[Hall Print]ডাউনলোড করে নিন অক্ষয় কুমার এর প্রতিক্ষিত মুভি ” Bachchan Pandey” এর হিন্দি লিংক এবং সাথে আমার রিভিউ। |
- [Hall Print]ডাউনলোড করে নিন অক্ষয় কুমার এর প্রতিক্ষিত মুভি ” Bachchan Pandey” এর হিন্দি লিংক এবং সাথে আমার রিভিউ।
- Demodil.net এর official ওয়াপকিজ সাইট থিম ডাউনলোড করে নিন
- ধনী হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি… Science of Getting Rich.. Motivational Article in Bangla
- Fake Cards তৈরি করা শিখুন একদম আসলের মতো দেখাবে ।
- জেনে নিন ধৈয ও সহিষ্ণুতা সম্পকিত হাদিস
- সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি থেকে বাঁচার উপায় এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন
- ওয়েব হোস্টিং (Hosting) কি? এবং কিভাবে কাজ করে জেনে নিন
- আর হারানোর ভয় নেই! কিবোর্ড দিয়ে যা কিছু টাইপ করবেন সব ডাটা সেভ হয়ে থাকবে।
Posted: বচ্চন পাণ্ডে ( Bachchan Pandey) একটি হিন্দি ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র যা ফরহাদ সামজি ও নিশ্চয় কুট্টান্ডা পরিচালিত, ফরহাদ সামজি রচিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতি স্যানন এবং জ্যাকলিন ফার্নান্দেজ। চলচ্চিত্রটি কুট্টান্ডা এবং সামজির একটি মূল স্ক্রিপ্ট অনুসরণ করে, যদিও কিছু লোক এই দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেছে এবং বলেছে যে এটি জিগারথান্ডার পুননির্মাণ। চলচ্চিত্রটি ২০২২ সালের ১৮ মার্চ মুক্তি পেয়েছে। মুভির কিছু স্ক্রিনশটঃ আমার রিভিউঃ কেনো আপনার মুভি দেখা উচিত? #বচ্চন_পান্ডে_রিভিউঃ এবার আসি ডাউনলোড লিংক এঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
লিংকগুলা একটি পেজ এর মাধ্যমে দেওয়া হলো। পুরোটা একসাথে দেখুনঃ ক্লিক হেয়ার
The post [Hall Print]ডাউনলোড করে নিন অক্ষয় কুমার এর প্রতিক্ষিত মুভি ” Bachchan Pandey” এর হিন্দি লিংক এবং সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com. |
Demodil.net এর official ওয়াপকিজ সাইট থিম ডাউনলোড করে নিন Posted: 18 Mar 2022 07:06 AM PDT আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । The post Demodil.net এর official ওয়াপকিজ সাইট থিম ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com. |
ধনী হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি… Science of Getting Rich.. Motivational Article in Bangla Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ধনী হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতিএই পৃথিবীতে সবাই ধনী হতে চায়। প্রত্যেকেই নিজের জন্য একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে সবাই চায় তার একটা বড় বাড়ি হোক গাড়ি হোক সবাই বিভিন্ন দেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়। কিন্তু টাকা ছাড়া তো আর এসব করা সম্ভব নয়। তাই এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার Wallace D. Wattles এর The Science Of Getting Rich বই থেকে ধনী হওয়ার সিক্রেট গুলো জেনে নেওয়া উচিত। এই বইটা এর আগেও অনেক মানুষের জীবন বদলে দিয়েছে হয়তো এই বইটার সামারিটা মনোযোগ দিয়ে শুনলেন আর এই বইতে বলা কথা গুলো মেনে চললে আপনিও ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। চলুন আর দেরি না করে এই আর্টিকেলটা শুরু করি আর দেখি নিই এমন কোন সিক্রেট আছে বা বলতে পারেন এমন কোন সাইন্টিফিক টেকনিক আছে যেটা ইউজ করে মানুষ ধনী হতে পারে। 1. Get Info The Rich Profession আপনি যে কাজটা ভালবাসেন সেটা না করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ আমরা যদি এমন কোনো কাজ করি যেটা আমরা পছন্দ করি না তাহলে আমাদের সেই কাজে মন লাগে না। এজন্য লেখক মনে করেন যে আপনার সব সময় উচিত নিজের পছন্দের হবি কে বিজনেস বা প্রফেশন হিসেবে বেছে নেওয়া যেটা নিয়ে আপনি ভীষণ পেশেনেট ফিল করেন। এই ধরনের কাজ করলে আপনি অনেক আনন্দে কাজ করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার মধ্যে কোন স্কিল বা ট্যালেন্ট নেই তাহলে আপনি নিজের ভিতরে থাকা সম্ভাবনাগুলো এক্সপ্লোর করতে পারেন। আর দরকার পড়লে নিজেকে ট্রেনিং দিয়ে নতুন স্কেল শিখতে পারেন। বেশিরভাগ মানুষই যেকোনো ট্রেনিংকে কাজ হিসেবে রেখে হবে।তবে আপনার যে কোন কাজকে ফ্যান হিসেবে দেখা উচিত যাতে আপনি সেটাকে জয় করতে পারে আর কাজটা করতে গিয়ে আপনার যাতে মজা লাগে। 2. Be Greatful For What You Have ইউনিভার্স যদি আপনাকে কিছু দেয় তবে পরিবর্তে এই জিনিসগুলোর জন্য আপনার ইউনিভার্স এর কাছে গ্রিটফুল থাকা উচিত। এমন অনেক মানুষ আছে যারা তাদের কাছে যা কিছু আছে এই জিনিসগুলোর জন্য কখনো গ্রেটফুল থাকেনা। আর এরকম আনগ্রেটফুল লোকেরা ধনী হয়েও আবার গরিব হয়ে যায়।ইউনিভার্সি এর সাথে হার মার্নিয়ে রেলেশনশিপ বজায় রাখার জন্য ইউনিভার্সের প্রতি গ্রিটফুল ধাকা করা উচিত। আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য যদি আপনি ইউনিভার্স কে ধন্যবাদ জানান তাহলে আপনি জীবনে যা কিছু পেতে চান ইউনিভার্সও আপনাকে সেই সবকিছু পেতে সাহায্য করবে। 3. Think And Act In A Certan Way একটা Certan Way তে চিন্তা করা আর কাজ করার মানে হল আপনার নিজের আইডিয়া আর গোল গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখা আর আপনি একটা রাইট দিরেকশন এ কাজ করছেন সেটা নিশ্চিত রাখা। লেখক বলেছেন যে, Certan Way তে চিন্তা করা মানে শুধুমাত্র নিজের বর্তমানে বেঁচে থাকা সহজ কথায় বলেছেন এই অধ্যায়ে লেখক বলেছেন যে, আপনি যা করতে চান তা এখনই করুন কারণ আপনি যদি দেরি না করে একের পর এক আপনার গোল এচিভ করতে থাকেন। তখন আপনি ইউনিভার্স কে সিগনাল দেবেন যে স্বপ্ন পূরণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে। তখন ইউনিভার্সও আপনার লক্ষ্য পূরণে আপনাকে সাহায্য করতে শুরু করবে। 4. Take Efficient Action আপনি যদি মনে করেন যে আপনি যে জিনিসগুলো জীবনে পেতে চান সেই জিনিস গুলোর কথা ভাবলেই আপনি সহজেই সেগুলো পেয়ে যাবেন তা কিন্তু মোটেও হয়না। কারন যেই জিনিস গুলো পেতে হলে আপনাকে আগে নিজেকে সেই যোগ্য করে তুলতে হবে। আপনাকে প্রতিদিন প্রডাক্টিভলি কাজ করতে হবে। আপনি যখন আপনার প্রতিদিনকে প্রডাক্টিভ করে তুলবেন তখন আপনার সাকসেসফুল আর ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কিন্তু অন্যদিকে আপনি যদি প্রতিদিন কাজে টালবাহানা করেন। তবে আপনি হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। আপনার জীবনে ব্যর্থতা বাড়তে থাকবে আর আপনি গরিবি হতে থাকবেন। তাই প্রতিদিন প্রডাক্টিভলি কাজ করুন আর আপনার লক্ষ্য পূরণ করে ধনী হওয়ার পথে এগিয়ে যান। 5. The Impassion Of Implease মানুষের ইচ্ছের কোন শেষ নেই। মানুষ সবসময় আরো চায় কারো। কাছে টাকা থাকলে সে আরো টাকা। যায় কেউ যদি দেখতে খুব সুন্দর হয়েছে আরও সুন্দর হতে চায়। সবাই শুধু জীবনে বড় হতে চায়। কিন্তু বড় হওয়ার জন্য আপনাকে পজিটিভলি মন থেকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে। নলেজ, মানি, রেস্পেক্টস জীবনে যা কিছু আপনি অন্যদের কাছ থেকে পেতে চান তা আরো বেশি করে পেতে হলে অন্যদের আপনাকে আগে সেগুলো দিতে হবে। আপনাকে আপনার ভ্যালু বাড়াতে হবে। তবেই আপনি আগের থেকে বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি এই আর্টিকেলে বলা পদ্ধতি গুলো কাজে লাগান তাহলে আপনিও জীবনে সাকসেস পাবে আর ধনী হতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post ধনী হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি… Science of Getting Rich.. Motivational Article in Bangla appeared first on Trickbd.com. |
Fake Cards তৈরি করা শিখুন একদম আসলের মতো দেখাবে । Posted: 18 Mar 2022 02:30 AM PDT আসসালামু আলাইকুম । বন্ধুরা সকলে কেমন আছেন । আশা করি ভালোই আছেন । আমি আজকে আপনাদের সামনে নতুন একটি টফিক নিয়ে হাজির হয়েছি । আশা করি এই টফিকটি পড়ে আপনাদের অনেক কাজে লাগবে । আমার লেখাটিতে যদি কোনো ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবার আমি সোজা সোজি প্রধান কথা চলে যাব । |
জেনে নিন ধৈয ও সহিষ্ণুতা সম্পকিত হাদিস Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ধৈয ও সহিষ্ণুতা সম্পকিত একটি হাদিস নিয়ে আলোচনায় যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
হাদিসের বিষয় : ধৈয ও সহিষ্ণুতা হাদিস :- মহানবি হযরত মোহাম্মদ (স) বলেছেন, “মুমিনের সকল কাজ বিস্ময়কর । আর প্রতিটি কাজই তার জন্য কল্যান বয়ে আনে । আর এই কল্যান মুমিন ছাড়া অন্য কেউ লাভ করতে পারে না । যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে । এটা তার জন্য কল্যানকর । আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয় তবে সে ধৈযধারণ করে । এটাও তার জন্য কল্যানকর । (সহিহ মুসলিম) এই হাদিসে মানবজীবনের নানা সমস্যার মধ্যে কীরূপ আচরণ করতে হবে সে সম্পকে সুন্দর একটি দিকনিদেশনা প্রদান করা হয়েছে । মানবজীবনে সুখের পাশাপাশি দুঃখও বিদ্যমান । এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ । আল্লাহ তায়ালা সুখ ও দুঃখের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন । মানুষের উচিত সবসময় আল্লাহর হুকুম পালন করা । প্রকৃত মুমিম ব্যাক্তিই এরূপ করে থাকেন । ফলে সকল অবস্থাই তার জন্য কল্যানকর । কারণ মুমিন ব্যাক্তি দুঃখ কষ্টে নিপতিত হলে হতাশ হয়ে পড়ে না । বরং ধৈয ধারণ করে । খারাপ কাজে লিপ্ত হয় না । ধৈয সহকারে আল্লাহর উপর ভরসা করেন । এতে আল্লাহ সন্তুষ্ট হন । ফলে আল্লাহ তায়ালা ধৈযকারীর উপর নিয়ামত বাড়িয়ে দেন । ফলে এরকম অবস্থায় ধৈযধারণকারী আল্লাহ তায়ালার পক্ষ থেকে সবাধিক কল্যান লাভ করে । এই হাদিসটি থেকে আমরা ৫টি দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূণ শিক্ষা অজন করতে পারি । এগুলো হলো : ১। সুখ-দুঃখ মানবজীবনের স্বাভাবিক বিষয় । ২। দুঃখ কষ্টের সময় হতাশ হলে চলবে না । বরং ধৈয সহকারে আল্লাহ তায়ালার আদেশ পালন করতে হবে । ৩। আনন্দের সময়ও আল্লাহকে ভুলে গেলে চলবে না । বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে । ৪। সুখ এবং দুঃখ সবসময় আল্লাহকে স্মরণ রেখে শোকর আদায় ও ধৈয ধারণ করে কল্যান লাভ করা যায় । ৫। মুমিন ব্যাক্তির সকল কাজই কল্যানজনক । কেননা মুমিন ব্যাক্তি সবসময় আল্লাহকে স্মরণ রাখে ও তাঁর আদেশ পালন করে । কোন সময় তিনি আল্লাহর বিমুখ হন না । আমাদেরকে প্রকৃত মুমিন হতে হলে সবদা আল্লাহর শোকর আদায় করতে হবে ও ধৈয ধারণ করতে হবে । তো আজ এই ছিল আমার পক্ষ থেকে । সবাইকে ধন্যবাদ । The post জেনে নিন ধৈয ও সহিষ্ণুতা সম্পকিত হাদিস appeared first on Trickbd.com. |
সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি থেকে বাঁচার উপায় এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন Posted: আমরা যারা মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহারকারী, তারা অবশ্যই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন শব্দের সাথে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনে সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। যেমন: ফেসবুক, মেসেঞ্জার ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি। কিছু সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু সেগুলো আমরা কিনি না। বিভিন্ন পাইরেসি ওয়েবসাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করি এবং ব্যবহার করি। তাহলে চলুন সফটওয়্যার পাইরেসি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই… • সফটওয়্যার পাইরেসি কি? প্রতিটি সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যারের লাইসেন্স আইনিভাবে করে রাখে। যার ফলে ওই সফটওয়্যার এর মালিক শুধুমাত্র ওই কোম্পানিই হবে। অন্য কেউ তাদের অনুমতি ছাড়া ওই সফটওয়্যারের কোন ধরনের মডিফাই করতে পারবে না। কিন্তু আমরা বিভিন্ন হ্যাকিং টুলস ব্যবহার করে পেইড সফটওয়্যার গুলো ক্র্যাক করে ব্যবহার করি। এতে করে সফটওয়্যার কোম্পানি গুলোর অনেক লস হচ্ছে। • সফটওয়্যার কোম্পানি কিছু করে না কেন?? মনে রাখবেন পুরো পৃথিবী এখন প্রতিযোগিতার যুগ। পুরো পৃথিবীতে সফটওয়্যার কিনে চালানোর সংখ্যা থেকে সফটওয়্যার ক্র্যাক করে চালানোর সংখ্যা অনেক বেশি। এখন যদি সব কোম্পানি, সফটওয়্যার ক্র্যাক করে চালানো ইউজারদের ব্যান করতে থাকে, তাহলে তাদের ইউজার সংখ্যা অনেকটাই কমে যাবে। এতে করে কিন্তু তাদের মার্কেট শেয়ার ও অনেকটাই কমে যাবে। • সফটওয়্যার পাইরেসির ফলে ক্ষতি সমূহ: • সফটওয়্যার পাইরেসি থেকে বাঁচার উপায়: আর যেসব সফটওয়্যারগুলোর দাম কম, সেগুলো কিনে ব্যবহার করুন। আর অবশ্যই যে সকল ডিভাইসে আপনার গুরুত্বপূর্ণ ইনফর্মেশন সেইভ থাকে, সেগুলোতে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার না করাই উত্তম। আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
অনলাইন ইনকাম কি? অনলাইন ইনকাম কি আসলেই করা যায়The post সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি থেকে বাঁচার উপায় এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন appeared first on Trickbd.com. |
ওয়েব হোস্টিং (Hosting) কি? এবং কিভাবে কাজ করে জেনে নিন Posted: আমাদের মধ্যে যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই ডোমেইন এবং হোস্টিং এর সাথে পরিচিত। কারণ ডোমেইন এবং হোস্টিং ছাড়া একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। আমি গত একটি পোস্টে ডোমেইন নিয়ে আলোচনা করছিলাম, তাই আজকে আমি হোস্টিং নিয়ে আলোচনা করব। তাহলে চলুন জেনে আসি… • হোস্টিং (Hosting) কি? যেখানে সার্বক্ষণিক (২৪ ঘন্টা /৩৬৫ দিন) আপনার ফাইল গুলো জমা থাকে। • হোস্টিং কিভাবে কাজ করে: তবে ওই আইটির সাথে আপনি আপনার ওয়েবসাইটের জন্যে নির্দিষ্ট এক বা একাধিক ডোমেইন যুক্ত করতে পারবেন। যখন কেউ আপনার ওয়েবসাইটের এড্রেস লিখে সার্চ করবে, তখন আপনার ওয়েব এড্রেস টি আইপি (IP) অ্যাড্রেস এ রূপান্তরিত হয়ে আপনার ওয়েবসাইটের সার্ভারে (হোস্টিং এ) নিয়ে যাবে। যেখানে আপনার ওয়েবসাইটের ইমেজ, ভিডিও, ফাইল ও অন্যান্য তথ্য জমা আছে। এই কাজটা মূলত করবে সার্চ ইঞ্জিন ও ব্রাউজার। একজন ইউজার যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে, ওই বিষয়ের তথ্যগুলো আপনার ওয়েবসাইটের হোস্টিংয়ে সার্চ ইঞ্জিন খুঁজে দেখবে। এবং সেটা পেলে সাথে সাথে ঐ ইউজারকে সেই তথ্য পৌঁছে দিবে। সার্চ ইঞ্জিন ও ডিএনএস (DNS) নিয়ে আমি ডিএনএস আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি। সেখান থেকে দয়া করে একটু পড়ে নিবেন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আশাকরি ওয়েব হোস্টিং সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জন্ম নিবন্ধনটি অনলাইন আছে? অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদনকারীদের জন্য কিছু কথা
The post ওয়েব হোস্টিং (Hosting) কি? এবং কিভাবে কাজ করে জেনে নিন appeared first on Trickbd.com. |
আর হারানোর ভয় নেই! কিবোর্ড দিয়ে যা কিছু টাইপ করবেন সব ডাটা সেভ হয়ে থাকবে। Posted: আসসালামু আলাইকুম. প্রথমেই বলি কি লগার কি। কি লগার হলো এমন একটি সফটওয়্যার যেটা আপনার কিবোর্ড এর প্রতিটি নির্দেশ অনুসরণ করে তা সেভ করে রাখে। মানে আপনি যা কিছু টাইপ করবেন, সব অটোম্যাটিক সেভ হয়ে যাবে ।। এর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা আপনার জি এফ এর আইডি হ্যাক করতে পারবেন। আপনি শুধু এপটি ভিক্টিম এর ফোনে ইন্সটল করে সেট করে দিবেন। √ App Download Link ডাউনলোড করে নিন। ফেবুতে আপলোড দেওয়া, তাই ফেবু প্যাক দিয়েই ডাউনলোড হবে। √ App এ ঢুকুন। প্রথমে আমরা কিবোর্ড একটিভ করব। √ Chose keyboard চাপুন। Hack Keyboard চালু করুন। √ মেনুতে এসে পড়বে। এখন আবার। Click here to set up Hack Keyboard চাপুন। Hack Keyboard টা ডিফল্ট হিসেবে সেট করুন।। এখন আবার নতুন করে এপ এ যান। এখানে চেপে Hacking mode Active করুন।।
যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!! MixTuneBD.con সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ। The post আর হারানোর ভয় নেই! কিবোর্ড দিয়ে যা কিছু টাইপ করবেন সব ডাটা সেভ হয়ে থাকবে। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments