7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ] |
- 7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ]
- ‘গাছে কাঁঠাল গোফে তেল’ মানে কি?
- ইউটিউব (YouTube) মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং এর সুবিধা গুলো জেনে নিন
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন জেনে নিন
- {UPDATE} Office 2019 Activator কোন Kmspico software ছাড়াই [Notepad Required Only]
- Infinix Hot 11S এবার মার্কেটে পাওয়া যাবে ৯৯৯ টাকা ডিসকাউন্টে (সর্বোচ্চ ফাস্ট ফেস আনলক মাত্র ০.০৪ মিলি সেকেন্ড) ।। ফুল স্পেসিফিকেশন সহ
- বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার 2 টি সেরা সাইট
- অ্যাডমিন ডিলিট প্লিজ
- ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি।
- সফলতার সবচেয়ে গোপন রহস্য.. Motivational Article in Bangla.. Never Eat Alone
7 দিনের জন্য Turbo VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে … ] Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Turbo VPN Premium এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন . ➜ Turbo VPN Premium BIN Details |
‘গাছে কাঁঠাল গোফে তেল’ মানে কি? Posted: আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?আশা করি ভালোই আছেন। গাছে কাঁঠাল গোফে তেল।অর্থাৎ,আমরা কাঁঠাল খাওয়ার সময় হাতে মুখে তেল দিই,কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ কাঁঠাল গাছে থাকতেই মুখে তেল দেয়।যখন আমরা কর্মসাধন না করে বরং তার চেয়ে বেশি কিছু ফল আশা করি তখন তাকে এই প্রবাদ,খনা বলা হয়। ইংরেজি প্রবাদ বাক্য, Don’t Count Your Chickens,Before Hatched.অর্থাৎ ডিম ফোটার আগে,কয়টা হাঁস-মুরগির বাচ্চা আছে,এই অমুক দেখ আমার ১হাজার বাচ্চা হবে এই কাজ করা যাবে না।এই ইংরেজি বাক্যের সমার্থক হিসাবে বাংলা বাক্য ‘গাছে কাঁঠাল গোফে তেল’ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা… ১.আমার গাছে কয়টা কাঁঠাল আছে এটা তিনজনকে বলা যাবে না=নারীলোক,মৃর্খলোক ও শত্রুলোক। ২.বেশী কাজ করা এবং কম আশা করতে হবে। ৩.নিজে যে কাজ করি না তা অন্যকে বলার আগে নিজের অপর প্রয়োগ করতে হবে। ৪.নিজের কাছে ভালো যা কিছু আছে তা অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে হবে। ৫.বিনা স্বার্থে কাজ করলে,নিজের স্বার্থ কখন নিজ স্বার্থ পুরণ হয় মানুষ তা বুজতে পারে না। আজ এখান থেকেই দেখা হবে অন্য কোনোও পোস্টে ইনশাআল্লাহ। ধন্যবাদ The post 'গাছে কাঁঠাল গোফে তেল' মানে কি? appeared first on Trickbd.com. |
ইউটিউব (YouTube) মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং এর সুবিধা গুলো জেনে নিন Posted: বর্তমান সময়ে ইউটিউব হলো পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউবে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটররা তাদের নিজস্ব মেধা দিয়ে ভিডিও তৈরি করে, এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে। এছাড়া বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব পণ্যের মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য ও ইউটিউবকে ব্যবহার করে। ইউটিউব মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। তাহলে চলুন ইউটিউব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নেই… • ইউটিউব (YouTube) মার্কেটিং কি? • ইউটিউব মার্কেটিং এর প্রয়োজনীয়তা: যার ফলে কোনো ব্যক্তি বা কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন যদি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করে, তাহলে তাদের পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা বেশি থাকবে (তবে বিজ্ঞাপনের ভিডিওকে ভালোভাবে এসইও করতে হবে)। ইউটিউবে রয়েছে অনেক অ্যাডভান্স অ্যালগরিদম। যার কারণে আপনি যদি গুগোল এডস ব্যবহার করে আপনার বিজ্ঞাপনের ভিডিওটি প্রচার করেন সেক্ষেত্রে আপনার পণ্যের বিক্রি আরো বেশি বৃদ্ধি পাবে। বিশ্বের সকল এসইও এক্সপার্টদের মতে অন্যান্য এডভার্টাইজিং সিস্টেমে তুলনায় ভিডিও এডভার্টাইজিং সিস্টেমে পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। এর কারণ হলো একটি ভিডিওর মধ্যে একটি পণ্যের সকল ডিটেলস সুন্দর ভাবে উল্লেখ করা হয়। এবং মানুষ সেগুলো সুন্দর ভাবে বুঝতে পারে, এতে করে কোম্পানির বেশি পণ্য বিক্রি হয়। • ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন: তারপর আপনার পণ্যের একটি সুন্দর ভিডিও সম্পূর্ণ ডিটেলস সহ তৈরি করুন। সে ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করুন। এবার সেই ভিডিওটি আপনি অন্যান্য মানুষদের সাথে শেয়ার করুন। আপনি চাইলে ইউটিউবে ফ্রিতে এডভার্টাইজিং করতে পারবেন। তবে আমি বলবো আপনার যদি ভালো ইনভেস্ট থাকে, তাহলে আপনার পণ্যের ভিডিওটি গুগলের এডভার্টাইজিং এর মাধ্যমে প্রচার করুন। গুগলের অ্যাডভান্স অ্যালগরিদম থাকার কারণে আপনার ভিডিওটি সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে, এতে করে আপনার পণ্যের বিক্রি ও বেশি হবে। ইউটিউব মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর তুলনায় একটু ব্যয়বহুল। আপনি চাইলে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন, তবে সেটা দিয়ে আশানুরূপ ফল পাবেন না। • ইউটিউব মার্কেটিং এর সুবিধা সমূহ: আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
রমজান মাসের গুরুত্ব, প্রস্তুতি, তাৎপর্য ও বিধি-নিষেধ গুলো কি কিThe post ইউটিউব (YouTube) মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং এর সুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com. |
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন জেনে নিন Posted: আসসালামুআলাইকুম বন্ধুরা, বর্তমান অনলাইন জগতে অনলাইন মারকেটিং অনেক বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানি ও অন্যান্য কোম্পানি গুলো তাদের নিজেদের সেবা গুলোকে অনলাইন ভিত্তিক করে ফেলছে। অফলাইন মার্কেটিং এর তুলনায় অনলাইন মার্কেটিং তুলনামূলক কম সময় ও খরচ কম থাকায় একটি আরো বেশি জনপ্রিয় হচ্ছে। অনলাইন মারকেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে চলুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জেনে আসি… • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing) কি? বর্তমানে প্রায় সকল কোম্পানিরই নিজস্ব সোশ্যাল প্রোফাইল রয়েছে, যেটা দিয়ে কোম্পানিগুলো তাদের নিজস্ব পণ্যের এডভার্টাইজিং করে। • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা: ২. এছাড়া সোশ্যাল মিডিয়া গুলোর অ্যালগরিদম অনেক উন্নত হওয়ায়, আপনার পণ্যটি সঠিক ব্যবহারকারীর মাঝে সহজেই পৌঁছে যাবে। যার ফলে আপনার পণ্যের বিক্রি আরো বৃদ্ধি পাবে। ৩. আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার মধ্যে পেইড মার্কেটিং করে আপনার ব্যবসা আরো বেশি প্রসারিত করতে পারেন। ৪. সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার খরচ কম হবে। যার ফলে আপনি একটি পণ্য বিক্রি করলে আপনার লাভ বেশি হবে। ৫. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে ক্রেতা পাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবেনা। আপনি শুধুমাত্র সঠিকভাবে এডস ম্যানেজমেন্ট করতে পারলে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর অ্যালগরিদম আপনার পণ্যের এডভেটাইজটি সঠিক ক্রেতার কাছে পৌঁছে দেবে। ৬. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে তাড়াতাড়ি আপনার কোম্পানিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রয়োজনীয়তা: সোশ্যাল মিডিয়া গুলোর নিজস্ব অ্যালগরিদম থাকার কারণে একটি পণ্যের জন্য সঠিক ক্রেতা খুঁজতে কোম্পানিগুলোর বেশি কষ্ট করতে হয়না। যার কারণে তাদের বিক্রিও বেশি হচ্ছে, লাভ ও বেশি হচ্ছে। আপনি যদি সঠিক নিয়মে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট কম সময়ে অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে পারবেন। পরিশেষে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালোভাবে না জেনে সেখানে প্রবেশ করবেন না। তা না হলে শুধু টাকা খরচ হবে কোন লাভ হবে না। অবশ্যই আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন, তারপর আপনার পণ্যের এডভার্টাইজিং আপনি নিজেই করতে পারবেন। এতে করে আপনার টাকা বাঁচবে। অথবা আপনার পণ্যের এডভার্টাইজিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করার জন্য একজন ব্যক্তিকে হায়ার করতে পারেন। এতে করে তিনি আপনার পণ্যের বিজ্ঞাপন সঠিকভাবে করে দিবে। এর জন্য তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বাংলাদেশে ইন্টারনেট ডাটার (এমবির) মেয়াদ থাকছে নাThe post সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন জেনে নিন appeared first on Trickbd.com. |
{UPDATE} Office 2019 Activator কোন Kmspico software ছাড়াই [Notepad Required Only] Posted: Howdy Everyone, Microsoft এর Office 2019 হচ্ছে এখন পর্যন্ত Latest Office version। এটির Trail expire এরপর তা পুনরায় activate করে নিতে হয় কিছু টাকা খরচ করে। কিন্তু আজকে কিছু Batch file code দেয়া হবে যা দ্বারা সহজেই কোন ঝামেলা ছাড়াই 5-10minute এ Office 2019 Professional versionটা activate করতে পারবেন, কোন software বা internet connection লাগবে না। ✦তবে Office 2019 কী আপনার Computer এর জন্য Suitable কীনা?? তা জেনে নিন- ₪System Requirements₪
【Method】 সর্বপ্রথম windows defender off করে দিবেন [তা নাহলে computer থেকে এই .cmd file auto delete করে দিবে, বিশ্বাস না হলে শুরুতে windows defender on করে নিচের processগুলো Try করে দেখুন]
Download : Microsoft Office 2019 Free Version (Official Site)
প্রথমেই Code টা Copy করে নিন Pastebin থেকে [Code link] আপনার Notepad এ codeটি copy & paste করার পর fileটি save করবেন Activator2019.cmd নামে
এরপর Batch fileটি (Activator2019.cmd) administrator হিসেবে open করুন
তখন 5-10 min. wait করবেন ব্যস Activate হয়ে যাবে। Enjoy
-যেকোন Software Install এর আগে system requirements দেখে নিবেন, এতে computer এর স্বাস্থ্য ভালো থাকে Bye( ͡▀̿ ̿ ͜ʖ ͡▀̿ ̿ ) The post {UPDATE} Office 2019 Activator কোন Kmspico software ছাড়াই [Notepad Required Only] appeared first on Trickbd.com. |
Posted:
✓ফেসলক সর্বোচ্চ ফাস্ট ০.০৪ মিলি সেকেন্ডে আনলক করতে পারবে
এবার দেখে আসি ফোনটির ফুল স্পেসিফিকেশন ((Body ))@@ ((Dimensions))@@ 168.9 x 77 x 8.8 millimeters ((( Back Camera )))@@ ((( Sensors )))@@ (((Other features)))@@ প্রিয় ভিজিটরস দীর্ঘদিন যাবৎ মোবাইল রিভিউ নিয়ে তেমন একটা পোস্ট দিতে পারিনি আশাকরি আপকামিং যেগুলো ফোন মার্কেটে আসতে চলেছে সেগুলো সব ফোনের রিভিউ সপ্তাহে দিয়ে দিবো।। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট শেষ করছি খোদা হাফেজ The post Infinix Hot 11S এবার মার্কেটে পাওয়া যাবে ৯৯৯ টাকা ডিসকাউন্টে (সর্বোচ্চ ফাস্ট ফেস আনলক মাত্র ০.০৪ মিলি সেকেন্ড) ।। ফুল স্পেসিফিকেশন সহ appeared first on Trickbd.com. |
বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার 2 টি সেরা সাইট Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন বাংলা লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করা যায়। আজকে আমি আমার মোবাইল দিয়ে ইনকাম এর কিছু অভিজ্ঞতা শেয়ার করব বাংলা লেখালেখি করে আয় করার জন্য আমি দুইটা সাইট দেখাবো, যে দুইটা সাইডে আমি কাজ করি। তো চলুন দেরী না করে শুরু করি Grathor.comএই ওয়েবসাইট থেকে বাংলা আর্টিকেল লিখে ইনকাম করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন, এই ওয়েবসাইটে কাজ করলে প্রতিটা আর্টিকেল এর বিনিময়ে আপনাকে তাৎক্ষণিক টাকা দেওয়া হয়। এই ওয়েবসাইট থেকে 3টা মাধ্যমে ইনকাম করা যায় দেখুন Grathor এর আমার একাউন্টের টাকা আর্টিকেল লিখে ইনকাম : এই ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে গেলে আপনাকে সর্বপ্রথম তাদের নিয়ম-নীতি মেনে আর্টিকেল লিখতে হবে। এবং প্রত্যেকটা আর্টিকেলের জন্য তাৎক্ষনিক কিছু টাকা এড হবে। ভিউ থেকে ইনকাম: আপনার লেখা প্রত্যেকটা আর্টিকেলের ভিউ এর জন্য আপনাকে টাকা দেওয়া হয়। আপনার লেখা আর্টিকেল এর প্রত্যেকটা ভিউ এর জন্য 0.01 টাকা পাবেন। অর্থাৎ আপনার লেখা আর্টিকেল এর যদি 100 হয়, তাহলে এর জন্য আপনি এক টাকা পাবেন।
এখানে ভিউ এর জন্য টাকা অনেক কম। এটা আমার কাছে যুক্তিসংগত মনে হয়নি। এছাড়াও আপনি রেফারেল থেকে ইনকাম করতে পারবেন Grathor থেকে টাকা তোলাএখান থেকে টাকা তুলতে হলে আপনাকে অবশ্যই 1000 টাকা হতে হবে। 1000 টাকা বা এর বেশি টাকা হলেই আপনি Grathor থেকে টাকা তুলতে পারবেন। Grathor থেকে আপনি শুধুমাত্র বিকাশ এবং রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারবেন। যখন আপনার 1000 টাকা বা তার বেশি হবে তারপরে আপনি টাকা তুলতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: Grathor থেকে আমি এখনো টাকা তুলতে পারেনি, সুতরাং তাই প্রমাণ দেখাতে পারতেছিনা Blog.websoriful.comবর্তমানে আরেকটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে websoriful.com. এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে যা অন্য কোন ওয়েবসাইট আমি খুঁজে পাইনি। নিচে কিছু বিস্তারিত ব্যাখ্যা করা হলো:
যেহেতু websoriful ওয়েবসাইট থেকে 20 টাকা হলে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারতেছেন, সুতরাং আপনি একাউন্ট করলে 10 টাকা বোনাস পাবেন এবং আরেকটি আর্টিকেল প্রকাশ করলেই আপনি এই ওয়েবসাইট থেকে টাকা তুলতে পারবেন। websoriful.com থেকে কিভাবে টাকা তুলব?Websoriful থেকে অনেক ভাবেই টাকা তোলা যায়। নিচে টাকা তোলার মেথড গুলো সম্পর্কে আমি একটি স্ক্রিনশট দিচ্ছি। websoriful.com থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 20 টাকা হলে মোবাইল রিচার্জের টাকা নিতে পারতেছেন এবং 100 টাকায় হলে বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে টাকা তুলতে পারবেন। আমি websoriful.com থেকে 1800+ টাকা ইনকাম করেছি আর্টিকেল এর মাধ্যমে। websoriful সাইট থেকে ৩ ভাবে ইনকাম করা গেলেও আমার সবচেয়ে বেশি ইনকাম হয়েছে ভিউ থেকে। নিচে আমার ইনকামের পেমেন্ট নেওয়া স্ক্রিন সট গুলো দেখেন। উপরের চিত্রটিতে দেখেছেন আমি রেফারেলের মাধ্যমে ইনকাম করেছি ২৫০ টাকা। এবং আমার একটি আর্টিকেল এর জন্য তাৎক্ষণিক আমাকে 10 টাকা দেয়া হয়েছিল। বাকি টাকাগুলো আমি আমার আর্টিকেল ভিউ এর মাধ্যমে ইনকাম করেছি। ভিউ এর ইনকামের জন্য আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছি। নিচে আমার টাকা তোলার স্ক্রিনশট দেখুন উপরে দেখেছেন 2টা নাম্বার থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে। এ নাম্বারে ফোন করতে পারেন। এগুলো শরিফুল ভাই এর নাম্বার। উপরের চিত্রটি কে দেখেছেন আমি বিকাশ একাউন্ট থেকে স্ক্রিনশট দিয়েছি। আশা করি আপনি বিশ্বাস করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেক ওয়েবসাইট থাকার পরেও কেন websoriful ওয়েবসাইটে কাজ করব? websorifulওয়েবসাইটে কাজ করো আমি দুইটি কারণ দেখাবো
এছাড়াও ইনকাম খারাপ না। যেহেতু আমি দ্রুত টাকা তুলতে পারি এবং ২০ টাকা উইথড্র দেয়া সম্ভব। এবং যেকোনো প্রয়োজনে আমি শরিফুল ভাই এর সাথে কথা বলতে পারি। সুতরাং websoriful ওয়েবসাইট খুব ভালো। আমার মনে হয় না, শরিফুল ভাই আপনার টাকা মেরে দেবে। কারন তিনি তার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেছেন। তার ছবি, ফোন নাম্বার এবং গুগল ম্যাপ ইত্যাদি সবকিছু শেয়ার করেছেন। Url: https://blog.websoriful.com/ref/atikul The post বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার 2 টি সেরা সাইট appeared first on Trickbd.com. |
Posted: Delet The post অ্যাডমিন ডিলিট প্লিজ appeared first on Trickbd.com. |
ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি। Posted: ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার উপায়।আসসালামু আলাইকুম।আজকের পোস্টটি হচ্ছে , কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের মেটা ইমেজ পরিবর্তন করবেন সেটি নিয়ে। মেটা ইমেজ কি? অনেকের মনে হয়তো এই প্রশ্নটি জাগতে পারে।কারণ,আমরা যারা নতুন তারা অনেক কিছুই জানি না।তাদের প্রশ্নের উত্তরে বলি – মেটা ইমেজ তখনই দেখতে পারবেন,যখন আপনি আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোনো ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করবেন।উদাহরণ হিসেবে নিচের স্ক্রীনশট ২টি দেখুন।একটি ফেসবুক এর,অপরটি টুইটার এর।আমি যখন আমার ওয়েবসাইটের লিংক পোস্ট করেছি,তখন ঐ রকম প্রিভিউ এসেছে।যে ইমেজ টি দেখা যাচ্ছে,সেটি আমার ওয়েবসাইটের মেটা ইমেজ। কিভাবে মেটা ইমেজ এর প্রিভিউ দেখবো?একেক সোশ্যাল মিডিয়া তে লিংক শেয়ার করলে প্রিভিউ একেক রকম আসে।সেগুলো দেখার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া তে গিয়ে পোস্ট করতে হবে না।আমি নিচে একটি ওয়েবসাইটের লিংক দিচ্ছি,সেটিতে গিয়ে আপনার ওয়েবসাইটের মেটা ইমেজ এর প্রিভিউ কোন সোশ্যাল মিডিয়া তে কেমন হবে ,সেটি দেখতে পারবেন। কিভাবে মেটা ইমেজ চেঞ্জ করবো?আপনার ব্লগার সাইটের মেটা ইমেজ চেঞ্জ করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
আরো পড়ুন : The post ব্লগার মেটা ইমেজ চেঞ্জ করার পদ্ধতি। appeared first on Trickbd.com. |
সফলতার সবচেয়ে গোপন রহস্য.. Motivational Article in Bangla.. Never Eat Alone Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । সফলতার সবচেয়ে গোপন রহস্যআচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু মানুষ সাধারণের থেকে একটু বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। একটু বেশি সব ব্যাপারে লাভবান হচ্ছে আর এটা দেখে আপনার মনেও কি এই প্রশ্নটা এসেছে যে তারা কি করে এটা করছে। আসলে তারাই গুপ্ত রহস্যকে খুব সহজভাবে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে আর সেই রহস্যটা হল নেটওয়ার্কিং। আর তাই আপনি নেটওয়াকিং এর ব্যাপারে কিভাবে পারদর্শী হয়ে উঠবেন তার Never eat alone বই থেকে কিছু স্মার্ট আইডিয়া আজকে আমি আপনার সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক। 1. Connecting Instead Of Networking নেটওয়াকিংকে সহজ কথায় বললে বলা যেতে পারে নতুন মানুষের সাথে মেশা। এখনই নতুন মানুষটা আপনার ক্যারিয়ার এর সাথে যুক্ত হতে ও পারে আবার নাও পারে। তবে নতুন মানুষের সাথে মেশার প্রধান উদ্দেশ্য নিজের কাজের সুযোগ বাড়ানো যাতে আপনি নিজের ক্যারিয়ারে আরো সুযোগ নিজে থেকে তৈরি করতে পারেন। ইংরেজীতে একটা কথা আছে If You Don't Ask For It, You Won't Get It তবে কেবলই সেটার জন্য কারো সাথে মিশলে আপনাকে সামনে জন্য কিছুটা স্বার্থপর ভেবে ফেলতেও পারে আর তার জন্যই প্রথমে আপনাকে সেই মানুষটার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আর তারপর নিজের কাজের কথা। 2. Power Of Generosity লেখক এর মতে আসল নেটওয়ার্কিং হলো অপর মানুষকে আপনি কতটা সাহায্য করতে পারছেন আর সেইজন্যই যখন আপনি কাউকে সাহায্য করেন খুব সম্ভবত সেই মানুষটাও আপনাকে সাহায্য করবে তার ফলে আপনি নিজের জীবনে অপরচুনিটি পরিমাণ গুলোকে সহজেই বাড়াতে পারবেন। 3. The Three Important Things যেকোনো মানুষের কাছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস হলো তার স্বাস্থ্য তার টাকা আর তার পরিবার। তাই আপনি নেটওয়ার্কিং করার ক্ষেত্রে অপর মানুষটাকে যদি এই তিনটে ক্ষেত্রে অথবা তিনটের মধ্যে যেকোন একটাতে সাহায্য করতে পারেন তার সমস্যাকে দূর করতে পারেন তাহলে আপনার সেই মানুষটার সাথে এক আতিক্ক সম্পর্ক গড়ে উঠবে আর আপনি খুব সফলভাবে নেটওয়াকিং করতে পারবেন। 4. The Genius Of Audacity আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দুজন একই কলেজ থেকে একই কোর্স নিয়ে পড়েছে তাহলে এবার আপনি কি করে বুঝবেন যে কে বেশি যোগ্য নিজের কাজে তাহলে আপনার উত্তর কি হবে লেখক বলেছেন তার উত্তর লুকিয়ে আছে তাদের অডাসিটিতে অর্থাৎ যে নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী সে আপনার কাছে নিজেকে সেই ভাবে প্রেজেন্ট করবে। কারণ সে ভালোভাবেই জানে যে তার কাজের দম আছে এবং সে আপনাকে বেশ ভালো ভাবে সাহায্য করতে পারবে। তাই নেটওয়াকিং করার ক্ষেত্রে একে অপরের সাথে নিজের Interest, Passion এবং একে অপরের Skill নিয়ে আলোচনা করাটা খুবই জরুরী। কারণ এর মাধ্যমে আপনি অন্যদের কাছে নিজের দক্ষতাকে যেমন প্রকাশ করছে ঠিক একইভাবে আপনি অন্যদের দক্ষতা সম্পর্কেও জানতে পারছেন। 5. The Art Of Cold Emailing আজকের ডিজিটাল যুগে কারো সাথে সহজে যোগাযোগ করার সবচেয়ে সহজ উপায় হল অনলাইন যে কোন প্লাটফর্মে যোগাযোগ করা। সেই সমস্ত অনলাইন প্লাটফর্ম এর মধ্যে সবথেকে উপযুক্ত হল Email. Cold Email এর অর্থ হল আপনি যে মানুষের সাথে যোগাযোগ করতে চাইছেন তাকে মিল করা তবে আপনাকে মনে রাখতে হবে সেই ইমেইল এর মধ্যে আপনাকে নিজের পরিচিতি ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে এবং আগে স্মার্ট আইডিয়ার মতন আপনি ওই মানুষটাকে কতটা ভালো ভাবে সাহায্য করতে পারবেন আত্মবিশ্বাসের সাথে তার জানান দিতে হবে। 6. Managing The Warm Call আপনার করা ইমেইল এর পর অথবা প্রথমেই যদি আপনি সেই মানুষটার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার সুযোগ পান তখন আপনাকে সেই মানুষটার সাথে লেখক এর ভাষায় Warm Calling করতে হবে। একটা সফল Warm Calling সেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার বিশ্বাসযোগ্যতা প্রকাশকরা। আপনি একচুয়ালি ওই মানুষটার সাথে যোগাযোগ করতে চান এবং তার সাথে প্রফেশনাল বন্ডিং তৈরী করতে চান এটা আপনাকে তাকে বোঝাতে হবে। এভাবে আপনার স্কিল ক্যাপাবিলিটি অবশ্যই সেই মানুষটার সাথে সামনাসামনি দেখা করার পালা এগিয়ে নিয়ে আসবে। 7. Johari Window যে কোন মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপে হলো সেই মানুষটাকে শোনা এবং এটা অভিযোগ করা সেই মানুষটা নিজেকে কতটা খোলামেলাভাবে এক্সপ্রেস করছে এবং সেই অনুযায়ী নিজের কথা বলার ধরনকে অ্যাডজাস্ট করে তার সাথে সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে। আর সেটা করতে পারার জন্য আপনাকে non-verbal কিউট গুলোর উপর বেশি নজর দিতে হবে অর্থাৎ আপনি কতটা হাসবেন আপনা কথা বলার স্পিড আপনার আই কন্টাক্ট সবকিছুকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। 8. Expanding Your Circle নিজের নেটওয়ার্ক স্কিলকে আরো ভালোভাবে মজবুত করার জন্য আপনাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তুলতে হবে যাদের ভিন্ন Passion ভিন্ন Interest ভিন্ন Career এর ফলে আপনার একজন ব্যক্তি হিসেবে যেমন ইমপ্রুভমেন্ট হবে ঠিক তেমনি আপনি নিজের জন্য ভিন্ন অপরচুনিটি ও খুঁজে পাবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post সফলতার সবচেয়ে গোপন রহস্য.. Motivational Article in Bangla.. Never Eat Alone appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments