Search box..

সংক্ষিপ্ত বণনায় মহানবি (স) এর মাদানী জীবন

সংক্ষিপ্ত বণনায় মহানবি (স) এর মাদানী জীবন


সংক্ষিপ্ত বণনায় মহানবি (স) এর মাদানী জীবন

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে মহানবি (স) এর মাক্কি জীবনের কথা বলতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । মহানবি হযরত
মুহাম্মদ (স.)-এর মাদানি
জীবন :-

মক্কার কাফিররা
মহানবি হযরত
মুহাম্মদ (স.)-কে ইসলাম
প্রচার থেকে বিরত
রখতে না পেরে তাঁকে
হত্যার সিদ্ধান্ত নিল
।অতঃপর আল্লাহর
নির্দেশে হযরত
মুহাম্মদ (স.) ৬২২
খ্রিষ্টাব্দে মদিনায়
হিজরত করলেন ।
মক্কার তুলনায়
মদিনায় শান্ত ও
নির্মল পরিবেশে এসে
মহানবি হয়রত
মুহাম্মদ (স.) গুরুত্বপূর্ণ
অনেক উদ্যোগ গ্রহণ
করলেন, আওস ও খাযরাজ
গোত্রদ্বয়ের মাঝে
চলমান দীর্ঘ দিনের
যুদ্ধ বন্ধ করলেন ।
মুজাহির (ইসলামের
উদ্দেশ্যে মক্কা থেকে
মদিনায় হিজরত) ও
আনসারদের
(মুজহিরদেরকে
সার্বিকভাবে
সাহায্যকারী মদিনা
বাসী) মাঝে ভ্রাতৃত্ব
বন্ধন ও সৌহার্দ
স্হাপন করলেন ।
সামাজিক সম্পর্কের
ক্ষেত্রে এক নতুন
দিগন্তের উন্মোচন
হলো । গড়ে তুললেন
ইসলামি আদর্শের
ভিত্তিতে সুশৃঙ্খল
সমাজ ব্যাবস্থা । সকল
মুসলিমের
মিলনকেন্দ্র হিসেবে
গড়ে তুললেন মসজিদে
নববি ।
মদিনা সনদ:
মদিনা ছিল বিভিন্ন
ধর্ম ও গোত্রের
লোকজনদের আবাস।
হযরত মুহাম্মদ (স.) এই
সকল জাতিকে এক করে
সেখানে একটি ইসলামি
রাষ্ট্র গঠনের
পরিকল্পনা নিলেন । এ
কাজ করতে গিয়ে
তিনি সকল গোত্রের
নেতাদের সাথে বৈঠক
করে একটি লিখিত
সনদ প্রণয়ন করেন, যা
ইসলামের ইতিহাসে
‘মদানি সনদ’ নামে
পরিচিত । এই সনদে
মোট ৪৭ টি ধারা ছিল।
তার মধ্যে প্রধান ধারা
গুলো নিম্নে উল্লেখ
করা হলো:-

১. সনদে স্বাক্ষরকারী
মুসলমান,ইহুদি
,খ্রিষ্টান ও
পৌত্তলিক
সম্প্রদায়সমূহ সমান
ভাবে নাগরিক অধিকার
ভোগ করবে ।
২. মহানবি হযরত
মুহাম্মদ (স.) হবেন
প্রজাতন্ত্রের প্রধান
ও সর্বোচ্চ বিচারলয়ের
কর্তা ।
৩. মুসলমান ও অমুসলমান
সম্প্রদায় স্বাধীনভাবে
নিজ নিজ ধর্ম পালন
করবে।
৪. কেউ কুরাইশ বা অন্য
কোনো বহিঃশত্রু
কতৃক আক্রান্ত হলে
সকল সম্প্রদায়ের
সমবেত প্রচেষ্টায় তা
প্রতিহত করতে হবে।

৫. কেউ কুরাইশ বা অন্য
কোন বহিঃশত্রুর সাথে
মদিনা বাসীর বিরুদ্ধে
কোনরূপ ষড়যন্ত্রে
লিপ্ত হতে পারবে না।

৬. বহিঃশত্রু কতৃক
মদিনা আক্রান্ত হলে
সকলে সম্মিলিতভাবে
শত্রুর মোকাবিলা
করবে এবং স্ব-স্ব
গোত্রের যুদ্ধভার বহন
করবে।

৭. কোন ব্যাক্তি
অপরাধ করলে তা
ব্যাক্তিগত অপরাধ
হিসেবে পরিগনিত
হবে। তার অপরাধের
জন্য গোটা
সম্প্রদায়কে দোষী
সাব্যস্থ করা যাবে না।

৮. মদিনা পবিত্র
নগরি বলে ঘোষনা করা
হলো । এখন এই শহরে
রক্তপাত, হত্যা,
ব্যভিচার এবং অন্যন্য
অপরাধমূলক কর্মকান্ড
সম্পূর্ণ নিষিদ্ধ করা
হলো ।

৯. ইহুদি সম্প্রদায়ের
মিত্ররাও সমান
সাধীনতা ও নিরাপত্তা
ভোগ করবে ।

১০. হযরত মুহাম্মদ (স.)-
এর অনুমতি ব্যাতিত
মদিনার কোনো গোত্র
কারো বিরুদ্ধে যুদ্ধ
ঘোষনা করতে পারবে না

১১. স্বাক্ষরকারী
সম্প্রদায়সমূহের মধ্যে
কখনো বিরোধ দেখা
দিলে হযরত মুহাম্মদ
(স.) আল্লাহর বিধান
অনুযায়ী তা মীমাংসা
করবেন।

১২. সনদের ধারা ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। এই মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, যার মধ্যে ইসলাম ও মহানবি (স.)- এর শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে।

The post সংক্ষিপ্ত বণনায় মহানবি (স) এর মাদানী জীবন appeared first on Trickbd.com.

নিয়ে নিন Akarone gq ওয়াপকিজ সাইট থিম বিনামুল্যে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.Akarone .wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.Akarone. wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।

থিম রিভিউ :-

থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । আপনারা প্রয়োজনে এডিট করতে পারবেন । থিমটিতে অসাধারণ Black style CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম হতে পারে । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । এটিতে bs nav bar রাখা হয়েছে এবং রাখা হয়েছে CHAT SYSTME সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ৩টি ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে । থিম সাইয মাত্র ৫৮ কেবি (প্রায়) ।



থিম ডাউনলোড :-

সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করবেন ।


আমি পরবতীতে আরও ভালো ভালো ডাউনলোড সাইটের থিম দেওয়ার চেষ্টা করব । আর সকলে সুস্থ থাকুন । ভালো থাকুন । ধন্যবাদ ।

The post নিয়ে নিন Akarone gq ওয়াপকিজ সাইট থিম বিনামুল্যে appeared first on Trickbd.com.

কিভাবে রোজের কাজ রোজ শেষ করা সম্ভব… Motivational Article in Bangla

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

কিভাবে রোজের কাজ রোজ শেষ করা সম্ভব…

আপনার টু-ডু লিস্ট এ কি অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আপনি সেই কাজগুলো করার কথা ভাবছেন কিন্তু কাজ করে উঠতে পারছেন না। আপনি কি প্রত্যেকবার কাজ করার সময় তালবাহানা করা শুরু করেন। যদি তাই হয় তাহলে টাইম ম্যানেজমেন্ট এর উপর David Allen এর লেখা Getting Things Done বইটা আপনার অনেক কাজে লাগবে। গেটিং থিংস ডান এই বইতে লেখক আপনার রোজকার টুডু লিস্টে থাকা পেন্ডিং কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করার খুব এফেকটিভ আর প্রাক্টিক্যাল উপায় বলেছেন। যা ফলো করার পর আপনিও খুব সহজে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস ছেড়ে দিয়ে সময় কাজ করা শুরু করবেন।

1. Planning

প্রথমে Horizontal Planning সম্পর্কে বলা যাক। টুডু লিস্টে যখন সমস্ত গোল্স আর একশনস এর উল্লেখ করা হয় তখন তা হরাইজন্টাল প্লানিং এর আওতায় আসে। এই ধরনের প্ল্যানিং দেখতে কোনো অসুবিধা হয় না। Vertical Planning গোল্স আর একশনস গুলো আরো ডিটেইলসে ব্যাখ্যা করা হয়। এমনটা না যে এই ধরনের প্ল্যানিং শুধু কম্পিউটারে করা যায় আপনি কাগজে লিখেও এরকম প্ল্যানিং তৈরি করতে পারেন। কারন আপনি যখন কোনো গোল নিজের হাতে লিখেন তখন আপনি সেই গোলকে আরো ভালো করে মনে রাখতে পারেন।

2. Setting Up Place And Time

সেটিংলি লেখক বলেছেন আপনি একবার ঠিকঠাক প্লানিং করে নেওয়ার পর আসে আপনার Place আর টাইম সেট করার পালা এর মানে হলো এই সিস্টেম শুরু করার জন্য আপনাকে নিজেকে কমপক্ষে দূটো দিন সময় দিতে হবে। ঠিকঠাক Place এর জন্য আপনার নিজের পার্সোনাল ডেস্ক থাকাটা খুব দরকার। সহজ কথায় বলে আপনাকে নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে কোনো কিছুই আপনাকে ডিস্টার্ব করবে না।

3. Collecting Your Stuff

কাজের সময় ঘনঘন অ্যাটেনশন ব্রেক হওয়ার এটা একটা বড় কারণ এজন্য লেখক বলেছেন যে কাজ শুরু করার আগে আপনি আপনার সমস্ত জিনিস এক জায়গায় কালেক্ট করুন আর আপনার ডেস্কে পড়ে থাকা অদরকারি জিনিস যেগুলো আপনি চান না তা পরিষ্কার করুন। কারণ আপনি যখন এইভাবে কাজ করবেন তখন আপনার ডেস্কে আপনার মনকে ডাইভার্ট করার মতো কিছুই থাকবে না। এটা করলে আপনি আপনার কাজ মন দিয়ে করতে পারবেন।

এই কাজটা করতে আপনার ২ থেকে ৬ ঘন্টা সময় লাগতে পারে । কিন্তু প্রডাক্টিভিটি সঙ্গে কাজ করতে হলে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এটাতো হলে ফিজিক্যালি জিনিস অরগানাইজ করার কথা কিন্তু এখন আপনাকে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে হবে অর্থাৎ ডেস্কে ছড়িয়ে থাকা অপ্রয়োজনীয়’ জিনিস যেমন আমাদের মনকে ডাইভার্ট করে তেমনি আমাদের মনের মধ্যে চলতে থাকা আনওয়ান্টেড থটস আমাদের এক মনে কাজ করতে বাধা দেয়।

যেমন আমরা যখন পড়াশোনা করতে বা কোন কাজ করতে বসি তখন সব ধরনের ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে কাজ করার সময় আপনার মনে পরে আর ওকে একবার কল করলে ভালো হতো একবার ফোন করে দেখি। এই ধরনের চিন্তা সব সময় আমাদের মনকে ডিস্টার্ব করে তাই লেখক বলেছেন যে ফিজিক্যালি জিনিসগুলো অরগানাইজ করার পাশাপাশি আপনাকে আপনার মনে চিন্তা গুলো কে অরগানাইজ করতে হবে। কারণ এই কাজটা করলেই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

4. Delegate Your Work

লেখক বলেছেন আপনার মাইন্ডা আর এনভারমেন্টকে অরগানাইজ করার পর আপনাকে প্রথমে দেখতে হবে এমন কোন কাজ আছে যেটা আপনি করতে চান না অথবা যে কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন। যদি এমন কোনো কাজ থেকে থাকে তবে সে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। এরপরে আপনার কাছে করার জন্য শুধু দরকারি কাজ টাই থাকবে।

5. Check Out The Work That Can Be Done In 2 Minute

আপনাকে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে তাহলো আপনার টু-ডু লিস্ট এ কোন কাজগুলো করতে মাত্র 2 মিনিট সময় লাগে তা সর্ট আউট করা। যেমন ইমেইল চেক করা, বসার ঘর পরিষ্কার করা আর দেখুন এমন কোন প্রজেক্ট আছে যেগুলো করতে আরো টাইমা আর এনার্জি লাগবে।

এটা সর্ট আউট করার পর আপনাকে আপনার ইম্পর্ট্যান্ট কাজ আর আনইম্পর্টেন্ট কাজগুলোকে আলাদা করতে হবে দু মিনিটে যে কাজগুলো করা যায় সেগুলোকে আনইম্পর্টেন্ট কাজের ক্যাটাগরিতে রাখা যেতে পারে এর ফলে যে সুবিধা হবে সেটা হল শুধুমাত্র ইমপর্ট্যান্ট কাজ গুলো আপনার সামনে থাকবে এরপর আপনি মনোযোগ দিয়ে আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন আর তারপর আনইম্পর্টেন্ট কাজ গুলো কমপ্লিট করুন।

6. Take Action Or You Can Say Doing

আপনি যখন কোনো কাজের একটা কমপ্লিট প্ল্যানিং করেন আর সেটাকে ভিত্তি করে কাজগুলো অরগানাইজ করে একটা সিস্টেম তৈরি করেন তখন আপনার কাজ অনেকটা সহজ হয়ে যায় কারণ আপনি আগে থেকেই জানেন কোন কাজটা কিভাবে আর কখন করতে হবে যাতে সে কাজটা নিয়ে আপনাকে বারবার ভাববেন না হয়। আমাদের সবার কাছে দিনে 24 ঘন্টা থাকে কিন্তু আজ আমাদের কাজ এতটাই বেড়ে গেছে। যে আমাদের কাছে 24 ঘণ্টাও কম বলে মনে হয়। অতএব সময় বাড়ানো সম্ভব না তবে আমাদের কাজের পদ্ধতিতে বদল এনে প্রডাক্টিভিটি অবশ্যই বাড়ানো যেতে পারে। আসুন এবার তাড়াতাড়ি আর্টিকেলটা সামারাইজ করে নেই।

প্রথমে আপনাকে আপনার টু-ডু লিস্ট প্ল্যানিং করতে হবে তারপর আপনাকে আপনার কাজ করার জন্য দরকারি জিনিস কালেক্ট করতে হবে এর পরে আপনাকে আপনার কাজগুলো অরগানাইজ করতে হবে তারপর যে কাজটা ইম্পর্টেন্ট না সেটাকে আলাদা করতে হবে সবশেষে সমস্ত প্ল্যানিং করার পরে আপনাকে অ্যাকশন নিতে হবে।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post কিভাবে রোজের কাজ রোজ শেষ করা সম্ভব… Motivational Article in Bangla appeared first on Trickbd.com.

ব্লগারে পপআপ সাবস্ক্রাইব বাটন অ্যাড করার ফুল টিউটরিয়াল।

Posted:

পপআপ সাবস্ক্রাইব বাটন

আসসালামু আলাইকুম।এই পোস্টে আমি একটি স্ক্রিপ্ট শেয়ার করবো,যেটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন বানাতে পারবেন।কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য একটি পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন বানাবেন সেটি জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।

পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন টি অ্যাড করার জন্য আপনার ব্লগার থিম এর ভিতর কিছু কোড অ্যাড করতে হবে।নিচে একটি ডেমো এর স্ক্রীনশট দিচ্ছি,দেখে নিন।অথবা, Demo দেখুন।

পপআপ সাবস্ক্রাইব বাটন এর উপকারিতা কি?

একটি পপআপ সাবস্ক্রাইব বাটন আপনার ওয়েবসাইট এ অ্যাড করলে আপনার ওয়েবসাইটের ভিজিটর আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার সম্ভাবনা বেড়ে যায়।আপনি চাইলে এই স্ক্রিপ্টটি ইউজ করে সেটি ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইব অপশন না দিয়ে তার পরিবর্তে Visit/… বাটন অ্যাড করতে পারেন,এবং ইউটিউব চ্যানেল এর লিংক এর পরিবর্তে কোনো ওয়েবসাইট/ওয়েবপেজের লিংক দিতে পারেন।

কিভাবে পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো?

আপনার ব্লগার সাইটের জন্য পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  1. প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ।
  2. তারপর যাবেন Themes এ।
  3. এখন ড্রপডাউন মেনু থেকে Edit HTML মোড এ ক্লিক করুন।

  4. তারপর body closing ট্যাগ এর মাঝে যেকোনো জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন এবং আপনার ইউটিউব চ্যানেল এর লিংক দিবেন(কোডগুলোর শেষের দিকে) আর চাইলে পিকচার টিও চেঞ্জ করে আপনার ইউটিউব চ্যানেল এর পিকচার দিতে পারেন।
  • এখন Save করে দিন এবং আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখুন পপআপ ইউটিউব সাবস্ক্রাইব বাটন শো করতেছে।

কোডগুলো কপি করতে সমস্যা হলে ডাউনলোড করে নিন।


আরো পড়ুন :

মোবাইল রিভিউ ওয়েবসাইটের টেবিল কোড।

দ্রুত অ্যাডসেন্স এপ্রুভাল পাওয়ার টিপস।

ওয়েবসাইটে দ্রুত রেঙ্ক করানোর টিপস।

The post ব্লগারে পপআপ সাবস্ক্রাইব বাটন অ্যাড করার ফুল টিউটরিয়াল। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments