ছেন স্টাইলিশ ডিজাইন
✔ পেছনে এবং সামনে দুইটা ক্যামেরায় নিখুঁত ছবি ক্যাপচার করতে পারবে এই মেগাপিক্সেলে
✔ 18 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে পাচ্ছেন 5000 এম্পিয়ার ব্যাটারী
✔ Fine Performance with Helio G88 chipset (গেমিং চিপসেট)
✔ এই চিপসেটের সাথে পাচ্ছেন 6gb রেম যা খুব ভালো পারফরম্যান্স দিবে
✔ এর অন্যতম একটি সুবিধা হচ্ছে ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে


একনজরে ফোনটির স্পেসিফিকেশন::
Infinix Hot 11S এ 6.78 ইঞ্চি ফুল HD+ স্ক্রিন দেয়া হয়েছে। এতে পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন দিয়েছে। পিছনের ক্যামেরাটি PDAF, f/1.6, মনো ক্যামেরা, ডেপথ সেন্সর, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি এবং কোয়াড এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 50+2+2 মেগাপিক্সেলের। সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল। Infinix Hot 11S 18W দ্রুত চার্জিং সলিউশন সহ 5000 mAh ব্যাটারি সহ লঞ্চ করেছে। এতে 4 বা 6 GB RAM, 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU রয়েছে। এই ডিভাইস টি Mediatek Helio G88 (12 nm) চিপসেটে গেমিং ও চলবে। ডিভাইসটি 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সর্বোচ্চ 256 জিবি ইউস করা যাবে। এই ফোনে ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।

এবার দেখে আসি ফোনটির ফুল স্পেসিফিকেশন
Infinix Hot 11S Full Specifications

((Colors))@@ Polar Black, Green Wave, Purple
((Connectivity
Network))@@ 2G, 3G, 4G
SIM Dual Nano SIM

((Body ))@@
Style Punch-hole
Material Glass front, plastic body

((Dimensions))@@ 168.9 x 77 x 8.8 millimeters
Weight 205 grams
((( Display )))@@
Size 6.78 inches
Resolution Full HD+ 1080 x 2480 pixels (399 ppi)
Technology IPS Touchscreen

((( Back Camera )))@@
Resolution Triple 50+2+2 Megapixel
Features PDAF, f/1.6 aperture, quad-LED flash, monochrome, depth & more
Video Recording Quad HD (1440p)
((( Front Camera )))@@
Resolution 8 Megapixel
Features F/2.0 aperture, quad-LED flash
Video Recording Quad HD (1440p)
((( Battery )))@@
Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging ✅ 18W Fast Charging
((( Performance )))@@
Operating System Android 11 (XOS 7.6)
Chipset Mediatek Helio G88 (12 nm)
RAM 4 / 6 GB
Processor Octa-core, up to 2.0 GHz
GPU Mali-G52 MC2
((( Storage ))))@@
ROM 128 GB

((( Sensors )))@@
Notification Light
Sensors Fingerprint, Accelerometer, Gyroscope, Proximity, E-Compass

(((Other features)))@@
(( ✅ hotspot
Bluetooth ✅ v5.0, A2DP, LE
GPS ✅, A-GPS
Radio ✅ FM
USB v2.0
OTG ✅
USB Type-C ✅
NFC ✖,Water Resistance ✖
Features 90Hz refresh rate, eye-protection,MicroSD Slot ✅ Dedicated slot
Sound
3.5mm Jack ✅
Features Loudspeaker (dual speakers)
Security
Fingerprint ✅ Back-mounted
Face Unlock ✅
)))

প্রিয় ভিজিটরস দীর্ঘদিন যাবৎ মোবাইল রিভিউ নিয়ে তেমন একটা পোস্ট দিতে পারিনি আশাকরি আপকামিং যেগুলো ফোন মার্কেটে আসতে চলেছে সেগুলো সব ফোনের রিভিউ সপ্তাহে দিয়ে দিবো।। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট শেষ করছি খোদা হাফেজ

The post Infinix Hot 11S এবার মার্কেটে পাওয়া যাবে ৯৯৯ টাকা ডিসকাউন্টে (সর্বোচ্চ ফাস্ট ফেস আনলক মাত্র ০.০৪ মিলি সেকেন্ড) ।। ফুল স্পেসিফিকেশন সহ appeared first on Trickbd.com.

বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার 2 টি সেরা সাইট

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন বাংলা লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করা যায়। আজকে আমি আমার মোবাইল দিয়ে ইনকাম এর কিছু অভিজ্ঞতা শেয়ার করব

বাংলা লেখালেখি করে আয় করার জন্য আমি দুইটা সাইট দেখাবো, যে দুইটা সাইডে আমি কাজ করি। তো চলুন দেরী না করে শুরু করি

Grathor.com

এই ওয়েবসাইট থেকে বাংলা আর্টিকেল লিখে ইনকাম করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন, এই ওয়েবসাইটে কাজ করলে প্রতিটা আর্টিকেল এর বিনিময়ে আপনাকে তাৎক্ষণিক টাকা দেওয়া হয়। এই ওয়েবসাইট থেকে 3টা মাধ্যমে ইনকাম করা যায়

দেখুন Grathor এর আমার একাউন্টের টাকা

আর্টিকেল লিখে ইনকাম :  এই ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে গেলে আপনাকে সর্বপ্রথম তাদের নিয়ম-নীতি মেনে আর্টিকেল লিখতে হবে। এবং প্রত্যেকটা আর্টিকেলের জন্য তাৎক্ষনিক কিছু টাকা এড হবে।

ভিউ থেকে ইনকাম:  আপনার লেখা প্রত্যেকটা আর্টিকেলের ভিউ এর জন্য আপনাকে টাকা দেওয়া হয়।  আপনার লেখা আর্টিকেল এর প্রত্যেকটা ভিউ এর জন্য 0.01 টাকা পাবেন। অর্থাৎ আপনার লেখা আর্টিকেল এর যদি 100 হয়, তাহলে এর জন্য আপনি এক টাকা পাবেন।

  • 100 ভিউ থেকে 1 টাকা 
  • 1000 ভিউ থেকে 10 টাকা

এখানে ভিউ এর জন্য টাকা অনেক কম। এটা আমার কাছে যুক্তিসংগত মনে হয়নি। এছাড়াও আপনি রেফারেল থেকে ইনকাম করতে পারবেন

Grathor থেকে টাকা তোলা

এখান থেকে টাকা তুলতে হলে আপনাকে অবশ্যই 1000 টাকা হতে হবে। 1000 টাকা বা এর বেশি টাকা হলেই আপনি Grathor  থেকে টাকা তুলতে পারবেন।

Grathor থেকে আপনি শুধুমাত্র বিকাশ এবং রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারবেন। যখন আপনার 1000 টাকা বা তার বেশি হবে তারপরে আপনি টাকা তুলতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য:  Grathor থেকে আমি এখনো টাকা তুলতে পারেনি, সুতরাং তাই  প্রমাণ দেখাতে পারতেছিনা

Blog.websoriful.com

বর্তমানে আরেকটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে websoriful.com. এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে যা অন্য কোন ওয়েবসাইট আমি খুঁজে পাইনি। নিচে কিছু বিস্তারিত ব্যাখ্যা করা হলো:

  • একাউন্ট করলে 10 টাকা বোনাস
  • প্রতি আর্টিকেল প্রকাশ 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত  তাৎক্ষণিক বোনাস।
  • প্রতি 1000 ভিউ  = 500 টাকা
  • রেফারেল মেম্বার এর 20%

 যেহেতু websoriful ওয়েবসাইট থেকে 20 টাকা হলে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারতেছেন, সুতরাং আপনি একাউন্ট করলে 10 টাকা বোনাস পাবেন এবং আরেকটি আর্টিকেল প্রকাশ করলেই আপনি এই ওয়েবসাইট থেকে টাকা তুলতে পারবেন।

websoriful.com থেকে কিভাবে টাকা তুলব?

 Websoriful থেকে অনেক ভাবেই টাকা তোলা যায় নিচে টাকা তোলার মেথড গুলো সম্পর্কে আমি একটি স্ক্রিনশট দিচ্ছি

websoriful.com থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 20 টাকা হলে মোবাইল রিচার্জের টাকা নিতে পারতেছেন এবং 100 টাকায় হলে বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে টাকা তুলতে পারবেন

আমি websoriful.com থেকে 1800+ টাকা ইনকাম করেছি আর্টিকেল এর মাধ্যমে।

websoriful সাইট থেকে ৩ ভাবে ইনকাম করা গেলেও আমার সবচেয়ে বেশি ইনকাম হয়েছে ভিউ থেকে। নিচে আমার ইনকামের পেমেন্ট নেওয়া স্ক্রিন সট গুলো দেখেন।

উপরের চিত্রটিতে দেখেছেন আমি রেফারেলের মাধ্যমে ইনকাম করেছি ২৫০ টাকা। এবং আমার একটি আর্টিকেল এর জন্য তাৎক্ষণিক আমাকে 10 টাকা দেয়া হয়েছিল। বাকি টাকাগুলো আমি আমার আর্টিকেল ভিউ এর মাধ্যমে ইনকাম করেছি। ভিউ এর ইনকামের জন্য আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছি। নিচে আমার টাকা তোলার স্ক্রিনশট দেখুন

উপরে দেখেছেন 2টা  নাম্বার থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে। এ নাম্বারে ফোন করতে পারেন। এগুলো শরিফুল ভাই এর নাম্বার।

উপরের চিত্রটি কে দেখেছেন আমি বিকাশ একাউন্ট থেকে স্ক্রিনশট দিয়েছি। আশা করি আপনি বিশ্বাস করবেন।

এখন প্রশ্ন হচ্ছে, অনেক ওয়েবসাইট থাকার পরেও কেন websoriful ওয়েবসাইটে  কাজ করব?

websorifulওয়েবসাইটে কাজ করো আমি দুইটি কারণ দেখাবো 

  1. খুব দ্রুত টাকা উইথড্র দিতে পারবেন।
  2. যেকোনো প্রয়োজনে আপনি শরিফুল ভাই সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ফোনে।

এছাড়াও ইনকাম খারাপ না। যেহেতু আমি দ্রুত টাকা তুলতে পারি এবং ২০ টাকা উইথড্র দেয়া সম্ভব। এবং যেকোনো প্রয়োজনে আমি শরিফুল ভাই এর সাথে কথা বলতে পারি। সুতরাং websoriful ওয়েবসাইট খুব ভালো।

আমার মনে হয় না, শরিফুল ভাই আপনার টাকা মেরে দেবে। কারন তিনি তার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেছেন। তার ছবি, ফোন নাম্বার এবং গুগল ম্যাপ ইত্যাদি সবকিছু শেয়ার করেছেন।

Url: https://blog.websoriful.com/ref/atikul

The post বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার 2 টি সেরা সাইট appeared first on Trickbd.com.

অ্যাডমিন ডিলিট প্লিজ

Posted:

ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি।

Posted:

ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার উপায়।

আসসালামু আলাইকুম।আজকের পোস্টটি হচ্ছে , কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের মেটা ইমেজ পরিবর্তন করবেন সেটি নিয়ে।

মেটা ইমেজ কি? অনেকের মনে হয়তো এই প্রশ্নটি জাগতে পারে।কারণ,আমরা যারা নতুন তারা অনেক কিছুই জানি না।তাদের প্রশ্নের উত্তরে বলি – মেটা ইমেজ তখনই দেখতে পারবেন,যখন আপনি আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোনো ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করবেন।উদাহরণ হিসেবে নিচের স্ক্রীনশট ২টি দেখুন।একটি ফেসবুক এর,অপরটি টুইটার এর।আমি যখন আমার ওয়েবসাইটের লিংক পোস্ট করেছি,তখন ঐ রকম প্রিভিউ এসেছে।যে ইমেজ টি দেখা যাচ্ছে,সেটি আমার ওয়েবসাইটের মেটা ইমেজ।


কিভাবে মেটা ইমেজ এর প্রিভিউ দেখবো?

একেক সোশ্যাল মিডিয়া তে লিংক শেয়ার করলে প্রিভিউ একেক রকম আসে।সেগুলো দেখার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া তে গিয়ে পোস্ট করতে হবে না।আমি নিচে একটি ওয়েবসাইটের লিংক দিচ্ছি,সেটিতে গিয়ে আপনার ওয়েবসাইটের মেটা ইমেজ এর প্রিভিউ কোন সোশ্যাল মিডিয়া তে কেমন হবে ,সেটি দেখতে পারবেন।

Socialsharepreview

কিভাবে মেটা ইমেজ চেঞ্জ করবো?

আপনার ব্লগার সাইটের মেটা ইমেজ চেঞ্জ করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  1. প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ।
  2. তারপর যাবেন Themes এ।
  3. এখন ড্রপডাউন মেনু থেকে Edit HTML মোড এ ক্লিক করুন।

  4. তারপর head এবং head closing ট্যাগ এর মাঝে যেকোনো জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন।এবং অবশ্যই আপনার মেটা ইমেজ এর ইউআরএল দিবেন কোড টির ভিতরে।
  • এখন Save করে দিন এবং আবারও উপরে যে সাইটটির লিংক দিয়েছি সেটি ভিজিট করে আপনার সাইটের লিংক দিয়ে আবার প্রিভিউ দেখুন।আপনার ওয়েবসাইটের মেটা ইমেজ চেঞ্জ হয়ে আপনার দেয়া মেটা ইমেজ এসে গেছে।এবং এখন থেকে সোশ্যাল মিডিয়া তে শেয়ার করলে উক্ত ইমেজ টি প্রিভিউ হিসেবে শো করবে।



আরো পড়ুন :

ব্লগার পোস্টের লিংক থেকে ডেট রিমুভ করার স্ক্রিপ্ট।

ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়।

৬০টি হাই কোয়ালিটি ডুফলো ব্যাকলিঙ্ক।

The post ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি। appeared first on Trickbd.com.

সফলতার সবচেয়ে গোপন রহস্য.. Motivational Article in Bangla.. Never Eat Alone

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

সফলতার সবচেয়ে গোপন রহস্য

আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু মানুষ সাধারণের থেকে একটু বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। একটু বেশি সব ব্যাপারে লাভবান হচ্ছে আর এটা দেখে আপনার মনেও কি এই প্রশ্নটা এসেছে যে তারা কি করে এটা করছে। আসলে তারাই গুপ্ত রহস্যকে খুব সহজভাবে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে আর সেই রহস্যটা হল নেটওয়ার্কিং। আর তাই আপনি নেটওয়াকিং এর ব্যাপারে কিভাবে পারদর্শী হয়ে উঠবেন তার Never eat alone বই থেকে কিছু স্মার্ট আইডিয়া আজকে আমি আপনার সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক।

1. Connecting Instead Of Networking

নেটওয়াকিংকে সহজ কথায় বললে বলা যেতে পারে নতুন মানুষের সাথে মেশা। এখনই নতুন মানুষটা আপনার ক্যারিয়ার এর সাথে যুক্ত হতে ও পারে আবার নাও পারে। তবে নতুন মানুষের সাথে মেশার প্রধান উদ্দেশ্য নিজের কাজের সুযোগ বাড়ানো যাতে আপনি নিজের ক্যারিয়ারে আরো সুযোগ নিজে থেকে তৈরি করতে পারেন। ইংরেজীতে একটা কথা আছে If You Don't Ask For It, You Won't Get It তবে কেবলই সেটার জন্য কারো সাথে মিশলে আপনাকে সামনে জন্য কিছুটা স্বার্থপর ভেবে ফেলতেও পারে আর তার জন্যই প্রথমে আপনাকে সেই মানুষটার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আর তারপর নিজের কাজের কথা।

2. Power Of Generosity

লেখক এর মতে আসল নেটওয়ার্কিং হলো অপর মানুষকে আপনি কতটা সাহায্য করতে পারছেন আর সেইজন্যই যখন আপনি কাউকে সাহায্য করেন খুব সম্ভবত সেই মানুষটাও আপনাকে সাহায্য করবে তার ফলে আপনি নিজের জীবনে অপরচুনিটি পরিমাণ গুলোকে সহজেই বাড়াতে পারবেন।

3. The Three Important Things

যেকোনো মানুষের কাছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস হলো তার স্বাস্থ্য তার টাকা আর তার পরিবার। তাই আপনি নেটওয়ার্কিং করার ক্ষেত্রে অপর মানুষটাকে যদি এই তিনটে ক্ষেত্রে অথবা তিনটের মধ্যে যেকোন একটাতে সাহায্য করতে পারেন তার সমস্যাকে দূর করতে পারেন তাহলে আপনার সেই মানুষটার সাথে এক আতিক্ক সম্পর্ক গড়ে উঠবে আর আপনি খুব সফলভাবে নেটওয়াকিং করতে পারবেন।

4. The Genius Of Audacity

আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দুজন একই কলেজ থেকে একই কোর্স নিয়ে পড়েছে তাহলে এবার আপনি কি করে বুঝবেন যে কে বেশি যোগ্য নিজের কাজে তাহলে আপনার উত্তর কি হবে লেখক বলেছেন তার উত্তর লুকিয়ে আছে তাদের অডাসিটিতে অর্থাৎ যে নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী সে আপনার কাছে নিজেকে সেই ভাবে প্রেজেন্ট করবে। কারণ সে ভালোভাবেই জানে যে তার কাজের দম আছে এবং সে আপনাকে বেশ ভালো ভাবে সাহায্য করতে পারবে। তাই নেটওয়াকিং করার ক্ষেত্রে একে অপরের সাথে নিজের Interest, Passion এবং একে অপরের Skill নিয়ে আলোচনা করাটা খুবই জরুরী। কারণ এর মাধ্যমে আপনি অন্যদের কাছে নিজের দক্ষতাকে যেমন প্রকাশ করছে ঠিক একইভাবে আপনি অন্যদের দক্ষতা সম্পর্কেও জানতে পারছেন।

5. The Art Of Cold Emailing

আজকের ডিজিটাল যুগে কারো সাথে সহজে যোগাযোগ করার সবচেয়ে সহজ উপায় হল অনলাইন যে কোন প্লাটফর্মে যোগাযোগ করা। সেই সমস্ত অনলাইন প্লাটফর্ম এর মধ্যে সবথেকে উপযুক্ত হল Email. Cold Email এর অর্থ হল আপনি যে মানুষের সাথে যোগাযোগ করতে চাইছেন তাকে মিল করা তবে আপনাকে মনে রাখতে হবে সেই ইমেইল এর মধ্যে আপনাকে নিজের পরিচিতি ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে এবং আগে স্মার্ট আইডিয়ার মতন আপনি ওই মানুষটাকে কতটা ভালো ভাবে সাহায্য করতে পারবেন আত্মবিশ্বাসের সাথে তার জানান দিতে হবে।

6. Managing The Warm Call

আপনার করা ইমেইল এর পর অথবা প্রথমেই যদি আপনি সেই মানুষটার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার সুযোগ পান তখন আপনাকে সেই মানুষটার সাথে লেখক এর ভাষায় Warm Calling করতে হবে। একটা সফল Warm Calling সেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার বিশ্বাসযোগ্যতা প্রকাশকরা। আপনি একচুয়ালি ওই মানুষটার সাথে যোগাযোগ করতে চান এবং তার সাথে প্রফেশনাল বন্ডিং তৈরী করতে চান এটা আপনাকে তাকে বোঝাতে হবে। এভাবে আপনার স্কিল ক্যাপাবিলিটি অবশ্যই সেই মানুষটার সাথে সামনাসামনি দেখা করার পালা এগিয়ে নিয়ে আসবে।

7. Johari Window

যে কোন মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপে হলো সেই মানুষটাকে শোনা এবং এটা অভিযোগ করা সেই মানুষটা নিজেকে কতটা খোলামেলাভাবে এক্সপ্রেস করছে এবং সেই অনুযায়ী নিজের কথা বলার ধরনকে অ্যাডজাস্ট করে তার সাথে সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে। আর সেটা করতে পারার জন্য আপনাকে non-verbal কিউট গুলোর উপর বেশি নজর দিতে হবে অর্থাৎ আপনি কতটা হাসবেন আপনা কথা বলার স্পিড আপনার আই কন্টাক্ট সবকিছুকেই নিয়ন্ত্রণে রাখতে হবে।

8. Expanding Your Circle

নিজের নেটওয়ার্ক স্কিলকে আরো ভালোভাবে মজবুত করার জন্য আপনাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তুলতে হবে যাদের ভিন্ন Passion ভিন্ন Interest ভিন্ন Career এর ফলে আপনার একজন ব্যক্তি হিসেবে যেমন ইমপ্রুভমেন্ট হবে ঠিক তেমনি আপনি নিজের জন্য ভিন্ন অপরচুনিটি ও খুঁজে পাবেন।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post সফলতার সবচেয়ে গোপন রহস্য.. Motivational Article in Bangla.. Never Eat Alone appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments